Author

Topic: বাংলা (Bengali) - page 422. (Read 5718451 times)

sr. member
Activity: 1372
Merit: 322
October 20, 2020, 07:10:39 AM
বিটকয়েন এড্রেস এর ধরন
আমরা প্রায়ই দেখি কিছু বিটকয়েন এড্রেস 1, কিছু 3 এবং কিছু এড্রেস bc1 দিয়ে শুরু হয়। আপনি কি জানেন এইগুলো কোনটা কি এড্রেস? আজকে আমি বিটকয়েন এর ৩ ধরনের এড্রেস এর কথা উল্লেখ করব। এইটা খুব ব্যাসিক ধারনা, আমি চেষ্টা করেছি সহজভাবে ধারনা দেয়ার যাতে নতুনরা বুঝতে পারে। তাই কেউ টেকনিক্যালি আমার লেখাটাকে কিছুটা ভুল বলতেও পারেন তবে আসলে ভুল না। যাই হোক, মুল কথায় যাই।
বিটকয়েন এর এড্রেস এর ধরন সাধারণ ভাবে বললে দুই ধরনের হয়।

১. লিগ্যাসি এইটা বিটকয়েন এর প্রথম থেকে চলে আসা এড্রেস। যেসব এড্রেস 1 দিয়ে শুরু হয় ওইগুলোকে লিগ্যাসি এড্রেস বলা হয়। এইটার আর বেশি কিছু নেই। তবে ভিন্ন নাম আছে। P2PKH- Pay to Public Key Hash, যাই হোক, আমরা আপাতত সাধারন সংজ্ঞাতেই থাকি। কেউ যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে সিম্পলি গুগল করলে অনেক তথ্যই পাওয়া যাবে। কিংবা আমাকে ইনবক্স করবেন।

 ২. সেগউইট ২০১৭ সালে সেগউইটের যাত্রা শুরু। আমরা জানি বিটকয়েন এর প্রতিটি ব্লক এর সাইজ হল মাত্র ১ মেগাবাইট। মানে ১ মেগাবাইট সমপরিমাণ তথ্য একটি ব্লকে রাখা যাবে। আর গড়ে প্রতি ১০ মিনিটে একটি ব্লক তৈরী হয়। কিন্তু যখন অনেকগুলো ট্রাঞ্জেকশন একসাথে হয় তখন অনেককেই অপেক্ষা করতে হয় কারণ ১টা ব্লকে ১ মেগাবাইট এর বেশি তথ্য রাখা যায় না। যার কারণে ২০১৭ সালে কিছু ডেভেলপার সেগউইট ইম্পলিমেন্ট করার প্রস্তাবনা দেয় এবং তা সর্বজন কর্তৃক গৃহীত হয়। সেগউইটের মাধ্যমে ডাটার ধরনকে পরিবর্তন করে ১ মেগাবাইট এর পরিবর্তে ৪ ভার্চুয়াল মেগাবাইট করা হয় যার কারনে ১টি ব্লকে আগের চাইতে বেশি তথ্য রাখা সম্ভব হয়। যাই হোক, সেগউইট দুই ধরনের হয়ে থাকে।
 ক. ন্যাটিভ সেগউইট- যেসব এড্রেস bc1 দিয়ে শুরু হয় সেগুলো হল ন্যাটিভ সেগউইট।
 খ. ন্যাস্টেড সেগউইট: যেসব এড্রেস 3 দিয়ে শুরু হয় সেগুলো ন্যাস্টেড সেগউইট এড্রেস বলা হয়।

অনেকে এইটা পড়ার পর মনে হতে পারে লিগ্যাসি থেকে সেগউইটে লেনদেন হবে কিনা? হবে। যেকোন ধরনের এড্রেস থেকে যে কোন সব ধরনের এড্রেসে লেনদেন করা যাবে। তবে কিছু সার্ভিস যেমন- গ্যাম্বলিং সাইট, এক্সচেঞ্জ এখন ন্যাটিভ সেগউইট এড্রেস টাইপ সাপোর্ট করে না।

উপরের লেখাটা সহজভাবে লিখতে গিয়ে টেকনিক্যাল দৃষ্টি থেকে কিছু তথ্য ভুল মনে হতে পারে। তবে ভুল নয়।
যদি কিছু জানার থাকে, পোস্ট করতে পারেন।
member
Activity: 86
Merit: 21
October 20, 2020, 02:04:11 AM
আসসালামু আলাইকুম। আমি কিভাবে সিগ্নেচার ক্যাম্পেইন এ যোগদান করব? কোন বিটকয়েন ঠিকানা আমার ব্যবহার করা উচিত? লিঙ্ক সহ দেন। সবাই আমাকে সহোযোগিতা করেন।
আগে জুনিয়র মেম্বার হন,
পরে স্বপ্ন দেখেন।

@dhaldanga আশা করি ভালো আছেন।
আপনি পরপর দুইটা পোস্ট করেছেন তা অপ্ল কিছু থ্রেড বা টপিক বাদে এওকই সাথে একাধিক বার রিপ্লাই দেয়া স্প্যাম বলে গন্য হয় আপনি পরপর এখাধিন পোস্ট করা থেকে বিরত থাকুন, এই আগেনিস্ট এ কেউ যদি  রিপোর্ট করে আর আপনি বার বার একই কাজ করতে থাক্কলে আপনার আইডি ব্যান বা সাস্পেন্ড হতে পারে, যদি প্রয়োজন হয় তাহলে আগের পোস্ট টি এডিট করে মেনশন করতে পারেন।
member
Activity: 116
Merit: 10
October 19, 2020, 11:46:48 PM
আমি কি ভাবে টুইটারে ফলোয়ার সংখ্যা বাড়াতে পারবো।
আশা করি সবাই সহযোগিতা করবেন।
ধন্যবাদ।
sr. member
Activity: 1372
Merit: 322
October 19, 2020, 09:50:11 PM
অর্থাৎ এই ভাই যেভাবে মেরিট পেয়েছে সেই কাজ গুলো কিভাবে করবো। লিনক নিচে দিলামঃ
https://bitcointalksearch.org/topic/m.55308038
মানে আপনি মেসেজ সাইন এর কথা বলতেছেন। সিগ্নেচার ক্যাম্পেইন আর মেসেজ সাইন দুইটাই ভিন্ন ব্যাপার ভাই। মেরিট পাওয়ার জন্য আপনাকে একটা মেসেজ সাইন করতে হবে।
এই পোস্টে বিস্তারিত বলা আছে কি করতে হবে- https://bitcointalksearch.org/topic/m.55373512
একজন ভাই কিভাবে মেসেজ সাইন করবেন তার টিউটোরিয়াল ও লিখেছেন।
jr. member
Activity: 148
Merit: 2
October 19, 2020, 01:35:42 PM
আসসালামু আলাইকুম। আমি কিভাবে সিগ্নেচার ক্যাম্পেইন এ যোগদান করব? কোন বিটকয়েন ঠিকানা আমার ব্যবহার করা উচিত? লিঙ্ক সহ দেন। সবাই আমাকে সহোযোগিতা করেন।

আপনি মনে হয় একেবারেই আকাশ ছোয়া সপ্নে বিভোর হয়ে গেছেন কারন এখানে আপনি খুব সহজেই কথাটা বলে দিলেন জে আপনি সিগ্নেচার কেম্পেইন কাজ করবেন বলা সহজ করা কঠিন। আপনার মাত্র ১৬ টা পোস্ট তাই নিয়ে ফালা ফালি করতেছে আপনি সিগ্নেচার ক্যাম্পেইন করবেন। এই ক্যাম্পেইনে কাজ করতে হলে প্রথমেই লাগে মেরিট। মেরিট ছারা সিগ্নেচার ক্যাম্পেইন করবেন কি করে? তাই আপনার দারা এখন হবে না। আগে মেরিট নিয়ে আসেন পরে করতে পারবেন সিগ্নেচার ক্যাম্পেইন।
member
Activity: 86
Merit: 21
October 19, 2020, 01:29:14 PM
টুইটার একাউন্ট এর ক্ষেত্রে আমরা যেসব হ্যাসট্যাগ গুলা ব্যাবহার করি মুলত সেই কারনেই আমাদের টুইটার একাউন্ট ব্যান বা সাস্পেন্ড হয়ে  থাকে। আমরা যখন কোনো হ্যাসট্যাগ ব্যাবহার করি আর সেটার বিরুদ্ধে অনেকি রিপোর্ট করে থাকে আর টুইটার যখন বুঝতে পারে যে সেই হ্যাসট্যাগটি  দিয়ে স্প্যাম করা হচ্ছে তখন সেই হ্যাসট্যাগ গুলা যত আইডিতে ব্যাবহার করা হয়েছে সকল আইডি সাস্পেন্ড  বা ব্যান করা হয়ে থাকে।

এটি সম্পূর্ণরূপে ঠিক নয়। এমন যদি হতো, তাহলে যেকোনো আন্দোলনের প্রতিপক্ষ দল অত্যাধিক রিপোর্ট করার মাধ্যমে অনেক ভেরিফাইড একাউন্টকে গেঁড়াকলে ফেলাইতো। আর টুইটারের কো-ফাউন্ডার এবং সিইও এর স্কোয়ার আইআর কোম্পানি কিছুদিন আগে  ১০০ মিলিয়ন বিটকয়েনে ইনভেস্টমেন্ট করেছে, এছাড়াও ক্রিপ্টোর জন্য আলাদা কোনো নিয়ম নেই।

হতে পারে আমি শুধুমাত্র অনেকের অভিগ্যতা থেকে এটি বলেছি,  এটাও সত্যি যে ক্রিপ্টো এর জন্যে আলাদা কোনো নিওম নেই, অন্যদিকে অনেকেই অভিযোগকরে থাকে যে হ্যাসট্যাগ ব্যাবহার করার  জন্যে সেগুলা স্প্যাম রুলস এর মধ্যে পরে আর টুইটার সঠিক কোনো অভিযোগ পেলে অবশ্যই ব্যাবস্থা নেই আর টুইটার খনোই মুল কারন উল্লেখ করেনা শুধু বলে থাকে যে স্প্যাম অথবা টার্ম এ্যান্ড কন্ডিশন ভায়োলেন্সএর কারনে আইডি সাস্পেনড করেছে।         
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 19, 2020, 01:18:14 PM
টুইটার একাউন্ট এর ক্ষেত্রে আমরা যেসব হ্যাসট্যাগ গুলা ব্যাবহার করি মুলত সেই কারনেই আমাদের টুইটার একাউন্ট ব্যান বা সাস্পেন্ড হয়ে  থাকে। আমরা যখন কোনো হ্যাসট্যাগ ব্যাবহার করি আর সেটার বিরুদ্ধে অনেকি রিপোর্ট করে থাকে আর টুইটার যখন বুঝতে পারে যে সেই হ্যাসট্যাগটি  দিয়ে স্প্যাম করা হচ্ছে তখন সেই হ্যাসট্যাগ গুলা যত আইডিতে ব্যাবহার করা হয়েছে সকল আইডি সাস্পেন্ড  বা ব্যান করা হয়ে থাকে।

এটি সম্পূর্ণরূপে ঠিক নয়। এমন যদি হতো, তাহলে যেকোনো আন্দোলনের প্রতিপক্ষ দল অত্যাধিক রিপোর্ট করার মাধ্যমে অনেক ভেরিফাইড একাউন্টকে গেঁড়াকলে ফেলাইতো। আর টুইটারের কো-ফাউন্ডার এবং সিইও এর স্কোয়ার আইআর কোম্পানি কিছুদিন আগে  ১০০ মিলিয়ন বিটকয়েনে ইনভেস্টমেন্ট করেছে, এছাড়াও ক্রিপ্টোর জন্য আলাদা কোনো নিয়ম নেই।
member
Activity: 86
Merit: 21
October 19, 2020, 01:16:44 PM
আসসালামু আলাইকুম। আমি কিভাবে সিগ্নেচার ক্যাম্পেইন এ যোগদান করব? কোন বিটকয়েন ঠিকানা আমার ব্যবহার করা উচিত? লিঙ্ক সহ দেন। সবাই আমাকে সহোযোগিতা করেন।
আপনি এখনো নিউবি মেম্বার, ফোরামে জুনিয়র মেম্বার এবং তার উপরের র‍্যাংক যারা তারাই সিগ্নেচার ব্যবহার করতে পারে। আপনাকে আগে মিনিমাম জুনিয়র মেম্বার হতে হবে। তবে বেশিরভাগ বাউন্টি মনে হয় জুনিয়র মেম্বারদের এলাউ করেনা। আর বিটকয়েন পেমেন্ট এর ক্যাম্পেইন এ ফুল মেম্বার+ হতে হয়। মেম্বারদের জন্যে খুব কম ক্যাম্পেইন আছে।

আপনি সঠিক বলেছেন যদি আরো একটু বিস্তারিত বা সহজ ভাবে বলা  যায়, বিটকয়েনটক ফরানে অল্প কিছু সংখ্যক বাউন্টি  আছে যেগুলোতে বিউবি বা একেবারেই নতুনদেরকে সুযোগ বা অংশ গ্রহন করতে পারে,  তবে বাউন্টি করতে জুনিয়র মেম্বার হলেই করা জায়, আর বিটকয়েন পেমেন্ট পেতে হলে   অবশ্যই মেম্বার র‍্যাংক পেতে হবে যেখানে ৬০ টা এ্যাক্টিভিটি ও ১০ টা মেরিটএর প্রয়োজন হবে, তবে মেম্বার বা ফুল মেম্বার হলেও সুজোগ বর্তমানে জা দেখা জাচ্ছে তাতে খুব কম, সিনিয়র মেম্বার  থেকে সুজোগসুবিধা একটু বেশি।
jr. member
Activity: 43
Merit: 2
October 19, 2020, 01:05:20 PM
আসসালামু আলাইকুম। আমি কিভাবে সিগ্নেচার ক্যাম্পেইন এ যোগদান করব? কোন বিটকয়েন ঠিকানা আমার ব্যবহার করা উচিত? লিঙ্ক সহ দেন। সবাই আমাকে সহোযোগিতা করেন।
আপনি এখনো নিউবি মেম্বার, ফোরামে জুনিয়র মেম্বার এবং তার উপরের র‍্যাংক যারা তারাই সিগ্নেচার ব্যবহার করতে পারে। আপনাকে আগে মিনিমাম জুনিয়র মেম্বার হতে হবে। তবে বেশিরভাগ বাউন্টি মনে হয় জুনিয়র মেম্বারদের এলাউ করেনা। আর বিটকয়েন পেমেন্ট এর ক্যাম্পেইন এ ফুল মেম্বার+ হতে হয়। মেম্বারদের জন্যে খুব কম ক্যাম্পেইন আছে।

আমি আসলে এই পোস্টের কথা বলেছিলাম
লিনকঃhttps://bitcointalksearch.org/topic/m.55373512



অর্থাৎ এই ভাই যেভাবে মেরিট পেয়েছে সেই কাজ গুলো কিভাবে করবো। লিনক নিচে দিলামঃ
https://bitcointalksearch.org/topic/m.55308038
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 19, 2020, 01:02:25 PM
যে হারে ক্রিপ্টোকারেন্সি exchange গুলো হ্যাক হচ্ছে, ভয়ে আছি আমরা সাধারণ ট্রেডাররা। কেন না আমাদের ফান্ড গুলো Exchange গুলোতেই জমা থাকে। যেহেতু আমাদের সাধারণ ট্রেডারদের offline  wallet কেনার সামথ্য নেই।
এমতাবস্থায় আমাদের করনীয় কি।

সকল ক্রিপ্টো কিংবা ফান্ড কখনোই কোনো এক্সচেঞ্জে রাখা উচিত নয়। আপনি যদি হার্ডওয়ার ওয়ালেট কিনতে না পারেন, তাহলে কোনো সমস্যা নেই। কারণ মোবাইল থেকে শুরু করে ডেস্কটপের বিভিন্ন মাল্টি ক্রিপ্টোওয়ালেট আছে, যেগুলোর প্রাইভেট কি আপনার কাছে থাকবে। আর সকলের একটি বিষয় মাথায় রাখা উচিত: ক্রিপ্টো ততক্ষণ আপনার, যতক্ষণ ওয়ালেটের প্রাইভেট কি আপনার।
sr. member
Activity: 1372
Merit: 322
October 19, 2020, 12:37:03 PM
আসসালামু আলাইকুম। আমি কিভাবে সিগ্নেচার ক্যাম্পেইন এ যোগদান করব? কোন বিটকয়েন ঠিকানা আমার ব্যবহার করা উচিত? লিঙ্ক সহ দেন। সবাই আমাকে সহোযোগিতা করেন।
আপনি এখনো নিউবি মেম্বার, ফোরামে জুনিয়র মেম্বার এবং তার উপরের র‍্যাংক যারা তারাই সিগ্নেচার ব্যবহার করতে পারে। আপনাকে আগে মিনিমাম জুনিয়র মেম্বার হতে হবে। তবে বেশিরভাগ বাউন্টি মনে হয় জুনিয়র মেম্বারদের এলাউ করেনা। আর বিটকয়েন পেমেন্ট এর ক্যাম্পেইন এ ফুল মেম্বার+ হতে হয়। মেম্বারদের জন্যে খুব কম ক্যাম্পেইন আছে।
jr. member
Activity: 43
Merit: 2
October 19, 2020, 12:30:28 PM
আসসালামু আলাইকুম। আমি কিভাবে সিগ্নেচার ক্যাম্পেইন এ যোগদান করব? কোন বিটকয়েন ঠিকানা আমার ব্যবহার করা উচিত? লিঙ্ক সহ দেন। সবাই আমাকে সহোযোগিতা করেন।
member
Activity: 86
Merit: 21
October 19, 2020, 12:28:01 PM
~snip~
https://prnt.sc/v2hniv
Your signed message is verified by myceliu.
আপনার ম্যাসেজ টি মাইসেলিয়াম এর মাধ্যমে ভেরিফাই সম্পন্ন হয়েছে।

ধন্যবাদ ইসতিয়াক ভাই, আপনার সাহায্যের জন্য। মনে হয় Mycelium এ আমার ভেরিফাই ঠিকমত হয় নাই।

আপনার সাইন ম্যাসেজটি প্রথমে আমি ইলেক্ট্রাম দ্বারা ভেরিফাই করার চেস্টা করেছিলাম সেখানে ভেরিফাইকরা সম্ভাব হয়নি  পরে  মাইসেলিয়াম দিয়ে সম্পন্ন হয়েছে।
member
Activity: 195
Merit: 51
October 19, 2020, 12:18:40 PM
~snip~
https://prnt.sc/v2hniv
Your signed message is verified by myceliu.
আপনার ম্যাসেজ টি মাইসেলিয়াম এর মাধ্যমে ভেরিফাই সম্পন্ন হয়েছে।

ধন্যবাদ ইসতিয়াক ভাই, আপনার সাহায্যের জন্য। মনে হয় Mycelium এ আমার ভেরিফাই ঠিকমত হয় নাই।
member
Activity: 86
Merit: 21
October 19, 2020, 11:59:00 AM
https://prnt.sc/v2gzgt আপনার এটি আনভেরিভাইড।
আপনার এটি ভুল রয়েছে আপনি কি কোনো সফটওয়্যার এর মাধ্যমে এটি সাইন করেছেন?

আমি Mycelium বিটকয়েন ওয়ালেট এর মাধ্যমে সাইন মেসেজ করসিলাম, এখন আমাকে কি আবার সাইন মেসেজ করতে হবে ?

আপনি কি Mycelium এর মাধ্যমে যেটি সাইন করেছেন সেটি এখানে হুবুহু দিয়েছেন নাকি নাকি আপনি নিজে লিখেছেন?
জি আমি হুবহু Mycelium থেকে কপি করে এখানে পেস্ট করেছি, কোনো প্রকার মোডিফাই করিনি। আমি বুঝতে পারছিনা আসলে কি সমস্যা হলো  Huh

Code:
-----BEGIN BITCOIN SIGNED MESSAGE-----
I'm Deviljr, On 16 october 2020, I own this address.

-----BEGIN BITCOIN SIGNATURE-----
Version: Bitcoin-qt (1.0)
Address: 33hNqTdNqcoR45hv7LoVBMTwjZCoifTQx3

H1Im3xlPWqB1oCtpiD46jAgxTcoCpiCqtTzMKW/466bzTlF/wKrBfo4o9DRj0EDjBc3aTj9+xx6Y7gp5X4705EQ=
-----END BITCOIN SIGNATURE-----
Quoted
https://prnt.sc/v2hniv
Your signed message is verified by mycelium .
আপনার ম্যাসেজ টি মাইসেলিয়াম এর মাধ্যমে ভেরিফাই সম্পন্ন হয়েছে।
member
Activity: 195
Merit: 51
October 19, 2020, 11:53:39 AM
https://prnt.sc/v2gzgt আপনার এটি আনভেরিভাইড।
আপনার এটি ভুল রয়েছে আপনি কি কোনো সফটওয়্যার এর মাধ্যমে এটি সাইন করেছেন?

আমি Mycelium বিটকয়েন ওয়ালেট এর মাধ্যমে সাইন মেসেজ করসিলাম, এখন আমাকে কি আবার সাইন মেসেজ করতে হবে ?

আপনি কি Mycelium এর মাধ্যমে যেটি সাইন করেছেন সেটি এখানে হুবুহু দিয়েছেন নাকি নাকি আপনি নিজে লিখেছেন?
জি আমি হুবহু Mycelium থেকে কপি করে এখানে পেস্ট করেছি, কোনো প্রকার মোডিফাই করিনি। আমি বুঝতে পারছিনা আসলে কি সমস্যা হলো  Huh
member
Activity: 86
Merit: 21
October 19, 2020, 11:45:39 AM
https://prnt.sc/v2gzgt আপনার এটি আনভেরিভাইড।
আপনার এটি ভুল রয়েছে আপনি কি কোনো সফটওয়্যার এর মাধ্যমে এটি সাইন করেছেন?

আমি Mycelium বিটকয়েন ওয়ালেট এর মাধ্যমে সাইন মেসেজ করসিলাম, এখন আমাকে কি আবার সাইন মেসেজ করতে হবে ?

আপনি কি Mycelium এর মাধ্যমে যেটি সাইন করেছেন সেটি এখানে হুবুহু দিয়েছেন নাকি নাকি আপনি নিজে লিখেছেন?
member
Activity: 195
Merit: 51
October 19, 2020, 11:37:51 AM
https://prnt.sc/v2gzgt আপনার এটি আনভেরিভাইড।
আপনার এটি ভুল রয়েছে আপনি কি কোনো সফটওয়্যার এর মাধ্যমে এটি সাইন করেছেন?

আমি Mycelium বিটকয়েন ওয়ালেট এর মাধ্যমে সাইন মেসেজ করসিলাম, এখন আমাকে কি আবার সাইন মেসেজ করতে হবে ?
member
Activity: 86
Merit: 21
October 19, 2020, 11:33:25 AM
Code:
-----BEGIN BITCOIN SIGNED MESSAGE-----
I'm Deviljr, On 16 october 2020, I own this address.

-----BEGIN BITCOIN SIGNATURE-----
Version: Bitcoin-qt (1.0)
Address: 33hNqTdNqcoR45hv7LoVBMTwjZCoifTQx3

H1Im3xlPWqB1oCtpiD46jAgxTcoCpiCqtTzMKW/466bzTlF/wKrBfo4o9DRj0EDjBc3aTj9+xx6Y7gp5X4705EQ=
-----END BITCOIN SIGNATURE-----

আমার সাইন মেসেজ কি হয় নাই, কেউ কি একটু কন্ফার্ম করবেন ?

https://prnt.sc/v2gzgt আপনার এটি আনভেরিভাইড ইলেক্ট্রাম এর  মাধ্যমে ভেরিফাই করা সম্ভাব হয়নি।
আপনার এটি ভুল রয়েছে আপনি কি কোনো সফটওয়্যার এর মাধ্যমে এটি সাইন করেছেন?
member
Activity: 195
Merit: 51
October 19, 2020, 11:09:46 AM
Code:
-----BEGIN BITCOIN SIGNED MESSAGE-----
I'm Deviljr, On 16 october 2020, I own this address.

-----BEGIN BITCOIN SIGNATURE-----
Version: Bitcoin-qt (1.0)
Address: 33hNqTdNqcoR45hv7LoVBMTwjZCoifTQx3

H1Im3xlPWqB1oCtpiD46jAgxTcoCpiCqtTzMKW/466bzTlF/wKrBfo4o9DRj0EDjBc3aTj9+xx6Y7gp5X4705EQ=
-----END BITCOIN SIGNATURE-----

আমার সাইন মেসেজ কি হয় নাই, কেউ কি একটু কন্ফার্ম করবেন ?
Jump to: