Uniswap হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্ট এক্সচেঞ্জ। কিন্তু Uniswap এক্সচেঞ্জ একটি ব্যতিক্রম ধরনের এক্সচেঞ্জ।সেজন্য Uniswap এক্সচেঞ্জে ট্রেড করা একটু কঠিন বিশেষ করে যারা অ্যানড্রয়েড ফোন ব্যবহার করেন।
অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের Uniswap এ ট্রেড করার জন্য Metamask, Trust wallet, Rainbow wallet ইত্যাদি প্রয়োজন। এখন আমি কিভাবে Metamask ব্যবহার করে Uniswap এ ট্রেড করা যায় সে বিষয়ে বলবো।
Step 1: প্রথমে আপনাকে google play store থেকে Metamask app download করতে হবে।
https://play.google.com/store/apps/details?id=io.metamask&hl=en_USStep 2: Metamask অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করার পর আপনি আপনার main wallet import করতে পারেন অথবা নতুন wallet create করতে পারেন। আপনি যদি main wallet import করতে চান তবে আপনাকে সেই wallet এর seed phrase enter করাতে হবে এবং একটি নতুন passward তৈরি করতে হবে।
Step 3: আপনি যদি নতুন wallet create করতে চান তাহলে প্রথমে একটি passward তৈরি করতে হবে।এরপর আপনার নতুন wallet এর seed phrase লিখে নিতে হবে এবং confirm করতে হবে। এখন Metamask এ আপনার wallet তৈরি সম্পন্ন হল।
Step 4: যদি Metamask এ main wallet add করেন তবে এখন আপনি ট্রেড করতে পারবেন। আর যদি নতুন wallet তৈরি করেন তাহলে আপনার মেইন wallet থেকে টোকেন এবং ট্রান্সেকশনের ফি Metamask wallet এ সেন্ট করতে হবে। এরপর Metamask wallet এ টোকেন add করতে হবে।
Step 5: এরপর Metamask wallet থেকে "Browser" এ ক্লিক করতে হবে।
Step 6: এরপর "Decentralized exchanges" এ ক্লিক করতে হবে।
Step 7: এরপর "Uniswap" সিলেক্ট করুন।
Step 8: এখন আপনি Uniswap এ ট্রেড করতে পারবেন।
আমি জানি এখানে অনেকেই আছেন যারা এ বিষয়ে আমার থেকে অনেক বেশি জানেন। আমার এই গাইডটিতে কোথাও ভুল থাকলে ঠিক করে দিবেন। আমার এই গাইডটি লেখার উদ্দেশ্য শুধু তারা, যারা এখনো Uniswap এ ট্রেড করতে পারেন না।