Author

Topic: বাংলা (Bengali) - page 424. (Read 5719398 times)

member
Activity: 238
Merit: 28
October 16, 2020, 12:21:53 PM
বর্তমানে কোন কয়েন গুলোতে invest করলে লাভ এবং কোন গুলোতে invest করলে loss হওয়ার সম্ভবনা রয়েছে। এমন কিছু কয়েন সর্ম্পকে জানতে চাই।
সব বিগ ক্যাপ কয়েনই যেমন; ট্রন, বিএনবি(বিএসসি চেইন আসায় খুব ভালো করার চান্স আছে), Fil, Dot ইত্যাদি  ফিউচারে ভাল করবে। লং টার্মের জন্য এসব কয়েনে ইনভেস্ট করা ভাল হবে। শর্ট টার্মে DeFi গুলো দেখতে পারেন। আমার মতে ভাল DeFi প্রজেক্ট গুলো অনেক ভালো প্রফিট দিবে। কিন্তু বেশিরভাগ DeFi ই মুখ থুবড়ে পড়বে। ভাল কমিউনিটি, রোডম্যাপ ইত্যাদি দেখে ইনভেস্ট করবেন। মনে রাখবেন, বেশিরভাগ ডিফাই আপনাকে লস দিবে। এখন ট্রেন্ডিং যেমন ডিফাই। '১৭ তে ছিল আইসিও। প্রচুর দাম বেড়ছিল একেকটা কয়েনের। কিন্তু ডাম্প যে হল, যারা হাই প্রাইসে বাই করেছিল, তাদের কি অবস্থা চিন্তা করেন। এজন্য বলব, দেখেশুনে ইনভেস্ট করবেন। ইউটিউব, টেলিগ্রামে অনেকে বলবে, এই কয়েন কিনেন। অনেক প্রফিট দিবে। তাদের বিশ্বাস করবেন না। তাদের বেশিরভাগই স্ক্যাম প্রজেক্টের রেফার করবে। অথবা তারা ওই সকল কয়েনের এম্বাসেডর। তবে আপনি লিংক, ইউনি কিনে রাখতে পারেন। আমি কোনো কয়েন/টোকেনের এম্বাসেডর নই। এই প্রজেক্ট গুলো অনেক ভালো এদের কমিউনিটি আছে। ভালো ব্যাকগ্রাউন্ড আছে। এগুলো বুল রান শুরু করলে ভাল প্রফিট দিবে। তবে লং টার্মের জন্য। আপনি এখানে টপ ডিফাই গুলো দেখতে পারেন।
member
Activity: 112
Merit: 10
October 16, 2020, 11:56:18 AM
বর্তমানে কোন কয়েন গুলোতে invest করলে লাভ এবং কোন গুলোতে invest করলে loss হওয়ার সম্ভবনা রয়েছে। এমন কিছু কয়েন সর্ম্পকে জানতে চাই।
member
Activity: 238
Merit: 28
October 16, 2020, 11:37:20 AM
যতটুকু জানি, কয়েনবেজ দিয়েও মেসেজ সাইন করা যায়। "Crypto Addresses" option এ থাকার কথা।
যাই হোক, কয়েনবেজ এই অপশন দিলেও, এইটা প্রমাণ করে না যে আপনি এই এড্রেস এর মালিক কারন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে প্রাইভেট কি নেই, ততক্ষণ আপনি এড্রেস এর মালিক হতে পারেন না।
ঠিক বলেছেন। এইজন্যই বলা হয় প্রাইভেট কি=এসেট। কাস্টোডিয়াল ওয়ালেটে কি তো দেয়না। আমি এর ভুক্তভোগী। সেই জুন মাস থেকে দেখছি, আমার কয়েনবেজ একাউন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এজন্য ফান্ডও উঠানো যাচ্ছে না। অনেক ভালোমত বুঝেছি, নন কাস্টোডিয়াল ওয়ালেটের গুরুত্ব। একসময় কয়েনবেজ আমার প্রাইমারি ওয়ালেট ছিল। এর অটো এড্রেস চেঞ্জ হওয়া আমার ফেভারিট ফিচার ছিল। এখন অন্য ওয়ালেটগুলোও এই সুবিধা এনেছে। আমার মতে মোবাইলে ট্রাস্ট/এটোমিক এবং পিসিতে ইলেক্ট্রাম বেস্ট।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 16, 2020, 11:16:46 AM
যতটুকু জানি, কয়েনবেজ দিয়েও মেসেজ সাইন করা যায়। "Crypto Addresses" option এ থাকার কথা।
আমি এই ফিয়েচারটি কখনো দেখিনি। তাছাড়া আমি কয়েনবেজ ওয়ালেট খুবই কম ব্যবহার করি। যাই হোক, কয়েনবেজ এই অপশন দিলেও, এইটা প্রমাণ করে না যে আপনি এই এড্রেস এর মালিক কারন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে প্রাইভেট কি নেই, ততক্ষণ আপনি এড্রেস এর মালিক হতে পারেন না। ধন্যবাদ। আমি চেক করে আপনাকে মেরিট দেব আমার এই ভুল জানাটা সঠিক করে দেয়ার জন্য।
member
Activity: 238
Merit: 28
October 16, 2020, 11:08:28 AM
CoinBase Wallet দিয়েও মেসেজ সাইন করা যায়। তবে আমি আপনাদের সাজেশন দিব, আপনারা Non Custodial Wallet ব্যবহার করুন। তাতে আপনার ফান্ডের নিরাপত্তা থাকবে
কয়েনবেজ ওয়ালেট দিয়ে মেসেজ সাইন করা যায় না। এইটা ভুল। কোন কাস্টোডিয়াল ওয়ালেট দিয়ে মেসেজ সাইন করা যায় না। মেসেজ সাইন করার জন্য এড্রেস এর প্রাইভেট কি থাকা লাগে। কয়েনবেজ ওয়ালেটে আপনাকে প্রাইভেট কি দেয় না।
মেসেজ সাইন করার জন্য ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করতে পারেন। ইলেকট্রাম ওয়ালেট বেস্ট সব কিছুর জন্যই।

যতটুকু জানি, কয়েনবেজ দিয়েও মেসেজ সাইন করা যায়। "Crypto Addresses" option এ থাকার কথা।

এখানে দেখতে পারেন। আমার কয়েনবেজ একাউন্ট লোকেশন রেস্ট্রিকশন পড়েছে বলে দেখতে পারছি না। আর আমি বহুদিন যাবত কোনো কাস্টোডিয়াল ওয়ালেট ব্যবহার করিনা।

ব্লকচেইন ওয়ালেটও কিছুদিন পর এই ফিচার আনতে পারে। এখানে দেখতে পারেন। বর্তমানে শুধু ইমপরটেড এড্রেসের জন্য কাজ করে।
member
Activity: 195
Merit: 51
October 16, 2020, 10:38:30 AM
-----BEGIN BITCOIN SIGNED MESSAGE-----
I'm Deviljr, On 16 october 2020, I own this address.

-----BEGIN BITCOIN SIGNATURE-----
Version: Bitcoin-qt (1.0)
Address: 33hNqTdNqcoR45hv7LoVBMTwjZCoifTQx3

H1Im3xlPWqB1oCtpiD46jAgxTcoCpiCqtTzMKW/466bzTlF/wKrBfo4o9DRj0EDjBc3aTj9+xx6Y7gp5X4705EQ=
-----END BITCOIN SIGNATURE-----
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 16, 2020, 10:10:33 AM
কোন ধরনের পোস্ট বৈধ আর কোন ধরনের পোস্ট বৈধ নয় আমি ভালো ভাবে জানি না।
ফোরাম হল এমন একটি জায়গা যেখানে মানুষ একি ইন্টারেস্ট এর বিষয় নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হয়। যেহেতু এইটা বিটকয়েন এর ফোরাম, এইখানে মানুষ বিটকয়েন + অন্যান্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনার জন্যই একত্রিত হয়। সুতরাং, ক্রিপ্টো নিয়ে যে কোন পোস্ট করতে পারেন। সব বোর্ডে আলাদা করে ছোট বর্ণনা দেয়া আছে কোথায় কি পোস্ট করতে হবে। সেগুলো দেখে নিতে পারেন।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
October 16, 2020, 10:04:47 AM
কোন ধরনের পোস্ট বৈধ আর কোন ধরনের পোস্ট বৈধ নয় আমি ভালো ভাবে জানি না।
পোস্ট এর বৈধতা জানার জন্য আপনাকে ফোরামের রুলস জানতে হবে। আর ফোরামের সকল রুলস নিচের লিংকে ক্লিক করলে পেয়ে যাবেন। আশা করি এরপর আর কনফিউশন থাকবে না। ফোরামের রুলস/গাইড

এক বোর্ডের পোস্ট অন্য বোর্ডে না দিলে আর উপরের রুলস জানলে আর কোনো সমস্যা হবার কথা না। আর কোনো কিছু জানার হলে এখানে পোস্ট করবেন বাংলাতে, সিনিয়ররা সাহায্য করবে।

সবশেষে আপনাকে ফোরামে স্বাগতম, আশা করি জানার এবং শিখার উদ্দেশ্যে ফোরামের নিয়ম কানুন মেনে চলবেন। তাতেই আপনার শিখার পাশাপাশি ইনকাম এর একটি পথ তৈরি হতে পারে। আর শুধু ইনকাম এর পথ খুঁজলে অনেক কিছু অজানা থাকার সম্ভাবনা প্রচুর।
newbie
Activity: 4
Merit: 2
October 16, 2020, 09:45:23 AM
বিটকয়েনটলকে আমি নতুন ইউজার।
আমি নিয়মিত এ্যাকটিভ থাকতে চাই।
কোন ধরনের পোস্ট বৈধ আর কোন ধরনের পোস্ট বৈধ নয় আমি ভালো ভাবে জানি না।
তাই আমি সিনিয়রদের সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ সবাইকে।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
October 16, 2020, 09:43:40 AM
cryptocurrency পৃথিবীতে কতো গুলো দেশে বৈধ?
এটি একবারে নির্দিষ্ট করে বলা কঠিন। তবে ইন্টারনেট ও বিভিন্ন ব্লগ ঘেটে কিছু পরিসংখ্যান পেয়েছি ঐ হিসেবে কিছু দেশের নাম বলা যায়।

নিচের দেশগুলোতে Cryptocurrency বৈধ:

Morocco
Nigeria
Namibia
South Africa
Zimbabwe
Canada (banned by banks)
Mexico
United States
Costa Rica
Nicaragua
Trinidad and Tobago
Jamaica
Brazil
Argentina
Colombia
Chile
Kyrgyzstan
Cyprus
Israel
UAE
Jordan
Saudi Arabia
Iran
Lebanon
Turkey
India (banned by banks)
Pakistan
China
Japan
Hong Kong
Taiwan
South Korea
Indonesia
Philippines
Cambodia
Malaysia
Thailand (banned by banks)
Singapore
Vietnam (not allowed as a payment tool)
Croatia
Germany
Poland
Austria
Czech Republic
Romania
Slovenia
Slovakia
Switzerland
United Kingdom
Australia
New Zealand
Ireland
Netherlands
Belgium
France
Luxembourg
Greece
Italy
Bulgaria
Bosnia and Herzegovina
Malta
Spain
Portugal
Sweden
Iceland
Norway
Denmark
Ukraine


নিচের উল্লেখিত দেশগুলো ঘোষণা করেছে Cryptocurrency অবৈধ:

Algeria
Bolivia
Ecuador
Bangladesh
Nepal
Macedonia


আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে এটি বৈধ নয় বরং বিভিন্ন সময় ঘোষণা দিয়ে এটি অবৈধ ঘোষণা করা হয়েছে।

বিশেষ দ্রষ্টব্য:- এখানে যে ডাটা দেয়া হয়েছে সেটি ইন্টারনেট থেকে নেয়া এবং এর লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি। আর এটি লেখা ২০১৯ সালের একটি ব্লগ। তাই কিছু কম বেশি হবে।

বোঝার সুবিধার্থে কিছু প্রয়োজনীয় লিংক সাথে দিয়ে দিচ্ছি। কনফিউজড হলে চেক করে নিবেন।

jr. member
Activity: 1442
Merit: 2
October 16, 2020, 08:31:16 AM
আমি টুকটাক ট্রেডিং করি, তাই খুব বেশি কয়েন নিয়ে কাজ করা হয় না। অনেক দিন ধরে BNB এর দিকে নজর দিয়ে ও এখন পর্যন্ত এখানে বিনিয়োগ করা হয় নি। আপনার কি মনে হয় এখন ও BNB কিনে লাভ করা সম্ভব? নাকি কিছুটা কমা পর্যন্ত অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে। এখন পর্যন্ত যা দেখলাম দাম 32$ এর উপরে গত তিন মাসে যায়নি।

না এখন বিএনবি তে এন্ট্রি না নেওয়া ভালো হবে। কারন প্রাইস আবার ডাম্প হবে।  বিটকয়েন ১১০০০ এর নিচে আসলেই দেখবেন এটা আবার ২০-২২$ হয়ে গেসে। তখন কিনতে চাইলে কিনতে পারবেন৷ এখন হয়ত শর্ট ট্রেড এর জন্য কিনা যায়। কিন্তু বিটকয়েন প্রচুর আনইস্টেবল তাই এর প্রাইস ও সঠিক ভাবে কোন দিকে যাবে বলা যাচ্ছেনা।
অসংখ্য ধন্যবাদ এই রকম সুন্দর একটি পরামর্শ দেয়ার জন্য। আমার ও একই ধরনের চিন্তা ছিল, তবে কিছুটা দোটানায় ছিলাম। এই রকম পরামর্শের জন্য আমি অবশ্যই আপনার টেলিগ্রাম Group এ জয়েন হব, আশা করি আমাকে নিরাশ করবেন না।
jr. member
Activity: 507
Merit: 2
October 16, 2020, 06:49:00 AM
Done, vaaai...‌!!
Code:
-----BEGIN BITCOIN SIGNED MESSAGE-----
I am kingmans
Date: 16 Oct 2020
I own this address.
-----BEGIN SIGNATURE-----
16FXVjTFUVsNbWVwvHC6M6WNrSUpgkkRT6
ICllg+ryytNmC8NWR6Iu3sgnQfIzENiWeg0O142ckDxMW1jvyjeqRKWQTiiC3GwPzz/mjSQf/yC/WsNV+ndCWjM=
-----END BITCOIN SIGNED MESSAGE-----
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 16, 2020, 06:45:35 AM
CoinBase Wallet দিয়েও মেসেজ সাইন করা যায়। তবে আমি আপনাদের সাজেশন দিব, আপনারা Non Custodial Wallet ব্যবহার করুন। তাতে আপনার ফান্ডের নিরাপত্তা থাকবে
কয়েনবেজ ওয়ালেট দিয়ে মেসেজ সাইন করা যায় না। এইটা ভুল। কোন কাস্টোডিয়াল ওয়ালেট দিয়ে মেসেজ সাইন করা যায় না। মেসেজ সাইন করার জন্য এড্রেস এর প্রাইভেট কি থাকা লাগে। কয়েনবেজ ওয়ালেটে আপনাকে প্রাইভেট কি দেয় না।
মেসেজ সাইন করার জন্য ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করতে পারেন। ইলেকট্রাম ওয়ালেট বেস্ট সব কিছুর জন্যই।
newbie
Activity: 3
Merit: 0
October 16, 2020, 06:31:11 AM
cryptocurrency পৃথিবীতে কতো গুলো দেশে বৈধ?
member
Activity: 238
Merit: 28
October 16, 2020, 05:33:31 AM
বিটকয়েনটলকের সর্বমোট ইউজার কতো জন?
BitcoinTalk এ সর্ব মোট 2850160 জন ইউজার আছে।(১৬ অক্টোবর ২০২০, বিকাল ৪ টা ৩২ অনুযায়ী)

আপনি এই পেজে সব পরিসংখ্যান পাবেন।
newbie
Activity: 3
Merit: 0
October 16, 2020, 05:05:40 AM
বিটকয়েনটলকের সর্বমোট ইউজার কতো জন?
G20
jr. member
Activity: 1218
Merit: 2
October 16, 2020, 04:50:02 AM
Bitcoin এর যাত্রা কখন থেকে শুরু হয়েছিল।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 16, 2020, 03:41:02 AM
আমার আগের বিটকয়েনটলক একাউন্ট নষ্ট হয়েছে,
এটা নতুন আশা করি সবাইকে পাশে পাবো।
আপনার একাউন্ট কি ব্যান হয়েছে? যদি ব্যান হয়ে থাকে তাহলে আপনার এই একাউন্টটিও ব্যান হবে। কারন যারা এই ফোরামে একবার ব্যান হয় তারা সবসময়ের জন্য ব্যান।তারা আরেই ফোরাম ব্যবহার করার অনুমতি রাখে না।

সবাই দেখি পোস্ট করেন সাহায্য করার জন্য। কিন্তু আপনার কেউ ফোরাম সম্পর্কে বিস্তারিত পড়েনও না।
আমি কিভাবে বিটকয়েনটলক একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবো?

কি জানতে চান সেটা নির্দিষ্ট করে বলুন। ফোরাম সম্পর্কে জানতে এইটা দেখতে পারেন- https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657
newbie
Activity: 757
Merit: 0
October 16, 2020, 12:07:21 AM
আমার আগের বিটকয়েনটলক একাউন্ট নষ্ট হয়েছে,
এটা নতুন আশা করি সবাইকে পাশে পাবো।
jr. member
Activity: 560
Merit: 2
October 15, 2020, 11:40:33 PM
আমি কিভাবে বিটকয়েনটলক একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবো?
Jump to: