Author

Topic: বাংলা (Bengali) - page 425. (Read 5719654 times)

full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
October 15, 2020, 02:18:56 PM
আমি টুকটাক ট্রেডিং করি, তাই খুব বেশি কয়েন নিয়ে কাজ করা হয় না। অনেক দিন ধরে BNB এর দিকে নজর দিয়ে ও এখন পর্যন্ত এখানে বিনিয়োগ করা হয় নি। আপনার কি মনে হয় এখন ও BNB কিনে লাভ করা সম্ভব? নাকি কিছুটা কমা পর্যন্ত অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে। এখন পর্যন্ত যা দেখলাম দাম 32$ এর উপরে গত তিন মাসে যায়নি।

না এখন বিএনবি তে এন্ট্রি না নেওয়া ভালো হবে। কারন প্রাইস আবার ডাম্প হবে।  বিটকয়েন ১১০০০ এর নিচে আসলেই দেখবেন এটা আবার ২০-২২$ হয়ে গেসে। তখন কিনতে চাইলে কিনতে পারবেন৷ এখন হয়ত শর্ট ট্রেড এর জন্য কিনা যায়। কিন্তু বিটকয়েন প্রচুর আনইস্টেবল তাই এর প্রাইস ও সঠিক ভাবে কোন দিকে যাবে বলা যাচ্ছেনা।
jr. member
Activity: 1442
Merit: 2
October 15, 2020, 02:13:02 PM
Binance coin (BNB) দাম গত ২৪ ঘন্টা ৩.১% বেড়েছে। $৩১.১৭ ডলারে পৌঁছানোর পরে এখন ৩০ ডলারের স্থীর আছে। বর্তমানে মার্কেটে শীর্ষ পাঁচে সেরা পারফরম্যান্সের ক্রিপ্টোকারেন্সি এবং সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রাপ্ত তার বার্ষিক বেড়েছে $৩৩.৪৯।

Binance is the best.

আসলেই bnb ভালো প্রফিট দিচ্ছে সবাইকে। আমি গত সপ্তাহের ডাম্পেও ২৪$ এ কিনেছিলাম বিএনবি কয়েন। কিন্তু পরে ২৯$ এ প্রফিট নিয়ে ছেড়ে দিয়েছি সব। এখন রাখলে আরো ভালো প্রফিট দিত। এই কয়েনটা মনে হয় শ্রীঘই ৫০$ পার করবে যত টুকু মনে হচ্ছে।
আমি টুকটাক ট্রেডিং করি, তাই খুব বেশি কয়েন নিয়ে কাজ করা হয় না। অনেক দিন ধরে BNB এর দিকে নজর দিয়ে ও এখন পর্যন্ত এখানে বিনিয়োগ করা হয় নি। আপনার কি মনে হয় এখন ও BNB কিনে লাভ করা সম্ভব? নাকি কিছুটা কমা পর্যন্ত অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে। এখন পর্যন্ত যা দেখলাম দাম 32$ এর উপরে গত তিন মাসে যায়নি।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
October 15, 2020, 12:44:10 PM
আমার ও কিছু মেরিট প্রয়োজন কাজ এর জন্য, আশা করি কেউ সাহায্য করবে। আর ধন্যবাদ আপনাকে বিষয় টি ভালো ভাবে তুলে ধরার জন্য।
কয়েক দিন আগেই এই বোর্ডে একজন কে মেরিট নিয়ে এসব বলছিলাম। তাই আজকে পোস্ট টি আবার দিয়ে দিলাম।
মেরিট চেয়ে নেয়া ফোরামের কোনো রুলসে পড়ে না। উল্টা আপনার এই আইডি টাও রিস্ক হয়ে যায় শুধু মেরিট চাওয়ার কারনে।

মেরিট পাওয়া অনেক কঠিন কিছু নয় আবার অনেক সহজ কিছু ও নয়। কারন আপনার যোগ্যতা দেখিয়েই আপনাকে এটা অর্জন করতে হবে। তার মানে, আপনাকে ভালো কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেই মেরিট পেতে পারেন।

অন্যান্য বোর্ড এ না পাওয়ার সম্ভাবনা অনেক কিন্তু এই বোর্ডে একটিভ থাকুন, ভালো টপিক নিয়ে কথা বলুন, অন্যকে সাহায্য করুন। এসব এর মাঝেই কখন আপনি মেরিট পেয়ে যাবেন সেটা আপনিও টের পাবেন। সেজন্যই বলেছি অনেক কঠিন কিছু নয় আবার অনেক সহজ কিছু ও নয়।

আমিও এখানে ছোট্ট অবদান রেখে কিছু মেরিট পেয়েছি, তাই আপনিও চেষ্টা করুন, অবশ্যই ফল পাবেন।
এটা করার চেষ্টা করেন। নিজের স্কিল বাড়ার সাথে সাথে বোনাস হিসেবে মেরিট পাবেন। মেরিট পাবার মাধ্যমে আপনি খুব সহজেই রেঙ্ক বৃদ্ধি করতে পারবেন।
sr. member
Activity: 1372
Merit: 322
October 15, 2020, 12:22:29 PM
এই মেসেজ সাধারণত দুই ভাবেই করা যায় এতে কোনো অমিল নেই। দুইটাই একি রকম মেসেজ।
মেসেজে যদি একটা স্পেস কিংবা একটা ডট এইদিক সেদিক হয় তাহলে সেটা ভেরিফাই করা যাবে না। আর দুইটা সাইন করা মেসেজ এর হ্যাশ কখনো একই রকম হওয়ার প্রশ্নই আসে না। আমি আপনার কোন মেসেজ ভেরিফাই করতে পারিনি।

Quote
প্রথমে mycelium wallet খুলে সেটা থেকে প্রাইভেট কী/চাবি নিয়ে ক্রমে গিয়ে  এটা থেকে সার্চ দিবেন https://reinproject.org/bitcoin-signature-tool/
প্রাইভেট কি এর সাথে মেসেজ ভেরিফাই এর কোন সম্পর্ক নেই। তাছাড়া প্রাইভেট কি কারো সাথে শেয়ার করার জিনিস না।
@sajedul
আপনার মেসেজও ভেরিফাই করতে পারিনি। যাদেরটা পেরেছি তাদের মেরিট দিয়েছি। যারা উপরের নিয়ম অনুসরণ করবেন তাদের মেরিট দেয়া হবে।
member
Activity: 308
Merit: 22
October 15, 2020, 11:20:18 AM
মেরিট গিভএওয়ে
-snip-
ধন্যবাদ ভাই, এই সুন্দর মেরিট গিভএওয়ে আয়োজন করার জন্য। আমি মাত্রই মেসেজ সাইন করলাম, আশা করি সব ঠিকঠাক আছে। বাকি নতুন সবাইকে সাইন মেসেজ করে মেরিট গিভএওয়েতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।

Code:
-----BEGIN BITCOIN SIGNED MESSAGE-----
This is lifeOK, on 14.10.2020, I can sign a message.
-----BEGIN BITCOIN SIGNATURE-----
Version: Bitcoin-qt (1.0)
Address: bc1q3g0ue4pzts6fdq2us0vta0sfdrngwgqh253g94
ILv8dIMcoojL4XfVwxyvl4vnNKgAEJmAyoiApCEOfPDAax8/YTLCgN47UKMCQkfwwUO5dS0JYPtz9XM9+L9SRjo=
-----END BITCOIN SIGNATURE-----
jr. member
Activity: 507
Merit: 2
October 15, 2020, 10:54:37 AM
আমি তো মেসেজ সাইন করেছি কিন্তু এর কোনো রিপ্লাই পেলাম না। আমার মেসেজ সাইন হয়েছে কি না? যদি না হয় তা হলে বলতে পারেন আমি চেষ্টা করবো সাইন করার।
উনি উপরে বলেছেন যে উনি মোবাইল থেকে পোস্ট করতেছেন তাই ভেরিফাই করতে পারছেন না। পরে যখন পিসি থেকে ফোরামে আসবেন তখন দেখবেন। আপনার সাইন করা মেসেজ দুই রকম কেন? আমি ওয়েবে ভেরিফাই করার চেষ্টা করেছি কিন্তু হয় নাই।

এই মেসেজ সাধারণত দুই ভাবেই করা যায় এতে কোনো অমিল নেই। দুইটাই একি রকম মেসেজ। আর আপনি যদি এটা মোবাইল বা কম্পিউটার দিয়ে চেক দেন তাতেও কোনো সমস্যা হবে না। আপনি যেকোনো টা দিয়ে চেক করতে পারেন আর যদি আপনার বুঝতে সমস্যা হয় তা হলে আপনি এখানে গিয়ে চেক দিতে পারেন এখানে মেসেজ ভেরিফাই করার সব পদ্ধতি দেয়া আছে। (1miau) https://bitcointalksearch.org/topic/m.55316595
প্রথমে mycelium wallet খুলে সেটা থেকে প্রাইভেট কী/চাবি নিয়ে ক্রমে গিয়ে  এটা থেকে সার্চ দিবেন https://reinproject.org/bitcoin-signature-tool/ এখানে গেলে আপনি সব বুজে যাবেন
যদি আমার কোনো ভুল হয়ে থাকে তা হলে সেটা ক্ষমা করে দিবেন।আর আমার ভুল টা দরিয়ে দিবেন যেন পরে সেটা আর না হয়।।।
 
member
Activity: 238
Merit: 28
October 15, 2020, 10:03:49 AM
মেরিট গিভএওয়ে

 আপনার মেসেজ এবং মেসেজ সাইনের হ্যাশটি এইখানে পোস্ট করুন।

মাইসেলিয়াম ওয়ালেট দিয়ে সাইন করলাম।

Code:
-----BEGIN BITCOIN SIGNED MESSAGE-----
Username: Sparrow96
Date: 15 October 2020
-----BEGIN BITCOIN SIGNATURE-----
Version: Bitcoin-qt (1.0)
Address: bc1qswh2z8uus8mnufqq6xu4djzkynqj9nhzz20jxf

H2uOBG7mV8az3BHy65iNYWGe227eovJjxggWsHCV4HAeKAb4Tv96aWtKqnNDjxfK+IX9bz/T7hwXwZ75K7URwe0=
-----END BITCOIN SIGNATURE-----
jr. member
Activity: 341
Merit: 2
October 15, 2020, 09:31:37 AM
অনেক সুন্দর করে বিষয় গুলো বলেছেন ভাই। আমি সত্যি জানতাম না যে বিটকয়েন টক এ বাংলাদেশি কোন গ্রুপ বা কিছু আছে যেখানে এত সুন্দর সু্ন্দর টপিক নিয়ে আলোচনা করা হয়। আজ হটাৎ দেখলাম ।
আমি মেরিট নিয়ে অনেক খুঁজে ও কিছু পাইনি আজ হটাৎ আপনার পোস্ট টা দেখলাম, ধন্যবাদ । আমার ও কিছু মেরিট প্রয়োজন কাজ এর জন্য, আশা করি কেউ সাহায্য করবে। আর ধন্যবাদ আপনাকে বিষয় টি ভালো ভাবে তুলে ধরার জন্য।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 15, 2020, 08:18:12 AM
আমি তো মেসেজ সাইন করেছি কিন্তু এর কোনো রিপ্লাই পেলাম না। আমার মেসেজ সাইন হয়েছে কি না? যদি না হয় তা হলে বলতে পারেন আমি চেষ্টা করবো সাইন করার।
উনি উপরে বলেছেন যে উনি মোবাইল থেকে পোস্ট করতেছেন তাই ভেরিফাই করতে পারছেন না। পরে যখন পিসি থেকে ফোরামে আসবেন তখন দেখবেন। আপনার সাইন করা মেসেজ দুই রকম কেন? আমি ওয়েবে ভেরিফাই করার চেষ্টা করেছি কিন্তু হয় নাই।
jr. member
Activity: 507
Merit: 2
October 15, 2020, 07:06:55 AM
মেরিট গিভএওয়ে
আমাদের এই থ্রেডে বিটকয়েন টেকনিক্যালি আলোচনা হয় না বললেই চলে। এইটা আসলে আমাদের খুবই দুর্ভাগ্য যে এই ফোরামে এত এত রিসোর্স থাকা সত্ত্বেও আমরা তার সঠিক ব্যবহার করতে পারছি না। ফলে, আমরা পিছিয়ে যাচ্ছি।
আমি চাচ্ছি আমাদের এই থ্রেডে বিটকয়েন এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হোক। তারই পরিপ্রেক্ষিতে আমার এই মেরিট গিভএওয়ে। যেহেতু আমার মেরিট সংখ্যা কম, আমি সবাইকে ১টি করে মেরিট দেব (যতক্ষণ আমার কাছে থাকে)। ১টি মেরিট পেতে চাইলে নিচের কাজগুলো নিয়ম মেনে অনুসরণ করুন।
১. আপনার যে কোন একটি বিটকয়েন এড্রেস দিয়ে আপনার ইউজারনেম এবং যে তারিখে আপনি মেসেজ সাইন করবেন সে তারিখ উল্লেখ করে একটি মেসেজ সাইন করুন।
যেমন-
Code:
Username- Pffrt
Date- 14.10.20
২. আপনার মেসেজ এবং মেসেজ সাইনের হ্যাশটি এইখানে পোস্ট করুন।
এতটুকু কাজ করতে পারলেই পাবেন ১টি মেরিট।

কিভাবে মেসেজ সাইন করবেন তার টিউটোরিয়াল- https://bitcointalksearch.org/topic/how-to-sign-a-message-990345
আমি তো মেসেজ সাইন করেছি কিন্তু এর কোনো রিপ্লাই পেলাম না। আমার মেসেজ সাইন হয়েছে কি না? যদি না হয় তা হলে বলতে পারেন আমি চেষ্টা করবো সাইন করার। আমি আরও ভালো পোস্ট করার চেষ্টা করবো যে গুলো সবার কাজে লাগবে। আমি ২ বছর ধরে এই সাইটে আছি আমার মেম্বার  আইডি ব্যান করা হইয়েছে তাই আর ফরামে আসা হয়নি। কিন্তু এখন আপনারা আছেন তাই অনেকটা ভালো লাগছে।
little mouseভাই এর যখন ১০ টা মেরিট ছিলো তখন আমি এই থ্রেডে পোস্ট করতাম  
এখন আপনারা আছেন তাই আমি নিয়মিত পোস্ট করার  চেষ্টা করবো
ধন্যবাদ সবাইকে
newbie
Activity: 3
Merit: 2
October 15, 2020, 06:50:52 AM
ভাই আমি এই থ্রেড নতুন একজন  user. আমি Vanity address সর্ম্পকে কিছুই জানি না এমন কি Bitcoin. আপনার পোস্টটি দেখে অনেক কিছু জানার চেষ্টা করছি।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 15, 2020, 04:52:10 AM
Vanity address কি? Vanity address কিভাবে তৈরি করা যায়। এবং Vanity address কোন কোন wallet এ ব্যবহার করা যায়।
ভ্যানিটি এড্রেস মানে হল আপনার নিজের ইচ্ছে মত শব্দ বা বর্ণ ব্যবহার করে এড্রেস তৈরী করা। যেমন- 1Mouse2ah...... এইখানে মাউজ ওয়ার্ডটা কাস্টমাইজড করা। ভ্যানিটি এড্রেস তৈরী করতে হলে আপনার অনেক ভালো ক্ষমতা সম্পন্ন পিসি লাগবে। এইখানে একটি টিউটোরিয়াল দেয়া আছে- https://bitcointalksearch.org/topic/guide-how-to-create-vanity-address-segwit-5144752
এছাড়াও আপনি চাইলে LoyceV এর মাধ্যমে একটি এড্রেস ক্রিয়েট করে নিতে পারেন। নির্দিষ্ট কিছু সংখ্যক বর্ণের জন্য ফ্রিতে দেয় সার্ভিস- https://bitcointalksearch.org/topic/pretty-addy-giveaway-part-2-1813624
এই এড্রেস যেসব ওয়ালেটে প্রাইভেট কি ইম্পোর্ট করা যায় সেসব ওয়ালেটে ব্যবহার করতে পারবেন।
member
Activity: 112
Merit: 10
October 15, 2020, 04:41:05 AM
Vanity address কি? Vanity address কিভাবে তৈরি করা যায়। এবং Vanity address কোন কোন wallet এ ব্যবহার করা যায়।
newbie
Activity: 4
Merit: 10
October 15, 2020, 01:39:14 AM
Libra coin এর কোন update আছে।
newbie
Activity: 212
Merit: 0
October 15, 2020, 01:25:16 AM
Defi নিয়ে অনেক তোলপাড় চলছে। সবাই ডেফি তে ঝুকছে কেন এত এর বিশেষতঃকি 🤔 
member
Activity: 112
Merit: 10
October 15, 2020, 12:59:46 AM
Dego.Finance এর NFT কি? NFT এর কাজ কি? এটি কিভাবে ব্যবহার করা হয়?
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
October 14, 2020, 02:23:04 PM
Binance coin (BNB) দাম গত ২৪ ঘন্টা ৩.১% বেড়েছে। $৩১.১৭ ডলারে পৌঁছানোর পরে এখন ৩০ ডলারের স্থীর আছে। বর্তমানে মার্কেটে শীর্ষ পাঁচে সেরা পারফরম্যান্সের ক্রিপ্টোকারেন্সি এবং সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রাপ্ত তার বার্ষিক বেড়েছে $৩৩.৪৯।

Binance is the best.

আসলেই bnb ভালো প্রফিট দিচ্ছে সবাইকে। আমি গত সপ্তাহের ডাম্পেও ২৪$ এ কিনেছিলাম বিএনবি কয়েন। কিন্তু পরে ২৯$ এ প্রফিট নিয়ে ছেড়ে দিয়েছি সব। এখন রাখলে আরো ভালো প্রফিট দিত। এই কয়েনটা মনে হয় শ্রীঘই ৫০$ পার করবে যত টুকু মনে হচ্ছে।
sr. member
Activity: 1372
Merit: 322
October 14, 2020, 01:05:46 PM
যারা সিগ্নেচার সাইন করেছেন তাদের মেসেজ ভেরিফাই করে আমি মেরিট পাঠাই দেব।আমি এখন মোবাইলে আছি। মোবাইল থেকে ওয়েব এর মাধ্যমে ভেরিফাই করা ঝামেলার ব্যাপার। কাল আমি পাঠাই দেব।

ERC777 কি? এত দিন ERC20 টা জানতাম।
ERC20 যেমন ইথেরিয়াম ব্লকচেইন এ বিল্ড করা, ঠিক তেমনি এইটাও যদিও আমি আগে কখনো খেয়াল করি নাই। দুইটাই ইথেরিয়াম ব্লকচেইনের সাহায্যে টোকেন ক্রিয়েট থেকে শুরু করে স্মার্ট কন্ট্রাক্ট বা অন্যান্য কার্য সম্পাদন করতে পারে।
member
Activity: 112
Merit: 10
October 14, 2020, 09:46:12 AM
Binance coin (BNB) দাম গত ২৪ ঘন্টা ৩.১% বেড়েছে। $৩১.১৭ ডলারে পৌঁছানোর পরে এখন ৩০ ডলারের স্থীর আছে। বর্তমানে মার্কেটে শীর্ষ পাঁচে সেরা পারফরম্যান্সের ক্রিপ্টোকারেন্সি এবং সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রাপ্ত তার বার্ষিক বেড়েছে $৩৩.৪৯।

Binance is the best.
member
Activity: 112
Merit: 10
October 14, 2020, 09:31:12 AM
ERC777 কি? এত দিন ERC20 টা জানতাম।
Jump to: