Author

Topic: বাংলা (Bengali) - page 426. (Read 5303096 times)

jr. member
Activity: 43
Merit: 2
September 07, 2020, 07:55:42 AM
এখানে কি কি বিষয়ে কথা বলা য়ায়
কি বিষয় নিয়ে জানতে চান?

 আসসালামুয়ালাইকুম বিটকয়েন্টক এর সকল ভাইদেরকে জানাই স্বাগত।  আপনাদের অন্যান্য পোস্টগুলো পড়ে খুব উপকৃত হলাম। আমি বিটকয়েন্টক এ একদম নতুন তাই আমার পোস্টে কোন ভুল হয়েছে কিনা বা বিটকয়েন্টকের নিয়মের বিরুদ্ধে কোন পোস্ট করেছি কিনা তা আমাকে অবহিত করবেন।
legendary
Activity: 1946
Merit: 1026
In Search of Incredible
September 07, 2020, 02:48:26 AM
What are the rules for working on Bitcoin talk?
আপনি এখানে নতুন। তাই আপনার উচিত আগে ফোরাম এর নিয়ম গুলো সম্পর্কে জানা। এইটা ফলো করুন Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ

আর আমাদের বাংলাদেশী থ্রেড এ বাংলায় কথা বললে ভালো হয়। এই ফোরামে শুধু বাউন্টি নিয়ে পড়ে থাকলে আপনি ক্রিপ্টো জগতের অনেক তথ্যই জানতে পারবেন না। কয়েক বছর থেকে ক্রিপ্টোকারেন্সি এবং এই ফোরাম ব্যাবহার করছি তবুও অনেক কিছুই আমার অজানা। এখান থেকে প্রায়ই নতুন নতুন তথ্য পাচ্ছি। তাই আশা করি বাউন্টি ছাড়াও ফোরামের অন্য অংশের পোস্ট গুলো তে নিয়মিত নজর রাখবেন।

বাউন্টি তে অংশগ্রহণ করার জন্য আপনি এই ছাব থ্রেড ফলো করুন।
jr. member
Activity: 266
Merit: 1
September 07, 2020, 12:26:46 AM
What are the rules for working on Bitcoin talk?
আপনি এখানে বাংলাতে প্রশ্ন করতে পারেন,
এখানে অনেক সিনিয়র ভাই আছে যারা খুব সুন্দর ভাবে আপনার প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে সহযোগিতা করবে।
আশা করি বুঝতে পেরেছেন।।
ধন্যবাদ। 
jr. member
Activity: 770
Merit: 1
September 07, 2020, 12:20:50 AM
What are the rules for working on Bitcoin talk?
jr. member
Activity: 252
Merit: 2
Please Remove My Red Trust. I am Not Cheater
September 06, 2020, 09:25:02 PM
Can anyone please give me any idea about bounty?
If you want to get an idea about Bounty.  Take a good look at this thread. Senior brothers have posted a lot. If you want to bounty, you have to have a social account.  Such as Facebook, Twitter, Telegram, YouTube, LinkedIn, a few more campaigns.  And you are new, so you do not run behind the bounty, turn the thread in a good way and see.  Learn more.  If there is any problem, take the help of seniors.

 Thank you
jr. member
Activity: 770
Merit: 1
September 06, 2020, 08:43:46 AM
Can anyone please give me any idea about bounty?
jr. member
Activity: 252
Merit: 2
Please Remove My Red Trust. I am Not Cheater
September 06, 2020, 08:37:17 AM
Hi I am New User Please Someone Help Me.
Welcome To Bitcoin Forum. প্রথমেই বলে রাখি ভাইয়া,এখানে সবাই বাংলাদেশি , তাই বাংলায় কথা বলবেন।
আর আপনি নতুন তাই আপনি এই ফরম টা ভালো করে ঘুরে দেখুন কিভাবে কি করতে হবে, আর আপনি এখানে পোষ্ট কারিদের পোষ্ট ভালো ভাবে পড়ুন। আর সিনিয়র ভাইদের ফলো করুন।

আশা করছি সব বুজে যাবেন।আর আমিও এই ফরমে অনেক দিন ধরেই আছি, বলতে গেলে প্রায় ১ বছর। এই ফরমের সবাইকে আমি ফ্যামিলি হিসাবেই দেখি। আপনিও আমাদের ফ্যামিলির নতুন মেম্বার, তাই ভাই এখানে স্মামিং কোনো কিছু পোষ্ট করবেন না।যেমন ঃ কেমন আছো,কি করো,খাইছো কিনা, ভাই এই গুলা পোষ্ট থেকে বিরত থাকুন।তা না হলে আপনার আইডিটি ব্যান করে দিবে।

ধন্যবাদ।
legendary
Activity: 1526
Merit: 1026
SellDefi.com | Earn by selling files
September 05, 2020, 02:59:49 PM
আজকাল কিছু user সরাসরি merit চাইছেন দেখলাম। অনুরোধ রইল এগুলো না করার জন্যে। নবাগতদের জন্যে নিচে একটি link রইল। আশা করি কাজে লাগবে।

Newbie - Members. Join here and take some merit

Merit পাওয়ার জন্যে একটি শিক্ষণীয় লেখাও চোখে পড়লো। সেটাও নিচে share করলাম আপনাদের সাথে।

Ranking up is possible! 2900 Merits earned in less than 12 months!My 11 Hints!

এই thread এ লেখার মান উন্নত করুন। চাইলে Fatemablabla, malekbaba, Review Master এর লেখার ধরণ follow করুন। শুধু এই local thread আর bounty campaign এ আটকে থাকবেন না। Development & Technical Discussion, Bitcoin Technical Support, Project Development এর মত sub-forum গুলিতেও লিখুন। পারলে নতুন Crypto project গুলোয় involved হোন। BitcoinTalk এ সুযোগ প্রচুর। নিজেকে update করে সেই সুযোগের সদ্ব্যবহার করুন।

কিছু ভুল যা নতুন সদস্য প্রায় করেন তা হলঃ
১. মেরিট খুজে বেড়ান। মডারেটর টের পেলে/ কেউ রিপোর্ট করলেই আইডি ব্যান।
২. কপি পেস্ট কন্টেন্ট প্রকাশ করা। ধরা পরলেই একাউন্ট ব্যান।
৩. হুবুহু অনুবাদ করে প্রকাশ করা। অন্য কারও ভাল লিখা পরে তা নিজের মত প্রকাশ করাটা যদিও  অন্যায় নয়।
৪.  খুব অল্প জেনেই বিনিয়োগের আগ্রহ অনেক বেড়ে যায়। অনেকেই  খুব অল্প জেনেই ট্রেড করতে যায়। আম ছালা সব যায়।

আগে শিক্ষা নিন, তারপর আয় করার চেস্টা করেন।   
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
September 05, 2020, 01:40:58 PM
আজকাল কিছু user সরাসরি merit চাইছেন দেখলাম। অনুরোধ রইল এগুলো না করার জন্যে। নবাগতদের জন্যে নিচে একটি link রইল। আশা করি কাজে লাগবে।

Newbie - Members. Join here and take some merit

Merit পাওয়ার জন্যে একটি শিক্ষণীয় লেখাও চোখে পড়লো। সেটাও নিচে share করলাম আপনাদের সাথে।

Ranking up is possible! 2900 Merits earned in less than 12 months!My 11 Hints!

এই thread এ লেখার মান উন্নত করুন। চাইলে Fatemablabla, malekbaba, Review Master এর লেখার ধরণ follow করুন। শুধু এই local thread আর bounty campaign এ আটকে থাকবেন না। Development & Technical Discussion, Bitcoin Technical Support, Project Development এর মত sub-forum গুলিতেও লিখুন। পারলে নতুন Crypto project গুলোয় involved হোন। BitcoinTalk এ সুযোগ প্রচুর। নিজেকে update করে সেই সুযোগের সদ্ব্যবহার করুন।
legendary
Activity: 1526
Merit: 1026
SellDefi.com | Earn by selling files
September 05, 2020, 11:51:22 AM
Exchange এ ট্রেডিং করার সহজ কোন নিয়ম আছে কি ?
ট্রেডিং সহজ বিষয় নয়। ক্রিপ্টো বা স্টক , যে কোন ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ। তার থেকেও বেশি ঝুঁকিপূর্ণ অন্য ট্রেডারের উপদেশ শুনতে যাওয়া। প্রতিটা ট্রেড আলাদা। এর কোন বাধা ধরা নিয়ম নাই। আপনি কিছু বিষয় মাথায় রেখে বিনিয়োগ করলে হয়ত সামান্য ঝুঁকি মুক্ত থাকা সম্ভব। যেমনঃ
১* সব পুঁজি একটা টোকেন বা স্টকে ইনভেস্ট না করা। এবং এক বারেই সব পুঁজি বিনিয়োগ না করা। এতে করে আপনার শেয়ারের দাম কমে গেলে আপনি পুনরায় কম দামে খরিদ করে লস কমাতে পারবেন না।
২*  আপনি পণ্য কিনবেন, বেচবেন। আবেগি হয়ে বিনিয়োগ করবেন না।
৩* কোন টোকেন বা শেয়ারের দাম খুব বেশি উঠানামা করতে থাকলে তখন ট্রেড করবেন না
৪* যা কিনবেন, খুব ভাল করে জেনে নিবেন, পণ্য এর বাজার, টিম কেমন, রোড ম্যাপ, টাইম লাইন, হোয়াইট পেপার এসব না জেনে বিনিয়োগ করবেন না। ট্রেড করবেন না।

আরও অনেক কথা আছে। গ্রুপ এর অন্যান্য মেম্বার আরও অনেক মূল্যবান কথা বলতে পারবেন
legendary
Activity: 1526
Merit: 1026
SellDefi.com | Earn by selling files
September 05, 2020, 04:30:14 AM
Quote
PAYACCEPT CEO REFUSED TO PAY OUR CHARGE AND BOUNTY&AIRDROP REWARDS. ALSO HE IS LYING ABOUT TOTAL RAISED MONEY. 1.5M TOKEN MINTED (SOLD) IN TOTAL BUT HE IS SAYIN 1036 RAISED. THERE WAS 50% BONUS DURING THE WHOLE SALE PROCESS???

-পে-এচ্ছেপ্ট বাউন্টি ম্যনেজারের সর্বশেষ বিবৃতি।

বাউন্টি ক্যম্পাইনটি লক করা হয়েছে। ম্যানেজারের ভাষ্যমতে পে-এচ্ছেপ্ট এর সি,ও অংশগ্রহকারিদের পেমেন্ট দিতে গড়িমসি করছে। বাংলাদেশের অনেক ভাই এই বাউন্টি  করেছে। তো আপনাদের কি মনে হচ্ছে শেষ মুহুর্তে এসে কি PAYACCEPT SCAM করল?
 

আমার মনে হয়না স্ক্যাম করবে। কারন ভেজাল হয়েছে ম্যানেজার এবং তাদের মধ্যে। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা বাউন্টি হান্টারদের কে পেমেন্ট করবে কাজের জন্য। এবং ইতিমধ্যে তারা একটি নতুন টেলিগ্রাম খুলেছে এবং একটি নতুন গুগোল ফর্ম দিয়েছে কাজ জমা দেওয়ার জন্য। এই ফরম পূরন করে দিলে তাদের টিম নাকি সব চেক করে দেখবে। তাই এখনি তাদের নতুন গ্রুপে জয়েন দিয়ে ফরম ফিল করে দিন। গ্রুপ লিঙ্কঃ https://t.me/PAYOfficialBounty

তাদের ফরম লিঙ্কঃ https://forms.gle/CL7ER5wAEQcp5rzZA


@malekbaba আপনি তো তাদের সিগনেচার করেছেন। তাও আবার লিজেন্ডারি হয়ে তাই মনে হয় আপনার দ্রুত ফরম টা পূরন করা উচিত। এছাড়া অন্য যত বাঙ্গালী আছেন এবং পে এক্সেপ্ট এর বাউন্টি করেছেন সবাই ফরম টা পূরন করে দিবেন।

ব্যস্ত ছিলাম। আপনি না জানালে দেরি হয়ে যেত। কিন্তু এত গুল পোস্ট লিংক কপি পেস্ট করাটা বিরক্ত কর। ভাল ফিলিং হচ্ছেনা। মনে হচ্ছে কিছুই পাবনা। টোকেনের দাম কমে যাবে অনেক। ভয়ের বিষয় হল কিছু রেড ফ্লাগ সামনে এল। বাউন্টি থেকে ভাল ফিডব্যাক আশা করসিলাম। আশাহত হলাম।       
jr. member
Activity: 252
Merit: 4
September 05, 2020, 02:07:05 AM
Exchange এ ট্রেডিং করার সহজ কোন নিয়ম আছে কি......?
আপনি কোন Exchange এর ট্রেডিং এর কথা বলছেন, Binance, Kucoin, Bittrex এসব exchange এর ট্রেডিং সাধারনত একই রকম।
Exchange এর জানার পুর্বে আপনাকে ট্রেড সম্পর্কে জানতে হবে।
ট্রেড সাধারনত ৩ প্রকারঃ
1. Spot Trade
2. Margin Trade
3. Future Trade
তবে কিছু কিছু Exchange এ Option Trade এর সুবিধা দিয়ে থাকে।
1.  Spot Trade: বাজার মুল্যে ট্রেড করাকে বুজায়।
2. Margin Trade: Margin Trade হলো কম পরিমান ক্যাশ নিয়ে বড় ট্রেড করতে পারা।
3. Future Trade: Future অর্থ ভবিষ্যত। এটি ভবিষ্যতের এক ধরনের চুক্তি। আপনাকে ভবিষ্যত অনুমান করে ট্রেড করতে হবে। আপনাকে ভবিষ্যত অনুমান করে নিদিষ্ট পরিমান লেভারেজ নিয়ে ট্রেড ওপেন করতে হবে। আপনার অনুমান অনুযায়ি মুল্যে লক্ষ্যে যায় তাহলে ঐ পরিমান লেভারেজ সহ আপনার মুল্য পরিশোধ করা হবে। আর আপনার অনুমান অনুযায়ি মুল্যে লক্ষ্যে যদি না যায় তাহলে ঐ পরিমান লেভারেজ সহ আপনার Balance থেকে মুল্য কর্তন করা হবে।

পরিশেষে বলা যায়,
ক্রিপটোকারেন্সি হল খনি, এখানে যতই খোড়া হয় ততই অর্থ আসে, খুরতে গিয়ে না পেতে পারেন, এক সময় এত পাবেন যে, পূর্বে না পাওয়াকে পুষিয়ে নিতে পারবেন। তাই ধৈয্য চাই। যে কোন ধরেনের আপনি ট্রেড নেন না কেন আপনাকে অবশ্যই ধৈয্য রাখতে হবে। এবং সব কিছু পর্যবেক্ষন করে ট্রেড নিতে হবে।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
September 05, 2020, 12:11:51 AM
Exchange এ ট্রেডিং করার সহজ কোন নিয়ম আছে কি......?

বাইন্যান্স, কুকয়েন এগুলোর মোবাইল এপ আছে। এসব এক্সেঞ্জারএ সহজে ট্রেড করতে পারেন এপ ব্যবহার করে।

amader desher page ba kono kichu dekhle e valo lage.
Bangla amar vasha ami bangali.


এতই যদি ভালো লাগে এবং বাংলা যেহেতু আপনার ভাষা। তাহলে এই লিখাটা আপনি ইংরেজিতে কেন  লিখলেন? দেখতেছেন এখানে সবাই বাংলায় লিখার চেষ্টা করে। আপনারো উচিত বাংলায় লিখার চেষ্টা করা।
newbie
Activity: 233
Merit: 0
September 04, 2020, 11:40:15 PM
amader desher page ba kono kichu dekhle e valo lage.
Bangla amar vasha ami bangali.
sr. member
Activity: 1372
Merit: 322
September 04, 2020, 07:43:36 PM
বিটকয়েন এর অসুবিধা সমূহঃ

১। মাইনর ট্রানজেকশন এপ্রুভ করতে অনেক সময় মাত্রাতিরিক্ত সময় নিয়ে থাকে।
বিটকয়েন এর ব্লক সাইজ লিমিটেড, ১ মেগাবাইট মাত্র যদিও সেটাকে সেগউইটের মাধ্যমে ৪ মেগাবাইটে নেয়া হয়েছে। যখন বিটকয়েন এ অনেক লেনদেন হয় তখন ট্রাঞ্জেকশন কনফার্ম হতে দেরী হয় কারন প্রতি ১০ মিনিটে গড়ে একটি ব্লক হয়। ১টি ব্লকে তো আপনি ৪ মেগাবাইটের বেশী তথ্য রাখতে পারবেন না। তাই লেনদেন এর পরিমাণ বাড়লে দেরী স্বাভাবিক।
এখন আসি বর্তমান ব্যাংকিং এ। আপনি জানেন কি ব্যাংক আপনাকে অনেক সময় ফান্ড নেই বলতে পারে? মনে করুন আপনার একাউন্টে ১০ লক্ষ টাকা আছে এবং আপনি তা তুলতে চাচ্ছেন। ব্যাংকে গেলেন, কিন্তু তারা বলল এখন তো ফান্ড নেই, কিছুক্ষণ পরে আসুন কিংবা কাল আসুন। আমি জানিনা কেউ এইরকম পরিস্থিতি দেখেছেন কিনা। আমি দেখেছি এবং এইটা যুক্তিসংগত। যখন ব্যাংকে জমার চাইতে উইথড্র বেশি হবে তখন এইরকম হতে পারে।

Quote
২। অকেন সময় বেআইনি কাজে ব্যবহার করা হয়।
বাংলাদেশে অনেকেই ইয়াবা, পেন্সি সেবন করে থাকে, সেটা টাকা দিয়ে। টাকার ব্যবহার আপনি কিভাবে করছেন সেটা আপনার উপর। ঠিক তেমন বিটকয়েন এর জন্যেও।
Quote
৩। কোন সেবা না পেলে তার মূল্য আর ফেরত পাওয়া যায় না।
আমার মনে হচ্ছে আপনি বিটকয়েন এর চার্জব্যাক না থাকার কথা বলছেন। আচ্ছা, পেপাল এর ক্ষেত্রে ডলার পাঠিয়ে তা আবার ফেরত নেওয়া যায় চার্জব্যাক করে। তাহলে কোনটা ভালো?
Quote
৪। বিটকয়েন ওয়ালেট নষ্ট হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না।
ওয়ালেট নিয়ে উপরে কোন এক ভাই লিখেছেন। ভালো করে পড়ুন, জানুন। না জেনে ভুলভাল তথ্য শেয়ার করবেন না।
Quote
৫। বাজার মূল্য অস্থিতিশীল।
এর বিভিন্ন কারন রয়েছে। এইটা একটা নন রেগুলেটেড মার্কেট। এর পিছনে কোন কেন্দ্রীয় নিয়ন্ত্রক নেই। বাই দ্য ওয়ে, অস্থিতিশীলতা যদি পজিটিভ হত সবসময় তাহলে এইটা কেউ বলত না।
jr. member
Activity: 266
Merit: 1
September 04, 2020, 07:11:42 PM
Exchange এ ট্রেডিং করার সহজ কোন নিয়ম আছে কি......?
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
September 04, 2020, 02:45:06 PM
Quote
PAYACCEPT CEO REFUSED TO PAY OUR CHARGE AND BOUNTY&AIRDROP REWARDS. ALSO HE IS LYING ABOUT TOTAL RAISED MONEY. 1.5M TOKEN MINTED (SOLD) IN TOTAL BUT HE IS SAYIN 1036 RAISED. THERE WAS 50% BONUS DURING THE WHOLE SALE PROCESS???

-পে-এচ্ছেপ্ট বাউন্টি ম্যনেজারের সর্বশেষ বিবৃতি।

বাউন্টি ক্যম্পাইনটি লক করা হয়েছে। ম্যানেজারের ভাষ্যমতে পে-এচ্ছেপ্ট এর সি,ও অংশগ্রহকারিদের পেমেন্ট দিতে গড়িমসি করছে। বাংলাদেশের অনেক ভাই এই বাউন্টি  করেছে। তো আপনাদের কি মনে হচ্ছে শেষ মুহুর্তে এসে কি PAYACCEPT SCAM করল?
 

আমার মনে হয়না স্ক্যাম করবে। কারন ভেজাল হয়েছে ম্যানেজার এবং তাদের মধ্যে। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা বাউন্টি হান্টারদের কে পেমেন্ট করবে কাজের জন্য। এবং ইতিমধ্যে তারা একটি নতুন টেলিগ্রাম খুলেছে এবং একটি নতুন গুগোল ফর্ম দিয়েছে কাজ জমা দেওয়ার জন্য। এই ফরম পূরন করে দিলে তাদের টিম নাকি সব চেক করে দেখবে। তাই এখনি তাদের নতুন গ্রুপে জয়েন দিয়ে ফরম ফিল করে দিন। গ্রুপ লিঙ্কঃ https://t.me/PAYOfficialBounty

তাদের ফরম লিঙ্কঃ https://forms.gle/CL7ER5wAEQcp5rzZA


@malekbaba আপনি তো তাদের সিগনেচার করেছেন। তাও আবার লিজেন্ডারি হয়ে তাই মনে হয় আপনার দ্রুত ফরম টা পূরন করা উচিত। এছাড়া অন্য যত বাঙ্গালী আছেন এবং পে এক্সেপ্ট এর বাউন্টি করেছেন সবাই ফরম টা পূরন করে দিবেন।
member
Activity: 308
Merit: 22
September 04, 2020, 12:56:26 PM
Quote
PAYACCEPT CEO REFUSED TO PAY OUR CHARGE AND BOUNTY&AIRDROP REWARDS. ALSO HE IS LYING ABOUT TOTAL RAISED MONEY. 1.5M TOKEN MINTED (SOLD) IN TOTAL BUT HE IS SAYIN 1036 RAISED. THERE WAS 50% BONUS DURING THE WHOLE SALE PROCESS???

-পে-এচ্ছেপ্ট বাউন্টি ম্যনেজারের সর্বশেষ বিবৃতি।

বাউন্টি ক্যম্পাইনটি লক করা হয়েছে। ম্যানেজারের ভাষ্যমতে পে-এচ্ছেপ্ট এর সি,ও অংশগ্রহকারিদের পেমেন্ট দিতে গড়িমসি করছে। বাংলাদেশের অনেক ভাই এই বাউন্টি  করেছে। তো আপনাদের কি মনে হচ্ছে শেষ মুহুর্তে এসে কি PAYACCEPT SCAM করল?
 
jr. member
Activity: 35
Merit: 3
September 04, 2020, 10:39:33 AM
কিপটে মার্কেট এত ডাউনে আসার কারণ কি এখন কি ক্রিপ্টোকারেন্সি যে কোন ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন ইথেরিয়াম ডগি কয়েন ইথারিয়াম ক্লাসিক এগুলো কিনে ভালো হবে কিনা বলতে ইনভেস্ট ইনভেস্ট করা যাবে না আরো দাম কমতে পারে। আমাকে আপনাদের মতামত দিয়ে সাহায্য করবেন এখন ক্রয় করলে ক্ষতির সম্ভাবনা  হওয়ার সম্ভাবনা আছে কি
কিপটে মার্কেট টা কি? আর দাঁড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন ছাড়া এতো বড় বাক্যের কি অর্থ হইল বুজি না।
newbie
Activity: 112
Merit: 0
September 04, 2020, 10:27:56 AM
কিপটে মার্কেট এত ডাউনে আসার কারণ কি এখন কি ক্রিপ্টোকারেন্সি যে কোন ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন ইথেরিয়াম ডগি কয়েন ইথারিয়াম ক্লাসিক এগুলো কিনে ভালো হবে কিনা বলতে ইনভেস্ট ইনভেস্ট করা যাবে না আরো দাম কমতে পারে। আমাকে আপনাদের মতামত দিয়ে সাহায্য করবেন এখন ক্রয় করলে ক্ষতির সম্ভাবনা  হওয়ার সম্ভাবনা আছে কি
Jump to: