Author

Topic: বাংলা (Bengali) - page 427. (Read 5303229 times)

member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
September 04, 2020, 09:44:34 AM
২০৩০ সালে কি হতে পারে সেইটা ভাবি  Grin Grin Grin
কি হতে পারে?
২০৩০ তো দূরে থাক ৩০ মিনিট পর কি হবে সেটাই তো সঠিকভাবে বলা সম্ভব হয় না। সেখানে এতো বছর পর এটা তো অস্বাভাবিক। যাই হোক BTC এর সমসাময়িক গ্রোথ এবং ভ্যালু এর কথা বিবেচনায় রেখে কিছু জিনিস বলা যায়।
  • বিশ্বব্যাপি এটি দিন দিন আরো পরিচিত হবে ফলে এটির ব্যবহার যেমন বৃদ্ধি পাবে, তেমনি নতুন নতুন দেশ এটি বৈধতা দিবে সেটি আশা করা যায়।
  • দিন দিন মানুষ ক্যাশলেস সমাজের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে BTC একটি ভালো ভূমিকা রাখতে সক্ষম হবে।
যদি এই বিষয়গুলো ঘটে তাহলে BTC এর চাহিদা হবে আকাশচুম্বী।
এমন আরো অনেক কিছু আছে যা এখন সচরাচর হচ্ছে বা গোপনে BTC কে ব্যবহার করে হচ্ছে। সেগুলো ও বাড়বে হোক সেটা বৈধ কিংবা অবৈধ। অল্প কথায় বুঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন।
jr. member
Activity: 35
Merit: 3
September 04, 2020, 09:08:50 AM
২০৩০ সালে কি হতে পারে সেইটা ভাবি  Grin Grin Grin
কি হতে পারে?
jr. member
Activity: 40
Merit: 2
September 04, 2020, 08:38:08 AM
২০৩০ সালে কি দাম হতে পারে সেইটা ভাবি  Grin Grin Grin
jr. member
Activity: 40
Merit: 2
September 04, 2020, 08:30:07 AM
ধন্যাবাদ আসলে আমি এইটা খেয়াল করি নাই.২১মিলিয়ন বাংলাদেশে কত হয় সেইটাই লিখতে গেছিলাম.........শূন্য কম পড়ে গেছে Grin
legendary
Activity: 1526
Merit: 1026
SellDefi.com | Earn by selling files
September 04, 2020, 03:20:27 AM
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 02, 2020, 11:47:33 AM
ভাই,আপনার কাছে একটা অনুরোধ, আমার account এ red Trust আসছে। আমার ২০+ বান্টি জয়েন করা। দয়া করে একটা পোজেটিপ ট্রাস্ট দিবেন। আমার পোস্ট লিঙ্কঃ https://bitcointalksearch.org/topic/m.54878471

আপনাকে আমি ওই পোষ্টটিতে মেরিট দিয়েছিলাম , কারণ আপনার রিপ্লাই করা তথ্যটি সঠিক ছিল। কিন্তু আপনি মেরিট পেয়ে হয়তো অনেক আবেগী হয়ে গেছেন এবং অন্যের পোষ্ট কপি-পেষ্ট করা শুরু করছিলেন, যা ছিলো আপনার সবচেয়ে বড় ভুল। এছাড়াও ফোরামে একের অধিক একাউন্ট ব্যবহারের নিয়ম থাকলেও বাউন্টি/সিগনেচার ক্যাম্পেইনে দুর্নীতি করার কিংবা একের অধিক একাউন্ট দিয়ে একটিমাত্র ক্যাম্পেইনে যোগদানের কোনো নিয়ম নেই। আর এটা যদি কেউ করে, তাহলে সকল একাউন্ট ব্যান ইভেয়েশনের মাধ্যমে ব্যান করা হয়। অনেক লিগেন্ডারি একাউন্টকে এমন দুর্নীতি করার জন্য ব্যান করা হয়েছে। তাই আপনাকে এবং সকল ইউজারকে বার বার বলা হয়েছিল যে, ফোরামের নিয়ম এবং লোকাল ফোরামের নিয়মগুলো বার বার পড়ে দেখতে । আশা করি অন্যান্য নতুন মেম্বাররা এনার এসব কর্মকান্ড থেকে শিক্ষা নিবেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 02, 2020, 11:37:49 AM
২। অকেন সময় বেআইনি কাজে ব্যবহার করা হয়।

বিটকয়েন ডিপ+ডার্ক ওয়েব মার্কেটে বেশি ব্যবহার হয়, এজন্য অনেকে বলে যে এটি বেআইনি কাজে ব্যবহার হয়। তবে একটি উদাহরণ দিয়ে বলব যে, ধারালো হাতিয়ার/চাকু দিয়ে যেমন সবজি কাটা যায়, তেমনি মানুষকে আহত/নিহত করা যায় এবং সেটির ব্যবহার কে কেমন করে ব্যবহার করতেছে, তা উক্ত ব্যক্তির উপর নির্ভর করে।

৩। কোন সেবা না পেলে তার মূল্য আর ফেরত পাওয়া যায় না।

Huh ভাই বিস্তারিত বলেন, আমি লাইনটা অনেকবার পড়লাম এবং সকল দিক থেকে ভাবলাম কিন্তু কোন বিষয়টি উল্লেখ করতে চাইতেছেন, সেটি এখনো মাথায় আসলো না। এককথায় দ্বিধাদ্বন্দে আছি।

৪। বিটকয়েন ওয়ালেট নষ্ট হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না।

চরম মজা পাইলাম আরকি। ভাই সবসময় ওয়ালেটের সেটি হার্ডওয়ার হোক কিংবা সফটওয়্যার হোক, প্রাইভেট কি/ মেমোরিক ফ্রেজ যত্নসহকারে কোথায় লেখে রাখবেন। এতে ওয়ালেট নষ্ট হলেও আপনার কোনো সমস্যা হবে না। কারণ যতক্ষণ প্রাইভেট কি/ মেমোরিক ফ্রেজ আপনার কাছে থাকবে, আপনি যখন খুশি যেখান থেকে মন চায় ওয়ালেটে প্রবেশ করতে পারবেন।  Wink
jr. member
Activity: 40
Merit: 2
September 02, 2020, 06:00:49 AM
আমরা সবাই জানি বিটকয়েন কি কিন্তু আমরা অনেকে জানি বিটকয়েনের দাম কেন দিন দিন বৃদ্ধি পাচ্ছেন।যে বিটকয়েনের  দাম শুধুমাত্র ১-২ ডলার ।তার দাম আজ 11747.48 ডলার।দিন দিন এর দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু কেন?আমি এর ব্যাখা দিব আজ।

এক নাম্বার কারনঃবিটকয়েন মাত্র ২১মিলিয়ন তৈরি হবে।যখন ২১মিলিয়ন তৈরি হয়ে যাবে নতুন করে আর কোন তৈরি হবে নাহ। ২০১৭ সাল পর্যন্ত বিটকয়েন ১৬.৮ মিলিয়ন  তৈরি হয়ে গেছে অর্থ্যাৎ ৮০% মাইনিং বা মানুষের কাছে আছে।আমরা অর্থনীতিতে দেখতে পারি যে ,যখন কোন পণ্য সরবরাহ কম কিন্তু চাহিদা বেশি তখন পণ্য দাম বেশি হয়ে যাই।ঠিক একইকারনে বিটকয়েনর দাম বৃদ্ধি পাই।

দুই নাম্বার কারনঃ
খুব সহজে ক্রয়-বিক্রয় করা যায় মার্কেটপ্লেসে যেমনঃ binance.com।এই সকল মার্কেটপ্লসে ক্রেতা-বিক্রেতা খুব সহজে বিটকয়েন কেনা-বেচা করা যায় ঘরে বসেই।মার্কেটপ্লেস ব্লকচেইনের মত নেটওয়ার্ক ব্যাবহার করে যার জন্য এই ধরনের মার্কেটপ্লেস খুবই জনপ্রিয়।যা বিটকয়েন দামের উপর সরাসরি ভাবে প্রভাব ফেলে।

তিন নাম্বার কারনঃ প্রতিযোগী। ক্রিপ্টোকারেন্সি দুনিয়াতে শুধুমাত্র বিটকয়েন ছাড়াও ১০০০+ ক্রিপ্টোকারেন্সি আছে।যেমনঃ লাইটকয়েন ,ডগিকয়েন ইত্যাদি প্রতিযোগিতার উপস্থিতি বিনিয়োগের মূল্যকে ধরে রাখে।ধরুন যদি ইউরো, ইয়েন বা পাউন্ডের মতো শক্তিশালী মুর্দ্রা না থাকলে মার্কিন ডলারের মান অনেক বেশি  হত।

চার নাম্বার কারনঃ
কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র প্রশাসন নিয়ন্ত্রন করে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট নেটওয়ার্ক একজন নিয়ন্ত্রন  করে নাহ।যার জন্য লেনদেন করতে বেশি সমস্যা হয় নাহ।এছাড়া বিটকয়েন মাইন সফ্টওয়্যারটি  প্রতি সেকেন্ডে প্রায় 3 টি লেনদেন প্রক্রিয়া করতে সক্ষম, যার জনপ্রিয়তা বৃদ্ধি  পাচ্ছে।এখনও বিটকয়েন লেনদেনের সংখ্যা বাড়ানোর উপায়গুলি বের করার চেষ্টা করছে। বিটকয়েন লেনদেনের সংখ্যা বাড়ানোর জন্য অন্য ক্রিপ্টোকারেন্সিতে পরিণত করে যেমনঃ বিটকয়েন ক্যাশ,বিটকয়েন গ্লোড।যখন নতুন মুদ্রা আসে বিনিয়োগকারীরা মাঝে মাঝে সিদ্ধান্ত নেন যে নতুন মুদ্রা ততটা মূল্যবান নয়, যার কারনে আবার বিটকয়েন এর উপর বিনিয়োগ করে।

ধন্যবাদ সবাইকে
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
September 02, 2020, 02:20:08 AM
আমাই কেউ ১ টা মেরিড দিতে পারবেন।?

এভাবে খুজলে কেউই আপনাকে মেরিট দিবেনা উল্টা আপনার আইডির ক্ষতি হতে পারে। আর এছাড়া আপনি যেই পোস্টগুলো করেছেন সবগুলো গুগোল থেকে নিয়েছেন যা প্ল্যাগারিজম এর আন্ডারে পরে। এসব পোস্ট করে মেরিট পাওয়ার আশা না করাই ভালো।
ভালো তথ্যবহুল পোস্টকরুন যে গুলো আলোচনাকরা যাবে। আপনি যা পোস্টকরেছেন এগুলো যে কেউ গুগল করেই পেয়ে যাবে + এখানে আলোচনার সুযোগ নেই।       
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
September 02, 2020, 12:39:19 AM

ভাই,
আপনার কাছে একটা অনুরোধ, আমার account এ red Trust আসছে। আমার ২০+ বান্টি জয়েন করা। দয়া করে একটা পোজেটিপ ট্রাস্ট দিবেন। আমার পোস্ট লিঙ্কঃ https://bitcointalksearch.org/topic/m.54878471


আমি আপনাকে  পজেটিভ ট্রাস্ট দিতে পারবোনা।  কারন আপনার সাথে আমার কোনো ট্রাঞ্জেকশন হয় নাই, অতীতে কোনো ডিল হয় নাই। আর চাইলেই কাউকে পজিটিভট্রাস্ট দেওয়া যায় না। তাই এগুলো ২য় বার আর না বলার অনুরোধ রইল।

আর আপনি রেড ট্রাস্ট খাবেনই। কারন আপনি ২-৩টা আইডি দিয়ে একসাথে বাউন্টি করতেছেন। যেটা ফোরামে নিষেধ করা আছে। তারপরেও আপনারা বেশিরভাগ ফোরামে জয়েন করার পর যখন দেখেন যে কাজ করা সোজা, তখন একেকজন ৩-৫টা আইডি খুলে কাজ শুরু করে দেন। কেন ভাই ১আইডি দিয়ে কি ইনকাম হয় না আপনাদের? এত লোভী কেন আপনারা। এই জন্যই অতি লোভে তাতি নষ্ট। কয়েকদিন পর সব আইডি রেড খেয়ে বসে থাকে।   
jr. member
Activity: 35
Merit: 3
September 01, 2020, 06:58:11 AM
আমার account এ red trust আসছে। এটা remove করবো কিভাবে। দয়া করে সাহায্যে করুন।

এই রেডট্রাস্ট আপনি রিমুভ করতে পারবেন না। এই ফোরামে একই সাথে ২আইডি দিয়ে বাউন্টি জয়েন করা নিষেধ। কিন্তু আপনি এই অপরাধ করেছেন এবং ধরাও খেয়েছেন। তাই বাউন্টি ম্যানেজার আপনাকে রেডট্রাস্ট দিয়েছে। এখন যদি ঐ ব্যাক্তি নিজের থেকে রিমুভ না করে তাহলে কেউই এই র‍্যাড ট্যাগ রিমুভ করতে পারবেনা।

Red trust কি? আমি উনার profile এ কোনো red trust দেখতে পাই না কেন? আমায় red trust দিলে কি করে বুঝা যাবে?
jr. member
Activity: 252
Merit: 4
September 01, 2020, 04:39:13 AM
আমার account এ red trust আসছে। এটা remove করবো কিভাবে। দয়া করে সাহায্যে করুন।

এই রেডট্রাস্ট আপনি রিমুভ করতে পারবেন না। এই ফোরামে একই সাথে ২আইডি দিয়ে বাউন্টি জয়েন করা নিষেধ। কিন্তু আপনি এই অপরাধ করেছেন এবং ধরাও খেয়েছেন। তাই বাউন্টি ম্যানেজার আপনাকে রেডট্রাস্ট দিয়েছে। এখন যদি ঐ ব্যাক্তি নিজের থেকে রিমুভ না করে তাহলে কেউই এই র‍্যাড ট্যাগ রিমুভ করতে পারবেনা।
ভাই,
আপনার কাছে একটা অনুরোধ, আমার account এ red Trust আসছে। আমার ২০+ বান্টি জয়েন করা। দয়া করে একটা পোজেটিপ ট্রাস্ট দিবেন। আমার পোস্ট লিঙ্কঃ https://bitcointalksearch.org/topic/m.54878471
jr. member
Activity: 266
Merit: 1
September 01, 2020, 04:13:26 AM
আমার ম্যানেজ করা বাউন্টিতে সবাইকে জয়েন করার জন্য আমন্ত্রণরইল।  আশা করি সবাই জয়েন করবেন। প্রজেক্ট ভালো এবং ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দিতে পারব।      
বাউন্টি লিনকঃ https://bitcointalksearch.org/topic/bountydegofinance-defi-with-sustainability-100000-dego-tokenclosed-5272474
টোটাল কতো ডলারের কাজ বুঝতে পারি নাই,
দয়া করে একটু সহযোগিতা করেন।        

১০০,০০০ ডেগো টোকেন দেওয়া হবে বাউন্টিতে। এই টোকেন uniswap এক্সেঞ্জার এ লিস্ট হবে। এর লিস্টিং প্রাইস হবে ০.৩$.
সেই হিসেবে টোটাল বাউন্টি বাজেট হল ৩০,০০০$। আশা করি বুঝতে পেরেছেন৷
জি ভাই বুঝতে পেরেছি।

আমি একটা সমস্যা ফেস করছি-
আমার বিটকয়েনটলক ইউজারনেম Rafiqul123,
অনেকের বিটকয়েনটলক ইউজারনেম Rafiqul,
এখন আমার সমস্যা হচ্ছে আমি না কি একাই একাধিক একাউন্ট চালু করেছি!
এ কথা বলে Gotem bounty আমাকে রিজেক্ট করেছে,
অথচ আমার একটাই একাউন্ট,
এখন আমার করনীয় কি?
আশা করি আপনার সহযোগিতা পাব।
ধন্যবাদ।।        
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
September 01, 2020, 03:04:47 AM
আমার account এ red trust আসছে। এটা remove করবো কিভাবে। দয়া করে সাহায্যে করুন।

এই রেডট্রাস্ট আপনি রিমুভ করতে পারবেন না। এই ফোরামে একই সাথে ২আইডি দিয়ে বাউন্টি জয়েন করা নিষেধ। কিন্তু আপনি এই অপরাধ করেছেন এবং ধরাও খেয়েছেন। তাই বাউন্টি ম্যানেজার আপনাকে রেডট্রাস্ট দিয়েছে। এখন যদি ঐ ব্যাক্তি নিজের থেকে রিমুভ না করে তাহলে কেউই এই র‍্যাড ট্যাগ রিমুভ করতে পারবেনা।
jr. member
Activity: 63
Merit: 1
September 01, 2020, 02:14:40 AM
আমার account এ red trust আসছে। এটা remove করবো কিভাবে। দয়া করে সাহায্যে করুন।
jr. member
Activity: 40
Merit: 2
August 31, 2020, 10:03:17 AM
ক্রিপ্টোকারেন্সি এমন একটি দুনিয়া যেখানে ভার্চুয়াল ভাবে অনেক অর্থ লেনদেন হয় এইখানে সরকারের কোন বাধা নিষেধ নেই। যদি কেউ আপনার একাউন্ট হ্যাক বা একাউন্ট হতে কেউ টাকা চুরি করে আপনি কোথাও অভিযোগ করতে পারবেন নাহ কারন ক্রিপ্টোকারেন্সি আমাদের দেশে নিষদ্ধ।এই কারনগুলি জন্য স্ক্যামার ক্রিপ্টোকারেন্সি  মাধ্যমে আপনার টাকা বা বিটকয়েন চুরি করে।

এই সব হ্যাক বা চুরি হওয়া থেকে আমাদের অনেকগুলি পদক্ষেপ নিতে হবে।যার অন্যতম পদক্ষেপ হচ্ছে পাসওয়ার্ড।আমাদের এমন পাসওয়ার্ড দিতে হবে যা আমাদের একাউন্টকে সুরক্ষিত করে।আজ আমি আলোচনা করব একটি একাউন্টের পাসওয়ার্ড কেমন হওয়া উচিত বা কেমন হওয়া উচিত নয়?

প্রথমে দেখা যাক পাসওয়ার্ড কেমন হওয়া উচিত নয়ঃ

খুব সহজ বা কমন পাসওয়ার্ড ব্যাবহার করবেন নাহ।
যেমনঃ
  • abcdef
  • 1234567
  • 7654321
 

নিজের কোন তথ্য দিয়ে পাসওয়ার্ড বানাবেন নাহ।
যেমনঃ
  • আপনার নাম
  • জন্মতারিখ
  • জন্মস্থান

কারন আপনার ফেসবুক,ই-মেইল ইত্যাদিতে আপনার নিজের দেওয়া তথ্য যে কেউ দেখতে পারে।

এতক্ষণ ধারনা দিলাম কেমন পাসওয়ার্ড হওয়া উচিত নয়।এখন ধারনা দিব কেমন পাসওয়ার্ড হওয়া উচিত।

আপনার পাসওয়ার্ড কমপক্ষে ৮টা শব্দ দিয়ে বানাতে হবে

  • ছোট-বড় শব্দ মিলিয়ে করতে হবে যেমন : AxmaN
  • অব্যশই সংখ্যা দিতে হবে
  • সেস্পাল ক্যারেক্টার দিতে হবে যেমনঃ !,#,$

বাক্য মাধ্যমে পাসওয়ার্ড করতে পারেন অর্থ্যাৎ একটি বাক্য যতগুলি শব্দ থাকবে সেই শব্দের প্রথম দুটি বর্ন ব্যাবহার করবেন।


যেমনঃ I was Playing football in afternoon at 5:15 Pm

এখন আপনার পাসওয়ার্ড এইরকম হবে

Iwaplfooinafat5:pm



এছাড়াও আপনি উন্ডোজ ডিফেন্ডার বা এন্টিভাইরাস ব্যাবহার করবেন। ভাইরাসের মাধ্যমে হ্যাকার আপনার সকল তথ্য চুরি করে নিতে পারে।আপনি গুগলে password generator লিখে সার্চ দিলে অনেক ওয়েবসাইট পাবেন তাদের মাধ্যমে একটা শক্তিশালি পাসওয়ার্ড বানিয়ে নিতে পারেন।

full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
August 31, 2020, 09:48:25 AM
আমার ম্যানেজ করা বাউন্টিতে সবাইকে জয়েন করার জন্য আমন্ত্রণরইল।  আশা করি সবাই জয়েন করবেন। প্রজেক্ট ভালো এবং ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দিতে পারব।      
বাউন্টি লিনকঃ https://bitcointalksearch.org/topic/bountydegofinance-defi-with-sustainability-100000-dego-tokenclosed-5272474
টোটাল কতো ডলারের কাজ বুঝতে পারি নাই,
দয়া করে একটু সহযোগিতা করেন।         

১০০,০০০ ডেগো টোকেন দেওয়া হবে বাউন্টিতে। এই টোকেন uniswap এক্সেঞ্জার এ লিস্ট হবে। এর লিস্টিং প্রাইস হবে ০.৩$.
সেই হিসেবে টোটাল বাউন্টি বাজেট হল ৩০,০০০$। আশা করি বুঝতে পেরেছেন৷
jr. member
Activity: 266
Merit: 1
August 31, 2020, 04:55:11 AM
আমার ম্যানেজ করা বাউন্টিতে সবাইকে জয়েন করার জন্য আমন্ত্রণরইল।  আশা করি সবাই জয়েন করবেন। প্রজেক্ট ভালো এবং ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দিতে পারব।      
বাউন্টি লিনকঃ https://bitcointalksearch.org/topic/bountydegofinance-defi-with-sustainability-100000-dego-tokenclosed-5272474
টোটাল কতো ডলারের কাজ বুঝতে পারি নাই,
দয়া করে একটু সহযোগিতা করেন।         
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
August 31, 2020, 01:21:04 AM
আমার ম্যানেজ করা বাউন্টিতে সবাইকে জয়েন করার জন্য আমন্ত্রণরইল।  আশা করি সবাই জয়েন করবেন। প্রজেক্ট ভালো এবং ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দিতে পারব।      
বাউন্টি লিনকঃ https://bitcointalksearch.org/topic/bountydegofinance-defi-with-sustainability-100000-dego-tokenclosed-5272474
member
Activity: 86
Merit: 27
August 30, 2020, 01:14:33 PM
Bitcoin কিনবে বেছলে যোগাযোগ করতে পারেন
সাবধান। Bitcointalk scammer এ ভইরা গ্যাছে। এখানে কেনাবেচা কইরেন না। Established peer to peer escrow platform ব্যবহার করেন।

কেননের লাইগা এই link গুলা দ্যাখেন...
১. https://localbitcoins.com/buy-bitcoins-online/bdt/
২. https://localcryptos.com/Bitcoin/Bangladesh/Buy

বেচনের লাইগা এই link গুলা দ্যাখেন...
১. https://localbitcoins.com/sell-bitcoins-online/bdt/
২. https://localcryptos.com/Bitcoin/Bangladesh/Sell

Jump to: