ক্রিপ্টোকারেন্সি এমন একটি দুনিয়া যেখানে ভার্চুয়াল ভাবে অনেক অর্থ লেনদেন হয় এইখানে সরকারের কোন বাধা নিষেধ নেই। যদি কেউ আপনার একাউন্ট হ্যাক বা একাউন্ট হতে কেউ টাকা চুরি করে আপনি কোথাও অভিযোগ করতে পারবেন নাহ কারন ক্রিপ্টোকারেন্সি আমাদের দেশে নিষদ্ধ।এই কারনগুলি জন্য স্ক্যামার ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে আপনার টাকা বা বিটকয়েন চুরি করে।
এই সব হ্যাক বা চুরি হওয়া থেকে আমাদের অনেকগুলি পদক্ষেপ নিতে হবে।যার অন্যতম পদক্ষেপ হচ্ছে পাসওয়ার্ড।আমাদের এমন পাসওয়ার্ড দিতে হবে যা আমাদের একাউন্টকে সুরক্ষিত করে।আজ আমি আলোচনা করব একটি একাউন্টের পাসওয়ার্ড কেমন হওয়া উচিত বা কেমন হওয়া উচিত নয়?
প্রথমে দেখা যাক পাসওয়ার্ড কেমন হওয়া উচিত নয়ঃ
খুব সহজ বা কমন পাসওয়ার্ড ব্যাবহার করবেন নাহ।
যেমনঃ
নিজের কোন তথ্য দিয়ে পাসওয়ার্ড বানাবেন নাহ।
যেমনঃ
- আপনার নাম
- জন্মতারিখ
- জন্মস্থান
কারন আপনার ফেসবুক,ই-মেইল ইত্যাদিতে আপনার নিজের দেওয়া তথ্য যে কেউ দেখতে পারে।
এতক্ষণ ধারনা দিলাম কেমন পাসওয়ার্ড হওয়া উচিত নয়।এখন ধারনা দিব কেমন পাসওয়ার্ড হওয়া উচিত।
আপনার পাসওয়ার্ড কমপক্ষে ৮টা শব্দ দিয়ে বানাতে হবে
- ছোট-বড় শব্দ মিলিয়ে করতে হবে যেমন : AxmaN
- অব্যশই সংখ্যা দিতে হবে
- সেস্পাল ক্যারেক্টার দিতে হবে যেমনঃ !,#,$
বাক্য মাধ্যমে পাসওয়ার্ড করতে পারেন অর্থ্যাৎ একটি বাক্য যতগুলি শব্দ থাকবে সেই শব্দের প্রথম দুটি বর্ন ব্যাবহার করবেন।
যেমনঃ
I was
Playing
football
in afternoon
at 5:15
Pmএখন আপনার পাসওয়ার্ড এইরকম হবে
Iwaplfooinafat5:pm
এছাড়াও আপনি উন্ডোজ ডিফেন্ডার বা এন্টিভাইরাস ব্যাবহার করবেন। ভাইরাসের মাধ্যমে হ্যাকার আপনার সকল তথ্য চুরি করে নিতে পারে।আপনি গুগলে
password generator লিখে সার্চ দিলে অনেক ওয়েবসাইট পাবেন তাদের মাধ্যমে একটা শক্তিশালি পাসওয়ার্ড বানিয়ে নিতে পারেন।