Author

Topic: বাংলা (Bengali) - page 427. (Read 5719654 times)

jr. member
Activity: 84
Merit: 1
October 11, 2020, 11:37:10 AM
বাংলাদেশ সাব ফোরামের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা।
আমরা যারা নতুন আছি তারা অনেকেই চিন্তা করে থাকেন কিভাবে এই Bitcointalk ফোরাম থেকে Earn করা যায়?
আজকে আমি আপনাদের এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো।
এই Bitcointalk ফোরাম থেকে অনেক ভাবেই Earn করা যায়।
সেগুলোর মধ্যে আমি আজকে Bounties থেকে কিভাবে Earn করবেন সেটা জানাবো।

এখান থেকে ২ ভাবে Earn যায়।
একটা হলো বিভিন্ন Bounty তে ইনভেস্ট করা। ইনভেস্ট এর মাধ্যমে প্রচুর Earn করা যায়।  আবার রিস্কও আছে প্রচুর।
সেজন্য ইনভেস্ট করার আগে প্রচুর  Research করে নিবেন। প্রাথমিক ভাবে অল্প কিছু টাকা ইনভেস্ট করবেন। আস্তে আস্তে যখন বুঝে যাবেন তখন নিজের ইচ্ছে মতো ইনভেস্ট করতে পারবেন।

আরেকটি হলো Bounty তে বিভিন্ন campaign থাকে যেমন ফেসবুক campaign টুইটার campaign আরও অনেক campaign পাবেন। সেগুলো তে join হয়ে ওই Bounty কে prompt করতে হবে। Bounty টি success হলে নির্দিষ্ট বাজেট অনুযায়ী আপনি token পাবেন।
আর success না হলে আপনি৷ কোন token পাবেন না। এতে শুধু আপনার সময় টুকুই নষ্ট হবেন। সেজন্য Bounty তে  join হওয়ার আগে Research করে নিবেন।

Bounties sector: https://bitcointalk.org/index.php?board=238.0

Bounties rules:
1. https://bitcointalksearch.org/topic/incentivizing-posting-via-low-effort-tasks-likes-follows-etc-is-not-allowed-3953664
2. https://bitcointalksearch.org/topic/users-posting-joined-type-posts-when-not-required-or-allowed-will-be-banned-2284371
3. https://bitcointalksearch.org/topic/incentivising-posting-within-one-or-more-threads-is-not-allowed-2103690
4. https://bitcointalksearch.org/topic/giveaway-threads-are-not-allowed-2103687
5. https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-2103594

Bounties তে কাজ করার আগে অবশ্যই rules গুলো ভালো ভাবে পরে নিবেন।
কারোর কোন প্রশ্ন থাকলে Quote পারেন।
Happy Earning Happy Life.
newbie
Activity: 3
Merit: 0
October 11, 2020, 09:00:45 AM
ভাই আমিও Bitcointalk এ নতুন। আমি কিছু দিন আগে ক্রিপটোকারেন্সি সর্ম্পকে জানতে পেরেছি। আমি ক্রিপটোকারেন্সি সর্ম্পকে জানতে খুবই আগ্রহী। আশা করি সবার সহযোগিতা পাবো।
member
Activity: 86
Merit: 21
October 11, 2020, 08:52:07 AM
Bitcointalk এ পোস্ট করার জন্য কি কি tools ব্যবহার করা হয়। এই tools গুলোর গুরু A to Z জানতে চাই। বিশেষ করে quote করার বিষয় টা।

Bitcointalk এ পোস্ট করার জন্য সাধারণত কোনো টুলস ব্যাবহার করা হয়না তবে কপিপেস্ট বা প্যালগোরাইজ চেক করার জন্যে বিভিন্ন তুলস বা ওয়েবসাইট ব্যাবহার করা হয়ে থাকে যারা ডেভলপ করতে পারে তারা নিজেরে তৈরি করা মাধ্যম দিয়ে চেক করে আবার অনেকেই অনেক ওয়েবসাইট এর সাহায্য নিয়ে থাকে, নিচে দেয়া হলঃ-

১। PARAPHRASING TOOL
২। GRAMMAR CHECK
৩। PLAGIARISM CHECKER
৪। IMAGE TO TEXT CONVERTER
৫। SPELL CHECK
৬। WORD COUNTER

আরো কিছু সাইট বা টুলস আছে যা ব্যাবহার করে থা্কে অনেকেই, তবে মনে রাখা জরুরী যে অটোমেটিক পোস্টিং বা এই ধরনের কোনো টুলস ব্যাবহার করা সমর্থন করেনা বিটকয়েনটক ফরাম, তাই সবকিছু নিয়ম মেনে আমাদের কাজ করতে হবে ও সরর্ক থাকতে হবে।
jr. member
Activity: 86
Merit: 2
October 11, 2020, 07:08:12 AM
বিটকয়েনটলকের একাউন্টটি কিভাবে ব্যাবহার করলে আমার একাউন্টটি নিরাপদ থাকবে?
আমি নতুন।
তাই সবার সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ সবাইকে।
member
Activity: 99
Merit: 10
October 11, 2020, 05:29:41 AM
আমি আজ বিটকয়েনটলক একাউন্ট খুললাম আশা করি আপনাদের সবার সহযোগিতা পাবো।
ধন্যবাদ।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 11, 2020, 01:24:32 AM
Bitcointalk এ পোস্ট করার জন্য কি কি tools ব্যবহার করা হয়।
কোন টুলসের কথা বলতেছেন ভাই? আমার ওইরকম কিছু জানা নেই।
member
Activity: 88
Merit: 11
October 10, 2020, 11:19:06 PM
Bitcointalk এ পোস্ট করার জন্য কি কি tools ব্যবহার করা হয়। এই tools গুলোর গুরু A to Z জানতে চাই। বিশেষ করে quote করার বিষয় টা।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 10, 2020, 10:07:15 PM
আমার একটা প্রশ্ন ছিল সিগনেচার বাউনটি নিয়ে। আসলে সিগনেচার বাউনটি কিভাবে করতে হয়। আমার জানার আগ্রহ সিগনেচার প্র্যাকটিস করার জন্য জুনিয়ার মেম্বার হওয়া প্রয়োজন আমি জানি। তবে আমি জুনিয়ার যদি হতে পারি কখনো তাহলে কি  কিভাবে সিগনেচার বাউনটি  করতে হয় ।করার নিয়ম কেউ যদি জানাতেন তাহলে খুব উপকার হত
বাউন্টি থ্রেডে সবকিছুর তো উল্লেখ থাকে। আপনি যে ক্যামপেইন করবেন তাদের সিগনেচার আপনার সিগনেচার এর জায়গায় র‍্যাংক অনুযায়ী এড করবেন এবং তাদের বাউন্টি থ্রেডে এপ্লাই করবেন। বেশিরভাগ বাউন্টিতে সবাইকে একচেপ্ট করে। তবে কিছু আছে তারা একচেপ্ট নাও করতে পারে। তাই বাউন্টি স্প্রেডশিট দেখে নেবেন একচেপ্ট হইছেন কিনা। হইলে ওদের নিয়ম অনুযায়ী সপ্তাহে যে কয়টা পোস্ট করতে বলা হবে সেগুলো করলেই হবে। আর কোন কাজ নেই।
member
Activity: 88
Merit: 11
October 10, 2020, 10:07:04 PM
অন-চেইন ডেটা থেকে জানা গেছে ইথেরিয়াম মাইনাররা ডাইফাই ক্রেজ চলাকালীন সময় থেকে বর্তমানে 39% ফি বৃদ্ধি পেয়েছে। আরো অন-চেইন তথ্য অনুসারে জানা যায় ইথার (ইটিএইচ) মাইন উপার্জনটি সেপ্টেম্বর মাসে আকাশচুম্বী হয়েছিল। এই সময়ে ইথারের দাম উল্লেখযোগ্যভাবে বাড়েনি, তবে ইথেরিয়াম নেটওয়ার্কের মাইনারদের বেশি ফিস প্রদান করার কারণে এতোটা বৃদ্ধি পেয়েছে। মাইনারদের 450,089 ইটিএইচ ফি নিয়েছিল ($ 168.7 মিলিয়ন) এবং এটি গত মাসে তুলনায় 39% বৃদ্ধি উপস্থাপন করা হয়, যেখানে মাইনাররা 113 মিলিয়ন ডলার ফি পেয়েছে। একই সময়কালে, ফি থেকে বিটকয়েন মাইনারদের উপার্জন কেবল তুলনামূলকভাবে হ্রাস পেয়েছে। বিটিসি মাইনাররা সেপ্টেম্বরে ২$ মিলিয়ন ডলার পেয়েছে, যা আগস্টে আয় $ 39 মিলিয়ন ডলার তুলনায় 50% হ্রাস পেয়েছে। ক্রিপ্টো মাইনিং পুল F2Pool এর তথ্য অনুসারে, বিটকয়েনের মায়িনের চেয়ে এখন ইথারটি মাইন তুলনামুলক এখন তিনগুণ বেশি লাভজনক।
newbie
Activity: 112
Merit: 0
October 10, 2020, 08:40:56 PM
আমার একটা প্রশ্ন ছিল সিগনেচার বাউনটি নিয়ে। আসলে সিগনেচার বাউনটি কিভাবে করতে হয়। আমার জানার আগ্রহ সিগনেচার প্র্যাকটিস করার জন্য জুনিয়ার মেম্বার হওয়া প্রয়োজন আমি জানি। তবে আমি জুনিয়ার যদি হতে পারি কখনো তাহলে কি  কিভাবে সিগনেচার বাউনটি  করতে হয় ।করার নিয়ম কেউ যদি জানাতেন তাহলে খুব উপকার হত
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
October 10, 2020, 03:35:28 PM
ছবি দেখার সুবিধার্থে কুয়োট করে দিলাম
ট্রাস্ট ওয়ালেটের মধ্যামে কিভাবে Uniswap এক্সচেঞ্জ ব্যাবহার করতে হবে

ধাপ ১ ঃ আপনাকে Play Store থেকে  ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করতে হবে।
ট্রাস্ট ওয়ালেট : https://play.google.com/store/apps/details?id=com.wallet.crypto.trustapp



ধাপ ২ ঃ আগের যদি আাপনার ERC- 20 ওয়ালেট তৈরি করা থাকে তাহলে Private Key দিয়ে কানেক্ট করুন অথবা নতুন ERC-20 ওয়ালেট তৈরি করুন



ধাপ ৩ ঃ নিচের ছবিতে দেখানো ধাপ গুলো অনুযায়ী পরবর্তী কাজ করুণ


ধাপ ৪ ঃ নিউ ডি-অ্যাপ এ ক্লিক করুন



ধাপ ৫ ঃ Uniswap এক্সচেঞ্জ এ ক্লিক করুন



ধাপ ৬ ঃ Connect লেখাই ক্লিক করে আাপনার ওয়ালেট  Connect



ধাপ ৭ ঃ এখন Uniswap এক্সচেঞ্জে তালিকাভুক্ত সব টোকেন বাই সেল করতে পারবেন

আশা করি সবাই এখন ট্রাস্ট ওয়ালেটের মধ্যামে Uniswap এক্সচেঞ্জ ব্যাবহার করতে পারবেন।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
October 10, 2020, 03:34:30 PM

মেরিট সর্ম্পকে আর পোস্ট দেখতে ভালো লাগে না। মেরিট ছাড়া ও এখানে ভালো কিছু করা যায়। বানটিতে জয়েন করতে মেরিট লাগে না। সিগনেছার কেম্পেইন করতে শুধু মেরিট লাগে। আপনি আর্টিকেল লিখতে পারেন। আর্টিকেল লিখেও বান্টিতে ভালো মুনাফা আসে। আর্টিকেল লিখতে আপনার ফোরামে মেরিট লাগবে না। আপনি যদি ভালো কিছু জানেন তা শেয়ার করুন। এই ফোরামে উদ্দেশ্য হলো আপনি শিখুন এবং অন্যদের শেখান।

আপনি আসলেই সঠিক কথা বলেছেন। আমাদের এই বাংলা থ্রেডে অলরেডি মেরিট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এখানে প্রথম পোস্টে ঐ আলোচনার লিনক দেওয়া আছে। তারপর ও পাব্লিক মেরিট নিয়ে এই একই পোস্ট বার বার করে।
jr. member
Activity: 787
Merit: 1
Bounty & Airdrops https://t.me/CryptoReview
October 10, 2020, 02:09:37 PM
এয়ারড্রপ এবং বাউন্টি শিকারীদের আমার পরামর্শ:
1. আগত প্রতিটি এয়ারড্রপ এবং বাউন্টিতে অংশ নিতে ছুটে যাবেন না।
২. কেবলমাত্র বিশ্বস্ত এয়ারড্রপ এবং বাউন্টি পরিচালকদের অনুসরণ করুন।
৩. কোনও প্রকল্পের জন্য ডায়ইওআর এবং বিএম-তে নির্ভর করবেন না। তাদের বেশিরভাগ প্রকল্প দলের সাথে চুক্তি করার আগে একটি প্রকল্প নিয়ে গবেষণাও করে না।
প্রত্যেককে আপনার নথিগুলি সরবরাহ করবেন না, এমন অনেক স্ক্যামার রয়েছে যা কেবল পাসপোর্ট: NID: এবং অন্যান্য ব্যক্তিগত নথি সংগ্রহ করতে চায় । আপনার সর্বদা নিজস্ব গবেষণা করা উচিত, অথবা অন্যথায় আপনি আপনাকে অবিশ্বস্ত ব্যক্তিদের ব্যক্তিগত কাগজপত্র প্রেরণ করতে পারেন, এটি এটি কিছু জালিয়াতির জন্য ব্যবহার করতে পারে।
সবাইকে ধন্যবাদ
newbie
Activity: 1
Merit: 0
October 10, 2020, 01:48:43 PM
ইথিরিয়াম ২.০ চালু হয়েছে শুনলাম কিন্তু তবুও ট্রানজেশন ফি অনেক অনেক বেশি।
এর কারনটা কি কেউ দয়া করে একটু জানাবেন।
খুব উপকার হবে।
ধন্যবাদ।।
কে বলছে ২.০ চালু হয়েছে। আপনি ভুল জানছেন। ETH 2.0 কাজ চলছে। আর ট্রানজেশন ফিস এর কথা বলছেন ২.০ চালু হলেই গ্যাস ফিস আগের মত কমে যাবে না। যতই দিন যাচ্ছে ততই কিপ্টোকারেন্সি সর্ম্পকে মানুষ জানতে পারছে। এবং কিপ্টোকারেন্সির চাহিদা ও বারছে। তাই ট্রানজেশন ফিস যত তা কমার আশা করছেন ততটা ও কমবে না।

এই বছরের শেষ অথবা ২০২১ সালের শুরুর  দিকে ETH 2.0 (ইথারিয়াম ২.০) আপডেট হবার একটা অনেক বড় সম্ভাবনা রয়েছে যেটা সঠিক ভাবে এখনো কেউ বলতে পারছেনা শুধুমাত্র ধারনা করে বলছে সাবাই, এখনো ইথারিয়াম ২.০ নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে যে আসলেও প্রধানত কি ধরনের আপডেট আসবে এটা নিয়ে, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে যে  মাইনিং এবং ট্রান্সেকশন এর গতি বৃদ্ধি পাবে ইথারিয়াম ২.০ আপডেট এর মাধমে, আর ইথারিয়াম এর ফি বৃদ্ধি পাবার মুল কারণ হচ্ছে সকল মার্কেটের অস্থিতিশিল অবস্থানের কারনেই মুলত ফি বৃদ্ধি পেয়েছে।
member
Activity: 88
Merit: 11
October 10, 2020, 01:46:06 PM
বাংলাদেশে বিটকয়েন চালু হলে হয়তো বেকারত্ব কিছু সমস্যা সমাধান করা জেতে পারে। তাই আমি মনে কি বাংলাদেশে বিটকয়েন চালু হওয়া খুব খুব দরকার।আশাকরি আপনাদের মতামত প্রকাশ করবেন।
আপনার ধারনাটা অধিকাংশ ভূল। বাংলাদেশে বিটকয়েন চালু হলে বেকারত্ব কিছু সমস্যা সমাধান হবে না বরং বাংলাদেশে বিটকয়েন চালু হলে বেকারত্ব সমস্যা বাড়বে। বাংলাদেশ একটি উন্নয়শীল দেশ। বাংলাদেশর টেকনোলজি এখনো উন্নত নয়। বিটকয়েন বা কিপ্টোকারেন্সিতে স্কেমারের অভাব নেই। বাংলাদেশে বিটকয়েন চালু হলে অনেকই তাদের মূলধন বিনিয়োগ করত। এবং স্কেমারের চক্ররে পরে তাদের মূলধন নিষেশ হয়ে যেত। বিটকয়েন বা কিপ্টোকারেন্সি কখনো স্থির থাকে না এটি সবসময় উঠা নামা করে। তাই মূলধন বিনিয়োগ করা খুবই কঠিন।
member
Activity: 88
Merit: 11
October 10, 2020, 12:55:30 PM
ইথিরিয়াম ২.০ চালু হয়েছে শুনলাম কিন্তু তবুও ট্রানজেশন ফি অনেক অনেক বেশি।
এর কারনটা কি কেউ দয়া করে একটু জানাবেন।
খুব উপকার হবে।
ধন্যবাদ।।
কে বলছে ২.০ চালু হয়েছে। আপনি ভুল জানছেন। ETH 2.0 কাজ চলছে। আর ট্রানজেশন ফিস এর কথা বলছেন ২.০ চালু হলেই গ্যাস ফিস আগের মত কমে যাবে না। যতই দিন যাচ্ছে ততই কিপ্টোকারেন্সি সর্ম্পকে মানুষ জানতে পারছে। এবং কিপ্টোকারেন্সির চাহিদা ও বারছে। তাই ট্রানজেশন ফিস যত তা কমার আশা করছেন ততটা ও কমবে না।
member
Activity: 88
Merit: 11
October 10, 2020, 11:39:31 AM
মেরিট মেরিট মেরিট

এই Bitcointalk ফোরামের অনুসারে মেরিট নিয়ে অনেক ধরনের মতবাত রয়েছে, কিন্তু সিনিয়র ভাইদের পোস্ট গুলো ভালো ভাবে পরলে বুঝা যায় মেরিট চেয়ে পাওয়া জায় না, এখানে অনেক পরিশ্রম করতে হয় এবং খুব মান সমমত পোস্ট করতে পারলেই মেরিট পেতে পারেন, মেরিট সম্পর্কে সিনিয়র ভাইয়ের পোস্ট  লিংক চাইলে দেখে নিতে পারেন
https://bitcointalksearch.org/topic/m.53602200
মেরিট সর্ম্পকে আর পোস্ট দেখতে ভালো লাগে না। মেরিট ছাড়া ও এখানে ভালো কিছু করা যায়। বানটিতে জয়েন করতে মেরিট লাগে না। সিগনেছার কেম্পেইন করতে শুধু মেরিট লাগে। আপনি আর্টিকেল লিখতে পারেন। আর্টিকেল লিখেও বান্টিতে ভালো মুনাফা আসে। আর্টিকেল লিখতে আপনার ফোরামে মেরিট লাগবে না। আপনি যদি ভালো কিছু জানেন তা শেয়ার করুন। এই ফোরামে উদ্দেশ্য হলো আপনি শিখুন এবং অন্যদের শেখান।
newbie
Activity: 30
Merit: 0
October 10, 2020, 11:33:01 AM
বাংলাদেশে বিটকয়েন চালু হলে হয়তো বেকারত্ব কিছু সমস্যা সমাধান করা জেতে পারে। তাই আমি মনে কি বাংলাদেশে বিটকয়েন চালু হওয়া খুব খুব দরকার।আশাকরি আপনাদের মতামত প্রকাশ করবেন।
member
Activity: 123
Merit: 49
Sig/Bounty Campaign Manager 4 hire AskGamblers COO
October 10, 2020, 11:18:54 AM
ট্রাস্ট ওয়ালেটের মধ্যামে কিভাবে Uniswap এক্সচেঞ্জ ব্যাবহার করতে হবে

ধাপ ১ ঃ আপনাকে Play Store থেকে  ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করতে হবে।
ট্রাস্ট ওয়ালেট : https://play.google.com/store/apps/details?id=com.wallet.crypto.trustapp



ধাপ ২ ঃ আগের যদি আাপনার ERC- 20 ওয়ালেট তৈরি করা থাকে তাহলে Private Key দিয়ে কানেক্ট করুন অথবা নতুন ERC-20 ওয়ালেট তৈরি করুন



ধাপ ৩ ঃ নিচের ছবিতে দেখানো ধাপ গুলো অনুযায়ী পরবর্তী কাজ করুণ


ধাপ ৪ ঃ নিউ ডি-অ্যাপ এ ক্লিক করুন



ধাপ ৫ ঃ Uniswap এক্সচেঞ্জ এ ক্লিক করুন



ধাপ ৬ ঃ Connect লেখাই ক্লিক করে আাপনার ওয়ালেট  Connect



ধাপ ৭ ঃ এখন Uniswap এক্সচেঞ্জে তালিকাভুক্ত সব টোকেন বাই সেল করতে পারবেন

আশা করি সবাই এখন ট্রাস্ট ওয়ালেটের মধ্যামে Uniswap এক্সচেঞ্জ ব্যাবহার করতে পারবেন।
member
Activity: 116
Merit: 10
October 10, 2020, 11:04:53 AM
ইথিরিয়াম ২.০ চালু হয়েছে শুনলাম কিন্তু তবুও ট্রানজেশন ফি অনেক অনেক বেশি।
এর কারনটা কি কেউ দয়া করে একটু জানাবেন।
খুব উপকার হবে।
ধন্যবাদ।।
Jump to: