Author

Topic: বাংলা (Bengali) - page 428. (Read 5720386 times)

full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
October 10, 2020, 09:58:55 AM
বর্তমানে DeFi bounty গুলো bounty hunter দের কে অধিকাংশই pay করছে না। আমি কিভাবে সঠিক DeFi bounty গুলো সনাক্ত করবো। আপনাদের সহযোগিতার কামনা  করি।

আপনি কোনো বাউন্টি এর পেমেন্ট না পাওয়ার আগ পর্যন্ত বলতে পারবেন না যে ঐ বাউন্টি স্কেম৷ করবে নাকি পেমেন্ট দিবে। কারন এমন অভিজ্ঞতা অনেক আছে যে অনেক ভালো ভালো বাউন্টি পেমেন্ট করে নাই হান্টারদেরকে। আবার এমনো অনেক প্রজেক্ট আছে যারা অনেক ভালো নাম করছে কিন্তু পেমেন্ট এর জন্য অনেক ঘুরাইছে। DIAক্যাম্পেইন যারা করছেন তারা সবাই জানেন যে এই প্রজেক্ট এখনো অনেক জন কে পেমেন্ট করে নাই তাদের প্রথম রাউন্ডের। ২য় এবং ৩য় রাউন্ড এখনো বাকি, এবং ঐ গুলো ও পেমেন্ট করবে কিনা সঠিক ভাবে কেউই বলতে পারেনা।

তাই যদি বাউন্টি করতে চান তাহলে প্রজেক্ট দেখে ভালো মনে হলে সব গুলো করেন। কোনটা পেমেন্ট করবে এর গ্যারান্টি কেউই দিতে পারেনা।
jr. member
Activity: 410
Merit: 1
October 10, 2020, 09:56:37 AM
একাউন্ট টা ২০১৮ সালের কিন্তু তেমন কিছু জানতাম না। আবার আসলাম ২০২০ এ।সবাই সহযোগিতা করবেন আশা করি। ধন্যবাদ🙂     
newbie
Activity: 30
Merit: 0
October 10, 2020, 08:28:29 AM
মেরিট মেরিট মেরিট

এই Bitcointalk ফোরামের অনুসারে মেরিট নিয়ে অনেক ধরনের মতবাত রয়েছে, কিন্তু সিনিয়র ভাইদের পোস্ট গুলো ভালো ভাবে পরলে বুঝা যায় মেরিট চেয়ে পাওয়া জায় না, এখানে অনেক পরিশ্রম করতে হয় এবং খুব মান সমমত পোস্ট করতে পারলেই মেরিট পেতে পারেন, মেরিট সম্পর্কে সিনিয়র ভাইয়ের পোস্ট  লিংক চাইলে দেখে নিতে পারেন
https://bitcointalksearch.org/topic/m.53602200
jr. member
Activity: 1442
Merit: 2
October 10, 2020, 07:27:54 AM
Kucoin exchange চুরি যাওয়া fund গুলো তাদের user দের ফেরত দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি?
এটি ক্রিপ্টোতে ঘটে যাওয়া অন্যতম বড় একটি হ্যাকিংয়ের ঘটনা । কোন ইউজারদের তাদের ফান্ড নিয়ে চিন্তার কোন কারন নাই। KuCoin’s insurance fund থেকে এই ক্ষতি পুরন করে দেয়া হবে, তাই কোন ইউজারের ফান্ডের কোন ক্ষতি হবে না। সব কিছু স্বাভাবিক হতে কিছুটা সময়ের প্রয়োজন। Kucoin তার সাধ্যমত কাজ করে যাচ্ছে এবং নিয়মিত আপডেট দিচ্ছে। এর মধ্যে অনেকগুলো কয়েন এর ডিপোজিট এবং উয়িড্র স্বাভাবিক হয়েছে। আশা করা যাচ্ছে কিছু দিনের মাজে সব কিছু আগের মত হয়ে যাবে। তখন যে সব ইউজারদের ফান্ড চুরি হয়েছে তারা সেই সমস্ত ফান্ড তাদের একাউন্টে ফেরত পাবেন।
member
Activity: 112
Merit: 10
October 10, 2020, 01:05:09 AM
বর্তমানে DeFi bounty গুলো bounty hunter দের কে অধিকাংশই pay করছে না। আমি কিভাবে সঠিক DeFi bounty গুলো সনাক্ত করবো। আপনাদের সহযোগিতার কামনা  করি।
newbie
Activity: 30
Merit: 0
October 10, 2020, 12:47:18 AM
Bitcointalk এ আমি ভালো কিছু বুঝি না, কি ভাবে এই ফোরামে কাজ করতে হয়, আর কি করলে আমি একখানে টিকে থাকতে পারবো, আর স্পাম কেন হয়? তাই আমাকে আপনারা সাহায্য করবেন আমি জেন ভুল করেও এই ফোরামের নিয়ম ভংগ না করি! ধন্যবাদ সকাল কে।
আপনি এই পোস্টটি ভালোমত পড়ে ফেলুন। আপনি ক্রিপ্টো ব্যাবহার করলে এই ফোরামে একাউন্ট থাকা দরকার।
https://bitcointalksearch.org/topic/m.7033740


ধন্যবাদ আপনাকে  আপনার মতামত প্রকাশ করার জন্য।
আমি আশা করি ভবিষ্যতেও সহজগিতা করবেন।   
newbie
Activity: 30
Merit: 0
October 10, 2020, 12:37:27 AM
Kucoin Exchange থেকে কি ভাবে এত টাকা চুরি হয় ভাবতে পারিনা। আমার মনে হয় এই চুরি হওয়া থেকে রক্ষা পেতে Exchange এর মালিক কে আরও সতর্ক হয়া উচিৎ। কারন আমরা অনেক পরিশ্রম করে এই টাকা ইনকাম করি। আর সেই টাকা হাড়িয়ে গেলে যে কতটা কস্ট হয় সেটা বলে বোঝানো জায় না,,,,
member
Activity: 112
Merit: 10
October 10, 2020, 12:03:29 AM
Kucoin exchange চুরি যাওয়া fund গুলো তাদের user দের ফেরত দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি?
jr. member
Activity: 1442
Merit: 2
October 09, 2020, 12:58:08 PM
ETH এর 2.0 কি চালু হয়েছে?
না ইথারিয়াম এর মেইননেট এখন ও চালু হয় নাই, তবে আশা করা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষ নাগাদ চালু হয়ে যাবে। যা একটি নতুন দিগন্তের উন্মোচন করবে বলে সবাই আশা করছে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 09, 2020, 07:51:24 AM
Bitcointalk এর কোন একাউন্ট জোদি বন্ধ হয়ে যায় তাহলে কি আগের জয়েন করা বাউন্টির টোকেন গুলা পাওয়া যায়? আর জোদি না পাওয়া জায় তাহলে করনিও কি? আর কি কোন ভাবে সেই একাউন্ট ফেরত পাওয়া যায়?

আপনি অবশ্যই আপনার জমা দেয়া এড্রেসটিতে বাউন্টি টোকেন অবশ্যই পাবেন এবং যতক্ষন পর্যন্তু ওই ওয়ালেটের প্রবেশাধিকার আপনার কাছে আছে, আপনি ওই ওয়ালেট থেকে টোকেন এক্সচেঞ্জে পাঠাতেও পারবেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 09, 2020, 06:46:29 AM
Bitcointalk এর কোন একাউন্ট জোদি বন্ধ হয়ে যায় তাহলে কি আগের জয়েন করা বাউন্টির টোকেন গুলা পাওয়া যায়? আর জোদি না পাওয়া জায় তাহলে করনিও কি? আর কি কোন ভাবে সেই একাউন্ট ফেরত পাওয়া যায়?
বিটকয়েনটক একাউন্ট একবার ব্যান হলে আপনি আর ফোরাম ব্যবহার করার অনুমতি রাখেন না। মানে একবার ব্যান হলে চিরদিনের জন্য ব্যান। আশা করছি বুঝতে পেরেছেন। আপনার উচিত এই ফোরাম আর ব্যবহার না করা।
ফোরামে স্পাম না করলে ব্যান হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর পাশাপাশি ফোরামের নিয়মগুলো মেনে চলতে হবে।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
October 09, 2020, 04:49:24 AM
Bitcointalk এর কোন একাউন্ট জোদি বন্ধ হয়ে যায় তাহলে কি আগের জয়েন করা বাউন্টির টোকেন গুলা পাওয়া যায়?
বন্ধ হয়ে যাওয়া মানে কি বুঝাতে চাচ্ছেন সেটি আমার কাছে ক্লিয়ার না। যদি এর মানে ব্যান হওয়া বোঝায়, তাহলে নিচের কথাগুলো আপনার জন্য।
 
বাউন্টি করার মাঝে একাউন্ট ব্যান হলে সাধারণত যে পর্যন্ত আপনি কাজ করেছেন এবং যতটুকু সাবমিট করেছেন এর ভিত্তিতে যদি শীটে আপনার নামে স্টেক ইস্যু করা হয়ে থাকে তাহলে আগের গুলো পাবেন এবং যে পর্যন্ত সাবমিট করেছেন ততটুকু পেয়ে যাবেন। এক্ষেত্রে ম্যানেজার যদি না দেয় কিছু করার নেই। কারন ম্যানেজার চাইলে বাউন্টি থেকে আপনাকে ব্যান করতে পারে এবং স্টেক বাদ দেয়ার ক্ষমতা ও রাখে, এটা রুলসে দেয়া থাকে ।

আর কি কোন ভাবে সেই একাউন্ট ফেরত পাওয়া যায়?
আপনাকে যে কারনে ব্যান করা হয়েছে সেটি যদি আপনার কাছে লিগ্যাল মনে না হয়, আর আপনি যদি কনফিডেন্ট থাকেন, তাহলে ওই ব্যান করা আইডি লগ ইন করলেই একটি ই-মেইল এড্রেস দেখতে পাবেন। ঐ ইমেইলে আপনার একাউন্ট এর বিস্তারিত লিখে যে ইমেইল ব্যবহার করে আইডি খুলছিলেন ঐ ইমেইল এড্রেস থেকে মেইল করে ক্লেইম করতে পারেন।

ভাগ্য ভালো হলে রিপ্লাই পাবেন। যদি অথোরিটির কাছে আপনার ক্লেইমটি যথার্থ মনে হয় তাহলে আইডিও ফেরত পেতে পারেন।
member
Activity: 238
Merit: 28
October 09, 2020, 03:47:23 AM
Bitcointalk এ আমি ভালো কিছু বুঝি না, কি ভাবে এই ফোরামে কাজ করতে হয়, আর কি করলে আমি একখানে টিকে থাকতে পারবো, আর স্পাম কেন হয়? তাই আমাকে আপনারা সাহায্য করবেন আমি জেন ভুল করেও এই ফোরামের নিয়ম ভংগ না করি! ধন্যবাদ সকাল কে।
আপনি এই পোস্টটি ভালোমত পড়ে ফেলুন। আপনি ক্রিপ্টো ব্যাবহার করলে এই ফোরামে একাউন্ট থাকা দরকার।
https://bitcointalksearch.org/topic/m.7033740
newbie
Activity: 30
Merit: 0
October 09, 2020, 03:39:49 AM
Bitcointalk এ আমি ভালো কিছু বুঝি না, কি ভাবে এই ফোরামে কাজ করতে হয়, আর কি করলে আমি একখানে টিকে থাকতে পারবো, আর স্পাম কেন হয়? তাই আমাকে আপনারা সাহায্য করবেন আমি জেন ভুল করেও এই ফোরামের নিয়ম ভংগ না করি! ধন্যবাদ সকাল কে।
member
Activity: 238
Merit: 28
October 09, 2020, 03:05:12 AM
Bitcointalk এর কোন একাউন্ট জোদি বন্ধ হয়ে যায় তাহলে কি আগের জয়েন করা বাউন্টির টোকেন গুলা পাওয়া যায়? আর জোদি না পাওয়া জায় তাহলে করনিও কি? আর কি কোন ভাবে সেই একাউন্ট ফেরত পাওয়া যায়?
আপনাকে ব্যান করার পর মেসেজ দিয়েছে। ওখানে ইমেইল দেয়া আছে। ইমেইল এ আপিল করেন।
jr. member
Activity: 148
Merit: 2
October 09, 2020, 02:38:41 AM
Bitcointalk এর কোন একাউন্ট জোদি বন্ধ হয়ে যায় তাহলে কি আগের জয়েন করা বাউন্টির টোকেন গুলা পাওয়া যায়? আর জোদি না পাওয়া জায় তাহলে করনিও কি? আর কি কোন ভাবে সেই একাউন্ট ফেরত পাওয়া যায়?
member
Activity: 238
Merit: 28
October 08, 2020, 11:24:54 PM
যারা এইখানে মেরিট খুজতেছেন তাদের উদ্দেশ্য করে বলছি-
কারো কাছে মেরিট চাওয়া ফোরামের নিয়মের বাইরে। মেরিট পাওয়া খুবই সহজ ব্যাপার যদি আপনি সময় দিয়ে ভালো মানের পোস্ট করেন। আমাদের লোকাল বোর্ডেও এখন অনেক মেরিট দেওয়া হয়। যারা ভালো মানের পোস্ট করবে তারা অবশ্যই মেরিট পাবে। খুজতে হবে না। Review Master, Pankowri, DTalk তার উদাহরণ।
ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভালো মানের পোস্ট করুন কিংবা ক্রিপ্টোর টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে আর্টিকেল লিখুন। অনেক মেরিট পাবেন।
ধন্যবাদ, ভাই।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 08, 2020, 10:01:08 PM
যারা এইখানে মেরিট খুজতেছেন তাদের উদ্দেশ্য করে বলছি-
কারো কাছে মেরিট চাওয়া ফোরামের নিয়মের বাইরে। মেরিট পাওয়া খুবই সহজ ব্যাপার যদি আপনি সময় দিয়ে ভালো মানের পোস্ট করেন। আমাদের লোকাল বোর্ডেও এখন অনেক মেরিট দেওয়া হয়। যারা ভালো মানের পোস্ট করবে তারা অবশ্যই মেরিট পাবে। খুজতে হবে না। Review Master, Pankowri, DTalk তার উদাহরণ।
ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভালো মানের পোস্ট করুন কিংবা ক্রিপ্টোর টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে আর্টিকেল লিখুন। অনেক মেরিট পাবেন।
jr. member
Activity: 118
Merit: 6
October 08, 2020, 09:13:02 PM
আমি বিটকয়েনটলকে নতুন আশা করি আপনাদের সবার সহযোগিতা পাবো।
জি ইনশাআল্লাহ, এখানে সাহায্য চাইলে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত সাহায্য পেয়ে যাবেন বলে আশা করি। আর নতুন হিসেবে আপনাকে কিছু জিনিস ফলো করার জন্য অনুরোধ করবো। নিচে দিয়ে দিচ্ছি।

নতুন হিসেবে এখন আপনার জন্য কিছু পরামর্শ:

    1) Cryptocurrency নিয়ে প্রচুর জানতে হবে, মোটামুটি অনেক গুলো ব্লগ পড়তে পারেন। তাহলে বুঝতে পারবেন।
    2) Blockchain নিয়ে স্বচ্ছ ধারণা থাকা চাই।
    3) Trading নিয়ে নলেজ বাড়ানো যেতে পারে, তাহলে আপনি অনেকাংশে অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন।
    4) Coin, Token, Exchange, ICO, IEO ইত্যাদি এমন জাতীয় কিছু শব্দ আপনি পাবেন প্রতিনিয়ত, এসব নিয়ে জানা খুবই গুরুত্বপূর্ণ।
    5) আপনার দক্ষতা বৃদ্ধি ও বোঝানোর জন্য আপনার অবশ্যই English জানতে হবে। আর এটার কোনো বিকল্প নেই। তাই এটি রপ্ত করতে পারলে অনেক এগিয়ে থাকবেন।

এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে, আর Google আপনার আমার বেস্ট ফ্রেন্ড/টিচার। তাই এসব সার্চ করে বিষদ ভাবে জেনে নিন।

বি.দ্র: ফোরাম যেমন শিখার জায়গা তেমনি উপার্জনের ও জায়গা। শিখার উদ্দেশ্যে লেগে থাকুন, আপনার উপার্জন ও হবে কিন্তু উপার্জন যদি মূখ্য হয় তাহলে হয়তো ঐভাবে শিখাটা হবে না।

নিচের দেয়া লিঙ্ক গুলো ফলো করুন

মেরিট প্রয়োজন হবে আপনার আইডির রেঙ্ক বাড়ানোর জন্য। নিচে এর বিস্তারিত দিয়ে দিচ্ছি,
আশা করছি এর মাধ্যমে আপনি উপকৃত হবেন।


আপনার জন্য ভালবাসা এবং অনেক অনেক শুভকামনা রইলো।
আমি কিপ্টোকারেন্সি সম্পর্কে মোটামুটি জানি,
ট্রেডিং, আইইও,আইসিও, এক্সেন্চ্জ এসব বিষয়ে ভালো ধারনা আছে।
ইংলিশ সমস্যা নাই।
সহযোগিতা করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।।
jr. member
Activity: 118
Merit: 6
October 08, 2020, 09:02:33 PM
আজ আমি আমার বিটকয়েনটলক একাউন্ট খুললাম।
আমি বিটকয়েনটলকে নতুন আশা করি আপনাদের সবার সহযোগিতা পাবো।
ধন্যবাদ সবাইকে।।
অবশ্যই এক বাংলাদেশী আরেক বাংলাদেশিকে হেল্প করবে, এটাই কাম্য। কোনো সমস্যায় পড়লে টেলিগ্রাম এ নক করবেন @sparr1 আর এখানে কাউকে বিশ্বাস করবেন না। বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে।

জি ভাই।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইলো আপনার জন্য।
Jump to: