আপনি কোনো বাউন্টি এর পেমেন্ট না পাওয়ার আগ পর্যন্ত বলতে পারবেন না যে ঐ বাউন্টি স্কেম৷ করবে নাকি পেমেন্ট দিবে। কারন এমন অভিজ্ঞতা অনেক আছে যে অনেক ভালো ভালো বাউন্টি পেমেন্ট করে নাই হান্টারদেরকে। আবার এমনো অনেক প্রজেক্ট আছে যারা অনেক ভালো নাম করছে কিন্তু পেমেন্ট এর জন্য অনেক ঘুরাইছে। DIAক্যাম্পেইন যারা করছেন তারা সবাই জানেন যে এই প্রজেক্ট এখনো অনেক জন কে পেমেন্ট করে নাই তাদের প্রথম রাউন্ডের। ২য় এবং ৩য় রাউন্ড এখনো বাকি, এবং ঐ গুলো ও পেমেন্ট করবে কিনা সঠিক ভাবে কেউই বলতে পারেনা।
তাই যদি বাউন্টি করতে চান তাহলে প্রজেক্ট দেখে ভালো মনে হলে সব গুলো করেন। কোনটা পেমেন্ট করবে এর গ্যারান্টি কেউই দিতে পারেনা।