Author

Topic: বাংলা (Bengali) - page 430. (Read 5720969 times)

jr. member
Activity: 319
Merit: 1
October 06, 2020, 12:26:25 AM
আমি একটি article লিখেছি।
Bitcointalk এ article টি পোস্ট করতে চাই।
কোথায় পোস্ট করতে হবে এবং কোথায় পোস্ট করলে ভালো হবে।
please help me.
     
newbie
Activity: 5
Merit: 1
October 05, 2020, 11:55:38 PM
ETH এর 2.0 কি চালু হয়েছে?
না।এখনো চালু হয় নি।
member
Activity: 116
Merit: 10
October 05, 2020, 12:53:49 PM
ETH এর 2.0 কি চালু হয়েছে?
member
Activity: 116
Merit: 10
October 05, 2020, 10:49:25 AM
আমার ধারণা খুব সহজেই বিটকয়েন ফ্রিতে ইনকাম করা যায়! যেমন বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন, Free Airdrop এবং Bounty থেকে | এখান থেকে টোকেন পাওয়ার পর, সেগুলিকে বিভিন্ন এক্সচেঞ্জে বিক্রি করার পর, বিটকয়েন অথবা ডলারে পরিণত করা যায় | এরপর আপনি নানা ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিটকয়েন অথবা ডলারকে টাকায় পরিণত করে ব্যাংক একাউন্টে নিতে পারেন.
বলা সহজ করা কঠিন,
আমি এক বছর থেকে বাউন্টির কাজ করছি মাত্র ২০০$ ইনকাম করতে পেরেছি।
মাঠে নেমে দেখেন কতটা সহজ😀
newbie
Activity: 12
Merit: 0
October 04, 2020, 09:17:02 PM
আমার ধারণা খুব সহজেই বিটকয়েন ফ্রিতে ইনকাম করা যায়! যেমন বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন, Free Airdrop এবং Bounty থেকে | এখান থেকে টোকেন পাওয়ার পর, সেগুলিকে বিভিন্ন এক্সচেঞ্জে বিক্রি করার পর, বিটকয়েন অথবা ডলারে পরিণত করা যায় | এরপর আপনি নানা ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিটকয়েন অথবা ডলারকে টাকায় পরিণত করে ব্যাংক একাউন্টে নিতে পারেন.
member
Activity: 238
Merit: 28
October 04, 2020, 02:30:54 PM
গত এক মাস ধরে ক্যাম্পেইন ম্যানেজিং করতে গিয়ে যা দেখলাম অনেক বাংলাদেশি ই জানেনা যে টেলিগ্রাম এম্বাসেডর ক্যাম্পেইনের কাজ কিভাবে করতে হয়।  বেশিরভাগই স্প্যামিং করে এবং সপ্তাহ শেষ হলে কোনো স্টেক পায়না। বাকি ম্যানেজার দের কথা বলতে পারবনা কিন্তু আমি একটু স্প্যামিং এর জন্যই স্টেক দিচ্ছিনা। তাই আপনারা যদি চান তাহলে আমি বাংলায় সম্পূর্ন একটি গাইড বানিয়ে দিব এই কাজ কিভাবে করতে হয় সঠিক ভাবে। মতামত জানাবেন।


বাংলা ভাষায় ক্রিপ্টো রিলেটেড পোস্ট খুবই কম। তাছাড়া আমাদের বাঙালিও পড়াশোনাতে অভ্যস্ত না। রুলস পড়ি না। শেষে স্প্যামিং এর জন্য ব্যান খাই। ব্যান খেয়ে বাউন্টি ম্যানেজারকে গালি দেই। কারন অন্যের উপর দোষ চাপানো আমাদের স্বভাব।
আপনি গাইড তৈরি করুন।
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
October 04, 2020, 09:48:30 AM
Uniswap হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্ট এক্সচেঞ্জ। কিন্তু Uniswap এক্সচেঞ্জ একটি ব্যতিক্রম ধরনের এক্সচেঞ্জ।সেজন্য Uniswap এক্সচেঞ্জে ট্রেড করা একটু কঠিন বিশেষ করে যারা অ্যানড্রয়েড ফোন ব্যবহার করেন।

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের Uniswap এ ট্রেড করার জন্য  Metamask, Trust wallet, Rainbow wallet ইত্যাদি প্রয়োজন। এখন আমি কিভাবে Metamask ব্যবহার করে Uniswap এ ট্রেড করা যায় সে বিষয়ে বলবো।

Step 1: প্রথমে আপনাকে google play store থেকে Metamask app download করতে হবে।
https://play.google.com/store/apps/details?id=io.metamask&hl=en_US


Step 2: Metamask অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করার পর আপনি আপনার main wallet import করতে পারেন অথবা নতুন wallet create করতে পারেন। আপনি যদি main wallet import করতে চান তবে আপনাকে সেই wallet এর seed phrase enter করাতে হবে এবং একটি নতুন passward তৈরি করতে হবে।


Step 3: আপনি যদি নতুন wallet create করতে চান তাহলে প্রথমে একটি passward তৈরি করতে হবে।এরপর আপনার নতুন wallet এর seed phrase লিখে নিতে হবে এবং confirm করতে হবে। এখন Metamask এ আপনার wallet তৈরি সম্পন্ন হল।



Step 4: যদি Metamask এ main wallet add  করেন তবে এখন আপনি ট্রেড করতে পারবেন। আর যদি নতুন wallet তৈরি করেন তাহলে আপনার মেইন wallet থেকে টোকেন এবং ট্রান্সেকশনের ফি Metamask wallet এ সেন্ট করতে হবে। এরপর Metamask wallet এ টোকেন add করতে হবে।



Step 5: এরপর Metamask wallet থেকে "Browser" এ ক্লিক করতে হবে।


Step 6: এরপর "Decentralized exchanges" এ ক্লিক করতে হবে।


Step 7: এরপর "Uniswap" সিলেক্ট করুন।


Step 8: এখন আপনি Uniswap এ ট্রেড করতে পারবেন।


আমি জানি এখানে অনেকেই আছেন যারা এ বিষয়ে আমার থেকে অনেক বেশি জানেন। আমার এই গাইডটিতে কোথাও ভুল থাকলে ঠিক করে দিবেন। আমার এই গাইডটি লেখার উদ্দেশ্য শুধু তারা, যারা এখনো Uniswap এ ট্রেড করতে পারেন না।
jr. member
Activity: 332
Merit: 1
Doubt Leads To Death
October 04, 2020, 01:22:22 AM
কেউ কি দয়া করে একটু জানাবেন kucoin Exchange এ deposit and withdraw open হইছে কি?     
Kucoin এ ৩১ টি টোকেন এর ওইথড্র এবং ডিপোজিট সার্ভিস খুলে দেওয়া হয়েছে। ($ENQ, $AION, $DOT, $ZIL, $BNB, $MAN, $ONE, $XNS, $XTZ, $EWT, $AMB, $DAG, $NWC, $EDN, $WOM, $ALEPH, $SOLVE, $SUSD, $SNT, $MTN, $FORESTPLUS )
jr. member
Activity: 40
Merit: 2
October 03, 2020, 11:21:15 PM
কেউ কি দয়া করে একটু জানাবেন kucoin Exchange এ deposit and withdraw open হইছে কি?     

হয়েছে কিন্তু সবগুলো নয়। Kucoin যে হ্যাক করেছিল তাকে নাকি সনাক্ত করতে পেরেছে,  এমনটি জানিয়েছে kucoin CEO. তারপর থেকে কিছু কিছু কয়েনের Deposit & Withdraw চালু করেছে।কিন্তু সবগুলো এখনো চালু হয়নাই।  ধন্যবাদ।         
member
Activity: 116
Merit: 10
October 03, 2020, 10:45:41 PM
কেউ কি দয়া করে একটু জানাবেন kucoin Exchange এ deposit and withdraw open হইছে কি?     
jr. member
Activity: 332
Merit: 1
Doubt Leads To Death
October 03, 2020, 06:28:46 PM
গত এক মাস ধরে ক্যাম্পেইন ম্যানেজিং করতে গিয়ে যা দেখলাম অনেক বাংলাদেশি ই জানেনা যে টেলিগ্রাম এম্বাসেডর ক্যাম্পেইনের কাজ কিভাবে করতে হয়।  বেশিরভাগই স্প্যামিং করে এবং সপ্তাহ শেষ হলে কোনো স্টেক পায়না। বাকি ম্যানেজার দের কথা বলতে পারবনা কিন্তু আমি একটু স্প্যামিং এর জন্যই স্টেক দিচ্ছিনা। তাই আপনারা যদি চান তাহলে আমি বাংলায় সম্পূর্ন একটি গাইড বানিয়ে দিব এই কাজ কিভাবে করতে হয় সঠিক ভাবে। মতামত জানাবেন।


আসলে ভালো কোন গাইড নাই কিভাবে কাজ করা লাগবে। ইউটিউব এ অনেক ভিডিও দেখা হয়েছে কিন্তু কেউ মেইন বিষয় গুলো ক্লিয়ার করে বলে নাহ শুধু সময় বাড়াই। আমি ও ভাউন্টিতে নতুন সব কাজ বুঝি না যতটুকু পারি ততটুকু করি। মূলকথা হলো একটা গাইড বানালে খুব উপকার হতো। ধন্যবাদ
jr. member
Activity: 1442
Merit: 2
October 03, 2020, 01:54:46 PM
গত এক মাস ধরে ক্যাম্পেইন ম্যানেজিং করতে গিয়ে যা দেখলাম অনেক বাংলাদেশি ই জানেনা যে টেলিগ্রাম এম্বাসেডর ক্যাম্পেইনের কাজ কিভাবে করতে হয়।  বেশিরভাগই স্প্যামিং করে এবং সপ্তাহ শেষ হলে কোনো স্টেক পায়না। বাকি ম্যানেজার দের কথা বলতে পারবনা কিন্তু আমি একটু স্প্যামিং এর জন্যই স্টেক দিচ্ছিনা। তাই আপনারা যদি চান তাহলে আমি বাংলায় সম্পূর্ন একটি গাইড বানিয়ে দিব এই কাজ কিভাবে করতে হয় সঠিক ভাবে। মতামত জানাবেন।


সত্যি কথা বলতে আমি ও বিষয়টি না বুজতে পেরে প্রথম সপ্তাহে স্টেক পাইনি। পরের সপ্তাহে আমি আমার ভুল সংশোধন করতে সক্ষম হই। এখনও দেখলাম অনেকেই বুজতে না পেরে সমানে স্প্যামিং করে যাচ্ছে, যা খুবই দুঃখজনক।  তাই আমিও মনে করি বাংলায় সম্পূর্ন একটি গাইড বানিয়ে দিলে এই ধরনের ভুল সংশোধন করা যেত। 
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 03, 2020, 12:07:44 PM
গত এক মাস ধরে ক্যাম্পেইন ম্যানেজিং করতে গিয়ে যা দেখলাম অনেক বাংলাদেশি ই জানেনা যে টেলিগ্রাম এম্বাসেডর ক্যাম্পেইনের কাজ কিভাবে করতে হয়।  বেশিরভাগই স্প্যামিং করে এবং সপ্তাহ শেষ হলে কোনো স্টেক পায়না। বাকি ম্যানেজার দের কথা বলতে পারবনা কিন্তু আমি একটু স্প্যামিং এর জন্যই স্টেক দিচ্ছিনা। তাই আপনারা যদি চান তাহলে আমি বাংলায় সম্পূর্ন একটি গাইড বানিয়ে দিব এই কাজ কিভাবে করতে হয় সঠিক ভাবে। মতামত জানাবেন।

সকলের ভালোর কথা চিন্তা করলে অবশ্যই আপনার একটি পোষ্ট লেখা উচিত । আর আমারও কিছু অভিজ্ঞতা আছে, বাংলাদেশি ব্যবহারকারীদের নিয়ে, অনেকে আছে না জেনে কথা বলে, আবার অনেকে তো বটের মতো বাউন্টি করে এবং নিয়ম-কানুন ভালো করে না পড়ে কাজ করে। আর দিন শেষে কোনো স্টক না পেলে বাউন্ট ম্যানেজারকে দোয়ারপ করে। তাই সকলের উচিত প্রথমে বিষয়গুলো জানা এবং যে বিষয়টি জানেন না, সেটি এই ফোরামে পোষ্ট করা। অনেকে আপনার প্রশ্নে হাসাহাসি করবে, কিন্তু আপনি সঠিক উত্তরটি জানতে পারবেন। আশা করি @Fatemablabla লেখা পোষ্টটি সকলের কাজে আসবে, যেমনটি তার সার্ভিস বিষয়ক পোষ্ট অনেকের উপকার করেছে।  Cheesy
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
October 03, 2020, 04:12:26 AM
গত এক মাস ধরে ক্যাম্পেইন ম্যানেজিং করতে গিয়ে যা দেখলাম অনেক বাংলাদেশি ই জানেনা যে টেলিগ্রাম এম্বাসেডর ক্যাম্পেইনের কাজ কিভাবে করতে হয়।  বেশিরভাগই স্প্যামিং করে এবং সপ্তাহ শেষ হলে কোনো স্টেক পায়না। বাকি ম্যানেজার দের কথা বলতে পারবনা কিন্তু আমি একটু স্প্যামিং এর জন্যই স্টেক দিচ্ছিনা। তাই আপনারা যদি চান তাহলে আমি বাংলায় সম্পূর্ন একটি গাইড বানিয়ে দিব এই কাজ কিভাবে করতে হয় সঠিক ভাবে। মতামত জানাবেন।

jr. member
Activity: 40
Merit: 2
October 02, 2020, 09:27:31 PM
'অতীতের সাথে বর্তমান বিশ্ব ব্যবস্থায় পার্থক্য অনেক'
'বৈশ্বিক অবস্থান ও বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন এসেছে' তাই কিপটোকারেন্সি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি মনে করি সব দেশেই কিপটোকারেন্সি Allow করা উচিত।
আমাদের দেশে তরুণ নেতৃত্ব নেই বলেই নতুন কিছু দ্রুত এডাপ্ট করা হয় না। ক্রিপ্টকারেন্সিও এই গ্যাড়াকলে পড়েছে।   

আপনি ঠিক বলেছেন। বাংলাদেশ সরকারের উচিত ক্রিপ্টোকে বৈধ করে দেওয়া। তাহলে এদেশের বেকারত্ব অনেক কমে যাবে।         
member
Activity: 238
Merit: 28
October 02, 2020, 04:14:44 AM
'অতীতের সাথে বর্তমান বিশ্ব ব্যবস্থায় পার্থক্য অনেক'
'বৈশ্বিক অবস্থান ও বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন এসেছে' তাই কিপটোকারেন্সি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি মনে করি সব দেশেই কিপটোকারেন্সি Allow করা উচিত।
আমাদের দেশে তরুণ নেতৃত্ব নেই বলেই নতুন কিছু দ্রুত এডাপ্ট করা হয় না। ক্রিপ্টকারেন্সিও এই গ্যাড়াকলে পড়েছে।   
jr. member
Activity: 266
Merit: 1
October 01, 2020, 12:14:14 PM
'অতীতের সাথে বর্তমান বিশ্ব ব্যবস্থায় পার্থক্য অনেক'
'বৈশ্বিক অবস্থান ও বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন এসেছে' তাই কিপটোকারেন্সি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি মনে করি সব দেশেই কিপটোকারেন্সি Allow করা উচিত।
জি জনাব আমিও আপনার সাথে সহমত,
যদিও অনেকেই যুক্তি উপস্থাপন করে যে বিটকয়েন বা কিপ্টোকারেন্সি অপরাধ জগতের সবচেয়ে ভালো মাধ্যম।
অথচ তারা এটা ভাবে না যে টাকাও অপরাধ জগতে ব্যাবহার হয়।
বাংলাদেশে কিপ্টোকারেন্সি বৈধ না তাই বলে কি অবৈধ লেনদেন বন্ধ আছে ?
আসলে অনেকেই না বুঝেই  কিপ্টোকারেন্সির বিপক্ষে কথা বলে।
আমি মনে করি বিশ্ব যেহেতু প্রতিনিয়ত আপডেট হচ্ছে তাই কিপ্টোকারেন্সি বাংলাদেশে বৈধ করা উচিত।
অন্তত ফ্রীল্যান্ঞাররা উপকৃত হবে।
ধন্যবাদ।
newbie
Activity: 3
Merit: 1
October 01, 2020, 09:21:46 AM
'অতীতের সাথে বর্তমান বিশ্ব ব্যবস্থায় পার্থক্য অনেক'
'বৈশ্বিক অবস্থান ও বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন এসেছে' তাই কিপটোকারেন্সি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি মনে করি সব দেশেই কিপটোকারেন্সি Allow করা উচিত।
আমি আপনার সাথে সহমত। বাংলাদেশেও ক্রিপ্টোকারেন্সি  Allow করা উচিত । তাহলে বেকারত্ব কিছুটা গুজতে পারে।
newbie
Activity: 5
Merit: 1
October 01, 2020, 09:10:41 AM
'অতীতের সাথে বর্তমান বিশ্ব ব্যবস্থায় পার্থক্য অনেক'
'বৈশ্বিক অবস্থান ও বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন এসেছে' তাই কিপটোকারেন্সি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি মনে করি সব দেশেই কিপটোকারেন্সি Allow করা উচিত।
jr. member
Activity: 266
Merit: 1
October 01, 2020, 04:41:12 AM
আজ ই আমি বিটকয়েন টক একাউন্ট খুললাম। আমার একাউন্ট টি কিভাবে সেইফ এবং সিকিউর রাখতে পারি। কিভানে ব্যান থেকে রক্ষা পেতে পারি। এইগুলি সম্পর্কে কিছুটা ধারনা পেলে খুবই উপকৃত হবো।
ভাই আপনি বিটকয়েনটলকের রুলস/নির্দেশনা গুলো ভালো করে পড়ে নিন। আমি লিংক দিলাম আপনি লিংকে গেলে বিটকয়েনটলক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
https://bitcointalksearch.org/topic/m.7033740
ধন্যবাদ জনাব,
আপনিও নতুন বিটকয়েনটলকে, তবে আপনার অভিজ্ঞতা দেখে আমি সত্যি আনন্দিত।
আপনার উত্তর/পরামর্শ খুবই চমৎকার হয়েছে।
শুভকামনা রইলো।
Jump to: