Author

Topic: বাংলা (Bengali) - page 431. (Read 5302463 times)

legendary
Activity: 1526
Merit: 1026
SellDefi.com | Earn by selling files
August 14, 2020, 03:12:08 PM
নতুনদের জন্য মেরি্ট সিস্টেমটা ভোগান্তির বিষয়। আমরা ভাগ্যবান যে আমাদের সময়ে এই মেরিট সিস্টেম ছিলনা। আমরা সবাই অন্যের ভুল পেলে অনেক কমেন্ট করি, রিয়েক্ট করি। কিন্তু কেউ ভাল কিছু লিখলে, ভাল কাজ করলে তার সুনাম করিনা। তাকে কোন ভাবেই পুরস্কৃত করিনা। অনেক নতুন মেম্বারদের দেখি খুব ভাল করে শিখার চেষ্টা করতেসে। খুব সাহায্য করতেসে। তাদের এই কাজের মূল্য আমরা কম দেই। কিন্তু ভাল কাজের পুরস্কার হিসেবেই এই সিস্টেম চালু হয়েছে। এই ফোরামে কাজ করে অনেক মানুষের কিছু অর্থ উপার্জনের রাস্তা তৈরি হইসে।কিন্তু এখন সব অতীত। শুধু অর্থ উপার্জন করবেন তাই  ফরামে জয়েন করে থাকলে আমি বলব , এই ফোরাম এখন নতুনদের জন্য অর্থ উপার্জনের ভাল জায়গা নয়। কিন্তু ক্রিপ্টো নিয়ে আলোচনার খুব ভাল প্লাটফর্ম।
সোশ্যাল মিডিয়ার বাউন্টি গুলো এখন নতুনদের একমাত্র উপার্জনের উপায়। সিগনেচার কেম্পেন গুলো পুরাতন দের জন্য হলেও আগের মত সুযোগ নাই। আপনাদের আসল চিত্র জানানোর একমাত্র কারন,সময় মূল্যবান।এই ফোরামে কাজ করতে না পারলেই জীবন শেষ হয়ে যাবে না। তবে আপনার যে কোন সেবামুলক কাজের পারিশ্রমিক ক্রিপ্টো তে নিতে চাইলে , আপনি আসল জায়গায় আছেন

আসলেই আপনি সত্যি কথাটাই বলেছেন। বেশিভাগ নতুন বাংলাদেশি এখানে জয়েন হচ্ছে শুধু মাত্র বাউন্টি এর আশায়। কিন্তু নতুন একাউন্ট করে কেউই সোশ্যাল মিডিয়া বাউন্টি ছাড়া আর কিছুই করতে পারছেনা। আর আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়া বাউন্টি তে কোনো ইনকাম নেই বললেই চলে যদি না আপনার ১০০০০+ ফলোয়ার এর কয়েকটি আইডি থাকে। কিন্তু যদি আপনি এই ফোরামে শিক্ষার জন্য আসেন, অন্যকে সাহয্য করার জন্য আসেন তাহলে অবশ্যই আপনি র‍্যাঙ্ক গ্রো করে ভালো পরিমান আয় করতে পারবেন সিগনেচার করার মাধ্যমে। তারজন্য আপনাকে শুধু মাত্র সঠিক জায়গায় সঠিক পোস্ট করতে হবে এবং মোটামোটি ভালো পরিমানের ইংরেজী জানতে হবে। কারন বেশি মেরিট পেতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি বোর্ড গুলোতে পোস্ট করতে হবে।

মানুষ একদমই কেয়ার করেনা। আমার ত মনে হয় নিজেরাই নিজেদের ভেতর মেরিট শেয়ার করে। অনেক ভাল ভাল জবাব দেবার পরেও, অনেক ইনফো শেয়ার করার পরেও একটা মেরিট পায়নাই এমন মানুষের অভাব নাই। তবে এই ফোরাম এর মত অন্নান্ন ফোরাম তৈরি হয়েছে সেখানে সময় দেয়া যেতে পারে। এমন কি প্রতি পোস্ট অনুযায়ী পে করতেসে এমন কিছু ফোরাম ও আছে। কিন্তু এই ফোরাম এর মত এত জনপ্রিয় নয় এবং মনে হয় সময় অনুযায়ী উপার্জন যথার্থ নয়। কিন্তু হয়ত কখনও অই ফোরাম গুলো, এই ফোরাম এর মত জনপ্রিয় হয়ে উথবে এই আশায় কিছু সময় দেয়া যেতে পারে।
বাংলা হোক আর ইংরেজি, কোন থ্রেডেই মেরিট এর বালাই নাই। বরং আমি বাংলা থ্রেড থেকেই কিহু মেরিট পেয়েছি। উপকারি পোস্ট পেলে আমাদের উচিৎ তাদের কে মেরিট দেয়া।
মেরিট দেয়া উচিত, কিন্তু দেয়ার মতো মেরিট সবার থাকে না। আমিও চাই দিতে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ মেরিট আমার নেই। মেরিট সিস্টেম চালু করে ফোরাম অনেকাংশে সেন্ট্রালাইজড করে ফেলছে। হয়তো সামনের দিনগুলোতে আরো পরিবর্তন আসবে।


আপনি যত মেরিট আয় করবেন তার অর্ধেক আপনি দিতে পারবেন। তবে ফোরাম এর নিয়ম অনুযায়ী, অব্যবহৃত মেরিট বিয়োগ করা হয়। মানুষ অনেক অনিয়ম করতেসিল। একটু সিনিওর মেম্বারশিপ হইলেই ভাল দামে বিক্রি করে দিত। একজনের ৫/৬ ট্যাঁ করে ভাল রেঙ্ক এর একাউন্ট থাকত। আরও অনেক অনিয়ম। সুযোগ সন্ধানী দের জন্য আজ এতটা কঠিন হয়ে গেল সব কিছু। তবে হাই রেঙ্ক এর প্রতিটা একাউন্টের মূল্য বেড়ে গেল অনেক। সবার নিজ নিজ একাউন্ট এর ব্যাপারে সতর্ক হতে হবে। সিকিউরিটি বারাতে হবে। এবং নিরাপদ নয় এমন কানেকশন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
August 14, 2020, 01:46:19 PM
Quote
আমি বিটকোইন সম্পর্কে ভাল বুঝি না। তাই আপনি মেরিট সম্পর্কে আমাকে কিছু ধারণা দিন।
প্রথমত, আপনি বিটকয়েন BTC সম্পর্কে জানতে চেয়েছেন। বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা ব্যবস্থা যেটি কোনো নির্দিষ্ট কোন দেশ/সরকার পরিচালনা করে না। পরিচয় গোপন করে সম্পদের আদান প্রদানের জন্য এটি বহুল প্রচলিত। এর হরেক রকমের ব্যবহার রয়েছে। বাকিটা গুগল এবং ইউটিউব করে জেনে নিবেন। নিচের দেয়া লিঙ্ক গুলো ফলো করুন।
১. আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?
২. বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্ব-০১

ফোরামের মেরিট সম্পর্কে জানুন এইখান থেকে।

আশাকরি উপকৃত হবেন।
jr. member
Activity: 168
Merit: 1
August 14, 2020, 01:02:12 PM
কোন কয়েন বা টোকেন এর Total Supply এবং Circulating Supply কি? Total Supply এবং Circulating Supply এর মধ্য পার্থক্য কি?

Total Supply হলো মোট কতগুলি টোকেন সেই প্রজেক্ট মার্কেটে ছাড়বে কিংবা সর্বোচ্চ কয়েন/টোকেনের সংখ্যা যা মার্কেটে চলবে। আর Circulating Supply হলো বর্তমানে মার্কেটে কতগুলি কয়েন/টোকেন রয়েছে। উদাহরণ হিসেবে বিটকয়েনের Total Supply - 21,000,000 BTC, যা সর্বোচ্চসংখ্যক বিটকয়েন এবং Circulating Supply - 18,458,231 BTC, যা বর্তমান মার্কেটে রয়েছে। আর বাকি যে 2,541,769 BTC রয়েছে তা ধীরে ধীরে মাইনিং রিওয়ার্ডের মাধ্যে মার্কেটে চলে আসবে।
ধন্যবাদ Review Master আপনাকে আপনি সুন্দর ভাবে kakamrul এর প্রশ্ন টার উত্তর দেয়ার জন্য।আমি নিজেও ভালো করে জানতাম না Total Supply এবং Circulating Supply এর সঠিক পার্থক্য আপনার মাধ্যমে তা জানতে পারলাম,আমি বিটকয়েন ফোরামে নিউবি তাই আপনার সাহায্য প্রার্থনা করি, কি ভাবে আমি জুনিয়র মেম্বার  হতে পারবো এটা আমার জন্য অনেক প্রয়োজন,
আবারো ধন্যবাদ Review Master l
jr. member
Activity: 149
Merit: 1
August 14, 2020, 12:42:41 PM
এখানে কি কি বিষয়ে কথা বলা য়ায়
কি বিষয় নিয়ে জানতে চান?

স্যার আমার বাড়ি রংপুর। আমি বিটকোইন সম্পর্কে ভাল বুঝি না। তাই আপনি মেরিট সম্পর্কে আমাকে কিছু ধারণা দিন। আশা করি আপনি মেরিট সম্পর্কে জানতে আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ স্যার।
jr. member
Activity: 168
Merit: 1
August 14, 2020, 12:20:02 PM
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
August 13, 2020, 09:08:33 PM
নতুনদের জন্য মেরি্ট সিস্টেমটা ভোগান্তির বিষয়। আমরা ভাগ্যবান যে আমাদের সময়ে এই মেরিট সিস্টেম ছিলনা। আমরা সবাই অন্যের ভুল পেলে অনেক কমেন্ট করি, রিয়েক্ট করি। কিন্তু কেউ ভাল কিছু লিখলে, ভাল কাজ করলে তার সুনাম করিনা। তাকে কোন ভাবেই পুরস্কৃত করিনা। অনেক নতুন মেম্বারদের দেখি খুব ভাল করে শিখার চেষ্টা করতেসে। খুব সাহায্য করতেসে। তাদের এই কাজের মূল্য আমরা কম দেই। কিন্তু ভাল কাজের পুরস্কার হিসেবেই এই সিস্টেম চালু হয়েছে। এই ফোরামে কাজ করে অনেক মানুষের কিছু অর্থ উপার্জনের রাস্তা তৈরি হইসে।কিন্তু এখন সব অতীত। শুধু অর্থ উপার্জন করবেন তাই  ফরামে জয়েন করে থাকলে আমি বলব , এই ফোরাম এখন নতুনদের জন্য অর্থ উপার্জনের ভাল জায়গা নয়। কিন্তু ক্রিপ্টো নিয়ে আলোচনার খুব ভাল প্লাটফর্ম।
সোশ্যাল মিডিয়ার বাউন্টি গুলো এখন নতুনদের একমাত্র উপার্জনের উপায়। সিগনেচার কেম্পেন গুলো পুরাতন দের জন্য হলেও আগের মত সুযোগ নাই। আপনাদের আসল চিত্র জানানোর একমাত্র কারন,সময় মূল্যবান।এই ফোরামে কাজ করতে না পারলেই জীবন শেষ হয়ে যাবে না। তবে আপনার যে কোন সেবামুলক কাজের পারিশ্রমিক ক্রিপ্টো তে নিতে চাইলে , আপনি আসল জায়গায় আছেন

আসলেই আপনি সত্যি কথাটাই বলেছেন। বেশিভাগ নতুন বাংলাদেশি এখানে জয়েন হচ্ছে শুধু মাত্র বাউন্টি এর আশায়। কিন্তু নতুন একাউন্ট করে কেউই সোশ্যাল মিডিয়া বাউন্টি ছাড়া আর কিছুই করতে পারছেনা। আর আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়া বাউন্টি তে কোনো ইনকাম নেই বললেই চলে যদি না আপনার ১০০০০+ ফলোয়ার এর কয়েকটি আইডি থাকে। কিন্তু যদি আপনি এই ফোরামে শিক্ষার জন্য আসেন, অন্যকে সাহয্য করার জন্য আসেন তাহলে অবশ্যই আপনি র‍্যাঙ্ক গ্রো করে ভালো পরিমান আয় করতে পারবেন সিগনেচার করার মাধ্যমে। তারজন্য আপনাকে শুধু মাত্র সঠিক জায়গায় সঠিক পোস্ট করতে হবে এবং মোটামোটি ভালো পরিমানের ইংরেজী জানতে হবে। কারন বেশি মেরিট পেতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি বোর্ড গুলোতে পোস্ট করতে হবে।

মানুষ একদমই কেয়ার করেনা। আমার ত মনে হয় নিজেরাই নিজেদের ভেতর মেরিট শেয়ার করে। অনেক ভাল ভাল জবাব দেবার পরেও, অনেক ইনফো শেয়ার করার পরেও একটা মেরিট পায়নাই এমন মানুষের অভাব নাই। তবে এই ফোরাম এর মত অন্নান্ন ফোরাম তৈরি হয়েছে সেখানে সময় দেয়া যেতে পারে। এমন কি প্রতি পোস্ট অনুযায়ী পে করতেসে এমন কিছু ফোরাম ও আছে। কিন্তু এই ফোরাম এর মত এত জনপ্রিয় নয় এবং মনে হয় সময় অনুযায়ী উপার্জন যথার্থ নয়। কিন্তু হয়ত কখনও অই ফোরাম গুলো, এই ফোরাম এর মত জনপ্রিয় হয়ে উথবে এই আশায় কিছু সময় দেয়া যেতে পারে।
বাংলা হোক আর ইংরেজি, কোন থ্রেডেই মেরিট এর বালাই নাই। বরং আমি বাংলা থ্রেড থেকেই কিহু মেরিট পেয়েছি। উপকারি পোস্ট পেলে আমাদের উচিৎ তাদের কে মেরিট দেয়া।
মেরিট দেয়া উচিত, কিন্তু দেয়ার মতো মেরিট সবার থাকে না। আমিও চাই দিতে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ মেরিট আমার নেই। মেরিট সিস্টেম চালু করে ফোরাম অনেকাংশে সেন্ট্রালাইজড করে ফেলছে। হয়তো সামনের দিনগুলোতে আরো পরিবর্তন আসবে।
legendary
Activity: 1526
Merit: 1026
SellDefi.com | Earn by selling files
August 13, 2020, 04:41:16 PM
নতুনদের জন্য মেরি্ট সিস্টেমটা ভোগান্তির বিষয়। আমরা ভাগ্যবান যে আমাদের সময়ে এই মেরিট সিস্টেম ছিলনা। আমরা সবাই অন্যের ভুল পেলে অনেক কমেন্ট করি, রিয়েক্ট করি। কিন্তু কেউ ভাল কিছু লিখলে, ভাল কাজ করলে তার সুনাম করিনা। তাকে কোন ভাবেই পুরস্কৃত করিনা। অনেক নতুন মেম্বারদের দেখি খুব ভাল করে শিখার চেষ্টা করতেসে। খুব সাহায্য করতেসে। তাদের এই কাজের মূল্য আমরা কম দেই। কিন্তু ভাল কাজের পুরস্কার হিসেবেই এই সিস্টেম চালু হয়েছে। এই ফোরামে কাজ করে অনেক মানুষের কিছু অর্থ উপার্জনের রাস্তা তৈরি হইসে।কিন্তু এখন সব অতীত। শুধু অর্থ উপার্জন করবেন তাই  ফরামে জয়েন করে থাকলে আমি বলব , এই ফোরাম এখন নতুনদের জন্য অর্থ উপার্জনের ভাল জায়গা নয়। কিন্তু ক্রিপ্টো নিয়ে আলোচনার খুব ভাল প্লাটফর্ম।
সোশ্যাল মিডিয়ার বাউন্টি গুলো এখন নতুনদের একমাত্র উপার্জনের উপায়। সিগনেচার কেম্পেন গুলো পুরাতন দের জন্য হলেও আগের মত সুযোগ নাই। আপনাদের আসল চিত্র জানানোর একমাত্র কারন,সময় মূল্যবান।এই ফোরামে কাজ করতে না পারলেই জীবন শেষ হয়ে যাবে না। তবে আপনার যে কোন সেবামুলক কাজের পারিশ্রমিক ক্রিপ্টো তে নিতে চাইলে , আপনি আসল জায়গায় আছেন

আসলেই আপনি সত্যি কথাটাই বলেছেন। বেশিভাগ নতুন বাংলাদেশি এখানে জয়েন হচ্ছে শুধু মাত্র বাউন্টি এর আশায়। কিন্তু নতুন একাউন্ট করে কেউই সোশ্যাল মিডিয়া বাউন্টি ছাড়া আর কিছুই করতে পারছেনা। আর আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়া বাউন্টি তে কোনো ইনকাম নেই বললেই চলে যদি না আপনার ১০০০০+ ফলোয়ার এর কয়েকটি আইডি থাকে। কিন্তু যদি আপনি এই ফোরামে শিক্ষার জন্য আসেন, অন্যকে সাহয্য করার জন্য আসেন তাহলে অবশ্যই আপনি র‍্যাঙ্ক গ্রো করে ভালো পরিমান আয় করতে পারবেন সিগনেচার করার মাধ্যমে। তারজন্য আপনাকে শুধু মাত্র সঠিক জায়গায় সঠিক পোস্ট করতে হবে এবং মোটামোটি ভালো পরিমানের ইংরেজী জানতে হবে। কারন বেশি মেরিট পেতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি বোর্ড গুলোতে পোস্ট করতে হবে।

মানুষ একদমই কেয়ার করেনা। আমার ত মনে হয় নিজেরাই নিজেদের ভেতর মেরিট শেয়ার করে। অনেক ভাল ভাল জবাব দেবার পরেও, অনেক ইনফো শেয়ার করার পরেও একটা মেরিট পায়নাই এমন মানুষের অভাব নাই। তবে এই ফোরাম এর মত অন্নান্ন ফোরাম তৈরি হয়েছে সেখানে সময় দেয়া যেতে পারে। এমন কি প্রতি পোস্ট অনুযায়ী পে করতেসে এমন কিছু ফোরাম ও আছে। কিন্তু এই ফোরাম এর মত এত জনপ্রিয় নয় এবং মনে হয় সময় অনুযায়ী উপার্জন যথার্থ নয়। কিন্তু হয়ত কখনও অই ফোরাম গুলো, এই ফোরাম এর মত জনপ্রিয় হয়ে উথবে এই আশায় কিছু সময় দেয়া যেতে পারে।
বাংলা হোক আর ইংরেজি, কোন থ্রেডেই মেরিট এর বালাই নাই। বরং আমি বাংলা থ্রেড থেকেই কিহু মেরিট পেয়েছি। উপকারি পোস্ট পেলে আমাদের উচিৎ তাদের কে মেরিট দেয়া।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
August 13, 2020, 03:19:59 PM
নতুনদের জন্য মেরি্ট সিস্টেমটা ভোগান্তির বিষয়। আমরা ভাগ্যবান যে আমাদের সময়ে এই মেরিট সিস্টেম ছিলনা। আমরা সবাই অন্যের ভুল পেলে অনেক কমেন্ট করি, রিয়েক্ট করি। কিন্তু কেউ ভাল কিছু লিখলে, ভাল কাজ করলে তার সুনাম করিনা। তাকে কোন ভাবেই পুরস্কৃত করিনা। অনেক নতুন মেম্বারদের দেখি খুব ভাল করে শিখার চেষ্টা করতেসে। খুব সাহায্য করতেসে। তাদের এই কাজের মূল্য আমরা কম দেই। কিন্তু ভাল কাজের পুরস্কার হিসেবেই এই সিস্টেম চালু হয়েছে। এই ফোরামে কাজ করে অনেক মানুষের কিছু অর্থ উপার্জনের রাস্তা তৈরি হইসে।কিন্তু এখন সব অতীত। শুধু অর্থ উপার্জন করবেন তাই  ফরামে জয়েন করে থাকলে আমি বলব , এই ফোরাম এখন নতুনদের জন্য অর্থ উপার্জনের ভাল জায়গা নয়। কিন্তু ক্রিপ্টো নিয়ে আলোচনার খুব ভাল প্লাটফর্ম।
সোশ্যাল মিডিয়ার বাউন্টি গুলো এখন নতুনদের একমাত্র উপার্জনের উপায়। সিগনেচার কেম্পেন গুলো পুরাতন দের জন্য হলেও আগের মত সুযোগ নাই। আপনাদের আসল চিত্র জানানোর একমাত্র কারন,সময় মূল্যবান।এই ফোরামে কাজ করতে না পারলেই জীবন শেষ হয়ে যাবে না। তবে আপনার যে কোন সেবামুলক কাজের পারিশ্রমিক ক্রিপ্টো তে নিতে চাইলে , আপনি আসল জায়গায় আছেন

আসলেই আপনি সত্যি কথাটাই বলেছেন। বেশিভাগ নতুন বাংলাদেশি এখানে জয়েন হচ্ছে শুধু মাত্র বাউন্টি এর আশায়। কিন্তু নতুন একাউন্ট করে কেউই সোশ্যাল মিডিয়া বাউন্টি ছাড়া আর কিছুই করতে পারছেনা। আর আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়া বাউন্টি তে কোনো ইনকাম নেই বললেই চলে যদি না আপনার ১০০০০+ ফলোয়ার এর কয়েকটি আইডি থাকে। কিন্তু যদি আপনি এই ফোরামে শিক্ষার জন্য আসেন, অন্যকে সাহয্য করার জন্য আসেন তাহলে অবশ্যই আপনি র‍্যাঙ্ক গ্রো করে ভালো পরিমান আয় করতে পারবেন সিগনেচার করার মাধ্যমে। তারজন্য আপনাকে শুধু মাত্র সঠিক জায়গায় সঠিক পোস্ট করতে হবে এবং মোটামোটি ভালো পরিমানের ইংরেজী জানতে হবে। কারন বেশি মেরিট পেতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি বোর্ড গুলোতে পোস্ট করতে হবে।
legendary
Activity: 1526
Merit: 1026
SellDefi.com | Earn by selling files
August 13, 2020, 11:49:15 AM
নতুনদের জন্য মেরি্ট সিস্টেমটা ভোগান্তির বিষয়। আমরা ভাগ্যবান যে আমাদের সময়ে এই মেরিট সিস্টেম ছিলনা। আমরা সবাই অন্যের ভুল পেলে অনেক কমেন্ট করি, রিয়েক্ট করি। কিন্তু কেউ ভাল কিছু লিখলে, ভাল কাজ করলে তার সুনাম করিনা। তাকে কোন ভাবেই পুরস্কৃত করিনা। অনেক নতুন মেম্বারদের দেখি খুব ভাল করে শিখার চেষ্টা করতেসে। খুব সাহায্য করতেসে। তাদের এই কাজের মূল্য আমরা কম দেই। কিন্তু ভাল কাজের পুরস্কার হিসেবেই এই সিস্টেম চালু হয়েছে। এই ফোরামে কাজ করে অনেক মানুষের কিছু অর্থ উপার্জনের রাস্তা তৈরি হইসে।কিন্তু এখন সব অতীত। শুধু অর্থ উপার্জন করবেন তাই  ফরামে জয়েন করে থাকলে আমি বলব , এই ফোরাম এখন নতুনদের জন্য অর্থ উপার্জনের ভাল জায়গা নয়। কিন্তু ক্রিপ্টো নিয়ে আলোচনার খুব ভাল প্লাটফর্ম।
সোশ্যাল মিডিয়ার বাউন্টি গুলো এখন নতুনদের একমাত্র উপার্জনের উপায়। সিগনেচার কেম্পেন গুলো পুরাতন দের জন্য হলেও আগের মত সুযোগ নাই। আপনাদের আসল চিত্র জানানোর একমাত্র কারন,সময় মূল্যবান।এই ফোরামে কাজ করতে না পারলেই জীবন শেষ হয়ে যাবে না। তবে আপনার যে কোন সেবামুলক কাজের পারিশ্রমিক ক্রিপ্টো তে নিতে চাইলে , আপনি আসল জায়গায় আছেন
jr. member
Activity: 266
Merit: 1
August 12, 2020, 11:06:39 AM
আশা করি ভালো আছেন।

আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই,
যদি দয়া করে একটু সহযোগিতা করেন তবে খুবই উপকৃত হবো ভাই।

আমি বিটকয়েনটলকে বর্তমানে নিউবি,
জুনিয়র মেম্বার কিভাবে হতে পারবো যদি দয়া করে একটু সহযোগিতা / পরামর্শ দিতেন তবে ধন্য হতাম ভাই।
আমার খুবই প্রয়োজন জুনিয়র মেম্বার হওয়ার।
আমি আশা করি আপনার সহযোগিতা পাব।

ভালো থাকবেন।।

জুনিয়র মেম্বার হওয়ার কিছু শর্ত রয়েছে। তা হল আপনার কমপক্ষে ৩০ এক্টিভিটি থাকতে হবে এবং একটি মেরিট পেতে হবে আপনার। তাহলেই আপনি জুনিয়র মেম্বার হতে পারবেন। আপনার ১৭০ এর বেশি এক্টিভিটি আছে, তারমানে আপনার শুধুমাত্র একটি মেরিট এর প্রয়োজন র‍্যাঙ্ক আপ করার জন্য।
আপনার যদি কোনো পোস্ট থাকে যেটা আপনি মনে করেন যে মেরিটের যোগ্য তাহলে আমার এখানে রিপ্লাই করে লিঙ্ক দিতে পারেন। আমি যদি দেখে মনে হয় ভালো তাহলে মেরিট দিয়ে দিব।
আর যদি এমন পোস্ট না থাকে তাহলে কাউকে হেল্প করেন ফোরামে এবং ঐ পোস্টের লিঙ্ক আমার এখানে দিন আমি দেখে মেরিট দিব।  শুভকামনা।
ধন্যবাদ ভাই সত্যি আপনার সহযোগিতা আমার খুব দরকার।
আমার একটা মেরিটের খুবই প্রয়োজন।
আমি একজনকে সহযোগিতা করেছি,
যার লিঙ্ক নিচে দিলাম।
আশা করি আপনার সহযোগিতা পাব।
https://bitcointalksearch.org/topic/m.54978702                   

আপনি শুধু লিঙ্ক দিলেই হত। এভাবে মেরিট চাবেন না। তাহলে কেউই মেরিট দিবেনা। পোস্টটায় প্রয়োজনীয় তথ্য ছিল তাই দিলাম আমি। আর শুধু লোকাল বোর্ডে পোস্ট না করে অন্যান্য ইংরেজি বোর্ড গুলায় ও পোস্ট করুন। স্প্যামিং কম করুন আপনার আইডি নিরাপদ থাকবে। পরবর্তী র‍্যাঙ্ক এর জন্য শুভ কামনা।
ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য।           
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
August 12, 2020, 10:37:43 AM
আশা করি ভালো আছেন।

আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই,
যদি দয়া করে একটু সহযোগিতা করেন তবে খুবই উপকৃত হবো ভাই।

আমি বিটকয়েনটলকে বর্তমানে নিউবি,
জুনিয়র মেম্বার কিভাবে হতে পারবো যদি দয়া করে একটু সহযোগিতা / পরামর্শ দিতেন তবে ধন্য হতাম ভাই।
আমার খুবই প্রয়োজন জুনিয়র মেম্বার হওয়ার।
আমি আশা করি আপনার সহযোগিতা পাব।

ভালো থাকবেন।।

জুনিয়র মেম্বার হওয়ার কিছু শর্ত রয়েছে। তা হল আপনার কমপক্ষে ৩০ এক্টিভিটি থাকতে হবে এবং একটি মেরিট পেতে হবে আপনার। তাহলেই আপনি জুনিয়র মেম্বার হতে পারবেন। আপনার ১৭০ এর বেশি এক্টিভিটি আছে, তারমানে আপনার শুধুমাত্র একটি মেরিট এর প্রয়োজন র‍্যাঙ্ক আপ করার জন্য।
আপনার যদি কোনো পোস্ট থাকে যেটা আপনি মনে করেন যে মেরিটের যোগ্য তাহলে আমার এখানে রিপ্লাই করে লিঙ্ক দিতে পারেন। আমি যদি দেখে মনে হয় ভালো তাহলে মেরিট দিয়ে দিব।
আর যদি এমন পোস্ট না থাকে তাহলে কাউকে হেল্প করেন ফোরামে এবং ঐ পোস্টের লিঙ্ক আমার এখানে দিন আমি দেখে মেরিট দিব।  শুভকামনা।
ধন্যবাদ ভাই সত্যি আপনার সহযোগিতা আমার খুব দরকার।
আমার একটা মেরিটের খুবই প্রয়োজন।
আমি একজনকে সহযোগিতা করেছি,
যার লিঙ্ক নিচে দিলাম।
আশা করি আপনার সহযোগিতা পাব।
https://bitcointalksearch.org/topic/m.54978702                   

আপনি শুধু লিঙ্ক দিলেই হত। এভাবে মেরিট চাবেন না। তাহলে কেউই মেরিট দিবেনা। পোস্টটায় প্রয়োজনীয় তথ্য ছিল তাই দিলাম আমি। আর শুধু লোকাল বোর্ডে পোস্ট না করে অন্যান্য ইংরেজি বোর্ড গুলায় ও পোস্ট করুন। স্প্যামিং কম করুন আপনার আইডি নিরাপদ থাকবে। পরবর্তী র‍্যাঙ্ক এর জন্য শুভ কামনা।
legendary
Activity: 1946
Merit: 1026
In Search of Incredible
August 12, 2020, 10:04:37 AM
খুবই ভালো লাগলো।
মেরিট সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

আমার একটা মেরিট দরকার।
কেউ কি দয়া করে দিতে পারবেন।।                 

মেরিট এভাবে চাইলে পাওয়া যাবে না। আপনি মানসম্মত পোস্ট করলে আপনাকে মেরিট দেওয়া হবে। আপনার প্রোফাইল থেকে বোঝা যাচ্ছে আপনি বেশিরভাগ পোস্ট বউন্টি তে করেছেন। আবার এখানে আজ একই সিরিয়ালে তিনটি পোস্ট করেছেন (প্রথম, দ্বিতীয় ,তৃতীয়) যা স্প্যাম এর পর্যায়ে পরে। আপনি quote করে একসঙ্গে রিপ্লাই দিতে পারেন। এই বিষয় গুলো নিয়ে সতর্ক থাকবেন। আর সুন্দর মানসম্মত পোস্ট করলে আপনাকে অবশ্যই মেরিট দেওয়া হবে।
jr. member
Activity: 266
Merit: 1
August 12, 2020, 03:57:04 AM
jr. member
Activity: 168
Merit: 1
August 12, 2020, 01:41:14 AM
কোন কয়েন বা টোকেন এর Total Supply এবং Circulating Supply কি? Total Supply এবং Circulating Supply এর মধ্য পার্থক্য কি?
ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য,

কোন টোকন/কয়েনের টোটাল সাপ্লাই বলতে বুঝায় ঐ টোকেন/কয়েন মোট কতোগুলো।
যেমন ইথিরিয়ামের টোটাল সাপ্লাই 112,144,369;
 আর Circulating Supply হলো বর্তমানে মার্কেটে কতগুলি কয়েন/টোকেন রয়েছে।
যেমন ইথিরিয়াম বর্তমানে মার্কেটে রয়েছে 112,144,369;
আর বাকি যে টোকেন/কয়েন রয়েছে তা ধীরে ধীরে মাইনিং রিওয়ার্ডের মাধ্যে মার্কেটে চলে আসবে।।

ধন্যবাদ।।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
আমি এখন পরিপুর্ন ভাবে Total Supply এবং Circulating Supply মধ্যে সর্ম্পকে জানতে পারলাম।
সাগত আপনাকে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য,কারন এই প্রশ্ন টা এখানে সবার জানা প্রয়োজন।

কোন টোকন বা কয়েনের সর্বমোট সাপ্লাই বলতে বুঝায় সেই টোকেন বা কয়েন মোট কতোগুলো।আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাতে চাই,যেমন XRP সর্বমোট সাপ্লাই 99,990,905,040 XRP
 আর Circulating Supply হলো বর্তমানে মার্কেটে মোট কয়েন বা টোকেন রয়েছে।
যেমন XRP বর্তমানে মার্কেটে রয়েছে 44,918,719,274 XRP বাকি যে 5507219 টোকেন বা কয়েন রয়েছে সেটা সময়ের সাথে সাথে মাইনিংএর মাধ্যে প্রসারিত হবে।
          সকলকে ধন্যবাদ
jr. member
Activity: 252
Merit: 4
August 12, 2020, 12:24:08 AM
কোন কয়েন বা টোকেন এর Total Supply এবং Circulating Supply কি? Total Supply এবং Circulating Supply এর মধ্য পার্থক্য কি?
ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য,

কোন টোকন/কয়েনের টোটাল সাপ্লাই বলতে বুঝায় ঐ টোকেন/কয়েন মোট কতোগুলো।
যেমন ইথিরিয়ামের টোটাল সাপ্লাই 112,144,369;
 আর Circulating Supply হলো বর্তমানে মার্কেটে কতগুলি কয়েন/টোকেন রয়েছে।
যেমন ইথিরিয়াম বর্তমানে মার্কেটে রয়েছে 112,144,369;
আর বাকি যে টোকেন/কয়েন রয়েছে তা ধীরে ধীরে মাইনিং রিওয়ার্ডের মাধ্যে মার্কেটে চলে আসবে।।

ধন্যবাদ।।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
আমি এখন পরিপুর্ন ভাবে Total Supply এবং Circulating Supply মধ্যে সর্ম্পকে জানতে পারলাম।
jr. member
Activity: 266
Merit: 1
August 12, 2020, 12:14:13 AM
আশা করি ভালো আছেন।

আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই,
যদি দয়া করে একটু সহযোগিতা করেন তবে খুবই উপকৃত হবো ভাই।

আমি বিটকয়েনটলকে বর্তমানে নিউবি,
জুনিয়র মেম্বার কিভাবে হতে পারবো যদি দয়া করে একটু সহযোগিতা / পরামর্শ দিতেন তবে ধন্য হতাম ভাই।
আমার খুবই প্রয়োজন জুনিয়র মেম্বার হওয়ার।
আমি আশা করি আপনার সহযোগিতা পাব।

ভালো থাকবেন।।

জুনিয়র মেম্বার হওয়ার কিছু শর্ত রয়েছে। তা হল আপনার কমপক্ষে ৩০ এক্টিভিটি থাকতে হবে এবং একটি মেরিট পেতে হবে আপনার। তাহলেই আপনি জুনিয়র মেম্বার হতে পারবেন। আপনার ১৭০ এর বেশি এক্টিভিটি আছে, তারমানে আপনার শুধুমাত্র একটি মেরিট এর প্রয়োজন র‍্যাঙ্ক আপ করার জন্য।
আপনার যদি কোনো পোস্ট থাকে যেটা আপনি মনে করেন যে মেরিটের যোগ্য তাহলে আমার এখানে রিপ্লাই করে লিঙ্ক দিতে পারেন। আমি যদি দেখে মনে হয় ভালো তাহলে মেরিট দিয়ে দিব।
আর যদি এমন পোস্ট না থাকে তাহলে কাউকে হেল্প করেন ফোরামে এবং ঐ পোস্টের লিঙ্ক আমার এখানে দিন আমি দেখে মেরিট দিব।  শুভকামনা।
ধন্যবাদ ভাই সত্যি আপনার সহযোগিতা আমার খুব দরকার।
আমার একটা মেরিটের খুবই প্রয়োজন।
আমি একজনকে সহযোগিতা করেছি,
যার লিঙ্ক নিচে দিলাম।
আশা করি আপনার সহযোগিতা পাব।
https://bitcointalksearch.org/topic/m.54978702                   
jr. member
Activity: 266
Merit: 1
August 12, 2020, 12:06:31 AM
আশা করি ভালো আছেন।

আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই,
যদি দয়া করে একটু সহযোগিতা করেন তবে খুবই উপকৃত হবো ভাই।

আমি বিটকয়েনটলকে বর্তমানে নিউবি,
জুনিয়র মেম্বার কিভাবে হতে পারবো যদি দয়া করে একটু সহযোগিতা / পরামর্শ দিতেন তবে ধন্য হতাম ভাই।
আমার খুবই প্রয়োজন জুনিয়র মেম্বার হওয়ার।
আমি আশা করি আপনার সহযোগিতা পাব।

ভালো থাকবেন।।
আপনি জুনিয়র মেম্বার হওয়ার জন্য কি করতে হবে সেটি এই পোস্টে একজন সুন্দরভাবে উপস্থাপন করেছেন, https://bitcointalksearch.org/topic/m.54977255

আমি একটি কথা বলতে চাই, ফোরাম শুধু টাকা ইনকামের জায়গা নয়, এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। একটি প্লাটফর্ম হিসেবে এটি জানা, শিখা এবং উপার্জনের জন্য অনেক হেল্পফুল। আগে জানুন, তারপর শিখুন।
ঠিক আছে ভাই ,
সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ।।   
jr. member
Activity: 266
Merit: 1
August 12, 2020, 12:03:25 AM
কোন কয়েন বা টোকেন এর Total Supply এবং Circulating Supply কি? Total Supply এবং Circulating Supply এর মধ্য পার্থক্য কি?
ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য,

কোন টোকন/কয়েনের টোটাল সাপ্লাই বলতে বুঝায় ঐ টোকেন/কয়েন মোট কতোগুলো।
যেমন ইথিরিয়ামের টোটাল সাপ্লাই 112,144,369;
 আর Circulating Supply হলো বর্তমানে মার্কেটে কতগুলি কয়েন/টোকেন রয়েছে।
যেমন ইথিরিয়াম বর্তমানে মার্কেটে রয়েছে 112,144,369;
আর বাকি যে টোকেন/কয়েন রয়েছে তা ধীরে ধীরে মাইনিং রিওয়ার্ডের মাধ্যে মার্কেটে চলে আসবে।।

ধন্যবাদ।।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 11, 2020, 11:36:33 PM
কোন কয়েন বা টোকেন এর Total Supply এবং Circulating Supply কি? Total Supply এবং Circulating Supply এর মধ্য পার্থক্য কি?

Total Supply হলো মোট কতগুলি টোকেন সেই প্রজেক্ট মার্কেটে ছাড়বে কিংবা সর্বোচ্চ কয়েন/টোকেনের সংখ্যা যা মার্কেটে চলবে। আর Circulating Supply হলো বর্তমানে মার্কেটে কতগুলি কয়েন/টোকেন রয়েছে। উদাহরণ হিসেবে বিটকয়েনের Total Supply - 21,000,000 BTC, যা সর্বোচ্চসংখ্যক বিটকয়েন এবং Circulating Supply - 18,458,231 BTC, যা বর্তমান মার্কেটে রয়েছে। আর বাকি যে 2,541,769 BTC রয়েছে তা ধীরে ধীরে মাইনিং রিওয়ার্ডের মাধ্যে মার্কেটে চলে আসবে।
jr. member
Activity: 252
Merit: 4
August 11, 2020, 11:24:14 PM
কোন কয়েন বা টোকেন এর Total Supply এবং Circulating Supply কি? Total Supply এবং Circulating Supply এর মধ্য পার্থক্য কি?
Jump to: