Author

Topic: বাংলা (Bengali) - page 431. (Read 5721025 times)

member
Activity: 116
Merit: 10
October 01, 2020, 01:40:53 AM
আজ ই আমি বিটকয়েন টক একাউন্ট খুললাম। আমার একাউন্ট টি কিভাবে সেইফ এবং সিকিউর রাখতে পারি। কিভানে ব্যান থেকে রক্ষা পেতে পারি। এইগুলি সম্পর্কে কিছুটা ধারনা পেলে খুবই উপকৃত হবো।
ভাই আপনি বিটকয়েনটলকের রুলস/নির্দেশনা গুলো ভালো করে পড়ে নিন। আমি লিংক দিলাম আপনি লিংকে গেলে বিটকয়েনটলক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
https://bitcointalksearch.org/topic/m.7033740
member
Activity: 116
Merit: 10
October 01, 2020, 01:34:43 AM
If not, this can be moved to the India forum.
জনাব,
আমি একজন বাংলাদেশী, আমি বাংলাতে লিখতে স্বাছন্দ্য বোধ করি, আমি বিটকয়েনটলকে নতুন,
এতে কি কোন সমস্যা হবে?
দয়া করে একটু সহযোগিতা করবেন।
ধন্যবাদ।। 
newbie
Activity: 4
Merit: 0
October 01, 2020, 12:50:34 AM
আজ ই আমি বিটকয়েন টক একাউন্ট খুললাম। আমার একাউন্ট টি কিভাবে সেইফ এবং সিকিউর রাখতে পারি। কিভানে ব্যান থেকে রক্ষা পেতে পারি। এইগুলি সম্পর্কে কিছুটা ধারনা পেলে খুবই উপকৃত হবো।
jr. member
Activity: 40
Merit: 2
October 01, 2020, 12:41:24 AM
আশা করি আমি ভবিষ্যতে আপনাদের কাছ থেকে সহযোগিতা পাব।

এখানের পোস্ট গুলো সর্বদা ফলো করবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। এখানে অনেক অভিজ্ঞ সিনিয়র রয়েছে।     

আমি এই  এখানে নতুন। আমি এখান থেকে অনেক কিছু জানার চেষ্টা করছি।
jr. member
Activity: 40
Merit: 2
October 01, 2020, 12:35:20 AM
লেভারেজ ট্রেডিং কী? এবং এটা করার জন্য কি ধরনের নির্দেশনা বা অভিজ্ঞতা প্রয়োজন?     
member
Activity: 112
Merit: 10
September 30, 2020, 02:52:58 AM
আশা করি আমি ভবিষ্যতে আপনাদের কাছ থেকে সহযোগিতা পাব।

আমি এই  এখানে নতুন। আমি এখান থেকে অনেক কিছু জানার চেষ্টা করছি।
jr. member
Activity: 787
Merit: 1
Bounty & Airdrops https://t.me/CryptoReview
September 28, 2020, 10:37:36 PM
জীবনে এই ভাবে বাঁঁশ খাবো কখনো ভাবিনি 2018 সালের এপ্রিল মাসে যেখানে আমার ব্যালান্স ছিল 4000$ হাজার ডলার এখন সেটা কমতে কমতে দাঁড়িয়েছে 145$ ডলার আমার কয়েন গুলো হলো Aion,   Telcoin(TEL), Lympo(LYM), Refereum(RFR) ভবিষৎ তে কি দাম বাড়তে পারে বিশেষজ্ঞদের মতামত আসা করছি।
ধৈর্য হাড়াবেননা হোল্ড রাখেন, ২০১৮ সালে বিটকয়েন 2০০০০$ গেসিলো তাই সব coin বুল নিসিলো ২০২০ নবেম্বরে বা ডিসিম্বরে দাম বাড়ার সম্বাবনা আছে , but একটা জিনিস খেল রাখবেন আপনার যেই coin গুলো আছে , ঐ কোম্পানির বভিষ্যৎ পেলান, কি বিষয় নিয়ে কাজ করে  Road Map, Totatal Supply, এগুলা দেখে সবসমই Coin Hold রাখবেন,  Huhনাহয় হোল্ড রেখে লাভনাই Huh  Grin Grin Grinআমি ২০১৫ সাল থেকে বিটকয়েন নিয়ে কাজ করি but তখন আমার এতো idia ছিলোনা, মাত্র ৪০০$ছিল BTC  Grin Grin Grin
jr. member
Activity: 787
Merit: 1
Bounty & Airdrops https://t.me/CryptoReview
September 28, 2020, 09:57:53 PM
জীবনে এই ভাবে বাঁঁশ খাবো কখনো ভাবিনি 2018 সালের এপ্রিল মাসে যেখানে আমার ব্যালান্স ছিল 4000$ হাজার ডলার এখন সেটা কমতে কমতে দাঁড়িয়েছে 145$ ডলার আমার কয়েন গুলো হলো Aion,   Telcoin(TEL), Lympo(LYM), Refereum(RFR) ভবিষৎ তে কি দাম বাড়তে পারে বিশেষজ্ঞদের মতামত আসা করছি।
এইগুলা আপনি পাইলেন কোথায়? আমি তো জীবনে এই coin গুলার নামই শুনি নাই!
বাড়তে পারে যদি বিটকয়েন bulldown নেয় ২০০০০ প্লাস যায় Huh Huh Huh
jr. member
Activity: 35
Merit: 3
September 28, 2020, 02:49:55 PM
জীবনে এই ভাবে বাঁঁশ খাবো কখনো ভাবিনি 2018 সালের এপ্রিল মাসে যেখানে আমার ব্যালান্স ছিল 4000$ হাজার ডলার এখন সেটা কমতে কমতে দাঁড়িয়েছে 145$ ডলার আমার কয়েন গুলো হলো Aion,   Telcoin(TEL), Lympo(LYM), Refereum(RFR) ভবিষৎ তে কি দাম বাড়তে পারে বিশেষজ্ঞদের মতামত আসা করছি।
এইগুলা আপনি পাইলেন কোথায়? আমি তো জীবনে এই coin গুলার নামই শুনি নাই!
jr. member
Activity: 616
Merit: 1
September 28, 2020, 01:21:10 PM
ট্রেডিং করতে গেলে লাভ হবে ১০০%  এটা ভাবা ঠিক না। ট্রেডিং যেটা মনে রাখতে হবে।
মনে করুন আপনার ১০০ ডলার আছে । ৩ ভাগে সেটা ট্রেডিং করুন । ১ম বার ৫০ তার পর 20 শেষ 30।
এতে আপনার লাভ হবে।
৫০ কিনার পর মাকেট যদি উপরের যাই তাহলে লাভ বেশি। আর যদি মাকেট নিচে নামে পরে ২০ আবার কিনুন।

তার পর ৩০ ।

তার পর মাকেট উপরের গেলে আপনার লস হবে না আশা করি।


member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
September 28, 2020, 12:31:50 PM
জীবনে এই ভাবে বাঁঁশ খাবো কখনো ভাবিনি 2018 সালের এপ্রিল মাসে যেখানে আমার ব্যালান্স ছিল 4000$ হাজার ডলার এখন সেটা কমতে কমতে দাঁড়িয়েছে 145$ ডলার আমার কয়েন গুলো হলো Aion,   Telcoin(TEL), Lympo(LYM), Refereum(RFR) ভবিষৎ তে কি দাম বাড়তে পারে বিশেষজ্ঞদের মতামত আসা করছি।
2018 সালের First Quarter এ Telcoin বাউন্টি এর রিওয়ার্ড পেয়েছিলাম যা আমার বাউন্টি হিস্টোরিতে সবচেয়ে বড় পেমেন্ট এখন পর্যন্ত। যদিও এরপর আমি অফলাইনে চলে গেছিলাম দেড় বছরের মতো। কিন্তু এখনো আমার কাছে ঐটাই সবচেয়ে বড় পেমেন্ট কারন তখনও আমি মেম্বার র্যাঙ্ক নিয়েই ছিলাম।

ট্রেডিং এক্সপেরিয়েন্স সবার ভালো হয় না। পর্যাপ্ত টেকনিক না জানলে আসলে ট্রেডিং করা উচিত নয়। না বুঝে আমিও $5000 এর মতো বিভিন্ন টোকেন এ ইনভেস্ট করছিলাম, আসলে একেবারে না বুঝে ও কিন্তু না। কিছু দিন ভালোই প্রফিট হচ্ছিলো, পরে বিটকয়েন এর ডাউনগ্রেড শুরু হয়েছিল আর উঠতে পারিনি। পরে ২০১৯ ছর ডিসেম্বরে $600 এর মতো Withdraw করে ট্রেডিং থেকে বিদায় নিয়েছি। ধৈর্য আসলে অনেক বড় জিনিস যা সবাইকে দিয়ে হয় না।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
September 28, 2020, 12:12:57 PM
আমি passionplus.
আমি ক্রিপটোকারেন্সি সম্পর্কে ধারণা নিয়েছি youtube ও google এ সার্চ করে।
আমি আরো বেশি জানতে চাই।
আশা করি আমি ভবিষ্যতে আপনাদের কাছ থেকে সহযোগিতা পাব।
প্রথমত আপনাকে এইখানে স্বাগতম জানাচ্ছি সবার পক্ষ থেকে। আর লোকাল ভাষায় আপনার প্রথম পোস্ট দেখে ভালো লাগলো। অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আপনার জন্য।

যেহেতু Cryptocurrency এর নাম আপনি শুনেছেন এবং এই নিয়ে কিছুটা ধারণা ও নিয়েছেন সেটা অবশ্যই আপনাকে একধাপ এগিয়ে নিয়েছে নতুনদের মধ্যে। কারন আমি নিজে জেনেশুনে জয়েন করিনি। জয়েন হবার পর জেনেছি। সেজন্য আপনি এই ধাপ অনেকটাই পার করে ফেলেছেন।

নতুন হিসেবে এখন আপনার জন্য কিছু পরামর্শ:

    1) Cryptocurrency নিয়ে প্রচুর জানতে হবে, মোটামুটি অনেক গুলো ব্লগ পড়তে পারেন। তাহলে বুঝতে পারবেন।
    2) Blockchain নিয়ে স্বচ্ছ ধারণা থাকা চাই।
    3) Trading নিয়ে নলেজ বাড়ানো যেতে পারে, তাহলে আপনি অনেকাংশে অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন।
    4) Coin, Token, Exchange, ICO, IEO ইত্যাদি এমন জাতীয় কিছু শব্দ আপনি পাবেন প্রতিনিয়ত, এসব নিয়ে জানা খুবই গুরুত্বপূর্ণ।
    5) আপনার দক্ষতা বৃদ্ধি ও বোঝানোর জন্য আপনার অবশ্যই English জানতে হবে। আর এটার কোনো বিকল্প নেই। তাই এটি রপ্ত করতে পারলে অনেক এগিয়ে থাকবেন।

এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে, আর Google আপনার আমার বেস্ট ফ্রেন্ড/টিচার। তাই এসব সার্চ করে বিষদ ভাবে জেনে নিন।

বি.দ্র: ফোরাম যেমন শিখার জায়গা তেমনি উপার্জনের ও জায়গা। শিখার উদ্দেশ্যে লেগে থাকুন, আপনার উপার্জন ও হবে কিন্তু উপার্জন যদি মূখ্য হয় তাহলে হয়তো ঐভাবে শিখাটা হবে না।
newbie
Activity: 191
Merit: 0
September 28, 2020, 12:02:26 PM
জীবনে এই ভাবে বাঁঁশ খাবো কখনো ভাবিনি 2018 সালের এপ্রিল মাসে যেখানে আমার ব্যালান্স ছিল 4000$ হাজার ডলার এখন সেটা কমতে কমতে দাঁড়িয়েছে 145$ ডলার আমার কয়েন গুলো হলো Aion,   Telcoin(TEL), Lympo(LYM), Refereum(RFR) ভবিষৎ তে কি দাম বাড়তে পারে বিশেষজ্ঞদের মতামত আসা করছি।
jr. member
Activity: 163
Merit: 1
September 28, 2020, 10:16:38 AM
 আমি passionplus.
আমি ক্রিপটোকারেন্সি সম্পর্কে ধারণা নিয়েছি youtube ও google এ সার্চ করে।
আমি আরো বেশি জানতে চাই।
আশা করি আমি ভবিষ্যতে আপনাদের কাছ থেকে সহযোগিতা পাব।
member
Activity: 308
Merit: 22
September 27, 2020, 12:40:55 PM
Kucoin exchange এর deposite  এবং withdraw কবে নাগাত চালু হবে।
আপনার প্রশ্নটির জন্য ধন্যবাদ। এখনও পর্যন্ত কুকয়েন এক্সচেঞ্জ হ্যাক ঘটনার মামলাটি তদন্তাধীন আছে এবং উইথড্র ও ডিপোজিট সিস্টেম আপাতত বন্ধ আছে। কুকয়েনের সিইও-র ভাষ্যমতে তাদের পূর্বের ন্যায় আবার সচল অবস্থায় ফিরে আসতে প্রায় ১ সপ্তাহ সময় লাগতে পারে। সুতরাং, এখন আমাদের উচিত ধৈর্য নিয়ে পরবর্তী ঘোষনা আসা পর্যন্ত অপেক্ষা করা।
newbie
Activity: 5
Merit: 1
September 27, 2020, 10:41:52 AM
Kucoin exchange এর deposite  এবং withdraw কবে নাগাত চালু হবে।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
September 27, 2020, 07:44:35 AM
আপনারা কেউ UNI/ETH pool অথবা Uniswap Liquidity Mining এ অংশগ্রহণ করেছেন কি? করে থাকলে অভিজ্ঞতা কেমন জানাবেন।

যারা বিষয়টা সম্পর্কে জানেননা, তারা আগে এইটা পরে নেন - https://uniswap.org/blog/uni/

আমি অংশগ্রহণ করেছি এবং মাইনিং রিওয়ার্ড তারাই বেশি পাবে, যারা লিকুইডিটি বেশি দিতে পারবে। আমি মূলত ETH-USDT পেয়ারে লিকুইডিটি দিয়েছি এবং সর্বমোট $২৫০ এর ETH-USDT জমা করতে লেগেছে ( মোট ডলারের ৫০% ETH এবং ৫০% USDT পেয়ারে দিতে লেগেছে) । আর ইথিরিয়াম নেটওয়ার্কের গ্যাস ফি বেশি হওয়াতে প্রতিটি ট্রান্সজেকশন করতে $১২ এর ইথিরিয়াম ট্রান্সজেকশন ফি দিতে লেগেছে । আমার ২টি ট্রান্সজেকশনে কম gwei ব্যবহার করায় বিফলে যায় এবং আমাকে $২৩ অতিরিক্ত ট্রান্সজেকশন ফি দিতে লাগে।তাই লিকুইডিটি প্রভাইড করার পর যখন Uni-Lp-Token টি মাইটিং অংশে জমা দিবেন, তখন একটু বেশি gwei কিংবা গ্যাস ফি ব্যবহার করিয়েন। নিচে আমার প্রতি সপ্তাহের রিওয়ার্ডের স্ক্রিনশট দিলাম।

https://i.imgur.com/OhaQ7fk.png

নোট: আমি যখন অংশগ্রহণ করি , তখন টোটাল ডিপোজিট ছিল মাত্র ২৫৬ মিলিয়ন এবং প্রতিসপ্তাহে ০.৫৪ UNI টোকেন পাওয়ার কথা ছিল । কিন্তু দিন দিন সকল হোয়েলস এখানে লিকুইডিটি দিতেছে , তাই প্রতি সপ্তাহে রিওয়ার্ডও কমে যাচ্ছে। তাই UNI মাইনিং করার ইচ্ছা থাকলে $২০০০ এর বেশি নিয়ে অংশগ্রহণ করুন , তা নাহলে ট্রান্সজেকশন ফি তুলতে পারবেন না। আর আমি সবকিছু জানতে চাই , এজন্য এটিতে অংশগ্রহণ করেছি। আশা করি ইয়েল্ড ফার্মিং নিয়ে একটি পোষ্ট লিখবো।  Wink
আমি UNI-ETH Pool এ liquidity দিয়েছিলাম। এই pool টা তো এখনো Liquidity Mining এ add ই হয়নি দেখছি। ১০০ UNI + ২ ETH মতো দেওয়া আছে। এক সপ্তাহে প্রায় ৪০ USD earning দেখাচ্ছে। যদিও ১০০ UNI আর ২ ETH ধরে রাখলে এর থেকে better position এ থাকতাম মনে হয়। Impermanent Loss হলো। Smart Contract execution failure এ আমারো দুইবার টাকা গেছে। তারপর slippage tolerance বাড়িয়ে ১০% করায় transaction front run করেছে।



@BitCoinDream আপনারে একটাই কথা কমু। Quote গুলা যখন করতেসিলেন, তখন বারো জনের বারো খান দেওয়া যাইলো না? ছয়খান যদি একজনের দেন, তাইলে আমাগো contribution এর আর কি মূল্য রইল?
আমি Merit Source application করেছি, Merit Rain application নয়। যে যা merit দিয়েছেন, স্বেচ্ছায় দিয়েছেন। আর Theymos এর নিয়ম অনুসারে recent time এর post quote করতে হতো। তাই গত চার মাসের মধ্যেই আমি সীমাবদ্ধ রেখেছি। নইলে এই thread এ আরো অনেক ভালো post আছে সেটা আমি জানি। তার বেশ কিছুতে আমি already merit দিয়েছি। বাকিদেরও অনুরোধ থাকবে, active user দের যদি পুরানো ভাল post খুঁজে পান, তাতে merit দেওয়ার জন্যে।



Merit পাওয়ার জন্যে আরো দুটি ভালো thread নিচে share করলাম আপনাদের সাথে...

১. [Merit] Hey Newbies! Can You Sign A Message?

২. [Merit] Help newbies and those who have a little left to the next rank



member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
September 27, 2020, 06:11:06 AM
Ethereum ২.০ কি? (What is Ethereum 2.0)
ইথেরিয়াম 1.0 এর সাথে, নেটওয়ার্কটি প্রতি সেকেন্ডে প্রায় 30 টি লেনদেনকে সমর্থন করতে পারে, এবং এটি বিলম্ব এবং ধীরের কারণ হয়।
এখানে এই তথ্যটি সম্পূর্ণ সঠিক নয়। আপনি আবার একটু দেখে নিবেন। Ethereum প্রতি সেকেন্ডে ~১৫ টা ট্রানজেকশন করতে পারে। আর আমি এটি পড়েছি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি ব্লগ থেকে (নিচে তার লিংক দিয়ে দিব, Speed শিরোনাম এর প্যারাটি দেখে নিয়েন।

Ethereum, ২০১৫ সাল থেকেই বহুল আলোচিত ও জনপ্রিয়। কিন্তু ফি এবং এর গতি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তখন থেকেই ডেভেলপাররা এটা নিয়ে কাজ শুরু করে আর ETH2 ই হবে এর সবচেয়ে বড় আপডেট যা ট্রাঞ্জেকশন এর গতি বৃদ্ধি করবে, আর নেটওয়ার্ক জনিত সকল সমস্যার সমাধান হবে। আর ধারনা করা হচ্ছে, এই আপডেট হবার পর ETH Blockchain আরো বেশি নিরাপদ ভাবে ব্যবহার করা সম্ভব হবে, সেই সাথে এর প্রয়োগ বৃদ্ধি পাবে।

এটা দেখে নিন: https://ethereum.org/en/eth2/
jr. member
Activity: 252
Merit: 4
September 27, 2020, 04:10:30 AM
Ethereum ২.০ কি? (What is Ethereum 2.0)
Ethereum ২.০, যা ETH 2 বা "নির্ভুল" নামেও পরিচিত, এটি ইথেরিয়াম ব্লকচেইনের একটি আপগ্রেড। আপগ্রেডের লক্ষ্য হল ইথেরিয়াম নেটওয়ার্কের গতি এবং দক্ষতা বাড়ানো যাতে এটি আরও বেশি লেনদেন প্রক্রিয়া করতে পারে এবং লেনদেন গুলো সহজ করতে পারে। ইথেরিয়াম ২.০ এ আপগ্রেড করার প্রধান কারণগুলির মধ্যে একটি হল নির্ভুলতা এবং দ্রুতকরন। ইথেরিয়াম 1.0 এর সাথে, নেটওয়ার্কটি প্রতি সেকেন্ডে প্রায় 30 টি লেনদেনকে সমর্থন করতে পারে, এবং এটি বিলম্ব এবং ধীরের কারণ হয়। ইথেরিয়াম 2.0 আপগ্রেড এর ফলে প্রতি সেকেন্ডে 100,000 লেনদেনের করতে পারবে। এই আপগ্রেড এর মাধ্যমে ETH Block চেইনগুলি প্রয়োগের আরো বিদ্ধি পাবে।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
September 27, 2020, 03:53:22 AM
Ethereum ২.০ কি? (What is Ethereum 2.0)
আসলে ইথেরিয়াম ব্লকচেইন এর আপডেট ভার্সন কেই ইথেরিয়াম ২.০ বলে। আমরা যেমন এন্ড্রয়েড এর নতুন নতুন ভার্সন কে এন্ড্রয়েড ৯.০ বলি এমন।
ইথেরিয়াম এর এই নতুন আপডেটেড ব্লকচেইন আগের ব্লকচেইন থেকে অনেক বেশি উন্নত। এই আপডেট এর মুল লক্ষ্য ইথেরিয়াম ব্লকচেইন এর ট্রাঞ্জেকশন এর গতি বৃদ্ধি করা, এর দক্ষতা, স্কিল ব্যবহার আরো বাড়ানো। এছাড়াও এর ব্যবহার সহজ করার চেষ্টা করা হয়েছে।
Jump to: