সোশ্যাল মিডিয়ার বাউন্টি গুলো এখন নতুনদের একমাত্র উপার্জনের উপায়। সিগনেচার কেম্পেন গুলো পুরাতন দের জন্য হলেও আগের মত সুযোগ নাই। আপনাদের আসল চিত্র জানানোর একমাত্র কারন,সময় মূল্যবান।এই ফোরামে কাজ করতে না পারলেই জীবন শেষ হয়ে যাবে না। তবে আপনার যে কোন সেবামুলক কাজের পারিশ্রমিক ক্রিপ্টো তে নিতে চাইলে , আপনি আসল জায়গায় আছেন
আসলেই আপনি সত্যি কথাটাই বলেছেন। বেশিভাগ নতুন বাংলাদেশি এখানে জয়েন হচ্ছে শুধু মাত্র বাউন্টি এর আশায়। কিন্তু নতুন একাউন্ট করে কেউই সোশ্যাল মিডিয়া বাউন্টি ছাড়া আর কিছুই করতে পারছেনা। আর আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়া বাউন্টি তে কোনো ইনকাম নেই বললেই চলে যদি না আপনার ১০০০০+ ফলোয়ার এর কয়েকটি আইডি থাকে। কিন্তু যদি আপনি এই ফোরামে শিক্ষার জন্য আসেন, অন্যকে সাহয্য করার জন্য আসেন তাহলে অবশ্যই আপনি র্যাঙ্ক গ্রো করে ভালো পরিমান আয় করতে পারবেন সিগনেচার করার মাধ্যমে। তারজন্য আপনাকে শুধু মাত্র সঠিক জায়গায় সঠিক পোস্ট করতে হবে এবং মোটামোটি ভালো পরিমানের ইংরেজী জানতে হবে। কারন বেশি মেরিট পেতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি বোর্ড গুলোতে পোস্ট করতে হবে।
মানুষ একদমই কেয়ার করেনা। আমার ত মনে হয় নিজেরাই নিজেদের ভেতর মেরিট শেয়ার করে। অনেক ভাল ভাল জবাব দেবার পরেও, অনেক ইনফো শেয়ার করার পরেও একটা মেরিট পায়নাই এমন মানুষের অভাব নাই। তবে এই ফোরাম এর মত অন্নান্ন ফোরাম তৈরি হয়েছে সেখানে সময় দেয়া যেতে পারে। এমন কি প্রতি পোস্ট অনুযায়ী পে করতেসে এমন কিছু ফোরাম ও আছে। কিন্তু এই ফোরাম এর মত এত জনপ্রিয় নয় এবং মনে হয় সময় অনুযায়ী উপার্জন যথার্থ নয়। কিন্তু হয়ত কখনও অই ফোরাম গুলো, এই ফোরাম এর মত জনপ্রিয় হয়ে উথবে এই আশায় কিছু সময় দেয়া যেতে পারে।
বাংলা হোক আর ইংরেজি, কোন থ্রেডেই মেরিট এর বালাই নাই। বরং আমি বাংলা থ্রেড থেকেই কিহু মেরিট পেয়েছি। উপকারি পোস্ট পেলে আমাদের উচিৎ তাদের কে মেরিট দেয়া।
আপনি যত মেরিট আয় করবেন তার অর্ধেক আপনি দিতে পারবেন। তবে ফোরাম এর নিয়ম অনুযায়ী, অব্যবহৃত মেরিট বিয়োগ করা হয়। মানুষ অনেক অনিয়ম করতেসিল। একটু সিনিওর মেম্বারশিপ হইলেই ভাল দামে বিক্রি করে দিত। একজনের ৫/৬ ট্যাঁ করে ভাল রেঙ্ক এর একাউন্ট থাকত। আরও অনেক অনিয়ম। সুযোগ সন্ধানী দের জন্য আজ এতটা কঠিন হয়ে গেল সব কিছু। তবে হাই রেঙ্ক এর প্রতিটা একাউন্টের মূল্য বেড়ে গেল অনেক। সবার নিজ নিজ একাউন্ট এর ব্যাপারে সতর্ক হতে হবে। সিকিউরিটি বারাতে হবে। এবং নিরাপদ নয় এমন কানেকশন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।