আমার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করতে চাচ্ছি মেরিট এর বিষয়ে। কথাগুলো বলার আগে আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কোন কিছু ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমরা অনেকেই আছি যে মেরিট এর জন্য অস্থির হয়ে যাই, কোথায় গেলে মেরিট পাব কি করলে মেরিট পাব এইসব বিষয়ে আমরা অস্থির হয়ে থাকি। এগুলা ভাবতে ভাবতে আমাদের ফোরামের সম্পর্কে জানা হয় না আমাদের যে মূল লক্ষ্য টা সেই সম্পর্কে জানা হয় না এই মেরিট এর পিছনে ছুটতে ছুটতে।
এখন আসি মূল কথায় আপনি যদি জব করে অনেক টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই কষ্ট করে লেখাপড়া করে ভাল পজিশনে যেতে হবে। ঠিক তেমনি ভাবেই আপনি যদি ফোরামে ভালো কিছু পেতে চান অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে।
ফোরাম সম্পর্কে আপনাকে আগে ভালোভাবে জানতে হবে ফোরামের কোথায় কি নিয়ে কথা বলে সে সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। কিন্তু আপনি তা না করে আপনি সবসময়ই স্পামিং করে যাচ্ছেন যারা আপনাকে মেরিট দিবেন তাদের নজরে আপনি খারাপ হয়ে যাচ্ছেন যেমন যেকোনো পোস্ট নিচে মেরিট চাইতেছেন স্পামিং করতেছেন। আমরা ফোরামে ঢুকেই এই ভুলগুলোই সবচেয়ে বেশি করি আর এই ভুল গুলোর জন্য আমাদের সবসময় পস্তাতে হয়।
আমরা যদি এই ভুলগুলা না করে প্রথমে ফোরামের সম্পর্কে ভালোভাবে জ্ঞান নিয়ে ব্লকচেইন সম্পর্কে ভালোভাবে জ্ঞান নিয়ে একটা ভালো তথ্য ফোরামে দিতে পারি তাহলে আপনার আর কারো কাছে চাইতে হবে না মেরিট।
এই মেরিট জন্য আপনার যা করতে হবে। সর্বপ্রথম আপনাকে এই ফোরামের সকল বিষয়ে জ্ঞান লাভ করতে হবে ফোরামের কোথায় কি নিয়ে আলোচনা করা হয় তার জ্ঞান লাভ করতে হবে তারপরে আপনাকে এই ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেইন সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে এবং আপনি যদি ইংলিশ একটু ভালো হন তাহলে আপনার আর মেরিট এর অভাব হবে না।
Beginners & Help :এইখানে যদি আপনি কাউকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন এবং আপনার তথ্যের কারণে যদি সে উপকৃত হয় তাহলে এখান থেকে আপনি ম্যারিড পেতে পারেন। এই জন্যই আপনার ইংলিশে জ্ঞান থাকতে হবে এবং ব্লকচেন , ক্রিপ্টোকারেন্সি , ফোরাম সম্পর্কেও জানা থাকতে হবে সঠিক তথ্য।
বাংলাদেশ (Bangladesh) :এখানে যদি আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে একজনকে ভালো ভাবে বোঝাতে পারেন এবং ভালোভাবে বুঝিয়ে ভালো তথ্য দিতে পারেন তাহলে এখান থেকে আপনি মেরিট পাবেন আর এই জায়গায় বাংলায় আপনার মনের ভাষায় বুঝাতে পারবেন এর জন্য এখানে ইংলিশ এর প্রয়োজন নেই আর এইখানে ইংলিশের ব্যবহার করাটা উচিত হবে না কারণ এটা আমাদের বাংলাদেশীদের জন্য বাংলায়।
তাই সব সময়ই এই মেরিট এর পিছনে না ছুটে একটু সচেতন হোন এবং ফোরাম সম্পর্কে জ্ঞান লাভ করুন ব্লকচাইন সম্পর্কে জ্ঞান লাভ করুন তাহলে আর আপনার পিছনের দিকে তাকাতে হবে না।
আমি আবারো আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি আমার এই কথায় কোন ভুল থাকে বা কারো মনে কোন আঘাত লেগে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের প্রত্যাশা কামনা করছি।