বাউন্টি ছাড়াও ফোরাম থেকে আয় করার বিভিন্ন উপায়
আমার আগের পোস্টে আমি বলেছিলাম এই ব্যাপারে কিছু লিখা দিব যা আপনাদের উপকারে আসবে। তাই আমি নিয়ে আসলাম এই ব্যাপারে বিস্তারিত লিখা।
লেখা শুরু করার আগে একটি টিপসঃ আপনার যদি কোনো স্কিল থাকে অথবা প্রতিভা থাকে তাহলেই আপনি এখানে কাজ করতে পারবেন। যদি কোনো স্কিল না থাকে তাহলে আপনি এখনি একটি স্কিল ডেভেলাপ এর জন্য নেমে পড়ুন।
সার্ভিস বোর্ড কি? সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।
সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে? আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।
এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ
✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।
থ্রেড বানানো শেষে কাজ? এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।
কিছু প্রশ্ন উত্তরঃ ১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে? উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব? উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব? উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।
আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ
✏ Digital Portrait Art Service💥💥 50% Discount৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।
এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।
আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।
এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ ----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅Telegram SHOP: Member and Post View Boost servicesএগুলা ছাড়াও
সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিতে পারেন।