Author

Topic: বাংলা (Bengali) - page 436. (Read 5722458 times)

jr. member
Activity: 266
Merit: 1
September 01, 2020, 04:13:26 AM
আমার ম্যানেজ করা বাউন্টিতে সবাইকে জয়েন করার জন্য আমন্ত্রণরইল।  আশা করি সবাই জয়েন করবেন। প্রজেক্ট ভালো এবং ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দিতে পারব।      
বাউন্টি লিনকঃ https://bitcointalksearch.org/topic/bountydegofinance-defi-with-sustainability-100000-dego-tokenclosed-5272474
টোটাল কতো ডলারের কাজ বুঝতে পারি নাই,
দয়া করে একটু সহযোগিতা করেন।        

১০০,০০০ ডেগো টোকেন দেওয়া হবে বাউন্টিতে। এই টোকেন uniswap এক্সেঞ্জার এ লিস্ট হবে। এর লিস্টিং প্রাইস হবে ০.৩$.
সেই হিসেবে টোটাল বাউন্টি বাজেট হল ৩০,০০০$। আশা করি বুঝতে পেরেছেন৷
জি ভাই বুঝতে পেরেছি।

আমি একটা সমস্যা ফেস করছি-
আমার বিটকয়েনটলক ইউজারনেম Rafiqul123,
অনেকের বিটকয়েনটলক ইউজারনেম Rafiqul,
এখন আমার সমস্যা হচ্ছে আমি না কি একাই একাধিক একাউন্ট চালু করেছি!
এ কথা বলে Gotem bounty আমাকে রিজেক্ট করেছে,
অথচ আমার একটাই একাউন্ট,
এখন আমার করনীয় কি?
আশা করি আপনার সহযোগিতা পাব।
ধন্যবাদ।।        
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
September 01, 2020, 03:04:47 AM
আমার account এ red trust আসছে। এটা remove করবো কিভাবে। দয়া করে সাহায্যে করুন।

এই রেডট্রাস্ট আপনি রিমুভ করতে পারবেন না। এই ফোরামে একই সাথে ২আইডি দিয়ে বাউন্টি জয়েন করা নিষেধ। কিন্তু আপনি এই অপরাধ করেছেন এবং ধরাও খেয়েছেন। তাই বাউন্টি ম্যানেজার আপনাকে রেডট্রাস্ট দিয়েছে। এখন যদি ঐ ব্যাক্তি নিজের থেকে রিমুভ না করে তাহলে কেউই এই র‍্যাড ট্যাগ রিমুভ করতে পারবেনা।
jr. member
Activity: 63
Merit: 1
September 01, 2020, 02:14:40 AM
আমার account এ red trust আসছে। এটা remove করবো কিভাবে। দয়া করে সাহায্যে করুন।
jr. member
Activity: 40
Merit: 2
August 31, 2020, 10:03:17 AM
ক্রিপ্টোকারেন্সি এমন একটি দুনিয়া যেখানে ভার্চুয়াল ভাবে অনেক অর্থ লেনদেন হয় এইখানে সরকারের কোন বাধা নিষেধ নেই। যদি কেউ আপনার একাউন্ট হ্যাক বা একাউন্ট হতে কেউ টাকা চুরি করে আপনি কোথাও অভিযোগ করতে পারবেন নাহ কারন ক্রিপ্টোকারেন্সি আমাদের দেশে নিষদ্ধ।এই কারনগুলি জন্য স্ক্যামার ক্রিপ্টোকারেন্সি  মাধ্যমে আপনার টাকা বা বিটকয়েন চুরি করে।

এই সব হ্যাক বা চুরি হওয়া থেকে আমাদের অনেকগুলি পদক্ষেপ নিতে হবে।যার অন্যতম পদক্ষেপ হচ্ছে পাসওয়ার্ড।আমাদের এমন পাসওয়ার্ড দিতে হবে যা আমাদের একাউন্টকে সুরক্ষিত করে।আজ আমি আলোচনা করব একটি একাউন্টের পাসওয়ার্ড কেমন হওয়া উচিত বা কেমন হওয়া উচিত নয়?

প্রথমে দেখা যাক পাসওয়ার্ড কেমন হওয়া উচিত নয়ঃ

খুব সহজ বা কমন পাসওয়ার্ড ব্যাবহার করবেন নাহ।
যেমনঃ
  • abcdef
  • 1234567
  • 7654321
 

নিজের কোন তথ্য দিয়ে পাসওয়ার্ড বানাবেন নাহ।
যেমনঃ
  • আপনার নাম
  • জন্মতারিখ
  • জন্মস্থান

কারন আপনার ফেসবুক,ই-মেইল ইত্যাদিতে আপনার নিজের দেওয়া তথ্য যে কেউ দেখতে পারে।

এতক্ষণ ধারনা দিলাম কেমন পাসওয়ার্ড হওয়া উচিত নয়।এখন ধারনা দিব কেমন পাসওয়ার্ড হওয়া উচিত।

আপনার পাসওয়ার্ড কমপক্ষে ৮টা শব্দ দিয়ে বানাতে হবে

  • ছোট-বড় শব্দ মিলিয়ে করতে হবে যেমন : AxmaN
  • অব্যশই সংখ্যা দিতে হবে
  • সেস্পাল ক্যারেক্টার দিতে হবে যেমনঃ !,#,$

বাক্য মাধ্যমে পাসওয়ার্ড করতে পারেন অর্থ্যাৎ একটি বাক্য যতগুলি শব্দ থাকবে সেই শব্দের প্রথম দুটি বর্ন ব্যাবহার করবেন।


যেমনঃ I was Playing football in afternoon at 5:15 Pm

এখন আপনার পাসওয়ার্ড এইরকম হবে

Iwaplfooinafat5:pm



এছাড়াও আপনি উন্ডোজ ডিফেন্ডার বা এন্টিভাইরাস ব্যাবহার করবেন। ভাইরাসের মাধ্যমে হ্যাকার আপনার সকল তথ্য চুরি করে নিতে পারে।আপনি গুগলে password generator লিখে সার্চ দিলে অনেক ওয়েবসাইট পাবেন তাদের মাধ্যমে একটা শক্তিশালি পাসওয়ার্ড বানিয়ে নিতে পারেন।

full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
August 31, 2020, 09:48:25 AM
আমার ম্যানেজ করা বাউন্টিতে সবাইকে জয়েন করার জন্য আমন্ত্রণরইল।  আশা করি সবাই জয়েন করবেন। প্রজেক্ট ভালো এবং ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দিতে পারব।      
বাউন্টি লিনকঃ https://bitcointalksearch.org/topic/bountydegofinance-defi-with-sustainability-100000-dego-tokenclosed-5272474
টোটাল কতো ডলারের কাজ বুঝতে পারি নাই,
দয়া করে একটু সহযোগিতা করেন।         

১০০,০০০ ডেগো টোকেন দেওয়া হবে বাউন্টিতে। এই টোকেন uniswap এক্সেঞ্জার এ লিস্ট হবে। এর লিস্টিং প্রাইস হবে ০.৩$.
সেই হিসেবে টোটাল বাউন্টি বাজেট হল ৩০,০০০$। আশা করি বুঝতে পেরেছেন৷
jr. member
Activity: 266
Merit: 1
August 31, 2020, 04:55:11 AM
আমার ম্যানেজ করা বাউন্টিতে সবাইকে জয়েন করার জন্য আমন্ত্রণরইল।  আশা করি সবাই জয়েন করবেন। প্রজেক্ট ভালো এবং ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দিতে পারব।      
বাউন্টি লিনকঃ https://bitcointalksearch.org/topic/bountydegofinance-defi-with-sustainability-100000-dego-tokenclosed-5272474
টোটাল কতো ডলারের কাজ বুঝতে পারি নাই,
দয়া করে একটু সহযোগিতা করেন।         
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
August 31, 2020, 01:21:04 AM
আমার ম্যানেজ করা বাউন্টিতে সবাইকে জয়েন করার জন্য আমন্ত্রণরইল।  আশা করি সবাই জয়েন করবেন। প্রজেক্ট ভালো এবং ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দিতে পারব।      
বাউন্টি লিনকঃ https://bitcointalksearch.org/topic/bountydegofinance-defi-with-sustainability-100000-dego-tokenclosed-5272474
member
Activity: 86
Merit: 27
August 30, 2020, 01:14:33 PM
Bitcoin কিনবে বেছলে যোগাযোগ করতে পারেন
সাবধান। Bitcointalk scammer এ ভইরা গ্যাছে। এখানে কেনাবেচা কইরেন না। Established peer to peer escrow platform ব্যবহার করেন।

কেননের লাইগা এই link গুলা দ্যাখেন...
১. https://localbitcoins.com/buy-bitcoins-online/bdt/
২. https://localcryptos.com/Bitcoin/Bangladesh/Buy

বেচনের লাইগা এই link গুলা দ্যাখেন...
১. https://localbitcoins.com/sell-bitcoins-online/bdt/
২. https://localcryptos.com/Bitcoin/Bangladesh/Sell

newbie
Activity: 84
Merit: 0
August 30, 2020, 11:10:30 AM
Bitcoin কিনবে বেছলে যোগাযোগ করতে পারেন
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
August 30, 2020, 07:28:05 AM
কিপ্টোকারেন্সির ভবিষ্যত কেমন...?

পৃথিবীর বিভিন্ন দেশে কিপ্টোকারেন্সির কদর বেড়েই চলেছে।
এটা নিয়ে আপনি অনেক কিছু জানেন এটা আমি বিশ্বাস করি। কারন এর পরের লাইন টাই তার প্রমাণ। যাই হোক ক্রিপ্টোকারেন্সি এর কদর যেহেতু বেড়েই চলেছে তাহলে সমানতালে কিন্তু এর একসেপটেন্সি ও বেড়ে চলেছে। মানুষ নতুন জিনিস জানছে। নিজের কাজের গোপনীয়তা রক্ষার সুযোগ পাচ্ছে। বড় বড় ডিল করার সুযোগ রয়েছে। ট্রেডিং এর বিস্তৃতি সম্পর্কে আশা করি আর বলা লাগবেনা। দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে মোটামুটি এখনকার যুগে ভালো থেকে শুরু করে অনেক খারাপ কাজ সম্পন্ন করার কাজেও ক্রিপ্টোকারেন্সির ব্যবহার লক্ষনীয়। আশা করি বুঝতে পেরেছেন। একটু গুগল করলে আরো ভালো বুঝতে পারবেন।

আমাদের বাংলাদেশের ৯৯% মানুষ বিটকয়েন কি তা জানেই না।
আপনার ধারনাটি সঠিক নয়। কারন আমাদের দেশের ১% মানুষ এখনো অনলাইন শপিং করে না। আর বিটকয়েন তো অনেক পরের হিসাব। জাস্ট উদাহরণ হিসেবে বললাম। অনলাইন শপিং এখন আমাদের দেশে খুবই ভিজিবল জিনিস, এতো এতো মানুষ কেনাকাটা করেও সেটা ১% এ আনা সম্ভব হয় নি। হাইপোথেটিক্যাল উদাহরণ থেকে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন।
অনেক দেশ থেকে কত ক্রিপ্টোকারেন্সি  কত এক্সচেঞ্জ লঞ্চ হচ্ছে। আশা করি আমার দেশ ও এগিয়ে যাবে এই অনলাইন কারেন্সি তেও। Smiley
আমাদের দেশ পরবর্তী ৫০ বছরেও ক্রিপ্টোকারেন্সি এর বৈধতা পাওয়ার কোনো চান্স নাই। আর দেশ পরিচালনার প্রতিটি দপ্তর প্রায় ধ্বংস। যাই হোক এটা আমাদের কাছে দিবা স্বপ্ন বৈ কিছুই না। তারপরও আমরা আশা রাখি একদিন হবে।
jr. member
Activity: 266
Merit: 1
August 30, 2020, 02:28:19 AM
কিপ্টোকারেন্সির ভবিষ্যত কেমন...?

পৃথিবীর বিভিন্ন দেশে কিপ্টোকারেন্সির কদর বেড়েই চলেছে।
দয়া করে একটু জানাবেন যদি কারো জানা থাকে।
ধন্যবাদ।।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
August 29, 2020, 03:56:06 PM
snip
snip

আমার মতে আপনাদের দুই জনের কথাই সঠিক, এবং আপনাদের মতামত ১৯-২০। একই কথাকেই দুইজন ঘুড়িয়ে ফিরিয়ে সর্বশেষ এ একই মতে আসতেছেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 29, 2020, 03:03:03 PM

অন্যের জ্ঞানকে সম্মান করি। যদি আমার কথা গুলা যৌক্তিক ছিল, আমার সব কথার চুল চেড়া বিশ্লেষণ করে  আবার আমার কথায় ফেরত এলেন বেশিরভাগক্ষেত্রে। প্রাসঙ্গিকভাবেই প্রবাদ বলেছিলাম, আপনি হয়ত আরও ডিটেইল উত্তর চান।  
ভবিষ্যতে বিটকয়েন এর মুল্য বাড়বে। মোট বিটকয়েনের সংখ্যা হবে ফিক্সড, চাহিদা বাড়বে। মানুষের মাঝে ক্রিপ্টো জনপ্রিয় হবে, এসব কিছু মিলিয়ে বলা হয়েছে, ক্রিপ্টোর দাম অনুমান নির্ভর। কিন্তু তেল বা মুল্যবান ধাতুর দাম এরুপ নয়। আপনি হয়ত স্পেকুলেটিভ কথার শাব্দিক অর্থ নিয়ে কনফিউযড  

মজা পাইলাম অনেক 🤣🤣। মাফ করবেন, আমি আপনার মতো ম্যানুপুলেশন করি না। আর আমি আগের পোষ্টেই বলেছি যে, আপনার বলা স্পেকুলেটিভ বা অনুমান কথার সাথে আমি ৫০% একমত, কিন্তু সম্পূর্ণরূপে নয়।  আমি যদি  আপনার বলা স্পেকুলেটিভ এর শাব্দিক অর্থ নাই বুঝি বুঝাই দেন। শুধু একটাই কথা, করো কাছে ৬ আর কারো কাছে ৯ এবং কে কোন দিক বা দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখতেছে, সেটা তার উপর নির্ভরশীল। আর একটা বিষয় শেষ না করে অন্য একটি বিষয়ে যাওয়ার মাধ্যমে ম্যানুপুলেশন না করলে খুশি হব। আপনি যেখানে ঠিক, আমি সেখানে অবশ্যই সহমত পোষণ করেছি এবং ভবিষ্যতেও করব, কিন্তু একটা রিপ্লাইয়ের অন্য মানে/অর্থ বের করার মানে কিছুই দেখি না। আমার প্রথম রিপ্লাইয়ের বিষয় ছিলো " লিব্রা আদৌ রিয়েল ক্রিপ্টো কি না?" আর আপনি বিষয়টি কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছেন। আপনার পরের রিপ্লাইয়ের বিষয়টি ছিলো বিটকয়েন নিয়ে বেশি । আমি আপনার রিপ্লাইয়ের কোনো যৌক্তিকতা খুজে পাইলাম না। আবারো বললাম,  করো কাছে ৬ আর কারো কাছে ৯ এবং কে কোন দিক বা দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখতেছে, সেটা তার উপর নির্ভরশীল।
legendary
Activity: 1526
Merit: 1026
August 29, 2020, 02:23:48 PM
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 29, 2020, 12:43:34 PM
সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে আমরা যখন কোন কয়েন বা টোকেন ডিপসিট করি, আমরা আমাদের টোকেন কি এক্সচেঞ্জের হাতে তুলে দেইনা ? তখন সম্পদের সম্পূর্ণ মালিকানা কি আমাদের থাকে? এটা ক্রিপ্টোর উদ্দেশ্য ?

সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে ক্রিপ্টো রাখালে অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে পারেন, এটা সত্য এবং এই বিষয়টি আমিও বার বার পূর্ববর্তী পোষ্টে অনেকবার বলেছি। এছাড়াও আরো একটি বিষয় বলেছি যে, সবসময় সেই ওয়ালেটে ক্রিপ্টো রাখবেন যেটার প্রাইভেট কি অথবা প্রবেশাধিকার আপনার কাছে আছে। তবে আপনার পূর্বের পোষ্ট আপনি যেমন করে কথাটা বলেছেন, সেটি পোষ্টের রিপ্লাইয়ের সাথে মিল রাখেনি আমার কাছে। কারণ আপনি সম্পূর্ণরূপে কথাটি লেখেন নাই।  Grin Cheesy

আমি বলেছিলাম ক্রিপ্টোর মূল্য , মূল্যবান ধাতু/ তেলের বাজার মুল্্যের মত নয়, speculative (অনুমান নির্ভর)। আমার এই কথাও ভুল ?

আমি এটির সাথে ৫০-৫০ এর মধ্যে আছে। কারণ সব ক্রিপ্টো এমন না এবং বিটকয়েনের তো একবারেই সঠিক বলা যায় না। কারণ বিটকয়েনে যখনই এডোপশন হয়, তখনেই মূল্য উদ্ধগতি দেখা যায়। এছাড়াও আরো কিছু বিষয় থাকে এবং অনেকে তো অনুমান করে বলে বিটকয়েন ২০২১ সালে ৩-৫ লক্ষ ডলারে যাবে। যদি সম্পূর্ণরূপে অনুমান নির্ভর হয়, তাহলে এই অনুমান দেখার অপেক্ষায় রইলাম।

নোট: আমি বিটকয়েনে বিশ্বাস রাখি। কারণ বিটকয়েনের মূল্য ওঠানামা করলেও আজ হোক আর কাল হোক বৃদ্ধি পাবে। আর হয়তো বিটকয়েনের মূল্য অদূর ভবিষ্যতে ১ মিলিয়ন ডলারেও যাইতে পারে।  Grin Grin

আশা করি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় নিয়ে উত্তর দিবেন

অবশ্যই, উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত যেখানে কোনো নতুন কিছু জানতে পারবো।  Grin Cheesy
legendary
Activity: 1526
Merit: 1026
August 29, 2020, 12:17:36 PM
jr. member
Activity: 266
Merit: 1
August 29, 2020, 08:08:47 AM
ভাইয়া,
আপনাদের ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। আমি BitcoinTalk এ নতুন, আমি সমস্থ নিয়ম কানুন জানি না। তাই পোস্ট গুলো করেছিলাম। আমি সমস্থ নিয়ম কানুন জানার চেষ্টা করছি। এবং পোস্ট গুলো ডিলিট করে দিয়েছি। আশা করি ভবিষ্যতে এমন ভুল হবে না। আপনাদের অসংখ্য দন্যবাদ আমার ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য।
আপনার ভুলটা দেখে আমিও শিক্ষা গ্রহন করলাম,
আমিও ভবিষ্যতে সতর্কতার সহিত পোস্ট করবো,
যদিও কপি পোস্ট করি না আমি।
ধন্যবাদ আপনাকে।।
jr. member
Activity: 266
Merit: 1
August 29, 2020, 08:03:38 AM
snip

এই কারনেই আমি উনার এই পোস্ট গুলোতে কোনো মেরিট দেই নাই। আমি জানতাম উনি পোস্ট গুলো কপি করে এনেছে কারন এগুলো আমি কোথাও পড়েছিলাম এমন মনে হচ্ছিল। সময়ের অভাবে আমি রিচার্স করতে পারি নাই। আপনাকে ধন্যবাদ আপনার সময় অপচয় করে সবগুলো আসল আর্টিকেল এর লিঙ্ক দিয়েছেন।

আর কামরুল ভাই আমি জানিনা আপনি কেন এমন করেছেন। আপনার এখন উচিত হবে সবগুলো পোস্ট নিজের থেকে ডিলেট করে দেওয়া, কারন আমি এখন রিপোর্ট দিলে আপনার আইডি উড়ে যাওয়ার চান্স ৯০%। তাই নিজ থেকে ডিলেট করেদিন সবগুলো কপি পোস্ট আমাদের যেন দ্বিতীয় বার বললতে না হয়।
বিষয়টা আমি পুরোপুরি জানতাম না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিষয়টা সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
শুভকামনা রইলো।। 
jr. member
Activity: 252
Merit: 4
August 29, 2020, 04:03:28 AM
ভাইয়া,
আপনাদের ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। আমি BitcoinTalk এ নতুন, আমি সমস্থ নিয়ম কানুন জানি না। তাই পোস্ট গুলো করেছিলাম। আমি সমস্থ নিয়ম কানুন জানার চেষ্টা করছি। এবং পোস্ট গুলো ডিলিট করে দিয়েছি। আশা করি ভবিষ্যতে এমন ভুল হবে না। আপনাদের অসংখ্য দন্যবাদ আমার ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
August 29, 2020, 01:17:21 AM
Jump to: