Author

Topic: বাংলা (Bengali) - page 438. (Read 5300986 times)

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 02, 2020, 08:47:32 AM
আমি এই ফোরামের নতুন।আপনাদের সহযোগিতা আশা করছি।
আপনাকে বাংলাদেশ লোকাল বোর্ডে স্বাগতম এবং এইখানে পোষ্ট করার পূর্বে অবশ্যই এইখানে ক্লিক করে লোকাল বোর্ডের নিয়ম ও নতুনদের জন্য লিংক করে দেয়া পোষ্টগুলো পড়ে নিবেন। এছাড়াও যেসব পোষ্ট অন্যান্য নতুনরা এইখানে ইতিমধ্যে করেছে, সেই একই পোষ্ট কপি করে পোষ্ট করা থেকে বিরত থাকুন। অন্যথায় স্পামিং হিসেবে পোষ্টগুলো ধরা হবে এবং এইখানে স্পামিং না করায় ভালো। অবশ্যই পূর্ববর্তী পোষ্টগুলো পড়ার পর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় প্রশ্ন করুন । আপনার প্রশ্নের উত্তর দেয়ার জন্য সকল উচ্চপদস্থ ব্যবহারকারীরা সবর্দা সহায়ক হিসেবে রয়েছেন।

কিছু গুরুত্বপূর্ণ পোষ্ট :

১. আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?

২. বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্ব-০১

৩. মেরিট সংক্রান্ত ধারণা

৪. ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার

newbie
Activity: 1
Merit: 0
July 02, 2020, 06:56:13 AM
আমি এই ফোরামের নতুন।আপনাদের সহযোগিতা আশা করছি।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
July 01, 2020, 11:08:15 AM
আমি বিটকয়েনে নতুন। তাই আমি বিটকয়েন সম্পর্কে জানতে চাই। 
আপনাকে ফোরামে স্বাগতম। আশাকরি আপনার এই ফোরামের যাত্রা শুভ হবে। প্রথমেই এই ফোরামের রুলস গুলো পড়ে নিন। এছাড়া আমাদের আগের পোস্ট গুলো দেখতে পারেন অনেক কিছু জানতে পারবেন। তারপরও যদি কিছু জানতে চান আমাদের কে প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।



Hello...

একটি ছোট্ট টিপসঃ যদি ফোরামে আইডি টিকিয়ে রাখতে চান তাহলে এই ধরনের ১শব্দের পোস্ট দেওয়া থেকে বিরত থাকুন। না হয় স্প্যামিং এর জন্য আপনি ব্যান হবেন। আর আপনার যত ধরনের প্রশ্ন থাকবে সব ১টি পোস্টেই উল্ল্যেখ করবেন। ধন্যবাদ।
newbie
Activity: 5
Merit: 0
July 01, 2020, 10:41:45 AM
আমি বিটকয়েনে নতুন। তাই আমি বিটকয়েন সম্পর্কে জানতে চাই। 
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 28, 2020, 10:42:38 AM
করোনা ভাইরাসের জন্য বেশ কিছু প্রজেক্ট সাকসেস হতে হতেও হচ্ছে না।  
আপনি  ঠিক বলেছেন Covid - 19 এর কারণে পুরো অনলাইন প্ল্যাটফর্ম
ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
আপনার কথাটি শুধুমাত্র সেন্ট্রালাইজ বা এককেন্দ্রিক ব্যবস্থাগুলোর ক্ষেত্রে সঠিক, কিন্তু ব্লকচেইনের প্রজেক্টের জন্য সম্পূর্ণ সঠিক নয়। আর যদি আপনি নতুন অল্টকয়েন প্রজেক্টের কথা বলেন, তাহলেও সেটি বাস্তবিক ক্ষেত্রে সঠিক নয়। কারণ যেসব প্রকৃত বা ভালো প্রজেক্ট এই ক্রিপ্টোকারেন্সি কিংবা ব্লকচেইনের দুনিয়াতে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে কিংবা করে ,তারা কখনোই থেমে থাকবে না এবং তারা শুধুমাত্র বিনিয়োগকারীর অপেক্ষায় থাকে না। তারা অবশ্যই নিজেদের প্রজেক্টের সঠিক তত্ত্বাবধানের জন্য স্পন্সার/তত্ত্বাবধানকারী খুজে নেবে যেন বিনিয়োগকারী না হলেও প্রজেক্টের কাজ চলতে থাকে। আর যেসব নতুন প্রজেক্ট শুধুমাত্র উরা-ধুরা স্বপ্ন দেখায় হইটপেপারে বলে, আমরা ব্লকচেইন দুনিয়া এটা করব ওটা করব , আবার কম সবচেয়ে মূল্যের ২-১০গুণ মুনাফা পাবেন। এই ধরনের সকল প্রজেক্ট শুধুমাত্র বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা/অর্থ উত্তোলনের জন্য আসে। টাকা/অর্থ তোলা শেষে একটা ফালতু এক্সচেঞ্জে লিস্ট করে গায়েব হয়। তাই সকলে এই করোনার সময় যদি কোনো প্রজেক্টে বিনিয়োগ করেন কিংবা কোনো কয়েন/টোকেনে ট্রেড করেন। তাহলে অবশ্যই নিজেদের বিচার-বিশ্লেষণ করবেন এবং অন্যের কথায় ধনী হওয়া চেষ্টা না করায় ভালো।  Wink

Grin Grin বিভিন্ন নতুন অল্টকয়েন প্রজেক্টের বাস্তবতা  Grin Grin
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
June 27, 2020, 02:17:48 PM
বিভিন্ন সময়ে করা গুরুত্বপূর্ণ কিছু post শুরুর post থেকে link করা হলো। আশা করবো নবাগতদের কাজে লাগবে। আরো ভালো post পেলে যে কেউ এই post টি quote করে এই thread এই জানাতে পারেন। সংকলন বিবেচনাসাপেক্ষ।
newbie
Activity: 784
Merit: 0
June 27, 2020, 01:33:41 AM
আচ্ছা ভাইয়ারা আমার আরেকটা একাউন্ট ছিলো যেটা কালকে হঠাৎ লক করে দেয় এবং ফোরাম থেকেও আমাকে লক করে দেয়া হয়.... কিন্তু কেনো করলো বুজতেছিনা.. আমি তাদেরকে মেইল করছি কোনো কাজ হচ্ছে না...কি করলে আইডি পাবো কেউ জানলে জানাবেন!  ধন্যবাদ
আইডি লিংক https://bitcointalksearch.org/user/parvinmw-1973924
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 27, 2020, 12:29:00 AM
Bah. Darun hoyeche. Amader bangladeshi community khub ekta informative na. Apnar moto effort debar somoy ekhon hoyna kintu apnake dhonnobad dite karponno korbona.
Amra jara purano tara vaggoban, karon merit system chalu hobar pore notunder pokkhe upgraded member hoa tough, nearly impossible hoye geche. Tai signature campaign gulote notun ra participate korte parlona.
Apnader kono help lagle reply diben. Try korbo

ধন্যবাদ @malekbaba এবং আশা করি আপনি "বাংলাদেশ লোকাল সেকশনে" সকলকে আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করবেন এবং যেকোনো সমস্যায় পাশে থাকবেন। আপনার কাছে একটিমাত্র অনুরোধ থাকবে আর সেটি হলো , লেখাগুলো যদি বাংলায় লেখেন তাহলে এই লোকাল বোর্ডটি খুবই উপকৃত হবে। কারণ এই লোকাল সেকশন চালু করেন @BitCoinDream এবং তিনি আমাদের উপকারের জন্য অর্থ্যাৎ বাংলাদেশের নিজস্ব sub-forum এর আবেদন করেন । যেখানে সকল উচ্চপদস্থ মেম্বার বা ব্যবহারকারীদের মূল্য অভিযোগ্য ছিল যে, লোকাল সেকশনটিতে ইংরেজিতে অনেক পোষ্ট রয়েছে এবং সেই তুলনায় বাংলা বর্ণমালায় পোষ্টের পরিমাণ খুবই কম। তাই আমরা তখন বাংলাদেশের জন্য একটি নিজস্ব sub-forum পাইনি। তাই আমাদের সকলকে এখানে বাংলা বর্ণমালায় লেখতে হবে এবং ভালো ভালো পোষ্ট দিয়ে লোকাল সেকশনটিকে সমৃদ্ধ করতে পারলে , আমরা হয়তো নিজস্ব sub-forum একদিন পাব। আর আপনি যেহেতু আমাদের এখানকার সবচেয়ে পুরাতন এবং অভিজ্ঞ একজন যেমনটা @BitCoinDream , তাই আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে।  Smiley Cheesy
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 27, 2020, 12:10:17 AM
ভাই কেউ DMG তে invest করতেসেন কি?

https://www.coingecko.com/en/coins/dmm-governance
এই টোকেনটির শুধুমাত্র হাইপ/ফোমো তৈরি হইছিল যে, এটি হতে যাচ্ছে পরবর্তী Compound টোকেন । কারণ Compound টোকেন যখন শুরু হয়,তখন এর মূল্য ছিল মাত্র $৬০ এবং এটি পরবর্তীতে $৩০০+ মূল্যে পৌছায় এবং যারা ইনভেস্ট/বিনিয়োগ করছিলেন, তারা প্রায় ৪-৫গুণ লাভ করে। কিন্তু এখানে একটি বিষয় সকলের লক্ষ্য করা উচিত, Compound টোকেনের মূল্য এত বূদ্ধির একটি সবচেয়ে বড় কারণ হলো এটি Coinbase এ লিস্ট হয় । আর যারা ক্রিপ্টো নিয়ে সবসময় বিশ্লেষণ করেন, তারা জানেন যে, যদি কোনো টোকেন/কয়েন Coinbase এ লিস্ট হয়, তখন সেই কয়েনের মূল্যের বূদ্ধি হয় অর্থ্যাৎ কয়েন/টোকেন পাম্প হয়। এটি ছিল সবচেয়ে বড় একটি কারণ যার জন্য  Compound টোকেনের মূল্য এতটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও Binance এ লিস্টিং এর খবরও শুরুদিকে ক্রিপ্টো-লাভারদের মধ্যে আলোচনার বিষয় ছিল। আর এই ধারাবাহিকতায় DMM Governance টোকেনটি শুরু হলে হাইপ/ফোমো তৈরি হয় এবং এটির মূল্য প্রায় ২ গুণে চলে যায়। কিন্তু হাইপ বা ফোমো বেশিদিন টেকসই হয় না, তাই পরবর্তীতে মূল্যের অধপতন হয় এবং আবার বৃদ্ধি হতে শুরু করে। তবে আপনি চাইলে ট্রেড করতে পারেন , কিন্তু কখনোই অনেকদিনের জন্য হোল্ড করার চিন্তা না করলে ভালো। শুধুমাত্র কম সময়ের জন্য ট্রেড করুন এবং লাভ হলেই ওই কয়েন/টোকেন থেকে সরে পড়ুন। অন্যকোনো ভালো কয়েনে ইভেন্ট দেখে ট্রেড শুরু করেন। এতে অল্প লাভ হলেও বেশি ক্ষতির সম্ভাবনা কম।
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 26, 2020, 10:16:10 PM
আমি এই ফোরামের নতুন সদস্য।আপনাদের সহযোগিতা আশা করছি।

প্রথমত আপনাকে ফোরামের নিয়ম কানুন শিখতে হবে। ফোরামের রুলসগুলো ভালোভাবে পড়ে  নিতে হবে। রুলসগুলো মেনে চলতে হবে,,

এই ফোরামে কিভাবে কাজ করতে হয়?
আর এইখান থেকে কি ইনকাম করা যায়?

হ্যা এখান থেকে ইনকাম করা যায় বাউন্টি করে।

যদি যায় তাহলে কিভাবে ইনকাম করব?

এই থ্রেডে গিয়ে বাউন্টি পাবেন অনেক তবে হ্যা দেখেশুনে জয়েন হবেন
কারণ রিসেন্টলি বাউন্টি স্ক্যাম হচ্ছে
বাউন্টি.   https://bitcointalk.org/index.php?board=238.0
newbie
Activity: 19
Merit: 0
June 26, 2020, 08:51:40 PM
বিটকইনটেল্ক এর কাজ করার জন্য ভাল কোন টেলিগ্রাম গ্রুপ আছে যে সাপুট পাওয়া যাবে।
member
Activity: 86
Merit: 27
June 26, 2020, 11:24:51 AM
ভাই কেউ DMG তে invest করতেসেন কি?

https://www.coingecko.com/en/coins/dmm-governance
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 25, 2020, 09:58:30 PM
করোনা ভাইরাসের জন্য বেশ কিছু প্রজেক্ট সাকসেস হতে হতেও হচ্ছে না। 
আপনি  ঠিক বলেছেন Covid - 19 এর কারণে পুরো অনলাইন প্ল্যাটফর্ম
ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
June 24, 2020, 07:47:13 AM
বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্ব-০১  Cheesy


খুব সন্দর হয়েছে। আশা করা যায় নতুন নতুন ক্রিপ্টো লাভারদের অনেক উপকার হবে উপরের তথ্য গুলো জানতে পেরে। ধন্যবাদ এমন সুন্দর করে গুছিয়ে লিখার জন্য।
legendary
Activity: 1526
Merit: 1026
SellDefi.com | Earn by selling files
June 23, 2020, 05:42:00 PM
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 23, 2020, 07:57:28 AM
ক্রিপ্টোজগতের সাধারণ বিষয় ১০১ | পর্ব-০১


বিটকয়েনটক ফোরামের সকল বাংলাদেশি নতুন মেম্বারদের উদ্দেশ্য একটি ভালো উপায় দিলাম, এটি ব্যবহার করলে আশা করি আপনাদেরকে আর এইখানে একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে হবে না। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এইটা বুঝতে পারছি যে, বাংলাদেশি অধিকাংশ বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীরা এয়ারড্রপ না হয় বাউন্টির কাজ করার মাধ্যমে এই ফোরাম সম্পর্কে জানতে পেরেছে। কারণ অধিকাংশ নতুন ব্যবহারকারীরা এইখানে এসেই বাউন্টি কিংবা কিভাবে ফ্রী অর্থ উপার্জন করা যায়, সেই বিষয়টি সম্পর্কে জানতে চায়। কেউ কখনোই বিটকয়েন ও ব্লকচেইন সম্পর্কে জানতে চায় না এবং এমনও বিষয় লক্ষ্য করছি যে, অনেকে বিভিন্ন ব্লকচেইন সম্পর্কে জানে না।
সবাই এমন একটি ভুল ধারণার মধ্যে আছে যে, ক্রিপ্টোকারেন্সি মানে বিটকয়েন , আর ওয়ালেট মানেই শুধু কয়েনবেজ বা ট্রাস্ট ওয়ালেই , এক্সচেঞ্জ মানেই বাইন্যান্স বা কিউকয়েন আর বিটকয়েনটক ফোরাম না এটি ফ্রী ইনকামের আড্ডাখানা।
যারা এমন ধারণার মধ্যে আছেন , তাদের জন্য এই পোষ্টটি এবং তারা অন্যদের বেশি সহযোগিতা ছাড়া কেমন করে বিটকয়েন ও ব্লকচেইন সম্পর্কে ব্যাপক জানতে পারবেন , সেটির একটি  Grin নিন্জা টেকনিক বলব প্রশ্ন-উত্তর পদ্ধতিতে:


প্রশ্ন-০১: বিটকয়েনটক ফোরামটি কি এবং কাদের জন্য ?
------------------------------------------------
উত্তর: বিটকয়েনটক ফোরামটি ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে কৌতুহলী ব্যক্তি ও প্রেমিদের জন্য এবং এখানের নতুন ব্যবহারকারীরা বিটকয়েন ছাড়া অন্যান্য সকল ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইনের নিত্যনতুন বিষয় জানতে পারবে ও উচ্চপদের সকল ব্যবহারকারীরা নতুনদেরকে সহযোগিতা করে থাকে ।

প্রশ্ন-০২: মেরিট কী এবং এটির গুরুত্ব কি?
------------------------------------------------
উত্তর: বিটকয়েনটক একটি সম্পূর্ণ মুক্ত ফোরাম এবং এখানে যেকেউ একাউন্ট তৈরি করতে পারবে। তাই কিছু সমস্যার সৃষ্টির হয় এবং সেটি হলো স্প্যামাদের/স্ক্যামাদের সংখ্যা ও অপব্যবহাকারীদের সংখ্যা বৃদ্ধি । আর এর সমাধান হিসেবে এডমিনিস্টররা মেরিট পদ্ধতির উদ্ভাবন করেন। এতে আপনি কতটা এই ফোরামের জন্য গুরুত্বপূর্ণ ব্যবহারকারী সেটি বুঝা যায়। এছাড়াও যারা উচ্চপদের ব্যবহারকারী তারা খুবই অভিজ্ঞ ও নির্ভরযোগ্য হয়ে থাকেন।  তাই যেকোনো লেনদেনে সহযোগিতার পাশাপাশি যেকোনো প্রয়োজনে সহযোগিতা করে থাকেন।

প্রশ্ন-০৩: ক্রিপ্টোকারেন্সি মানেই কি বিটকয়েন?
------------------------------------------------
উত্তর: ক্রিপ্টোকারেন্সি মানেই বিটকয়েন না । তবে ব্লকচেইনের সর্বশ্রেষ্ঠ উদ্ভাবন হচ্ছে বিটকয়েন এবং বিটকয়েন ছাড়াও আরো অন্যান্য ক্রিপ্টোকারেন্সি আছে , যারা বিটকয়েন ব্লকচেইনের সীমাবদ্ধতা ছিল বা যেসবের সমাধান বিটকয়েন দিতে পারেনি. সেসব সীমাবদ্ধতা বা সমস্যার সমাধানের উদ্দেশ্যে পরবর্তীতে উদ্ভাবন হয়েছে।

প্রশ্ন-০৪: ক্রিপ্টো ওয়ালেট মানেই কি কয়েনবেজ বা ট্রাস্ট ওয়ালেট?
------------------------------------------------
উত্তর: না, কিন্তু কয়েনবেজ বা ট্রাস্ট ওয়ালেট যেকোনো নতুন ব্যবহারকারীর জন্য খুবই সহজ এবং জনপ্রিয়। এছাড়াও কয়েনবেজে ই-মেলে কোনো ফি ছাড়া লেনদেন করা যায় ( এটি অবশ্য আপহোল্ড ওয়ালেটেও আছে ) । ক্রিপ্টোকারেন্সির লেনদেনের জন্য সিস্টেম অনুযায়ী বিভিন্ন ওয়ালেট আছে। যেমন: Ledger Nano X, Trezor Hardware Wallet, Exodus , Guarda , Coinomi Mobile Wallet, Atomic Wallet, Jaxx Wallet প্রভৃতি একইসাথে একের অধিক ক্রিপ্টোকারেন্সির লেনদেনে ও সংরক্ষণের জন্য কিছু জনপ্রিয় ওয়ালেট । এছাড়াও নিজস্ব ব্লকচেইনের জন্য প্রত্যেকটি ক্রিপ্টোকারেন্সির অফিসিয়াল ওয়ালেট রয়েছে।

প্রশ্ন-০৫: ক্রিপ্টো এক্সচেঞ্জ মানেই কি বাইন্যান্স কিংবা কিউকয়েন?
------------------------------------------------
উত্তর:  না , ক্রিপ্টো এক্সচেঞ্জ মূলত দুই প্রকারের হয়। যেমন:
Quote
সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ:  যেসব এক্সচেঞ্জের সকল কার্যক্রম কোনো প্রতিষ্ঠান কিংবা কিছু ব্যক্তি দ্বারা পরিচালিত হয় এবং ব্লকচেইনের সম্পূর্ণ দরকার হয় না। শুধুমাত্র এক্সচেঞ্জের সকল ক্রিপ্টো সুরক্ষিত রাখার জন্য প্রত্যেকটি ব্লকচেইনের নিজস্ব কিছু কন্ট্রাক এড্রেস ব্যবহার করে থাকে।

ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ: এইসব এক্সচেঞ্জ মূলত যেকোনো একটি ব্লকচেইনকে ব্যবহার করে এক্সচেঞ্জের সকল কার্যক্রম করে থাকে। সহজ ভাষায় বলা যায় যে, এক্সচেঞ্জের সকল বাই-সেল ব্লকচেইনের কনফার্মেশনের মাধ্যমে হয়ে থাকে এবং কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের অধীনে কার্যক্রম পরিচালিত হয়। আর এইসব এক্সচেঞ্জ সুরক্ষিত বেশি, কারণ ওয়ালেটের প্রাইভেট কি বা ওয়ালেটের প্রবেশাধিকার চাবি নিজের কাছে থাকে। তাই ক্রিপ্টো হারানোর সম্ভাবনা খুবই কম থাকে, যদি অন্য কেউ আপনার ওয়ালেটের প্রাইভেট কি না পায়।

প্রশ্ন-০৬: এয়ারড্রপ কিংবা বাউন্টি বিষয়টি কী এবং এখানে কাজটি করবোই বা কেন?
------------------------------------------------
উত্তর: নতুন সকল ব্লকচেইন প্রজেক্ট তাদের প্রচারের জন্য কিছু ক্যাম্পেইন করে থাকে, যেখানে প্রজেক্টটি সকল প্রচারকারীকে তাদের নিজস্ব ক্রিপ্টো টোকেন বা কয়েন পারিশ্রমিক হিসেবে দিয়ে থাকে। এয়ারড্রপে সাধারণত প্রজেক্টের সোশাল মিডিয়াগুলো ফলো/লাইক করতে হয় এবং বাউন্টির কাজগুলো বেশি সময় নিয়ে সম্পন্ন করতে হয়। বাউন্টিতে সাপ্তাহিক নির্দিষ্ট সংখ্যক সোশাল মিডিয়ার পোষ্টগুলো লাইক ও শেয়ার করতে হয়। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, (১)এতে প্রজেক্টের কি লাভ এবং (২) আমরা কেনই বা এই কাজটি করব। তার উত্তর হলো (১) প্রজেক্টটির যেহেতু অর্থের দরকার উন্নয়ন কাজের জন্য ও এই জন্য যদি তারা একজন ফ্রিল্যান্সারকে এসইও (SEO ) কিংবা সোশাল মিডিয়া মার্কেটিং (SMM) কাজের জন্য মনোনয়ন করে । তাহলে তারা হয়ত যথেষ্ট অর্থ উত্তোলন করতে পারবে না, কারণ ইনভেস্টররা/বিনিয়োগকারীরা প্রজেক্টের সোশাল মিডিয়া অবশ্যই দেখবে এবং যাচাই করবে যে, প্রজেক্টের কতগুলো সাপোর্টার আছে ও কতটা জনপ্রিয়। তাই প্রজেক্টগুলো তাদের প্রজেক্ট সম্পর্কে বিটকয়েনটক ফোরামে তাদের একটি ANN পোষ্ট তৈরি করে এবং এয়ারড্রপ ও বাউন্টি চালু করে। এতে একদিকে প্রজেক্টি কম খরচে যেমন তাদের প্রচার করে নিচ্ছে, তেমনি প্রচারকারীরা তাদের কাজের জন্য প্রজেক্টির ক্রিপ্টো টোকেন পাবে, যেটি পরবর্তীতে এক্সচেঞ্জে লিস্ট হলে প্রচারকারীরা তাদের কাজের পারিশ্রমিক সম্পূর্ণরূপে নিজেদের হাতে পেয়ে যাবে। এইভাবে প্রজেক্ট তাদের প্রচার করে এবং প্রচারকারীরা/বাউন্টিতে কাজ করা ব্যবহারকারীরা তাদের কাজের মাধ্যমে ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ইনকাম করতে পারে।

প্রশ্ন-০৭: আমি অনেক ইংরেজি লেখা বুঝতে পারি না , এটির সমাধান কি আছে?
------------------------------------------------
উত্তর: এটি প্রায় সকল নতুন ব্যবহারকারীদের সমস্যার মধ্যে প্রধান সমস্যা হয়ে থাকে। যদি কেউ এই সমস্যায় থাকে , তাহলে তাদেরকে আমার অভিজ্ঞতা থেকে এটি বলব যে, আপনারা গুগল ট্রান্সলেটর ( Google Translator ) ব্যবহার শুরু করুন। যখনই কোনো ইংরেজি বুঝতে পারবেন না, তখনই গুগল ট্রান্সলেটরে “ইংরেজি থেকে বাংলাতে” রূপান্তর করেন । এতে কিছুটা বুঝতে পারবেন যে, ইংরেজি লেখাটিতে কি বলছে। আর এইভাবে যতদিন যাবে ততই আপনার ইংরেজি বুঝতে পারবেন এবং ইংরেজি খুবই সহজ মনে হবে । ফলস্বরূপ এক ঢিলে দুই পাখি শিকার করতে পারবেন।

আজকে এইটুকুই , আপনাদের অন্যান্য কোনো সমস্যা থাকলে প্রশ্ন করুন । আমি পরবর্তীতে এইরকম “প্রশ্ন-উত্তর” পোষ্টের মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দিব।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
June 22, 2020, 10:13:31 AM
আমি এখানে একদম নতুন এক ভাইয়ের মাধ্যমে এই সাইটের ব্যাপারে জানতে পারি!! আমাকে আপ্নারা সবাই হেল্প করুন আপ্নাদের সাহায্য আশা করছি!
আমি কিভাবে রেংক বাড়াতে পারি?
এই বিষয়ে আপনার পোস্টের আগের পোস্টে আলোচনা করা হয়েছে ঐ গুলো ফলো করুন।  আশা করি বুজতে পারবেন।


ভাই এতটুকু তথ্য কনভে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাউন্টি বিষয়ক অনেক কিছু জনার আছে আপনার সাথে কন্টাক্ট করতে পারলে আমি অনেক উপকৃত হতাম। যাইহোক ভাই ধরেন একটা বাউন্টিতে জয়েন হলাম তারপর টুইটার ক্যাম্পেইন করলাম  রিপ্লে থেকে পোস্ট টা করলাম তারপর সাপ্তাহিক কাজ টা কিভাবে করে। মানে ভাই একটা বাউন্টি তো কয়েক সাপ্তহ হয় পরের সাপ্তহ কিভাবে কাজ করবো সেটাতো ভাই বুঝিনা।
একটা বাউন্টির কাজ ধাপে ধাপে কেমনে কি বা কিভাবে সাপ্তাহিক কাজ করতে হয়।
যদি বলতেন ভাই  তাহলে মনে হয় অনেকটা ধাপ এগিয়ে যাইতাম।

   

প্রত্যেক বাউন্টি এর রুলস আছে। আগে রুলসে পড়ে নিবেন যে সপ্তাহে কতটি টুইট এবং রিটুইট করতে হবে। তারপর প্রতি সপ্তাহে ঐ পরিমান টুইট/রিটুইট করে কাজ জমা দিতে হবে।

যেসব বাউন্টির কাজ ফর্মে দিতে হয় তা ফর্মে দিবেন৷ আর বাকি গুলো বাউন্টি থ্রেডে পোস্টকরে জমা দিবেন।  কোনো কোনো বাউন্টি তে প্রতি সপ্তাহে নতুন পোস্ট ক্রিয়েট করে  কাজ জমা দিতে হয় আবার কোনোটাতে একটি পোস্টকেই বার বার ইডিট করে প্রতি সপ্তাহের কাজ যোগ করতে হয়। এক্ষেত্রেআপনি রুলস পরে নিবেন যে ম্যানেজার কোনটা চাইছে।

আর কোনো বিষয়ে জানতে চাইলে জানাতে পারেন উত্তর দিতে চেষ্টা করব৷ আপনি দেখলাম যে ফুল পোস্ট কুয়োট করে রিপ্লাই দেন। ফুল পোস্ট কুয়োট না করে যতটুকু প্রয়োজন ততটুকু পোস্ট কুয়োট করুন। যেমন এই পোস্টে আমি শুধু আপনার  পোস্টের অংশ কুয়োট করেছি আপনার আগে যে malekbaba রিপ্লাইকরেছে ঐটা কুয়োট করিনি।   
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 22, 2020, 01:46:46 AM


বিটকয়েটক ফোরামে একাউন্ট করছি অনেক দিন হলো। মোটামুটি কিছু নিয়ম-কানুন জানি কিন্তু বাউন্টির কাজ ভালোভাবে বুঝি না বলে কোনো বাউন্টিতে পারটিসিপেট করি না। বাউন্টি বলে অনেক স্ক্যাম হয় আর স্ক্যাম বাউন্টিতে জয়েন করলে আইডি অনেক প্রব্লেম ফেস করতে হয়। কোনটা স্ক্যাম বাউন্টি আর কোনটা রিয়েল বাউন্টি ধরতে পারি না  বলে জয়েন হই না। এখন যারা বাউন্টির কাজ করেন তাদের কাছে প্রশ্ন বাউন্টি বিষয় নিয়ে আলোচনা করলে আমরা যারা নতুন তারা অনেক কিছু শিখতে পারতাম বা কাজ করতে পারতাম।


Jader rank valo, oi sokol bounty manager er kaj korte paren. Mone rakhben manager kintu campaign manage kore, project scam hobe na legit hobe eta manager sob somoy janbe ta noy. Notun hushebe facebook, twitter bounty korte paren, jodi apnar follower beshi hoy, income korte parben. Mone rakhben, forum theke income kora khub sohoj noy, honesty niye kaj korun, regular kaj korun. Amra sobai notun chilam, sobai aste aste shikhechi. Help lagle bolte paren
ভাই এতটুকু তথ্য কনভে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাউন্টি বিষয়ক অনেক কিছু জনার আছে আপনার সাথে কন্টাক্ট করতে পারলে আমি অনেক উপকৃত হতাম। যাইহোক ভাই ধরেন একটা বাউন্টিতে জয়েন হলাম তারপর টুইটার ক্যাম্পেইন করলাম  রিপ্লে থেকে পোস্ট টা করলাম তারপর সাপ্তাহিক কাজ টা কিভাবে করে। মানে ভাই একটা বাউন্টি তো কয়েক সাপ্তহ হয় পরের সাপ্তহ কিভাবে কাজ করবো সেটাতো ভাই বুঝিনা।
একটা বাউন্টির কাজ ধাপে ধাপে কেমনে কি বা কিভাবে সাপ্তাহিক কাজ করতে হয়।
যদি বলতেন ভাই  তাহলে মনে হয় অনেকটা ধাপ এগিয়ে যাইতাম।
legendary
Activity: 1526
Merit: 1026
SellDefi.com | Earn by selling files
June 21, 2020, 02:06:55 PM


বিটকয়েটক ফোরামে একাউন্ট করছি অনেক দিন হলো। মোটামুটি কিছু নিয়ম-কানুন জানি কিন্তু বাউন্টির কাজ ভালোভাবে বুঝি না বলে কোনো বাউন্টিতে পারটিসিপেট করি না। বাউন্টি বলে অনেক স্ক্যাম হয় আর স্ক্যাম বাউন্টিতে জয়েন করলে আইডি অনেক প্রব্লেম ফেস করতে হয়। কোনটা স্ক্যাম বাউন্টি আর কোনটা রিয়েল বাউন্টি ধরতে পারি না  বলে জয়েন হই না। এখন যারা বাউন্টির কাজ করেন তাদের কাছে প্রশ্ন বাউন্টি বিষয় নিয়ে আলোচনা করলে আমরা যারা নতুন তারা অনেক কিছু শিখতে পারতাম বা কাজ করতে পারতাম।


Jader rank valo, oi sokol bounty manager er kaj korte paren. Mone rakhben manager kintu campaign manage kore, project scam hobe na legit hobe eta manager sob somoy janbe ta noy. Notun hushebe facebook, twitter bounty korte paren, jodi apnar follower beshi hoy, income korte parben. Mone rakhben, forum theke income kora khub sohoj noy, honesty niye kaj korun, regular kaj korun. Amra sobai notun chilam, sobai aste aste shikhechi. Help lagle bolte paren
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 21, 2020, 04:25:08 AM


বিটকয়েটক ফোরামে একাউন্ট করছি অনেক দিন হলো। মোটামুটি কিছু নিয়ম-কানুন জানি কিন্তু বাউন্টির কাজ ভালোভাবে বুঝি না বলে কোনো বাউন্টিতে পারটিসিপেট করি না। বাউন্টি বলে অনেক স্ক্যাম হয় আর স্ক্যাম বাউন্টিতে জয়েন করলে আইডি অনেক প্রব্লেম ফেস করতে হয়। কোনটা স্ক্যাম বাউন্টি আর কোনটা রিয়েল বাউন্টি ধরতে পারি না  বলে জয়েন হই না। এখন যারা বাউন্টির কাজ করেন তাদের কাছে প্রশ্ন বাউন্টি বিষয় নিয়ে আলোচনা করলে আমরা যারা নতুন তারা অনেক কিছু শিখতে পারতাম বা কাজ করতে পারতাম।
Jump to: