Author

Topic: বাংলা (Bengali) - page 438. (Read 5722458 times)

jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
August 22, 2020, 11:10:16 AM
সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টো এক্সচেন্জর তালিকা ঃ
আমরা সবাই ক্রিপ্টো টোকেনের জন্য ক্রিপ্টো এক্সচেন্জর ব্যবহার করে থাকি হয়তো অনেকেই আছি এক্সচেন্জর সাইটটি সেন্ট্রালাইজ না ডিসেন্ট্রালাইজ তা জানিনা, অনেকগুলো এক্সচেন্জর মধ্যে মাএ কয়েকটি সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ এক্সচেন্জর নাম তুলে ধরা হলো ‌ঃ
সেন্ট্রালাইজ কি, সেন্ট্রালাইজ এর অর্থ কেন্দ্রীকরণ
যে ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ এককেন্দ্রীক তাকে সেন্ট্রলাইজ ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জার বলা হয় যেমন ঃ
1. Binance
Centralized

2. Coinbase Pro
Centralized

3. Kraken
Centralized

4. Ku Coin
Centralized

5. Gate .io
Centralized

6. Binance US
Centralized

7. Gemini
Centralized

8. OKEx
Centralized

9. Bitfinex
Centralized

10. MXC
Centralized

11. Poloniex
Centralized

12. Bithumb
Centralized

13. Huobi Global
Centralized

14. Bit Max
Centralized

15. Bitstamp
Centralized

16. Btc Turk PRO
Centralized

17. Bilaxy
Centralized

18. Liquid
Centralized

19. bitFlyer
Centralized

20. Bittrex
Centralized

21. FTX
Centralized

22. Bit Mart
Centralized

23. Bitbank
Centralized

24. Oceanex
Centralized

25. EXMO
Centralized

26. Atomars
Centralized

27. Indodax
Centralized

28. Zaif
Centralized

29. CEX .IO
Centralized

30. Luno
Centralized

31. Bitkub
Centralized

32. Bitso
Centralized

33. Max Maicoin
Centralized

34. Bito Pro
Centralized

35. Bitpanda Pro
Centralized

36. eToroX
Centralized

37. OKEx Korea
Centralized

38. LBank
Centralized

39. Upbit
Centralized

40. BW .com
Centralized

41. Coinsbit
Centralized

42. Hit BTC
Centralized

43. White BIT
Centralized

44. Coinone
Centralized

45. Hot bit
Centralized

46. Pro Bit
Centralized

47. Paribu
Centralized

48. Coincheck
Centralized

49. AEX
Centralized

50. Coindeal
Centralized

ডিসেন্ট্রালাইজ কি ডিসেন্ট্রালাইজ অর্থ  বিকেন্দ্রীকরণ
যে ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ বহুকেন্দ্রীক বা নির্দিষ্ট কোন কেন্দ্র ভিত্তিক নয় তাকে ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ বলা হয়। যেমন ঃ
1. Idex
Decentralized

2. Oasis DEX
Decentralized

3. Tomo DEX
Decentralized

4. Loopring
Decentralizd

 5. Dolomite
Decentralized

 6. ViteX
Decentralized

7. Radar Relay
Decentralized

8. Everbloom
Decentralized

9. Ethex
Decentralized

10. Orderbook .io
Decentralized

11. Neblidex
Decentralized

12. Blockonix
Decentralized

13. Compound Finance
Decentralized

14. Aave
Decentralized

15. Curve Finance
Decentralized

16. 1inch
Decentralized

17. Kyber Network
Decentralized

18. Air Swap
Decentralized

19. Zebpay
Centralized

20. Synthetix Exchange
Decentralized

21. 0x Protocol
Decentralized

22. Tokenlon
Decentralized

23. Bancor Network
Decentralized

24. Uniswap (v1)
Decentralized

25. Gnosis Protocol
Decentralized

26. Token Sets
Decentralized

27. Deversifi
Decentralized

28. Newdex
Decentralized

29.. Cybex DEX
Decentralized

30. Poloni DEX
Decentralized

31. DDEX
Decentralized

32. dex. blue
Decentralized

33. Tron Trade
Decentralized

34. irake
Decentralized

35. Ethex
Decentralized

36. Allbit
Decentralized

37. Nash
Decentralized

38. Joyso
Decentralized

39. Bitcratic
Decentralized

40. Aave
Decentralized

41. Curve Finance
Decentralized

42. Compound Finance
Decentralized

43. Balancer
Decentralized

44. Fork Delta
Decentralized

45. Mooniswap
Decentralized

46. Synthetix Exchange
Decentralized

47. dYdX
Decentralized

48. Oasis DEX
Decentralized

49. ViteX
Decentralized

50. Loopring
Decentralized
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
August 22, 2020, 02:36:12 AM
Decentralized Finance (DiFi) কি? Decentralized Finance কিভাবে কাজ করে? বর্তমানে Decentralized Finance এর আওতায় কোন কোন coin/Token গুলো আছে?

ডিসেন্ট্রালাইজড মানে হলো যা কোনো সরকার বা কোম্পানির আওতায় নেই। ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স(ডেফি) একটি আর্কিটেকচার যা কোনো কোম্পানি বা সরকারের নিয়ন্ত্রনে নেই। এই আর্কিটেকচারে অন্যান্য বিনোয়গকারী এবং উদ্যোক্তাগন নতুন করে বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারবেন। এখানে হয়ত পুরোটা বিস্তারিত জানানো সম্ভব নয়। কিন্তু আপনি এই লিঙ্ক এ গিয়ে ডেফি সম্পর্কে সম্পূর্ন জানতে পারবেন। লিঙ্কঃ https://defipulse.com/blog/what-is-defi/

আর ডেফি এর অন্তর্ভূক্ত টোকেন এবং কয়েন সম্পর্কে জানতে আপনি কয়েনমার্কেট এবং কয়েনগেকো থেকে জানতে পারবেন। নিচে আমি লিঙ্ক দিয়ে দিলাম।
1. https://coinmarketcap.com/defi/
2. https://www.coingecko.com/en/defi
jr. member
Activity: 252
Merit: 4
August 22, 2020, 01:25:29 AM
Decentralized Finance (DiFi) কি? Decentralized Finance কিভাবে কাজ করে? বর্তমানে Decentralized Finance এর আওতায় কোন কোন coin/Token গুলো আছে?
jr. member
Activity: 266
Merit: 1
August 21, 2020, 02:29:59 PM
Bitcointalk কি সত্য সাতোশি বানাইছিল? এত মানুষ বাংলা ভাষায় Cryptocurrency নিয়ে কথা বলছে, দেখে অনেক ভালো লাগলো। সরকার এটারে মান্যতা দিলে কত মানুষের উপকার হয়।

এটা প্রচলিত আছে যে বিটকয়েন যে বানিয়েছে তার নাম সাতোশি নাকামোতো। কিন্তু এটাই তার আসল নাম কিনা এটা কেউই জানেনা। কারন আজ পর্যন্ত এই নাম ছাড়া তার সম্পর্কে কেউই কিছু জানতে পারেনি। এটা একটা অজ্ঞাত পরিচয়।

💹💹কিপ্টোকারেন্সি🏛🏛

বিশ্ব আজ অনেক উন্নত, এবং দিনের পর দিন বিশ্ব আরও উন্নত হচ্ছে। কিপ্টোকারেন্সি বা ডিজিটাল মানি(টাকা) পৃথিবী ব্যাপি অপরিহার্য হচ্ছে যতই দিন যাচ্ছে।
আমরা বাংলাদেশীরাও পিছিয়ে  নেই।
আমার প্রশ্ন হচ্ছে কেউ কি জানেন আনুমানিক বাংলাদেশের কত শতাংশ লোক কিপ্টোকারেন্সির সাথে যুক্ত?

কারো জানা থাকলে জানাবেন প্লিজ।।

এই সংখ্যা টা আমার ধারনা অনুজায়ী ১% এর বেশি হবেনা। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ২০কোটির কাছাকাছি আন-অফিশিয়ালি। যদি ১% ধরি তাহলে সংখ্যা টা হল ২০লাখ। কিন্তু আপনার কি মনে হয় ২০লাখ মানুষ ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত? কোনোভাবেই না। যেখানে অনুমদিত ফ্রিল্যান্সিং এই ২০লাখ লোক খুজে পাবেন না। তাই আমি মনে করি ২০ লাখ তো দুরের কথা সংখ্যা টা ৫-১০লাখের ভিতরে।
জি ভাই।
আপনাকে অনেক ধন্যবাদ খুব চমৎকার ভাবে আমাকে বুঝানোর জন্য। আমারও তাই মনে হয়।
শুভকামনা রইলো আপনার জন্য।।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
August 21, 2020, 11:47:07 AM
Bitcointalk কি সত্য সাতোশি বানাইছিল? এত মানুষ বাংলা ভাষায় Cryptocurrency নিয়ে কথা বলছে, দেখে অনেক ভালো লাগলো। সরকার এটারে মান্যতা দিলে কত মানুষের উপকার হয়।

এটা প্রচলিত আছে যে বিটকয়েন যে বানিয়েছে তার নাম সাতোশি নাকামোতো। কিন্তু এটাই তার আসল নাম কিনা এটা কেউই জানেনা। কারন আজ পর্যন্ত এই নাম ছাড়া তার সম্পর্কে কেউই কিছু জানতে পারেনি। এটা একটা অজ্ঞাত পরিচয়।

💹💹কিপ্টোকারেন্সি🏛🏛

বিশ্ব আজ অনেক উন্নত, এবং দিনের পর দিন বিশ্ব আরও উন্নত হচ্ছে। কিপ্টোকারেন্সি বা ডিজিটাল মানি(টাকা) পৃথিবী ব্যাপি অপরিহার্য হচ্ছে যতই দিন যাচ্ছে।
আমরা বাংলাদেশীরাও পিছিয়ে  নেই।
আমার প্রশ্ন হচ্ছে কেউ কি জানেন আনুমানিক বাংলাদেশের কত শতাংশ লোক কিপ্টোকারেন্সির সাথে যুক্ত?

কারো জানা থাকলে জানাবেন প্লিজ।।

এই সংখ্যা টা আমার ধারনা অনুজায়ী ১% এর বেশি হবেনা। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ২০কোটির কাছাকাছি আন-অফিশিয়ালি। যদি ১% ধরি তাহলে সংখ্যা টা হল ২০লাখ। কিন্তু আপনার কি মনে হয় ২০লাখ মানুষ ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত? কোনোভাবেই না। যেখানে অনুমদিত ফ্রিল্যান্সিং এই ২০লাখ লোক খুজে পাবেন না। তাই আমি মনে করি ২০ লাখ তো দুরের কথা সংখ্যা টা ৫-১০লাখের ভিতরে।
jr. member
Activity: 266
Merit: 1
August 21, 2020, 11:39:31 AM
💹💹কিপ্টোকারেন্সি🏛🏛

বিশ্ব আজ অনেক উন্নত, এবং দিনের পর দিন বিশ্ব আরও উন্নত হচ্ছে। কিপ্টোকারেন্সি বা ডিজিটাল মানি(টাকা) পৃথিবী ব্যাপি অপরিহার্য হচ্ছে যতই দিন যাচ্ছে।
আমরা বাংলাদেশীরাও পিছিয়ে  নেই।
আমার প্রশ্ন হচ্ছে কেউ কি জানেন আনুমানিক বাংলাদেশের কত শতাংশ লোক কিপ্টোকারেন্সির সাথে যুক্ত?

কারো জানা থাকলে জানাবেন প্লিজ।।
jr. member
Activity: 35
Merit: 3
August 21, 2020, 10:57:14 AM
Bitcointalk কি সত্য সাতোশি বানাইছিল? এত মানুষ বাংলা ভাষায় Cryptocurrency নিয়ে কথা বলছে, দেখে অনেক ভালো লাগলো। সরকার এটারে মান্যতা দিলে কত মানুষের উপকার হয়।
legendary
Activity: 1526
Merit: 1026
August 20, 2020, 02:51:00 PM

ভাই এট্টু কষ্ট করে গুগল করলেই জানা  যেত। সব সময়
    coinmarketcap.com এ গেলেই প্রায় সকল কয়েন এর দাম জানবেন।
এক ই প্রশ্ন বারবার করাবেন না। অনেক বার এই প্রস্নের জবাব দেয়া হয়েছে। কোয়ালিটি পোস্ট না হইলে আপ্নার একাউন্ট নিয়ে বিপদে পরা লাগবে 
member
Activity: 86
Merit: 27
August 20, 2020, 05:57:03 AM
বর্তমানে bitcoin er dam koto
https://www.google.com/search?q=1+btc+in+bdt
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
August 19, 2020, 08:30:49 PM
Twitter বার বার suspend হওয়ার কারন কি? Twitter suspend হওয়ার থেকে রক্ষা পাওয়ার উপায় কি?
18+ ছবি কিংবা ভিডিও আপলোড  করলে Twitter suspend হওয়ার সম্ভাবনা থাকে।
এটা ফেসবুক নয়। ফেসবুকের রুলস সব জায়গায় এপ্লাই হয় ও না। আপনি টুইটারে ১৮+ ভিডিও দিতে পারবেন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু লক্ষ্য রাখবেন, সেটা যেন নিজের হয়। অন্যথায়, যার ছবি/ভিডিও দিয়েছেন সে যদি রিপোর্ট দেয় তাহলে আপনার একাউন্ট Suspend হওয়ার সুযোগ রয়েছে।
jr. member
Activity: 252
Merit: 4
August 19, 2020, 12:46:40 PM
Twitter বার বার suspend হওয়ার কারন কি?
Twitter এর নিয়ম ভাঙ্গা।

Twitter suspend হওয়ার থেকে রক্ষা পাওয়ার উপায় কি?
Twitter এর নিয়ম না ভাঙ্গা।

https://twitter.com/Kamrul41450189 - এইটাও কি suspend হইলো নাকি?

সোজা ভাষায় কইলে আপনি যদি কেবল bounty করনের লাইগা social media বা forum যোগ দ্যান, তাইলে আজ হোক কি কাল, suspend আপনি হইবেন। সেইটা Twitter হোক, অথবা BitcoinTalk. বিজ্ঞাপনের পয়সা যদি আপনি লইয়া চইলা যান, আর অগো স্বার্থটা না দ্যাখেন, তাইলে চলবো ক্যামনে?

বিস্তারিত জানোনের লাইগা এইখানে দ্যাখেন - https://help.twitter.com/en/managing-your-account/suspended-twitter-accounts
না ভাই, আমার Twitter suspend হয় নাই। কিন্তু অনেকের Twitter suspend হয়েছে তাই সর্তক থাকার জন্য জানতে চাইলাম। সবার ঐ জানা দরকার Twitter suspend সর্ম্পকে। ধন্যবাদ আপনার মতামতের জন্য।
jr. member
Activity: 149
Merit: 1
August 19, 2020, 11:53:21 AM
Twitter বার বার suspend হওয়ার কারন কি?
Twitter এর নিয়ম ভাঙ্গা।

Twitter suspend হওয়ার থেকে রক্ষা পাওয়ার উপায় কি?
Twitter এর নিয়ম না ভাঙ্গা।

https://twitter.com/Kamrul41450189 - এইটাও কি suspend হইলো নাকি?

সোজা ভাষায় কইলে আপনি যদি কেবল bounty করনের লাইগা social media বা forum যোগ দ্যান, তাইলে আজ হোক কি কাল, suspend আপনি হইবেন। সেইটা Twitter হোক, অথবা BitcoinTalk. বিজ্ঞাপনের পয়সা যদি আপনি লইয়া চইলা যান, আর অগো স্বার্থটা না দ্যাখেন, তাইলে চলবো ক্যামনে?

বিস্তারিত জানোনের লাইগা এইখানে দ্যাখেন - https://help.twitter.com/en/managing-your-account/suspended-twitter-accounts
Twitter বার বার suspend হওয়ার কারন কি? Twitter suspend হওয়ার থেকে রক্ষা পাওয়ার উপায় কি?
প্রকৃতপক্ষে
Twitter account suspend  হয় Twitter rules violation করলে। একসাথে অতিরিক্ত ফলো করলে, মিনিটে 5 থেকে 6 বার টুইট বা রিটুইট করলে, 18+ ছবি কিংবা ভিডিও আপলোড  করলে Twitter suspend হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আপনি যদি মাসে ৮_১০ বার টুইটার অডিট লিংক বের করার চেষ্টা করেন তাহলেও সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে।
Twitter suspend হওয়ার থেকে রক্ষা পাওয়ার উপায়ঃ

1. প্রথমত Security  শক্ত করতে হবে।
2. নিজস্ব Avatar লাগাতে হবে।
3. Email ও phone verify  করতে হবে।
4. Google authentication activate  করা খুব জরুরি।


 তবুও যদি সাসপেন্ড হয়। তাহলে  https://help.twitter.com/en লিংক এ যোগাযোগ করলে, ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে।

স্যার আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর একটি পোষ্ট করার জন্য, টুইটার সাসপেন্ড হওয়ার সম্পর্কে আমার জানা ছিল না। এই পোস্ট দেখে আমি অনেক কিছু জানতে পারলাম। আমার টুইটার টায় অনেক Follwer আছে। তাই অনেক টেনশনে ছিলাম। এখন বুঝতে পারলাম টুইটার সাসপেন্ড হলে ফিরিয়ে আনাও সম্ভব।

ধন্যবাদ স্যার ।
jr. member
Activity: 319
Merit: 1
August 19, 2020, 11:15:51 AM
Twitter বার বার suspend হওয়ার কারন কি? Twitter suspend হওয়ার থেকে রক্ষা পাওয়ার উপায় কি?
প্রকৃতপক্ষে
Twitter account suspend  হয় Twitter rules violation করলে। একসাথে অতিরিক্ত ফলো করলে, মিনিটে 5 থেকে 6 বার টুইট বা রিটুইট করলে, 18+ ছবি কিংবা ভিডিও আপলোড  করলে Twitter suspend হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আপনি যদি মাসে ৮_১০ বার টুইটার অডিট লিংক বের করার চেষ্টা করেন তাহলেও সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে।
Twitter suspend হওয়ার থেকে রক্ষা পাওয়ার উপায়ঃ

1. প্রথমত Security  শক্ত করতে হবে।
2. নিজস্ব Avatar লাগাতে হবে।
3. Email ও phone verify  করতে হবে।
4. Google authentication activate  করা খুব জরুরি।


 তবুও যদি সাসপেন্ড হয়। তাহলে  https://help.twitter.com/en লিংক এ যোগাযোগ করলে, ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে।
member
Activity: 86
Merit: 27
August 19, 2020, 06:15:37 AM
Twitter বার বার suspend হওয়ার কারন কি?
Twitter এর নিয়ম ভাঙ্গা।

Twitter suspend হওয়ার থেকে রক্ষা পাওয়ার উপায় কি?
Twitter এর নিয়ম না ভাঙ্গা।

https://twitter.com/Kamrul41450189 - এইটাও কি suspend হইলো নাকি?

সোজা ভাষায় কইলে আপনি যদি কেবল bounty করনের লাইগা social media বা forum যোগ দ্যান, তাইলে আজ হোক কি কাল, suspend আপনি হইবেন। সেইটা Twitter হোক, অথবা BitcoinTalk. বিজ্ঞাপনের পয়সা যদি আপনি লইয়া চইলা যান, আর অগো স্বার্থটা না দ্যাখেন, তাইলে চলবো ক্যামনে?

বিস্তারিত জানোনের লাইগা এইখানে দ্যাখেন - https://help.twitter.com/en/managing-your-account/suspended-twitter-accounts
jr. member
Activity: 252
Merit: 4
August 19, 2020, 05:21:23 AM
Twitter বার বার suspend হওয়ার কারন কি? Twitter suspend হওয়ার থেকে রক্ষা পাওয়ার উপায় কি?
jr. member
Activity: 406
Merit: 1
August 18, 2020, 02:53:33 PM
আমার বাসা মাসকান্দা,ময়মনসিংহ,।এখানে কী ময়মনসিংহ কেউ আছেন?
থাকলে প্লিজ সারা দিবেন?   
jr. member
Activity: 168
Merit: 1
August 16, 2020, 12:18:04 PM
জিরো Withdraw এবং Transaction ফিস.

বর্তমান সময়ে Withdraw এবং Transaction ফিস একটি বড় সমস্যার কারন হয়ে দারিয়েছে। কারন একজন নতুন ট্রেডারের সবসময় ট্রেড করে লাভ হয় না। কিন্তু ট্রেড ফিস বরাবোরি প্রদান করতে হয়। আর বড় exchange ( Binance, Kucoin, Bitmax, Bithumb Global ) Bitcoin এবং ETH withdraw করতে যে পরিমান ফিস লাগে তা বলার মতো না।
ETH 2.0 + DeFi project গুলোর জন্য বর্তমানে My eth wallet + Metamask থেকে যে কোনো টোকেন ট্রান্সফার করতে ৫-১০ ডলারের ETH ফিস নেয়।
তাই এমন একটি exchange প্রয়োজন যেখানে Deposit + withdraw + Transaction ফিস নেই। বর্তমানে এমন একটি exchange হল FTX exchange. এই exchange এ deposit + withdraw and Trede ফিস নেই। এখানে ট্রেড ভলিউম ও খুব ভালো। এবং বড় বড় Exchange এর মত সমস্থ ফিচার আছে। এখানে KYC এর প্রয়োজন নেই। তবে KYC করাটা ভালো। আর KYC ছারা প্রতিদিন ২০০০$- ৯০০০$ ডলার withdraw করা যায়। আপনারা চাইলে ট্রেড করে দেখতে পারেন।
FTX Exchange Link: https://ftx.com/

আমার লেখায় কোনো ভুল হলে মাফ করবেন।

Disclaimer: It is not Promotional, It is an Educational and information only.

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি জিরো ফি এক্সচেঞ্জ এর লিংক আমাদের মাঝে সেয়ার করার জন্য।
বর্তমান সময়ে যে হারে এক্সচেঞ্জ গুলোতে ফিশ নিচ্ছে এতে করে নতুনদের কোন লাভ হয় না।নতুনদের যা ইনকাম হয় তা যদি তাদের ফিস দিতে চলে যায়। কিভাবে তারা এখান থেকে মুনাফা অর্জন করবে। FTX Exchange আমি ছোট্ট একটি  withdraw করেছি সেখানে ফিস দিতে হয়নি।তাই আমি মনে করি আপনারা এখানে নিশ্চিতভাবে কাজ করতে পারেন। ধন্যবাদ
jr. member
Activity: 319
Merit: 1
August 16, 2020, 10:39:41 AM
জিরো Withdraw এবং Transaction ফিস.

বর্তমান সময়ে Withdraw এবং Transaction ফিস একটি বড় সমস্যার কারন হয়ে দারিয়েছে। কারন একজন নতুন ট্রেডারের সবসময় ট্রেড করে লাভ হয় না। কিন্তু ট্রেড ফিস বরাবোরি প্রদান করতে হয়। আর বড় exchange ( Binance, Kucoin, Bitmax, Bithumb Global ) Bitcoin এবং ETH withdraw করতে যে পরিমান ফিস লাগে তা বলার মতো না।
ETH 2.0 + DeFi project গুলোর জন্য বর্তমানে My eth wallet + Metamask থেকে যে কোনো টোকেন ট্রান্সফার করতে ৫-১০ ডলারের ETH ফিস নেয়।
তাই এমন একটি exchange প্রয়োজন যেখানে Deposit + withdraw + Transaction ফিস নেই। বর্তমানে এমন একটি exchange হল FTX exchange. এই exchange এ deposit + withdraw and Trede ফিস নেই। এখানে ট্রেড ভলিউম ও খুব ভালো। এবং বড় বড় Exchange এর মত সমস্থ ফিচার আছে। এখানে KYC এর প্রয়োজন নেই। তবে KYC করাটা ভালো। আর KYC ছারা প্রতিদিন ২০০০$- ৯০০০$ ডলার withdraw করা যায়। আপনারা চাইলে ট্রেড করে দেখতে পারেন।
FTX Exchange Link: https://ftx.com/

আমার লেখায় কোনো ভুল হলে মাফ করবেন।

Disclaimer: It is not Promotional, It is an Educational and information only.

আমিও আজ FTX exchange  ব্যবহার করলাম।আপনাকে ধন্যবাদ সন্ধান দেওয়ার জন্য।
jr. member
Activity: 266
Merit: 1
August 16, 2020, 10:34:11 AM
জিরো Withdraw এবং Transaction ফিস.

বর্তমান সময়ে Withdraw এবং Transaction ফিস একটি বড় সমস্যার কারন হয়ে দারিয়েছে। কারন একজন নতুন ট্রেডারের সবসময় ট্রেড করে লাভ হয় না। কিন্তু ট্রেড ফিস বরাবোরি প্রদান করতে হয়। আর বড় exchange ( Binance, Kucoin, Bitmax, Bithumb Global ) Bitcoin এবং ETH withdraw করতে যে পরিমান ফিস লাগে তা বলার মতো না।
ETH 2.0 + DeFi project গুলোর জন্য বর্তমানে My eth wallet + Metamask থেকে যে কোনো টোকেন ট্রান্সফার করতে ৫-১০ ডলারের ETH ফিস নেয়।
তাই এমন একটি exchange প্রয়োজন যেখানে Deposit + withdraw + Transaction ফিস নেই। বর্তমানে এমন একটি exchange হল FTX exchange. এই exchange এ deposit + withdraw and Trede ফিস নেই। এখানে ট্রেড ভলিউম ও খুব ভালো। এবং বড় বড় Exchange এর মত সমস্থ ফিচার আছে। এখানে KYC এর প্রয়োজন নেই। তবে KYC করাটা ভালো। আর KYC ছারা প্রতিদিন ২০০০$- ৯০০০$ ডলার withdraw করা যায়। আপনারা চাইলে ট্রেড করে দেখতে পারেন।
FTX Exchange Link: https://ftx.com/

আমার লেখায় কোনো ভুল হলে মাফ করবেন।

Disclaimer: It is not Promotional, It is an Educational and information only.

ধন্যবাদ আপনাকে সুন্দর একটা বিষয় বিস্তারিত ভাবে ব্যাখা সহ তুলে ধরার জন্য।
আমিও FTX  Exchange ব্যাবহার করি,
withdraw ফি জিরো, দ্রুততম সময়ে withdrawal request complete হয়,
যা আমরা সব সময় আশা করে থাকি।
ট্রেডিং ভলিউম যথাযথ,
সুতরাং আমার মতে সবারই উচিত FTX Exchange ব্যাবহার করা।

শুভকামনা রইলো।।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
August 15, 2020, 02:27:35 PM
Trust wallet থেকে ethereum সেন্ড করতে যাবার সময় দেখলাম ethereum অনেক fee চাচ্ছে এত fee চাওয়ার কারণটা কি । 1 doller ethereum send করার জন্য 1 doller fee নিচ্ছে । Fee কম করার কি কোন উপায় আছে ।  যদি থাকে তাহলে আমাকে  সাহায্য করুন

এর প্রধান কারণ হলো ইথিরিয়ামের ট্রান্সজেকশন/গ্যাস ফি অনেক এবং এটি আমার দেখা ২০১৮ সালের পর সবচেয়ে বেশি ট্রান্সজেকশন/গ্যাস ফি। আপনি ইথিরিয়ামের ট্রান্সজেকশন/গ্যাস ফি https://etherscan.io/gasTracker ওয়েবসাইটতে পর্যবেক্ষণ করতে পারবেন এবং বর্তমানে ইথিরিয়ামের ট্রান্সজেকশন/গ্যাস ফি হচ্ছে ১১৭ জিওই (gwei) । আর ইথিরিয়ামের ট্রান্সজেকশন/গ্যাস ফি মূলত এই জিওই (gwei) ও গ্যাস লিমিটের (যেটির রেঞ্জ ২১,০০০ থেকে ৫০০,০০০ হয়) গুণফল হয়। আর এখনকার ট্রান্সজেকশন/গ্যাস ফি অনেক বেশি হ‌ওয়ার কারণে আপনার এত ফি লাগছে। এছাড়া সাধারণত সেন্ট্রালাইজ ওয়ালেটগুলোতে একটা নির্দিষ্ট ট্রান্সজেকশন/গ্যাস ফি দেওয়া থাকে, অনেক ওয়ালেটে তো এটা পরিবর্তনের উপায় থাকে না। তাই সকলের উচিত MyEtherWallet কিংবা MewConnect অথবা MetaMask ব্যবহার করা উচিত।

আসলেই এত ফি আমি কখনো দিতে দেখি নাই। অসম্ভব বেশি ফি নিচ্ছে এখন এর ট্রাঞ্জেকশনে। গতকাল একটি টোকেন ১৫০টা আমি এক এক্সেঞ্জার এ পাঠাতে চেয়েছিলাম ফি চাইছে ১.১৩$  যা অনেক বেশি। সাধারনত এই ট্রাঞ্জেকশন মাত্র ২০-৪০সেন্ট দিয়েই করা যেত।ইথার ওয়ালেট থেকে কয়েনবেসে আনতে গেলাম ঐ টাও ২$ ফি চেয়ে বসে আছে। এমন হলে ইথারিয়াম ইউসার দের কপালে দুঃখ আছে। এতে করে অনেক ব্যবহারকারী ইথারিয়াম নেটওয়ার্ক ব্যবহারে অনাগ্রহী হয়ে যাবে।
Jump to: