Author

Topic: বাংলা (Bengali) - page 433. (Read 5301807 times)

full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
August 04, 2020, 11:54:34 PM
I am a new user in Bangladesh. I am try to user rules this forum.
স্বাগতম আপনাকে এই ফোরামে৷ প্রথমেই আপনি যদি ইংরেজি ভালো  ভাবে লিখতে না পারেন তাহলে সাজেশন থাকবে ইংরেজি টা আরেকটু উন্নত করতে।   কারন আপনার ২য় বাক্যে আপনি কি লিখেছেন এর অর্থ কেউই বুঝবেনা। আর ভুল ইংরেজিতে আপনি পোস্টকরলে সবাই আপনার পোস্ট রিপোর্ট করবে এবং এতে আপনার আইডি ব্যান হতে পারে।     
newbie
Activity: 434
Merit: 0
August 04, 2020, 11:47:58 PM
I am a new user in Bangladesh. I am try to user rules this forum.
jr. member
Activity: 149
Merit: 1
August 04, 2020, 07:11:49 AM
🌾malekbaba🌾

আমি Bitcoin talk এ নতুন। তাই আমি ভালো বুজি না। আপনাদের পোষ্ট  গুলো পরে, আমি অনেক কিছু শিকতে পারি। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
jr. member
Activity: 168
Merit: 1
August 04, 2020, 06:46:20 AM
🌾malekbaba🌾
আমি আপনার সাথে এক মত প্রকাশ করি, কারন বেসি মুনাফার আশায় কেউ যদি বেসি পরিমান ডলার ইনভেস্ট করে এবং ধরা খায় তবে সে তার ইচ্ছে শক্তি হাড়িয়ে ফেলবে, আপনার পোস্ট গুলা কেউ মনোযোগ দিয়ে পড়ে সে জীবনে ভাল কিছু করতে পারবে।ধন্যবাদ আপনাকে এতসুন্দর পোস্ট করার জন্য,আমি আশাকরি আগামী দিনেও আপনি এই ধরনের পোস্ট করবেন।
jr. member
Activity: 56
Merit: 2
August 04, 2020, 01:50:56 AM
jr. member
Activity: 168
Merit: 1
August 03, 2020, 12:54:22 PM
        🌻mohiulbd🌻

ভাই আমি রংপুর থেকে,আমি ভালো আছি আপনি ভালো আছেন তো?
আমি রাজশাহী চাপাই গিয়েছিলাম সেখানে আপনাদের গ্রাম গুলা ঘুরে ঘুরে দেখেছি আমার অনেক ভালো লাগছে আপনাদের চাপাই, আর আপনাদের কথা গুলা সুনতে অনেক ভাল লাগে,আমার মনে হয়েছে আরও কিছুদিন থাকি, ওকে ভাল থাকেন,,,, ধন্যবাদ আপনাকে,,,
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 03, 2020, 08:46:09 AM

 <-- snip -->

স্টপ-লস অর্ডার হলো একটি টোকেন/কয়েন নির্দিষ্ট দামে পৌঁছে গেলে ক্রয় বা বিক্রয় করার জন্য ব্রোকারের সাথে রাখা অর্ডার।  একটি স্টপ-লস একটি সুরক্ষার অবস্থানে বিনিয়োগকারীদের ক্ষতির সীমাবদ্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে।  আপনি যে টোকেন বা কয়েনটি কিনেছেন তার নীচে 10% এর জন্য স্টপ-লস অর্ডার নির্ধারণ করা আপনার ক্ষতি 10% এর মধ্যে সীমাবদ্ধ করবে, আমি এটাই জানি স্টপ-লস যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে  আপনি একটা পোস্ট করেন এই বিষয়ে, ধন্যবাদ  

Grin Grin আপনার আর @malekbaba এর সকল বিষয় সঠিক এবংএটাতে কোনো সন্দেহ নেই। তবে একটা বিষয় হলো: সকলের মতামত যেমন এক হয় না, তেমনি সকলের কৌশলও একইরকম হয় না। উদাহরণ হিসেবে BitcoinCash SV আর Bitcoin Cash ABC ফোর্ক ( ফোর্ক অথবা হার্ডফোর্ক হচ্ছে একধরনের পদ্ধতি যেখানে একটি নির্দিষ্ট ব্লক সংখ্যার পর ব্লকচেইনটি দুইটি ভাগে ভাগ হয়ে যায়) দুইটার বিষয়টি দেখেন। যারা জানেন না, তাদের জন্য বলতেছি: BitcoinCash SV আর BitcoinCash ABC তৈরির পেছনে দুইজনের দুইটি মতামতের ভিন্নতা কাজ করেছে এবং এইজন্য একই সমস্যা সমাধানের জন্য দুইটি ফোর্ক তৈরি হয়েছে। তবে যারা আসল এনালাইসিস করে তারা শুধুমাত্র "Moving Average" ইন্ডিকেটর দেখে সিদ্ধান্ত নেয় না, এছাড়াও RSI সহ অন্যান্য ইন্ডিকেটরের মাধ্যমে বিশ্লেষণ করার পর সিদ্ধান্ত নেয়। এইজন্য "স্টপ-লসের" আরো কিছু বিষয়/কৌশল আছে, যা ব্যবহার করলে অন্যদের জানি না আমি অত্যন্ত লাভবান হই এবং শুরুদিকে যে বোকামি করতাম , সেটা আর করা হয় না।

একটি গুরুত্বপূর্ণ বিষয়: @Jamalmg আপনি ভালো করে উক্তি করুন। কারণ আপনার উক্তিটি সঠিক হয়নি এবং আপনি একটি উক্তি লিংক সরাতে ভুলে গেছেন। তাই আপনার লেখাটা অনেকে দেখলে মনে করবে , ওটা আমার করা উক্তি। নিচে কোড দিয়ে দিলাম।  Wink
Code:
Wrong Way:
[quote author=Review Master link=topic=631891.msg54920408#msg54920408 date=1596381330]
[quote author=Review Master link=topic=631891.msg54917448#msg54917448 date=1596347189]
  আমার লেখা
[/quote]
আপনার লেখা



Right way:
[quote author=Review Master link=topic=631891.msg54920408#msg54920408 date=1596381330]
  আমার লেখা
[/quote]
আপনার লেখা




jr. member
Activity: 56
Merit: 2
August 03, 2020, 06:14:24 AM
  হাসবো নাকি কাঁদবো, সেটা খুজে পাচ্ছি না। মাফ করবেন @malekbaba , এটি আমি আপনাকে উদ্দেশ্য করে বলি নাই। কারণ "স্টপ-লস" শুনতে যেমন বুঝায়, আসলে তার বাংলা অর্থ অনুযায়ী ভাবলে সেটা ভুল এবং এটি আমার ব্যর্থতা যে যখনই কাউকে "স্টপ-লস" এর কথা বলি, তখনে সকলে এটির উল্টো মানে বুঝে। তাই আমি এর পরবর্তী পোষ্ট করব যে, "স্টপ-লস" কী এবং ট্রেডিং এর কিছু সহজ উপায়, যা মানতে লাভ বেশি না হলেও লস/ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।
স্টপ-লস অর্ডার হলো একটি টোকেন/কয়েন নির্দিষ্ট দামে পৌঁছে গেলে ক্রয় বা বিক্রয় করার জন্য ব্রোকারের সাথে রাখা অর্ডার।  একটি স্টপ-লস একটি সুরক্ষার অবস্থানে বিনিয়োগকারীদের ক্ষতির সীমাবদ্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে।  আপনি যে টোকেন বা কয়েনটি কিনেছেন তার নীচে 10% এর জন্য স্টপ-লস অর্ডার নির্ধারণ করা আপনার ক্ষতি 10% এর মধ্যে সীমাবদ্ধ করবে, আমি এটাই জানি স্টপ-লস যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে  আপনি একটা পোস্ট করেন এই বিষয়ে, ধন্যবাদ  
jr. member
Activity: 252
Merit: 4
August 03, 2020, 05:42:03 AM

<-- snip -->


 ভাল পরামর্শ। কিন্তু কিছু সময়ে স্টপ লস, মুলত লস করাবে। আমরা ভিত হয়ে দাম কমে গেলেই বিক্রি শুরু করি। কিন্তু মনে রাখতে হবে দাম দিমুখি। যা বেড়েছে তা কমবে।  একে বলে কারেকশন। ধরুন আপনি স্টপ লস অপশন এক্টিভেট করে রাখলেন। মেনিপুলেশন বেশি হলে নিমিষেই প্রাইস কমে যাবে এবং হয়ত দাম কারেক্ট হয়ে যেত কিন্তু ততক্ষনে সব বিক্রি হয়ে গেল এবং লস হয়ে গেল। আরেক টি বিষয়। অন লাইনে থেকেই ট্রেড করা ভাল

হাসবো নাকি কাঁদবো, সেটা খুজে পাচ্ছি না। মাফ করবেন @malekbaba , এটি আমি আপনাকে উদ্দেশ্য করে বলি নাই। কারণ "স্টপ-লস" শুনতে যেমন বুঝায়, আসলে তার বাংলা অর্থ অনুযায়ী ভাবলে সেটা ভুল এবং এটি আমার ব্যর্থতা যে যখনই কাউকে "স্টপ-লস" এর কথা বলি, তখনে সকলে এটির উল্টো মানে বুঝে। তাই আমি এর পরবর্তী পোষ্ট করব যে, "স্টপ-লস" কী এবং ট্রেডিং এর কিছু সহজ উপায়, যা মানতে লাভ বেশি না হলেও লস/ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।

মাফ করবেন। আমিও আমার কথা বুঝাইতে পারিনাই। আমি নিজেই উদাহরন দেই? আমি ১০০টাকায় এক্স পরিমান শেয়ার কিন্সি। যার আজ দাম ১২০ টাকা। আমি ১১০ টাকায় স্টপ্ লস এক্টিভেট করলে প্রাইস ১১০ এ নামলেই অটো সেল অরডার চালু হবে।
আমি বলতে চাইসি, দাম হয়ত ১২০ থেকে ১১০ এ নেমে আবার জলদি ১২০ বা আরও বেড়ে যেত। কিন্তু আমার লাভ কমে গেল। হয়ত দাম বাড়বে বলে আমি ৬ মাস অপেক্ষা করেছি। যে সময়, শ্রম গেল, সে অনুযায়ী লাভ না পেলে লস হয়  
আমি স্টপ লস এর নেগাটিভ দিক তা বলসি। ১০০ টাকায় কিনে ১১০ টাকায় সেল করলে লাভ মনে হলেও, সময়টাও জরুরি বিষয়।
ভাই,
আমি আপনার সাথে একমত। আমি মনে করি প্রত্যেক ট্রেড নেওয়ার সময় অবশ্যই স্টপ্ লস লাগানো প্রয়োজন।
legendary
Activity: 1526
Merit: 1026
SellDefi.com | Earn by selling files
August 02, 2020, 11:24:05 AM

<-- snip -->


 ভাল পরামর্শ। কিন্তু কিছু সময়ে স্টপ লস, মুলত লস করাবে। আমরা ভিত হয়ে দাম কমে গেলেই বিক্রি শুরু করি। কিন্তু মনে রাখতে হবে দাম দিমুখি। যা বেড়েছে তা কমবে।  একে বলে কারেকশন। ধরুন আপনি স্টপ লস অপশন এক্টিভেট করে রাখলেন। মেনিপুলেশন বেশি হলে নিমিষেই প্রাইস কমে যাবে এবং হয়ত দাম কারেক্ট হয়ে যেত কিন্তু ততক্ষনে সব বিক্রি হয়ে গেল এবং লস হয়ে গেল। আরেক টি বিষয়। অন লাইনে থেকেই ট্রেড করা ভাল

হাসবো নাকি কাঁদবো, সেটা খুজে পাচ্ছি না। মাফ করবেন @malekbaba , এটি আমি আপনাকে উদ্দেশ্য করে বলি নাই। কারণ "স্টপ-লস" শুনতে যেমন বুঝায়, আসলে তার বাংলা অর্থ অনুযায়ী ভাবলে সেটা ভুল এবং এটি আমার ব্যর্থতা যে যখনই কাউকে "স্টপ-লস" এর কথা বলি, তখনে সকলে এটির উল্টো মানে বুঝে। তাই আমি এর পরবর্তী পোষ্ট করব যে, "স্টপ-লস" কী এবং ট্রেডিং এর কিছু সহজ উপায়, যা মানতে লাভ বেশি না হলেও লস/ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।

মাফ করবেন। আমিও আমার কথা বুঝাইতে পারিনাই। আমি নিজেই উদাহরন দেই? আমি ১০০টাকায় এক্স পরিমান শেয়ার কিন্সি। যার আজ দাম ১২০ টাকা। আমি ১১০ টাকায় স্টপ্ লস এক্টিভেট করলে প্রাইস ১১০ এ নামলেই অটো সেল অরডার চালু হবে।
আমি বলতে চাইসি, দাম হয়ত ১২০ থেকে ১১০ এ নেমে আবার জলদি ১২০ বা আরও বেড়ে যেত। কিন্তু আমার লাভ কমে গেল। হয়ত দাম বাড়বে বলে আমি ৬ মাস অপেক্ষা করেছি। যে সময়, শ্রম গেল, সে অনুযায়ী লাভ না পেলে লস হয়  
আমি স্টপ লস এর নেগাটিভ দিক তা বলসি। ১০০ টাকায় কিনে ১১০ টাকায় সেল করলে লাভ মনে হলেও, সময়টাও জরুরি বিষয়।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 02, 2020, 10:15:30 AM

<-- snip -->


 ভাল পরামর্শ। কিন্তু কিছু সময়ে স্টপ লস, মুলত লস করাবে। আমরা ভিত হয়ে দাম কমে গেলেই বিক্রি শুরু করি। কিন্তু মনে রাখতে হবে দাম দিমুখি। যা বেড়েছে তা কমবে।  একে বলে কারেকশন। ধরুন আপনি স্টপ লস অপশন এক্টিভেট করে রাখলেন। মেনিপুলেশন বেশি হলে নিমিষেই প্রাইস কমে যাবে এবং হয়ত দাম কারেক্ট হয়ে যেত কিন্তু ততক্ষনে সব বিক্রি হয়ে গেল এবং লস হয়ে গেল। আরেক টি বিষয়। অন লাইনে থেকেই ট্রেড করা ভাল

হাসবো নাকি কাঁদবো, সেটা খুজে পাচ্ছি না। মাফ করবেন @malekbaba , এটি আমি আপনাকে উদ্দেশ্য করে বলি নাই। কারণ "স্টপ-লস" শুনতে যেমন বুঝায়, আসলে তার বাংলা অর্থ অনুযায়ী ভাবলে সেটা ভুল এবং এটি আমার ব্যর্থতা যে যখনই কাউকে "স্টপ-লস" এর কথা বলি, তখনে সকলে এটির উল্টো মানে বুঝে। তাই আমি এর পরবর্তী পোষ্ট করব যে, "স্টপ-লস" কী এবং ট্রেডিং এর কিছু সহজ উপায়, যা মানতে লাভ বেশি না হলেও লস/ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।
legendary
Activity: 1526
Merit: 1026
SellDefi.com | Earn by selling files
August 02, 2020, 10:03:31 AM

<-- snip -->

ইনভেস্টমেন্ট এর কোন ধরা বাধা নিয়ম নাই। বিনিয়োগ অল্প হলে লাভ হয়ত কম হবে। আবার লস হলেও তা হজম করা সহজ হবে এবং পুনরায় ইনভেস্ট করার রাস্তা থাকবে। কিন্তু শুরুতেই কেউ বড়অংকের টাকা ইনভেস্ট করে যদি ধরা খায় তার আগ্রহ হারিয়ে /যাবে। অল্প ইনভেস্ট, অল্প মুনাফা, এই নিয়ম চল্লে নিরাপদ থাকা জায়

আমি সাধারণত ট্রেডিং এর জন্য উপরের বিষয়গুলো বলছি এবং সকলের যেন লাভ হয়, এইজন্য "স্টপ-লস" ব্যবহারের কথা বলছিলাম। "স্টপ-লস" ব্যবহার করলে একটি নির্দিষ্ট মূল্যের নিচে নেমে গেলে অটোমেটিক ট্রেডারের সকল টোকেন/কয়েন সেল হয়ে যাবে । ফলস্বরূপ, ট্রেডারের কম লস হবে এবং একই বিষয়টি আসে টোকেন/কয়েন লাভে সেল করার ক্ষেত্রেও । কারণ অনেক সময় ট্রেডাররা অনলাইনে থাকে না ,কিন্তু কয়েন/টোকেনের মূল্য অনেকটা বৃদ্ধি পায় । তাই এই পদ্ধতি ব্যবহার করা ভালো।  Wink

 ভাল পরামর্শ। কিন্তু কিছু সময়ে স্টপ লস, মুলত লস করাবে। আমরা ভিত হয়ে দাম কমে গেলেই বিক্রি শুরু করি। কিন্তু মনে রাখতে হবে দাম দিমুখি। যা বেড়েছে তা কমবে।  একে বলে কারেকশন। ধরুন আপনি স্টপ লস অপশন এক্টিভেট করে রাখলেন। মেনিপুলেশন বেশি হলে নিমিষেই প্রাইস কমে যাবে এবং হয়ত দাম কারেক্ট হয়ে যেত কিন্তু ততক্ষনে সব বিক্রি হয়ে গেল এবং লস হয়ে গেল। আরেক টি বিষয়। অন লাইনে থেকেই ট্রেড করা ভাল
jr. member
Activity: 252
Merit: 4
August 02, 2020, 06:01:05 AM
ভাই
আপনাদের উপদেশ গুলো খুব ভালো লাগলো। কারন আমি নতুন ট্রেড শুরু করেছি। এবং নতুনদের ট্রেড সম্পকে অনেক কিছু অজানা। তাই জিজ্ঞেস করেছি। মতামতের জন্য আপনাদের অসখ্য ধন্যবাদ।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 02, 2020, 12:46:29 AM

<-- snip -->

ইনভেস্টমেন্ট এর কোন ধরা বাধা নিয়ম নাই। বিনিয়োগ অল্প হলে লাভ হয়ত কম হবে। আবার লস হলেও তা হজম করা সহজ হবে এবং পুনরায় ইনভেস্ট করার রাস্তা থাকবে। কিন্তু শুরুতেই কেউ বড়অংকের টাকা ইনভেস্ট করে যদি ধরা খায় তার আগ্রহ হারিয়ে /যাবে। অল্প ইনভেস্ট, অল্প মুনাফা, এই নিয়ম চল্লে নিরাপদ থাকা জায়

আমি সাধারণত ট্রেডিং এর জন্য উপরের বিষয়গুলো বলছি এবং সকলের যেন লাভ হয়, এইজন্য "স্টপ-লস" ব্যবহারের কথা বলছিলাম। "স্টপ-লস" ব্যবহার করলে একটি নির্দিষ্ট মূল্যের নিচে নেমে গেলে অটোমেটিক ট্রেডারের সকল টোকেন/কয়েন সেল হয়ে যাবে । ফলস্বরূপ, ট্রেডারের কম লস হবে এবং একই বিষয়টি আসে টোকেন/কয়েন লাভে সেল করার ক্ষেত্রেও । কারণ অনেক সময় ট্রেডাররা অনলাইনে থাকে না ,কিন্তু কয়েন/টোকেনের মূল্য অনেকটা বৃদ্ধি পায় । তাই এই পদ্ধতি ব্যবহার করা ভালো।  Wink
legendary
Activity: 1526
Merit: 1026
SellDefi.com | Earn by selling files
August 01, 2020, 02:02:54 PM
<-- snip -->

ভারচুয়াল এসেট এর ভবিষ্যৎ কি হবে তা বলা অসম্ভব। এবং এধরনের প্রশ্ন করা অবান্তর। ক্রিপ্টোতে একটা কথা মনে রাখা ভাল।তা হল ক্রিপ্টো বিষয়ক ফিনান্সিয়াল উপদেশ কারও থেকে নিবেন না। এবং যখন খুব বেশি উঠানামা থাকবে তখন চেস্টা করবেন ট্রেড না করতে। তবে আমি ব্যক্তিগতভাবে অনেক লাভের আশা না করে অল্প লাভে ট্রেড করি। কিন্তু বার বার করি

এইটা ঠিক যে, কারো অর্থনৈতিক উপদেশ না নেওয়া ভালো, তবে নিজের জ্ঞানের পরিধি বিস্তারের জন্য সকলের উপদেশগুলো শোনার পর নিজে থেকে নতুন এক ধরনের কৌশল তৈরি করা ভালো। এতে ক্রিপ্টোতে ভালো কিছু করা যাবে। এছাড়াও কম প্রফিট নেওয়া সকলের উচিত এবং বেশি লোভে না পড়া । আর যারা আসলে ট্রেডিং করতে চান, তাদের অবশ্যই বেশি অর্থ দিয়ে সেটি শুরু করা উচিত এবং ৫-১০% লাভ নেওয়ার পর ট্রেড বন্ধ করলে কোনো সমস্যা হবে না। আমি বেশি অর্থের কথা এইজন্য বললাম , কারণ কেউ যদি ১০ ডলারের ট্রেডে ১০ % লাভ হয়, তাহলে ট্রেডার মাত্র ১ ডলার লাভ পাবে এবং সেখানে আবার এক্সচেঞ্জের ট্রেডিং ফি থাকে । কিন্তু কেউ যদি ১০০ ডলারে ট্রেডটি করে, তাহলে ১০ ডলার লাভ হবে। এতে মাত্র কয়েকটি ট্রেড করে ভালো ইনকাম করা সম্ভব, তবে অবশ্যই "স্টপ-লস" ব্যবহার করবেন।

ইনভেস্টমেন্ট এর কোন ধরা বাধা নিয়ম নাই। বিনিয়োগ অল্প হলে লাভ হয়ত কম হবে। আবার লস হলেও তা হজম করা সহজ হবে এবং পুনরায় ইনভেস্ট করার রাস্তা থাকবে। কিন্তু শুরুতেই কেউ বড়অংকের টাকা ইনভেস্ট করে যদি ধরা খায় তার আগ্রহ হারিয়ে /যাবে। অল্প ইনভেস্ট, অল্প মুনাফা, এই নিয়ম চল্লে নিরাপদ থাকা জায়
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 01, 2020, 01:35:31 PM
<-- snip -->

ভারচুয়াল এসেট এর ভবিষ্যৎ কি হবে তা বলা অসম্ভব। এবং এধরনের প্রশ্ন করা অবান্তর। ক্রিপ্টোতে একটা কথা মনে রাখা ভাল।তা হল ক্রিপ্টো বিষয়ক ফিনান্সিয়াল উপদেশ কারও থেকে নিবেন না। এবং যখন খুব বেশি উঠানামা থাকবে তখন চেস্টা করবেন ট্রেড না করতে। তবে আমি ব্যক্তিগতভাবে অনেক লাভের আশা না করে অল্প লাভে ট্রেড করি। কিন্তু বার বার করি

এইটা ঠিক যে, কারো অর্থনৈতিক উপদেশ না নেওয়া ভালো, তবে নিজের জ্ঞানের পরিধি বিস্তারের জন্য সকলের উপদেশগুলো শোনার পর নিজে থেকে নতুন এক ধরনের কৌশল তৈরি করা ভালো। এতে ক্রিপ্টোতে ভালো কিছু করা যাবে। এছাড়াও কম প্রফিট নেওয়া সকলের উচিত এবং বেশি লোভে না পড়া । আর যারা আসলে ট্রেডিং করতে চান, তাদের অবশ্যই বেশি অর্থ দিয়ে সেটি শুরু করা উচিত এবং ৫-১০% লাভ নেওয়ার পর ট্রেড বন্ধ করলে কোনো সমস্যা হবে না। আমি বেশি অর্থের কথা এইজন্য বললাম , কারণ কেউ যদি ১০ ডলারের ট্রেডে ১০ % লাভ হয়, তাহলে ট্রেডার মাত্র ১ ডলার লাভ পাবে এবং সেখানে আবার এক্সচেঞ্জের ট্রেডিং ফি থাকে । কিন্তু কেউ যদি ১০০ ডলারে ট্রেডটি করে, তাহলে ১০ ডলার লাভ হবে। এতে মাত্র কয়েকটি ট্রেড করে ভালো ইনকাম করা সম্ভব, তবে অবশ্যই "স্টপ-লস" ব্যবহার করবেন।
legendary
Activity: 1526
Merit: 1026
SellDefi.com | Earn by selling files
August 01, 2020, 09:30:40 AM
আমি ৫০০০ এক্সআরপি হোল্ড করেছি। আমার ক্রয় মুল্য ছিল ০.২৩ ডলার। গতকাল একটা রিপোট দেখলাম। রিপোট টা কতটুকু সত্য তা জানি না। রিপোটে লেখা আছে, এক্সআরপিএল মনিটরের রিপোর্ট অনুসারে, মার্কিন ভিত্তিক পেমেন্ট ফার্ম রিপল গত ২৪ ঘন্টার ১৯.২ মিলিয়ন ডলার মূল্যের ৮৩ মিলিয়ন এক্সআরপি স্থানান্তরিত করেছে। Whale কাছে বিক্রি করা তহবিল সরানোর জন্য ব্যবহৃত হয় Whale ওয়ালেট, ডিসট্রিভিশন ওয়ালেটে $৭.৪৫ মিলিয়ন ডলারের ৩৩ মিলিয়ন এক্সআরপি লেনদেন করা হয়েছে এ কথা জানিয়েছে। ৩৩,১২৯,৯১১ এক্সআরপি (৭,৪৫২,৩০৮ মার্কিন ডলার) রিপল থেকে রিপল ওটিসি ডিসট্রিভিশন ওয়ালেটে স্থানান্তরিত হয়েছে। এক্সআরপি দ্বারা আরম্ভ করা অন্য দুটি লেনদেন XRPL মনিটরের দ্বারা পর্যবেক্ষণ ও প্রতিবেদন করা হয়েছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে, অন্য দুটি স্থানান্তর মোট 11 মিলিয়ন ডলার মূল্যের 50 মিলিয়ন এক্সআরপি এবং সেগুলি অজানা ওয়ালেটে প্রেরণ করা হয়েছিল।
আমার ৫০০০ এক্সআরপি আছে যা বতমান মুল্য ১ এক্সআরপি ০.২৪ ডলার।
এখন এক্সআরপি হোল্ড করবো, না সেল করে দিবো। আপনাদের মতামত আশা করছি।

ধন্যবাদ।

ভারচুয়াল এসেট এর ভবিষ্যৎ কি হবে তা বলা অসম্ভব। এবং এধরনের প্রশ্ন করা অবান্তর। ক্রিপ্টোতে একটা কথা মনে রাখা ভাল।তা হল ক্রিপ্টো বিষয়ক ফিনান্সিয়াল উপদেশ কারও থেকে নিবেন না। এবং যখন খুব বেশি উঠানামা থাকবে তখন চেস্টা করবেন ট্রেড না করতে। তবে আমি ব্যক্তিগতভাবে অনেক লাভের আশা না করে অল্প লাভে ট্রেড করি। কিন্তু বার বার করি
jr. member
Activity: 252
Merit: 4
July 30, 2020, 05:51:23 AM
আমি ৫০০০ এক্সআরপি হোল্ড করেছি। আমার ক্রয় মুল্য ছিল ০.২৩ ডলার। গতকাল একটা রিপোট দেখলাম। রিপোট টা কতটুকু সত্য তা জানি না। রিপোটে লেখা আছে, এক্সআরপিএল মনিটরের রিপোর্ট অনুসারে, মার্কিন ভিত্তিক পেমেন্ট ফার্ম রিপল গত ২৪ ঘন্টার ১৯.২ মিলিয়ন ডলার মূল্যের ৮৩ মিলিয়ন এক্সআরপি স্থানান্তরিত করেছে। Whale কাছে বিক্রি করা তহবিল সরানোর জন্য ব্যবহৃত হয় Whale ওয়ালেট, ডিসট্রিভিশন ওয়ালেটে $৭.৪৫ মিলিয়ন ডলারের ৩৩ মিলিয়ন এক্সআরপি লেনদেন করা হয়েছে এ কথা জানিয়েছে। ৩৩,১২৯,৯১১ এক্সআরপি (৭,৪৫২,৩০৮ মার্কিন ডলার) রিপল থেকে রিপল ওটিসি ডিসট্রিভিশন ওয়ালেটে স্থানান্তরিত হয়েছে। এক্সআরপি দ্বারা আরম্ভ করা অন্য দুটি লেনদেন XRPL মনিটরের দ্বারা পর্যবেক্ষণ ও প্রতিবেদন করা হয়েছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে, অন্য দুটি স্থানান্তর মোট 11 মিলিয়ন ডলার মূল্যের 50 মিলিয়ন এক্সআরপি এবং সেগুলি অজানা ওয়ালেটে প্রেরণ করা হয়েছিল।
আমার ৫০০০ এক্সআরপি আছে যা বতমান মুল্য ১ এক্সআরপি ০.২৪ ডলার।
এখন এক্সআরপি হোল্ড করবো, না সেল করে দিবো। আপনাদের মতামত আশা করছি।

ধন্যবাদ।
jr. member
Activity: 266
Merit: 1
July 29, 2020, 07:43:15 AM
আমাদের সবার জন্য একটা দুঃসংবাদ,, RIDE TOKEN আমরা যে p2pb2b এক্স্যন্সসে রেখেছিলাম সেখানে ডিলিস্ট করেছে,তাই আমি সকল ইউজারদের অনুরোধ করবো p2pb2b এক্সচেঞ্জ থেকে আপনার RIDE টোকেন MyEthereum এ Withdraw করে নিন,আশা করছি পোস্টটি সকলের উপকারে আসবে
তার থেকেও বড় দুঃসংবাদ হল আপনি কয়েন/টোকেন এক্সচেঞ্জে রাখেন? এইটাই নিতান্তই একটা বোকামি। যে কোন সময় আপনি হারাতে পারেন আপনার মুল্যবান কয়েন/টোকেন। যেহেতু টোকেন বলছেন, নিজের এড্রেসে রাখলেই পারেন ভাই। এইটা আপনার নিজের জন্যই ভালো।
জি ভাই ধন্যবাদ আপনাকে,
আমি আরও একটা বিষয় লক্ষ্য করছি -
পিটুপিবিটুবি একচ্যান্জ দিনে দিনে তাদের কার্যক্রম অনুন্নত পর্যায়ে নিয়ে যাচ্ছে।
যা আমার কাছে খুবই দুঃখজনক।।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 29, 2020, 05:56:13 AM
<-- snip -->
ভাই,
যতক্ষণ প্রাইভেট ওয়ালেট কি  হাতে থাকবে, ততক্ষণ ওয়ালেট নিয়ে কোনো সমস্যা নেই। এই কথাটার প্রতি আমি পুরোপুরি সহমত নই। কারন এক ভাই তার উপাজনের অধিকাংশ টাকা প্রায় ৬৫০০০ ডলার coinomi ওয়ালেট এ রাখছিল। অনেক দিন পর coinomi ওয়ালেট গেলে তার টাকা নেই। এত গুলো ডলার কোথায় গেল। তাই online ওয়ালেট কে পুরোপুরি trust করা উচিৎ না। সবচেয়ে নিরাপদ ওয়ালেট হল Hardware Wallet. যেমনঃ Nano S, Ledger Nano S, Ledger Nano X। Ledger Nano S এর বতমান মুল্য ৫৯ ডলার। নতুনদের জন্য online (ETH BLOCKCHAIN) এর জন্য my ether wallet, Trust wallet, IMTOKEN, MetaMask Best.

হাসাইলেন ভাই। আপনি দেখি পুরাপুরি রিসার্স ছাড়াই পোষ্টের রিপ্লাই দিলেন। যাইহোক আমি তর্কে যাবো না। আমি এই লোকাল বোর্ডে মনে হয় গতবছর Coinomi wallet নিয়ে একটি পোষ্ট করছিলাম। সেখানে বলছিলাম যে, coinomi wallet তাদের ইউজারদের প্রাইভেট কি ব্রাউজারের এক্সচেনশনের মাধ্যমে সার্চ ইঞ্জিনে পাঠাচ্ছিল এবং এটি একজন সিকিউরিটি এক্সপার্ট ধরতে পারলে টুইটারে coinomi কে বিষয়টি বলে এবং coinomi ওই বিষয়টি নিয়ে টালবাহানা কিংবা দ্বিমত পোষণ করলে, ওই এক্সপার্ট ও coinomi এর মাঝে টুইটারে বিশাল যুদ্ধের মতো রিপ্লাই চলে। তখন থেকে অনেকে coinomi এর রেপুুটেশন কিছুটা কম হইছে। এছাড়া আপনার বলা Trust wallet, IMTOKEN এসবও তো Coinomi এর মতো ওয়ালেট ,তফাত তো দেখি না।

ওই পোষ্টটির লিংক ( দেখে আসুন ) : https://bitcointalksearch.org/topic/m.53271830
Jump to: