Author

Topic: বাংলা (Bengali) - page 435. (Read 5301837 times)

jr. member
Activity: 40
Merit: 2
July 25, 2020, 01:13:25 PM


ধন্যবাদ বুঝিয়ে দেওয়ার জন্য।   
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 25, 2020, 10:51:56 AM
আমি পোস্ট করলাম দেখলাম একজন রিপ্লই দিলো। এখন আমি তার রিপ্লাই এর রিপ্লাই কিভাবে দিবো? কেউ হাইসেন না প্লিজ, আমি নতুন এখানে তাই বুঝতে অসুবিধা হচ্ছে। 😥   
আপনি নিচের ছবির চিহ্নিত অংশের ক্লিক করেেন ,এরপর নিচের কোডগুলো পাবেন। তাই নিচে আমি দেখাই দিছি যেটির পর থেকে যা লেখতে চান লেখার পর পোষ্ট করতে পারেন।


Code:
[quote]
অন্যদের পোষ্টের লেখা থাকবে
[/quote]
এখানে আপনি যা লেখতে চান সেটি লেখবেন।
jr. member
Activity: 40
Merit: 2
July 25, 2020, 10:26:34 AM
আমি পোস্ট করলাম দেখলাম একজন রিপ্লই দিলো। এখন আমি তার রিপ্লাই এর রিপ্লাই কিভাবে দিবো? কেউ হাইসেন না প্লিজ, আমি নতুন এখানে তাই বুঝতে অসুবিধা হচ্ছে। 😥   
jr. member
Activity: 56
Merit: 2
July 25, 2020, 09:02:03 AM
গুঞ্জন শোনা যাচ্ছে যে অনেক ব্যাংক  লেনদেনের জন্য ক্রিপ্টো গ্রহন করবে।   নিউজের সত্যতা আমি অতটা  শিওর জানিনা, সিনিয়র রা বলতে পারবে। তবে Binance Exchange এর CZ   এইটা নিয়ে একটা টুইট ও করছিলেন। যদি এটা সত্যি হয়, তাহলে ক্রিপ্টো কতদূর এগিয়ে যাবে যা কল্পনার বাইরে।     
আপনি কি বাংলাদেশের কথা বলতেছেন?  বাংলাদেশ কখনোই চালু করবে বলে মনে হয়না! কিন্তু ভিন্ন ভিন্ন দেশে কিন্তু ক্রিপ্টো লেনদেন করে এটি নতুন কিছু না আর CZ এখন আরেকটা জিনিস নিয়ে কাজ করতেছে সেটা হলো বাইনেস কার্ড যেটি অনেকটা ভিসা কার্ড এর মতো  আর এটি দিয়ে শপিং মলে ও সব কিছু কিনা যাবে...           
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 25, 2020, 04:51:54 AM
গুঞ্জন শোনা যাচ্ছে যে অনেক ব্যাংক  লেনদেনের জন্য ক্রিপ্টো গ্রহন করবে।   নিউজের সত্যতা আমি অতটা  শিওর জানিনা, সিনিয়র রা বলতে পারবে। তবে Binance Exchange এর CZ   এইটা নিয়ে একটা টুইট ও করছিলেন। যদি এটা সত্যি হয়, তাহলে ক্রিপ্টো কতদূর এগিয়ে যাবে যা কল্পনার বাইরে।     
আপনি কোনো দেশের কথা বলতেছেন জানি না। তবে বাংলাদেশে সেটি হবে না, কারণ বাংলাদেশে এখনো ক্রিপ্টোকারেন্সি ব্যান বলা যায়। তবে যদি সেটি ইউএসএ কে নিয়ে টুইট করে, তাহলে সেটি সত্য । কেননা কিছুদিন আগে এটি নিয়ে নিউজও বের হয়েছে যে, ইউএস ব্যাংকগুলো তাদের কাস্টমারদেরকে ক্রিপ্টোকারেন্সি জমা রাখার সুবিধা দিবে। আরও বিস্তারিত জানতে আপনি লিংকে গিয়ে পড়তে পারেন: https://www.theblockcrypto.com/post/72628/us-bank-regulator-crypto-custody
jr. member
Activity: 40
Merit: 2
July 24, 2020, 11:53:48 PM
গুঞ্জন শোনা যাচ্ছে যে অনেক ব্যাংক  লেনদেনের জন্য ক্রিপ্টো গ্রহন করবে।   নিউজের সত্যতা আমি অতটা  শিওর জানিনা, সিনিয়র রা বলতে পারবে। তবে Binance Exchange এর CZ   এইটা নিয়ে একটা টুইট ও করছিলেন। যদি এটা সত্যি হয়, তাহলে ক্রিপ্টো কতদূর এগিয়ে যাবে যা কল্পনার বাইরে।     
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
July 24, 2020, 11:28:02 AM

ধন্যবাদ! আপনি আমাকে আরেকতা বিশয়ে কনফার্ম করেন।আমি যখন পিএনজি ফাইল আপলোড করি তখন দেখা যায় পিছনে একতা কালো ব্যাকগ্রাউন্ড থ্রেডে চলে আসে।আপনার দেওয়া সাইজ অনুযায়ী আপলোড করলে কালো ব্যাকগ্রাউন্দ আসবে না,তাই তো?

জি আমি আমার থ্রেড থেকে কপি করে দিয়েছি কোড টা, তাই আমার থ্রেডে যেভাবে আসছে এভাবেই আপনার থ্রেডে আসবে।

ইডিটঃ আপনার কালো ব্যাকগ্রাউন্ড আসার জন্য সাইজ টা মনে হয় না কোনো ইস্যু। হয়ত আপনি ট্রান্সপারেন্ট ইমেজ ব্যবহার করছেন না। আপনি যে কোনো লোগো পিএনজি ফরম্যাট এ নামানোর জন্য flaticon.com ওয়েবসাইট টি ব্যবহার করুন তাহলেই হবে।
newbie
Activity: 34
Merit: 0
July 24, 2020, 08:32:23 AM
আপনি আমাকে এটা আমাকে এতা বলে, আপনার থ্রেডে আপনি যে তেলিগ্রাম লোগ ব্যবহার করছেন তা কোন ফরম্যাটের আর সাইজ টা কী? মার আপলঅড করতে হবে এই ইনফো গ্যাপের জন্য পারতেছি না।যদি পারেন আপনার লোগটা আমাকে মেসেজ করতে পারেন,ধন্যবাদ।

আপনার থ্রেডে ছবি যুক্ত করতে হলে আপনাকে মিনিমাম জে আর মেম্বার র‍্যাংক হতে হবে, না হলে আপনার পিক দেখা যাবেনা পোস্টে। আর এছাড়া আপনি যদি কপার মেম্বার র‍্যাংক কিনেন তাহলেও আপনি ছবি পোস্ট করতে পারবেন।

টেলিগ্রাম লোগোর জন্য নিচের কোড টা ব্যবহার করতে পারেনঃ

Code:
 
[url=http://t.me/fatema_op][img width=100 height=100]https://i.imgur.com/PnNBOUL.png[/img][/url]


এখানে টেলিগ্রাম লিংক আমার টা চেঞ্জ করে আপনার টা দিতে পারেন।
ধন্যবাদ! আপনি আমাকে আরেকতা বিশয়ে কনফার্ম করেন।আমি যখন পিএনজি ফাইল আপলোড করি তখন দেখা যায় পিছনে একতা কালো ব্যাকগ্রাউন্ড থ্রেডে চলে আসে।আপনার দেওয়া সাইজ অনুযায়ী আপলোড করলে কালো ব্যাকগ্রাউন্দ আসবে না,তাই তো?
member
Activity: 1386
Merit: 10
July 24, 2020, 12:27:55 AM
হেল্প করেন প্লিজ। আমি নতুন বাউন্টি করবো কিন্তু অনেক কিছুই বুঝিন। 1 stake/week এবং 2 stake/week।  এইটার মানি একটু বুঝিয়ে বলবেন প্লিজ।   



এটা একটা বাউন্টি ম্যানেজার তার পোস্টে নিয়ম গুলো উল্লেখ করে দেয়।

যেমন ধরেন বাউন্টি ম্যানেজার উল্লেখ করেছে
1 থেকে 1000 ফ্রেন্ড থাকলে পাবে 1 stake/week এবং
1000+ থেকে 3000 ফ্রেন্ড থাকলে পাবে  2 stake/week এবং
3000+ থেকে ৫০০০ ফ্রেন্ড থাকলে পাবে  3 stake/week ।

আপনার যতগুলো ফ্রেন্ড আছে আপনি একই কাজ করে ওই stake গুলা পাবেন। যেমন আপনার কাছে যদি 3000+ থেকে 5000 ফ্রেন্ড থাকে তাহলে আপনি এক  week  কাজ করে 3 stake পাবেন। এবং যদি আপনার ১০০০+ থেকে ৩০০০ ফ্রেন্ড থাকে তাহলে আপনি ১ সপ্তাই কাজ করে পাবেন ২ stake। তাই আগে ফ্রেন্ড বাড়রে তার পরে বাউন্টি করলে লোভ একটু বেশি।
jr. member
Activity: 40
Merit: 2
July 23, 2020, 10:40:04 PM
 হেল্প করেন প্লিজ। আমি নতুন বাউন্টি করবো কিন্তু অনেক কিছুই বুঝিন। 1 stake/week এবং 2 stake/week।  এইটার মানি একটু বুঝিয়ে বলবেন প্লিজ।   
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 23, 2020, 09:21:30 PM
আমার বিটকয়েন টক একাউন্ট অনেক আগের কিন্তু একটিভ থাকা হয়নাই কখন।তাতে কি আমার একাউন্টর এখন কোনো সমস্যা হবে?আর কোন কোন বিষয় এর উপর পোস্ট করা যায়?আর কোন কোন বিষয় গুলোর উপর পোস্ট করা যায়না?         
কোন সমস্যা নেই। আপনার যে বিষয় ইচ্ছে ওই বিষয়ে পোস্ট করতে পারেন তবে যেন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড হয় এইটা মাথায় রাখতে হবে।
jr. member
Activity: 40
Merit: 2
July 23, 2020, 05:56:48 PM
আমার বিটকয়েন টক একাউন্ট অনেক আগের কিন্তু একটিভ থাকা হয়নাই কখন।তাতে কি আমার একাউন্টর এখন কোনো সমস্যা হবে?আর কোন কোন বিষয় এর উপর পোস্ট করা যায়?আর কোন কোন বিষয় গুলোর উপর পোস্ট করা যায়না?         
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
July 23, 2020, 01:57:37 PM
আপনি আমাকে এটা আমাকে এতা বলে, আপনার থ্রেডে আপনি যে তেলিগ্রাম লোগ ব্যবহার করছেন তা কোন ফরম্যাটের আর সাইজ টা কী? মার আপলঅড করতে হবে এই ইনফো গ্যাপের জন্য পারতেছি না।যদি পারেন আপনার লোগটা আমাকে মেসেজ করতে পারেন,ধন্যবাদ।

আপনার থ্রেডে ছবি যুক্ত করতে হলে আপনাকে মিনিমাম জে আর মেম্বার র‍্যাংক হতে হবে, না হলে আপনার পিক দেখা যাবেনা পোস্টে। আর এছাড়া আপনি যদি কপার মেম্বার র‍্যাংক কিনেন তাহলেও আপনি ছবি পোস্ট করতে পারবেন।

টেলিগ্রাম লোগোর জন্য নিচের কোড টা ব্যবহার করতে পারেনঃ

Code:
 
[url=http://t.me/fatema_op][img width=100 height=100]https://i.imgur.com/PnNBOUL.png[/img][/url]


এখানে টেলিগ্রাম লিংক আমার টা চেঞ্জ করে আপনার টা দিতে পারেন।
newbie
Activity: 34
Merit: 0
July 23, 2020, 01:08:21 PM
আপনি আমাকে এটা আমাকে এতা বলে, আপনার থ্রেডে আপনি যে তেলিগ্রাম লোগ ব্যবহার করছেন তা কোন ফরম্যাটের আর সাইজ টা কী? মার আপলঅড করতে হবে এই ইনফো গ্যাপের জন্য পারতেছি না।যদি পারেন আপনার লোগটা আমাকে মেসেজ করতে পারেন,ধন্যবাদ।
















full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
July 23, 2020, 12:59:03 AM

ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে লিখার জন্য। আমিও একজন নতুন ডিজাইনার। ফাইবারে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনার পোস্ট দেখে এখন এই ফোরামেও সার্ভিস দেওয়ার অনুপ্রেরণা পেলাম। আপনার টেলিগ্রামে কি আপনার সাথে একটু কথা বলা যাবে তাহলে আমার একটু উপকার হত।
আমার বিহেন্স প্রোফাইল ঘুরে দেখতে পারেন আমার কাজ। বিহেন্স লিংকঃ https://www.behance.net/rnsunny/projects


ভালো লাগল যে আপনার মত ডিজাইনাররা এই ফোরামে সার্ভিসদিতে চাচ্ছে। আপনার বিহেন্স প্রোফাইল দেখলাম। প্রোফাইলটা আরো সুন্দর করে সাজাতে পারেন। আর আপনার যে কোনো সাহায্যে আমার টেলিগ্রামএ নক করতে পারেন।     Telegram: fatema_op

 
full member
Activity: 448
Merit: 100
CRYPTOCITIZEN $CCASH
July 22, 2020, 10:11:48 AM
--SNIP--

ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে লিখার জন্য। আমিও একজন নতুন ডিজাইনার। ফাইবারে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনার পোস্ট দেখে এখন এই ফোরামেও সার্ভিস দেওয়ার অনুপ্রেরণা পেলাম। আপনার টেলিগ্রামে কি আপনার সাথে একটু কথা বলা যাবে তাহলে আমার একটু উপকার হত।
আমার বিহেন্স প্রোফাইল ঘুরে দেখতে পারেন আমার কাজ। বিহেন্স লিংকঃ https://www.behance.net/rnsunny/projects

jr. member
Activity: 854
Merit: 1
July 22, 2020, 01:01:10 AM
jr. member
Activity: 168
Merit: 1
July 19, 2020, 05:37:47 AM
askabir6,,,
ভাইয়া আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি রংপুর থেকে,
ভাইয়া আমি কিছু বিটকয়েন ক্যাশ হোল্ড করেছি এটার ভবিষ্যৎ সম্পর্কে যদি আপনি জানেন আমাকে জানাবেন প্লিজ। আমি কিনেছিলাম  ১৪.৫ $ করে, কিন্তু এখন কি করবো
legendary
Activity: 1526
Merit: 1026
SellDefi.com | Earn by selling files
July 19, 2020, 02:20:31 AM
শুধু বিটকয়েন, ইথেরিয়াম নিয়ে আমাদের আলচনা সীমিত থাকবেনা। আজ এক্টু ডি-ফাই এর কিছু ছোট নিয়ে বলব। ডি-ফাই হল decentralized Finance প্রজেক্ট। বিশেষজ্ঞদের মতে, ডি-ফাই হতে যাচ্ছে আধুনিক ফিন্যান্স এর নতুন অধ্যায়। সহজ কথায়, আপনার সম্পদ এখন আরও বেশি আপনার নিয়ন্ত্রণে থাকবে। ডি-ফাই ডিজিটাল এসেট, প্রটকল,  ড্যাপ তৈরি সহ  পরিপূর্ণ ব্লকচেইন। যেখানে অন্যান্য ফিন্যান্সিয়াল টুলস এবং সেবা, যোগ, রুপান্তর এবং একাধিক টুলস এক সাথে ব্যবহারকরার সুযোগ আছে। তাও সম্পুরন ডিসেন্ট্রালাইযড উপায়ে। ওপেন সওরস তাই অনেক ডেভেলপার নিজের মেধা দিয়ে দ্রুত অনেক সমস্যার সমাধান করতে পারতেসে। আসুন আর বেশি জানার চেস্টা করি           
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 19, 2020, 01:16:24 AM
আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ সরকার সংসদ অধিবেশনে ব্লকচেইন সম্পর্কে পজিটিভ আলোচনা করেছে।

এইটা অনেক পুরাতন খবর বলা যায় , কারণ করোনা শুরুর আগেই যে অধিবেশন হয়েছে সেখানে এই বিষয়ে প্রস্তাব রাখা হয়ছিল। তবে যতটা আমি জানি তারা প্রাইভেট ব্লকচেইনকে বেশি গুরুত্ব দিবে, কারণ বাংলাদেশি কিছু আইটি সলুশন কোম্পানি ব্লকচেইন সলুশন বাহিরের দেশে দিয়ে থাকে। ওটাকেই সম্ভবত গুরুত্ব দিবে, যেন দেশে বৈদেশিক মুদ্রা বেশি আনতে পারে। এটা আমার জানার কিছু তথ্য/মতামত, আপনাদের অন্য কারো যদি  অন্য কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন।

আমরা খুব অল্প মানুষ ক্রিপ্টো বিষয়ে জানি। যারা জানি, তারাও খুব কম জানি। সরকার অনুমোদন দিলে অনেকে না বুঝে ইনভেস্ট করবে। অনেক স্ক্যামের ফাদে পরবে। তবে ইদানিং ক্রিপ্টো নিয়ে ওয়ারকশপ হয়, সেমিনার হয় 

এইটা ঠিক বলছেন। কারণ নতুনরা না জেনেই কিংবা কোনো ধরনের বিশ্লেষণ ছাড়াই লোভে পড়ে বিভিন্ন পন্জি স্কিম/ পিরামিড স্কিমে ইনভেস্ট করে এবং নিজের অজ্ঞতার কারণে অর্থ হারায় , আর দোয় দেয় যে ক্রিপ্টোকারেন্সি ভালো না । তাই আমাদের এখন বাংলাদেশ লোকাল বোর্ডটিকে আরো তথ্যবহুল করতে হবে যেন, নতুনরা এখানে এসে সকল বিষয় জানতে পারে এবং ভুল পথে থাবিত না হয়।
Jump to: