Author

Topic: বাংলা (Bengali) - page 435. (Read 5721739 times)

full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
September 05, 2020, 12:11:51 AM
Exchange এ ট্রেডিং করার সহজ কোন নিয়ম আছে কি......?

বাইন্যান্স, কুকয়েন এগুলোর মোবাইল এপ আছে। এসব এক্সেঞ্জারএ সহজে ট্রেড করতে পারেন এপ ব্যবহার করে।

amader desher page ba kono kichu dekhle e valo lage.
Bangla amar vasha ami bangali.


এতই যদি ভালো লাগে এবং বাংলা যেহেতু আপনার ভাষা। তাহলে এই লিখাটা আপনি ইংরেজিতে কেন  লিখলেন? দেখতেছেন এখানে সবাই বাংলায় লিখার চেষ্টা করে। আপনারো উচিত বাংলায় লিখার চেষ্টা করা।
newbie
Activity: 233
Merit: 0
September 04, 2020, 11:40:15 PM
amader desher page ba kono kichu dekhle e valo lage.
Bangla amar vasha ami bangali.
sr. member
Activity: 1372
Merit: 322
September 04, 2020, 07:43:36 PM
বিটকয়েন এর অসুবিধা সমূহঃ

১। মাইনর ট্রানজেকশন এপ্রুভ করতে অনেক সময় মাত্রাতিরিক্ত সময় নিয়ে থাকে।
বিটকয়েন এর ব্লক সাইজ লিমিটেড, ১ মেগাবাইট মাত্র যদিও সেটাকে সেগউইটের মাধ্যমে ৪ মেগাবাইটে নেয়া হয়েছে। যখন বিটকয়েন এ অনেক লেনদেন হয় তখন ট্রাঞ্জেকশন কনফার্ম হতে দেরী হয় কারন প্রতি ১০ মিনিটে গড়ে একটি ব্লক হয়। ১টি ব্লকে তো আপনি ৪ মেগাবাইটের বেশী তথ্য রাখতে পারবেন না। তাই লেনদেন এর পরিমাণ বাড়লে দেরী স্বাভাবিক।
এখন আসি বর্তমান ব্যাংকিং এ। আপনি জানেন কি ব্যাংক আপনাকে অনেক সময় ফান্ড নেই বলতে পারে? মনে করুন আপনার একাউন্টে ১০ লক্ষ টাকা আছে এবং আপনি তা তুলতে চাচ্ছেন। ব্যাংকে গেলেন, কিন্তু তারা বলল এখন তো ফান্ড নেই, কিছুক্ষণ পরে আসুন কিংবা কাল আসুন। আমি জানিনা কেউ এইরকম পরিস্থিতি দেখেছেন কিনা। আমি দেখেছি এবং এইটা যুক্তিসংগত। যখন ব্যাংকে জমার চাইতে উইথড্র বেশি হবে তখন এইরকম হতে পারে।

Quote
২। অকেন সময় বেআইনি কাজে ব্যবহার করা হয়।
বাংলাদেশে অনেকেই ইয়াবা, পেন্সি সেবন করে থাকে, সেটা টাকা দিয়ে। টাকার ব্যবহার আপনি কিভাবে করছেন সেটা আপনার উপর। ঠিক তেমন বিটকয়েন এর জন্যেও।
Quote
৩। কোন সেবা না পেলে তার মূল্য আর ফেরত পাওয়া যায় না।
আমার মনে হচ্ছে আপনি বিটকয়েন এর চার্জব্যাক না থাকার কথা বলছেন। আচ্ছা, পেপাল এর ক্ষেত্রে ডলার পাঠিয়ে তা আবার ফেরত নেওয়া যায় চার্জব্যাক করে। তাহলে কোনটা ভালো?
Quote
৪। বিটকয়েন ওয়ালেট নষ্ট হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না।
ওয়ালেট নিয়ে উপরে কোন এক ভাই লিখেছেন। ভালো করে পড়ুন, জানুন। না জেনে ভুলভাল তথ্য শেয়ার করবেন না।
Quote
৫। বাজার মূল্য অস্থিতিশীল।
এর বিভিন্ন কারন রয়েছে। এইটা একটা নন রেগুলেটেড মার্কেট। এর পিছনে কোন কেন্দ্রীয় নিয়ন্ত্রক নেই। বাই দ্য ওয়ে, অস্থিতিশীলতা যদি পজিটিভ হত সবসময় তাহলে এইটা কেউ বলত না।
jr. member
Activity: 266
Merit: 1
September 04, 2020, 07:11:42 PM
Exchange এ ট্রেডিং করার সহজ কোন নিয়ম আছে কি......?
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
September 04, 2020, 02:45:06 PM
Quote
PAYACCEPT CEO REFUSED TO PAY OUR CHARGE AND BOUNTY&AIRDROP REWARDS. ALSO HE IS LYING ABOUT TOTAL RAISED MONEY. 1.5M TOKEN MINTED (SOLD) IN TOTAL BUT HE IS SAYIN 1036 RAISED. THERE WAS 50% BONUS DURING THE WHOLE SALE PROCESS???

-পে-এচ্ছেপ্ট বাউন্টি ম্যনেজারের সর্বশেষ বিবৃতি।

বাউন্টি ক্যম্পাইনটি লক করা হয়েছে। ম্যানেজারের ভাষ্যমতে পে-এচ্ছেপ্ট এর সি,ও অংশগ্রহকারিদের পেমেন্ট দিতে গড়িমসি করছে। বাংলাদেশের অনেক ভাই এই বাউন্টি  করেছে। তো আপনাদের কি মনে হচ্ছে শেষ মুহুর্তে এসে কি PAYACCEPT SCAM করল?
 

আমার মনে হয়না স্ক্যাম করবে। কারন ভেজাল হয়েছে ম্যানেজার এবং তাদের মধ্যে। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা বাউন্টি হান্টারদের কে পেমেন্ট করবে কাজের জন্য। এবং ইতিমধ্যে তারা একটি নতুন টেলিগ্রাম খুলেছে এবং একটি নতুন গুগোল ফর্ম দিয়েছে কাজ জমা দেওয়ার জন্য। এই ফরম পূরন করে দিলে তাদের টিম নাকি সব চেক করে দেখবে। তাই এখনি তাদের নতুন গ্রুপে জয়েন দিয়ে ফরম ফিল করে দিন। গ্রুপ লিঙ্কঃ https://t.me/PAYOfficialBounty

তাদের ফরম লিঙ্কঃ https://forms.gle/CL7ER5wAEQcp5rzZA


@malekbaba আপনি তো তাদের সিগনেচার করেছেন। তাও আবার লিজেন্ডারি হয়ে তাই মনে হয় আপনার দ্রুত ফরম টা পূরন করা উচিত। এছাড়া অন্য যত বাঙ্গালী আছেন এবং পে এক্সেপ্ট এর বাউন্টি করেছেন সবাই ফরম টা পূরন করে দিবেন।
member
Activity: 308
Merit: 22
September 04, 2020, 12:56:26 PM
Quote
PAYACCEPT CEO REFUSED TO PAY OUR CHARGE AND BOUNTY&AIRDROP REWARDS. ALSO HE IS LYING ABOUT TOTAL RAISED MONEY. 1.5M TOKEN MINTED (SOLD) IN TOTAL BUT HE IS SAYIN 1036 RAISED. THERE WAS 50% BONUS DURING THE WHOLE SALE PROCESS???

-পে-এচ্ছেপ্ট বাউন্টি ম্যনেজারের সর্বশেষ বিবৃতি।

বাউন্টি ক্যম্পাইনটি লক করা হয়েছে। ম্যানেজারের ভাষ্যমতে পে-এচ্ছেপ্ট এর সি,ও অংশগ্রহকারিদের পেমেন্ট দিতে গড়িমসি করছে। বাংলাদেশের অনেক ভাই এই বাউন্টি  করেছে। তো আপনাদের কি মনে হচ্ছে শেষ মুহুর্তে এসে কি PAYACCEPT SCAM করল?
 
jr. member
Activity: 35
Merit: 3
September 04, 2020, 10:39:33 AM
কিপটে মার্কেট এত ডাউনে আসার কারণ কি এখন কি ক্রিপ্টোকারেন্সি যে কোন ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন ইথেরিয়াম ডগি কয়েন ইথারিয়াম ক্লাসিক এগুলো কিনে ভালো হবে কিনা বলতে ইনভেস্ট ইনভেস্ট করা যাবে না আরো দাম কমতে পারে। আমাকে আপনাদের মতামত দিয়ে সাহায্য করবেন এখন ক্রয় করলে ক্ষতির সম্ভাবনা  হওয়ার সম্ভাবনা আছে কি
কিপটে মার্কেট টা কি? আর দাঁড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন ছাড়া এতো বড় বাক্যের কি অর্থ হইল বুজি না।
newbie
Activity: 112
Merit: 0
September 04, 2020, 10:27:56 AM
কিপটে মার্কেট এত ডাউনে আসার কারণ কি এখন কি ক্রিপ্টোকারেন্সি যে কোন ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন ইথেরিয়াম ডগি কয়েন ইথারিয়াম ক্লাসিক এগুলো কিনে ভালো হবে কিনা বলতে ইনভেস্ট ইনভেস্ট করা যাবে না আরো দাম কমতে পারে। আমাকে আপনাদের মতামত দিয়ে সাহায্য করবেন এখন ক্রয় করলে ক্ষতির সম্ভাবনা  হওয়ার সম্ভাবনা আছে কি
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
September 04, 2020, 09:44:34 AM
২০৩০ সালে কি হতে পারে সেইটা ভাবি  Grin Grin Grin
কি হতে পারে?
২০৩০ তো দূরে থাক ৩০ মিনিট পর কি হবে সেটাই তো সঠিকভাবে বলা সম্ভব হয় না। সেখানে এতো বছর পর এটা তো অস্বাভাবিক। যাই হোক BTC এর সমসাময়িক গ্রোথ এবং ভ্যালু এর কথা বিবেচনায় রেখে কিছু জিনিস বলা যায়।
  • বিশ্বব্যাপি এটি দিন দিন আরো পরিচিত হবে ফলে এটির ব্যবহার যেমন বৃদ্ধি পাবে, তেমনি নতুন নতুন দেশ এটি বৈধতা দিবে সেটি আশা করা যায়।
  • দিন দিন মানুষ ক্যাশলেস সমাজের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে BTC একটি ভালো ভূমিকা রাখতে সক্ষম হবে।
যদি এই বিষয়গুলো ঘটে তাহলে BTC এর চাহিদা হবে আকাশচুম্বী।
এমন আরো অনেক কিছু আছে যা এখন সচরাচর হচ্ছে বা গোপনে BTC কে ব্যবহার করে হচ্ছে। সেগুলো ও বাড়বে হোক সেটা বৈধ কিংবা অবৈধ। অল্প কথায় বুঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন।
jr. member
Activity: 35
Merit: 3
September 04, 2020, 09:08:50 AM
২০৩০ সালে কি হতে পারে সেইটা ভাবি  Grin Grin Grin
কি হতে পারে?
jr. member
Activity: 40
Merit: 2
September 04, 2020, 08:38:08 AM
২০৩০ সালে কি দাম হতে পারে সেইটা ভাবি  Grin Grin Grin
jr. member
Activity: 40
Merit: 2
September 04, 2020, 08:30:07 AM
ধন্যাবাদ আসলে আমি এইটা খেয়াল করি নাই.২১মিলিয়ন বাংলাদেশে কত হয় সেইটাই লিখতে গেছিলাম.........শূন্য কম পড়ে গেছে Grin
legendary
Activity: 1526
Merit: 1026
September 04, 2020, 03:20:27 AM
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 02, 2020, 11:47:33 AM
ভাই,আপনার কাছে একটা অনুরোধ, আমার account এ red Trust আসছে। আমার ২০+ বান্টি জয়েন করা। দয়া করে একটা পোজেটিপ ট্রাস্ট দিবেন। আমার পোস্ট লিঙ্কঃ https://bitcointalksearch.org/topic/m.54878471

আপনাকে আমি ওই পোষ্টটিতে মেরিট দিয়েছিলাম , কারণ আপনার রিপ্লাই করা তথ্যটি সঠিক ছিল। কিন্তু আপনি মেরিট পেয়ে হয়তো অনেক আবেগী হয়ে গেছেন এবং অন্যের পোষ্ট কপি-পেষ্ট করা শুরু করছিলেন, যা ছিলো আপনার সবচেয়ে বড় ভুল। এছাড়াও ফোরামে একের অধিক একাউন্ট ব্যবহারের নিয়ম থাকলেও বাউন্টি/সিগনেচার ক্যাম্পেইনে দুর্নীতি করার কিংবা একের অধিক একাউন্ট দিয়ে একটিমাত্র ক্যাম্পেইনে যোগদানের কোনো নিয়ম নেই। আর এটা যদি কেউ করে, তাহলে সকল একাউন্ট ব্যান ইভেয়েশনের মাধ্যমে ব্যান করা হয়। অনেক লিগেন্ডারি একাউন্টকে এমন দুর্নীতি করার জন্য ব্যান করা হয়েছে। তাই আপনাকে এবং সকল ইউজারকে বার বার বলা হয়েছিল যে, ফোরামের নিয়ম এবং লোকাল ফোরামের নিয়মগুলো বার বার পড়ে দেখতে । আশা করি অন্যান্য নতুন মেম্বাররা এনার এসব কর্মকান্ড থেকে শিক্ষা নিবেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 02, 2020, 11:37:49 AM
২। অকেন সময় বেআইনি কাজে ব্যবহার করা হয়।

বিটকয়েন ডিপ+ডার্ক ওয়েব মার্কেটে বেশি ব্যবহার হয়, এজন্য অনেকে বলে যে এটি বেআইনি কাজে ব্যবহার হয়। তবে একটি উদাহরণ দিয়ে বলব যে, ধারালো হাতিয়ার/চাকু দিয়ে যেমন সবজি কাটা যায়, তেমনি মানুষকে আহত/নিহত করা যায় এবং সেটির ব্যবহার কে কেমন করে ব্যবহার করতেছে, তা উক্ত ব্যক্তির উপর নির্ভর করে।

৩। কোন সেবা না পেলে তার মূল্য আর ফেরত পাওয়া যায় না।

Huh ভাই বিস্তারিত বলেন, আমি লাইনটা অনেকবার পড়লাম এবং সকল দিক থেকে ভাবলাম কিন্তু কোন বিষয়টি উল্লেখ করতে চাইতেছেন, সেটি এখনো মাথায় আসলো না। এককথায় দ্বিধাদ্বন্দে আছি।

৪। বিটকয়েন ওয়ালেট নষ্ট হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না।

চরম মজা পাইলাম আরকি। ভাই সবসময় ওয়ালেটের সেটি হার্ডওয়ার হোক কিংবা সফটওয়্যার হোক, প্রাইভেট কি/ মেমোরিক ফ্রেজ যত্নসহকারে কোথায় লেখে রাখবেন। এতে ওয়ালেট নষ্ট হলেও আপনার কোনো সমস্যা হবে না। কারণ যতক্ষণ প্রাইভেট কি/ মেমোরিক ফ্রেজ আপনার কাছে থাকবে, আপনি যখন খুশি যেখান থেকে মন চায় ওয়ালেটে প্রবেশ করতে পারবেন।  Wink
jr. member
Activity: 40
Merit: 2
September 02, 2020, 06:00:49 AM
আমরা সবাই জানি বিটকয়েন কি কিন্তু আমরা অনেকে জানি বিটকয়েনের দাম কেন দিন দিন বৃদ্ধি পাচ্ছেন।যে বিটকয়েনের  দাম শুধুমাত্র ১-২ ডলার ।তার দাম আজ 11747.48 ডলার।দিন দিন এর দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু কেন?আমি এর ব্যাখা দিব আজ।

এক নাম্বার কারনঃবিটকয়েন মাত্র ২১মিলিয়ন তৈরি হবে।যখন ২১মিলিয়ন তৈরি হয়ে যাবে নতুন করে আর কোন তৈরি হবে নাহ। ২০১৭ সাল পর্যন্ত বিটকয়েন ১৬.৮ মিলিয়ন  তৈরি হয়ে গেছে অর্থ্যাৎ ৮০% মাইনিং বা মানুষের কাছে আছে।আমরা অর্থনীতিতে দেখতে পারি যে ,যখন কোন পণ্য সরবরাহ কম কিন্তু চাহিদা বেশি তখন পণ্য দাম বেশি হয়ে যাই।ঠিক একইকারনে বিটকয়েনর দাম বৃদ্ধি পাই।

দুই নাম্বার কারনঃ
খুব সহজে ক্রয়-বিক্রয় করা যায় মার্কেটপ্লেসে যেমনঃ binance.com।এই সকল মার্কেটপ্লসে ক্রেতা-বিক্রেতা খুব সহজে বিটকয়েন কেনা-বেচা করা যায় ঘরে বসেই।মার্কেটপ্লেস ব্লকচেইনের মত নেটওয়ার্ক ব্যাবহার করে যার জন্য এই ধরনের মার্কেটপ্লেস খুবই জনপ্রিয়।যা বিটকয়েন দামের উপর সরাসরি ভাবে প্রভাব ফেলে।

তিন নাম্বার কারনঃ প্রতিযোগী। ক্রিপ্টোকারেন্সি দুনিয়াতে শুধুমাত্র বিটকয়েন ছাড়াও ১০০০+ ক্রিপ্টোকারেন্সি আছে।যেমনঃ লাইটকয়েন ,ডগিকয়েন ইত্যাদি প্রতিযোগিতার উপস্থিতি বিনিয়োগের মূল্যকে ধরে রাখে।ধরুন যদি ইউরো, ইয়েন বা পাউন্ডের মতো শক্তিশালী মুর্দ্রা না থাকলে মার্কিন ডলারের মান অনেক বেশি  হত।

চার নাম্বার কারনঃ
কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র প্রশাসন নিয়ন্ত্রন করে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট নেটওয়ার্ক একজন নিয়ন্ত্রন  করে নাহ।যার জন্য লেনদেন করতে বেশি সমস্যা হয় নাহ।এছাড়া বিটকয়েন মাইন সফ্টওয়্যারটি  প্রতি সেকেন্ডে প্রায় 3 টি লেনদেন প্রক্রিয়া করতে সক্ষম, যার জনপ্রিয়তা বৃদ্ধি  পাচ্ছে।এখনও বিটকয়েন লেনদেনের সংখ্যা বাড়ানোর উপায়গুলি বের করার চেষ্টা করছে। বিটকয়েন লেনদেনের সংখ্যা বাড়ানোর জন্য অন্য ক্রিপ্টোকারেন্সিতে পরিণত করে যেমনঃ বিটকয়েন ক্যাশ,বিটকয়েন গ্লোড।যখন নতুন মুদ্রা আসে বিনিয়োগকারীরা মাঝে মাঝে সিদ্ধান্ত নেন যে নতুন মুদ্রা ততটা মূল্যবান নয়, যার কারনে আবার বিটকয়েন এর উপর বিনিয়োগ করে।

ধন্যবাদ সবাইকে
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
September 02, 2020, 02:20:08 AM
আমাই কেউ ১ টা মেরিড দিতে পারবেন।?

এভাবে খুজলে কেউই আপনাকে মেরিট দিবেনা উল্টা আপনার আইডির ক্ষতি হতে পারে। আর এছাড়া আপনি যেই পোস্টগুলো করেছেন সবগুলো গুগোল থেকে নিয়েছেন যা প্ল্যাগারিজম এর আন্ডারে পরে। এসব পোস্ট করে মেরিট পাওয়ার আশা না করাই ভালো।
ভালো তথ্যবহুল পোস্টকরুন যে গুলো আলোচনাকরা যাবে। আপনি যা পোস্টকরেছেন এগুলো যে কেউ গুগল করেই পেয়ে যাবে + এখানে আলোচনার সুযোগ নেই।       
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
September 02, 2020, 12:39:19 AM

ভাই,
আপনার কাছে একটা অনুরোধ, আমার account এ red Trust আসছে। আমার ২০+ বান্টি জয়েন করা। দয়া করে একটা পোজেটিপ ট্রাস্ট দিবেন। আমার পোস্ট লিঙ্কঃ https://bitcointalksearch.org/topic/m.54878471


আমি আপনাকে  পজেটিভ ট্রাস্ট দিতে পারবোনা।  কারন আপনার সাথে আমার কোনো ট্রাঞ্জেকশন হয় নাই, অতীতে কোনো ডিল হয় নাই। আর চাইলেই কাউকে পজিটিভট্রাস্ট দেওয়া যায় না। তাই এগুলো ২য় বার আর না বলার অনুরোধ রইল।

আর আপনি রেড ট্রাস্ট খাবেনই। কারন আপনি ২-৩টা আইডি দিয়ে একসাথে বাউন্টি করতেছেন। যেটা ফোরামে নিষেধ করা আছে। তারপরেও আপনারা বেশিরভাগ ফোরামে জয়েন করার পর যখন দেখেন যে কাজ করা সোজা, তখন একেকজন ৩-৫টা আইডি খুলে কাজ শুরু করে দেন। কেন ভাই ১আইডি দিয়ে কি ইনকাম হয় না আপনাদের? এত লোভী কেন আপনারা। এই জন্যই অতি লোভে তাতি নষ্ট। কয়েকদিন পর সব আইডি রেড খেয়ে বসে থাকে।   
jr. member
Activity: 35
Merit: 3
September 01, 2020, 06:58:11 AM
আমার account এ red trust আসছে। এটা remove করবো কিভাবে। দয়া করে সাহায্যে করুন।

এই রেডট্রাস্ট আপনি রিমুভ করতে পারবেন না। এই ফোরামে একই সাথে ২আইডি দিয়ে বাউন্টি জয়েন করা নিষেধ। কিন্তু আপনি এই অপরাধ করেছেন এবং ধরাও খেয়েছেন। তাই বাউন্টি ম্যানেজার আপনাকে রেডট্রাস্ট দিয়েছে। এখন যদি ঐ ব্যাক্তি নিজের থেকে রিমুভ না করে তাহলে কেউই এই র‍্যাড ট্যাগ রিমুভ করতে পারবেনা।

Red trust কি? আমি উনার profile এ কোনো red trust দেখতে পাই না কেন? আমায় red trust দিলে কি করে বুঝা যাবে?
jr. member
Activity: 252
Merit: 4
September 01, 2020, 04:39:13 AM
আমার account এ red trust আসছে। এটা remove করবো কিভাবে। দয়া করে সাহায্যে করুন।

এই রেডট্রাস্ট আপনি রিমুভ করতে পারবেন না। এই ফোরামে একই সাথে ২আইডি দিয়ে বাউন্টি জয়েন করা নিষেধ। কিন্তু আপনি এই অপরাধ করেছেন এবং ধরাও খেয়েছেন। তাই বাউন্টি ম্যানেজার আপনাকে রেডট্রাস্ট দিয়েছে। এখন যদি ঐ ব্যাক্তি নিজের থেকে রিমুভ না করে তাহলে কেউই এই র‍্যাড ট্যাগ রিমুভ করতে পারবেনা।
ভাই,
আপনার কাছে একটা অনুরোধ, আমার account এ red Trust আসছে। আমার ২০+ বান্টি জয়েন করা। দয়া করে একটা পোজেটিপ ট্রাস্ট দিবেন। আমার পোস্ট লিঙ্কঃ https://bitcointalksearch.org/topic/m.54878471
Jump to: