Author

Topic: বাংলা (Bengali) - page 437. (Read 5722458 times)

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 28, 2020, 01:05:52 PM
তেল বা মুল্যবানধাতুর মত নয়।

তাহলে বিটকয়েনকে বর্তমান সময়ের ডিজিটাল গোল্ড বলা হয় কেন?  Huh আশা করি, অন্যান্য গুণীব্যক্তিরা এইকথাটা ভুল বলেছেন। আর সরকারকর্তৃক ব্যবহার করা মুদ্রার ও  ব্যবস্থা দ্বারা সৃষ্ট সমস্যা দূর করার জন্যই তো বিটকয়েন কিংবা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবন করা হয়েছে।

নোট: অবশ্যই আপনার বক্তব্য ঠিক । কারণ বিটকয়েনের মূল্য ( ফিউচার ট্রেডিং কিংবা স্পট ট্রেডিং এ ) নেগেটিভ/ঋণাত্নক মূল্য নিচে যায়নি।  Grin Grin কিন্তু তেলের মূল্য অবশ্য নেগেটিভ/ঋণাত্নক মূল্যে চলে গিয়েছিলো ( এপ্রিল মাসে তেলের ফিউচার ট্রেডিং মূল্য -$৩৭ এ গিয়েছিলো )  Grin Grin
সোর্স-০১: https://www.bbc.com/news/business-52350082#:~:text=The%20price%20of%20US%20oil,world%20have%20kept%20people%20inside.
সোর্স-০২: https://www.cnbc.com/2020/06/16/how-negative-oil-prices-revealed-the-dangers-of-futures-trading.html


আপনি যদি গতানুগতিক নিয়মে আপনার কয়েন / টোকেন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ দিয়ে কেনা বেচা করেন তাও আপনি প্রকৃত ক্রিপ্টর ব্যতিক্রম করছেন।

মনে হয়, ক্রিপ্টোগ্রাফি কি জিনিস এটাও হয়তো এখনো আমার জনা নেই? ধুর কি করলাম এতদিন ধরে । মজা করতেছিলাম, কিছু মনে করিয়েন না। আর ক্রিপ্টোর ব্যবহার শুধুমাত্র ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ব্যবহারে হয় না। আপনি যে ট্রান্সজেকশন বিটকয়েনে করেন, সেটি পুরোপুরি ডিসেন্ট্রালাইজ পদ্ধতিতে করলেও আপনার আইপি এড্রেস কিন্তু প্রত্যেক ওয়ালেট কিংবা নোডের সাথে সংযুক্ত থাকে। তাহলে কি লাভ হইলো, পুরোপুরি ক্রিপ্টোর তো ব্যবহার হলো না মোটেও।
রেফারেন্স: https://bitcointalksearch.org/topic/m.54734574


আমরা প্রবাদ পড়তাম, গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন

আমিও এই বিষয়টা জানি। কিন্তু এটা আমাকে উদ্দেশ্য করে বললেন কি না বুঝলাম না। আর বললেও কি বুঝাইতে চাইছেন , সেটি এখনো অজানা ( আমার পোষ্টের সাথে মিল খুজে পেলাম না যে, এই প্রবাদ ব্যবহার করবো) । তাই একটু বুঝাই দিয়েন, কারণ আমি এখানের সবার থেকে বয়সে ছোট। এটা আবার অন্য মাইন্ডে নিয়েন না।  Cheesy
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
August 28, 2020, 01:02:22 PM
snip

এই কারনেই আমি উনার এই পোস্ট গুলোতে কোনো মেরিট দেই নাই। আমি জানতাম উনি পোস্ট গুলো কপি করে এনেছে কারন এগুলো আমি কোথাও পড়েছিলাম এমন মনে হচ্ছিল। সময়ের অভাবে আমি রিচার্স করতে পারি নাই। আপনাকে ধন্যবাদ আপনার সময় অপচয় করে সবগুলো আসল আর্টিকেল এর লিঙ্ক দিয়েছেন।

আর কামরুল ভাই আমি জানিনা আপনি কেন এমন করেছেন। আপনার এখন উচিত হবে সবগুলো পোস্ট নিজের থেকে ডিলেট করে দেওয়া, কারন আমি এখন রিপোর্ট দিলে আপনার আইডি উড়ে যাওয়ার চান্স ৯০%। তাই নিজ থেকে ডিলেট করেদিন সবগুলো কপি পোস্ট আমাদের যেন দ্বিতীয় বার বললতে না হয়।
member
Activity: 86
Merit: 27
August 28, 2020, 12:04:21 PM
legendary
Activity: 1526
Merit: 1026
August 28, 2020, 09:52:19 AM
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 28, 2020, 05:54:24 AM
যাইহোক ক্রিপ্টোকারেন্সি বলতে মেইনলি বিটকয়েন অথবা ইথার (ইথিরিয়াম) কে বোঝায়। কারণ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলো স্টেবল না। (Although Facebook’s Libra Could be a Real Game Changer)

বিটকয়েন ও ইথিরিয়ামও কিন্তু কোনো স্টেবল না, কারণ এসবের মূল্যে ওঠানামা চলেই। আর আপনার পোষ্টগুলো ভালো হচ্ছে, তবে একটি কথা বলব যদি আপনি অন্যান্যদের পোষ্ট পড়ার পর নিজে  থেকে লেখেন ভালো । কিন্তু সবসময় অন্যদের পোষ্ট পড়ার পর নিজে থেকে কিছু বিচার-বিশ্লেষণ করবেন। কারণ হিসেবে বলব যে, আপনি লেখেছেন ফেসবুকের লিব্রা সত্যিকারের গেম চেঞ্জার হতে পারে। আমার ধারণা বাংলাদেশিদের ৯৯% ক্রিপ্টোব্যবহারকারী হয়তো এটা এখনো জানে না যে, ফেসবুকের এই লিব্রা প্রজেক্টটি আসলে পরিপূর্ণ ডিসেন্ট্রালাইজ/বহুকেন্দ্রিক কি না। যারা জানেন ভালো না জানলে এটা ভলো করে জেনে রাখুন যে, ফেসবুক লিব্রার সর্বশেষ তথ্য/নথি অনুযায়ী ওটা ক্রিপ্টোকারেন্সি বটে কিন্তু বিটকয়েনের কিংবা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতো পরিপূর্ণ ডিসেন্ট্রালাইজ/বহুকেন্দ্রিক নয়। এটার প্রমাণ হিসেবে এটাই বলব, আপনারা ফেসবুক লিব্রার ওয়েবসাইটে গিয়ে দেখুন যে, তাদের ক্রিপ্টোকারেন্সির নোডগুলো সাধারণ ব্যবহারকারী কি চালাতে পারবে কি না। তাদের ওয়াইপেপার অনুযায়ী শুধুমাত্র তাদের যেসব পার্টনার থাকবে, তারাই শুধূমাত্র নোড রান/চালাতে পারবে, যেটি লিব্রাকে প্রাইভেট ব্লকচেইনে রপান্তর করে। আর বিটকয়েনের নোড যেকোনো ব্যক্তি চাইলে চালু করতে পারবে. যেটি বিটকয়েনকে মুক্ত/ডিসেন্ট্রালাইজ/বহুকেন্দ্রিক ব্লকচেইনে রপান্তুর করে । তাই সকলের কাছে অনুরোধ থাকবে, সঠিক বিষয়টি জানুন ।  Wink Grin
jr. member
Activity: 63
Merit: 1
August 28, 2020, 04:33:20 AM
ক্রিপ্টোকারেন্সি কী?
ক্রিপ্টোকারেন্সি হল ডিজিটাল মুদ্রা। যা কোনও দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা তৈরি হয় না। জটিল কম্পিউটার প্রোগ্রামিং-এর মাধ্যমে ক্রিপ্টোগ্রাফির অ্যালগরিদম মেনে একে তৈরি করতে হয়। এবং এর কেনবেচাও শুধু অনলাইনেই সম্ভব। আর বিটকয়েন হল বিশ্বের সর্বাধিক মূল্যের ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোগ্রাফির প্রযুক্তি মেনে এই ডিজিটাল কারেন্সি তৈরি করা হয়।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
August 27, 2020, 09:58:24 PM
legendary
Activity: 1526
Merit: 1026
August 27, 2020, 01:32:43 PM
jr. member
Activity: 63
Merit: 1
August 25, 2020, 01:45:33 PM
""বিটকয়েন মাইনিং""
এখন পর্যন্ত বিটকয়েন শব্দটি আপনি হয়ত শত শত বার শুনেছেন। আপনাদের মধ্যে আবার অনেকে ভালভাবেই জানেন যে বিটকয়েন কি এবং এটি কি কাজে ব্যাবহার করা হয়। আবার অনেকে হয়ত অনেক আগে থেকে বিটকয়েন মাইনিং করেও আসছেন। আবার হয়ত অনেকে আছেন যারা কখনো শোনেন নি বিটকয়েন কি এবং এটার কাজ কি এবং বিটকয়েন সম্পর্কিত সবধরনের কাজ কিভাবে করা হয় এবং লাভই বা কি এসব করে। আপনার যদি আগে থেকেই বিটকয়েন এবং বিটকয়েন মাইনিং সম্পর্কে ভাল ধারনা থেকে থাকে বা আপনি যদি এই বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে এই আর্টিকেলটি সম্ভবত আপনার জন্য নয়। আপনি চাইলে আর্টিকেলটি পড়ে দেখে নিতে পারেন যে আমি কিছু ভুল বলেছি কিনা। আমার লেখায় কোথাও কোন ভুল হলে অবশ্যই  মেনশন করে জানাবেন। এবং আপনি যদি আগে থেকে বিটকয়েন মাইনিং করেন, তাহলে এই বিষয়ে আপনার মতামত এবং আপনার অভিজ্ঞতা কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। আর, আপনার যদি বিটকয়েন এবং বিটকয়েন মাইনিং বিষয়ে একেবারেই কোন ধারণা না থাকে বা যদি ভালভাবে না জেনে থাকেন, তাহলে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এই আর্টিকেলটি পড়তে পারেন। আশা করি, এই আর্টিকেলটি পড়ার পরে আপনার এই বিষয়ে কিছুটা হলেও ধারণা হবে।আর হ্যাঁ, ভয় নেই ! যারা আগে থেকে বিটকয়েন মাইনিং করছেন বা বিটকয়েন আয় করছেন, তারা চাইলে এই আর্টিকেলটি নির্দ্বিধায় পড়তে পারেন।

বিটকয়েন কি?
সোজা কথায় বলতে হলে, বিটকয়েন হচ্ছে এক ধরনের কারেন্সি। আমাদের দেশের টাকা যেমন একটি কারেন্সি, ইউএস ডলার যেমন এক ধরনের কারেন্সি, বিটকয়েনও তেমন একটি কারেন্সি। একে সাধারনত ক্রিপ্টোকারেন্সি এবং অনেকসময় ক্রিপ্টোকয়েনও বলা হয়ে থাকে। তাহলে আমদের দেশের টাকা বা ইউএস ডলারের সাথে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির পার্থক্যটি কি? পার্থক্যটি হচ্ছে বিটকয়েনের কোন ফিজিক্যাল অস্তিত্ব নেই। অর্থাৎ এটিকে আপনি দেখতে পাবেন না এবং ছুঁতেও পারবেন না। এটি সম্পূর্ণ ডিজিটাল কারেন্সি। অর্থাৎ, এটি শুধুমাত্র ইন্টারনেট এবং কম্পিউটার নির্ভর একটি কারেন্সি। বিটকয়েনের প্রচলন সর্বপ্রথম শুরু হয় ২০০৮ সালে এবং যিনি বা যে অজানা ব্যাক্তি বা গ্রুপ এই কারেন্সির প্রচলন করেন, তার নাম সাতোশি নাকামোটো। এখন বিটকয়েন তৈরি করা হয় মাইনিং এর রিওয়ার্ড বা পুরষ্কার হিসেবে। এই বিষয়ে নিচে আরও বিস্তারিত আলোচনা করবো।বিটকয়েন লেনদেন করার জন্য কোন আলাদা প্রতিষ্ঠান বা অরগানাইজেশনের প্রয়োজন হয়না। আপনি যদি কারো সাথে বিটকয়েন লেনদেন করেন তাহলে আপনাদের লেনদেনটি কেউ কখনো ট্র্যাক করতে পারবে না। একে পিয়ার টু পিয়ার লেনদেন বলা হয়। এই কারনেই এখনকার যুগে বিটকয়েন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। একটি বিটকয়েন লেনদেন সম্পূর্ণভাবে প্রোসেস এবং অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে নতুন বিটকয়েন তৈরি হয়। নতুন যেসব বিটকয়েন তৈরি করা হয়, সেসব বিটকয়েন প্রত্যেক ৪ বছর পরপর অর্ধেকে নেমে আসে। আর, নতুন বিটকয়েন তৈরির কাজটি চলবে ২১৪০ সাল পর্যন্ত। এরপরে আর নতুন কোন বিটকয়েন তৈরি করা হবেনা।
sr. member
Activity: 1372
Merit: 322
August 25, 2020, 11:10:52 AM
Bitcoin নয়, Bitcointalk সাতোশি বানাইছে কিনা জানতে চাইছিলাম। মানে, Bitcoin এর আবিষ্কর্তা আর Bitcointalk এর প্রতিষ্ঠাতা কি একই? তিনি যেই হোন না কেন।
আপনি মনে হয় এই টপিকটা ভালো করে পড়েন নাই। BitcoinDream ভাই শুরুতেই লিখে দিয়েছেন সাতশি নাকামোতো এই ফোরাম প্রতিষ্ঠা করেছেন। এইটা হল এনাউন্সমেন্ট- https://bitcointalksearch.org/topic/welcome-to-the-new-bitcoin-forum-5

jr. member
Activity: 35
Merit: 3
August 25, 2020, 06:24:35 AM
Bitcointalk কি সত্য সাতোশি বানাইছিল? এত মানুষ বাংলা ভাষায় Cryptocurrency নিয়ে কথা বলছে, দেখে অনেক ভালো লাগলো। সরকার এটারে মান্যতা দিলে কত মানুষের উপকার হয়।

এটা প্রচলিত আছে যে বিটকয়েন যে বানিয়েছে তার নাম সাতোশি নাকামোতো। কিন্তু এটাই তার আসল নাম কিনা এটা কেউই জানেনা। কারন আজ পর্যন্ত এই নাম ছাড়া তার সম্পর্কে কেউই কিছু জানতে পারেনি। এটা একটা অজ্ঞাত পরিচয়।

Bitcoin নয়, Bitcointalk সাতোশি বানাইছে কিনা জানতে চাইছিলাম। মানে, Bitcoin এর আবিষ্কর্তা আর Bitcointalk এর প্রতিষ্ঠাতা কি একই? তিনি যেই হোন না কেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 24, 2020, 11:19:55 AM
আমি ভালো আছি। আমি রংপুর থেকে বলছি। ভাই আমি Bitcointalk নতুন।     
ভাই আমার Twitter flower করেন। তাহলে আপনার Twitter flower খুব তারাতারি বাড়বে।  https://twitter.com/mdashraf466

মাফ করবেন, কিন্তু পুরাতন পোস্টগুলোতে এভাবে রিপ্লাই করার তো কোনো মানে দেখতেছি না। আর আপনি নিজের এভাবে প্রমোশন না করলে পারেন। কারণ এই লোকাল বোর্ডে এখনো অনেক গুরুত্বপূর্ণ পোষ্টের অভাব রয়েছে। তাই গুরুত্বপূর্ণ পোষ্ট করুন, কিংবা অন্যদেরকে ভালো রিপ্লাই দেন। এতে আমাদের লোকাল বোর্ডটি আরো উন্নত হবে।


আমি বিটকয়েন এ নতুন আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি কাজ করতে আগ্রহী

প্রথমেই এই লোকাল বোর্ডে আপনাকে স্বাগতম জানাই। দয়া করে আপনি লোকাল বোর্ডের প্রথম পোষ্টটিতে লিংক করে দেয়া পোষ্টগুলো পড়ুন। অনেক অজানা বিষয় জানতে পারবেন। আর নতুন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, তবে পুরাতন পোষ্টগুলোতে যেসব প্রশ্নের উত্তর দেয়া হয়েছে সেগুলো অবশ্যই আগে পড়ে নিয়েন।

jr. member
Activity: 149
Merit: 1
August 24, 2020, 06:54:24 AM
Twitter  flowers বারাতে হবে কোন ভাবে বারাতে পারছি না
আমি আপনাকে help করতে পারি।
ভাই আমার Twitter flower করেন। তাহলে আপনার Twitter flower খুব তারাতারি বাড়বে।  https://twitter.com/mdashraf466
jr. member
Activity: 1120
Merit: 1
August 24, 2020, 05:50:20 AM
আমি বিটকয়েন এ নতুন আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি কাজ করতে আগ্রহী
jr. member
Activity: 149
Merit: 1
August 24, 2020, 12:29:55 AM
আমি আছি কিন্তু রাজশাহী থেকে বলছি।আপনারা সবাই ভালো আছেন তো।
আমি ভালো আছি। আমি রংপুর থেকে বলছি। ভাই আমি Bitcointalk নতুন।     
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
August 23, 2020, 01:14:30 PM
jr. member
Activity: 266
Merit: 1
August 23, 2020, 01:37:08 AM
legendary
Activity: 1526
Merit: 1026
August 22, 2020, 04:30:43 PM
Decentralized Finance হলো কয়েন বা টকেন এর উৎপাদন, ব্যবহার, লেনদেন, সুদের কিস্তি, নতুন বিনিয়গ ইত্যাদি  সব অর্থনৈতিক  ব্যবস্থায় কোন বিশেষ মানুশ / দলের উপর নির্ভর করে না। এটাই ক্রিপ্টোর বিশেষ দিক। বিটকয়েন, ইথেরিয়াম এর পরে আসলেও ডিফাই হবে আসল ক্রিপ্ত
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 22, 2020, 12:36:33 PM
Decentralized Finance (DiFi) কি? Decentralized Finance কিভাবে কাজ করে? বর্তমানে Decentralized Finance এর আওতায় কোন কোন coin/Token গুলো আছে?

সহজ ভাষায় বললে, যেসকল লেনদেন সম্পন্ন করার জন্য ডিসেন্ট্রালাইজ ও ব্লকচেইন পদ্ধতি ব্যবহার করা হয়, সেসকল বিষয় DeFi  এর মধ্যে পড়ে । আর ক্রিপ্টোকারেন্সির সকল বিষয় আপনার DeFi এর মধ্য পড়ে, তবে কিছু কিছু প্রজেক্টের মূল উদ্দেশ্য থাকে এই DeFi সেক্টরটিকে ব্যবহার করা এবং  সেই ধরনের অনেক কয়েন রয়েছে। বর্তমানে DeFi এর অনেক হাইপ চলতেছে, যেমনটা ২০১৮ এর বুল মার্কেটের পর ICO এর চলতেছিল। তাই যেকোনো প্রজেক্ট DeFi ট্যাগটা ব্যবহার করলেই বিনিয়োগ করিয়েন না। কারণ অনেক স্ক্যাম প্রজেক্টও মার্কেটে আসতেছে, যেগুলোর কোনো কাজে নাই এই মার্কেটে । কিন্তু শুধুমাত্র DeFi ট্যাগটা ব্যবহার করতেছে।

ডিসেন্ট্রালাইজড মানে হলো যা কোনো সরকার বা কোম্পানির আওতায় নেই। ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স(ডেফি) একটি আর্কিটেকচার যা কোনো কোম্পানি বা সরকারের নিয়ন্ত্রনে নেই। এই আর্কিটেকচারে অন্যান্য বিনোয়গকারী এবং উদ্যোক্তাগন নতুন করে বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারবেন।

আমার মতে এই জায়গায় লাইনটা এমন হবে, ডিসেন্ট্রালাইজড মানে হলো কোনো তৃতীয় কোনো মাধ্যম বা দুই ব্যবহারকারীর জন্য মিডিলম্যান থাকবে না। কারণ কোম্পানি বললে সম্ভবত ভুল হবে, যেহেতু যেকোনো ব্যাক্তিও যেকোনো লেনদেনের জন্য নিশ্চয়তার কাজ করতে পারে। আর নতুন প্রজেক্ট তৈরি এটা সঠিক না, শুধুমাত্র বিনিয়োগকারী তাদের মতামত/ভ্যাটো প্রদানের মাধ্যমে প্রজেক্টটিতে কি করা হবে, সেটির সিদ্ধান্ত নেয়া হয়। ওটাকে নতুন প্রজেক্ট তৈরি বললে ভুল হয়। এটা আমার মতামত, কারণ সকলের মতামত একই নাও হইতে পারে।  Wink
jr. member
Activity: 149
Merit: 1
August 22, 2020, 11:17:40 AM
💹💹কিপ্টোকারেন্সি🏛🏛

বিশ্ব আজ অনেক উন্নত, এবং দিনের পর দিন বিশ্ব আরও উন্নত হচ্ছে। কিপ্টোকারেন্সি বা ডিজিটাল মানি(টাকা) পৃথিবী ব্যাপি অপরিহার্য হচ্ছে যতই দিন যাচ্ছে।
আমরা বাংলাদেশীরাও পিছিয়ে  নেই।
আমার প্রশ্ন হচ্ছে কেউ কি জানেন আনুমানিক বাংলাদেশের কত শতাংশ লোক কিপ্টোকারেন্সির সাথে যুক্ত?

কারো জানা থাকলে জানাবেন প্লিজ।।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর একটি পোষ্ট করার জন্য।  বাংলাদেশের অধিকাংশ লোক কিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো জানে না। কারন বাংলাদেশের কিপ্টোকারেন্সি এখন ও বৈধ না তবুও বাংলাদেশের অনেকেই কিপ্টোকারেন্সিতে কাজ করে। আমার মতে প্রায় ৪ থেকে ৫ লাখ লোক কিপ্টোকারেন্সি সাথে জড়িত হতে পারে। বর্তমানে প্রত্যেক দেশ কিপ্টোকারেন্সি কে তাদের লেনদের মাধ্যম হিসাবে নিচ্ছে। কিপ্টোকারেন্সি বিশেষ করে Bitcoin কে Digital gold হিসাবে মানা হয়। বাংলাদেশ ও একদিন কিপ্টোকারেন্সি কে সম্পূর্ন লেনদেন হিসাবে ব্যবহার করবে। তাই  আমাদের সবার উচিত  কিপ্টোকারেন্সি সর্ম্পকে আগে থেকেই অবগত থাকা প্রয়োজন। কিপ্টোকারেন্সি তে কাজ করে আমাদের দেশে বর্তমানে অনেক ব্যক্তি লাভবান হয়েছে এবং বেকারত্ব ঘোচাতে সাহায্য করছে। তাই আমাদের দেশে অনেক বেকার লোক চাকরি পিছনে না ছুটে কিপ্টোকারেন্সি কাজ করে ভালো অর্থ উপার্জন করতে পারে। ধন্যবাদ।
Jump to: