নিজ নিজ ওয়ালেট বলতে কোনগুলো বুঝাতে চান? Im token,Trust wallet এইসব?
আমি IMToken , Trust Wallet ব্যবহার করি না। তাই বলতে পারব না , ওসব ওয়ালেট সম্পর্কে। তবে নিজ ওয়ালেট বলতে এটাই বুঝাইছি যে, যেসব ওয়ালেটের প্রাইভেট কি আপনার কাছে থাকবে। যতক্ষণ প্রাইভেট কি আপনার হাতে থাকবে, ততক্ষণ কোনো সমস্যা নেই।
যতক্ষণ প্রাইভেট ওয়ালেট কি হাতে থাকবে, ততক্ষণ ওয়ালেট নিয়ে কোনো সমস্যা নেই। এই কথাটার প্রতি আমি পুরোপুরি সহমত নই। কারন এক ভাই তার উপাজনের অধিকাংশ টাকা প্রায় ৬৫০০০ ডলার coinomi ওয়ালেট এ রাখছিল। অনেক দিন পর coinomi ওয়ালেট গেলে তার টাকা নেই। এত গুলো ডলার কোথায় গেল। তাই online ওয়ালেট কে পুরোপুরি trust করা উচিৎ না। সবচেয়ে নিরাপদ ওয়ালেট হল Hardware Wallet. যেমনঃ Nano S, Ledger Nano S, Ledger Nano X। Ledger Nano S এর বতমান মুল্য ৫৯ ডলার। নতুনদের জন্য online (ETH BLOCKCHAIN) এর জন্য my ether wallet, Trust wallet, IMTOKEN, MetaMask Best.