Author

Topic: বাংলা (Bengali) - page 442. (Read 5723141 times)

jr. member
Activity: 252
Merit: 4
August 02, 2020, 06:01:05 AM
ভাই
আপনাদের উপদেশ গুলো খুব ভালো লাগলো। কারন আমি নতুন ট্রেড শুরু করেছি। এবং নতুনদের ট্রেড সম্পকে অনেক কিছু অজানা। তাই জিজ্ঞেস করেছি। মতামতের জন্য আপনাদের অসখ্য ধন্যবাদ।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 02, 2020, 12:46:29 AM

<-- snip -->

ইনভেস্টমেন্ট এর কোন ধরা বাধা নিয়ম নাই। বিনিয়োগ অল্প হলে লাভ হয়ত কম হবে। আবার লস হলেও তা হজম করা সহজ হবে এবং পুনরায় ইনভেস্ট করার রাস্তা থাকবে। কিন্তু শুরুতেই কেউ বড়অংকের টাকা ইনভেস্ট করে যদি ধরা খায় তার আগ্রহ হারিয়ে /যাবে। অল্প ইনভেস্ট, অল্প মুনাফা, এই নিয়ম চল্লে নিরাপদ থাকা জায়

আমি সাধারণত ট্রেডিং এর জন্য উপরের বিষয়গুলো বলছি এবং সকলের যেন লাভ হয়, এইজন্য "স্টপ-লস" ব্যবহারের কথা বলছিলাম। "স্টপ-লস" ব্যবহার করলে একটি নির্দিষ্ট মূল্যের নিচে নেমে গেলে অটোমেটিক ট্রেডারের সকল টোকেন/কয়েন সেল হয়ে যাবে । ফলস্বরূপ, ট্রেডারের কম লস হবে এবং একই বিষয়টি আসে টোকেন/কয়েন লাভে সেল করার ক্ষেত্রেও । কারণ অনেক সময় ট্রেডাররা অনলাইনে থাকে না ,কিন্তু কয়েন/টোকেনের মূল্য অনেকটা বৃদ্ধি পায় । তাই এই পদ্ধতি ব্যবহার করা ভালো।  Wink
legendary
Activity: 1526
Merit: 1026
August 01, 2020, 02:02:54 PM
<-- snip -->

ভারচুয়াল এসেট এর ভবিষ্যৎ কি হবে তা বলা অসম্ভব। এবং এধরনের প্রশ্ন করা অবান্তর। ক্রিপ্টোতে একটা কথা মনে রাখা ভাল।তা হল ক্রিপ্টো বিষয়ক ফিনান্সিয়াল উপদেশ কারও থেকে নিবেন না। এবং যখন খুব বেশি উঠানামা থাকবে তখন চেস্টা করবেন ট্রেড না করতে। তবে আমি ব্যক্তিগতভাবে অনেক লাভের আশা না করে অল্প লাভে ট্রেড করি। কিন্তু বার বার করি

এইটা ঠিক যে, কারো অর্থনৈতিক উপদেশ না নেওয়া ভালো, তবে নিজের জ্ঞানের পরিধি বিস্তারের জন্য সকলের উপদেশগুলো শোনার পর নিজে থেকে নতুন এক ধরনের কৌশল তৈরি করা ভালো। এতে ক্রিপ্টোতে ভালো কিছু করা যাবে। এছাড়াও কম প্রফিট নেওয়া সকলের উচিত এবং বেশি লোভে না পড়া । আর যারা আসলে ট্রেডিং করতে চান, তাদের অবশ্যই বেশি অর্থ দিয়ে সেটি শুরু করা উচিত এবং ৫-১০% লাভ নেওয়ার পর ট্রেড বন্ধ করলে কোনো সমস্যা হবে না। আমি বেশি অর্থের কথা এইজন্য বললাম , কারণ কেউ যদি ১০ ডলারের ট্রেডে ১০ % লাভ হয়, তাহলে ট্রেডার মাত্র ১ ডলার লাভ পাবে এবং সেখানে আবার এক্সচেঞ্জের ট্রেডিং ফি থাকে । কিন্তু কেউ যদি ১০০ ডলারে ট্রেডটি করে, তাহলে ১০ ডলার লাভ হবে। এতে মাত্র কয়েকটি ট্রেড করে ভালো ইনকাম করা সম্ভব, তবে অবশ্যই "স্টপ-লস" ব্যবহার করবেন।

ইনভেস্টমেন্ট এর কোন ধরা বাধা নিয়ম নাই। বিনিয়োগ অল্প হলে লাভ হয়ত কম হবে। আবার লস হলেও তা হজম করা সহজ হবে এবং পুনরায় ইনভেস্ট করার রাস্তা থাকবে। কিন্তু শুরুতেই কেউ বড়অংকের টাকা ইনভেস্ট করে যদি ধরা খায় তার আগ্রহ হারিয়ে /যাবে। অল্প ইনভেস্ট, অল্প মুনাফা, এই নিয়ম চল্লে নিরাপদ থাকা জায়
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 01, 2020, 01:35:31 PM
<-- snip -->

ভারচুয়াল এসেট এর ভবিষ্যৎ কি হবে তা বলা অসম্ভব। এবং এধরনের প্রশ্ন করা অবান্তর। ক্রিপ্টোতে একটা কথা মনে রাখা ভাল।তা হল ক্রিপ্টো বিষয়ক ফিনান্সিয়াল উপদেশ কারও থেকে নিবেন না। এবং যখন খুব বেশি উঠানামা থাকবে তখন চেস্টা করবেন ট্রেড না করতে। তবে আমি ব্যক্তিগতভাবে অনেক লাভের আশা না করে অল্প লাভে ট্রেড করি। কিন্তু বার বার করি

এইটা ঠিক যে, কারো অর্থনৈতিক উপদেশ না নেওয়া ভালো, তবে নিজের জ্ঞানের পরিধি বিস্তারের জন্য সকলের উপদেশগুলো শোনার পর নিজে থেকে নতুন এক ধরনের কৌশল তৈরি করা ভালো। এতে ক্রিপ্টোতে ভালো কিছু করা যাবে। এছাড়াও কম প্রফিট নেওয়া সকলের উচিত এবং বেশি লোভে না পড়া । আর যারা আসলে ট্রেডিং করতে চান, তাদের অবশ্যই বেশি অর্থ দিয়ে সেটি শুরু করা উচিত এবং ৫-১০% লাভ নেওয়ার পর ট্রেড বন্ধ করলে কোনো সমস্যা হবে না। আমি বেশি অর্থের কথা এইজন্য বললাম , কারণ কেউ যদি ১০ ডলারের ট্রেডে ১০ % লাভ হয়, তাহলে ট্রেডার মাত্র ১ ডলার লাভ পাবে এবং সেখানে আবার এক্সচেঞ্জের ট্রেডিং ফি থাকে । কিন্তু কেউ যদি ১০০ ডলারে ট্রেডটি করে, তাহলে ১০ ডলার লাভ হবে। এতে মাত্র কয়েকটি ট্রেড করে ভালো ইনকাম করা সম্ভব, তবে অবশ্যই "স্টপ-লস" ব্যবহার করবেন।
legendary
Activity: 1526
Merit: 1026
August 01, 2020, 09:30:40 AM
আমি ৫০০০ এক্সআরপি হোল্ড করেছি। আমার ক্রয় মুল্য ছিল ০.২৩ ডলার। গতকাল একটা রিপোট দেখলাম। রিপোট টা কতটুকু সত্য তা জানি না। রিপোটে লেখা আছে, এক্সআরপিএল মনিটরের রিপোর্ট অনুসারে, মার্কিন ভিত্তিক পেমেন্ট ফার্ম রিপল গত ২৪ ঘন্টার ১৯.২ মিলিয়ন ডলার মূল্যের ৮৩ মিলিয়ন এক্সআরপি স্থানান্তরিত করেছে। Whale কাছে বিক্রি করা তহবিল সরানোর জন্য ব্যবহৃত হয় Whale ওয়ালেট, ডিসট্রিভিশন ওয়ালেটে $৭.৪৫ মিলিয়ন ডলারের ৩৩ মিলিয়ন এক্সআরপি লেনদেন করা হয়েছে এ কথা জানিয়েছে। ৩৩,১২৯,৯১১ এক্সআরপি (৭,৪৫২,৩০৮ মার্কিন ডলার) রিপল থেকে রিপল ওটিসি ডিসট্রিভিশন ওয়ালেটে স্থানান্তরিত হয়েছে। এক্সআরপি দ্বারা আরম্ভ করা অন্য দুটি লেনদেন XRPL মনিটরের দ্বারা পর্যবেক্ষণ ও প্রতিবেদন করা হয়েছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে, অন্য দুটি স্থানান্তর মোট 11 মিলিয়ন ডলার মূল্যের 50 মিলিয়ন এক্সআরপি এবং সেগুলি অজানা ওয়ালেটে প্রেরণ করা হয়েছিল।
আমার ৫০০০ এক্সআরপি আছে যা বতমান মুল্য ১ এক্সআরপি ০.২৪ ডলার।
এখন এক্সআরপি হোল্ড করবো, না সেল করে দিবো। আপনাদের মতামত আশা করছি।

ধন্যবাদ।

ভারচুয়াল এসেট এর ভবিষ্যৎ কি হবে তা বলা অসম্ভব। এবং এধরনের প্রশ্ন করা অবান্তর। ক্রিপ্টোতে একটা কথা মনে রাখা ভাল।তা হল ক্রিপ্টো বিষয়ক ফিনান্সিয়াল উপদেশ কারও থেকে নিবেন না। এবং যখন খুব বেশি উঠানামা থাকবে তখন চেস্টা করবেন ট্রেড না করতে। তবে আমি ব্যক্তিগতভাবে অনেক লাভের আশা না করে অল্প লাভে ট্রেড করি। কিন্তু বার বার করি
jr. member
Activity: 252
Merit: 4
July 30, 2020, 05:51:23 AM
আমি ৫০০০ এক্সআরপি হোল্ড করেছি। আমার ক্রয় মুল্য ছিল ০.২৩ ডলার। গতকাল একটা রিপোট দেখলাম। রিপোট টা কতটুকু সত্য তা জানি না। রিপোটে লেখা আছে, এক্সআরপিএল মনিটরের রিপোর্ট অনুসারে, মার্কিন ভিত্তিক পেমেন্ট ফার্ম রিপল গত ২৪ ঘন্টার ১৯.২ মিলিয়ন ডলার মূল্যের ৮৩ মিলিয়ন এক্সআরপি স্থানান্তরিত করেছে। Whale কাছে বিক্রি করা তহবিল সরানোর জন্য ব্যবহৃত হয় Whale ওয়ালেট, ডিসট্রিভিশন ওয়ালেটে $৭.৪৫ মিলিয়ন ডলারের ৩৩ মিলিয়ন এক্সআরপি লেনদেন করা হয়েছে এ কথা জানিয়েছে। ৩৩,১২৯,৯১১ এক্সআরপি (৭,৪৫২,৩০৮ মার্কিন ডলার) রিপল থেকে রিপল ওটিসি ডিসট্রিভিশন ওয়ালেটে স্থানান্তরিত হয়েছে। এক্সআরপি দ্বারা আরম্ভ করা অন্য দুটি লেনদেন XRPL মনিটরের দ্বারা পর্যবেক্ষণ ও প্রতিবেদন করা হয়েছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে, অন্য দুটি স্থানান্তর মোট 11 মিলিয়ন ডলার মূল্যের 50 মিলিয়ন এক্সআরপি এবং সেগুলি অজানা ওয়ালেটে প্রেরণ করা হয়েছিল।
আমার ৫০০০ এক্সআরপি আছে যা বতমান মুল্য ১ এক্সআরপি ০.২৪ ডলার।
এখন এক্সআরপি হোল্ড করবো, না সেল করে দিবো। আপনাদের মতামত আশা করছি।

ধন্যবাদ।
jr. member
Activity: 266
Merit: 1
July 29, 2020, 07:43:15 AM
আমাদের সবার জন্য একটা দুঃসংবাদ,, RIDE TOKEN আমরা যে p2pb2b এক্স্যন্সসে রেখেছিলাম সেখানে ডিলিস্ট করেছে,তাই আমি সকল ইউজারদের অনুরোধ করবো p2pb2b এক্সচেঞ্জ থেকে আপনার RIDE টোকেন MyEthereum এ Withdraw করে নিন,আশা করছি পোস্টটি সকলের উপকারে আসবে
তার থেকেও বড় দুঃসংবাদ হল আপনি কয়েন/টোকেন এক্সচেঞ্জে রাখেন? এইটাই নিতান্তই একটা বোকামি। যে কোন সময় আপনি হারাতে পারেন আপনার মুল্যবান কয়েন/টোকেন। যেহেতু টোকেন বলছেন, নিজের এড্রেসে রাখলেই পারেন ভাই। এইটা আপনার নিজের জন্যই ভালো।
জি ভাই ধন্যবাদ আপনাকে,
আমি আরও একটা বিষয় লক্ষ্য করছি -
পিটুপিবিটুবি একচ্যান্জ দিনে দিনে তাদের কার্যক্রম অনুন্নত পর্যায়ে নিয়ে যাচ্ছে।
যা আমার কাছে খুবই দুঃখজনক।।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 29, 2020, 05:56:13 AM
<-- snip -->
ভাই,
যতক্ষণ প্রাইভেট ওয়ালেট কি  হাতে থাকবে, ততক্ষণ ওয়ালেট নিয়ে কোনো সমস্যা নেই। এই কথাটার প্রতি আমি পুরোপুরি সহমত নই। কারন এক ভাই তার উপাজনের অধিকাংশ টাকা প্রায় ৬৫০০০ ডলার coinomi ওয়ালেট এ রাখছিল। অনেক দিন পর coinomi ওয়ালেট গেলে তার টাকা নেই। এত গুলো ডলার কোথায় গেল। তাই online ওয়ালেট কে পুরোপুরি trust করা উচিৎ না। সবচেয়ে নিরাপদ ওয়ালেট হল Hardware Wallet. যেমনঃ Nano S, Ledger Nano S, Ledger Nano X। Ledger Nano S এর বতমান মুল্য ৫৯ ডলার। নতুনদের জন্য online (ETH BLOCKCHAIN) এর জন্য my ether wallet, Trust wallet, IMTOKEN, MetaMask Best.

হাসাইলেন ভাই। আপনি দেখি পুরাপুরি রিসার্স ছাড়াই পোষ্টের রিপ্লাই দিলেন। যাইহোক আমি তর্কে যাবো না। আমি এই লোকাল বোর্ডে মনে হয় গতবছর Coinomi wallet নিয়ে একটি পোষ্ট করছিলাম। সেখানে বলছিলাম যে, coinomi wallet তাদের ইউজারদের প্রাইভেট কি ব্রাউজারের এক্সচেনশনের মাধ্যমে সার্চ ইঞ্জিনে পাঠাচ্ছিল এবং এটি একজন সিকিউরিটি এক্সপার্ট ধরতে পারলে টুইটারে coinomi কে বিষয়টি বলে এবং coinomi ওই বিষয়টি নিয়ে টালবাহানা কিংবা দ্বিমত পোষণ করলে, ওই এক্সপার্ট ও coinomi এর মাঝে টুইটারে বিশাল যুদ্ধের মতো রিপ্লাই চলে। তখন থেকে অনেকে coinomi এর রেপুুটেশন কিছুটা কম হইছে। এছাড়া আপনার বলা Trust wallet, IMTOKEN এসবও তো Coinomi এর মতো ওয়ালেট ,তফাত তো দেখি না।

ওই পোষ্টটির লিংক ( দেখে আসুন ) : https://bitcointalksearch.org/topic/m.53271830
jr. member
Activity: 252
Merit: 4
July 29, 2020, 05:41:26 AM
  <--- snip--->

নিজ নিজ ওয়ালেট বলতে কোনগুলো বুঝাতে চান? Im token,Trust wallet এইসব? 

আমি IMToken , Trust Wallet  ব্যবহার করি না। তাই বলতে পারব না , ওসব ওয়ালেট সম্পর্কে। তবে নিজ ওয়ালেট বলতে এটাই বুঝাইছি যে, যেসব ওয়ালেটের প্রাইভেট কি আপনার কাছে থাকবে। যতক্ষণ প্রাইভেট কি আপনার হাতে থাকবে, ততক্ষণ কোনো সমস্যা নেই।  Wink
ভাই,
যতক্ষণ প্রাইভেট ওয়ালেট কি  হাতে থাকবে, ততক্ষণ ওয়ালেট নিয়ে কোনো সমস্যা নেই। এই কথাটার প্রতি আমি পুরোপুরি সহমত নই। কারন এক ভাই তার উপাজনের অধিকাংশ টাকা প্রায় ৬৫০০০ ডলার coinomi ওয়ালেট এ রাখছিল। অনেক দিন পর coinomi ওয়ালেট গেলে তার টাকা নেই। এত গুলো ডলার কোথায় গেল। তাই online ওয়ালেট কে পুরোপুরি trust করা উচিৎ না। সবচেয়ে নিরাপদ ওয়ালেট হল Hardware Wallet. যেমনঃ Nano S, Ledger Nano S, Ledger Nano X। Ledger Nano S এর বতমান মুল্য ৫৯ ডলার। নতুনদের জন্য online (ETH BLOCKCHAIN) এর জন্য my ether wallet, Trust wallet, IMTOKEN, MetaMask Best.
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 29, 2020, 04:20:11 AM
  <--- snip--->

নিজ নিজ ওয়ালেট বলতে কোনগুলো বুঝাতে চান? Im token,Trust wallet এইসব? 

আমি IMToken , Trust Wallet  ব্যবহার করি না। তাই বলতে পারব না , ওসব ওয়ালেট সম্পর্কে। তবে নিজ ওয়ালেট বলতে এটাই বুঝাইছি যে, যেসব ওয়ালেটের প্রাইভেট কি আপনার কাছে থাকবে। যতক্ষণ প্রাইভেট কি আপনার হাতে থাকবে, ততক্ষণ কোনো সমস্যা নেই।  Wink
jr. member
Activity: 40
Merit: 2
July 29, 2020, 04:13:01 AM
  <--snip-->
তার থেকেও বড় দুঃসংবাদ হল আপনি কয়েন/টোকেন এক্সচেঞ্জে রাখেন? এইটাই নিতান্তই একটা বোকামি। যে কোন সময় আপনি হারাতে পারেন আপনার মুল্যবান কয়েন/টোকেন। যেহেতু টোকেন বলছেন, নিজের এড্রেসে রাখলেই পারেন ভাই। এইটা আপনার নিজের জন্যই ভালো।

আপনি ঠিক বলছেন । আমাদের দেশের এমনকি বাহিরের দেশের এমন অনেক ব্যবহারকারী আছেন, যারা সবসময় এক্সচেঞ্জগুলোকে এতটাই ট্রাস্ট করে যে সব ক্রিপ্টো এক্সচেঞ্জে রাখে। ক্রিপ্টোপিয়া এক্সচঞ্জ হ্যাক হওয়ার সময়ের কথা মনে পড়ল, কারণ তখন অনেক ব্যবহারকারী এতটাই ধরা খেয়েছে যে এখন ক্রিপ্টোমার্কেট ছেড়ে দিয়েছে এবং ক্রিপ্টোর কথা শুনলে তারা শুধু আফসোসে করে । কারণ তারা ক্রিপ্টোপিয়া এক্সচেঞ্জকে এতটাই ট্রাস্ট করত সব ক্রিপ্টো ওই এক্সচেঞ্জ রাখতো। তাই সকলেই নিজ নিজ ওয়ালেটে যেকোনো ক্রিপ্টো রাখুন।

নিজ নিজ ওয়ালেট বলতে কোনগুলো বুঝাতে চান? Im token,Trust wallet এইসব? 
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 29, 2020, 03:26:02 AM
  <--snip-->
তার থেকেও বড় দুঃসংবাদ হল আপনি কয়েন/টোকেন এক্সচেঞ্জে রাখেন? এইটাই নিতান্তই একটা বোকামি। যে কোন সময় আপনি হারাতে পারেন আপনার মুল্যবান কয়েন/টোকেন। যেহেতু টোকেন বলছেন, নিজের এড্রেসে রাখলেই পারেন ভাই। এইটা আপনার নিজের জন্যই ভালো।

আপনি ঠিক বলছেন । আমাদের দেশের এমনকি বাহিরের দেশের এমন অনেক ব্যবহারকারী আছেন, যারা সবসময় এক্সচেঞ্জগুলোকে এতটাই ট্রাস্ট করে যে সব ক্রিপ্টো এক্সচেঞ্জে রাখে। ক্রিপ্টোপিয়া এক্সচঞ্জ হ্যাক হওয়ার সময়ের কথা মনে পড়ল, কারণ তখন অনেক ব্যবহারকারী এতটাই ধরা খেয়েছে যে এখন ক্রিপ্টোমার্কেট ছেড়ে দিয়েছে এবং ক্রিপ্টোর কথা শুনলে তারা শুধু আফসোসে করে । কারণ তারা ক্রিপ্টোপিয়া এক্সচেঞ্জকে এতটাই ট্রাস্ট করত সব ক্রিপ্টো ওই এক্সচেঞ্জ রাখতো। তাই সকলেই নিজ নিজ ওয়ালেটে যেকোনো ক্রিপ্টো রাখুন।
sr. member
Activity: 1372
Merit: 322
July 28, 2020, 05:25:01 PM
আমাদের সবার জন্য একটা দুঃসংবাদ,, RIDE TOKEN আমরা যে p2pb2b এক্স্যন্সসে রেখেছিলাম সেখানে ডিলিস্ট করেছে,তাই আমি সকল ইউজারদের অনুরোধ করবো p2pb2b এক্সচেঞ্জ থেকে আপনার RIDE টোকেন MyEthereum এ Withdraw করে নিন,আশা করছি পোস্টটি সকলের উপকারে আসবে
তার থেকেও বড় দুঃসংবাদ হল আপনি কয়েন/টোকেন এক্সচেঞ্জে রাখেন? এইটাই নিতান্তই একটা বোকামি। যে কোন সময় আপনি হারাতে পারেন আপনার মুল্যবান কয়েন/টোকেন। যেহেতু টোকেন বলছেন, নিজের এড্রেসে রাখলেই পারেন ভাই। এইটা আপনার নিজের জন্যই ভালো।
jr. member
Activity: 168
Merit: 1
July 28, 2020, 09:55:37 AM
বিসমিল্লাহির রাহমানির রাহিম,,,
কেমন আছেন সবাই?
আমাদের সবার জন্য একটা দুঃসংবাদ,, RIDE TOKEN আমরা যে p2pb2b এক্স্যন্সসে রেখেছিলাম সেখানে ডিলিস্ট করেছে,তাই আমি সকল ইউজারদের অনুরোধ করবো p2pb2b এক্সচেঞ্জ থেকে আপনার RIDE টোকেন MyEthereum এ Withdraw করে নিন,আশা করছি পোস্টটি সকলের উপকারে আসবে
jr. member
Activity: 266
Merit: 1
July 28, 2020, 08:52:23 AM
ভাই Mahdirakib আমি আপনার সাথে একমত। বানটি সবনিম্ন ৪-১৬ সপ্তাহ ধরে চলে। ৪-১৬ সপ্তাহ কাজ করতে হয়। আর যে টাকার বানটি গুলো আসে আর যে হারে সবাই জয়েন হয় তাতে  বতমানে বানটি তে কাজ করা আর বেকার সময় কাটানো একই কথা। এখান থেকে ভালো কিছু বা বতমানে সফলতা অজন করা প্রায়ই অসম্ভব। তাই আমি মনে করি শুধু বানটি তে না থেকে অন্যান্য দিকেও অগ্রসর উচিৎ। যেমনঃ ক্রিপ্টো ট্রেডিং ।
আমি আপনার সাথে সহমত।
কারন আমিও বানটির কাজ করি অনেক দিন থেকে।
আমিও এই বিষয়টা লক্ষ্য করেছি যে এখন বেশি ভালো বানটি আসে না।
আবার অনেক বানটি কাজ সম্পূর্ণ না করে পালিয়ে যায়।
তাই খুব সতর্কতার সঙ্গে বানটির কাজ করতে হবে এবং এর পাশাপাশি কিপ্টোকারেন্সি হোল্ডিং করতে পারেন, ট্রেডিং করেও লাভবান হতে পারেন।

ধন্যবাদ।।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 28, 2020, 06:16:20 AM
তাই আমি মনে করি শুধু বানটি তে না থেকে অন্যান্য দিকেও অগ্রসর উচিৎ। যেমনঃ ক্রিপ্টো ট্রেডিং ।

ক্রিপ্টো ট্রেডিংএ যদি কেউ অভিজ্ঞ না হয়, তাহলে ট্রেডিং এর চেষ্টা না করাই ভালো এবং ট্রেডিং চার্ট বিশ্লষণ করা জানতেই হবে। তাই যারা এসব বিষয়ে অল্প পারে কিংবা জানেই না, তাদের জন্য ট্রেডিং এ না যাওয়াই ভালো। আপনারা নিজেদের বিটকয়েনটক প্রোফাইলগুলো উচ্চপদে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং গ্যাম্বলিং সেকশনে বেশি সময় দেন , এতে একদিকে যেমন আপনার মানসম্মত পোষ্টের জন্য মেরিটও পাবেন , তেমনি বিটিসি পেইড ক্যাম্পেইনে যোগদান সহজ হবে। কারণ বেশিরভাগ সিগনেচার ক্যাম্পেইন গ্যাম্বলিং সাইটের হয়ে থাকে। এছাড়াও ব্লগিং করে ইনকামও করতে পারেন , শুধুমাত্র সময় একটু বেশি লাগবে।

আমার মতে বাউনটি একেবারে ছেড়ে দেয়া বোকামী ছাড়া আর কিছুই না

উচ্চপদস্থ মেম্বাররা যদি বিটিসি পেইড সিগনেচারে জায়গা না পায় এবং বাউন্টির সিগনেচারও না করে , তাহলে তাদের জন্য বোকামির কাজ কিছুটা বলা যায়। কারণ কিছু বাউন্টি আছে যেখানে সিগনেচার ক্যাম্পেইন থেকে ভাল ইনকাম করতে পারবেন।
jr. member
Activity: 56
Merit: 2
July 28, 2020, 05:44:34 AM
ভাই Mahdirakib আমি আপনার সাথে একমত। বানটি সবনিম্ন ৪-১৬ সপ্তাহ ধরে চলে। ৪-১৬ সপ্তাহ কাজ করতে হয়। আর যে টাকার বানটি গুলো আসে আর যে হারে সবাই জয়েন হয় তাতে  বতমানে বানটি তে কাজ করা আর বেকার সময় কাটানো একই কথা। এখান থেকে ভালো কিছু বা বতমানে সফলতা অজন করা প্রায়ই অসম্ভব। তাই আমি মনে করি শুধু বানটি তে না থেকে অন্যান্য দিকেও অগ্রসর উচিৎ। যেমনঃ ক্রিপ্টো ট্রেডিং ।
আমার মতে বাউনটি একেবারে ছেড়ে দেয়া বোকামী ছাড়া আর কিছুই না, বাউনটির পাশাপাশি অন্য সব কাজ করেন তাতে আপনার  অন্তত হাত খরচ হলেও থাকবে আর ক্রিপ্টো ট্রেডিং এর জন্য তো টাকার দরকার হয় তাহলে অবশ্যই বাউনটি না ছাড়াই ভালো, বাউনটিতে মোটামুটি কিছু পাবেন যদি টুইটার ফেলোয়ার, লিংডিন ফলোয়ার, বাড়ানো সম্ভব  হয়  আর রেডিট এ কাজ করতে পারলেই কিছু পাবেন...       
jr. member
Activity: 252
Merit: 4
July 28, 2020, 04:55:13 AM
ভাই Mahdirakib আমি আপনার সাথে একমত। বানটি সবনিম্ন ৪-১৬ সপ্তাহ ধরে চলে। ৪-১৬ সপ্তাহ কাজ করতে হয়। আর যে টাকার বানটি গুলো আসে আর যে হারে সবাই জয়েন হয় তাতে  বতমানে বানটি তে কাজ করা আর বেকার সময় কাটানো একই কথা। এখান থেকে ভালো কিছু বা বতমানে সফলতা অজন করা প্রায়ই অসম্ভব। তাই আমি মনে করি শুধু বানটি তে না থেকে অন্যান্য দিকেও অগ্রসর উচিৎ। যেমনঃ ক্রিপ্টো ট্রেডিং ।
jr. member
Activity: 40
Merit: 2
July 27, 2020, 10:39:30 AM
বাউন্টিতে জয়েন হওয়ার জন্য টুইটার অডিট লিংক সাবমিট দিতে হয়। কিন্তু বছরে নাকি একবার যেকোনো টুইটার একাউন্ট অডিট করা যায়।

আপনি যদি নিজে থেকে এটি ধরে নেন, তাহলে করার কিছু নাই । তবে সঠিক উত্তর হইলো আপনি যদি জুলাই মাসের ২৭ তারিখে অডিট করেন, তাহলে আগষ্ট মাসের ২৭ তারিখে আবার অডিট করতে পারবেন। সহজ ভাষায় যেদিন অডিট করবেন সেদিন থেকে ৩০ দিন পর আবার অডিট করা যায় এবং সম্পূর্ণ ফ্রিতে। আর যদি মাসে ফলোয়ার ১ হাজার থেকে বেড়ে ৫ হাজার নিয়ে যেতে পারেন এবং সেটি ১ মাস না হতেই অডিট করতে চান তাহলে আপনাকে প্রো-ভার্সনটি কিনতে হবে। এতে আপনি যখন ইচ্ছা অডিট করতে পারবেন।

এখন মনে করেন আমার ১০০০ ফলোয়ার থাকা অবস্থায় একবার অডিট করলাম। তাহলে তো আমাকে পরবর্তী ১ বছর এই লিংক টাই সাবমিট দিতে হবে না কি? আর আমি যদি এই একবছরে যত ফলোয়ার ই আপ করিনা কেন,কিন্তু আমাকে তো ১০০০ ফলোয়ার এর অডিট লিংক টা সাবমিট দিতে হবে? তাহলে কি পরবর্তী ১ বছর যত বাউন্টি ই করিনা কেন, আমার ১০০০ ফলোয়ার ই তারা কাউন্ট করবে?
       
প্রথমত টুইটারের অডিট লিংক একটাই। আপনি যতবারেই অডিট করেন না কেন আপনার অডিট লিংক পরিবর্তন হবে না, আপনার যেমন টুইটার প্রোফাইল লিংক তেমনি টুইটার অডিট লিংক হবে এবং www.twitter.com/username এর জায়গায় হবে www.twitteraudit.com/username । আর এটি সত্য আপনার যতই ফলোয়ার বৃদ্ধি হোক না কেন টুইটার অডিট আপডেট না করা পর্যন্ত আপনাকে পূর্বের অডিট করা ফলোয়ার সংখ্যা সাবমিট করতে হবে।

অনেক অনেক ধন্যবাদ।বুঝতে পারছি এখন। আমাকে যে ইনফরমেশন দিছিল, হয়তো ভুল ইনফরমেশন দিছিল।ধন্যবাদ সবাইক।         
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 27, 2020, 02:37:43 AM
বাউন্টিতে জয়েন হওয়ার জন্য টুইটার অডিট লিংক সাবমিট দিতে হয়। কিন্তু বছরে নাকি একবার যেকোনো টুইটার একাউন্ট অডিট করা যায়।

আপনি যদি নিজে থেকে এটি ধরে নেন, তাহলে করার কিছু নাই । তবে সঠিক উত্তর হইলো আপনি যদি জুলাই মাসের ২৭ তারিখে অডিট করেন, তাহলে আগষ্ট মাসের ২৭ তারিখে আবার অডিট করতে পারবেন। সহজ ভাষায় যেদিন অডিট করবেন সেদিন থেকে ৩০ দিন পর আবার অডিট করা যায় এবং সম্পূর্ণ ফ্রিতে। আর যদি মাসে ফলোয়ার ১ হাজার থেকে বেড়ে ৫ হাজার নিয়ে যেতে পারেন এবং সেটি ১ মাস না হতেই অডিট করতে চান তাহলে আপনাকে প্রো-ভার্সনটি কিনতে হবে। এতে আপনি যখন ইচ্ছা অডিট করতে পারবেন।

এখন মনে করেন আমার ১০০০ ফলোয়ার থাকা অবস্থায় একবার অডিট করলাম। তাহলে তো আমাকে পরবর্তী ১ বছর এই লিংক টাই সাবমিট দিতে হবে না কি? আর আমি যদি এই একবছরে যত ফলোয়ার ই আপ করিনা কেন,কিন্তু আমাকে তো ১০০০ ফলোয়ার এর অডিট লিংক টা সাবমিট দিতে হবে? তাহলে কি পরবর্তী ১ বছর যত বাউন্টি ই করিনা কেন, আমার ১০০০ ফলোয়ার ই তারা কাউন্ট করবে?
       
প্রথমত টুইটারের অডিট লিংক একটাই। আপনি যতবারেই অডিট করেন না কেন আপনার অডিট লিংক পরিবর্তন হবে না, আপনার যেমন টুইটার প্রোফাইল লিংক তেমনি টুইটার অডিট লিংক হবে এবং www.twitter.com/username এর জায়গায় হবে www.twitteraudit.com/username । আর এটি সত্য আপনার যতই ফলোয়ার বৃদ্ধি হোক না কেন টুইটার অডিট আপডেট না করা পর্যন্ত আপনাকে পূর্বের অডিট করা ফলোয়ার সংখ্যা সাবমিট করতে হবে।
Jump to: