Author

Topic: বাংলা (Bengali) - page 442. (Read 5299981 times)

newbie
Activity: 166
Merit: 0
May 29, 2020, 08:09:54 AM
আমি নতুন আমাকে কেউ বলবেন কি ?কেন bictcointalk forum banned kora?
jr. member
Activity: 252
Merit: 4
May 29, 2020, 08:09:17 AM
ভাই,
৩ মাসের মাঝে ভাল মুনাফা পাওয়া যাবে এমন কিছু কয়েন এর নাম বলেন।
jr. member
Activity: 252
Merit: 4
May 28, 2020, 10:20:33 AM
ভাই,
বিটকয়েনটল্কে পোস্ট একটিভিটি কিভাবে বাড়াবো।দয়াকরে জানালে উপকার হতো।
sr. member
Activity: 1372
Merit: 322
May 28, 2020, 08:46:18 AM
সত্যি বলতে বিটকয়েন ইনকামের নির্দিষ্ট কোনো পন্থা আপাতত নেই | তবে আপনি ফ্রীতে ইনকাম করতে চাইলে বিভিন্ন এয়ারড্রপ বাউন্টি তে কাজ করতে পারেন | আর এখান থেকে সংগ্রীহীত আপনার টোকেন বা কয়েন কোনো মার্কেটে লিস্টেড হলে সেখান থেকে এক্সেন্জ করে বিটকয়েনে রুপান্তর করতে পারবেন |
ধন্যবাদ
আসলে এটা সত্যি নয়। ফ্রি ইনকাম করার অনেক পন্থা রয়েছে। তবে কেউ যদি দ্রুত সময়ে ইনকাম করতে চায় তাহলে সম্ভব না। এই ফোরামে সিগ্নেচার ক্যাম্পেইন করে অনেকেই অনেক টাকা ইনকাম করছে। আমি বেস্টচেঞ্জ ক্যাম্পেইন এ অনেকদিন আছি। এখন প্রতি সপ্তাহ $৪৫ করে পাই। এইটা সবার দ্বারাই সম্ভব যদি পর্যাপ্ত সময় দেয় ফোরামে। আইডি র‍্যাংক আপ করতে পারলে সিগ্নেচার ক্যাম্পেইন থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব।
তাছাড়া এই ফোরামে অনেক ধরনের সার্ভিস দেয়া সম্ভব। যেমন- আর্টিকেল রাইটিং, কম্যুনিটি ম্যানেজার, বাউন্টি ম্যানেজার, ট্রান্সলেশন, ওয়েব ডেভেলপিং, এককথায় সব কিছুই। যারা এইসব কাজ করে তারা এই ফোরামের মাধ্যমেই অনেক কাজ পাওয়া সম্ভব।
member
Activity: 280
Merit: 43
May 28, 2020, 05:36:19 AM
বতমান সময়ে লেনদেন অন্যতম মাধ্যম হলো বিটকটন।এর মাধ্যম খুব কম সময়ে অনেক জিনিস কেনা যায় অনলাইন এর মাধ্যম। কেও বলতে পারেন কি কিভাবে বিটকইন ভাল ইনকাম করা যায়।

সত্যি বলতে বিটকয়েন ইনকামের নির্দিষ্ট কোনো পন্থা আপাতত নেই | তবে আপনি ফ্রীতে ইনকাম করতে চাইলে বিভিন্ন এয়ারড্রপ বাউন্টি তে কাজ করতে পারেন | আর এখান থেকে সংগ্রীহীত আপনার টোকেন বা কয়েন কোনো মার্কেটে লিস্টেড হলে সেখান থেকে এক্সেন্জ করে বিটকয়েনে রুপান্তর করতে পারবেন |
ধন্যবাদ
newbie
Activity: 19
Merit: 0
May 27, 2020, 09:29:08 PM
বতমান সময়ে লেনদেন অন্যতম মাধ্যম হলো বিটকটন।এর মাধ্যম খুব কম সময়ে অনেক জিনিস কেনা যায় অনলাইন এর মাধ্যম। কেও বলতে পারেন কি কিভাবে বিটকইন ভাল ইনকাম করা যায়।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 25, 2020, 11:34:51 AM
সকল নুতুন ব্যবহারকারীদের উদ্দেশ্যে একটি বিষয় মেনে চলার জন্য অনুরোধ করা হলো। এখানে যেকোনো পোষ্ট বা মতামত অবশ্যই বাংলাতে লেখবেন। সবাই যদি ইংলিশ শব্দ ব্যবহার করে বাংলায় লেখেন, তাহলে আজীবনেও বাংলাদেশের জন্য একটি একক সেকশন পাওয়া যাবে না। তাহলে সবাই সকল নিয়ম-কানুন মেনে চলুন । যদি বিটকয়েন বা ব্লকচেইন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তাহলে এখানে বাংলা অক্ষরে লেখে জিঞ্জেস করুন । যারা উচ্চ পদের মেম্বার বা যারা বিষয়টি সম্পর্কে জানে ,তারা আপনাদের প্রশ্নের উত্তর দিবে। Cheesy

ভাই আমি নতুন আমাকে কেও সাহায্য করবেন। কি ভাবে ভালো ইনকাম করা যায় বিটকইন।
আপনি বাউন্টিতে কাজ করে ইনকাম করতে পারেন এবং এটি ছাড়াও সিগনেচার ক্যাম্পেইনে কাজ করে প্রতি সপ্তাহে ভালো ইনকাম করতে পারবেন। এই সম্পর্কে অনেকবার পোষ্ট করা হয়েছে, তাই পূর্ববর্তী পোষ্টগুলো ভালো করে পড়ুন। তাহলে অনেক কিছু জানতে পারবেন।
newbie
Activity: 19
Merit: 0
May 25, 2020, 03:24:50 AM
 ভাই আমি নতুন আমাকে কেও সাহায্য করবেন। কি ভাবে ভালো ইনকাম করা যায় বিটকইন।
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
May 25, 2020, 03:05:38 AM
আসুন সবাই অ্যাড হই । বিটকইয়েন নিয়ে আলেচনা হবে ।
  add hoy kemne
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
May 24, 2020, 08:53:14 AM
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ । আপনার লেখা পরে কিপ্ট্রকারন্সি সমন্ধে অনেক ধারণা পেলাম। আশা করি এভাবে লিখে আমাদের পাশে খাকবেন।
এড হবো কেমনে ভাই।
hero member
Activity: 2436
Merit: 877
May 24, 2020, 03:54:50 AM
A very Happy Eid Mubarak to all the people of Bangladesh.

Love From Pakistan  Smiley
newbie
Activity: 98
Merit: 0
May 24, 2020, 03:18:54 AM
সব বাংলাদেশী ভাই বোন দের ঈদ এর শুভেচ্ছা । এই দুর্যোগ মুহূর্তে সবাই সবার জন্য দোয়া করবেন।
মহান আল্লাহ আমাদের সবাই কে ক্ষমা করুন। আমিন।
hero member
Activity: 1064
Merit: 639
May 23, 2020, 11:18:25 PM
I wish you and your family a very joyful Eid.
May allah accept all your prayers and forgives all our sins 🤲🏻.
Happy Eid-ul-Fitr Mubarik.
newbie
Activity: 98
Merit: 0
May 23, 2020, 12:14:35 PM
আমি এই ফোরামের নতুন সদস্য।আপনাদের সহযোগিতা আশা করছি।
এই ফোরামে কিভাবে কাজ করতে হয়?
আর এইখান থেকে কি ইনকাম করা যায়?
যদি যায় তাহলে কিভাবে ইনকাম করব?

আপনাকে স্বাগতম । এই ফোরাম এ অনেক গুলো সাব ফোরাম আসে, এক এক টার বিষই এক এক ধরনের । আপনি https://bitcointalk.org/index.php?board=39.0 এই লিঙ্ক এ গেলে অনেক বিষয়ে ধারনা পাবেন। আগে সব কিছু বুঝে নিন। ইনকাম এর অনেক রাস্তা পেয়ে যাবেন ধীরে ধীরে । এখানে অধিকাংশ মানুষ এয়ারদ্রপ ও বাউনটি থেকে ইনকাম করে। কিন্তু সবার আগে আপনাকে ভাল ধারনা নিতে হবে ক্রিপ্টো কারেন্সি নিয়ে। ধন্যবাদ।
newbie
Activity: 98
Merit: 0
May 23, 2020, 11:53:21 AM
newbie
Activity: 98
Merit: 0
May 23, 2020, 11:43:11 AM
আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ । বাংলাদেশি ভাই বোন দের জন্য বিটকয়েনটক একটি অনেক বড় ইনকাম সোর্স এর জাইগা । এখানে এসে আমি অনেক কিছুই শিখতে পেরেসি এবং সামান্য কিছু উপার্জন ও করতে পেরেসি। আর আরও বেশি খুশী হয়েসি এতা দেখে এখানে বাংলাদেশি ভাই দের সাথে সব দেশের মানুষ অনেক সাহায্য করে। বাংলাদেশী ভাই বোনরা আশা করি এখান থেকে অল্প কিছু হলেও বেকারত্ত থেকে মুক্তির উপাই বের করতে হবে। সবার জন্য শুভ কামনা রইল।
newbie
Activity: 19
Merit: 0
May 23, 2020, 04:21:12 AM
 এখনকার সময়ে  বিটকয়েন জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
newbie
Activity: 45
Merit: 0
May 21, 2020, 07:13:18 PM
member
Activity: 280
Merit: 43
May 20, 2020, 10:21:23 AM
ট্রেড করে প্রফিট করার চাইতে
কিভাবে মার্কেট  এ সব সময় ঠিকে থাকা যায় সেই নিয়ম কানুন গুলা শিখুন।
যদি হোল্ড এ পড়ে যান যদি লস এ চলে যায় আপনার ডলার তাহলে আর সেখান থেকে উদ্ধার হউয়া কঠিন হয়ে যাবে।
একটা কথা মাথায় রাখবেন
ট্রেডিং হল বিজনেস
এটা কোন চাকরি না যে প্রতিদিন আপনাকে হাজিরা খাতায় আপনার উপস্থিতি প্রমান করা লাগবে
এটা এমন একটা বিজনেস যে ইচ্ছা করলে আপনি দুকান খুলবেন না হলে দরজা বন্ধ করে ঘুমাবেন।
যখন দেখবেন মার্কেট ভাল আপট্রেন্ড এ সব কিছু পজেটিব তখন ওপেন করবেন আপনার সেই আলাদিনের চেরাগ মানে আপনার একাউন্ট

দুই একটা ট্রেড নিবেন ব্যস।
অতিরিক্ত ট্রেড করা থেকে বিরত থাকুন
অনেকে মনে করেন অতিরিক্ত ট্রেড এ অতিরিক্ত প্রফিট। এটা ভুল।

নিজেকে কন্ট্রোল এ রাখবেন।
কথায় আছে এক মাঘে শিত যায় না
মাঘ মাস আবার ফিরে আসবে
বছর ঘুরিয়ে
মার্কেট এর সব থেকে বড় যে স্ট্রাজেটি সেটা হল রিভারসেল স্ট্রাটেজি।
কোন কিছু আপ হচ্ছে আপনি ধরতে পারেন নাই তাই বলে মন খারাপ করবেন না
আপ হচ্ছে হতে দিন
নিচে যখন নামবে তখন তাকে গলা টিপে ধরবেন 😂

হতাশ হবেন না
আর বিশেস করে আগুনে হাত দিবেন না
মানে মার্কেট যখন অতিরিক্ত গরম থাকবে তখন হয়ত প্রথম দুই একটা ট্রেড এ অল্প একটু প্রফিট হবে
কিন্তু অল্প প্রফিট দিয়ে মার্কেট আপনার সব ব্যালেন্স হোল্ড এ ফেলে দিবে
আর আপনি হোল্ডের চিপায় পেনিক হয়ে লস দিয়ে বেরিয়ে পড়বেন
পরের দিন দেখবেন মার্কেট তো আকাশে উড়তেছে
আপনি শুধু চেয়ে চেয়ে দেখছেন 🙈

ভালভাবে মার্কেট বুজে সব দিক খেয়াল করে তারপর ট্রেড নিন
লস হবে না।
ধন্যবাদ
newbie
Activity: 86
Merit: 0
May 20, 2020, 05:52:55 AM
বিটকয়েনের সাফল্যের পরে, ক্রিপ্টোকারেন্সির ব্যবসায় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। লোকেরা যখন তার প্রথম পর্যায়ে এই প্রভাবশালী ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে শুরু করে তখন বিটকয়েন মিলিয়নেয়ার তালিকার সাথে জমা হয়। তালিকায় শীর্ষস্থানীয় কিছু বিটকয়েন মালিকও রয়েছে। এই সমসাময়িক যুগে, সোশ্যাল মিডিয়া একটির পণ্য এবং পরিষেবাদি বিপণনের সেরা ভেন্যুতে পরিণত হয়েছে। এটি বাজারে সর্বশেষ প্রবণতা সম্পর্কে জানতে ক্রিপ্টোকারেন্সিগুলির পক্ষে একটি দরকারী পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে। আসুন 2020 এর শীর্ষ ক্রিপ্টো ব্যবসায়ীদের সম্পর্কে জানতে দিন।
আপনি যদি টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় ব্যবহারকারী হয়ে থাকেন তবে কেবল একটি ক্লিক টিপে কোনও ক্রাইপ্টো মুদ্রার সর্বশেষ আপডেট সম্পর্কে আপনার পক্ষে জানা অসম্ভব হবে না। এটির জন্য প্রয়োজনীয় সমস্ত নির্দিষ্ট মুদ্রার টিকারটি ব্রাউজ করা। উদাহরণস্বরূপ, আপনি যদি বিটকয়েন কেনার বিষয়ে আগ্রহী হন, তবে অনুসন্ধান বারে, আপনি $ বিআইটি টাইপ করতে পারেন। এর পরে, আপনি আপনার টাইমলাইনে উপস্থিত বিটকয়েন সম্পর্কিত সমস্ত টুইটগুলি পাবেন। সুতরাং এখন আপনি এটি দেখতে সহজ।
তবে এর নেতিবাচক দিকও রয়েছে। কখনও কখনও, করুণাময় একটি থেকে সূক্ষ্ম সামগ্রী উত্তোলন করা কঠিন হয়ে পড়ে। ক্রিপ্টো টুইটারে আপনি যে সামগ্রীটি দেখেন তা সর্বদা খাঁটি নয় এবং বেশিরভাগ বিশেষ মুদ্রার প্রচারের জন্য তৈরি করা হয়। তবে আপনি যদি ইতিবাচক দিকটি অনুসরণ করেন তবে আপনি জানতে পারবেন যে টুইটগুলি আপনার ব্যবসায়ের দক্ষতা উন্নত করতে প্রশস্ত হবে। আপনি যদি নির্ভরযোগ্য টুইটগুলি ব্রাউজ করতে আগ্রহী হন, তবে নীচে অনুসরণ করতে শীর্ষস্থানীয় ক্রিপ্টো ব্যবসায়ীদের তালিকা রয়েছে।
সবাই আপনার মতামত পেশ করুন?   
Jump to: