Author

Topic: বাংলা (Bengali) - page 441. (Read 5723275 times)

newbie
Activity: 6
Merit: 0
August 08, 2020, 12:24:55 AM
🌾BitCoinDream🌾
স্যার আপনাকে অনেক অনেক ধন্যনাদ।স্যার আমি BitcoinTalk এ নতুন,তাই আমার সামান্য জ্ঞান নিয়ে এখানে ভালো কিছু জানা সম্ভব হবে না।তাই আপনাদের এত্ত সুন্দর পোষ্ট গুলো পড়ে অনেক কিছু শিখতে পেরেছি। আমি আপনাকে অনুরোধ করবো আপনি সব সময় আমাদের এভাবেই সাহায্য করে যাবেন।স্যার আপনি Merit সম্পর্কে কিছু ধারণা দিবেন। পরবর্তী পোষ্ট করবেন Merit নিয়ে।
আমিও নতুন এখানে। কিন্তু আমি মেরিট সম্পর্কে কিছু ধারনা পেয়েছি। আপবি এই পোস্ট গুলো দেখতে পারেন। মেরিট সংক্রান্ত ধারণা
jr. member
Activity: 168
Merit: 1
August 07, 2020, 12:43:11 PM
🌾BitCoinDream🌾
স্যার আপনাকে অনেক অনেক ধন্যনাদ।স্যার আমি BitcoinTalk এ নতুন,তাই আমার সামান্য জ্ঞান নিয়ে এখানে ভালো কিছু জানা সম্ভব হবে না।তাই আপনাদের এত্ত সুন্দর পোষ্ট গুলো পড়ে অনেক কিছু শিখতে পেরেছি। আমি আপনাকে অনুরোধ করবো আপনি সব সময় আমাদের এভাবেই সাহায্য করে যাবেন।স্যার আপনি Merit সম্পর্কে কিছু ধারণা দিবেন। পরবর্তী পোষ্ট করবেন Merit নিয়ে।
member
Activity: 308
Merit: 22
August 06, 2020, 01:24:01 PM
বর্তমানে বিটকয়েনের দাম কত?
বর্তমানে একটি বিটকয়েনের দাম 1,007257 অর্থাৎ দশ লক্ষ সাত হাজার দুইশত সাতান্ন টাকা।
legendary
Activity: 1526
Merit: 1026
August 06, 2020, 01:15:30 PM
বর্তমানে বিটকয়েনের দাম কত?

ক্রিপ্টো জগতে স্বাগতম। খুব সহজেই আপনি গুগল করলেই জানতে পারতেন আজকের বিটকয়েন এর দাম।
আপনার সুবিধার জন্য লিঙ্ক দিলাম।
https://coinmarketcap.com/currencies/bitcoin/

coinmarketcap.com থেকে সহজেই পপুলার এসেট/ টোকেন / কয়েন এর দাম জানা যাবে। আপনার কিছু জানার থাকলে প্রশ্ন করবেন, আমরা ছেস্তা করব উত্তর দিতে।
jr. member
Activity: 378
Merit: 2
August 06, 2020, 09:11:05 AM
বর্তমানে বিটকয়েনের দাম কত?
jr. member
Activity: 168
Merit: 1
August 05, 2020, 12:47:39 PM
👌Fatemablabla👌
সত্তি আপনি অনেক ভালো পোষ্ট করেছেন ভাই। আমিও আপনার সাথে একমত প্রকাশ করি।আমি মনে করি সবাই এখানে বাংলা ভাষায় কথা বলে বলেই সব সমস্যা সমাধান খুজে পাওয়া সম্ভব হয়। ভাই  এর পরের পোষ্ট গুলো থেকে আরও ভালো শিক্ষা গ্রহণ করতে পারবো। ধন্যবাদ আপনাকে,
jr. member
Activity: 266
Merit: 1
August 05, 2020, 10:39:00 AM
I am a new user in Bangladesh. I am try to user rules this forum.
স্বাগতম আপনাকে এই ফোরামে৷ প্রথমেই আপনি যদি ইংরেজি ভালো  ভাবে লিখতে না পারেন তাহলে সাজেশন থাকবে ইংরেজি টা আরেকটু উন্নত করতে।   কারন আপনার ২য় বাক্যে আপনি কি লিখেছেন এর অর্থ কেউই বুঝবেনা। আর ভুল ইংরেজিতে আপনি পোস্টকরলে সবাই আপনার পোস্ট রিপোর্ট করবে এবং এতে আপনার আইডি ব্যান হতে পারে।     
জি ভাই সত্যি কথা বলেছেন,
আমি আপনার সাথে শতভাগ একমত।
এখন থেকে বিটকয়েনটলকে মন খুলে কথা বলতে পরবো।
ধন্যবাদ ভাই।।
jr. member
Activity: 252
Merit: 4
August 05, 2020, 12:58:45 AM
I am a new user in Bangladesh. I am try to user rules this forum.
আমরা বাংলাদেশে বাস করি। আমরা সবাই বাঙ্গালী। আর এই ফোরামে প্রাই সবাই বাংলাতে কথা বলে। আর অনেকেই ইংরেজী ভালো পারে না। তাই আমি মনে করি আপনার সমস্যা তা সমাধান এবং আপনি কি শিখাচ্ছেন তা যদি বাংলাতে বলেন তাহলে আপনার সমস্যা এবং আপনি কি শিকাবেন তা সহজেই সবাই বুজতে পারবে। বাংলাতে কথা বলার অনুরোধ রইল। ধন্যবাদ
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
August 04, 2020, 11:54:34 PM
I am a new user in Bangladesh. I am try to user rules this forum.
স্বাগতম আপনাকে এই ফোরামে৷ প্রথমেই আপনি যদি ইংরেজি ভালো  ভাবে লিখতে না পারেন তাহলে সাজেশন থাকবে ইংরেজি টা আরেকটু উন্নত করতে।   কারন আপনার ২য় বাক্যে আপনি কি লিখেছেন এর অর্থ কেউই বুঝবেনা। আর ভুল ইংরেজিতে আপনি পোস্টকরলে সবাই আপনার পোস্ট রিপোর্ট করবে এবং এতে আপনার আইডি ব্যান হতে পারে।     
newbie
Activity: 434
Merit: 0
August 04, 2020, 11:47:58 PM
I am a new user in Bangladesh. I am try to user rules this forum.
jr. member
Activity: 149
Merit: 1
August 04, 2020, 07:11:49 AM
🌾malekbaba🌾

আমি Bitcoin talk এ নতুন। তাই আমি ভালো বুজি না। আপনাদের পোষ্ট  গুলো পরে, আমি অনেক কিছু শিকতে পারি। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
jr. member
Activity: 168
Merit: 1
August 04, 2020, 06:46:20 AM
🌾malekbaba🌾
আমি আপনার সাথে এক মত প্রকাশ করি, কারন বেসি মুনাফার আশায় কেউ যদি বেসি পরিমান ডলার ইনভেস্ট করে এবং ধরা খায় তবে সে তার ইচ্ছে শক্তি হাড়িয়ে ফেলবে, আপনার পোস্ট গুলা কেউ মনোযোগ দিয়ে পড়ে সে জীবনে ভাল কিছু করতে পারবে।ধন্যবাদ আপনাকে এতসুন্দর পোস্ট করার জন্য,আমি আশাকরি আগামী দিনেও আপনি এই ধরনের পোস্ট করবেন।
jr. member
Activity: 56
Merit: 2
August 04, 2020, 01:50:56 AM
jr. member
Activity: 168
Merit: 1
August 03, 2020, 12:54:22 PM
        🌻mohiulbd🌻

ভাই আমি রংপুর থেকে,আমি ভালো আছি আপনি ভালো আছেন তো?
আমি রাজশাহী চাপাই গিয়েছিলাম সেখানে আপনাদের গ্রাম গুলা ঘুরে ঘুরে দেখেছি আমার অনেক ভালো লাগছে আপনাদের চাপাই, আর আপনাদের কথা গুলা সুনতে অনেক ভাল লাগে,আমার মনে হয়েছে আরও কিছুদিন থাকি, ওকে ভাল থাকেন,,,, ধন্যবাদ আপনাকে,,,
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 03, 2020, 08:46:09 AM

 <-- snip -->

স্টপ-লস অর্ডার হলো একটি টোকেন/কয়েন নির্দিষ্ট দামে পৌঁছে গেলে ক্রয় বা বিক্রয় করার জন্য ব্রোকারের সাথে রাখা অর্ডার।  একটি স্টপ-লস একটি সুরক্ষার অবস্থানে বিনিয়োগকারীদের ক্ষতির সীমাবদ্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে।  আপনি যে টোকেন বা কয়েনটি কিনেছেন তার নীচে 10% এর জন্য স্টপ-লস অর্ডার নির্ধারণ করা আপনার ক্ষতি 10% এর মধ্যে সীমাবদ্ধ করবে, আমি এটাই জানি স্টপ-লস যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে  আপনি একটা পোস্ট করেন এই বিষয়ে, ধন্যবাদ  

Grin Grin আপনার আর @malekbaba এর সকল বিষয় সঠিক এবংএটাতে কোনো সন্দেহ নেই। তবে একটা বিষয় হলো: সকলের মতামত যেমন এক হয় না, তেমনি সকলের কৌশলও একইরকম হয় না। উদাহরণ হিসেবে BitcoinCash SV আর Bitcoin Cash ABC ফোর্ক ( ফোর্ক অথবা হার্ডফোর্ক হচ্ছে একধরনের পদ্ধতি যেখানে একটি নির্দিষ্ট ব্লক সংখ্যার পর ব্লকচেইনটি দুইটি ভাগে ভাগ হয়ে যায়) দুইটার বিষয়টি দেখেন। যারা জানেন না, তাদের জন্য বলতেছি: BitcoinCash SV আর BitcoinCash ABC তৈরির পেছনে দুইজনের দুইটি মতামতের ভিন্নতা কাজ করেছে এবং এইজন্য একই সমস্যা সমাধানের জন্য দুইটি ফোর্ক তৈরি হয়েছে। তবে যারা আসল এনালাইসিস করে তারা শুধুমাত্র "Moving Average" ইন্ডিকেটর দেখে সিদ্ধান্ত নেয় না, এছাড়াও RSI সহ অন্যান্য ইন্ডিকেটরের মাধ্যমে বিশ্লেষণ করার পর সিদ্ধান্ত নেয়। এইজন্য "স্টপ-লসের" আরো কিছু বিষয়/কৌশল আছে, যা ব্যবহার করলে অন্যদের জানি না আমি অত্যন্ত লাভবান হই এবং শুরুদিকে যে বোকামি করতাম , সেটা আর করা হয় না।

একটি গুরুত্বপূর্ণ বিষয়: @Jamalmg আপনি ভালো করে উক্তি করুন। কারণ আপনার উক্তিটি সঠিক হয়নি এবং আপনি একটি উক্তি লিংক সরাতে ভুলে গেছেন। তাই আপনার লেখাটা অনেকে দেখলে মনে করবে , ওটা আমার করা উক্তি। নিচে কোড দিয়ে দিলাম।  Wink
Code:
Wrong Way:
[quote author=Review Master link=topic=631891.msg54920408#msg54920408 date=1596381330]
[quote author=Review Master link=topic=631891.msg54917448#msg54917448 date=1596347189]
  আমার লেখা
[/quote]
আপনার লেখা



Right way:
[quote author=Review Master link=topic=631891.msg54920408#msg54920408 date=1596381330]
  আমার লেখা
[/quote]
আপনার লেখা




jr. member
Activity: 56
Merit: 2
August 03, 2020, 06:14:24 AM
  হাসবো নাকি কাঁদবো, সেটা খুজে পাচ্ছি না। মাফ করবেন @malekbaba , এটি আমি আপনাকে উদ্দেশ্য করে বলি নাই। কারণ "স্টপ-লস" শুনতে যেমন বুঝায়, আসলে তার বাংলা অর্থ অনুযায়ী ভাবলে সেটা ভুল এবং এটি আমার ব্যর্থতা যে যখনই কাউকে "স্টপ-লস" এর কথা বলি, তখনে সকলে এটির উল্টো মানে বুঝে। তাই আমি এর পরবর্তী পোষ্ট করব যে, "স্টপ-লস" কী এবং ট্রেডিং এর কিছু সহজ উপায়, যা মানতে লাভ বেশি না হলেও লস/ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।
স্টপ-লস অর্ডার হলো একটি টোকেন/কয়েন নির্দিষ্ট দামে পৌঁছে গেলে ক্রয় বা বিক্রয় করার জন্য ব্রোকারের সাথে রাখা অর্ডার।  একটি স্টপ-লস একটি সুরক্ষার অবস্থানে বিনিয়োগকারীদের ক্ষতির সীমাবদ্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে।  আপনি যে টোকেন বা কয়েনটি কিনেছেন তার নীচে 10% এর জন্য স্টপ-লস অর্ডার নির্ধারণ করা আপনার ক্ষতি 10% এর মধ্যে সীমাবদ্ধ করবে, আমি এটাই জানি স্টপ-লস যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে  আপনি একটা পোস্ট করেন এই বিষয়ে, ধন্যবাদ  
jr. member
Activity: 252
Merit: 4
August 03, 2020, 05:42:03 AM

<-- snip -->


 ভাল পরামর্শ। কিন্তু কিছু সময়ে স্টপ লস, মুলত লস করাবে। আমরা ভিত হয়ে দাম কমে গেলেই বিক্রি শুরু করি। কিন্তু মনে রাখতে হবে দাম দিমুখি। যা বেড়েছে তা কমবে।  একে বলে কারেকশন। ধরুন আপনি স্টপ লস অপশন এক্টিভেট করে রাখলেন। মেনিপুলেশন বেশি হলে নিমিষেই প্রাইস কমে যাবে এবং হয়ত দাম কারেক্ট হয়ে যেত কিন্তু ততক্ষনে সব বিক্রি হয়ে গেল এবং লস হয়ে গেল। আরেক টি বিষয়। অন লাইনে থেকেই ট্রেড করা ভাল

হাসবো নাকি কাঁদবো, সেটা খুজে পাচ্ছি না। মাফ করবেন @malekbaba , এটি আমি আপনাকে উদ্দেশ্য করে বলি নাই। কারণ "স্টপ-লস" শুনতে যেমন বুঝায়, আসলে তার বাংলা অর্থ অনুযায়ী ভাবলে সেটা ভুল এবং এটি আমার ব্যর্থতা যে যখনই কাউকে "স্টপ-লস" এর কথা বলি, তখনে সকলে এটির উল্টো মানে বুঝে। তাই আমি এর পরবর্তী পোষ্ট করব যে, "স্টপ-লস" কী এবং ট্রেডিং এর কিছু সহজ উপায়, যা মানতে লাভ বেশি না হলেও লস/ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।

মাফ করবেন। আমিও আমার কথা বুঝাইতে পারিনাই। আমি নিজেই উদাহরন দেই? আমি ১০০টাকায় এক্স পরিমান শেয়ার কিন্সি। যার আজ দাম ১২০ টাকা। আমি ১১০ টাকায় স্টপ্ লস এক্টিভেট করলে প্রাইস ১১০ এ নামলেই অটো সেল অরডার চালু হবে।
আমি বলতে চাইসি, দাম হয়ত ১২০ থেকে ১১০ এ নেমে আবার জলদি ১২০ বা আরও বেড়ে যেত। কিন্তু আমার লাভ কমে গেল। হয়ত দাম বাড়বে বলে আমি ৬ মাস অপেক্ষা করেছি। যে সময়, শ্রম গেল, সে অনুযায়ী লাভ না পেলে লস হয়  
আমি স্টপ লস এর নেগাটিভ দিক তা বলসি। ১০০ টাকায় কিনে ১১০ টাকায় সেল করলে লাভ মনে হলেও, সময়টাও জরুরি বিষয়।
ভাই,
আমি আপনার সাথে একমত। আমি মনে করি প্রত্যেক ট্রেড নেওয়ার সময় অবশ্যই স্টপ্ লস লাগানো প্রয়োজন।
legendary
Activity: 1526
Merit: 1026
August 02, 2020, 11:24:05 AM

<-- snip -->


 ভাল পরামর্শ। কিন্তু কিছু সময়ে স্টপ লস, মুলত লস করাবে। আমরা ভিত হয়ে দাম কমে গেলেই বিক্রি শুরু করি। কিন্তু মনে রাখতে হবে দাম দিমুখি। যা বেড়েছে তা কমবে।  একে বলে কারেকশন। ধরুন আপনি স্টপ লস অপশন এক্টিভেট করে রাখলেন। মেনিপুলেশন বেশি হলে নিমিষেই প্রাইস কমে যাবে এবং হয়ত দাম কারেক্ট হয়ে যেত কিন্তু ততক্ষনে সব বিক্রি হয়ে গেল এবং লস হয়ে গেল। আরেক টি বিষয়। অন লাইনে থেকেই ট্রেড করা ভাল

হাসবো নাকি কাঁদবো, সেটা খুজে পাচ্ছি না। মাফ করবেন @malekbaba , এটি আমি আপনাকে উদ্দেশ্য করে বলি নাই। কারণ "স্টপ-লস" শুনতে যেমন বুঝায়, আসলে তার বাংলা অর্থ অনুযায়ী ভাবলে সেটা ভুল এবং এটি আমার ব্যর্থতা যে যখনই কাউকে "স্টপ-লস" এর কথা বলি, তখনে সকলে এটির উল্টো মানে বুঝে। তাই আমি এর পরবর্তী পোষ্ট করব যে, "স্টপ-লস" কী এবং ট্রেডিং এর কিছু সহজ উপায়, যা মানতে লাভ বেশি না হলেও লস/ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।

মাফ করবেন। আমিও আমার কথা বুঝাইতে পারিনাই। আমি নিজেই উদাহরন দেই? আমি ১০০টাকায় এক্স পরিমান শেয়ার কিন্সি। যার আজ দাম ১২০ টাকা। আমি ১১০ টাকায় স্টপ্ লস এক্টিভেট করলে প্রাইস ১১০ এ নামলেই অটো সেল অরডার চালু হবে।
আমি বলতে চাইসি, দাম হয়ত ১২০ থেকে ১১০ এ নেমে আবার জলদি ১২০ বা আরও বেড়ে যেত। কিন্তু আমার লাভ কমে গেল। হয়ত দাম বাড়বে বলে আমি ৬ মাস অপেক্ষা করেছি। যে সময়, শ্রম গেল, সে অনুযায়ী লাভ না পেলে লস হয়  
আমি স্টপ লস এর নেগাটিভ দিক তা বলসি। ১০০ টাকায় কিনে ১১০ টাকায় সেল করলে লাভ মনে হলেও, সময়টাও জরুরি বিষয়।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 02, 2020, 10:15:30 AM

<-- snip -->


 ভাল পরামর্শ। কিন্তু কিছু সময়ে স্টপ লস, মুলত লস করাবে। আমরা ভিত হয়ে দাম কমে গেলেই বিক্রি শুরু করি। কিন্তু মনে রাখতে হবে দাম দিমুখি। যা বেড়েছে তা কমবে।  একে বলে কারেকশন। ধরুন আপনি স্টপ লস অপশন এক্টিভেট করে রাখলেন। মেনিপুলেশন বেশি হলে নিমিষেই প্রাইস কমে যাবে এবং হয়ত দাম কারেক্ট হয়ে যেত কিন্তু ততক্ষনে সব বিক্রি হয়ে গেল এবং লস হয়ে গেল। আরেক টি বিষয়। অন লাইনে থেকেই ট্রেড করা ভাল

হাসবো নাকি কাঁদবো, সেটা খুজে পাচ্ছি না। মাফ করবেন @malekbaba , এটি আমি আপনাকে উদ্দেশ্য করে বলি নাই। কারণ "স্টপ-লস" শুনতে যেমন বুঝায়, আসলে তার বাংলা অর্থ অনুযায়ী ভাবলে সেটা ভুল এবং এটি আমার ব্যর্থতা যে যখনই কাউকে "স্টপ-লস" এর কথা বলি, তখনে সকলে এটির উল্টো মানে বুঝে। তাই আমি এর পরবর্তী পোষ্ট করব যে, "স্টপ-লস" কী এবং ট্রেডিং এর কিছু সহজ উপায়, যা মানতে লাভ বেশি না হলেও লস/ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।
legendary
Activity: 1526
Merit: 1026
August 02, 2020, 10:03:31 AM

<-- snip -->

ইনভেস্টমেন্ট এর কোন ধরা বাধা নিয়ম নাই। বিনিয়োগ অল্প হলে লাভ হয়ত কম হবে। আবার লস হলেও তা হজম করা সহজ হবে এবং পুনরায় ইনভেস্ট করার রাস্তা থাকবে। কিন্তু শুরুতেই কেউ বড়অংকের টাকা ইনভেস্ট করে যদি ধরা খায় তার আগ্রহ হারিয়ে /যাবে। অল্প ইনভেস্ট, অল্প মুনাফা, এই নিয়ম চল্লে নিরাপদ থাকা জায়

আমি সাধারণত ট্রেডিং এর জন্য উপরের বিষয়গুলো বলছি এবং সকলের যেন লাভ হয়, এইজন্য "স্টপ-লস" ব্যবহারের কথা বলছিলাম। "স্টপ-লস" ব্যবহার করলে একটি নির্দিষ্ট মূল্যের নিচে নেমে গেলে অটোমেটিক ট্রেডারের সকল টোকেন/কয়েন সেল হয়ে যাবে । ফলস্বরূপ, ট্রেডারের কম লস হবে এবং একই বিষয়টি আসে টোকেন/কয়েন লাভে সেল করার ক্ষেত্রেও । কারণ অনেক সময় ট্রেডাররা অনলাইনে থাকে না ,কিন্তু কয়েন/টোকেনের মূল্য অনেকটা বৃদ্ধি পায় । তাই এই পদ্ধতি ব্যবহার করা ভালো।  Wink

 ভাল পরামর্শ। কিন্তু কিছু সময়ে স্টপ লস, মুলত লস করাবে। আমরা ভিত হয়ে দাম কমে গেলেই বিক্রি শুরু করি। কিন্তু মনে রাখতে হবে দাম দিমুখি। যা বেড়েছে তা কমবে।  একে বলে কারেকশন। ধরুন আপনি স্টপ লস অপশন এক্টিভেট করে রাখলেন। মেনিপুলেশন বেশি হলে নিমিষেই প্রাইস কমে যাবে এবং হয়ত দাম কারেক্ট হয়ে যেত কিন্তু ততক্ষনে সব বিক্রি হয়ে গেল এবং লস হয়ে গেল। আরেক টি বিষয়। অন লাইনে থেকেই ট্রেড করা ভাল
Jump to: