Author

Topic: বাংলা (Bengali) - page 445. (Read 5724229 times)

legendary
Activity: 1526
Merit: 1026
July 16, 2020, 03:00:33 PM
Ami aj theke notun campaign e join korlam. Apnara try kore dekhte paren. notunder signature campaign e join kora kothin hoye geche. Kintu facebook, twitter soho onnanno social network er jonno bounty kora suru korte paren. onek ta time to fb tei nosto kori amra. apnader kono help lagle bolben.

Bounty hunt er somoy mathay rakhben, joto kaj kora jabe, joto beshi notun project niye involve hoite parben, apni onk kichu sikben. Shudhu lendener bepare carful hoben. Nijer kono Data share korben na. Happy Crypto Living.
jr. member
Activity: 252
Merit: 4
July 15, 2020, 11:42:54 PM
সোহাগ ভাই, আমি আপনার সাথে একমত। এই ভাবে আমাদের সাথে যদি এক্সচেঞ্জ গুলো  প্রতারনা করে তাহলে বান্টি গুলোতে আর কাজ করা যাবে না। আমাদের বাংলাদেশের কমোনিটি দিয়ে যদি এটি কিছুটা নিরসন করা যায় তাহলে একটা পদক্ষেপ নেওয়া উচিত। আপনার মতামত আশা করছি।
jr. member
Activity: 252
Merit: 4
July 15, 2020, 12:22:52 AM
ভাই alik111,
আপনি ঠিক বলেছেন।একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে এতটা ফি কখন গ্রহন করা ঠিক না। বিষেশ করে যারা নতুন তাদের জন্য এটি অনেক বেশী। আপনার রিকমেন্ডটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে, কারন আমি এই Exchange টা ব্যবহার করেছি। আমি সবাই কে অনুরোধ করছি আপনারা এই FTX Exchange ব্যবহার করে দেখতে পারেন।
member
Activity: 362
Merit: 12
July 14, 2020, 12:42:57 PM
কোন কয়েন উওোলন করতে অনেক ফি লাগে LATOKEN এ এত ফি আর কোন এক্সচেন্জারে লাগে বলে আমার মনে হয়না।

XLM=80
Doge 2280
Xrp-25

একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে এতটা ফি কখনোই গ্রহণযোগ্য নয়।
আর এজন্য আমি রিকমেন্ড করব FTX Exchange ব্যবহার করতে। কারণ তাদের কোন উওোলন ফি নেই প্রায় সব কয়েনে।
member
Activity: 385
Merit: 12
July 14, 2020, 12:04:23 PM
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ব্যান করা হলেও এর  ব্যবহারকারী প্রতিদিনই বাড়ছে।প্রথম এই জগতে প্রবেশ করলে সবচেয়ে বড় সমস্যা যা হয় অনেকেই স্ক্যাম এক্সচেন্জ অথবা যেটার রেপোটেশন খারাপ এসব এক্সচেন্জার ব্যবহার  করে।আজ দুটি এক্সচেন্জার এর নাম বলব যেগুলো থেকে ক্রয় বিক্রয় না করাই ভাল।

LATOKEN অনেক স্ক্যাম প্রজেক্টের প্রচারণা চালায় IEO এর মাধ্যমে। পরে দেখা যায় IEO ব্যর্থ হয়। সম্প্রতি  KINGCASINO  প্রজেক্ট স্ক্যাম করেছে।তাদের নামে IEO চালানোর পর এক্সচেন্জ থেকে কয়েন ডিলিস্ট করার অভিযোগ রয়েছে।
Kingcasino turned scam



LATOKEN ফেইক ট্রেডিং ভলিওম দেখায়। BTC.ETH.LTC etc ছাড়া অনেকগুলো Bot ট্রেডিং চালানোর অভিযোগ রয়েছে।

https://bitcoinist.com/coinmarketcap-gives-exposure-to-latoken-crypto-exchange/

কোন কয়েন উওোলন করতে অনেক ফি লাগে LATOKEN এ এত ফি আর কোন এক্সচেন্জারে লাগে বলে আমার মনে হয়না।

XLM=80
Doge 2280
Xrp-25

LAToken স্ক্যাম হওয়া প্রসঙ্গে BITCOINTALK
LA TOKEN IS A SCAM EXCHANGE BEWARE OF THEM

Latoken exchange scam alert


CoinsBit

এই এক্সচেন্জার সবসময় ৪০০-৫০০ ডলারের এয়ারড্রপ চালায়।পরে দেখা যায় যে ১ ডলারও পাওয়া যায় না।সম্প্রতি তারা ৪০০০ ডলারের একটা এয়ারড্রপ  চালাচ্ছে যা খুবই হাস্যকর।

Coinsbit এ kyc ছাড়া উইথড্র করা যায় না।তাছাড়া coinsbit  ইনভেস্টের নামে একটা ponzi scheme খুলে বসেছে।
COINSBIT.IO SCAM EXCHANGE + PONZI SCHEME !!!


Coinsbit  এবং Latoken এই দুইটার নামে bot ট্রেডিং এয়ারড্রপের নামে ফেইক প্রজেক্ট প্রমোট করার অভিযোগ রয়েছে।যেহেতু এই দুটি এক্সচেন্জারের রেপোটেশন  খারাপ এবং Scam এর অভিযোগ রয়েছে তাই এই দুটি এক্সচেন্জার ব্যবহার না করাই ভাল।
newbie
Activity: 1162
Merit: 0
July 14, 2020, 10:51:15 AM
ami notun kew help korben. ami kemne eran korte parboo
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 13, 2020, 09:56:55 PM
এখন যদি বিটকয়েন মাইন করতে কী চায় তাহলে কেমন কম্পিউটার বিল্ড লাগবে? শুনলাম ২০২৫ এ নাকি বিট কয়েন ম্যাক্সিমাম সাপ্লাই রিচ করবে,কতটুকু সত্য?
চিপিইউ দিয়ে মাইনিং করতে পারবেন না। সেটা অনেক আগে সম্ভব ছিল। এখন মাইনিং এ অনেক বেশি পাওয়ারফুল রিসোর্স লাগে। বিটকয়েন মাইন করার জন্যে আলাদা ডিভাইস আছে। উদাহরণস্বরুপ- https://www.bitmain.com

https://www.nicehash.com এ গিয়ে বিভিন্ন মাইনার এর মডেল দিয়ে দেখতে পারেন কোন মাইনার কতটুকু প্রফিটেবল।

বিটকয়েন এর সর্বোচ্চ সাপ্লাই হতে ২১৪০ সাল পর্যন্ত লাগবে। আপনি বিটকয়েন ব্লক রিওয়ার্ড হিসাব করলে নিজেও বের করতে পারবেন সেটা।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
July 13, 2020, 09:23:46 AM
এখন যদি বিটকয়েন মাইন করতে কী চায় তাহলে কেমন কম্পিউটার বিল্ড লাগবে? শুনলাম ২০২৫ এ নাকি বিট কয়েন ম্যাক্সিমাম সাপ্লাই রিচ করবে,কতটুকু সত্য?

বিটকয়েন মাইনিং এর ক্ষেত্রে আপনি যত পাওয়ারফুল সেটাপ ব্যবহার করবেন মাইনিং তত বেশি হবে। আমার এত বেশি ধারনা নেই এই সম্পর্কে তবুও গুগোল করে এই লিঙ্ক টা পেলাম আপনি বিস্তারিত দেখতে পারেন এখানেঃ https://www.pcgamebenchmark.com/bitcoin-mining-tycoon-system-requirements

আর আমার সাজেশন থাকবে বিটকয়েন মাইনিং সম্পর্কে বিস্তারিত জানতে এই ফোরামের মাইনিং বোর্ডে ইংরেজি তে পোস্ট করুন ভালো উত্তর পাবেন।

আপনার ২য় প্রশ্নের সঠিক উত্তর কেউ এখনো শতভাগ আশ্বাস দিয়ে দিতে পারবেনা। তবে অনলাইনের বেশিরভাগ জায়গায় প্রচলিত তথ্য অনুযায়ী বিটকয়েন এর ম্যাক্সিমাম সাপ্লাই রিচ করবে ২১৪০ সালে। তবে তা ১০০% সত্যি কিনা এই সম্পর্কে কেউ বলতে পারবেনা।

বিদ্রঃ সকল তথ্য গুগোল এর সাহায্য নিয়ে বলা তাই আমি ১০০% সঠিক নাও হতে পারি।

full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
July 13, 2020, 09:14:10 AM
আমি নতুন আমারে কেউ হেল্প করুন 

ভালো এয়ারডোপ এবং বাউন্টি কথায় পাবো

আমি বিটককয়েনে সম্পুর্ণ নতুন।
আমি কিভাবে কাজ করবো
প্লিজ কেও হেল্প করেন

আপনি আজকে এখানে জয়েন করেছেন । পোস্ট দেখে যতটুকু মনেহল জয়েন করার পর এখনো এই ফোরামের কোনো রুলস পড়েন নাই আপনি। তাই আপনার প্রতি আমার প্রথম সাজেশন থাকবে পোস্ট করার আগে ফোরামের রুলস গুলো আগে পড়ে নেন এখান থেকেঃ  Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ

দ্বিতীয়ত, এই ফোরামে যদি আপনি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি করার জন্য জয়েন করে থাকেন তাহলে আমি বলব শুধু শুধু এই লাইনে সময় অপচয় না করে অন্য কোথাও চেষ্টা করুন। বিটকয়েনটক সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টটি দেখতে পারেন। বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্ব-০১

 আপনি যেভাবে ছোট ছোট এক লাইনের পোস্ট করছেন তা করা থেকে বিরত যদি না থাকেন তাহলে আপনার আইডি এখানে বেশিদিন টিকবে না।
newbie
Activity: 34
Merit: 0
July 12, 2020, 12:36:54 PM
এখন যদি বিটকয়েন মাইন করতে কী চায় তাহলে কেমন কম্পিউটার বিল্ড লাগবে? শুনলাম ২০২৫ এ নাকি বিট কয়েন ম্যাক্সিমাম সাপ্লাই রিচ করবে,কতটুকু সত্য?
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 12, 2020, 05:56:53 AM
 
<--snip-->

আপনার সকল কথা ঠিক আছে কিন্তু যেসব কারণে বাউন্টিতে জয়েন করা যাবে না সে সেই সব কিছু বললে ভালো হয় যেমন দুইটা আইডি দিয়ে জয়েন হলে, আইডিতে রেড ট্রাসট থাকলে! আর দেখে তো মনে হচ্ছে আপনি নিজেই নতুন অথবা এটা আপনার দুইনাম্বার আইডি! কারন এইটা ছাড়া আপনার এতো কিছু জানার কথা না!
ঠিক বলেছেন , এই বিষয়গুলো সকলের মেনে চলা উচিত। আর একটি বিষয় মাথায় রাখবেন, "চোরের দশদিন তো গেরস্তের একদিনই যথেষ্ট"। এই বিষয়টি নিয়ে এর আগে অনেকবার বলা হয়েছে যে, ফোরামে মাল্টি একাউন্ট ব্যবহারের অনুমতি থাকলেও স্প্যাম করা যাবে না এবং একের অধিক একাউন্ট দিয়ে একটিমাত্র বাউন্টতে যোগদান করা যাবে না। আর একটি বিষয় লক্ষ্য করলাম যে, অনেক বাংলাদেশি নতুন একউন্ট খুলে এখানে এসে স্প্যাম পোষ্ট করতেছে এবং মেরিটের জন্য পূর্ববর্তী পোষ্টের রিমেকGrin তৈরি করতেছে  , যেটি এখানে কখনোই কাম্য নয়। যদি পারেন নতুন কোনো একটি বিষয় নিয়ে পোষ্ট করুন , আর যদি পূর্ববর্তী পোষ্টের নতুন ভার্সন তৈরি করবেন তাহলে খারাপ না লিখে আগের পোষ্টের তুলনায় ভালো লেখুন। তাহলে মেরিটও পাবেন এবং আপনার মর্যাদাও বাড়বে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 12, 2020, 05:47:21 AM
সবাইকি এই ফোরামে সোস্যাল এবং সিগনেচার বাউন্টি করেই ইনকমা করতে চাচ্ছেন?  যদি শুধু এটাই টার্গেট থাকে তাহলে আপনার ধারনা ভুল। বাউন্টি ছাড়াও এখানে আপনার আপনার স্কিল এবংং সার্ভিস সেল করেও অনেক টাকা ইনকাম করতে পারেন। যদি আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহ থাকে তাহলে আমাকে জানান আমি বিস্তারিত লিখব।       
বিদ্রঃ অব্যশই আপনার স্কিল গুলো এবং সার্ভিস সম্পর্কে জানাতে ভুলবেন না।
আপনি যে বিষয়টি তুলে ধরেছেন , সেটি সকলের জন্য ভালো হবে, কারণ এখনকার সকল বাউন্টি প্রায় স্ক্যাম বলা যায় এবং কোনো লাভ হয় না ,শুধমাত্র সময় নষ্ট করা হয়। আপনি এই বিষয়ে যদি পোষ্ট লেখেন তাহলে একটি বিষয় মাথায় রাখবেন আর সেটি হলো এখানকার যত বাংলাদেশি বাউন্টিতে কাজ করা ব্যবহারকারী আছেন, তাদের ৯০% এর কম্পিউটার কিংবা ল্যাপটপ নেই এবং যাদের আছে তাদের ডিভাইসগুলো বেশিচাপ সহ্য করতে পারবে না । এককথায় লো-ইন্ড কম্পিউটার কিংবা ল্যাপটপ ( আমারটাও লো-ইন্ড কম্পিউটার) । তাই সকল ব্যবহারকারীর কথা মাথায় রেখে , তারা যেসব সার্ভিস মোবাইল দিয়ে করতে পারবে সেইসব সার্ভিসের উপর বেশি করে লেখবেন কিংবা গুরুত্ব দিবেন।

নোট: আমি ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া প্রোফাইল ও টেলিগ্রাম ম্যানেজমেন্টের কাজ জানি , এই বিষয়ে বিস্তারিত লেখতে পারেন।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
July 12, 2020, 05:02:31 AM
সবাইকি এই ফোরামে সোস্যাল এবং সিগনেচার বাউন্টি করেই ইনকমা করতে চাচ্ছেন?  যদি শুধু এটাই টার্গেট থাকে তাহলে আপনার ধারনা ভুল। বাউন্টি ছাড়াও এখানে আপনার আপনার স্কিল এবংং সার্ভিস সেল করেও অনেক টাকা ইনকাম করতে পারেন। যদি আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহ থাকে তাহলে আমাকে জানান আমি বিস্তারিত লিখব।       
বিদ্রঃ অব্যশই আপনার স্কিল গুলো এবং সার্ভিস সম্পর্কে জানাতে ভুলবেন না।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
July 11, 2020, 02:22:01 PM
Sorry for the long post.Ar ami ki ai forum e Banglish likte parbo Ami Bangla likhte onek problem face kori.
বাংলিশে লিখতে পারেন, তবে খুব অসুবিধে না হলে বাংলা হরফে লেখাই কাম্য। Desktop/Laptop থেকে BitcoinTalk access করলে  https://www.google.com/intl/bn/inputtools/try/ ব্যবহার করতে পারেন। আর Mobile Phone এ Android OS হলে Gboard settings থেকে বাংলা add করে নিতে পারেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 11, 2020, 03:27:54 AM
যারা বিটিসি সেল দিতে চাচ্ছেন, তাদের জন্য- https://bitcointalksearch.org/topic/sell-bitcoin-in-bangladesh-buying-btc-for-bdt-bangladeshi-taka-98tk-per-usd-5251387
আমি নিয়মিত বিটিসি কিনে থাকি। আপনারা যদি সেল দিতে চান আমার উপরোক্ত দেয়া থ্রেডে পোস্ট করুন অথবা আমাকে মেসেজ দিন। টেলিগ্রামে দেয়া মেসেজ এর রিপ্লাই পাবেন না।
newbie
Activity: 3
Merit: 0
July 08, 2020, 09:55:40 PM
                           বাউন্টি বিষয়ক

এইখানে আমার মতো অনেক নতুন ভাইয়েরা এসে প্রশ্ন করে ভাই বাউন্টি করে কেমনে বা
 বাউন্টি কি

তাদের উদ্দেশ্য বলছি ।

বাউন্টি হলো  এক ধরনের মার্কেটিং ।প্রথমত বাউন্টি করার জন্য আপনার সোশ্যাল মিডিয়ার একাউন্ট প্রয়োজন হবে ।বিটকয়েনটক বা ক্রিপ্ট্রোকারেন্সিরিলেটেড ফোরামে যেহতু আছেন সেহতু জানেন যেসব

একাউন্টের প্রয়োজন ।বিটকয়েনটকে যেমন মেরিট ও একটিভিটির খুবই গুরত্বপৃরর্ণ্ তেমন সোশ্যাল মিডিয়ার  একাউন্ট র‌্যাঙ্ক বাড়ানো টা জরুরি ।কারণ একটিভিটির উপরও কিন্তু কাজের  ফল নির্ভর করে থাকে যেমন রেডিটে পোস্ট  এবং কমেন্ট করার ফলে কিন্তু  কারমা বাড়ে  তেমন বিটকয়েনটকে পোস্ট এবং কমেন্ট  করার ম্যাধমে একটিভিটি বাড়ে ।

বাউন্টিতে যেসব কাজ থাকতে পারে তা আপনার বাউন্টি পোস্টে  লেখা থাকে আপনাকে কি কি কাজ করতে হবে ।

বাউন্টিতে যে ধরনের কাজ থাকে তা হচ্ছে :

কিছু সোশ্যাল মিডিয়ায় পারটিসিপেট করতে বলে তার মধ্যে  যেমন

১.    টুইটারে  রিটুইট করা এবং অনেক বাউন্টি বলা হয় নিজের থেকে ওই প্রযেক্ট সমন্ধে কিছু টুইট করা 
যেটা অন টুইট  বা কমেন্ট ।

২.    ফেসবুকে  শেয়ার এবং টুইটারে মতো নিজস্ব পোস্ট এবং কমেন্ট করা লাগে ।

৩.   লিংকেডইনে  শেয়ার এবং টুইটারে মতো নিজস্ব পোস্ট এবং কমেন্ট করা ।

৪.    স্টিমিট  আপভোট এবং রিস্টিমেট ।

৫.    ইনস্ট্রাগ্রামে  লাইক ও কমেন্ট ।

৬.    রেডিট  কমেন্ট এবং শেয়ার ।

৭.    আর্টীকেল ।

৮..    ট্র্যান্সলেট ।

৯.    এবং সিগনেচার   (জুনিয়র মেম্বার হওয়া লাগবে)

তবে প্রজেক্ট ভালোভাবে পড়ে নিবেন এক  এক প্রজেক্টে এক এক কাজ চাইতে পারে ।

কোন কোন প্রজেক্টে কি চাইবে তাদের বাউন্টি পোস্টে উল্লেখ থাকবে  ।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 07, 2020, 10:09:53 PM
ট্রেডিং করার জন্য ডিকইন ইক্সচ্নেজার কেমন হবে।
ভালো না বলা চলে। আপনি ওই এক্সচেঞ্জ কেন ব্যবহার করবেন? বাইন্যান্স, কুকয়েন এই দুইটা এক্সচেঞ্জ আমি প্রেফার করি। এই দুই এক্সচেঞ্জে কি আপনি যে কয়েন ট্রেড করতে চাচ্ছেন সেটা নেই?

আমি মনে করি আপনি অবগত আছেন যে বিটকয়েনটক ফরামের অনেক ক্ষেত্রে শিদ্ধান্ত নেয়া হয়ে থাকে অটোমেশন পদ্ধতির মাধ্যমে
কোন সিদ্ধান্ত অটোমেশনে নেয়া হয়? আমার জানা নেই। সব ডিসিশন ম্যানুয়ালি নেয়া হয়। এডমিন/মডারেটর চেক করে তারপর সিদ্ধান্ত নেয়। তাছাড়া ছবির ক্ষেত্রে সোর্স যুক্ত করা বাধ্যতামূলক নয়।
newbie
Activity: 19
Merit: 0
July 07, 2020, 07:38:42 PM
ট্রেডিং করার জন্য ডিকইন ইক্সচ্নেজার কেমন হবে।
member
Activity: 868
Merit: 15
July 07, 2020, 12:19:11 AM
Sorry for the long post.Ar ami ki ai forum e Banglish likte parbo Ami Bangla likhte onek problem face kori.
~

~
ধন্যবাদ @Salauddin1994 এই বিষয়টি বলার জন্য। কিন্তু আপনার ও সকলের অবগতির জন্য বলব যে, উক্ত ছবিটি আমার নিজের কম্পিউটারের "Snipping Tool" সফটওয়্যার ব্যবহার করে স্ক্রিনশট নেয়ার পর অতিরিক্ত অংশ ক্রপ করে বাদ দিয়েছি। তার প্রমাণ হিসেবে আপনি ছবিটির ডানদিকের প্রস্থ বরাবর লক্ষ্য করুন, তাহলে দেখবেন যে কিছু হলুদ ও নীল রং রয়েছে, যা আমার গুগল স্প্রেডশিটের কলামের রং (আমি স্প্রেডশিটে কাজ করার সময় স্ক্রিনশটটি নিয়েছি)। আর আমি কপিরাইট কিংবা প্লেজারিজম সম্পর্কে জানি এবং সর্বাত্নক মানার চেষ্টা করি । এইজন্য আমি অন্যকোনো সোর্স থেকে কোনোকিছু আমার পোষ্টে লেখলে সেখানে অবশ্যই ক্রেডিট দেই। তবে আপনাকে আবার ধন্যবাদ জানাই সকলের জন্য বিষয়টি তুলে ধরার জন্য।  Wink Cheesy

আমি মনে করি আপনি অবগত আছেন যে বিটকয়েনটক ফরামের অনেক ক্ষেত্রে শিদ্ধান্ত নেয়া হয়ে থাকে অটোমেশন পদ্ধতির মাধ্যমে,  আর আপনি যেহেতু ছবিটির পুর্ণ মালিকানা দাবি করতে পারবেন না সেক্ষেত্রে আমি আপনাকে শুধুমাত্র একটি নুন্যতম সোর্স ব্যাবহার করার জন্যে বলেছিলাম, যদি কোনো কারন বা ভুল বসত অটোমেশন পদ্ধতির মাধ্যমে কোনো ধরনের সমস্যা হয় তাহলে সেটার সমাধান একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দ্বাড়াবে তাই বিষয় গুলা নিয়ে সতর্ক থাকা অনেক জরুরী। ধন্যবাদ।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 06, 2020, 11:38:23 PM
Sorry for the long post.Ar ami ki ai forum e Banglish likte parbo Ami Bangla likhte onek problem face kori.
~

@Review_Master আপনাকে ধন্যবাদ খুব সুন্দর করে সবসময় তথ্যবহুল পোস্ট করে সাহায্য করার জন্যে, কিন্ত কিছু বিষয় মনে রাখা জরুরী যেমন কোনো ছবি বা কোনো পোস্ট যদি আপনার না হয় তাহলে অবসশই "quote" করে পোস্ট করতে হবে এছারা আপনার পরোবর্তিতে  সমস্যা হতে পারে যেহেতু অন্যের তথ্য ব্যবহার করলে কোনো সোর্স লিঙ্ক বা "quote" না করলে সেটা প্যালগোরাইজ হিসেবে গন্য করা হয়, আশা করি পরবর্তিতে পোস্ট করার সময়  একটু সতর্কতার সাথে পোস্ট করবেন আশা করি সামনে ভালো কিছু করতে পারেবেন, শুভ কামনা রইল।

ধন্যবাদ @Salauddin1994 এই বিষয়টি বলার জন্য। কিন্তু আপনার ও সকলের অবগতির জন্য বলব যে, উক্ত ছবিটি আমার নিজের কম্পিউটারের "Snipping Tool" সফটওয়্যার ব্যবহার করে স্ক্রিনশট নেয়ার পর অতিরিক্ত অংশ ক্রপ করে বাদ দিয়েছি। তার প্রমাণ হিসেবে আপনি ছবিটির ডানদিকের প্রস্থ বরাবর লক্ষ্য করুন, তাহলে দেখবেন যে কিছু হলুদ ও নীল রং রয়েছে, যা আমার গুগল স্প্রেডশিটের কলামের রং (আমি স্প্রেডশিটে কাজ করার সময় স্ক্রিনশটটি নিয়েছি)। আর আমি কপিরাইট কিংবা প্লেজারিজম সম্পর্কে জানি এবং সর্বাত্নক মানার চেষ্টা করি । এইজন্য আমি অন্যকোনো সোর্স থেকে কোনোকিছু আমার পোষ্টে লেখলে সেখানে অবশ্যই ক্রেডিট দেই। তবে আপনাকে আবার ধন্যবাদ জানাই সকলের জন্য বিষয়টি তুলে ধরার জন্য।  Wink Cheesy
Jump to: