আমরা কিভাবে সাসপেন্ট থেকে বাছতে পারবো, তাছারা আমরা সবাই জানি বিটকয়েনটক একটি বড় ফোরাম এবং কমিউনিটি ও খুব মজবুদ,
তা্ই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কোন প্রকার সাসপেন্ট না হয়।
ভাই খুব ভাল প্রশ্ন করেছেন। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যেন আমাদের আইডি সাসপেন্ড না হয় এবং রেড ট্রাস্ট যেন না পায়।
১. আপনি যদি অন ফোরাম গিভওয়ে থ্রেডে জয়েন হন তবে আপনার আইডি সাসপেন্ড হতে পারে। তবে যেসব গিভওয়ে থ্রেডে ফর্ম বা টোলিগ্রামের মাধ্যমে জয়েন হওয়া যায় সেগুলোতে জয়েন হলে কিছু হবে না।
Giveaway threads are not allowed ২। কোন পোস্ট বা রির্পোট অন্য কারো থেকে কপি করলে।
আমি এখানে নেগেটিভ ট্রাস্ট পাওয়ারও কিছু কারন তুলে ধরছি....
১। আপনার Alt একাউন্টের মধ্যে মেরিট শেয়ার করলে।
২। একই বাউন্টিতে মাল্টিপল আইডি দিয়ে জয়েন হলে।
৩। আপনারা দেখবেন অনেক বাউন্টি ম্যানেজার নিজেই নেগেটিভ ট্রাস্ট পাওয়া। যে বাউন্টির জন্য ওই ম্যানেজার নেগেটিভ ট্রাস্ট পেয়েছে ওই বাউন্টিতে জয়েন হবেন না। যারা জয়েন হবে তাদের সবার নেগেটিভ ট্রাস্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
৪। অনেক সময় বাউন্টি ক্যাম্পেইন শেষ হয়ে যাবার পর ওই বাউন্টিতে অনেকে প্রুফ পোস্ট বা রির্পোট পোস্ট করছেন। ফলে বুট অথবা একাউন্ট ফার্মিং অভিযোগ এনে নেগেটিভ ট্রাস্ট দিচ্ছে।
৫। ফোরামে মাল্টিপল আইডি চালানোর অনুমতি আছে। তবে আপনার কোন আইডি যদি ব্যান হয়ে যায় তবে বাকি আইডি অটোব্যান হয়ে যাবে।
একে Ban evasion বলে।
৬। একাউন্ট কেনা বেচা করলে। একাউন্ট কেনা বেচা করে একই সাথে ইমেল এবং পাসওয়ার্ড পরিবর্তন করলে।
এছাড়াও ফোরামের নিয়ম কানুন ভঙ্গ করলে নেগেটিভ ট্রাস্ট এমনকি একাউন্ট ব্যানও হতে পারে।
ফোরামের নিয়ম কানুনগুলো ভালো করে জানার জন্য নিচের দুইটা টপিক খুব ভালো করে পড়ুন। এতে আপনি ফোরাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।
1.
Newbies - Read before posting2.
Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ