Author

Topic: বাংলা (Bengali) - page 445. (Read 5299438 times)

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 25, 2020, 12:20:08 AM
বাউনটি  সিগেনসার কামপিং কি কি করতে হয় ।
বিটিসিতে পেমেন্ট দেয় এমন সিগেনচার ক্যামপেইনের জন্য এই বোর্ডটি ঘুরে আসুন: https://bitcointalk.org/index.php?board=198.0
সিগেনচার ক্যামপেইনের জন্য অবশ্যই আপনাকে Member/Full Member হতে হবে। প্রত্যেকটি সিগনেচার ক্যাম্পেইনের কিছু নিয়ম থাকে, যেমন: আপনাকে প্রতি সপ্তাহে সর্বনিম্ন ১০-১৫ টি গঠনমূলক পোষ্ট করতে হবে এবং সেটি বাউন্টি সেকশনে পোষ্ট করলে গ্রহণযোগ্য হবে না। এইজন্য অবশ্যই আপনাকে উল্রিখিত বোর্ডগুলোতে ভালো ও গুনগতমানের পোষ্ট লিখতে হবে বা অন্যদের সাথে গুরুত্বপূর্ণ তথ্য ভাগাভাগি করতে হবে। এতে যদি কেউ আপনার পোষ্টটি পছন্দ করে বা একমত পোষণ করে তাহলে আপনাকে মেরিটও দিতে পারে।

এখন রেঙ্ক বৃদ্ধির বিষয়টির জন্য শুধু মেরিট হলেই আপনার রেঙ্ক বাড়বে না, মেরিটের পাশাপাশি আপনাকে অবশ্যই কিছু এ্যাকটিভিটি পয়েন্ট থাকতে হবে। এটি বুঝতে নিচের অংশটি দেখুন।
র‍্যাংকমেরিটএক্টিভিটি
জুনিয়র মেম্বার০১৩০
মেম্বার১০৬০
ফুল মেম্বার১০০১২০
সিনিয়র মেম্বার২৫০২৪০
হিরো মেম্বার৫০০৪৮০
লিজেন্ডারি মেম্বার১০০০৭৭৫-১০৩০

সকলে বাড়িতে থাকুন , সুস্থ থাকুন।
jr. member
Activity: 616
Merit: 1
April 23, 2020, 11:42:28 PM
বাউনটি  সিগেনসার কামপিং কি কি করতে হয় ।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 23, 2020, 11:29:56 AM
আমি সপ্তাহে যদি দুইটি বা তিনটি রিপিলাই পোস্ট করি  ।
তাহে আমার একাউন্ট কি বান্ড হওয়া থেকে বাঁচবে কি।
আর বাউনটি কাজ ও এর মাঝে  করে যাব । তাহলে কি বান্ড হবে না।
আপনার একাউন্ট ব্যান হবে যদি বাউন্টি বোর্ডের নিয়মকানুন অমান্য করেন এবং অপ্রসাঙ্গিক পোষ্ট করেন। নিয়মকানুন এইজন্য শুরুতেই পড়ুন এবং অপ্রসাঙ্গিক পোষ্ট করা থেকে দুরে থাকুন। এই পোষ্টটি পড়ে দেখতে পারেন , তাহলে ভালো ধারণা পাবেন: https://bitcointalksearch.org/topic/users-posting-joined-type-posts-when-not-required-or-allowed-will-be-banned-2284371

মেরিট কি ভাবে পাব। আর মেরিট পাইলে লাভ কি।
প্রথমত মেরিট ভালো ও মানসম্মত পোষ্ট করার মাধ্যমে পেতে পারেন । এছাড়াও কোনো পোষ্টে আপনার মতামত যদি অন্য কারো কাছে ভালো লাগে , তাহলে মেরিট পেতে পারেন। দ্বিতীয়ত, মেরিট যদি পান ,তাহলে আপনার রেঙ্ক বাড়বে, আর বেশি রেঙ্কের ব্যবহারকারী হলে আপনি সিগনেচার ক্যাম্পেইনে যোগদানের মাধ্যমে ভালো ইনকাম করতে পারবেন । এছাড়াও যারা নুতুন যোগদান করবে , তাদের সহযোগিতা করতে পারবেন।

বিটকইনটলক আমরা বাংলা পোস্ট করতেছি এতে কি একাউন্ট বান্ড
হবে কি।
মানসম্মত পোষ্ট করলে একাউন্ট ব্যান হবে না। Smiley

আর  বিটকইনটলক বড় পোস্টে কি শুবিধা।
আর ছোট পোস্টে কি কি সমস্যা হয় ।
কোনো ধরনের পার্থক্য আমার দৃষ্টিতে নেই। কারণ বড় পোষ্টগুলো সাধারণত কোনো একটি বিষয় নিয়ে বিশদ আলোচনা বা বিবরণ দেয়া থাকে। আর ছোট পোষ্টগুলোতে বর্তমান সময়ের যেকোনো একটি বিষয় নিয়ে একজন পোষ্ট করে অন্যদের কাছে মতামত জানতে চায় এবং অন্য ব্যবহারকারীরা সেই পোষ্টিতে তাদের মতামত জানায়।

সকলে বাড়িতে থাকুন , সুস্থ থাকুন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 23, 2020, 11:16:01 AM
বিটকয়েন্টক নতুন একাউন্ট খুলেছি নতুনভাবে কাজ করার জন্য যাতে আমার একাউন্টে রেঙ্ক বৃদ্ধি করতে পারি| আপনারা যারা পুরাতন রয়েছেন তারা যদি একটু হেল্প করতেন তাহলে আমি সঠিকভাবে কাজগুলো করতে পারতাম?
নুতুন একাউন্ট খুলেছেন , এতে কোনো সমস্যা নেই যদি আপনি বিটকয়েনটক ফোরামের সকল নিয়মকানুন মেনে চলছেন। কখনোই নিয়মের অমান্য করবেন না এবং নিজে যদি ভালো কোনো তথ্য জানেন যেটি ফোরামে পোষ্ট হয়নি, সেটি পোষ্ট করার মাধ্যমে অন্যদের সাথে তথ্য বিনিময় করুন। এছাড়াও যদি কোনো বিষয় ( "ফোরামে নুতুন , কী করব এখন" এমন প্রশ্নের উত্তর অনেক বার বলা হয়েছে । তাই একটু পূর্ববর্তী পোষ্টগুলো পড়ার চেষ্টা করুন।) জানতে ইচ্ছা করে, তাহলে প্রশ্ন করুন। যেসব ফোরাম ব্যবহারকারী এই বিষয়টি জানে তারা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিবে। আপনি ভালো ও মানসম্মত পোষ্ট করার মাধ্যমে রেঙ্ক বৃদ্ধি করতে পারবেন। আর যেকোনো পোষ্ট করার পূর্বে অবশ্যই যাচাই করুন যে, পোষ্টটি এর পূর্বে ফোরামে প্রকাশ করা হয়েছে কী না।

সকলে বাড়িতে থাকুন , সুস্থ থাকুন।
newbie
Activity: 18
Merit: 0
April 23, 2020, 10:24:22 AM
বিটকয়েন্টক নতুন একাউন্ট খুলেছি নতুনভাবে কাজ করার জন্য যাতে আমার একাউন্টে রেঙ্ক বৃদ্ধি করতে পারি| আপনারা যারা পুরাতন রয়েছেন তারা যদি একটু হেল্প করতেন তাহলে আমি সঠিকভাবে কাজগুলো করতে পারতাম?
jr. member
Activity: 616
Merit: 1
April 23, 2020, 07:34:41 AM
মেরিট কি ভাবে পাব। আর মেরিট পাইলে লাভ কি।
বিটকইনটলক আমরা বাংলা পোস্ট করতেছি এতে কি একাউন্ট বান্ড
হবে কি। আর  বিটকইনটলক বড় পোস্টে কি শুবিধা।
আর ছোট পোস্টে কি কি সমস্যা হয় ।
jr. member
Activity: 616
Merit: 1
April 23, 2020, 07:23:14 AM
আমি সপ্তাহে যদি দুইটি বা তিনটি রিপিলাই পোস্ট করি  ।
তাহে আমার একাউন্ট কি বান্ড হওয়া থেকে বাঁচবে কি।
আর বাউনটি কাজ ও এর মাঝে  করে যাব । তাহলে কি বান্ড হবে না।
jr. member
Activity: 616
Merit: 1
April 22, 2020, 02:32:37 PM
বিটকইনটক  এ কি ভাবে নিজের একাউন্ট বান্ড হওয়া বাঁচাব।
আর কি কি ভাবে বিটকইনটক এ রাংক বারাব ।
বাউনটি রিপোর্ট জমা দিলে এত একাউন্ট বান্ড কানো করে।
newbie
Activity: 513
Merit: 0
April 22, 2020, 08:22:51 AM
বিটকয়েনটক এ ফুল মেম্বার কিভাবে তৈরী করবো
newbie
Activity: 513
Merit: 0
April 22, 2020, 01:13:31 AM
বিটকয়েনটক একাউন্ড কেন সাসপেন্ট হয়, সাসপেন্ট থেকে বাচার উপায় কি?
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 20, 2020, 10:07:48 AM
ফোরামে মাল্টিপল আইডি চালানোর অনুমতি আছে। তবে আপনার কোন আইডি যদি ব্যান হয়ে যায় তবে বাকি আইডি অটোব্যান হয়ে যাবে।
একে Ban evasion বলে।

অনেক ধন্যবাদ এত সুন্দর করে বিষয়টা জানানোর জন্য। কিন্তু আপনি নিজে যে ব্যান অমান্য করে বিভিন্ন চাতুরীর মাধ্যমে এখাধিক একাউন্ট ব্যবহার করছেন তার জন্য কি বলবেন?
রেফারেন্সঃ
অন্যদেরকে অনুপ্রেরণা দেয়া সত্যি মহৎ কাজ কিন্তু দয়া করে সবাই যদি একটু সততা নিয়ে এই কমিউনিটিতে অন্যকে সাহায্য করি তাইলে আমাদের দেশের অন্যরা কাকাতুয়ার মত বিশাল চোর-বাটপার হবার অনুপ্রেরণা পাবে না।
@rumu এবং @ZaraCB যে একজন হোল্ড করে, সেটি তার ইথিরিয়াম এড্রেস পাবলিক করার পর বুঝতে পেরেছিলাম । কিন্তু কোনো উদ্যোগ নেই নি, কারণ অযথা বিবাদ সৃষ্টি করা আমার জন্য কিছুটা বিপদের/রিস্কের (কারণ কমিউনিটির অনেকে আমার সত্যিকারের পরিচয় জানেন) হবে। কিন্তু আপনি এই বিষয়টি তুলে ধরেছেন , এতে খুশি হয়েছি। এখন থেকে কাউকে মেরিট দেয়ার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে। যাই হোক, আপনার স্ক্যাম বাস্টিং কাজের জন্য শুভকামনা রইল। কাকাতুয়া বাংলাদেশিদের জন্য সত্যিই লজ্জার কারণ। এর থেকে বেশি আমার বলার কিছু নেই। যদিও আমি তার কিছু বাউন্টিতে কাজ করেছি। শেষ Clickgem বাউন্টিতে কাজ করি, যেটাতে ভন্ডামির কাহিনী অবশ্য তুলে ধরেছেন।
member
Activity: 1358
Merit: 10
www.cd3d.app
April 20, 2020, 09:12:01 AM

আমার বাংলাদেশী ভাই এবং বন্ধুরা যারা বিটকয়েন্টক কে একাউন্ট করেছেন তাদের সবার কাছে আমার একটা অনুরোধ এটা আমার প্রথম পোস্ট বিটকয়েন্টক বাংলাতে যদি আমার কোন ভুল হয়ে থাকে সে ক্ষেত্রে আমাকে দেখে দেবেন যে আমার এখানে ভুল হচ্ছে
 আমি 2017 সাল থেকে এয়ারড্রপ ক্যাম্পেইন গুলোতে কাজ করে আসছি কিন্তু বন্টি প্লাটফর্ম গুলোতে ওই হয়ে কাজ করা হয়নি তো আমি এখন চাচ্ছি যে এয়ারর্ড্রপ গুলোতে ইনকাম খুবই কম হয় সেই তুলনায় আমি যদি বন্টি প্লাটফর্ম গুলোতে কাজ করা শুরু করি আমার ইনকামটা বৃদ্ধি পাবে আশা করি
ভাই আমি ২০১৭ সালের অক্টোবর থেকে বিটকয়েন্টক এ কাজ করি। বাউন্টি করে ২০১৭, ২০১৮ সালে প্রচুর ইনকাম হতো। বর্তমানে বাউন্টি থেকে এয়ারর্ড্রপ গুলোর মতোই ইনকাম খুবই কম হয়। বেশীর ভাগ বাউন্টিই সাকসেস হচ্ছে না। বিনিয়োগকরীরা হাত গুটিয়ে বসে আছে। এর মধ্যে সারা বিশ্ব করোনা ভাইরাস মহামরীতে আক্লান্ত।
sr. member
Activity: 565
Merit: 268
Remember who u are, what u are & who you represent
April 20, 2020, 08:41:52 AM
ফোরামে মাল্টিপল আইডি চালানোর অনুমতি আছে। তবে আপনার কোন আইডি যদি ব্যান হয়ে যায় তবে বাকি আইডি অটোব্যান হয়ে যাবে।
একে Ban evasion বলে।

অনেক ধন্যবাদ এত সুন্দর করে বিষয়টা জানানোর জন্য। কিন্তু আপনি নিজে যে ব্যান অমান্য করে বিভিন্ন চাতুরীর মাধ্যমে এখাধিক একাউন্ট ব্যবহার করছেন তার জন্য কি বলবেন?
রেফারেন্সঃ
অন্যদেরকে অনুপ্রেরণা দেয়া সত্যি মহৎ কাজ কিন্তু দয়া করে সবাই যদি একটু সততা নিয়ে এই কমিউনিটিতে অন্যকে সাহায্য করি তাইলে আমাদের দেশের অন্যরা কাকাতুয়ার মত বিশাল চোর-বাটপার হবার অনুপ্রেরণা পাবে না।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 20, 2020, 03:52:10 AM
১। আপনার Alt একাউন্টের মধ্যে মেরিট শেয়ার করলে।
২। একই বাউন্টিতে মাল্টিপল আইডি দিয়ে জয়েন হলে।
প্রথমেই আপনাকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়টি সকলের কাছে তুলে ধরার জন্য। আমার সকল বাংলাদেশিদের কাছে একটিমাত্র প্রশ্ন, “ কী লাভ একের অধিক একাউন্ট দিয়ে কাজ করে ? শুধুমাত্র কিছুসময়ের জন্য লাভবান হচ্ছেন । কিন্ত‌ু কেনই বা ২-৩ টা একাউন্ট দিয়ে কাজ করতে লাগে । শেষ পর্যন্ত তো আপনাদের একাউন্টগুলো ব্যান হওয়া থেকে তো রেহাই পাবে না।” অনেক সময় নুতুন ইউজার বা বাউন্টি হান্টাররা আমাকে প্রশ্ন করে যে, আমি কয়টি একাউন্ট দিয়ে বাউন্টিতে কাজ করি?” প্রশ্ন শুনেই আমি অবাক হয়ে যাই , মাঝে মাঝে তো থ হয়ে যাই । কেনই বা আমি একের অধিক একাউন্ট ব্যবহার করব আর কিছু লাভের আশায় আমার পরকালের জীবনকে কেন প্রশ্নের সম্মুখিন করব। সকলের উদ্দেশ্য শুধু একটুকুই বলব যে, একটিমাত্র একাউন্ট ব্যবহার করুন, এতে সকলেই নিজ নিজ হকের রিওয়ার্ড বা লাভ পাবেন । অযথা একের অধিক একাউন্ট ব্যবহার করে তো শেষ পর্যন্ত একাউন্ট সব ব্যান হবে। কারণ “
Quote
চোরের দশদিন ,গেরস্তের একদিনই যথেষ্ট।

বি:দ্র: এই পোষ্টটি পড়ার পর হয়তো অনেকে হয়তো ভাববে যে, আমি কাউকে নির্দিষ্ট করে ব্যক্তিগত আক্রমণ করতেছি। কিন্ত‌ু তাদের জন্য এটাই বলব যে, এটি কোনোভাবেই কাউকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য নয়। এরপর হয়তো অনেকে আমাকে অপবাদ দেয়ার চেষ্টা করবে । তাই একটি বিষয় সকলের অবগতির জন্য বলব যে, আমার একটি মাত্র একাউন্ট সেটি হলো @Review Master এবং আমার প্রোফাইলে দেয়া Ethereum  এড্রেস ছাড়া অন্য কোনো এড্রেস ব্যবহার করি না। যদি কেউ এমন পেয়ে থাকেন , তাহলে ধরে নিবেন আমাকে অপবাদ দেয়ার চেষ্টা করতেছে। আর যদি বাউন্ট ম্যানেজার দ্বারা কোনো বাউন্টিতে নিজস্ব Ethereum এড্রেস চায় ,সেইক্ষেত্রে অন্য এড্রেস হবে। যেমন: Hacken ai  বাউন্টিতে vetchain এড্রেস চেয়েছে , যা Ethereum এড্রেসের মতো এবং Ethereum এর Fork হতে পারে। এছাড়াও Tokoin বাউন্টিতে তারা পরবর্তী সময়ে তাদের নিজস্ব ওয়ালেট অ্যাপ থেকে এড্রেস নিয়েছে।
member
Activity: 364
Merit: 12
April 20, 2020, 02:07:09 AM
আমরা কিভাবে সাসপেন্ট থেকে বাছতে পারবো, তাছারা আমরা সবাই জানি বিটকয়েনটক একটি বড় ফোরাম এবং কমিউনিটি ও খুব মজবুদ,
তা্ই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কোন প্রকার সাসপেন্ট না হয়।

ভাই খুব ভাল প্রশ্ন করেছেন। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যেন আমাদের আইডি সাসপেন্ড না হয় এবং রেড ট্রাস্ট যেন না পায়।

১. আপনি যদি অন ফোরাম গিভওয়ে থ্রেডে জয়েন হন তবে আপনার আইডি সাসপেন্ড হতে পারে। তবে যেসব গিভওয়ে থ্রেডে ফর্ম বা টোলিগ্রামের মাধ্যমে জয়েন হওয়া যায় সেগুলোতে জয়েন হলে কিছু হবে না।
Giveaway threads are not allowed

 ২। কোন পোস্ট বা রির্পোট অন্য কারো থেকে কপি করলে।

আমি এখানে নেগেটিভ ট্রাস্ট পাওয়ারও কিছু কারন তুলে ধরছি....

১। আপনার Alt একাউন্টের মধ্যে মেরিট শেয়ার করলে।
২। একই বাউন্টিতে মাল্টিপল আইডি দিয়ে জয়েন হলে।
৩। আপনারা দেখবেন অনেক বাউন্টি ম্যানেজার নিজেই নেগেটিভ ট্রাস্ট পাওয়া। যে বাউন্টির জন্য ওই ম্যানেজার নেগেটিভ ট্রাস্ট পেয়েছে ওই বাউন্টিতে জয়েন হবেন না। যারা জয়েন হবে তাদের সবার নেগেটিভ ট্রাস্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
৪। অনেক সময় বাউন্টি ক্যাম্পেইন শেষ হয়ে যাবার পর ওই বাউন্টিতে অনেকে প্রুফ পোস্ট বা রির্পোট পোস্ট করছেন। ফলে বুট অথবা একাউন্ট ফার্মিং অভিযোগ এনে নেগেটিভ ট্রাস্ট দিচ্ছে।
৫। ফোরামে মাল্টিপল আইডি চালানোর অনুমতি আছে। তবে আপনার কোন আইডি যদি ব্যান হয়ে যায় তবে বাকি আইডি অটোব্যান হয়ে যাবে।
একে Ban evasion বলে।
৬। একাউন্ট কেনা বেচা করলে। একাউন্ট কেনা বেচা করে একই সাথে ইমেল এবং পাসওয়ার্ড পরিবর্তন করলে।

এছাড়াও ফোরামের নিয়ম কানুন ভঙ্গ করলে নেগেটিভ ট্রাস্ট এমনকি একাউন্ট ব্যানও হতে পারে।
ফোরামের নিয়ম কানুনগুলো ভালো করে জানার জন্য নিচের দুইটা টপিক খুব ভালো করে পড়ুন। এতে আপনি ফোরাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।
1. Newbies - Read before posting
2. Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ
copper member
Activity: 1120
Merit: 2
April 20, 2020, 02:03:38 AM
আয়াতে শিফা
ওয়া ইয়াশফী ছুদুরা কউমিম মুমিনীন । ওয়া ‍শিফাউল লিমা ফিছছুদুর । ইয়াথরূজু মিম বুতুনিহা শারাবুম মুখতালিফুন আল ওয়ানুহূ ফীহি শিফাউল লিন্নাছ ।ওয়ানুনাযাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনীন । ওয়া ইযা মরিদতু ফাহুয়া ইয়াশফীন । কুল হুয়া লিল্লাযীনা আমানূ হুদাও

কোরআন শরিফের মাঝে এমন কিছু আয়াত আছে যেগুলো বিভিন্ন রোগ-বিমারের জন্য শিফা স্বরূপ। তাই কোরআনের সেসব আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে শিফা [রোগ মুক্তি] চাওয়া উচিৎ। এগুলো দিয়ে রোগের চিকিৎসা করার সময় পূর্ণ একিন পূর্বশর্ত এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। তাহলেই কেবল এসব আয়াতের দ্বারা রোগমুক্তি লাভকরা সম্ভব হবে!!

উল্লেখ্য যে, অসুস্থ হওয়ার পূর্বেই নিজের স্বাস্থের প্রতি যত্নবান হওয়া উচিত এবং সুস্থতার নিয়ামতের মূল্যায়ন করা উচিত। আর অসুস্থ হয়ে গেলে এ অসুস্থতা নিজের কারণে এসেছে বলে বিশ্বাস করা এবং সুস্থ হয়ে উঠলে এ সুস্থতা আল্লাহ তায়ালার দান বলে বিশ্বাস করা উচিত। কারণ কোরআনের মাঝে প্রকাশ্য- অপ্রকাশ্য সব রোগেরই শিফা রয়েছে!!

এই আমলটি করলে অনেকে আমরা উপকার পেতে পারি।
newbie
Activity: 11
Merit: 0
April 19, 2020, 01:07:52 PM
আচ্ছা ভাই কেউ কি ভালো কোনো কনটেষ্ট বা গিভএওয়ের কথা জানেন? যেনো এই খারাপ সময়ে রিয়েল কিছু টাকা কামানো যায় । এতে ‍উপকার হতো অনেক
jr. member
Activity: 828
Merit: 1
April 19, 2020, 11:51:20 AM
আমরা কিভাবে সাসপেন্ট থেকে বাছতে পারবো, তাছারা আমরা সবাই জানি বিটকয়েনটক একটি বড় ফোরাম এবং কমিউনিটি ও খুব মজবুদ,
তা্ই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কোন প্রকার সাসপেন্ট না হয়। ধন্যবাদ সকলকে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 19, 2020, 10:14:25 AM
অবশ্যই সম্ভ, তারা যদি পারে আমরা কেন পারবো না। তবে ভাই  একটা বিষয় জানার ছিলো, Coinmarket cap কখন বিক্রি হলো, আর এটা এখন কে কিনেছে।  
এটি বাইন্যান্স কিনে নিয়েছে এবং এটি পুরাতন খবর বলা যায়। আর @BitCoinDream এটি উপরের লেখাটির সাথে লিংক করে দিয়েছে। আমি লেখাটি লাল রঙয়ের করে দিয়েছি। ওখানে ক্লিক করুন, তাহলে পোস্টটি পেয়ে যাবেন। এছাড়াও coinmarketcap এর অফিসিয়াল পোষ্টটিও আপনি পড়তে পারেন, পড়ার জন্য এখানে ক্লিক করুন ।
member
Activity: 364
Merit: 12
April 19, 2020, 09:49:00 AM
একটা জিনিস প্রায়ই দেখা যাচ্ছে যে আমরা যখন কোন পোস্ট quote করছি তখন সম্পূর্ন পোস্টকেই quote করছি। আবার অনেকেই দুই তিন জনের কোট করা পোস্টের সম্পূর্নটাকেই কোট করছেন। আমার মনে হয় পোস্ট কোট করার সময় সম্পূর্ন পোস্টকে কোট না করে আপনি যতটুকুর জন্য উত্তর দিচ্ছেন ততটুকু কোট করলে ভাল হয়। তাহলে আপনার পোস্টের সৌন্দর্যও বাড়বে, সবার বুঝতেও সুবিধা হবে। তবে বিছু কিছু সময় সম্পূর্ন পোস্ট কোট করার প্রয়োজন হতে পারে। ধন্যবাদ সবাইকে।
Jump to: