Author

Topic: বাংলা (Bengali) - page 443. (Read 5299981 times)

member
Activity: 280
Merit: 43
May 14, 2020, 02:02:25 PM
২৫ বছর পড়ালেখা করে
২৫ হাজার টাকা বেতন এর চাকরি পেলে নিজেকে সফল মনে করি।
আর ট্রেডিং এ ৬ মাস এ ১০০০ ডলার ইনভেস্ট করে মাসে ৫০০ ডলার ইনকাম করার চিন্তা আসলেই কি সেটা বোকামি না।
আমি বলবো ১০০% বোকামি।

২৫ বছরে পড়ালেখার পিছনে যে সময় টুকু দিয়েছেন যে অর্থ খরচ করেছেন সেরকম মাত্র ৫ টা বছর এই মার্কেট এ সেই পরিমান শ্রম দেন
আমি এইটুকু বলতে পারি ৫ বছর পর আপনি দক্ষ একজন পারফেক্ট ট্রেডার হয়ে যাবেন।
ক্লাসে যেমন বছরে তিন টা পরিক্ষা থাকে তেমনি নিজেকে প্রতিনিয়ত ট্রেডিং মার্কেট এর লেশন গুলা বার বার পড়ুন খুজ্র বার করুন কোথায় আপনার ভুল গুলা আছে কি কারনে আপনার লস হয়।
কোন জিনিস টা ফলো করার কারনে আপনি প্রফিট করে সেগুলা নোট করে রাখুন।
আর ভাল ভাল অভিজ্ঞ ট্রেডার এর থেকে পরামর্শ নিন
কোথাও আটকে গেলে।
buy sell করার নাম ট্রেডিং না।
মার্কেট এর সব কিছুর দিকে নজর দিন।
নিজের মনকে কখনো ট্রেডিং এ প্রাধান্য দিবেন না চার্ট এনালাইসিস যা বলবে সেটাই করবেন।
তাহলে আশা করি আর পিছনে ফিরে থাকাতে হবে না।

স্বাধীন জীবিকা
সবারই কাম্য
প্রত্যেকেই চাই এমন একটা চাকরি বা বিজনেস
যেখানে কাউকে জবাব দিহি দিতে হবে না।
ট্রেডিং প্লাটফর্ম টা হলো সেই যায়গা।
নিজেকে গড়ুন
শ্রম দিন। নিজের লক্ষ্য কে সামনে রেখে এগিয়ে যান।
ধন্যবাদ সবাইকে
jr. member
Activity: 183
Merit: 2
May 11, 2020, 06:26:00 AM
Why not a board for Bangla Language!

https://en.wikipedia.org/wiki/Bengali_language

Bangla has almost 250M native speakers.
newbie
Activity: 86
Merit: 0
May 10, 2020, 02:22:38 AM
আগে কি সুন্দর দিন কাটাইটাম   

আগে মূলত ২০১৭ এর মাঝামাঝি সময়ে বিটকয়েন ফোরামের প্রতিটি প্রজেক্ট ১০০% সাকসেসফুল হইত। এখন ১০% ও সাকসেস হয়না।  যদিও দুই একটা সাকসেস হয় কিন্তু বাউন্টি হান্টারদের পেমেন্ট করা হয়না। আবার পেমেন্ট করলেও স্পেসশিট অনুসারে করা হয় না। তাই মনের দুঃখে একটু সুরের ভঙ্গিতে বললাম###

###আগে কি সুন্দর দিন কাটাইটাম###                                   
jr. member
Activity: 868
Merit: 2
May 09, 2020, 08:32:36 AM
আমি জানতে চাই যে বিটকয়েনটক এর বাউন্টি গুলো , কোথায় পাবো প্রতিনিয়ত ? মানে এইগুলো কোথায় এনাউন্সমেন্ট হয় ? সেই পেজের লিংক চাই আমি ।

Plz cek this link: https://bitcointalk.org/index.php?board=238.0
newbie
Activity: 476
Merit: 0
May 09, 2020, 08:18:55 AM
আমি জানতে চাই যে বিটকয়েনটক এর বাউন্টি গুলো , কোথায় পাবো প্রতিনিয়ত ? মানে এইগুলো কোথায় এনাউন্সমেন্ট হয় ? সেই পেজের লিংক চাই আমি ।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 08, 2020, 01:37:13 PM
সিনিয়র মেম্বার হতে হলে কি কি করে হবে ।
এই সম্পর্কে অনেকবার পোষ্ট করা হয়েছে । আপনি একটু পূর্ববর্তী পোষ্টগুলো দেখূন ,অনেক বিষয় জানতে পারবেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 08, 2020, 01:32:34 PM


বি:দ্র: এটি কোনো ব্যক্তিগত বিঙ্গাপন না এবং সকল নিয়ম অনুসরণ করে ও সকলের উপকারের জন্য শুধুমাত্র এখানে পোষ্টটি করলাম। কারো কোনো সমস্যা থাকলে রিপ্লাই করুন বা মেসেজ করুন।


BTCবিটকয়েনের হালভিং এর প্রায় ৩ দিন বাকি। আর মাত্র ৪৫০+ ব্লকের  সম্পন্ন হওয়ার পর বিটকয়েন হালভিং হবে এবং মাইনিং রিওয়ার্ড ১২.৫ থেকে ৬.২৫ বিটকয়েন প্রতি ব্লক ভেরিফাইয়ের জন্য পাবে বিটকয়েন মাইনাররা। আর AAX এক্সচেঞ্জ বিটকয়েন হালভিং উপলক্ষে একটি প্রতিযোগিতা শুরু করেছে, যেখানে আপনাদেরকে শুধুমাত্র অনুমান করতে হবে যে বিটকয়েন হালভিং এর পরে কত মূল্য হবে। এইজন্য এক্সচেঞ্জটিতে একাউন্ট তৈরি করার পর আপনাদেরকে এই লিংকে ( https://campaign.aax.com/btc-halving/en/ )যেতে হবে এবং নিচের ছবির মতো ফরমে যতবার খুশি ততবার আপনার অনুমান প্রদান করুন। যার অনুমান সবচেয়ে কাছাকাছি মূল্যের হবে, তাদের মাঝে ১৫০০ AAB টোকেন পুরস্কার হিসেবে দেয়া হবে। তাই সকলে এই সুযোগটি কাজে লাগাতে পারেন।


এক্সচেঞ্জটিতে একাউন্ট তৈরির জন্য এই লিংকে ক্লিক করুন ( https://www.aax.com/m/sign-up )। বিভিন্ন হালনাগাদের জন্য এই গ্রুপে যোগদান করুন।

jr. member
Activity: 616
Merit: 1
May 08, 2020, 09:46:30 AM
সিনিয়র মেম্বার হতে হলে কি কি করে হবে ।
newbie
Activity: 3
Merit: 0
May 07, 2020, 05:33:52 PM
আমি এই ফোরামের নতুন সদস্য।আপনাদের সহযোগিতা আশা করছি।
এই ফোরামে কিভাবে কাজ করতে হয়?
আর এইখান থেকে কি ইনকাম করা যায়?
যদি যায় তাহলে কিভাবে ইনকাম করব?
newbie
Activity: 1
Merit: 0
May 06, 2020, 01:55:01 PM
আমি বুঝি না এতগুলো বছর হল ক্রিপ্ট চালু হয়েছে কিন্তু বাংলাদেশী মানুষ এখনো এ নিয়ে তেমন একটা ধারনা রাখে না যেখানে সারা বিশ্ব এ নিয়ে অবগত!! আর বাংলাদেশে একজনো এর বৈধতা প্রদান করা হয় নাই যার কারনে আমাদের প্রতিনিয়ত চোর বাটপার এর কাছে ধোকা খেতে হচ্ছে অথচ আজ যদি এর বৈধতা থাকত এটা কত মানুষ এর একটি ইনকাম এর সুযোগ করে দিত!! এছারা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে পর্যন্ত এর বৈধতা আছে!! এমন কোন দেশ নেই যেখানে ক্রিপ্ট এর ব্যবহার নাই!!

আপনি ঠিক বলেছেন, কীভাবে এটি সম্ভব তা আমি জানি না।
jr. member
Activity: 868
Merit: 2
May 04, 2020, 03:39:13 AM
এটা সম্পূর্ণ নির্ভর করছে সরকারের ওপর, সরকার ইচ্ছে করলে টাকা পাচার বন্ধ করবে।যেখানে শত শত কোটি টাকা দেশের কোটিপতিরা নিয়ে বিদেশে চলে যায়।তাদের বিষয়ে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।যেখানে কানাডার মত উন্নত দেশে বাহির হতে টাকা নিয়ে আসলে সঙ্গে সঙ্গে টাকা বৈধ করে দেয়।সেখানে আমাদের দেশে বিটকয়েন থেকে টাকা আয় করতে কোন সমস্যা আমি দেখিনা।বিটকয়েন এর মাধ্যমে আমাদের দেশের হাজার হাজার শিক্ষিত বেকার যুবকরা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 03, 2020, 09:06:54 PM
আমি সরাসরি বিটকয়েন বলিনি  ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে অন্য কয়েন ও হতে পারে। বিটকয়েন ও হতে পারে। মানি লন্ডারিং কি আমাদের দেশে হচ্ছে না? নাকি টাকা চুরি যাওয়া বন্ধ আছে? কোনটাই নয়। তাহলে কেন বিটকয়েন মানি লন্ডারিং এ সহায়তা করব বলবেন যেখানে বিটকয়েন এর ভালো দিক ফিয়াট মানি থেকে হাজার গুন বেশি?
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 03, 2020, 12:29:16 PM
কারন বিটকয়েন কখনোই মানি আদান প্রদানে সরকারকে কোন নিরাপত্তা দেয়না। তাই এটা যে কোন সরকারের জন্য নিরাপত্তাহীন একটা মাধ্যম।
আমি বলব এই মতামতে আপনি অবশ্যই ভুল কেননা সার্বজনীন ভাবে চিন্তা করলে বিটকয়েন এর নিরাপদ বিনিময় সুবিধা আমাদের কিছু ক্ষেত্রে সমাধান দিলেও একটি সরকার ও দেশকেই নিমিষেই বিপদে ফেলতে পারে এই বিটকয়েন। আর এটা হতে পারে কালো টাকার একটি নিরাপদ সঞ্চয়ের মাধ্যম, হতে পারে মানি লন্ডারিং এবং আরো অনেক কিছুই। তাই আমি বলব বিটকয়েনকে বৈধ করার আগে অবশ্যই আগে সরকারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিটকয়েনকে অবৈধ করেও তো সরকার মানি লন্ডারিং থামাতে পারবে না। তবে যদি বিটকয়েনকে বৈধ করে ও নিয়মকানুন দ্বারা মনিটরিং করে, তাহলে এখন যতটা মানি লন্ডারিং হচ্ছে সেটির পরিমাণ অনেকাংশে কমানো যাবে। যদি আপনার মনে প্রশ্ন জাগে কীভাবে? তাহলে এখন বাস্তবিক একটি উদাহরণ দিচ্ছি।

" অনেক ক্রিপ্টো এক্সচেঞ্জ এই পর্যন্ত হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার পর সেই এক্সচেঞ্জটির সিইও দ্রুত একটি খোলা চিঠি অন্যান্য সকল এক্সচেঞ্জের সিইওদের কাছে পাঠানো। আর চিঠি সকলকে অনুরোধ করা হয় যেন, হ্যাকারের ব্যবহার করা এড্রেস থেকে যদি কোনো ক্রিপ্টোকারেন্সি তাদের এক্সচেঞ্জে ডিপোজিট করে ,তাহলে সেই ফান্ডগুলোকে যেন ফ্রিজ/লক করে দেওয়া হয়। এতে হ্যাকাররা হ্যাক করেও কোনো কিছু পায় না । কারণ হ্যাকারদেরকে অবশ্যই ক্রিপ্টোকারেন্সিকে ফিয়েট/এসটাবেল কারেন্সিতে পরিবর্তন করতে হয়। তা না হলে হ্যাক করে কোনো লাভ নেই, কেননা সকল এক্সচেঞ্জ হ্যাকারের ওয়ালেটকে ব্লক করলে কোথায় হ্যাকার সেটি ফিজিক্যাল মানিতে রপান্তর করবে।

ঠিক একইভাবে সরকার মানি লন্ডারিংকে কমাইতে পারবে। এখানে মানিলন্ডারিংদের উদাহরণের হ্যাকার এবং সরকার উদাহরণের এক্সচেঞ্জের সিইওএর মতো কাজ করবে। ফলে যারা মানি লন্ডারিং করবে, তাদের ক্রিপ্টোকারেন্সি বাস্তবিক টাকা/ডলারে রপান্তর করতে না পারায় মানিং লন্ডারিং কম করবে। কারণ তারা তাদের উদ্দেশ্য সফল হচ্ছে না। আর মানি লন্ডারিং সবাই জানি , কিন্ত‌ু এটি কেন হয়? সেটি অনেকে জানে না বা জানতে ইচ্ছুকও না এবং বিটকয়েন দিয়ে মানি লন্ডারিং হয় , এই বিষয়টি নিয়ে ব্যস্ত থাকে। আমি মানিলন্ডারিং একটিমাত্র কারণ দিচ্ছি।
মানিলন্ডারিং এর সহজ একটি কারণ: অনেকে বাহিরের দেশে পড়ালেখা করে এবং বাংলাদেশ থেকে টাকা অন্যদেশে ব্যাংকের মাধ্যমে পাঠানোর জন্য কমপক্ষে ১ সপ্তাহ লাগে। কিন্ত‌ু যাদের তাৎক্ষণিক অর্থের প্রয়োজন হয়, তারা এই দেরি ট্রানজেকশনের কারণে বিপদে পড়ে। এই সমস্যার সমাধান হিসেবে অনেক লোক বিটকয়েনে লেনদেন করে। ফলে একদিনকে দ্রুত বিদেশে শিক্ষার্থী অর্থ পায় এবং মানিলন্ডারিং এর ঘটনা হচ্ছে ও অন্যদিকে সরকার রাজস্ব হারাচ্ছে। এখন যদি বলেন, এটি সরকার কীভাবে থামাবে? তাহলে এর উত্তর সহজ এবং সেটি হলো, সরকার নিজস্ব ক্রিপ্টোকারেন্সি তৈরি করবে যেমনটা চীন ইতিমধ্যে উদ্দ্যোগ নিয়েছে। এতে সরকারের রাজস্ব আদায় হবে এবং সকলে উপকৃত হবে।
member
Activity: 362
Merit: 12
May 03, 2020, 11:49:46 AM
মানি লন্ডারিং বাড়বে সে জন্য বিটকয়েন কে অবৈধ না করে কিভাবে মানি লন্ডারিং প্রতিরোধ করা যায় সব সরকার সে দিকেই নজর দেয়। মুল কথা হল সরকার জনগণের উপর আগের মত প্রভাব ফেলতে পারবে না।
আমি ভাই আপনার কথার সাথে একমত কিন্তু আপনি আমি আশা করি উভয়েই জানি একটি সরকার কখনোই বিটকয়েনকে বৈধ করে মানি লন্ডারিং কে থামাতে পারবেনা।কারন বিটকয়েন কখনোই মানি আদান প্রদানে সরকারকে কোন নিরাপত্তা দেয়না। তাই এটা যে কোন সরকারের জন্য নিরাপত্তাহীন একটা মাধ্যম।তবে ব্যক্তিগত চিন্তা করলে অবশ্যই নিরাপদ একটি মাধ্যম।

বিটকয়েন কিভাবে আমাদের উপকারে আসতে পারে তার ছোট একটি উদাহরণ দেই, এইটা আমার ব্যক্তিগত মতামত। এইখানে আমি ভুল হতেও পারি।

আমি বলব এই মতামতে আপনি অবশ্যই ভুল কেননা সার্বজনীন ভাবে চিন্তা করলে বিটকয়েন এর নিরাপদ বিনিময় সুবিধা আমাদের কিছু ক্ষেত্রে সমাধান দিলেও একটি সরকার ও দেশকেই নিমিষেই বিপদে ফেলতে পারে এই বিটকয়েন। আর এটা হতে পারে কালো টাকার একটি নিরাপদ সঞ্চয়ের মাধ্যম, হতে পারে মানি লন্ডারিং এবং আরো অনেক কিছুই। তাই আমি বলব বিটকয়েনকে বৈধ করার আগে অবশ্যই আগে সরকারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 02, 2020, 10:06:11 PM
অনেকগুলো কারণে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অবৈধ । প্রথমত ক্রিপ্টো কারেন্সি ট্রেস করা খুব কঠিন । বলতে গেলে ইম্পসিবল । আর আমাদের দেশে এরকম কোনো উন্নত টেকনোলজি ও নেই যার সাহায্যে অবৈধ কাজে ব্যাবহার করা ক্রিপ্টো কারেন্সির ট্রেস করবে । দ্বিতীয়ত মানি লন্ডারিং খুবই বেশ হয় আমাদের দেশে উন্নত দেশের তুলনায়, ক্রিপ্টো কারেন্সি বৈধতা পেলে মানি লন্ডারিং আরও বেড়ে যাবে, যা ফলপ্রসু নয় । এর ফলে আমাদের অর্থনৈতিক অবস্থা আরো নষ্ট হবে ।
মানি লন্ডারিং বাড়বে সে জন্য বিটকয়েন কে অবৈধ না করে কিভাবে মানি লন্ডারিং প্রতিরোধ করা যায় সব সরকার সে দিকেই নজর দেয়। মুল কথা হল সরকার জনগণের উপর আগের মত প্রভাব ফেলতে পারবে না।
বিটকয়েন কিভাবে আমাদের উপকারে আসতে পারে তার ছোট একটি উদাহরণ দেই, এইটা আমার ব্যক্তিগত মতামত। এইখানে আমি ভুল হতেও পারি।
আমাদের দেশে অনেক সরকারী কাজের জন্য জনগণ যে ফি দিয়ে থাকে সেটা কতটুকু সরকারের তহবিলে যায় তা আমরা সবাই জানি। যেমন ধরুন, সরকারী হাসপাতালে টেস্ট করতে নামমাত্র ফি দিতে হয়। সেই ফিতে কতটা ফাঁকি চলে সেটা গেলেই বুঝতে পারবেন। আমরা হয়ত পড়ালেখা জানা মানুষ, সবকিছু ডকুমেন্ট নিচ্ছি কিন্তু কয়জন মানুষ সেটা নিচ্ছে? ফলস্বরুপ, সরকারের তহবিলে অনেকগুলো টাকা যাচ্ছে না। এখন ধরুন, ব্লকচেইনের সাহায্যে একটি কারেন্সি করা হল এবং শুধুমাত্র উক্ত কারেন্সি দিয়েই পেমেন্ট করা যাবে একটি নির্দিষ্ট এড্রেসে, সে ক্ষেত্রে এই চুরির সুযোগ থাকতো না।
ক্রিপ্টোর খারাপ দিকের চাইতে ভালো দিকই বেশি।
newbie
Activity: 17
Merit: 1
May 02, 2020, 06:09:06 PM
আমি বুঝি না এতগুলো বছর হল ক্রিপ্ট চালু হয়েছে কিন্তু বাংলাদেশী মানুষ এখনো এ নিয়ে তেমন একটা ধারনা রাখে না যেখানে সারা বিশ্ব এ নিয়ে অবগত!! আর বাংলাদেশে একজনো এর বৈধতা প্রদান করা হয় নাই যার কারনে আমাদের প্রতিনিয়ত চোর বাটপার এর কাছে ধোকা খেতে হচ্ছে অথচ আজ যদি এর বৈধতা থাকত এটা কত মানুষ এর একটি ইনকাম এর সুযোগ করে দিত!! এছারা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে পর্যন্ত এর বৈধতা আছে!! এমন কোন দেশ নেই যেখানে ক্রিপ্ট এর ব্যবহার নাই!!     

অনেকগুলো কারণে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অবৈধ । প্রথমত ক্রিপ্টো কারেন্সি ট্রেস করা খুব কঠিন । বলতে গেলে ইম্পসিবল । আর আমাদের দেশে এরকম কোনো উন্নত টেকনোলজি ও নেই যার সাহায্যে অবৈধ কাজে ব্যাবহার করা ক্রিপ্টো কারেন্সির ট্রেস করবে । দ্বিতীয়ত মানি লন্ডারিং খুবই বেশ হয় আমাদের দেশে উন্নত দেশের তুলনায়, ক্রিপ্টো কারেন্সি বৈধতা পেলে মানি লন্ডারিং আরও বেড়ে যাবে, যা ফলপ্রসু নয় । এর ফলে আমাদের অর্থনৈতিক অবস্থা আরো নষ্ট হবে ।


তবে এই সকল সমস্যা এর জন্য ক্রিপ্টো কারেন্সি অবৈধ ঘোষণা করাও সঠিক নয় । আমাদের আরো উন্নত ব্যাবস্থা নেয়া দরকার যাতে করে আমরা ক্রিপ্টো কারেন্সির ব্যাবহার ও করতে পারি আবার এর অপব্যাবহার ও রোধ করতে পারি । আশা করি একদিন এই সমস্যার সমাধান হবে ।

তবে আমাদের সরকার অকাজে কুকাজে টাকা দিবে কিন্তু টেকনোলজি উন্নয়নে টাকা দিবে না । তাই আশা করাও বোকামি ।
newbie
Activity: 26
Merit: 0
May 02, 2020, 06:05:21 AM
  আমি বুঝি না এতগুলো বছর হল ক্রিপ্ট চালু হয়েছে কিন্তু বাংলাদেশী মানুষ এখনো এ নিয়ে তেমন একটা ধারনা রাখে না যেখানে সারা বিশ্ব এ নিয়ে অবগত!! আর বাংলাদেশে একজনো এর বৈধতা প্রদান করা হয় নাই যার কারনে আমাদের প্রতিনিয়ত চোর বাটপার এর কাছে ধোকা খেতে হচ্ছে অথচ আজ যদি এর বৈধতা থাকত এটা কত মানুষ এর একটি ইনকাম এর সুযোগ করে দিত!! এছারা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে পর্যন্ত এর বৈধতা আছে!! এমন কোন দেশ নেই যেখানে ক্রিপ্ট এর ব্যবহার নাই!!      
member
Activity: 364
Merit: 12
May 02, 2020, 04:41:42 AM
১২ বিটিসি করে পায় এই হলভিং এর পরে ৬ করে পাবে।

২০১২ সালে প্রথম হালভিং হয়। এই হালভিং এর আগে মাইনার রা ৫০ BTC করে পেত প্রতি ব্লকে। ২০১২ সালের প্রথম হালভিং এর পর মাইনার রা ২৫ BTC করে পেত প্রতি ব্লকে। ২০১৬ সালের দ্বিতীয় হালভিং এর পর মাইনার রা ১২.৫ BTC করে পাচ্ছে প্রতি ব্লকে। ২০২০ সালের তৃতীয় হালভিং এর পর মাইনার রা পাবে ৬.২৫  BTC পার ব্লকে।
jr. member
Activity: 868
Merit: 2
May 02, 2020, 02:20:28 AM
আমি এখানে নতুন।এটা কিভাবে ইউজ করতে হয় আমি জানি না।
প্রথমত এখানের রুলস সম্পর্কে ভালো  ভাবে জানুন। রুলস এর বাইরে কিছু করলে একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে।

Akhane rules holo main region. Rules er bahire kono kisu kora jabe na. Apni jodi rules na mene kaj koren tahole red trust pabar somvabona ache. R ekti bisesh dik holo, je sokol bounty manager red trust kheyese oi sokol bounty te kaj na koray valo.
jr. member
Activity: 868
Merit: 2
May 02, 2020, 02:10:03 AM
আমার মনে হয় বাংলাদেশী কিছু কিছু bounty  menager 
    এর জন্য  বিটকয়েন ফোরামে বাংলাদেশীেদের ভাবমূর্তি নস্টোর দিকে ।  আপনারা কি আমার সাথে এক মত......
হ্যা আমি একমত, নাম্বার ওয়ানেে আছে আমাদের কাকাতুয়া গুরুপের জাহিদ, তার আইডিতে এতো রেড  তার বাউনটি করলেও আমাদের আইডিতে রেড দিতে পারে, সে কি করে নিজের মেনেজ করা বাউনটি থেকেই চুরির জন্য অনেক বার রেড খেতে হয়েছে, এতে করে বাংলাদেশর বদনাম হচ্ছে।

You are right bro. He is a cheater
Jump to: