Author

Topic: বাংলা (Bengali) - page 444. (Read 5724229 times)

jr. member
Activity: 40
Merit: 2
July 23, 2020, 05:56:48 PM
আমার বিটকয়েন টক একাউন্ট অনেক আগের কিন্তু একটিভ থাকা হয়নাই কখন।তাতে কি আমার একাউন্টর এখন কোনো সমস্যা হবে?আর কোন কোন বিষয় এর উপর পোস্ট করা যায়?আর কোন কোন বিষয় গুলোর উপর পোস্ট করা যায়না?         
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
July 23, 2020, 01:57:37 PM
আপনি আমাকে এটা আমাকে এতা বলে, আপনার থ্রেডে আপনি যে তেলিগ্রাম লোগ ব্যবহার করছেন তা কোন ফরম্যাটের আর সাইজ টা কী? মার আপলঅড করতে হবে এই ইনফো গ্যাপের জন্য পারতেছি না।যদি পারেন আপনার লোগটা আমাকে মেসেজ করতে পারেন,ধন্যবাদ।

আপনার থ্রেডে ছবি যুক্ত করতে হলে আপনাকে মিনিমাম জে আর মেম্বার র‍্যাংক হতে হবে, না হলে আপনার পিক দেখা যাবেনা পোস্টে। আর এছাড়া আপনি যদি কপার মেম্বার র‍্যাংক কিনেন তাহলেও আপনি ছবি পোস্ট করতে পারবেন।

টেলিগ্রাম লোগোর জন্য নিচের কোড টা ব্যবহার করতে পারেনঃ

Code:
 
[url=http://t.me/fatema_op][img width=100 height=100]https://i.imgur.com/PnNBOUL.png[/img][/url]


এখানে টেলিগ্রাম লিংক আমার টা চেঞ্জ করে আপনার টা দিতে পারেন।
newbie
Activity: 34
Merit: 0
July 23, 2020, 01:08:21 PM
আপনি আমাকে এটা আমাকে এতা বলে, আপনার থ্রেডে আপনি যে তেলিগ্রাম লোগ ব্যবহার করছেন তা কোন ফরম্যাটের আর সাইজ টা কী? মার আপলঅড করতে হবে এই ইনফো গ্যাপের জন্য পারতেছি না।যদি পারেন আপনার লোগটা আমাকে মেসেজ করতে পারেন,ধন্যবাদ।
















full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
July 23, 2020, 12:59:03 AM

ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে লিখার জন্য। আমিও একজন নতুন ডিজাইনার। ফাইবারে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনার পোস্ট দেখে এখন এই ফোরামেও সার্ভিস দেওয়ার অনুপ্রেরণা পেলাম। আপনার টেলিগ্রামে কি আপনার সাথে একটু কথা বলা যাবে তাহলে আমার একটু উপকার হত।
আমার বিহেন্স প্রোফাইল ঘুরে দেখতে পারেন আমার কাজ। বিহেন্স লিংকঃ https://www.behance.net/rnsunny/projects


ভালো লাগল যে আপনার মত ডিজাইনাররা এই ফোরামে সার্ভিসদিতে চাচ্ছে। আপনার বিহেন্স প্রোফাইল দেখলাম। প্রোফাইলটা আরো সুন্দর করে সাজাতে পারেন। আর আপনার যে কোনো সাহায্যে আমার টেলিগ্রামএ নক করতে পারেন।     Telegram: fatema_op

 
full member
Activity: 448
Merit: 100
CRYPTOCITIZEN $CCASH
July 22, 2020, 10:11:48 AM
--SNIP--

ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে লিখার জন্য। আমিও একজন নতুন ডিজাইনার। ফাইবারে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনার পোস্ট দেখে এখন এই ফোরামেও সার্ভিস দেওয়ার অনুপ্রেরণা পেলাম। আপনার টেলিগ্রামে কি আপনার সাথে একটু কথা বলা যাবে তাহলে আমার একটু উপকার হত।
আমার বিহেন্স প্রোফাইল ঘুরে দেখতে পারেন আমার কাজ। বিহেন্স লিংকঃ https://www.behance.net/rnsunny/projects

jr. member
Activity: 854
Merit: 1
July 22, 2020, 01:01:10 AM
jr. member
Activity: 168
Merit: 1
July 19, 2020, 05:37:47 AM
askabir6,,,
ভাইয়া আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি রংপুর থেকে,
ভাইয়া আমি কিছু বিটকয়েন ক্যাশ হোল্ড করেছি এটার ভবিষ্যৎ সম্পর্কে যদি আপনি জানেন আমাকে জানাবেন প্লিজ। আমি কিনেছিলাম  ১৪.৫ $ করে, কিন্তু এখন কি করবো
legendary
Activity: 1526
Merit: 1026
July 19, 2020, 02:20:31 AM
শুধু বিটকয়েন, ইথেরিয়াম নিয়ে আমাদের আলচনা সীমিত থাকবেনা। আজ এক্টু ডি-ফাই এর কিছু ছোট নিয়ে বলব। ডি-ফাই হল decentralized Finance প্রজেক্ট। বিশেষজ্ঞদের মতে, ডি-ফাই হতে যাচ্ছে আধুনিক ফিন্যান্স এর নতুন অধ্যায়। সহজ কথায়, আপনার সম্পদ এখন আরও বেশি আপনার নিয়ন্ত্রণে থাকবে। ডি-ফাই ডিজিটাল এসেট, প্রটকল,  ড্যাপ তৈরি সহ  পরিপূর্ণ ব্লকচেইন। যেখানে অন্যান্য ফিন্যান্সিয়াল টুলস এবং সেবা, যোগ, রুপান্তর এবং একাধিক টুলস এক সাথে ব্যবহারকরার সুযোগ আছে। তাও সম্পুরন ডিসেন্ট্রালাইযড উপায়ে। ওপেন সওরস তাই অনেক ডেভেলপার নিজের মেধা দিয়ে দ্রুত অনেক সমস্যার সমাধান করতে পারতেসে। আসুন আর বেশি জানার চেস্টা করি           
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 19, 2020, 01:16:24 AM
আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ সরকার সংসদ অধিবেশনে ব্লকচেইন সম্পর্কে পজিটিভ আলোচনা করেছে।

এইটা অনেক পুরাতন খবর বলা যায় , কারণ করোনা শুরুর আগেই যে অধিবেশন হয়েছে সেখানে এই বিষয়ে প্রস্তাব রাখা হয়ছিল। তবে যতটা আমি জানি তারা প্রাইভেট ব্লকচেইনকে বেশি গুরুত্ব দিবে, কারণ বাংলাদেশি কিছু আইটি সলুশন কোম্পানি ব্লকচেইন সলুশন বাহিরের দেশে দিয়ে থাকে। ওটাকেই সম্ভবত গুরুত্ব দিবে, যেন দেশে বৈদেশিক মুদ্রা বেশি আনতে পারে। এটা আমার জানার কিছু তথ্য/মতামত, আপনাদের অন্য কারো যদি  অন্য কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন।

আমরা খুব অল্প মানুষ ক্রিপ্টো বিষয়ে জানি। যারা জানি, তারাও খুব কম জানি। সরকার অনুমোদন দিলে অনেকে না বুঝে ইনভেস্ট করবে। অনেক স্ক্যামের ফাদে পরবে। তবে ইদানিং ক্রিপ্টো নিয়ে ওয়ারকশপ হয়, সেমিনার হয় 

এইটা ঠিক বলছেন। কারণ নতুনরা না জেনেই কিংবা কোনো ধরনের বিশ্লেষণ ছাড়াই লোভে পড়ে বিভিন্ন পন্জি স্কিম/ পিরামিড স্কিমে ইনভেস্ট করে এবং নিজের অজ্ঞতার কারণে অর্থ হারায় , আর দোয় দেয় যে ক্রিপ্টোকারেন্সি ভালো না । তাই আমাদের এখন বাংলাদেশ লোকাল বোর্ডটিকে আরো তথ্যবহুল করতে হবে যেন, নতুনরা এখানে এসে সকল বিষয় জানতে পারে এবং ভুল পথে থাবিত না হয়।
jr. member
Activity: 149
Merit: 1
July 18, 2020, 10:47:40 AM
শুভকামনা সবার জন্য-
আমি একজন বাংলাদেশী, আমি কিপ্টোকারেন্সি লাভার।
বর্তমান বিশ্বের অনলাইন টাকাই হলো কিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন,ইথিরিয়াম,লাইটকয়েন ইত্যাদি।
বিশ্বের সাথে সমান তালে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশেও কিপ্টোকারেন্সির দরজা খুলতেছে ধীরে ধীরে।
তাই আমিও অনেক খুশি।
সবাইকে ধন্যবাদ।।🇧🇩🇧🇩
jr. member
Activity: 266
Merit: 1
July 18, 2020, 10:29:30 AM
আশা করি সবাই ভাল আছেন,

আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ সরকার সংসদ অধিবেশনে ব্লকচেইন সম্পর্কে পজিটিভ আলোচনা করেছে।
অবশ্যই এটা বাংলাদেশের কিপ্টোকারেন্সি লাভারদের জন্য সীমাহীনআনন্দের খবর।
কেননা এতে বুঝা যায় বাংলাদেশে অদূর ভবিষ্যতে কিপ্টোকারেন্সির পথ মসৃণ হতে যাচ্ছে।
তাই আমি একজন বাংলাদেশী হিসাবে গর্ববোধ করছি।
কারন আমি একজন কিপ্টোকারেন্সি প্রেমিক।।
শুভকামনা রইলো সবার জন্য।।🇧🇩🇧🇩
legendary
Activity: 1526
Merit: 1026
July 18, 2020, 10:21:02 AM
হ্যা kakamrul
বর্তমান  বিশ্বের প্রায় সব দেশেই ক্রিপ্টোকারেন্সি প্রচলিত রয়েছে।
শুধু মাত্র বাংলাদেশ এখন এখন পর্যন্ত এই ক্রিপ্টোকারেন্সি অনুমোদন পায়নি। তাই আমি আপনার সাথে সহমত প্রকাশ করছি। আমি বাংলাদেশ সরকারের কাছে আশা করি যে খুব শীঘ্রই আমাদের দেশেও ক্রিপ্টোকারেন্সি চালু করবেন। যদি আমাদের বাংলাদেশে একই প্রকারের ক্রিপ্টোকারেন্সি চালু করা হয় তবে অনেক বেকারত্ব দূর করা সম্ভব হবে।

শুধু বাংলাদেশ নয়। অনেক দেশেই ক্রিপ্টো অনুমোদিত নয়। ক্রিপ্টো অনুমোদন পেলে আমাদের অনেকের উপকার হত। তবে এর ক্ষতিকর দিক ভাবতে হবে। আমরা খুব অল্প মানুষ ক্রিপ্টো বিষয়ে জানি। যারা জানি, তারাও খুব কম জানি। সরকার অনুমোদন দিলে অনেকে না বুঝে ইনভেস্ট করবে। অনেক স্ক্যামের ফাদে পরবে। তবে ইদানিং ক্রিপ্টো নিয়ে ওয়ারকশপ হয়, সেমিনার হয় 
jr. member
Activity: 168
Merit: 1
July 18, 2020, 08:48:31 AM
হ্যা kakamrul
বর্তমান  বিশ্বের প্রায় সব দেশেই ক্রিপ্টোকারেন্সি প্রচলিত রয়েছে।
শুধু মাত্র বাংলাদেশ এখন এখন পর্যন্ত এই ক্রিপ্টোকারেন্সি অনুমোদন পায়নি। তাই আমি আপনার সাথে সহমত প্রকাশ করছি। আমি বাংলাদেশ সরকারের কাছে আশা করি যে খুব শীঘ্রই আমাদের দেশেও ক্রিপ্টোকারেন্সি চালু করবেন। যদি আমাদের বাংলাদেশে একই প্রকারের ক্রিপ্টোকারেন্সি চালু করা হয় তবে অনেক বেকারত্ব দূর করা সম্ভব হবে।
jr. member
Activity: 252
Merit: 4
July 18, 2020, 04:26:57 AM
বাংলাদেশের এই রকম ক্রিপ্টো  সম্পকে জানলে অনেক ভাল লাগে। বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হলেও ক্রিপ্টো সম্পকে অনেকেই ভালো কিছু জানেন। অনেক ক্রিপ্টো হোল্ডার আছেন যারা এখান থেকে ভালো মুনাফা অজন করছেন। তাই আমি মনে করি বাংলাদেশের সরকারকে ক্রিপ্টো সম্পকে ইতিবাচক ভাবে দেখা উচিত।আপনাদের মতামত আশা করছি।
jr. member
Activity: 266
Merit: 1
July 18, 2020, 12:44:59 AM
আমি বিটকয়েনে নতুন। তাই আমি বিটকয়েন সম্পর্কে জানতে চাই।  
আসসালামু আলাইকুম

আমিও বিটকয়েন্টক ফোরামে নতুন এসেছি কিন্তু অনেক বড় বড় সিনিয়রদের ভাইদের পোস্ট পড়ে আমি অনেক কিছু জানতে পেরেছি । তার থেকে  আপনাকে সামান্য কিছু জানানোর চেষ্টা করব । বিটকয়েন্টক ফোরামে প্রথমত Scammer এর কোন জায়গা নেই।
যেহেতু আপনি এখানে নতুন এসেছেন সেহেতু আপনাকে বলব যে আপনি এখানে কাজ করবেন অত্যন্ত সুন্দরভাবে এবং সৎ ভাবে কাজ করবেন আপনার দ্বারা কারো ক্ষতি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং আপনি ভুলেও কোন SCAMMERহতে যাবেন না এতে আপনার বিপদ হবে।অবশেষে আমি আপনাকে একটি কথাই বলবো এখানে কাজ করতে হলে আপনাকে প্রথমে সবকিছু ভালোভাবে বুঝতে হবে আর ভালোভাবে বোঝার জন্য আমি এই সিনিয়র ভাইটির একটি পোষ্টের লিংক আপনাকে শেয়ার করতেছি এই পোস্টটি ভালোভাবে পড়বে এতে করে আপনি সবকিছু করতে পারবেন।

https://bitcointalksearch.org/topic/m.54670086
legendary
Activity: 1526
Merit: 1026
July 17, 2020, 10:44:08 PM
কেউ কি বলতে পারবেন বিটকয়েন এর রেট কি আবার বাড়বে কিনা কেউ জানলে জানাবেন

অর্থনৈতিক মন্দা বা যে কোন আপদকালিন সময়ে বিটকয়েনের দাম বাড়ার সম্ভাবণা থাকে।  যদিও অনেক কিছুর উপর বিষয়টা নির্ভর করে।  কি হবে যদি মানুষ ইউএসডির উপর আস্থা হারিয়ে ফেলে?ব্রেক্সিট একটা বড় ইস্যু। চায়না আমেরিকা  অথবা চায়না ইন্ডিয়া যুদ্ধ ? যেসকল ক্রিপ্টো অলরেডি স্টেবল বা ভাল কয়েন হিসেবে পরিচিত, মানুষ ঐসকল  ক্রিপ্টোকারেন্সি তে অর্থ বিনিয়োগ করবেন। এর বিপরীত হতে পারে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 17, 2020, 05:42:23 AM
কেউ কি বলতে পারবেন বিটকয়েন এর রেট কি আবার বাড়বে কিনা কেউ জানলে জানাবেন
বিটকয়েন এখন ৯-১০ হজার ডলারের মধ্যে উঠানামা করতেছে এবং এতে অল্টকয়েনের মধ্য কিছুটা বৃদ্ধি দেখা দিলেও সকল অল্টকয়েন কিন্তু এখনো সেভাবে বৃদ্ধি পায়নি । আর বিটকয়েনকে বৃদ্ধি পাওয়ার জন্য কিছু রেজিস্ট্যান্ট জোন পার করতে হবে এবং এখনকার সময়ে ৯৪০০, ৯৭০০ আর ১০,০০০ ডলারের মূল্যগুলো যদি বিটকয়েন অতিক্রম করে এবং ১০ হাজার ডলারের উপরে অবস্থান করতে পারে, তাহলে হয়তো আমরা বিটকয়েনের মূল্যে বৃদ্ধি দেখতে পারবো।
newbie
Activity: 81
Merit: 0
July 17, 2020, 04:44:16 AM
কেউ কি বলতে পারবেন বিটকয়েন এর রেট কি আবার বাড়বে কিনা কেউ জানলে জানাবেন
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
July 17, 2020, 12:33:28 AM
বাউন্টি ছাড়াও ফোরাম থেকে আয় করার বিভিন্ন উপায়

আমার আগের পোস্টে আমি বলেছিলাম এই ব্যাপারে কিছু লিখা দিব যা আপনাদের উপকারে আসবে। তাই আমি নিয়ে আসলাম এই ব্যাপারে বিস্তারিত লিখা।
লেখা শুরু করার আগে একটি টিপসঃ আপনার যদি কোনো স্কিল থাকে অথবা প্রতিভা থাকে তাহলেই আপনি এখানে কাজ করতে পারবেন। যদি কোনো স্কিল না থাকে তাহলে আপনি এখনি একটি স্কিল ডেভেলাপ এর জন্য নেমে পড়ুন।


সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅
Telegram SHOP: Member and Post View Boost services

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিতে পারেন।
jr. member
Activity: 266
Merit: 1
July 16, 2020, 04:03:08 PM
আশা করি সবাই ভাল আছেন,
আমি একজন বাংলাদেশী-
আমি কিপ্টোকারেন্সিতে নতুন-তবে আমি এখন মোটামুটি জানি কিপ্টোকারেন্সি সম্পর্কে।
গতকাল যখন কিছু হ্যাকার সেলিব্রিটিদের টুইটার একাউন্ট হ্যাক করে মিথ্যা গিভওয়ের নামে বিটকয়েন লুটে নিচ্ছিলেন তখন আমি কিছুটা ভয় পাচ্ছিলাম, কারন আমি বিটকয়েন হোল্ডার।
ভাবছিলাম হয়তো বিটকয়েনের মূল্য কমে যাবে।
যাইহোক হ্যাকাররা বেশি সুবিধা করতে পারেনি।
তাই আমি অনেক খুশি।
আশা করি বিটকয়েনের ভবিষ্যত আরও উজ্জ্বল হবে।
সবাইকে ধন্যবাদ।।
Jump to: