Author

Topic: বাংলা (Bengali) - page 446. (Read 5724082 times)

member
Activity: 868
Merit: 15
July 06, 2020, 09:41:26 PM
Sorry for the long post.Ar ami ki ai forum e Banglish likte parbo Ami Bangla likhte onek problem face kori.
~

@Review_Master আপনাকে ধন্যবাদ খুব সুন্দর করে সবসময় তথ্যবহুল পোস্ট করে সাহায্য করার জন্যে, কিন্ত কিছু বিষয় মনে রাখা জরুরী যেমন কোনো ছবি বা কোনো পোস্ট যদি আপনার না হয় তাহলে অবসশই "quote" করে পোস্ট করতে হবে এছারা আপনার পরোবর্তিতে  সমস্যা হতে পারে যেহেতু অন্যের তথ্য ব্যবহার করলে কোনো সোর্স লিঙ্ক বা "quote" না করলে সেটা প্যালগোরাইজ হিসেবে গন্য করা হয়, আশা করি পরবর্তিতে পোস্ট করার সময়  একটু সতর্কতার সাথে পোস্ট করবেন আশা করি সামনে ভালো কিছু করতে পারেবেন, শুভ কামনা রইল।

quote ফরম্যাট।
Code:
[quote]আপনি যখন অন্য কার পোস্ট বা তথ্য ব্যবহার করবেন[/quote]

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 04, 2020, 12:43:26 PM
আমি এখানে কি ভাবে মেরিট পাওয়া যাবে
আপনাকে বাংলাদেশ লোকাল বোর্ডে স্বাগতম এবং এইখানে পোষ্ট করার পূর্বে অবশ্যই লোকাল বোর্ডের নিয়ম ও নতুনদের জন্য লিংক করে দেয়া পোষ্টগুলো পড়ে নিবেন। আপনার জন্য নিচের (২) নং পোষ্টটিতে সঠিক উত্তর পেয়ে যাবেন এবং অন্যান্য পোষ্টগুলোও নতুন হিসেবে পড়ে নিবেন। আর এরপরও যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় প্রশ্ন করুন । আপনার প্রশ্নের উত্তর দেয়ার জন্য সকল উচ্চপদস্থ ব্যবহারকারীরা সবর্দা সহায়ক হিসেবে রয়েছেন।


গুরুত্বপূর্ণ পোষ্টের নাম | পোষ্টের লিংক
(১) আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী? | সম্পূর্ণ পোষ্টটি পড়ার জন্য এখানে ক্লিক করুন
(২) মেরিট সংক্রান্ত ধারণা | সম্পূর্ণ পোষ্টটি পড়ার জন্য এখানে ক্লিক করুন
(৩) বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্ব-০১ | সম্পূর্ণ পোষ্টটি পড়ার জন্য এখানে ক্লিক করুন
(৪) ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার | সম্পূর্ণ পোষ্টটি পড়ার জন্য এখানে ক্লিক করুন


jr. member
Activity: 532
Merit: 2
July 04, 2020, 09:44:12 AM
আমি এখানে কি ভাবে মেরিট পাওয়া যাবে
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 04, 2020, 02:41:57 AM
Sorry for the long post.Ar ami ki ai forum e Banglish likte parbo Ami Bangla likhte onek problem face kori.
না আপনি এখানে বাংলিশে লেখতে পারবেন না । একটু @BitcoinDream এর আবেদনের পোষ্টটি পড়ে দেখেন, সেখানে সকল উচ্চপদস্থ মেম্বাররা বলেছেন যে," বাংলাদেশ লোকাল বোর্ডে ভালো কোনো পোষ্ট নেই এবং এর উপর সবাই বাংলা ব্যবহার না করে ইংরেজিতে অর্থ্যাৎ বাংলিশে সবাই লেখতেছে।" আমরা বাংলার জন্য রক্ত দিলাম কিন্তু যদি এই বাংলাতে না লেখি তাহলে কি লাভ হইলো এবং বাংলার নিজস্ব বর্ণ আছে। তাই আমাদের সকলের উচিত বাংলায় লেখা এবং এই লোকাল সেকশনে বাংলার সঠিক ব্যবহার করা। আর @Shohag123 আপনার হয়তো শুরুরদিকে বাংলাতে লেখতে সমস্যা হতে পারে, কিন্তু যখন প্রতিদিন বাংলায় লেখবেন তখন আর সমস্যাবোধ করবেন না । এটি আমারও শুরুদিকে হইছিল। আর মোবাইলে রিডমিক কিবোর্ডের "জাতীয়" সেটিংস এবং কম্পিউটারে অভরো কিবোর্ডের "ন্যাশনাল (জাতীয়)" সেটিংসটি ব্যবহার করতে পারেন । কারণ  রিডমিক কিবোর্ডের "জাতীয়" সেটিংস এবং কম্পিউটারে অভরো কিবোর্ডের "ন্যাশনাল (জাতীয়)" সেটিংসটির কিওয়ার্ড/বর্ণগুলোর অবস্থান একই রকম ।
বি:দ্র: উপরোক্ত ছবিটি আমার নিজের কম্পিউটার ব্যবহার করে স্ক্রিনশট নেওয়া ছবির অংশ ,যা আমি "Snipping Tool" সফটওয়্যার ব্যবহার করে নিয়েছি
member
Activity: 385
Merit: 12
July 03, 2020, 11:44:36 PM


বিটকয়েটক ফোরামে একাউন্ট করছি অনেক দিন হলো। মোটামুটি কিছু নিয়ম-কানুন জানি কিন্তু বাউন্টির কাজ ভালোভাবে বুঝি না বলে কোনো বাউন্টিতে পারটিসিপেট করি না। বাউন্টি বলে অনেক স্ক্যাম হয় আর স্ক্যাম বাউন্টিতে জয়েন করলে আইডি অনেক প্রব্লেম ফেস করতে হয়। কোনটা স্ক্যাম বাউন্টি আর কোনটা রিয়েল বাউন্টি ধরতে পারি না  বলে জয়েন হই না। এখন যারা বাউন্টির কাজ করেন তাদের কাছে প্রশ্ন বাউন্টি বিষয় নিয়ে আলোচনা করলে আমরা যারা নতুন তারা অনেক কিছু শিখতে পারতাম বা কাজ করতে পারতাম।

Apni kono bounty project e join korara age project ar telegram,Twitter and facebook etc account kobe open korse ta check korte paren.Jodi noton hoy and shudu bounty r post dei or airdrop ar post dei tahole scam howar chance ase.Tachara tader Main Bitcointalk ta te giye deikhen kirokhom response manusher.Sadaronoto ekta project ar main Bitcointalk thake+ Bounty r jonno ekta Bitcointalk thake.

Ar tarpor o onek project real mone hoy onek hype create kore But tarpor o scam kore.Recent example Kingcasino bounty.12 weeks running korse But 11 weeks pore scam hoyse.

Btw bhai apni Bounty detective channel +Wapinter channel ase telegram e.Tara sob somoy payment kore.But project scam korle tu ar Bounty manager ar kisu korar nei.
Ar Bitcointalk e search diye deikhen sobsomoy Legendary or senoir member ra kon bounty r signature campaign kore.Agula dekhi atleast apni sei bounty r Social media bounty te join korte parben.

Sorry for the long post.Ar ami ki ai forum e Banglish likte parbo Ami Bangla likhte onek problem face kori.
member
Activity: 385
Merit: 12
July 03, 2020, 10:25:20 PM
করোনা ভাইরাসের জন্য বেশ কিছু প্রজেক্ট সাকসেস হতে হতেও হচ্ছে না।  অনেক CEO আক্ররান্ত হয়ে পড়েছে Covid-19.  আশা করা যায় করোনা ভাইরাস থেকে তারা সুস্থ হলেই সাকসেস হবে তাদের প্রজেক্ট গুলো
করোনা ভাইরাস এর দোহায় দিয়ে অনেক প্রজেক্ট scam করছে।বর্তমান তথ্য প্রযুক্তির যুগ। অনেক প্রজেক্টই ঘরে বসে কাজ চালাচ্ছে।তবে করোনা ভাইরাসের কারনে প্রজেক্টের কাজ কিছুটা ব্যাহত  হচ্ছে।কিন্তু এখন অনেক প্রজেক্টের CEO  রা এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।সম্প্রতি kingcasino নামে একটি প্রজেক্ট exit scam করেছে।বর্তমানে এরকম অনেক প্রজেক্ট আছে যারা করোনা ভাইরাসের দোহায় দিয়ে বন্ধ করে দিয়েছে। kingcasino এর IEO চলেছিল Latoken এবং Exmarket  এর মত Exchanger এ। IEO র রেসপন্স ও ভালো ছিল। যেই প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে করোনা ভাইরাসের দোহায় দিয়ে সে প্রজেক্ট চালু হওয়ার সম্ভাবনা খুবই কম।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 03, 2020, 01:46:20 PM
যখন post দিসিলাম, ঐটা ১ ডলার মতন আসিল। সেইখান দিয়া প্রায় ১.৭৫ ডলার অব্দি গেসলো। অহন আবার খানিকটা কমসে দেখতাসি।

আপনি যদি চান শর্ট ট্রেড করতে পারেন ,কিন্তু নিজের বিচার-বিশ্লেষণ করার পর এবং অবশ্যই চেষ্টা করবেন স্টপ-লস ব্যবহার করার। তবে আমার কাছে মনে হচ্ছে Compound ও DMM টোকেন দুইটি শুধুমাত্র হাইপের উপর চলতেছে। কারণ Compound টোকেনের এমন মূল্য বৃদ্ধির পর থেকে অনেক Defi প্রজেক্ট মার্কেটে চালু হচ্ছে , যেগুলো কিছুদিন আগে পর্যন্ত মার্কেট ছাড়ার পর্যায়ে ছিল। তাই এখন কেউ Defi প্রজেক্টে যদি ট্রেডিং করতে চান, তাহলে অবশ্যই নিজেদের রিস্কে ট্রেড করিয়েন এবং অন্যদের ট্রেডিং কপি না করায় ভালো।
member
Activity: 86
Merit: 27
July 03, 2020, 01:28:10 PM
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
July 02, 2020, 01:38:19 PM
পিসি এবং মোবাইলে দুই জাগায় লগ ইন করি তাহলে কি একাউন্ট এর সমস্যা হবে??   
নাহ আপনি যে কোনো ডিভাইসে  লগইন করতে পারবেন। এতে কোনো সমস্যা হবেনা।  আপনার একাউন্টএর সুরক্ষার জন্য কারো সাথে পাসওয়ার্ড শেয়ার করা থেকে বিরত থাকুন। আর সিকিউরিটি কোশ্চেন সেট করতে পারেন।  
newbie
Activity: 191
Merit: 0
July 02, 2020, 12:26:50 PM
পিসি এবং মোবাইলে দুই জাগায় লগ ইন করি তাহলে কি একাউন্ট এর সমস্যা হবে??   
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 02, 2020, 08:47:32 AM
আমি এই ফোরামের নতুন।আপনাদের সহযোগিতা আশা করছি।
আপনাকে বাংলাদেশ লোকাল বোর্ডে স্বাগতম এবং এইখানে পোষ্ট করার পূর্বে অবশ্যই এইখানে ক্লিক করে লোকাল বোর্ডের নিয়ম ও নতুনদের জন্য লিংক করে দেয়া পোষ্টগুলো পড়ে নিবেন। এছাড়াও যেসব পোষ্ট অন্যান্য নতুনরা এইখানে ইতিমধ্যে করেছে, সেই একই পোষ্ট কপি করে পোষ্ট করা থেকে বিরত থাকুন। অন্যথায় স্পামিং হিসেবে পোষ্টগুলো ধরা হবে এবং এইখানে স্পামিং না করায় ভালো। অবশ্যই পূর্ববর্তী পোষ্টগুলো পড়ার পর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় প্রশ্ন করুন । আপনার প্রশ্নের উত্তর দেয়ার জন্য সকল উচ্চপদস্থ ব্যবহারকারীরা সবর্দা সহায়ক হিসেবে রয়েছেন।

কিছু গুরুত্বপূর্ণ পোষ্ট :

১. আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?

২. বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্ব-০১

৩. মেরিট সংক্রান্ত ধারণা

৪. ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার

newbie
Activity: 1
Merit: 0
July 02, 2020, 06:56:13 AM
আমি এই ফোরামের নতুন।আপনাদের সহযোগিতা আশা করছি।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
July 01, 2020, 11:08:15 AM
আমি বিটকয়েনে নতুন। তাই আমি বিটকয়েন সম্পর্কে জানতে চাই। 
আপনাকে ফোরামে স্বাগতম। আশাকরি আপনার এই ফোরামের যাত্রা শুভ হবে। প্রথমেই এই ফোরামের রুলস গুলো পড়ে নিন। এছাড়া আমাদের আগের পোস্ট গুলো দেখতে পারেন অনেক কিছু জানতে পারবেন। তারপরও যদি কিছু জানতে চান আমাদের কে প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।



Hello...

একটি ছোট্ট টিপসঃ যদি ফোরামে আইডি টিকিয়ে রাখতে চান তাহলে এই ধরনের ১শব্দের পোস্ট দেওয়া থেকে বিরত থাকুন। না হয় স্প্যামিং এর জন্য আপনি ব্যান হবেন। আর আপনার যত ধরনের প্রশ্ন থাকবে সব ১টি পোস্টেই উল্ল্যেখ করবেন। ধন্যবাদ।
newbie
Activity: 5
Merit: 0
July 01, 2020, 10:41:45 AM
আমি বিটকয়েনে নতুন। তাই আমি বিটকয়েন সম্পর্কে জানতে চাই। 
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 28, 2020, 10:42:38 AM
করোনা ভাইরাসের জন্য বেশ কিছু প্রজেক্ট সাকসেস হতে হতেও হচ্ছে না।  
আপনি  ঠিক বলেছেন Covid - 19 এর কারণে পুরো অনলাইন প্ল্যাটফর্ম
ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
আপনার কথাটি শুধুমাত্র সেন্ট্রালাইজ বা এককেন্দ্রিক ব্যবস্থাগুলোর ক্ষেত্রে সঠিক, কিন্তু ব্লকচেইনের প্রজেক্টের জন্য সম্পূর্ণ সঠিক নয়। আর যদি আপনি নতুন অল্টকয়েন প্রজেক্টের কথা বলেন, তাহলেও সেটি বাস্তবিক ক্ষেত্রে সঠিক নয়। কারণ যেসব প্রকৃত বা ভালো প্রজেক্ট এই ক্রিপ্টোকারেন্সি কিংবা ব্লকচেইনের দুনিয়াতে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে কিংবা করে ,তারা কখনোই থেমে থাকবে না এবং তারা শুধুমাত্র বিনিয়োগকারীর অপেক্ষায় থাকে না। তারা অবশ্যই নিজেদের প্রজেক্টের সঠিক তত্ত্বাবধানের জন্য স্পন্সার/তত্ত্বাবধানকারী খুজে নেবে যেন বিনিয়োগকারী না হলেও প্রজেক্টের কাজ চলতে থাকে। আর যেসব নতুন প্রজেক্ট শুধুমাত্র উরা-ধুরা স্বপ্ন দেখায় হইটপেপারে বলে, আমরা ব্লকচেইন দুনিয়া এটা করব ওটা করব , আবার কম সবচেয়ে মূল্যের ২-১০গুণ মুনাফা পাবেন। এই ধরনের সকল প্রজেক্ট শুধুমাত্র বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা/অর্থ উত্তোলনের জন্য আসে। টাকা/অর্থ তোলা শেষে একটা ফালতু এক্সচেঞ্জে লিস্ট করে গায়েব হয়। তাই সকলে এই করোনার সময় যদি কোনো প্রজেক্টে বিনিয়োগ করেন কিংবা কোনো কয়েন/টোকেনে ট্রেড করেন। তাহলে অবশ্যই নিজেদের বিচার-বিশ্লেষণ করবেন এবং অন্যের কথায় ধনী হওয়া চেষ্টা না করায় ভালো।  Wink

Grin Grin বিভিন্ন নতুন অল্টকয়েন প্রজেক্টের বাস্তবতা  Grin Grin
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
June 27, 2020, 02:17:48 PM
বিভিন্ন সময়ে করা গুরুত্বপূর্ণ কিছু post শুরুর post থেকে link করা হলো। আশা করবো নবাগতদের কাজে লাগবে। আরো ভালো post পেলে যে কেউ এই post টি quote করে এই thread এই জানাতে পারেন। সংকলন বিবেচনাসাপেক্ষ।
newbie
Activity: 784
Merit: 0
June 27, 2020, 01:33:41 AM
আচ্ছা ভাইয়ারা আমার আরেকটা একাউন্ট ছিলো যেটা কালকে হঠাৎ লক করে দেয় এবং ফোরাম থেকেও আমাকে লক করে দেয়া হয়.... কিন্তু কেনো করলো বুজতেছিনা.. আমি তাদেরকে মেইল করছি কোনো কাজ হচ্ছে না...কি করলে আইডি পাবো কেউ জানলে জানাবেন!  ধন্যবাদ
আইডি লিংক https://bitcointalksearch.org/user/parvinmw-1973924
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 27, 2020, 12:29:00 AM
Bah. Darun hoyeche. Amader bangladeshi community khub ekta informative na. Apnar moto effort debar somoy ekhon hoyna kintu apnake dhonnobad dite karponno korbona.
Amra jara purano tara vaggoban, karon merit system chalu hobar pore notunder pokkhe upgraded member hoa tough, nearly impossible hoye geche. Tai signature campaign gulote notun ra participate korte parlona.
Apnader kono help lagle reply diben. Try korbo

ধন্যবাদ @malekbaba এবং আশা করি আপনি "বাংলাদেশ লোকাল সেকশনে" সকলকে আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করবেন এবং যেকোনো সমস্যায় পাশে থাকবেন। আপনার কাছে একটিমাত্র অনুরোধ থাকবে আর সেটি হলো , লেখাগুলো যদি বাংলায় লেখেন তাহলে এই লোকাল বোর্ডটি খুবই উপকৃত হবে। কারণ এই লোকাল সেকশন চালু করেন @BitCoinDream এবং তিনি আমাদের উপকারের জন্য অর্থ্যাৎ বাংলাদেশের নিজস্ব sub-forum এর আবেদন করেন । যেখানে সকল উচ্চপদস্থ মেম্বার বা ব্যবহারকারীদের মূল্য অভিযোগ্য ছিল যে, লোকাল সেকশনটিতে ইংরেজিতে অনেক পোষ্ট রয়েছে এবং সেই তুলনায় বাংলা বর্ণমালায় পোষ্টের পরিমাণ খুবই কম। তাই আমরা তখন বাংলাদেশের জন্য একটি নিজস্ব sub-forum পাইনি। তাই আমাদের সকলকে এখানে বাংলা বর্ণমালায় লেখতে হবে এবং ভালো ভালো পোষ্ট দিয়ে লোকাল সেকশনটিকে সমৃদ্ধ করতে পারলে , আমরা হয়তো নিজস্ব sub-forum একদিন পাব। আর আপনি যেহেতু আমাদের এখানকার সবচেয়ে পুরাতন এবং অভিজ্ঞ একজন যেমনটা @BitCoinDream , তাই আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে।  Smiley Cheesy
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 27, 2020, 12:10:17 AM
ভাই কেউ DMG তে invest করতেসেন কি?

https://www.coingecko.com/en/coins/dmm-governance
এই টোকেনটির শুধুমাত্র হাইপ/ফোমো তৈরি হইছিল যে, এটি হতে যাচ্ছে পরবর্তী Compound টোকেন । কারণ Compound টোকেন যখন শুরু হয়,তখন এর মূল্য ছিল মাত্র $৬০ এবং এটি পরবর্তীতে $৩০০+ মূল্যে পৌছায় এবং যারা ইনভেস্ট/বিনিয়োগ করছিলেন, তারা প্রায় ৪-৫গুণ লাভ করে। কিন্তু এখানে একটি বিষয় সকলের লক্ষ্য করা উচিত, Compound টোকেনের মূল্য এত বূদ্ধির একটি সবচেয়ে বড় কারণ হলো এটি Coinbase এ লিস্ট হয় । আর যারা ক্রিপ্টো নিয়ে সবসময় বিশ্লেষণ করেন, তারা জানেন যে, যদি কোনো টোকেন/কয়েন Coinbase এ লিস্ট হয়, তখন সেই কয়েনের মূল্যের বূদ্ধি হয় অর্থ্যাৎ কয়েন/টোকেন পাম্প হয়। এটি ছিল সবচেয়ে বড় একটি কারণ যার জন্য  Compound টোকেনের মূল্য এতটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও Binance এ লিস্টিং এর খবরও শুরুদিকে ক্রিপ্টো-লাভারদের মধ্যে আলোচনার বিষয় ছিল। আর এই ধারাবাহিকতায় DMM Governance টোকেনটি শুরু হলে হাইপ/ফোমো তৈরি হয় এবং এটির মূল্য প্রায় ২ গুণে চলে যায়। কিন্তু হাইপ বা ফোমো বেশিদিন টেকসই হয় না, তাই পরবর্তীতে মূল্যের অধপতন হয় এবং আবার বৃদ্ধি হতে শুরু করে। তবে আপনি চাইলে ট্রেড করতে পারেন , কিন্তু কখনোই অনেকদিনের জন্য হোল্ড করার চিন্তা না করলে ভালো। শুধুমাত্র কম সময়ের জন্য ট্রেড করুন এবং লাভ হলেই ওই কয়েন/টোকেন থেকে সরে পড়ুন। অন্যকোনো ভালো কয়েনে ইভেন্ট দেখে ট্রেড শুরু করেন। এতে অল্প লাভ হলেও বেশি ক্ষতির সম্ভাবনা কম।
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 26, 2020, 10:16:10 PM
আমি এই ফোরামের নতুন সদস্য।আপনাদের সহযোগিতা আশা করছি।

প্রথমত আপনাকে ফোরামের নিয়ম কানুন শিখতে হবে। ফোরামের রুলসগুলো ভালোভাবে পড়ে  নিতে হবে। রুলসগুলো মেনে চলতে হবে,,

এই ফোরামে কিভাবে কাজ করতে হয়?
আর এইখান থেকে কি ইনকাম করা যায়?

হ্যা এখান থেকে ইনকাম করা যায় বাউন্টি করে।

যদি যায় তাহলে কিভাবে ইনকাম করব?

এই থ্রেডে গিয়ে বাউন্টি পাবেন অনেক তবে হ্যা দেখেশুনে জয়েন হবেন
কারণ রিসেন্টলি বাউন্টি স্ক্যাম হচ্ছে
বাউন্টি.   https://bitcointalk.org/index.php?board=238.0
Jump to: