Author

Topic: বাংলা (Bengali) - page 447. (Read 5724774 times)

jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 26, 2020, 10:16:10 PM
আমি এই ফোরামের নতুন সদস্য।আপনাদের সহযোগিতা আশা করছি।

প্রথমত আপনাকে ফোরামের নিয়ম কানুন শিখতে হবে। ফোরামের রুলসগুলো ভালোভাবে পড়ে  নিতে হবে। রুলসগুলো মেনে চলতে হবে,,

এই ফোরামে কিভাবে কাজ করতে হয়?
আর এইখান থেকে কি ইনকাম করা যায়?

হ্যা এখান থেকে ইনকাম করা যায় বাউন্টি করে।

যদি যায় তাহলে কিভাবে ইনকাম করব?

এই থ্রেডে গিয়ে বাউন্টি পাবেন অনেক তবে হ্যা দেখেশুনে জয়েন হবেন
কারণ রিসেন্টলি বাউন্টি স্ক্যাম হচ্ছে
বাউন্টি.   https://bitcointalk.org/index.php?board=238.0
newbie
Activity: 19
Merit: 0
June 26, 2020, 08:51:40 PM
বিটকইনটেল্ক এর কাজ করার জন্য ভাল কোন টেলিগ্রাম গ্রুপ আছে যে সাপুট পাওয়া যাবে।
member
Activity: 86
Merit: 27
June 26, 2020, 11:24:51 AM
ভাই কেউ DMG তে invest করতেসেন কি?

https://www.coingecko.com/en/coins/dmm-governance
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 25, 2020, 09:58:30 PM
করোনা ভাইরাসের জন্য বেশ কিছু প্রজেক্ট সাকসেস হতে হতেও হচ্ছে না। 
আপনি  ঠিক বলেছেন Covid - 19 এর কারণে পুরো অনলাইন প্ল্যাটফর্ম
ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
June 24, 2020, 07:47:13 AM
বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্ব-০১  Cheesy


খুব সন্দর হয়েছে। আশা করা যায় নতুন নতুন ক্রিপ্টো লাভারদের অনেক উপকার হবে উপরের তথ্য গুলো জানতে পেরে। ধন্যবাদ এমন সুন্দর করে গুছিয়ে লিখার জন্য।
legendary
Activity: 1526
Merit: 1026
June 23, 2020, 05:42:00 PM
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 23, 2020, 07:57:28 AM
ক্রিপ্টোজগতের সাধারণ বিষয় ১০১ | পর্ব-০১


বিটকয়েনটক ফোরামের সকল বাংলাদেশি নতুন মেম্বারদের উদ্দেশ্য একটি ভালো উপায় দিলাম, এটি ব্যবহার করলে আশা করি আপনাদেরকে আর এইখানে একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে হবে না। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এইটা বুঝতে পারছি যে, বাংলাদেশি অধিকাংশ বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীরা এয়ারড্রপ না হয় বাউন্টির কাজ করার মাধ্যমে এই ফোরাম সম্পর্কে জানতে পেরেছে। কারণ অধিকাংশ নতুন ব্যবহারকারীরা এইখানে এসেই বাউন্টি কিংবা কিভাবে ফ্রী অর্থ উপার্জন করা যায়, সেই বিষয়টি সম্পর্কে জানতে চায়। কেউ কখনোই বিটকয়েন ও ব্লকচেইন সম্পর্কে জানতে চায় না এবং এমনও বিষয় লক্ষ্য করছি যে, অনেকে বিভিন্ন ব্লকচেইন সম্পর্কে জানে না।
সবাই এমন একটি ভুল ধারণার মধ্যে আছে যে, ক্রিপ্টোকারেন্সি মানে বিটকয়েন , আর ওয়ালেট মানেই শুধু কয়েনবেজ বা ট্রাস্ট ওয়ালেই , এক্সচেঞ্জ মানেই বাইন্যান্স বা কিউকয়েন আর বিটকয়েনটক ফোরাম না এটি ফ্রী ইনকামের আড্ডাখানা।
যারা এমন ধারণার মধ্যে আছেন , তাদের জন্য এই পোষ্টটি এবং তারা অন্যদের বেশি সহযোগিতা ছাড়া কেমন করে বিটকয়েন ও ব্লকচেইন সম্পর্কে ব্যাপক জানতে পারবেন , সেটির একটি  Grin নিন্জা টেকনিক বলব প্রশ্ন-উত্তর পদ্ধতিতে:


প্রশ্ন-০১: বিটকয়েনটক ফোরামটি কি এবং কাদের জন্য ?
------------------------------------------------
উত্তর: বিটকয়েনটক ফোরামটি ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে কৌতুহলী ব্যক্তি ও প্রেমিদের জন্য এবং এখানের নতুন ব্যবহারকারীরা বিটকয়েন ছাড়া অন্যান্য সকল ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইনের নিত্যনতুন বিষয় জানতে পারবে ও উচ্চপদের সকল ব্যবহারকারীরা নতুনদেরকে সহযোগিতা করে থাকে ।

প্রশ্ন-০২: মেরিট কী এবং এটির গুরুত্ব কি?
------------------------------------------------
উত্তর: বিটকয়েনটক একটি সম্পূর্ণ মুক্ত ফোরাম এবং এখানে যেকেউ একাউন্ট তৈরি করতে পারবে। তাই কিছু সমস্যার সৃষ্টির হয় এবং সেটি হলো স্প্যামাদের/স্ক্যামাদের সংখ্যা ও অপব্যবহাকারীদের সংখ্যা বৃদ্ধি । আর এর সমাধান হিসেবে এডমিনিস্টররা মেরিট পদ্ধতির উদ্ভাবন করেন। এতে আপনি কতটা এই ফোরামের জন্য গুরুত্বপূর্ণ ব্যবহারকারী সেটি বুঝা যায়। এছাড়াও যারা উচ্চপদের ব্যবহারকারী তারা খুবই অভিজ্ঞ ও নির্ভরযোগ্য হয়ে থাকেন।  তাই যেকোনো লেনদেনে সহযোগিতার পাশাপাশি যেকোনো প্রয়োজনে সহযোগিতা করে থাকেন।

প্রশ্ন-০৩: ক্রিপ্টোকারেন্সি মানেই কি বিটকয়েন?
------------------------------------------------
উত্তর: ক্রিপ্টোকারেন্সি মানেই বিটকয়েন না । তবে ব্লকচেইনের সর্বশ্রেষ্ঠ উদ্ভাবন হচ্ছে বিটকয়েন এবং বিটকয়েন ছাড়াও আরো অন্যান্য ক্রিপ্টোকারেন্সি আছে , যারা বিটকয়েন ব্লকচেইনের সীমাবদ্ধতা ছিল বা যেসবের সমাধান বিটকয়েন দিতে পারেনি. সেসব সীমাবদ্ধতা বা সমস্যার সমাধানের উদ্দেশ্যে পরবর্তীতে উদ্ভাবন হয়েছে।

প্রশ্ন-০৪: ক্রিপ্টো ওয়ালেট মানেই কি কয়েনবেজ বা ট্রাস্ট ওয়ালেট?
------------------------------------------------
উত্তর: না, কিন্তু কয়েনবেজ বা ট্রাস্ট ওয়ালেট যেকোনো নতুন ব্যবহারকারীর জন্য খুবই সহজ এবং জনপ্রিয়। এছাড়াও কয়েনবেজে ই-মেলে কোনো ফি ছাড়া লেনদেন করা যায় ( এটি অবশ্য আপহোল্ড ওয়ালেটেও আছে ) । ক্রিপ্টোকারেন্সির লেনদেনের জন্য সিস্টেম অনুযায়ী বিভিন্ন ওয়ালেট আছে। যেমন: Ledger Nano X, Trezor Hardware Wallet, Exodus , Guarda , Coinomi Mobile Wallet, Atomic Wallet, Jaxx Wallet প্রভৃতি একইসাথে একের অধিক ক্রিপ্টোকারেন্সির লেনদেনে ও সংরক্ষণের জন্য কিছু জনপ্রিয় ওয়ালেট । এছাড়াও নিজস্ব ব্লকচেইনের জন্য প্রত্যেকটি ক্রিপ্টোকারেন্সির অফিসিয়াল ওয়ালেট রয়েছে।

প্রশ্ন-০৫: ক্রিপ্টো এক্সচেঞ্জ মানেই কি বাইন্যান্স কিংবা কিউকয়েন?
------------------------------------------------
উত্তর:  না , ক্রিপ্টো এক্সচেঞ্জ মূলত দুই প্রকারের হয়। যেমন:
Quote
সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ:  যেসব এক্সচেঞ্জের সকল কার্যক্রম কোনো প্রতিষ্ঠান কিংবা কিছু ব্যক্তি দ্বারা পরিচালিত হয় এবং ব্লকচেইনের সম্পূর্ণ দরকার হয় না। শুধুমাত্র এক্সচেঞ্জের সকল ক্রিপ্টো সুরক্ষিত রাখার জন্য প্রত্যেকটি ব্লকচেইনের নিজস্ব কিছু কন্ট্রাক এড্রেস ব্যবহার করে থাকে।

ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ: এইসব এক্সচেঞ্জ মূলত যেকোনো একটি ব্লকচেইনকে ব্যবহার করে এক্সচেঞ্জের সকল কার্যক্রম করে থাকে। সহজ ভাষায় বলা যায় যে, এক্সচেঞ্জের সকল বাই-সেল ব্লকচেইনের কনফার্মেশনের মাধ্যমে হয়ে থাকে এবং কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের অধীনে কার্যক্রম পরিচালিত হয়। আর এইসব এক্সচেঞ্জ সুরক্ষিত বেশি, কারণ ওয়ালেটের প্রাইভেট কি বা ওয়ালেটের প্রবেশাধিকার চাবি নিজের কাছে থাকে। তাই ক্রিপ্টো হারানোর সম্ভাবনা খুবই কম থাকে, যদি অন্য কেউ আপনার ওয়ালেটের প্রাইভেট কি না পায়।

প্রশ্ন-০৬: এয়ারড্রপ কিংবা বাউন্টি বিষয়টি কী এবং এখানে কাজটি করবোই বা কেন?
------------------------------------------------
উত্তর: নতুন সকল ব্লকচেইন প্রজেক্ট তাদের প্রচারের জন্য কিছু ক্যাম্পেইন করে থাকে, যেখানে প্রজেক্টটি সকল প্রচারকারীকে তাদের নিজস্ব ক্রিপ্টো টোকেন বা কয়েন পারিশ্রমিক হিসেবে দিয়ে থাকে। এয়ারড্রপে সাধারণত প্রজেক্টের সোশাল মিডিয়াগুলো ফলো/লাইক করতে হয় এবং বাউন্টির কাজগুলো বেশি সময় নিয়ে সম্পন্ন করতে হয়। বাউন্টিতে সাপ্তাহিক নির্দিষ্ট সংখ্যক সোশাল মিডিয়ার পোষ্টগুলো লাইক ও শেয়ার করতে হয়। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, (১)এতে প্রজেক্টের কি লাভ এবং (২) আমরা কেনই বা এই কাজটি করব। তার উত্তর হলো (১) প্রজেক্টটির যেহেতু অর্থের দরকার উন্নয়ন কাজের জন্য ও এই জন্য যদি তারা একজন ফ্রিল্যান্সারকে এসইও (SEO ) কিংবা সোশাল মিডিয়া মার্কেটিং (SMM) কাজের জন্য মনোনয়ন করে । তাহলে তারা হয়ত যথেষ্ট অর্থ উত্তোলন করতে পারবে না, কারণ ইনভেস্টররা/বিনিয়োগকারীরা প্রজেক্টের সোশাল মিডিয়া অবশ্যই দেখবে এবং যাচাই করবে যে, প্রজেক্টের কতগুলো সাপোর্টার আছে ও কতটা জনপ্রিয়। তাই প্রজেক্টগুলো তাদের প্রজেক্ট সম্পর্কে বিটকয়েনটক ফোরামে তাদের একটি ANN পোষ্ট তৈরি করে এবং এয়ারড্রপ ও বাউন্টি চালু করে। এতে একদিকে প্রজেক্টি কম খরচে যেমন তাদের প্রচার করে নিচ্ছে, তেমনি প্রচারকারীরা তাদের কাজের জন্য প্রজেক্টির ক্রিপ্টো টোকেন পাবে, যেটি পরবর্তীতে এক্সচেঞ্জে লিস্ট হলে প্রচারকারীরা তাদের কাজের পারিশ্রমিক সম্পূর্ণরূপে নিজেদের হাতে পেয়ে যাবে। এইভাবে প্রজেক্ট তাদের প্রচার করে এবং প্রচারকারীরা/বাউন্টিতে কাজ করা ব্যবহারকারীরা তাদের কাজের মাধ্যমে ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ইনকাম করতে পারে।

প্রশ্ন-০৭: আমি অনেক ইংরেজি লেখা বুঝতে পারি না , এটির সমাধান কি আছে?
------------------------------------------------
উত্তর: এটি প্রায় সকল নতুন ব্যবহারকারীদের সমস্যার মধ্যে প্রধান সমস্যা হয়ে থাকে। যদি কেউ এই সমস্যায় থাকে , তাহলে তাদেরকে আমার অভিজ্ঞতা থেকে এটি বলব যে, আপনারা গুগল ট্রান্সলেটর ( Google Translator ) ব্যবহার শুরু করুন। যখনই কোনো ইংরেজি বুঝতে পারবেন না, তখনই গুগল ট্রান্সলেটরে “ইংরেজি থেকে বাংলাতে” রূপান্তর করেন । এতে কিছুটা বুঝতে পারবেন যে, ইংরেজি লেখাটিতে কি বলছে। আর এইভাবে যতদিন যাবে ততই আপনার ইংরেজি বুঝতে পারবেন এবং ইংরেজি খুবই সহজ মনে হবে । ফলস্বরূপ এক ঢিলে দুই পাখি শিকার করতে পারবেন।

আজকে এইটুকুই , আপনাদের অন্যান্য কোনো সমস্যা থাকলে প্রশ্ন করুন । আমি পরবর্তীতে এইরকম “প্রশ্ন-উত্তর” পোষ্টের মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দিব।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
June 22, 2020, 10:13:31 AM
আমি এখানে একদম নতুন এক ভাইয়ের মাধ্যমে এই সাইটের ব্যাপারে জানতে পারি!! আমাকে আপ্নারা সবাই হেল্প করুন আপ্নাদের সাহায্য আশা করছি!
আমি কিভাবে রেংক বাড়াতে পারি?
এই বিষয়ে আপনার পোস্টের আগের পোস্টে আলোচনা করা হয়েছে ঐ গুলো ফলো করুন।  আশা করি বুজতে পারবেন।


ভাই এতটুকু তথ্য কনভে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাউন্টি বিষয়ক অনেক কিছু জনার আছে আপনার সাথে কন্টাক্ট করতে পারলে আমি অনেক উপকৃত হতাম। যাইহোক ভাই ধরেন একটা বাউন্টিতে জয়েন হলাম তারপর টুইটার ক্যাম্পেইন করলাম  রিপ্লে থেকে পোস্ট টা করলাম তারপর সাপ্তাহিক কাজ টা কিভাবে করে। মানে ভাই একটা বাউন্টি তো কয়েক সাপ্তহ হয় পরের সাপ্তহ কিভাবে কাজ করবো সেটাতো ভাই বুঝিনা।
একটা বাউন্টির কাজ ধাপে ধাপে কেমনে কি বা কিভাবে সাপ্তাহিক কাজ করতে হয়।
যদি বলতেন ভাই  তাহলে মনে হয় অনেকটা ধাপ এগিয়ে যাইতাম।

   

প্রত্যেক বাউন্টি এর রুলস আছে। আগে রুলসে পড়ে নিবেন যে সপ্তাহে কতটি টুইট এবং রিটুইট করতে হবে। তারপর প্রতি সপ্তাহে ঐ পরিমান টুইট/রিটুইট করে কাজ জমা দিতে হবে।

যেসব বাউন্টির কাজ ফর্মে দিতে হয় তা ফর্মে দিবেন৷ আর বাকি গুলো বাউন্টি থ্রেডে পোস্টকরে জমা দিবেন।  কোনো কোনো বাউন্টি তে প্রতি সপ্তাহে নতুন পোস্ট ক্রিয়েট করে  কাজ জমা দিতে হয় আবার কোনোটাতে একটি পোস্টকেই বার বার ইডিট করে প্রতি সপ্তাহের কাজ যোগ করতে হয়। এক্ষেত্রেআপনি রুলস পরে নিবেন যে ম্যানেজার কোনটা চাইছে।

আর কোনো বিষয়ে জানতে চাইলে জানাতে পারেন উত্তর দিতে চেষ্টা করব৷ আপনি দেখলাম যে ফুল পোস্ট কুয়োট করে রিপ্লাই দেন। ফুল পোস্ট কুয়োট না করে যতটুকু প্রয়োজন ততটুকু পোস্ট কুয়োট করুন। যেমন এই পোস্টে আমি শুধু আপনার  পোস্টের অংশ কুয়োট করেছি আপনার আগে যে malekbaba রিপ্লাইকরেছে ঐটা কুয়োট করিনি।   
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 22, 2020, 01:46:46 AM


বিটকয়েটক ফোরামে একাউন্ট করছি অনেক দিন হলো। মোটামুটি কিছু নিয়ম-কানুন জানি কিন্তু বাউন্টির কাজ ভালোভাবে বুঝি না বলে কোনো বাউন্টিতে পারটিসিপেট করি না। বাউন্টি বলে অনেক স্ক্যাম হয় আর স্ক্যাম বাউন্টিতে জয়েন করলে আইডি অনেক প্রব্লেম ফেস করতে হয়। কোনটা স্ক্যাম বাউন্টি আর কোনটা রিয়েল বাউন্টি ধরতে পারি না  বলে জয়েন হই না। এখন যারা বাউন্টির কাজ করেন তাদের কাছে প্রশ্ন বাউন্টি বিষয় নিয়ে আলোচনা করলে আমরা যারা নতুন তারা অনেক কিছু শিখতে পারতাম বা কাজ করতে পারতাম।


Jader rank valo, oi sokol bounty manager er kaj korte paren. Mone rakhben manager kintu campaign manage kore, project scam hobe na legit hobe eta manager sob somoy janbe ta noy. Notun hushebe facebook, twitter bounty korte paren, jodi apnar follower beshi hoy, income korte parben. Mone rakhben, forum theke income kora khub sohoj noy, honesty niye kaj korun, regular kaj korun. Amra sobai notun chilam, sobai aste aste shikhechi. Help lagle bolte paren
ভাই এতটুকু তথ্য কনভে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাউন্টি বিষয়ক অনেক কিছু জনার আছে আপনার সাথে কন্টাক্ট করতে পারলে আমি অনেক উপকৃত হতাম। যাইহোক ভাই ধরেন একটা বাউন্টিতে জয়েন হলাম তারপর টুইটার ক্যাম্পেইন করলাম  রিপ্লে থেকে পোস্ট টা করলাম তারপর সাপ্তাহিক কাজ টা কিভাবে করে। মানে ভাই একটা বাউন্টি তো কয়েক সাপ্তহ হয় পরের সাপ্তহ কিভাবে কাজ করবো সেটাতো ভাই বুঝিনা।
একটা বাউন্টির কাজ ধাপে ধাপে কেমনে কি বা কিভাবে সাপ্তাহিক কাজ করতে হয়।
যদি বলতেন ভাই  তাহলে মনে হয় অনেকটা ধাপ এগিয়ে যাইতাম।
legendary
Activity: 1526
Merit: 1026
June 21, 2020, 02:06:55 PM


বিটকয়েটক ফোরামে একাউন্ট করছি অনেক দিন হলো। মোটামুটি কিছু নিয়ম-কানুন জানি কিন্তু বাউন্টির কাজ ভালোভাবে বুঝি না বলে কোনো বাউন্টিতে পারটিসিপেট করি না। বাউন্টি বলে অনেক স্ক্যাম হয় আর স্ক্যাম বাউন্টিতে জয়েন করলে আইডি অনেক প্রব্লেম ফেস করতে হয়। কোনটা স্ক্যাম বাউন্টি আর কোনটা রিয়েল বাউন্টি ধরতে পারি না  বলে জয়েন হই না। এখন যারা বাউন্টির কাজ করেন তাদের কাছে প্রশ্ন বাউন্টি বিষয় নিয়ে আলোচনা করলে আমরা যারা নতুন তারা অনেক কিছু শিখতে পারতাম বা কাজ করতে পারতাম।


Jader rank valo, oi sokol bounty manager er kaj korte paren. Mone rakhben manager kintu campaign manage kore, project scam hobe na legit hobe eta manager sob somoy janbe ta noy. Notun hushebe facebook, twitter bounty korte paren, jodi apnar follower beshi hoy, income korte parben. Mone rakhben, forum theke income kora khub sohoj noy, honesty niye kaj korun, regular kaj korun. Amra sobai notun chilam, sobai aste aste shikhechi. Help lagle bolte paren
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 21, 2020, 04:25:08 AM


বিটকয়েটক ফোরামে একাউন্ট করছি অনেক দিন হলো। মোটামুটি কিছু নিয়ম-কানুন জানি কিন্তু বাউন্টির কাজ ভালোভাবে বুঝি না বলে কোনো বাউন্টিতে পারটিসিপেট করি না। বাউন্টি বলে অনেক স্ক্যাম হয় আর স্ক্যাম বাউন্টিতে জয়েন করলে আইডি অনেক প্রব্লেম ফেস করতে হয়। কোনটা স্ক্যাম বাউন্টি আর কোনটা রিয়েল বাউন্টি ধরতে পারি না  বলে জয়েন হই না। এখন যারা বাউন্টির কাজ করেন তাদের কাছে প্রশ্ন বাউন্টি বিষয় নিয়ে আলোচনা করলে আমরা যারা নতুন তারা অনেক কিছু শিখতে পারতাম বা কাজ করতে পারতাম।
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 21, 2020, 02:49:45 AM
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
June 19, 2020, 11:53:07 AM
Post Count বা Activity বাড়ানোর জন্যে কেউ এখানে দয়া করে spam করবেন না। পর পর ১-২ line এর post না করে যা বলার একটা post এ লিখুন। অন্যথায় একবারে সব delete করে দেওয়া হবে।

আপনিও পারেন এই thread তথা forum এর পরিচ্ছন্নতার কর্মসূচিতে অংশগ্রহণ করতে। কোনো ধরণের spam post দেখলে, নিচে ডানদিকে Report to moderator এ click করে report করুন। আপনার report যদি সঠিক হয়, forum moderator রা action নেবেন।
newbie
Activity: 13
Merit: 0
June 19, 2020, 12:28:14 AM
করোনা ভাইরাসের জন্য বেশ কিছু প্রজেক্ট সাকসেস হতে হতেও হচ্ছে না।  অনেক CEO আক্ররান্ত হয়ে পড়েছে Covid-19.  আশা করা যায় করোনা ভাইরাস থেকে তারা সুস্থ হলেই সাকসেস হবে তাদের প্রজেক্ট গুলো
newbie
Activity: 13
Merit: 0
June 18, 2020, 11:16:01 PM
Kivabe Bounty Te Join Hoben?

•Je Bounty Te join hote chan sey bounty er interface a jete hobe.
•Valo kore bounty Rules Porte Hobe
•Tar por Proof Authentication post korte hobe & Post link copy korte hobe
•Tar por apni je campaign a join hote chan sei campaign er registration for er opor click korte hobe.
•Tara from ja ja information dite bole sob information valo kore dite hobe
•sob information sothik vabe dawya hoye gale submit button a click korte hobe
•Akoi Vabe sob campaign registration korte parben.
•Sudu kicu information Binno hobe.                

Kivabe Weekly kaj korben?

•Apni Je Campaign a join hoicen sei campaign rules valo kore pore niben
•Tara rules koita Share & koita post korte bolce. Sei aunjary apnke weekly report make korte hobe
•Akhon tara jodi bole kaj weekly report form a submit korte hobe.  Tahole weekly report form a submit korben
•Ar tara jodi bole kaj bounty thread a submit korte hobe. Tahole kaj bounty thread submit korben.
•Aivabe weekly kaj Submit korte parben.
newbie
Activity: 13
Merit: 0
June 18, 2020, 11:09:08 PM
Kivabe Bounty Te Join Hoben?

•Je Bounty Te join hote chan sey bounty er interface a jete hobe.
•Valo kore bounty Rules Porte Hobe
•Tar por Proof Authentication post korte hobe & Post link copy korte hobe
•Tar por apni je campaign a join hote chan sei campaign er registration for er opor click korte hobe.
•Tara from ja ja information dite bole sob information valo kore dite hobe
•sob information sothik vabe dawya hoye gale submit button a click korte hobe
•Akoi Vabe sob campaign registration korte parben.
•Sudu kicu information Binno hobe.               
newbie
Activity: 13
Merit: 0
June 18, 2020, 09:37:49 PM
ভাই আপনার কাছে কী বাউন্টি শেখার ভিডিও আছে
 

Hmm vai amer kase bounty te join howya theke suru kore weekly work submit korar video ase
newbie
Activity: 13
Merit: 0
June 18, 2020, 09:16:41 PM
বিটকইনটেল্ক একাউন্ট একটিভ রাখার জন্য কি করতে হবে প্রতিদিন ।

Hello
Bitcoin account active rakte hole. Protidin new new post korte hobe and qualityfull post korte hobe.
Thank you 
newbie
Activity: 19
Merit: 0
June 17, 2020, 06:46:17 AM
বিটকইনটেল্ক একাউন্ট একটিভ রাখার জন্য কি করতে হবে প্রতিদিন ।
jr. member
Activity: 43
Merit: 2
June 14, 2020, 03:10:27 AM
আমি নতুন আমাকে কেউ বলবেন কি ?কেন bictcointalk forum banned kora?
কারণ আপনি বিভিন্ন পোস্টে  স্পামিং, এক আইডিতে দুটি একাউন্ট ইত্যাদি করলে বিটকয়েন্টক ফোরাম ব্যানেট করে।
Jump to: