“কাউকে কিছু দিয়ে কেউ গরীব হয় না।” ―Anne Frank
মুল টপিক-
https://bitcointalksearch.org/topic/fundraising-campaign-feed-the-one-who-are-affected-by-the-covid-19-pandemic-5240168irfan_pak10 কোভিড-১৯ মহামারীত্র যারা খাদ্য সংকটে আছেন, বিশেষ করে যারা দিনমজুর তাদের জন্য খাবার সরবরাহের একটি উদ্যোগ নিয়েছেন। প্রসঙ্গত, এটি পাকিস্তানের দিনমজুরদের জন্য। যারা এই ক্যাম্পেইন এ অংশগ্রহণ করে কিছু মানুষের পাশে দাড়াতে চান, তারা নিচের এড্রেসগুলোতে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য পাঠাতে পারেন। আপনার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এড্রেসগুলো
minerjones এর নিকটে এস্ক্রো করা।
বিটকয়েন: 3QKLyiGvwUgSeCJcKKQnmvW6XsB1fbFBjM
ইথেরিয়াম: 0xe39Ac15001147271520c817aa855241d4Ec77486
বিটকয়েন ক্যাশ: qrds3ct02l5vxd39pkzr0x0rh3ylkyz8esttdnjvc7
লাইটকয়েন: MTdonmhzvNwhxSTg7yQjV92Yz3EEAycgj9
কোভিড-১৯ মহামারীর কারনে বেশিরভাগ দেশই লকডাউন করা হয়েছে এবং পাকিস্তান এর ব্যতিক্রম নয়-
https://www.aljazeera.com/news/2020/03/pakistan-daily-wagers-struggle-survive-coronavirus-lockdown-200325115143152.htmlঅনেক দিনমজুর লকডাউনের জন্য কাজ করতে পারছে না এবং ফলস্বরুপ, তাদের ছেলেমেয়ে কিংবা পরিবার পরিজনদের খাদ্য সংগ্রহে হিমশিম খাচ্ছে। তারা কোভিড-১৯ এর জন্যে মারা না গেলেও খাদ্যের অভাবে মারা যাবে নিশ্চিত। তাই আমি সকলকে অনুরোধ করছি আপনারা সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
irfan_pak10 ইতিমধ্যে ০.০৪ বিটিসি মত সহায়তা করেছেন। কয়েকটি সংস্থার সাথে কাজ করে প্রায় ১০০০ পরিবারের একমাসের খাদ্য সরবরাহ করেছেন। কিন্তু এই মহামারী তো এক মাসের জন্য নয়। তাই, তাদের জন্য আরো খাদ্যের ব্যবস্থা করা উচিত বলেই উনি এইখানে এই ক্যাম্পেইন করেছেন। বর্তমানে, তারা প্রতিটি পরিবারের জন্য নিচের খাদ্যগুলো সরবরাহ করছেন-
1. Flour 20kg
2. Split Bengal gram 1kg
3. Split Red Lentil 1 kg
4. White Bengal gram 1 kg
5. Sugar 2-1/2 kg
6. Salt 1 kg
7. Lemon Bar 1 pack
8. Soap 3 pack
9. Lipton Tea 250 grams
10. Butter 1 kg
11. Oil 1 kg
12. Rice 3 kg
আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে এইখানে কিংবা উক্ত থ্রেডে করতে পারেন।
আমার মতামতআমি জানি আমাদের দেশে এইরকম দিনমজুরের সংখ্যা বেশি বৈ কম নয়। আমাদের উচিত সবার আগে তাদের পাশে এগিয়ে আসা। হয়তবা অনেকেই ইতিমধ্যে সামাজিকভাবে সেটা করছেন। যাইহোক, যাদের সে সুযোগটি নেই এবিং যেহেতু আমরা আমাদের দেশের জন্য কোন উদ্যোগ নেই নি, আমাদের উচিত তাদের সহায়তা করা। যতটুকু পারেন সহায়তা করেন।
মতামত চাইছি সবারআমাদের গ্রামটি একেবারে ইন্ডিয়ান সীমান্তের পাশে। মানে, আমাদের গ্রামের পর আর কোন গ্রাম নেই। আমার বাড়ি হতে সীমান্ত অর্ধ কিলোমিটার এর কম। যার ফলস্বরুপ, বেশিরভাগ মানুষই শিক্ষার আলো থেকে বাইরে এখনো এবং দিনমজুর। সরকার থেকে যে সহায়তা পাচ্ছেন তা অবশ্যই যথেষ্ট নয় এবং আমরা সকলেই জানি সরকারের সহায়তাগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে, আমি চাইতেছি, অন্তত ২০ টি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দিতে, অন্তত ১০ দিনের চাল, ডাল, তেল এইসব। আমি এখনো হিসাব করিনি। irfan_pak10 এর থ্রেডটি পড়ার পরেই আমার এইটা মাথায় আসলো। আমরা সবাই যদি একযোগ হই তাহলে খুবই সম্ভব। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।