Author

Topic: বাংলা (Bengali) - page 448. (Read 5725404 times)

member
Activity: 868
Merit: 15
June 13, 2020, 11:32:42 PM
বিটকয়েনটক ফোরামে মেরিট  নিয়ে দেখি অনেক মাতামাতি।

1. হ্যা বিটকয়েনটক ফরামে মেরিট অনেক মুল্যবান একটা জিনিষ যা অর্যন করা অনেক কঠিন কিন্ত মেরিট এর মাধ্যমে অনেক কিছু বিবেচনা করা হয়ে থাকে তাই এটি সবাই পেতে চায়।


মেরিট কি কাজে লাগে?

2. বিটকয়েনটক ফরামে মেরিট অনেক ভাবে কাজ করে যেমনঃ পদও মর্যাদা নির্ধারন, লোন পেতে ও সিগনেসার এর ক্ষেত্রে মেরিট অনেক বড় ভুমিকা রাখে।


মেরিট অর্জনই করবোই বা কিভাবে?

3. বর্তমানে বিটকয়েনটক ফরামে মেরিট পাওয়া অনেক কোঠিন একটা ব্যাপার, তবে আপনি যদি অন্যকে সাহায্য করতে পারেন সঠিক তথ্য এর মাধ্যেমে এবং  গুরুত্তপুর্ন ভুমিকা রাখতে পারেন তাহলে আপনি মেরিট পেতে পারেন।

এই ফোরামে মেরিট কতটুকুই বা গুরুত্ব ?

4. এই বিটকয়েনটক ফোরামে মেরিট এর গুরুত্ত অনেক কারণ বেশিরভাগ সুজোগ এবং সুবিধা মেরিট এর উপরে ভিত্তি করে বিবেচনা করা হয়, আর বিশেষ করে মেরিট এর মাধ্যমে যেহেতু পদও মর্যাদা নির্ধারন করা হয়ে থাকে তাই মেরিট এর গুরুত্ত অনেক।

আবার ফেসবুকে দেখলাম একজন নাকি মেরিট বিক্রি করবে আসলেই কি মেরিট বিক্রি করা যায়।

5. মেরিট যেহেতু একে অপরকে মেরিট দান করতে পারে তাই যে কেউ তার মেরিট থাকলে অন্যকে সঠিক তথ্য জানতে সহায়তা করে সেসকল পোস্ট বা থ্রেড এ মেরিট দিতে পারে,  তবে মেরিট বিক্রি করা সম্পুর্ন অবৈধ এবং বিটকয়েনটক ফোরামে এর রুলস এর বিরুদ্ধে, তাই মেরিট কেনা এবং বেচা থেকে বিরত থাকুন।

আপনি প্রতি নিয়ত বিটকয়েনটক ফোরাম সম্পর্কে নতুন কিছু শিখতে থাকুন এবং কিছু দক্ষতা অরজন করতে থাকুন তাহলে আপনি সহায়ক পোস্ট এর মাধ্যমে মেরিট পেতে পারেন।
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 13, 2020, 11:00:54 PM
মেরিট?

বিটকয়েনটক ফোরামে মেরিট  নিয়ে দেখি অনেক মাতামাতি।
আসলেই মেরিট জিনিসটা কি,
মেরিট কি কাজে লাগে,
মেরিট অর্জনই করবোই বা কিভাবে,
এই ফোরামে মেরিট কতটুকুই বা গুরুত্ব,
আবার ফেসবুকে দেখলাম একজন নাকি মেরিট বিক্রি করবে আসলেই কি মেরিট বিক্রি করা যায়।
এইসব বিষয় জানার জন্য আমি সিনিয়র ভাইদের কাছে হেল্প চাচ্ছি।
newbie
Activity: 854
Merit: 0
June 13, 2020, 10:54:28 PM
আমি বিটকয়েনে কাজ করতে খুব আগ্রহী কিনতু কোনো কাজ পাইতেছিনা, তাই আমাকে কেউ সাহায্য করুন,,,আশা করি সাহায্য করবেন...??
newbie
Activity: 854
Merit: 0
June 12, 2020, 08:23:11 PM
কি কি ধরনের তুলনামুলক পোষ্ট  করলে খুব তাড়াতাড়ি মেড়িটে পাওয়া যাবে,এ সম্পরকে আমাকে কিছু ধারনা দিন,,
newbie
Activity: 23
Merit: 0
June 12, 2020, 11:53:14 AM
ভেনেজুয়েলায়, অর্থনৈতিক সঙ্কটের কারণে বিটকয়েনের দাম তীব্র আকার ধারণ করেছে। এ নিয়ে আপনার কি কোনও ভাবনা আছে? সূত্র
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 12, 2020, 11:09:25 AM
ভাইদের প্রতি সাহায্য আশা করছি, বাংলাদেশে কি ক্রিপটোকারেনছি বৈধ নাকি অবৈধ। ভারতের মোত যদি কোটের ন্যায় যদি প্রকাশ করতো তাহলে বাংলাদেশে ক্রিপটোকারেনচি অনেক উন্নতি করত। এবং বাংকের মাধ্যমে লেনদেন হলে অনেক অসাধু ব্যবসায়ি প্রতিরোধ হতো।

বিট কয়েন পৃথীবির অনেক দেশেই অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু যেহেতু এটা একটি পুরোপুরি কয়েন বা মুদ্রা এবং এটা শুধু মাত্র ইন্টারনেটেই আদান প্রদান করা হয় সে জন্যই এটা সবাই ব্যবহার করতে পারে। আমার জানামতে বাংলাদেশে এটার লেনদেন অবৈধ্য ঘোষনা করা হয়েছে। তারপরও অনেকে এই মুদ্রাটি অন লাইনে লেনদেন করে থাকে।
newbie
Activity: 1078
Merit: 0
June 12, 2020, 03:30:42 AM
আমার একটি বিষয় জানা খুব প্রয়োজন যে বিটকয়েনের কাজ পেতে কি পরিমাণ অ্যাক্টিভিটি বাড়াতে হবেHuh
member
Activity: 280
Merit: 43
June 11, 2020, 11:34:08 AM
বিটকয়েনে কাজ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে,, দয়া করে সাহায্য করুন,,,,..

আচ্ছা, নতুন হিসাবে কি কি করনীয়? কিভাবে মেরিট পাবেন?সেসম্পর্কে আমার করা এই পোস্ট টি পড়লে আশা করছি Bitcointalk সম্পর্কে বেসিক কিছু ধারনা পেয়ে যাবেন |

পোস্ট লিংক :
https://bitcointalksearch.org/topic/m.54068442
newbie
Activity: 19
Merit: 0
June 11, 2020, 06:32:50 AM
বাংলাদেশ একটি উন্নয়ন শীল দেশ।কিন্তুু উন্নত দেশের তুলনায়  বিটকইন এর লেনদেন খুব কম। বতমান সময়ে বিটকইন এর গুরুত্ব অনেকটা বৃদ্ধি পেয়েছে। যায় মাধ্যমে লেনদেন অনেকটা সহজ হবে।
newbie
Activity: 1078
Merit: 0
June 11, 2020, 01:40:59 AM
সম্প্রীতি বিটকয়েন প্রতিনিধি সম্প্রীতি বিটকয়েন প্রতিনিধি  আমরা যেহেতু নতুন  থ্রেড  কি জিনিস কিভাবেপোস্ট পোস্ট  করতে হয় সেটা জানি না!থ্রেড ? ? ? এই সমন্ধে জানালে বাধিত হতাম
newbie
Activity: 854
Merit: 0
June 11, 2020, 01:32:51 AM
বিটকয়েনে কাজ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে,, দয়া করে সাহায্য করুন,,,,..
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
June 11, 2020, 12:33:27 AM
বিটকয়েনে সদস্য হতে কত দিন লাগবে,,
আপনি অলরেডি বিটকয়েনটক এর সদস্য হয়ে আছেন। এখন আপনার একটিভিটি ও মেরিট পেয়ে র‍্যাংক বাড়াতে হবে।

আপনারা যারা বিটকয়েন্টক এ পুরাতন মেম্বার হয়েছেন তারা যদি মাঝে মাঝে এসে বিটকয়েন্টক এ রিপ্লাই বা পোস্ট করেন তাহলে আমাদের নতুনদের জন্য ভালো হয়,আশা করি সাহায্য করবেন,,


আপনাকে অলরেডি আমরা ২-৩জন বিভিন্ন সময়ে রিপ্লাই দিয়েছি। এবং বলে দিয়েছি কি করতে হবে। তার পর ও আপনি স্প্যামিং করে যাচ্ছেন।  এভাবে যদি একাউন্ট গ্রো করার প্ল্যান থাকে তাহলে দুঃখিত আপনার একাউন্ট শীগ্রই ব্যান হবে। এখনো সময় আছে লোকাল বোর্ড বাদদিয়ে ভালো ভালো বোর্ডে পোস্ট করুন।   
newbie
Activity: 854
Merit: 0
June 10, 2020, 11:19:48 PM
আপনারা যারা বিটকয়েন্টক এ পুরাতন মেম্বার হয়েছেন তারা যদি মাঝে মাঝে এসে বিটকয়েন্টক এ রিপ্লাই বা পোস্ট করেন তাহলে আমাদের নতুনদের জন্য ভালো হয়,আশা করি সাহায্য করবেন,,
newbie
Activity: 854
Merit: 0
June 10, 2020, 11:02:46 PM
বিটকয়েনে সদস্য হতে কত দিন লাগবে,,
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 10, 2020, 10:29:42 PM
বিন্যন্স (Binance)এ কাজ করার জন্য আমাকে কি করতে হবে...

আগে আপনার বিন্যান্স সম্পর্কে পরিপূর্ন ধারনা থাকতে হবে। ক্রিপ্টো ট্রেডিং এ পরিপূর্ন ধারনা থাকলে তবেই আপনার বিন্যান্স এ কাজ করা উচিত। আর আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে আপনার ট্রেডিং বিষয়ে বিশেষ কোন অভিজ্ঞতা নেই।তাই আমি আপনাকে বলব প্রথমে ইউটিউব এ ট্রেনিং নিয়ে বাংলা টিউটোরিয়াল গুলো দেখুন এবং কিছু ডেমো ট্রেডিং সাইটে অভিজ্ঞতা অর্জনের জন্য ট্রেডিং করুন।

আমি আপনাদের সদস্য হয়ে কাজ করতে চাই,তাই আমার কি করতে হবে, দয়া করে সাহায্য করুন..

আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব এর জন্য আপনি বিস্তারিত লিখে এখানে পোস্ট করতে পারেন যাতে আপনি সঠিক দিকনির্দেশনা পান। এখানে অনেক সিনিয়র ইউজার আছেন যারা আপনাকে যে কোন বিষয়ে সাহায্য করতে পারে।

কি কাজ করলে মেরিট পাওয়া যাবে,

মেরিট পাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে এই ফোরামে কোন অবাঞ্চিত পোস্ট না করে শুধুমাত্র কোয়ালিটিফুল বা সর্বোত্তম পোস্ট করা। এটা আপনি করতে পারেন কাউকে সাহায্য করে, আবার কোন স্পাম বাস্টিং করে, আরো নানা উপায়। মোটকথা ফোরামে আপনাকে সব রুলস মেনে কোন কপি পেস্ট ছাড়া এমন পোস্ট করতে হবে যা উপকারী হেল্প ফুল এবং অন্যান্য ফোরাম ইউজার তা পছন্দ করে। তবে তারা আপনার ওই পোস্টে মেরিট দিবে।

উদাহরণস্বরূপ: যেমন আমি এখানে আপনাকে সাহায্য করার চেষ্টা করছি, এভাবে মিনিট এর কথা চিন্তা না করে ফোরামে নিয়মিত পোস্ট করতে থাকুন যা গুরুত্বপূর্ণ এবং অপরের জন্য হেল্প করুন।

মাত্রই আপনার বিগত পোস্টগুলো অ্যাকাউন্ট থেকে চেক করে দেখলাম।  আপনার বিগত পোস্ট গুলো দেখে মনে হচ্ছে আপনি অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য স্প্যাম পোস্ট করছেন। অবশ্যই আমার ধারণা যদি সত্যি হয়ে থাকে তাহলে তা থেকে বিরত থাকুন। কারণ এর মাধ্যমে আপনি ফোরামের রুলস ভঙ্গ করেন যা কিনা আপনার পথযাত্রার একদম শুরুর দিকেই।

শুভকামনা আপনার জন্য।
newbie
Activity: 854
Merit: 0
June 10, 2020, 08:03:59 AM
কি কাজ করলে মেরিট পাওয়া যাবে,
newbie
Activity: 854
Merit: 0
June 10, 2020, 03:43:17 AM
আমি আপনাদের সদস্য হয়ে কাজ করতে চাই,তাই আমার কি করতে হবে, দয়া করে সাহায্য করুন..
newbie
Activity: 854
Merit: 0
June 09, 2020, 08:54:26 PM
বিন্যন্স (Binance)এ কাজ করার জন্য আমাকে কি করতে হবে...
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 09, 2020, 07:19:27 AM
বিটকয়েনে কাজ করার জন্য একাউনট সমপুরনো হতে কত দিন লাগবে......
কোনো সময় লাগে না , তবে আপনি কতটুকু দক্ষ এই বিষয়টির উপর সবচেয়ে বেশি নির্ভর করে। আপনি যদি বিটকয়েন ও ব্লকচেইন সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ একজন হয়ে থাকেন । তাহলে এই ফোরামের ওই বিষয় সম্পর্কিত সেকশনগুলোতে আপনি পোষ্ট বা আলোচনা করার মাধ্যমে ফোরামের ব্যবহারকারীদের মাঝে জ্ঞানের বিস্তার করে একদিকে যেমন ফোরামের একজন গুরুত্বপূর্ণ মেম্বার/ব্যবহারকারীতে পরিণত হবেন, তেমনি অন্যদিকে নতুন ব্যবহারকারীদেরকে সহযোগিতা করতে পারবেন।  Wink
newbie
Activity: 854
Merit: 0
June 09, 2020, 04:15:23 AM
বিটকয়েনে কাজ করার জন্য একাউনট সমপুরনো হতে কত দিন লাগবে......
Jump to: