1. হ্যা বিটকয়েনটক ফরামে মেরিট অনেক মুল্যবান একটা জিনিষ যা অর্যন করা অনেক কঠিন কিন্ত মেরিট এর মাধ্যমে অনেক কিছু বিবেচনা করা হয়ে থাকে তাই এটি সবাই পেতে চায়।
2. বিটকয়েনটক ফরামে মেরিট অনেক ভাবে কাজ করে যেমনঃ পদও মর্যাদা নির্ধারন, লোন পেতে ও সিগনেসার এর ক্ষেত্রে মেরিট অনেক বড় ভুমিকা রাখে।
3. বর্তমানে বিটকয়েনটক ফরামে মেরিট পাওয়া অনেক কোঠিন একটা ব্যাপার, তবে আপনি যদি অন্যকে সাহায্য করতে পারেন সঠিক তথ্য এর মাধ্যেমে এবং গুরুত্তপুর্ন ভুমিকা রাখতে পারেন তাহলে আপনি মেরিট পেতে পারেন।
4. এই বিটকয়েনটক ফোরামে মেরিট এর গুরুত্ত অনেক কারণ বেশিরভাগ সুজোগ এবং সুবিধা মেরিট এর উপরে ভিত্তি করে বিবেচনা করা হয়, আর বিশেষ করে মেরিট এর মাধ্যমে যেহেতু পদও মর্যাদা নির্ধারন করা হয়ে থাকে তাই মেরিট এর গুরুত্ত অনেক।
5. মেরিট যেহেতু একে অপরকে মেরিট দান করতে পারে তাই যে কেউ তার মেরিট থাকলে অন্যকে সঠিক তথ্য জানতে সহায়তা করে সেসকল পোস্ট বা থ্রেড এ মেরিট দিতে পারে, তবে মেরিট বিক্রি করা সম্পুর্ন অবৈধ এবং বিটকয়েনটক ফোরামে এর রুলস এর বিরুদ্ধে, তাই মেরিট কেনা এবং বেচা থেকে বিরত থাকুন।
আপনি প্রতি নিয়ত বিটকয়েনটক ফোরাম সম্পর্কে নতুন কিছু শিখতে থাকুন এবং কিছু দক্ষতা অরজন করতে থাকুন তাহলে আপনি সহায়ক পোস্ট এর মাধ্যমে মেরিট পেতে পারেন।