Author

Topic: বাংলা (Bengali) - page 449. (Read 5327323 times)

jr. member
Activity: 54
Merit: 1
March 27, 2020, 10:32:17 AM
আমি এখানে সম্পুর্ণ নতুন। আমি অনেক কিছুই বুঝতেছি না। সিনিয়র ভাইরা আমাকে কেউ সাহায্য করবেন প্লিজ? 

আপনি কি বিষয়ে বুঝতেছেন না অথবা আপনি কি বিষয় নিয়ে জানতে চান তা সুন্দর করে এখানে তুলে ধরুন। আশাকরি, সিনিয়র ভাইরা আপনাকে উত্তর দিয়ে দিবে।
member
Activity: 742
Merit: 11
😇 Be Honest to be Successful 🤑
March 27, 2020, 09:51:56 AM
আমি এখানে সম্পুর্ণ নতুন। আমি অনেক কিছুই বুঝতেছি না। সিনিয়র ভাইরা আমাকে কেউ সাহায্য করবেন প্লিজ? 
member
Activity: 364
Merit: 12
March 26, 2020, 10:36:15 AM
বিটকয়েনটক একাউন্ট কিভাবে একেবারে মুছে ফেলা যায় বা কিভাবে একেবারে ডিলিট করা যায়?

আমার জানামতে বিটকয়েনটক একাউন্ট মুছে ফেলার কোন অপশন নেই। এমনকি ইউজার নেম পরিবর্তন করারও কোন অপশন নেই। তবে থেমসের কাছে আবেদন করে ইউজার নেম পরিবর্তন করা যায়। কিন্তু সে সম্ভাবনা খুব কম।
jr. member
Activity: 54
Merit: 1
March 26, 2020, 08:07:55 AM
বিটকয়েনটক একাউন্ট কিভাবে একেবারে মুছে ফেলা যায় বা কিভাবে একেবারে ডিলিট করা যায়?
member
Activity: 364
Merit: 12
March 25, 2020, 09:58:02 AM


বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বাড়ছে। সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন পাঁচজন।

সবর্শেষ আপডেট:
তারিখ ১১/০৪/২০২০
নতুন শনাক্ত: ৫৮ জন
সর্বমোট শনাক্ত: ৪৮২ জন
মারা গেছেন: ৩০ জন
সুস্থ হয়েছেন: ৩৬ জন।

সবর্শেষ তথ্যের জন্য ভিজিট করুন
IEDCR

কিভাবে ছড়ায়?
১. পারসন টু পারসন। ৬ ফুটের কম দুরত্বে চলাফেরা করলে।
২. হাচি ও কাশির ম্যাধ্যমে।

লক্ষণ:
১. নাক দিয়ে সর্দি পরা।
২. গলা ব্যাথা
৩. কাশি
৪. জ্বর
৫. মাথা ব্যাথা
৬. বুকে ব্যাথা
৭. শ্বাস কষ্ট
৮. ডায়রিয়া

বয়স্ক এবং যাদের প্রেসার, ডায়বেটিকস, শ্বাসনালীর রোগসহ অন্যান্য রোগ আছে তাদের জন্য এই রোগ অত্যান্ত ঝুকিপূর্ন।

প্রতিরোধের উপায়:
১. সাবান বা স্যানিটাইজার দিয়ে বার বার হাত পরিস্কার করা।
২. নিরাপদ দুরত্ব (৬ ফিট) বজায় রেখে চলাফেরা করা।
৩. হাঁচি বা কাশির সময় মুখ এবং নাক ঢেকে রাখা।
৪. ফেসমাস্ক ব্যবহার করা।
৫. জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া।
৬. সবাই মিলে একসাথে জড় না হওয়া।



করোনা ভাইরাস শরীরে ঢোকার পর রোগের লক্ষণ প্রকাশ পেতে ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

এখন পর্যন্ত এই রোগের কোন ভ্যাকসিন তৈরি হয় নি। প্রতিরোধই একমাত্র উপায়।

আসুন আমরা নিজেরা সচেতন হই এবং  অন্যকে সচেতন করার মাধ্যমে এই মহামারীর প্রতিরোধ করি।

যেকোন প্রয়োজনে IEDCR এর হটলাইনে কল করুন +8801944333222.

বি:দ্র: গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ৮৪৮ এবং মারা গেছেন ১৬ হাজার ৫১৪ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ দুই হাজার ৬৯ জন।


member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
March 25, 2020, 06:23:27 AM
বর্তমানে বিশ্ব জুড়ে যে মহামারি শুরু হয়েছে, তার জন্য লোকাল মার্কেট থেকে শুরু করে স্টক এক্সচেন্জ পর্যন্ত লসের মুখে। ভাইরাসটি ছুয়াচে হওয়ার করণে আমাদের যত সম্ভব সর্তক থাকতে হবে। টাকা পয়সা লেনদেন এর ক্ষেত্রেও। পারতো পক্ষে ভার্চুয়াল মানি যেমন, বিকাশ, রকেট, ব্যবহার করা যেতে পারে।
করোনা ভাইরাসের কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটও খুব একটা ভাল নেই। তাই সকলে মাহান রব্বুল আলামিন আল্লাহ্‌ পাকের কাছে এই মহামারি থেকে মুক্তির জন্য বেশি বেশি দুয়া করতে হবে।
full member
Activity: 1099
Merit: 116
March 22, 2020, 11:09:32 PM
@Lasky366 আপনার পোস্টটি শুধু নতুনদের জন্য নয় বরং সবার জন্য সহায়ক হয়েছে। আসলে মেরিটের পিছনে না ঘুরে পোস্টের কোয়ালিটির পেছনে সময় দিতে হবে এবং মান সম্মত পোস্ট করতে হবে যেটা অন্যদের উপকারে আসে। তাহলে মেরিট এমনিই পাওয়া যাবে যা অনেকে পেয়ে থাকেন। তবে এজন্য প্রচুর সময় দিতে হবে ফোরামে এবং ক্রিপ্টোর উপরে জ্ঞান আরো বাড়াতে হবে।
member
Activity: 280
Merit: 43
March 21, 2020, 01:53:42 AM
            

 একটি বিশেষ দ্রষ্টব্য :


আমাদের মধ্যে অনেকেই আছি যারা বিটকয়েনটকে নতুন এমনকি আমিও নতুন|কিন্তু অনেকেই নতুন হিসাবে কিভাবে শুরু করবেন বা কিভাবে Merit পাবেন সেই বিষয়গুলো নিয়ে চিন্তিত| তাই আমি নিম্নক্ত পোস্টটি ইন্দোনেশিয়ান ভাষায় masulum এর লেখা Newbe Guideline সম্পর্কিত একটি পোস্টকে বাংলাতে রুপান্তরের চেষ্টা করেছি পাশাপাশি আমার নিজস্ব মতামত থেকেও কিছু লেখার চেষ্টা করেছি | আর হ্যা, অবশ্যই পোস্টটি অনুবাদ করার আগে   masulum এর অনুমতি নিয়ে করেছি | যাতে যারা শুরুর দিকে আছেন তারা সঠিক গাইডলাইনটা বাংলাতে পায় | আর আপনারা চাইলে আসল পোস্টটি দেখে আসতে পারেন | আর পোস্টের যেখানে যেখানে সীমাবদ্ধতা বা ভুল রয়েছে সেটা ধরিয়ে দিয়ে সহযোগিতা করারও অনুরোধ রইলো |







সান্দ্রতাপূর্ণ বা স্টিকি থ্রেড পাঠ করুন

বিটকয়েনটক ফোরামটির প্রত্যেকটি বোর্ডেই একটি করে স্টিকি বা সান্দ্রতাপূর্ণ বা স্টিকি থ্রেড তৈরী করে দেওয়া হয় যাতে আমরা সহজেই বিষয়বস্তু আনুসারে তথ্য খুজে পেতে পারি|তাছাড়া আমরা যেহেতু নতুন হিসেবে কাজ শুরু করেছি তাই ভুল থেকে বাচতে আমাদের সঠিক দিক নির্দেশনা এবং একটা মানদণ্ডের  প্রয়োজন|ইন্দোনেশিয়াসহ (SFI) বিভিন্ন দেশের উপ-ফোরামগুলিতেও কিভাবে শুরু করবেন সেটাকে ভালোভাবে বোঝানোর জন্য এই সম্পর্কিত কিছু স্টিকি বা সান্দ্রতাপূর্ন থ্রেড তৈরী করা হয়েছে যেগুলো পড়ার মাধ্যমে কিভাবে শুরু করতে হয় সে বিষয়ে বিস্তারিত  জানতে এবং বুঝতে পারবেন|






 আপনি কি মেরিট (Merit)  চান?তাহলে আপনার করা পোস্ট, মন্তব্য বা কমেন্টের উপর বেশি মনোযোগ দিন|

মেরিট আপনি অবশ্যই পাবেন তবে প্রথমত আপনাকে মেরিটের পিছনে না ছুটে আপনার পোস্ট কিনবা কমেন্টের উপর বেশি মনোযোগ দিতে হবে|আপনার জানা কোনো তথ্য থাকলে সেটাকে শেয়ার করুন|তাছাড়া আপনি যে বিষয়ে নিজিকে বেশি পারদর্শী মনে করেন বা আপনার কোনো অভিজ্ঞতা থাকলে সেটাকে শেয়ার করুন|
আর হ্যা,মনে রাখবেন শুধু বাংলা থ্রেট নিয়ে আলোচনা করলে হবে না।  আপনাকে মেরিট পেতে হলে অবশ্যই বিটকয়েন ডিসিকাশন,  মেটা,  ইত্যাদি অন্যান্য থ্রেট এ মানসম্মত পোষ্ট করতে হবে।  কাউকে সাহায্য করুন অথবা যুক্তিসম্মত পোষ্ট করুন।  আর অবশ্যই এমন কোন পোষ্ট করবেন না যেই পোষ্ট ওই থ্রেট এর জন্য নয়।পোস্টের গুনগত মান এবং উপরের বিষয়গুলো ঠিক রেখে পোস্ট করলে অব্যশ্যই আপনি Merit পাবার যোগ্যতা রাখেন |






ফোরামে আপনার অবদানের উপর মনোযোগ রাখুন|

আচ্ছা আপনি কি কিংবদন্তি হতে চান?দ্রুততর সময়ে হাজারো Merit অর্জন করতে চান?তাহলে নিয়মিত ভালো কোনো কাজের মাধ্যমে সবার সামনে আপনার প্রয়োজনীয়তা তুলে ধরুন|
আবার আপনি কি সবার সম্মানের পাত্র হতে চান?
তবে আপনার অবদানটা সবার সামনে তুলে ধরুন|
তাছাড়া আপনার কাজের স্বাক্ষর রাখার জন্য Campaign খুজে না পাবার বিষয়ে খুব বেশি সিরিয়াস হবেন না| এছাড়াও আপনাকে আপনার র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতেই হবে সেটা কোথাও উল্লেখ করা নেই | সুতরাং আপনি র‌্যাঙ্কিং কিংবা ম্যারিটের উপর বেশি ফোকাস না করে আপনার পোস্ট কিংবা কমেন্টের মান এবং ফোরামে আপনার প্রয়োজনীয়তার উপর বেশি মনোযোগ দিন তাহলেই আপনি আপনার র‌্যাঙ্কিং এবং ম্যারিট দুটাতেই খুব দ্রুত উন্নতি করতে পারবেন|





কোনো ক্যাম্পেইনে অংশ নেবার আগে শিখে নেওয়ার সুযোগটা কাজে লাগান


আপনার Newbe থাকাকালীন সময়ে এই ফোরামটি অঅনেককিছু শিখতে এবং বুঝতে সাহায্য করবে|প্রথমত আপনাকে চিপমিক্সারের স্বাক্ষর (Signature)-কারীদের মতো একমাসে প্রচুর অর্থ উপার্জনকারীর মানসিকতা পোষন করা যাবে না|কারন সবকিছুর জন্যই নির্দিষ্ট সময় এবং প্রক্রিয়া রয়েছে| আপনাকে সেই প্রক্রিয়াগুলোকে পার করে আসতে হবে| তাই সেই নিজের উপর বেশি চাপ প্রয়োগ না করে প্রসেসটাকে উপভোগ করুন এর সুফল পরে আপনি নিজেই পাবেন|




কোনো ক্যাম্পেইনে অংশ নেবার আগে শিখে নেওয়ার সুযোগটা কাজে লাগান

আপনার Newbe থাকাকালীন সময়ে এই ফোরামটি অনেককিছু শিখতে এবং বুঝতে সাহায্য করবে|প্রথমত আপনাকে চিপমিক্সারের স্বাক্ষর (Signature)-কারীদের মতো একমাসে প্রচুর অর্থ উপার্জনকারীর মানসিকতা পোষন করা যাবে না|কারন সবকিছুর জন্যই নির্দিষ্ট সময় এবং প্রক্রিয়া রয়েছে| আপনাকে সেই প্রক্রিয়াগুলোকে পার করে আসতে হবে| তাই সেই নিজের উপর বেশি চাপ প্রয়োগ না করে প্রসেসটাকে উপভোগ করুন এর সুফল পরে আপনি নিজেই পাবেন|

তথ্যেঅনুযায়ী, BTC( বিটকয়েন) পেইড ক্যাম্পেইনগুলোতে Newbe মেম্বারদের গ্রহন করা হয় না| সুতরাং সঠিক নিয়মকানুন না পড়েই Newbe থাকা অবস্থায় BTC পেইড ক্যাম্পেইন গুলোতে উচ্চাকাঙ্ক্ষীর মতো রেজিস্ট্রেশন করে স্পামিংয়ে জড়াবেন না | Newbe হিসেবেও উচ্চ পর্যায়ের(Highly Ranked) সদস্যদের মতো কোয়ালিটিসম্পন্ন পোস্ট/কমেন্ট  করুন| তবে তার জন্য আপনাকে  অভিষেককানা(abhiseshakana) কিংবা রাইসিলিক(roycilik) -দের মতো রোল মডেল হবার দরকার পড়বে না| আপনি শুধু আপনার নিজের মতো হোন|বিনয়ীভাবে সবারসাথে মেলামেশা করুন, একে অন্যকে সম্মান করুন, কেউ কারো প্রতি আক্রমনাত্নক কিংবা ঈর্ষাহ্নিত না হয়ে একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করুন| তাহলে আস্তে ধীরে দেখবেন আপনি সেই ফোরামের একজন গুরুত্বপূর্ণ সম্মানী ব্যাক্তি হয়ে উঠেছেন|





কারো প্রতি হিংসা,ঈর্ষা বা আফসোস না করে তাদের মধ্যে থেকে অনুপ্রেরণা খুজুন |


আপনি ট্রেডিং এক্সপার্ট নন,মাইনিং সম্পর্কে ভালো ধারনা নেই,আপনি প্রোগ্রামার কিংবা ব্লকচেইন বিশেষজ্ঞ নন কিন্তু অন্যরা আপনার থেকে অনেক এগিয়ে এতে হতাশ হবার কিছু নেই |কারন, একবার চিন্তা করে দেখুন আপনার থেকে নিচের লেভেলে যারা আছে তারা আপনার লেভেলে ওঠার জন্য চেষ্টা করছে | সুতরাং আপনি যে লেভেলে অবস্থান করছেন সেটাও কম সম্মান কিংবা কম গুরুত্বপূর্ণ নয়| তাই নিজ নিজ অবস্থানে খুশি থেকে আপনার চেয়ে উপরের অবস্থানের সদস্যদের থেকে আনুপ্রেরনা নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করুন|নিজের কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে সেটাকে খুজে বার করার ও সমাধানের চেষ্টা করুন |




আপনার ভেতরে থাকা সামান্যতম জ্ঞানকে শেয়ার করুন |


আপনার শেয়ার করা কোনো তথ্যে যদি কেউ উপকৃত হয় তাহলে অন্য সবার কাছেও আপনি প্রশংসার পাত্র হয়ে উঠবেন| তবে এটার জন্য  আপনাকে পাহাড় সমান জ্ঞাণের অধিকারী হবার দরকার নেই | অবশ্যই এটা আপনার ফোরামে থাকা অবস্থাতেই করতে হবে | যদিও শুরুটা আপনাকে Newbe হিসেবেই করতে হবে কিন্তু তারপরও চেষ্টা করবেন আপনার চিন্তাধারা এবং কাজের পদ্ধতিতে যেনো একটা প্রফেশনাল ভাব বজায় থাকে|আপনার মধ্যে থাকা সকল ইতিবাচক বিষয়গুলোকে শেয়ার করুন এবং সবার সাথে সহমর্মিতা বজায় রাখুন |



আপনার লেখার  বিষয়বস্তুর মধ্যেই সীমাবদ্ধ থাকুন |

আপনার  করা কমেন্ট / পোস্টে যে বিষয় নিয়ে আলোচনা করছেন সেই বিষয়ের বাইরে যাবেন না | যদি বুঝতে পারেন আপনার আলোচবার বিষয়বস্তুুর মধ্যে অন্য কোনো বিষয় ঢুকে পড়েছে আপনার একাউন্ট টি স্পামে পড়ার আগেই অবান্ছনীয় লেখাগুলোকে তৎক্ষণাত মুছে ফেলুন |



আপনার পোস্টে সবাই মনোযোগ দিচ্ছে কিনা কিভাবে বুজবেন?

যদি কেউ কখনো আপনার পোস্টকে মডারেটরের কাছে উপস্থাপন করে তাহলে বুঝবেন সদস্যগন আপনার পোস্ট পড়ছে এবং মনোযোগও দিচ্ছে | তারা চাইছে আপনি আপনার কার্যকলাপগুলো ফোরামে অব্যাহত রাখুন |



বর্তমান  ফলাফলে সন্তুষ্ট থাকুন এবং সেটাকে উপভোগ করুন |

উপরের সকল প্রক্রিয়াগুলো অনুসরনের পর এখন যে ফল পাচ্ছেন সেটা যদি সন্তুষ্টিজনক নাও হয় তাহলে হতাশ না হয়ে সেটাকে উপভোগ করুন | কারন আপনি যেটা শিখেছেন বা শিখিয়েছেন সেটাকে সবসময় ফলাফল দিয়ে বিবেচনা করবেন না |কারন আপনার ভালো কাজের পুরস্কার দেরিতে হলেও একদিন পাবেনই | আগে আপনি ট্রেডিং সম্পর্কে জানতেন বা তেমন বুজতেন না এখন কিছুটা হলেও বোঝেন,আগে কোনটা স্কেম প্রোজেক্ট বা কোনটা লেজিট প্রোজেক্ট শনাক্ত করতে পারতেন না কিন্তু এখন সেটা কিছুটা হলেও শিখেছেন | নিজের এরকম ছোট ছোট সফলতাকে উপভোগ করুন | কেননা আপনার অর্থের চেয়ে জ্ঞানই মূল্য অনেক বেশী |


নিজেকে সর্বোত্তম মনে না করা |

আপনি যতই উচ্চস্তরের সদস্য বা অত্যন্ত জ্ঞানী হোন না কেনো নিজেকে সর্বোত্তম মনে করবেন না| কেননা "লোকে যাকে বড় বলে বড় সেই হয়|" আর মানুষ মাত্রই ভুল করে তাই নিজেকে সবার সেরা ভাবার কোনো মানেই হয় না | তাই নিজের ভুলত্রুটিগুলো বা উন্নতির জায়গাকে খুজে বের করে নিজেকে সংশোধন ও নিজের উন্নতি করার চেষ্টা করুন |

 
উপরোক্ত বিষয়গুলো অনুসরন করলে আশা করি আপনি দ্রুতই আপনার অবস্থার উন্নতি করতে পারবেন |আর এই পোস্টটি পড়ে যদি কেউ কিন্ঞ্চিত পরিমাণও উপকৃত হন তবেই আমার এই লেখাটি সার্থক হবে | এতক্ষন সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে |
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 19, 2020, 02:29:51 PM

বিটকয়েন ও অল্টকয়েনের মূল্য হ্রাস পাচ্ছে কেন? দ্বিতীয় কারণটি কী?


বিটকয়েনের এত বেশি মূল্য কমার একটি টেকনিক্যাল কারণও রয়েছে, যেটি অনেকে মেনে নিয়েছে এবং অনেকে এই বিষয়টি মানতে নারাজ। আমি এই কারণটির সাথে একমত যদিও অনেকে সহমত না হতেও পারেন । সেটি সকলের নিজস্ব অভিমতের উপর নির্ভর করে। গত ১৩ ই মার্চ বিটকয়েনের মূল্যে এত বেশি অধপতনের ২য় কারণ হিসেবে ধরা হয়, Bitmex  এক্সচেঞ্জের মার্জিন/ফিউচার ট্রেডিং এর লিকুয়িডেশনের বিষয়টি। নিচে দুইটি ছবি সংযুক্ত করা আছে, একটি হলো FTT এক্সচেঞ্জের সিইও @SBF_Alameda এর টুইটের এবং অন্যটি হলো Bitmex এর ১৩ই মার্চের টুইট বার্তা ,যেখানে যান্ত্রিক ত্রটির জন্য ট্রেডিং বন্ধ করার ঘোষণা করা হয়।





এখন এই টুইট বার্তাগুলো নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। FTT এক্সচেঞ্জের সিইও @SBF_Alameda ১৩ ই মার্চে নিজের টুইট বার্তায় বলেন যে,
Quote
(১) দিনশেষের সত্য তত্ত্ব: Bitmex এর কোনো হার্ডওয়ার সমস্যা ছিল না

এই টুইট বার্তার সাথে তিনি এটিও বলেন যে,
Quote
(2) প্রমাণ: (a) Bitmex এর রক্ষণাবেক্ষণের জন্য ট্রেডিং বন্ধ করে এবং ক্রিপ্টো মার্কেটে উধ্বমুখীগামী যাত্রা শুরু হয় (b) Bitmex এর লিকুয়েডেশন যন্ত্র অক্রিয়/অলস

এরপর তিনি আরও টুইট বার্তা করেছেন , লিংক পোষ্টের শেষে দেয়া আছে। এখন যদি ১৩ ই মার্চের বিটকয়েনের মূল্যের ট্রেডিং চার্ট দেখি। তাহলে @SBF_Alameda টুইট বার্তার সাথে একইভাবে মিলে যায়। কারণ বিটকয়নের মূল্যের হঠাৎ অধপতনের পর আবার বৃদ্ধি পেতে শুরু করার বা পুনরায় একটি ভালো মূল্য বজায় রাখার চেষ্টা করে (নিচের ছবিতে তা ভালোভাবে লক্ষ্য করা যায়)। উপরের কথাগুলো আরো যুক্তিপূর্ণ হয়, যদি নিচের ছবিতে ১৩ ই মার্চের Bitmex এক্সচেঞ্জের লিকুয়েডেশন গ্রাফটি দেখেন।






সেদিন প্রায় ১০.২৫৭ বিটকয়েনের Long লিকুয়েডেশন ( সহজ কথায় অর্ডারবুকের সব অর্ডার পূরণ হয়) । যা প্রায় ৩৯ মিলিয়ন ডলারের হয়, যদিও বিটকয়েনের মূল্য সেদিনের সর্বনিম্ন মূল্য ৩৮৫০ ডলার ধরে নেই। এছাড়াও Plus টোকেন নামে একটি স্ক্যামার দল বিটকয়েনের দাম কমাতে ব্যাস্ত । কারণ তাদের কাছে অনেক বিটকয়েন ও অল্টকয়েন রয়েছে, যা তারা অবুঝ জনগণের কাছ থেকে স্ক্যাম করেছে একটি ভুয়া “মানি মেকিং সাইট” তৈরি করে।
তাই এই ধরণের ভুয়া ইনভেস্টমেন্ট সাইটগুলো থেকে সকলে সতর্ক থাকুন। এখনো অনেক ভুয়া সাইটের অনেকে না জেনে মার্কেটিং করতেছে , এই আশায় যে তারা ভালো কিছু ইনকাম করতে পারবে । কিন্ত‌ু তারা জানে না যে, সাইটগুলো শেষে  বাঁশ ছাড়া আর কোনো কিছু তাদেরকে দিবে না। তাই সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করুন।


এই পোষ্টের সকল তথ্যের মূল্য উৎসের লিংক:
SBF_Alameda টুইট : https://twitter.com/SBF_Alameda/status/1238306306043162625
Bitmex টুইট: https://twitter.com/BitMEXdotcom/status/1238329954967752704

member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
March 16, 2020, 12:40:32 AM
আমি বাংলাদেশি এবং সিংগাপুর প্রবাসি। আমি এই ফোরামে নতুন,কিভাবে এই ফোরামে কাজ করবো এবং আরনিং কিভাবে হবে এই ব্যাপারে আমার বাংলাদেশি ভাইয়েরা প্লিজ হেল্প করেন।
ফোরাম থেকে আর্নিং করার কোন পথ নেই এখানে। তবে ফরামে বাউন্টি সেকশনে যেসব বাউন্টির পোষ্ট দেওয়া হয় সেই বাউন্টি গুলো করে আর্নিং করতে পারেন। তবে বেশির ভাগ বাউন্টি স্প্যাম। তাই আপনাকে নিজ দায়িত্বে স্টাডি করে ট্রাসটেড বাউন্টির কাজ গুলো করতে হবে।
বাউন্টি রিলেটেড সেকশনে যেতে এই লিংক ব্যবহার করতে পারেন https://bitcointalk.org/index.php?board=238.0
jr. member
Activity: 33
Merit: 2
March 14, 2020, 12:46:26 PM
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 14, 2020, 05:31:56 AM

বিটকয়েন ও অল্টকয়েনের মূল্য হ্রাস পাচ্ছে কেন? এর কারণটি কী?


গত এক সপ্তাহে বিটকয়েন ও অল্টকয়েনের মূল্য যে পরিমাণে হ্রাস পেয়েছে, এতে অনেকে ক্রিপ্টোকারেন্সিতে আশা হারিয়ে ফেলেছেন। কারণ কিছুদিন আগেই বিটকয়েনের মূল্য $৯,০০০ এর বেশি ছিল, কিন্ত গত ১৩ই মার্চ বিটকয়েনের মূল্য খুবই কম সময়ের মধ্যে $৩৮৫০ এ নেমে আসে। এর কারণ দুইটি আছে। আজকে এই দুইটি বিষয় নিয়ে মতামত দিব।

প্রথম কারণ বিটকয়েনের ৩য় হালভিং , যা এই বছর অর্থ্যাৎ ২০২০ সালের ১১ মে এই হালভিং সংঘটিত হবে । আর বিটকয়েনের ইতিহাস অনুযায়ী, এই পর্যন্ত যে দুইবার হালভিং হয়েছে , তার নির্দিষ্ট সময়ের এক থেকে দুইমাস শুরুতে বিটকয়েনের মূল্য হ্রাস পেতে শুরু করে এবং বিটকয়েনের হালভিং সম্পন্ন হয়ে গেলে বিটকয়েনের সাধারণত বুলরান বা মূল্য বৃদ্ধি পেতে শুরু করে। আমি বললে তো হবে না , অনেকে প্রমাণ চাইতে পারেন। তাহলে পূর্ববর্তী বিটকয়েন হালভিং এর ট্রেডিং চার্ট  বিশ্লেষণ করে দেখাই। নিচের ছবিটা ভালো করে লক্ষ্য করুন, এটি হলো বিটকয়েনের প্রথম হালভিং এর ট্রেডিং চার্ট।



বিটকয়েনের ১ম হালভিং এ মূল্যের হ্রাস-বৃদ্ধি:  বিটকয়েনের ১ম হালভিং হয়েছিল ২০১২ সালের ১৮ই নভেম্বর । উপরের ছবিতে ভালো করে লক্ষ্য করবেন যে, ঐ সালে হালভিং শুরুর কয়েক মাস আগে অর্থ্যাৎ ১৭ ই আগষ্ট ছিল বিকয়েনের সর্বোচ্চ মূল্য যা হলো $১৬.২৩ এর মতো, এরপর মূল্য হঠাৎ হ্রাস পেয়ে $৭.১৫ এ নেমে আসে। আর এটি ছিল ১ম সর্বনিম্ন মূল্য, যা ১৯ ই আগষ্ট ঘটেছিল । এরপরে হালভিং এর তারিখ যত কাছে আসতে থাকে , ততই মূল্য কিছুটা বৃদ্ধি পায় এবং এর ২য় সর্বোচ্চ মূল্য তৈরি হয়, যা হলো #১৩ এর মতো ও এটি ঘটেছিল অক্টোবর মাসের ২-৩ তারিখের দিকে । কিন্ত‌ু এরপরও বিটকয়েনের মূল্য বৃদ্ধি না পেয়ে হ্রাস পেতে শুরু করে এবং ২য় সর্বনিম্ন মূল্য তৈরি করে , যা হলো $৯.৫৪ ও এটি ঘটে ২৭ অক্টোবর নাগাত অর্থ্যাৎ বিটকয়েন হালভিং এর খুবই কাছাকাছি সময়ে। এখন যদি ১ম সর্বোচ্চ ও ২য় সর্বনিম্ন মূল্যের মধ্যে যদি পার্থক্য লক্ষ্য করি , তাহলে দেখাই যাচ্ছে প্রায় ৪১% এর কারেকশন বিটকয়েনের মূল্যে এসেছে। ২০১২ সালের ১৮ই নভেম্বর বিটকয়েনের প্রথম হালভিং সম্পন্ন হওয়ার পরই বিটকয়েনের বুলরান বা মূল্যের বৃদ্ধি শুরু হয়েছে এবং এর আগের সকল মূল্যকে অতিক্রম করে নুতুন সর্বোচ্চ মূল্য তৈরি করেছে। এবার নিচের ছবিটি দেখুন , এটি হলো বিটকয়েনের ২য় হালভিং এর ট্রেডিং চার্ট।



বিটকয়েনের ২য় হালভিং এ মূল্যের হ্রাস-বৃদ্ধি: বিটকয়েনের ২য় হালভিং হয়েছিল ২০১৬ সালের ০৯ জুলাই এবং প্রথম হালভিং এর মতো একই রকমের কারেকশন এসেছে। ২০১৬ সালের ১৭ই এপ্রিলের পর থেকে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেতে শুরু করে এবং ১৫ই জুন সর্বোচ্চ মূল্য $৭৮৩.৭১ তৈরি করে । কিন্ত‌ু যতই হালভিং এর তারিখ কাছে আসতে থাকে , ততই বিটকয়েনের মূল্য হ্রাস পেতে থাকে । ০৯ জুলাই বিটকয়েনের দ্বিতীয় হালভিং সম্পন্ন হলেও বিটকয়েনের কারেকশন কিন্ত‌ু শেষ হয়নি। কারণ ২০ আগষ্ট বিটকয়েনের মূল্য সর্বনিম্ন হয়, যা ঐ হালভিং এর পরে  এবং এখানেও বিটকয়েনের কারেকশন প্রায় ৩০-৪০% হয়েছিল। এরপর শুরু হয় বিটকয়েনের বুলরান বা মূল্যের বৃদ্ধি এবং ছবিতে দেখেতেই পাচ্ছেন যে, বিটকয়েন পরবর্তীতে $১৩০৩.১৭ অতিক্রম করেছিল। পূর্ববর্তী বিটকয়েনের মূল্যের ট্রেডিং চার্ট বিশ্লেষণ করে ২০২০ সালের সম্ভাব্য ট্রেডিং চার্ট দিলাম ।



এখন শুধু অপেক্ষার পালা , আশা করি এবারের বুলরানে বিটকয়েনের মূল্য $২০,০০০ অতিক্রম করবে।  Grin Grin
দ্বিতীয় কারণ হলো, Bitmex এক্সচেঞ্জের মার্জিন/লেভারেজ ট্রেডিং নিয়ে ম্যানুপুলেশন ।
২য় কারণটি পড়তে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংস্করণ করা হয়েছে: ২০ ই মার্চ , ২০২০ , ১:৪২ AM (বাংলাদেশি সময়: UTC+6)
newbie
Activity: 6
Merit: 0
March 13, 2020, 04:03:07 PM
https://i.imgur.com/pazgHfN.png
গত ৭দিনে বিটকয়েনের মূল্য প্রায় ৩২% হ্রাস পেয়েছে এবং সকলেই ধৈর্য্য হারিয়ে ফেলছেন ও নিজেদের বিটকয়েন বিক্রি করতেছেন। তাদের জন্য বলব যে , ধৈর্য্য হারাবেন বিটকয়েনের মূল্য সম্পর্কিত যেকোনো গুজবে কান দিবেন না। কারণ বিটকয়েনের ইতিহাস অনুযায়ী যতবার হালভিং ( বিটকয়েনের মাইনিং ফি অর্ধেক হওয়া) হয়েছে , ততবারই বিটকয়েনের মূল্য প্রথমে হ্রাস পেয়েছে এবং হালভিং শেষে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে। এই সম্পর্কে পোষ্ট ১8 ই মার্চ ছবিসহ বিশ্লেষণ করে দিব। সবাই ধৈর্য্য রাখুন।

জ্বী ভাই আপনাকে ধন্যবাদ। বিটকয়েন এর দাম প্রায়সময় কমে যায় এবং ডিসেম্বরে বিটিসি ডাউন হয়েছিলো। আমি আশাকরি বিটিসি বুল রান হবে এবং এর ফলে দাম বেড়ে যাবে।
newbie
Activity: 6
Merit: 0
March 12, 2020, 12:17:18 PM
আমি বাংলাদেশি এবং সিংগাপুর প্রবাসি। আমি এই ফোরামে নতুন,কিভাবে এই ফোরামে কাজ করবো এবং আরনিং কিভাবে হবে এই ব্যাপারে আমার বাংলাদেশি ভাইয়েরা প্লিজ হেল্প করেন।
ধন্যবাদ ভাই , আপনাকে স্বাগতম এই ফোরামে । আপনি ফোরামের সকল নিয়মকানুন পড়ুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও বাংলা ফোরামের পূর্ববর্তী পর্যালোচনাগুলো দেখুন , এতে ইনকামের উপায়গুলো জানতে পারবেন।
ভাইয়া সংক্ষিপ্ত ভাবে হলেও নিয়ম গুলো আমাকে বলেন। আমি ফোরামে নতুন হওয়াতে কিছুই বুঝতেছিনা এবং কিভাবে এই ফোরাম থেকে আরনিং হয় তা ও জানিনা। প্লিজ ভাই রিপ্লে মাধ্যেমে জানিয়ে দিলে অনেক উপকার হবে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 12, 2020, 12:07:29 PM

গত ৭দিনে বিটকয়েনের মূল্য প্রায় ৩২% হ্রাস পেয়েছে এবং সকলেই ধৈর্য্য হারিয়ে ফেলছেন ও নিজেদের বিটকয়েন বিক্রি করতেছেন। তাদের জন্য বলব যে , ধৈর্য্য হারাবেন বিটকয়েনের মূল্য সম্পর্কিত যেকোনো গুজবে কান দিবেন না। কারণ বিটকয়েনের ইতিহাস অনুযায়ী যতবার হালভিং ( বিটকয়েনের মাইনিং ফি অর্ধেক হওয়া) হয়েছে , ততবারই বিটকয়েনের মূল্য প্রথমে হ্রাস পেয়েছে এবং হালভিং শেষে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে। এই সম্পর্কে পোষ্ট ১8 ই মার্চ ছবিসহ বিশ্লেষণ করে দিব। সবাই ধৈর্য্য রাখুন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 12, 2020, 11:45:32 AM
আমি বাংলাদেশি এবং সিংগাপুর প্রবাসি। আমি এই ফোরামে নতুন,কিভাবে এই ফোরামে কাজ করবো এবং আরনিং কিভাবে হবে এই ব্যাপারে আমার বাংলাদেশি ভাইয়েরা প্লিজ হেল্প করেন।
ধন্যবাদ ভাই , আপনাকে স্বাগতম এই ফোরামে । আপনি ফোরামের সকল নিয়মকানুন পড়ুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও বাংলা ফোরামের পূর্ববর্তী পর্যালোচনাগুলো দেখুন , এতে ইনকামের উপায়গুলো জানতে পারবেন।
jr. member
Activity: 70
Merit: 4
March 11, 2020, 10:49:08 AM
আমাদের বাংলাদেশি সকল জনগন অলরেডি জেনেছেন যে, আমাদের দেশ বাংলাদেশেও করোনা ভাইরাসে কয়েকজন ব্যক্তি সনাক্ত হয়েছে। আসুন সবাই সবার জন্য দোয়া করি, যেন আল্লাহ্‌পাক আমাদের দেশের সকল মুসলমান ভাই-বোন, আতীয়-স্বজন সহ সারা বিশ্বের মুসলিম জনগনদের হেফাজ করুন। এবং সকলকে পুরিপূর্ন দ্বীনের সঠিক বুঝ দান করে সঠিক পথে আসার তৌফিক দান করুন। এবং যারা মুসলিমদের উপর অন্যায়-অত্যাচার করছে, আল্লাহ্‌পাক তাদের হেদায়েত দান করুন।

আশাকরি এটা আমাদের দেশে খুব বেশী ছড়াবে না।সবাই নামাজ পড়েন আর সবার জন্য দোয়া করনে কেননা এটি আটকাতে না পারলে বাংলাদেশের অনেক মানুষ মারা যাবে।বাংলাদেশে ত মা্ত্র একটি স্ক্যানার আছে। আসুন দোয়া করি আল্লাহ্‌পাক আমাদের এই বিপদ থেকে যেন রক্ষা করেন।
jr. member
Activity: 70
Merit: 4
March 11, 2020, 10:37:21 AM

Ethereum - ভবিষ্যতে বিনিয়োগ করুন

Ethereum হল দ্বিতীয় সবচেয়ে কৌতুহলোদ্দীপক ইন্সট্রুমেন্ট যা ট্রেড করা হয় USD-তে। বর্তমানে Ethereum কেনার অনেকগুলি পথ হয়েছে ফিয়াট থেকে, সেটিকে Bitcoin-এ পরিবর্তন না করে। এর কারণ হল যে অন্যান্য ক্রিপ্টো-কারেন্সির তুলনায় Ethereum-এর দাম এখন Bitcoin -এর দামের উপর কম নির্ভরশীল। এটিকে একটি স্বাধীন ইন্সট্রুমেন্ট হিসাবে ধরা হয়ে থাকে।

Ethereum হল একটি ব্যবস্থা যা সহায়তা করে স্মার্ট কনট্র্যাক্ট টেকনলজিকে যাতে নতুন স্টার্ট-আপ কোম্পানির ক্ষেত্রে ICO গুলিতে বিনিয়োগ করা যায়। যত বেশি স্টার্ট-আপ Ethereum-এ আগ্রহী হবে - তত বেশি সেটি দামী হয়ে উঠবে।

Ethereum-এর দাম বিশ্লেষণ করতে এটি ভালো হবে যদি অনুসন্ধান করা যায় কতগুলি ICO কন্ট্র্যাক্ট জারী করা হবে Ethereum-এর বিনিময়ে। বিদ্যামান তথ্যের সাথে ফলাফল তুলনা করুন - যত বেশি কন্ট্র্যাক্ট, তত বেশি দাম। এছাড়াও অন্যান্য ক্রিপ্টো-কারেন্সি, যারা ICO সমর্থন করে এবং Ethereum -এর সাথে প্রতিযোগিতা করে তাদের বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিরা হল Waves এবং Bitshares। টেকনিক্যাল বিশ্লেষণ সংখ্যাগুলি Ethereum-এর সাথেও ভালো কাজ করে।


একটা বিষয়ে একমত নয় আপনার সাতে সেটা হচ্ছে Ethereum এখন Bitcoin এর দামের উপর কম নির্ভরশীল. আপনি যদি Ethereum সব সময় ট্রেড করেন তাহলে এই কথা বলতেন না। এখন যদি Bitcoin এর দাম কমে দেখবনে Ethereum এর দাম ও কমবে।
jr. member
Activity: 70
Merit: 4
March 11, 2020, 10:29:06 AM
৭১ টা টোকেন/কয়েন আছে প্রায়। কিন্তু ১/২ ডলার এর উপর কোনোটার ই ভ্যালু নাই। এয়ারড্রপ এর আগে যেরকম ১০/২০ ডলারবলে, পরে গিয়ে দেখা যায় ১০/২০   সেন্ট ও থাকেনা।

আর 90% এয়ারড্রপ ফেইক হয় তারা টাকা ফাউন্ড করার জন্য এয়ারড্রপ দিয়ে তাদের কমিনিটি একটিভ রাখতে চাই যাতে ইনবেস্টর টাকা ইনবেস্ট করে।
jr. member
Activity: 70
Merit: 4
March 11, 2020, 10:20:59 AM
Anyone interested in opening their own exchange feel free to add me on telegram @Missionsoftware or post your requirement in our thread or PM me . This is a great offer that we are doing to grow our white-label and run as multiple exchanges worldwide like a franchise system.
https://bitcointalksearch.org/topic/annwhitelabel-ai-machine-learning-crypto-exchangefree-setup-and-implement-5225885

Remove your post from here and post it in the marketplace Thread  
Jump to: