বিটকয়েন ও অল্টকয়েনের মূল্য হ্রাস পাচ্ছে কেন? এর কারণটি কী?
গত এক সপ্তাহে বিটকয়েন ও অল্টকয়েনের মূল্য যে পরিমাণে হ্রাস পেয়েছে, এতে অনেকে ক্রিপ্টোকারেন্সিতে আশা হারিয়ে ফেলেছেন। কারণ কিছুদিন আগেই বিটকয়েনের মূল্য $৯,০০০ এর বেশি ছিল, কিন্ত গত ১৩ই মার্চ বিটকয়েনের মূল্য খুবই কম সময়ের মধ্যে $৩৮৫০ এ নেমে আসে। এর কারণ দুইটি আছে। আজকে এই দুইটি বিষয় নিয়ে মতামত দিব।
প্রথম কারণ বিটকয়েনের ৩য় হালভিং , যা এই বছর অর্থ্যাৎ ২০২০ সালের ১১ মে এই হালভিং সংঘটিত হবে । আর বিটকয়েনের ইতিহাস অনুযায়ী, এই পর্যন্ত যে দুইবার হালভিং হয়েছে , তার নির্দিষ্ট সময়ের এক থেকে দুইমাস শুরুতে বিটকয়েনের মূল্য হ্রাস পেতে শুরু করে এবং বিটকয়েনের হালভিং সম্পন্ন হয়ে গেলে বিটকয়েনের সাধারণত বুলরান বা মূল্য বৃদ্ধি পেতে শুরু করে। আমি বললে তো হবে না , অনেকে প্রমাণ চাইতে পারেন। তাহলে পূর্ববর্তী বিটকয়েন হালভিং এর ট্রেডিং চার্ট বিশ্লেষণ করে দেখাই। নিচের ছবিটা ভালো করে লক্ষ্য করুন, এটি হলো বিটকয়েনের প্রথম হালভিং এর ট্রেডিং চার্ট।
বিটকয়েনের ১ম হালভিং এ মূল্যের হ্রাস-বৃদ্ধি: বিটকয়েনের ১ম হালভিং হয়েছিল ২০১২ সালের ১৮ই নভেম্বর । উপরের ছবিতে ভালো করে লক্ষ্য করবেন যে, ঐ সালে হালভিং শুরুর কয়েক মাস আগে অর্থ্যাৎ ১৭ ই আগষ্ট ছিল বিকয়েনের সর্বোচ্চ মূল্য যা হলো $১৬.২৩ এর মতো, এরপর মূল্য হঠাৎ হ্রাস পেয়ে $৭.১৫ এ নেমে আসে। আর এটি ছিল ১ম সর্বনিম্ন মূল্য, যা ১৯ ই আগষ্ট ঘটেছিল । এরপরে হালভিং এর তারিখ যত কাছে আসতে থাকে , ততই মূল্য কিছুটা বৃদ্ধি পায় এবং এর ২য় সর্বোচ্চ মূল্য তৈরি হয়, যা হলো #১৩ এর মতো ও এটি ঘটেছিল অক্টোবর মাসের ২-৩ তারিখের দিকে । কিন্তু এরপরও বিটকয়েনের মূল্য বৃদ্ধি না পেয়ে হ্রাস পেতে শুরু করে এবং ২য় সর্বনিম্ন মূল্য তৈরি করে , যা হলো $৯.৫৪ ও এটি ঘটে ২৭ অক্টোবর নাগাত অর্থ্যাৎ বিটকয়েন হালভিং এর খুবই কাছাকাছি সময়ে। এখন যদি ১ম সর্বোচ্চ ও ২য় সর্বনিম্ন মূল্যের মধ্যে যদি পার্থক্য লক্ষ্য করি , তাহলে দেখাই যাচ্ছে প্রায় ৪১% এর কারেকশন বিটকয়েনের মূল্যে এসেছে। ২০১২ সালের ১৮ই নভেম্বর বিটকয়েনের প্রথম হালভিং সম্পন্ন হওয়ার পরই বিটকয়েনের বুলরান বা মূল্যের বৃদ্ধি শুরু হয়েছে এবং এর আগের সকল মূল্যকে অতিক্রম করে নুতুন সর্বোচ্চ মূল্য তৈরি করেছে। এবার নিচের ছবিটি দেখুন , এটি হলো বিটকয়েনের ২য় হালভিং এর ট্রেডিং চার্ট।
বিটকয়েনের ২য় হালভিং এ মূল্যের হ্রাস-বৃদ্ধি: বিটকয়েনের ২য় হালভিং হয়েছিল ২০১৬ সালের ০৯ জুলাই এবং প্রথম হালভিং এর মতো একই রকমের কারেকশন এসেছে। ২০১৬ সালের ১৭ই এপ্রিলের পর থেকে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেতে শুরু করে এবং ১৫ই জুন সর্বোচ্চ মূল্য $৭৮৩.৭১ তৈরি করে । কিন্তু যতই হালভিং এর তারিখ কাছে আসতে থাকে , ততই বিটকয়েনের মূল্য হ্রাস পেতে থাকে । ০৯ জুলাই বিটকয়েনের দ্বিতীয় হালভিং সম্পন্ন হলেও বিটকয়েনের কারেকশন কিন্তু শেষ হয়নি। কারণ ২০ আগষ্ট বিটকয়েনের মূল্য সর্বনিম্ন হয়, যা ঐ হালভিং এর পরে এবং এখানেও বিটকয়েনের কারেকশন প্রায় ৩০-৪০% হয়েছিল। এরপর শুরু হয় বিটকয়েনের বুলরান বা মূল্যের বৃদ্ধি এবং ছবিতে দেখেতেই পাচ্ছেন যে, বিটকয়েন পরবর্তীতে $১৩০৩.১৭ অতিক্রম করেছিল। পূর্ববর্তী বিটকয়েনের মূল্যের ট্রেডিং চার্ট বিশ্লেষণ করে ২০২০ সালের সম্ভাব্য ট্রেডিং চার্ট দিলাম ।
এখন শুধু অপেক্ষার পালা , আশা করি এবারের বুলরানে বিটকয়েনের মূল্য $২০,০০০ অতিক্রম করবে।
দ্বিতীয় কারণ হলো, Bitmex এক্সচেঞ্জের মার্জিন/লেভারেজ ট্রেডিং নিয়ে ম্যানুপুলেশন ।
২য় কারণটি পড়তে এখানে ক্লিক করুন।
সর্বশেষ সংস্করণ করা হয়েছে: ২০ ই মার্চ , ২০২০ , ১:৪২ AM (বাংলাদেশি সময়: UTC+6)