Author

Topic: বাংলা (Bengali) - page 449. (Read 5725356 times)

member
Activity: 86
Merit: 27
June 08, 2020, 01:10:47 PM
আমি বিটকয়েনে নতুন, তাই আমি কাজ করবো কিভাবে দয়া করে সাহায্য করুন...?? :-

Bitcoin related কাজের লাইগা এইখানে দ্যাখেন - https://bitcointalk.org/index.php?board=52.0.

Altcoin related কাজের লাইগা এইখানে দ্যাখেন - https://bitcointalk.org/index.php?board=238.0.
newbie
Activity: 854
Merit: 0
June 08, 2020, 05:45:45 AM
আমি বিটকয়েনে নতুন, তাই আমি কাজ করবো কিভাবে দয়া করে সাহায্য করুন...?? :-
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
June 07, 2020, 11:44:34 PM
সিনিয়র ভাইদের হেল্প........
পোস্ট করার নিয়ম কানুন কেমন, মানে ১ ঘন্টা বা ১ দিনে
কতগুলা পোস্ট করতে পারবো

এমন কোনো লিমিট নাই।  তাই আপনি আনলিমিটেড পোস্টকরতে পারবেন।
কিন্তু আপনার প্রোফাইল ঘেটে যা দেখলাম আপনি, ৮০% পোস্ট লোকাল থ্রেডে করতেছেন। তাই যদি পোস্ট করতেই চান তাহলে সাজেস্টকরব ইংরেজি তে করুন ৮০% আর বাকি ২০% করুন এখানে। তাহলে মেরিট পাওয়ার চান্স বাড়বে আপনার।       
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 07, 2020, 08:43:40 PM
যারা ক্রিপ্টো এক্সচেন্জ মার্কেটের IEO করবেন?

বর্তমানে ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ মার্কেটের অভাব নেই। বর্তমানে কয়েনমার্কেটক্যাপ এর তথ্য অনুযায়ী ১৭,৮১৪ টি ক্রিপ্টো এক্সচেন্জ মার্কেট রয়েছে। এখন বিভিন্ন ICO প্রতিষ্টানের মতো এখানেও অনেক ফ্রড  মার্কেট পাবেন। যেখানে IEO তো দূরের কথা ট্রেড করাটাও অনেক ঝুকি। তাই, IEO করার জন্য শুধু মাত্র সেই সব ক্রিপ্টো এক্সচেন্জ মার্কেট বাছাই করবেন যেই গুলো ট্রাসটেড এবং সেই সাথে অনেক  জনপ্রিয়। এই ক্ষেত্রে আপনি নিচের ক্রেপ্টো এক্সচেন্জ মার্কেট গুলো বাছাই করতে পারেন।

১) বিন্যন্স (Binance)

২) হাওবি (Huobi Global) বাংলাদেশের জন্য কোন ট্রেডিং এলাও না।

৩) কুকয়েন (KuCoin)

৪) ওক্সে (OKEx) বাংলাদেশের জন্য কোন ট্রেডিং এলাও না।

৫) বিট্রেক্স (Bittrex)

৬) বিটম্যক্স (BitMax) বাংলাদেশের জন্য ট্রেডিং
 এলাও করে কিন্তু একাউন্ট ভেরিফিকেশন এলাও না।
৭)  লাটোকেন।   (Latoken)
৮) Probit.    .  (প্রবিট)

উপরের ক্রিপ্টো এক্সচেন্জ গুলো থেকে আপনি যে কোন এক্সচেন্জে হওয়া IEO তে অংশগ্রহন করতে পারেন। কারন উল্লেক্ষিত ক্রিপ্টো এক্সচেন্জ সাইট গুলো বর্তমানে জনপ্রিয় এবং সেই সাথে ট্রাসটেড।

আমি মনে করি IEO তে ইনভেস্ট করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্টে নেমে আসবে। তবে হ্যাঁ IEO করার জন্য ট্রাসটেড এবং জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ মার্কেট বেছে নিতে হবে।

বি.দ্রঃ- এখানে কাউকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করার জন্য উৎসাহিত করা হচ্ছে না। শুধু মাত্র যারা নিজ দায়িত্বে ক্রিপ্টোকারেন্সি ট্রেড করেন তাদের জন্য তথ্য গুলো তুলে ধরা হয়েছে।
newbie
Activity: 1
Merit: 0
June 07, 2020, 07:25:48 AM
ভাই আমি বিটকয়েন এ নতুন আমাকে সাহায্য করেন!
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 07, 2020, 02:26:00 AM
যারা বিটকয়েনের কাজ করেন
অথচ সাতোশি কি
বুঝেন নাHuh?
তাদের জন্য
এক পয়সা যেমন এক টাকার সবচেয়ে ছোট একক, সাতোশি তেমনি বিট কয়েনের সবচেয়ে ছোট একক। এক বিট কয়েনের ১০ কোটি ভাগের ১ ভাগের নাম হলো সাতোশি। বিট কয়েনের সবচেয়ে ক্ষুদ্র একক হলো সাতোশি।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 07, 2020, 01:57:03 AM
ট্রেডিং হলো অনলাইন ইনকামের অন্যতম জন প্রিয় মাধ্যম,তবে ভালো করে ট্রেডিং করে কিভাবে কেও বলবেন কি দয়া করে সাহায্য করুন....??

Huh Huh আপনি  কি  sorif24 এর অল্ট একাউন্ট নাকি ( আমি এই বিষয়টিতে ভুলও হতে পারি ) । আপনারা একই ধরনের পোষ্ট করতেছেন। কারণ প্রথমত দুইজনই আপনারা এক্টিভিটি নিয়ে পোষ্ট করছেন , এরপর আবার ট্রেডিং নিয়ে। তাই এমন ধরনের পোষ্ট থেকে বিরত থাকুন এবং যে প্রশ্নের একবার উত্তর দে্‌ওয়া হয়েছে , সেই প্রশ্নটি বার বার জিঞ্জেস না করাই ভালো। যদি আপনি নুতুন কোনো বিষয় জানেন, সেটি বাংলাতে লেখে প্রকাশ করুন, তাহলে ফোরামের বাংলাদেশ লোকাল বোর্ডের জন্য খুবই কাজে লাগবে।

বতমান সময়ে টাকা ইনকামের ভাল মাধ্যম হলো ট্রেডিং। কেও বলতে পারেন কি কিভাবে ট্রেডিং করলে ভাল ইনকাম হবে।আর কেও বলবেন কি কোন  সাইটে ট্রেডিং করলে ভাল হবে এবং কত ডলার দিয়া ট্রেডিং করলে ভাল হবে।
ট্রেডিং হলো অনলাইন ইনকামের অন্যতম জন প্রিয় মাধ্যম। তবে ভালো করে ট্রেডিং করে কি ভাবে কেও বলবেন কি। কোন এক্সেনজার ট্রেড করলে ভালো ইনকাম হয় এবং কত ডলার দিয়া ট্রেড করলে ভাল ইনকাম হবে।আসলেই কি ট্রেড করে ভালো ইনকাম করা যায়।
sorif24 আপনি একইরকমের পোষ্ট করা থেকে বিরত থাকুন, আপনার প্রথম প্রশ্নের উত্তর ইতিমধ্যে দেয়া হয়েছে । আর আপনার এমন ধরনের পোষ্ট স্পামিং এর মধ্যে পড়ে এবং ফোরামের নিয়ম-কানুনগুলো ভালো করে পড়ার পর পোষ্ট করুন। এমন ধরনের স্পামিং করতে থাকলে আপনার একাউন্টের অনেক সমস্যা হতে পারে। তাই সকল নিয়ম মেনে চলার মাধ্যমে পোষ্ট করুন এবং আপনার জন্য শুভকামনা রইল।  Wink
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 07, 2020, 01:17:40 AM
ট্রেডিং হলো অনলাইন ইনকামের অন্যতম জন প্রিয় মাধ্যম,তবে ভালো করে ট্রেডিং করে কিভাবে কেও বলবেন কি দয়া করে সাহায্য করুন....??

ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং আর ফরেক্স বা অন্য ট্রেডিং কিন্তু এক নই। তাই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে একটু ধারনা নিতে গুগল করতে পারেন। আশা করা যায় কিছু ধারনা পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভাল ট্রেডিং নির্ভর করে ভাল প্রাকটিস এবং ভাল দক্ষতার উপর। আর নিয়মিত প্রাকটিসই আপনাকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলবে।

ভাই ট্রেডিং যেমন লাভ আছে তেমনি ঝুকি রয়েছে। আপনি যদি ভালোভাবে বুঝেশুনে কাজ করতে পারেন তাহলে ভালো একটা প্রফিট পাবেন। এজন্য আপনাকে ক্রিপ্টোকরেন্সি সমন্ধে ভালো অভিঙ্গ হতে হবে আর আপনার সাপট রেজিস্ট্রিার সমন্ধে ধারণা থাকতে হবে।
ভাই একটু কষ্ট করে গুগোল মামার কাছে সাহায্য নেন।
ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন।

member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
June 07, 2020, 01:03:59 AM
ট্রেডিং হলো অনলাইন ইনকামের অন্যতম জন প্রিয় মাধ্যম,তবে ভালো করে ট্রেডিং করে কিভাবে কেও বলবেন কি দয়া করে সাহায্য করুন....??

ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং আর ফরেক্স বা অন্য ট্রেডিং কিন্তু এক নই। তাই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে একটু ধারনা নিতে গুগল করতে পারেন। আশা করা যায় কিছু ধারনা পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভাল ট্রেডিং নির্ভর করে ভাল প্রাকটিস এবং ভাল দক্ষতার উপর। আর নিয়মিত প্রাকটিসই আপনাকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলবে।
jr. member
Activity: 644
Merit: 1
I Love Cryptocurrency
June 07, 2020, 01:03:04 AM
বিটকয়েনের চাহিদা

কেউ কেউ এটি মনে করেন যে, বিটকয়েনের দাম কখনোই কমেনা, বরং বাড়তেই থাকে। এটি একটি ভুল ধারণা। বিটকয়েনের বাজারদরের সাথে শেয়ার মার্কেটের তুলনা করা যেতে পারে। এটি যেকোনো সময়ই কমতে বা বাড়তে পারে। তবে এখনকার সময়ে বিটকয়েনের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে।
আশা করি  future। আরো  ভালো হবে।

member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
June 07, 2020, 12:59:25 AM
আমি বাংলাদেশিদের জন্য একটি টেলিগ্রাম গ্রুপ খুলেছি। যেখানে আমরা আমাদের সকল ধরনের সমস্যা বা মতামত নিয়ে আলোচনা করতে পারি। আমি আমার সকল বাংলাদেশি ক্রিপ্টোকারেন্সি প্রেমীদের সেই গ্রুপে জয়েন করার জন্য আকুল আবেদন জানায়। যাতে আমরা একে অপরের সাহয্য করতে পারি। এছাড়া গ্রুপে কোন কোন বিষয়গুলো থাকা উচিত কি থাকা উচিত না সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সকলের মতামত আশা করি।
আপনাদের সকলের অপেক্ষায় রইব: https://t.me/Binance_Bangla
newbie
Activity: 854
Merit: 0
June 06, 2020, 07:28:32 PM
ট্রেডিং হলো অনলাইন ইনকামের অন্যতম জন প্রিয় মাধ্যম,তবে ভালো করে ট্রেডিং করে কিভাবে কেও বলবেন কি দয়া করে সাহায্য করুন....??
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
June 06, 2020, 02:14:35 PM
ট্রেডিং হলো অনলাইন ইনকামের অন্যতম জন প্রিয় মাধ্যম। তবে ভালো করে ট্রেডিং করে কি ভাবে কেও বলবেন কি। কোন এক্সেনজার ট্রেড করলে ভালো ইনকাম হয় এবং কত ডলার দিয়া ট্রেড করলে ভাল ইনকাম হবে।আসলেই কি ট্রেড করে ভালো ইনকাম করা যায়।

হ্যা ট্রেডিং করে ভালো পরিমানের টাকা ইনকাম করা যায়। কিন্তু ট্রেডিং এর প্রফিট আপনার এক্সেঞ্জার এর উপর নির্ভর করেনা।  আপনি কোন এক্সেঞ্জার এ ট্রেডিং করবেন তা সম্পুর্ন আপনার ব্যাক্তিগত ব্যাপার এবং কত ডলার আপনি ইনভেস্ট করবেন তাও আপনার নিজের সামর্থ্যের উপর নির্ভরকরে।

প্রফিট করার জন্য আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখিতে হবে। প্রথমত আপনার সিলেক্ট করতে হবে আপনি কোন কয়েন নিয়ে ট্রেডিং করবেন। এর জন্য আপনাকে মার্কেট রিসার্চ করে কয়েন সিলেক্ট করতে হবে। তারপর ঐ কয়েন কিনার জন্য প্রাইস পয়েন্ট বের করতে হবে। এটাও আপনি চার্ট এনালাইসিসকরে বের করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ইউটিউবে সার্চ করুন।

শেষ করার আগে একটা টিপ্স দিবঃ যদি নতুন হয়ে থাকেন তাহলে অপিরিচিত টোকেন অথবা কয়েন নিয়ে ট্রেডিং না করাই ভাল, মার্কেটএর টপ কয়েন নক্যে ট্রেডিং করুন।

"আপনি ঐ পরিমাণ টাকা ইনভেস্ট করুন  যেটা আপনি ক্ষতিপূরণ করতে পারবেন। কারন ট্রেডিং একটি রিস্কি বিষয়"

ঘরে থাকুন,  সুস্থ থাকুন।  
newbie
Activity: 19
Merit: 0
June 06, 2020, 05:20:06 AM
ট্রেডিং হলো অনলাইন ইনকামের অন্যতম জন প্রিয় মাধ্যম। তবে ভালো করে ট্রেডিং করে কি ভাবে কেও বলবেন কি। কোন এক্সেনজার ট্রেড করলে ভালো ইনকাম হয় এবং কত ডলার দিয়া ট্রেড করলে ভাল ইনকাম হবে।আসলেই কি ট্রেড করে ভালো ইনকাম করা যায়।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 06, 2020, 01:13:30 AM
ভাই,
বিটকয়েনটল্কে পোস্ট একটিভিটি কিভাবে বাড়াবো।দয়াকরে জানালে উপকার হতো পিলিজ......

আপনি ভালো ও মানসম্মত পোষ্ট করুন, এতে করে আপনার শুধু এক্টিভিটিই বাড়বে না। বরং আপনার মেরিট পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। এতে আপনি ফোরামের উন্নয়নে যেমন গুরুত্বপূর্ণ একজন মেম্বারে পরিণত হবেন তেমনি আপনার মেম্বারশিপওবৃদ্ধি পাবে।
আর theymos এর এক্টিভিটি ও মেম্বারশিপ সংক্রান্ত পোষ্ট অনুযায়ী:  সকল মেম্বারদের এক্টিভিটি প্রতি দুই সপ্তাহে একাউন্টে সংযুক্ত হয় এবং প্রতিদিনের সর্বোচ্চ ১টি করে এক্টিভিটি পয়েন্ট পাবেন। এক্টিভিটি পয়েন্ট গণনার জন্য অবশ্য একটি সূত্র আছে:-
The activity number is determined in this way:
time = number of two-week periods in which you've posted since your registration
activity = min(time * 14, posts)

মেরিট, এক্টিভিটি ও ফোরামের সকল নিয়ম-কানুন বিষয়ে পূর্ববর্তী সময়ে অনেকবার বিস্তারিত বলা হয়েছে কিংবা বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। তাই পূর্ববর্তী পোষ্টগুলো দেখুন, আশা করে ফোরাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও যদি কোনো প্রশ্নের উত্তর না খুজে পানে তাহলে এরপরের পোষ্টে জিজ্ঞেস করুন। আশা করি সকল প্রশ্নের উত্তর অন্যান্য মেম্বারদের কাছ থেকে পেয়ে যাবেন। Wink Cheesy
newbie
Activity: 854
Merit: 0
June 05, 2020, 09:17:58 PM
ভাই,
বিটকয়েনটল্কে পোস্ট একটিভিটি কিভাবে বাড়াবো।দয়াকরে জানালে উপকার হতো পিলিজ......
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 05, 2020, 02:22:44 PM
আমাকে কেউ সাহায্য করবেন পিলিজ.....
ধন্যবাদ, বাংলাতে লেখার জন্য। আপনার কি বিষয়ে সহযোগিতা লাগবে, সেই বিষয়টি বিস্তারিত আকারে বলুন। আমাদের বাংলাদেশ কমিউনিটির সকল অভিজ্ঞ মেম্বাররা আপনার প্রশ্নের উত্তর দিবে।

অতিরিক্ত বিষয়: দ্রুত সহযোগিতার ও আমাদের কমিউনিটির সহযোগিতার জন্য এই টেলিগ্রাম গুরুপটি  ( যুক্তবর্ণ সংযুক্ত হচ্ছে না ) @LittleMouse ( যিনি একজন সিনিয়র মেম্বার এই ফোরামের ) তৈরি করেছেন, তাই এখানে যোগদান করতে পারেন। এখানে ফোরামের সকল মেম্বারকে যেকোনো বিষয়ে সহযোগিতা করা হয়। এছাড়াও বাউন্টি , সিগনেচার ক্যাম্পেইন  সম্পর্কে সকল মেম্বাররা আলোচনা করে থাকেন। লিংক: https://t.me/BountyHunk
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
June 05, 2020, 02:10:04 PM
ami noton

Ami new pls help me

আপনারা দুইজনই নতুন তাই আপনাদের প্রতি প্রথম পরামর্শ থাকবে এখানে কিছু করার আগে ফোরামের রুলস গুলো পড়ে নিন। রুলস পড়ার জন্য এই লিংক এ যান।    ->  Newbies - Read before posting

আর ২য় পরামর্শ হল কোনো প্রকারের স্প্যামিং ফোরামে করবেন না। আপনাদের ২জন এরই প্রথম ২পোস্ট মাত্র কয়েক শব্দের।   এভাবে পোস্ট করলে  আপনাদের একাউন্ট শীগ্রই ব্যান হবে।

কোয়ালিটিফুল পোস্টকরুন ভালো ভালো টপিকে তাহলে খুব দ্রুত গ্রো করতে পারবেন।   আর আইডি বাচিয়ে রাখতে চাইলে রুলস গুলো ভালো করে পড়ে নিন এবং রুলস মোতাবেক পোস্টকরুন।
ধন্যবা।     
newbie
Activity: 854
Merit: 0
June 05, 2020, 09:29:25 AM
আমাকে কেউ সাহায্য করবেন পিলিজ.....
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 02, 2020, 11:50:30 AM
বতমান সময়ে টাকা ইনকামের ভাল মাধ্যম হলো ট্রেডিং। কেও বলতে পারেন কি কিভাবে ট্রেডিং করলে ভাল ইনকাম হবে।আর কেও বলবেন কি কোন  সাইটে ট্রেডিং করলে ভাল হবে এবং কত ডলার দিয়া ট্রেডিং করলে ভাল হবে।
ট্রেডিং করে যেমন ভালো মুনাফা ইনকাম করা যায়, তেমনি ট্রেডিং এর ক্ষেত্রে যদি আপনি ভালো বিশ্লেষক না হন তাহলে প্রচুর পরিমাণের ক্ষতির সম্মুখীন হতে পারেন। উদাহরণ হিসেবে বলা যায় যে, আপনি যদি সাপোর্ট ও রেজিস্টেন্সের জোনগুলো ভালো করে বিশ্লেষণ করতে না পারেন। তাহলে কোন মূল্যে ক্রিপ্টোকারেন্সি কিনবে এবং বিক্রি করবেন সেটির ভুল সিদ্ধান্ত নিলে মুনাফার চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হবে। আর এই বিষয়টি বিটকয়েন ও অল্টকয়েন সকলের জন্য প্রজোয্য। তাই ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল বিশ্লেষণগুলো ভালোভাবে করুন। এতে আপনার সফলতা অনেকাংশে বেড়ে যাবে। ক্রিপ্টোকারেন্সিতে আপনার ভবিষ্যত ভালো হোক ,এই দোয়া রইল।  Wink
Jump to: