Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 50. (Read 5284236 times)

sr. member
Activity: 504
Merit: 266
May 11, 2024, 06:23:31 AM
অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!
Bd officer সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছে এজন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বাঙালি কমিউনিটির অনেক সদস্যের মধ্যে Bd Officer ভাই একজন একটিভ সদস্য যিনি নিয়মিত পোস্ট করে থাকে। বিগত কয়েক মাসের পোস্ট সংখ্যা পর্যবেক্ষন করলেই আমরা সবাই অবগত হতে পারবো।
এপ্রিল ২০২৪ Bd Officer 2nd পজিশন ১৬ পোস্ট
মার্চ ২০২৪ Bd officer 1st পজিশন ২২ পোস্ট
ফেব্রুয়ারি ২০২৪ Bd officer 1st পজিশন ২২ পোস্ট
জানুয়ারি ২০২৪ Bd Officer 3rd পজিশন ১৯ পোস্ট

তাহলে আমরা সবাই তার অবদানের কথা অবশ্যই স্বীকার করে নেব। তিনি অনেক অনেক সময় আমাদের বাংলাদেশ কমিউনিটিতে দিয়ে থাকে।
full member
Activity: 504
Merit: 163
May 10, 2024, 01:21:23 PM
Bd Officer ভাই আপনাকে অভিনন্দন মেম্বার থেকে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। আপনি বাংলা লোকাল বোর্ডে সবসময় একটিভ থাকেন অবশ্যই আপনার পোস্টগুলা অনেক মানসম্মত আপনার পোষ্টের মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষনীয় বিষয় শিখতে পারি। অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে ভবিষ্যতে আপনি আরো পদমর্যাদা অর্জন করুন।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
May 10, 2024, 10:54:17 AM
~snip~
~snip~
আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যাইহোক আজকে আমার বিশেষ আনন্দের দিন, এখানে আমি বিশেষভাবে ধন্যবাদ জানবো আমাদের কমিনিউটির সকল সদস্যদের, কারন তাদের ছাড়া আমি এতদুর এগোতে পারতাম না, কমিনিউটি ছাড়া এগিয়ে যাওয়া কঠিন। আমি ফুল মেম্বার থেকে সিনিয়র মেম্বার হয়েছি, যা আমার একটা সফলতা অর্জন করা। যাইহোক যদি মিষ্টি খাওয়ানো সম্ভব হতো, তাহলে আমি অবশ্যই সকল সদস্যদের মিষ্টি খাওয়াতাম। 

আমি অনেক সদস্য দেখেছি যারা আগে অনেক এক্টিব ছিলো কিন্তু রেঙ্ক আপ করার পর তারা লোকাল থ্রেডে সময় দেয় না। সকল লোকাল কমিনিউটি ভাইয়েদের আহ্বান জানাবো আপনারা সবাই লোকাল থ্রেডে এক্টিব থাকবেন। আমি কখনো এই লোকাল থ্রেডে ছেড়ে যাবো না। আমার কমিনিউটির সকল ভাইয়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।


এয়ারড্রপ কারা করবেন?

এয়ারড্রপ চাইলে সবাই করতে পারেন। তবে আমার মতে যাদের হাতে অফুরন্ত সময় আছে, এবং আপনি চাচ্ছেন বেকার সময় কাজে লাগিয়ে দু-পয়সা ইনকাম করতে তাহলে আপনার জন্য এয়ারড্রপ। জেনে রাখা দরকার যে বেশিরভাগ ‍ফ্রি প্রজেক্টগুলো হারিয়ে যায় বা পেমেন্ট করে না। যেসব প্রজেক্ট এ টুকিটাকি ইনভেষ্টমেন্ট আছে, সেগুলো থেকে কিছু পাওয়ার আসা থাকে।
ভাই এখন পর্যন্ত অনেক ফ্রি প্রজেক্ট করেছি কিন্তু কোন পেমেন্ট পাই নাই। অসংখ্য এয়ারড্রপ করেছি পেমেন্ট পেয়েছি যা বলার মতো না ২-৪ ডলার পেমেন্ট পেয়েছি যা না পাওয়াই বলা যায়। এই ধরনের ফ্রি প্রজেক্টগুলো করলে শুধু হাজার হাজার টেলিগ্রাম চ্যানেলে জয়ের হওয়া লাগে, এর পর শুধু বিরক্তিকর মেসেজগুলো ফোনের মধ্যে আসতে থাকে।

যাইহোক ভাই আপনি বেশ ভালো পরামর্শ দিয়েছেন যা আজকে থেকে ফলো করার চেষ্টা করবো। তবে আমি আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রেখেছি। যাইহোক ভাই আপনি চেষ্টা করুন, অল্প পরিমান ইনভেস্ট করা লাগে এরকম ভালো ভালো এয়ার ড্রপ শেয়ার করার।
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 10, 2024, 10:34:28 AM


আমাদেরই বাংলা কমিউনিটিতে মেম্বারদের অভিনন্দন নিয়ে খুব একটা বেশি পোস্ট দিতে দেখা যায় না কিন্তু আজকে আমি উপরে একজন ভাইয়ের অভিনন্দন পোস্ট দেখে খুব ইচ্ছে জাগলো একটা পোস্ট দিয়ে ফেলি। আজকে আমাদের কমিউনিটির একজন নিয়মিত সক্রিয় মেম্বার Bd Officer ভাই ভাইজান আজকে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করে ফেলেছে। Congratulations ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও সাধুবাদ জানাচ্ছি। আপনারা আজকে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করে ফেলেছেন। আমরাও ভবিষ্যতে আপনাদের মত উচ্চতার রেংক অর্জন(আলহামদুলিল্লাহ হিরো থেকে লিজেন্ডারী )করব ইনশাআল্লাহ। তখন আমাদেরকে নিয়েও ফোরামের অভিনন্দন পোস্ট দেওয়া হবে। ভুলেই গেছি ভাইয়া সিনিয়র মেম্বার হলেন তো আমাদের মিষ্টি খাওয়াবেন কবে।
full member
Activity: 420
Merit: 130
May 10, 2024, 10:01:14 AM


কনগ্রাচুলেশন @Bd Officer আপনার সিনিয়র সদস্য হওয়ার জন্য।
আপনাদের অক্লান্ত পরিশ্রমের পর নতুন র‍্যাংক পেয়েছেন এজন্য আমাদের বাংলা কমিউনিটি পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনার আগামী দিনগুলো অনাবিল আনন্দে কাটুক আমরা কমিউনিটির সদস্য হিসাবে এই প্রত্যাশাটুকু করছি।
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 10, 2024, 09:40:18 AM
Friend.tech থেকে যারা অনেকদিন আগে এয়ারডোব অংশগ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রে আবারও সুযোগ দিয়েছে । শুধুমাত্র পুরাতন ইউজাররা এই সুযোগ পাবেন। পুরাতন ইউজাররা তাদের অ্যাকাউন্ট লগইন করুন এবং $FRIENDS টোকেন ক্লেইম করে নিন।
ধন্যবাদ ভাই আজকে একটা gmail থেকে login করে দেখি আমার একটা অ্যাকাউন্ট করা ছিল। এই একাউন্টে ছয়টা টোকেন দিয়েছিল। সেই টোকেন আজ ১৭ ০০ টাকা বিক্রি করে দিয়ে কিছু বাচ্চার জন্য কেনাকাটা করেছি। আপনি যদি এই এয়ারড্রোপের কথা না বলতেন তাহলে হয়তো আমার আজকে এই টাকাটা উপার্জন করা হতো না। উল্লেখ্য বলা উচিত যে আমি অ্যাকাউন্টটি পূর্বে করিনি বরং আমার স্ত্রী এই একাউন্টটি করে রেখেছিল।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 10, 2024, 09:03:33 AM
এয়ারড্রপের আদ্যপান্ত!


আমরা অনেকেই ক্রিপ্টো এয়ারড্রপের সাথে পরিচিত, আবার অনেকেই পরিচিত নয়। আমরা অনেকেই ধরেই নিয়েছি যে সব ধরনের এয়ারড্রপ স্ক্যাম। যা আমাদের একটা ভূল ধারনা। তবে এটা সত্য যে বেশিরবাগ প্রজেক্টগুলোই স্ক্যাম করে থাকে। আসলে তারা স্ক্যাম করতে বাধ্য হয়। মূলত একটা নতুন প্রজেক্ট শুরু করার সময়, সেই প্রজেক্ট তার প্রথমদিকের ইউজারদেরকে কিছু কাজ বা ইনভেষ্টমেন্ট এর বিনিময়ে এয়ারড্রপ করে থাকে। এয়ারড্রপ কয়েক প্রকারের হয়ে থাকতে পারে। কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলোতে আপনাকে ইনভেষ্ট করতে হতে পারে। তবে নিজে রিসার্চ না করে ইনভেষ্ট না করাই ব্যাটার।

প্রজেক্টগুলো এয়ারড্রপে কেনো দেয়?

বেশ কিছু কারনে প্রজেক্টগুলো এয়ারড্রপ দিয়ে থাকে। তার মধ্যে প্রথম কারন হতে পারে মার্কেটিং। একটা প্রজেক্ট মাসের পর মাস এডভার্টাইজ করে যে পরিমান গ্রাহক পাবে, তার চাইতে বেশি পরিমান ইউজার তারা পেয়ে থাকে এয়ারড্রপের মাধ্যমে। খেয়াল করবেন যে কোনো কিছুিই কিন্তু ফ্রি নয়। তবে কিছু কিছু প্রজক্ট ফ্রিতে দিয়ে থাকে। আর বেশিরভাগ প্রজক্টগুলোই আপনাকে দিয়ে কোনো না কোনো কাজ করিয়ে নিচ্ছে। যেমন সোশ্যাল মিডিয়া এংগেজমেন্ট।

এয়ারড্রপ কারা করবেন?

এয়ারড্রপ চাইলে সবাই করতে পারেন। তবে আমার মতে যাদের হাতে অফুরন্ত সময় আছে, এবং আপনি চাচ্ছেন বেকার সময় কাজে লাগিয়ে দু-পয়সা ইনকাম করতে তাহলে আপনার জন্য এয়ারড্রপ। জেনে রাখা দরকার যে বেশিরভাগ ‍ফ্রি প্রজেক্টগুলো হারিয়ে যায় বা পেমেন্ট করে না। যেসব প্রজেক্ট এ টুকিটাকি ইনভেষ্টমেন্ট আছে, সেগুলো থেকে কিছু পাওয়ার আসা থাকে।

কোন ধরনের এয়ারড্রপ করবেন?

আমি সবার কথা বলতে পারি না, তবে আমি সাধারনত টেষ্টনেট প্রজেক্টগুলোতে বেশি সময় দিয়ে থাকি। একটা প্রজেক্ট মেইননেট এ লঞ্চ করার আগে তারা টেষ্টনেট রান করে। তাদের টেষ্টনেট প্লাটফর্মগুলো চেক করার জন্য ইউজার দরকার হয়ে থাকে। যারা এসব টেষ্টনেট প্রজেক্টগুলো একটিভিটি করে থাকে, মেইন নেট লঞ্চ হলে প্রজেক্টগুলো সেই ইউজারদেরকে রিওয়ার্ড দিয়ে থাকে।

এয়ারড্রপ করতে কি কি লাগে?

- মিনিমাম একটা এন্ড্রয়েড ফোন, ল্যাপটপ বা পিসি হলে আরো ভালো।
- কয়েক প্রকারের ওয়ালেট এক্সটেনশন যেমন: Metamask, Unisat, Phantom
- মোবাইল ইউজার হলে ওয়ালেট এক্সটেনশন ভালো কাজ করে এমন ব্রাউজার, যেমন Kiwi, Mises
- এয়ারড্রপে পার্টিসিপেট করার জন্য টেষ্টনেট টোকেন যেমন, tBTC, Sepholia ETH, Base ETH ETC.
- মেইননেট এয়ারড্রপের জন্য গ্যাস ফি (প্রায় প্রতিটা চেইনের জন্য)
- ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া একাউন্ট যেমন Telegram, Discord, Twitter

এয়ারড্রপ কতোদিন পরে পেমেন্ট করে?

এটা আসলে ডিপেন্ড করে প্রজেক্ট এর ওপরে। তবে বেশিরভাগ প্রজক্টগুলোই ৩ মাসের বেশি সময় নিয়ে থাকে। কিছু ‍কিছু প্রজেক্ট ১৫ দিনেও পেমেন্ট করে থাকে। তবে এদের সংখ্যা অনেক কম। এই একটা জিনিস না জানার কারনে আমরা হাল ছেড়ে দেই। ধরেই নেই এগুলো থেকে আসলে পেমেন্ট পাওয়া যায় না।

ছোট ছোট করে নিজের মনে যে প্রশ্নগুলো এসছিলো, সেগুলোর উত্তর লেখার চেষ্টা করেছি। নিয়মিত এয়ারড্রপ গাইড পোষ্ট করবো ভাবছি। প্রতিদিন নতুন নতুন এয়ারড্রপ প্রজেক্ট সম্পর্কে জানতে জয়েন করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে : https://t.me/airdropsbrobd
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 09, 2024, 07:56:45 PM
পরকিয়ার প্রতিশোধ

বিটকয়েনের মাধ্যমে আমার জানামতে প্রথম হত্যাকাণ্ডের ঘটনা এই প্রথম জানলাম। বিষয়টি দারুন ইন্টারেস্টিং এবং একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে মহিলারা সাধারণত স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না। ঠিক এরকম একটি ঘটনা আমেরিকার টেক্সাসে ঘটেছে। 58 বছর বয়সী Michelle Murphy নামক একজন মহিলা বিটকয়েনের মাধ্যমে কিলার ভাড়া করে তার স্বামীর পরকীয়া গার্লফ্রেন্ডকে হত্যা করেছে। এই মহিলা ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ১০৫১০ ডলার বিটকয়েনের বিনিময়ে একজন কিলারকে ভাড়া করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল এবং এজন্য এই মহিলার গতকালকে নয় বছরের কারাদণ্ড হয়েছে। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে কেউ যদি বিটকয়েন লেনদেন কঠিনভাবে পর্যবেক্ষণ করে তাহলে এই বিটকয়েনের লেনদেনে সূত্র ধরে যতই ডার্ক ওয়েব ব্যবহার করা হোক না কেন বের করা সম্ভব। এই মহিলা বিটকয়েন যখন মার্ডার করার পর হিটম্যানকে ট্যান্সেসকশন করে দিয়ে দেয় তখন এই হ্যাশ কাউন্ট করে ট্যাগ করে এবং যখন হিটম্যান এটিএম বুথ থেকে বিটকয়েন ক্যাশ করে তখন ওই hitman কে এরেস্ট করা হয়। পরবর্তীতে সকল ঘটনা ৫৮ বছর বয়সে Michelle Murphy স্বীকার করে নিয়েছেন।

একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের বাংলাদেশে যদি বিটকয়েনের অবাধ লেনদেন বৈধতা দেয়া হতো তাহলে যে হারে পরকীয়া বৃদ্ধি পাচ্ছে তাহলে প্রতিদিনই বিটকয়েনের মাধ্যমে এরকম হত্যাকাণ্ড ঘটতো। যাহোক আপাতত বাংলাদেশে বিটকয়েনের বৈধতা নাই দেওয়া হোক।

sr. member
Activity: 504
Merit: 266
May 09, 2024, 04:03:13 PM
Do not post in the thread about specific airdrops. Such posts will be deleted.

কোনও নির্দিষ্ট এয়ারড্রপসমূহ সম্পর্কে থ্রেডে পোস্ট করবেন না। এমন পোস্টগুলি মুছে ফেলা হবে।
অবশ্যই বর্তমানে বেশিরভাগ এয়ারড্রোপ প্রজেক্টগুলো আনভেরিফাইড হয়ে থাকে এবং এই সকল প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করতে গেলে অবশ্যই ওয়ালেট কানেক্ট করা প্রয়োজন হয়। স্ক্যাম প্রজেক্ট গুলোর সকল কিছুই স্ক্যাম হয়ে থাকে ফলে এই সকল প্রজেক্টের Airdrops অংশগ্রহণ করলে সেখানে ওয়ালেট কম্প্রোমাইজড হওয়ার সম্ভাবনা থেকে থাকবে। তাছাড়া বর্তমানে টেলিগ্রাম কমিউনিটিতে বেশিরভাগ স্কাম হওয়ার ঘটনা ঘটে চলেছে বিশেষ করে একটি প্রজেক্টে অংশগ্রহণ করার পর সেই প্রোজেক্টের টেলিগ্রামে শত শত ছদ্দবেশী এডমিন থেকে থাকে এবং তারা বিভিন্ন সময়ে সাহায্য করার নামে বিনিয়োগকারীদের (Nob) কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওয়ালেটের অ্যাক্সেস নিয়ে নেয়। তাই এয়ার্ডোপ ক্যাম্পেইনে অংশগ্রহণ করার আগে অবশ্যই টেলিগ্রাম এডমিনদের (ফেইক এডমিন) বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত।
staff
Activity: 2436
Merit: 2347
May 09, 2024, 08:38:50 AM
Do not post in the thread about specific airdrops. Such posts will be deleted.

কোনও নির্দিষ্ট এয়ারড্রপসমূহ সম্পর্কে থ্রেডে পোস্ট করবেন না। এমন পোস্টগুলি মুছে ফেলা হবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 09, 2024, 06:57:09 AM
ইয়ারড্রোব ক্যাম্পেইন গুলো এখানে যদি পাকিস্তান বোর্ডের মত শেয়ার করা হতো তাহলে এই লোকাল বোর্ডের অনন্য সদস্যদের জন্য উপকার হতো। আমি আশা করছি আগামীতে আপনার এখানে ভালো ভালো ইয়ারড্রোব ক্যাম্পেইন এখানে শেয়ার করবেন।

ব্যাপারটা কিন্তু এমন না যে আমাদের লোকাল থ্রেড এ এয়ারড্রপ নিয়ে পোস্ট হতো না। Review Master অনেক আগে আমাদের লোকাল থ্রেড এ এয়ারড্রপ নিয়ে পোস্ট করতো। কিন্তু এখন বিগত ৬ মাস ধরে উনি আর তেমন কোনো পোস্ট করেন না। এর কারণ হলো বাংলাদেশ থ্রেড থেকে কোনো সাপোর্ট পাওয়া যায় না। বা কোনো প্রকার ইন্টারেস্ট দেখা যায় না। যদিও আমিও একসময় এয়ারড্রপ কে টাইম ওয়েস্ট বলে মনে করতাম। তবে হালাল ইনকাম কখনোই সহজ ছিলো না। হারাম ইনকাম সহজে করতে করতে হালাল ভাবে কামাইয়ের কস্ট দেখে বিরক্ত লাগে। এয়ারড্রপ শুধুমাত্র তাদের জন্য যাদের হাতে অফুরন্ত সময় আছে। আমি কিছুদিন হলো কয়েন আলাপের সাথে কাজ করতে চাচ্ছিলাম। কিন্তু আমি ঠিকমতো সময় দিতে পারছি না। তাছাড়া তাদের ওয়েবসাইট কয়েকদিন ধরে ডাউন দেখতে পাচ্ছি। ভাবছি আমাদের থ্রেডে এয়ারড্রপ নিয়ে পোস্ট করবো।
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 08, 2024, 01:19:14 PM
Friend.tech থেকে যারা অনেকদিন আগে এয়ারডোব অংশগ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রে আবারও সুযোগ দিয়েছে । শুধুমাত্র পুরাতন ইউজাররা এই সুযোগ পাবেন। পুরাতন ইউজাররা তাদের অ্যাকাউন্ট লগইন করুন এবং $FRIENDS টোকেন ক্লেইম করে নিন।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই গুরুত্বপূর্ণ এনাউন্সমেন্ট দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এনাউন্সমেন্টটি সার্বিকভাবে অন্যান্য সকল মেম্বারদের জন্যে ভালো নিউজ হলেও আমি ব্যক্তিগতভাবে কাজে লাগাতে পারছি না কেননা আমি এয়ারড্রোব ক্যাম্পেইনে জয়েন হতে পারি নাই। যদি ভালো ভালো এ্যায়ারড্রোব গুলো এখানে শেয়ার করা হতো তাহলে হয়তো জয়েন হওয়ার সম্ভাবনা থাকতো। ইয়ারড্রোব ক্যাম্পেইন গুলো এখানে যদি পাকিস্তান বোর্ডের মত শেয়ার করা হতো তাহলে এই লোকাল বোর্ডের অনন্য সদস্যদের জন্য উপকার হতো। আমি আশা করছি আগামীতে আপনার এখানে ভালো ভালো ইয়ারড্রোব ক্যাম্পেইন এখানে শেয়ার করবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 08, 2024, 08:19:36 AM
কিছু দিন আগে ঘটে যাওয়া সেই ফ্রিল্যান্সারের কাছে থেকে বিটকয়েন পুলিশেরা আত্মসাৎ করেছিল সেই বিটকয়েন কোথায় কেউ কী জানেন? নাকী যারা জব্দ করেছিল তারাই আত্মসাৎ করে খেয়েছে।

এটা তো আর জব্দ ছিলো না। এটা ছিলো ডাকাতি। যদি জব্দ করা হতো, তাহলে ভিন্ন কথা ছিলো। কিন্তু এটাতো ডাকাতি করা হয়েছে। এই ফান্ড ডাকাতরাই ভাগাভাগি করে নিয়েছে। বাংলাদেশে এসব কেইসের কোনো অগ্রগতি হয় না। প্রথম অবস্থায় মিডিয়ায় আসে, তারপর এগুলো আর ফলোআপ করা হয় না। এর পেছনে দায়ী হলুদ মিডিয়া। তারা শুধু সেসব নিউজ প্রকাশ করে, যেগুলো প্রকাশ করলে তারা অনলাইনে ভিউ পাবে। যেসব নিউজ থেকে তাদের ইনকাম হবে না, সেসব নিউজ আর তারা ফলোআপ করে না। আরেকটা ব্যাপার হলো, অতিতে বাংলাদেশে যেই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি জব্দ করা হয়েছে, সেগুলো কি কখনো সরকারি ফান্ডে জমা হয়েছে? আমার মনে হয় না কখনো এসব ফান্ড সরকারি ফান্ডে গিয়েছে। গেলে সেগুলোর তালিকা অবশ্যই থাকা উচিৎ ছিলো।

Friend.tech থেকে যারা অনেকদিন আগে এয়ারডোব অংশগ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রে আবারও সুযোগ দিয়েছে । শুধুমাত্র পুরাতন ইউজাররা এই সুযোগ পাবেন। পুরাতন ইউজাররা তাদের অ্যাকাউন্ট লগইন করুন এবং $FRIENDS টোকেন ক্লেইম করে নিন।

যেহেতু আমি জয়েন করিনি, তাই আর দেখেও লাভ নেই। আপনি কি নিয়মিত এয়ারড্রপে জয়েন করেন?
full member
Activity: 420
Merit: 130
May 08, 2024, 04:17:52 AM
Friend.tech থেকে যারা অনেকদিন আগে এয়ারডোব অংশগ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রে আবারও সুযোগ দিয়েছে । শুধুমাত্র পুরাতন ইউজাররা এই সুযোগ পাবেন। পুরাতন ইউজাররা তাদের অ্যাকাউন্ট লগইন করুন এবং $FRIENDS টোকেন ক্লেইম করে নিন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 07, 2024, 07:14:21 AM
আমেরিকা:
দেশভিত্তিক ক্যাটাগরিতে সবচেয়ে বেশি বিটকয়েন রিজার্ভ রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে যেখানে ৫৬৯০৭০ বিটকয়েনের মধ্যে শুধুমাত্র আমেরিকাতেই রয়েছে ২১৫,০০০ বিটকয়েন এবং সেটাকে যদি আমরা ডলারের রূপান্তরিত করি তাহলে $৮. ৩০ বিলিয়নের উপরে বিটকয়েন হবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার শুধুমাত্র অবৈধ বিনিয়োগকারীদের জব্দ করা বিটকয়েন থেকে এইরকম এত বড় একটি রিজার্ভ তৈরি করেছে।

According to Foresight News, the US government has confiscated approximately 3940 BTC from drug dealer Banmeet Singh. So now America has 216,811 BTC.

ফরসাইট নিউজ অনুযায়ী, মাদক বিক্রেতা বনমিত সিংহ থেকে প্রায়শই 3940 টি বিটিসি জব্দ করেছে মার্কিন সরকার। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আছে 216,811 টি বিটিসি।


CRYPTO ADVENTURE এর প্রতিবেদন অনুযায়ী 2000 সালের আগ পর্যন্ত আমেরিকা সরকার শুধুমাত্র সিল্ক রোড (Silk Road +Ross Ulbricht) ও Bitfinex exchange হ্যাকারদের কাছ থেকে বাজেয়াপ্ত 200000 BTC রিজার্ভ হিসাবে রেখেছিল কিন্তু খুব সাম্প্রতিক 2023 সালের শুরুর দিকে আমেরিকান সরকার আরও 5000 বিটকয়েন রিজার্ভের সাথে যোগ করেন। সর্বশেষ আমেরিকান সরকার এই বছর ২০২৪ সালের জানুয়ারিতে Banmeet Singh (Famous Drag Dealer) বিচারাধীন অবস্থায় আরও 3940 বিটকয়েনের অধিক পরিমাণ জব্দ করে ফলে আমেরিকান সরকারের বর্তমানে বিটকয়েনের রিজার্ভ গিয়ে দাঁড়িয়েছে 216788 বিটকয়েন যা বর্তমান বাজার মূল্যে $13.82 Billion ।এই পরিমাণ বিটকয়েন হোল্ডিং করার মালিক হিসাবে আমেরিকান সরকার পৃথিবীর সবচেয়ে বড় হোল্ডার MicroStrategy (207189 BTC)এর সঞ্চয় করা হোল্ডিংকে পিছনে  ফেলেছে।
staff
Activity: 2436
Merit: 2347
May 07, 2024, 06:36:07 AM
আমেরিকা:
দেশভিত্তিক ক্যাটাগরিতে সবচেয়ে বেশি বিটকয়েন রিজার্ভ রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে যেখানে ৫৬৯০৭০ বিটকয়েনের মধ্যে শুধুমাত্র আমেরিকাতেই রয়েছে ২১৫,০০০ বিটকয়েন এবং সেটাকে যদি আমরা ডলারের রূপান্তরিত করি তাহলে $৮. ৩০ বিলিয়নের উপরে বিটকয়েন হবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার শুধুমাত্র অবৈধ বিনিয়োগকারীদের জব্দ করা বিটকয়েন থেকে এইরকম এত বড় একটি রিজার্ভ তৈরি করেছে।

According to Foresight News, the US government has confiscated approximately 3940 BTC from drug dealer Banmeet Singh. So now America has 216,811 BTC.

ফরসাইট নিউজ অনুযায়ী, মাদক বিক্রেতা বনমিত সিংহ থেকে প্রায়শই 3940 টি বিটিসি জব্দ করেছে মার্কিন সরকার। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আছে 216,811 টি বিটিসি।

newbie
Activity: 15
Merit: 1
May 07, 2024, 02:20:35 AM
বিভিন্ন দেশের রিজার্ভে রাখা বিটকয়েন

আমি Coinpedia.org তে এই পোষ্ট দেখেছি যেটা আপনি বাংলায় এখানে উল্লেখ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ তাদের রিজার্ভে বিটকয়েন রেখেছে তবে বাংলাদেশের সরকার হয়তো সেই দিকে কোন মনোনিবেশ করে নাই যদি করতো তাহলে হয়তো এই পোষ্টের মাধ্যমে সেটা ফুটে উঠতো এবং উল্লেখ করা হতো।
২০২৪ সালে বিশ্বের যে দেশগুলো সব থেকে বেশি বিটকয়েন হোল্ডিং করে রেখেছিল সেই পোস্টের লিংকটি এটি:
https://coinpedia.org/news/countries-with-the-highest-bitcoin-holdings-in-2024/

sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
May 07, 2024, 02:19:32 AM
@paid2 আবারো Blackjack.fun রাউন্ড -৩ ফ্রি রাফেল নিয়ে এসেছেন। এখানে যে কোন রেঙ্কের যে কেউ আবেদন করতে পারবেন। শুধু যারা Blackjack.fun এর উইজার নেম পাবলিশ করবেন তারা দুটি স্লট নিতে পারবেন। র‍্যাফ্রল উইন হতে পারলে ৫০ ডলার পুরস্কার পাবেন। এখানে ১০০ স্লট রয়েছে, এখনো অনেক স্লট খালি রয়েছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনার আবেদন করতে পারেন। সকলের জন্য শুভকামনা রইল।

র‍্যাফেল উৎস : https://bitcointalksearch.org/topic/m.64041383
Quote



বাংলাদেশ:
আমার জানতে চাওয়া হল বাংলাদেশে বিভিন্ন সময়ে বিটকয়েন জব্দ করা হয়েছিল এবং বর্তমান সময়েও হচ্ছে। কিছুদিন আগেও একজন ফ্রিল্যান্সারের কাছ থেকে পাঁচটি বিটকয়েন বাংলাদেশের র্যাব সদস্যরা চুরি করেছিল। তাছাড়া বিভিন্ন সময়ে আমরা সংবাদপত্রের মাধ্যমে বিটকয়েন জব্দ করার ইতিহাস পড়েছি। এখন আমার প্রশ্ন হচ্ছে ভুটানের মধ্যে একটি ছোট্ট দেশ যদি বিটকয়েন রিজার্ভে রেখে থাকে তাহলে বাংলাদেশের রিজার্ভে বিটকয়েন থাকার কথা। আসলে বাংলাদেশের রিজার্বে কি কোন বিটকয়েন আছে? নাকি জব্দ করা সকল বিটকয়েন মন্ত্রীর আমলার পকেটে চলে গেছে।।।।
আমার তো মনে হয় না বাংলাদেশে রিজার্ভ কোন বিটকয়েন রয়েছে। আমাদের যে দেশ চোরের দেশে এই দেশে কী সৎ লোক পাওয়া যায়? দেখবেন যারা বিটকয়েন জব্দ করে তারা সরকারি ফান্ডে জমা না দিয়ে নিজেরাই আত্মসাৎ করে ফেলবে। কিছু দিন আগে ঘটে যাওয়া সেই ফ্রিল্যান্সারের কাছে থেকে বিটকয়েন পুলিশেরা আত্মসাৎ করেছিল সেই বিটকয়েন কোথায় কেউ কী জানেন? নাকী যারা জব্দ করেছিল তারাই আত্মসাৎ করে খেয়েছে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 06, 2024, 11:54:11 PM

এটার জন্য ভাই আর কিছু সময় ওয়েট করেন ইনশাল্লাহ আমি আগামীকাল একটা টিউটোরিয়াল নিয়ে আসতেছি মানে একটা ট্রিকস শেয়ার করব যেটার মাধ্যমে মাত্র 0.5% ফি দেওয়ার মাধ্যমে আপনারা সেন্ট্রালাইজ এক্সেঞ্জার থেকে বিটকয়েনে পে করতে পারবেন। আলসেমির জন্য এটা শেয়ার করা হচ্ছে না আশা করি কালকেই একটা পোস্ট শেয়ার করব।
কই রে ভাই দেন না । Duelbit থেকে পেমেন্ট পেয়েছি আপনার Tricks এর মাধ্যমে না হয় আমিই আজকে থেকে শুরু করলাম। আপনারা একা একাই ভালো কিছুর সুবিধা নিয়েন না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 06, 2024, 11:31:31 PM
আপনি যে দুটি এয়ার ড্রপ এর কথা বললেন এখনো কি অফারটি চলছে? নাকি‌ শেষ হয়ে গেছে? আচ্ছা এয়ার ড্রপ করার সময় কোন ওয়ালেট কানেক্ট করা ভালো? কিছু কিছু এয়ার্ডপে ড্রপে উল্লেখ করা থাকে কোন ওয়ালেট কানেক্ট করা লাগবে। কিন্তু কিছু কিছু এয়ার ড্রপে উল্লেখ করা থাকে না কোন ওয়ালেট কানেক্ট করা লাগবে। এখন যে এয়ার ড্রপে ওয়ালেটের কথা উল্লেখ করা থাকে না। সেই এয়ার ড্রপে কোন ওয়ালেট কানেক্ট করলে ভালো হবে?

দুইটা এয়ারড্রপই বর্তমানে রানিং আছে। আপনি চাইলে আমার দেয়া লিংক এ ক্লিক করে টেলিগ্রাম পোষ্ট টা দেখে সেখান থেকে জয়েন করতে পারেন। আর ওয়ালেটের কথা যদি বলেন, সবচাইতে বেশি ব্যাবহৃত ওয়ালেট হচ্ছে মেটামাস্ক। যদি মোবাইল থেকে এয়ারড্রপে জয়েন করে কাজ করতে চান, তাহলে অবশ্যই Kiwi Browser ব্যাবহার করার চেষ্টা করবেন। কারন এটাতে আপনি মেটামাস্ক এর এক্সটেনশন সহজে ব্যাবহার করতে পারবেন। বেশিরভাগ এয়ারড্রপ গুলো নিজেরাই মেটামাস্ক সাজেষ্ট করে। তবে যেসব প্রজেক্ট নিজেরাই ওয়ালেট বানায়, তারা মূলত নিজেদের ওয়ালেট ইনস্টল করতে বলে। আর সোলানা চেইনের জন্য ফ্যানটম ওয়ালেট ব্যাবহার করতে পারেন। সবচাইতে গুরুত্বপূর্ণ সাজেশন হলো, যেই ওয়ালেট দিয়ে এয়ারড্রপের কাজ করবেন, সেগুলোতে ব্যালেন্স খুবই কম রাখবেন। চেষ্টা করবেন টেস্টনেট প্রজেক্টগুলোতে জয়েন করার। আমি মূলত ফ্রি এয়ারড্রপে গুরুত্ব দিয়ে থাকি। এখান থেকে ইনকাম কম হলেও কোনো রিস্ক নেই।

ভাই আপনি যদি ওই ইউটিউবারের চ্যানেলের নামটা শেয়ার করতেন তাহলে অনেক উপকার হত

চ্যানেলের নাম Ilme Aalim https://www.youtube.com/@ilmeaalim
Pages:
Jump to: