Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 49. (Read 5283838 times)

sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
May 13, 2024, 10:06:32 PM
@paid2 আবারো Custom eXch Cryptosteel Capsule রাউন্ড - ১০ ফ্রি রাফেল এনেছেন। যারা আবেদন করতে ইচ্ছুক তারা দেরি না করে জলদি আবেদন করুন কারন স্লট খুবই সীমিত রয়েছে। এই র‍্যাফেলে যেকোন একাউন্ট দিয়ে আবেদন করতে পারেন। সবাই একটি করে স্লট নিতে পারবেন, যাদের ৫০০ মেরিট বা তার চেয়ে বেশি মেরিট রয়েছে তারা ২ টি স্লট নিতে পারবেন। বেশ কয়েকদিন ধরে আমাদের লোকাল থেকে কেউ বিজয়ী হচ্ছে না। সবাই আবেদন করুন, সকলের জন্য শুভকামনা রইলো। @shasan ভাই হয়তো এই র‍্যাফেল টা দেখেন তাই আমি শেয়ার করে দিলাম।

উৎস : https://bitcointalksearch.org/topic/m.64070148

copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
May 13, 2024, 01:06:04 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] Blackjack.fun 🖤 Prize $50 in Bitcoins | Round #3" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা Blackjack.fun ইউজার নেম শেয়ার করবে তারা ২টি স্লট এর জন্য আবেদন করতে পারবে। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন মাত্র ২ টি স্লট বাকি আছে। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-blackjackfun-prize-50-in-bitcoins-round-3-5495562
full member
Activity: 420
Merit: 130
May 13, 2024, 09:10:07 AM
13 জন ক্রিপটো ধনকুবের ক্রিপটো সম্পদের পরিমাণ



Techopedia
বিশ্বের সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সির মালিকদের সংক্ষিপ্ত পরিচিতি
1. CZ (Changpeng Zhao) এই ধনকুবের সবচেয়ে বড় পরিচয় হলো তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কেন্দ্রীয় এক্সচেঞ্জ বাইনান্সের(Binance ) সাবেক CEO . তার ক্রিপ্টো সম্পদের পরিমাণ ১৫ বিলিয়ন ডলার।
2. Brian Armstrong এই ধন কুবের জনপ্রিয় ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ কয়েনবেসের(Coinbase ) সিইও। তার  ক্রিপ্টো সম্পদের পরিমাণ ১০ বিলিয়ন ডলার।
3. Barry Silbert এই ধনকুবের একটি ভেঞ্চার ক্যাপিটালের সিইও যার নাম Digital Currency Group (DGG). তার ক্রিপটো কারেন্সি সম্পদের পরিমাণ ১০ বিলিয়ন ডলার।
4. Chris Larsen এই ধনকুবের পরিচয় তিনি Ripple Labs এর সিইও। এই ধনকুবের ক্রিপটো কারেন্সি সম্পদের পরিমাণ ৩.২ বিলিয়ন ডলার।
5. Fred Ehrsam এই ধনকুবের পরিচয় তিনি Coinbase এর সহযোগী CEO .তার ক্রিপ্টো কারেন্সি সম্পদের পরিমাণ 2.9 বিলিয়ন ডলার।
6. Jed McCaleb এই ধনকুবের পরিচয় তিনি Stellar Lumen XLM এর ক্রিয়েটর। তার ক্রিপ্টো সম্পদের পরিমাণ 2.7 বিলিয়ন ডলার।
7. Devin Finzer এই ধন কুবের NFT মার্কেটপ্লেস Opensea এর সিইও। তার ক্রিপ্টো সম্পদের পরিমাণ 2.2 বিলিয়ন ডলার।
8. Alex Atallah এই ধনকুবের পরিচয় তিনি Opensea এর সহযোগী ফাউন্ডার। তার ক্রিপ্টো সম্পদের পরিমাণ 2.2 বিলিয়ন ডলার।
9. Kim Hyoung-Nyon এই ধনকুবের ক্রিপটো কারেন্সি সম্পদের পরিমাণ 1.95 বিলিয়ন ডলার।
10. Nikil Viswanathan ধনকুবের ক্রিপটো কারেন্সি সম্পদের পরিমাণ 1.5 বিলিয়ন ডলার।
11. Joe Lau এই ধনকুবের ক্রিপটো কারেন্সি সম্পদের পরিমাণ 1.5 বিলিয়ন ডলার।
12. Cameroon Winklevoss এই ধনকুবের ক্রিপটো কারেন্সির সম্পদের পরিমাণ 1.4 বিলিয়ন ডলার।
13.Tyler Winklevoss এই ধনকুবের ক্রিপটো সম্পদের পরিমাণ 1.4 বিলিয়ন ডলার।

staff
Activity: 2436
Merit: 2347
May 13, 2024, 05:21:19 AM
আসসালামুয়ালাইকুম সবাই। আমি অনেক আশা নিয়ে আজকে এখানে একটি পোস্ট করছি। আমি আমার একটি মেরিটের জন্য জুনিয়র মেম্বার হতে পারছি না।আমাকে কেউ যদি একটি মেরিট দিয়ে সাহায্য করতেন তাহলে আমি বাউন্টির সিগনেচারে কাজ করতে পারতাম। আমাকে কেউ একটি মেরিট দিবেন। আমি শুধুমাত্র বাউন্টি ছাড়া অন্য কিছু করবো না।

If you do begging, it won't lead to anything good. First of all, you are violating the forum rules. Secondly, you have nothing to give merits for, you don't have a single post that deserves a merit.

যদি আপনি ভিক্ষা করেন, এটা কোনও ভাল দিকে নিয়ে যাবে না। প্রথমত, আপনি ফোরাম নিয়মগুলি লঙ্ঘন করছেন। দ্বিতীয়ত, আপনার কোনও মেরিট দেবার মতো কিছুই নেই, আপনার একটিও পোস্ট নেই যা একটি মেরিট পাওয়ার যোগ্য।
newbie
Activity: 22
Merit: 0
May 13, 2024, 02:58:27 AM
https://talkimg.com/images/2024/05/13/1QJdN.jpeg

@2Pizza410000BTC Congratulations
 আপনি  ফুল মেম্বার থেকে সিনিয়র মেম্বার র‍্যাঙ্ক  আপ করেছেন । অতি অল্প সময়ে, এভাবে আপনার দক্ষতা দিয়ে আরও সামনের দিকে এগিয়ে যান ।  আল্লাহ তায়ালার  রহমতে আরো ভালো কিছু অপেক্ষা করছে, আপনার জন্য ।
newbie
Activity: 15
Merit: 1
May 13, 2024, 02:51:22 AM
বিশ্বের সবচেয়ে বড় পাঁচ BTCবিটকয়েনের মালিক


বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সি জগতে সবথেকে জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন কয়েন। আমরা যারা এই ফোরামের সাথে বা ক্রিপ্টোকারেন্সির সাথে সংযুক্ত আছি তাদের সকলের মধ্যে প্রবল আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিটকয়েন। যাদের সামর্থ্য আছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী বিটকয়েনে বিনিয়োগ করছে যাদেরকে বিনিয়োগকারী বলা হয়। কিছু কিছু বিনিয়োগকারী আছে যাদের কাছে সামান্য পরিমাণ বিটকয়েন রয়েছে আবার এমন অনেক বিনিয়োগকারী আছে যারা বিশ্বব্যাপী খ্যাত তাদের কাছে অধিক পরিমান বিটকয়েন থাকার কারণে। আজ আমরা qz.com এর সাহায্যে এমনই কয়েকজন বিটকয়েন বিনিয়োগকারীদের নিয়ে আলোচনা করব যাদের কাছে অধিক সংখ্যক বিটকয়েন রয়েছে এমনকি যারা বিটকয়েন তিমি নামে পরিচিত। যাদের কাছে বিনিয়োগকৃত 1000 বিটকয়েন জমা থাকে তারা ব্যক্তি বা কর্পোরেশন হোক না কেন তাদেরকে বিটকয়েন তিমি নামে অবহিত করা হয়।

১: সাতোশি নাকামোতো;
এই নামটি শুনলেই আমাদের সবার কাছে পরিচিত হয়ে ওঠে কেননা এই বেনামী ব্যক্তিটি বিটকয়েন তৈরি করেছিল যার কারণে আমরা বিটকয়েন সম্পর্কে জানতে পেরেছি। সাতোশি নাকামত যখন বিটকয়েন তৈরি করেছিলেন তারপর থেকে বিটকয়েন দিনের পর দিন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সাতোশি নাকামোতোর কাছে প্রায় এক মিলিয়ন বিটকয়েন রয়েছে যা একাধিক ওয়ালেটে সংরক্ষণ করা হয়েছে।

২: উইঙ্কলেভস টুইনস;
উইঙ্কলেভস যমজ ক্যামেরন এবং টাইলার এই দুজনকে ক্রিপ্টো জগতের বড় বিনয়োগকারীদের অন্যতম বড় বিনয়োগকারী হিসেবে বিবেচনা করা হয়।
ধারণা করা হয় তাদের দুজনের কাছে প্রায় ৭০ হাজার বিটকয়েন রয়েছে।

৩: মাইকেল সেলর;
এই নামটি হয়তো আমরা সবাই শুনেছি যিনি অস্ট্রেলিয়ান নাগরিক মাইকেল সেলর। তিনি একজন বিনিয়োগকারী এবং মাইক্রোস্ট্র্যাটেজি কোম্পানির প্রতিষ্ঠাতা। মাইকেল সেলরের কাছে ব্যক্তিগতভাবে বিটকয়েন রয়েছে প্রায় ১৭ হাজার। এমনকি তার কোম্পানি মাইক্রোস্ট্র্যাটেজির কাছে বিটকয়েন রয়েছে ২১৪,৪০০BTC

৪: টিম ড্রেপার;
স্ক্রিপ্টো বিনিয়োগ কারীদের কাছে টিম ড্রেপার একজন পরিচিত মুখ। সিলিকন ভ্যালির উদ্যোক্তা টিম ড্রেপার এবং ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ড্রেপার ফিশারের প্রতিষ্ঠাতা অংশীদার টিম ড্রেপার ২০১২ সালে প্রথমবার বিটকয়েন কিনেছিলেন। ২০১৪ সালে তিনি ২৯ হাজার ৬৫৬ বিটকয়েন কিনেছিলেন।

৫: রজার ভের;
বিটকয়েন বিনিয়োগকারী রজার ভের "বিটকয়েন জিসাস" নামেও পরিচিত। আনুমানিক রজার ভেরের কাছে প্রায় ১৩১,০০০ বিটকয়েন রয়েছে।
full member
Activity: 504
Merit: 163
May 12, 2024, 10:56:29 PM
@2Pizza410000BTC অনেক অনেক অভিনন্দন আপনি সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছেন। বাংলা লোকাল বোর্ডের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন ভবিষ্যতে অবশ্যই বাংলা লোকাল বোর্ডে সবসময় একটিভ থাকার চেষ্টা করবেন। ভবিষ্যতে আপনি আর ও উচ্চ পদমর্যাদা অর্জন করুন সেই প্রত্যাশাই থাকবে।
newbie
Activity: 1
Merit: 0
May 12, 2024, 10:12:53 PM
@2Pizza410000BTC congratulations.
আজকে আপনার সিনিয়র মেম্বার সদস্যপদ লাভ করছেন। আপনার এই কৃতিত্বের জন্য আমরা আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনি দোয়া করবেন আমরাও যেন আপনার মতো হতে পারি।
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 12, 2024, 09:40:07 PM
আসসালামুয়ালাইকুম সবাই। আমি অনেক আশা নিয়ে আজকে এখানে একটি পোস্ট করছি। আমি আমার একটি মেরিটের জন্য জুনিয়র মেম্বার হতে পারছি না।আমাকে কেউ যদি একটি মেরিট দিয়ে সাহায্য করতেন তাহলে আমি বাউন্টির সিগনেচারে কাজ করতে পারতাম। আমাকে কেউ একটি মেরিট দিবেন। আমি শুধুমাত্র বাউন্টি ছাড়া অন্য কিছু করবো না।
আপনাকে মেরিট দিতে চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় মেরিট দেওয়ার মতো কোনো পোস্ট আপনার প্রোফাইলে ঢুকে দেখতে পেলাম না। আপনি এখানে এক্টিভ থাকুন এবং অন্যান্য সকলে কিভাবে পোস্ট করে সেগুলো ফলো করুন, দেখুন এবং পড়ুন তারপর আস্তে আস্তে আপনার মধ্যে শেখানোর প্রবনতা সৃষ্টি করুন। মনে রাখবেন মানুষ কখনো সবকিছুই শিখে আসে না। মানুষ শিশুকালে অসহায় অবস্থা হতো ধীরে ধীরে পরিবেশ, পরিবার, মক্তব মাদ্রাসা, স্কুল- কলেজ- বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা করেই কিন্তু একজন পূর্নাঙ্গ মানুষে পরিণত হয়। একজন অসহায় মানুষ যদি ধীরে ধীরে নিজেকে পূর্ণ মানুষে পরিণত হতে পারে তাহলে আপনিও এখনো নিয়মিত এক্টিভ থেকে নিজেকে শেখাতে পারবেন। আমি আপনাকে বাউনটি করতে নিষেধ করছি না বরং বাউনটি করার পাশাপাশি এখানে এসে কিছুটা সময় দিলে অবশ্যই কোন সমস্যা হওয়ার কথা নয়। আপনি যদি ভালো দক্ষতাসম্পন্ন ব্যাক্তি হয়ে থাকেন নামটা যদিও স্ত্রীবাচক তো আপা/ভাই আপনি ফোরামের অন্যান্য সেকশনে এক্টিভ থাকার চেষ্টা করুন। আপাতত আমি আপনাকে সাহায্য করার একান্ত ইচ্ছা থাকলেও শুধুমাত্র উপযুক্ত পোস্টের অভাবে মেরিট দিতে পারছিনা। তবে আপনাকে আমি এখানে একটি পোস্ট দেওয়ার পরামর্শ দিতে পারি আপনি এখানে চেষ্টা করে দেখতে পারেন। এখানে দেখেন অনেকেই পোস্ট করেছে মেরিট কাউন্টডাউন চেয়ে। আপনি উনাদের দেখাদেখি এখানে একটি পোস্ট করতে পারেন।

[v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank...
newbie
Activity: 602
Merit: 0
May 12, 2024, 09:18:28 PM
আসসালামুয়ালাইকুম সবাই। আমি অনেক আশা নিয়ে আজকে এখানে একটি পোস্ট করছি। আমি আমার একটি মেরিটের জন্য জুনিয়র মেম্বার হতে পারছি না।আমাকে কেউ যদি একটি মেরিট দিয়ে সাহায্য করতেন তাহলে আমি বাউন্টির সিগনেচারে কাজ করতে পারতাম। আমাকে কেউ একটি মেরিট দিবেন। আমি শুধুমাত্র বাউন্টি ছাড়া অন্য কিছু করবো না।
sr. member
Activity: 504
Merit: 266
May 12, 2024, 08:00:32 PM


2Pizza410000BTC আপনাকে অনেক অনেক কনগ্রাচুলেশন। আপনি আজকে সিনিয়র মেম্বার পদমর্যাদার অধিকারী হয়েছেন এজন্য আপনাকে আমি আমাদের বাংলাদেশ লোকাল কমিউনিটির পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আশা করছি আপনি আমাদের এই লোকাল কমিউনিটিতে নিয়মিত একটিভ হয়ে আমাদের লোকাল কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের মত সিনিয়র মেম্বারদের এখানে অনেক প্রয়োজন এবং আপনাদের জ্ঞান এখানে শেয়ারের মাধ্যমে আমাদের ফোরামের ও বিশেষ করে আমাদের বাংলা কমিউনিটি উন্নতি সাধিত হবে বলে আশাবাদী।



জানিনা আমার রেঙ্ক আপ হচ্ছে না কেন নিয়ে অনুযায়ী দশটি মেরিট হলেই জুনিয়র মেম্বার থেকে মেম্বার হয়। কিন্তু আমার ১৩ টি মেরিট হয়েছে কিন্তু মেম্বার হচ্ছে না কেন?
আপনি ধৈর্য ধরুন এবং দেখবেন কিছুদিনের মধ্যে আপনি আপনার মেম্বার পদমর্যাদা অর্জন করবেন। মেম্বার পদমর্যাদা অর্জন করতে আপনার 10টি  মেরিট লাগবে যা হয়ে গেছে কিন্তু আপনি এখন পর্যন্ত এক্টিভিটি অর্জন করতে পারেননি। আপনাকে 60টি এক্টিভিটি অর্জন করতে হবে মিনিমাম মেম্বার পদমর্যাদা অর্জন করতে হলে। নিচে এডমিন স্যারের পোস্ট খেয়াল করলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন।


RankRequired activityRequired merit
Brand new00
Newbie10
Jr Member301
Member6010
Full Member120100
Sr. Member240250
Hero Member480500
LegendaryRandom in the range 775-10301000


বিস্তারিত জানতে : Merit & new rank requirements
member
Activity: 94
Merit: 28
May 12, 2024, 07:44:29 PM
Congratulation,
@2Pizza410000BTC ব্রাদার আপনাকে অভিনন্দন জানাই আপনি রাঙ্ক আপ করে ফুল মেম্বার থেকে সিনিয়র মেম্বারে উত্তীর্ণ হয়েছেন। আন্তর্জাতিক মা দিবসে আপনি একটি মাইল ফলক স্পর্শ করে ফেলেছেন। আপনি আরো পদমর্যাদা অর্জন করুন।



জানিনা আমার রেঙ্ক আপ হচ্ছে না কেন নিয়ে অনুযায়ী দশটি মেরিট হলেই জুনিয়র মেম্বার থেকে মেম্বার হয়। কিন্তু আমার ১৩ টি মেরিট হয়েছে কিন্তু মেম্বার হচ্ছে না কেন?
full member
Activity: 420
Merit: 130
May 12, 2024, 05:50:14 PM


অভিনন্দন @2Pizza410000BTC
আজকে আমাদের এই লোকালের একজন সদস্য সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছে। 2pizza410000btc ভাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনার আগামিতে আরো ভালো পদমর্যাদা অর্জন করুন এবং আমাদের বাংলা লোকাল কে ভালো সার্ভিস দিন সেই প্রত্যাশা আপনাদের কাছে করছি। পরিশেষে আমি আপনার মঙ্গল কামনা করে করছি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 12, 2024, 11:47:07 AM
ধন্যবাদ আপডেট দেয়ার জন্য। আমার ১১ হাজারের মতো নট কয়েন আছে যেটা আসলে ১.১ মিলিয়নের মতো ছিলো। আমি সবার মতো তাড়াহুড়ো করছি না। যেহেতু এটা টেলিগ্রামের প্রজেক্ট, এয়ারড্রপের লোকজন বের হয়ে গেলেই নট কয়েন পাম্প করা শুরু করবে। সময় ৬ মাসের বেশি লাগতে পারে। তাই আমি আপাতত উইথড্র দেয়ার জন্য কোনো তাড়াহুড়ো করছি না। আর বাইনান্সের লঞ্চপ্যাড এর নিউজ দেযার জন্য ধন্যবাদ। আমি ১ বিএনবি স্টেকিং করে দিলাম। ষ্টেকিং টাইম দেখলাম মাত্র ৩ দিন। যেহেতু লম্বা সময় ষ্টেকিং করার ঝামেলা নেই, তাই জয়েন করে নিলাম। দেখা যাক কি হয়।
ভাইরে ভাই, NOTcoin কি খেয়াল দেখাইলো নাম দেখে ভেবেছিলাম এটা কোন  ভালো প্রজেক্ট হবে না এখন দেখি এটাই বর্তমানে মার্কেটে হাইপ ক্রিয়েট করতেছে,  বিনান্স সহ আরো ভালো ভালো এক্সচেঞ্জার গুলোতে লিস্টেড হয়ে। রিমোর দেখতেছি যে এই NOTcoin দুই সেন্ট পর্যন্ত হতে পারে, যদিও আমার বিশ্বাস হচ্ছে না এটি এত বেশি পাম্প নিবে, তবে যেহেতু আপনি ১.১ মিলিয়ন রাখেননি আর মাত্র ১১ হাজার হোল্ডিং করে রাখেন, দেখা যাক লিস্টেড হওয়ার পরে কি অবস্থা হয়।
হ্যাঁ এইবার ষ্টেকিং এর টাইম মাত্র ৩ দিন দিয়েছে এর আগের বারেরটা ৬ দিনের ছিল ।যদিও ক্রিপ্ত কারেন্সির ব্যাপার বলা যায় না একদিনেও ও আপনার বিএনবি ১০ থেকে ২০% ডাউন খেতে পারে। তাই বলতে চাই সব সময় লং টাইমে যদি বিএনবি হোল্ডিং করতে চান তাহলে ষ্টেকিং  আরো বেশি করে করলেও সমস্যা নেই। আর FDUSD এর চেয়ে BNB তে staking করে প্রফেট বেশি অর্জন করা যায়, যদি BNB লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে থাকেন।
Quote
আজকেও একটা টেষ্টনেট এর গাইড লিখবো ভাবছিলাম, কিন্তু সত্যি বলতে কমিউনিটি থেকে কাউকেই জয়েন করতে দেখলাম না। গাইড লিখে এখানে যে সময়টা দিচ্ছি, এই সময় অন্য কাজ করলেও অন্তত লস হবে না। যাই হোক, আমি শেয়ার করতে থাকবো। যার ভালো লাগে জয়েন করবেন, নয়তো না।
আপনি শেয়ার করতে থাকেন, হয়তো মানুষের সাড়া পেতে একটু দেরি হতে পারে আশা করি সামনে পাবেন। আর এয়ার ড্রপ নিয়ে সবার মনের ভেতরে বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভিটি বেশি থাকে এজন্য এই জায়গায় সহজে কেউ সময় দিতে চায় না। তবে আমি আজকে আমার এক বন্ধুর কথা শুনে অবাক হয়ে গিয়েছি যে তাদের এলাকার কয়েকজন লোক দুই হাজার থেকে 15 হাজার 20 হাজার ডলার পর্যন্ত এক একটি এয়ার ড্রপ থেকে প্রফিট করেছে।
শুরুতে আমি ভেবেছিলাম এটা শুধু  ফাপর কিন্তু একটা মানুষ যদি ছাপরি থেকে পাপরি হয়ে যায় তাহলে তো বিশ্বাস করতে হবেই।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 12, 2024, 10:16:29 AM
সেই সাথে সাথে NOTCOIN নিয়ে আমি আরেকটা আপডেট দিতে চাই ১৬ তারিখের নর্থ কয়েন শুধু এই তিনটা এক্সচেঞ্জারের লিস্টিং হবে না আরো ১৫ টি এক্সচেঞ্জারের লিস্টেড হবে।
যাই হোক এটা আমার আপডেট ছিল না আপডেট হল- বাইনান্স এক্সচেঞ্জার এ যারা স্টেকিং এর মাধ্যমে লাঞ্চপুল থেকে কিছু আর্নিং করেন তারা
ভুলে যেয়েন না আর মাত্র একদিন ৬ ঘন্টা সময় রয়েছে নতুন লাঞ্চপুলে স্ট্যাকিং করার। ইতিমধ্যেই বিএনবি তে ৮৬৯কে+ এবং স্টাবল কয়েন FDUSD তে  525মিলিয়ন+ স্টেকিং হয়ে গেছে মোটামুটি ভালো রিপোর্ট পেতে ফার্মিং শুরু হওয়ার পূর্বেই স্ট্যাকিং করে ফেলুন।

ধন্যবাদ আপডেট দেয়ার জন্য। আমার ১১ হাজারের মতো নট কয়েন আছে যেটা আসলে ১.১ মিলিয়নের মতো ছিলো। আমি সবার মতো তাড়াহুড়ো করছি না। যেহেতু এটা টেলিগ্রামের প্রজেক্ট, এয়ারড্রপের লোকজন বের হয়ে গেলেই নট কয়েন পাম্প করা শুরু করবে। সময় ৬ মাসের বেশি লাগতে পারে। তাই আমি আপাতত উইথড্র দেয়ার জন্য কোনো তাড়াহুড়ো করছি না। আর বাইনান্সের লঞ্চপ্যাড এর নিউজ দেযার জন্য ধন্যবাদ। আমি ১ বিএনবি স্টেকিং করে দিলাম। ষ্টেকিং টাইম দেখলাম মাত্র ৩ দিন। যেহেতু লম্বা সময় ষ্টেকিং করার ঝামেলা নেই, তাই জয়েন করে নিলাম। দেখা যাক কি হয়।

আজকেও একটা টেষ্টনেট এর গাইড লিখবো ভাবছিলাম, কিন্তু সত্যি বলতে কমিউনিটি থেকে কাউকেই জয়েন করতে দেখলাম না। গাইড লিখে এখানে যে সময়টা দিচ্ছি, এই সময় অন্য কাজ করলেও অন্তত লস হবে না। যাই হোক, আমি শেয়ার করতে থাকবো। যার ভালো লাগে জয়েন করবেন, নয়তো না।
member
Activity: 94
Merit: 28
May 12, 2024, 08:43:46 AM

Happy Mother's Day
আজকে আন্তর্জাতিক মা দিবস। হ্যাপি মাদার্স ডে। ভালো থাকুক পৃথিবীর সকলের মা বাবা। যে মা ছাড়া আমরা এই পৃথিবীতে আগমন করতে পারতাম না। আমাদের বাংলাদেশ প্রায় লোকের প্রত্যেকদিন মা দিবস হয়ে থাকে কিন্তু পৃথিবীর কিছু দেশ রয়েছে যেখানে তাদের মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে প্রত্যেক বছর মা দিবসে তাদের মাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় থাকেন। এক্ষেত্রে আমাদের দেশের লোকজন অনেক ভালো। হ্যাপি মাদার্স ডে।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
May 11, 2024, 06:51:52 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#9)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যাদের মেরিট ৫০০  বা তার বেশি তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন মাত্র ২ টি স্লট বাকি আছে। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/--5495268

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 11, 2024, 12:57:08 PM

NotCoin আপডেট।

যাদের টেলিগ্রাম প্রিমিয়াম একাউন্ট, তাদের জন্য অলরেডি ক্লেইম বাটন এভেইলেবল হয়েছে। অন্যদের জন্য আস্তে আস্তে এভেইলেবল হয়ে যাবে। ১৬ তারিখে Binance, Bybit and OKX এ লিষ্টিং হবে।
সেই সাথে সাথে NOTCOIN নিয়ে আমি আরেকটা আপডেট দিতে চাই ১৬ তারিখের নর্থ কয়েন শুধু এই তিনটা এক্সচেঞ্জারের লিস্টিং হবে না আরো ১৫ টি এক্সচেঞ্জারের লিস্টেড হবে।
যাই হোক এটা আমার আপডেট ছিল না আপডেট হল- বাইনান্স এক্সচেঞ্জার এ যারা স্টেকিং এর মাধ্যমে লাঞ্চপুল থেকে কিছু আর্নিং করেন তারা
ভুলে যেয়েন না আর মাত্র একদিন ৬ ঘন্টা সময় রয়েছে নতুন লাঞ্চপুলে স্ট্যাকিং করার। ইতিমধ্যেই বিএনবি তে ৮৬৯কে+ এবং স্টাবল কয়েন FDUSD তে  525মিলিয়ন+ স্টেকিং হয়ে গেছে মোটামুটি ভালো রিপোর্ট পেতে ফার্মিং শুরু হওয়ার পূর্বেই স্ট্যাকিং করে ফেলুন।

Quote

আর এয়ারড্রপের কথা যেটা বলেছেন, আপনি বেছে বেছে টেষ্টনেট প্রজেক্টগুলোত জয়েন করবেন। সব প্রজেক্ট এ জয়েন করার দরকার নাই। আর এয়ারড্রপে কাজ করার জন্য ডেডিকেটেড একাউন্ট করে নিবেন। টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ গুলো জয়েন করার পর মিউট করে দিবেন। সহজ সমাধান।
আমি মনে করি ভাই শুধুমাত্র ডেডিকেট একাউন্ট করে নেওয়া না এয়ার ড্রপ করতে হলে ডেডিকেট ব্রাউজার ব্যবহার করা উচিত আমার মতে সবচাইতে ভালো হয় এয়ার ড্রপ করার জন্য আলাদা ডিভাইস ব্যবহার করা এখানে আমাকে অনেকে পাগল বলতে পারেন যে এই ইয়ার ড্রপ করার জন্য আলাদা ডিভাইস ব্যবহার করতে বলতেছেন কেন,
আমার কথাই আমি শেয়ার করি আমি আমার কাজের জন্য আমার ল্যাপটপটি ব্যবহার করি আর এইখানে প্রয়োজনীয় বিভিন্ন ওয়ালেট থেকে শুরু করে যে সকল সোশ্যাল হ্যান্ডেল রয়েছে সেগুলো খুবই ইম্পরট্যান্ট, আর যেহেতু এযারড্রপ করলে সিকিউরিটি নিয়ে রিস্ক তো অবশ্যই থাকে । এর জন্য যে ডিভাইসে আমার এই গুরুত্বপূর্ণ তথ্য নেই সেইসব ডিভাইস মাঝেমধ্যে ব্যবহার করে এয়ার ড্রপ করি। তবে যাদের ডেডিকেট ডিভাইস ব্যবহার করার সামর্থ্য নেই অথবা ডেডেকেট ডিভাইস থাকা সত্ত্বেও আপনি একই ডিভাইসে করতে চাচ্ছেন তারা চাইলে ভার্চুয়াল মেশিন ব্যবহার করে এয়ারড্রোপ করতে পারেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 11, 2024, 10:48:18 AM



আশা করি জয়েন কিভাবে করতে হয় সবাই জানেন। ষ্টেপগুলো খুবই সিম্পল। তবুও স্ক্রিনশট ছাড়াই বলে দিচ্ছি। ওয়েবসাইটে প্রবেশ করার পর Join Now বাটনে ক্লিক করবেন, তারপর ৩ টি ধরনের ক্যাটাগরিতে অনেকগুলো অপশন পাবেন। প্রথমে টুইটার বাইন্ড করে নিবেন, তারপর মেটামাস্ক কানেক্ট করবেন, আর শেষে ইউনিসাট এড করে নিবেন।

লগইন করার পর Universal Account এ ক্লিক করুন। এখানেই মূলত আপনাকে কিছু টেষ্টনেট টোকেন ডিপোজিট করতে হবে এটাকে ইউনিভারসাল গ্যাস ফি টোকেনে কনভার্ট করার জন্য। যেটা আপনার এই টেষ্টনেট এ পার্টিসিপেট করার জন্য লাগবে। আপনার যদি কোনো টেষ্টনেট টোকেন না থাকে, তাহলে https://www.alchemy.com/faucets/ethereum-sepolia থেকে ক্লেইম করে নিতে পারেন। তবে আপনার মেইন ইথেরিয়াম ওয়ালেটে 0.001 ইথেরিয়াম থাকতে হবে। আপনি চাইলে গুগল করে অন্য ওয়েবসাইট থেকেও টোকেন নিতে পারেন।

Task 1

ডিপোজিট হয়ে গেলে Get $Parti Point এ ক্লিক করুন, নিচে স্ক্রল করে দেখবেন ক্যালেন্ডার দেয়া আছে, ডেইলি চেকইন করে করে পয়েন্ট ক্লেইম করবেন। এই পয়েন্ট পরবর্তীতে $Parti টোকেন হিসেবে এয়ারড্রপ হতে পারে।

Task 2

টাস্ক ২ হচ্ছে ডিপোজিট টাস্ক। এটা একবারই ক্লেইম করা যায়। আপনি যদি অলরেডি ডিপোজিট করে থাকেন, তাহলে আপনার এই টাস্ক কমপ্লিট হয়ে গেছে।

Task 3

Open Wallet এ ক্লিক করুন, দেখবেন আপনার ইউনিভারসাল ওয়ালেট ওপেন হয়েছে, এবার এখানে কিছু টেষ্টনেট ইথেরিয়াম ডিপোজিট করুন। ডিপোজিট হয়ে গেলে এবার সেন্ড এ ক্লিক করে কোনো এড্রেস এ মিনিমাম যেকোনো পরিমান ইথেরিয়াম সেন্ড করবেন। সেন্ড করার সময় গ্যাস ফি হিসাবে ইউনিভারসাল গ্যাস ফি সিলেক্ট করবেন। এভাবে ৩ বার কোনো এড্রেসে ইএথরিয়াম সেন্ড করবেন। ৩ বার ট্রানজেকশন করলে ১৫০ পয়েন্ট পাবেন।

এরপর থেকে প্রতিদিন শুধু চেক ইন করবেন এবং ৩ টি ট্রানজেকশন করবেন। এই এয়ারড্রপটি বিভিন্ন রেপুটেড চ্যানেলগুলো শেয়ার করছে। সবাই ভালো কিছু আশা করছে। তবে এটা লং টার্ম এয়ারড্রপ। যারা আজকে কাজ করে আগামী সপ্তাহে পেমেন্ট আশা করবেন, তাদরে জয়েন করার দরকার নাই। ধন্যবাদ।

NotCoin আপডেট।

যাদের টেলিগ্রাম প্রিমিয়াম একাউন্ট, তাদের জন্য অলরেডি ক্লেইম বাটন এভেইলেবল হয়েছে। অন্যদের জন্য আস্তে আস্তে এভেইলেবল হয়ে যাবে। ১৬ তারিখে Binance, Bybit and OKX এ লিষ্টিং হবে।

ভাই এখন পর্যন্ত অনেক ফ্রি প্রজেক্ট করেছি কিন্তু কোন পেমেন্ট পাই নাই। অসংখ্য এয়ারড্রপ করেছি পেমেন্ট পেয়েছি যা বলার মতো না ২-৪ ডলার পেমেন্ট পেয়েছি যা না পাওয়াই বলা যায়। এই ধরনের ফ্রি প্রজেক্টগুলো করলে শুধু হাজার হাজার টেলিগ্রাম চ্যানেলে জয়ের হওয়া লাগে, এর পর শুধু বিরক্তিকর মেসেজগুলো ফোনের মধ্যে আসতে থাকে।

প্রথমেই আপনাকে অভিনন্দন সিনিয়র মেম্বর হওয়ার জন্য।
আর এয়ারড্রপের কথা যেটা বলেছেন, আপনি বেছে বেছে টেষ্টনেট প্রজেক্টগুলোত জয়েন করবেন। সব প্রজেক্ট এ জয়েন করার দরকার নাই। আর এয়ারড্রপে কাজ করার জন্য ডেডিকেটেড একাউন্ট করে নিবেন। টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ গুলো জয়েন করার পর মিউট করে দিবেন। সহজ সমাধান।
B2Z
member
Activity: 84
Merit: 64
May 11, 2024, 09:11:06 AM
Bd officer ভাই আপনাকে অনেক অভিনন্দন অনেক দেরিত হলেও আপনাকে এই অভিনন্দন জানাতে পেরে অনেক ভালো লাগছে। আপনি মেম্বার থেকে থেকে সিনিয়র মেম্বারের রেঙ্ক অর্জন করেছেন এজন্য আপনাকে জানাই অনেক অভিনন্দন। মূলত আপনি বাংলা লোকাল বোর্ডে নিয়মিত একটিভ থাকেন আপনার পোষ্ট মাধ্যমে আমাদের মত ছোট সদস্যরা অনেক কিছু শিখতে পারি। ভবিষ্যতে আপনার আরো সফলতা কামনা করছি।
Pages:
Jump to: