Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 51. (Read 5679275 times)

sr. member
Activity: 546
Merit: 268
June 07, 2024, 05:57:58 PM

এই লোকেরা যথেষ্ট রকমের ভাইরাল এবং এরা যেটা ভবিষ্যৎবাণী করে তারা মূলত জনগণের ইমোশন নিয়ে খেলতে বেশি ভালোবাসে। Rich Dad, Poor Dad নামে পরিচিত এই লোকটা মাঝেমধ্যে এরকম গাঁজাখুরি প্রেডিকশন করে থাকে এবং জনগণের মধ্যে বিব্রত কর পরিস্থিতি তৈরি করে এবং মার্কেটে একপ্রকার হাইপ হয়। আচ্ছা ধরে নিলাম আগস্টের মধ্যে বিটকয়েন ৩ লক্ষ ৫০ হাজার ডলার ছাড়িয়ে যাবে তাহলে এইটাই যদি সত্য হতো তাহলে যারা বিটকয়েনে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করছে তারা মূলত নিজের কিডনি পর্যন্ত বিক্রি করে দিয়ে বিটকয়েন বিনিয়োগ করে ফেলতো কেননা মাত্র এক মাসের মধ্যে বিটকয়েন যদি ৭ গুন বেশি প্রফিট দেয় তাহলে কে না বিনিয়োগ করে ফেলবে। আমার যদি টাকা-পয়সা নাও থাকে তাও ধার দেনা করে বিটকয়েনে বিনিয়োগ করে ফেলতাম কেননা এক মাসের মধ্যে বিটকয়েন আমাকে সাতগুণ প্রফিট দেবে। এগুলো সবই ভিত্তিহীন মনগড়া বানানো সব ভবিষ্যৎবাণী এগুলোতে বিশ্বাস করে কেউ বিনিয়োগ করতে যাবেন না তাহলে আমের আমও যাবে বস্তার বস্তায় যাবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 07, 2024, 12:17:07 PM
আপনারা যারা টুইটারের নিউজ গুলো ফলো করেন তারা হয়তো অনেকেই জেনেছেন আবার হয়তো অনেকেই জানেন না। Robert kiyosaki নামক একজন ভদ্রলোক টুইটারে একটা ভবিষ্যৎবাণী করেছেন আগস্ট মাসের মধ্যেই বিটকয়েন ৩ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাবে। ঐ লোকটি আরো বলেছেন ২০২৪ সালের কোন এক সময়ে বিটকয়েন ৩ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাবে। এ ধরনের ভিত্তিহীন ভবিষ্যৎবাণী আপনারা কে কে বিশ্বাস করেন? আগস্ট মাস আসতে আর কতদিনই বা বাকি রয়েছে? মাত্র ২-৩ মাস ব্যবধান এর মধ্যে কি আদৌ এই ভবিষ্যৎবাণী সম্ভব হবে? ওই ব্যক্তিটি যদি ১০০-১৫০k ভবিষ্যৎবাণী করতেন তাহলে হয়তো মেনে নেওয়া যেত যে ভবিষ্যৎ বাণীটি সত্যি হতে পারে। কিন্তু এমন ভবিষ্যদ্বানী করেছে যা কেউ এই ধরনের ভবিষ্যৎবাণী বিশ্বাস করবে না। আমার মতে আগস্ট মাসের আগে হয়তো বিটকয়েনের দাম ৭০ হাজার থেকে ৮০ হাজারের মধ্যে থাকতে পারে। আপনারা এই ভবিষ্যৎবাণী কে কতটুকু বিশ্বাস করেন? মতামত জানান।

তারা কিন্তু আসলে জানে যে তাদের prediction কেউ বিশ্বাস করবে না। তবুও তারা সাধারণত এই ধরনের প্রেডিকশনগুলো পোস্ট করে এটা বুঝাতে যে বিটকয়েনের প্রতি তাদের কতটা আস্থা তৈরি হয়েছে। এর আগেও ভারতীয় এক ব্যক্তি পোস্ট করেছিল যে বিটকয়েন ১ লাখ ডলার পৌঁছে যাবে সেটা সম্ভবত ২০২১ সালে, এবং তিনি তার সকল সম্পত্তি বাজি ধরেছিলেন। এসব পোস্ট করে ওনারা মূলত মানুষকে এটা জানান দিতে চায় যে ওনারা বিটকয়েনের ওপরে বুলিশ। অনেকে আবার নেহাতই ভাইরাল হওয়ার জন্য এসব গারবেজ পোস্ট করতে পারে। তবে আমরা যেটা জানি, সেটা হলো বিটকয়েন আনপ্রেডিক্টেবল! বিটকয়েন মারকেট কখন কি হবে সেটা কেউ বলতে পারে না। গত বছর এই দিনে যখন বিটকয়েন ২০-৩০ হাজারে ওঠানামা করছিলো, অনেকে মানুষ ধরে নিয়েছিলো বিটকয়েন আর নতুন অলটাইমে যেতে পারবে না। অথচ হালভিং এর আগেই বিটকয়েন নতুন অলটাইম হাই বানিয়েছে। আগামী ৬ মাসে যদি বিটকয়েন ২ লাখ ডলার ক্রস করে ফেলে, আমাদের কিছুই বলার থাকবে না। ক্রিপ্টো মারকেট একদম আনপ্রেডিক্টেবল। আগস্ট মাসে যদি বিটকয়েন ১০০কে টাচ করে ফেলে, তাহলে আমি মোটেই অবাক হবো না।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
June 07, 2024, 01:16:52 AM

X. https://x.com/theRealKiyosaki/status/1798476195232973066?t=NJ7ckUYYvui4OiN1FSNH8w&s=19

আপনারা যারা টুইটারের নিউজ গুলো ফলো করেন তারা হয়তো অনেকেই জেনেছেন আবার হয়তো অনেকেই জানেন না। Robert kiyosaki নামক একজন ভদ্রলোক টুইটারে একটা ভবিষ্যৎবাণী করেছেন আগস্ট মাসের মধ্যেই বিটকয়েন ৩ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাবে। ঐ লোকটি আরো বলেছেন ২০২৪ সালের কোন এক সময়ে বিটকয়েন ৩ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাবে। এ ধরনের ভিত্তিহীন ভবিষ্যৎবাণী আপনারা কে কে বিশ্বাস করেন? আগস্ট মাস আসতে আর কতদিনই বা বাকি রয়েছে? মাত্র ২-৩ মাস ব্যবধান এর মধ্যে কি আদৌ এই ভবিষ্যৎবাণী সম্ভব হবে? ওই ব্যক্তিটি যদি ১০০-১৫০k ভবিষ্যৎবাণী করতেন তাহলে হয়তো মেনে নেওয়া যেত যে ভবিষ্যৎ বাণীটি সত্যি হতে পারে। কিন্তু এমন ভবিষ্যদ্বানী করেছে যা কেউ এই ধরনের ভবিষ্যৎবাণী বিশ্বাস করবে না। আমার মতে আগস্ট মাসের আগে হয়তো বিটকয়েনের দাম ৭০ হাজার থেকে ৮০ হাজারের মধ্যে থাকতে পারে। আপনারা এই ভবিষ্যৎবাণী কে কতটুকু বিশ্বাস করেন? মতামত জানান।
নিউজটা দেখেছি কিন্তু এটা কিভাবে সে ভবিষ্যৎবাণী করেছে আমি জানিনা আমার মাথায় এটা কোন ভাবে ঢুকেনি। আমরা ভবিষ্যৎবাণী করি ঠিক আছে তবে এইভাবে ভবিষ্যৎবাণী করে তারাই যারা কিছু বুঝে না তারাই তাছাড়া কেউ এমনে ভবিষ্যৎবাণী করতে পারেনা। ভবিষ্যৎবাণী করার জন্য মার্কেট সম্পর্কে ভালো আইডিয়া এবং এনালাইসিস থাকা দরকার তারপর ভবিষ্যৎবাণী করা তারপরেও আমরা শিওর না সেটা হবে কিনা। আমার মনে হয় সর্বোচ্চ ৭০কে$-১০০কে$ এর মধ্যে থাকবে কারন এমন নয় যে বেশি বললাম আর হয়ে গেলো। মোটামুটি এটার কি ভাবা যায় এর ভিতরেই থাকবে।
member
Activity: 94
Merit: 28
June 06, 2024, 09:23:03 PM




X. https://x.com/theRealKiyosaki/status/1798476195232973066?t=NJ7ckUYYvui4OiN1FSNH8w&s=19

আপনারা যারা টুইটারের নিউজ গুলো ফলো করেন তারা হয়তো অনেকেই জেনেছেন আবার হয়তো অনেকেই জানেন না। Robert kiyosaki নামক একজন ভদ্রলোক টুইটারে একটা ভবিষ্যৎবাণী করেছেন আগস্ট মাসের মধ্যেই বিটকয়েন ৩ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাবে। ঐ লোকটি আরো বলেছেন ২০২৪ সালের কোন এক সময়ে বিটকয়েন ৩ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাবে। এ ধরনের ভিত্তিহীন ভবিষ্যৎবাণী আপনারা কে কে বিশ্বাস করেন? আগস্ট মাস আসতে আর কতদিনই বা বাকি রয়েছে? মাত্র ২-৩ মাস ব্যবধান এর মধ্যে কি আদৌ এই ভবিষ্যৎবাণী সম্ভব হবে? ওই ব্যক্তিটি যদি ১০০-১৫০k ভবিষ্যৎবাণী করতেন তাহলে হয়তো মেনে নেওয়া যেত যে ভবিষ্যৎ বাণীটি সত্যি হতে পারে। কিন্তু এমন ভবিষ্যদ্বানী করেছে যা কেউ এই ধরনের ভবিষ্যৎবাণী বিশ্বাস করবে না। আমার মতে আগস্ট মাসের আগে হয়তো বিটকয়েনের দাম ৭০ হাজার থেকে ৮০ হাজারের মধ্যে থাকতে পারে। আপনারা এই ভবিষ্যৎবাণী কে কতটুকু বিশ্বাস করেন? মতামত জানান।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
June 06, 2024, 09:02:19 PM
আমি এটা ট্রাই করতে ছিলাম এবং আমি এটা ডাউনলোড করেছি কিন্তু এটা আপনি কোথা থেকে চাপ দিয়ে এনেছেন এটা একটু বলবে। এটা কোথায় ক্লিক করে এনেছেন এটা আমি খুঁজে পাচ্ছি না এটা একটু বলবেন.

File এ চাপ দিন প্রথমে, তারপর দেখবেন অনেকগুলো ড্রপডাউন অপশন সো করবে। সেখানে সবার প্রথম অপশন New key pair, সেখানে চাপ দিন। তাহলেই আপনার Setup wizard দেখাবে। না বুঝলে ছবিগুলো আবার দেখুন। আশা করি বুঝতে পারবেন।
ওকে ভাই ধন্যবাদ আপনাকে। দেখি আমি কাজটা আজকে করবো। আমি ফাইল ওপেন করেছিলাম গতকাল রাতে কিন্তু দ্বিতীয় স্টেপটা বুঝতে পারছিলাম না। যাই হোক আজকে আর কোন সমস্যা হবে না আশা করি।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
June 06, 2024, 11:15:29 AM
আমি এটা ট্রাই করতে ছিলাম এবং আমি এটা ডাউনলোড করেছি কিন্তু এটা আপনি কোথা থেকে চাপ দিয়ে এনেছেন এটা একটু বলবে। এটা কোথায় ক্লিক করে এনেছেন এটা আমি খুঁজে পাচ্ছি না এটা একটু বলবেন.

File এ চাপ দিন প্রথমে, তারপর দেখবেন অনেকগুলো ড্রপডাউন অপশন সো করবে। সেখানে সবার প্রথম অপশন New key pair, সেখানে চাপ দিন। তাহলেই আপনার Setup wizard দেখাবে। না বুঝলে ছবিগুলো আবার দেখুন। আশা করি বুঝতে পারবেন।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
June 06, 2024, 09:32:24 AM

2. Create a personal OpenPGP key pair অপশনে চাপ দিন

LoadingCreateA personal OpenPGP key pair

আমি এটা ট্রাই করতে ছিলাম এবং আমি এটা ডাউনলোড করেছি কিন্তু এটা আপনি কোথা থেকে চাপ দিয়ে এনেছেন এটা একটু বলবে। এটা কোথায় ক্লিক করে এনেছেন এটা আমি খুঁজে পাচ্ছি না এটা একটু বলবেন.
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 06, 2024, 06:52:27 AM

ভাই আপনাকে ধন্যবাদ এতো বড় একটা রচনা অনুবাদ করার জন্য। এর আগে আমিও গাজেটা বিটকয়েনের লম্বা লম্বা কয়েকটা আর্টিকেল অনুবাদ করেছি। তবে পাঠকের দিক থেকে ভেবে দেখিনি। আপনি যখন লেখকের যায়গা থেকে সরে এসে পাঠকের পারস্পেকটিভ থেকে দেখবেন, তাহলে আপনি আপনার লেখার মান বুঝতে পারবেন। মান বলতে, আমি বলতে চাচ্ছি লেখক আপনার লেখাটা কিভাবে নিচ্ছে সেটার কথা। আমরা সবাই যখন কোনো ফোরামে টপিক ক্রিয়েট করি, আমাদের উচিৎ অল্প কথায়, খুব বড় না করে মূল কথা ফুটিয়ে তোলা। কিছু কিছু লেখা না লিখলেই নয়, সেগুলো ছাড়া বাকি অহেতুক কথা না লিখা। এতে করে পোষ্ট অনেক বেশি বড় হয়ে যায় আর পাঠক সেসব বড় লেখা পড়তে চায় না। তবে এই অনুবাদের ক্ষেত্রে এটা আপনার বেলায় প্রযোজ্য নয় কারন আপনি শুধু অনুবাদ করেছেন। ভাবতেছি এই ব্যাপারে গ্লোবাল বোর্ড গুলোতে একটা থ্রেড ক্রিয়েট করা যাবে।
newbie
Activity: 6
Merit: 1
June 06, 2024, 05:28:02 AM
@DYING_S0UL ভাই আপনাকে ধন্যবাদ।আপনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পেরেছি আজকে।আমি অ্যাকাউন্ট খুলেছি অনেক আগেই কিন্তু আজকে অনেক দিন পর ফোরাম ভিজিট করতে এসে আপনার এই ইনফরমেশন টি চোখে পরলো। আর এটি পরে আমি সত্যি অনেক উপকৃত হয়েছি। এই বিষয়ের কিছুটা আমি আমার কলেজ জীবনে পড়েছিলাম এর জন্য এটি পড়ার সময় আমি আরও আনন্দ পেয়েছি। বিশেষ করে এনক্রিপশন , ডিক্রিপশন , পাবলিক কি , প্রাইভেট কি এগুলো সম্পর্কে আমার আগে থেকেই ধারণা ছিলো কিন্তু আপনার দেয়া উদাহরণ গুলোর মাধ্যমে সেগুলো আরও ক্লিয়ার হয়েছে।যদিও আমি এটি এখনো ইনস্টল করিনি।তবে প্রোসেস টি আমার খুব ভালো করে বোঝা হয়েছে। আশা করি ভবিষ্যতে এটি কাজে লাগবে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
June 06, 2024, 01:57:57 AM


ইনক্রিপ্টেড মেসেজ ক্রিয়েট করার নিয়ম Go to top

ইনক্রিপ্টেড মেসেজ ক্রিয়েট করার পূর্বে আমাদের একজনের PGP ফিঙ্গারপ্রিন্ট/পাবলিক কী এর দরকার হবে। আমরা ইতিপূর্বেই Husna QA এর পাবলিক কী ইমপোর্ট করে ফেলেছিলাম।

ধরে নিন, নিচে দেখানো মেসেজটি আমরা ইনক্রিপ্ট করতে চাচ্ছি।
Code:
It's m-day-online-r going to Encrypt this message..
..using Kleopatra PGP Encryption

1. নোটপ্যাড ওপেন করুন; তারপর মেসেজ টাইপ করুন; তারপর মেসেজ সিলেক্ট করুন; তারপর মেসেজ কপি করুন।

2. System Tray ওপেন করুন; তারপর Kleopatra আইকনের ডান পাশে চাপ দিন; তারপর মাউসের কারসরটি Clipboard অপশনে নিয়ে যান; এরপর Encrypt এ ক্লিক দিন...
Loading... Loading...

3. Add Recipient(1) এ ক্লিক দিন

Loading... Loading...

4. Recipient সিলেক্ট করুন; এরপর OK তে ক্লিক করুন; এরপর Next এ ক্লিক করুন

Loading... Loading...

5. OK তে ক্লিক করুন

Loading...

6. নোটপ্যাড খুলুন; তারপর Paste বাটনে চাপ দিন (Ctrl+V)

Code:
-----BEGIN PGP MESSAGE-----

hQIMAxIivShhBiNAAQ/7BfTGV45X7tTjagQ/mfukFLFqo/FfrHLqVhySDYsYsoE5
hAXlQeKEm6mBC5XR30OutDYCEdQSW9JJTNrBFXwdghyHsfn1aVRZqNFrxtJYRM4C
yqFqfTPztfq8J4AGm9AtRmBi/EfIRI1QqgjGKokhHzHIeMUzO5wr5CnTfgH/8Xp2
SWq7R7b4ZQ0kxt2Jfj0n80wzWL/s1+IABl1JdiXeRqabaNrHR0VhrJYZlRYoZenC
/HXwlUWooyVG1oMfBr+qiaVddmzX2q6V5HrO4HBtaQ8bePK/zAdJE0KBKtcH0F3t
q4g7jErt7mmqw4WI+6l0wbix3FwFPPWFp9UkkV7QflUzvLHrEK+dK0Sx8+mALEhT
bkaGTypBslbAQGWXdQ4F66Zg/Pxkbu46IF8SZki9PTi5ngIwH6sOTgQFcXDlsbDz
eOLf1BH50LP0C5BbeVlHAHl+uP4A5Sd2ng6d0lACoMPNYCJEIERFSdoVG2N4s3QT
diihurYJCKLRO0g/vIEtoxnXltg9TAlJ0VQoGhirN4bMiNe1KV7qpl4/xXeFbjVD
IuiDFGG6q7Als9rzbt8dJKAMjOwlG/ai6vP/51IUqA0NaMX/HlEI2p8ZmqyeW28y
SnoRSOL4A3G6Bv7wORsFdX0DTRdCLAqtzF/HPx+U8xBMw2Uu1/sUrIAMtG6fTgXS
hgFrTTMr9mAJ83NbbKU0408hYMuIKPYM+fibolxxLnvSD40EuzsR5aeKOmfD/Le4
91PU5AQeWkcMSSuGvHDgGUZUyhrGM+bYV2ACNQ3+Hj1ZuRLsYoukcPxIo5ovpALs
xqSFtN1jNFhSShFagnGJuXyDi7HIz7TgQS9E+HmAfBF8ZeiW10G+
=ONYM
-----END PGP MESSAGE-----

মেসেজ ইনক্রিপ্ট করায় আপনাকে অভিনন্দন। আপনি যদি মেসেজটি Husna QA কে পাঠান তাহলে শুধুমাত্র তিনি সেটি ডিক্রিপ্ট করে পড়তে পারবেন।

ইনক্রিপ্টেড মেসেজ ডিক্রিপ্ট করার নিয়ম Go to top

ধরুন আপনি আমার PGP ফিঙ্গারপ্রিন্ট/পাবলিক কী জানেন। আপনি আমাকে একটা ইনক্রিপ্টেড মেসেজ পাঠিয়েছেন যা নীচে রয়েছে।

Code:
-----BEGIN PGP MESSAGE-----

hQEMA1cp8vlhFFhCAQf9FwUtrVFPHGIk+BOKOm5E5KpfIJz38hta1bz45uo4sxK3
JWgKM6H6WIwu/KJ8TFqgDIE6kHJjD/RRbPyZgm4eK0I6Wf328U3m5kAPOfijfF9M
lOq2Ge3RJM++aMk+n4DWTk9yYCr3gjlA+okAweU2A/FceadcK4oI9TEvtEADjali
aVaycGckF1v+d6chtBsWwb2pIvGOR+2kYSCYh9eKOLv2mPe4drjQ2rv5CupeDkms
bOeI65iKdc2Lgij4x+BbaITV0BDKnu/cWcRdAijGga1YdJAtAh6HSnjUsfiKj5bU
58GH4FC5G2TDmLWpUKVIdMuoX6BPyN4DS+EeI44fWtKEAWBVaCNAiLdqBQObrXiW
V8qRfGNefIIu/Dc2y33aNfKGYDyFpcdcQBqdOXFe4KWgH1ZuJq/J+7Ooy7v7YuYe
fDAuT9AQTJw0pAsira41pmPkzlwJBEmd3Abu4hkgVOBeY93Bo5+9tMB/93QL3flq
IGElANrEzaTv8YfSU8DCsXvdKara
=90j2
-----END PGP MESSAGE-----

আমার ফিঙ্গারপ্রিন্ট (ফোরামের জন্য আমি নিচে দেয়া ফিঙ্গারপ্রিন্টটি ব্যবহার করতেছি):
Code:
81DAEE690159E01E28FF951086FEA0B65C6E1B2C

এবার আমরা দেখবো মেসেজ কিভাবে ডিক্রিপ্ট করতে হয়।

1. সম্পূর্ন মেসেজটি সিলেক্ট করে কপি করুন (Ctrl+C)

2. System Tray ওপেন করুন; তারপর Kleopatra আইকনের ডান পাশে চাপ দিন; তারপর মাউসের কারসরটি Clipboard অপশনে নিয়ে যান; এরপর Decrypt/Verify এ ক্লিক দিন...
Loading... Loading...

3. পাসফ্রেস দিন (1) এবং OK (2) তে ক্লিক করুন

Loading... Loading...

4. Finish এ ক্লিক দিন

Loading... Loading...

5. নোটপ্যাড খুলুন; তারপর Paste বাটনে চাপ দিন (Ctrl+V)
Code:
Hello m-day-online-r,
I am sending you this encrypted message.

Thank you.
এটা ছিল সেই মেসেজ যেটা উপরে ইনক্রিপ্ট অবস্থায় দেখানো হয়েছিল।

বাস্তব জীবনে কিছু PGP পাবলিক কী
Go to top

নাম                      অন্য পরিচয়                                       কী ফাইল বা ফিঙ্গারপ্রিন্ট   রেফারেন্স
satoshiপ্রতিষ্ঠাতা এবং বিটকয়েনের নির্মাতা   ফাইল   সোর্স
theymosবিটকয়েনটকের পরিচালক   ফাইল   সোর্স
gmaxwellবিটকয়েন কোর ডেভোলপার   ফাইল   সোর্স

হোমওয়ার্ক/বাড়ির কাজ
Go to top

এই সেকশনে স্বাগতম। প্রথমেই আমরা জেনে নেই এখানে আমরা কি কি করতে যাচ্ছি।
1. নিচে দেয়া তথ্য মোতাবেক নতুন কী-পেয়ার ক্রিয়েট করি

Code:
          Name: ex-<your bitcoinTalk username>
         Email: <[email protected]>
i.e:
Code:
          Name: ex-mdayonliner
         Email: <[email protected]>
এখানে আমরা আমাদের আসল নাম এবং ইমেইল ব্যবহার করবো না।

2. ফিঙ্গারপ্রিন্ট অনলাইন সার্ভারে পাবলিশ করবো। এটি আমাদের সহজেই অন্যান্য মেম্বারদের সাথে ইনক্রিপ্টেড যোগাযোগে সাহায্য করবে।

প্রাকটিসের জন্য আমি তোমাদের দুটি কাজ দিবো।

কাজ ১: PGP স্বাক্ষরিত  মেসেজ এবং সিগ্নেচার ক্রিয়েট করবে - শীঘ্রই আসছে
কাজ ২: মেসেজ ডিক্রিপ্ট এবং ইনক্রিপ্ট করবে -শীঘ্রই আসছে


আমার নিজস্ব ফিঙ্গারপ্রিন্টের জন্য এখানে ক্লিক করুন.
Code:
81DAEE690159E01E28FF951086FEA0B65C6E1B2C


প্রশ্ন ও উত্তর
Go to top

electrobit: Could someone explain what is the purpose or advantages about to create or make a PGP?
Answer

আপনারা চাইলে এই টপিক রিলেটেড যেকোনো প্রশ্ন করতে পারেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেয়ার।



স্বীকৃতি
Go to top

Husna QA: এই টপিকটি PGP/GPG Signed Message - Public Key থেকে অনুপ্রাণিত হয়ে মূলত আমি PGP শেখার চেষ্টা করি। আমি খুশি টপিকটি ভালোমতো বুঝতে পেরে।
TryNinja: কিছু URLs সরবরাহ করেছে যা আমার কনফিউশন দূর করেছে।
hugeblack: উদাহরণ হিসেবে কিছু PGP পাবলিক কি যুক্ত করার পরামর্শ দিয়েছে।


রেফারেন্স
Go to top

https://en.wikipedia.org/wiki/Pretty_Good_Privacy
http://www.pitt.edu/~poole/PGP.htm




ভবিষ্যতে আরও নতুন নতুন উপকরণ নিয়ে এই টিউটোরিয়ালটি চলমান।
থাকবে এরই সাথে টিউটোরিয়ালটিতে যেকোনো ধরনের ভুল-ত্রুটি, টাইপো থেকে থাকলে আমাকে প্রাইভেট মেসেজে জানাবেন, ধন্যবাদ।




Translation offered at the initiative of:



sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
June 06, 2024, 01:57:13 AM
লেখক: Learn Bitcoin
অরিজিনাল টপিক: [Eng: Tutorial] PGP Signature - Encrypt/Decrypt message - Fingerprint




এই থ্রেডটি মূলত এই টপিকটির ইমেজ-ফিক্সড ভার্সন। এই টপিকটির আসল লেখক ফোরামে আর এক্টিভ নেই, থ্রেডটিও লক করা। অনেক মেম্বারই এই টপিকটির উপর টিউটোরিয়াল চাচ্ছিলেন, এবং যেহুতু টপিকটির বেশিরভাগ ছবিই নষ্ট ছিল, তাই আমি সবকিছু ঠিকঠাক করে রিপোস্ট করার চেষ্টা করেছি।

ক্রেডিট: mdayonliner



Pretty Good Privacy
(Windows Only)



টেবিল অফ কনটেন্ট




সারাংশ
Go to top

অনেকেরই PGP ইনক্রিপশন/ডিক্রিপশন সম্পর্কে কোনো ধারণা নেই। আমি নিজেও এটি সম্পর্কে তেমন কিছু জানতাম না, এজন্য আমাকে অনেক কষ্ট করে এটি শিখতে হয়েছিল। এই টপিকটি আমাদের কেনো জানা উচিত সেটা বোঝার জন্য এই টপিকটি ঘুরে দেখুন The BCT PGP/GPG Public Key Database: Stake Your PGP Key Here। আপনি যদি Electrum Wallet ইউজার হয়ে থাকেন তাহলে আমি নিশ্চিত যে আপনি installation file এর পাশে signature link দেখেছেন। এরই সাথে আপনি একটি সর্তকতা মেসেজ দেখেছেন যেখানে নকল Electrum এর কথা বলা হয়েছে।


সংক্ষেপে যদি বলি, PGP আমাদের ব্যাপক গোপনীয়তা দিতে সক্ষম এবং এরই সাথে এটি ব্যবহার করে আমরা সহজেই প্রাপ্ত ফাইল/টেক্স অরিজিনাল উৎস থেকে আসছে কিনা সেটা নিশ্চিত করতে পারি। এই টিউটোরিয়াল থেকে আমরা যা যা শিখবো...

# কিভাবে PGP স্বাক্ষরিত মেসেজ এবং সিগ্নেচার তৈরি করবেন
# কিভাবে একটি PGP স্বাক্ষরিত মেসেজ এবং সিগ্নেচার যাচাই করবেন
# কিভাবে একটি মেসেজ ইনক্রিপ্ট করবেন
# কিভাবে একটি মেসেজ ডিক্রিপ্ট করবেন

একবার এই ৪ টি বেসিক আয়ত্ব হয়ে গেলে, আমি বিশ্বাস করি বাকি স্টেপগুলো কোনোরকম সাহায্য ছাড়াই করতে পারবেন।



PGP কে বোঝার চেষ্টা
Go to top

শুরু করার আগে বলে রাখা ভালো। PGP তে মূলত দুই ধরনের কী থাকে...
1. প্রাইভেট কী; যেকোনো মেসেজ ডিক্রিপ্ট করতে এটির প্রয়োজন
1. a) এরই সাথে আপনার একটা পাসফ্রেস লাগবে, সোজা বাংলায় শক্তিশালী পাসওয়ার্ড
2. পাবলিক কী; যেকোনো মেসেজ ইনক্রিপ্ট করতে এটির প্রয়োজন

ধরুন আপনি আপনার বন্ধুকে একটি গোপন মেসেজ পাঠাতে চান। কিন্তু আপনি চাননা সরকার বা কোনো এজেন্সি বা অন্য কেউ আপনার মেসেজটা পড়ুক। এই ধরনের মানুষরা খুব সহজেই আপনার ইমেইল সার্ভারের এক্সেস নিয়ে আপনার মেসেজ পড়ে ফেলতে পারে। এমনটা যেনো না হয় সেজন্য আপনি আপনার বন্ধুর কাছে তার PGP পাবলিক কী চাইতে পারেন। একবার সেটা পেয়ে গেলে সেটা ব্যবহার করে আপনি মেসেজ ইনক্রিপ্ট করতে পারবেন আর সেই ইনক্রিপ্ট করা মেসেজ তাকে পাঠাতে পারবেন। এতে কি হবে, মেসেজটা শুধুমাত্র আপনার বন্ধুই পড়তে পারবে, কারণ তার প্রাইভেট কী ছাড়া মেসেজটি ডিক্রিপ্ট করা সম্ভব না এবং কী টা শুধুমাত্র আপনার বন্ধুর কাছেই আছে।

সতর্কতা: আপনার প্রাইভেট কী এবং পাসফ্রেজ কারো সাথে শেয়ার করবেন না।


শুরু
Go to top

ডাউনলোড এবং ইন্সটলেশন Go to top
প্রথমে আপনার Kleopatra ডেক্সটপ আপ্লিকেশনটির দরকার হবে। এখানে চাপ দিন এবং gpg4win-3.1.1.exe ডাউনলোড করুন (এটি বর্তমানে লেটেস্ট ভার্সন, আপনার ক্ষেত্রে যদি অন্য কোনো ভার্সন দেখায় তাহলে সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, ওদের সার্ভারে যে ভার্সনটি আছে সেটা অটোমেটিক ডাউনলোড হবে)। ডাউনলোড হয়ে গেলে, আপ্লিকেশনটি ইনস্টল করে নিন (আমি ধরে নিচ্ছি আপনি জানেন আপ্লিকেশন কিভাবে ইনস্টল করতে হয়)। ইনস্টল হয়ে গেলে আপনি ডেক্সটপে Kleopatra আইকন দেখতে পাবেন।

আপনার প্রাইভেট কী এবং পাবলিক কী গুলো ক্রিয়েট করুন Go to top

1. Kleopatra ওপেন করুন; তারপর File; তারপর New Key Pair...
LoadingOpeningKleopatra
Click here if unable to see image

2. Create a personal OpenPGP key pair অপশনে চাপ দিন
LoadingCreateA personal OpenPGP key pair
Click here if unable to see image

3. আপনার নাম এবং ইমেইল বসান; এরপর Next এ চাপুন
Loading without name and email Loading with name and email

আমাদের ক্ষেত্রে, আমরা ব্যবহার করতেছি...
Code:
Name: mdayonliner Tutorial
Email: [email protected]
উপরের তথ্যগুলো আসল নয়, এগুলো শুধুমাত্র টিউটোরিয়ালে প্রদর্শনের উদ্দেশ্য তৈরি করা

4.Create এ চাপুন
Loading Click Create

5.পাসফ্রেস দিন (শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন) এবং; Repeat অপশনে আবারো পাসফ্রেস দিন; এরপর OK চাপুন
Loading without passphrase Loading with passphrase

আমাদের ক্ষেত্রে, আমরা ব্যবহার করতেছি... জনসমক্ষে কখনো পাসফ্রেসটি প্রকাশ করবেন না
Code:
tutorialMday

6. নিচের তথ্যগুলো রেকর্ড করে রাখুন...
         6.1. ফিঙ্গারপ্রিন্ট :  টেক্সট ফাইল বা আপনার পছন্দের কোনো ফরমাটে সেভ করুন
Code:
3DE42C11CBDD44EFC63B602DFA92987833EE3CE0
        6.2. আপনার কী-পেয়ারের একটি ব্যাকআপ করুন...
         6.3. পাবলিক কী ডাইরেক্টরি সার্ভিসে আপলোড করুন...
         6.4. সমাপ্ত
         Loading Record the following information...

         6.2 Make a Backup Of Your Key Pair এ চাপুন..
         Click on Before Make a Backup Of Your Key Pair...

         আপনার হার্ডড্রাইভে কোনো এক ডাইরেক্টরি সিলেক্ট করে ফাইলটি সংরক্ষণ করে রাখুন।

         পাসফ্রেস দিন এবং; OK চাপুন
         Loading...
         OK চাপুন
         Loading...

         এই প্রসেসটির মাধ্যমে আপনার প্রাইভেট কী এক্সপোর্ট করা হয়েছে  ===== জনসমক্ষে কখনো এটি প্রকাশ করবেন না
         এক্সপোর্ট করা ফাইলটি খুঁজে বের করে নোটপ্যাডে ওপেন করুন
Code:
-----BEGIN PGP PRIVATE KEY BLOCK-----

lQPFBF/gbYIBCADNJHgmcOlD0qIXGl842UUxRISp5NJHQQdq5erExw32ta/2rahs
/LRpeTv/2QwcXkgZM5LWCttmD4769X2iq6Sj7im63Mso64PdcFT7IGjuVRWD1iBu
i2kPFkpDOp54h3uo6hfDuH0xYCisdP7qOi5tCB41ReO8lPVXKvHFwQz/3ULMfX1+
Gi8XXhllfin3QORoL87wz81ohWYO7E48G/uIUwEf2fN8s+DYiZGg8NDMNll0AfaX
LpukGqjNKIFEdWdRRPcQWChfYNweKftIA6HCRgIUlOPsQHdxfFirTRAPLRi52KG7
6Wz49V+2d+a08R5iS9HP/+SlstN8mLrCM23DABEBAAH+BwMCDG8dQU9GirbAueRZ
M6LV7stPUt4h7lo6a0Ltr1e367BbdwQXSxk6G2GrVtpyCRr3NYbj0AaNOVM1coJ1
yjXS0fAHKrPMHOkeK0ilxwRwiN/SQecBkt99uJ7Khj6pgzizY0I/oB6OnNIkxshp
nioO7/wKQbU08LNmW0/Xaiq6C9YlpHt/3x4srZkBWBMG1WV7aljvSXqgw610XY2c
2/G10azqUOPdNwnpbqFFUbE0isqDJamqH1r/jaLzl12KKUreGJeR25ITC31AvxLC
nvHxAGGSfaRTxzms+kwaYcH9+Vwfs1caAwLAZWf6y09ZUF2ggOzx0IvhIUqZoBgw
8yFWQn8/CrVowPWJqM+INUdtdJCZPMflgMJ58mCK9i9V417vKtHkxpGdTDJlehOc
Zs2yVCJykWz7c00dGR1jDArp6h3ekpZlAj1v+mL2DWroxpJ1s8skf30wcrXd59Dv
XzjGAAt2eRhcFLSSTLtLvFFU/ajRlIKsYIjsB0ralk/RHdDMgp3+YmKQmldnYSK4
tC6+t/LjwH8+/TRto9rbvy7NXRQGQtTuPdAAE4yAfg9XcCpssu1NYasU3Fxbjb0f
7iQ+PEoNvMMmFZqjk2rbaNeQIPchvbjuuPLXquHdZd8iksDSi/q7DlhCSfK633dk
OTewP+bn6fyMPeFL3LIPz+z3IKdnXF10YYOhQT6hGRB3NPumgTqY0mLl3cue2iJ8
QAjUFa5dMfPj8mzI5WL3zXWW5KMSCUFH0mdibE21ruj7mdLyQM/LTh7ycAEmmNHH
JbsXeR+23w8w8GRBZslHZ3AmrISzG9iyT3cEFI1szLKEN6XEyKYA63ZY7WQw7c8B
0tlcVUiiyFsPau2xSNqxGybJndVVZe7NLn8AmB0AP4cDgiHIegxBagm7SAm6xJ3p
M7iL3F9JKsW0L21kYXlvbmxpbmVyIFR1dG9yaWFsIDx0dXRvcmlhbEBiaXRjb2lu
VGFsay5jb20+iQFUBBMBCAA+FiEEPeQsEcvdRO/GO2At+pKYeDPuPOAFAl/gbYIC
GwMFCQPCh78FCwkIBwIGFQoJCAsCBBYCAwECHgECF4AACgkQ+pKYeDPuPOBT+ggA
itQ2xfCdbZKXSoKRcVyv6qnEmN5b8wMUX6YB/BqvHBEwhu0AvWx/+DAygX7dblH1
uO2LfsziBXGNpvAQ5gTb6MbZgNZI2zZN1sSUMcJXUfeCJc2op3zysJXjMY4FBQpq
GzzEcfaoB07Uo+XWqSGqQ2By9Wue2gUdY+TB82QZRyJjpkpSmSn1mcG+p7kNmgn+
JzAUsIxc1fxEcpEMk0fZcoQ3NNjOv9C44meNvQtDZynizwHruDacRqyoFyTSAkXb
C5hu26ENYm4hp18opaiQz3BgNHwDcxzrK7tXpSSTpsd6nnRS6z6sVC/IH1klcYSb
zu1AWyjFLzQIzyZwwFvElZ0DxgRf4G2CAQgA7PQJndA3Dg7xYXtmMuDdlPUVeYLL
XxpcmfdACF5SCV/IsyUifhjeLrkRJ72jxL2pI287UdOmlx0BeK/MTYqLRxJhixa6
hER+aGh1XKy1sps77pmPhShnSUuoIMPoHCLYg0oZRzZblEbWC0XeiIte718MGf0E
N/I3lTl47mr2gUPDf7IIWO1wTY0oPRQdUMCckK8/qMjZKuFpn81LFybeBekxVcGM
BiXtU08wVbxJF5W1P8dLWKZNuAFgVU19EJHi25P1oHVYLwTbhkYtiw6lbo4PPgZE
WKEbfIxrJWiyyGkSEKgOUKlTyNEV6OMUaT9DkvfEVdRnE7U9E3vZqkDYGQARAQAB
/gcDAsZXtxUIrUDGwM1cKwFwZmLC3u46OglL3i7nKhV+XoY5kOFABGKoht9dXe8h
v/0CR5x/As6mQpjuZAyWUEXOmkndM/7uqeGC4vhqQC8JulOAv5rLlJKX1+b4xyH5
ddo0dV7jPY2T24xwhtWVdroAad3RGwlt/N6E1aZZo2IL3AiA9pJg/pj/+DNn5t/k
U5jybMJ1Lfpmps41EApp5xNf5gJVqKGzCifSO7H1u8PZen2SqUtm6NUKWQYJiGiy
etGZ7uLD0xNRhe5AjT2i//eBHzLbHznbQFqxSwl984jFOcdnBEXxTSRh0TATyGj1
s+eh98gcT4B156GAq5MZDm58Ktax4GFuST7Nn8/Bmz0te5f5n106ZwzyyZQtZBcj
5msLiwle+Lr0TRH294jSoxj3060b38XBfg5rkeinPgN9Zyi2ek2xvvslG3O5gFdg
uHymAdzkLJB3vhG9aUUyZUN2av6nL83jtm05cEtCcuwxcni2CT4+yl9kycxwaZAO
CYtdvfOlSdb1WthgCaJ7lMeaa5IY5Z2HZXqp/vU8mKy8KKTUHCxXYTeDvMDb0lTK
1frwTwaCNPsexIZW6NbCfQNfFtuq3A6seDhZh7/SeS5X1PS5WhJJy+uiMvyp0nmH
ABqk1sBjwX3XrEEdv9Sb+6AkzpzrJC7TAL5EcmBMoyQPeWTxEIEXaWiKLEWGM4V4
Wrr0cqjmh2ujWhiG4MJECErxpqEDE52PRBYsrDQJF3hgrj3l43ub0z8yx9zR5LTN
vVIOYj/P7NehSN1kRTyKAw+vSWfbfR0iwR0ScWt3wzG5Phg88FiLBxsLANMzWqFs
92pqR1DtbwxeSMPpqw45l6h9ogGx9y8wAqLrlUIihvvrlrL2LQMEKjYU06hPkhEA
mzBTtEj1uAEnLhQ2/yD0WDJym5IBkCbvQIkBPAQYAQgAJhYhBD3kLBHL3UTvxjtg
LfqSmHgz7jzgBQJf4G2CAhsMBQkDwoe/AAoJEPqSmHgz7jzgqYIH/jPJVkxr1nC7
GNWL9VSwQIjvfI294TlcB/3Q9N9EbDHr+LqMnZIh/zBdnzK62agGgK3SpJeWIfqk
T7CmHrvNNH3BCTaamhrli5Jb46/BGh4tSPRNx5dUeBqK9+lUqlvlHlaK7TFBdMnk
wr81r136VfQeZyDooSNnpDhCCbVbZT4iMdXXbWbY8lF9be+vEwnyePDscjB1HkIV
MU5jfWmjzGe57uC/2BDOzkm2hRDnUrXp4iQlB2HEJZx3hDKO768fzSxYVi8ySlzP
MXF4JXTrvAFp8wDmGK6NV8tPvi6LdIoH5LqRHOlr78Wl2Xh2HMGdzbRdG1/Vxf/4
Tz/DdObW36k=
=G8Nk
-----END PGP PRIVATE KEY BLOCK-----

         6.3. Upload Public Key To Directory Service অপশনে চাপ দিন ...; কিছুক্ষণ অপেক্ষা করুন; তারপর OK চাপুন
         এর মাধ্যমে আপনার পাবলিক কী PGP ডাইরেক্টরি সার্ভিসে আপলোড হয়ে যাবে
         এর আগে আমাদের দেখে নিতে হবে ডাইরেক্টরি ডোমেইনটি এক্টিভ আছে কিনা। ইনএক্টিভ ডোমেইনের ক্ষেত্রে নিচের সেটিং ফলো করুন।
An error occurred while trying to export OpenPGP certificates.
Server indicated a failure gpg: keyserver send failed: Server indicated a failure
-snip-
আপনি যদি উপরে দেখানো ইররটির সম্মুখীন হন, তাহলে OpenPGP keyserver টি চেন্জ করে দেখতে পারেন।
আপনি যদি Windows OS এবং Kleopatra ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে প্রথমে Setting এ যান, তারপর Configure Kleopatra তে ক্লিক দিন ...
আপনার OpenPGP Keyserver কলামে (default: hkps: //hkps.pool.sks-keyservers.net), এক্টিভ Keyserver টি সিলেক্ট করুন, https://pgp.mit.edu; http://keyserver.ubuntu.com/; তারপর OK বাটনে চাপ দিন।

-snip-


নিচে আমি একটি পাবলিক কী'র উদাহরণ দিলাম:
http://keyserver.ubuntu.com/pks/lookup?op=get&search=0x58bc997445d96f68db65c169a2ca884f183d22e9
        Loading... Loading...
         এখানে কোনো ইরর দেখালে ভয় পাবেননা। আপনি চাইলে পরে এটি সঠিকভাবে কনফিগারেশন করতে পারবেন।

         OK এবং Finish এ চাপ দিন

         আপনি আপনার সদ্য ক্রিয়েট করা PGP ইউজার আইডিটি দেখতে পাবেন
         Loading...

         6.3.a. ডানে চাপুন; এরপর Publish on Server  অপশনে ক্লিক করুন
         সার্ভার চেন্জ করাও পরেও যদি ইরর দেখায় তাহলে ভয় পাবেন না। আপনার পাবলিক কী রাখার জন্য কোনো সার্ভারের প্রয়োজন নেই। আপনি আপনার কম্পিউটারেই পাবলিক কী সেভ করে রাখতে পারবেন।
         Loading...

         এটা আপনি আপনার কম্পিউটারের কোনো জায়গায় সেভ করে রাখুন। এটা আপনার পাবলিক কী

Code:
-----BEGIN PGP PUBLIC KEY BLOCK-----

mQENBF/gbYIBCADNJHgmcOlD0qIXGl842UUxRISp5NJHQQdq5erExw32ta/2rahs
/LRpeTv/2QwcXkgZM5LWCttmD4769X2iq6Sj7im63Mso64PdcFT7IGjuVRWD1iBu
i2kPFkpDOp54h3uo6hfDuH0xYCisdP7qOi5tCB41ReO8lPVXKvHFwQz/3ULMfX1+
Gi8XXhllfin3QORoL87wz81ohWYO7E48G/uIUwEf2fN8s+DYiZGg8NDMNll0AfaX
LpukGqjNKIFEdWdRRPcQWChfYNweKftIA6HCRgIUlOPsQHdxfFirTRAPLRi52KG7
6Wz49V+2d+a08R5iS9HP/+SlstN8mLrCM23DABEBAAG0L21kYXlvbmxpbmVyIFR1
dG9yaWFsIDx0dXRvcmlhbEBiaXRjb2luVGFsay5jb20+iQFUBBMBCAA+FiEEPeQs
EcvdRO/GO2At+pKYeDPuPOAFAl/gbYICGwMFCQPCh78FCwkIBwIGFQoJCAsCBBYC
AwECHgECF4AACgkQ+pKYeDPuPOBT+ggAitQ2xfCdbZKXSoKRcVyv6qnEmN5b8wMU
X6YB/BqvHBEwhu0AvWx/+DAygX7dblH1uO2LfsziBXGNpvAQ5gTb6MbZgNZI2zZN
1sSUMcJXUfeCJc2op3zysJXjMY4FBQpqGzzEcfaoB07Uo+XWqSGqQ2By9Wue2gUd
Y+TB82QZRyJjpkpSmSn1mcG+p7kNmgn+JzAUsIxc1fxEcpEMk0fZcoQ3NNjOv9C4
4meNvQtDZynizwHruDacRqyoFyTSAkXbC5hu26ENYm4hp18opaiQz3BgNHwDcxzr
K7tXpSSTpsd6nnRS6z6sVC/IH1klcYSbzu1AWyjFLzQIzyZwwFvElbkBDQRf4G2C
AQgA7PQJndA3Dg7xYXtmMuDdlPUVeYLLXxpcmfdACF5SCV/IsyUifhjeLrkRJ72j
xL2pI287UdOmlx0BeK/MTYqLRxJhixa6hER+aGh1XKy1sps77pmPhShnSUuoIMPo
HCLYg0oZRzZblEbWC0XeiIte718MGf0EN/I3lTl47mr2gUPDf7IIWO1wTY0oPRQd
UMCckK8/qMjZKuFpn81LFybeBekxVcGMBiXtU08wVbxJF5W1P8dLWKZNuAFgVU19
EJHi25P1oHVYLwTbhkYtiw6lbo4PPgZEWKEbfIxrJWiyyGkSEKgOUKlTyNEV6OMU
aT9DkvfEVdRnE7U9E3vZqkDYGQARAQABiQE8BBgBCAAmFiEEPeQsEcvdRO/GO2At
+pKYeDPuPOAFAl/gbYICGwwFCQPCh78ACgkQ+pKYeDPuPOCpggf+M8lWTGvWcLsY
1Yv1VLBAiO98jb3hOVwH/dD030RsMev4uoydkiH/MF2fMrrZqAaArdKkl5Yh+qRP
sKYeu800fcEJNpqaGuWLklvjr8EaHi1I9E3Hl1R4Gor36VSqW+UeVortMUF0yeTC
vzWvXfpV9B5nIOihI2ekOEIJtVtlPiIx1ddtZtjyUX1t768TCfJ48OxyMHUeQhUx
TmN9aaPMZ7nu4L/YEM7OSbaFEOdSteniJCUHYcQlnHeEMo7vrx/NLFhWLzJKXM8x
cXgldOu8AWnzAOYYro1Xy0++Lot0igfkupEc6WvvxaXZeHYcwZ3NtF0bX9XF//hP
P8N05tbfqQ==
=5HwR
-----END PGP PUBLIC KEY BLOCK-----

এখন, আমাদের কাছে রইলো...
1. প্রাইভেট কী
2. পাসফ্রেজ

3. পাবলিক কী
4. ফিঙ্গারপ্রিন্ট


লাল: শুধুমাত্র ব্যক্তিগত, কারো কাছে শেয়ার করা যাবে না | সবুজ: সবার কাছে প্রকাশ্যে শেয়ার করা যাবে

PGP সাইন করা মেসেজ এবং সিগ্নেচার ক্রিয়েট করার নিয়ম Go to top

ধরে নেই নিচের লেখাগুলো আমাদের মেসেজ এবং এটিকে আমরা PGP সিগ্নেচারের মাধ্যমে সাইন করতে চাই
Code:
My username mdayonliner. It's m-day-online-r
I am going to sign this message using PGP

1. নোটপ্যাড ওপেন করুন; তারপর মেসেজ টাইপ করুন; তারপর মেসেজ সিলেক্ট করুন; তারপর মেসেজ কপি করুন।

2. System Tray ওপেন করুন; তারপর Kleopatra আইকনের ডান পাশে চাপ দিন; তারপর মাউসের কারসরটি Clipboard অপশনে নিয়ে যান; এরপর OpenPGP-Sign এ ক্লিক দিন...
Loading... Loading...

3. Next এ ক্লিক করুন; তারপর পাসফ্রেস দিন; তারপর OK বাটনে ক্লিক করুন

ডিফল্ট সেটিং অনুযায়ী এখানে আপনার নিজের কি পেয়ার দেখাবে, কী-পেয়ারকে আমরা সার্টিফিকেট হিসেবেও বিবেচনা করতে পারি। যদি আপনার একের অধিক কী-পেয়ার থেকে থাকে তাহলে যেটা দিয়ে মেসেজ সাইন করতে চান সেটা সিলেক্ট করুন।
Loading... Loading...

4. OK বাটনে ক্লিক করুন

Loading...

5. আরেকটা নতুন নোটপ্যাড খুলুন; তারপর Paste বাটনে চাপ দিন (Ctrl+V)

Code:
-----BEGIN PGP SIGNED MESSAGE-----
Hash: SHA256

My username mdayonliner. It's m-day-online-r
I am going to sign this message using PGP
-----BEGIN PGP SIGNATURE-----

iQEzBAEBCAAdFiEEPeQsEcvdRO/GO2At+pKYeDPuPOAFAl/geZ0ACgkQ+pKYeDPu
POAS+wgAxzymzoGipQkSrQiiJQThiM1nQN+fFhxhhPXgEyt1Bk/9Hwl9WJB2hd/R
I4FWWSIiBkCGzvsYga25oP4ZCAaiEPEN8jpVfcgQJwjp4DpBjq66rFz7vtAZKR3I
I6L9BZf7LiQ0rF6k0g95WNm2zKUHPD1KiGOP6YqOEw6LS8m6j0ciuQiC6M4HEzZc
pTHsgCjpCF/epM5nSu3UFuFSs6kojKWtckQs0vXfhBK3PO7xqNrL+nkYUAcizUzg
SNHXW3+iaY0QGYnLEYZqXwft6q+ir84WmKeeEKxtrVNfUNMuyoqyG34Pj2z2yUoK
VLgayddA+H+uzs3YM/ApnbqFJ7Vx5g==
=o0kG
-----END PGP SIGNATURE-----

অভিনন্দন, আপনি এইমাত্র সিগ্নেচার সহ আপনার প্রথম PGP সাইন করা মেসেজ তৈরি করেছেন৷


PGP সাইন মেসেজ এবং সিগ্নেচার ভেরিফাই করার নিয়ম Go to top

ধরুন আপনি Husna QA এর PGP সাইন করা মেসেজটা ভেরিফাই করতে চান। নিচে আমাদের কাছে সিগ্নেচার সহ একটা PGP সাইন করা মেসেজ আছে
Code:
-----BEGIN PGP SIGNED MESSAGE-----
Hash: SHA256

Date: 2018-03-29
Bitcointalk.org login: Husna QA (1827294)
Bitcoin address: 1HdK4YRuPrgWrTkFHTPaJoLvYJ8Cgehgnc
E-mail: [email protected]

PGP fingerprints:
RSA: 0x58BC997445D96F68DB65C169A2CA884F183D22E9
Ed25519: 0xC9B290C8C87C9BB5F440E82AD21FD04306AED362

I declare that aforestated Bitcoin address
may issue signatures controlling the aforestated Bitcointalk account.
I declare that my aforestated PGP Fingerprint RSA and Ed25519 Certification key is
the peremptory trust anchor for my online identity at this time,
and unless/until that key signs a statement declaring otherwise,
Unless this statement be revoked or modified by a statement bearing
authentication rooted in that key.
-----BEGIN PGP SIGNATURE-----

iQIzBAEBCAAdFiEEWLyZdEXZb2jbZcFposqITxg9IukFAlq7qYUACgkQosqITxg9
IunM6w//Ruw0yjVjPMb4N2QKS8Dun+C1leD9miTPWvTdMiyCLddFmRCiwI8fb/D/
T3vZxJwpIGn89271l4l5slnIziCpZ5HaVEJeAbGVr5Q6zwBv4cXixa29fK7zYcB4
uPeGX4rIHy3eGFKamZiSbibuZ61lP//B9EI+JBdH6yvPxFVxryKsp3MmNjUERhYW
M+1nkHe8Pf8hkcDhevpWXlc7Q7aplWkSnjZ1qE9z0C9mZ0KIqNlymwPMhamfjBTJ
aFkQq3pioKiaAsHLcB3UVHktUlaYuWJkODF8s67MVwWOe/j8WqOOXBMmbZ5n8241
i942Mmqegqujvx5uRUqaD6uWwBX2u4PzQzFEHYslKuns9jmQaWARx2rRtaav2Z3R
FBK9O80wifC7ts1z6XfVkNDjzzcl/DtHAtsqYj8k6c79h2ths28PJP1bCNsb0yr1
pO6S7lAs9f+yvrwOMkJL88d0D+u0vbWhlD2liRMv0WeWdMtxwQGKOU1I4OLkoPU6
IsrbNZODhSunWzdD525t8yYV/isgyv70EY3CpA35YjrfrZ1BlmNwtsary7tTaDd2
MmDHQAf1qQokYNNZIOZ0GaLaxEclbyEa+1eKqGdPUCp03emfreCmcDg1d+Cwz3Yr
V2xoTsOwVB5BGpSPV42RBjCwwoBa2QMokUPhTxTDmsw2Qm7RjA8=
=0PbZ
-----END PGP SIGNATURE-----

1. Code tag এর ভেতরে থাকা সবকিছু সিলেক্ট করে কপি করুন (Ctrl+C)

2. System Tray ওপেন করুন; তারপর Kleopatra আইকনের ডান পাশে চাপ দিন; তারপর মাউসের কারসরটি Clipboard অপশনে নিয়ে যান; এরপর Decrypt/Verify এ ক্লিক দিন...
Loading... Loading...

3. Search এ ক্লিক দিন; কিছুক্ষণ অপেক্ষা করুন এক্টিভ উইন্ডো না দেখানো অব্দি; এরপর সিলেক্ট করে Import বাটনে ক্লিক করে দিন

Loading... Loading...

4. User ID সিলেক্ট করে Next এ ক্লিক দিন

Loading... Loading...

5. আপনার কী-পেয়ার সিলেক্ট করুন; তারপর Certify only for myself বক্সটি চেক দিন; এবং তারপর Certify এ ক্লিক করুন

Loading...

6. পাসফ্রেস দিন এবং OK তে ক্লিক করুন

Loading... Loading...

7. Finish অপশনে চাপ দিন; যদি ইমপোর্ট করা তথ্যটি ভ্যালিড হয়ে থাকে তাহলে সবুজ বক্সে একটা মেসেজ পাবেন।

Loading... Loading...

8. আরেকটা নতুন নোটপ্যাড খুলুন; তারপর Paste বাটনে চাপ দিন (Ctrl+V)

Code:
Date: 2018-03-29
Bitcointalk.org login: Husna QA (1827294)
Bitcoin address: 1HdK4YRuPrgWrTkFHTPaJoLvYJ8Cgehgnc
E-mail: [email protected]

PGP fingerprints:
RSA: 0x58BC997445D96F68DB65C169A2CA884F183D22E9
Ed25519: 0xC9B290C8C87C9BB5F440E82AD21FD04306AED362

I declare that aforestated Bitcoin address
may issue signatures controlling the aforestated Bitcointalk account.
I declare that my aforestated PGP Fingerprint RSA and Ed25519 Certification key is
the peremptory trust anchor for my online identity at this time,
and unless/until that key signs a statement declaring otherwise,
Unless this statement be revoked or modified by a statement bearing
authentication rooted in that key.

অভিনন্দন, আপনি এইমাত্র সিগ্নেচার সহ আপনার প্রথম PGP সাইন করা মেসেজটি ভেরিফাই করে ফেলেছেন।




টিউটোরিয়ালটি অনেক বড় এবং জটিল হওয়ার কারণে এটিকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে।
২য় অংশের জন্য পাশে দেয়া লিংকে (২য় অংশ) ক্লিক করুন।




Translation offered at the initiative of:



full member
Activity: 532
Merit: 229
June 06, 2024, 01:02:12 AM
বিটকয়েন পিজ্জা ভোটিং সিস্টেমের থ্রেডটি আমার চোখে পড়ার পর, আমি যখন থ্রেডটি ভালোভাবে দেখছিলাম, তখন আমি খেয়াল করি যে সেখানে আমার পিজ্জাটি নেই. আমি প্রায় ১৫ বার থ্রেডটি প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখছিলাম, কিন্তু আমি আমার pizza টি কোনভাবেই পেলাম না. পরে জানতে পারলাম যে আমাকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে. বিষয়টি জানতে পারার পর আমার অনেক কষ্ট লেগেছে. আমাকে বাদ দেওয়ার কারণটি কি ছিল? এই প্রশ্নটি এখনো আমার মাথায় ঘুরঘুর করছে. ব্যক্তিগতভাবে আমি অনেক কষ্ট পেয়েছি, যদিও আমার pizzaটি খারাপ হয়েছে, কিন্তু তবুও যদি সেই থ্রেডে আমার pizzaটি তুলে ধরতো, তাহলে আমি অনেক খুশি হতাম. তবে যাই হোক, কোন এক কারণে আমি বাদ পড়ে গেছি.

কিন্তু ভাই আমি অনেক খুশি হব, যদি আমাদের লোকাল বোর্ড থেকে কেউ একজন কোন একটি পুরস্কার জিততে পারে. আমাদের লোকাল বোর্ড থেকে যদি কেউ বিজয়ী হয় তবে আমার বাদ পড়ে যাওয়ার কষ্টটি সত্যিই হারিয়ে যাবে. আমি খুবই খুশি হব. শুভকামনা রইল ভাই, আমি মন থেকে দোয়া করি যেন আমাদের লোকাল বোর্ড থেকে কেউ একজন বিজয়ী হতে পারে.
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 05, 2024, 12:05:55 PM
র‍্যাফেল লিংক : https://bitcointalksearch.org/topic/m.64168811
ভাই, এই ধরনের কনটেস্টে আমাদের লোকাল থেকে shasan ভাই ছাড়া কেউ জয়েন করে না। তাহলে কেন প্রতিদিন আমরা এইগুলো এইখানে শেয়ার করি। যেসব কনটেস্টে মানুষের আগ্রহ আছে সেগুলো শেয়ার করতে পারি। যেমন- পিজা কনটেস্ট, এইখানে আমাদের লোকাল থেকেও অনেকেই জয়েন করে আমি যতদুর জানি।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
June 05, 2024, 10:27:47 AM
পিজ্জা কনটেস্টের ভোট শুরু হয়েছে।

এই বছরে পিজ্জা প্রতিযোগিতায় ২৫০০ ডলার বরাদ্দ করা হয়েছে, আমরা ইতিমধ্যে হয়তো সকল কিছুই জেনেছি কতজনকে পুরুস্কার দেওয়া হবে। যাইহোক, পিজ্জা কনটেস্টে মোট ১২৫ জন অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে ১৩ জন বাদ পড়েছেন। ২০ দিনের জন্য ভোট সিস্টেম উন্মুক্ত থাকবে, এই ভোটিং টপিক লক করা না পর্যন্ত আপনি আপনার ভোট পরিবর্তন করতে পারবেন। ভোট দেওয়ার জন্য অবশ্যই আপনার ৫০ টি মেরিট থাকতে হবে। আপনি সর্বোচ্চ ৫ টি ভোট দিতে পারবেন।

এই বছর একটা বিষয়ে ভালো হয়েছে। এখানে পিজ্জার উপর নাম গুলো মুছে ফেলা হয়েছে, এখানে বোঝা যাচ্ছে না কোনটা কার পিজ্জা। এখানে ভোট দেওয়ার জন্য পিজ্জার নিচে নাম্বার গুলো দিয়ে ভোট দিবেন। নিয়ম কানুন গুলো নিচের থ্রেডে দেওয়া আছে ভালো করে পড়ে ভোট দিতে পারেন। আমাদের সকল লোকাল মেম্বারদের জন্য শুভকামনা রইলো, খুবই খুশি হবো আমাদের লোকাল থেকে কোন সদস্য বিজয়ী হতে পারলে।

ভোট দেওয়ার টপিক লিংক: https://bitcointalksearch.org/topic/m.64171197
newbie
Activity: 18
Merit: 2
June 05, 2024, 05:01:19 AM
যখন আমরা নতুন কোন কয়েনে বিনিয়োগ করতে চাই তখন ফোরামের অনেক সদস্যই কয়েন সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে ভবিষ্যতে কি হবে না হবে যাতে আমরা স্ক্যামের শিকার না হই। এই স্ক্যামের কথা শুনে সম্পত্তি সময়ে বাংলাদেশের একটি বিষয় নিউজ পেপার সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে তোলপাড় হচ্ছে। কথাটি বলছি আমি বেনজির আহমেদ যিনি বাংলাদেশের সাবেক জেনারেল পুলিশ ইন্সপেক্টর ছিলেন। তিনি তার ক্ষমতার দ্বারা দেশ থেকে এতটাই পরিমাণ লুটেছেন এবং দুদকের অনুসন্ধানের এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছে তার মধ্যে তার ১০ টি জেলায় নিজের এবং পরিবারের নামে ২৩৮৫বিঘা জমি, ঢাকা সাত তলা দুইটা বাড়ি, বসুন্ধরায় ৫ টা ফ্লাট, পাঁচ তারকা হোটেল সহ ১৯ টি প্রতিষ্ঠানের পারিবারের শেয়ারও রয়েছে। আরো সম্পদের খোঁজ করছেন দুদক। এরকম উচ্চ পদস্থ থেকে দেশের ভিতরে এত বড় একটি স্ক্যাম করেছে, তাকে কেন আগে থেকেই কেউ ধরতে পারিনি। মূলকথা হলো দেশের সরকারি কাজে নিয়োজিত বড় বড় পোস্টে যারা রয়েছেন তারাও কি তার মত ইনভল্ভ? বেনজিরের থেকেও অনেক বড় বড় বোয়াল মাছ রয়েছে যারা কি ধরা ছোঁয়ার বাইরে। বেনজির আহমেদর মত বড় বড় বোয়াল মাছেরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকার সম্পদ প্রতারণা করে অন্যত্র নিয়ে যাচ্ছে এবং বিন্দাস জীবন যাপন করছে।
আমার কথা হল আমাদের দেশে যখন ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলা হয়, তখন সেটি বলার আগে বন্ধ করে দেওয়ার আওয়াজ উঠে আসে। এখন বেনজির আহমেদ দেশের সকল জনগণের সাথে প্রতারণা করে দেশ থেকে এত এত সম্পদ নিয়ে বাহিরের দেশে সপরিবার সহ পাড়ি জমালো তাদের সম্পদের হিসাব এবং দায়ভার কে নিবে। সকল বোয়াল মাছ যদি গভীর পানির নিচে চলে যায় তাহলে তাদের সাবমেরিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

সম্পদের বিবরণীর যেখান থেকে আমি পেয়েছি তার লিংক : https://epaper.ajkerpatrika.com/indexs.php?pagedate=2024-06-04&edcode=1&pgnum=1


full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
June 05, 2024, 12:10:21 AM
                                                                                         "সাহায্য চাই"
আমি সেসব মানুষদেরকে পছন্দ করি না, যারা শুধু মাত্র নিজেদের বেনিফিট পাওয়ার জন্য অন্যদেরকে ইউজ করে। আপনি ফোরামে আছেন লম্বা সময় ধরে। আমার মনে পড়ে না যে লোকাল থ্রেড এ আপনার পোষ্ট কখনো দেখেছি কি না। প্রথমত, আপনি যদি এখানে একটিভ থাকতেন তাহলে এটা জানা থাকতো যে এভাবে পোষ্ট করে মেরিট চাওয়া ফোরামের নিয়মের বাইরে। আর আমাদের থ্রেড এর কিছু মেম্বার আছে যারা প্রাইভেটলি হেল্প করে থাকে। আপনি যদি থ্রেড এ কিছুদিন একটিভ থেকে কাউকে মেসেজ করতেন, তাহলে আপনি হয়তো হেল্প পাইতেন।
আমিও বুঝলাম না সে কখনো এই বাংলার থ্রেডে পোস্ট করেনি কিন্তু হঠাৎ তার দরকারে এসে পোস্ট করেছে কিন্তু দরকারটা এরকম যে তার বেনিফিটেবল। এগুলো কেমন বুঝলাম না আমি। অনেকে আছে যারা তাদের সাবটা দিয়ে অনেক কষ্ট করতেছে বা অন্যকে সাহায্য করতে চেষ্টা করতেছে এবং বাংলা থ্রেডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে তারাও কখনো এমন পোস্ট করেনি এভাবে সাহায্য চেয়ে আমার মনে হয়। যাইহোক সে যেহেতু সাহায্য চেয়েছে সাহায্য করা হবে এর জন্য তাকে বাংলা থ্রেডে সময় দিতে হবে এবং ভালো পোস্ট করতে হবে যাতে সে মেরিট অর্জন করতে পারে। Ricardo11 আপনার জন্য শুভকামনা রইল আপনি যেন খুব তাড়াতাড়ি ফুল মেম্বার হতে পারেন এবং আমাদের এই বাংলা ছেড়ে সময় দিয়েন ভাই।

আপনাকে অভিনন্দন আপনার স্টার্টিং ভালো যাচ্ছে, হ্যাঁ অবশ্যই আপনাকে স্বাগতম আরো বেশি পোস্ট এক্টিভিটি বাড়ানোর জন্য তবে অবশ্যই মনে রাখবেন কোয়ান্টিটি এর সাথে কোয়ালিটি মেইন্টেন থাকতে হবে।
CL ভাই আপনাকে ধন্যবাদ আমাকে মোটিভেট করার জন্য। আর আশা করি আপনাদের সাহায্য সহযোগিতায় ভালোভাবে এগিয়ে দিতে পারো। আর আপনি বললেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেইনটেইন করতে, কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেইনটেন থাকবে ভাই।

আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?
বিনিয়োগ করার জন্য নিজের ইচ্ছা বা মতামতকে প্রাধান্য দিন অন্যের ইচ্ছা বা মতামতকে প্রাধান্য দেওয়ার কোন দরকার নেই। কে কি করল সেটা না দেখে নিজের ইচ্ছা অনুযায়ী নিজে যেটা ভালো বুঝবেন সেটাই করা উচিত। আপনি যদি বলেন যে আমি এই কয়েনটিতে বিনিয়োগা করেছে কিনা আসলে আল্ট কয়েনগুলোতে বিনিয়োগ করার কোন ইচ্ছাই নাই আমার।

তবে এয়ার্ডপ করে যে টোকেন গুলা পাই সেইগুলা কিছুদিন থাইকা তারপর সেল কইরা দেই অথচ সেগুলো রাখার কারণে ক্ষতির সম্মুখীন হই।
ওকে ভালো কথা বলেছেন আপনি,আপনি নিজের মতামত কি প্রাধান্য দিতে বলেছেন ঠিক আছে এটা ভালো দিক। তবে কিছু কিছু সময় আমাদের নিজেদের মতামত গুলো বা সিদ্ধান্ত নেয়া গুলো ভুল হয় এর জন্য আমরা অভিজ্ঞদের কাছে গিয়ে তাদের পরামর্শ নিয়ে পরবর্তী ডিসিশন নেই। অন্যের কথা শোনা ঠিক নয় তবে অভিজ্ঞদের কাছ থেকে অভিজ্ঞতা নিবেন এবং নিজে এনালাইসিস করবেন তারপর যেটা ভালো মনে হয় সেটা করবেন।
আর আপনি বললেন যে এয়ার্ডপগুলো করে যে টোকেন গুলো পান সেগুলো কিছুদিন রেখে দিয়ে আবার সেল করে দেন এর জন্য আপনি ক্ষতির সম্মুখীন হয়েছেন। যদি টোকেনগুলো আপনি রেখে দেন কিছুদিন পরে সেল দেন তাহলে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা বেঁচে থাকে কারণ এয়ার্ডপের টোকেনটা পাওয়ার পরে পকেটের উপর এনালাইসিস করতে হবে আসলে তাদের টোকেন এবং প্রজেক্ট এর ফিউচার কি এবং কোন দিকে যাচ্ছে তারা কিভাবে কাজ করছে সব কিছুই না লাইসেন্স করার পরে যদি মনে হয় তাদের অবস্থান ভালো হবে পরবর্তীতে তাহলে আপনি সেই টোকেন হোল্ড করতে পারেন কিছুদিন ভালো কিছু পাবার জন্য।

যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না।
ভাই ইউটিউবারদের কাজ হচ্ছে ভিউ থেকে আর্ন করা তাছাড়া কিছুই না ভাই। এইসব এয়ারড্রপ নিয়ে যারা ভিডিও বানায় বা কনটেন্ট বানায় ম্যাক্সিমামই দেখেছি যে হুদাই ভুলতা বল নিউজ দিয়ে ভিউ ভিউ বাড়িয়ে নিয়ে সেখান থেকে আর্ন করে। এসবের ভিডিও যারা বানায় তাই এমন ভাবে কথা বলে যেন তারা এখান থেকে আর্ন করে কোটিপতি হয়ে গেছে কিন্তু আসলে কিছুই না হুদাই।

যাই হোক, নটকয়েন বুল রানে সর্বচ্চ ০.১০ ডলার হতে পারে। এবং এটাও একটা স্পেকুলেশন শুধুমাত্র। আমি এর কোনো গ্যারান্টি দিতে পারবো না এবং এটা কোনো ফাইনান্সিয়াল এডভাইস না। যদিও নটকয়েনের ব্যাক এন্ডে টেলিগ্রাম নিজেই আছে, তবুও কোনো কিছু থেকে অতিরঞ্জিত কিছু আশা করা মানেই বোকামি। কারো কথার ওপর ভরসা না করে, নিজের যেটা ভালো মনে হয় সেটাই করেন। আপনার লাভ হলেও কেউ নিবে না, আপনার লস হলেও কেউ দিয়ে যাবে না।
আমিও মার্কেট এনালাইসিস করার পর ভাবছি নটকয়েনের দাম খুব বেশি হলে ০.১/০.২  ডলার হতে পারে কিন্তু আমি সিওর নই এটায়। কয়েন মার্কেট এর অবস্থা দেখে এটা আশা করা যায় যদি হাইপ তুলতে পারে। দেখা যাক সামনে কি হয়।

ভাই  সকালে আমার মাইয়া আমার মোবাইলের ডিসপ্লে ট্যাপ সোয়াপ করে দিছে। মেয়ের মায়ে মোবাইল ফোনে Autocliker রান করে দিয়ে রান্না করতে গেছে আর এইদিকে আমার মেয়েটা মাড়াই মেশিনের রেঞ্জ দিয়ে ট্যাপ করে মোবাইলের ডিসপ্লে ভাইঙ্গা দিছে।এখন কারে কি কমু ,না বলতে পারছি মেয়েকে,না বলতে পারছি মেয়ের মাকে। নট কয়েনের লাফালাফি দেখে শখ করে টেলিগ্রাম মাইনিং করতে আসলাম আর আমার ফোনটার বারোটা বেজে গেল। তবে একটা কথা বলে রাখি যারা নট কয়েন থেকে মাল মারছে তারা এটা ভাববেন না যে ট্যাপ সোয়াপ আপনাগোরো ওইরকম মাল দিয়ে যাবে। মোবাইলের ডিসপ্লের দাম 8-10 হাজার টাকার মতো খরচ হবে তাইলে এটা আমার ট্যাপ সোয়াপ করার পেমেন্ট।
নট কয়েনের কথা বলে ভাই আর কষ্ট দিয়েন না । যা পাই নাই তা দিয়ে আর মিছে মিছে কষ্ট পেয়ে লাভ নেই । ভাই Certik skynet quest করতাছি, দেখি আল্লাহ পাক কি কপালে রাখছে।
আপনার কথা শুনে হাসিও পাইলো আবার ফোনের জন্য খারাপও লাগলো। আবার একটা কথা ভেবে ভালো লাগলো হয়তো আপনার এই অনলাইন কাজে ভাবিও সাহায্য করে আপনাকে। এটা ভালো লাগছে আমার। তবে ভাই Certix skynet থেকে ভালো কিছু পাবেন ভাই আশা করা যায়। এটা অনেক ভালো একটা প্রোজেক্ট। এটার টোকেন লন্স করলে ভালো লাভ পাওয়া যাবে এটা নিঃসন্দেহে আশা করা যায় ভাই।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
June 04, 2024, 06:13:01 PM
@paid2 আবারো Custom eXch Cryptosteel Capsule রাউন্ড-১২ ফ্রি রাফেল নিয়ে এসেছেন। এই র‍্যাফেলে যে কেউ আবেদন করতে পারবেন, কিন্তু যাদের ৫০০ বেশি মেরিট অর্জন করা আছে তারা ২ টি স্লট নিতে পারবেন। এখনো অনেক স্লট ফাকা রয়েছে যারা আবেদন করে ইচ্ছুক চাইলে আবেদন করতে পারেন। আমি কয়েক দিন আগে কয়েকটি র‍্যফেলে বিজয়ী হইলাম কিন্তু এখন বিজয়ী হতে পারছি না। সকলেই আবেদন করুন, সকলের জন্য শুভকামনা রইলো।

র‍্যাফেল লিংক : https://bitcointalksearch.org/topic/m.64168811



LDL
hero member
Activity: 742
Merit: 671
June 04, 2024, 04:00:24 PM

যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না।

যাই হোক, নটকয়েন বুল রানে সর্বচ্চ ০.১০ ডলার হতে পারে। এবং এটাও একটা স্পেকুলেশন শুধুমাত্র। আমি এর কোনো গ্যারান্টি দিতে পারবো না
ভাই  সকালে আমার মাইয়া আমার মোবাইলের ডিসপ্লে ট্যাপ সোয়াপ করে দিছে। মেয়ের মায়ে মোবাইল ফোনে Autocliker রান করে দিয়ে রান্না করতে গেছে আর এইদিকে আমার মেয়েটা মাড়াই মেশিনের রেঞ্জ দিয়ে ট্যাপ করে মোবাইলের ডিসপ্লে ভাইঙ্গা দিছে।এখন কারে কি কমু ,না বলতে পারছি মেয়েকে,না বলতে পারছি মেয়ের মাকে। নট কয়েনের লাফালাফি দেখে শখ করে টেলিগ্রাম মাইনিং করতে আসলাম আর আমার ফোনটার বারোটা বেজে গেল। তবে একটা কথা বলে রাখি যারা নট কয়েন থেকে মাল মারছে তারা এটা ভাববেন না যে ট্যাপ সোয়াপ আপনাগোরো ওইরকম মাল দিয়ে যাবে। মোবাইলের ডিসপ্লের দাম 8-10 হাজার টাকার মতো খরচ হবে তাইলে এটা আমার ট্যাপ সোয়াপ করার পেমেন্ট।
নট কয়েনের কথা বলে ভাই আর কষ্ট দিয়েন না । যা পাই নাই তা দিয়ে আর মিছে মিছে কষ্ট পেয়ে লাভ নেই । ভাই Certik skynet quest করতাছি, দেখি আল্লাহ পাক কি কপালে রাখছে।
newbie
Activity: 18
Merit: 2
June 04, 2024, 01:36:27 PM
কিছুদিন আগেই বাজারে নতুন একটি কয়েন এসেছে যার নাম NOTcoin. কয়টি বর্তমানে অনেক ভালো পাম্পিং এ রয়েছে. এটি গত সাত দিনে 275.3% বৃদ্ধি পেয়েছে. আমি কয়েনটি নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক অনেক ভিডিওতে বলা হয়েছে যে এটি $1 পর্যন্ত যেতে পারে. যদি এই কয়েনটি সত্যি $1 পর্যন্ত ওঠে, তাহলে আমরা এখন বিনিয়োগ করে ভবিষ্যতে অনেক ভালো লাভবান হতে পারব. আপনাদের কি মনে হয় এটি কি সত্যিই $1 পর্যন্ত উঠতে পারে?

আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?

যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না।
ভাই আপনার যদি লাথি মারার জন্য শক্তপোক্ত জুতা লাগে তাহলে আমাকে বলিয়েন, ঈদ মৌসুমকে সামনে রেখে আমি এক মাসের জন্য আমি আমার খালাতো ভাইয়ের জুতার দোকানে তাকে সাহায্য করছি। ভাই আপনি ঠিক বলেছেন শুধু টিকটকই নয় বিভিন্ন রিল ভিডিওতে নট কয়েন এবং ট্যাপ সোয়াপ নিয়ে ব্যাপক ভাইরাল হয়েছে। আমার এলাকার আশেপাশের আমার সমবয়সের বেশ কয়েকজন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ট্যাপ সোয়াপ সম্পর্কে ভিডিও দেখে আকৃষ্ট হয়েছিল এবং দুদিন কাজ করার পরে তাদের সাথে দেখা হলে আমাকে বিষয়টি শেয়ার করে, আমাকেও ট্যাপ সোয়াপে কাজ করার জন্য বলেছিল। আমি তাদের শুধু একটা কথাই বলেছিলাম যে এটি হয়তো স্ক্যাম করবে। তাদের মধ্যে থেকে একজন আমাকে বলেছিল, তুমি এত মহাজ্ঞানী না যে তোমার কথায় কান দিতে হবে। আমি কোন কথা বলিনি এবং তর্কেও জড়ায়নি, আমি মনে মনে তখন ভাবলাম সব ঝোঁকের বাঙালি।
full member
Activity: 532
Merit: 229
June 04, 2024, 11:27:12 AM
কিছুদিন আগেই বাজারে নতুন একটি কয়েন এসেছে যার নাম NOTcoin. কয়টি বর্তমানে অনেক ভালো পাম্পিং এ রয়েছে. এটি গত সাত দিনে 275.3% বৃদ্ধি পেয়েছে. আমি কয়েনটি নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক অনেক ভিডিওতে বলা হয়েছে যে এটি $1 পর্যন্ত যেতে পারে. যদি এই কয়েনটি সত্যি $1 পর্যন্ত ওঠে, তাহলে আমরা এখন বিনিয়োগ করে ভবিষ্যতে অনেক ভালো লাভবান হতে পারব. আপনাদের কি মনে হয় এটি কি সত্যিই $1 পর্যন্ত উঠতে পারে?

আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?

যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না।

ভাই আপনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে.. যদিও আপনার কথাগুলো শুনে আমার হাসি থামিয়ে রাখতে পারিনি,, তবে কথাগুলো হাস্যকর হলেও কথাগুলো ১০০% সত্য… আজকাল ইউটিউব, ফেসবুক, টিক টক, সমস্ত সোসিয়াল মিডিয়ায় এই ট্যাপ ট্যাপ নামের জিনিসগুলো ভাইরাল হয়ে পড়েছে,, এমনকি আমার এক প্রতিবেশীও সারাদিন এই ট্যাপ ট্যাপ করতে থাকে, মনে হয় হাতের পাঁচটি আঙ্গুল দিয়েই সারাদিন ট্যাপ ট্যাপ করতে থাকে… আমি প্রথম প্রথম যখন এটি দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এটি একটি গেম,, কিন্তু পরে জানতে পারি যে এই ট্যাব টেপ করলে নাকি টাকা দেয়.. আমি তো এই কথাগুলো একদমই বিশ্বাস করিনি.. এখন আমি যদি তাদের বলতে চাই যে এগুলো ভুয়া, তাহলে উল্টা আমি তাদের হাতে আরও মাইর খাবো. তাই থাকুক তারা তাদের মত.

এখন একটু Not কয়েনের কথা বলি, এই কয়েনটি মার্কেটে আসার পরেই খুব ভালো পাম্পিং দেখাচ্ছে. এটি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে. এটি গত সাত দিনে 166% বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই ধরনের কয়েনগুলো প্রথমে আসার পরে ভালো পাম্পিং দেখিয়ে, পরে একদম নিচে নেমে যায়. এই কয়েন গুলো আসলেই অনেক ঝুঁকিপূর্ণ. আমিও প্রথমে এই কয়নে কিছু অর্থ বিনিয়োগ করতে চেয়েছিলাম, কিন্তু এখন আর করব না, আমি সেই অর্থকে বিটকয়েনে বিনিয়োগ করে ফেলেছি. আমি ভাবলাম যে, অযথা এই সমস্ত কয়েনে ঝুঁকি না নিয়ে বরং বিটকয়েনে বিনিয়োগ করে ধরে রাখি, এটাই আমাকে ভবিষ্যতে ভালো লাভ দেবে.
Pages:
Jump to: