Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 52. (Read 5284236 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 02, 2024, 02:52:54 PM
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪


কি হলো ভাই আমাদের এই বাংলাদেশ  থ্রেডের পারফরম্যান্স শুধু নিচের দিকেই যাচ্ছে আর ওপরে উঠতে পারতেছে না। আগের মতন তেমন  মেম্বারদের মধ্যে তেমন জোস দেখতে পাচ্ছি না।
যাই হোক এপ্রিল মাসে মেরিটের ট্রানজেকশন খুবই কম হয়েছে এটা গত মাসের অর্ধেকেরও কম তবে পোস্ট একটিভিটি আগের মাসের থেকে খুব একটা বেশি হয়নি আগের মাসে ছিল ১৩২টি আর এই মাসে ১৩৮ টি। যাই হোক একই কথা আবার ও বলবো  লোকাল বোর্ড আমাদের এই একটিভিটি তে চলবে না যদিও কিছু লোকাল বোর্ড রয়েছে তাদের থেকে একটিভিটি আমাদের বেশি। আবারো সবাইকে বলব লোকাল বোর্ডে একটু টাইম দেওয়ার চেষ্টা করেন।

এপ্রিল মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 138টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 31(২৬ এপ্রিল পর্যন্ত)টি



মার্চ মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 132টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 70টি






প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [24]
2. Bd officer [16]
3. LDL [15]
4. Crypto Library [11]
5. DYING_S0UL [10]
6. Negotiation [10]
7. HelliumZ [9]
8. Little Mouse [5]
9. synchronym [5]
10. B2Z [4]

২০২৩ সালের অ্যাক্টিভিটি
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৪
আগস্ট মাসের একটিভিটি ২০২৪

এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  
full member
Activity: 504
Merit: 163
May 01, 2024, 09:50:09 AM
বাট সেম নিউজটা যদি এভাবে করি,
"দেখুন কিভাবে ১ কোটি টাকার মার্সেডিস কিনলো Crypto Library"
কিভাবে? আমাদেরকে জানান। আমি নিউজের অপেক্ষায় রইলাম।
হুট করেই একটি মিথ্যা সংবাদ প্রচার করা যায় না বিশেষ করে মিথ্যা সংবাদ প্রচার করতে অবশ্যই কোন না কোন ঘটনার ইস্যু লাগবে। মিল্টন সমাদ্দার কে নিয়ে নেট পাড়ায় হুলুস্থুল তুলে গেছে। আমরা যেটা নেটে পড়ে জানতে পারি হয়তো তার ৫০% সত্য এবং বাকি ৫০% হলুদ মিডিয়ার বানানো কেচ্ছা কাহিনী হতে পারে। তবে কিছু ঘটলেই তবে রটে। মিল্টন সমাদ্দার কে নিয়ে অনেক ভিডিও ইউটিউবে দেখলাম কিছু কিছু ভিডিওতে মিল্টন সমাদ্দার নিজেই দেখলাম টর্চার করছে। ঘটনা কতটুকু সত্য বলতে পারবো না তবে সুষ্ঠু তদন্ত হলে অনেক কিছুই বেরিয়ে আসতে পারে। লাশের সংখ্যার গড়মিল ও প্রতিমাসের টাকা খরচের গরমিলের ভিত্তিতে অনেক কিছুই উঠে আসতে পারে। যাহোক আমিও সঠিক সংবাদের অপেক্ষায় রইলাম।
চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়্যারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ। মানবতার নামে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়মের অভিযোগ দায়ের হয়েছে তার নামে।রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন তিনি ও তার দল তার এই মহৎ কাজ দেখে অনেক মানুষ থাকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে কিন্তু এর পিছনে যে তার এরকম জঘন্য পরিকল্পনা ছিল সেটা কেউ বুঝতে পারেনি।জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সরকারি-বেসরকারি নানা পুরস্কারও মানবতার নাম করে এই ধরনের অপকর্ম করে বেরিয়েছেন। সাধারণত বৃদ্ধাশ্রম গুলাতে জনসেবামূলক সেবা দিয়ে থাকে কিন্তু তার আড়ালে যে তার এত বড় চক্র কাজ করছে কেউ বুঝতেও পারেনি যখন পাপের ঘরা পূরণ হয়ে যায় অবশ্যই কারো না কারো মাধ্যমে সত্যতা প্রকাশ হবে তাই সত্যটা প্রকাশ পেয়েছে তা না হলে কেউ বুঝতেও পারেনি যে মানবতার সেবার নামে এরকম অপকর্ম চালাচ্ছে মিল্টন সমাদ্দা। অবশ্যই আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব এই ঘাতকের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার বাংলাদেশ সরকারের কাছে চাওয়া মানবতার নামে এই জঘন্য কাজ করার জন্য মিল্টন সমাদ্দা তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 01, 2024, 01:51:41 AM
কিভাবে? আমাদেরকে জানান। আমি নিউজের অপেক্ষায় রইলাম।

 Grin Grin Grin

দেখুন কিভাবে প্রতি মাসে কোটি টাকা আয় করেন লিটল মাউস!
এমন হলেও মন্দ হয় না। কারো বিশ্বাস না হলেও, আমি হয়তো বিশ্বাস করতেই পারি। আমাদের কমিউনিটির ওল্ড টাইমার! অবিশ্বাসের কি আছে?

যাই হোক, মার্কেটে কি হচ্ছে কেউ কি বলতে পারেন? বিটকয়েন প্রায় প্রতিদিন ২-১% করে নিচের দিকে যাচ্ছে। যার ফলে অল্টকয়েন প্রতিদিন ৫-১০% করে ডাউন হচ্ছে। আগের এক্সপেরিয়েন্স থেকে মনে হচ্ছে আমরা বিয়ার মার্কেটের দিকে টার্ন নিচ্ছি। আগেরবার বিয়ার মার্কেটে আমরা এভাবেই ঢুকেছিলাম। তবে যদি সত্যিই আমরা বিয়ার মার্কেটে চলে যাই, তবে এটা হতে পারে সবচাইতে ছোট বুল রান। যেটাকে আমরা প্রি-বুল রান ধরে নিয়েছিলাম। যাদের প্রফিট ক্যাশ করার দরকার ছিলো, তারা ৭০-৬৫ হাজারেই ক্যাশ করে নিয়েছে। কাউকে কোনো এডভাইস দিচ্ছি না। সবাই নিজের মতো করে রিসার্চ করে দেখেন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 30, 2024, 05:27:06 PM
বাট সেম নিউজটা যদি এভাবে করি,
"দেখুন কিভাবে ১ কোটি টাকার মার্সেডিস কিনলো Crypto Library"
কিভাবে? আমাদেরকে জানান। আমি নিউজের অপেক্ষায় রইলাম।
হুট করেই একটি মিথ্যা সংবাদ প্রচার করা যায় না বিশেষ করে মিথ্যা সংবাদ প্রচার করতে অবশ্যই কোন না কোন ঘটনার ইস্যু লাগবে। মিল্টন সমাদ্দার কে নিয়ে নেট পাড়ায় হুলুস্থুল তুলে গেছে। আমরা যেটা নেটে পড়ে জানতে পারি হয়তো তার ৫০% সত্য এবং বাকি ৫০% হলুদ মিডিয়ার বানানো কেচ্ছা কাহিনী হতে পারে। তবে কিছু ঘটলেই তবে রটে। মিল্টন সমাদ্দার কে নিয়ে অনেক ভিডিও ইউটিউবে দেখলাম কিছু কিছু ভিডিওতে মিল্টন সমাদ্দার নিজেই দেখলাম টর্চার করছে। ঘটনা কতটুকু সত্য বলতে পারবো না তবে সুষ্ঠু তদন্ত হলে অনেক কিছুই বেরিয়ে আসতে পারে। লাশের সংখ্যার গড়মিল ও প্রতিমাসের টাকা খরচের গরমিলের ভিত্তিতে অনেক কিছুই উঠে আসতে পারে। যাহোক আমিও সঠিক সংবাদের অপেক্ষায় রইলাম।
full member
Activity: 504
Merit: 163
April 30, 2024, 08:17:39 AM
সম্প্রতি ভাগাভাগি নিয়ে ছেলের হাতে বাবার মৃত্যু খবরটি খুবই বেদনাদায়ক আমরা এমন একটা সময় বসবাস করছি সে সময়টা কোন মানুষ কারো কাছে নিরাপদ নয় কত আশা করে বাবা-মা তার সন্তানকে লালন পালন করে অথচ সেই সন্তান যখন মানুষ রুপি শয়তান হয়ে বাবার উপর নিশংস ভাবে আঘাত করে । এই দুঃখজনক ঘটনাটি ঘটেছেভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুরতে। অবশ্যই মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করব এরকম সন্তান যেন কোন মা-বাবাকে আল্লাহতালা না দেয়।https://jamuna.tv/news/534464
দিন যত যাচ্ছে সমাজ আধুনিকতার পাশাপাশি উশৃংখলতা বৃদ্ধি পেয়েছে খুবই নেককারজনক ঘটনা সম্পত্তির কারণে বাবাকে এমন ভাবে মারধর করেছে যার কারণে বাবা মৃত্যুবরণ করেছে। এই শিক্ষিত সমাজের এই বর্বরতা হাত থেকে জাতি কবে রক্ষা পাবে। একটা সন্তানকে লালন পালন করার জন্য তার বাবা-মা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে বাবার অক্লান্ত পরিশ্রমে একটা সন্তানকে তিল তিল করে গড়ে তোলে সেই সন্তান যখন বড় হয়ে বৃদ্ধ বাবাকে শুধু সম্পত্তির কারণে এভাবে নিশংসভাবে মেরে হত্যা করবে খবরটি খুবই দুঃখজনক যা আমাদের সমাজের দিন যত যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। আমরা এমন একটা যুগের মধ্যে বসবাস করছি যে যুগে মানুষ নিজের স্বার্থ ছাড়া কোন কিছুই বুঝতে চায় না। অবশ্যই আল্লাহ তায়ালা সবাইকে বোঝার তৌফিক দান করুন বাবা-মা হচ্ছে পৃথিবীতে অমূল্য সম্পদ বাবা মা নামক সেই সম্পদটা যেন প্রত্যেকটা সন্তানের যথাযথ মর্যাদা দিতে পারে।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
April 30, 2024, 04:57:18 AM
@paid2 HugeWin.com রাউন্ড ১ ফ্রি রাফেল নিয়ে এসেছেন, এখানে যেকোন র‍্যাংকের সবাই আবেদন করতে পারবেন। আপনি যদি র‍্যাফেল জিততে পারেন তাহলে আপনার পুরুস্কার HUGEWIN একাউন্টে দেওয়া হবে। যারা HUGE ID পাবলিশ করবে তারা ২ টি স্লট নিতে পারবেন। তাই স্লট সিমিত রয়েছে, আপনারা যারা আবেদন করতে চান তাহলে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। সকলের জন্য রইলো শুভকামনা।

র‍্যাফেল উৎস : https://bitcointalksearch.org/topic/--5494576
Quote
full member
Activity: 420
Merit: 130
April 30, 2024, 04:37:49 AM
সম্প্রতি ভাগাভাগি নিয়ে ছেলের হাতে বাবার মৃত্যু খবরটি খুবই বেদনাদায়ক আমরা এমন একটা সময় বসবাস করছি সে সময়টা কোন মানুষ কারো কাছে নিরাপদ নয় কত আশা করে বাবা-মা তার সন্তানকে লালন পালন করে অথচ সেই সন্তান যখন মানুষ রুপি শয়তান হয়ে বাবার উপর নিশংস ভাবে আঘাত করে । এই দুঃখজনক ঘটনাটি ঘটেছেভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুরতে। অবশ্যই মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করব এরকম সন্তান যেন কোন মা-বাবাকে আল্লাহতালা না দেয়।https://jamuna.tv/news/534464
বাংলাদেশে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দেওয়া হয় না জন্য এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। আমাদের এলাকাতে এরকম একটি ঘটনা ঘটেছিল স্বামী স্ত্রীকে গলা টিপে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল। বিষয়টি জানাজানি হলে এলাকার চেয়ারম্যান মেম্বাররা মিলে মাত্র দু লক্ষ টাকা স্বামীর কাছ থেকে আদায় করে স্ত্রীর বাবা-মাকে দিলে মামলাটির সম্পূর্ণ ডিসমিস হয়ে যায়। এটাই তো বাংলাদেশের একটি খুনের সর্বোচ্চ শাস্তি বাহ খুব অবাক লাগে। আমি একজন বাংলাদেশী হিসেবে মাত্র ২ লক্ষ টাকার বিনিময়ে একটি খুন সম্পূর্ণ ডিসমিস হয়ে যায়। উল্লেখ্য পরবর্তীতে শোনা গেল চেয়ারম্যান মেম্বার ও মাতোবররা মিলে ৫০ হাজার টাকার বেশি মিষ্টি খাওয়ার জন্য নিয়ে গেছে। এতে অনেক অবাক লাগছে মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে বাংলাদেশে এরকম একটি খুনের বিচার হয়।
newbie
Activity: 15
Merit: 1
April 30, 2024, 03:51:57 AM
সম্প্রতি ভাগাভাগি নিয়ে ছেলের হাতে বাবার মৃত্যু খবরটি খুবই বেদনাদায়ক আমরা এমন একটা সময় বসবাস করছি সে সময়টা কোন মানুষ কারো কাছে নিরাপদ নয় কত আশা করে বাবা-মা তার সন্তানকে লালন পালন করে অথচ সেই সন্তান যখন মানুষ রুপি শয়তান হয়ে বাবার উপর নিশংস ভাবে আঘাত করে । এই দুঃখজনক ঘটনাটি ঘটেছেভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুরতে। অবশ্যই মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করব এরকম সন্তান যেন কোন মা-বাবাকে আল্লাহতালা না দেয়।https://jamuna.tv/news/534464
এই ধরনের নিউজ পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গিয়েছি ফেসবুকে ঢুকলেই এরকম নিউজগুলো অহরহ চোখে পড়ে। আমাদের নিজ এলাকায় ও এরকম ঘটনা কয়েকবার ঘটেছে যেখানে সম্পত্তির লোভে ছেলে বাবাকে মারধর করছে আবার ভাই ভাইকে মারধর করছে। আমার মনে হচ্ছে এই গুলো এখন নিউজ নয় বাংলাদেশের সংস্কৃতির সাথে মিশে গিয়েছে। বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলিতে এখন সম্পত্তি নিয়ে মারামারি হয়।

দাদাদের কাছে গল্প শুনতাম আগেকার দিনে সম্পত্তি নিজেদের করে নেওয়ার জন্য কাইজা করত যেখানে তারা দা, বল্লম, ফলা সহ বিভিন্ন মারাত্মক হাতিয়ার দিয়ে লড়াই করত যে জয়লাভ করত সেই সেই জমির বা মৌজার মালিক হতো। এখনো সেই কাইজা শুরু হয় ফ্যামিলিতে সম্পত্তির লোভে।
B2Z
member
Activity: 84
Merit: 64
April 29, 2024, 11:48:54 PM
সম্প্রতি ভাগাভাগি নিয়ে ছেলের হাতে বাবার মৃত্যু খবরটি খুবই বেদনাদায়ক আমরা এমন একটা সময় বসবাস করছি সে সময়টা কোন মানুষ কারো কাছে নিরাপদ নয় কত আশা করে বাবা-মা তার সন্তানকে লালন পালন করে অথচ সেই সন্তান যখন মানুষ রুপি শয়তান হয়ে বাবার উপর নিশংস ভাবে আঘাত করে । এই দুঃখজনক ঘটনাটি ঘটেছেভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুরতে। অবশ্যই মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করব এরকম সন্তান যেন কোন মা-বাবাকে আল্লাহতালা না দেয়।https://jamuna.tv/news/534464
full member
Activity: 420
Merit: 130
April 29, 2024, 06:24:26 PM
বাট এতো কিছুর পরও প্রশাসন মহল দিয়ে কোনো তথ্য আসলো না। অঙ্গ পাচার করা কি এতো সহজ? মামলা করলেই তো পারে, লাশ মেডিকেল করলেই তো পারে, হিসাব নিকাশ অডিট করলেই তো পারে। অভিযোগের ভরাডুবি। আরেকটা জিনিস আমি মনে করি, তার পেছনে এক শ্রেণির মানুষ উঠেপড়ে লেগেছে, হোক সে ভালো বা খারাপ।
ভাই এখানে যদি রাজনৈতিক মহলের বড় বড় রাঘব বোয়ালরা জড়িতে থাকে তাহলে প্রশাসন বলেন কিভাবে কি করবে। যেখানে প্রশাসন ,রাজনৈতিক মহল, ও অপরাধী একই ফ্রেমে বাঁধা তখন প্রশাসনের কোন কিছুই করার থাকবে না। রাজনৈতিক মহল প্রশাসনকে টানবে এবং প্রশাসন অপরাধীকে টানবে এটাই বর্তমান বাংলাদেশের একটি সচরাচর চিত্র হয়ে দাঁড়িয়েছে। তাই আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কোনোভাবেই প্রশাসন হস্তক্ষেপ করবে না। বাংলাদেশের প্রত্যেকটা খারাপ ঘটনার পিছনে রাজনৈতিক মহলের কঠিন হাত হয়েছে যা আমরা অতীতের হাজার হাজার ঘটনা থেকে প্রমাণ পেয়েছি।
B2Z
member
Activity: 84
Merit: 64
April 29, 2024, 01:17:52 PM
মিল্টন সামাদ্দার সমাচার

যে লোকটা নিজের বাবা মাকে অত্যাচার করত গায়ে হাত দিতো সে লোকটা হঠাৎ করে অন্যের বাবা মাকে নিয়ে এত বড় আয়োজন তাহলে আপনারা বুঝে নিন এর পিছনে বড় কোন রহস্য অবশ্যই রয়েছে।

মিল্টন সমাদ্দার লোকটা নিজের মুখে স্বীকার করেছে সে তার আশ্রমে চিকিৎসা করার না শুধুমাত্র পরিচর্যা করান। এর মানে হচ্ছে গুরুতর কোন অসুখ হলে শুধুমাত্র পরিচর্যা করালেই কি হবে এর সঠিক কোন জবাব মিল্টন সমাদ্দার দিতে পারেনি।
মিল্টন সমাদ্দারের নির্যাতনের এ যেন সিনেমার গল্প কেউ হার মানাবে মানুষ এতটা নিশংস  কেমন করে হতে পারে মানুষ নামক এই নরপিশাসকে না দেখলে বোঝা যাবে না। আশ্রয় দেওয়ার নাম করে মানুষের কিডনি বিভিন্ন অঙ্গ পতঙ্গ পাচার করে এই নরপিশাসের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। অবশ্যই মিডিয়ার ভাই-বোনদেরকে ধন্যবাদ এই মানুষ নামক নরপিশাসের আসল রূপ প্রকাশিত করার জন্য ।বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে সরকারকে বলব এর সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার যে বৃদ্ধাশ্রম এর নাম করে অসহায় মানুষের বিভিন্ন অঙ্গ পতঙ্গ কেটে বিক্রি করছে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত যাতে করে কোন মানুষ অন্যায় করতে গেলে তার কলিজাটা কেঁপে ওঠে।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 29, 2024, 12:22:47 PM
বাট সেম নিউজটা যদি এভাবে করি,
"দেখুন কিভাবে ১ কোটি টাকার মার্সেডিস কিনলো Crypto Library"
কিভাবে? আমাদেরকে জানান। আমি নিউজের অপেক্ষায় রইলাম।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 29, 2024, 08:14:02 AM

ধরে নিলাম উনি কারো কোনো অর্গান বিক্রি করে নাই, কিন্তু আমি মারধরের যেই একতা ভিডিও ক্লিপ দেখলাম যে মিল্টন সমাদ্দার নিজের হাতে এক লোক কে বেধে রেখে পিটাচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখেন? এটা সম্ভবত আশ্রমের পাশের জমি দখল সংক্রান্ত ঝামেলা। আরো অভিযোগ আছে যদি কোনো লোকজন তাদের স্বজনদের খোজ খবর পেয়ে ওনার ওখানে যায়, তাহলে ওনারা প্রচুর পরিমানে বাজে ব্যাবহার করে। এমনকি মারধরের অভিযোগ আছে। আপনাকে আমাকে বুঝতে হবে যে, সব লোক গুলো কিন্তু মেন্টালি স্ট্যাবল না। অনেকেই হয়তো হারিয়ে গিয়েছে। এর জন্য সেই পরিবারের লোকজনকে ব্লেইম করে খারাপ আচরন করা ঠিক নয়। যদিও এটা আমার কাছে সিরিয়াস কোনো ম্যাটার মনে হচ্ছে না। সমস্যা হলো মিল্টন সমাদ্দার নাকি নিজের স্টাফদের দিয়ে জোর করে জমি দখল করে কাজ করছে। বরিশালের মতো যায়গায় খ্রিস্টান দের চার্চ দখল করতে চেষ্টা করেছে। চার্চ এর কমিটিতে মিল্টন সমাদ্দার কে সভাপতি করে এবং তার পরিবারের সদস্যদের অন্যান পদ দিয়ে কমিটি গঠন করেছে। পরে এটা ফাস হয়ে গেলে কমিটি ভেঙ্গে ফেলা হয়। এগুলো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
April 29, 2024, 05:33:56 AM
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 29, 2024, 03:52:10 AM
আমি অপেক্ষায় ছিলাম মিল্টন সমাদ্দার এই ব্যাপারে কি বলেন। কিন্তু লোকটা তার কথার কোনো দলিল দিতে পারে নাই। তার ভাষ্যমতে ১০০০ লাশ সে দাফন করেছে। তবে গোরস্থান খুজে ৫০ টির ও কম কবরের সন্ধান মিলেছে। বাকি কবরের কোনো রশিদ বা কিছুই সে দিতে পারেনি। তার বক্তব্য হলো তিনি গোপনে দাফন করেছেন যে কারনে তিনি রশিদ নেন নাই। আর যেই মসজিদে লাশ গোসলের জন্য পাঠানো হতো, সেখানকার লোকজন প্রায় প্রতিটা লাশে কাটাছেড়া দেখতে পেতো। প্রথমে কিছু না বললেও পড়ে ওনারা মিল্টন সমাদ্দারকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি সেই মসজিদে লাশ পাঠানো বন্ধ করে দেন।

আর ওনার বিরুদ্ধে অবৈধ দখলদাড়ি থেকে শুরু করে মানুষের ওপর অত্যাচারের ভিডিও ফুটেজ আমি দেখেছি। এই লোকটা তার আশ্রমের টাকাকে নিজের টাকা মনে করে যখন যেখানে খুশি ব্যাবহার করেছে। আশ্রমের স্টাফদেরকে বানিয়েছে লাঠিয়াল বাহিনি। সাভারে আশ্রমের পাশের জমি জোড় করে দখল করে স্থাপনা তৈরী করেছে। বাধা দেয়ায় সেই লোক কে বেধরক পিটিয়েছে। তার ইন্টারভিউ দেখলাম, আমার আর ভালো মনে হচ্ছে না।

সবকিছুই ভাই ঠিক আছে কিন্তু ভাই আমি এই মুহূর্তে কাউকে বিশ্বাস করতে পারছি না বিশেষ করে আমাদের বাংলাদেশের সাংবাদিকদের বর্তমানে বাংলাদেশে যে কয়টা সংবাদ প্রচারকারী চ্যানেল রয়েছে এর বেশিরভাগই হচ্ছে হলুদ মিডিয়া। কথায় আছে না ভাগে চলে আট ঘা পুলিশে ছুইলে ১৮ঘা আর এই ধরনের হলুদ সাংবাদিকরা ছুলে ৩৬ ঘা।
সাংবাদিকরা যেসব পয়েন্ট তুলে ধরেছে সেসব পয়েন্টগুলোতে আসলে যুক্তি রয়েছে তবে মিলটন সমাদ্দার তার বিপরীতে যেসব কথা বলেছে সেগুলো একবারে ফেলে দেওয়া যায় না বাংলাদেশের অবস্থা অনেকটাই এরকমই সে তাছাড়া বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে কবর দেওয়ার বিষয়টাকে সহজ করে দেওয়ার জন্য কাজও করেছেন।
এখন আমার সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে তার বিরুদ্ধে এত বড় অভিযোগ এনেছে প্রশাসন কি করছে? যদি ৯৫০ জনের অঙ্গ বিক্রি করে থাকে তাহলে এটা তো অনেক বড় ধরনের অপরাধ তার বিরুদ্ধে তো এতদিনে আর্মি নেমে যাওয়ার কথা। তাছাড়া যে সাংবাদিকরা এই রিপোর্ট করেছে তারা কেন নিজেরা বাদী হয়ে মিলটন সমাদ্দার এর বিরুদ্ধে মামলা করলো না ?
আমার মনে হয় কি জানেন ভাই তারে নিয়া কিছু নেগেটিভ খবর সাপাইলে পাবলিক বেশি খাবে এবং ভিউস পাবে সেই জায়গা থেকে তাদের পকেটও ভারী হবে। কারণ এই ধরনের সাংবাদিকদের খুব ভালো করে জানা আছে পাবলিক এখন পজেটিভ খবর খায় না এর জন্যই হয়তো তাদের এইসব কর্মযজ্ঞ চলছে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
April 29, 2024, 03:35:29 AM
আমি অপেক্ষায় ছিলাম মিল্টন সমাদ্দার এই ব্যাপারে কি বলেন। কিন্তু লোকটা তার কথার কোনো দলিল দিতে পারে নাই। তার ভাষ্যমতে ১০০০ লাশ সে দাফন করেছে। তবে গোরস্থান খুজে ৫০ টির ও কম কবরের সন্ধান মিলেছে। বাকি কবরের কোনো রশিদ বা কিছুই সে দিতে পারেনি। তার বক্তব্য হলো তিনি গোপনে দাফন করেছেন যে কারনে তিনি রশিদ নেন নাই। আর যেই মসজিদে লাশ গোসলের জন্য পাঠানো হতো, সেখানকার লোকজন প্রায় প্রতিটা লাশে কাটাছেড়া দেখতে পেতো। প্রথমে কিছু না বললেও পড়ে ওনারা মিল্টন সমাদ্দারকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি সেই মসজিদে লাশ পাঠানো বন্ধ করে দেন।

আর ওনার বিরুদ্ধে অবৈধ দখলদাড়ি থেকে শুরু করে মানুষের ওপর অত্যাচারের ভিডিও ফুটেজ আমি দেখেছি। এই লোকটা তার আশ্রমের টাকাকে নিজের টাকা মনে করে যখন যেখানে খুশি ব্যাবহার করেছে। আশ্রমের স্টাফদেরকে বানিয়েছে লাঠিয়াল বাহিনি। সাভারে আশ্রমের পাশের জমি জোড় করে দখল করে স্থাপনা তৈরী করেছে। বাধা দেয়ায় সেই লোক কে বেধরক পিটিয়েছে। তার ইন্টারভিউ দেখলাম, আমার আর ভালো মনে হচ্ছে না।

হ্যাঁ লাশের এই টপিকটা যদি বলি, এদিক দিয়ে তিনি একটু (-১) পরিস্থিতিতে আসেন! আমি পার্সোনালি জানিনা/জানতাম না যে  লাশ দাফনে এনআইডি/পরিচয়পত্র বা অন্যান্য পারমিশনের দরকার পড়ে। সিরিয়াসলি আমি জানতাম না। আর তিনি যাদের দাফনের কথা বললেন, তাদের বেশিরভাগই রাস্তার লোক, ফালায়ে দেয়া লোক, যাদের কোনো পরিচয় নাই। এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। ২য়ত ইন্টারভিউ এ দেখলাম তিনি বিভিন্ন মন্তনালয়ে এই লাশ দাফনের পারমিশন নিয়ে যেনো ঝামেলা না হয়, সেটার আবেদন জানিয়েছেন, এই পয়েন্টটাও কিন্তু মাথায় রাখতে হবে। এমন না যে তিনি পুরো টপিকটাই এড়িয়ে গেছেন।

মসজিদের বিষয়টা নিয়ে আমি ঐভাবে কিছু বলতে পারতেছিনা।

আরেকটা কথা বলি, বাংলা হিসাব, অঙ্গ যদি চুরি করেই থাকে, সেটাতো লাশ বের করলেই বের হয়ে আসবে তাইনা? মেডিকেল সাইন্স, ফরেনসিক এগুলো তো আর কম আগাই নি। এখন ২০২৪ চলতেছে, আবশ্যই আমাদের কাছে ঐ টেকনোলোজিটা আছে যেটা দিয়ে কোনো অরগান মিসিং আছে কিনা বের করা সম্ভব! সেটা করলেই তো হয়!

আমি এখন শুধু বসে আছি প্রশাসনের দিক চেয়ে, দেখি তারা কি বলে। এতবড় একটা ভাইরাল ইস্যু, উপরমহল এখানে তদন্ত করবে না এটা হতেই পারেনা।

আমারে আবার কেউ গালিগালাজ কইরেই না, আমি সত্যরে সাপোর্ট করি। আমি চাই যে আসল সত্যটা বের হোক। Tongue


পাপ ছাড়ে না বাপেকে। মিল্টন সমাদ্দার অতিরিক্ত পাপ করেছিল এবং তার সেই পাপের খেসারত এখন তাকে দিতে হবে।

আবেগের বশে এইসব বইলেন না, এখনো অভিযোগ পর্ব শেষ হয় নাই, শেষ হোক, সত্যতা যাচাই করুক প্রশাসন, তারপর আবেগি কথা বইলেন! এখন পর্যন্ত কেউই ১০০% কোনোকিছু প্রমান করতে পারে নাই/পারতেছেনা! মানুষ খায় নেগেটিভ ভাইরালে, আর মিডিয়াও ঐভাবে বিষয়গুলো প্রচার করে যাচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া কোনো কিছুরই সিউর দেয়া যাবেনা।
sr. member
Activity: 504
Merit: 266
April 29, 2024, 03:24:59 AM
মিল্টন সামাদ্দার সমাচার

যে লোকটা নিজের বাবা মাকে অত্যাচার করত গায়ে হাত দিতো সে লোকটা হঠাৎ করে অন্যের বাবা মাকে নিয়ে এত বড় আয়োজন তাহলে আপনারা বুঝে নিন এর পিছনে বড় কোন রহস্য অবশ্যই রয়েছে।

মিল্টন সমাদ্দার লোকটা নিজের মুখে স্বীকার করেছে সে তার আশ্রমে চিকিৎসা করার না শুধুমাত্র পরিচর্যা করান। এর মানে হচ্ছে গুরুতর কোন অসুখ হলে শুধুমাত্র পরিচর্যা করালেই কি হবে এর সঠিক কোন জবাব মিল্টন সমাদ্দার দিতে পারেনি।

একটি ভিডিওতে দেখানো হয়েছে সে খুব আক্রমণাত্মক ভাবে আশ্রমের আশ্রিতদের উপর লাঠিচার্জ করছে। একজন ভালো মানুষ কখনো এরকম আচরণ করতে পারে না।

২০২১ সালের একটি ঘটনাতে একজন অন্ধ পাগলকে তার আশ্রমে দিয়ে আসলে কয়েকদিন পর ওই পাগল অটোমেটিক্যালি নিখোঁজ হয়ে যায়। পরে ওই আশ্রমে খোঁজ নিয়ে দেখা গেলে যারা খোঁজ করতে গিয়েছিল তাদের উপর মিলটন সামাদদারের লাঠিয়াল বাহিনী আক্রমণ করে বসে। এর মানে হচ্ছে ওই অন্ধ বৃদ্ধ লোককে তারা হত্যা করে তাদের কিডনি ও গুরুত্বপূর্ণ অর্গানগুলো বিক্রি করে দিয়েছে।

এখন পর্যন্ত ৯০০ লাশ চূড়ান্তভাবে লিস্ট হলেও মিল্টন সমাদ্দার মাত্র ৬৫টি লাশের হিসাব দিতে পেরেছে বাকি ৮৩৫টি লাশের কোন হিসাব দিতে পারেনি এর মানে হচ্ছে এদেরকে হত্যা করে মিলটন সমাদ্দার গুরুত্বপূর্ণ অর্গানগুলো পাচার করে দিয়েছে।

একাধিক প্রতিবেদনে উঠে এসেছে সে তার ওই আশ্রমের গুরুত্বপূর্ণ গোপনীয় স্থানে টর্চার সেল তৈরি করে সেখানে আশ্রমে আশ্রিতদের টর্চার করত। একাধিক অপারেশন থিয়েটার রয়েছে যেখানে রোগীদের অর্গানগুলো অপারেশন করে সরানো হতো।

তাছাড়া মসজিদের ইমাম লাশ জানাজা করার সময় একাধিক স্থানে কাটা ছেঁড়া চিহ্ন পেয়েছিল এবং এই নিয়ে সমালোচনা করা হলে মিলটন সমাদার পরবর্তীতে ওই মসজিদে লাশ জানাজা করেনি।

তাছাড়া আশ্রমেদের যারা মারা যেত তাদের লাশ দাফনের জন্য আলাদা কবরস্থানে নেওয়া হতো এবং এর জন্য সে আইনি লড়াই পর্যন্ত করেছে।

তাছাড়া একজন লোক এইরকম ভালো মানুষই করবে অথচ কোন উদ্দেশ্য থাকবে না এরকম হয়না। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে এবং তার গ্রামের লোকজন শতকরা ১০০ ভাগ তার বিরুদ্ধে খারাপ রিপোর্ট দিয়েছে। তাছাড়া একজন খারাপ মানুষ হঠাৎ করে এরকম ভালো মানুষী সাজলে বুঝে নিতে হবে তার কিছু অসৎ উদ্দেশ্য আছে যা মিল্টন সমাদ্দার কে দেখলে প্রমাণিত হয়।


পাপ ছাড়ে না বাপেকে। মিল্টন সমাদ্দার অতিরিক্ত পাপ করেছিল এবং তার সেই পাপের খেসারত এখন তাকে দিতে হবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 29, 2024, 03:11:40 AM
আমি কারোরই সাপোর্ট করিনা, বাট মিডিয়া, প্রশাসন যদি একটু দেখানোর মতো প্রমাণ সহ মাঠে নামতো তাহলে একটু ভালো লাগতো। এখন পর্যন্ত যতোগুলো নিউজ আমার চোঁখে পড়ছে কোনোটাতেই ঐরকম প্রমাণাদি চোঁখে পড়লো না।

আপনাদের কি মনে হয়? তিনি কি আসলেই ভন্ড নাকি ভালো লোক? Sad

আমি অপেক্ষায় ছিলাম মিল্টন সমাদ্দার এই ব্যাপারে কি বলেন। কিন্তু লোকটা তার কথার কোনো দলিল দিতে পারে নাই। তার ভাষ্যমতে ১০০০ লাশ সে দাফন করেছে। তবে গোরস্থান খুজে ৫০ টির ও কম কবরের সন্ধান মিলেছে। বাকি কবরের কোনো রশিদ বা কিছুই সে দিতে পারেনি। তার বক্তব্য হলো তিনি গোপনে দাফন করেছেন যে কারনে তিনি রশিদ নেন নাই। আর যেই মসজিদে লাশ গোসলের জন্য পাঠানো হতো, সেখানকার লোকজন প্রায় প্রতিটা লাশে কাটাছেড়া দেখতে পেতো। প্রথমে কিছু না বললেও পড়ে ওনারা মিল্টন সমাদ্দারকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি সেই মসজিদে লাশ পাঠানো বন্ধ করে দেন।

আর ওনার বিরুদ্ধে অবৈধ দখলদাড়ি থেকে শুরু করে মানুষের ওপর অত্যাচারের ভিডিও ফুটেজ আমি দেখেছি। এই লোকটা তার আশ্রমের টাকাকে নিজের টাকা মনে করে যখন যেখানে খুশি ব্যাবহার করেছে। আশ্রমের স্টাফদেরকে বানিয়েছে লাঠিয়াল বাহিনি। সাভারে আশ্রমের পাশের জমি জোড় করে দখল করে স্থাপনা তৈরী করেছে। বাধা দেয়ায় সেই লোক কে বেধরক পিটিয়েছে। তার ইন্টারভিউ দেখলাম, আমার আর ভালো মনে হচ্ছে না।

বলতে পারেন যে এরকম কেউ করে দেখাক। তিনি যা করেন, সেটা অবশ্যই ভালো কাজ। তবে এই ভালো কাজের পেছনে রয়েছে বিশাল খারাপ উদ্দেশ্য। আমি নিজেও তার এ্যাড দেখে তাদের মোবাইল ব্যাংকিং একাউন্ট এ দান করতাম। তবে এখন থেকে বন্ধ করে দিলাম।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
April 29, 2024, 01:56:06 AM
মিল্টন সমাদ্দারের ইস্যুটা নিয়ে আপনারা কেউ অবগত? আমি অনেকদিন ধরেই তাকে ফলো করি, পোস্ট দেখি। বাট হঠাৎ করে যে গুরুতর অভিযোগ শুনতেছি তা শুনে আমার কেমন জানি লাগতেছে। এত অভিযোগের পরেও যারা এসব নিউজ করতেছে, তাদেরই কেউই হাতে কলমে কোনো ডমুমেন্ট/ভিডিও প্রমান দেখাতে পারতেছেনা, আর প্রশাসনের দিক দিয়েও কোনো অপডেট দিচ্ছেনা। অনেকে দেখতেছি গালাগালি করতেছে, ইউটিউবার কনটেন্ট বানাচ্ছে! বাট এর সত্যতা কতটুকু? সুষ্ঠ তদন্ত ছাড়া শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে একজন মানুষকে, একটা প্রতিষ্ঠানকে হেয় করা কতটুকু যুক্তিসংগত মনে হয় আপনাদের কাছে?

আমি কারোরই সাপোর্ট করিনা, বাট মিডিয়া, প্রশাসন যদি একটু দেখানোর মতো প্রমাণ সহ মাঠে নামতো তাহলে একটু ভালো লাগতো। এখন পর্যন্ত যতোগুলো নিউজ আমার চোঁখে পড়ছে কোনোটাতেই ঐরকম প্রমাণাদি চোঁখে পড়লো না।

আপনাদের কি মনে হয়? তিনি কি আসলেই ভন্ড নাকি ভালো লোক? Sad
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 28, 2024, 11:49:59 PM
আমাদের সরকারের অন্য কোন দেশ থেকে পণ্য আমদানি করা এবং ভারতের পণ্য আমদানি নিষিদ্ধ করে দেওয়া উচিত। যাই বলুন না কেন আমাদের দেশে চাহিদার চেয়ে উৎপাদন কম তাই আমাদের বাহিরের দেশে থেকে আমদানি করতে হয়, বাহিরের দেশ থেকে আমদানি না করা হলে আমাদের দেশে খাদ্যদ্রব্যের দাম অনেক বেশি বেড়ে যাবে।

যাইহোক, আপাতত আমারাতো বয়কট করতে পারি, আমিও ভারতের পন্য বয়কট করতে শুরু করেছি এবং আমাদের প্রতিবেশীদের কে সতর্ক করতে হবে যেন ভারতের পণ্য বয়কট করেন। আমাদের শুধু খেলেই তো জীবন চলবে না আমাদের দেহকেও সুস্থ রাখতে হবে।

ব্যাপারটা আমরা যেভাবে চিন্তা করি, সরকার কিন্তু এভাবে দেখে না। এজন্যই আমরা জনগন আর তারা শাসক। চাইলে শোষক ও বলতে পারেন সমস্যা নাই। সরকার চাইলে কিন্তু অন্য দেশ থেকে চাল, পেয়াজ সহ আরো অনেক পন্য আমদানি করতে পারে। কিন্তু সরকারকে খরচের হিসাব টা মাথায় রাখতে হয়। আমদানি খরচ যতো বেশি হবে, সেই প্রোডাক্ট বাজারে আসলে খরচ ততো বেশি পড়বে এটা আমরা সবাই জানি। ভারত থেকে বাংলাদেশে আমদানি খরচ তুলনামূলক কম হওয়ায় বাংলাদেশ ভারত থেকে পন্য আমদানি করি। এখন আপনি যদি এশিয়ার অন্য দেশ থেকে আমদানি করতে চান, তাহলে হয়তো কার্গো বিমান অথবা শীপে করে মাল আনতে হবে, এতে করে আমদানি খরচ অনেক বেশি বেড়ে যাবে। অন্য দিকে ভারত থেকে আমদানি করলে খরচ অনেক কম হয়। যেকারনে সরকার ভারত থেকে পন্য আমদানি করে থাকে। আমরা চাইলেই ভারতীয় পেয়াজ বা চাল বয়কট করতে পারবো না। তবে এগুলো কোনো ইন্ডাস্ট্রিয়াল পন্য না। আমরা চাইলে ইন্ডাস্ট্রিয়াল পন্য বয়কট করতে পারি।
Pages:
Jump to: