Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 52. (Read 5679408 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 04, 2024, 05:03:15 AM
কিছুদিন আগেই বাজারে নতুন একটি কয়েন এসেছে যার নাম NOTcoin. কয়টি বর্তমানে অনেক ভালো পাম্পিং এ রয়েছে. এটি গত সাত দিনে 275.3% বৃদ্ধি পেয়েছে. আমি কয়েনটি নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক অনেক ভিডিওতে বলা হয়েছে যে এটি $1 পর্যন্ত যেতে পারে. যদি এই কয়েনটি সত্যি $1 পর্যন্ত ওঠে, তাহলে আমরা এখন বিনিয়োগ করে ভবিষ্যতে অনেক ভালো লাভবান হতে পারব. আপনাদের কি মনে হয় এটি কি সত্যিই $1 পর্যন্ত উঠতে পারে?

আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?

যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না।

যাই হোক, নটকয়েন বুল রানে সর্বচ্চ ০.১০ ডলার হতে পারে। এবং এটাও একটা স্পেকুলেশন শুধুমাত্র। আমি এর কোনো গ্যারান্টি দিতে পারবো না এবং এটা কোনো ফাইনান্সিয়াল এডভাইস না। যদিও নটকয়েনের ব্যাক এন্ডে টেলিগ্রাম নিজেই আছে, তবুও কোনো কিছু থেকে অতিরঞ্জিত কিছু আশা করা মানেই বোকামি। কারো কথার ওপর ভরসা না করে, নিজের যেটা ভালো মনে হয় সেটাই করেন। আপনার লাভ হলেও কেউ নিবে না, আপনার লস হলেও কেউ দিয়ে যাবে না।
member
Activity: 63
Merit: 7
June 03, 2024, 12:29:47 PM
আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?
বিনিয়োগ করার জন্য নিজের ইচ্ছা বা মতামতকে প্রাধান্য দিন অন্যের ইচ্ছা বা মতামতকে প্রাধান্য দেওয়ার কোন দরকার নেই। কে কি করল সেটা না দেখে নিজের ইচ্ছা অনুযায়ী নিজে যেটা ভালো বুঝবেন সেটাই করা উচিত। আপনি যদি বলেন যে আমি এই কয়েনটিতে বিনিয়োগা করেছে কিনা আসলে আল্ট কয়েনগুলোতে বিনিয়োগ করার কোন ইচ্ছাই নাই আমার।

তবে এয়ার্ডপ করে যে টোকেন গুলা পাই সেইগুলা কিছুদিন থাইকা তারপর সেল কইরা দেই অথচ সেগুলো রাখার কারণে ক্ষতির সম্মুখীন হই।
member
Activity: 108
Merit: 46
June 02, 2024, 03:23:10 PM
সহজ প্রশ্ন

লিকুইডিটি হলো একজন ট্রেডার যদি ১০০$ এর সমপরিমাণ একটি কয়েন কিনলো এবং পরবর্তীতে মার্কেটের খারাপ অবস্থার কারণে সে ৯০$ এ তার  কয়েন সেল করে দিল। এখানে লিকুইডিটি হচ্ছে 10 ডলার।
-এখন আমার প্রশ্ন হচ্ছে লিকুইডিটি এর কারণে কি ওই প্রজেক্ট বা কয়েনের লাভ হয়?
-নাকি পরবর্তীতে যারা  ট্রেডিং এ প্রফিট অর্জন করে তাদের নিকট সেই লাভ যোগ হয়?
Learn Bitcoin, Little Mouse ,Crypto Library.
আমি এমন প্রশ্ন গ্লোবাল বোর্ডেও করেছি লোকাল বোর্ডেও আবার করছি কারণ লোকাল মেম্বারদের থেকে এক্সপ্ল্যানেশন ভালোভাবে বুঝতে পারব।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
June 02, 2024, 01:18:27 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] Blackjack.fun 🖤 Prize $50 in Bitcoins | Round #4" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা Blackjack.fun ইউজার নেম শেয়ার করবে তারা ২টি স্লট এর জন্য আবেদন করতে পারবে। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন মাত্র ২ টি স্লট বাকি আছে। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-blackjackfun-prize-50-in-bitcoins-round-4-5498617
Quote from:  Crypto Casino & Sports Betting [Blackjack.Fun Home] & [Discussion Thread] & [JACK] Soon on all Exchanges new

full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
June 02, 2024, 04:02:49 AM
@AB de Royse777 একটি রাউন্ড ওয়ান FREE RAFFLE নিয়ে এসেছে। এই রাসেলে প্রত্যেককে আবেদন করতে পারবেন সবাই আবেদন করুন


সবাই খুব তাড়াতাড়ি জয়েন করে

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 02, 2024, 03:21:57 AM
@Crypto Library স্যার আপনাকে অনেক ধন্যবাদ, একজন নতুন হিসেবে শেখার জন্য ফোরামে কি কি করতে হবে সেজন্য আপনি আমাকে বিভিন্ন পোস্ট টপিক শেয়ার করেছেন। আপনার উল্লেখিত পোস্টের টপিকগুলি আমি ইতিমধ্যে পড়েছি এবং পোস্টগুলো আমাকে আরোও বেশ কয়েকবার পড়তে হবে। আপনার দেওয়া লিংকের পোস্টগুলি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে এবং আমি এখান থেকে বেশ কিছু অতিরিক্ত তথ্য পেয়েছি যা আমি এর আগে পাইনি। আপনার উল্লেখ করা টপিকের পোস্টগুলো পড়ার কারণে আমার অনেক বিষয়ে ধোঁয়াশা কেটে যাচ্ছে।
ভাই আমাকে স্যার বলার কোন প্রয়োজন নাই। আপনিও বাঙালি আমিও বাঙালি আমরা ভাই ভাই। আমার সার্থকতা তখনই হবে যখন আপনি ঐসব লিংক গুলো প্রপারলি পড়ে ফলো করে ফিউচারে একটা ভালো অবস্থানে যাবেন।
আর অবশ্যই একদিনে সবগুলো পড়তে যাবেন না অন্যথায় দেখা যাবে যে অতিরিক্ত খাবার ফলে বদহজম হয়ে উল্টো খারাপ প্রভাব পড়বে।

7. Wonder Work [9]
মে মাসের একটিভিটি দেখে আমি অবাক হয়ে গেলাম আমি একটা নতুন মেম্বার হয়েও প্রথম ১০ জনের মধ্যে রয়ে গেছি। আমি মে মাসের টোটালে ৯ টা পোস্ট করেছি আশা করি আমি আরো বেশি পোস্ট করব সামনের মাসগুলোতে।

আপনাকে অভিনন্দন আপনার স্টার্টিং ভালো যাচ্ছে, হ্যাঁ অবশ্যই আপনাকে স্বাগতম আরো বেশি পোস্ট এক্টিভিটি বাড়ানোর জন্য তবে অবশ্যই মনে রাখবেন কোয়ান্টিটি এর সাথে কোয়ালিটি মেইন্টেন থাকতে হবে।

1. Learn Bitcoin [28]
কোনো রকম স্পেশাল ইন্টেনশন ছাড়া যদি এরকম টপ পোষ্টার হওয়া যায়, তাহলে তো মন্দ না। আপনাকে ধন্যবাদ এরকম ভাবে কষ্ট করে মাসের প্রথম দিনে লোকাল থ্রেড ওভারভিউ পোষ্ট করার জন্য। এপ্রিল মাস থেকে মে মাসের ষ্টাটস ভালোই দেখা যাচ্ছে। বিশেষ করে মেরিট ট্রানজেকশন গত মাসের তুলনায় অনেক বেশি হয়েছে। একটিভ থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ।
অনেকদিন পর আবার এই এনালাইসিস টা করতে গিয়ে একটু ভালো লেগেছে। আশা করি এই ধরনের একটিভিটি অব্যাহত থাকবে বরং আরো বাড়বে।
আর ভাই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আমি আমার এই এনালাইসিস মূলত নাঈম ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম পূর্বে তিনি এই কাজটি করতেন বর্তমানে তার অবর্তমানে আমি এটা চালিয়ে যাচ্ছি, অনুপ্রেরণা তার কাছ থেকেই।

Ricardo11 ভাই আপনি কি আসলেও পুরাতন ইউজার নাকি অ্যাকাউন্ট কিনেছেন?
পুরাতন ইউজার হলে এবং মেরিট পেয়ে থাকলে নিয়ম-কানুন তো জানার কথা- এর আগে অলরেডি মেরিট চেয়েছেন আর এখন দেখতেছি পরপর দুটি পোস্ট করেছেন ফোরামের রুলস এর বাহিরে ।
আপনি আপনার একটি পোস্ট ডিলিট করে দিয়ে পূর্বের পোস্টে এডিট করে সেভ করে দিন। না হলে মডারেটর এর নিজের করতে হবে।

full member
Activity: 532
Merit: 229
June 02, 2024, 01:54:24 AM
কিছুদিন আগেই বাজারে নতুন একটি কয়েন এসেছে যার নাম NOTcoin. কয়টি বর্তমানে অনেক ভালো পাম্পিং এ রয়েছে. এটি গত সাত দিনে 275.3% বৃদ্ধি পেয়েছে. আমি কয়েনটি নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক অনেক ভিডিওতে বলা হয়েছে যে এটি $1 পর্যন্ত যেতে পারে. যদি এই কয়েনটি সত্যি $1 পর্যন্ত ওঠে, তাহলে আমরা এখন বিনিয়োগ করে ভবিষ্যতে অনেক ভালো লাভবান হতে পারব. আপনাদের কি মনে হয় এটি কি সত্যিই $1 পর্যন্ত উঠতে পারে?

আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 02, 2024, 01:13:01 AM
1. Learn Bitcoin [28]

কোনো রকম স্পেশাল ইন্টেনশন ছাড়া যদি এরকম টপ পোষ্টার হওয়া যায়, তাহলে তো মন্দ না। আপনাকে ধন্যবাদ এরকম ভাবে কষ্ট করে মাসের প্রথম দিনে লোকাল থ্রেড ওভারভিউ পোষ্ট করার জন্য। এপ্রিল মাস থেকে মে মাসের ষ্টাটস ভালোই দেখা যাচ্ছে। বিশেষ করে মেরিট ট্রানজেকশন গত মাসের তুলনায় অনেক বেশি হয়েছে। একটিভ থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ।

                                                                                         "সাহায্য চাই"

আমি সেসব মানুষদেরকে পছন্দ করি না, যারা শুধু মাত্র নিজেদের বেনিফিট পাওয়ার জন্য অন্যদেরকে ইউজ করে। আপনি ফোরামে আছেন লম্বা সময় ধরে। আমার মনে পড়ে না যে লোকাল থ্রেড এ আপনার পোষ্ট কখনো দেখেছি কি না। প্রথমত, আপনি যদি এখানে একটিভ থাকতেন তাহলে এটা জানা থাকতো যে এভাবে পোষ্ট করে মেরিট চাওয়া ফোরামের নিয়মের বাইরে। আর আমাদের থ্রেড এর কিছু মেম্বার আছে যারা প্রাইভেটলি হেল্প করে থাকে। আপনি যদি থ্রেড এ কিছুদিন একটিভ থেকে কাউকে মেসেজ করতেন, তাহলে আপনি হয়তো হেল্প পাইতেন।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
June 02, 2024, 12:00:39 AM
আমি বিকয়েনটক ফোরামের একজন নতুন সদস্য, আমি একজন বাঙালি হিসেবে আমি আমার প্রথম পোস্টটি বাংলা লোকাল বোর্ডে করছি। যেহেতু এখানে আমার নিজের দেশের লোক রয়েছে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সহযোগিতা আমি এই বাংলা লোকাল বোর্ড থেকে পাবো। আমি এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব থেকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জেনেছি কিন্তু আমি সে সমস্ত ওয়েবসাইটগুলোতে একই কয়েন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনেছি সেজন্য আমি তাদের উপর আস্থা হারিয়েছি। অনেক খোঁজাখুজির পরে আমি ফোরামটির সন্ধান পেয়েছি, যদিও আমি এখানে একাউন্ট খুলেছি দুই মাসের অধিক সময় হয়েছে। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি ফোরামের বিভিন্ন দিক নির্দেশনা ফলো করার পরে বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারি। যাইহোক আমি আমার নিজের ভাষায় নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পেরে আনন্দিত বোধ করছি।
ফোরামে আপনাকে স্বাগতম। আপনি বাংলা লোকাল বোর্ড যে পোস্ট করেছেন এটা খুবই ভালো লাগলো। যেহেতু বাংলা লোকাল বোর্ডে আসতে পেরেছেন সেহেতু আর কোন সমস্যা নেই। ফোরামের সবাই অনেক ফ্রেন্ডলি যেকোন সমস্যা তুলে ধরলে সবাই তাদের সর্বচ্চটা দিয়ে সাহায্য করে।

বিশেষ কথা হচ্ছে আমিও আপনার মতো একজন নতুন সদস্য এই ফোরামের। আমিও ইংরেজি পোস্ট পরে পরে বুঝেছি। আপনিও পারবেন সমস্যা নেই কোন। কোন নিয়ম-পনা করে সঠিকভাবে এগিয়ে যান তাহলে কোন সমস্যা হবে না। যদি কোন সমস্যা ফেস করেন সেটাই এখানে বলবেন। আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে। CL ভাই যে পোস্টগুলোর লিংক দিয়েছে ওগুলো সুন্দর পড়বেন তারপরও যদি সমস্যা হয় বুঝতে তাহলে প্রশ্ন করবেন।

7. Wonder Work [9]
মে মাসের একটিভিটি দেখে আমি অবাক হয়ে গেলাম আমি একটা নতুন মেম্বার হয়েও প্রথম ১০ জনের মধ্যে রয়ে গেছি। আমি মে মাসের টোটালে ৯ টা পোস্ট করেছি আশা করি আমি আরো বেশি পোস্ট করব সামনের মাসগুলোতে।
কিন্তু এখানে আমার একটা প্রশ্ন হল বাংলা লোকাল বোর্ডের অনেক ভালো ভালো রেংকের ভাইয়েরা অন্যান্য থ্রিডি ঠিকই পোস্ট করে কিন্তু এই বাংলাতে এতটাই একটিভ নেই। তারা কি বাংলা থ্রেড একবারে ছেড়ে চলে গেলো নাকি?

আর আমি একটা দেখেছি বাংলা লোকাল বোর্ডে পোস্ট করলে কোন কিছু জানতে চাইলেও অনেক দেরিতে কেউ একজন এসে উত্তর করে কিন্তু এরকম কেন একটু যদি বিস্তারিত কেউ করতেন তাহলে ভালো হতো।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 01, 2024, 11:02:40 PM
আমি বিকয়েনটক ফোরামের একজন নতুন সদস্য, আমি একজন বাঙালি হিসেবে আমি আমার প্রথম পোস্টটি বাংলা লোকাল বোর্ডে করছি। যেহেতু এখানে আমার নিজের দেশের লোক রয়েছে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সহযোগিতা আমি এই বাংলা লোকাল বোর্ড থেকে পাবো। আমি এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব থেকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জেনেছি কিন্তু আমি সে সমস্ত ওয়েবসাইটগুলোতে একই কয়েন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনেছি সেজন্য আমি তাদের উপর আস্থা হারিয়েছি। অনেক খোঁজাখুজির পরে আমি ফোরামটির সন্ধান পেয়েছি, যদিও আমি এখানে একাউন্ট খুলেছি দুই মাসের অধিক সময় হয়েছে। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি ফোরামের বিভিন্ন দিক নির্দেশনা ফলো করার পরে বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারি। যাইহোক আমি আমার নিজের ভাষায় নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পেরে আনন্দিত বোধ করছি।
ক্রিপ্টোকারেন্সি নিয়ে যে কোন প্রশ্ন এইখানে জিজ্ঞাসা করবেন। আমি কিংবা এইখানে অন্যান্য মেম্বার যারা আছেন সবাই চেষ্টা করবে আপনাকে সর্বোচ্চ সহায়তা করার।

বাংলায় যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেখালেখি করেছে কিংবা ভিডিও বানিয়েছে তাদের বেশিরভাগ মানুষের আসলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ধারণা একদম নেই বললেই চলে। তারা শুধু ট্রেন্ডের জন্যই ভিডিও বানিয়েছে। বাংলাতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিছু ভালো আআর্টিকেল পাবেন coinalap.com এ।
newbie
Activity: 18
Merit: 2
June 01, 2024, 09:48:43 PM
আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। আমাদের এই লোকাল থ্রেডে। আশা করি আপনি  ফোরামের নিয়ম কানুন গুলো অলরেডি ভালোভাবে পড়েছেন আর যদি না পড়ে থাকেন তাহলে বলবো আমি এই সাতটি টপিক ভালো করে পড়ুন। আর অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি যখন এই  পোস্টগুলো  পড়বেন তখন আপনার মনের ভেতর যে বিষয়গুলো বুঝবেন না সেগুলো নিয়ে প্রশ্ন আসবে, আর সেটা অবশ্যই নির্দ্বিধায় আপনি এখানে জিজ্ঞাসা করতে পারবেন।
তারপর আপনি যদি ফোরামের মধ্যে এক্সপ্লোরেশন ক্ষমতা স্পিড আপ এবং বাড়াতে চান তাহলে আপনি আমার এই পোস্ট গুলো খেয়াল করতে পারেন,
- https://bitcointalksearch.org/topic/m.62916610
@Crypto Library স্যার আপনাকে অনেক ধন্যবাদ, একজন নতুন হিসেবে শেখার জন্য ফোরামে কি কি করতে হবে সেজন্য আপনি আমাকে বিভিন্ন পোস্ট টপিক শেয়ার করেছেন। আপনার উল্লেখিত পোস্টের টপিকগুলি আমি ইতিমধ্যে পড়েছি এবং পোস্টগুলো আমাকে আরোও বেশ কয়েকবার পড়তে হবে। আপনার দেওয়া লিংকের পোস্টগুলি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে এবং আমি এখান থেকে বেশ কিছু অতিরিক্ত তথ্য পেয়েছি যা আমি এর আগে পাইনি। আপনার উল্লেখ করা টপিকের পোস্টগুলো পড়ার কারণে আমার অনেক বিষয়ে ধোঁয়াশা কেটে যাচ্ছে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 01, 2024, 03:12:07 PM
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪

অবশেষে কয়েক মাস পরে এবার আমরা একটু উন্নতি দেখতে পারলাম আমাদের মেরিট এক্টিভিটি এর তবে আমরা পোস্ট একটিভিটি এর ক্ষেত্রেও কিছুটা এগিয়েছে তবে আমি মনে করি এটা এনাফ না। গত বছর এ সময় বাংলাদেশের দারুন অগ্রগতি ছিল।
আমরা যদি সেটাও ধরে রাখতে পারতাম তাহলে অনেকটাই এগিয়ে যাওয়া যেত। তবে অভিনন্দন গত মাসে আমাদের মেরিট আর্নিং এর সংখ্যা ছিল মাত্র 32 টি আর বর্তমানে এই মাসে বেড়ে দাঁড়িয়েছে ১১৭ টি। বিস্তারিত কিছু তথ্য নিয়ে নিচে চার তৈরি করে দেওয়া হয়েছে-
আশা করি ভবিষ্যতে আমাদের অগ্রগতি আরো বেশি হবে যেন আমরা অতিশীঘ্রই লোকাল বোর্ড পাওয়ার জন্য যোগ্য হই।

মে মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 147টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 117টি



এপ্রিল মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 138টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 32টি







প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [28]
2. Bd officer [16]
3. LDL [16]
4. Nothingtodo [13]
5. Crypto Library [11]
6. HelliumZ [10]
7. Wonder Work [9]
8. synchronym [6]
9. BTC_pokaop [4]
10. Student of Bitcoin [4]

২০২৩ সালের অ্যাক্টিভিটি
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৪
আগস্ট মাসের একটিভিটি ২০২৪

এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
May 31, 2024, 05:05:22 PM
আমি বিকয়েনটক ফোরামের একজন নতুন সদস্য, আমি একজন বাঙালি হিসেবে আমি আমার প্রথম পোস্টটি বাংলা লোকাল বোর্ডে করছি। যেহেতু এখানে আমার নিজের দেশের লোক রয়েছে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সহযোগিতা আমি এই বাংলা লোকাল বোর্ড থেকে পাবো। আমি এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব থেকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জেনেছি কিন্তু আমি সে সমস্ত ওয়েবসাইটগুলোতে একই কয়েন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনেছি সেজন্য আমি তাদের উপর আস্থা হারিয়েছি। অনেক খোঁজাখুজির পরে আমি ফোরামটির সন্ধান পেয়েছি, যদিও আমি এখানে একাউন্ট খুলেছি দুই মাসের অধিক সময় হয়েছে। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি ফোরামের বিভিন্ন দিক নির্দেশনা ফলো করার পরে বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারি। যাইহোক আমি আমার নিজের ভাষায় নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পেরে আনন্দিত বোধ করছি।
আপনাকে এই বাংলাদেশ কমিউনিটিতে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনি এখানে নিয়মিত একটিভ থাকবেন এবং আপনি আপনার মূল্যবান  জ্ঞান এখানে শেয়ার করে আমাদের বাংলা কমিউনিটিকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখবেন। তাছাড়া আপনি যদি নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে উপরের দেওয়া ক্রিপটো লাইব্রেরি CL ভাই আপনাকে যে পোস্টের কথা ও ইন্সট্রাকশনের কথা উল্লেখ করেছেন সেগুলো আপনি ভালোভাবে খেয়াল করবেন এবং আশা করছি আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 31, 2024, 03:40:47 PM
আমি বিকয়েনটক ফোরামের একজন নতুন সদস্য, আমি একজন বাঙালি হিসেবে আমি আমার প্রথম পোস্টটি বাংলা লোকাল বোর্ডে করছি। যেহেতু এখানে আমার নিজের দেশের লোক রয়েছে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সহযোগিতা আমি এই বাংলা লোকাল বোর্ড থেকে পাবো। আমি এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব থেকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জেনেছি কিন্তু আমি সে সমস্ত ওয়েবসাইটগুলোতে একই কয়েন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনেছি সেজন্য আমি তাদের উপর আস্থা হারিয়েছি। অনেক খোঁজাখুজির পরে আমি ফোরামটির সন্ধান পেয়েছি, যদিও আমি এখানে একাউন্ট খুলেছি দুই মাসের অধিক সময় হয়েছে। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি ফোরামের বিভিন্ন দিক নির্দেশনা ফলো করার পরে বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারি। যাইহোক আমি আমার নিজের ভাষায় নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পেরে আনন্দিত বোধ করছি।
আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। আমাদের এই লোকাল থ্রেডে। আশা করি আপনি  ফোরামের নিয়ম কানুন গুলো অলরেডি ভালোভাবে পড়েছেন আর যদি না পড়ে থাকেন তাহলে বলবো আমি এই সাতটি টপিক ভালো করে পড়ুন। আর অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি যখন এই  পোস্টগুলো  পড়বেন তখন আপনার মনের ভেতর যে বিষয়গুলো বুঝবেন না সেগুলো নিয়ে প্রশ্ন আসবে, আর সেটা অবশ্যই নির্দ্বিধায় আপনি এখানে জিজ্ঞাসা করতে পারবেন।
তারপর আপনি যদি ফোরামের মধ্যে এক্সপ্লোরেশন ক্ষমতা স্পিড আপ এবং বাড়াতে চান তাহলে আপনি আমার এই পোস্ট গুলো খেয়াল করতে পারেন,
- https://bitcointalksearch.org/topic/m.62916610
newbie
Activity: 18
Merit: 2
May 31, 2024, 03:10:30 PM
আমি বিকয়েনটক ফোরামের একজন নতুন সদস্য, আমি একজন বাঙালি হিসেবে আমি আমার প্রথম পোস্টটি বাংলা লোকাল বোর্ডে করছি। যেহেতু এখানে আমার নিজের দেশের লোক রয়েছে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সহযোগিতা আমি এই বাংলা লোকাল বোর্ড থেকে পাবো। আমি এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব থেকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জেনেছি কিন্তু আমি সে সমস্ত ওয়েবসাইটগুলোতে একই কয়েন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনেছি সেজন্য আমি তাদের উপর আস্থা হারিয়েছি। অনেক খোঁজাখুজির পরে আমি ফোরামটির সন্ধান পেয়েছি, যদিও আমি এখানে একাউন্ট খুলেছি দুই মাসের অধিক সময় হয়েছে। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি ফোরামের বিভিন্ন দিক নির্দেশনা ফলো করার পরে বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারি। যাইহোক আমি আমার নিজের ভাষায় নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পেরে আনন্দিত বোধ করছি।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
May 30, 2024, 07:51:22 PM
Tapswap কে SOL অফিসিয়ালি সাপোর্ট করেনা আগেও করেনি। তারা SOL এর নাম নিয়ে চলছে তবে এখন তাদের কমিউনিটি অনেক বড় হবার কারনে SOL এর চোখের সামনে পড়ে গেছে তাই SOL অফিসিয়ালি এনাউন্স করেছে যে Tapswap এর সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক নেই। তাই এখন Tapswap তাদের সুর পরিবর্তন করেছে। Tapswap থেকে ভালো কিছু আশা করতে পাড়তেছি না। তারপরেও দেখা যাল তারা কতদূর যেতে পারে।
জ্বি ভাই এটা ঠিক যে Tapswap কে Solona সাপোর্ট করেনি। Tapswap তারা এটা একটা চাল খাটাইছে যে Solona দিয়ে করলে সকলে বেশি বিশ্বাস পাবে এবং সেভাবে অনেক ভালো একটা কমিউনিটি বিল্ডআাপ করতে পারবে আর তারা যেটা চেয়েছিলো সেটায় তারা অনেক তারাতাড়ি করতেও পেরেছে।  তবে Tapswap চাইলেই এখন কিছু আর্ন করতে পারবে সে সিস্টেম হয়ে গেছে। তাড়া যদি টেকনিকালি কাজ করতে পারে তাহলে তাড়া টোকেন লিস্টেট করতে পারবে। তাদের যে কমিউনিটি হইছে তাতে ভালো কিছু অবশ্যই সম্ভব আমার মনে হয়। আপনি কি করেন তাতে ভাই?

CERTIK এর অফিসিয়াল এয়ারড্রপ নিসন্দেহে অনেক ভালো হবে কারন তারা অনেক জনপ্রিয় একটা অডিট প্লাটফর্ম আর তারা তাদের নিজস্ব টোকেন লন্স করলে সেটি অনেল ভালো যায়গায় নিতে পারবে এটা বিশ্বাস করা যায়। তাই এটার উপর ফোকাস রাখা উচিত। এখান থেকে ভালো কিছু পাওয়া যেতে পারে।
CERTK এর অফিসিয়ালি এয়ারড্রপ অনোক ভালো এটা নিঃসন্দেহে বলা যায়। তাদের নিজেদের টোকেন নিয়ে আসলে এটার দাম হাই থাকবে। তাদের অডিট প্লাটফর্ম খুবই শক্তিশালী। তাই রেগুলার এটা করা উচিৎ ডেইলি টাসক গুলো করতেছি ভাই ঠিক মতো দেখি কি হয়। তবে ভালো কিছু আশা করা যায় এটা থেকে। আপনি কয়টা করতেছেন ভাই? আমি দুইটা করতেছি।
sr. member
Activity: 546
Merit: 268
May 30, 2024, 05:38:44 PM
Tapswap কে SOL অফিসিয়ালি সাপোর্ট করেনা আগেও করেনি। তারা SOL এর নাম নিয়ে চলছে তবে এখন তাদের কমিউনিটি অনেক বড় হবার কারনে SOL এর চোখের সামনে পড়ে গেছে তাই SOL অফিসিয়ালি এনাউন্স করেছে যে Tapswap এর সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক নেই। তাই এখন Tapswap তাদের সুর পরিবর্তন করেছে। Tapswap থেকে ভালো কিছু আশা করতে পাড়তেছি না। তারপরেও দেখা যাল তারা কতদূর যেতে পারে।
একটা বিষয় খুব স্পষ্ট যে নট কয়েন পরবর্তীতে যতগুলো প্রজেক্ট রয়েছে তারা সবাই কপি প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে। নট কয়েন যেভাবে এগিয়েছিল TapSwap সেভাবে এগোচ্ছে। তারা কমিউনিটিতে ৩০ মিলিয়ন এর মত সদস্য করতে সক্ষম হয়েছে যেখানে নট কয়েনের চেয়ে দ্বিগুণ। যদি মাসিক টেলিগ্রাম বিজ্ঞাপন দিয়ে নট কয়েন ৩৪ হাজার ডলার অর্জন করতে পারে সেখানে TapSwap মাসিক ৬০০০০ ডলারের উপর ইনকাম করতে সক্ষম হচ্ছে। তাহলে বুঝে নিন একটা কমিউনিটি কিভাবে সলনার উপর নির্ভর করবে বরং এরা একাই একটা কমিউনিটি তৈরি করে ফেলেছে যেখানে তারা শুধুমাত্র বিজ্ঞাপন প্রচার করেই লক্ষ লক্ষ ডলার ইনকাম করে ফেলবে।
অনেকে হয়তো বলাবলি করছে এটি ইসকাম কিন্তু এটি সহজে ইসকামিং করবে না কেননা ইসকামিং করে একবারে টাকা পাওয়ার চেয়ে ইসকামিং না করে একটি রেগুলার ইনকাম পাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে নাকি। তবে নট কয়েন এর মতো এই প্রজেক্ট থেকে হিউজ পরিমাণ কিছু আশা করা উচিত হবে না বরং সামান্য কিছু আশা করা যায় সর্বোচ্চ। তবে ইসকামিং ভেবে টিপাটিপি না করার চেয়ে রিয়াল প্রজেক্ট ভেবে টিপাটিপি করাটা বুদ্ধিমানের কাজই হবে।
sr. member
Activity: 616
Merit: 322
May 30, 2024, 11:09:46 AM
আচ্ছা আমাদের বাংলাদেশ থ্রেড এর কোনো মেম্বার কি সাইক্লোন এর কারনে প্রভাবিত হয়েছেন কোনোভাবে? আমার অবস্থা তো একেবারেই নাজুক! যদিও আমি উপকূল এলাকায় বাস করি না, কিন্তু গতকাল সকাল থেকেই বৃষ্টি এবং ঝড়ের সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। ঘরের আই পি এস দিয়ে কিছুটা ব্যাকাপ নিয়েছি। পাওয়ার ব্যাংক চারজ করা ছিলো না। মোবাইল চারজ করা ছিলো না। কিন্তু গত ২৬ ঘন্টায় আর বিদ্যুৎ আসেনি। কালকে বিকালে বাধ্য হয়ে বাজারে গেলাম এই ঝড়ের মধ্যেই শুধু একটু কাজের জন্য। মোবাইলে এখনো ৫০% চারজ আছে। কিন্তু আজকের দিনেও বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আজকে অফলাইনে গেলে কবে অনলাইনে আসবো বলতে পারছি না! 🥲
আমার এলাকায় টানা ২ দিন কারেন্ট ছিলো না। ips দিয়ে ১ দিন ব্যাকআপ নিলেও পুরো ১ দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলাম। ফোন অফ হয়ে ছিলো কয়েক ঘন্টা। আমরা ফোনের উপর এমনভানে নির্ভরশীল যে সেই কয়েক ঘন্টা মনে হচ্ছিলো আমি পাগল হয়ে যাবো

এখানে একটি তথ্যের জন্য পোস্ট করলাম বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি Airdrop সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। কয়েকদিন আগে TapSwap প্রজেক্টটির লগতে লেখা ছিল Powered by Solana কিন্তু খুব সাম্প্রতিক সময়ে এই লেখাটি চেঞ্জ করে তারা Powered by Community দিয়েছে বিষয়টি আমার কাছে খুব অবাক মনে হচ্ছে তাহলে কি এই এয়ার্ডোপ ক্যাম্পেইনটি কি আমাদেরকে ফাঁকি দিতে যাচ্ছে। ইদানিং খুব মনোযোগ দিচ্ছি এবং যে যা দিচ্ছে সেটাতেই এড হয়ে যাচ্ছে এবং আমি মূলত নট কয়েন থেকে পেমেন্ট পাইনি এজন্য এই এয়ার্ডপ টি খুব যত্ন সহকারে করছি। তাই কেউ যদি ইয়ার্ডপ সম্পর্কে কোন আপডেট তথ্য এনালাইসিস করে থাকেন তাহলে এখানে তথ্যগুলো দিয়ে আমাদের উপকার করুন।
Tapswap কে SOL অফিসিয়ালি সাপোর্ট করেনা আগেও করেনি। তারা SOL এর নাম নিয়ে চলছে তবে এখন তাদের কমিউনিটি অনেক বড় হবার কারনে SOL এর চোখের সামনে পড়ে গেছে তাই SOL অফিসিয়ালি এনাউন্স করেছে যে Tapswap এর সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক নেই। তাই এখন Tapswap তাদের সুর পরিবর্তন করেছে। Tapswap থেকে ভালো কিছু আশা করতে পাড়তেছি না। তারপরেও দেখা যাল তারা কতদূর যেতে পারে।

আপনারা সবাই কি নিয়ে কামড়া কামড়ি করতাছেন ভাই? এদিকে পোলাপাইন এয়ারড্রপ করে ডলার কোপাইতাছে। কালকে দেখলাম একটা টেলিগ্রাম চ্যানেলের মালিক এক এয়ারড্রপ থেকে ১৩০০০ ডলার কোপ দিলো। যাই হোক, নতুন একটা এয়ারড্রপের খোজ দেই। এই যে কয়েনমার্কেটক্যাপ বা অন্যান্য সােইটে দেখবেন কয়েনের ডিটেইলস পেইজে লেখা থাকে CERTIK AUDITED, এটা আমার সিগন্যাচারেও আছে। এই CERTIK যদিও একটা অডিট করার কোম্পানি, কিন্তু এবার এরাই নিজেদের টোকেন লঞ্চ করবে। এবং এয়ারড্রপ ঘোষনা করে দিয়েছে। এই এয়ারড্রপ যদি মিস করেন, তাইলে সেটা ভাই আপনার দোষ। বলবেন না যে ভাই বললেন না কেনো। এই এয়ারড্রপের বিস্তারিত অল্টকয়েনটকে পোষ্ট করেছি। চাইলে এখান থেকে দেখে আসতে পারেন
CERTIK এর অফিসিয়াল এয়ারড্রপ নিসন্দেহে অনেক ভালো হবে কারন তারা অনেক জনপ্রিয় একটা অডিট প্লাটফর্ম আর তারা তাদের নিজস্ব টোকেন লন্স করলে সেটি অনেল ভালো যায়গায় নিতে পারবে এটা বিশ্বাস করা যায়। তাই এটার উপর ফোকাস রাখা উচিত। এখান থেকে ভালো কিছু পাওয়া যেতে পারে।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
May 30, 2024, 09:02:52 AM
আর একটা গুড নিউজ আছে বাংলা থ্রেডের ভাইয়েরা Binance এ Megadrop আসছে ওটায় সবাই পার্টিসিপ্যান্ট কইরেন ভালো একটা প্রফিট পাবেন। BNB=0.01 স্টেক করতে পারবেন এবং Web3 তে গিয়ে টাস্ক কম্পিলিট করবেন। দুইটা মিলিয়ে ১৪$ BNB খরচ হবে। ১২০দিন পর রিওয়ার্ড পাবেন। এটা মিস কইরেন না কেউ। আবার আপনি চাইলেন একটা করবেন তাও করতে পারবেন যেমন Web3 এরটাও করতে পারবেন
আমি অলরেডি আমার হোল্ডিং করা বি এন বি গুলোকে ১২০ দিনের জন্য লক করে দিয়েছি এখন দেখার বিষয় কি পরিমাণ LISTA টোকেন পাই।
এবং আনফরচুনেটলি আমি আমার সম্পূর্ণ বিএনবিকে stake করে দেওয়ার কারণে web3 এর   টাস্কটি কমপ্লিট করতে পারতেছি না। এখন আমি কনফিউশনে আছি যদি আমি আমার স্টেক করা বিএনবি গুলোকে রিডিম করে web3 এর কাজটি কমপ্লিট করে  আবার স্টেক করে তাহলে কোন সমস্যা হবে?
Web3 এর  প্রসেস টা একটু জটিল মনে হয় এভয়েড করেছি।
আচ্ছা ভাই আমি আপনাকে একদম সহজ করে বলে দিচ্ছি তাহলে করতে সুবিধা হবে কোন সমস্যা হবে না। এটা ভাই এভয়েড কইরেন না ভালো আছে এগুলো ১০০% কিছু পাবেন।

যেভাবে করবেন:
১: প্রথমে Binance অ্যাপে ঢুকবেন তারপর Binance এর Home পেজে থেকে দেখবেন অনেক গুলো থ্রেড পাবেন সেগুলো (Referral, Reward Hub, Square, World Of the Day, Auto Investment, More) এগুলো থেকে আপনি শেষের (More) লিখা এটায় ক্লিক করবেন।
২: ক্লিক করার পর আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাবে যেখানে আরো অনেক থ্রেড দেখতে পাবেন।
৩: নতুন পেজে অনেক গুলো থ্রেড এর মধ্যে Web3 Wallet দেখতে পাবেন ওটায় যাবেন।
৪: Wallet এর (Send, Receive) এগুলো থেকে (Receive) এ ক্লিক করবেন।
৫: নতুন একটা পেজ পাবন (Move funds from exchange to wallet) এটার পাশে লেখা (Transfer In)  এটায় ক্লিক করবেন।
৬: 0.01BNB উইথড্র করবেন।
এটা করার পর আপাতত কাজ শেষ Wallet এ BNB উইথড্র হতে একটু সময় নেবে। উইথড্র হলে আর কোন কাজ নেই আপাতত বের হয়ে আসবেন।

Screen Shots দেখুন:
1:
2:
3:
4:
5:
6:

আমি জুনিয়র মেম্বার হতে পারিনি তাই আমার ফটো ইমেজগুলো দেখা যাচ্ছে না Crypto Library ভাই। একটু কষ্ট করে দেখে নিয়েন ভাই।

আপাতত এখানে শেষ এখন আসি মুল কাজে। কিভাবে Mega Drop করবেন এটাও বলে দিচ্ছি ভাই ফলো করুন।
১: প্রথমে Binance অ্যাপে ঢুকবেন তারপর Binance এর Home পেজে থেকে দেখবেন অনেক গুলো থ্রেড পাবেন সেগুলো (Referral, Reward Hub, Square, World Of the Day, Auto Investment, More) এগুলো থেকে আপনি শেষের (More) লিখা এটায় ক্লিক করবেন।
২: ক্লিক করার পর আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাবে যেখানে আরো অনেক থ্রেড দেখতে পাবেন।
৩: নতুন পেজে অনেক গুলো থ্রেড এর মধ্যে Mega Drop দেখতে পাবেন ওটায় যাবেন।
৪: Lista (On Going) এটায় যাবেন।
৫: নিচের দিকে (Liquid staking with ListaDAO) এটা দেখতে পাবেন এবং (Start Quest) এটা ক্লিক করবেন।
৬: (Start Now) এটা ক্লিক করবেন।
৭: (Wallet Connect) করবেন।
৮: (Stake) করবেন।
৯: (0.01BNB) সিলেক্ট করবেন।
১০: (Deposit) হবে।
১১: (Verify) ফাইনালি কম্পিলিট।

Screen Shots দেখুন:
1:
2:
3:
4:
5:
6:
7:
8:
9:
10:
11: Complete (The End)

আশা করি খুব সহজে বুঝাতে সক্ষম হয়েছি। যারা যারা করবেন কেউ মিস কইরেন না, করে রাখেন সবাই।
full member
Activity: 546
Merit: 164
May 30, 2024, 07:18:50 AM
Pages:
Jump to: