আমরা অনেকেই ক্রিপ্টো এয়ারড্রপের সাথে পরিচিত, আবার অনেকেই পরিচিত নয়। আমরা অনেকেই ধরেই নিয়েছি যে সব ধরনের এয়ারড্রপ স্ক্যাম। যা আমাদের একটা ভূল ধারনা। তবে এটা সত্য যে বেশিরবাগ প্রজেক্টগুলোই স্ক্যাম করে থাকে। আসলে তারা স্ক্যাম করতে বাধ্য হয়। মূলত একটা নতুন প্রজেক্ট শুরু করার সময়, সেই প্রজেক্ট তার প্রথমদিকের ইউজারদেরকে কিছু কাজ বা ইনভেষ্টমেন্ট এর বিনিময়ে এয়ারড্রপ করে থাকে। এয়ারড্রপ কয়েক প্রকারের হয়ে থাকতে পারে। কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলোতে আপনাকে ইনভেষ্ট করতে হতে পারে। তবে নিজে রিসার্চ না করে ইনভেষ্ট না করাই ব্যাটার।
প্রজেক্টগুলো এয়ারড্রপে কেনো দেয়?
বেশ কিছু কারনে প্রজেক্টগুলো এয়ারড্রপ দিয়ে থাকে। তার মধ্যে প্রথম কারন হতে পারে মার্কেটিং। একটা প্রজেক্ট মাসের পর মাস এডভার্টাইজ করে যে পরিমান গ্রাহক পাবে, তার চাইতে বেশি পরিমান ইউজার তারা পেয়ে থাকে এয়ারড্রপের মাধ্যমে। খেয়াল করবেন যে কোনো কিছুিই কিন্তু ফ্রি নয়। তবে কিছু কিছু প্রজক্ট ফ্রিতে দিয়ে থাকে। আর বেশিরভাগ প্রজক্টগুলোই আপনাকে দিয়ে কোনো না কোনো কাজ করিয়ে নিচ্ছে। যেমন সোশ্যাল মিডিয়া এংগেজমেন্ট।
এয়ারড্রপ কারা করবেন?
এয়ারড্রপ চাইলে সবাই করতে পারেন। তবে আমার মতে যাদের হাতে অফুরন্ত সময় আছে, এবং আপনি চাচ্ছেন বেকার সময় কাজে লাগিয়ে দু-পয়সা ইনকাম করতে তাহলে আপনার জন্য এয়ারড্রপ। জেনে রাখা দরকার যে বেশিরভাগ ফ্রি প্রজেক্টগুলো হারিয়ে যায় বা পেমেন্ট করে না। যেসব প্রজেক্ট এ টুকিটাকি ইনভেষ্টমেন্ট আছে, সেগুলো থেকে কিছু পাওয়ার আসা থাকে।
কোন ধরনের এয়ারড্রপ করবেন?
আমি সবার কথা বলতে পারি না, তবে আমি সাধারনত টেষ্টনেট প্রজেক্টগুলোতে বেশি সময় দিয়ে থাকি। একটা প্রজেক্ট মেইননেট এ লঞ্চ করার আগে তারা টেষ্টনেট রান করে। তাদের টেষ্টনেট প্লাটফর্মগুলো চেক করার জন্য ইউজার দরকার হয়ে থাকে। যারা এসব টেষ্টনেট প্রজেক্টগুলো একটিভিটি করে থাকে, মেইন নেট লঞ্চ হলে প্রজেক্টগুলো সেই ইউজারদেরকে রিওয়ার্ড দিয়ে থাকে।
এয়ারড্রপ করতে কি কি লাগে?
- মিনিমাম একটা এন্ড্রয়েড ফোন, ল্যাপটপ বা পিসি হলে আরো ভালো।
- কয়েক প্রকারের ওয়ালেট এক্সটেনশন যেমন: Metamask, Unisat, Phantom
- মোবাইল ইউজার হলে ওয়ালেট এক্সটেনশন ভালো কাজ করে এমন ব্রাউজার, যেমন Kiwi, Mises
- এয়ারড্রপে পার্টিসিপেট করার জন্য টেষ্টনেট টোকেন যেমন, tBTC, Sepholia ETH, Base ETH ETC.
- মেইননেট এয়ারড্রপের জন্য গ্যাস ফি (প্রায় প্রতিটা চেইনের জন্য)
- ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া একাউন্ট যেমন Telegram, Discord, Twitter
এয়ারড্রপ কতোদিন পরে পেমেন্ট করে?
এটা আসলে ডিপেন্ড করে প্রজেক্ট এর ওপরে। তবে বেশিরভাগ প্রজক্টগুলোই ৩ মাসের বেশি সময় নিয়ে থাকে। কিছু কিছু প্রজেক্ট ১৫ দিনেও পেমেন্ট করে থাকে। তবে এদের সংখ্যা অনেক কম। এই একটা জিনিস না জানার কারনে আমরা হাল ছেড়ে দেই। ধরেই নেই এগুলো থেকে আসলে পেমেন্ট পাওয়া যায় না।
ছোট ছোট করে নিজের মনে যে প্রশ্নগুলো এসছিলো, সেগুলোর উত্তর লেখার চেষ্টা করেছি। নিয়মিত এয়ারড্রপ গাইড পোষ্ট করবো ভাবছি। প্রতিদিন নতুন নতুন এয়ারড্রপ প্রজেক্ট সম্পর্কে জানতে জয়েন করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে : https://t.me/airdropsbrobd