Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 58. (Read 5285353 times)

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
April 04, 2024, 01:00:15 AM
কোট
কংগ্রাচুলেশন ভাই🥹। বেশি কিছু বলবো না, ট্রিট দিয়েন ছোট ভাইরে, তার উপর সামনে আবার ঈদ। যদি এক্টিভিটি লিমিট না থাকতো তাহলে ২-৪ মাসে লিজেন্ডারিও হয়ে যেতেন।

বাইদাওয়ে আপনার ব্যবসার কি অবস্থা, সব গুচগাজ শেষ?

সবাই এক্টিভ হয়ে যান মিয়া  Tongue
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 04, 2024, 12:54:07 AM
কারো কি নেটে ঝামেলা করতেছে? আমার কোনো কিছু চলতেছে না।ওয়াইফাই এ "No Internet" মেসেজ দেখাচ্ছে। তবে কাকতালীয় ভাবে ফেসবুক আর টেলিগ্রাম চলতেছে। পরে ভিপিএন লাগালাম, হাতে গোনা কিছু সাইট এ ঢুকতে পারলাম। তবে এখনো বেশিরভাগ সাইটে ঢোকেনা। "DNS PROBE FINISHED", "PROXY ERROR" এমন এরর মেসেজ।

আমি ফেইসবুকে অথবা অন্য কোথাও দেখেছিলাম মনে হয় যে বিটিসিএল পোস্ট করে জানিয়েছে যে তাদের ওখান থেকে কিছু কারগরি ত্রুটির কারনে কিছু সরকারি ওয়েবসাইট এক্সেস করা যাচ্ছে না। এছাড়াও আরো কোনো সমস্যা হয়ে থাকতে পারে। তবে গতকাল সারাদিনে আমি এমন কোনো সমস্যার সম্মুক্ষীন হই নাই। যদিও আমি শুনলাম যে কারো কারো নাকি সমস্যা হচ্ছে। আমার আই এস পি দিয়ে তেমন কোনো সমস্যা আমার চোখে পড়ে নাই।

বিশেষভাবে অভিনন্দন জানাই @Learn Bitcoin ভাইকে, Learn Bitcoin ভাইয়ের সিনিয়র মেম্বার থেকে হিরো মেম্বারে পদোন্নতি হয়েছে।

আপনাকে ধন্যবাদ।
হিরো মেম্বার হয়ে ভালো লাগছে। এর চাইতে বেশি কি বলবো। আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। লোকাল কমিউনিটির সাপোর্ট ছাড়া ফোরামে টেকা মুশকিল। আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
April 03, 2024, 08:47:13 PM
@paid2 আবারো Blackjack.fun রাউন্ড -২ ফ্রি র‍্যাফেল নিয়ে এসেছেন। এখানে পুরুস্কার হিসেবে পাবেন ৫০ ডলারের বিটকয়েন। যারা আবেদন করতে চান তারা নিয়ম কানুন গুলো পড়ে আবেদন করুন।
র‍্যাফেল উৎস : https://bitcointalksearch.org/topic/--5491211

Quote from:  Crypto Casino & Sports Betting [Blackjack.Fun Home] & [Discussion Thread] & [JACK] Soon on all Exchanges new




বিটকয়েন পাই কনটেস্ট প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১ম হয়েছেন @GazetaBitcoin ২য় হয়েছেন @Mame89 ৩য় হয়েছেন @Agbe সকল বিজয়ীদের অভিনন্দন জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের লোকাল  এবং গ্লোবাল থেকে যারা আমাকে ভোট দিয়েছিলেন। এই পাই কনটেস্টে এত দূর আসতে পেয়েছি এটাই অনেক কিছু, বিজয়ী হওয়ার চেয়ে অনেক বেশি আনন্দ পাচ্ছি যে আমাকে অনেকেই সমর্থন করেছিলেন। @Crypto Library ভাই ও আমি দুজনে বেশ ভালো এগিয়েছিলাম। ভাগ্যে আমাদের সাথে ছিল না, আমাদের লোকাল থেকে কেউ বিজয়ী হতে পারলাম না।

যাইহোক, এর পরের বছর আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে অনেক ভালো করে পাই বানিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করব। তবে, কিছুদিন পর পিজ্জা কনটেস্ট আসবে সেখানে ভালো করে পিজ্জা বানানোর ট্রাই করবো।





বিশেষভাবে অভিনন্দন জানাই @Learn Bitcoin ভাইকে, Learn Bitcoin ভাইয়ের সিনিয়র মেম্বার থেকে হিরো মেম্বারে পদোন্নতি হয়েছে।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
April 03, 2024, 06:46:18 PM
কারো কি নেটে ঝামেলা করতেছে? আমার কোনো কিছু চলতেছে না।ওয়াইফাই এ "No Internet" মেসেজ দেখাচ্ছে। তবে কাকতালীয় ভাবে ফেসবুক আর টেলিগ্রাম চলতেছে। পরে ভিপিএন লাগালাম, হাতে গোনা কিছু সাইট এ ঢুকতে পারলাম। তবে এখনো বেশিরভাগ সাইটে ঢোকেনা। "DNS PROBE FINISHED", "PROXY ERROR" এমন এরর মেসেজ।
WiFi/ইন্টারনেট ঝামেলা করছে কিনা বলতে পারবোনা ভাই, তবে এত পরিমান লোডশেডিং হচ্ছে যার কারনে ফোন চার্জ ঠিকমতো দিতে পারতেছি না, ফোনে চার্জ না থাকার কারণে ঠিকমতো অনলাইনে ঢুকতে পারতেছি না এবং কাজ করতে পারতেছি না। 24 ঘন্টায় মনে হয় না দুই ঘন্টা কারেন্ট থাকে। গরমই শুরু হলো না তার আগেই এত পরিমান লোডশেডিং আর গরম শুরু হলে মনে হয় কি পরিমান লোডশেডিং হবে। শুধু কি আমার এখানেই এত লোডশেডিং নাকি সবার এলাকায় লোডশেডিং শুরু হয়েছে?
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
April 03, 2024, 05:49:46 PM
কারো কি নেটে ঝামেলা করতেছে? আমার কোনো কিছু চলতেছে না।ওয়াইফাই এ "No Internet" মেসেজ দেখাচ্ছে। তবে কাকতালীয় ভাবে ফেসবুক আর টেলিগ্রাম চলতেছে। পরে ভিপিএন লাগালাম, হাতে গোনা কিছু সাইট এ ঢুকতে পারলাম। তবে এখনো বেশিরভাগ সাইটে ঢোকেনা। "DNS PROBE FINISHED", "PROXY ERROR" এমন এরর মেসেজ।

member
Activity: 94
Merit: 28
April 02, 2024, 10:06:10 PM
9. BTC_pokaop [4]
বাহ, আমি পোস্ট করার দিক দিয়ে ৯ নাম্বারে। এখানে অনেক বড় ব্যাংকের ইউজাররা রয়েছে, আমি ২০-২৫ নম্বরে থাকার কথা কিন্তু আমি ৯ নাম্বার হয়েছি। আমার কাছে খুবই ভালো লাগছে সবার মাঝে নয় নাম্বারে।


বিটকয়েনের দর পতন হচ্ছে যাহারা এখনো বিলম্ব করে বিটকয়েনে বিনিয়োগ করেন নাই তাহারা দেরি না করে জলদি বিনিয়োগ শুরু করে দিন। ২০২৫ সালে এমন হতে পারে যে আপনার বাড়ি পাশ দিয়ে বাস গেছে, কিন্তু আপনি বাস মিস করেছেন এমনটা মনে হবে। বর্তমান বিটকয়েনের মূল্য ৬৬০০০ নিচে, হয়তো বিটকয়েন হালবিং এর আগে ৬০ হাজারের নিচে নামতে পারে। কেউ বাস মিস করবেন না।।
হ্যাপি রমাদান মোবারক!!!
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
April 01, 2024, 09:07:26 PM
@paid2 আবারো Custom eXch Cryptosteel Capsule রাউন্ড - ৫ ফ্রি রাফেল এনেছেন। আপনারা যারা আবেদন করতে চান তারা নিয়মকানুন গুলো পড়ে আবেদন করুন। এই র‍্যাফেলে ৯৯ টি স্লট রয়েছে, যাদের ৫০০ মেরিট বা তার চেয়ে বেশি মেরিট অর্জিত রয়েছে তারা ২ টা স্লট নিতে পারবেন। অনেকেই দুটি স্লট নেওয়ায় স্লট সিমিত রয়েছে, তাই যারা আবেদন করতে চান তারাতাড়ি স্লট বেছে নিন। সবার জন্য শুভকামনা।

র‍্যাফেল উৎস : https://bitcointalksearch.org/topic/m.63886690

member
Activity: 84
Merit: 57
April 01, 2024, 05:33:00 PM
প্রথম দশজন পোস্টদাতা
5. Elissa~sH [10]
কি অবস্থা ভাইয়েরা। আমি এই মাসে ৫ নাম্বারে আছি। আমি অনেক কিছু শিখছি আপনাদের থেকে এবং সে অনুযায়ী নিজেকে বিল্ড করে আপনাদের সাথে থাকার জন্য চেষ্টা করছি। আমার সামনে আরো বেশি পোস্ট হবে এবং আপনাদের মাঝে সবসময় থাকতে চাই। আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমি আরো এগিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ্।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
April 01, 2024, 04:37:43 PM
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪

প্রথম দশজন পোস্টদাতা
1. Bd officer [22]
দিন যতই যাচ্ছে আমাদের লোকাল থ্রেড এর পোস্ট এক্টিবিটি কমে যাচ্ছে। গতবছর যেখানে ৪০০-৫০০ করে পোস্ট হয়েছে, বর্তমানে পোস্ট মাসে ১৫০+ হয় না। এটা খুবই দুঃখজনক সবাই এক্টিব থাকা কমিয়ে দিয়েছেন। এমনে এক্টিবিটি থাকলে মনে হয় না আমারা এবছরে লোকাল বোর্ড পাবো। আপনারা সকলেই এক্টিব হওয়ার চেষ্টা করুন।

যাইহোক, আমিই পোস্ট করি না বেশি মাত্র ২২ পোস্ট করেছি,  তাই পোস্টদাতার মধ্যে ১ নাম্বারে রয়েছি। অনেকেই ৪-৫ টা পোস্ট করেও ৮-১০ নাম্বারে রয়েছে। আগে যখন বেশি পোস্ট হতো ২০-২২ পোস্ট করলে ৮-১০ নাম্বারে থাকা লাগতো। পোস্ট সংখ্যা উন্নত না হয়ে শুধু অবনতি হচ্ছে, এ মাসেও মেবি আরো কম হতে পারে। সকলেই এক্টিব হয়ে যান মিয়া।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 01, 2024, 01:59:50 PM
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪
দুঃখজনকভাবে এই মাসেও আমরা কোন উন্নতি করতে পারেনি যদিও মেরিট গত মাসের চেয়ে পাঁচটা বেশি ট্রানজেকশন হয়েছে এই মাসে আমি এটাকে কাউন্ট করতে চাচ্ছি না। পোস্ট একটিভিটি দারুন ভাবে কমতে শুরু করেছে সেই গত বছরের নভেম্বর থেকে তারপর থেকে ক্রমাগত আমাদের পোস্ট এক্টিভিটি কমে চলছে। গত মাসেও আমাদের পোস্ট এক্টিভিটি বৃষ্টি বেশি ছিল।  তবে যাই হোক এক্টিভিটি কম থাকলেও আমাদের পোস্ট কোয়ালিটি আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে।
সবাইকে আবারো সেই একই কথা বলে অনুরোধ করব যে আমাদের বাংলা থ্রেডেও একটু টাইম দিবেন যদি সবাই অল্প অল্প করে একটু টাইম দেন তাহলে আশা করি আমাদের একটিভিটি অনেক বেশি থাকবে বর্তমান পরিস্থিতি থেকে।
নিচে বিস্তারিত চারটে উপস্থাপন করা হলো।  

মার্চ মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 132টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 58টি



ফেব্রুয়ারি মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 152টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 53টি





প্রথম দশজন পোস্টদাতা
1. Bd officer [22]
2. Negotiation [21]
3. Learn Bitcoin [13]
4. Crypto Library [10]
5. Elissa~sH [10]
6. DYING_S0UL [8]
7. synchronym [6]
8. Shishir99 [5]
9. BTC_pokaop [4]
10. Bounty police [4]

২০২৩ সালের অ্যাক্টিভিটি
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৪
আগস্ট মাসের একটিভিটি ২০২৪


এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
April 01, 2024, 03:34:57 AM
আফ্রিকান জব, ঘরে বসেই ইনকাম!
...
সবাই এসব ব্যাপারে সতর্ক থাকবেন এবং সবাইকে সতর্ক রাখবেন।
ভাই যাদের বেশি লোভ তারা এই ধরনের ফাঁদে পা দিয়ে নিজের টাকা অন্যের হাতে দিয়ে দেয়। এই ধরনের যতগুলো স্কাম প্রকল্প এসেছে সবগুলোর একই নিয়মে আসে, প্রথমে তারা লস দেয় পরে যখন অনেকেই লোভে পরে ইনভেস্ট করে এবং তাদের প্রকল্পটি যখন অনেক বড় হয়ে যায়, তখনই তাদের আসল চেহারা বেরিয়ে আসে তখন তাদের কে চেনা যায় যে তারা স্কামার।

তাই সকলের মনে রাখা উচিত, যে আমাদের কেউ কোন দিন বিনা পারিশ্রমিকে কোনদিন কিছু দেয় না। যদি কেউ এই ধরনের অফার করে থাকে তাহলে বুঝে নিতে হবে তারা স্কামার। আমি এই ধরনের কোন কোম্পানিতে আদৌ কিছু ইনভেস্ট করি নাই, যদিও কেউ করতে চেয়েছে তাদের কে সতর্ক করেছি।

গত কয়েকদিন আগে আমার এক স্কুল ফ্রেন্ড একটা স্কাম প্রকল্প তে বিনিয়োগ করে আমাকে বলেছিলো বন্ধু তুই এখানে ইনভেস্ট কর অনেক টাকা ইনকাম করতে পারবি। আমি তাকে সতর্ক করেছিলাম কিন্তু সে শুনে নাই, কয়েকদিন পরে জানতে পারি আমার সেই বন্ধু মারা খেয়েছে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 01, 2024, 02:22:46 AM
আফ্রিকান জব, ঘরে বসেই ইনকাম!

যদিও এটা আমি আরো অনেক আগে থেকেই জানি, তবে জানতাম না যে বাংলাদেশে এরকম স্ক্যাম কতোটা বেড়ে গেছে। ইদানিং এলাকার প্রায় প্রত্যেকটা যুবক বয়সের মানুষের মোবাইলে আফ্রিকান স্ক্যামার রা কল করে ইংলিশে জব অফার করছে এবং ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখাচ্ছে। যদিও ফোন কলের আগে তারা অন্যান্য ভাবে এটেম্পট করে থাকে। হোয়াটসএ্যপ বা টেলিগ্রামে প্রথমে জব অফার করে থাকে। যাদরে টেলিগ্রাম নেই, তাদেরকে হোয়াট্স এ্যাপে মেসেজ দেয়। আর যারা এ দুইটার একটা ব্যাবহার করে না, তাদেরকে ফোন কলে জব অফার করে।

কিছুদিন আগে আমাকে হোয়াট্সএ্যাপে এরকম জব অফার করেছিলো। তো যেহেতু আমি বুঝতে পেরেছি আগেই। আমি তাদের অফারে রাজি হয়ে যাই এবং তাদের কথা মতো কাজ করতে থাকি। আমি অপেক্ষায় ছিলাম কখন তারা আমাকে ডিপোজিট করতে বলবে। এর আগে অব্দি আমি সম্ভবত ১৫০ টাকা বা ৩০০ টাকার মতো তাদের কাছ থেকে পেমেন্ট পাই। তারপর আমাকে ডিপোজিট করতে বলে আর আমার উত্তর ছিলো যে আমি অপক্ষো করছিলাম কখন আমাকে ডিপোজিট করতে বলবা। গুড নাইট স্ক্যামারস!

সবাই এসব ব্যাপারে সতর্ক থাকবেন এবং সবাইকে সতর্ক রাখবেন।
member
Activity: 84
Merit: 57
March 31, 2024, 09:15:05 PM
Adjustments to Merit calculation

প্রথমে ভেবেছিলাম যারা এক লাইনের কম অর্থাৎ শুধুমাত্র রিজার্ভ বা আরইএস প্রুফ অফ অথেন্টিকেশন পোস্ট লিখে রাখে তাদের দিন হয়তো শেষ হয়ে আসছে কিন্তু বিষয়টা পরে খেয়াল করলাম আমি আজকে এপ্রিলের এক তারিখে রয়েছি। হয়তো ফোরামের এডমিনের এটি একটি নতুন কৌশল এবং আমাদের বোকা বানানোর একটি কৌশল মাত্র। আজকে এপ্রিলের শুরু হওয়া প্রথম দিন তাই আজকে এপ্রিল ফুলের অভাব হবে না। সবাই এপ্রিল ফুলের জন্য অপেক্ষা করুন।

প্রোফাইল দেখে আরো এপ্রিলফুল হয়ে গেলাম, ছিলাম ফুল মেম্বার ১১৮ মেরিট কিন্তু বানিয়ে দিয়েছে মেম্বার 87 মেরিট। সত্যিই থেমাস মা দেখিয়ে দিল। I am April fooled.

আপনার তো মেরিট কমিয়ে দিয়েছে, আমার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমার টেলিগ্রাম বট নটিফায়ারে নোটিফিকেশন আসছে আপনার একাউন্ট পার্মানেন্টলি ব্যান করা হয়েছে এখানে চেক করুন। তখন তো আমি ভয় পেয়ে গেলাম, আমার একাউন্ট কেমনে ব্যান হইলো। আমার ক্ষেতে আবার অন্য ঘটনা ঘটছে মেরিট দেখি আস্তে আস্তে বাড়তে চলেছে, তখন ভাবলাম কেউ মেরিট দিলো না কেমনে মেরিট বাড়লো। প্রথমে অনেক ভয় পেয়েছিলাম এখন খুবই মজা পাচ্ছি  Grin

বিষয়টি আমার ক্ষেত্রেও ঘটেছে এবং আমি প্রথমে অনেক ভয় পেয়েছিলাম ভেবেছিলাম কি এমন ভুল করলাম যার কারণে এত বড় শাস্তির মুখোমুখি হতে হলো। রেজনে গিয়ে সরাসরি নোটিফিকেশন বটে এরকম অনেক ইউজারকে নোটিফিকেশন বট থেকে মেসেজ দেওয়া হয়েছে আমার মতই তখন বুঝলাম বিষয়টি অন্যরকম যা প্রতি বছরই আমাদেরকে নতুন নতুনভাবে উপস্থাপন করা হয়। তখন ভয় না পেয়ে ক্লাইম ডাউনলোড হয়ে গেলাম এবং আরো অনেকের বিষয়ে খেয়াল করলাম কারো কারো মেরিট বেড়েছে, কারো কারো মেরিট কমেছে, কারো কারো অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে, কারো কারো অ্যাকাউন্ট থেকে মেরিট কমিয়ে মাইনাস করে দেওয়া হয়েছে, কারো অ্যাকাউন্ট পোষ্ট করা মাত্রই মেরিট এতটাই বৃদ্ধি পাচ্ছে অথচ কেউ মেরিট দিচ্ছে না এই বিষয়গুলো খেয়াল করে খুব মজা পাচ্ছিলাম। যাহোক আজকে এপ্রিলের প্রথম দিন যার কারণে এরকম কিছু মজা আমরা প্রতি বছরই পেয়ে থাকি। ফোরামের এডমিনের মাধ্যমে এরকম মজা পেলাম আপনারা প্রস্তুত থাকেন অনেক ক্যাম্পেইন ম্যানেজার ক্যাম্পেইন এনে আপনাদেরকে মজা দেবে। আমরা সবাই তাদের মজা পান ভরে অনুভব করব।


আমিও সকাল বেলা সেহেরির পরে নামায পরে শুয়ে পড়ি তখন এই মেসেজ পেয়ে ভয় পেয়ে গেছি কি হলো এটা। যাক আপনাদের পোস্ট পরে আবার মনে হয় আকাশ থেকে মাটিতে পড়লাম। চিন্তায় পরে গিয়েছিলাম খুব।
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 31, 2024, 08:51:47 PM
Adjustments to Merit calculation

প্রথমে ভেবেছিলাম যারা এক লাইনের কম অর্থাৎ শুধুমাত্র রিজার্ভ বা আরইএস প্রুফ অফ অথেন্টিকেশন পোস্ট লিখে রাখে তাদের দিন হয়তো শেষ হয়ে আসছে কিন্তু বিষয়টা পরে খেয়াল করলাম আমি আজকে এপ্রিলের এক তারিখে রয়েছি। হয়তো ফোরামের এডমিনের এটি একটি নতুন কৌশল এবং আমাদের বোকা বানানোর একটি কৌশল মাত্র। আজকে এপ্রিলের শুরু হওয়া প্রথম দিন তাই আজকে এপ্রিল ফুলের অভাব হবে না। সবাই এপ্রিল ফুলের জন্য অপেক্ষা করুন।

প্রোফাইল দেখে আরো এপ্রিলফুল হয়ে গেলাম, ছিলাম ফুল মেম্বার ১১৮ মেরিট কিন্তু বানিয়ে দিয়েছে মেম্বার 87 মেরিট। সত্যিই থেমাস মা দেখিয়ে দিল। I am April fooled.

আপনার তো মেরিট কমিয়ে দিয়েছে, আমার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমার টেলিগ্রাম বট নটিফায়ারে নোটিফিকেশন আসছে আপনার একাউন্ট পার্মানেন্টলি ব্যান করা হয়েছে এখানে চেক করুন। তখন তো আমি ভয় পেয়ে গেলাম, আমার একাউন্ট কেমনে ব্যান হইলো। আমার ক্ষেতে আবার অন্য ঘটনা ঘটছে মেরিট দেখি আস্তে আস্তে বাড়তে চলেছে, তখন ভাবলাম কেউ মেরিট দিলো না কেমনে মেরিট বাড়লো। প্রথমে অনেক ভয় পেয়েছিলাম এখন খুবই মজা পাচ্ছি  Grin

বিষয়টি আমার ক্ষেত্রেও ঘটেছে এবং আমি প্রথমে অনেক ভয় পেয়েছিলাম ভেবেছিলাম কি এমন ভুল করলাম যার কারণে এত বড় শাস্তির মুখোমুখি হতে হলো। রেজনে গিয়ে সরাসরি নোটিফিকেশন বটে এরকম অনেক ইউজারকে নোটিফিকেশন বট থেকে মেসেজ দেওয়া হয়েছে আমার মতই তখন বুঝলাম বিষয়টি অন্যরকম যা প্রতি বছরই আমাদেরকে নতুন নতুনভাবে উপস্থাপন করা হয়। তখন ভয় না পেয়ে ক্লাইম ডাউনলোড হয়ে গেলাম এবং আরো অনেকের বিষয়ে খেয়াল করলাম কারো কারো মেরিট বেড়েছে, কারো কারো মেরিট কমেছে, কারো কারো অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে, কারো কারো অ্যাকাউন্ট থেকে মেরিট কমিয়ে মাইনাস করে দেওয়া হয়েছে, কারো অ্যাকাউন্ট পোষ্ট করা মাত্রই মেরিট এতটাই বৃদ্ধি পাচ্ছে অথচ কেউ মেরিট দিচ্ছে না এই বিষয়গুলো খেয়াল করে খুব মজা পাচ্ছিলাম। যাহোক আজকে এপ্রিলের প্রথম দিন যার কারণে এরকম কিছু মজা আমরা প্রতি বছরই পেয়ে থাকি। ফোরামের এডমিনের মাধ্যমে এরকম মজা পেলাম আপনারা প্রস্তুত থাকেন অনেক ক্যাম্পেইন ম্যানেজার ক্যাম্পেইন এনে আপনাদেরকে মজা দেবে। আমরা সবাই তাদের মজা পান ভরে অনুভব করব।

sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
March 31, 2024, 08:34:35 PM
Adjustments to Merit calculation

প্রথমে ভেবেছিলাম যারা এক লাইনের কম অর্থাৎ শুধুমাত্র রিজার্ভ বা আরইএস প্রুফ অফ অথেন্টিকেশন পোস্ট লিখে রাখে তাদের দিন হয়তো শেষ হয়ে আসছে কিন্তু বিষয়টা পরে খেয়াল করলাম আমি আজকে এপ্রিলের এক তারিখে রয়েছি। হয়তো ফোরামের এডমিনের এটি একটি নতুন কৌশল এবং আমাদের বোকা বানানোর একটি কৌশল মাত্র। আজকে এপ্রিলের শুরু হওয়া প্রথম দিন তাই আজকে এপ্রিল ফুলের অভাব হবে না। সবাই এপ্রিল ফুলের জন্য অপেক্ষা করুন।

প্রোফাইল দেখে আরো এপ্রিলফুল হয়ে গেলাম, ছিলাম ফুল মেম্বার ১১৮ মেরিট কিন্তু বানিয়ে দিয়েছে মেম্বার 87 মেরিট। সত্যিই থেমাস মা দেখিয়ে দিল। I am April fooled.

আপনার তো মেরিট কমিয়ে দিয়েছে, আমার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমার টেলিগ্রাম বট নটিফায়ারে নোটিফিকেশন আসছে আপনার একাউন্ট পার্মানেন্টলি ব্যান করা হয়েছে এখানে চেক করুন। তখন তো আমি ভয় পেয়ে গেলাম, আমার একাউন্ট কেমনে ব্যান হইলো। আমার ক্ষেতে আবার অন্য ঘটনা ঘটছে মেরিট দেখি আস্তে আস্তে বাড়তে চলেছে, তখন ভাবলাম কেউ মেরিট দিলো না কেমনে মেরিট বাড়লো। প্রথমে অনেক ভয় পেয়েছিলাম এখন খুবই মজা পাচ্ছি  Grin
sr. member
Activity: 504
Merit: 266
March 31, 2024, 08:22:42 PM
Adjustments to Merit calculation

প্রথমে ভেবেছিলাম যারা এক লাইনের কম অর্থাৎ শুধুমাত্র রিজার্ভ বা আরইএস প্রুফ অফ অথেন্টিকেশন পোস্ট লিখে রাখে তাদের দিন হয়তো শেষ হয়ে আসছে কিন্তু বিষয়টা পরে খেয়াল করলাম আমি আজকে এপ্রিলের এক তারিখে রয়েছি। হয়তো ফোরামের এডমিনের এটি একটি নতুন কৌশল এবং আমাদের বোকা বানানোর একটি কৌশল মাত্র। আজকে এপ্রিলের শুরু হওয়া প্রথম দিন তাই আজকে এপ্রিল ফুলের অভাব হবে না। সবাই এপ্রিল ফুলের জন্য অপেক্ষা করুন।

প্রোফাইল দেখে আরো এপ্রিলফুল হয়ে গেলাম, ছিলাম ফুল মেম্বার ১১৮ মেরিট কিন্তু বানিয়ে দিয়েছে মেম্বার 87 মেরিট। সত্যিই থেমাস মা দেখিয়ে দিল। I am April fooled.






প্রোফাইলে ঢুকে দেখি প্রথমে ৮৭ মেরিট, ভাবলাম হয়তো নেটের কারণে রিফ্রেস হয়নি, তাই লগ আউট করে পুনরায় ঢুকলাম তারপর দেখলাম 74 মেরিট, আবার কিছুক্ষণ পর খেয়াল করলাম ৬২ মেরিট ,, ভাবতেছি লাস্টে জিরো মেরিট হয় কিনা সেটা কে বলতে পারে!!!
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 30, 2024, 02:55:37 PM
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
March 30, 2024, 10:50:49 AM
বিটকয়েনটক পাই বেকিং কনটেস্ট ২য় সংস্করণের ভোট গ্রহন চলতেছে। এখনো যারা ভোট দেন নি, তাড়াতাড়ি তাদের মূল্যবান ভোট দিয়ে আসুন। এই কনটেস্টে আমাদের বাংলাদেশি কিছু ভাই ব্রাদাররাও রয়েছে। বেশি সময় নেই, মনে রাখবেন, ভোট গ্রহন চলবে ৩১ মার্চ পর্যন্ত। নিচের লিংক এ গিয়ে ভোট দিয়ে আসুন। Wink




Welcome to the second edition of the Bitcointalk Pie Baking Contest!

আপনাকে ধন্যবাদ ভাই এখানে ইনফরমেশন দেওয়ার জন্য আমি লক্ষ্য করিনি ভোটিং কনটেস্ট চলছে। আসলে এই সপ্তাহের বেশিরভাগ সময় ইনঅ্যাক্টিভ ছিলাম ঠিকমতো একটিভ ছিলাম না। রোজার রাখার ফলে ঠিকমতো কাজ করতে মন চায় না ইফতারের পরে তো মোবাইল হাতে নিয়ে টিপতেই মন চায় না। যাইহোক আমি ভোট দিয়ে আমাদের বাংলাদেশী ভাইদের এগিয়ে রাখতে চাই তবে শুধু আমার ভোট হলেই চলবে না এখানে প্রত্যেক ইউজারদের ভোট দিয়ে আমাদের বাংলাদেশী যে সমস্ত ভাইয়েরা ভোটিং কনটেস্ট অংশগ্রহণ করছে তাদের জয়যুক্ত করতে হবে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
March 29, 2024, 10:37:13 AM
লেখকঃ theymos
মেইন টপিকঃ Recovering hacked/lost accounts




যদি আপনি এমন একটি মেসেজ পান "your account is locked"

এক্ষেত্রে আপনি এরর মেসেজে একটি ইমেইল এড্রেস পাবেন। সেখানে মেইল পাঠিয়ে পরবর্তী নির্দেশনার অপেক্ষা করুন।

যদি আপনাকে ব্যান করা হয়

এক্ষেত্রে আপনার ব্যান মেসেজে একটি ইমেইল এড্রেস থাকতে পারে যেখানে আপনি মেইল করতে পারবেন। যদি না থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাপিল গ্রহণ হওয়ার সম্ভবনা নাই বল্লেই চলে।

যদি আপনার একাউন্ট হ্যাক হয়ে থাকে

[email protected] এই এড্রেসটিতে একটি মেইল পাঠান, অবশ্যই আপনার একাউন্টটি যে ইমেইল দিয়ে তৈরি করা হয়েছে সেই ইমেইল থেকে। মেইলে আপনার ইউজারনেম সংযুক্ত করুন এবং বিস্তারিত একটি বর্ণনা কিভাবে/কখন আপনার একাউন্টটি হ্যাক হয়েছে। এক্ষেত্রে একটি সিগ্নেচারের দরকার পড়তে পারে (নিচে দেখুন)।

যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান বা এমন কিছু

Email password reset চেষ্টা করে দেখুন। রিসেট মেইল স্প্যাম বক্স এ যাচ্ছে কিনা চেক করুন। যদি কোনোকিছুতেই কাজ না হয় সেক্ষেত্রে, [email protected] এই এড্রেসটিতে একটি মেইল পাঠান, অবশ্যই আপনার একাউন্টটি যে ইমেইল দিয়ে তৈরি করা হয়েছে সেই ইমেইল থেকে। মেইলে আপনার ইউজারনেম সংযুক্ত করুন। এক্ষেত্রে একটি সিগ্নেচারের দরকার পড়তে পারে (নিচে দেখুন)।

সিগ্নেচার

অনেকসময়ই, আপনাকে আপনার একাউন্টের মালিকানা পিজিপি বা বিটকয়েন সিগ্নেচারের মাধ্যমে প্রমাণ করতে হতে পারে। এটি সাধারণত করা যায় দুইটি ধাপে:

 1. আপনার পিজিপি বা বিটকয়েন এড্রেসটি আপনার একাউন্টের সাথে যুুক্ত দেখানোর মাধ্যমে, উদাহরণস্বরূপ আপনি পুরাতন একটি পোস্ট দেখাতে পারেন যেখানে আপনি ঐ পিজিপি বা বিটকয়েন এড্রেস পোস্ট করেছেন, পোস্টটি অবশ্যই আন-ইডিটেড থাকতে হবে।
 2. এরপর আপনাকে ঐ কি/এড্রেস থেকে একটি মেসেজ সাইন করে দেখাতে হবে।

উদাহরণস্বরূপ, নিচের দেখানো উদাহরণটি একটি আদর্শ উদাহরণ হিসেবে বিবেচিত হবে:

Quote
-----BEGIN BITCOIN SIGNED MESSAGE-----
My account has been hacked/lost. Please reset the email to . The current date is .
-----BEGIN SIGNATURE-----


-----END BITCOIN SIGNED MESSAGE-----

Here is the unedited post where I posted that address: ...

উক্ত লেখাগুলো নোট করে দেখুন:
 - মেসেজটিতে আপনার ইউজারনেম, নতুন ইমেইল এড্রেস, এবং বর্তমান তারিখ উল্লেখ করতে হবে।
 - এখানে আপনি এড্রেসটি নির্ধারণ করে দিবেন।
 - এখানে আপনি আপনার নিজস্ব সিগ্নেচার সংযুক্ত করে দিবেন।
 - সাইন করা এড্রেস এবং আপনার একাউন্টে থাকা পিজিপি/বিটাকয়েন এড্রেস যে একই এটা প্রমাণ করে দেখাতে হবে।



Translation offered at the initiative of:



LDL
hero member
Activity: 742
Merit: 671
March 28, 2024, 11:53:43 PM
বিটকয়েনটক পাই বেকিং কনটেস্ট ২য় সংস্করণের ভোট গ্রহন চলতেছে। এখনো যারা ভোট দেন নি, তাড়াতাড়ি তাদের মূল্যবান ভোট দিয়ে আসুন। এই কনটেস্টে আমাদের বাংলাদেশি কিছু ভাই ব্রাদাররাও রয়েছে। বেশি সময় নেই, মনে রাখবেন, ভোট গ্রহন চলবে ৩১ মার্চ পর্যন্ত। নিচের লিংক এ গিয়ে ভোট দিয়ে আসুন। Wink




Welcome to the second edition of the Bitcointalk Pie Baking Contest!

ধন্যবাদ লিংকটি প্রোভাইড করার জন্য কেননা আমাদের বাংলাদেশী কয়েকজন ভাইয়ের মধ্যে এখানে একজন অ্যাক্টিভ ইউজায় BD officer /Crypto Library ভাই দুজন অনেক এগিয়ে আছে। আমাদের এই বাংলাদেশী ভাইটিদের এগিয়ে রাখার জন্য অবশ্যই ভোটের দরকার। আজকে যেহেতু ২৯ তারিখ তাই আর মাত্র দুদিন সময় আছে এই দুদিন সময়ের মধ্যে অবশ্যই ভোট দিয়ে জয়যুক্ত করুন।

সিনিয়রদের কাছে জানতে চাই গেম বিলিং সাইটে পোস্ট করে মেরিট আর্ন করা সম্ভব...?
ভাই, গেম বিলিং আবার কি? Gambling বা গ্যাম্বলিং অথবা নিদেনপক্ষে জুয়া বলেন...
গেম্বলিংয়ের পরিধি অনেক বড় এবং দু চার কথা এই পরিধি বোঝানো সম্ভব না। সাধারণত ক্যাসিনো বা জুয়ার সকল অ্যানাউন্সমেন্ট ও বিভিন্ন খেলাধুলা নিয়ে এই গেমবিলিং সেকশনের আলোচনার বিষয়। এখানে খুব একটা বেশি মেরিট অর্জন করা সম্ভব হয় না কিন্তু যদি আপনার পোস্ট ইনফরমেটিভ বা কনস্ট্রাক্টিভ হয় তাহলে মেরিট অর্জন করা সম্ভব। সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে মূল্যবান ইনফরমেশন শেয়ার করতে হবে। তাছাড়া খেলাধুলার বিষয়ে রিসেন্ট আপডেট সব সময় দেওয়া হয়ে থাকে যার কারণে ওই সমস্ত বিষয়ে কোনো ইনফরমেশন যোগ করা সম্ভব হয় না। যেমন একটি ক্রিকেট খেলায় মূলত রান ,ওভার, ও উইকেটের বাইরে কোন আলোচনার বিষয় থাকে না এবং এখানেও অতিরিক্ত কোন ইনফরমেশন যোগ করার কোন সুযোগ থাকে না তাই এই সেকশনে খুব একটা বেশি মেরিট উপার্জন বা অর্জন করা সম্ভব হয় না।
আপনি আরো বিস্তারিত জানতে বেশ কয়েকদিন জুয়া ও ক্যাসিনো সেকশনগুলোতে একটি থাকতে পারেন। আপনাকে সমস্ত বিষয়ে জ্ঞান দেওয়ার চেয়ে আপনি যদি প্র্যাকটিক্যালি একটিভ থাকেন তাহলে বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবেন।
Pages:
Jump to: