Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 59. (Read 5285210 times)

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
March 28, 2024, 10:02:40 PM
বিটকয়েনটক পাই বেকিং কনটেস্ট ২য় সংস্করণের ভোট গ্রহন চলতেছে। এখনো যারা ভোট দেন নি, তাড়াতাড়ি তাদের মূল্যবান ভোট দিয়ে আসুন। এই কনটেস্টে আমাদের বাংলাদেশি কিছু ভাই ব্রাদাররাও রয়েছে। বেশি সময় নেই, মনে রাখবেন, ভোট গ্রহন চলবে ৩১ মার্চ পর্যন্ত। নিচের লিংক এ গিয়ে ভোট দিয়ে আসুন। Wink




Welcome to the second edition of the Bitcointalk Pie Baking Contest!

full member
Activity: 504
Merit: 163
March 28, 2024, 02:04:15 PM
সিনিয়রদের কাছে জানতে চাই গেম বিলিং সাইটে পোস্ট করে মেরিট আর্ন করা সম্ভব...?
জ্বি অবশ্যই আর্ন করা যায়। আপনি যদি মানসম্মত পোস্ট করেন তাহলে অবশ্যই মেরিট পাবেন। আপনাকে ভালোমানের কোয়ালিটি পোস্ট করতে হবে তবেই মেরিট পাবেন।
সাধারণত আমরা নিশ্চিত ভাবে বলতে পারব না যে গেম বিলিং এ সাইটে পোস্ট করলে মেরিট পাব বা বিটকয়েন ডিসকাশন এ পোস্ট করলে মেরিট পাব বা বাংলা লোকাল বোর্ডে পোস্ট করলে মেরিট পাব ।অবশ্যই পোস্ট দেওয়ার আগে আমাদেরকে মানসম্মত পোস্ট তৈরি করতে হবে আমরা যদি ভালো মানের পোস্ট তৈরি করতে পারি অবশ্যই আমরা যে সেকশনে পোস্ট দেই না কেন। আমরা যদি মানসম্মত ও ভালো মানের পোস্ট দিতে পারি বা আমাদের পোস্ট যদি কারো ভালো লাগে অবশ্যই তারা আমাদেরকে মেরিট দিবে ।তাই মেরিটের কথা চিন্তা না করে সাধারণত আমাদেরকে আগে ভালো মানের পোস্ট তৈরি করতে হবে ।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
March 27, 2024, 06:11:56 PM
ভাই, গেম বিলিং আবার কি? Gambling বা গ্যাম্বলিং অথবা নিদেনপক্ষে জুয়া বলেন...
বিটকয়েনটক ফোরামে বিভিন্ন ধরনের বোর্ড রয়েছে, লোকাল বোর্ডে, বিটকয়েন ডিসকাশন, আরো দেখেন অনেক বোর্ড রয়েছেন। GamblingGambling discussion এই দুটিও আলাদা বোর্ড, এখানে আপনি জুয়া খেলা ও খেলাধুলা বিষয়ে আলোচনা করতে পারবেন। আমি লিংক দিয়েছি আপনি লিংকে ক্লিক করে দেখতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
jr. member
Activity: 35
Merit: 3
March 27, 2024, 05:45:47 PM
সিনিয়রদের কাছে জানতে চাই গেম বিলিং সাইটে পোস্ট করে মেরিট আর্ন করা সম্ভব...?
ভাই, গেম বিলিং আবার কি? Gambling বা গ্যাম্বলিং অথবা নিদেনপক্ষে জুয়া বলেন...
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
March 27, 2024, 03:06:12 AM
paid2 নতুন একটি ফ্রি রাফেল নিয়ে এসেছে। এখানে রয়েছে ৫০ ডলারের প্রাইজ ম্যানি জিতার সুযোগ। এখনো যারা জয়েন হননি, চাইলে জয়েন হতে পারেন।
ধন্যবাদ ভাই ভালো একটা র‍্যাফেল শেয়ার করার জন্য, আমি এখন পর্যন্ত দুই বার জিততে পেরেছি কিন্তু একবার পুরুস্কার হাতে আনতে পারি নাই। তবে এই র‍্যাফেল টা যেহেতু ৫০ ডলারের বিটকয়েন প্রাইজ রয়েছে তাই এখানে জিততে পারলে অনেক ভালো হবে। আবেদন করে ফেলেছি দেখা যাক ভাগ্য সাথে থাকে কিনা। আপনারাও যারা আবেদন করতে চান জলদি আবেদন করে ফেলুন।


ভাই আরো একটা র‍্যাফেল ছিলো ওই টা শেয়ার করে দিতেন তাহলে ভালো হতো। যেহেতু আপনি শেয়ার করেন নাই তাই আমি শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। @paid2 BC.Game রাউন্ড #1 আরো একটা ফ্রি র‍্যাফেল এনেছেন তাই আপনারা যারা আবেদন করতে চান, তাহলে আবেদন করতে পারেন। দেখেন নিজেদের ভাগ্য খোঁজার চেষ্টা করুন, ভাগ্যে থাকলে আপনিও বিজয়ী হতে পারেন। সকলের জন্য শুভকামনা রইল।।

র‍্যাফেল উৎস : https://bitcointalksearch.org/topic/free-raffle-bcgame-bonus-code-for-50-round-1-5490378

Quote from:  Open-source Code & Provably Fair [BC.Game Home] & [Discussion Thread] & [BC.Game Twitter] Old Verified

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
March 27, 2024, 02:09:22 AM
paid2 নতুন একটি ফ্রি রাফেল নিয়ে এসেছে। এখানে রয়েছে ৫০ ডলারের প্রাইজ ম্যানি জিতার সুযোগ। এখনো যারা জয়েন হননি, চাইলে জয়েন হতে পারেন।

Quote from:  Crypto Casino & Sports Betting [Blackjack.Fun Home] & [Discussion Thread] & [JACK] Soon on all Exchanges new

LDL
hero member
Activity: 742
Merit: 671
March 27, 2024, 01:38:41 AM
Kucoin Share (KCS) টোকেন হোল্ডারদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট



ইদানিং কালে বাইনান্স এক্সচেঞ্জ নিয়ে বেশ তোলপাড় অবস্থা বিরাজ করছে কিন্তু তারমধ্যেই ক্রিপ্টো কারেন্সি জগতে আরেকটি জনপ্রিয় এক্সচেঞ্জ Kucoin নিয়ে দুঃসংবাদ শুরু হয়ে গেল। কুকয়েন এক্সচেঞ্জ মানি লন্ডারিং কর্মকান্ডের সাথে জড়িত হওয়া সন্দেহ নিয়ে কু কয়েন এক্সচেঞ্জ এর বিরুদ্ধে এন্টি মানিলন্ডারিং আইনে মামলা হয়েছে। HSI (Homeland Security Investigations) এর একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভদ্রলোকটির নাম Darren McCormack কু কয়েনের বিরুদ্ধে বিলিয়ন ডলার মানিলন্ডারিং অপরাধের সাথে জড়িত হওয়া নিয়ে Bank Secrecy Act আইনের ধারায় মামলা দায়ের করেন।
মামলা দায়ের করার পরপরই সংবাদ ছড়িয়ে পড়লে কুকয়েনের নিজস্ব ন্যাটিভ কয়েন Kucoin Share KCS ১২% এর উপরে ডাম্পিং করে ১৫ ডলারের কাছাকাছি থেকে বর্তমানে ১২ ডলার অবস্থান করছে অর্থাৎ কয়েক ঘন্টার ভিতরে তিন ডলার করে পার কয়েনে কমে গেছে। তাই যারা কু কয়েনের ন্যাটিব কয়েন KCS হোল্ডিং করে রেখেছেন তারা একটু আপডেট নিউজ সম্পর্কে ধারণা রাখবেন।
সংবাদটি এখানে লেখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি নিজেও ২০২২ সালে অনেকগুলো এফটিএক্স টোকেন ক্রয় করেছিলাম এবং হোল্ডিং করে রেখেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরকম এক্সচেঞ্জ এর স্ক্যামার ঘটনার ফলে পরবর্তীতে আমার কয়েন শূন্যে পরিণত হয়ে গিয়েছিল। তাই যা কিছু করার সময় থাকতে করায় বুদ্ধিমানের কাজ হবে।
staff
Activity: 2436
Merit: 2347
March 26, 2024, 03:18:31 PM
সিনিয়রদের কাছে জানতে চাই গেম বিলিং সাইটে পোস্ট করে মেরিট আর্ন করা সম্ভব...?

It doesn't matter what section you post in. You can get merits in any section of the forum. The main thing is that your posts should be original and interesting for the community. And 99% of your posts are "🦋PROOF OF REGISTRATION🦋". Posting posts like this won't get you merit.

আপনি কোন বিভাগে পোস্ট করেন তা বিষয় নয়। আপনি ফোরামের যে কোন বিভাগে পুরস্কার পেতে পারেন। মূল কথা হলো, আপনার পোস্টগুলো যেন মৌলিক এবং সম্প্রদায়ের জন্য আকর্ষণীয় হয়। এবং আপনার পোস্টের 99% হলো "🦋PROOF OF REGISTRATION🦋"। এই ধরনের পোস্ট দিলে আপনি কোন পুরস্কার পাবেন না।
member
Activity: 84
Merit: 57
March 26, 2024, 01:55:18 PM
সিনিয়রদের কাছে জানতে চাই গেম বিলিং সাইটে পোস্ট করে মেরিট আর্ন করা সম্ভব...?
জ্বি অবশ্যই আর্ন করা যায়। আপনি যদি মানসম্মত পোস্ট করেন তাহলে অবশ্যই মেরিট পাবেন। আপনাকে ভালোমানের কোয়ালিটি পোস্ট করতে হবে তবেই মেরিট পাবেন।
newbie
Activity: 110
Merit: 0
March 26, 2024, 11:45:01 AM
সিনিয়রদের কাছে জানতে চাই গেম বিলিং সাইটে পোস্ট করে মেরিট আর্ন করা সম্ভব...?
member
Activity: 84
Merit: 57
March 26, 2024, 09:50:37 AM
If you don't want to get banned for plagiarism, be so kind as to provide a link to the source.
আপনি যদি চুরির জন্য নিষিদ্ধ হতে না চান, তাহলে উৎসের একটি লিঙ্ক প্রদান করার জন্য সদয় হন।
সরি লিংক এড করতে মনে ছিলো না আমার। আমি লিংক এড করে দিচ্ছি এখনি। ধন্যবাদ আপনাকে বিষয়টা অবগত করার জন্য।

Sorry I forgot to edit the link. am adding the link now. Thank you for letting us know.
staff
Activity: 2436
Merit: 2347
March 26, 2024, 09:06:42 AM
member
Activity: 84
Merit: 57
March 26, 2024, 06:58:31 AM
২৬ শে মার্চ বাঙালি জাতির একটি বিশেষ দিন, আজকে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস। যাদের জন্য আজকে এই বাংলাদেশ পৃথিবীর বুকে মানচিত্রে লেখা হয়েছে, তাদের সকল শহীদ ও গাজী ভাইদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
হ্যাঁ, আজকে মহান স্বাধীনতা দিবস। আজকে এই দিনে স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল। আমরা সকলেই জানি আজকে থেকে নয় মাস যুদ্ধ করার পর ১৬ই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে আজকে এই বাংলাদেশ। যারা এই বাংলার জন্য জীবন দিয়েছেন তারা কখনো মরবে না, বাংলাদেশ যতদিন মানচিত্রে থাকবে ততদিন তাদের কথা স্মরণ করা হবে।

বাংলাদেশের স্বাধীনতা দিবস (বাংলা: স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস) বাংলাদেশে জাতীয় ছুটির দিন হিসেবে ২৬ মার্চ পালিত হয়। এটি 26 শে মার্চ, 1971 সালের প্রথম দিকে পাকিস্তান থেকে দেশটির স্বাধীনতার ঘোষণাকে স্মরণ করে। বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৯৭২ হতে প্রতিবছর ২৬শে মার্চ তারিখে উদযাপিত বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ২৫ মার্চ রাতে গ্রেফতার হওয়ার পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এক তার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ২৬ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে এম. এ. হান্নান চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ঘোষণা পত্র পাঠ করেন। পরে ২৭ মার্চ পাকিস্তান সেনাবাহিনী তৎকালীন মেজর জিয়াউর রহমান একই কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।
১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।
বিস্তারিত জানতে ভিজিটি করুন এই লিংকে: ২৬শে মার্চ স্বাধীনতা দিবস বাঙ্গালী জাতির জীবনে এক গৌরবময় দিন।

অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি, আমরা বুক ভরা আশা নিয়ে গর্ব করে বলতে পারি আমরা স্বাধীন দেশে বসবাস করি
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
March 26, 2024, 01:57:14 AM

২৬ শে মার্চ বাঙালি জাতির একটি বিশেষ দিন, আজকে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস। যাদের জন্য আজকে এই বাংলাদেশ পৃথিবীর বুকে মানচিত্রে লেখা হয়েছে, তাদের সকল শহীদ ও গাজী ভাইদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
হ্যাঁ, আজকে মহান স্বাধীনতা দিবস। আজকে এই দিনে স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল। আমরা সকলেই জানি আজকে থেকে নয় মাস যুদ্ধ করার পর ১৬ই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে আজকে এই বাংলাদেশ। যারা এই বাংলার জন্য জীবন দিয়েছেন তারা কখনো মরবে না, বাংলাদেশ যতদিন মানচিত্রে থাকবে ততদিন তাদের কথা স্মরণ করা হবে। আজকে এই বিটকয়েনটক ফোরামে বাংলা নামক থ্রেড পেয়েছি কাদের জন্য? যারা এই বাংলার জন্য জীবন দিয়েছেন শুধু তাদের জন্যই। যারা এই বাংলার জন্য জীবন দিয়েছিল তাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে অবিরাম শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
member
Activity: 94
Merit: 28
March 25, 2024, 08:57:36 PM

২৬ শে মার্চ বাঙালি জাতির একটি বিশেষ দিন, আজকে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস। যাদের জন্য আজকে এই বাংলাদেশ পৃথিবীর বুকে মানচিত্রে লেখা হয়েছে, তাদের সকল শহীদ ও গাজী ভাইদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
March 24, 2024, 10:10:56 PM
@paid2 আবারো Custom eXch Cryptosteel Capsule রাউন্ড 4 ফ্রি রাফেল নিয়ে এসেছেন। ৫০০ মেরিট বা তার চেয়ে বেশি সংখ্যক সদস্যরা দুটি করে স্লট নিতে পারবেন। অনেকেই দুটি স্লট নেওয়ার কারণে, স্লট খুবই সীমিত রয়েছে। তাই যারা এই ফ্রি র‍্যাফেলে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা তাড়াতাড়ি আবেদন করতে পারেন।
র‍্যাফেল উৎস : https://bitcointalksearch.org/topic/m.63850741


গতকালকে আমি @krogothmanhattan এর ৫৫৫ তম ফ্রি র‍্যাফেলে বিজয়ী হয়েছি। এবার দিয়ে আমার দ্বিতীয়বার র‍্যাফেল বিজয়ী হলাম। আপনারাও চেষ্টা করুন ভাগ্যে থাকলে আপনারাও বিজয়ী হতে পারবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 24, 2024, 11:42:53 AM
জীবনে অযাচিত অশান্তি না চাইলে, Crypto সম্পর্কিত যেকোনো জিনিস বাংলাদেশে আমদানি করা থেকে বিরত থাকুন। সিঙ্গাপুর, দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ফিলিপাইনে যদি পরিচিত কেউ থাকে, তাহলে তাঁদের ঠিকানায় পাঠিয়ে ওনাদের সাথে বাংলাদেশে আনাতে পারেন।
আর বইলেন না ভাই, এই সমস্যায় এড়ানোর জন্যই এখনো পর্যন্ত অনেক কালেক্টিভেলস পছন্দ হওয়া সত্ত্বেও ওগুলোর দরকষাকষি করতে পারিনি। যদিও মাঝেমধ্যে বিভিন্ন ফ্রি কালেক্টিভেলস রেফেল ড্র হলে সেখানে অংশগ্রহণ করি।
এখানে আমিও দুটো কথা চিন্তা করছি হয় ফোরামের কোন পছন্দের সেগুলো গিফট করে দেব।
আর নয়তো আমার কয়েকটা ফ্রেন্ড অস্ট্রেলিয়া এবং ইউরোপ কান্ট্রি রয়েছে তাদেরকে  পার্সেল হিসেবে পাঠিয়ে দিব। পরবর্তীতে দেশে আসার সময় ওরা সেগুলো নিয়ে আসলে আসলো আর না দিলে না দিক। কিন্তু আমার একটা প্রশ্ন এখানেই যে সেগুলো তো বিমানবন্দরের কাস্টমস পার  করিয়েই আনতে হবে, তখন কি ধরা খাওয়ার পসিবিলিটি নেই?
তাহলে তো হয়েই যেতো পায়ের উপর পা তুলে খাইতাম ঘুুমাতাম আর হোল্ড করতাম। কিন্তু বেশিরভাগেই ঐ মূলধনটা নাই যেটা দিয়ে কিনে সে হোল্ড করবে। আমার এখনো মনে আছে বিটিসি যখন ১৫ কে তে ছিলো তখন কয়েক হাজার (আর কত হবে ৫ কে) কিনে রাখতে চাইছিলাম। কিন্তু কিনতে পারিনাই। এতদিনে সেটা ৫-৬ গুন হয়ে যেতো যদি কিনে হোল্ড করতাম। ঐযে নুন আর পান্তা। টাকা হাতে থাকেনা। কোনো না কোনো দিক দিয়ে খরচ হয়ে যায়।  Smiley
মজার বিষয়টা কি জানবেন? যখন বিটকয়েন ১৫ কে বা  ১৬ কে তে নেমেছিল তখন আমি আশা করতেছিলাম যে এটি 10 এর নিচেও নামবে আর তখনই আমি হাফ বিটকয়েন কিনে রাখবো এবং হোল্ডিং করব। কিন্তু সেটির উল্টো টি হল, দাম বাড়তে শুরু করল।
আমি মনে করি বিটকয়েনে হোল্ডিং করতে বা ইনভেস্টমেন্ট করতে চাইলে ইনভেস্টমেন্টটা খুবই ছোট আকারে রাখা উচিত, এই ধরেন আমরা যখন সিগনেচার স্টার্ট করি তখন কিন্তু বিটকয়েনের দাম বিশ কে এর আশেপাশে ছিল , আর অবশ্যই যারা তখন তাদের ফুল  সিগনেচার পেমেন্ট হোল্ডিং করতে চেয়েছে তাদের মধ্যে বেশিরভাগই পরবর্তীতে হয়তো প্রয়োজনের কারণে সেল করতে হয়েছে এক্ষেত্রে হয়তো সে তার গোল টাচ করতে পারেনি।
আমি বিটকয়েন ইনভেস্টমেন্ট টাকে অনেকটা ব্যাংকের ফিক্স ডিপোজিট নাকি বলে ওইটার সাথে মিলিয়ে করি যেমন ধরেন অনেকে মাসে 5000 টাকা করে ফিক্স ডিপোজিট করে পাঁচ বছর বা ১০ বছরের নামে। একই কাজটা বিটকয়েনে করলেও মন্দ হয় না আমার নিজেরই বর্তমানে যা ইনভেস্টমেন্ট করেছিলাম সেটি ডাবল হয়েছে। তার মধ্যে কিছু ৫৬কে তে সেল দিয়ে রিগ্রেট ফিল করতেছি।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
March 23, 2024, 09:47:04 PM

আমার মত যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদের কাছে এক বিটকয়েন সমান বা সমপরিমাণ বিটকয়েন জমানো আর আকাশের চাঁদ হাতে করে নিয়ে ঘুরে বেড়ানো একই কথা। কারণ এখন যদি আমরা স্বপ্ন দেখি বাস্তব হওয়া খুব কঠিন হবে না বললেই চলে।
তাহলে তো হয়েই যেতো পায়ের উপর পা তুলে খাইতাম ঘুুমাতাম আর হোল্ড করতাম। কিন্তু বেশিরভাগেই ঐ মূলধনটা নাই যেটা দিয়ে কিনে সে হোল্ড করবে। আমার এখনো মনে আছে বিটিসি যখন ১৫ কে তে ছিলো তখন কয়েক হাজার (আর কত হবে ৫ কে) কিনে রাখতে চাইছিলাম। কিন্তু কিনতে পারিনাই। এতদিনে সেটা ৫-৬ গুন হয়ে যেতো যদি কিনে হোল্ড করতাম। ঐযে নুন আর পান্তা। টাকা হাতে থাকেনা। কোনো না কোনো দিক দিয়ে খরচ হয়ে যায়।  Smiley

ভাই এখানে আমার কাছে যেটা সবথেকে বড় সমস্যা মনে হয়, সেটা হচ্ছে যে বাইরের দেশের মুদ্রা থেকে আমাদের বাংলাদেশের মুদ্রা এর ব্যবধান অনেক বেশি। যে কারণে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না।  আর আমাদের দেশে আরও একটা সমস্যা হচ্ছে আঞ্চলিকভাবে বলেন আর দেশীয়ভাবে বলেন, যে কোন একটা বিষয়ে কেউ  জানে সে অন্যকে সেটা বলতে চায় না সেটা কেন জানিনা। তবে যারা একটু বুদ্ধিমান তারা মনে করে তাদের বুদ্ধি নিজেদের কাছে রাখবে অন্য কারো কাছে শেয়ার করতে চায় না। তাছাড়া ভালো পরামর্শ পেলে অনেকেই হয়তোবা আরো অনেক ডলার জমা রাখতে পারতো।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
March 23, 2024, 12:06:52 PM

আমার মত যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদের কাছে এক বিটকয়েন সমান বা সমপরিমাণ বিটকয়েন জমানো আর আকাশের চাঁদ হাতে করে নিয়ে ঘুরে বেড়ানো একই কথা। কারণ এখন যদি আমরা স্বপ্ন দেখি বাস্তব হওয়া খুব কঠিন হবে না বললেই চলে।
তাহলে তো হয়েই যেতো পায়ের উপর পা তুলে খাইতাম ঘুুমাতাম আর হোল্ড করতাম। কিন্তু বেশিরভাগেই ঐ মূলধনটা নাই যেটা দিয়ে কিনে সে হোল্ড করবে। আমার এখনো মনে আছে বিটিসি যখন ১৫ কে তে ছিলো তখন কয়েক হাজার (আর কত হবে ৫ কে) কিনে রাখতে চাইছিলাম। কিন্তু কিনতে পারিনাই। এতদিনে সেটা ৫-৬ গুন হয়ে যেতো যদি কিনে হোল্ড করতাম। ঐযে নুন আর পান্তা। টাকা হাতে থাকেনা। কোনো না কোনো দিক দিয়ে খরচ হয়ে যায়।  Smiley
full member
Activity: 504
Merit: 163
March 22, 2024, 11:08:53 PM
শুভ সকাল। সবাই কেমন আছেন।আসেন সবাই বিটকয়ন নিয়ে আলোচনা করি।।

ধন্যবাদ বিষয়ভিত্তিক পোস্ট দেয়ার জন্য। এখন বিটকয়েনের মূল্, ১ বিটকয়েন = ৯৬৬৫.৯৬ ডলার।

কিছু পুরান পোস্ট ঘাঁটতে গিয়ে এইটা চোখে পড়লো।

সেদিন, ১ বিটকয়েন = ৯৬৬৫ ডলার

আজ, ১ বিটকয়েন = ৬৪১১৫ ডলার

গত ছয় বছরে ছয়গুণের বেশি হইছে বিটকয়েন।
দিন যত যাচ্ছে বিটকয়েনের বাজার তত উর্ধ্বগতি হচ্ছে তাই যারা আগে বিটকয়েন কিনে রেখেছিল অবশ্যই বর্তমানে তারা ব্যাপক লাভবান হয়েছে। তবে সত্যিই আফসোস লাগে যদি আমরা 2023 সালের শেষের দিকে বিটকয়েন কিনে রাখতাম বর্তমান বাজারে আমরা বিটকয়েন ব্যাপকভাবে লাভ করতে পারতাম। তো যাই হোক এখনো বিটকয়েন যদি কেউ কিনে রাখতে চায় এখনও কিনে রাখতে পারবে কারণ দিন যত যাচ্ছে বিটকয়েনের বাজার কত উর্দু গতি হচ্ছে।তাই আশা করা যাচ্ছে হয়তো বা বিটকয়েনের বাজার 2024 সালের শেষের দিকে  বিটকয়েনের বাজার 100K কে পৌঁছাতে পারে।
Pages:
Jump to: