Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 59. (Read 5681418 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 05, 2024, 01:44:29 PM
কিছুদিন আগে একজন আমাদের বাঙালি মেম্বার খুব দ্রুত উঠতেছিল পরে তার বিষয়টা অনেকটা সর্ষের ভেতর ভূত হিসেবে প্রমাণ হলো। আমরা এই ধরনের কোয়ান্টিটি চাইনা যেগুলো আমাদের লোকাল থ্রেডের মান সম্মান ডুবায় ।
যে যাই করুক, কিন্তু আমি মনে করি বাংলাদেশ থ্রেড এ বেশ কয়েকজন পটেনশিয়াল মেম্বার আছে যারা লিজেন্দারি মেম্বার হতে পারবে যদি শুধু মাত্র সৎ থাকে। কন্ট্রিবিউশন এক প্রকার এমনিতেই হবে যদি তারা অল্ট ফারমিং এ সময় না দেয়। ওনেকে আগে এসেও কিছুই করতে পারেনি, আবার কেউ অনেক পড়ে এসেও ভালো একটা পজিশনে আছে।
সেটা তো অবশ্যই ভাই, আমি তো মনে করি তারা যদি অসৎও থাকে তারপরেও লেজেন্ডারি মেম্বার হতে পারবে তবে একটু সময় নিবে।
তবে এটা আমি অবশ্যই বলব যে হ্যাঁ এর  ভীরেও আমাদের মধ্যে এমন কয়েকজন মেম্বার পাওয়া যাবে যারা আসলেও ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে কিছু জ্ঞান রাখে আমি বলব কিছু না মোটামুটি অনেক জ্ঞানী রাখে। এমন অনেক মেম্বার রয়েছে যারা বাংলাদেশী হয়েও বাংলাদেশ থ্রেডে বা নিজেরদেরকে কখনো বাংলাদেশে হিসেবে পরিচয় দেয়নি কিন্তু দিব্যি ফোরামে কাজ করে চলছে এবং ক্রিপ্টো কারেন্সি জগতে ভালো উন্নতি করেছে। দ্রুত উন্নতি বা রেংক আপ করা বলতে আমি  অন্য কিছু বুঝাইনি জাস্ট আসলে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজটি করতে যায় তারা ওই যে ডানা কাটা পরি মতন মাটিতে পড়ে যায়।

ব্যাপারটা সেটা না ভাই , আমি সাধারণত আমার kucoin একাউন্ট থেকে ডোনেশন পাঠাতে হবে এবং Kucoin থেকে পাঠাতে গেলে অন্যান্য এক্সচেঞ্জের চেয়ে একটু বেশি পরিমাণে ফি বহন করতে হয়। যেমন বাইনান্স এক্সচেঞ্জে থেকে যদি ইথেরিয়াম পাঠাতে চাই তাহলে ৫-৬ ডলার পরিমাণ ফি লাগে কিন্তু কুকয়েন এক্সচেঞ্জ থেকে ইথেরিয়াম পাঠাতে গেলে ফি ১৪ ডলারের উপরে লাগে। এজন্যই অন্য প্লাটফর্মের বিষয়টি বলেছিলাম। পরবর্তীতে মূল টপিকে মনেরো এড্রেস যোগ করা হয়েছে হয়তো অতিরিক্ত লেনদেন ফি এর বিষয়টি বিবেচনা করেই।
আমি আপনার কথায় কি মনে করবো ভাই, আপনারা যারা এই কমিউনিটিতে রয়েছেন তারা তো সবাই অনেক অভিজ্ঞ, এডুকেটিভ তাই আপনাদের প্রত্যেকের ইনস্ট্রাকশন অনেক অনেক মূল্যবান। আমি আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় থাকি সর্বদা।
এটার জন্য ভাই আর কিছু সময় ওয়েট করেন ইনশাল্লাহ আমি আগামীকাল একটা টিউটোরিয়াল নিয়ে আসতেছি মানে একটা ট্রিকস শেয়ার করব যেটার মাধ্যমে মাত্র 0.5% ফি দেওয়ার মাধ্যমে আপনারা সেন্ট্রালাইজ এক্সেঞ্জার থেকে বিটকয়েনে পে করতে পারবেন। আলসেমির জন্য এটা শেয়ার করা হচ্ছে না আশা করি কালকেই একটা পোস্ট শেয়ার করব।

sr. member
Activity: 546
Merit: 268
May 05, 2024, 01:19:55 PM

for Bitcoin : bc1qcatsxvw057khlcazrzpl33rje8lvjnyz6ryxxh

for Ethereum : 0xD7638eb545678a58A9Fd77B12eb7dF5C30Cec0D5


ধন্যবাদ ভাই আপনাকে এ রকম একটি মহৎ উদ্দেশ্যের জন্য। কিন্তু আমি কিছু দান করতে চাই যদিও দানের পরিমাণ অতি নগণ্য কিন্তু উপরে দুটি ওয়ালেটে সে পরিমাণ দান করব ঠিক তার চেয়ে বেশি পরিমাণ লেনদেন ফি খরচ হয়ে যায়। অন্য কোন উপায় আছে কিনা এটা জানার খুব আগ্রহ ছিল এবং অন্য কোন প্লাটফর্মে দান করলে অবশ্যই ফি এর পরিমাণ একটু কম হতো ফলে আমার জন্য ভালো হতো।
দয়া করে অন্য কোন প্ল্যাটফর্মে দান করা যাবে কিনা এই বিষয়টা একটু জানালেও উপকৃত হতাম। দুচার ডলার দান করলে তার চেয়ে বেশি পরিমাণ ফি চলে গেলে মানুষ দানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে তাই ফি কম কাটে এরকম প্লাটফর্ম নির্বাচন করা উচিত।
গ্রাম্য একটা প্রবাদ আছে ইঁদুরের ডরে বউ ন্যাংটা রাখা। আপনি যদি দান করতে পারেন তাহলে ফি দেখে ভয় পাওয়া কোন কারণ নেই। যারা দান করতে পারে তারা যেকোনো পরিস্থিতিতে দান করতে পারে। বিষয়টি আপনি ওভাবে নিবেন না বরং আমি এমনিতে বললাম যে আপনি যদি দান করতে চান তাহলে আপনি নিচের থেকে গিয়ে কর্তৃপক্ষের কাছে অন্য প্লাটফর্মের অ্যাড্রেস চেয়ে নিতে পারেন।

Bitcoin as a medium for donations

উপরের অরজিনিয়াল থ্রেডে ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন সেখানে মনেরো(Monero )এড্রেস দেওয়া আছে সেখানে গিয়ে আপনি আপনার ইচ্ছামত দান করতে পারবেন। এখানে দান করলে অবশ্যই আপনার ফি এর ভয়টা থাকবে না ।
ব্যাপারটা সেটা না ভাই , আমি সাধারণত আমার kucoin একাউন্ট থেকে ডোনেশন পাঠাতে হবে এবং Kucoin থেকে পাঠাতে গেলে অন্যান্য এক্সচেঞ্জের চেয়ে একটু বেশি পরিমাণে ফি বহন করতে হয়। যেমন বাইনান্স এক্সচেঞ্জে থেকে যদি ইথেরিয়াম পাঠাতে চাই তাহলে ৫-৬ ডলার পরিমাণ ফি লাগে কিন্তু কুকয়েন এক্সচেঞ্জ থেকে ইথেরিয়াম পাঠাতে গেলে ফি ১৪ ডলারের উপরে লাগে। এজন্যই অন্য প্লাটফর্মের বিষয়টি বলেছিলাম। পরবর্তীতে মূল টপিকে মনেরো এড্রেস যোগ করা হয়েছে হয়তো অতিরিক্ত লেনদেন ফি এর বিষয়টি বিবেচনা করেই।
আমি আপনার কথায় কি মনে করবো ভাই, আপনারা যারা এই কমিউনিটিতে রয়েছেন তারা তো সবাই অনেক অভিজ্ঞ, এডুকেটিভ তাই আপনাদের প্রত্যেকের ইনস্ট্রাকশন অনেক অনেক মূল্যবান। আমি আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় থাকি সর্বদা।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 05, 2024, 09:57:03 AM
আপনারা কি কেউ জুলু কয়েন এর টেস্টনেট এ এয়ারড্রপের জন্য ফার্ম করছেন নাকি? টেষ্টনেট টা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এই টেষ্টনেট এ পয়্টে কালেক্ট করার জন্য আমি টেষ্টনেট বিটকয়েন অব্দি যোগার করেছি। বেশ কিছুদিন ধরে পয়েন্ট কালেক্ট করছি ডেউলি টাস্কগুলো কম্প্লিট করে করে। আমার ২৭ হাজারের মতো পয়েন্ট হয়ে গেছে। এই এয়ারড্রপের বিস্তারিত কিছু শেয়ার করছি না, তবে কেউ ইন্টারেষ্টেড থাকলে কয়েন আলাপের টেলিগ্রাম চ্যানেলেই এই পোষ্ট টি দেখতে পারেন - https://t.me/coinalap_airdrop/25

ব্লাষ্ট চেইনের blast.io কেউ পয়েন্ট ফার্মিং করছেন নাকি? blast.io কিন্তু এই চেইনের মেইন ওয়েবসাইট। এখানে পয়েন্ট ফার্ম করতে হলে কিছুই করতে হয় না। আপনার যদি ব্লাষ্ট চেইনে ইথেরিয়াম থাকে, তাহলে এই ওয়েবসাইটে আপনার মেটামাস্ক কানেক্ট করে রাখলেই কাজ শেষ। আপনার ব্যালেন্সে ইথেরিয়াম থাকলে অটোমেটিক পয়েন্ট যোগ হতে থাকবে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 05, 2024, 08:52:14 AM

for Bitcoin : bc1qcatsxvw057khlcazrzpl33rje8lvjnyz6ryxxh

for Ethereum : 0xD7638eb545678a58A9Fd77B12eb7dF5C30Cec0D5


ধন্যবাদ ভাই আপনাকে এ রকম একটি মহৎ উদ্দেশ্যের জন্য। কিন্তু আমি কিছু দান করতে চাই যদিও দানের পরিমাণ অতি নগণ্য কিন্তু উপরে দুটি ওয়ালেটে সে পরিমাণ দান করব ঠিক তার চেয়ে বেশি পরিমাণ লেনদেন ফি খরচ হয়ে যায়। অন্য কোন উপায় আছে কিনা এটা জানার খুব আগ্রহ ছিল এবং অন্য কোন প্লাটফর্মে দান করলে অবশ্যই ফি এর পরিমাণ একটু কম হতো ফলে আমার জন্য ভালো হতো।
দয়া করে অন্য কোন প্ল্যাটফর্মে দান করা যাবে কিনা এই বিষয়টা একটু জানালেও উপকৃত হতাম। দুচার ডলার দান করলে তার চেয়ে বেশি পরিমাণ ফি চলে গেলে মানুষ দানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে তাই ফি কম কাটে এরকম প্লাটফর্ম নির্বাচন করা উচিত।
গ্রাম্য একটা প্রবাদ আছে ইঁদুরের ডরে বউ ন্যাংটা রাখা। আপনি যদি দান করতে পারেন তাহলে ফি দেখে ভয় পাওয়া কোন কারণ নেই। যারা দান করতে পারে তারা যেকোনো পরিস্থিতিতে দান করতে পারে। বিষয়টি আপনি ওভাবে নিবেন না বরং আমি এমনিতে বললাম যে আপনি যদি দান করতে চান তাহলে আপনি নিচের থেকে গিয়ে কর্তৃপক্ষের কাছে অন্য প্লাটফর্মের অ্যাড্রেস চেয়ে নিতে পারেন।

Bitcoin as a medium for donations

উপরের অরজিনিয়াল থ্রেডে ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন সেখানে মনেরো(Monero )এড্রেস দেওয়া আছে সেখানে গিয়ে আপনি আপনার ইচ্ছামত দান করতে পারবেন। এখানে দান করলে অবশ্যই আপনার ফি এর ভয়টা থাকবে না ।
sr. member
Activity: 546
Merit: 268
May 05, 2024, 02:06:31 AM

for Bitcoin : bc1qcatsxvw057khlcazrzpl33rje8lvjnyz6ryxxh

for Ethereum : 0xD7638eb545678a58A9Fd77B12eb7dF5C30Cec0D5


ধন্যবাদ ভাই আপনাকে এ রকম একটি মহৎ উদ্দেশ্যের জন্য। কিন্তু আমি কিছু দান করতে চাই যদিও দানের পরিমাণ অতি নগণ্য কিন্তু উপরে দুটি ওয়ালেটে সে পরিমাণ দান করব ঠিক তার চেয়ে বেশি পরিমাণ লেনদেন ফি খরচ হয়ে যায়। অন্য কোন উপায় আছে কিনা এটা জানার খুব আগ্রহ ছিল এবং অন্য কোন প্লাটফর্মে দান করলে অবশ্যই ফি এর পরিমাণ একটু কম হতো ফলে আমার জন্য ভালো হতো।
দয়া করে অন্য কোন প্ল্যাটফর্মে দান করা যাবে কিনা এই বিষয়টা একটু জানালেও উপকৃত হতাম। দুচার ডলার দান করলে তার চেয়ে বেশি পরিমাণ ফি চলে গেলে মানুষ দানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে তাই ফি কম কাটে এরকম প্লাটফর্ম নির্বাচন করা উচিত।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 04, 2024, 04:03:16 AM
কিছুদিন আগে একজন আমাদের বাঙালি মেম্বার খুব দ্রুত উঠতেছিল পরে তার বিষয়টা অনেকটা সর্ষের ভেতর ভূত হিসেবে প্রমাণ হলো। আমরা এই ধরনের কোয়ান্টিটি চাইনা যেগুলো আমাদের লোকাল থ্রেডের মান সম্মান ডুবায় ।

যে যাই করুক, কিন্তু আমি মনে করি বাংলাদেশ থ্রেড এ বেশ কয়েকজন পটেনশিয়াল মেম্বার আছে যারা লিজেন্দারি মেম্বার হতে পারবে যদি শুধু মাত্র সৎ থাকে। কন্ট্রিবিউশন এক প্রকার এমনিতেই হবে যদি তারা অল্ট ফারমিং এ সময় না দেয়। ওনেকে আগে এসেও কিছুই করতে পারেনি, আবার কেউ অনেক পড়ে এসেও ভালো একটা পজিশনে আছে।

Quote
আসলে এনালিস্টদের প্রেডিকশন যে সব সময় সঠিক হবে এটার গ্যারান্টি কিন্তু বিটকয়েন আগে থেকেই উঠিয়ে নিয়েছে কখন কি হবে এটা কেউ ১০০% প্রেডিকশন করতে পারবে না। তবে আমার মনে হয় না এখনও খেলা শেষ হয়ে গিয়েছে সামনে বিটকয়েনের আর ও এই ধরনের  কারেকশন আমরা দেখতে পাবো পূর্বের রেকর্ড তাই বলতেছে। বিয়ার মার্কেটে বলতে একবারে আগের ২০২২ ২৩ এর মতন মনে হয় না হবে।

কি হবে সেটাই তো বলা মুশকিল। এটা তো আমরা সবাই জানি যে এন্যালিস্ট রা তাদের এন্যালাইসিস গুলোর কথাই আমাদেরকে জানায় যেটা হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু কেমন লাগে যখন বিটকয়েন প্রায় বেশিরভাগ এন্যালাইসিস গুলোকে ভুল প্রমান করে? আমি একজন ইউটিউবারকে ফলো করি। যিনি ভিডিও বানানোর সময় নানান তথ্য দিয়ে দিয়ে এন্যালাইসিস গুলো পোস্ট করে। কয়েকদিন আগে বলছিলো যে বিটকয়েন হালভিং এর আগ অব্দি প্রতি সপ্তাহে একটা করে অল টাইম হাই বানাবে। হয়েছে উলটো। আবার সেদিন বললো আমরা বিয়ার মার্কেটে চলে যেতে পারি যদি এই সাপোর্ট ব্রেক করে। হচ্ছে উলটো। পরের ভিডিওতে ওনার চেহারাটা দেখার মতো হয়।  Grin Grin Grin
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 04, 2024, 02:45:26 AM
Note: আমি সবার কাছে অনুরোধ করে বলবো এই বিষয়টাকে কেউ খারাপ হিসেবে নিবেন না। এই ক্যাম্পেইনটা মূলত ইউক্রেনবাসীর পাশে দাঁড়ানোর জন্য একটি অ্যাম্বুলেন্স কেনার ক্যাম্পেইন। আমি কিছু সাহায্য করেছি এবং এই ক্যাম্পেইনটা আমার লোকাল বোর্ডে পোস্ট করছি কেউ যদি তার নিজের ইচ্ছায় দান করতে চায় তাহলে করতে পারেন।
এই ক্যাম্পেইনটি সার্বিকভাবে অনেক ভালো হয়েছে কিন্তু এই বিষয়টি যদি ইউক্রেনবাসীর পক্ষে না হয়ে যদি ফিলিস্তিনিবাসীর জন্য হইত তাহলে আমার কাছে এযুগের সেরা দান হিসেবে স্বীকৃতি পেতো। এরকম অ্যাম্বুলেন্স ফিলিস্তিনি বাসীর জন্য বড়ই প্রয়োজন। ফিলিস্তিনি বাসিকে সাহায্য করার জন্য এরকম কোন ক্যাম্পেইন চালানো যায় কিনা একটু চেষ্টা করেন। আমার মনে হয় ফিলিস্তিনি বাসিকে সাহায্য করার জন্য বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক লোকাল বোর্ড থেকে অনেকেই সাহায্য করার জন্য এগিয়ে আসবে। এরকম ক্যাম্পেইনে সাহায্য করার মন-মানসিকতা অনেকেরই আছে কিন্তু এই সকল ক্যাম্পেইন চালানোর মতো লোকজনের অভাব রয়েছে। দেখেন কোন সোর্স থেকে এরকম ফিলিস্তিনি বাসীকে সাহায্য করার জন্য কোন ক্যাম্পেইন চালানো যায় কিনা। আপনাকে ধন্যবাদ এরকম একটি ক্যাম্পেইনে অনুবাদ এই লোকাল বোর্ডে পোস্ট দেওয়ার জন্য।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
May 04, 2024, 01:19:35 AM
অরিজিনাল পোস্ট: Re: Bitcoin as a medium for donations
লেখক: derBowler


Ambulance - Campaign


Hello everyone.

আমি আবার আপনার সাথে যোগাযোগ করছি কারণ আমরা আরও কয়েকটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারি কিনা তা দেখার জন্য আবার যোগাযোগ করা হয়েছে।

জরুরী যানবাহনগুলির সাথে শেষ প্রচারাভিযানটি এতটাই দুর্দান্ত ছিল যে ইউক্রেনের কিছু ডাক্তার বাহিনীতে যোগদান করেছেন এবং এখন ইউক্রেনের লোকেদের সাথে দেখা করতে এবং চিকিৎসা সেবা দেওয়ার জন্য সারা দেশে ভ্রমণ করছেন যাদের চিকিৎসা সহায়তা প্রয়োজন কিন্তু তারা আর গাড়ি চালাতে সক্ষম নয়।  হাসপাতালের অবকাঠামো ধ্বংসের কারণে এখন আর নিজেরা করতে পারছে না।
যেহেতু অ্যাম্বুলেন্সগুলি খুব উচ্চ মানের, প্রায় একটি মোবাইল অপারেটিং থিয়েটারের মতো, এমনকি খুব কঠিন ক্ষেত্রেও চিকিৎসা করা যেতে পারে, যা সৈন্য এবং সামরিক বাহিনীকেও উপকৃত করে, যারা একটি যানবাহনও চেয়েছিল।

আমরা, যারা প্রায় দুই বছর ধরে স্থানীয় জনগণের জন্য সাহায্য পরিবহন এবং সব ধরণের উপকরণের আয়োজন করে আসছি, অবশ্যই এটি আবার ঘটানোর জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করছি।
 যেহেতু আমরা প্রথম থেকেই সামরিক বাহিনীর সাথে এবং কিছু সাহায্যকারী সংস্থার সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগে ছিলাম এবং আমরা এখন একে অপরকে ব্যক্তিগতভাবে জানি, আমরা জানি যে আমরা এখানে যা যা একসাথে রাখি তা সেখানে পৌঁছাবে এবং সঠিক হাতে চলে যাবে।

সুতরাং সবকিছু, এবং আমরা সত্যিই সবকিছু বলতে চাচ্ছি, ইউক্রেনের জনগণের জন্য প্রকল্পগুলি এবং সাহায্যের মধ্যে এক-একটি যায়।

যাইহোক, যেহেতু এটি আমাদের আর্থিক উপায়ের বাইরে, আমরা এখন বাইরের সহায়তার উপর বেশি নির্ভরশীল, কারণ এটি খুব আলাদা এবং সহজ নয়।

হয়তো আপনি এই স্থানীয় প্রকল্পে আমাদের সমর্থন করার জন্য কল্পনা করতে পারেন, এটি অনেক কিছু হতে হবে না, সবাই একটু একটু যেমন আপনি পারেন কিন্তু একসঙ্গে আমরা শক্তিশালী.

এটি বিজ্ঞাপন নির্দ্বিধায় এবং অবশ্যই অন্যান্য প্রকল্পের মত একটি রিপোর্ট হবে.
 দুর্ভাগ্যবশত, এই ধরনের সাহায্য এখনও খুব সমালোচনামূলক হিসাবে দেখা হয়, যা শত্রুতা ইত্যাদির দিকেও নিয়ে যায়। তাই আপনি যখন জিজ্ঞাসা করবেন তখন সতর্ক থাকুন, আমরা ইতিমধ্যে এখানে অনেক অভিজ্ঞতা করেছি।

কিন্তু আমি এখনও বিশ্বাস করি যে আমাদের অলসভাবে দাঁড়ানো উচিত নয়, বিশেষ করে যেহেতু এটি শেষ পর্যন্ত ইউরোপ, আমাদের জন্মভূমি এবং ইউক্রেনের লোকদের সম্পর্কে যারা আপনার এবং আমার মতো, ইতিমধ্যে খুব কম আছে এবং এখন সবকিছু ধ্বংস হয়ে গেছে, তাই আমাদের সাহায্য করা উচিত।  যারা খুব ভালো নেই।

আমি আপনাকে ধন্যবাদ বলতে চাই এবং অনেক সমর্থনের আশা করছি যাতে আমরা কিছু লোককে কিছুটা শান্তি দিতে পারি এবং সর্বোপরি আশা দিতে পারি।

এই কথাটি মাথায় রেখে, সবাই সুস্থ থাকুন এবং আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে লিখুন।

Greetings Tim

for Bitcoin : bc1qcatsxvw057khlcazrzpl33rje8lvjnyz6ryxxh


for Ethereum : 0xD7638eb545678a58A9Fd77B12eb7dF5C30Cec0D5



PS: আমি খুব আশা করি যে আমরা আবার কোনো এক সময়ে একসাথে শান্তিতে বসবাস করতে পারব, কিন্তু এই মুহূর্তে এটি তেমন মনে হচ্ছে না, নতুন সমস্যাটি দেখুন ইসরায়েল এবং ইরান আমাদের আরও একসাথে থাকতে হবে।  যারা ভাল করছে তাদের সম্ভবত ভারসাম্য ফিরিয়ে আনতে দরিদ্রদের সাহায্য করা উচিত এবং দরিদ্রদের আবার একটু আশা দেওয়া উচিত।  ধন্যবাদ সবাইকে



Note: আমি সবার কাছে অনুরোধ করে বলবো এই বিষয়টাকে কেউ খারাপ হিসেবে নিবেন না। এই ক্যাম্পেইনটা মূলত ইউক্রেনবাসীর পাশে দাঁড়ানোর জন্য একটি অ্যাম্বুলেন্স কেনার ক্যাম্পেইন। আমি কিছু সাহায্য করেছি এবং এই ক্যাম্পেইনটা আমার লোকাল বোর্ডে পোস্ট করছি কেউ যদি তার নিজের ইচ্ছায় দান করতে চায় তাহলে করতে পারেন।
B2Z
member
Activity: 84
Merit: 64
May 03, 2024, 01:49:30 PM
প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [24]
2. Bd officer [16]
3. LDL [15]
4. Crypto Library [11]
5. DYING_S0UL [10]
6. Negotiation [10]
7. HelliumZ [9]
8. Little Mouse [5]
9. synchronym [5]
10. B2Z [4]
আমি তো অবাক মাত্র চারটি পোস্ট করেছি আমি কখনোই ভাবতে পারিনি সেরা ১০ জন পোস্টদাতার মধ্যে আমার নাম থাকবে অবশ্যই আমার নামটি দেখে আমি অনেক আনন্দিত হয়েছি। আশা করব অবশ্যই আগামীতেও আরো বেশি একটিভ থাকার জন্য যাতে করে যেন আমি আগামী মাসেও সেরা ১০ জন পোস্ট দেখার মধ্যে একজন থাকতে পারি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 03, 2024, 12:40:27 PM
1. Learn Bitcoin [24]

মাত্র ২৪ টা পোষ্ট করে প্রথম হয়েছি আর অনেকে ৫ পোষ্ট করে টপ ১০ এ চলে আসছে। তাইলে এবার বুঝেন আমাদের কি অবস্থা। অন্য সব লোকালের উন্নতি হয়। আর আমাদের হচ্ছে এই অবস্থা। আমার মনে হয় এর জন্য আমিই সবচাইতে বেশি দ্বায়ী। আমাদের লোকাল মেম্বার রা যাই কিছু করেন না কোনো, তাদের ধরা উচিৎ হয়নি  Tongue ধরে ফেলেছি বলে এখন তারা আর কেউ লোকালে আসে না। এতে করে কার ক্ষতি হলো? ক্ষতি তো হলো কমিউনিটির।
আপনি ভাই আসলে ঠিক ধরেছেন এখন বলেন তো এর জন্য আপনাকে কি শাস্তি দেওয়া যায়? আপনার জন্য শাস্তি একটাই আর সেটা হল ফাঁ*সি
আপনার অতি শীঘ্রই কচু গাছের সাথে ফাঁ*সির রায় কার্যকর করার জন্য সেই সকল মেম্বারদের অনুরোধ করছি।
ভাই একটা জিনিস আমি আগেও আমার প্রতিটা পোস্টে মেনশন করেছি যে আমাদের শুধু কোয়ান্টিটি হলে হবে না কোয়ালিটি হতে হবে। পূর্বে কোয়ান্টিটি বেশি থাকলেও অনেকে কোয়ালিটির দিকটা খেয়ালই করেনি আর তার ফলে সর্বোচ্চ বেশিরভাগ সবাই ফুল মেম্বার পর্যন্ত উঠতে পেরেছিল বা অনেকে তার চেয়েও একটু বেশি উপরে রাঙ্ক এ ওঠে ডানা কাটা পরীর মত মাটিতে পড়ে গিয়েছে। কিছুদিন আগে একজন আমাদের বাঙালি মেম্বার খুব দ্রুত উঠতেছিল পরে তার বিষয়টা অনেকটা সর্ষের ভেতর ভূত হিসেবে প্রমাণ হলো। আমরা এই ধরনের কোয়ান্টিটি চাইনা যেগুলো আমাদের লোকাল থ্রেডের মান সম্মান ডুবায় ।

Quote
বিটকয়েন নিয়ে কার কি প্রেডিকশন? বিটকয়েন তো এযাবৎকালের সবচাইতে বেশি আন প্রেডিকটেবল অবস্থায় চলতেছে। সব এনালিষ্টদের ভূল প্রমান না করলে মনে হয় হচ্ছে না। এনালিষ্টরা প্রেডিক্ট করলো যে বিটকয়েন যদি তার ৫৯ বা ৫৭ এর সাপোর্ট ব্রেক করে নিচে চলে আসে, তাহলে আমরা বিয়ার মার্কেটে চলে যেতে পারি। মাত্র কিছুক্ষন আগে বিটকয়েন আবার ৬০ হাজার ডলার ক্রস করলো। কিছুই বুঝি না আসলে।
আসলে এনালিস্টদের প্রেডিকশন যে সব সময় সঠিক হবে এটার গ্যারান্টি কিন্তু বিটকয়েন আগে থেকেই উঠিয়ে নিয়েছে কখন কি হবে এটা কেউ ১০০% প্রেডিকশন করতে পারবে না। তবে আমার মনে হয় না এখনও খেলা শেষ হয়ে গিয়েছে সামনে বিটকয়েনের আর ও এই ধরনের  কারেকশন আমরা দেখতে পাবো পূর্বের রেকর্ড তাই বলতেছে। বিয়ার মার্কেটে বলতে একবারে আগের ২০২২ ২৩ এর মতন মনে হয় না হবে।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
May 03, 2024, 09:01:44 AM
2. Bd officer [16]
মাত্র ১৬ পোস্ট করেও ২ নাম্বার বাহ বেশ ভালোই। এদিকে অনেকেই আবার ৪-৫ পোস্ট করেও ৮-১০ নাম্বারে আছে। মেম্বারের সংখ্যাও কমে গিয়েছে, সকলের চেষ্টা করা উচিত সপ্তাহে অত্যন্ত ২-১ টি পোস্ট করার, সকলেই এক্টিব হয়ে যান মিয়ারা।

বিটকয়েন নিয়ে কার কি প্রেডিকশন? বিটকয়েন তো এযাবৎকালের সবচাইতে বেশি আন প্রেডিকটেবল অবস্থায় চলতেছে। সব এনালিষ্টদের ভূল প্রমান না করলে মনে হয় হচ্ছে না। এনালিষ্টরা প্রেডিক্ট করলো যে বিটকয়েন যদি তার ৫৯ বা ৫৭ এর সাপোর্ট ব্রেক করে নিচে চলে আসে, তাহলে আমরা বিয়ার মার্কেটে চলে যেতে পারি। মাত্র কিছুক্ষন আগে বিটকয়েন আবার ৬০ হাজার ডলার ক্রস করলো। কিছুই বুঝি না আসলে।

ভাই বিটকয়েনের মার্কেট কয়জনে সঠিক ভবিষ্যতবানী করতে পারলো? এখন দেখেন ৬১ হাজার ক্রোস করে প্রায় ৬২ হাজার  হয়েছিলো। যাই বলুন, আমার মনে হয় মার্কেট কয়েকদিন এভাবেই উপরে নিচে যেতে পারে এবং এই বছরের লাস্টের দিকে বুল রান শুরু হতে পারে। পূর্বের মতো যদি বুলরান শুরু হয় তাহলে কিন্তু আমাদের জন্য ভালো কি অপেক্ষা করতেছে। তবে এটা আমি আমার ব্যাক্তিগত মতামত প্রকাশ করলাম।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 03, 2024, 08:07:41 AM
1. Learn Bitcoin [24]

মাত্র ২৪ টা পোষ্ট করে প্রথম হয়েছি আর অনেকে ৫ পোষ্ট করে টপ ১০ এ চলে আসছে। তাইলে এবার বুঝেন আমাদের কি অবস্থা। অন্য সব লোকালের উন্নতি হয়। আর আমাদের হচ্ছে এই অবস্থা। আমার মনে হয় এর জন্য আমিই সবচাইতে বেশি দ্বায়ী। আমাদের লোকাল মেম্বার রা যাই কিছু করেন না কোনো, তাদের ধরা উচিৎ হয়নি  Tongue ধরে ফেলেছি বলে এখন তারা আর কেউ লোকালে আসে না। এতে করে কার ক্ষতি হলো? ক্ষতি তো হলো কমিউনিটির।

বিটকয়েন নিয়ে কার কি প্রেডিকশন? বিটকয়েন তো এযাবৎকালের সবচাইতে বেশি আন প্রেডিকটেবল অবস্থায় চলতেছে। সব এনালিষ্টদের ভূল প্রমান না করলে মনে হয় হচ্ছে না। এনালিষ্টরা প্রেডিক্ট করলো যে বিটকয়েন যদি তার ৫৯ বা ৫৭ এর সাপোর্ট ব্রেক করে নিচে চলে আসে, তাহলে আমরা বিয়ার মার্কেটে চলে যেতে পারি। মাত্র কিছুক্ষন আগে বিটকয়েন আবার ৬০ হাজার ডলার ক্রস করলো। কিছুই বুঝি না আসলে।
full member
Activity: 546
Merit: 164
May 03, 2024, 05:39:34 AM
9. synchronym [5]  
সবার আগে @Crypto Library ভাইকে অনেক ধন্যবাদ তার অক্লান্ত পরিশ্রমে আমরা প্রতি মাসে সেরা ১০ জন পোস্টদাতা কে হতে পারে সেটা জানতে পারি অবশ্যই তাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তার প্রতি আমাদের বাংলা লোকাল বোর্ডের পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রইল। প্রতিবারের মতো এবারও সেরা ১০ জন পোস্টদাতার মধ্যে একজন হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি ।অবশ্যই আগামীতেও আরো ভালো মানের পোস্ট দেওয়ার চেষ্টা করব যাতে করে আগামীতেও  সেরা ১০ জন পোস্টদাতার মধ্যে একজন হতে পারে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
May 02, 2024, 02:57:19 PM
প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [24]
2. Bd officer [16]
3. LDL [15]
4. Crypto Library [11]
5. DYING_S0UL [10]
6. Negotiation [10]
7. HelliumZ [9]
8. Little Mouse [5]
9. synchronym [5]
10. B2Z [4]

প্রতিবারের মতো এমাসেও প্রথম দশজনের মধ্যে আছি।

হা হা, সবাই এক্টিভ হয়ে যান মিয়া, গুড নাইট😪
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 02, 2024, 02:52:54 PM
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪


কি হলো ভাই আমাদের এই বাংলাদেশ  থ্রেডের পারফরম্যান্স শুধু নিচের দিকেই যাচ্ছে আর ওপরে উঠতে পারতেছে না। আগের মতন তেমন  মেম্বারদের মধ্যে তেমন জোস দেখতে পাচ্ছি না।
যাই হোক এপ্রিল মাসে মেরিটের ট্রানজেকশন খুবই কম হয়েছে এটা গত মাসের অর্ধেকেরও কম তবে পোস্ট একটিভিটি আগের মাসের থেকে খুব একটা বেশি হয়নি আগের মাসে ছিল ১৩২টি আর এই মাসে ১৩৮ টি। যাই হোক একই কথা আবার ও বলবো  লোকাল বোর্ড আমাদের এই একটিভিটি তে চলবে না যদিও কিছু লোকাল বোর্ড রয়েছে তাদের থেকে একটিভিটি আমাদের বেশি। আবারো সবাইকে বলব লোকাল বোর্ডে একটু টাইম দেওয়ার চেষ্টা করেন।

এপ্রিল মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 138টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 31(২৬ এপ্রিল পর্যন্ত)টি



মার্চ মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 132টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 70টি






প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [24]
2. Bd officer [16]
3. LDL [15]
4. Crypto Library [11]
5. DYING_S0UL [10]
6. Negotiation [10]
7. HelliumZ [9]
8. Little Mouse [5]
9. synchronym [5]
10. B2Z [4]

২০২৩ সালের অ্যাক্টিভিটি
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৪
আগস্ট মাসের একটিভিটি ২০২৪

এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  
full member
Activity: 546
Merit: 164
May 01, 2024, 09:50:09 AM
বাট সেম নিউজটা যদি এভাবে করি,
"দেখুন কিভাবে ১ কোটি টাকার মার্সেডিস কিনলো Crypto Library"
কিভাবে? আমাদেরকে জানান। আমি নিউজের অপেক্ষায় রইলাম।
হুট করেই একটি মিথ্যা সংবাদ প্রচার করা যায় না বিশেষ করে মিথ্যা সংবাদ প্রচার করতে অবশ্যই কোন না কোন ঘটনার ইস্যু লাগবে। মিল্টন সমাদ্দার কে নিয়ে নেট পাড়ায় হুলুস্থুল তুলে গেছে। আমরা যেটা নেটে পড়ে জানতে পারি হয়তো তার ৫০% সত্য এবং বাকি ৫০% হলুদ মিডিয়ার বানানো কেচ্ছা কাহিনী হতে পারে। তবে কিছু ঘটলেই তবে রটে। মিল্টন সমাদ্দার কে নিয়ে অনেক ভিডিও ইউটিউবে দেখলাম কিছু কিছু ভিডিওতে মিল্টন সমাদ্দার নিজেই দেখলাম টর্চার করছে। ঘটনা কতটুকু সত্য বলতে পারবো না তবে সুষ্ঠু তদন্ত হলে অনেক কিছুই বেরিয়ে আসতে পারে। লাশের সংখ্যার গড়মিল ও প্রতিমাসের টাকা খরচের গরমিলের ভিত্তিতে অনেক কিছুই উঠে আসতে পারে। যাহোক আমিও সঠিক সংবাদের অপেক্ষায় রইলাম।
চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়্যারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ। মানবতার নামে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়মের অভিযোগ দায়ের হয়েছে তার নামে।রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন তিনি ও তার দল তার এই মহৎ কাজ দেখে অনেক মানুষ থাকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে কিন্তু এর পিছনে যে তার এরকম জঘন্য পরিকল্পনা ছিল সেটা কেউ বুঝতে পারেনি।জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সরকারি-বেসরকারি নানা পুরস্কারও মানবতার নাম করে এই ধরনের অপকর্ম করে বেরিয়েছেন। সাধারণত বৃদ্ধাশ্রম গুলাতে জনসেবামূলক সেবা দিয়ে থাকে কিন্তু তার আড়ালে যে তার এত বড় চক্র কাজ করছে কেউ বুঝতেও পারেনি যখন পাপের ঘরা পূরণ হয়ে যায় অবশ্যই কারো না কারো মাধ্যমে সত্যতা প্রকাশ হবে তাই সত্যটা প্রকাশ পেয়েছে তা না হলে কেউ বুঝতেও পারেনি যে মানবতার সেবার নামে এরকম অপকর্ম চালাচ্ছে মিল্টন সমাদ্দা। অবশ্যই আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব এই ঘাতকের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার বাংলাদেশ সরকারের কাছে চাওয়া মানবতার নামে এই জঘন্য কাজ করার জন্য মিল্টন সমাদ্দা তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 01, 2024, 01:51:41 AM
কিভাবে? আমাদেরকে জানান। আমি নিউজের অপেক্ষায় রইলাম।

 Grin Grin Grin

দেখুন কিভাবে প্রতি মাসে কোটি টাকা আয় করেন লিটল মাউস!
এমন হলেও মন্দ হয় না। কারো বিশ্বাস না হলেও, আমি হয়তো বিশ্বাস করতেই পারি। আমাদের কমিউনিটির ওল্ড টাইমার! অবিশ্বাসের কি আছে?

যাই হোক, মার্কেটে কি হচ্ছে কেউ কি বলতে পারেন? বিটকয়েন প্রায় প্রতিদিন ২-১% করে নিচের দিকে যাচ্ছে। যার ফলে অল্টকয়েন প্রতিদিন ৫-১০% করে ডাউন হচ্ছে। আগের এক্সপেরিয়েন্স থেকে মনে হচ্ছে আমরা বিয়ার মার্কেটের দিকে টার্ন নিচ্ছি। আগেরবার বিয়ার মার্কেটে আমরা এভাবেই ঢুকেছিলাম। তবে যদি সত্যিই আমরা বিয়ার মার্কেটে চলে যাই, তবে এটা হতে পারে সবচাইতে ছোট বুল রান। যেটাকে আমরা প্রি-বুল রান ধরে নিয়েছিলাম। যাদের প্রফিট ক্যাশ করার দরকার ছিলো, তারা ৭০-৬৫ হাজারেই ক্যাশ করে নিয়েছে। কাউকে কোনো এডভাইস দিচ্ছি না। সবাই নিজের মতো করে রিসার্চ করে দেখেন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 30, 2024, 05:27:06 PM
বাট সেম নিউজটা যদি এভাবে করি,
"দেখুন কিভাবে ১ কোটি টাকার মার্সেডিস কিনলো Crypto Library"
কিভাবে? আমাদেরকে জানান। আমি নিউজের অপেক্ষায় রইলাম।
হুট করেই একটি মিথ্যা সংবাদ প্রচার করা যায় না বিশেষ করে মিথ্যা সংবাদ প্রচার করতে অবশ্যই কোন না কোন ঘটনার ইস্যু লাগবে। মিল্টন সমাদ্দার কে নিয়ে নেট পাড়ায় হুলুস্থুল তুলে গেছে। আমরা যেটা নেটে পড়ে জানতে পারি হয়তো তার ৫০% সত্য এবং বাকি ৫০% হলুদ মিডিয়ার বানানো কেচ্ছা কাহিনী হতে পারে। তবে কিছু ঘটলেই তবে রটে। মিল্টন সমাদ্দার কে নিয়ে অনেক ভিডিও ইউটিউবে দেখলাম কিছু কিছু ভিডিওতে মিল্টন সমাদ্দার নিজেই দেখলাম টর্চার করছে। ঘটনা কতটুকু সত্য বলতে পারবো না তবে সুষ্ঠু তদন্ত হলে অনেক কিছুই বেরিয়ে আসতে পারে। লাশের সংখ্যার গড়মিল ও প্রতিমাসের টাকা খরচের গরমিলের ভিত্তিতে অনেক কিছুই উঠে আসতে পারে। যাহোক আমিও সঠিক সংবাদের অপেক্ষায় রইলাম।
full member
Activity: 546
Merit: 164
April 30, 2024, 08:17:39 AM
সম্প্রতি ভাগাভাগি নিয়ে ছেলের হাতে বাবার মৃত্যু খবরটি খুবই বেদনাদায়ক আমরা এমন একটা সময় বসবাস করছি সে সময়টা কোন মানুষ কারো কাছে নিরাপদ নয় কত আশা করে বাবা-মা তার সন্তানকে লালন পালন করে অথচ সেই সন্তান যখন মানুষ রুপি শয়তান হয়ে বাবার উপর নিশংস ভাবে আঘাত করে । এই দুঃখজনক ঘটনাটি ঘটেছেভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুরতে। অবশ্যই মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করব এরকম সন্তান যেন কোন মা-বাবাকে আল্লাহতালা না দেয়।https://jamuna.tv/news/534464
দিন যত যাচ্ছে সমাজ আধুনিকতার পাশাপাশি উশৃংখলতা বৃদ্ধি পেয়েছে খুবই নেককারজনক ঘটনা সম্পত্তির কারণে বাবাকে এমন ভাবে মারধর করেছে যার কারণে বাবা মৃত্যুবরণ করেছে। এই শিক্ষিত সমাজের এই বর্বরতা হাত থেকে জাতি কবে রক্ষা পাবে। একটা সন্তানকে লালন পালন করার জন্য তার বাবা-মা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে বাবার অক্লান্ত পরিশ্রমে একটা সন্তানকে তিল তিল করে গড়ে তোলে সেই সন্তান যখন বড় হয়ে বৃদ্ধ বাবাকে শুধু সম্পত্তির কারণে এভাবে নিশংসভাবে মেরে হত্যা করবে খবরটি খুবই দুঃখজনক যা আমাদের সমাজের দিন যত যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। আমরা এমন একটা যুগের মধ্যে বসবাস করছি যে যুগে মানুষ নিজের স্বার্থ ছাড়া কোন কিছুই বুঝতে চায় না। অবশ্যই আল্লাহ তায়ালা সবাইকে বোঝার তৌফিক দান করুন বাবা-মা হচ্ছে পৃথিবীতে অমূল্য সম্পদ বাবা মা নামক সেই সম্পদটা যেন প্রত্যেকটা সন্তানের যথাযথ মর্যাদা দিতে পারে।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
April 30, 2024, 04:57:18 AM
@paid2 HugeWin.com রাউন্ড ১ ফ্রি রাফেল নিয়ে এসেছেন, এখানে যেকোন র‍্যাংকের সবাই আবেদন করতে পারবেন। আপনি যদি র‍্যাফেল জিততে পারেন তাহলে আপনার পুরুস্কার HUGEWIN একাউন্টে দেওয়া হবে। যারা HUGE ID পাবলিশ করবে তারা ২ টি স্লট নিতে পারবেন। তাই স্লট সিমিত রয়েছে, আপনারা যারা আবেদন করতে চান তাহলে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। সকলের জন্য রইলো শুভকামনা।

র‍্যাফেল উৎস : https://bitcointalksearch.org/topic/--5494576
Quote
Pages:
Jump to: