Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 56. (Read 5680554 times)

sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
May 17, 2024, 10:15:15 AM
প্রত্যেক বছর মে মাসের ২২ তারিখে বিটকয়েন সম্প্রদায় সবাই বিটকয়েন পিজ্জা দিবস উদযাপিত করে। লাসজলো নামক এক ব্যক্তি দুইটি পিজ্জা কেনার জন্য ১০ হাজার বিটিসি প্রদান করেছিলেন।

এই বিটকয়েন পিজ্জা দিবসের পুরস্কার হিসেবে থাকবে:
•প্রথম পুরস্কার---১০০০ ডলার
•দ্বিতীয়/তৃতীয় পুরস্কার--- ৫০০ ডলার
•চতুর্থ/পঞ্চম পুরস্কার--- ২৫০ ডলার

আপনারা কিভাবে এখানে যুক্ত হবেন তার কিছু নিয়ম কানুন এখানে ভালোভাবে উল্লেখ করা আছে সেখানে প্রবেশ করে ভালোভাবে থ্রেড পড়ুন এবং নিয়ম অনুযায়ী আপনার পিজ্জা প্রকাশিত করুন।

লাসজেলো নামক ভদ্রলোকটি ১০০০০ হাজার বিটকয়েনে দিয়ে ২ টি পিজ্জা কিনেছিলেন যার বর্তমান মূল্য $৬৬০ মিলিয়ন ডলারের বেশি। তাহলে ১ টা পিজ্জার দাম কত করে পড়লো ৩৩০ মিলিয়ন ডলার। এখন আমরা অবাক হয়ে যাচ্ছি, যখন ১ টা বিটকয়েনের দাম ১০০k -২০০k ডলার হবে, তখন যারা প্রথম শুনবে ২ টা পিজ্জার জন্য ১০০০০ বিটকয়েন দিয়েছিলো, তারা আরো অবাক হয়ে যাবে। এই রকম ইতিহাস কেউ আর কোনদিন করতে পারবে না, যা ওই ভদ্রলোকটি করেছিলেন। যাইহোক, তখন হয়তো লাসজেলো ভেবেছিলেন না যে বিটকয়েন ভবিষ্যতে এত ডলার হবে। আমার জানা মতে এই টই প্রথম ব্যবসায় ক্ষেত্রে বিটকয়েনের মাধ্যমে লেনদেন ছিলো।

যাইহোক, পুরস্কার হিসেবে বেশ ভালো পরিমান রয়েছে, $২৫০০ যা বিগ এমাউন্ট। যাইহোক, আমাদের লোকাল কমিনিউটির সবাই পিজ্জা কনটেস্টে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এর আগে পাই কনটেস্টে আমি এবং @CL ভাই বেশ ভালোই অবস্থানে গিয়েছিলাম। এবার পিজ্জা কনটেস্টে পাঁচজনকে পুরস্কৃত করা হবে, যা আমরা লোকাল থেকে কেউ যেন বিজয়ী হতে পারি। তবে সবাই চেষ্টা করবেন নিজ হাতে পিজ্জা বানানোর, কেউ বাজার থেকে কিনে এনে সাবমিশন করার চেষ্টা করবেন না। আমিও কালকে থেকে মিশন শুরু করবো, এই কনটেস্টে ভালো করে পিজ্জা বানানোর ট্রাই করব। সকলের জন্য শুভকামনা রইল।


বিটকয়েন টক পিজ্জা ডে উপলক্ষে একটি ফ্রি র‍্যাফেল এনেছেন। এখানে যে কেউ আবেদন করতে পারবেন। এখানে ১০০ টি স্লট রয়েছে এখনো অনেক স্লট ফাকা রয়েছে তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। এই র‍্যাফেল থেকে ৫ জন বিজয়ী হবে।
র‍্যাফেল উৎস : https://bitcointalksearch.org/topic/m.64088377

member
Activity: 63
Merit: 7
May 17, 2024, 09:10:46 AM
বিটকয়েন্টক পিজ্জা দিবস:


প্রত্যেক বছর মে মাসের ২২ তারিখে বিটকয়েন সম্প্রদায় সবাই বিটকয়েন পিজ্জা দিবস উদযাপিত করে। লাসজলো নামক এক ব্যক্তি দুইটি পিজ্জা কেনার জন্য ১০ হাজার বিটিসি প্রদান করেছিলেন।

এই বিটকয়েন পিজ্জা দিবসের পুরস্কার হিসেবে থাকবে:
•প্রথম পুরস্কার---১০০০ ডলার
•দ্বিতীয়/তৃতীয় পুরস্কার--- ৫০০ ডলার
•চতুর্থ/পঞ্চম পুরস্কার--- ২৫০ ডলার

আপনারা কিভাবে এখানে যুক্ত হবেন তার কিছু নিয়ম কানুন এখানে ভালোভাবে উল্লেখ করা আছে সেখানে প্রবেশ করে ভালোভাবে থ্রেড পড়ুন এবং নিয়ম অনুযায়ী আপনার পিজ্জা প্রকাশিত করুন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 17, 2024, 06:55:02 AM
আঙুল টোকাইয়া জীবনে আমার প্রথম Airdrop পেমেন্ট পেয়েছি 34 ডলার মানে NOT coin এর কথা বলতেছি। এক্সচেঞ্জ লিস্ট হওয়ার আগে অনেকে বলাবলি করছে বড় ধরনের কোপ হবে যদিও আমার টোকেনের পরিমাণ ছিল অনেক কম তাই অনেকের হয়তো বড় বড় কোপ হয়ে গেছে কথা সত্য ছিল। NOT coin থেকে যারা ইসটেকিং করেছিল তারা হয়তো ১/২ ডলারের উপরে পায়নি। কিন্তু যারা আঙ্গুল টোকিয়েছিল তারা মোটামুটি ত্রিশ/ চল্লিশ ডলারের উপরে পেমেন্ট পেয়েছে।
আজকে NOT coin এর পেমেন্ট পেয়ে মনে জোশ ধরেছে তাই আপাতত আজকে Tapswap, Memefi, Blum, Dotcoin, Loot এই পাঁচটি আঙ্গুল টোকানোর কাজ শুরু করে দিলাম।

নট কয়েন থেকে আমার প্রফিট প্রায় ১৮০ থেকে ২০০ ডলারের মতো। আপনি যেগুলোর নাম মেনশন করেছেন, প্রায় প্রতিটা বট তেকে মিনিমাম ১০০ ডলার করে প্রফিট করা সম্ভব যদি এগুলো এক্সচেন্জ এ লিষ্ট হয়। কিন্তু বাস্তবতা হলো সবগুরো প্রজেক্ট এক্সচেন্জ এ লিষ্টেড হবে না। অর্ধেক যদি এক্সচেন্জ এ লিষ্ট হয়, তাহলেই অনেক। আজকে আমার টেলিগ্রাম চ্যানেলে এই বটগুলো নিয়ে একটু বিস্তারিত লেখবো। চাইলে কে করতে পারেন।

আর সবার জেনে রাখা উচিৎ যে এই ধরনের বটে কোনো ওয়ালেট কানেক্ট করার ঝামেলা নেই। সুতরাং এইগুলো রিস্ক ফ্রি প্রজেক্ট মনে করতে পারেন। যাদের হাতে ফ্রি সময় আছে, অবসর সময়ে এইসব বটে কাজ করতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেল লিংক
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
May 16, 2024, 09:46:47 PM
এয়ারড্রপ থেকে ইনকাম শুরু হওয়াের আগেই ২০০ ডলার নাই হয়ে গেলো। গানের থেকে বাজনা বেশি হয়ে গেলো না?
ভাই এইটা খুবই দুঃখজনক আপনার ২০০ হ্যাকাররা প্রতারণা করে নিয়ে গেছে। ভাই আপনি আমাদের সাজেশন দিতেন অথচ নিজেই প্রতারণার ফাঁদে পড়েছেন। যাইহোক, ভাই আপনার ওই ওয়ালেটে এত বেশি ডলার রাখা উচিত ছিলো না। ভাই আপনার থেকে আমরাও একটি শিক্ষা পেলাম, যে ওয়ালেট কানেক্ট করবো ওই ওয়ালেটে খুব বেশি ডলার রাখবো না।

যারা নটকয়েন মিস করে আফসোস করছেন, তারা ট্যাপ সোয়াপ, মিমফাই, এবং ব্লাম এর মতো প্রজেক্টগুলো মিস করবেন না। ট্যাপ সোয়াপ হচ্ছে সোলানার অফিশিয়াল প্রোডাক্ট। মিমফাই এবং ব্লাম ও ভালো প্রজেক্ট। কেউ জয়েন করতে চাইলে আমারে টেলিগ্রামে নক দিয়েন। ওয়ালেট কানেক্ট করার কোনো ঝামেলা নাই।
নট কয়েন আমি করেছিলাম কিন্তু ট্যাপ করে অল্প পরিমান টোকেন আর্ন করেছিলাম। যাইহোক নট কয়েনের কথা বাদ দিয়ে দেই যেটা চলে গেছে ওই টা নিয়া চিন্তাভাবনা করে লাভ নাই। আচ্ছা ভাই ট্যাপ সোয়াপ এয়ার ড্রপে ট্যাপ করে কত টোকেন আর্ন করতে হবে? মানে মিনিমান কত টোকেন আর্ন করা লাগবে? আমি বেশ কয়েক দিন ধরে এই ট্যাপ সোয়াপ এয়ার ড্রপ করতেছি টোকেন প্রায় ২ মিলিয়নের মতো আর্ন করা হইছে। আপনার টেলিগ্রামে ফলো দিয়া রাখছি আশা করি বিভিন্ন ধরনের আপডেট আপনার কাছে থেকে জানবো।
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
May 16, 2024, 05:02:14 PM
আমাদের বাংলাদেশ কমিউনিটিতে আরেকজন ভাই সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন এজন্য অনেক অনেক শুভকামনা রইলো। আপনাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নতুন পদ মর্যাদা অর্জন করছেন যা আপনাদের একান্ত প্রাপ্য ছিল। আপনাদের কঠোর পরিশ্রম ও মেধা ফোরামের জন্য অনেক বড় সাফল্য নিয়ে আসবে। আপনাদের দেখানো পথ ছোটদের পথ সুগম করে দেবে। আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের একান্ত কাম্য। এগিয়ে যান ভবিষ্যতে দ্বারপ্রান্তে উজ্জ্বল ভবিষ্যৎ আপনাদের জন্য অপেক্ষা করছে।


@cryptoWODL কনগ্রাচুলেশন আপনাকে আপনার সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করার জন্য।
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 16, 2024, 04:32:02 PM
নটকয়েন এর ষ্টেকিং থেকে কি পেলাম শুনেন এবার। আমি ৬০০ ডলার পরিমান বি এন বি এবং ১০৮০ ডলার পরিমান এফইউএসডি ষ্টেক করেছিলাম। আর ৩ দিন পর পেলাম ৩০০+ নট কয়েন। এটার ভ্যালু ১-২ ডলারের বেশি হবে বলে আমার মনে হয় না। আরো কম হতে পারে। কিন্তু আমি এছাড়াই ১১ হাজার নট কয়েন মাইন করেছিলাম টেলিগ্রাম বটে। সেটাই তো ভালো দেখছি।

যারা নটকয়েন মিস করে আফসোস করছেন, তারা ট্যাপ সোয়াপ, মিমফাই, এবং ব্লাম এর মতো প্রজেক্টগুলো মিস করবেন না। ট্যাপ সোয়াপ হচ্ছে সোলানার অফিশিয়াল প্রোডাক্ট। মিমফাই এবং ব্লাম ও ভালো প্রজেক্ট। কেউ জয়েন করতে চাইলে আমারে টেলিগ্রামে নক দিয়েন। ওয়ালেট কানেক্ট করার কোনো ঝামেলা নাই।
আঙুল টোকাইয়া জীবনে আমার প্রথম Airdrop পেমেন্ট পেয়েছি 34 ডলার মানে NOT coin এর কথা বলতেছি। এক্সচেঞ্জ লিস্ট হওয়ার আগে অনেকে বলাবলি করছে বড় ধরনের কোপ হবে যদিও আমার টোকেনের পরিমাণ ছিল অনেক কম তাই অনেকের হয়তো বড় বড় কোপ হয়ে গেছে কথা সত্য ছিল। NOT coin থেকে যারা ইসটেকিং করেছিল তারা হয়তো ১/২ ডলারের উপরে পায়নি। কিন্তু যারা আঙ্গুল টোকিয়েছিল তারা মোটামুটি ত্রিশ/ চল্লিশ ডলারের উপরে পেমেন্ট পেয়েছে।
আজকে NOT coin এর পেমেন্ট পেয়ে মনে জোশ ধরেছে তাই আপাতত আজকে Tapswap, Memefi, Blum, Dotcoin, Loot এই পাঁচটি আঙ্গুল টোকানোর কাজ শুরু করে দিলাম।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 16, 2024, 12:45:17 AM
আমি সাধারণত আমার মেটা মাস্ক ওয়ালেট ব্যবহার করে আমি দু-চারটি প্রিসেল (Presale) রানিং করা প্রজেক্টগুলোতে কিছু কিছু বিনিয়োগ করে রাখি এই মুহূর্তে যদি ওয়ালেট হ্যাক হয়ে যায় তাহলে হয়তো ওই presale বিনিয়োগ করা টোকেনগুলোর কোন সমস্যা হতে পারে এজন্যই মাঝে মধ্যে ওয়ালেট কানেক্ট করতে বললেও আমি করি না। তাছাড়া আমি এই সম্পর্কে খুব একটা ভালো জ্ঞান রাখি না এবং ওয়েবসাইট জাস্টিফাই করার মত অভিজ্ঞতা আমার নেই তাই আমি আপাতত এই ধরনের রিক্সে জড়ানোর কোন অনাকাঙ্ক্ষিত ইচ্ছা নেই। আমি যেভাবে আছি এভাবেই থাকা ভালো কেননা ইয়ারড্রোপ থেকে আমি এখন পর্যন্ত একটা ডলারও পাইনি তাই আমি আপাতত ডলার পাওয়ার ইচ্ছা পোষণ করবো না। যেভাবে আছি সেভাবেই থাকা ভালো।

এজন্যই তো বললাম যে যদি এয়ারড্রপের জন্য ভিন্ন ওয়ালেট ব্যাবহার না করতে পারেন, তাহলে এয়ারড্রপে জয়েন না করাই ভালো। তবে আপনি টেলিগ্রাম বটগুলো তে জয়েন করতে পারেন। এগুলোতে কোনো প্রকার ওয়ালেট কানেক্ট করতে হয় না। করার দরকার হলেও সাধারনত টেলিগ্রামের যে ইন্টিগ্রেটেড ওয়ালেট আছে, সেটা দিয়েই হয়ে যায়।

নটকয়েন এর ষ্টেকিং থেকে কি পেলাম শুনেন এবার। আমি ৬০০ ডলার পরিমান বি এন বি এবং ১০৮০ ডলার পরিমান এফইউএসডি ষ্টেক করেছিলাম। আর ৩ দিন পর পেলাম ৩০০+ নট কয়েন। এটার ভ্যালু ১-২ ডলারের বেশি হবে বলে আমার মনে হয় না। আরো কম হতে পারে। কিন্তু আমি এছাড়াই ১১ হাজার নট কয়েন মাইন করেছিলাম টেলিগ্রাম বটে। সেটাই তো ভালো দেখছি।

যারা নটকয়েন মিস করে আফসোস করছেন, তারা ট্যাপ সোয়াপ, মিমফাই, এবং ব্লাম এর মতো প্রজেক্টগুলো মিস করবেন না। ট্যাপ সোয়াপ হচ্ছে সোলানার অফিশিয়াল প্রোডাক্ট। মিমফাই এবং ব্লাম ও ভালো প্রজেক্ট। কেউ জয়েন করতে চাইলে আমারে টেলিগ্রামে নক দিয়েন। ওয়ালেট কানেক্ট করার কোনো ঝামেলা নাই।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
May 15, 2024, 10:00:36 PM
@paid2 আবারো BC.Game রাউন্ড - ২ ফ্রি রাফেল এনেছেন। এখানে ১০০ টি স্লট ছিলো এখন মাত্র ২ টি স্লট বাকী রয়েছে, তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা জলদি আবেদন করে ফেলুন। সকলের জন্য শুভকামনা রইলো।
র‍্যাফেল লিংক: https://bitcointalksearch.org/topic/m.63898082
sr. member
Activity: 546
Merit: 268
May 15, 2024, 06:03:23 PM
আপনি তো ভয় পেয়ে গাছে উঠে গেছেন মনে হচ্ছে। আরে ভাই ভয় পাওয়ার কিছু নাই। যেমনটা আমি বললাম, রাতে ইমেইল আসছে, আমি চেক করি নাই যে ইমেইল সেন্ডার কে। আমি মনে করছিলাম যে গেলাক্সি থেকে ইমেইল আসছে। তো এই কারনে মূলত আমি সেখানে গিয়ে ওয়ালেট কানেক্ট করছি। আর সবচাইতে বড় ব্যাপার হলো আমি রেগুলার যে ওয়ালেট ইউজ করি, সেই ওয়ালেট দিয়েই এয়ারড্রপের কাজ করছি।

আসলে নিজেরে অনেক এক্সপার্ট মনে করার কারনে এমন হইছে। আমার কখনো মনেই হয় নাই যে আমিও ফিশিং ট্র্যাপে পড়তে পারি। যাই হোক, যদি আলাদা ব্রাউজারে এবং আলাদা ওয়ালেটে এয়ারড্রপ না করতে পারেন, তাহলে না করাই বেটার মনে করি।
আমি সাধারণত আমার মেটা মাস্ক ওয়ালেট ব্যবহার করে আমি দু-চারটি প্রিসেল (Presale) রানিং করা প্রজেক্টগুলোতে কিছু কিছু বিনিয়োগ করে রাখি এই মুহূর্তে যদি ওয়ালেট হ্যাক হয়ে যায় তাহলে হয়তো ওই presale বিনিয়োগ করা টোকেনগুলোর কোন সমস্যা হতে পারে এজন্যই মাঝে মধ্যে ওয়ালেট কানেক্ট করতে বললেও আমি করি না। তাছাড়া আমি এই সম্পর্কে খুব একটা ভালো জ্ঞান রাখি না এবং ওয়েবসাইট জাস্টিফাই করার মত অভিজ্ঞতা আমার নেই তাই আমি আপাতত এই ধরনের রিক্সে জড়ানোর কোন অনাকাঙ্ক্ষিত ইচ্ছা নেই। আমি যেভাবে আছি এভাবেই থাকা ভালো কেননা ইয়ারড্রোপ থেকে আমি এখন পর্যন্ত একটা ডলারও পাইনি তাই আমি আপাতত ডলার পাওয়ার ইচ্ছা পোষণ করবো না। যেভাবে আছি সেভাবেই থাকা ভালো।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 15, 2024, 09:14:00 AM
আপনি আমাদের ফোরামের অভিজ্ঞ মেম্বারদের মধ্যে একজন অথচ আপনি যদি এরকম ফাঁদে পা দিয়ে ফেলেন তাহলে আমাদের তো কোন কথাই নেই। ভাগ্যিস শুধু চারটি এয়ারডোব ক্যাম্পেইনে জয়েন হয়েছিলাম কিন্তু সেগুলো ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা ও টেলিগ্রামে মাইনিং এর মত সেখানে ওয়ালেট কানেক্ট করার এখন পর্যন্ত কোন নির্দেশ দেয়নি। তাছাড়া যেহেতু আপনারা এরকম ওয়ালেট হ্যাকের ঘটনা এখানে শেয়ার করেছেন সেহেতু আমি আশাবাদী আমি আর কখনো কোন ইয়ারড্রোব ক্যাম্পেইনে ওয়ালেট কানেক্ট করব না।। যেহেতু আমার ওয়েবসাইট ফিশিং বা সত্য কিনা সেটা যাচাই-বাছাই করার কোন অভিজ্ঞতা নেই তাই আমার পক্ষে এয়ারড্রোব ক্যাম্পেইন না করাই ভালো। কখন কোন সময় মোবাইল কম্প্রোমাইজড হয়ে যায় সেটা তো বলতে পারব না। কারণ এখন পর্যন্ত আমি এরকম বাজে অবস্থার সম্মুখীন হয়নি। যাহোক ধন্যবাদ আপনাকে আপনার এই খারাপ অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার এই অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম এবং নিজের মধ্যে সতর্কতা অবলম্বন করলাম।

আপনি তো ভয় পেয়ে গাছে উঠে গেছেন মনে হচ্ছে। আরে ভাই ভয় পাওয়ার কিছু নাই। যেমনটা আমি বললাম, রাতে ইমেইল আসছে, আমি চেক করি নাই যে ইমেইল সেন্ডার কে। আমি মনে করছিলাম যে গেলাক্সি থেকে ইমেইল আসছে। তো এই কারনে মূলত আমি সেখানে গিয়ে ওয়ালেট কানেক্ট করছি। আর সবচাইতে বড় ব্যাপার হলো আমি রেগুলার যে ওয়ালেট ইউজ করি, সেই ওয়ালেট দিয়েই এয়ারড্রপের কাজ করছি।

আসলে নিজেরে অনেক এক্সপার্ট মনে করার কারনে এমন হইছে। আমার কখনো মনেই হয় নাই যে আমিও ফিশিং ট্র্যাপে পড়তে পারি। যাই হোক, যদি আলাদা ব্রাউজারে এবং আলাদা ওয়ালেটে এয়ারড্রপ না করতে পারেন, তাহলে না করাই বেটার মনে করি।
member
Activity: 94
Merit: 28
May 14, 2024, 09:32:32 PM


আজকে সকালে উঠে দেখি আমার একাউন্ট জুনিয়র মেম্বার থেকে মেম্বার হয়েছে। আজকে আমার আনন্দের দিন আমার একাউন্ট র্যাংকআপ করেছে। আপনারা যারা সিনিয়র ভাইরা আছেন তারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো এগিয়ে যেতে পারি। কাজকর্মের ব্যস্ততায় এখানে বেশি সময় দিতে পারি না। মাঝেমধ্যে অনলাইনে এসে আপনাদের মূল্যবান পোস্টগুলো পড়ার চেষ্টা করি এবং তা থেকে জ্ঞান অর্জন করি।
sr. member
Activity: 546
Merit: 268
May 14, 2024, 06:25:38 PM
আমি সব সময় মনে করতাম এসব ফিশিং এ অন্তত আমি পড়বো না। কারন এসব ব্যাপারে আমার যথেষ্ঠ আইডিয়া আছে। কিন্তু গতকাল রাতে ১ টার দিকে আমি এরকম একটা ট্র্যাপে পড়ে যাবো, ভাবতেই পারিনি। যেহেতু কিছুদিন যাবৎ এয়ারড্রপ নিয়ে কাজ করছি, রাতে ১ টার দিকে একটা ইমেইল পেলাম, ল্যাপটপ যেহেতু বন্ধ, তাই মোবাইলেই ইমেইল চেক করে দেখি গ্যালাক্সির কোনো একটা ইভেন্ট থেকে ইমেইল আসছে পয়েনট ক্লেইম করার জন্য। যেই ভাবা সেই কাজ, ইমেইলের সেন্ডার চেক না করেই ওয়েবসাইটে ঢুকে মেটামাস্ক কানেক্ট করে ফেললাম। হুট করেই দেখি ধুমাধুম ওয়ালেট থেকে ইথেরিয়াম আর কিছু আরবিট্রাম হ্যাকারের এড্রেস এ চলে গেলো। সব কিছু এতো দ্রুত হয়েছে, যে কিছুই বুঝতে পারি নাই। পরে এড্রেস চেক করে দেখি আমি ফেইক ওয়েবসাইটে আছি। তারাতারি করে সাইট থেকে ওয়ালেট ডিসকানেক্ট করলাম। এয়ারড্রপ থেকে ইনকাম শুরু হওয়াের আগেই ২০০ ডলার নাই হয়ে গেলো। গানের থেকে বাজনা বেশি হয়ে গেলো না?
আপনি আমাদের ফোরামের অভিজ্ঞ মেম্বারদের মধ্যে একজন অথচ আপনি যদি এরকম ফাঁদে পা দিয়ে ফেলেন তাহলে আমাদের তো কোন কথাই নেই। ভাগ্যিস শুধু চারটি এয়ারডোব ক্যাম্পেইনে জয়েন হয়েছিলাম কিন্তু সেগুলো ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা ও টেলিগ্রামে মাইনিং এর মত সেখানে ওয়ালেট কানেক্ট করার এখন পর্যন্ত কোন নির্দেশ দেয়নি। তাছাড়া যেহেতু আপনারা এরকম ওয়ালেট হ্যাকের ঘটনা এখানে শেয়ার করেছেন সেহেতু আমি আশাবাদী আমি আর কখনো কোন ইয়ারড্রোব ক্যাম্পেইনে ওয়ালেট কানেক্ট করব না।। যেহেতু আমার ওয়েবসাইট ফিশিং বা সত্য কিনা সেটা যাচাই-বাছাই করার কোন অভিজ্ঞতা নেই তাই আমার পক্ষে এয়ারড্রোব ক্যাম্পেইন না করাই ভালো। কখন কোন সময় মোবাইল কম্প্রোমাইজড হয়ে যায় সেটা তো বলতে পারব না। কারণ এখন পর্যন্ত আমি এরকম বাজে অবস্থার সম্মুখীন হয়নি। যাহোক ধন্যবাদ আপনাকে আপনার এই খারাপ অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার এই অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম এবং নিজের মধ্যে সতর্কতা অবলম্বন করলাম।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 14, 2024, 09:38:36 AM
আমি সব সময় মনে করতাম এসব ফিশিং এ অন্তত আমি পড়বো না। কারন এসব ব্যাপারে আমার যথেষ্ঠ আইডিয়া আছে। কিন্তু গতকাল রাতে ১ টার দিকে আমি এরকম একটা ট্র্যাপে পড়ে যাবো, ভাবতেই পারিনি। যেহেতু কিছুদিন যাবৎ এয়ারড্রপ নিয়ে কাজ করছি, রাতে ১ টার দিকে একটা ইমেইল পেলাম, ল্যাপটপ যেহেতু বন্ধ, তাই মোবাইলেই ইমেইল চেক করে দেখি গ্যালাক্সির কোনো একটা ইভেন্ট থেকে ইমেইল আসছে পয়েনট ক্লেইম করার জন্য। যেই ভাবা সেই কাজ, ইমেইলের সেন্ডার চেক না করেই ওয়েবসাইটে ঢুকে মেটামাস্ক কানেক্ট করে ফেললাম। হুট করেই দেখি ধুমাধুম ওয়ালেট থেকে ইথেরিয়াম আর কিছু আরবিট্রাম হ্যাকারের এড্রেস এ চলে গেলো। সব কিছু এতো দ্রুত হয়েছে, যে কিছুই বুঝতে পারি নাই। পরে এড্রেস চেক করে দেখি আমি ফেইক ওয়েবসাইটে আছি। তারাতারি করে সাইট থেকে ওয়ালেট ডিসকানেক্ট করলাম। এয়ারড্রপ থেকে ইনকাম শুরু হওয়াের আগেই ২০০ ডলার নাই হয়ে গেলো। গানের থেকে বাজনা বেশি হয়ে গেলো না?
আপনার স্ক্যাম অ্যাকুজেশনস এর টপিকটি থেকে এ বিষয়ে আমি অলরেডি জেনেছি। যাইহোক এর জন্য দুঃখ প্রকাশ করতেছি, কারণ ২০০ ডলার কিন্তু কম নয়।
আসলে এয়ার্ড্রপ যারা করে তারা নানান ঝুঁকি গুলোর মধ্যে এটি আরেকটি হয়তো ওই হ্যাকার আপনি যে এয়ার ড্রপগুলো করেছেন তার ডাটা এক্সেস পেয়েছে এবং আপনার মত আরো অনেককে এই ফিশিং অ্যাটাকটি করেছে। যাইহোক এর জন্য আমি আগেই বলেছিলাম এয়ার ড্রপ করার জন্য ডেডিকেট সবকিছু ব্যবহার করতে হবে সেটা ওয়ালেট থেকে সোশ্যাল মিডিয়া সবকিছুই আমি তো বলেছিলাম ডিভাইস গুলোও ডেডিকেট থাকা প্রয়োজন যাদের ডেডিকেট এফোর্ড করতে পারবে না ভার্চুয়াল মেশিন ব্যবহার করে এয়ারড্রপ করবে।


যাইহোক আমি নিজেও ফিশিং এর শিকার হয়েছিলেন 2021 কি 2022 সালের দিকে সেসময় আবার 100 ডলার এর মতন টোকেন এথেরিয়াম বিএনবি লস হয়েছিল তারপর থেকে এয়ারড্রোপ এবং ক্র্যাকড কোনো ফাইল ব্যবহার করি না, আমি স্পাইডার ম্যান রিমাস্ট্রার্ড গেমস এর ক্রাকড ফাইল ডাউনলোড করতে গিয়ে এই ফিশিং এর শিকার হয়েছিলাম। আমার একশ ডলার গিয়েছিল সেটাতে আমার যত না কষ্ট লেগেছে তার চাইতে বেশি কষ্ট লেগেছে আমার কয়েকটা epic এর অ্যাকাউন্ট বাইপাস করে পুরোপুরি হ্যাকার নিয়ে নিয়েছিল তাছাড়া আমার সকল ইমেইল এবং সোশ্যাল মিডিয়ার এক্সেস তারা নিয়েছিল আল্লাহর রহমতে বিটকয়েনটক এর একাউন্ট টির পাসওয়ার্ড সাথে সাথে চেঞ্জ করার কারণে এটি নিতে পারেনি।
যাইহোক আপনার লস এর জন্য আবারও দুঃখ প্রকাশ করতেছি Cry
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 14, 2024, 06:56:50 AM
আমি সব সময় মনে করতাম এসব ফিশিং এ অন্তত আমি পড়বো না। কারন এসব ব্যাপারে আমার যথেষ্ঠ আইডিয়া আছে। কিন্তু গতকাল রাতে ১ টার দিকে আমি এরকম একটা ট্র্যাপে পড়ে যাবো, ভাবতেই পারিনি। যেহেতু কিছুদিন যাবৎ এয়ারড্রপ নিয়ে কাজ করছি, রাতে ১ টার দিকে একটা ইমেইল পেলাম, ল্যাপটপ যেহেতু বন্ধ, তাই মোবাইলেই ইমেইল চেক করে দেখি গ্যালাক্সির কোনো একটা ইভেন্ট থেকে ইমেইল আসছে পয়েনট ক্লেইম করার জন্য। যেই ভাবা সেই কাজ, ইমেইলের সেন্ডার চেক না করেই ওয়েবসাইটে ঢুকে মেটামাস্ক কানেক্ট করে ফেললাম। হুট করেই দেখি ধুমাধুম ওয়ালেট থেকে ইথেরিয়াম আর কিছু আরবিট্রাম হ্যাকারের এড্রেস এ চলে গেলো। সব কিছু এতো দ্রুত হয়েছে, যে কিছুই বুঝতে পারি নাই। পরে এড্রেস চেক করে দেখি আমি ফেইক ওয়েবসাইটে আছি। তারাতারি করে সাইট থেকে ওয়ালেট ডিসকানেক্ট করলাম। এয়ারড্রপ থেকে ইনকাম শুরু হওয়াের আগেই ২০০ ডলার নাই হয়ে গেলো। গানের থেকে বাজনা বেশি হয়ে গেলো না?
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
May 13, 2024, 10:06:32 PM
@paid2 আবারো Custom eXch Cryptosteel Capsule রাউন্ড - ১০ ফ্রি রাফেল এনেছেন। যারা আবেদন করতে ইচ্ছুক তারা দেরি না করে জলদি আবেদন করুন কারন স্লট খুবই সীমিত রয়েছে। এই র‍্যাফেলে যেকোন একাউন্ট দিয়ে আবেদন করতে পারেন। সবাই একটি করে স্লট নিতে পারবেন, যাদের ৫০০ মেরিট বা তার চেয়ে বেশি মেরিট রয়েছে তারা ২ টি স্লট নিতে পারবেন। বেশ কয়েকদিন ধরে আমাদের লোকাল থেকে কেউ বিজয়ী হচ্ছে না। সবাই আবেদন করুন, সকলের জন্য শুভকামনা রইলো। @shasan ভাই হয়তো এই র‍্যাফেল টা দেখেন তাই আমি শেয়ার করে দিলাম।

উৎস : https://bitcointalksearch.org/topic/m.64070148

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
May 13, 2024, 01:06:04 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] Blackjack.fun 🖤 Prize $50 in Bitcoins | Round #3" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা Blackjack.fun ইউজার নেম শেয়ার করবে তারা ২টি স্লট এর জন্য আবেদন করতে পারবে। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন মাত্র ২ টি স্লট বাকি আছে। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-blackjackfun-prize-50-in-bitcoins-round-3-5495562
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
May 13, 2024, 09:10:07 AM
13 জন ক্রিপটো ধনকুবের ক্রিপটো সম্পদের পরিমাণ



Techopedia
বিশ্বের সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সির মালিকদের সংক্ষিপ্ত পরিচিতি
1. CZ (Changpeng Zhao) এই ধনকুবের সবচেয়ে বড় পরিচয় হলো তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কেন্দ্রীয় এক্সচেঞ্জ বাইনান্সের(Binance ) সাবেক CEO . তার ক্রিপ্টো সম্পদের পরিমাণ ১৫ বিলিয়ন ডলার।
2. Brian Armstrong এই ধন কুবের জনপ্রিয় ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ কয়েনবেসের(Coinbase ) সিইও। তার  ক্রিপ্টো সম্পদের পরিমাণ ১০ বিলিয়ন ডলার।
3. Barry Silbert এই ধনকুবের একটি ভেঞ্চার ক্যাপিটালের সিইও যার নাম Digital Currency Group (DGG). তার ক্রিপটো কারেন্সি সম্পদের পরিমাণ ১০ বিলিয়ন ডলার।
4. Chris Larsen এই ধনকুবের পরিচয় তিনি Ripple Labs এর সিইও। এই ধনকুবের ক্রিপটো কারেন্সি সম্পদের পরিমাণ ৩.২ বিলিয়ন ডলার।
5. Fred Ehrsam এই ধনকুবের পরিচয় তিনি Coinbase এর সহযোগী CEO .তার ক্রিপ্টো কারেন্সি সম্পদের পরিমাণ 2.9 বিলিয়ন ডলার।
6. Jed McCaleb এই ধনকুবের পরিচয় তিনি Stellar Lumen XLM এর ক্রিয়েটর। তার ক্রিপ্টো সম্পদের পরিমাণ 2.7 বিলিয়ন ডলার।
7. Devin Finzer এই ধন কুবের NFT মার্কেটপ্লেস Opensea এর সিইও। তার ক্রিপ্টো সম্পদের পরিমাণ 2.2 বিলিয়ন ডলার।
8. Alex Atallah এই ধনকুবের পরিচয় তিনি Opensea এর সহযোগী ফাউন্ডার। তার ক্রিপ্টো সম্পদের পরিমাণ 2.2 বিলিয়ন ডলার।
9. Kim Hyoung-Nyon এই ধনকুবের ক্রিপটো কারেন্সি সম্পদের পরিমাণ 1.95 বিলিয়ন ডলার।
10. Nikil Viswanathan ধনকুবের ক্রিপটো কারেন্সি সম্পদের পরিমাণ 1.5 বিলিয়ন ডলার।
11. Joe Lau এই ধনকুবের ক্রিপটো কারেন্সি সম্পদের পরিমাণ 1.5 বিলিয়ন ডলার।
12. Cameroon Winklevoss এই ধনকুবের ক্রিপটো কারেন্সির সম্পদের পরিমাণ 1.4 বিলিয়ন ডলার।
13.Tyler Winklevoss এই ধনকুবের ক্রিপটো সম্পদের পরিমাণ 1.4 বিলিয়ন ডলার।

staff
Activity: 2436
Merit: 2347
May 13, 2024, 05:21:19 AM
আসসালামুয়ালাইকুম সবাই। আমি অনেক আশা নিয়ে আজকে এখানে একটি পোস্ট করছি। আমি আমার একটি মেরিটের জন্য জুনিয়র মেম্বার হতে পারছি না।আমাকে কেউ যদি একটি মেরিট দিয়ে সাহায্য করতেন তাহলে আমি বাউন্টির সিগনেচারে কাজ করতে পারতাম। আমাকে কেউ একটি মেরিট দিবেন। আমি শুধুমাত্র বাউন্টি ছাড়া অন্য কিছু করবো না।

If you do begging, it won't lead to anything good. First of all, you are violating the forum rules. Secondly, you have nothing to give merits for, you don't have a single post that deserves a merit.

যদি আপনি ভিক্ষা করেন, এটা কোনও ভাল দিকে নিয়ে যাবে না। প্রথমত, আপনি ফোরাম নিয়মগুলি লঙ্ঘন করছেন। দ্বিতীয়ত, আপনার কোনও মেরিট দেবার মতো কিছুই নেই, আপনার একটিও পোস্ট নেই যা একটি মেরিট পাওয়ার যোগ্য।
newbie
Activity: 22
Merit: 0
May 13, 2024, 02:58:27 AM
https://talkimg.com/images/2024/05/13/1QJdN.jpeg

@2Pizza410000BTC Congratulations
 আপনি  ফুল মেম্বার থেকে সিনিয়র মেম্বার র‍্যাঙ্ক  আপ করেছেন । অতি অল্প সময়ে, এভাবে আপনার দক্ষতা দিয়ে আরও সামনের দিকে এগিয়ে যান ।  আল্লাহ তায়ালার  রহমতে আরো ভালো কিছু অপেক্ষা করছে, আপনার জন্য ।
member
Activity: 63
Merit: 7
May 13, 2024, 02:51:22 AM
বিশ্বের সবচেয়ে বড় পাঁচ BTCবিটকয়েনের মালিক


বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সি জগতে সবথেকে জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন কয়েন। আমরা যারা এই ফোরামের সাথে বা ক্রিপ্টোকারেন্সির সাথে সংযুক্ত আছি তাদের সকলের মধ্যে প্রবল আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিটকয়েন। যাদের সামর্থ্য আছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী বিটকয়েনে বিনিয়োগ করছে যাদেরকে বিনিয়োগকারী বলা হয়। কিছু কিছু বিনিয়োগকারী আছে যাদের কাছে সামান্য পরিমাণ বিটকয়েন রয়েছে আবার এমন অনেক বিনিয়োগকারী আছে যারা বিশ্বব্যাপী খ্যাত তাদের কাছে অধিক পরিমান বিটকয়েন থাকার কারণে। আজ আমরা qz.com এর সাহায্যে এমনই কয়েকজন বিটকয়েন বিনিয়োগকারীদের নিয়ে আলোচনা করব যাদের কাছে অধিক সংখ্যক বিটকয়েন রয়েছে এমনকি যারা বিটকয়েন তিমি নামে পরিচিত। যাদের কাছে বিনিয়োগকৃত 1000 বিটকয়েন জমা থাকে তারা ব্যক্তি বা কর্পোরেশন হোক না কেন তাদেরকে বিটকয়েন তিমি নামে অবহিত করা হয়।

১: সাতোশি নাকামোতো;
এই নামটি শুনলেই আমাদের সবার কাছে পরিচিত হয়ে ওঠে কেননা এই বেনামী ব্যক্তিটি বিটকয়েন তৈরি করেছিল যার কারণে আমরা বিটকয়েন সম্পর্কে জানতে পেরেছি। সাতোশি নাকামত যখন বিটকয়েন তৈরি করেছিলেন তারপর থেকে বিটকয়েন দিনের পর দিন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সাতোশি নাকামোতোর কাছে প্রায় এক মিলিয়ন বিটকয়েন রয়েছে যা একাধিক ওয়ালেটে সংরক্ষণ করা হয়েছে।

২: উইঙ্কলেভস টুইনস;
উইঙ্কলেভস যমজ ক্যামেরন এবং টাইলার এই দুজনকে ক্রিপ্টো জগতের বড় বিনয়োগকারীদের অন্যতম বড় বিনয়োগকারী হিসেবে বিবেচনা করা হয়।
ধারণা করা হয় তাদের দুজনের কাছে প্রায় ৭০ হাজার বিটকয়েন রয়েছে।

৩: মাইকেল সেলর;
এই নামটি হয়তো আমরা সবাই শুনেছি যিনি অস্ট্রেলিয়ান নাগরিক মাইকেল সেলর। তিনি একজন বিনিয়োগকারী এবং মাইক্রোস্ট্র্যাটেজি কোম্পানির প্রতিষ্ঠাতা। মাইকেল সেলরের কাছে ব্যক্তিগতভাবে বিটকয়েন রয়েছে প্রায় ১৭ হাজার। এমনকি তার কোম্পানি মাইক্রোস্ট্র্যাটেজির কাছে বিটকয়েন রয়েছে ২১৪,৪০০BTC

৪: টিম ড্রেপার;
স্ক্রিপ্টো বিনিয়োগ কারীদের কাছে টিম ড্রেপার একজন পরিচিত মুখ। সিলিকন ভ্যালির উদ্যোক্তা টিম ড্রেপার এবং ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ড্রেপার ফিশারের প্রতিষ্ঠাতা অংশীদার টিম ড্রেপার ২০১২ সালে প্রথমবার বিটকয়েন কিনেছিলেন। ২০১৪ সালে তিনি ২৯ হাজার ৬৫৬ বিটকয়েন কিনেছিলেন।

৫: রজার ভের;
বিটকয়েন বিনিয়োগকারী রজার ভের "বিটকয়েন জিসাস" নামেও পরিচিত। আনুমানিক রজার ভেরের কাছে প্রায় ১৩১,০০০ বিটকয়েন রয়েছে।
Pages:
Jump to: