এই বিটকয়েন পিজ্জা দিবসের পুরস্কার হিসেবে থাকবে:
•প্রথম পুরস্কার---১০০০ ডলার
•দ্বিতীয়/তৃতীয় পুরস্কার--- ৫০০ ডলার
•চতুর্থ/পঞ্চম পুরস্কার--- ২৫০ ডলার
আপনারা কিভাবে এখানে যুক্ত হবেন তার কিছু নিয়ম কানুন এখানে ভালোভাবে উল্লেখ করা আছে সেখানে প্রবেশ করে ভালোভাবে থ্রেড পড়ুন এবং নিয়ম অনুযায়ী আপনার পিজ্জা প্রকাশিত করুন।
লাসজেলো নামক ভদ্রলোকটি ১০০০০ হাজার বিটকয়েনে দিয়ে ২ টি পিজ্জা কিনেছিলেন যার বর্তমান মূল্য $৬৬০ মিলিয়ন ডলারের বেশি। তাহলে ১ টা পিজ্জার দাম কত করে পড়লো ৩৩০ মিলিয়ন ডলার। এখন আমরা অবাক হয়ে যাচ্ছি, যখন ১ টা বিটকয়েনের দাম ১০০k -২০০k ডলার হবে, তখন যারা প্রথম শুনবে ২ টা পিজ্জার জন্য ১০০০০ বিটকয়েন দিয়েছিলো, তারা আরো অবাক হয়ে যাবে। এই রকম ইতিহাস কেউ আর কোনদিন করতে পারবে না, যা ওই ভদ্রলোকটি করেছিলেন। যাইহোক, তখন হয়তো লাসজেলো ভেবেছিলেন না যে বিটকয়েন ভবিষ্যতে এত ডলার হবে। আমার জানা মতে এই টই প্রথম ব্যবসায় ক্ষেত্রে বিটকয়েনের মাধ্যমে লেনদেন ছিলো।
যাইহোক, পুরস্কার হিসেবে বেশ ভালো পরিমান রয়েছে, $২৫০০ যা বিগ এমাউন্ট। যাইহোক, আমাদের লোকাল কমিনিউটির সবাই পিজ্জা কনটেস্টে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এর আগে পাই কনটেস্টে আমি এবং @CL ভাই বেশ ভালোই অবস্থানে গিয়েছিলাম। এবার পিজ্জা কনটেস্টে পাঁচজনকে পুরস্কৃত করা হবে, যা আমরা লোকাল থেকে কেউ যেন বিজয়ী হতে পারি। তবে সবাই চেষ্টা করবেন নিজ হাতে পিজ্জা বানানোর, কেউ বাজার থেকে কিনে এনে সাবমিশন করার চেষ্টা করবেন না। আমিও কালকে থেকে মিশন শুরু করবো, এই কনটেস্টে ভালো করে পিজ্জা বানানোর ট্রাই করব। সকলের জন্য শুভকামনা রইল।
বিটকয়েন টক পিজ্জা ডে উপলক্ষে একটি ফ্রি র্যাফেল এনেছেন। এখানে যে কেউ আবেদন করতে পারবেন। এখানে ১০০ টি স্লট রয়েছে এখনো অনেক স্লট ফাকা রয়েছে তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। এই র্যাফেল থেকে ৫ জন বিজয়ী হবে।
র্যাফেল উৎস : https://bitcointalksearch.org/topic/m.64088377