FDUSD কয়েনটি আমি মনে করছি সম্পর্ন ট্রাস্টেড এর কারণ হচ্ছে বাইনান্সে যখন লাঞ্চ পুল চলে তখন FDUSD কয়েন স্ট্যেকিং করলে লাঞ্চ পুল এর টোকেন গুলো পাওয়া যায়।বাইনান্সে এর এইরকম অফার দেয়ার কারণ হচ্ছে FDUSD কয়েনটি জনপ্রিয়ো করে তোলার জন্য এমন পদক্ষেপ নিয়েছে হয়তো।FDUSD কয়েনটি বাইনান্সে এর নিজস্ব কয়েন কি আপনি কি এটা জানেন? FDUSD বাইনান্সে নিজস্ব কয়েন হলে তাহলে চিন্তার কোন কারণ নেই এটা কখনোই ডি লিস্টেড হবে বলে মনে করি না।আর যদি কখনো FDUSD কোন কারনে বাইনান্সে থেকে ডি লিস্টেড হয় তবে আপনার বিনিয়োগ করা FDUSD অর্থ ফেরত দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে।আর যদি FDUSD কয়েনটি বাইনান্সে এর নিজস্ব কয়েন না হয় তবে কোন কারনে ডি লিস্টেড হলে বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হবে।
FDUSD যে বাইনান্সের নিজস্ব কয়েন এটা আমি জানতাম না! এটাতে ইনভেস্ট করার কারণ ছিল আমার প্রচুর ট্রেডিং ভলিউম। আপনি হয়তো ঠিক বলেছেন যে বাইনান্সে লিস্টেড তারপরে তাদের নিজস্ব কয়েন এবং হয়তো এর জন্য এটাকে ট্রাস্টেড বলা চলে কিন্তু আমারও টেনশন সে জায়গায় যে যদি BUSD এর মতন এটাকে কখনো ডিলিস্টেড করে তাহলে এটার মূল্য থাকার পসিবিলিটি একদমই জিরো। সকল ইনভেস্টমেন্টে অনেকটা ঝুঁকির মধ্যেই পড়ে তবে আমার ফান্ড থেকে টাকা দরকার তাই এখানে staking করে রেখেছি যদিও এখনো আমি এটার মধ্যে 14 ডলারের মতন লসে আছি, স্টেবল কয়েন এক সেন্ট কমে যাওয়া মানে বহুত কমে যাওয়া।
ভাই এটা ডিপেন্ড করে আপনি বাইনান্স কে ট্রাষ্ট করেন কি না। অনেকেই এখনো জানে না যে বাইনান্সের আগের কয়েন BUSD এর বদলেই তারা নতুন এই কয়েন নিয়ে এসেছে। আগের কয়েন BUSD নিয়ে তাদের কোনো একটা আইনি ঝামেলা হয়েছিলো। এখন BUSD কোনো এক্সচেঞ্জ এ সম্ভবল লিস্টেড নাই। আর অপরদিকে FDUSD খুবই নতুন একটা স্ট্যাবল কয়েন যেটা বাইনান্স নিজেই নিয়ে আসছে। আর মজার ব্যাপার হলো এটাও কিন্তু বাইনান্স ছাড়া আর মাত্র একটা এক্সচেঞ্জ এ লিস্টেড আছে। আপাতত বাইনান্স এবং গেট ডট আইও তে ছাড়া এই কয়েন আর কোনো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এ নাই। হয়তো ভবিষ্যতে অন্য এক্সচেঞ্জ এ লিস্টেড হতে পারে। তো আপনি যদি বাইনান্স কে ট্রাষ্ট করতে পারেন, তাহলে এই কয়েন নিয়ে সমস্যা থাকার কথা না। কিন্তু বাইনান্স কে ট্রাষ্ট না করলে এটাও ব্যাবহার করার দরকার নাই।
আসলে ভাই বাইনান্স এমন একটা জায়গায় রয়েছে যে এটাকে ট্রাস্ট করি না কিন্তু আবার ট্রাস্ট না করার উপায় নাই।
তার মধ্যে বাইনান্স BUSD কে ডি-লিস্টেড করেছে দেখেই আমার ভয়, কারণ যে কোন সময় যদি FDUSD ডিলিস্টেড করে দেয় তাহলে এটারও ধ্বস নেওয়া যাবে কারণ বাইনান্স ছাড়া আর দুই একটা যে সব সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট রয়েছে সেগুলোতেও ডি লিস্টেড করে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে।
তাছাড়া আমি মনে করি FDUSD কে যদি বাইনান্স ডিলিস্টেড করে তাহলে আমি তো আমার ফান্ড ফেরত পাব, যদিও আমি এ বিষয়ে শিওর না।