বাংলা কমিউনিটির সকল সিনিয়র মেম্বারদের কাছে আমার একটা প্রশ্ন আমার এই ফোরামের জার্নি টা কেমন হচ্ছে এবং আমার কোথাও কোন ভুলত্রুটি হচ্ছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে একটু আমাকে শিওর করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো বর্তমান সময়ে আমার জার্নির কোন ভুল হচ্ছে কিনা একটু আমার আইডিটা দেখবেন। এবং আমার আর কোন কোন জায়গায় ইম্প্রুভ করা দরকার এই বিষয়গুলো একটু যদি আপনারা বলে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। যদিও আমি মোটামুটি বুঝে শুনে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমার মনে হয় আমার বাংলা কমিউনিটির সিনিয়র ভাইয়েরা অবশ্যই বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে আমাকে সাহায্য করবেন। আমার সামনের যাত্রাটা যেন আরেকটু ভালো হয় সহজ হয় সেদিকে একটু খেয়াল রেখে আমাকে ডিরেকশন দেওয়ার চেষ্টা করবেন ভাইয়েরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো।
যদি নিজের লেখার উপর ভরসা না পান তাহলে বড় বড় রেপুটেবল ইউজারদের থ্রেডে যাবেন না বা আজাইরা জেনেরিক পোস্ট করবেন না। যেমনটা আপনি নটিলডার থ্রেডে করছেন! একই কথা ঘুরায় ফিরায়ে লিখছেন, নতুন কিছুই এড করেন নি। কার সাথে কিভাবে চলতে হয় তা মাথায় রাখবেন, যেমন Learn Bitcoin, Crypto Library বা আমাদের লোকাল কারোর থ্রেডে এমন কমেন্ট করলে আমরা হয়তো কিছু মনে নাও করতাম, বাট তাদের বিষয় আলাদা, তারা সিরিয়াস লোক। আমি নিজেও অনেক জেনেরিক কথাবার্তা, মেসেজ করা, হাসি তামাশা ইত্যাদি করি, তাও আবার টপ টপ মেম্বারদের সাথে। কিন্তু সেটা করার জন্য একটা ভালো সম্পর্ক থাকা লাগে আগে, যা আমার আছে তাদের সাথে। বাট আপনার মনে হয়না সেটা আদেও আছে।
চেষ্টা করবেন ফোরামের ড্রামায় নিজেকে না জড়াতে, যেমন রেপুটেশন থ্রেডে গিয়ে অনেকে করে, আপনিও করছেন। মনে রাখবেন, একজনের পেছনে লাগলে সেটা যে আপনার উপর ব্যাকফায়ার করবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। অন্যের দোষ ধরতে গিয়ে উল্টো নিজেই মারা খাবেন। মিলে মিশে থাকুন, শান্তিতে থাকুন, মারামারি, ঝগড়া ফাসাদ, স্ক্যাম আ্যকুজেশন বড়দের উপর ছেড়ে দিন। আমি নরমালি রেপুটেশন বোর্ডে কমেন্ট করিনা। তবে এর মানে এই না যে আমি ঐ বোর্ডে ঢুকিই না, ঐ খানেই সবথেকে বেশি রসালো জিনিস পাওয়া যায়। থ্রেড গুলো পড়তে ভালোই লাগে, পড়িও বাট ইচ্ছে করেই তেমন কমেন্ট করি না।
শেষে বলবো, সিগ্নেচার করতেছেন ভালো কথা, করতে থাকেন বাট কোঠা পূরণ করার জন্য পোস্ট বাস্টিং বা জেনেরিক কমেন্ট, যা Shishir99 ভাই বল্লো ঐগুলো কইরেন না। আপনারা কি করেন জানিনা, বাট আমি নরমালি অনেকক্ষণ ধরে পোস্ট পড়ি তারপর কমেন্ট করি। লেখা ঠিক আছে কিনা, গ্রামার চেক মারি, বারবার পড়ি ইত্যাদি। এমনকি এই পোস্টটিও আমি অনেকক্ষন ধরে লিখতেছি, মিনিমাম ১৫-২০ মিনিট তো হয়ে গেছে। তো তাড়াঘুড়া না করে, কোয়ালিটি ভালো করার ট্রাই করেন।
"বেস্ট অফ লাক।"