আমি আসলে ভাবতেই পারছি না একটা গ্রুপ কি করে এতো গুলো একাউন্ট অপারেট করতে পারে? আমার তো মনে হচ্ছে এগুলো কোনো ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের কাজ। যেখানে তারা টাকার বিনিময়ে ছাত্রদেরকে বিটকয়েনটক থেকে ইনকাম করা শিখায় এবং তারা যতো গুলো ক্যাম্পেইন আসে, সেখানে দল বেধে জয়েন করে। আমাদের দেশে এমন অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে তারা ইন্টারনেট থেকে ইনকাম করা শেখানোর কথা বলে তাদেরকে নানান ক্যাপচা টাইপিং, পিটিসি টাইপের ওয়েব সাইটে কাজে লাগিয়ে দেয়। আমি অবাক হবো না যদি একাউন্ট গুলো এরকম কোনো সংস্থার হয়ে থাকে। যেখানে তারা বড় একটা গ্রুপ মিলে এসব একাউন্ট অপারেট করে। ব্যাক্তিগত ভাবে আমি মনে করি কোনো একজন মানুষ বা দুইজন মানুষের পক্ষে এতোগুলো একাউন্ট অপারেট করা সম্ভব না।
ভাই ট্রেনিং সেন্টারে যদি এগুলা করানো হয়ে থাকে কিন্তু আমার কাছে মনে হয় এগুলা এত সম্ভব না কারণ ২০১২ সালেরও এক একাউন্ট দেখলাম জেগে উঠেছে এরা এগুলো দিয়ে কি করবে এদের আসলে লক্ষ্য কি এটা আসলে বোঝা খুবই কঠিন। দেখা যাচ্ছে যে মোটামুটি রেংকিং এ এগিয়ে আছে এরকম অ্যাকাউন্ট দিয়ে যে তারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করার চেষ্টা করবে এটা ঠিক আছে কিন্তু একদম ফ্রেশ অ্যাকাউন্ট নতুন এগুলা জেগে ওঠার কারণ আসলে আমার বোধগম্যতে আসতেছে না এটা কি করতে চাচ্ছে এদের লক্ষ্য কি?
যাই হোক ভাই আপনার এই পোস্টে আমি অলরেডি রেপুটেসেন বোর্ডে দেখে এসেছি পোস্টটা সুন্দর হয়েছে তবে ভাই আপনার চার্ট এর কালার দুইটার মধ্যে অনেকটাই মিল হয়ে গিয়েছে সব সময় কালার গুলোর মধ্যে ভিন্নতা রাখার চেষ্টা করবেন কারণ আমাদের পার্থক্য বুঝতে অসুবিধা হচ্ছে। Woke Up এর জন্য হলুদ দিলেন অথবা Password RESET Via Email এর জন্য আকাশী নীল বা অন্য কিছু দিলেন।
জি ভাই আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আসলে আমি গ্রাফটা তৈরি করে ফেলেছিলাম তো সেজন্য আর এটা চেঞ্জ করা হয়নি নেক্সট টাইম যদি আবার এই গ্ৰাফ নিয়ে কাজ করি তাহলে আপনার এই কথাটা মাথায় রাখবো।
জেগে উঠা একাউন্টগুলো নিয়ে আমার মন্তব্য:
১: জেগে উঠা একাউন্টগুলো খামার থেকে এসেছে।
সত্যি কথা বলতে ভাই এই খামার শব্দটা দেখে আমি অনেকক্ষণ হাঁসলাম। এইখানে র বাংলা ব্যবহার না করে ফার্মার ব্যবহার করতে পারেন কারণ আমরা অনেক ইংরেজি শব্দ বাংলায় উচ্চারণ করি না কারণ এর বাংলা এর চাইতে ইংরেজি ভালো শোনা যায় বা তার বাংলা শব্দই নেই।
আসলে বাংলায় লিখেছিলাম তো সেজন্যে আর কি রকম হয়েছে তবে আপনি ঠিকই কইছেন কিছু কিছু ইংরেজি আমরা বাংলার সাথে প্রচলিত হয়ে গেছে সেজন্য সেটাই ভালো শোনা যায় কিছু কিছু বাংলা আমাদের কাছে এখন ভালো শোনা যায় না।
Z_MBFM কি মার্কেট সম্পর্কে যদিও কিছু বুঝতাম এবং Mahiyammahi আপু এটা নিয়ে একটু এক্সপ্লেন করেছিল সেখান থেকেই কিছু আইডিয়া পেয়েছিলাম। যাইহোক ভাই আপনাকে ধন্যবাদ পুরোপুরি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলার জন্য এটা অনেকের জন্য হেল্প হবে প্রি-মার্কেট সম্পর্কে বুঝার জন্য।
Ricardo11 এবং Shishir99 ভাই আপনাদের দুইজনকেই অভিনন্দন আপনারা রেংক আপ করেছে খুব সুন্দর ভাবে এবং খুব তাড়াতাড়ি রেয়াঙ্কাপ করে ফেলছেন। Shishir99 ভাই কিছুদিন ফোরাম থেকে দূরে ছিলেন অফলাইনে ছিলেন এতটা পোস্ট করতে পারেননি হয়তো তার ব্যক্তিগত সমস্যার কারণে। কিন্তু ভাই হঠাৎ করে এসে অল্প কয়েকদিনের মধ্যেই র্যাঙ্ক অফ করে ফেললেন ভাই। যাইহোক আপনার লোকালের সবগুলো পোস্ট এবং সবগুলো পেজ এক্সপ্লোর করে সুন্দর একটা গুরুত্বপূর্ণ পোস্ট বানিয়ে অনেক বেশি এগিয়ে গেছেন ভাই। আপনাদের জন্য দোয়া রাখি আপনারা সামনে আরো ভালো কিছু করবেন।
হুট করেই আসলে কয়েকদিন ধরে প্রচুর অসুস্থ হয়ে গেছি।
Learn Bitcoin ভাই আপনার এখন কি অবস্থা সুস্থ হয়েছেন? আসলে ভাই যে খাবারটা আমাদের খাওয়ার পরে বা খাওয়ার সময় তৃপ্তি আসে না সেই খাবারটা না খাওয়াই ভালো দেখা যায় জোর করে খেলেও পরবর্তীতে সমস্যা হয়।