Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 11. (Read 5964530 times)

full member
Activity: 238
Merit: 177
December 09, 2024, 02:19:22 PM


আপনারা কেউ এটা লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না। বিটকয়েনটকের টেলিগ্ৰাম বটের ছোট একটি আপডেট দেখতে পেলাম। TryNinja স্পন্সরশিপ পেয়েছে Bc.Game থেকে। বাহ্ এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রোমোট করার সিস্টেম। আমরা যখন বট ব্যবহার করি তখন টেক্সট গুলো দেখলে প্রচার প্রচারণা দেখা যায়। এখানেও মার্কেটিং সিস্টেম হিসেবে এটা কাজ করবে।
?
Activity: -
Merit: -
December 09, 2024, 01:35:32 PM
আসসালামু আলাইকুম বাংলাদেশী সকল সদস্য ভাইয়েরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই বাংলায় কথা বলার জায়গা খুঁজে পেলাম। ফোরাম সম্পর্কে আমার সেরকম কোন জ্ঞান নেই বললেই চলে। তবে বিটকয়েন রিলেটেড নাম দেওয়া খোলা। কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায় এই বিষয়গুলো নিয়ে একটু আমাকে জানাবেন।
full member
Activity: 238
Merit: 177
December 09, 2024, 11:43:39 AM
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 09, 2024, 11:27:32 AM
বাংলা কমিউনিটির সকল সিনিয়র মেম্বারদের কাছে আমার একটা প্রশ্ন আমার এই ফোরামের জার্নি টা কেমন হচ্ছে এবং আমার কোথাও কোন ভুলত্রুটি হচ্ছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে একটু আমাকে শিওর করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো বর্তমান সময়ে আমার জার্নির কোন ভুল হচ্ছে কিনা একটু আমার আইডিটা দেখবেন। এবং আমার আর কোন কোন জায়গায় ইম্প্রুভ করা দরকার এই বিষয়গুলো একটু যদি আপনারা বলে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। যদিও আমি মোটামুটি বুঝে শুনে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমার মনে হয় আমার বাংলা কমিউনিটির সিনিয়র ভাইয়েরা অবশ্যই বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে আমাকে সাহায্য করবেন। আমার সামনের যাত্রাটা যেন আরেকটু ভালো হয় সহজ হয় সেদিকে একটু খেয়াল রেখে আমাকে ডিরেকশন দেওয়ার চেষ্টা করবেন ভাইয়েরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো।

যদি নিজের লেখার উপর ভরসা না পান তাহলে বড় বড় রেপুটেবল ইউজারদের থ্রেডে যাবেন না বা আজাইরা জেনেরিক পোস্ট করবেন না। যেমনটা আপনি নটিলডার থ্রেডে করছেন! একই কথা ঘুরায় ফিরায়ে লিখছেন, নতুন কিছুই এড করেন নি। কার সাথে কিভাবে চলতে হয় তা মাথায় রাখবেন, যেমন Learn Bitcoin, Crypto Library বা আমাদের লোকাল কারোর থ্রেডে এমন কমেন্ট করলে আমরা হয়তো কিছু মনে নাও করতাম, বাট তাদের বিষয় আলাদা, তারা সিরিয়াস লোক। আমি নিজেও অনেক জেনেরিক কথাবার্তা, মেসেজ করা, হাসি তামাশা ইত্যাদি করি, তাও আবার টপ টপ মেম্বারদের সাথে। কিন্তু সেটা করার জন্য একটা ভালো সম্পর্ক থাকা লাগে আগে, যা আমার আছে তাদের সাথে। বাট আপনার মনে হয়না সেটা আদেও আছে। 

চেষ্টা করবেন ফোরামের ড্রামায় নিজেকে না জড়াতে, যেমন রেপুটেশন থ্রেডে গিয়ে অনেকে করে, আপনিও করছেন। মনে রাখবেন, একজনের পেছনে লাগলে সেটা যে আপনার উপর ব্যাকফায়ার করবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। অন্যের দোষ ধরতে গিয়ে উল্টো নিজেই মারা খাবেন। মিলে মিশে থাকুন, শান্তিতে থাকুন, মারামারি, ঝগড়া ফাসাদ, স্ক্যাম আ্যকুজেশন বড়দের উপর ছেড়ে দিন। আমি নরমালি রেপুটেশন বোর্ডে কমেন্ট করিনা। তবে এর মানে এই না যে আমি ঐ বোর্ডে ঢুকিই না, ঐ খানেই সবথেকে বেশি রসালো জিনিস পাওয়া যায়। থ্রেড গুলো পড়তে ভালোই লাগে, পড়িও বাট ইচ্ছে করেই তেমন কমেন্ট করি না।

শেষে বলবো, সিগ্নেচার করতেছেন ভালো কথা, করতে থাকেন বাট কোঠা পূরণ করার জন্য পোস্ট বাস্টিং বা জেনেরিক কমেন্ট, যা Shishir99 ভাই বল্লো ঐগুলো কইরেন না। আপনারা কি করেন জানিনা, বাট আমি নরমালি অনেকক্ষণ ধরে পোস্ট পড়ি তারপর কমেন্ট করি। লেখা ঠিক আছে কিনা, গ্রামার চেক মারি, বারবার পড়ি ইত্যাদি। এমনকি এই পোস্টটিও আমি অনেকক্ষন ধরে লিখতেছি, মিনিমাম ১৫-২০ মিনিট তো হয়ে গেছে। তো তাড়াঘুড়া না করে, কোয়ালিটি ভালো করার ট্রাই করেন।

"বেস্ট অফ লাক।"
full member
Activity: 238
Merit: 177
December 09, 2024, 06:46:52 AM
hero member
Activity: 868
Merit: 530
December 09, 2024, 06:09:32 AM
বাংলা কমিউনিটির সকল সিনিয়র মেম্বারদের কাছে আমার একটা প্রশ্ন আমার এই ফোরামের জার্নি টা কেমন হচ্ছে এবং আমার কোথাও কোন ভুলত্রুটি হচ্ছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে একটু আমাকে শিওর করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো বর্তমান সময়ে আমার জার্নির কোন ভুল হচ্ছে কিনা একটু আমার আইডিটা দেখবেন। এবং আমার আর কোন কোন জায়গায় ইম্প্রুভ করা দরকার এই বিষয়গুলো একটু যদি আপনারা বলে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। যদিও আমি মোটামুটি বুঝে শুনে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমার মনে হয় আমার বাংলা কমিউনিটির সিনিয়র ভাইয়েরা অবশ্যই বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে আমাকে সাহায্য করবেন। আমার সামনের যাত্রাটা যেন আরেকটু ভালো হয় সহজ হয় সেদিকে একটু খেয়াল রেখে আমাকে ডিরেকশন দেওয়ার চেষ্টা করবেন ভাইয়েরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো।

আপনি অনুগ্রহ করে ইনফরমেটিভ থ্রেড এ জেনেরিক পোষ্ট করবেন না। কিছু কিছু থ্রেড খোলা হয় ডিসকাশনের জন্য। সাধারন ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করার জন্য। সেখানে আপনি চাইলে আপনার মতামত শেয়ার করতে পারেন। কিন্তু আমি খেয়াল করেছি যে আপনি বিভিন্ন ইনফরমেটিভ থ্রেড এ জেনেরিক পোষ্ট করেন। বিশেষ করে রেপুটেশন বোর্ড এর nutildah এর একটা রিপ্লাই খেয়াল করেছি, যেখানে তিনি আপনাকে শিটপোষ্টিং করতে নিষেধ করেছেন। এর কারন হলো, সেটা তার একটা ইনফরমেটিভ থ্রেড, যেখানে কেউ কোনো একাউন্ট এর ব্যাপারে কোনো নতুন ইনফরমেশন দিতে পারলে সেটা সে এপ্রিশিয়েট করবে, কিন্তু আপনার পোষ্ট তার থ্রেড এ নতুন কিছুই এড করেনি। আপনি মূলত তার কথাতেই একমত পোষন করেছেন এবং একটা স্ক্রিনশট শেয়ার করেছেন।

এছাড়াও অন্য একটা থ্রেড এ Poker Player আপনাকে ক্রিটিসাইজ করেছে আপনার এই জেনেরিক পোষ্ট করার কারনে এবং সে আপনার পোষ্ট রিপোর্ট করেছে। আজকে সেই থ্রেড এ দেখলাম আপনার পোষ্ট টি নেই। তার মানে হলো সেটা রিমুভ করা হয়েছে। আমি আপনার পোষ্ট হিষ্টোরি চেক করিনি। আমার রেগুলার অভজারভেশন থেকেই এইটুকু শেয়ার করলাম।

আপনাকে ধন্যবাদ যে আপনি নিজেও আপনার পোষ্ট কোয়ালিটির ব্যাপারে সকলের মতামত চাইছেন। সময়ের সাথে সাথে ইমপ্রুভ করবেন বলে আশা করি।
full member
Activity: 238
Merit: 177
December 09, 2024, 05:20:05 AM
যাইহোক বর্তমানে আমার অ্যাসেটের কিছু ওভার ভিউ দিলাম আমার টোটাল অ্যাসেটের ইনভেস্টমেন্ট পার্সেন্টেজ বাম  দিকে এবং বর্তমানে সেইসব কয়েন এ কত পার্সেন্টেজ করে প্রোফিটে রয়েছি সেগুলোর পার্সেন্টেজ ডান সাইডে।
আপনি তো দেখা যায় ভালই প্রফিট আছেন। তবে বিএনপি থেকে কিন্তু ভালো একটা প্রফিট আছেন ভাই বর্তমান সময়ে। আমার একটা ফ্রেন্ড ছিল যার বিএনবি ছিল ৫-৬ টা সে বিক্রি করে দিয়ে ইউএসডিটি করে রাখছিল বিএনবির দাম যখন বাড়লো তখন সে আফসোস করলো। বাংলা কমিউনিটির আপনি এখন সবচেয়ে ভালো প্রফিটে আছেন দেখা যাচ্ছে। আমার ও মোটামুটি ভালই প্রফিট আছে বিটিসি থেকে কিন্তু অন্য কোনটা থেকে এরকম কোন প্রফিট নেই। CL & LB ভাই আপনারা এখন সবচেয়ে ভালো প্রফিট করলেন এখান থেকে। দুইজনে মিলে তো পুরো কোপ দিয়ে দিছেন ভাই। মোটামুটি ভালোই প্রফিটে আছেন দুইজনে।

বিটকয়েনের দাম ১০০k$ অতিক্রম করেছে এটা দেখে আমি অনেক বেশি আনন্দিত আমি যখন বিটক বিনিয়োগ করেছিলাম হঠাৎ বিটকয়েনের দাম ডাম্পিং হতে শুরু করেছিল যার কারণে আমি অনেক বেশি লোকসানের মধ্যে পড়ে গিয়েছিলাম। এগুলো দেখে আমার মাথা ঠিক ছিল না যার কারণে আমি কয়েক মাসের জন্য সবকিছু থেকে দূরে সরে গিয়েছিলাম কিন্তু আমি বিনিয়োগ করা বিটকয়েন গুলো কোনভাবেই বিক্রি করে ছিলাম না দীর্ঘদিন ধৈর্য ধরে থাকার ফলে আজকে আমার কয়েকগুণ লাভ হয়েছে বিটকয়েন এ বিনিয়োগ করে।আমি এখন বিটকয়েন গুলো কিছু অংশ বিক্রি করে দিতে যাচ্ছে আর কিছু অংশ আরো দাম বৃদ্ধি পেলে বিক্রি করব।আশা করা যাচ্ছে বিটকয়েনের দাম খুব শীঘ্রই ১২০k$ অতিক্রম করবে এর জন্য আমাদেরকে সামনের বছরের জন্য অপেক্ষা করতে হবে খুব শীঘ্রই ভালো কিছু পাব বিটকয়েন থেকে।
যাক এটা শুনে ভালো লাগলো যে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারছেন। তবে যদি বিনিয়োগের ধারাও ভেতরে রেখে যেতে পারেন ডিসিএ মেইনটেইন করে তাহলে বিনিয়োগের ধার অব্যাহত রেখে যাবেন ভাই পরবর্তী সময়ে কাজে দেবে এগুলো।

বিটকয়েনের দাম আরো বাড়বে সামনে কিন্তু কতটুকু বাড়বে এটা সঠিক করে বলা যাচ্ছে না। ১২০কে এর নতুন এটিএইচ দেখতে পাবো তবে এটা এত তাড়াতাড়ি আমরা দেখতে পাবো না এটার জন্য অপেক্ষা করতে হবে। তবে সবচেয়ে মূল কথা হচ্ছে বিটকয়েন তার মূল মাইলফলক স্পর্শ করে ফেলেছে। ‌ বিটকয়েনের প্রতি মানুষের আরও দৃঢ় বিশ্বাস জন্মে গেছে। বিটকয়েনের প্রতি মানুষের আত্মবিশ্বাস এখন হাই লেভেলের যেটা অন্য কোন কয়েন থেকে এরকম আত্মবিশ্বাস কোনদিন হওয়া সম্ভব নয়।


বাংলা কমিউনিটির সকল সিনিয়র মেম্বারদের কাছে আমার একটা প্রশ্ন আমার এই ফোরামের জার্নি টা কেমন হচ্ছে এবং আমার কোথাও কোন ভুলত্রুটি হচ্ছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে একটু আমাকে শিওর করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো বর্তমান সময়ে আমার জার্নির কোন ভুল হচ্ছে কিনা একটু আমার আইডিটা দেখবেন। এবং আমার আর কোন কোন জায়গায় ইম্প্রুভ করা দরকার এই বিষয়গুলো একটু যদি আপনারা বলে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। যদিও আমি মোটামুটি বুঝে শুনে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমার মনে হয় আমার বাংলা কমিউনিটির সিনিয়র ভাইয়েরা অবশ্যই বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে আমাকে সাহায্য করবেন। আমার সামনের যাত্রাটা যেন আরেকটু ভালো হয় সহজ হয় সেদিকে একটু খেয়াল রেখে আমাকে ডিরেকশন দেওয়ার চেষ্টা করবেন ভাইয়েরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো।

newbie
Activity: 11
Merit: 15
December 08, 2024, 09:58:51 PM
https://talkimg.com/images/2024/12/05/pFlfN.jpeg
পরিশেষে সকল জল্পনা কল্পনা কাটিয়ে বিটকয়েনের দাম ১০০k$ এর মাইল ফলক স্পর্শ করে ফেললো। নতুন কিছু সৃষ্টি হয়ে গেলো বিটকয়েন এর জন্য। আমরা এতদিন অপেক্ষা করতেছিলাম এরকম একটা মুহূর্তের জন্য যেটা আমাদের পূরণ হয়ে গেল। বিটকয়েনের দাম অদূর ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা নিঃসন্দেহে করতেই পারে আমাদের যে অপেক্ষা ছিল সেই অপেক্ষার শেষ হয়ে নতুন মাইলফলকে পৌঁছে গেছি এখান থেকে আমরা অদূর ভবিষ্যতে আরো নতুন লাইন ফলক স্পর্শ করে ফেলব। বিটকয়েনের দাম ১০০ পেতে পৌঁছানোর জন্য আপনার অনুভূতি কি?
বিটকয়েনের দাম ১০০k$ অতিক্রম করেছে এটা দেখে আমি অনেক বেশি আনন্দিত আমি যখন বিটক বিনিয়োগ করেছিলাম হঠাৎ বিটকয়েনের দাম ডাম্পিং হতে শুরু করেছিল যার কারণে আমি অনেক বেশি লোকসানের মধ্যে পড়ে গিয়েছিলাম। এগুলো দেখে আমার মাথা ঠিক ছিল না যার কারণে আমি কয়েক মাসের জন্য সবকিছু থেকে দূরে সরে গিয়েছিলাম কিন্তু আমি বিনিয়োগ করা বিটকয়েন গুলো কোনভাবেই বিক্রি করে ছিলাম না দীর্ঘদিন ধৈর্য ধরে থাকার ফলে আজকে আমার কয়েকগুণ লাভ হয়েছে বিটকয়েন এ বিনিয়োগ করে।আমি এখন বিটকয়েন গুলো কিছু অংশ বিক্রি করে দিতে যাচ্ছে আর কিছু অংশ আরো দাম বৃদ্ধি পেলে বিক্রি করব।আশা করা যাচ্ছে বিটকয়েনের দাম খুব শীঘ্রই ১২০k$ অতিক্রম করবে এর জন্য আমাদেরকে সামনের বছরের জন্য অপেক্ষা করতে হবে খুব শীঘ্রই ভালো কিছু পাব বিটকয়েন থেকে।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 08, 2024, 04:15:34 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (593 তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/--5522022
WHAT CRASH?  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?

Please read here first >>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953

Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with my custom art on Bitbills!



hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 07, 2024, 05:34:52 AM
বিটকয়েন বা ইথেরিয়ামের প্রফিট বুক করা নিয়ে আমি কখনোই চিন্তিত ছিলাম না, আর কোনোদিন হবো বলে মনে হয় না। যদিও আমার ৬০ ভাগ ইনভেষ্টমেন্ট বিটকয়েনেই। তবে আমি এই ৬০ ভাগ বিটকয়েন থেকে যে পরিমান প্রফিট আশা করছি, আমার ৪০% অল্টকয়েন থেকে তার ৩গুন প্রফিট করার আশা করছি। আগামী ২ মাস খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করি। যদি মার্কেট পজেটিভ থাকে, তাহলে বেশিরভাগ অল্ট সেল করে দিয়ে অল্প কিছু রেখে দিবো মুনব্যাগ এর জন্য।

যদি মার্কেট প্রচুর পাম্প করে, তবুও রিগ্রেট করার মতো কিছু থাকবে না। কারন আমি লসে সেল দিবো না। ২-৩ টা টোকেনে ইনভেষ্ট করে এখনো লসে আছি, তবে সেগুলোও রিকভার হয়ে যাবে আশা করি। আপনার ১০ টা টোকেনের ৭ টায় যদি আপনি প্রফিটে থাকেন, তাহলেই যথেষ্ট। প্রতিটা টোকেন আপনাকে প্রফিট দিবে না। তো আপাতত সেই অপেক্ষাতেই আছি।
আমি আসলে বিটকয়েন এবং ইতারিয়ামের প্রফিট বুক এর কথাটা বুঝাতে চাইনি, আমি আসলে যেটা বলতে চেয়েছি সেটা হল- যখন বিটকয়েন এবং ইথেরিয়ামের প্রাইস ওই রেঞ্জে চলে যাবে তখন আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী মার্কেট আসল বুল রানে ঢুকে পড়বে এবং যেন লস না খাই তাই এভারেজের যত লাভই থাকুক না কেন এই দুইটার প্রাইসের উপর বেসড করে আমার সকল কয়েন কে সেল দেওয়ার চেষ্টা করব।

বর্তমানে মার্কেট নিয়ে আমি নিজেও সন্তুষ্ট কারণ আমার সকল ইনভেস্টমেন্টের মধ্যে মাত্র  একটি কয়েনে প্রায় ৯৫%+ লসে রয়েছে আর সেখানে প্রফিটের আশা ও করা যাচ্ছে না রিকভারির আশাও আমার এখানে নেই। মূল বিষয় হচ্ছে এটা আমার প্রথম  দিকের ইনভেস্টমেন্ট এর মধ্যে একটা ছিল আর কয়েনের নাম "SLP".  তখন এটার টোটাল সার্কুলেটিং সাপ্লাই ছিল ২.৭১ বিলিয়ন এবং বর্তমানে ৪১.৪০ বিলিয়নের উপরে। এটা থেকে আর কোন আশা নেই যা ইনভেস্টমেন্ট ছিল আর আমি মনে করতেছি জলে ফালায় দিছি। তবে আমার  স্টারটিং এ সবচাইতে বড় ইনভেস্টমেন্ট ছিল এটা, এটাই আসলে সেই ভুল যা বেশিরভাগ নতুন এরা করে থাকে ক্রিপ্টো ট্রেডিং করতে এসে।

যাইহোক বর্তমানে আমার অ্যাসেটের কিছু ওভার ভিউ দিলাম আমার টোটাল অ্যাসেটের ইনভেস্টমেন্ট পার্সেন্টেজ বাম  দিকে এবং বর্তমানে সেইসব কয়েন এ কত পার্সেন্টেজ করে প্রোফিটে রয়েছি সেগুলোর পার্সেন্টেজ ডান সাইডে।
______________________________________
ইনভেস্ট  কৃত পারসেন্টেন্সবর্তমানে প্রফিট পারসেন্টেন্স
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 06, 2024, 11:19:22 PM
তাহলে আমার প্ল্যানটাও আমি এখানে বলি, আমার মোটামুটি এখনো পর্যন্ত ক্রিপ্টোতে মোটামুটি আড়াইহাজার ডলারের মত ইনভেস্টমেন্ট রয়েছে বর্তমানে সেটা প্রফিটে গিয়ে দাঁড়িয়েছে  3400 ডলারের মতন  যদিও এখানে আমার লসকর্টন করা হয়েছে।
আমি এবার বিটকয়েন থেকে অন্তত দ্বিগুণ প্রফিট আশা করতে পারি যে সময়ে ইনভেস্টমেন্ট করেছি আমার এবারেস ইনভেসমেন্ট প্রাইজ পড়েছে ৫৭ হাজার ডলারের আশেপাশে।  এই প্রাইজে ইনভেস্টমেন্ট করে আমার  দুই  গুণের চেয়ে বেশি আশা করা মনে হয় বোকামি হবে।
আমি কয়েকটা ফ্যাক্টরকে সামনে রেখে আমার বিটকয়েন এবং অল্ট কয়েন গুলোকে সেল করব, যেমন আপনি অলরেডি বলে দিয়েছেন অল্ট সিজন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এক্ষেত্রে ইথারিয়াম পাঁচ হাজারের উপরে এবং বিটকয়েন ১ লাখ ২০ এর উপরে বা টাচ করলে আমি আমার প্রফিট বুক করার চেষ্টা করব।

বিটকয়েন বা ইথেরিয়ামের প্রফিট বুক করা নিয়ে আমি কখনোই চিন্তিত ছিলাম না, আর কোনোদিন হবো বলে মনে হয় না। যদিও আমার ৬০ ভাগ ইনভেষ্টমেন্ট বিটকয়েনেই। তবে আমি এই ৬০ ভাগ বিটকয়েন থেকে যে পরিমান প্রফিট আশা করছি, আমার ৪০% অল্টকয়েন থেকে তার ৩গুন প্রফিট করার আশা করছি। আগামী ২ মাস খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করি। যদি মার্কেট পজেটিভ থাকে, তাহলে বেশিরভাগ অল্ট সেল করে দিয়ে অল্প কিছু রেখে দিবো মুনব্যাগ এর জন্য।

যদি মার্কেট প্রচুর পাম্প করে, তবুও রিগ্রেট করার মতো কিছু থাকবে না। কারন আমি লসে সেল দিবো না। ২-৩ টা টোকেনে ইনভেষ্ট করে এখনো লসে আছি, তবে সেগুলোও রিকভার হয়ে যাবে আশা করি। আপনার ১০ টা টোকেনের ৭ টায় যদি আপনি প্রফিটে থাকেন, তাহলেই যথেষ্ট। প্রতিটা টোকেন আপনাকে প্রফিট দিবে না। তো আপাতত সেই অপেক্ষাতেই আছি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 06, 2024, 03:13:04 PM
বাইদাওয়ে, কার কার কি প্লান আছে? আরো হোল্ড করবেন? নাকি এখনি সেল দিয়ে দিবেন? আমার গুলোর আমি কিছু অংশ বের করবো ভাবতেছি। ধার দেনা, debt, কোলাটরাল যা ছিলো তা সব পরিশোধ করে দিবো!

এখনি সেল করে দেয়ার কোনো কারণ ই দেখছি না আমি। আমার মতে আমরা মাত্র অল্টসিজন শুরুর দিকে আছি। অল্ট সিজন পুরোপুরি শুরু হলে বেশিরভাগ কয়েন গুলো কয়েক গুন করে প্রফিট দিবে। আমি অন্তত ৩ গুন প্রফিট আশা করছি এই বুল রান থেকে। ধরেন আমার ইনভেস্টমেন্ট ১ হাজার ডলারের মতো। আমি সেটাকে ৩ হাজার ডলার বানানোর চেষ্টা করবো। তবে মার্কেট কখন কেমন চেঞ্জ হবে সেটা আমার ধারণা নেই। তবে আমি মনে করি মিড জানুয়ারিতে আমরা মোটামোটি প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবো। মানে আমার হাতে এখনো ১ মাসের বেশি সময় আছে। কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে মার্কেট অন্য দিকে মুভ করতে পারে। তবে আপাতত মার্কেট মুভমেন্ট নিয়ে আমি খুশি আছি। সামনে কি হবে সেটাতে সবাই নজর রাখতে পারেন। আর হ্যা, এটা কোনো ফাইনান্সিয়াল এডভাইজ না।
তাহলে আমার প্ল্যানটাও আমি এখানে বলি, আমার মোটামুটি এখনো পর্যন্ত ক্রিপ্টোতে মোটামুটি আড়াইহাজার ডলারের মত ইনভেস্টমেন্ট রয়েছে বর্তমানে সেটা প্রফিটে গিয়ে দাঁড়িয়েছে  3400 ডলারের মতন  যদিও এখানে আমার লসকর্টন করা হয়েছে।
আমি এবার বিটকয়েন থেকে অন্তত দ্বিগুণ প্রফিট আশা করতে পারি যে সময়ে ইনভেস্টমেন্ট করেছি আমার এবারেস ইনভেসমেন্ট প্রাইজ পড়েছে ৫৭ হাজার ডলারের আশেপাশে।  এই প্রাইজে ইনভেস্টমেন্ট করে আমার  দুই  গুণের চেয়ে বেশি আশা করা মনে হয় বোকামি হবে।
আমি কয়েকটা ফ্যাক্টরকে সামনে রেখে আমার বিটকয়েন এবং অল্ট কয়েন গুলোকে সেল করব, যেমন আপনি অলরেডি বলে দিয়েছেন অল্ট সিজন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এক্ষেত্রে ইথারিয়াম পাঁচ হাজারের উপরে এবং বিটকয়েন ১ লাখ ২০ এর উপরে বা টাচ করলে আমি আমার প্রফিট বুক করার চেষ্টা করব।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 06, 2024, 07:59:40 AM
বাইদাওয়ে, কার কার কি প্লান আছে? আরো হোল্ড করবেন? নাকি এখনি সেল দিয়ে দিবেন? আমার গুলোর আমি কিছু অংশ বের করবো ভাবতেছি। ধার দেনা, debt, কোলাটরাল যা ছিলো তা সব পরিশোধ করে দিবো!

এখনি সেল করে দেয়ার কোনো কারণ ই দেখছি না আমি। আমার মতে আমরা মাত্র অল্টসিজন শুরুর দিকে আছি। অল্ট সিজন পুরোপুরি শুরু হলে বেশিরভাগ কয়েন গুলো কয়েক গুন করে প্রফিট দিবে। আমি অন্তত ৩ গুন প্রফিট আশা করছি এই বুল রান থেকে। ধরেন আমার ইনভেস্টমেন্ট ১ হাজার ডলারের মতো। আমি সেটাকে ৩ হাজার ডলার বানানোর চেষ্টা করবো। তবে মার্কেট কখন কেমন চেঞ্জ হবে সেটা আমার ধারণা নেই। তবে আমি মনে করি মিড জানুয়ারিতে আমরা মোটামোটি প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবো। মানে আমার হাতে এখনো ১ মাসের বেশি সময় আছে। কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে মার্কেট অন্য দিকে মুভ করতে পারে। তবে আপাতত মার্কেট মুভমেন্ট নিয়ে আমি খুশি আছি। সামনে কি হবে সেটাতে সবাই নজর রাখতে পারেন। আর হ্যা, এটা কোনো ফাইনান্সিয়াল এডভাইজ না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 05, 2024, 03:17:37 PM
Finally Member rank is achieved


যদিও আমার মনে হয় না আমি আপনাকে খুব বেশি একটা উপকার করেছি আপনি  বিটকয়েনটক এর ১৫ বছর পূর্তিতে পোস্টটি করেছিলেন সেটা আমাকে নোটিশ করিয়েছে যে বিটকয়েনটক এর বার্থ ডেট কবে।

যাই হোক  আপনাকে মেম্বার র‍্যাঙ্ক এর শুভেচ্ছা। আর একটা কথা আমাদের কাছেও স্পেশালি আমার নিকট মেম্বার র‍্যাঙ্ক না জুনিয়র মেম্বার অনেক বড় কিছু । কারণ আমি নিজেও একদিন এভাবেই রাঙ্কাপ করে ফোরামে ধীরে ধীরে এ পর্যন্ত এসেছি আমি আমার অতীত ভুলে যাইনি এইখানে দেখেন আমার অতীত , এমনটা ঠিক অন্যদের ক্ষেত্রেও।

যাই হোক অভিনন্দন তো জানিয়েছি তার সাথে মনে করিয়ে দিতে চাই আপনার আসল যাত্রা কিন্তু  এখনই শুরু হচ্ছে আশা করি ফোরামের নিয়ম কানুন গুলো ফলো করে সামনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যাবেন।
কারণ মনে রাখবেন  আপনার এই রেংক বা তার উপরেও অনেকজন এসে ফোরামের নিয়ম কানুন না মেনে ফোরামের নিয়মের বহির্ভূত এবং কিছু কিছু এথিক্স  বহির্ভূত কর্মকাণ্ডের কারণে তারা আর তাদের যাত্রা কন্টিনিউ করতে পারেনি। আর কোন কোন ভুল গুলো বেশিরভাগ মেম্বাররা বা আমাদের বাঙালিরা করে সেগুলো আশা করি আর চিহ্নিত করে বলতে হবে না। 
ভুল করার ইনটেনশন বা কোন পদক্ষেপ নিয়ে থাকলেও সেখানেই বন্ধ করে দেবেন।
সেই সাথে সাথে আশা করি আপনি সামনে অনেক দূর পর্যন্ত যাবেন। কারণ আমাদের বাংলাদেশের থ্রেডে একজন একটিভ মেম্বার বাড়া মানে আমাদের লোকাল বোর্ড পাওয়ার দিকে আরেকটু অগ্রসর হওয়া।
newbie
Activity: 9
Merit: 0
December 05, 2024, 02:53:48 PM
 Wink
Finally Member rank is achieved

https://www.talkimg.com/images/2024/12/05/pIACC.jpeg

আমার সকল লোকাল বোর্ডের ভাই/বন্ধুদের জানাই BTC $100k এর শুভেচ্ছা। আজকের এই দিনটি যেমন সকল ক্রিপ্টো কমিউনিটির জন্য বিশেষ দিন ঠিক তেমনি আজকের এই দিনটি আমার জন্য বিশেষ দিন বিশেষ করে আমি আজকে Member Rank অর্জন করেছি। আপনাদের তুলনায় হয়তো এই র‍্যাঙ্ক খুবই ছোট তারপরও আমি অনুপ্রাণিত এবং উৎসাহিত আজকে।

আমার এই র‍্যাঙ্ক অর্জনের জন্য যারা আমাকে সাহায্য করেছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই লোকাল বোর্ডের সম্মানিত মডারেটর তাকে বিশেষভাবে ধন্যবাদ।
যারা আমাকে সাহায্য করেছেন তারা হলেন,

1. @Xal0lex
2. @Crypto Library and
3. @NotATether

সবার আগে আপনাকে শুভেচ্ছা জানাতে চাই। আপনি আবারও প্রমাণ করে দিলেন ডেডিকেশন ও ধৈর্য থাকলে সফলতা আসবেই। এবং সৎ পথে পরিশ্রম করলে সফলতা আরো দ্রুত আসবে। আপনাকে আরো অনেক উপরের রেংক এ দেখতে চাই। আমার মনে হচ্ছে আপনি খুব দ্রুতই আপনার পরবর্তী রাঙ্কে পৌঁছে যাবেন।
আবারো অভিনন্দন @Student of Bitcoin বাংলা থ্রেডের পক্ষ থেকে।
আপনি বিটকয়েনের গতিতে এগিয়ে যান এই দোয়া রইল  Cheesy
member
Activity: 76
Merit: 44
December 05, 2024, 07:16:16 AM
Finally Member rank is achieved



আমার সকল লোকাল বোর্ডের ভাই/বন্ধুদের জানাই BTC $100k এর শুভেচ্ছা। আজকের এই দিনটি যেমন সকল ক্রিপ্টো কমিউনিটির জন্য বিশেষ দিন ঠিক তেমনি আজকের এই দিনটি আমার জন্য বিশেষ দিন বিশেষ করে আমি আজকে Member Rank অর্জন করেছি। আপনাদের তুলনায় হয়তো এই র‍্যাঙ্ক খুবই ছোট তারপরও আমি অনুপ্রাণিত এবং উৎসাহিত আজকে।

আমার এই র‍্যাঙ্ক অর্জনের জন্য যারা আমাকে সাহায্য করেছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই লোকাল বোর্ডের সম্মানিত মডারেটর তাকে বিশেষভাবে ধন্যবাদ।
যারা আমাকে সাহায্য করেছেন তারা হলেন,

1. @Xal0lex
2. @Crypto Library and
3. @NotATether
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 05, 2024, 01:20:09 AM
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে BTC তার নির্ধারিত গন্তব্যে। এতোদিন ধরে যারা অল্প অল্প করে ডিসিএ করে হোল্ড করে আসছিলেন, সবাইকে শুভকামনা। নেক্সট টার্গেট 150K.....

পরবর্তী টার্গেট যদি ১৫০ কে হয়, তাহলে ১০০ কে নির্ধারিত গন্তব্য কেমনে হইলো মিয়া? বিটকয়েনের আসলে কোনো নির্ধারিত গন্তব্য নাই। ১০০ কে শুধুমাত্র একটা চেকপয়েন্ট। বিটকয়েন এর পর এক এসব চেকপয়েন্টগুলোতে টিক চিহ্ন বসিয়ে সামনে এগিয়ে যাবে। সময়ের ব্যাবধানে হয়তো কারেকশন আসব, বিটকয়েন আবারে ৪০-৫০ হাজারে আসতে পারে। তখন আবার অনেক বিটকয়েন হেট্যার রা বলতে শুরু করবে যে বিটকয়েন শুন্য হয়ে যাবে। বিটকয়েন সবাইকে ফকির বানিয়ে দিবে, হ্যান ত্যান।

সবাইকে অভিনন্দন যারা বিটকয়েন হোল্ড করে আসছিলেন। আমরা বুল রানের ভেতরে ঢুকে গেছি অলরেডি। অল্টকয়েন সিজন প্রায় শুরু হয়ে গেছে। কয়েনমার্কেটক্যাপ ইন্ডেক্স অনুযায়ী অল্ট সিজন ৮০% এর মতো শুরু হয়ে গেছে। যখন পুরোপুরি ১০০ ভাগ শুরু হবে, অনেক অল্টকয়েন ১০ গুনের বেশি প্রফিট দিবে বলে আশা করি। আমার ২ টা অল্টকয়েন ছাড়া বাকি সব গুলো রিকভার হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা প্রফিট নেয়ার।

মিয়া মজা লও!  Smiley

যাই হোক, দুই একটা অল্ট বাদে বেশিরভাগই পাম্প হওয়া শুরু হয়ে গেছে। অলেরেডি ১০% থেকে শুরু করে ১৫০% অব্দিও পাম্প লক্ষ করলাম কিছু কিছু অল্টের ক্ষেত্রে। এখন শুধু প্রফিট বুক করা বাকি! যা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিলো তার অর্ধেকের বেশি উঠে গেছে।

বাইদাওয়ে, কার কার কি প্লান আছে? আরো হোল্ড করবেন? নাকি এখনি সেল দিয়ে দিবেন? আমার গুলোর আমি কিছু অংশ বের করবো ভাবতেছি। ধার দেনা, debt, কোলাটরাল যা ছিলো তা সব পরিশোধ করে দিবো!
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 05, 2024, 01:02:21 AM
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে BTC তার নির্ধারিত গন্তব্যে। এতোদিন ধরে যারা অল্প অল্প করে ডিসিএ করে হোল্ড করে আসছিলেন, সবাইকে শুভকামনা। নেক্সট টার্গেট 150K.....

পরবর্তী টার্গেট যদি ১৫০ কে হয়, তাহলে ১০০ কে নির্ধারিত গন্তব্য কেমনে হইলো মিয়া? বিটকয়েনের আসলে কোনো নির্ধারিত গন্তব্য নাই। ১০০ কে শুধুমাত্র একটা চেকপয়েন্ট। বিটকয়েন এর পর এক এসব চেকপয়েন্টগুলোতে টিক চিহ্ন বসিয়ে সামনে এগিয়ে যাবে। সময়ের ব্যাবধানে হয়তো কারেকশন আসব, বিটকয়েন আবারে ৪০-৫০ হাজারে আসতে পারে। তখন আবার অনেক বিটকয়েন হেট্যার রা বলতে শুরু করবে যে বিটকয়েন শুন্য হয়ে যাবে। বিটকয়েন সবাইকে ফকির বানিয়ে দিবে, হ্যান ত্যান।

সবাইকে অভিনন্দন যারা বিটকয়েন হোল্ড করে আসছিলেন। আমরা বুল রানের ভেতরে ঢুকে গেছি অলরেডি। অল্টকয়েন সিজন প্রায় শুরু হয়ে গেছে। কয়েনমার্কেটক্যাপ ইন্ডেক্স অনুযায়ী অল্ট সিজন ৮০% এর মতো শুরু হয়ে গেছে। যখন পুরোপুরি ১০০ ভাগ শুরু হবে, অনেক অল্টকয়েন ১০ গুনের বেশি প্রফিট দিবে বলে আশা করি। আমার ২ টা অল্টকয়েন ছাড়া বাকি সব গুলো রিকভার হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা প্রফিট নেয়ার।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 04, 2024, 11:36:11 PM
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে BTC তার নির্ধারিত গন্তব্যে। এতোদিন ধরে যারা অল্প অল্প করে ডিসিএ করে হোল্ড করে আসছিলেন, সবাইকে শুভকামনা। নেক্সট টার্গেট 150K.....

- DS Smiley

full member
Activity: 238
Merit: 177
December 04, 2024, 10:15:01 PM

পরিশেষে সকল জল্পনা কল্পনা কাটিয়ে বিটকয়েনের দাম ১০০k$ এর মাইল ফলক স্পর্শ করে ফেললো। নতুন কিছু সৃষ্টি হয়ে গেলো বিটকয়েন এর জন্য। আমরা এতদিন অপেক্ষা করতেছিলাম এরকম একটা মুহূর্তের জন্য যেটা আমাদের পূরণ হয়ে গেল। বিটকয়েনের দাম অদূর ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা নিঃসন্দেহে করতেই পারে আমাদের যে অপেক্ষা ছিল সেই অপেক্ষার শেষ হয়ে নতুন মাইলফলকে পৌঁছে গেছি এখান থেকে আমরা অদূর ভবিষ্যতে আরো নতুন লাইন ফলক স্পর্শ করে ফেলব। বিটকয়েনের দাম ১০০ পেতে পৌঁছানোর জন্য আপনার অনুভূতি কি?
Pages:
Jump to: