Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 78. (Read 5685494 times)

staff
Activity: 2436
Merit: 2347
February 10, 2024, 01:26:59 PM
একাউন্ট অটো ব্যান হয় কেন? এই বিষয়ে আমাকে আপনারা কিছু গাইড‌ বলেন। অনেকের একাউন্ট দেখা যায় অটো ব্যান হয়েছে।

আপনি যদি ফোরামে কালো তালিকাভুক্ত একটি IP দিয়ে নিবন্ধন করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে এবং আপনাকে খারাপ পয়েন্ট দেওয়া হবে। আপনার অ্যাকাউন্টটি আনব্লক করার জন্য আপনাকে বিটকয়েনে একটি অবদান রাখতে হবে, যা অবদান পৃষ্ঠায় নির্দেশিত হয়। তারপর আপনি আপনার অ্যাকাউন্ট আনলক হবে. এর বিকল্প হল ফোরামের সাদা তালিকায় আপনার অ্যাকাউন্ট যোগ করা। আপনি ফোরাম ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের ফোরাম ব্যবহারকারীদের সাদা তালিকায় যুক্ত করার ক্ষমতা আছে। উদাহরণস্বরূপ, LoyceV.

If you register with an IP that is blacklisted on the forum, your account is automatically blocked and you are awarded evil points. In order to unblock your account you need to make a contribution in bitcoins, which is indicated on the contribution page. Then you will unlock your account. The alternative to this is to add your account to the forum whitelist. You can contact forum users who have the ability to add forum users to the whitelist. For example, LoyceV.

When you register, the IP that you used when you submitted the registration form is used to calculate your evilness. The more frequently this IP or its neighbors were banned, the more evil is associated with your account. The amount of evil associated with an IP decays slowly over time, but the amount of evil associated with an account does not. You must pay or be manually whitelisted to enable posting on one of these "banned" accounts.

Here are some stats:

Evil% new users
053
0-135
1-104.4
10-200.80
20-502.2
50-1001.3
100+2.9

Currently each unit of evil requires a payment of 4023 satoshi. You only need to pay something if you have 1 or more, though.



একাউন্ট অটো ব্যান হয় কেন? এই বিষয়ে আমাকে আপনারা কিছু গাইড‌ বলেন। অনেকের একাউন্ট দেখা যায় অটো ব্যান হয়েছে।
ফোরাম এর নিয়ম গুলো অমান্য করলে অটো ব্যান হতে পারে। ফোরাম এ আন অফিসিয়ালি ৩৫ টা নিয়ম রয়েছে যেগুলো পোস্ট করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে। যদি টা না করা হয় তাহলে যে কোন সময় কোন প্রকার নোটিশ না দিয়ে একাউন্ট অটো ব্যান করে দিতে পারে। নিয়মগুলো এখান থেকে দেখে নিতে পারেনঃ https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657


প্রথমত, কেউ স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ হয় না। সমস্ত নিষেধাজ্ঞা ম্যানুয়ালি বাহিত হয়. এবং দ্বিতীয়ত, ব্যবহারকারীদের বিভ্রান্ত করবেন না, নিয়মগুলি অফিসিয়াল, তালিকাটি অনানুষ্ঠানিক।

No one is automatically banned. All bans are carried out manually. That's one. And secondly, don't mislead users, the rules are official, the list is unofficial.
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 10, 2024, 01:07:57 PM
একাউন্ট অটো ব্যান হয় কেন? এই বিষয়ে আমাকে আপনারা কিছু গাইড‌ বলেন। অনেকের একাউন্ট দেখা যায় অটো ব্যান হয়েছে।
ফোরাম এর নিয়ম গুলো অমান্য করলে অটো ব্যান হতে পারে। ফোরাম এ আন অফিসিয়ালি ৩৫ টা নিয়ম রয়েছে যেগুলো পোস্ট করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে। যদি টা না করা হয় তাহলে যে কোন সময় কোন প্রকার নোটিশ না দিয়ে একাউন্ট অটো ব্যান করে দিতে পারে। নিয়মগুলো এখান থেকে দেখে নিতে পারেনঃ https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657
member
Activity: 94
Merit: 28
February 10, 2024, 12:32:37 PM
একাউন্ট অটো ব্যান হয় কেন? এই বিষয়ে আমাকে আপনারা কিছু গাইড‌ বলেন। অনেকের একাউন্ট দেখা যায় অটো ব্যান হয়েছে।
hero member
Activity: 840
Merit: 522
February 10, 2024, 12:02:36 PM
আজকে বিটকয়েন প্রাইজ হিস্ট্রি নিয়ে আলোচনা করি। আমি আজকে টুইটারে বিটকয়েনের প্রাইজ হিস্ট্রি দেখতে পেলাম ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিটকয়েন দাম চার বছরের মধ্যে ৩ বছর বিটকয়েনের দাম বেড়েছে কিন্তু ৪ নাম্বার বছরটাতে বিটকয়েনের দাম অনেক কমেছে। পিকচারে দেখা যাচ্ছে ২০১৫-২০১৭ সাল পর্যন্ত বিটকয়েনের দাম বাড়তে দেখে গেছে, কিন্তু ২০১৮ সালে বিটকয়েনের দাম কমেছিলো। আবার ২০১৯-২০২১ সাল পর্যন্ত মার্কেট অনেক বেড়েছে কিন্তু ২০২২ সালে আবার অনেক কমেছে। আবার ২০২৩ সালে আমরা বিটকয়েনের দাম বাড়তে দেখলাম, ২০২৪ সালেও আশা করি দাম অনেক বাড়বে এবং ২০২৫ সালে সকলের প্রত্যাশা রয়েছে সর্বোচ্চ ATH ছাড়িয়ে যাবে।

আপনি যে চার্ট শেয়ার করেছেন, সেটাতে দেখা যাচ্ছে গোল্ড সহ অন্যান্য এসেটের দাম ও কিন্তু প্রতি বছরই বাড়ে নি। কোনো কোনো বছর সেগুলোর দাম ও কমেছে। এটা তো অবশ্যি বোধগম্য যে প্রতি বছর একটা এসেটের চাহিদা এক রকম থাকবে না। সাপ্লাই সহ আরো অনেক ফ্যাক্ট এর ওপর ডিপেন্ড করে মার্কেট মুভমেন্ট করে থাকে। বিটকয়েন এবারের অলটাইম হাই করবে অবশ্যই, তবে এবার সময় একটু বেশি লাগতে পারে বলেই আমার মনে হয়। এর পেছনে আসলে অনেক কারণ আছে। এর আগে, বিটকয়েন নিয়ে এতো বেশি পরিমানে আলাপ আলোচনা আর প্রেডিকশন কিন্তু হয় নি। যার কারনে সবাই বিটকয়েনের দিকে তাকিয়ে আছে। একটা কয়েনে সবাই তাকিয়ে থাকলে, সবাই যদি সময় বুঝে সেল করে প্রফিট ক্যাশ করতে চায়, তাহলে সেলিং প্রেশার বেড়ে যাবে, আর এতে করে মার্কেট কিন্তু স্ট্যাবল হবে না। ৫০ টাচ করেই আবার হুট করে ৪৫ এ চলে আসবে। কারণ এমন অনেক এক্সচেঞ্জ এ দেখবেন ৫০ এ সেল লিমিট দিয়ে অর্ডার প্লেস করা আছে। শুধু ৫০ না, ৫৫, ৬০, ৭০ হাজার ডলারেও সেল অর্ডার দিয়ে বসে আছে অনেকেই।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 09, 2024, 11:32:21 PM

আজকে বিটকয়েনের দাম দ্রুত বাড়তে চলেছে। মেবি সম্ভবত আজ বা কালকের মধ্যেই $৫০k অতিক্রম করতে পারে। এই বিষয়ে শ্রদ্ধেয় বড় ভাইদের মতামত কি?
বিটকয়েনের দাম কতটা বাড়বে তা সঠিকভাবে বলা মুশকিল, আপনি আমি কখনোই সঠিকভাবে অনুমান করতে পারব না যে বিটকয়েনের দাম এতটা বাড়বে। বেশ কিছু দিন আগেও বিটকয়েনের দাম প্রায় $৫০০০০ উঠেছিল। কিন্তু আবার কমে গিয়ে $৩৭০০০ এর আশে পাশে ছিলো। আবার পাম্প করে গতকাল $৪৮০০০ উপরে উঠেছিলো। তাই সঠিক ভাবে বলা যাবে না কতটা দাম বাড়বে, নাও বাড়তে পারে আর কমে যেতেও পারে।


[পিক টুইটার থেকে নেওয়া]
আজকে বিটকয়েন প্রাইজ হিস্ট্রি নিয়ে আলোচনা করি। আমি আজকে টুইটারে বিটকয়েনের প্রাইজ হিস্ট্রি দেখতে পেলাম ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিটকয়েন দাম চার বছরের মধ্যে ৩ বছর বিটকয়েনের দাম বেড়েছে কিন্তু ৪ নাম্বার বছরটাতে বিটকয়েনের দাম অনেক কমেছে। পিকচারে দেখা যাচ্ছে ২০১৫-২০১৭ সাল পর্যন্ত বিটকয়েনের দাম বাড়তে দেখে গেছে, কিন্তু ২০১৮ সালে বিটকয়েনের দাম কমেছিলো। আবার ২০১৯-২০২১ সাল পর্যন্ত মার্কেট অনেক বেড়েছে কিন্তু ২০২২ সালে আবার অনেক কমেছে। আবার ২০২৩ সালে আমরা বিটকয়েনের দাম বাড়তে দেখলাম, ২০২৪ সালেও আশা করি দাম অনেক বাড়বে এবং ২০২৫ সালে সকলের প্রত্যাশা রয়েছে সর্বোচ্চ ATH ছাড়িয়ে যাবে।
hero member
Activity: 840
Merit: 522
February 09, 2024, 10:48:38 AM
[২]: এমন একটা ক্যাম্পেইনে জয়েন করুন যার সাথে আপনি একমত, শুধুমাত্র টাকার জন্য জয়েন করবেন না।

আপনি যদি জুয়া অপছন্দ করেন অথবা আপনার কোনো ধারনা না থাকে যে এটা কিভাবে কাজ করে, তাহলে ক্যাসিনো ক্যাম্পেইনে জয়েন করবেন না শুধু এজন্য যে এরা বেশি পেমেন্ট করে। এটা আপনাকে বেশিরভাগ সময় স্প্যাম এবং অফ-টপিক পোস্ট করাবে।

উদাহরন হিসাবে এটা দেখুন.


প্রশ্নবিদ্ধ ইউজারটি একটা জুয়া সম্পর্কিত সিগ্নেচার প্রচার করছে/পরছে কিন্তু বোর্ডের বিরুদ্ধে খারাপ কথা বলা তার বিজ্ঞাপনের সাথে বিরোধী হচ্ছে। এমন একটা ক্যাম্পেইনে জয়েন করুন যার সাথে আপনি একমত, শুধুমাত্র টাকার জন্য জয়েন করবেন না।

এটা নিয়ে এই ইউজার বেনকোডির সাথে আমার ভালো একটা ঝামেলা হয়েছিলো। একই টপিকে প্রথমেই মনে হয় আমি এটা পয়েন্ট করেছিলাম যে আপনি যদি মনে করেন গেম্বলিং খুবই খারাপ এবং আন এথিক্যাল, তাহলে আপনি ক্যাসিনো সাইট প্রমোট করছেন কেনো? যখন আরো কয়েকজন মেম্বার এটা নিয়ে প্রশ্ন করলো, এই ইউজার সবার সাথেই বাজে আচরন করা শুরু করে। যারা ফোরামের রেপুটেড মেম্বার, আমরা সাধারনত তাদেরকে সম্মান দিয়ে কথা বলি। যেকোনো পয়েন্ট ডিসকাশনের মাধ্যমে সমাধান করা যেতে পারে। কিন্তু যখন আপনি কাউকে বুঝাতে গিয়ে উলটা এট্যাকের স্বীকার হোন, তখন ব্যাপার টা খারাপ লাগে। তারপর এই ইউজার আমাকে নিউট্রাল ফিডব্যাক দেয়, যেটা অবশ্য কয়েক সপ্তাহ পরে ডিলেট করে দেয় এবং আমাকে প্রাইভেট মেসেজে জানায়।
member
Activity: 94
Merit: 28
February 09, 2024, 10:47:11 AM

আজকে বিটকয়েনের দাম দ্রুত বাড়তে চলেছে। মেবি সম্ভবত আজ বা কালকের মধ্যেই $৫০k অতিক্রম করতে পারে। এই বিষয়ে শ্রদ্ধেয় বড় ভাইদের মতামত কি?
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 08, 2024, 09:53:41 PM

[10]: Read the rules of participation in the campaign।

প্রথমে ধন্যবাদ জানাই এই পোস্ট যিনি লিখেছেন। এই পোস্ট আমি গ্লোবালে একবার পড়েছিলাম। এখানে আপনি অনুবাদ করে পোস্ট করেছেন এখানে আমাদের লোকাল ভাষায় পড়ার সুযোগ পাচ্ছি এর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই পোস্ট সকলের জন্য গুরুত্বপূর্ণ একটি পোস্ট তাই সকলেরই পোস্টটা ভালোভাবে পড়া উচিত।

মিয়া আপনি একটা বিষয়ে দেখি ভুল করে ফেলেছেন। হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে আপনার মনে ছিলো না। বিষয়টি হলো ১ -৯ পর্যন্ত অনুবাদ করেছেন কিন্তু আপনি ১০ টাইটেল টা অনুবাদ করেন নাই। আমিই অনুবাদ করে দেই।  Grin
[১০] ক্যম্পেইনে অংশগ্রহণ করার নিয়ম কানুন গুলো পড়ে নিবেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 08, 2024, 08:40:36 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৪৯ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-549-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5484097
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!

   Please read here>>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953



sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
February 08, 2024, 11:41:46 AM
মেইন টপিকঃ [Guide] Factors to consider before joining paid signature campaigns
লেখকঃ CryptopreneurBrainboss




রিলেটেড পোস্ট: {Facts} Benefits of promoting (joining) a quality paid signature campaign.

আমি গত কয়েক সপ্তাহ ধরে খেয়াল করছি সিগ্নেচার ক্যাম্পেইন গুলোতে নতুন/জুনিয়র সদস্যারা জয়েন করতে আগ্রহী। আমি আপনাকে পরামর্শ দেবো এই টপিকটি পড়ার জন্য Signature Campaign Guidelines (read this before starting or joining a campaign) এবং ওপরের পোস্ট এর সাথে আমি কিছু ফ্যাক্ট এর তালিকা করবো যেগুলো আপনার র‍্যাংক নির্বিশেষে পেইড সিগ্নেচার ক্যাম্পেইনে জয়েন করার আগে বিবেচনা করা উচিৎ, কারণ আপনি যে সিগ্নেচার টি প্রচার করবেন, সেটা ফোরামে আপনার ব্যাপারে অনেক কিছুই বলে।




[১]: একটা ক্যাম্পেইনে জয়েন করার আগে আপনার একাউন্ট তৈরি করে নিন।

একটা সিগ্নেচার ক্যাম্পেইনে জয়েন করার আগে আমি এটাকে সবচাইতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনে করি। আপনি যদি আপনার একাউন্ট না গুছিয়ে নিয়ে থাকেন তাহলে ক্যাম্পেইনে জয়েন করবেন না কারণ এটা শুধু আপনাকে বিভ্রান্ত করবে। ফুল মেম্বার হিসাবে সিগ্নেচার ক্যাম্পেইনে জয়েন করা বেশি লাভজনক হবে, তবে একজন সেলফ মেইড মেম্বার হিসাবে জয়েন করাও খারাপ না। আপনার অ্যাকাউন্ট তৈরি করতে সময় নিন, ভবিষ্যতে আরও ক্যাম্পেইন হবে৷ ফোরামের মাধ্যমে ইনকাম করার জন্য তাড়াহুড়ো করবেন না।

[২]: এমন একটা ক্যাম্পেইনে জয়েন করুন যার সাথে আপনি একমত, শুধুমাত্র টাকার জন্য জয়েন করবেন না।

আপনি যদি জুয়া অপছন্দ করেন অথবা আপনার কোনো ধারনা না থাকে যে এটা কিভাবে কাজ করে, তাহলে ক্যাসিনো ক্যাম্পেইনে জয়েন করবেন না শুধু এজন্য যে এরা বেশি পেমেন্ট করে। এটা আপনাকে বেশিরভাগ সময় স্প্যাম এবং অফ-টপিক পোস্ট করাবে।

উদাহরন হিসাবে এটা দেখুন.


প্রশ্নবিদ্ধ ইউজারটি একটা জুয়া সম্পর্কিত সিগ্নেচার প্রচার করছে/পরছে কিন্তু বোর্ডের বিরুদ্ধে খারাপ কথা বলা তার বিজ্ঞাপনের সাথে বিরোধী হচ্ছে। এমন একটা ক্যাম্পেইনে জয়েন করুন যার সাথে আপনি একমত, শুধুমাত্র টাকার জন্য জয়েন করবেন না।

[৩]: সপ্তাহে সর্বোচ্চ পোস্ট রিকোয়ারমেন্ট বিবেচনা করুন।
যেযসব ক্যাম্পেইনে সপ্তাহে অনেকগুলো পোস্ট রিকয়ারমেন্ট থাকে সেসব ক্যাম্পেইনে করা থেকে বিরত থাকুন, এসব ক্যাম্পেইন ফোরামের কোনো উপকারে আসেনা বরং অতিরিক্ত স্প্যাম সৃষ্টি করে। আপনার পোস্ট করার ক্ষমতা এবং হিস্টরি থেকে নির্ধারণ করুন সপ্তাহে গড়ে কতগুলো পোস্ট আপনার পক্ষে করা সম্ভব, শুধু শুধু এমন কোনো ক্যাম্পেইন করতে যাবেন না যা শুধুমাত্র আপনার পোস্ট সংখ্যা বাড়াবে কিন্তু ফোরামের কোনো কাজে আসবে না।

[৪]: যেসব ক্যাম্পেইন কোয়ালিটি পোস্টিং এ উৎসাহিত করে যেসব ক্যাম্পেইনে জয়েন করুন।
আপনি যেসব ক্যাম্পেইনে জয়েন করবেন সেসব ক্যাম্পেইন থেকে যে শুধুমাত্র বিটাকয়েন পাবেন এমন না, এরই সাথে ফোরামেও কিছু সুযোগ সুবিধা পাবেন। কিছু কিছু স্পেশাল ক্যাম্পেইন ম্যানেজার আছে যাদের ক্যাম্পেইনে যদি আপনার কোনোভাবে জয়েন হওয়ার সুযোগ হয় তাহলে আপনি নিজেকে রেপুউটেড বা কোয়ালিটি পোস্টার হিসেবে বিবেচনা করতে পারেন, এবং আপনার এই ধরনের ক্যাম্পেইনগুলোর পেছনেই ছোটা উচিত, কারণ এসব ক্যাম্পেইন শুধুমাত্র কোয়ালিটি পোস্টে উৎসাহিত করে না বরং এরই সাথে ফোরামে আপনার একটা রেপুটেশন বিল্ড করে দেয়।

[৫]: কোন কোন বোর্ড গুলোতে পোস্ট গ্রহণ করা হবে তা বিবেচনা করে দেখুন।
আমি লক্ষ করেছি ইউজাররা যেসব বোর্ডে সর্বাধিক এক্টিভ তা বিবেচনা না করেই ক্যাম্পেইনে জয়েন হয়ে যায়। আমি আপনাকে রেকোমেন্ড করবো আপনি যেসব বোর্ডে এক্টিভ আছেন যেসব বোর্ড গ্রহণ করে এমন ক্যাম্পেইনে জয়েন করতে, এখন "Beginner and help" বোর্ডে যদি ক্যাম্পেইন গ্রহণ না করে তাহলে আমি সেই ক্যাম্পেইনে জয়েন করবো না। এর কারণ হলো আমি এই বোর্ডে সবথেকে বেশি এক্টিভ, এই বোর্ডে করা প্রশ্নের উত্তর দিতে বা নতুন মেম্বারদের হেল্প করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ধরেন একটা ক্যাম্পেইন যা শুধুমাত্র Development & Technical Discussion baord বোর্ডে পোস্ট করে এমন ইউজারদের তাদের ক্যাম্পেইনে নিতেছে, আমি এখানে জয়েন করবোনা কারণ এই বোর্ড সম্পর্কে আমি তেমন অবগত না এবং এজন্য এখানে করা বেশিরভাগ পোস্টই অফ-টপিক হিসেবে গন্য হতে পারে। আমি আমার সাপ্তাহিক কোঠা তো পূরণ করতে পারবোই না, উল্টো স্প্যামের দায়ে ক্যাম্পেইন থেকে, এমনকি ফোরাম থেকেও ব্যান হতে পারি।

[৬]: প্রজেক্ট প্রমোট করার পূর্বে প্রজেক্ট সম্পর্কে ভালোভাবে জানুন।
কোনো প্রজেক্ট প্রমোট করার পূর্বে অবশ্যই ফোরাম ও গুগলে সেই প্রজেক্টটির ব্যাকগ্রাউন্ড চেক করে নিবেন, যাতে প্রজেক্টটি বৈধ কিনা বা পূর্বের কোনো স্ক্যাম রেকর্ড আছে কিনা তা নিয়ে নিশ্চিত হওয়া যায়। সিগ্নেচার ক্যাম্পেইনের মাধ্যমে কোনো স্ক্যাম প্রজেক্ট প্রমোট করলে রেড ট্যাগ খাওয়ার সম্ভবনা থাকে।
Credit:
প্রমোট করার পূর্বে ভালোভাবে জেনে নিন আপনার সিগ্নেচার সম্পর্কে: আপনি কি কোনো বৈধ প্রজেক্ট প্রমোট করতেছেন নাকি। আপনার সিগ্নেচারে থাকা লিংক ম্যালেসিয়াস কিনা বা কোনো ফিসিং সাইটের কিনা চেক করে নিন। কোনো সন্দেহ হলেই প্রশ্ন তুলুন, সচেতন হন।

Guidelines: Guide on avoid red tags by supporting already known scam projects

[৭]: আপ্লাই করার পূর্বে ক্যাম্পেইন ম্যানেজারের রেপুটেশন বিবেচনা করে দেখুন।
Credit
আরেকটা ফাক্টর দেখে নেয়া ভালো, ক্যাম্পেইন এবং ক্যাম্পেইন ম্যানেজারের রেপুটেশন কেমন। একজন ক্যাম্পেইন ম্যানেজার যার অনেকগুলো ক্যাম্পেইন সফলভাবে পরিচালনা করার পূর্বের রেকর্ড আছে এমন একজন ক্যাম্পেইন ম্যানেজারের ক্যাম্পেইনে জয়েন হবার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে ক্যাম্পেইন ফেইল হওয়া বা অর্থ হারানো, এমন অঘটন ঘটার সম্ভবনা না থাকে।।

Reputed CM: Overview of Bitcointalk Signature Anti-Spam Campaign Managers

[৮]: পর্যাপ্ত ফান্ড এবং এড্রেসের মালিকানা সাইন মেসেজের মাধ্যমে ভেরিফাই করে নিন।
ক্যাম্পেইনে জয়েন করার পূর্বে সবসময় দেখে নিবেন ক্যাম্পেইন ম্যানেজারের কাছে পর্যাপ্ত ফান্ড আছে কিনা সবাইকে পে করার জন্য। আপনি https://www.blockchain.com এ গিয়ে কাম্পেইন ম্যানেজারের দেয়া বিটাকয়েন এড্রেসটি চেক করে নিতে পারেন এবং এরপরেও যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে সেই এড্রেসটি দিয়ে তাকে একটা মেসেজ সাইন করতে বলতে পারেন।
Credit
নোট করে নিন ক্যাম্পেইন ম্যানেজারের প্রোভাইড করা ইউনিক এড্রেসটিতে সবার জন্য পর্যাপ্ত ফান্ড আছে কি না। নরমালি ক্যাম্পেইন ম্যানেজার তার ফান্ডগুলো নিরাপদে সংরক্ষণ করার জন্য একজন রেপুউটেড এসক্র সার্ভিসের সাথে চুক্তি করে।

[৯]: এপ্লাই করার পূর্বে পে-আউট অপশনগুলো দেখে নিবেন।
Credit:
ক্যাম্পেইনে জয়েন হওয়ার পূর্বে অবশ্যই জেনে নেয়া উচিত তারা পেমেন্ট কি সরাসরি আপনার ওয়ালেটে দিবে নাকি তাদের প্লাটফর্মে দিবে, উদাহরণ হিসেবে ক্যাসিনো রিলেটেড ক্যাম্পেইন গুলো প্রথমে আপনাকে তাদের সাইটে একটা একাউন্ট করতে বলবে এবং পরবর্তী তারা সেই একাউন্টে পেমেন্ট দিবে।

আরো মনে রাখবেন অনেক সময় টাকা উইথড্রের ফি নিজের পকেট থেকেই দিতে হতে পারে। এজন্য যদি ক্যাম্পেইনে বলা হয় তারা .01 BTC পেমেন্ট করবে তাহলে ধরে নিবেন কিছুটা কম পাবেন। কারণ ইউথড্র ফিতে কিছু টাকা শেষ হয়ে যাবে।

[10]: ক্যাম্পেইনে অংশগ্রহণ করার নিয়ম কানুন গুলো পড়ে নিবেন।
Credit:
সহজে বোঝার জন্য বলা যায়: এখানে Baofeng বলতেছে, আপনি বোনাসের জন্য নির্ধারিত রুলস পড়ে নিতে পারেন এবং ক্যাম্পেইন ফুল নাকি বন্ধ পড়ে নিতে পারেন। বেসিক্যালি তিনি বোঝাতে চেয়েছেন, ক্যাম্পেইন ফুল হওয়ার পড়েও অনেকে রুলস না পড়েই এপ্লাই করেছে। এখন যদি বোনাসের কথায় বলি তাহলে, ইদানিং কিছু ক্যাম্পেইন আছে যেখানে কোয়ালিটিফুল পোস্টের জন্য অতিরিক্ত বোনাস দেয়া হয়। তবে এটি নির্ভর করবে ক্যাম্পেইন ম্যানেজারের উপর কে কে বোনাস পাবে, বা কাকে বোনাস দেয়া উচিত। আপনি যেমন একজনের পোস্টের ভালোমন্দ বিবেচনা করে এস-মেরিট সেন্ট করেন, ঠিক তেমনই।

আমি মনে করি ক্যাম্পেইন ম্যানেজাররা নিজেদের মাঝে একটি জেন্টলম্যানস্ রুলস ফলো করে যখন বিষয় এক ক্যাম্পেইন থেকে অন্য কাম্পেইনে জয়েনের হয়। একজন ক্যাম্পেইন ম্যানেজার অন্য একজন ক্যাম্পেইন ম্যানেজারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, সেইসব পার্টিসিপেন্টদের স্কিপ করতে পারে যারা আগে থেকেই সেই অন্য ক্যাম্পেইন ম্যানেজারের অধীনে থাকা ক্যাম্পেইনে আছে।

আপনি ফোরামে থাকা যতোই পেইড সিগ্নেচার ক্যাম্পেইনে জয়েন হননা কেনো, আপনার এই ফোরাম তৈরির মূল উদ্দেশ্য সবসময় মনে রাখা উচিত এবং সবসময় ফোরামে ভ্যালু সংযুক্ত করার ক্ষেত্রে সচেষ্ট থাকা উচিত।



এই অনুবাদটি করতে আমাকে সাহায্য করেছে Learn Bitcoin ভাই।



Translation offered at the initiative of:



hero member
Activity: 840
Merit: 522
February 08, 2024, 10:24:08 AM
ভাই আজকে একটা নিউজ দেখলাম থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয় ডিজিটাল এসেটস কে মূল্য সংযোজন কর (ভ্যাট) এর আওতা মুক্ত করে দিছে। আমি মনেকরি এটা একটা ভালো খবর আমরা যারা ডিজিটাল এসেটস বা বা ক্রিপ্টো নিয়ে কাজ করি।ভাই এই নিউজটা কি আমাদের ক্রিপ্টো মার্কেটে কোন প্রভাব ফেলতে পারে। আমি দেখলাম থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয়ের এই খবরটার পরপরই বিটকয়েনর মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটা আসলে কি কারনে সেটা আমি নিশ্চিত ভাবে বিঝতে পারিনি। আপনার মতামত ব্যক্ত করে আমাকে জানার সুযোগ দিবেন বলে আমি মনেকরি। বারো অসংখ্য ধন্যবাদ।

এরকম হইলে দেখবেন অনেক দেশের লোকজন থাইল্যান্ড ভিজিট করতে শুধুমাত্র তাদের ক্রিপ্টো কারেন্সি ক্যাশ করার জন্য। বেশিরভাগ দেশ গুলো যেখানে ক্রিপ্টো কারেন্সি বৈধ, সেখানে ক্রিপ্টো কারেন্সির ওপর ৩০% এর ওপরে ভ্যাট ট্যাক্স ধার্য করা আছে। যদি কোনো দেশে আপনি কোনো প্রকার ভ্যাট ট্যাক্স দেয়া ছাড়া ক্রিপ্টো ক্যাশ করতে পারেন, তাহলে সেটা কতো ভালো একটা ব্যাপার।

২-৩ লাখ টাকা ক্যাশ করার জন্য তো আর যেয়ে লাভ নাই। যাদের কোটি কোটি টাকার ক্রিপ্টো ক্যাশ করা লাগবে, তারা যদি থাইল্যান্ড ভিজিট করে, তাহলে তো থাইল্যান্ড সরকার লালে লাল। আমার কাছে তো এটা তাদের একটা ট্রিক্স মনে হয়। এতে করে তাদের ট্যুরিজমে অনেক প্রফিট আসবে।
full member
Activity: 672
Merit: 158
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 07, 2024, 02:07:27 PM
অফ টপিক পোস্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় না আমাদের এইসব আলোচনা করা উচিত। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা হয় না বললেই চলে। কি প্রয়োজন এইসব হাবিজাবি পোস্ট এইখানে করার?
ভাই আজকে একটা নিউজ দেখলাম থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয় ডিজিটাল এসেটস কে মূল্য সংযোজন কর (ভ্যাট) এর আওতা মুক্ত করে দিছে। আমি মনেকরি এটা একটা ভালো খবর আমরা যারা ডিজিটাল এসেটস বা বা ক্রিপ্টো নিয়ে কাজ করি।ভাই এই নিউজটা কি আমাদের ক্রিপ্টো মার্কেটে কোন প্রভাব ফেলতে পারে। আমি দেখলাম থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয়ের এই খবরটার পরপরই বিটকয়েনর মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটা আসলে কি কারনে সেটা আমি নিশ্চিত ভাবে বিঝতে পারিনি। আপনার মতামত ব্যক্ত করে আমাকে জানার সুযোগ দিবেন বলে আমি মনেকরি। বারো অসংখ্য ধন্যবাদ।
hero member
Activity: 840
Merit: 522
February 07, 2024, 12:27:13 AM
যেমন সাতোসির একাউন্ট হ্যাক হয়েছিলো একই কারনে।
এইটার সোর্সটা দিতে পারেন? আমি মনে করতে পারছি না এইরকম কিছু। সাতোশির gmx একাউন্ট কম্প্রোমাইজ হয়েছিল এইটা জানি।

আমি আসলে সাতোশির ইমেইল একাউন্ট এর কথাই মিন করেছি। ফোরাম একাউন্ট ও হ্যাক হয়েছিলো মনে হয়। তবে এই ব্যাপারে আমি শিওর না। যেহেতু gmx ইমেইল একটা সময় এক্সপায়ার হয়ে গিয়েছিলো, একজন লোক তখন সেটা এক্সপায়ার হওয়ার অপেক্ষায় ছিলো এবং যখনি এক্সপায়ার হয়ে গেলো, সে সাতোশির ইমেইল এড্রেস এর সেম কপি আবারো রেজিস্টার করে ফেলে। এবং এটা দিয়ে সম্ভবত ইমেইল ও সেন্ড করেছিলো। আর সাতোশির ফোরাম একাউন্ট তো থেমস ব্যান করে রাখছে। কোনো হ্যাকার এক্সেস করতেও পারবে না। আমার আসলে সঠিক মনে নাই যে সাতোশির ফোরাম একাউন্ট হ্যাক হয়েছে কি না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
February 06, 2024, 01:09:23 PM
বর্তমানে সিরিয়াস প্রজেক্টগুলো বাউন্টি ফোরামে নিয়ে আসে না বললেই চলে। কারণ এইখান থেকে কতগুলো স্প্যাম ছাড়া আর কিছুই আসলে পাওয়া যায় না। ফলস্বরুপ স্প্যাম প্রজেক্টগুলোই এখন বাউন্টি নিয়ে আসে। ভালো প্রজেক্টের বাউন্টির ধরনও ভিন্ন হয়। আমি কয়েকটি বাউন্টি ক্যাম্পেইন ম্যানেজ করেছি। সেখান থেকে আমার ধারনা হল এইরকম বাউন্টি বর্তমানে যে প্রজেক্ট নিয়ে আসে তাদের উল্টো প্রজেক্টের ক্রেডিট কমে যায় স্প্যাম সব এংগেজমেন্টের জন্য। আমার মনে আছে একটা ক্যাম্পেইন এ শুধু একজন মনে হয় ভিডিও বাউন্টি রিওয়ার্ড ডিজার্ভ করত।
এর জন্যই তো ভাই এখন ভালো কোন প্রজেক্ট কে এই প্রমোশন সার্ভিসটি অফার করলে জবাব দেয় যে এই প্রোমোশন সিস্টেমটি তাদের নিকট পছন্দ নয়। বাউন্টি প্রোমোশন সিস্টেম টা আরো খারাপ হয়েছে ফাউল-ফাউল সব ক্যাম্পেইন ম্যানেজারদের জন্য। এখন বর্তমান রেপুটাবল ক্যাম্পেইন ম্যানেজাররা যদি স্ট্রিকলি রুলসগুলো মেনে বাউন্টি একসেপ্ট করে বা রিওয়ার্ড দেয় তাহলে হয়তো এক দুই বছরের মধ্যে আবার এই সেক্টরটি কাম ব্যাক করলেও করতে পারে। যদিও এইভাবে আমার মনে হয় না ২০-৩০ জনের বেশি বাউন্টি হান্টার টিকবে।
এখানে সমস্যা হলো বেশিরভাগ বাউন্টি হান্টাররা গণহারে ফোরামে লঞ্চ হওয়া সব বাউন্টিগুলেতে একসাথে জয়েন করে। ফলে কোয়ালিটি তো মেনটেইন হয়ইনা উল্টা স্প্যামে ভরাডুবি খায় প্রজেক্ট। ১০ জনের মধ্যে ১ জন নিজে নিজে কাজ (ধরেন আর্টিকেল কাম্পেইন) করে আর বাকি তামামরা প্যারাফেস করে যেকোনো উপায়ে টুটুলস ইউজ করে ঘুরায় ফিরায়ে পোস্ট করে। অন্য গুলোর জন্যও সেম অবস্থা। কাজ চেক করার পর আমার কাছে মনে হইছে, বর্তমানে বাউন্টি লঞ্চ করা "টোটালি ওয়েস্ট অফ মানি"। অরগারিক কোনো রিচ বা গ্রো নাই। আর যারা বাউন্টি করে তারা তো মাশাল্লা, নিম্নতর থাকে নিম্নতরের লেভেলের সিট পোস্টার স্প্যামার। টিপিক্যালি যেসব রুলসসে বাউন্টি চালু করা হচ্ছে, এই রুলস গুলো পরিবর্তন করা উচিত (আমি নিজেও এটা ফিল করি)। হয়তো সেটা হতে পারে রিওয়ার্ড বাড়িয়ে একটা নিদিষ্ট রাঙ্কের মেম্বারদের টার্গেট করে বাউন্টি লঞ্চ করা বা নির্দিষ্ট সংখ্যক পার্টিসিপেন্ট রাখা। আমি হলে নিউবিদের বাউন্টিতে পার্টিসিপেন্টই করতে দিতামই না। এরা ক থেকে খ তে কিভাবে যায় তা অব্দি পারেনা কিন্তু লাফাইতে লাফাইতে ঠিকই বাউন্টিতে এপ্লাই করে। Roll Eyes
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 06, 2024, 08:59:09 AM
আপনি মনে হয় $০.৪৬ এ সেল করার কথা বলেছিলেন।
$০.৪৬ উঠে নাই তাই সেল করা হয় নাই। তবে আমি ইএনজে তে হিউজ পরিমাণ বিনিয়োগ করেছি গত কয়েক মাসে। আল্লাহ ভালো জানেন এই বিনিয়োগের কি হবে 😂 পাশাপাশি পোলকাডটে বিনিয়োগ করলাম।
বি:দ্র: নো ফিন্যান্সিয়াল এডভাইস
দেখেন ভাই হোল্ডিং করে, ফিউচারে বুল সিজনে কিছু প্রফিট গেইন করতে পারেন কিনা। আমার বর্তমানে সকল ধরনের আল্ট কয়েন ে ইনভেস্টমেন্ট করতে ভয় লাগে। ক্রিপ্টকারেন্সি এর জগতে আমার প্রবেশটাই ছিল একটা আল্ট কয়েন দিয়ে সেই অভিজ্ঞতা থেকে আর ইনভেস্ট করার শগ চলে গেছে। এখন যা করতেসি প্রতি মাসে 40$ সমপরিমাণ বিটকয়েন কিনে রাখা ।
যেমন সাতোসির একাউন্ট হ্যাক হয়েছিলো একই কারনে।
এইটার সোর্সটা দিতে পারেন? আমি মনে করতে পারছি না এইরকম কিছু। সাতোশির gmx একাউন্ট কম্প্রোমাইজ হয়েছিল এইটা জানি।
আমিও তো এটাই দেখেছিলাম জিএমএক্স একাউন্ট কম্প্রোমাইজ হয়েছিল । তাহলে কি পিটুপি ফাউন্ডেশন একাউন্ট হ্যাকিং এর ঘটনা সেইটা ?

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 06, 2024, 08:20:24 AM
আপনি মনে হয় $০.৪৬ এ সেল করার কথা বলেছিলেন।
$০.৪৬ উঠে নাই তাই সেল করা হয় নাই। তবে আমি ইএনজে তে হিউজ পরিমাণ বিনিয়োগ করেছি গত কয়েক মাসে। আল্লাহ ভালো জানেন এই বিনিয়োগের কি হবে 😂 পাশাপাশি পোলকাডটে বিনিয়োগ করলাম।
বি:দ্র: নো ফিন্যান্সিয়াল এডভাইস

যারা বাউন্টি হান্ট করে, তারা কি থ্রেড ভালো করে পরে? সোজা অথেনটিকেশন পোস্ট ফরমেট কপি করে কাজ শুরু করে দেয়। যতক্ষনে থ্রেড পড়ে শেষ করবে, ততক্ষনে তারা আরো ২ টা বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করে পোস্ট করে ফেলতে পারবে। আমিও এক সময় টুকিটাকি বাউন্টির কাজ করেছিলাম। কিন্তু নিজেকে এখন অনেক বোকা মনে হয়। অনেক বেশি হতাশ ছিলাম। আমার মনে হতো আসলে কোনো ক্যাম্পেইন মনে হয় পেমেন্ট করে না। যেগুলো পেমেন্ট করে, তাদের সংখ্যা অনেক কম। আসলেও সেটাই। তবে সিগন্যাচার ক্যাম্পেইন গুলো আগেই পেমেন্ট নিয়ে থাকে এবং প্রতি সপ্তাহে পেমেন্ট করে। অন্যদিকে একটা বাউন্টি ক্যাম্পেইন মিনিমাম ৪ সপ্তাহ রান করে। স্ক্যাম যদি করেও ফেলে, তবুও ঘুরে ফিরে প্রায় ৬ সপ্তাহ পর বুঝা যায় যে এরা স্ক্যামার।
বর্তমানে সিরিয়াস প্রজেক্টগুলো বাউন্টি ফোরামে নিয়ে আসে না বললেই চলে। কারণ এইখান থেকে কতগুলো স্প্যাম ছাড়া আর কিছুই আসলে পাওয়া যায় না। ফলস্বরুপ স্প্যাম প্রজেক্টগুলোই এখন বাউন্টি নিয়ে আসে। ভালো প্রজেক্টের বাউন্টির ধরনও ভিন্ন হয়। আমি কয়েকটি বাউন্টি ক্যাম্পেইন ম্যানেজ করেছি। সেখান থেকে আমার ধারনা হল এইরকম বাউন্টি বর্তমানে যে প্রজেক্ট নিয়ে আসে তাদের উল্টো প্রজেক্টের ক্রেডিট কমে যায় স্প্যাম সব এংগেজমেন্টের জন্য। আমার মনে আছে একটা ক্যাম্পেইন এ শুধু একজন মনে হয় ভিডিও বাউন্টি রিওয়ার্ড ডিজার্ভ করত।

যেমন সাতোসির একাউন্ট হ্যাক হয়েছিলো একই কারনে।
এইটার সোর্সটা দিতে পারেন? আমি মনে করতে পারছি না এইরকম কিছু। সাতোশির gmx একাউন্ট কম্প্রোমাইজ হয়েছিল এইটা জানি।
hero member
Activity: 840
Merit: 522
February 06, 2024, 08:08:16 AM
আপনারা যারা ফোরামে একাউন্ট করার জন্য ডামি ইমেইল ব্যাবহার করেছেন, আপনাদের ইমেল দ্রুত পরিবর্তন করা জরুরী। আজকে মেটা বোর্ড এ দেখলাম একজন ইউজারের ইমেইল অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। উনি ভেবেছিলো ওনার একাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। কিন্তু এডমিন তার পোস্ট এ কমেন্ট করে জানিয়েছে যে রিসেন্টলি ফোরাম এটা করা শুরু করেছে। সাধারনত আপনাকে যখন কেউ প্রাইভেট মেসেজ সেন্ড করে, আপনার ফোরামে দেয়া ইমেইল এড্রেস এ ইমেইল যায় ফোরাম থেকে। কোনো কারনে যদি আপনার ইমেইলে ইমেইল সেন্ড না হয়, তাহলে আপনার একাউন্ট এর ইমেইল এড্রেস অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে যাবে। এর কারণ হিসেবে এডমিন বলেছেন যে যদি অন্য কেউ আপনার ডামি ইমেইল এর মতোই একটা ইমেইল রেজিস্টার করে, ষে চাইলে আপনার একাউন্ট হ্যাক করতে পারবে। যেমন সাতোসির একাউন্ট হ্যাক হয়েছিলো একই কারনে।

This is something we recently started doing. If email sent to your email address bounces with an error message like, "This email address doesn't exist", then your email may eventually be changed to [email protected]. (It's not possible for users to change their email address to something ending in .invalid, so this can only be an administrative change.) Because your old email didn't exist, somebody could've registered your non-existent email address and used that to steal your account.

I didn't particularly intend for the trust warning to appear for these automatic changes, but it's a niche situation and a bit difficult to fix, so I probably won't fix this unless several other people complain. It only lasts 30 days, after all.
full member
Activity: 546
Merit: 164
February 05, 2024, 12:01:01 PM
hero member
Activity: 840
Merit: 522
February 05, 2024, 10:59:28 AM
বিষয় ভাই এখানে আরেকটা রয়েছে যেমন বাউনটি রেওয়ার্ডগুলো কিসে দেওয়া হচ্ছে, যদি কোন স্টেবল কয়েন বা ভাল কোন অল্টকয়েনে দেয় তাহলে, escrow করা  বাউন্টি গুলো করে পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না। যদিও পেমেন্টের অবস্থা একদম অল্প হবে।
আর যদি হয় ওই প্রজেক্ট গুলোর টোকেনই  escrow করা তাহলে দেখবেন টোকেন লিস্টিং হতে হতেই প্রজেক্টটি স্ক্যামের কাতারে নাম লিখিয়েছে। আমি বলব এখন নতুন যারা আছেন বাউনটি ক্যাম্পেইন এর দিকে নজর না দিয়ে অন্যান্য  স্কিল গুলোর দিকে নজর দেন, তাছাড়া যদি ফোরামে ভালো পোস্ট করতে পারেন, তাহলে ফোরামে টাইম দেন পোষ্ট করেন র্যাংকিং আপ করেন, তাহলে সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন।

যারা বাউন্টি হান্ট করে, তারা কি থ্রেড ভালো করে পরে? সোজা অথেনটিকেশন পোস্ট ফরমেট কপি করে কাজ শুরু করে দেয়। যতক্ষনে থ্রেড পড়ে শেষ করবে, ততক্ষনে তারা আরো ২ টা বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করে পোস্ট করে ফেলতে পারবে। আমিও এক সময় টুকিটাকি বাউন্টির কাজ করেছিলাম। কিন্তু নিজেকে এখন অনেক বোকা মনে হয়। অনেক বেশি হতাশ ছিলাম। আমার মনে হতো আসলে কোনো ক্যাম্পেইন মনে হয় পেমেন্ট করে না। যেগুলো পেমেন্ট করে, তাদের সংখ্যা অনেক কম। আসলেও সেটাই। তবে সিগন্যাচার ক্যাম্পেইন গুলো আগেই পেমেন্ট নিয়ে থাকে এবং প্রতি সপ্তাহে পেমেন্ট করে। অন্যদিকে একটা বাউন্টি ক্যাম্পেইন মিনিমাম ৪ সপ্তাহ রান করে। স্ক্যাম যদি করেও ফেলে, তবুও ঘুরে ফিরে প্রায় ৬ সপ্তাহ পর বুঝা যায় যে এরা স্ক্যামার।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 05, 2024, 10:03:57 AM
ভুল নয় সত্যি দেখছিলেন আপনে Enjin(ENJ) কয়েনের দাম সর্বোচ্চ ০.৪৩$ ডলার উঠেছিল হয়তো এইডাই সর্বোচ্চ ছিল এই কয়েন এর দাম। বর্তমানে এই কয়েনটার দাম অনেক ডাম্পিং করছে যেইটা মার্কেট দেখলে পরিষ্কারভাবে বোঝা যাইতেছে এখন কয়েন টার দাম হইছে মার্কেট অনুযায়ী ০.২৭৭৮$ ডলার। আমাদের কি এখনো কেনার সুযোগ আছে। যেহেতু কয়েনটার দাম কইমা আইছে তাই মনে হচ্ছে কয়েনডা কিনলে লাভবান হওয়া যাইবো।
আপনি যদি মনে করে থাকেন যে এই কয়েনের দাম $০.৪৩ সর্বোচ্চ দাম ছিলো তাহলে এটা ভুল হবে। আপনি মার্কেট ভালো করে দেখতে পারেন, সম্ববত ২০২১ সালের দিকে প্রায় $৪.৮৪ দাম ছিলো, এর পরে এই কয়েনের দাম অনেক কমে এসেছে।
নিচের পিকে দেখতে পারেন।


LM ভাই যখন বিনিয়োগ করেছিলেন তখন ENJ এর দাম মনে হয় $০.২৩ ছিলো তাই LM ভাই টার্গেট রেখেছিলেম $০.৪৬ হলে বিক্রি করার। আশা করি এই বিষয়ে LM ভাই প্রতিক্রিয়া জানাবে যে তার ইনভেস্টমেন্ট এর কি অবস্থা।

এটা আপনার ব্যাক্তিগত ব্যাপার আপনি চাইলে এখনো বিনিয়োগ করতে পারেন। আপনি যদি একজনের কথায় বিনিয়োগ করেন যদি লস খেয়ে বসেন তাহলে তাকে দোষারোপ করতে পারেন। রিস্ক নিয়েই আপনাকে বিনিয়োগ করতে হবে। LM ভাই একজন অভিজ্ঞ ব্যক্তি, আমাদের এই বাংলা থ্রেডের একজন জ্ঞানী ব্যাক্তি তিনি যেহেতু এই কয়েনে বিনিয়োগ করেছেন আশা করি অবশ্যই ভালো কিছু পাওয়া যাবে।

যদি LM ভাই ENJ কয়েন এখনো বিক্রি না করেন, তাহলে আপনি বিনিয়োগ করতে পারেন। তবে আপনাকে বিনিয়োগ করে অবশ্যই দীর্ঘদিন হোল্ড করতে হবে। আর যদি LM ভাই ENJ সেল করে থাকেন তাহলে তিনি পরবর্তী কোন কয়েনে বিনিয়োগ করবে সেটার দিকে খেয়াল রেখে তাতে বিনিয়োগ করতে পারেন। আশা করি LM ভাই এখনো সেল করেন নাই তার টার্গেট $০.৪৬ ডলার।

Pages:
Jump to: