Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 101. (Read 5803406 times)

sr. member
Activity: 504
Merit: 369
December 13, 2023, 10:05:34 AM
ফারাক্কা নিয়ে আমাদের ভারত সরকারের সাথে কথা হইছে, অতি সীগ্রই এর সমাধান হয়ে যাবে, এই কথা মনে হয় আমি আমার জন্মের পর থেকে শুনতেছি। তবে এর প্রাকটিকাল কখনো চোঁখে আসেনি। অদূর ভবির্ষতেও হয়তো আসবে না। ফারাক্কা নিয়ে আমি হোপলেস।
ফারাক্কা নিয়ে ভারত সরকারের সাথে কথা হয়েছে এটা এই দেশের সরকার আমাদের প্রতিনিয়ত মিথ্যা আশ্বাস দেয়। যখন আমাদের দেশে বন্যা হয় এবং বন্যায় বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থান তলিয়ে যায় তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সাংবাদিকরা বলে যে ফারাক্কা ইস্যু নিয়ে ভারতের সাথে কথা হয়েছে এবং তারা অনতৈলম্বে এই সমস্যার সমাধান করবে আমরা শুধু এটাই শুনি এ পর্যন্ত এখনো সমস্যার সমাধান হয়নি হয়তো বা ভবিষ্যতে হবেও না।
Quote
আর এদিকে আমরা বছরে বছরে টনকে টন ইলিশ উপহারস্বরূপ পাঠাই। বাহ বন্ধুত্ব বাহ। একটা কথা আছে বন্ধুই বন্ধুর হো*া মারে। যা এখন হারে হারে টের পাচ্ছি। এর পরেও সরকার তার বন্ধুর জন্য জান প্রান দিতে রাজি।
শুধু আমার কাছে নয় পুরো বাংলাদেশের মানুষের কাছে একটা দুঃখের বিষয় হচ্ছে যে ইলিশ আমাদের দেশে উৎপাদন হয় সেই ইলিশ আমরা আমাদের দেশে কেন দুই হাজার থেকে ২৫০০ টাকা কেজি করে কিনে খাব। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ বা বন্ধু দেশ ভারতে আমাদের বাংলাদেশের সুনামধন্য সরকার এই ইলিশ প্রত্যেক বছর কয়েক লক্ষ টন করে পাঠায়। অথচ ভারতে বাংলাদেশের তুলনায় ইলিশ মাছের দাম কেজিপ্রতি অনেক কম।
ইলিশ মাছের দাম যেভাবে বাংলাদেশে বৃদ্ধি পায় প্রতি বছর তাতে করে মনে হয় কয়েকদিন পরে আমাদের শুধু ইলিশ মাছের নাম শুনতে হবে টাকা দিয়ে আর কিনে খাওয়া হবে না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 13, 2023, 08:49:59 AM
রাজনীতির বলি কিন্তু সব সময় জনগনই হয়ে থাকে।
সারাজীবনই হয়ে আসছি, আজও হবো, সামনেও হবো, যতদিন পর্যন্ত এই নোংরা রাজনীতির অবসান না ঘটে। সরকার চাইলেই এসব সমস্যা কিন্তু দূর করতে পারে কিন্তু করবো না, কারন ম্যানি টকস। যেখানে লাভ দেখবে সেখানে যাবে, তার উপর আবার সামনে নির্বাচন। মানুষ বাঁচে মরুক গলে যাক সেটা ম্যাটার না, ম্যাটার হলো গদি সামলানা।

ভারতের পিয়াজ রপ্তানি বন্ধের নিউজ ঝড়ের গতিতে মিডিয়া প্রচার করে বসেছে। আর হুরহুর করে দাম বেড়ে গেছে। আমি মনে করি, এই সমস্যা সমাধানে যদি পাল্টা নিউজ করা হতো যে আমরা অন্য কোনো দেশ থেকে আমদামি করার চেষ্টায় আছি তাহলে কিন্তু এতো দুর্ভোগ হতোনা সাধারণ জনসমাজের। আমার মনে হয়না এমন কোনো নিউজ করা হইছে, অন্তত আমার চোঁখে পড়ে। কিভাবে ইকোনমি অস্থিতিশীল করবে তা নিয়ে যত কাজ। আর সবসময় সবকিছুরই জন্য এক দেশের উপরই নির্ভর করা ভালো ঠেকেনা আমার কাছে। ৩-৪ টা সোর্স থাকা জরুরি। কারন ভাবুন আজ বাদে কাল যদি ভারত একে একে সব প্রোঠাক্ট রপ্তানি বন্ধ করা শুরু করতে থাকে তখন কোথায় গিয়ে ঠেকবো আমরা।

Quote
বিভিন্ন দেশ তাদের সম্পর্ক ভালো রাখার জন্য অন্যান্য দেশের সাথে চুক্তি করে। আবার নিজেদের লাভের জন্য সেসব চুক্তি বাতিল ও করে। ভারত বন্ধু রাষ্ট্র বলে কথা। কিন্তু ভারত কখনোই তাদের নিজেদের লস দিয়ে বাংলাদেশ কে সাহায্য করতে আসবে না। ফারাক্কা বাধ তারই একটা উদাহারন। ভারত কখনোই শুস্ক মৌসুমে বাংলাদেশে পানি আসতে দেয় না। আবার তারা হুট করেই সব বাধ খুলে দিয়ে বাংলাদেশ ডুবিয়ে দেয়। যদিও বাধ করার সময় একটা চুক্তি ছিলো। সেটার দিকে কোনো কালের কোনো সরকারই তাকায় নি। বা তাকালেও কোনো রেজাল্ট আনতে পারেনি। গত মৌসুমেও ভারত পেয়াজ রপ্তানী বন্ধ করে দেয়ার পর বাজার অস্থির হয়ে গিয়েছিলো।
ফারাক্কা নিয়ে আমাদের ভারত সরকারের সাথে কথা হইছে, অতি সীগ্রই এর সমাধান হয়ে যাবে, এই কথা মনে হয় আমি আমার জন্মের পর থেকে শুনতেছি। তবে এর প্রাকটিকাল কখনো চোঁখে আসেনি। অদূর ভবির্ষতেও হয়তো আসবে না। ফারাক্কা নিয়ে আমি হোপলেস।

Quote
ভারতে যখন পেয়াজের দাম একটু বেড়ে যায়, তখনই রপ্তানী বন্ধ করে দেয়। তারা নিজেরা খেতে না পারলে আপনাকে খাওয়াতে পারবে না।
আর এদিকে আমরা বছরে বছরে টনকে টন ইলিশ উপহারস্বরূপ পাঠাই। বাহ বন্ধুত্ব বাহ। একটা কথা আছে বন্ধুই বন্ধুর হো*া মারে। যা এখন হারে হারে টের পাচ্ছি। এর পরেও সরকার তার বন্ধুর জন্য জান প্রান দিতে রাজি।
hero member
Activity: 868
Merit: 530
December 13, 2023, 03:41:45 AM
বিশ্ব রাজনীতি নিয়ে আমার তেমন কোন ধারনা নেই আবার ভারতে এই সময়ে কেন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে সেটাও আমার জানা নেই। কোন কিছু জানিনা সেই হিসেবে এই পোস্টটা দেখে মনে হচ্ছে এটা বিশ্ব রাজনীতিরই অংশ। তারা বুঝাতে চাচ্ছে আমেরিকা যদি সেনশন দিয়ে কিছু করতে চায় ভারত ও বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারে।

রাজনীতির বলি কিন্তু সব সময় জনগনই হয়ে থাকে। বিভিন্ন দেশ তাদের সম্পর্ক ভালো রাখার জন্য অন্যান্য দেশের সাথে চুক্তি করে। আবার নিজেদের লাভের জন্য সেসব চুক্তি বাতিল ও করে। ভারত বন্ধু রাষ্ট্র বলে কথা। কিন্তু ভারত কখনোই তাদের নিজেদের লস দিয়ে বাংলাদেশ কে সাহায্য করতে আসবে না। ফারাক্কা বাধ তারই একটা উদাহারন। ভারত কখনোই শুস্ক মৌসুমে বাংলাদেশে পানি আসতে দেয় না। আবার তারা হুট করেই সব বাধ খুলে দিয়ে বাংলাদেশ ডুবিয়ে দেয়। যদিও বাধ করার সময় একটা চুক্তি ছিলো। সেটার দিকে কোনো কালের কোনো সরকারই তাকায় নি। বা তাকালেও কোনো রেজাল্ট আনতে পারেনি। গত মৌসুমেও ভারত পেয়াজ রপ্তানী বন্ধ করে দেয়ার পর বাজার অস্থির হয়ে গিয়েছিলো। ভারতে যখন পেয়াজের দাম একটু বেড়ে যায়, তখনই রপ্তানী বন্ধ করে দেয়। তারা নিজেরা খেতে না পারলে আপনাকে খাওয়াতে পারবে না।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 12, 2023, 06:41:35 PM
বাংলাদেশ  উন্নয়নের জোয়ারে ভাসছে  তাই সাথে সাথে পেঁয়াজের দামও উন্নতির পথে। ভারত তিন মাসের জন্য আমদানি রপ্তানি বন্ধ করার সাথে সাথে পিয়াজের দাম যেন আকাশ ছোঁয়া পরিমাণ বেড়ে গেছে। আমি ছয় দিন আগে পিয়াজ কিনেছিলাম ৫ কেজি পেঁয়াজ ৫০০ টাকা দিয়ে অথচ সে আজকে এই পেঁয়াজের দাম বর্তমান প্রায় ৩০০ প্লাস এর কাছাকাছি। এইভাবে যদি বাংলাদেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তাহলে সাধারণ মানুষের কোন অবস্থায় দাঁড়াবে এক কেজি পেয়াজ কিনতে যদি আমাদের মতো সাধারণ জনগণকে প্রায় 300 টাকা গুনতে হয় তাহলে আমরা আর দ্রব্যমূল্য কেমন করে কিনব। বাংলাদেশের বর্তমান বাজার পরিস্থিতি এতই খারাপ দেখা যাবে যে  সাধারণ মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে কিনা সন্দেহ।
বিশ্ব রাজনীতি নিয়ে আমার তেমন কোন ধারনা নেই আবার ভারতে এই সময়ে কেন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে সেটাও আমার জানা নেই। কোন কিছু জানিনা সেই হিসেবে এই পোস্টটা দেখে মনে হচ্ছে এটা বিশ্ব রাজনীতিরই অংশ। তারা বুঝাতে চাচ্ছে আমেরিকা যদি সেনশন দিয়ে কিছু করতে চায় ভারত ও বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 12, 2023, 10:21:21 AM
কেন জানিনা আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় যে আমাদের এই বাংলা বোর্ড লাগামহীন পাগলা ঘোড়ার মত চলছে। লাগামহীন ঘোড়া যেমন এদিক সেদিক চলে যায় কোন ঠিক ঠিকানা থাকে না হয়তো তেমনি এই বোর্ড এগিয়ে যাচ্ছে
সিরিয়ালে নাম মেনশন করাকে আমি তেল মারা মনে করি। তেল মারা বন্ধ করে দেন। নিজেকে খুব ছোট মনে করবেন না। আবার খুব বড় মনে করবেন না।

আমরা সবাই জেনারেল ইউজার। আমাদের কাছে ফোরামের আলাদা কোনো ফিচার নাই যেটার মাধ্যমে আমরা কোনো কিছু কন্ট্রোল করতে পারবো।

ভাই প্রথমত কিছুই বুঝিনাই আপনার কথা। ২য় আরেহ আপনি চাচ্ছেনটা কি? এইটা কি বাংলাদেশ ক্রিকেট টিম নাকি যে প্রাকটিস করে করে এগিয়ে নিয়ে হবে? আপনি আপনার মতো চলবেন আমি আমার মতো চলবো, যদি মনে হয় কমেন্ট করা প্রয়োজন তাহলে কমেন্ট করে দিবেন, এই ব্যাস আর কি লাগে?

এখানে সিনিয়র জুনিয়র কিছু নাই। ফোরাম সিনিয়র জুনিয়র কিছু মানে না। ফোরামের রুলস এর উপরে কেউ নাই। আর ভাই আসলেই তেল মারার এই ব্যাপারটা কমান। সেদিন একটা কমেন্ট দেখলাম, কে জানি মেনশন করে লিখছে, সেন্ডএবেল মেরিট না থাকায় মেরিট দিতে পারলামনা ভাইয়া, আপনিই সম্ভবতো বলছেন। এগুলো বাদদেন। আপনি কি মিন করছেন? আমি গরিব মানুষ আমাকে   টাকা দাও যেনো আমি অন্যদের দান করতে পারি? এমন করবেন না। এটা কেউ ভালো চোঁখে দেখেনা। গ্লোবালে কেউ দেখলে বলতো মেরিট ফিশিং এর ট্রাই করতেছে। লোকালে আমরা আমরা তাই কেউ কিছু মনে করিনা।

শেষে একটাই কথা বলবো, ফোরামে সময় দিন। এর উপর কোনো ঔষধ নাই। আমি কাজের সময় বাদে সারাটাদিন ফোরামে পড়ে থাকি। এমন না যে কোটা ফিল করার জন্য, না!!! হুদাইই বলা যায়। এক পোস্ট থেকে আরেক পোস্টে যাই। পড়ি ৯০%, আর কমেন্ট করি ১০%। আর ফোরামের রুলস মেনে চইলেন, দেখবেন সব ঠিক আছে। অন্যরে সাহায্য করুন, মিনিংফুল ডিসকাশনে অংশ নিন, ইমনিই এদিক সেদিক ওদিক দিয়ে ২-১ টা করে মেরিট আসা শুরু করবে।
hero member
Activity: 868
Merit: 530
December 12, 2023, 08:03:53 AM
ভারত তিন মাসের জন্য পেঁয়াজ আমদানি রপ্তানি বন্ধ করার সাথে সাথে প্রত্যেকটা ব্যবসায়ী পেয়াজ  সংরক্ষণ করা শুরু করে দিয়েছে। এর ফলে বাজারে পেঁয়াজের চাহিদা বহু গুণ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম প্রায় 300 টাকার কাছাকাছি হয়েছে। যদি কোন ভাবে মুলা কিনে সংরক্ষণ করা যায় তাহলে মানুষ মুলা কিনে সংরক্ষণ করত এবং মুলার দামটাও বাড়িয়ে দিত। আপনাদের বগুড়াতে হয়তো দুই থেকে তিন টাকা আটি মুলা পাওয়া যায় আমাদের এখানে চার টাকা কেজি মোলা বিক্রি করছে। অন্যান্য সবজির তুলনায় মুলার দামটা অনেকটাই কম হয়তোবা কৃষকের যে টাকা পরিমাণ মুলা চাষ করতে খরচ হয়েছে তার হয়তো এই মুলা বিক্রি করে তার খরচের টাকাটা উঠবে না।

আমি তো আগের পোষ্ট এ অলরেডি বললাম যে অন্যান্য খরচ তো বাদ, জমি থেকে মুলা তুলে, সেধা ধুয়ে প্রসেস করে বাজারে নেয়ার যে খরচ, বিক্রি করে সেই খরচ ওঠাতেও কৃষকের বুকে মাটি ছুয়ে যাচ্ছে। অনেক কৃষক লস করে হলেও জমি খালি করছে কারন তারা সেখানে অন্য শীতের সবজি চাষ করবে। এবার পেয়াজের কথায় আসি, আমার এলাকায় দেখলাম পেয়াজের দামের খুব বেশি তফাৎ হয়নি। আজকে বাজারে গিয়ে পেয়াজের দাম জোনতে চাইলাম, যেটা নতুন বাজারে এসেছে, সেটা ১৩০ টাকা কেজি। আর আগের পেয়াজ ১৬০ টাকা কেজি। অন্যান্য এলাকার তুলনায় আমাদের লোকাল বাজারে পেয়াজের দাম কম। সেটা একটা কারন হতে পারে বাজারের মসজিদ। এখানকার ইমাম সাহেব প্রতিদিন ব্যাবসায়ীদের নানান হাদিস শোনান এবং মজুদ করে বেশি দামে বিক্রি না করার পরামর্শ দেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 11, 2023, 08:34:49 PM
কেন জানিনা আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় যে আমাদের এই বাংলা বোর্ড লাগামহীন পাগলা ঘোড়ার মত চলছে। লাগামহীন ঘোড়া যেমন এদিক সেদিক চলে যায় কোন ঠিক ঠিকানা থাকে না হয়তো তেমনি এই বোর্ড এগিয়ে যাচ্ছে

আপনার পোষ্ট এর কোনো আগা মাথা আমার মস্তিস্কে ঢুকে নাই। আপনি আপনার এই কথার মাধ্যমে কি বুঝাতে চাইছেন? কি হয়েছে আমাদের লোকাল থ্রেড এর?  লাগামহীন ঘোড়া মনে হবার কারন কি? সেই কারন যদি আপনি নিজেই না জানেন, তাহলে অন্য কেউ কিভাবে সেটা জানবে বা বুঝবে? লোকাল থ্রেড এ কিছু আন-ইউজুয়াল দেখলে আমি সেটা পয়েন্ট আউট করার চেষ্টা করি। কি বলতে চাচ্ছেন সেটা না পেচিয়ে সোজা বলে ফেলবেন। সবাইকে বুঝতে দিন যে কি সমস্যা।

এখন যদি বলেন যে ভাই থ্রেড এ লো কোয়ালিটির পোষ্ট হচ্ছে। এই ক্ষেত্রে রিপোর্ট টু মোডারেটর বাটন ব্যাবহার করেন। আমরা কেউ মোডারেটর না যে আমরা এর লাগাম টানবো। একজন নিউবির যে পাওয়ার আছে, সিনিয়রদের কাছে এর চাইতে বেশি কিছুই নাই। হয়তো তারা একটু এক্সপেরিয়েন্সড। এভাবে সিরিয়ালে নাম মেনশন করাকে আমি তেল মারা মনে করি। তেল মারা বন্ধ করে দেন। নিজেকে খুব ছোট মনে করবেন না। আবার খুব বড় মনে করবেন না।

আমরা সবাই জেনারেল ইউজার। আমাদের কাছে ফোরামের আলাদা কোনো ফিচার নাই যেটার মাধ্যমে আমরা কোনো কিছু কন্ট্রোল করতে পারবো।
full member
Activity: 560
Merit: 164
December 11, 2023, 01:57:17 PM
member
Activity: 94
Merit: 28
December 11, 2023, 10:15:21 AM
- - -✂️✂️
আপনার এই পোস্টটিতে আপনার ব্যক্তিগত gmail শো করতেছে। আপনার এভাবে জিমেইলটি শো করানো উচিত হয়নি। এই gmail এর মাধ্যমে হয়তো আপনার পরিচয় বের করা যেতে পারে, আপনি হয়তো বড় ধরনের কোন বিপদে পরে যেতে পারেন। আপনার পোস্টটি সম্পাদনা করে জিমেইলটি হাইড করে দেওয়ার চেষ্টা করুন।
ধন্যবাদ।।।
sr. member
Activity: 420
Merit: 376
December 11, 2023, 09:01:06 AM
আমাগো এখানে তো অনেক বড় Rank এর আইডি আছে এবং অনেক বড় ভাই আছে তারা যদি আমাগো মত ছোটদের এই বিষয়ে সাহায্য করত এভাবে হয়তো একটু ভালোই হইত আমাগো নিগা। যেমন অন্য দেশে এভাবে সাহায্য করছে যদি আমাগোও সাহায্য করতে কেউ একজন এই পদক্ষেপ নিতো। সম্ভবত এই পদক্ষেপটা ইন্দোনেশিয়ান Board এ নেওয়া হয়েছে।

ক্রিপ্টো লাইব্রেরি ভাই অলরেডি বলেছেন। ফোরামে একটা সময় ছিলো যখন আমি দেখতাম কোনো মেম্বার তার পরের রেংক এর খুব কাছে চলে গেছে, হয়তো আমি মেসেজ করে তার কিছু ভালো পোষ্ট এর লিংক চাইতাম, নয়তো লিটল মাউস ভাই, ক্রিপ্টো লাইব্রেরি ভাইদের কে মেসেজ করে বলতাম যে অমুক কে একটু পুশ করে দেন, তমুক কে পুশ করে দেন। তারপর আমাদের থ্রেড এ শুরু হলো মেরিট এবিউজ! আস্তে আস্তে দেখলাম সবাই একাউন্টের পাহাড় বানাচ্ছে এবিউজ করে করে।
আমি আমার মন থেকে আজকে কিছু বলতে চাইতাছি আপনাদের উদ্দেশ্যে জানিনা সেইটা ভুল না ঠিক।
আমি আমাদের এখানকার কিছু সিনিয়রদের এবং অভিজ্ঞদের নাম বলছি @Little Mouse @shasan @Learn Bitcoin @Crypto Library @LDL @Shihir99 @tjtonmoy @DYING_SOUL
সহ আরো যারা সিনিয়র আছেন তারা অবশ্যই আমাদের এই বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং করবেন ভবিষ্যতেও।
আপনাদের নাম তুলে ধরার কারণে হয়তো আমার অন্যায় হইতে পারে।
কেন জানিনা আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় যে আমাদের এই বাংলা বোর্ড লাগামহীন পাগলা ঘোড়ার মত চলছে। লাগামহীন ঘোড়া যেমন এদিক সেদিক চলে যায় কোন ঠিক ঠিকানা থাকে না হয়তো তেমনি এই বোর্ড এগিয়ে যাচ্ছে।

আপনাদের কাছে আমার এটা বলার উদ্দেশ্য হইলো লাগামহীন ঘোড়াকে সঠিকভাবে সঠিক পথে নিয়ে আসতে হলে দক্ষ সওয়ারি দরকার হয়।
আমি যেসব সিনিয়র ভাইদের নাম উল্লেখ করলাম তাদেরকে এই দক্ষ  সওয়ারির ভূমিকা পালন করে আমাদের এই বাংলা বোর্ডকে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাইতে হবে যাতে করে ভবিষ্যতে কখনো এলোমেলো না হইয়া যায়।

আমরা স্বপ্ন দেখতে পারি যে আমাদের বাংলা বোর্ড একদিন ইন্দোনেশিয়ান লোকাল বোর্ড, নাইজেরিয়ান লোকাল বোর্ড এর মত প্রতিষ্ঠিত হবে আপনাদের মাধ্যমে।

হয়তো আপনাদের দিকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমাদের এই বাংলা বোর্ড।
 Cheesy
sr. member
Activity: 630
Merit: 388
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 11, 2023, 07:57:16 AM
বগুড়া তে আমার একজন খালার বিয়ে হয়েছে। খালার শশুর প্রতি বছর মুলা, কপি, বেগুন চাষ করে থাকেন। এই সিজনেও মূলার ভালো ফলন হয়েছে শোনলাম। যেই মূলা ঢাকায় মানুষ দামের জন্য কিনে খেতে পারে না, সেই একই মূলা বগুড়া আমার খালু লসে বিক্রি করে। নানীকে বলতে শোনলাম যে তোরে বলছিলাম মূলা ক্ষেতেই বিক্রি করে দে। তাইলে আর ক্ষেত থেকে তোলার পরিশ্রম টা হতো না। যতো টাকা শ্রমিক কে দিতে হয় শুধুমাত্র ক্ষেত থেকে মূলা তুলে ধোয়ার জন্য, সেই টাকাও মূলা বিক্রি করতে পারে নাই। পরে কিছু বিক্রি করে বাকি গুলো কেটে কেটে গরু কে দিচ্ছে। একই মূলা ঢাকায় ৪০ টাকা আটি। আর বগুড়ায় ২-৩ টাকা।
......
ভাই গ্রামের লোকেরা মুলা খেতে খেতে অভক্তি হয়ে পড়েছে, আর শহরের লোকেরা মুলা পায় না। গ্রামের লোকেরা তাদের বাড়ির পালানে সবজি চাষ করতে পারে কিন্তু শহরের লোকেরা করতে পারে না। যারা শহরে থাকে তাদের নুন থেকে চুন পর্যন্ত কিনে খেতে হয়। যার ফলে শহরে গ্রামগঞ্জ থেকে শহরে শাকসবজির দাম খুবই বেশি হয়ে থাকে। আমি যেখানে থাকি সেখানেও মুলা যখন প্রথম বাজারে আমদানি হল তখন মুলার দাম ছিল ২০ টাকা আটি, মাঝখানে কয়েক দিন আগে ২-৩ টাকা আটি হয়েছিলো। কিন্তু এখন বর্তমানে ৫ টাকা আটি হয়েছে, তবে সন্ধ্যা বেলায় হাটে গেলে ৬ আটি ২০ টাকায় পাওয়া যায়। ভাগ্য ভালো মুলা বেশিদিন আটকে রাখা যায় না, তা না হলে কিছু কিছু ব্যবসায়ীরা মুলা কিনেও বান্দাল করে রাখতো বেশি দামে বিক্রি করার জন্য।

যাইহোক, মনে হচ্ছে পিয়াজের দাম অল্পদিনেই নিয়ন্ত্রণে আসতে পারে। আমাদের দেশের পিয়াজ বাজারে না আসলে খুব একটা দাম কমবে না। আর আমাগো যে বাংলাদেশ এই দেশে শুধু দাম বাড়তে জানে কিন্তু কমতে জানে না। দিন দিন সব কিছুর দাম বেড়েই চলেছে। এদিকে যারা দিন মুজুর তারাই কষ্ট করে জীবন যাপন করতেছেন। একজন দিনমুজুর আমাদের এখানে প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করতে পারে এখন সে যদি এককেজি পিয়াজ ২৫০ টাকা দিয়ে কিনে খায় তাহলে আর জিনিসপত্র কি দিয়ে কিনবে?

ভাইয়েরা বিটকয়েনের ট্রানজেকশন ফি এর কি অবস্থা কবে নিয়ন্ত্রণে আসতে পারে?
hero member
Activity: 868
Merit: 530
December 11, 2023, 06:06:51 AM
দেশের কৃষকরা লাভ করলে কোনো কষ্ট ছিলনা ভাই। কিন্তু লাভ করে বড়বড় জায়েন্টরা, সিন্ডিকেটরা। যেই লাউয়ে কৃষকে পায় ১০-১৫ টাকা পিস সেই একই লাউ বাজারে হয়ে যায় ৭০-৮০ টাকা। টোটালি ডিসেপয়েন্টটেড। ক্ষুদ্র পরিসরে আমরা যারা আছি (কৃষকশ্রেণী) তাদের লাভের অংক নাই বল্লেই চলে।

এক্ষেত্রে আমরা যারা গ্রামেগন্জে থাকি তারা হয়তো একটু ভালো আছি কাঁচাবাজার নিয়ে। আমার বাসার সামনে জায়গা আছে সেখানে সব রকমের সবজি লাগানো আছে। তেল, ডাল বাদে যা সম্ভব সব। আগের বছর পিয়াজ, শালগম, আলু, টমেটো লাগাইছিলাম। এতো হওয়া হইছিল যে নিজেরা তো খাইতে পারি ই নি পরে না পেরে বাজারে বিক্রি করতে হইছিল। এভাবে যদি সবাই শাকসবজিও লাগাতাম তাহলেও বাজারের কড়া মূল্যের জিনিস থেকে শীতলাভাব পাইলাম।

বগুড়া তে আমার একজন খালার বিয়ে হয়েছে। খালার শশুর প্রতি বছর মুলা, কপি, বেগুন চাষ করে থাকেন। এই সিজনেও মূলার ভালো ফলন হয়েছে শোনলাম। যেই মূলা ঢাকায় মানুষ দামের জন্য কিনে খেতে পারে না, সেই একই মূলা বগুড়া আমার খালু লসে বিক্রি করে। নানীকে বলতে শোনলাম যে তোরে বলছিলাম মূলা ক্ষেতেই বিক্রি করে দে। তাইলে আর ক্ষেত থেকে তোলার পরিশ্রম টা হতো না। যতো টাকা শ্রমিক কে দিতে হয় শুধুমাত্র ক্ষেত থেকে মূলা তুলে ধোয়ার জন্য, সেই টাকাও মূলা বিক্রি করতে পারে নাই। পরে কিছু বিক্রি করে বাকি গুলো কেটে কেটে গরু কে দিচ্ছে। একই মূলা ঢাকায় ৪০ টাকা আটি। আর বগুড়ায় ২-৩ টাকা।

ধরেন আমরা যদি এক সপ্তাহ পেঁয়াজ এক কেজির জায়গায় ২০০ গ্রাম  খাই তাহলে ওদের পশ্চাৎ মারা যাবে,

দুষ্টু কথা বলেন কেনো ভাই?  Cheesy Cheesy
যদিও কথাটা একদম সত্যি।
full member
Activity: 560
Merit: 164
December 11, 2023, 01:16:09 AM
মারহাবা ভাইলোক কি অবস্থা? পিয়াজের দাম দেখে তো মাথাই নষ্ট  Grin। উন্নয়নের জোয়ারে ভেসেই গেলাম। ভাগ্য ভালো আগের দিন ২ কেজি কিনছিলাম বাই মিসটেক, নয়তো দেয়ালে মাথা বারি দেয়া লাগতো। মনে মনে, মনে হচ্ছে জীবন যুদ্ধে সামান্য হলেও আগায় গেলাম। মাঝে মাঝে মনে হয় বিটকয়েনে ইনভেস্ট না করে বাংলাদেশের ইকোনমিতে ইনভেস্ট করলে ভালো হতো। রাতারাতি জিনিসের দাম দ্বিগুণ বৃদ্ধির যে ট্রেন্ডটা শুরু হইছে তাতে দেখা যাচ্ছে ৬ মাস ব্যবসা করলে কোটিপতি না হলেও লাখপতি হতে পারবো।

আমাদের এদিকে ২২০/কেজি চলে পিয়াজ। আপনাদের দিকে কি হাল? আছেন না গেছেন!
বাংলাদেশ  উন্নয়নের জোয়ারে ভাসছে  তাই সাথে সাথে পেঁয়াজের দামও উন্নতির পথে। ভারত তিন মাসের জন্য আমদানি রপ্তানি বন্ধ করার সাথে সাথে পিয়াজের দাম যেন আকাশ ছোঁয়া পরিমাণ বেড়ে গেছে। আমি ছয় দিন আগে পিয়াজ কিনেছিলাম ৫ কেজি পেঁয়াজ ৫০০ টাকা দিয়ে অথচ সে আজকে এই পেঁয়াজের দাম বর্তমান প্রায় ৩০০ প্লাস এর কাছাকাছি। এইভাবে যদি বাংলাদেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তাহলে সাধারণ মানুষের কোন অবস্থায় দাঁড়াবে এক কেজি পেয়াজ কিনতে যদি আমাদের মতো সাধারণ জনগণকে প্রায় 300 টাকা গুনতে হয় তাহলে আমরা আর দ্রব্যমূল্য কেমন করে কিনব। বাংলাদেশের বর্তমান বাজার পরিস্থিতি এতই খারাপ দেখা যাবে যে  সাধারণ মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে কিনা সন্দেহ।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 10, 2023, 10:57:43 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৪১ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-541st-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5477343
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!

   Please read here>>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953


sr. member
Activity: 630
Merit: 388
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 10, 2023, 10:23:11 PM
মারহাবা ভাইলোক কি অবস্থা? পিয়াজের দাম দেখে তো মাথাই নষ্ট  Grin। উন্নয়নের জোয়ারে ভেসেই গেলাম। ভাগ্য ভালো আগের দিন ২ কেজি কিনছিলাম বাই মিসটেক, নয়তো দেয়ালে মাথা বারি দেয়া লাগতো। মনে মনে, মনে হচ্ছে জীবন যুদ্ধে সামান্য হলেও আগায় গেলাম। মাঝে মাঝে মনে হয় বিটকয়েনে ইনভেস্ট না করে বাংলাদেশের ইকোনমিতে ইনভেস্ট করলে ভালো হতো। রাতারাতি জিনিসের দাম দ্বিগুণ বৃদ্ধির যে ট্রেন্ডটা শুরু হইছে তাতে দেখা যাচ্ছে ৬ মাস ব্যবসা করলে কোটিপতি না হলেও লাখপতি হতে পারবো।

আমাদের এদিকে ২২০/কেজি চলে পিয়াজ। আপনাদের দিকে কি হাল? আছেন না গেছেন!
আছি ভাই, না থাকার মতোই, আমাদের এই দিকে সকালে বাজারে গিয়ে দেখি পেঁয়াজ ২৪০ টাকা কেজি। অলরেডি ডাবল সেঞ্চুরি করে ফেলেছে, এবার ট্রিপল সেঞ্চুরি করার দিকে যাচ্ছে  Grin। পেঁয়াজ দাম দেখে পেঁয়াজ কেনা বাদ দিয়ে দিয়েছি কারন কিছুদিন আগে ১৫কেজি ছোট পেঁয়াজ আমাদের জমিতে লাগিয়েছিলাম, তাই আমাদের পেয়াজ কেনার প্রয়োজন হচ্ছে না। অলরেডি আমার জমিতে পেঁয়াজ ছোট ছোট গুটি হয়ে পরেছে। আশা করা যায় ১৫ কেজি পেঁয়াজ থেকে৭৫- ৮০ কেজি পেঁয়াজ হবে। সকালে বাজারে থেকে বাড়ি এসে নিজেদের জমি থেকে পেঁয়াজ তুলে এনে রান্না শুরু করে দিয়েছি। যাইহোক জীবন যুদ্ধে কয়েক ধাপ এগিয়ে রয়েছি।

পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ হলো ভারত থেকে পেয়াজ রপ্তানির বন্ধের ঘোষণা করার পর থেকেই ব্যাপকভাবে দাম বৃদ্ধি হতে শুরু করেছে। সময় টিবি নিউজে দেখলাম গতকাল ৭৪৩ টন পেয়াজ বাংলাদেশে আমদানি করেছে। আজেকেও পেয়াজ বাংলাদেশে আসার কথা। হয়তো পেয়াজের দাম কিছুটা কমতে পারে। আর যদি ভারত থেকে সত্যি পেয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে পেঁয়াজের দাম সহজে কমবে না।

member
Activity: 94
Merit: 28
December 10, 2023, 08:59:59 PM
মারহাবা ভাইলোক কি অবস্থা? পিয়াজের দাম দেখে তো মাথাই নষ্ট  Grin। উন্নয়নের জোয়ারে ভেসেই গেলাম। ভাগ্য ভালো আগের দিন ২ কেজি কিনছিলাম বাই মিসটেক, নয়তো দেয়ালে মাথা বারি দেয়া লাগতো। মনে মনে, মনে হচ্ছে জীবন যুদ্ধে সামান্য হলেও আগায় গেলাম। মাঝে মাঝে মনে হয় বিটকয়েনে ইনভেস্ট না করে বাংলাদেশের ইকোনমিতে ইনভেস্ট করলে ভালো হতো। রাতারাতি জিনিসের দাম দ্বিগুণ বৃদ্ধির যে ট্রেন্ডটা শুরু হইছে তাতে দেখা যাচ্ছে ৬ মাস ব্যবসা করলে কোটিপতি না হলেও লাখপতি হতে পারবো।

আমাদের এদিকে ২২০/কেজি চলে পিয়াজ। আপনাদের দিকে কি হাল? আছেন না গেছেন!
এরকম পরিস্থিতি প্রত্যেক বছরই দেখা যায়। এর পিছনে আসলেই কারণটা কি? হতে পারে কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য যারা পূর্বে মাল ক্রয় করে করে গুদামজাত করে রাখে। আমরা কিছু পাবলিক আছি ভাবতেছি যে পেঁয়াজের দাম মনে হয় ৪০০-৫০০ টাকা কেজি হয়ে যাবে, এই ভয়তেই অনেকেই যদি লাগে এক কেজি কিনে রাখবে ১৫-২০ কেজি।

মনে হচ্ছে ছয় মাস আগের কথা বা তার থেকে বেশি হবে। আমি যেখানে থাকি সেখানে একটা গুজব ছড়িয়ে ওঠে লবণের দাম অনেক বৃদ্ধি পাবে। এইটা দেখে আমার পাশের বাড়ির একজন দেখি এক বস্তা লবণ কিনে এনেছে।  Grin এরকম কিছু কিছু পাবলিকের জন্য দেশে জিনিসপত্রের অনেক গুণ বেড়ে যায়।


এবছরের নির্বাচনের অবস্থা যে কি হবে তা বলা যাচ্ছে না। দেশের সরকার মনে হয় আগেরটাই রয়ে যাবে। আমাদের বাংলাদেশী এমন পরিস্থিতি হওয়ার পিছনে কারণটা কি? সরকার নির্বাচন করে তা তত্ত্ববোধক সরকার না দিয়েই নির্বাচন শুরু করে দেয়? একটা ভোট পদ্ধতি নিয়ে এসেছে ইভিএম এই ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দিলে কি ভোটারদের ভোট সঠিক জায়গায় পৌঁছাবে? এমনও হতে পারে ষড়যন্ত্র করে আমি ভোট দিলাম চেয়ার মার্কায় ভোট গেল টেবিল মার্কায়।

দেশের যোগ্য সরকার গঠন করতে হলে পাবলিককে এই রুখে দাঁড়াতে হবে। দেশের সর্বোচ্চ শক্তির উৎস হচ্ছে জনগণ , তারা যদি চায় সহজেই অনায়াসে সরকার পতন করতে পারবে। যা করার সকল জনগণকে একত্রিত হয়েই করতে হবে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 10, 2023, 01:57:14 PM
বাস শ্রমিকদের মধ্যে কত ইউনিটি সময় পেলেই ইচ্ছামতন ভাড়া বাড়িয়ে সাধারণ জনগণ থেকে টাকা নিয়ে পকেট ধরে।
ভাই বাসের কথা আর বইলেনই না। আল্লাহ্‌র দোহায় লাগে। অক্টোবরের ২৮ তারিখের পর থেকে অতিরিক্ত ভাড়া নেয়া শুরু করছে তারা। এখনো নিতেছে, আজও নিছে। কারণ কি? হরতাল চলে অবরোধ চলে। কিন্তু আসলে কিছুই চলতেছে না। নামে শুধুমাএ অবরোধ বাট কোথাও অবরোধের নাম গন্ধ নাই। নভেম্বর মাস অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছি (কাজের জন্য ডেইলি ট্রাভেল করতে হয় লোকাল বাসে), কিন্তু এখন আর পারতেছিনা। প্রতিদিনই বাস কন্ডাকটরের সাথে ঝগড়ায় পড়তেছি। লিগ্যাল ভাড়া নিবে না। যেটা কথা সেটাই। রিস্ক নিয়ে নাকি বাস চালায়। আরেহ মিয়া তোরা রিক্স নিয়ে বাস চালাও আর আমরা কি রিক্স নিয়ে বাসে চড়িনা? নাকি আমরা প্রটেকশন পড়ে থাকি। মরলে তো সবাইই মরবো। আর তোদের যদি এতই রিক্স থাকে তাহলে চালাস কেন বাস? বন্ধ রাখলেই পারস। বাসও চালাবি, রিস্কের ও দোহাই দিবি, আবার ভাড়াও লিগ্যাল নিবি না তাহলে কেমনে কি! এদের বিবেক বলতে কিছু নাই, চোরের দেশ। (আমি যেখানে থাকি যেখানে সব ঠান্ডা প্রথম থেকেই, অবরোধের অ নাই, শুধু প্রথম অবরোধের দিন একটু অবরোধের গন্ধ পাইছিলাম)। অন্য লাইনে থাকা পরিচিতদের কাছ থেকে জাননাম যে, তাদের দিকে নাকি সব ঠিক, জাস্ট আমাদের রুটে এই ভাড়া নিয়ে যত্ত সমস্যা।

বাইদাওয়ে একটিভ হয়ে যান মিয়া Tongue
sr. member
Activity: 1008
Merit: 366
December 10, 2023, 01:39:24 PM
অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেন ভাই আপনারা সবাই এক্টিভ হলেই তো আমরা পরে লোকাল বোর্ড পাব। আপনার মত আমারও সেম অবস্থা ইনকাম করা থেকে সংসার করা থেকে পড়াশোনা সব কিছুই নিয়ে একসাথে চলতে হয়।  তারপরও একটা সময় বের করি।
যাই হোক আপনাদের মতন মেম্বারদের একটি হওয়া উচিত বিশেষ করে আমাদের লোকাল থ্রেডে। আপনি কেন থাকবেন না অবশ্যই থাকবেন এই স্বপ্নটা সবাইকে একত্র হয়ে তারপরে পূরণ করতে হবে। একটিভ হয়ে যান মিয়া-
জ্বি ভাই চেস্টা করব একটিভ থাকার। তবে সময় এর সাথে পেরে ওঠা যায় না। গ্লোবাল সেকশন এ যা পোস্ট করি তা হয়ত কাজ এর জন্য। কিন্তু আপনাদের মাঝে এসে কাজ ঢুকায় দিলে আমাদের যে ভাই ব্রাদার সম্পর্ক তা ঠিক থাকবে না। কাজ করে হাত এ সেই সময় টুকু হয় না যে আপনাদের মাঝে এসে আড্ডা দেই। যত টুকু পারি সময় দেওয়ার ট্রাই করি। আর আমি দিতে না পারলেও আপনারা তো আছেনই। এই স্বপ্ন তো আর আমার একার না। এইটা আমাদের সবার। তবে যারা ভূল পথ বেছে নিয়ে উপরে ওঠার চেস্টা করবে তাদের থামানোর দায়িত্ব টা ও আমাদের।
যাইহোক আপনার কথা শুনে আবার লোকাল বোর্ড এ আসার ইচ্ছা হচ্ছে। সাময়িক কিছু সমস্যা গুলো কাটিয়ে উঠলে আবার আসব ইনশাআল্লাহ।


একটা পোস্ট লিখলাম গ্লোবাল সেকশন এ। কিভাবে আপনার seed phrase এনক্রিপ্ট করবেন। যদি ভালো লাগে বলবেন, বাংলাতে ও লিখে পোস্ট করব লোকাল বোর্ডে।
লিংকঃ  [Guide] Ways to improve your seed phrase backup process.
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 10, 2023, 01:21:01 PM
মারহাবা ভাইলোক কি অবস্থা? পিয়াজের দাম দেখে তো মাথাই নষ্ট  Grin। উন্নয়নের জোয়ারে ভেসেই গেলাম। ভাগ্য ভালো আগের দিন ২ কেজি কিনছিলাম বাই মিসটেক, নয়তো দেয়ালে মাথা বারি দেয়া লাগতো। মনে মনে, মনে হচ্ছে জীবন যুদ্ধে সামান্য হলেও আগায় গেলাম। মাঝে মাঝে মনে হয় বিটকয়েনে ইনভেস্ট না করে বাংলাদেশের ইকোনমিতে ইনভেস্ট করলে ভালো হতো। রাতারাতি জিনিসের দাম দ্বিগুণ বৃদ্ধির যে ট্রেন্ডটা শুরু হইছে তাতে দেখা যাচ্ছে ৬ মাস ব্যবসা করলে কোটিপতি না হলেও লাখপতি হতে পারবো।

আমাদের এদিকে ২২০/কেজি চলে পিয়াজ। আপনাদের দিকে কি হাল? আছেন না গেছেন!
আপনাদের ওইদিককার পেঁয়াজের হাওয়া আরো অনেক দিকেই বয়ে চলেছে। এখানে ভাই আমরা সাধারণ জনগণ নিরুপায় দেখুন আমাদের মধ্যে ইউনিটিটা কোথায় দেশের গণতন্ত্র,  দুর্নীতি রাহাজানি সকল কিছু হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমরা একত্রিত হতে পারি না।
কিন্তু দেখুন এই অসাধু ব্যবসায়ীদের মধ্যে কত সুন্দর ইউনিটি কিছুদিন তারা একতাই বল পালন করে  আলুর জন্য আবার কিছুদিন ডিমের জন্য,  এখানেই তো নয় শুধু বাস শ্রমিকদের মধ্যে কত ইউনিটি সময় পেলেই ইচ্ছামতন ভাড়া বাড়িয়ে সাধারণ জনগণ থেকে টাকা নিয়ে পকেট ধরে।  ইউনিটিতে শুধু এদের মধ্যে অসৎ কাজে।
কিন্তু আমাদের  সাধারণ জনগণ এর মধ্যে যদি একটু ওদের মত ইউনিটি থাকতো তাহলে হয়তো পেঁয়াজের দাম, আলুর দাম খুব অল্পদিনই এভাবে রাখতে পারতো,  ধরেন আমরা যদি এক সপ্তাহ পেঁয়াজ এক কেজির জায়গায় ২০০ গ্রাম  খাই তাহলে ওদের পশ্চাৎ মারা যাবে,  কিন্তু এটাই আমাদের মধ্যে নাই বরং আমরা এই সময়ে আরো বেশি বেশি কিনে রাখবো যে ভবিষ্যতে আরো দাম বাড়বে

আগে মাঝে মাঝে লোকাল বোর্ড এ কিছু একটা পোস্ট করতাম বা এক্টিভ থাকার চেস্টা করতাম। কিন্তু বর্তমানে এখানে আসলে আগের সেই ফিলিংস টা আর পাই না। সবাই নিজেদের নিয়ে ব্যাস্ত। আপনারা আছেন টুকটাক পোস্ট করেন কথা বলেন ভালো লাগে। কিন্তু তারপরও কেন জানি এইখানে আসলে আগের সেই জিনিস টা মনের মধ্যে আর কাজ করে না। আমিও ব্যাস্ত থাকি, পরিবার, পড়ালেখা, টাকা ইনকাম সব নিয়ে জীবন এর উপর থেকে মায়া উঠে গেছে। হয়ত সব কিছু আগের মতই আছে কিন্তু আমি বদলে গেছি।
যাই হোক, বাংলা লোকাল থ্রেড কে একদিন বোর্ড হিসেবে দেখব এই স্বপ্ন টা এখনও আছে। আমি না থাকলেও আপনারা এই স্বপ্ন টা পূরণ করবেন এই বিশ্বাস আমার আছে। দেখে শুনে রাখুন সবাইকে। সবাই যেন রুলস মেনে চলে এবং বিপথে না যায়।
আছি, থাকার চেষ্টা করব। সিনিয়র হিসেবে আপনারাই জুনিয়র দের কে এগিয়ে নিয়ে যাবেন। বেস্ট অফ লাক।
অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেন ভাই আপনারা সবাই এক্টিভ হলেই তো আমরা পরে লোকাল বোর্ড পাব। আপনার মত আমারও সেম অবস্থা ইনকাম করা থেকে সংসার করা থেকে পড়াশোনা সব কিছুই নিয়ে একসাথে চলতে হয়।  তারপরও একটা সময় বের করি।
যাই হোক আপনাদের মতন মেম্বারদের একটি হওয়া উচিত বিশেষ করে আমাদের লোকাল থ্রেডে। আপনি কেন থাকবেন না অবশ্যই থাকবেন এই স্বপ্নটা সবাইকে একত্র হয়ে তারপরে পূরণ করতে হবে। একটিভ হয়ে যান মিয়া-
sr. member
Activity: 1008
Merit: 366
December 10, 2023, 11:37:32 AM
আমাগো এখানে তো অনেক বড় Rank এর আইডি আছে এবং অনেক বড় ভাই আছে তারা যদি আমাগো মত ছোটদের এই বিষয়ে সাহায্য করত এভাবে হয়তো একটু ভালোই হইত আমাগো নিগা। যেমন অন্য দেশে এভাবে সাহায্য করছে যদি আমাগোও সাহায্য করতে কেউ একজন এই পদক্ষেপ নিতো। সম্ভবত এই পদক্ষেপটা ইন্দোনেশিয়ান Board এ নেওয়া হয়েছে।

ক্রিপ্টো লাইব্রেরি ভাই অলরেডি বলেছেন। ফোরামে একটা সময় ছিলো যখন আমি দেখতাম কোনো মেম্বার তার পরের রেংক এর খুব কাছে চলে গেছে, হয়তো আমি মেসেজ করে তার কিছু ভালো পোষ্ট এর লিংক চাইতাম, নয়তো লিটল মাউস ভাই, ক্রিপ্টো লাইব্রেরি ভাইদের কে মেসেজ করে বলতাম যে অমুক কে একটু পুশ করে দেন, তমুক কে পুশ করে দেন। তারপর আমাদের থ্রেড এ শুরু হলো মেরিট এবিউজ! আস্তে আস্তে দেখলাম সবাই একাউন্টের পাহাড় বানাচ্ছে এবিউজ করে করে।

রেংক আপ করার জন্য তারাহুড়ো করার কিছু নাই। আমি কখনোই মেরিট এর জন্য পিছিয়ে থাকি নাই। ফোরামে একটু সময় দেন, লেখার চাইতে বেশি পড়তে থাকেন। পড়ে যতো বেশি শিখবেন, ভবিষ্যতে সেগুলো ততো বেশি কাজে লাগবে। তখন দেখবেন প্রতি ৩-৪ টা পোষ্ট এ একটা করে মেরিট পাচ্ছেন। ফোরামে সময় দিন। নিজেকে পরিচিত করে তুলেন। আর মেরিটের জন্য কাউকে মেসেজ দিবেন না। কোনো প্রকার চিটিং করবেন না।
আগে মাঝে মাঝে লোকাল বোর্ড এ কিছু একটা পোস্ট করতাম বা এক্টিভ থাকার চেস্টা করতাম। কিন্তু বর্তমানে এখানে আসলে আগের সেই ফিলিংস টা আর পাই না। সবাই নিজেদের নিয়ে ব্যাস্ত। আপনারা আছেন টুকটাক পোস্ট করেন কথা বলেন ভালো লাগে। কিন্তু তারপরও কেন জানি এইখানে আসলে আগের সেই জিনিস টা মনের মধ্যে আর কাজ করে না। আমিও ব্যাস্ত থাকি, পরিবার, পড়ালেখা, টাকা ইনকাম সব নিয়ে জীবন এর উপর থেকে মায়া উঠে গেছে। হয়ত সব কিছু আগের মতই আছে কিন্তু আমি বদলে গেছি।
যাই হোক, বাংলা লোকাল থ্রেড কে একদিন বোর্ড হিসেবে দেখব এই স্বপ্ন টা এখনও আছে। আমি না থাকলেও আপনারা এই স্বপ্ন টা পূরণ করবেন এই বিশ্বাস আমার আছে। দেখে শুনে রাখুন সবাইকে। সবাই যেন রুলস মেনে চলে এবং বিপথে না যায়।
আছি, থাকার চেষ্টা করব। সিনিয়র হিসেবে আপনারাই জুনিয়র দের কে এগিয়ে নিয়ে যাবেন। বেস্ট অফ লাক।
Pages:
Jump to: