Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 99. (Read 5293966 times)

sr. member
Activity: 490
Merit: 294
November 24, 2023, 08:51:38 AM
বাইনান্স এক্সচেঞ্জের সাথে কি খারাপ কোন কিছু হতে যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না এইমাত্র আমি দেখতে পারলাম CZ এর টুইটার অ্যাকাউন্ট Restricted করে দিয়েছে.
CZ এর বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে এবং একাধিক অভিযোগের বিষয়ে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। এখনই বোঝা যাচ্ছে না কি হতে পারে এই ক্রিপ্টো এক্সচেঞ্জ এর সাথে তবে আমাদের অর্থের ঝুঁকি নেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন নাই। যদি আমাদের মনে হয় যে এই এক্সচেঞ্জ আমাদের সাথে খারাপ কিছু করতে পারে তাহলে এখনই আমাদের এই এক্সচেঞ্জ থেকে সাময়িকভাবে অর্থ উত্তোলন করে রাখা উচিত। সাময়িকভাবে অর্থ উত্তোলন করে রাখার পর যখন পরিস্থিতি আবারো স্বাভাবিক হবে তখন আমরা আবারও ভালভাবে নির্ভয় এই ক্রিপ্টো এক্সচেঞ্জ ব্যবহার করতে পারব।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
November 24, 2023, 04:18:01 AM
বাইনান্স এক্সচেঞ্জের সাথে কি খারাপ কোন কিছু হতে যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না এইমাত্র আমি দেখতে পারলাম CZ এর টুইটার অ্যাকাউন্ট Restricted করে দিয়েছে.

বলতে পারছি না বাইনান্স এক্সচেঞ্জের সাথে খারাপ কিছু ঘটতে চলছে কিনা। তবে বাইন্যান্স সিইও Changpeng Zhao (CZ) এন্টি মানি লন্ডারিং এবং আরো কিছু অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছে। বাইনান্স সিইও সিজেড সমস্ত অপরাধ মেনে নিয়েছে এবং তার সিইও পদ থেকে পদত্যাগ নিয়েছেন। অনেক মানুষ অনেকভাবে মন্তব্য করলেও আমি মন্তব্য করি বাইনান্স এক্সচেঞ্জের অথবা তার কয়েন বিএনবির কোনো ক্ষতি হতে দেবে না যার কারণে তিনি আগে থেকেই সিও পদ
থেকে পদত্যাগ করেছেন এবং তার পরিবর্তে নতুন সিইও Richard Teng সিইও দায়িত্বে এনেছেন। এক্সচেঞ্জ প্লাটফর্ম এর সাথে খারাপ কিছু ঘটলে এতদিনে ঘটতো।
jr. member
Activity: 77
Merit: 6
November 23, 2023, 01:59:28 PM
বাইনান্স এক্সচেঞ্জের সাথে কি খারাপ কোন কিছু হতে যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না এইমাত্র আমি দেখতে পারলাম CZ এর টুইটার অ্যাকাউন্ট Restricted করে দিয়েছে.

full member
Activity: 532
Merit: 163
November 23, 2023, 11:01:00 AM
ভাই হরতাল অবরোধের খবরাখবর কেউকি জানেন? আমার ডেইলিই কাজের জন্য বাসে যাতায়াত করতে হয় আর ডেইলিই শুনি আজ নাকি অবরোধ। আমি বুঝতেছিনা আসলে কাহিনীটা কি! অবরোধগুলো কি এখনো শেষ হয়নাই? সেই আগের মাসের ২৮ তারিখ থেকে শুনতেছি অবরোধ আর আজ ২২ তারিখ চলে। সারাদেশে অবরোধ বাট অবরোধের কোনো ফিলই পাইনা নাম গন্ধ কিছুই নাই। আপনাদের দিকে কি অবস্থা? আমাদের দিকে কমবেশি ফোর্স দেখতেছি ডেইলি, তবে ভাংচুর, মারামারি, আগুন, মিছিল টাইপ কিছু চোঁখে পড়লোনা এখন পর্যন্ত (তফসিল ঘোষণার দিন বাদে)।  Smiley
হরতাল অবরোধ বিএনপি ঘোষণা করছে কিন্তু রাজপথে হরতালের প্রতিচ্ছবি চোখে পড়ছে না। আমার এখানে  যানবাহন গুলো স্বাভাবিকভাবে চলাচল করছে শুধু দূরপাল্লার বাসগুলো ওভাবে চোখে পড়ছে না। বিএনপি যখন হরতাল অবরোধ দেয় অন্য কোথায় কি হয় সেটা আমি বলতে পারব না। কিন্তু আমার এখানে তখন থেকেই রাস্তায় পুলিশ নেমে থাকে তো বিএনপি  তেমন একটা গাড়ি ভাঙচুর জ্বালাও পোড়াও এগুলা  করতে পারছে না। তবে একটা কাজ চোখে পড়ছে সেটা হল আইন-শৃঙ্খলা বাহিনী হয়তো গোয়েন্দা সংস্থা কাজে লাগিয়ে কোন বাড়িতে বিএনপি করে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী।আমার তো মনে হচ্ছে আইন প্রশাসনকে সাথে নিয়ে নির্ধারিত তারিখেই সরকার নির্বাচন ভালোভাবে করতে পারবে।
আপনার ওই জায়গায় অন্যান্য পরিবহন গুলো চলমান আছে কিন্তু দূরপাল্লার বাস চলমান নাই কিন্তু আমার এখানে দূরপাল্লার বাস নিয়মিত চলাচল করছে। আজকেও আমি মহাসড়কের দিকে গেছিলাম এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে এতটুকু বুঝতে পারলাম যে বিএনপি শুধু নামেই হরতাল এবং অবরোধ পালন করছে কিন্তু তারা কাজের ক্ষেত্রে তা প্রমাণ করতে পারছে না। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়ন করা আছে এবং পুলিশ ওয়াইস্থায়ী ক্যাম্প করে সেখানে অবস্থান করছে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে যাতে ট্রেন চলাচলে কোন বাধা না হয়। বিএনপি'র হরতাল অনুযায়ী আজকে সন্ধ্যার পর থেকেই গাড়ি চলাচল স্বাভাবিক হবে কারণ শুক্রবার হরতাল নাই। এরকম হরতাল দেওয়ার থেকে সবকিছু স্বাভাবিক করে দেওয়াই ভালো কারণ এভাবে হরতাল দিয়ে না ভালোভাবে গাড়ি চলাচল করতে পারছে না বিএনপি'র ন্যায্য দাবি আদায় হচ্ছে।
ভাই আপনি ঠিকই বলেছেন বিএনপি নামে মাত্র শুধু হরতাল দিচ্ছে কাজে কোন কিছুই করতে পারছে না। আওয়ামী লীগের পক্ষ থেকে সকল কার্যক্রম করছে পুলিশ বাহিনী বিএনপি যদি মাঠে নামে ।মাঠে নামার আগ মুহূর্তে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় মাঠে নামার সাহস পাবে কোথা থেকে। আমাদের দেশের সরকার চলে পুলিশ বাহিনীর ক্ষমতায়। তাই পুলিশ বাহিনীদেরকে সরকার সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে সে ক্ষমতার অপব্যবহার করে পুলিশ প্রশাসন। আমাদের দেশ যে গণতন্ত্র দেশ সেটা আমরা প্রায় ভুলতে বসেছি একটা সাধারণ জনগণের স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা নাই সোশ্যাল মিডিয়া সাধারণ ভাবে কোন কিছু কমেন্টস করার ক্ষমতা নাই। যদি সরকারের পক্ষে কোন কথা জনগণ না বলে বিপক্ষে কথা বললেই পুলিশের মাধ্যমে তাদেরকে হয়রানি করা হয় এটাই হলো আমাদের স্বাধীন দেশের গণতন্ত্র?
sr. member
Activity: 490
Merit: 294
November 23, 2023, 07:02:38 AM
ভাই হরতাল অবরোধের খবরাখবর কেউকি জানেন? আমার ডেইলিই কাজের জন্য বাসে যাতায়াত করতে হয় আর ডেইলিই শুনি আজ নাকি অবরোধ। আমি বুঝতেছিনা আসলে কাহিনীটা কি! অবরোধগুলো কি এখনো শেষ হয়নাই? সেই আগের মাসের ২৮ তারিখ থেকে শুনতেছি অবরোধ আর আজ ২২ তারিখ চলে। সারাদেশে অবরোধ বাট অবরোধের কোনো ফিলই পাইনা নাম গন্ধ কিছুই নাই। আপনাদের দিকে কি অবস্থা? আমাদের দিকে কমবেশি ফোর্স দেখতেছি ডেইলি, তবে ভাংচুর, মারামারি, আগুন, মিছিল টাইপ কিছু চোঁখে পড়লোনা এখন পর্যন্ত (তফসিল ঘোষণার দিন বাদে)।  Smiley
হরতাল অবরোধ বিএনপি ঘোষণা করছে কিন্তু রাজপথে হরতালের প্রতিচ্ছবি চোখে পড়ছে না। আমার এখানে  যানবাহন গুলো স্বাভাবিকভাবে চলাচল করছে শুধু দূরপাল্লার বাসগুলো ওভাবে চোখে পড়ছে না। বিএনপি যখন হরতাল অবরোধ দেয় অন্য কোথায় কি হয় সেটা আমি বলতে পারব না। কিন্তু আমার এখানে তখন থেকেই রাস্তায় পুলিশ নেমে থাকে তো বিএনপি  তেমন একটা গাড়ি ভাঙচুর জ্বালাও পোড়াও এগুলা  করতে পারছে না। তবে একটা কাজ চোখে পড়ছে সেটা হল আইন-শৃঙ্খলা বাহিনী হয়তো গোয়েন্দা সংস্থা কাজে লাগিয়ে কোন বাড়িতে বিএনপি করে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী।আমার তো মনে হচ্ছে আইন প্রশাসনকে সাথে নিয়ে নির্ধারিত তারিখেই সরকার নির্বাচন ভালোভাবে করতে পারবে।
আপনার ওই জায়গায় অন্যান্য পরিবহন গুলো চলমান আছে কিন্তু দূরপাল্লার বাস চলমান নাই কিন্তু আমার এখানে দূরপাল্লার বাস নিয়মিত চলাচল করছে। আজকেও আমি মহাসড়কের দিকে গেছিলাম এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে এতটুকু বুঝতে পারলাম যে বিএনপি শুধু নামেই হরতাল এবং অবরোধ পালন করছে কিন্তু তারা কাজের ক্ষেত্রে তা প্রমাণ করতে পারছে না। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়ন করা আছে এবং পুলিশ ওয়াইস্থায়ী ক্যাম্প করে সেখানে অবস্থান করছে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে যাতে ট্রেন চলাচলে কোন বাধা না হয়। বিএনপি'র হরতাল অনুযায়ী আজকে সন্ধ্যার পর থেকেই গাড়ি চলাচল স্বাভাবিক হবে কারণ শুক্রবার হরতাল নাই। এরকম হরতাল দেওয়ার থেকে সবকিছু স্বাভাবিক করে দেওয়াই ভালো কারণ এভাবে হরতাল দিয়ে না ভালোভাবে গাড়ি চলাচল করতে পারছে না বিএনপি'র ন্যায্য দাবি আদায় হচ্ছে।
hero member
Activity: 770
Merit: 482
November 23, 2023, 05:57:45 AM
হ্যাঁ আমি জানি যে যখন ট্রানজেকশনের পরিমাণ বাইরা যায় তখন ট্রানজেকশন এর ফি বাইরা যায়। আর এবারের ফি বাড়ার একটি কারণ বিটকয়েনের দাম অতিরিক্ত হাড়ে উঠানামা করা আমি এটা বলেছি কারণ হচ্ছে। বিটকয়েনের এই অবস্থা দেখে অনেক বিটকয়েন ব্যবহারকারী আছে যারা প্যানিক হয়ে বিটকয়েন বিক্রি করতেছে আবার কিনতেছেন। যার কারণে ট্রানজেকশন এর পরিমাণও অনেক বেড়ে যাচ্ছে। আবার অন্যদিকে আপনিও তো কিছু কারণ উল্লেখ করছেন সব মিলাইয়া বিটকয়েনের ট্রানজেকশন ফি এখন আমাদের সামর্থের   বাইরে চলে গেছে। কতদিন যে এরকম থাকবো তারও কোনো নিশ্চয়তা নাই

বিটকয়েনের ট্রানজেকশনের ভলিয়ম সাধারনত বুল রানে বেড়ে থাকে। কিন্তু এখনো বুল রান শুরুই হয়নি, তবুও ট্রানজেকশন এর পরিমান এবং ফিস অতিরিক্ত পরিমানে বেড়ে গেছে। দাম যে খুব বেশি এদিক সেদিক হচ্ছে তেমন টা বলবো না। কারন বিগত ১৫ দিনের চার্ট অনুযায়ী বিটকয়েন ৩৫০০০ হাজার ডলার থেকে ৩৭৫০০ ডলারের ভেতরেই অবস্থান করছে। এটা তো বিটকয়েনের ন্যাচারই বলা চলে। তবে যে পরিমান ট্রানজেকশন পেন্ডিং পড়ে আছে, আগামী ৩০ দিন কোনো ট্রানজেকশন না হলেও প্রায় ৩৪ দিন সময় লাগবে মিমপুল খালি হতে। এভারেজ ব্লকটাইম ১০ মিনিট ধরে, প্রতি ব্লকে এভারেজ এ ৩০০০ ট্রানজেকশন গেলে, আড়াই লাখ ট্রানজেকশন কনফার্ম হতে এই পরিমান সময় লাগবে। এখন চিন্তা করে দেখেন কতোদিন পর এসব নরমাল হতে পারে। আর ট্রানজেকশন তো বন্ধ থাকবে না। আগামী ২ মাসে অন্তত ফিস কমার চান্স দেখি না।
jr. member
Activity: 77
Merit: 6
November 23, 2023, 02:15:57 AM
দুইদিন আগে আমি একটা পোস্টে হ্যাকের ব্যাপারটা বললাম দেখেন আজকেই একটা নিউজ দেখতে পেলাম যে কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ হ্যাক হয়ে গিয়েছে সেখান থেকে অনেক ইউজার তাদের এসেট হারিয়েছে এইভাবে চলতে থাকলে আসলে মানুষ cryptocurrency এর প্রতি অনীহা হয়ে পড়বে.

https://twitter.com/KyberNetwork/status/1727475235342217682?t=iaO4tOA4xjbkS6lihfGPDw&s=19

আপনাদের যদি কারো কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ এ এসেট থেকে থাকে তাহলে যত দ্রুত সম্ভব উত্তোলন করে ফেলুন টিম থেকে বারবার বলতেছে উঠানোর জন্য.


নিজের ভূলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন। অন্যের ভুলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন না।

ভাই আপনার কথা ঠিক আছে যদি আমার নিজের ভুলের কারণে আমার কোন ক্ষতি হয় তাহলে পরবর্তীতে নিজের মনকে হয়ত শান্তনা দিতে পারব যে ভুলটা আমারই ছিল, কিন্তু অন্যের ভুলের কারণে নিজের ক্ষতি হলে সেটা মেনে নেওয়া খুবই কষ্টকর কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে কিছু ঘটনা এরকম হয়েছে যে যারা তাদের সম্পত্তি হারিয়েছে অন্যের কারণে, যেমন কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ হ্যাক হলো এখানে তো কোন ইউজারের দোষ নেই এটা তো সম্পূর্ণ দোষ ওই টিমের.
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 23, 2023, 01:41:58 AM
দুইদিন আগে আমি একটা পোস্টে হ্যাকের ব্যাপারটা বললাম দেখেন আজকেই একটা নিউজ দেখতে পেলাম যে কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ হ্যাক হয়ে গিয়েছে সেখান থেকে অনেক ইউজার তাদের এসেট হারিয়েছে এইভাবে চলতে থাকলে আসলে মানুষ cryptocurrency এর প্রতি অনীহা হয়ে পড়বে.

https://twitter.com/KyberNetwork/status/1727475235342217682?t=iaO4tOA4xjbkS6lihfGPDw&s=19

আপনাদের যদি কারো কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ এ এসেট থেকে থাকে তাহলে যত দ্রুত সম্ভব উত্তোলন করে ফেলুন টিম থেকে বারবার বলতেছে উঠানোর জন্য.

আমার মনে হয় না বাংলাদেশ থ্রেড এর কেউ এখানে কোনো টোকে রেখেছে। আর মানুষ কোনো প্রকার Dex কিভাবে ব্যালেন্স রাখে? আমার তো জানা নাই। কারন আমি Dex তেমন একটা ব্যাবহার করি নাই। যতো সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ এর বিরুদ্ধে বলি না কেনো, যখন বুঝতাম না এর উপকার বা অপকার কি, তার আগেই একাউন্ট করে ফেলেছি। তাই আপাতত সেসব এক্সচেন্জ ই ব্যাবহার করছি। এক্সচেন্জ এ সাধারনত বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো ঢুকাই শুধুমাত্র এক্সচেন্জ বা বাই/সেল করার জন্য। সেখানে ব্যালেন্স রাখার কোনো প্রয়োজন পড়ে না। তবে খুব রিসেন্টলি কিছু টোকেন/কয়েন কিনেছি, যেগুলো এখনো কোথাও মুভ করিনি। কাইবার সোয়াপ খুব পপুলার না, তবুও যারা হ্যাকিংয়ে ভেতরে পড়ে গেছে, তাদের আসলে কপাল খারাপ। এজন্যই নিজের ওয়ালেটে কয়েন রাখা জরূরী। নিজের ভূলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন। অন্যের ভুলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন না।
jr. member
Activity: 77
Merit: 6
November 23, 2023, 12:46:15 AM
দুইদিন আগে আমি একটা পোস্টে হ্যাকের ব্যাপারটা বললাম দেখেন আজকেই একটা নিউজ দেখতে পেলাম যে কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ হ্যাক হয়ে গিয়েছে সেখান থেকে অনেক ইউজার তাদের এসেট হারিয়েছে এইভাবে চলতে থাকলে আসলে মানুষ cryptocurrency এর প্রতি অনীহা হয়ে পড়বে.

https://twitter.com/KyberNetwork/status/1727475235342217682?t=iaO4tOA4xjbkS6lihfGPDw&s=19

আপনাদের যদি কারো কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ এ এসেট থেকে থাকে তাহলে যত দ্রুত সম্ভব উত্তোলন করে ফেলুন টিম থেকে বারবার বলতেছে উঠানোর জন্য.
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
November 22, 2023, 11:53:11 PM
যে দেশে গণতন্ত্র নেই সে দেশে রাজনৈতিক আলাপ-আলোচনা করে কোন লাভ নেই ভাই, যার হাতে ক্ষমতা সেই একমাত্র রাজা-বাদশা আর আমরা এই দেশে জন্ম নেয়নি বরং বাসা পানার মত ভেসে এসেছি। এই দেশ আমাদের দাদা-নানারা স্বাধীন করেনি বরং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার নেতারা স্বাধীন করেছে যার জন্য সাধারণ জনগণের কোন মূল্য নেই এই দেশে। বাদ দেন ভাই রাজনীতি। Sad


আজ প্রায় এক বছরের বেশি সময় ধরে ট্রেড নিয়েছিলাম Matic কয়েনে কি যে একটা অবস্থার মধ্যে রয়েছি ভাই $৩০০/৩৫০ এর মত বিনিয়োগ করেছিলাম এই কয়েনে কিন্তু আজ পর্যন্ত লাভের মুখটা দেখতে পেলাম না। বরং যে ফান্ড ছিল সেখান থেকে সেল করতে করতে একটু একটু করে বর্তমানে নেই বললেই চলে,, ট্রেডিং সবার জন্যই না আসলে তখন আমি এতটা ট্রেডিং সম্পর্কে বুঝতাম না যার কারণে এই ধরনের ভুল করে বসে ছিলাম। যাই হোক অনেক শিক্ষা হয়ে গিয়েছে Altcoin বিনিয়োগ করে এবং ট্রেডিং করে লাভটা পেলাম না শুধু ক্ষতি আর ক্ষতি তাই আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সবগুলো Matic সেল করে তা টাকা বানিয়ে প্রয়োজনের কাজে খাটাবো। এতদিন ধরে রেখেছি কিন্তু কোন লাভ পাইনি বরং ক্ষতি হইছে যদি বিটকয়েন রাখতাম তাহলে অনেক লাভ হত দুর্ভাগ্যবশত আমার কপালে লাভ নেই যার কারণে এরকম হয়েছে।
তাই আমি বলব যারা নতুন তারা ট্রেডিং থেকে বিরত থাকুন এবং নিজের অর্থকে নিরাপদে রাখুন, যদি বিনিয়োগ করতে হয় তাহলে বিটকয়েন এই করুন এটাই একমাত্র নিরাপদ এবং লাভজনক হবে।
sr. member
Activity: 784
Merit: 372
November 22, 2023, 11:35:44 PM
ভাই হরতাল অবরোধের খবরাখবর কেউকি জানেন? আমার ডেইলিই কাজের জন্য বাসে যাতায়াত করতে হয় আর ডেইলিই শুনি আজ নাকি অবরোধ। আমি বুঝতেছিনা আসলে কাহিনীটা কি! অবরোধগুলো কি এখনো শেষ হয়নাই? সেই আগের মাসের ২৮ তারিখ থেকে শুনতেছি অবরোধ আর আজ ২২ তারিখ চলে। সারাদেশে অবরোধ বাট অবরোধের কোনো ফিলই পাইনা নাম গন্ধ কিছুই নাই। আপনাদের দিকে কি অবস্থা? আমাদের দিকে কমবেশি ফোর্স দেখতেছি ডেইলি, তবে ভাংচুর, মারামারি, আগুন, মিছিল টাইপ কিছু চোঁখে পড়লোনা এখন পর্যন্ত (তফসিল ঘোষণার দিন বাদে)।  Smiley

ভাই হরতাল/অবরোধ এর কথা আর কি বলবো, যেহেতু আমাদের বাংলাদেশে বিটকয়েন অবৈধ যার কারণে আমি সরাসরি পরিচয়টা দিতে পারলাম না কিন্তু রাজধানী থেকে দক্ষিণ অঞ্চলে মাঝেমধ্যে হাইওয়ে রোডে একটু যানবাহন চলাচলের ভিন্ন ঘটাচ্ছে। মানে এ সপ্তাহে আমার দেখা দুবার শুধু রাস্তায় গাছ রেখেছিল এবং টায়ার রাস্তায় রেখে পেট্রোল তেল দিয়ে আগুন দিয়েছিল। কিন্তু একটু পরেই পুলিশ এসে সেগুলো নিয়ন্ত্রণ করে তারপর থেকে আমার আর চোখে পড়েনি। কিন্তু অবরোধ দিনের পর দিন শুধু চলেই যাচ্ছে কিন্তু পালন করার মত রাস্তায় কোন লোক নেই। কিন্তু আমি দেখেছি টিপির পর্দায় নির্বাচনী তফসিল ঘোষণার দিন শুধু জনতার ভিড় ছিল এবং দু দল মুখোমুখি সংঘর্ষ হয়েছিল।



হরতাল অবরোধ বিএনপি ঘোষণা করছে কিন্তু রাজপথে হরতালের প্রতিচ্ছবি চোখে পড়ছে না। আমার এখানে  যানবাহন গুলো স্বাভাবিকভাবে চলাচল করছে শুধু দূরপাল্লার বাসগুলো ওভাবে চোখে পড়ছে না। বিএনপি যখন হরতাল অবরোধ দেয় অন্য কোথায় কি হয় সেটা আমি বলতে পারব না। কিন্তু আমার এখানে তখন থেকেই রাস্তায় পুলিশ নেমে থাকে তো বিএনপি  তেমন একটা গাড়ি ভাঙচুর জ্বালাও পোড়াও এগুলা  করতে পারছে না। তবে একটা কাজ চোখে পড়ছে সেটা হল আইন-শৃঙ্খলা বাহিনী হয়তো গোয়েন্দা সংস্থা কাজে লাগিয়ে কোন বাড়িতে বিএনপি করে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী।আমার তো মনে হচ্ছে আইন প্রশাসনকে সাথে নিয়ে নির্ধারিত তারিখেই সরকার নির্বাচন ভালোভাবে করতে পারবে।

বিএনপি উচ্চ মহল থেকে অবরোধের কথা বলেছে কিন্তু সরাসরি বাস্তবে এসে হরতালের কোন পালন করার মত অথবা গাড়ির ভাঙচুর করার মত পরিবেশ নেই। সবাই স্বাভাবিকভাবেই রাস্তায় চলাফেরা করছে কিন্তু হ্যাঁ আমাদের এইখানেও কিছু লোককে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে এবং নেতাকর্মীদের (যারা পদে রয়েছে) তাদের মধ্যে থেকে অনেককেই পুলিশ ধরে নিয়ে গেছে। এ কারণেই হরতাল অবরোধ পালন করার মত রাস্তায় লোক খুজে পাওয়া যায় না। বিএনপি'র কিছু লোক আত্মগোপনে রয়েছে কারণ পুলিশ অনেক খোঁজাখুঁজি করছে এবং ধরার জন্য বাড়িতে হামলা চালিয়েছে।

তবে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কিন্তু দলীয়ভাবে শুনলে অনেক পরিবেশ উত্তপ্ত কিন্তু বাস্তবে স্বাভাবিক। তাই কেউ আতঙ্কের মধ্যে থাকবেন না কারণ হরতাল অবরোধ বিষয়টা এখন স্বাভাবিক বিষয় বলে মনে হয়।
sr. member
Activity: 490
Merit: 294
November 22, 2023, 11:31:03 PM
Breaking news.
Binance সিও Changpeng Zhao (CZ) সিও পদ থেকে পদত্যাগ করেছেন। Binance সিও CZ অপরাধমূলক কাজ করায় এবং অ্যান্টি-মানি লন্ডারিং প্রয়োজনীয়তা লঙ্ঘনের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তার বিরুদ্ধে 4.3 বিলিয়ন ডলার জরিমানা করা হয়। Binance সিও সব অপরাধ স্বীকার করেছেন এবং তার কোম্পানি বাঁচানোর জন্য নতুন সিও নিযুক্ত করে তিনি সিইও পদ থেকে পদত্যাগ করেছেন। এ সমস্ত খবরের পর থেকে বাজার অনেকটাই ডাউন হয়েছে। পরবর্তীতে বাজার কেমন হবে সঠিক বলা যাচ্ছে না বর্তমানে বিএনবি প্রাইস 228 ডলারে অবস্থান করছে। এই খবর প্রকাশিত হওয়ার আগে বিএনবি প্রাইস 272 ডলারে পৌঁছেছিল কিন্তু খবর প্রকাশ হওয়ার পরই মার্কেট অনেকটাই ডাম্পিং হয়েছে। আমি আশা করি দুই-চার দিনের মধ্যে মার্কেটের অবস্থা স্বাভাবিক হবে। আপনারা কি মনে করেন বিএনবি মার্কেট স্বাভাবিক হবে নাকি আরো নিচের দিকে নেমে যাবে? আমি নিচে বর্তমান সিওর ছবি প্রকাশ করছি। সম্ভাব্য বর্তমান সিওর নাম রিচার্ড টেং (Richard Teng)

বর্তমান প্রেক্ষাপটে বাইনান্স এক্সচেঞ্জ হচ্ছে সবথেকে জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি এক্সচেঞ্জ, জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি এক্সচেঞ্জ হওয়ার পড়ো যদি এই ধরনের এক্সচেঞ্জের নামে এরকম প্রতারণার সত্যতা বেরিয়ে আসে তাহলে আমরা কোন এক্সচেঞ্জ কে বিশ্বাস করব। এর আগে এরকম একটি ক্রিপ্ত এক্সচেঞ্জ কে বিশ্বাস করে অনেক মানুষ নিজের সমস্ত সম্পদ হারিয়েছে এখন যদি বাইনান্স একই ধরনের কাজ করে তাহলে মানুষের ক্রিপ্টো এক্সচেঞ্জ এর উপর থেকে বিশ্বাস উঠে যাবে। অতিরিক্ত লেনদেন ফি এর কারণে আমরা এমনি সাধারণ ওয়ালেট গুলোতে নিজেদের অর্থ রাখাকে স্বাচ্ছন্দ বোধ করছি না তারপর আবার যদি জনপ্রিয় এক্সচেঞ্জ এর নামে এই ধরনের প্রতারণা প্রমাণিত হয় তাহলে আমরা আমাদের কারেন্সি গুলো কোথায় নিরাপদে রাখবো।
full member
Activity: 532
Merit: 163
November 22, 2023, 10:31:38 AM
ভাই হরতাল অবরোধের খবরাখবর কেউকি জানেন? আমার ডেইলিই কাজের জন্য বাসে যাতায়াত করতে হয় আর ডেইলিই শুনি আজ নাকি অবরোধ। আমি বুঝতেছিনা আসলে কাহিনীটা কি! অবরোধগুলো কি এখনো শেষ হয়নাই? সেই আগের মাসের ২৮ তারিখ থেকে শুনতেছি অবরোধ আর আজ ২২ তারিখ চলে। সারাদেশে অবরোধ বাট অবরোধের কোনো ফিলই পাইনা নাম গন্ধ কিছুই নাই। আপনাদের দিকে কি অবস্থা? আমাদের দিকে কমবেশি ফোর্স দেখতেছি ডেইলি, তবে ভাংচুর, মারামারি, আগুন, মিছিল টাইপ কিছু চোঁখে পড়লোনা এখন পর্যন্ত (তফসিল ঘোষণার দিন বাদে)।  Smiley
হরতাল অবরোধ বিএনপি ঘোষণা করছে কিন্তু রাজপথে হরতালের প্রতিচ্ছবি চোখে পড়ছে না। আমার এখানে  যানবাহন গুলো স্বাভাবিকভাবে চলাচল করছে শুধু দূরপাল্লার বাসগুলো ওভাবে চোখে পড়ছে না। বিএনপি যখন হরতাল অবরোধ দেয় অন্য কোথায় কি হয় সেটা আমি বলতে পারব না। কিন্তু আমার এখানে তখন থেকেই রাস্তায় পুলিশ নেমে থাকে তো বিএনপি  তেমন একটা গাড়ি ভাঙচুর জ্বালাও পোড়াও এগুলা  করতে পারছে না। তবে একটা কাজ চোখে পড়ছে সেটা হল আইন-শৃঙ্খলা বাহিনী হয়তো গোয়েন্দা সংস্থা কাজে লাগিয়ে কোন বাড়িতে বিএনপি করে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী।আমার তো মনে হচ্ছে আইন প্রশাসনকে সাথে নিয়ে নির্ধারিত তারিখেই সরকার নির্বাচন ভালোভাবে করতে পারবে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 22, 2023, 09:51:27 AM
ভাই হরতাল অবরোধের খবরাখবর কেউকি জানেন? আমার ডেইলিই কাজের জন্য বাসে যাতায়াত করতে হয় আর ডেইলিই শুনি আজ নাকি অবরোধ। আমি বুঝতেছিনা আসলে কাহিনীটা কি! অবরোধগুলো কি এখনো শেষ হয়নাই? সেই আগের মাসের ২৮ তারিখ থেকে শুনতেছি অবরোধ আর আজ ২২ তারিখ চলে। সারাদেশে অবরোধ বাট অবরোধের কোনো ফিলই পাইনা নাম গন্ধ কিছুই নাই। আপনাদের দিকে কি অবস্থা? আমাদের দিকে কমবেশি ফোর্স দেখতেছি ডেইলি, তবে ভাংচুর, মারামারি, আগুন, মিছিল টাইপ কিছু চোঁখে পড়লোনা এখন পর্যন্ত (তফসিল ঘোষণার দিন বাদে)।  Smiley
sr. member
Activity: 546
Merit: 309
November 22, 2023, 08:03:20 AM
তবে বিটকয়েনের দাম স্টাবল না হওয়া পর্যন্ত এই ফি এর সমস্যা সমাধান হইবো না। বিটকয়েনের দাম উঠা নামা করতেছে বেশি পরিমানে তাই এমন হইতেছে

না ভাই। বিটকয়েনের এমন ফিস এর কারন অনেক বেশি ট্রানজেকশন ভলিয়মের কারনে। যদি মিমপুল দেখেন, সেখানে প্রায় আড়াই রাখ পেন্ডিং ট্রানজেকশন আছে। প্রতি ব্লকে এভারেজ এ ৩০০০ এর মতো ট্রানজেকশন কনফার্ম হচ্ছে। এতা বেশি ট্রানজেকশন হওয়ার কারন হলো বিটকয়েনের প্রটোকল এর তাপরুট ব্যাবহার করে বি আর সি ২০ টোকেন তৈরী এবং সেগুলোর প্রসার। কিছুদিন আগে অরডি নামে একটা কয়েন অরডিনাল ব্যাবহার করে বানানো হয়েছে যেটা বাইনান্সে লিষ্ট হওয়ার ঘোষনা আসার পর থেকেই অবস্থা খারাপ। মানূষ প্রচুর পরিমানে অরডি ট্রানজেকশন করতেছে আর এর প্রভাব পড়ছে বিটকয়েন ব্যাবহার কারীদের ওপর। তাছাড়া ডাস্ট ট্রানজেকশন হচ্ছে অনেক যেগুলো মূলত স্প্যাম। মানুষ ৫০০ সাতোশি সেন্ড করার জন্য ৪০-৫০ হাজার সাতোশি ট্রানজেকশন ফি দিচ্ছে। পুরাই লল!
হ্যাঁ আমি জানি যে যখন ট্রানজেকশনের পরিমাণ বাইরা যায় তখন ট্রানজেকশন এর ফি বাইরা যায়। আর এবারের ফি বাড়ার একটি কারণ বিটকয়েনের দাম অতিরিক্ত হাড়ে উঠানামা করা আমি এটা বলেছি কারণ হচ্ছে। বিটকয়েনের এই অবস্থা দেখে অনেক বিটকয়েন ব্যবহারকারী আছে যারা প্যানিক হয়ে বিটকয়েন বিক্রি করতেছে আবার কিনতেছেন। যার কারণে ট্রানজেকশন এর পরিমাণও অনেক বেড়ে যাচ্ছে। আবার অন্যদিকে আপনিও তো কিছু কারণ উল্লেখ করছেন সব মিলাইয়া বিটকয়েনের ট্রানজেকশন ফি এখন আমাদের সামর্থের   বাইরে চলে গেছে। কতদিন যে এরকম থাকবো তারও কোনো নিশ্চয়তা নাই
full member
Activity: 532
Merit: 163
November 22, 2023, 07:30:54 AM
২০২৩ বিশ্বকাপ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে দল তেমন একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। ২০২৩ বিশ্বকাপে আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয়। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলে অধিনায়ক হিসেবে বেস্ট আমি বলব সাকিব আল হাসান। এই মুহূর্তে শাকিব আল হাসানের রাজনীতিতে ঢোকা সত্যি এটা ক্রিকেট এর জন্য খুব হতাশা জনক। নিঃসন্দেহে আমরা ভালো মানের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা অনেক মিস করবো। সাকিবের উচিত ছিল ক্রিকেটের স্বার্থে তার নির্বাচনে না জড়ানোটাই ভালো ছিল।

সাকিব ক্রিকেটার হিসেবে ঠিক যতোটা ভালো, একজন ব্যাক্তি হিসেবে ঠিক ততোটাই খারাপ। রাজনীতি সবার জন্য নয়। আমরা সাধারনত রাজনীতিবিদ বলতে যা বুঝি, মানুষের টাকা মেরে খাবে, জোর করে জমি দখল করবে, টাকার বিনিময়ে চাকুরি দেবে, (কিচু একসেপশন আছে) এগুলোর জন্য সাকিব এর রাজনীতিতে আসা যথার্থ। তার দরকার টাকা। সেটা কোনো উপায়ে হোক। সাকিবের অনেক টাকা আছে এবং সে আরো টাকা বানাবে। কিন্তু একই সাথে তার ক্ষমতার ও দরকার আছে।

এর আগে সাকিব যখন বেটউইনারের সাথে চুক্তি করেন, তখন ব্যারিস্টার সুমন তাকে নিয়ে লাইভ করেন। ঠিক কয়েক সপ্তাহ পরে তার সাথে সাকিবের দেখা হলে সাকিব তাকে মারতে যান। এখন সাকিবের যেটা নেই, সেটা হলো রাজনৈতিক ক্ষমতা। টাকার ক্ষমতা এবং রাজনৈনিক ক্ষমতা ভিন্ন ব্যাপার। এটা তার হাতে চলে আসলে ১৬ কলা পূর্ণ হবে।
খেলার মাঠে যে শাকিব আল হাসানকে আমরা দেখতে পাই আমরা সেই শাকিব আল হাসানকে পছন্দ করি তার ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের ভাবার দরকার নেই। আমাদের ক্রিকেট টিমের বর্তমান অবস্থা খুবই খারাপ। জাতীয় টিমের এই খারাপ সময়ে সাকিব আল হাসানের পাশে থাকা বা তার ক্যাপ্টেন্সি করা অনেক গুরুত্বপূর্ণ। রাজনীতি করা যার যার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই কিন্তু সে  রাজনীতি করার আগে সে একজন জাতীয় দলের খেলোয়াড়। সামনে চ্যাম্পিয়নশিপ টফি সাকিব আল হাসানের উচিত ছিল টিমটাকে আরও শক্তিশালী করে গড়ে তোলা । ২০২৩ বিশ্বকাপে যে রকম ব্যাটিং বিপর্যয় ঘটেছে যাতে আসন্ন চ্যাম্পিয়নশিপে যেন তার আরো ভালো খেলতে পারে সেদিকে মনোযোগ দেওয়া উচিত ছিল। রাজনীতিতে যোগ দেওয়ার পরে হয়তো সে খেলার প্রতি ওরকম মানসিকতা নিয়ে আসতে পারবে না।
hero member
Activity: 770
Merit: 482
November 22, 2023, 07:30:40 AM
তবে বিটকয়েনের দাম স্টাবল না হওয়া পর্যন্ত এই ফি এর সমস্যা সমাধান হইবো না। বিটকয়েনের দাম উঠা নামা করতেছে বেশি পরিমানে তাই এমন হইতেছে

না ভাই। বিটকয়েনের এমন ফিস এর কারন অনেক বেশি ট্রানজেকশন ভলিয়মের কারনে। যদি মিমপুল দেখেন, সেখানে প্রায় আড়াই রাখ পেন্ডিং ট্রানজেকশন আছে। প্রতি ব্লকে এভারেজ এ ৩০০০ এর মতো ট্রানজেকশন কনফার্ম হচ্ছে। এতা বেশি ট্রানজেকশন হওয়ার কারন হলো বিটকয়েনের প্রটোকল এর তাপরুট ব্যাবহার করে বি আর সি ২০ টোকেন তৈরী এবং সেগুলোর প্রসার। কিছুদিন আগে অরডি নামে একটা কয়েন অরডিনাল ব্যাবহার করে বানানো হয়েছে যেটা বাইনান্সে লিষ্ট হওয়ার ঘোষনা আসার পর থেকেই অবস্থা খারাপ। মানূষ প্রচুর পরিমানে অরডি ট্রানজেকশন করতেছে আর এর প্রভাব পড়ছে বিটকয়েন ব্যাবহার কারীদের ওপর। তাছাড়া ডাস্ট ট্রানজেকশন হচ্ছে অনেক যেগুলো মূলত স্প্যাম। মানুষ ৫০০ সাতোশি সেন্ড করার জন্য ৪০-৫০ হাজার সাতোশি ট্রানজেকশন ফি দিচ্ছে। পুরাই লল!
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
November 22, 2023, 06:32:18 AM
২০২৩ বিশ্বকাপ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে দল তেমন একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। ২০২৩ বিশ্বকাপে আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয়। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলে অধিনায়ক হিসেবে বেস্ট আমি বলব সাকিব আল হাসান। এই মুহূর্তে শাকিব আল হাসানের রাজনীতিতে ঢোকা সত্যি এটা ক্রিকেট এর জন্য খুব হতাশা জনক। নিঃসন্দেহে আমরা ভালো মানের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা অনেক মিস করবো। সাকিবের উচিত ছিল ক্রিকেটের স্বার্থে তার নির্বাচনে না জড়ানোটাই ভালো ছিল।

সাকিব ক্রিকেটার হিসেবে ঠিক যতোটা ভালো, একজন ব্যাক্তি হিসেবে ঠিক ততোটাই খারাপ। রাজনীতি সবার জন্য নয়। আমরা সাধারনত রাজনীতিবিদ বলতে যা বুঝি, মানুষের টাকা মেরে খাবে, জোর করে জমি দখল করবে, টাকার বিনিময়ে চাকুরি দেবে, (কিচু একসেপশন আছে) এগুলোর জন্য সাকিব এর রাজনীতিতে আসা যথার্থ। তার দরকার টাকা। সেটা কোনো উপায়ে হোক। সাকিবের অনেক টাকা আছে এবং সে আরো টাকা বানাবে। কিন্তু একই সাথে তার ক্ষমতার ও দরকার আছে।

এর আগে সাকিব যখন বেটউইনারের সাথে চুক্তি করেন, তখন ব্যারিস্টার সুমন তাকে নিয়ে লাইভ করেন। ঠিক কয়েক সপ্তাহ পরে তার সাথে সাকিবের দেখা হলে সাকিব তাকে মারতে যান। এখন সাকিবের যেটা নেই, সেটা হলো রাজনৈতিক ক্ষমতা। টাকার ক্ষমতা এবং রাজনৈনিক ক্ষমতা ভিন্ন ব্যাপার। এটা তার হাতে চলে আসলে ১৬ কলা পূর্ণ হবে।

সাকিবকে দেখে মাঝে মাঝে আমার খুব অবাক লাগে, তার কারণে এই মানুষটার এত টাকা থাকা সত্ত্বেও সে আরও অনেক টাকা করতে চায় এবং আমি মনে করি বাংলাদেশে অনেক মানুষের মধ্যে তার ক্ষমতা উৎস অনেক, এবং সবথেকে বেশী ক্ষমতাবান মানুষ হিসেবে সে একজন কারণ সে সরাসরি প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে পারে।
অনেকেই যেটা বলছে যে রাজনীতিতে কাজ করলে ভালো কিছু করা যায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে নোংরা রাজনীতি প্র্যাকটিস করা হয় আমার মনে হয় না একটা লোক ভালো ভাবে কাজ করতে চাইলেও সে পুরোপুরি ভাবে কাজ করতে পারবেনা, তার কারণ এর আগে মাশরাফি যখন এমপি হয় তখন অনেকেই অনেক ধরনের কথা বলেছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কাজের অগ্রগতি করতে গেলে অনেক অনেক বাধা আসে তার সাথে।

আমার মনে হয় দল মত নির্বিশেষে সে মানুষের কাছ থেকে যে সম্মানটুকু পেতো এখন রাজনীতিতে প্রবেশ করার মাধ্যমে সেখান থেকে কিছুটা হলেও কমে যাবে যেহেতু এখন তাকে দলীয়ভাবে সবাই চিন্তা করবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 22, 2023, 01:52:27 AM
২০২৩ বিশ্বকাপ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে দল তেমন একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। ২০২৩ বিশ্বকাপে আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয়। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলে অধিনায়ক হিসেবে বেস্ট আমি বলব সাকিব আল হাসান। এই মুহূর্তে শাকিব আল হাসানের রাজনীতিতে ঢোকা সত্যি এটা ক্রিকেট এর জন্য খুব হতাশা জনক। নিঃসন্দেহে আমরা ভালো মানের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা অনেক মিস করবো। সাকিবের উচিত ছিল ক্রিকেটের স্বার্থে তার নির্বাচনে না জড়ানোটাই ভালো ছিল।

সাকিব ক্রিকেটার হিসেবে ঠিক যতোটা ভালো, একজন ব্যাক্তি হিসেবে ঠিক ততোটাই খারাপ। রাজনীতি সবার জন্য নয়। আমরা সাধারনত রাজনীতিবিদ বলতে যা বুঝি, মানুষের টাকা মেরে খাবে, জোর করে জমি দখল করবে, টাকার বিনিময়ে চাকুরি দেবে, (কিচু একসেপশন আছে) এগুলোর জন্য সাকিব এর রাজনীতিতে আসা যথার্থ। তার দরকার টাকা। সেটা কোনো উপায়ে হোক। সাকিবের অনেক টাকা আছে এবং সে আরো টাকা বানাবে। কিন্তু একই সাথে তার ক্ষমতার ও দরকার আছে।

এর আগে সাকিব যখন বেটউইনারের সাথে চুক্তি করেন, তখন ব্যারিস্টার সুমন তাকে নিয়ে লাইভ করেন। ঠিক কয়েক সপ্তাহ পরে তার সাথে সাকিবের দেখা হলে সাকিব তাকে মারতে যান। এখন সাকিবের যেটা নেই, সেটা হলো রাজনৈতিক ক্ষমতা। টাকার ক্ষমতা এবং রাজনৈনিক ক্ষমতা ভিন্ন ব্যাপার। এটা তার হাতে চলে আসলে ১৬ কলা পূর্ণ হবে।
member
Activity: 64
Merit: 26
November 22, 2023, 01:38:08 AM
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই জাতীয় নির্বাচন সামনে রেখে তিনটি আসনে ফরম জমা দিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। জাতীয় নির্বাচন সামনে রেখে মাগুরা ১ মাগুরা ২ ও ঢাকা ১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন সাকিব। মনে হয় আওয়ামী লীগের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়ে মূলত মনেনয়পত্র জমা দিলেন। রাজনীতিতে যোগ দিলেন দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনই রাজনীতিতে যোগদান করায় আমরা ভালো একজন অলরাউন্ডারকে হারালাম। হয়তো বিশ্বাসের অলরাউন্ডার সাকিব আল হাসান খেলা বাদ না দিলেও হয়তো একসঙ্গে দুইটা কাজে মনোনিবেশ করতে পারবে না । বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রাজনীতিতে যোগদানের পর হয়তো  ক্রিকেট খেলাটাকেই না বাদ দেয়?
২০২৩ বিশ্বকাপ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে দল তেমন একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। ২০২৩ বিশ্বকাপে আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয়। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলে অধিনায়ক হিসেবে বেস্ট আমি বলব সাকিব আল হাসান। এই মুহূর্তে শাকিব আল হাসানের রাজনীতিতে ঢোকা সত্যি এটা ক্রিকেট এর জন্য খুব হতাশা জনক। নিঃসন্দেহে আমরা ভালো মানের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা অনেক মিস করবো। সাকিবের উচিত ছিল ক্রিকেটের স্বার্থে তার নির্বাচনে না জড়ানোটাই ভালো ছিল।
আমাদের আবেগের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ক্রিকেট আর ক্রিকেটের সবচেয়ে বড় নায়ক হচ্ছে সাকিব আল হাসান।অনেক বাবা মা তার সন্তানকে  সাকিব বানাতে চায়।ক্রিকেটার সাকিব বানাতে চায়।সাকিব আল হাসান ওয়ার্ল্ডের প্রতিনিধি, ক্রিকেটের প্রতিনিধি কিন্তু এই মুহূর্তে শাকিবের এই  সিদ্ধান্তটা সত্যি খুবই হতাশা জনক বাংলাদেশ ক্রিকেটের জন্য।তার কাছে এখনো বিশ্বকে, দেশকে দেওয়ার মত অনেক কিছু আছে।  আরো সময় আছে মাশরাফি যেমন খেলা শেষের দিকে রাজনীতিতে এসেছিল সেরকম সাকিব আল হাসান আসুক। তিনি দীর্ঘ সময় ধরে অল রাউন্ডারে দায়িত্ব পালন করছেন। তিনি এখনো যথেষ্ট ইয়াং অতএব সিদ্ধান্ত টা সত্যি বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যি হতাশা জনক। বাংলাদেশে কোটি কোটি ক্রিকেট ভক্তদের  চাওয়া তিনি আরো কিছু সময় ক্রিকেটে মনোনিবেশ করুন।
Pages:
Jump to: