Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 96. (Read 5689486 times)

sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
December 19, 2023, 06:49:40 AM
ভাই কিছু মনে কইরেননা, বাট এইবার আপনি আসলেই একটা বলদের মতো কাজ করে বসছেন। ট্রানজেকশন করার সময় একবারও কি মেমপুল চেক করছিলেন? কোন আক্কেলে 30 sat/vB দিলেন। ঐটা তো মিনিমামের ও নিচে। এই মাত্র দেখলাম আজকে মিনিমাম চলে 232 সামথিং। কোথায় 30 আর কোথায় 232। যাই হোক মনে হয়না আপনার সমস্যার কোনো সমাধান আছে আপাততো। পরিবেশ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।  Smiley
ভাই এখানে কিছু মনে করার নাই আসলে একটা বলদার মতো কাজ করে ফেলেছি। ভাই কিছু কিছু ভুল থেকেই কিছু শিক্ষা গ্রহন করা হয়। যা আমি আজকে বুঝতে পারলাম। আমার ভুল মেমপুল চেক করে নেওয়া উচিত ছিলো। যাইহোক একটা শিক্ষা পেলাম ভবিষ্যতে যদি ট্রানজেকশন ফি বেশি চলাকালীন সময় বিটকয়েন ট্রান্সফার করতে চাই অবশ্যই মেমপুল চেক করে নিতে হবে তা না হলে এই রকম অবস্থা হবে। আমার মনে হয় ২০২৩ সালে আর কনফার্ম হবে না, ২০২৪ সালেও অনেক দিন অপেক্ষা করতে হবে মনে হয়।

যাই হোক সবার এলাকায় নির্বাচনের কি অবস্থা? আমার এদিকে অলরেডি মিছিল আরম্ভ হয়ে গেছে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 18, 2023, 12:14:24 PM
কয়েক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা তো হয়তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা কেননা সবাই হয়তো তাদের আর্জেন্ট দরকারে বিটকয়েন গুলো ট্রান্সফার করে থাকে বা এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে নিয়ে থাকে। আমি যত বেশি পরিমাণে sat/vB ফি দিয়ে কনফার্ম করবো তত বেশি পরিমাণে আমার ডলার কেটে নিবে ফি হিসাবে তাইতো।
আমি যদি দ্রুত ট্রানজেকশন করতে চাই তাহলে অবশ্যই এই পরিমাণ ফি দিয়ে ট্রানজেকশন কনফার্ম করতে হবে সেটা বুঝতে পারলাম।
এখন আমি কোন ওয়ালেট গুলোতে এভাবে ট্রানজেকশন ফি সেট করে আমার বিটকয়েন ট্রানজেকশন দ্রুত করতে পারবো সেটা কি ট্রাস্ট ওয়ালেট এ করা যাবে নাকি ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করে করতে হবে নাকি মেটামাস্ক ওয়ালেট ব্যবহার করে করা যাবে।
ভাই ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করলে মারা খাইবেন আপাতত। ভুলেও না, ইলেকট্রাম ইউজ করেন। আর মেটামাস্ক আমি তেমন ব্যবহার করিনি তাই জানিনা, যতোদূর জানি কাস্টম ট্রানজেকশন ফি সেট করে নিতে পারবেন। আর বর্তমানে brc20 ordinal এর কারণে যত দুভোগ চলতেছে। নেটওয়ার্ক ফুল জ্যাম হয়ে আছে। আপনার যদি এই মুহূর্তে টাকার ইমারজেন্সি প্রয়োজন না থাকে, সেক্ষত্রে ট্রানজেকশন না করার পরামর্শ রইলো।

আরেকটা উপায় আছে lightning network, একটু ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন। আরেকটা কথা, আপনি একা অপেক্ষা করতেছেন না, আমরাও করতেছি আপনার মতো।

ভাই আমি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করেছি, আমি বর্তমানে কুকয়েন এক্সচেঞ্জার ব্যবহার করি। আমি বিটিসি সেল করার জন্য কু কয়েনে পাঠিয়েছিলাম। আচ্ছা ভাই এর কি কোন সমাধান আছে? নাকি শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে।
ভাই কিছু মনে কইরেননা, বাট এইবার আপনি আসলেই একটা বলদের মতো কাজ করে বসছেন। ট্রানজেকশন করার সময় একবারও কি মেমপুল চেক করছিলেন? কোন আক্কেলে 30 sat/vB দিলেন। ঐটা তো মিনিমামের ও নিচে। এই মাত্র দেখলাম আজকে মিনিমাম চলে 232 সামথিং। কোথায় 30 আর কোথায় 232। যাই হোক মনে হয়না আপনার সমস্যার কোনো সমাধান আছে আপাততো। পরিবেশ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।  Smiley
newbie
Activity: 26
Merit: 19
December 18, 2023, 11:56:11 AM
উদাহরণ হিসেবে নিচের ছবিটা দেখেন। যদি আপনার কাছে অনেক সময় থাকে তাহলে মিনিমাম 232 sat/vB দিয়ে কনফার্ম করায় নিতে পারেন, এক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে, কয়েক দিন, কয়েক সপ্তাহ ও লাগতে পারে। কিন্তু যদি তাড়া থাকে তাহলে, 284 sat/vB অথবা 346 sat/vB ফি দিয়ে কনফার্ম করায় নিতে পারেন। এক্ষেত্রে সময় তুলনামূলক কম লাগবে।
কয়েক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা তো হয়তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা কেননা সবাই হয়তো তাদের আর্জেন্ট দরকারে বিটকয়েন গুলো ট্রান্সফার করে থাকে বা এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে নিয়ে থাকে। আমি যত বেশি পরিমাণে sat/vB ফি দিয়ে কনফার্ম করবো তত বেশি পরিমাণে আমার ডলার কেটে নিবে ফি হিসাবে তাইতো।
আমি যদি দ্রুত ট্রানজেকশন করতে চাই তাহলে অবশ্যই এই পরিমাণ ফি দিয়ে ট্রানজেকশন কনফার্ম করতে হবে সেটা বুঝতে পারলাম।
এখন আমি কোন ওয়ালেট গুলোতে এভাবে ট্রানজেকশন ফি সেট করে আমার বিটকয়েন ট্রানজেকশন দ্রুত করতে পারবো সেটা কি ট্রাস্ট ওয়ালেট এ করা যাবে নাকি ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করে করতে হবে নাকি মেটামাস্ক ওয়ালেট ব্যবহার করে করা যাবে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 18, 2023, 11:41:37 AM
বিটকয়েন মেম্পুল এবং লেনদেন ফি এর মধ্যে সম্পর্ক কি?
মেমপুল একটা থার্ড পার্টি ওয়েবসাইট যেখানে বিটকয়েন ট্রানজেকশনের ফলে নেটওয়ার্কে যে লোড সৃষ্টি হয় তা দেখা যায়। সোজা বাংলায় ট্রানজেকশনের জন্য নেটওয়ার্কে কি পরিমাণ চাপ পড়তেছে সেটা সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। যদি দেখেন নেটওয়ার্কে লোড কম থাকে, তখন কম ফি দিয়ে ট্রানজেকশনটি কনফার্ম করায় নিতে পারবেন। বাট যখন দেখবেন অনেক লোড পড়তেছে তখন ফি বাড়াই নিবেন, এইটাই কাজ। যত বেশি ফি বাড়ায় দিবেন তত তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে।

উদাহরণ হিসেবে নিচের ছবিটা দেখেন। যদি আপনার কাছে অনেক সময় থাকে তাহলে মিনিমাম 232 sat/vB দিয়ে কনফার্ম করায় নিতে পারেন, এক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে, কয়েক দিন, কয়েক সপ্তাহ ও লাগতে পারে। কিন্তু যদি তাড়া থাকে তাহলে, 284 sat/vB অথবা 346 sat/vB ফি দিয়ে কনফার্ম করায় নিতে পারেন। এক্ষেত্রে সময় তুলনামূলক কম লাগবে।

sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
December 18, 2023, 11:40:55 AM
কম ফি দিতে গিয়ে আজকে এই অবস্থা। জানি না কত দিন যে অপেক্ষা করতে হবে? Angry
আপনি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করছেন নাকি ইলেকট্রাম? যদি ইলেকট্রাম ব্যবহার করেন তাহলে ক্যান্সেল করতে পারবেন বা রিপ্লেস বাই ফি মেথড ব্যবহার করতে পারবেন।

আর আপনি এইটা কোথায় পাঠিয়েছেন? কোন এক্সচেঞ্জে? যদি আপনার নিয়ন্ত্রণের কোন ওয়ালেট হয় তাহলে আপনি CFPF মেথড ব্যবহার করতে পারবেন।
ভাই আমি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করেছি, আমি বর্তমানে কুকয়েন এক্সচেঞ্জার ব্যবহার করি। আমি বিটিসি সেল করার জন্য কু কয়েনে পাঠিয়েছিলাম। আচ্ছা ভাই এর কি কোন সমাধান আছে? নাকি শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে।
newbie
Activity: 26
Merit: 19
December 18, 2023, 07:07:17 AM
এটা নিয়ে আমাদের এই থ্রেড এ অলরেডি অনেক গুলো পোস্ট আছে মনে হয়। এটা নিয়ে প্রায়ই আলাপ হয়ে থাকে। বিটকয়েনের ফি বাড়ার একটা কারন হতে পারে বিটকয়েনের দাম বৃদ্ধি, আর সব চাইতে বড় কারন হলো মিমপুলে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে এবং প্রতিটা ব্লকে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে। মিমপুলে যতো বেশি পেন্ডিং ট্রানজেকশন থাকবে, মাইনার রা সেখান থেকে বেছে বেছে সব চেয়ে বেশি ফি যেগুলো তে দেয়া হয়েছে, সেই ট্রানজেকশন গুলো ব্লকে এড করবে। হয়তো এটার কোনো অটোমেটেড সিস্টেম আছে, তবে আমার সেটা জানা নাই। মুলত ট্রানজেকশন বেশি হলে সেগুলো কনফার্ম করার জন্যই বেশি ফি প্রদান করতে হয়। আপনি যদি কনফারমেশন টাইম নিয়ে চিন্তা না করেন, তাহলে কম ফি স্পেন্ড করতে পারেন।
আচ্ছা ভাই আমি গত বৃহস্পতিবারে রাত্রে বেলায় আমার ব্যক্তিগত প্রয়োজনে টাকার দরকার পরে তাই আমি ট্রাস্ট ওয়ালেট থেকে ৯৫ ডলার বিক্রি করার জন্য এক্সেঞ্জারে ট্রান্সফার করি কিন্তু এখনো কনফার্ম হয় নাই। আমি ৩০ sat দিয়ে কনফার্ম করে দিয়েছিলাম। গতকাল পর্যন্ত পেন্ডিং দেখালো কিন্তু আজকে পেন্ডিং দেখাচ্ছে না। এর কারন কি হতে পারে ক্যানসেল হয়ে গেল নাকি? না কত দিন সময় লাগতে পারে আসতে?

এখন তো মেমপূল একদম ফুল হয়ে আছে। ৩০ সাতোশি করে ট্রানজেকশন ফি দিয়ে আপাতত কনফার্ম হবে না। তবে ফি কখন কমবে সেটাও বলা মুশকিল। আপনার বড় ভুল হলো ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করা। আজকের দিনে ট্রাস্ট ওয়ালেট কে ব্যবহার করে ভাই? ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি চাইলেও এখন ফী বাম্প করতে পারবেন না। এটাতে আর বি এফ ফিচার নাই। আর বি এফ থাকলে আপনি যেকোন সময় আপনার ইচ্ছা মতো ফী বাম্প করে ট্রানজেকশন কনফার্ম করে নিতে পারতেন। এজন্যই সবাই ইলেক্ট্রাম ওয়ালেট ব্যবহার করার পরামর্শ দেয়।

অতিরিক্ত ট্রানজেকশনের কারণে হয়তো মিমপুল পূর্ণ হয়ে বা ফুল হয়ে যায়। যখন মিমপুল ফুল থাকে তখন যদি আমি কোন ওয়ালেট থেকে বিটকয়েন ট্রানজেকশন করতে চাই এবং কম সাতোশি দিয়ে ট্রানজেকশন করতে চাইলে যদি সেটা না হয় আমি ক্যান্সেল করে বেশি সাতোশি দিয়ে কি বিটকয়েন ট্রানজেকশন করতে পারবো।
বেশি পরিমাণ সাতোশি দিলে কি ট্রানজেকশন তাড়াতাড়ি হবে?
যারা বিটকয়েন ফোরামে কাজ করে এবং বিটকয়েন উপার্জন করে তাদের অবশ্যই যে কোন প্রয়োজনে বিটকয়েন ট্রান্সফার করা প্রয়োজন হয়।
বিটকয়েন মেম্পুল এবং লেনদেন ফি এর মধ্যে সম্পর্ক কি?
hero member
Activity: 840
Merit: 522
December 18, 2023, 03:20:50 AM
এটা নিয়ে আমাদের এই থ্রেড এ অলরেডি অনেক গুলো পোস্ট আছে মনে হয়। এটা নিয়ে প্রায়ই আলাপ হয়ে থাকে। বিটকয়েনের ফি বাড়ার একটা কারন হতে পারে বিটকয়েনের দাম বৃদ্ধি, আর সব চাইতে বড় কারন হলো মিমপুলে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে এবং প্রতিটা ব্লকে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে। মিমপুলে যতো বেশি পেন্ডিং ট্রানজেকশন থাকবে, মাইনার রা সেখান থেকে বেছে বেছে সব চেয়ে বেশি ফি যেগুলো তে দেয়া হয়েছে, সেই ট্রানজেকশন গুলো ব্লকে এড করবে। হয়তো এটার কোনো অটোমেটেড সিস্টেম আছে, তবে আমার সেটা জানা নাই। মুলত ট্রানজেকশন বেশি হলে সেগুলো কনফার্ম করার জন্যই বেশি ফি প্রদান করতে হয়। আপনি যদি কনফারমেশন টাইম নিয়ে চিন্তা না করেন, তাহলে কম ফি স্পেন্ড করতে পারেন।
আচ্ছা ভাই আমি গত বৃহস্পতিবারে রাত্রে বেলায় আমার ব্যক্তিগত প্রয়োজনে টাকার দরকার পরে তাই আমি ট্রাস্ট ওয়ালেট থেকে ৯৫ ডলার বিক্রি করার জন্য এক্সেঞ্জারে ট্রান্সফার করি কিন্তু এখনো কনফার্ম হয় নাই। আমি ৩০ sat দিয়ে কনফার্ম করে দিয়েছিলাম। গতকাল পর্যন্ত পেন্ডিং দেখালো কিন্তু আজকে পেন্ডিং দেখাচ্ছে না। এর কারন কি হতে পারে ক্যানসেল হয়ে গেল নাকি? না কত দিন সময় লাগতে পারে আসতে?

এখন তো মেমপূল একদম ফুল হয়ে আছে। ৩০ সাতোশি করে ট্রানজেকশন ফি দিয়ে আপাতত কনফার্ম হবে না। তবে ফি কখন কমবে সেটাও বলা মুশকিল। আপনার বড় ভুল হলো ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করা। আজকের দিনে ট্রাস্ট ওয়ালেট কে ব্যবহার করে ভাই? ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি চাইলেও এখন ফী বাম্প করতে পারবেন না। এটাতে আর বি এফ ফিচার নাই। আর বি এফ থাকলে আপনি যেকোন সময় আপনার ইচ্ছা মতো ফী বাম্প করে ট্রানজেকশন কনফার্ম করে নিতে পারতেন। এজন্যই সবাই ইলেক্ট্রাম ওয়ালেট ব্যবহার করার পরামর্শ দেয়।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 18, 2023, 02:19:37 AM
কম ফি দিতে গিয়ে আজকে এই অবস্থা। জানি না কত দিন যে অপেক্ষা করতে হবে? Angry
আপনি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করছেন নাকি ইলেকট্রাম? যদি ইলেকট্রাম ব্যবহার করেন তাহলে ক্যান্সেল করতে পারবেন বা রিপ্লেস বাই ফি মেথড ব্যবহার করতে পারবেন।

আর আপনি এইটা কোথায় পাঠিয়েছেন? কোন এক্সচেঞ্জে? যদি আপনার নিয়ন্ত্রণের কোন ওয়ালেট হয় তাহলে আপনি CFPF মেথড ব্যবহার করতে পারবেন।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
December 17, 2023, 10:53:27 PM

এই যে এই হইলো ভাই বর্তমান অবস্থা আপনি ৩০sats/vB দিয়েছেন যেখানে বর্তমানে লো পাইরিটিতে  ১৫৪sats/vB লাগতেছে। অপেক্ষা করেন ভাই অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নাই তবে Little Mouse ভাই ভায়াবিটিসি ফ্রি এক্সিলারেশন  এর সাজেশন দিয়েছেন এটি ব্যবহার করতে পারেন যদিও সাজেশন অনুযায়ী তাড়াতাড়ি করা ভালো ছিল তবে যেহেতু ঘন্টায় 100 ট্রানজেকশন ফ্রিতে দিয়ে থাকে সেহেতু এখনো এপ্লাই করে দেখতে পারেন।
যদি কপাল ভালো থাকে একসেপ্ট হয়ে গেলে তাড়াতাড়ি ট্রানজেকশন কমপ্লিট হবে আর না হলে একদিন দুইদিন আবার কোন কোন সময় এক সপ্তাহ লাগতে পারে  Tongue
Little Mouse ভাই ভায়াবিটিসির ফ্রি এক্সিলারেশন এর সাজেশন দিয়েছেন সেটাও ইউজ করে দেখেছি। আমার ট্যানজেকশন ভলিউম 0.5kb চেয়ে বেশি তাই সেখানে ফ্রি সাবমিউশনে কাজ করবে না। আমাকে বলা হয়েছে পেইড সার্ভিস ব্যবহার করতে।

কম ফি দিতে গিয়ে আজকে এই অবস্থা। জানি না কত দিন যে অপেক্ষা করতে হবে? Angry
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 17, 2023, 10:30:52 PM
এটা নিয়ে আমাদের এই থ্রেড এ অলরেডি অনেক গুলো পোস্ট আছে মনে হয়। এটা নিয়ে প্রায়ই আলাপ হয়ে থাকে। বিটকয়েনের ফি বাড়ার একটা কারন হতে পারে বিটকয়েনের দাম বৃদ্ধি, আর সব চাইতে বড় কারন হলো মিমপুলে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে এবং প্রতিটা ব্লকে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে। মিমপুলে যতো বেশি পেন্ডিং ট্রানজেকশন থাকবে, মাইনার রা সেখান থেকে বেছে বেছে সব চেয়ে বেশি ফি যেগুলো তে দেয়া হয়েছে, সেই ট্রানজেকশন গুলো ব্লকে এড করবে। হয়তো এটার কোনো অটোমেটেড সিস্টেম আছে, তবে আমার সেটা জানা নাই। মুলত ট্রানজেকশন বেশি হলে সেগুলো কনফার্ম করার জন্যই বেশি ফি প্রদান করতে হয়। আপনি যদি কনফারমেশন টাইম নিয়ে চিন্তা না করেন, তাহলে কম ফি স্পেন্ড করতে পারেন।
আচ্ছা ভাই আমি গত বৃহস্পতিবারে রাত্রে বেলায় আমার ব্যক্তিগত প্রয়োজনে টাকার দরকার পরে তাই আমি ট্রাস্ট ওয়ালেট থেকে ৯৫ ডলার বিক্রি করার জন্য এক্সেঞ্জারে ট্রান্সফার করি কিন্তু এখনো কনফার্ম হয় নাই। আমি ৩০ sat দিয়ে কনফার্ম করে দিয়েছিলাম। গতকাল পর্যন্ত পেন্ডিং দেখালো কিন্তু আজকে পেন্ডিং দেখাচ্ছে না। এর কারন কি হতে পারে ক্যানসেল হয়ে গেল নাকি? না কত দিন সময় লাগতে পারে আসতে?


এই যে এই হইলো ভাই বর্তমান অবস্থা আপনি ৩০sats/vB দিয়েছেন যেখানে বর্তমানে লো পাইরিটিতে  ১৫৪sats/vB লাগতেছে। অপেক্ষা করেন ভাই অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নাই তবে Little Mouse ভাই ভায়াবিটিসি ফ্রি এক্সিলারেশন  এর সাজেশন দিয়েছেন এটি ব্যবহার করতে পারেন যদিও সাজেশন অনুযায়ী তাড়াতাড়ি করা ভালো ছিল তবে যেহেতু ঘন্টায় 100 ট্রানজেকশন ফ্রিতে দিয়ে থাকে সেহেতু এখনো এপ্লাই করে দেখতে পারেন।
যদি কপাল ভালো থাকে একসেপ্ট হয়ে গেলে তাড়াতাড়ি ট্রানজেকশন কমপ্লিট হবে আর না হলে একদিন দুইদিন আবার কোন কোন সময় এক সপ্তাহ লাগতে পারে  Tongue
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
December 17, 2023, 10:14:40 PM
এটা নিয়ে আমাদের এই থ্রেড এ অলরেডি অনেক গুলো পোস্ট আছে মনে হয়। এটা নিয়ে প্রায়ই আলাপ হয়ে থাকে। বিটকয়েনের ফি বাড়ার একটা কারন হতে পারে বিটকয়েনের দাম বৃদ্ধি, আর সব চাইতে বড় কারন হলো মিমপুলে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে এবং প্রতিটা ব্লকে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে। মিমপুলে যতো বেশি পেন্ডিং ট্রানজেকশন থাকবে, মাইনার রা সেখান থেকে বেছে বেছে সব চেয়ে বেশি ফি যেগুলো তে দেয়া হয়েছে, সেই ট্রানজেকশন গুলো ব্লকে এড করবে। হয়তো এটার কোনো অটোমেটেড সিস্টেম আছে, তবে আমার সেটা জানা নাই। মুলত ট্রানজেকশন বেশি হলে সেগুলো কনফার্ম করার জন্যই বেশি ফি প্রদান করতে হয়। আপনি যদি কনফারমেশন টাইম নিয়ে চিন্তা না করেন, তাহলে কম ফি স্পেন্ড করতে পারেন।
আচ্ছা ভাই আমি গত বৃহস্পতিবারে রাত্রে বেলায় আমার ব্যক্তিগত প্রয়োজনে টাকার দরকার পরে তাই আমি ট্রাস্ট ওয়ালেট থেকে ৯৫ ডলার বিক্রি করার জন্য এক্সেঞ্জারে ট্রান্সফার করি কিন্তু এখনো কনফার্ম হয় নাই। আমি ৩০ sat দিয়ে কনফার্ম করে দিয়েছিলাম। গতকাল পর্যন্ত পেন্ডিং দেখালো কিন্তু আজকে পেন্ডিং দেখাচ্ছে না। এর কারন কি হতে পারে ক্যানসেল হয়ে গেল নাকি? না কত দিন সময় লাগতে পারে আসতে?
full member
Activity: 546
Merit: 164
December 17, 2023, 01:00:07 PM
আমিও সেটাই ভেবে রেখেছিলাম। তবে আজকেই দেখি পেয়াজ আনতে হবে। তবে আমাদের বাজারে দাম কিছুটা সহনশীল। আশা করি বাজারে গিয়ে চোখ কপালে উঠবে না।
ভাই কমে গেছে ভাই কমে গেছে Grin। নতুন পিয়াজ আসার খবরে আবার ঝড়ের মতো কমছে। সন্ধায় বাজারে গেছিলাম, দেখি ১১০ টাকা কেজি এখন। তাই আবার ২ কেজি কিনে আনলাম। তবে পিয়াজের দাম সহনীয় পর্যায়ে গেলেও, আলু সেই আগের মতোই আছে, ৫৫ চলে আমাদের দিকে। অন্যদিকে পিয়াজের স্টক একটু কম দেখলাম। দোকানদারকে বল্লাম বলে, এই অস্থিতিশীল অবস্থায় একবারে বেশি কিনা রিস্ক, আজকে ১৮০ তে কিনলাম, আর পরের দিন ১১০-১২০ এ বেচা লাগতেছে। তাই ১০ কেজি ২০ কেজি এইভাবে কিনি। নয়তো আগে তো ৩-৪ বস্তা কিনে রাখতাম।

গুদাম সিন্ডিকেটের এখন মাথায় হাত দিতে হবে। গুদাম করা পিয়াজ ২ দিন পর থেকে চারা গাছ হওয়া শুরু করবে, লল।



ভারত তিন মাসের জন্য পেঁয়াজ আমদানি বন্ধ করার সাথে সাথে হুট করে পেঁয়াজের দাম ৩০০ টাকা কেজি হয়ে যায়। কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের জন্য আজকে বাজারে এই অবস্থা। তাই আমাদের সকলেরই উচিত পুরাতন পিয়াজ না কিনে আমাদের নতুন পেঁয়াজ কেনা উচিত যাতে করে আমাদের দেশে কৃষক গুলো বেঁচে থাকে। যদি আমরা পুরাতন পিয়াজ কিনে খায় তাহলে গুদাম সিন্ডিকেটের ব্যবসায় সাহায্য করা হবে। তাই আসুন আমরা সকলেই নতুন পিয়াজ কিনি।
পেঁয়াজের দাম আমাদের এদিকে অনেক কমে গেছে। পেঁয়াজ নিয়ে এত রাতে টেনশন করার দরকার নেই দাম বাড়লেই কি না বাড়লে কি সারা দিনে পিয়াজ লাগে মাত্র তিন থেকে চারটা বড় পেঁয়াজ হলে। আমাদের বাংলাদেশী সরকার হয়তো অন্য উপায় বলে দিতে পারতেন পিঁয়াজের বদলে কি দিয়ে রান্না করা হবে।  Grin যেমনটা একবার হয়তো দেখা গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন বেগুনের চপের বদলে কুমড়া দিয়ে চপ বানিয়ে খেতে বলেছিলেন। তা ভালো এ বছর মাননীয় প্রধানমন্ত্রী পিয়াজের বদলে অন্য কিছু দিয়ে রান্না করে খেতে বলে নাই।
মূলত ভারত পেয়াজী রপ্তানি বন্ধ করার সাথে সাথে দেশে কিছু অসাধু ব্যবসায়ী কারণে পেঁয়াজের বাজার খুব বেশি ছিল। মূলত ভারত সরকার কোন কারণ ছাড়াই পেঁয়াজ আমদানি বন্ধ করে বাংলাদেশের সাথে। সাধারণত বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য পেঁয়াজ আমদানি রপ্তানি বন্ধ করেছে। বাংলাদেশের সাথে তিন মাসের জন্য পেঁয়াজ আমদানি বন্ধ করার সাথে সাথে তাদের দেশে পেঁয়াজ পঁচে যাচ্ছে তাদের দেশের পেঁয়াজ ব্যবসায়ীদের মাথায় হাত শত শত সীমান্ত থাকা পেঁয়াজ পঁচে যাচ্ছে। হয়তোবা আমাদের দেশে সাময়িক সময়ের জন্য  পেঁয়াজের বাজারটা প্রায় 300 টাকার কাছাকাছি ছিল কিন্তু বর্তমানে তা ১০০টাকা কেজি নেমে এসেছে। কিন্তু দাদাদের পেয়াজ তো পঁচে যাচ্ছে সীমান্তেই।
hero member
Activity: 840
Merit: 522
December 17, 2023, 11:34:05 AM
এমনটা হওয়ার কারণ হয়তো বিটকয়েনের দাম বাড়লে ট্রান্সফার ফি এর পরিমাণও বেড়ে যায়। আবার যখন বিটকয়েনের দাম কমে তখন বিটকয়েন ট্রান্সফার ফি কমে যায়।

এটা নিয়ে আমাদের এই থ্রেড এ অলরেডি অনেক গুলো পোস্ট আছে মনে হয়। এটা নিয়ে প্রায়ই আলাপ হয়ে থাকে। বিটকয়েনের ফি বাড়ার একটা কারন হতে পারে বিটকয়েনের দাম বৃদ্ধি, আর সব চাইতে বড় কারন হলো মিমপুলে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে এবং প্রতিটা ব্লকে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে। মিমপুলে যতো বেশি পেন্ডিং ট্রানজেকশন থাকবে, মাইনার রা সেখান থেকে বেছে বেছে সব চেয়ে বেশি ফি যেগুলো তে দেয়া হয়েছে, সেই ট্রানজেকশন গুলো ব্লকে এড করবে। হয়তো এটার কোনো অটোমেটেড সিস্টেম আছে, তবে আমার সেটা জানা নাই। মুলত ট্রানজেকশন বেশি হলে সেগুলো কনফার্ম করার জন্যই বেশি ফি প্রদান করতে হয়। আপনি যদি কনফারমেশন টাইম নিয়ে চিন্তা না করেন, তাহলে কম ফি স্পেন্ড করতে পারেন।
newbie
Activity: 10
Merit: 2
December 17, 2023, 07:45:16 AM
আচ্ছা ভাই বিটকয়েন এর গ্যাস ফি এত বাড়ার কারণ কি? আমার ট্রাস্ট ওয়ালেটে কিছু পরিমাণে বিটকয়েন ছিল কিন্তু বর্তমানে ফি অত্যধিক পরিমাণে বেশি হওয়ার কারণে ট্রান্সফার করতে পারছি না কোন ওয়েও দেখতে পাচ্ছি না,
ট্রাস্ট ওয়ালেট থেকে বিটকয়েন ট্রান্সফার করার সময় হয়তো ফি বেশি দেখায়। আমি @Cryptoprenuebraiboss এর Seasonal Token নামক একটা বাউন্টি করছিলাম যেটাই পেমেন্ট হিসেবে বিটকয়েন দিয়েছিল আমি সেটা আমার ট্রাস্ট ওয়ালেটে রেখেছিলাম আমি ভেবেছিলাম যখন বিটকয়েনের দাম বাড়বে তখন সেল করব Binance একাউন্ট এ নিয়ে কারণ তখন বিটকয়েনের দাম কম ছিল। সেইটা প্রায় ১৫ থেকে ১৬ দিন আগে Withdrawal করার সময় প্রায় এক ডলার ফি কেটে নিয়েছে।
এমনটা হওয়ার কারণ হয়তো বিটকয়েনের দাম বাড়লে ট্রান্সফার ফি এর পরিমাণও বেড়ে যায়। আবার যখন বিটকয়েনের দাম কমে তখন বিটকয়েন ট্রান্সফার ফি কমে যায়।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 17, 2023, 07:38:54 AM
আপনি এক কাজ করেন ট্রাস্ট ওয়ালেটে ডিফল্টভাবে ট্রানজেকশন করা, ট্রানজেকশন ফি হাই দেখাবেই, যখন অন্য ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করতে নিবেন তখন কাস্টম ফি করে নিবেন সেখানে 32sats/vB সেট করে নিতে পারেন, তবে এখানে একটা সমস্যা যে এটা অনেক সময় 24 ঘন্টারও বেশি সময় নিতে পারে ট্রানজেকশন কনফার্মেশন হওয়ার জন্য তাছাড়া অনেক সময় ট্রানজেকশন এর কনফার্মেশন  ক্যানসেলও হয়ে যেতে পারে।
আরো কম দিয়েও করা যায়। ১০-১৫ সাতোশি পার বাইট দিয়ে ভায়াবিটিসি ফ্রি এক্সিলারেশন ব্যবহার করলে কম খরচেই লেনদেন করা যায়। তবে মাথায় রাখতে হবে যে ট্রাঞ্জেকশন আইডি খুব দ্রুত সাবমিট করা লাগবে। কারন তারা প্রতি ঘন্টায় মাত্র ১০০তা ট্রাঞ্জেকশন সাবমিট করতে দেয়।
member
Activity: 94
Merit: 28
December 16, 2023, 09:09:11 PM
আমিও সেটাই ভেবে রেখেছিলাম। তবে আজকেই দেখি পেয়াজ আনতে হবে। তবে আমাদের বাজারে দাম কিছুটা সহনশীল। আশা করি বাজারে গিয়ে চোখ কপালে উঠবে না।
ভাই কমে গেছে ভাই কমে গেছে Grin। নতুন পিয়াজ আসার খবরে আবার ঝড়ের মতো কমছে। সন্ধায় বাজারে গেছিলাম, দেখি ১১০ টাকা কেজি এখন। তাই আবার ২ কেজি কিনে আনলাম। তবে পিয়াজের দাম সহনীয় পর্যায়ে গেলেও, আলু সেই আগের মতোই আছে, ৫৫ চলে আমাদের দিকে। অন্যদিকে পিয়াজের স্টক একটু কম দেখলাম। দোকানদারকে বল্লাম বলে, এই অস্থিতিশীল অবস্থায় একবারে বেশি কিনা রিস্ক, আজকে ১৮০ তে কিনলাম, আর পরের দিন ১১০-১২০ এ বেচা লাগতেছে। তাই ১০ কেজি ২০ কেজি এইভাবে কিনি। নয়তো আগে তো ৩-৪ বস্তা কিনে রাখতাম।

গুদাম সিন্ডিকেটের এখন মাথায় হাত দিতে হবে। গুদাম করা পিয়াজ ২ দিন পর থেকে চারা গাছ হওয়া শুরু করবে, লল।



ভারত তিন মাসের জন্য পেঁয়াজ আমদানি বন্ধ করার সাথে সাথে হুট করে পেঁয়াজের দাম ৩০০ টাকা কেজি হয়ে যায়। কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের জন্য আজকে বাজারে এই অবস্থা। তাই আমাদের সকলেরই উচিত পুরাতন পিয়াজ না কিনে আমাদের নতুন পেঁয়াজ কেনা উচিত যাতে করে আমাদের দেশে কৃষক গুলো বেঁচে থাকে। যদি আমরা পুরাতন পিয়াজ কিনে খায় তাহলে গুদাম সিন্ডিকেটের ব্যবসায় সাহায্য করা হবে। তাই আসুন আমরা সকলেই নতুন পিয়াজ কিনি।
পেঁয়াজের দাম আমাদের এদিকে অনেক কমে গেছে। পেঁয়াজ নিয়ে এত রাতে টেনশন করার দরকার নেই দাম বাড়লেই কি না বাড়লে কি সারা দিনে পিয়াজ লাগে মাত্র তিন থেকে চারটা বড় পেঁয়াজ হলে। আমাদের বাংলাদেশী সরকার হয়তো অন্য উপায় বলে দিতে পারতেন পিঁয়াজের বদলে কি দিয়ে রান্না করা হবে।  Grin যেমনটা একবার হয়তো দেখা গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন বেগুনের চপের বদলে কুমড়া দিয়ে চপ বানিয়ে খেতে বলেছিলেন। তা ভালো এ বছর মাননীয় প্রধানমন্ত্রী পিয়াজের বদলে অন্য কিছু দিয়ে রান্না করে খেতে বলে নাই।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 16, 2023, 12:43:08 PM
ভাই আমাদের এদিকে মনিটরিং নাই বল্লেই চলে একদমই নাই। তাও ভালো পরিচিত দোকানদার থাকায় কমে কমে আনতে পারি। তবে এখানে দোকানদার গুলোরও কোন দোষ নাই। ১৮০-১৯০ টাকা কেজি কিনে যদি ২০০ টাকায় বেচে, তাহলে দোষের কিছু দেখিনা। বাট আমরা হুদাই দোকানদার গুলোর উপর রাগ দেখায় বসি যেখানে দোষ সব সিন্ডিকেটের।
মনিটরিং যেমন হয়না, বেশিরভাগ গ্রাম্য বাজারে কোনো বাজার কমিটি নাই। আর বাজারে পন্যের দামের তালিকা তো একেবারেই নাই। বাজারে কমিটি থাকলে কমিটির কাছে আপনি নালিশ করতে পারবেন। একবারে তৃনমূল পর্যায়ে গিয়ে দাম কন্ট্রোল করা যায় না। তবে এক রাতের ব্যাবধানে যেখানে দাম হেড় ফের হয়, সেখানেই মূলত সমস্যা। সেটা যে কোনো বাজার হতে পারে। সব বাজারেই অসাধু ব্যাবসায়ী আছে। শুধুমাত্র খবর শুনেই তারা দাম বাড়িয়ে থাকে। তার কতো তে কেনা, কতো বিক্রি করতে হবে, এসব নিয়ে কোনো প্রকার মাথাব্যাথা নাই।
গ্রাম্য বাজার তো দূরের কথা ঢাকার আশেপাশে এমন অনেক জেলার রয়েছে যাদের কেন্দ্রীয় বাজারগুলোতে এ ধরনের সিন্ডিকেট দিয়ে ভর্তি। গ্রামের তৃণমূলের বাজার না হয় কন্ট্রোল করা যায় না তবে এইসব শহরের বাজারগুলোর কথা কি বলবেন? গরুর মাংসের দাম বলে কমেছে এগুলোর আচও এইসব বাজারগুলোতে,

না ভাই আমি অনেক ডিটারমেন্ট এইবার। খাইলামনা পিয়াজ, কি হয় দেখি। দাম কমুক আগে। অবশ্য আমাদের বাগানে পিয়াজ লাগানোও হইছে অলরেডি, কয়েক মাসের মধ্যে ফলন পাবো বলে আশা করতেছি।
আমিও সেটাই ভেবে রেখেছিলাম। তবে আজকেই দেখি পেয়াজ আনতে হবে। তবে আমাদের বাজারে দাম কিছুটা সহনশীল। আশা করি বাজারে গিয়ে চোখ কপালে উঠবে না।
সহনশীল না হয়ে আর কোথায় যাবে, পেঁয়াজ তো পচনশীল তাছাড়া একটি নিউজে দেখলাম অলরেডি পেঁয়াজের মধ্যে  কুশি গজানো শুরু করেছে। এখন আর গোডাউনে রেখে লাভ নেই এজন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদেরকে সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হচ্ছে।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা
আজকের এই দিনটি আমাদের জন্য খুবই স্মরণীয় একটি দিন। ৩০ লক্ষ শহীদের প্রাণ ত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই বাংলাদেশ। তারা যদি দেশের জন্য জীবন না দিত তাহলে আমরা পৃথিবীর বুকে মানচিত্রে বাংলাদেশ নামক দেশ দেখতে পেতাম না। হয়তো আমরা পূর্ব পাকিস্তান বলে আখ্যায়িত হতাম। যারা এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
স্বাধীনতার ৫২ বছর যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছে স্বাধীন দেশ। দেশের স্বাধীনতার জন্য জীবন বিলিয়ে দেওয়া বীর শহীদ।সে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ের যে স্বাধীনতা পেয়েছে অবশ্যই আমাদের শেষ স্বাধীনতা রক্ষা করতে হবে।
এনিওয়ে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা -> https://www.facebook.com/permalink.php?story_fbid=333320566138483&id=100083816264101





আচ্ছা ভাই বিটকয়েন এর গ্যাস ফি এত বাড়ার কারণ কি? আমার ট্রাস্ট ওয়ালেটে কিছু পরিমাণে বিটকয়েন ছিল কিন্তু বর্তমানে ফি অত্যধিক পরিমাণে বেশি হওয়ার কারণে ট্রান্সফার করতে পারছি না কোন ওয়েও দেখতে পাচ্ছি না,
প্রথমে বলে নেই ভাই বিটকয়েন কে অন্যান্য আল্ট কয়েনের মতন ভাবলে ভুল করবেন, এখানে কথাটি গ্যাস ফি হবে না ট্রানজেকশন ফি হবে।ফি বৃদ্ধি পাওয়ার কারন জানতে  কয়েন আলাপের এই আর্টিকেলটি পড়ুন-বিটকয়েন এর ফি কেন বৃদ্ধি পায়?
আপনি এক কাজ করেন ট্রাস্ট ওয়ালেটে ডিফল্টভাবে ট্রানজেকশন করা, ট্রানজেকশন ফি হাই দেখাবেই, যখন অন্য ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করতে নিবেন তখন কাস্টম ফি করে নিবেন সেখানে 32sats/vB সেট করে নিতে পারেন, তবে এখানে একটা সমস্যা যে এটা অনেক সময় 24 ঘন্টারও বেশি সময় নিতে পারে ট্রানজেকশন কনফার্মেশন হওয়ার জন্য তাছাড়া অনেক সময় ট্রানজেকশন এর কনফার্মেশন  ক্যানসেলও হয়ে যেতে পারে।

member
Activity: 108
Merit: 46
December 16, 2023, 12:24:17 PM
আচ্ছা ভাই বিটকয়েন এর গ্যাস ফি এত বাড়ার কারণ কি? আমার ট্রাস্ট ওয়ালেটে কিছু পরিমাণে বিটকয়েন ছিল কিন্তু বর্তমানে ফি অত্যধিক পরিমাণে বেশি হওয়ার কারণে ট্রান্সফার করতে পারছি না কোন ওয়েও দেখতে পাচ্ছি না,
full member
Activity: 546
Merit: 164
December 16, 2023, 10:21:13 AM
আমিও সেটাই ভেবে রেখেছিলাম। তবে আজকেই দেখি পেয়াজ আনতে হবে। তবে আমাদের বাজারে দাম কিছুটা সহনশীল। আশা করি বাজারে গিয়ে চোখ কপালে উঠবে না।
ভাই কমে গেছে ভাই কমে গেছে Grin। নতুন পিয়াজ আসার খবরে আবার ঝড়ের মতো কমছে। সন্ধায় বাজারে গেছিলাম, দেখি ১১০ টাকা কেজি এখন। তাই আবার ২ কেজি কিনে আনলাম। তবে পিয়াজের দাম সহনীয় পর্যায়ে গেলেও, আলু সেই আগের মতোই আছে, ৫৫ চলে আমাদের দিকে। অন্যদিকে পিয়াজের স্টক একটু কম দেখলাম। দোকানদারকে বল্লাম বলে, এই অস্থিতিশীল অবস্থায় একবারে বেশি কিনা রিস্ক, আজকে ১৮০ তে কিনলাম, আর পরের দিন ১১০-১২০ এ বেচা লাগতেছে। তাই ১০ কেজি ২০ কেজি এইভাবে কিনি। নয়তো আগে তো ৩-৪ বস্তা কিনে রাখতাম।

গুদাম সিন্ডিকেটের এখন মাথায় হাত দিতে হবে। গুদাম করা পিয়াজ ২ দিন পর থেকে চারা গাছ হওয়া শুরু করবে, লল।



ভারত তিন মাসের জন্য পেঁয়াজ আমদানি বন্ধ করার সাথে সাথে হুট করে পেঁয়াজের দাম ৩০০ টাকা কেজি হয়ে যায়। কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের জন্য আজকে বাজারে এই অবস্থা। তাই আমাদের সকলেরই উচিত পুরাতন পিয়াজ না কিনে আমাদের নতুন পেঁয়াজ কেনা উচিত যাতে করে আমাদের দেশে কৃষক গুলো বেঁচে থাকে। যদি আমরা পুরাতন পিয়াজ কিনে খায় তাহলে গুদাম সিন্ডিকেটের ব্যবসায় সাহায্য করা হবে। তাই আসুন আমরা সকলেই নতুন পিয়াজ কিনি।
sr. member
Activity: 420
Merit: 376
December 16, 2023, 10:09:43 AM
একটি সতর্কতামূলক পোস্ট

বর্তমান সময়ে বাংলাদেশের প্রায় ১৭-১৮ টি জেলায় ধান কাটতে গিয়ে অনেক কৃষক রাসেল'স ভাইপারের (চন্দ্রবোড়া) কামড়ের শিকার হচ্ছে।
এই সাপ কামড়ানোর ৮০-৯০ মিনিটের মধ্যে এন্টিভেনম না দিলে মৃত্যু নিশ্চিত।

এই সাপ এর কামড় থেকে রক্ষায় ধান কাটার একদিন আগে জমিতে ব্লিচিং পাউডার ছিটানো বা গামবুট ব্যাবহার করা জরুরি।

তবে এ সাপ রেসকেউ করার চেয়ে মেরে ফেলাই উত্তম। কারণ এটি একবারে ৪০-৫০ টি বাচ্চা প্রসব এর মাধ্যমে বংশবিস্তার করে৷
আমাদের উত্তরবঙ্গের আমার এলাকার আশেপাশে সম্প্রীতি একটি ঘটনা ঘটেছে যেখানে একজন এই সাপের কামড়ে আহত হয়েছে পরে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা দেওয়ার পর সে সুস্থ হয়েছে।
আমাদের এখানে যারা আছে তারা সবাই মোটামুটি কৃষি প্রধান পরিবারের মানুষ। আমাদের সামনে যেহেতু ইরি ধান রোপন করার সময় আসছে তাই সবাইকে সতর্কতার সহিত কাজগুলো করা উচিত। বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে রাসেলস ভাইপার বেশি দেখা যায়। খাবারের সন্ধানে ফসলের মাঠে চলে আসে এই বিষাক্ত সাপ। এই সাপের পছন্দের খাবার হচ্ছে ইঁদুর যেটি ধান ক্ষেতে বেশি থাকে গর্ত করে।
Pages:
Jump to: