ম্যানি লন্ডারের দায়ে ইউএস ফেডারেল সাইটটা বাজেয়াপ্ত করেছে।
সিনবাদ মিক্সার বাজেয়াপ্ত করেছে FIOD যেটা নেদারল্যান্ড এর একটা সরকারি সংস্থা!
আমার কাছে কেনো জানি মনে হচ্ছে এটা ভিন্ন রকম কোনো ঘটনা হতে পারে। তবুও আসল সত্যি টা তো কেউ জানি না। সিনবাদ নিজে থেকে এমন করলে মাত্র ২ দিন আগে ০.৫ বিটকয়েন ক্যাম্পেইনের এসক্রো এড্রেস এ দিতো না। না দিয়েই তারা চাইলে ওয়েবসাইট বন্ধ করতে পারতো।
ওততেরি, আমি জানতাম যে FIDO ইউএসএ এর কোনো ফেডারেল সংস্থা। মাই মিসটেক
। হ্যা ভাই আমার কাছেও বিষয়টা কেমন জানি ঘটকা লাগলো। এমন হওয়ার কথা না। তারা তাদের মিক্সারের ব্যাপক প্রচারণা চালাইছে। ৫০+ সপ্তাহ অনেক বড় একটা সময়। অন্য কোনো কাম্পেইন এত দিন চলছে কিনা সিউর না। আর স্ক্যামই যদি করতো তাহলে সপ্তাহে সপ্তাহে এত টাকা খরচ করতো না। দুই দিন আগেও তো এসক্রো ফিল করে দিলো। সবকিছু ঠিকঠাক লাগছিল সবার কাছে। আমার মনে হয়, সাইটটি সম্ভবতো কোনো হ্যাকের শিকার হইছিল, এজন্য ডাউন ছিলো কিছুদিন। নয়তো হঠাৎ করে মেইনটেনেন্স নোটিস দিবে কেনো। Royce777 ও এমনটা বললো দেখলাম। দেখা যাক সিনবাদ টিম কি বলে।
নিউজটা ভাই আজকে সকালে যখন প্রথম দেখলাম তখন ভেবেছিলাম ফেক নিউজ কিন্তু সিনবাদ এর অফিসিয়াল ওয়েবসাইট টিতে যখন প্রবেশ করলাম তখন বড় ধরনের একটা সক খেলাম। যদিও দুই মাসের বেশি হয়ে গিয়েছে আমি এই ক্যাম্পেইন থেকে লিভ নিয়েছিলাম তবুও হালকা ধাক্কা খেয়েছি আমি আমার ফুল মেম্বার থেকে হিরো মেম্বার হওয়ার জার্নিটা এই ক্যাম্পেইনে কাটিয়েছি মোট ৪০ সপ্তাহ তাছাড়াও যে এত বড় বড় প্রজেক্টগুলো একটার পর একটা এভাবে মানিলন্ডারিং এর কেস এ ফেসে যাচ্ছে এটা আসলে ভাববার বিষয়।
যাই হোক থিমসও অলরেডি তার ডিক্লারেশন দিয়ে দিয়েছে-
Bitcointalk.org is not a darknet site. Linking to illegal services is not allowed. As mentioned in the law-enforcement press release, "a cryptocurrency mixing service is not necessarily illegal." But a seized mixer is rather different from just any old mixer. Sinbad, if still operating, is now clearly a darknet site, and therefore not allowed on bitcointalk.org.
The OP is banned. This topic is archived. The onion address is wordfiltered, and bypassing the wordfilter will get you banned.
সিনবাদ মিক্সারে যারা সিগনেচার ক্যাম্পেইন করেছে এবং ওই সিগনেচার ক্যাম্পেইনের ইস্ক্রো এড্রেস থেকে যে সকল পার্টিসিপেন্টরা পেমেন্ট পেয়েছে তাদের ক্ষেত্রেও কি কোন সমস্যা হবে কিনা সেটা কেউ বলতে পারে।
যেহেতু বাইনান্স এটার Escrow করা ওয়ালেটকে তাদের ব্ল্যাকলিস্টে ফালিয়েছে, তাই এটা স্বাভাবিক যে যারা তাদের বাইনান্স এর ওয়ালেট সরাসরি ব্যবহার করেছে তাদের একাউন্টে কিছু ঝামেলা শেষ করতে হতেই পারে। যে স্ক্রিনশটটি দেখতেছেন সেটি একটি সিনবাদ ক্যাম্পেইনারের।
বিটকয়েনটক ফোরামের অবস্থা গুরুতর হবে কেন!? এই ধরনের বিটকয়েন মিক্সার এর ঘটনা এবারই শুধু প্রথম নয় তাছাড়া প্রতিনিয়ত কত প্রজেক্ট আছে যারা স্ক্যাম করে এতে করে ফোরামের কোন গুরুতর অবস্থা হবে না কারণ ফোরাম এই সকল প্রজেক্ট এর সাথে যুক্ত নয় এবং এদেরকে সাপোর্টও করে না। ক্যাম্পেইন ম্যানেজারদের ক্ষেত্রেও একই কথা।
তাহলে তো এক সময় বিটকয়েন ফোরামের অবস্থাও গুরুতর হয়ে যাবে কেউ আর এই মিক্সার টাইপের সিগনেচার ক্যাম্পেইন ম্যানেজ করতে চাইবে না। এই কেসটা আসলে গুরুতর এবং খুব সম্ভবত Royse ভয়ে রয়েছে এবং সে একজন আইনজীবীর সাথে কথা বলে এই বিষয়ে একটু ক্লিয়ার হতে চান। পরবর্তীতে কি ঘটবে এই বিষয় নিয়ে আপাতত এখন কিছু বলা যাচ্ছে না। তবে কিছুদিন রইসি কে গা ঢাকা দিয়ে থাকাই ভালো বলে মনে করছি।
গা ঢাকা ভয় এগুলোর কথা বলবো না যেহেতু Roysee ইল্লিগাল কিছু করেনি তাই আমি বলব এটি সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীর দ্বারস্থ হয়েছে। যেহেতু পুরো বিষয়টা আইনের খেলা।