Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 96. (Read 5321652 times)

sr. member
Activity: 434
Merit: 350
December 01, 2023, 11:01:56 AM
তাহলে কিভাবে বের করব ফিঙ্গারপ্রিন্ট?
Angry

আপনি যদি একটু ভালোভাবে ঘাটাঘাটি করতেন তাহলে অবশ্যই আপনার নিজের Fingerprint বের করতে পারতেন।
এটা বের করা একদম সহজ ইতিমধ্যেই @DYING_SOUL
ভাই তার পোষ্টের মাধ্যমে আপনাকে খুবই সহজভাবে বিস্তারিত বলে দিয়েছে। হয়তো আপনি তার পোস্ট পড়লে শিখবেন।
আমি আপনাকে আরো একটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি ছবির মাধ্যমে। এই ছবিগুলো একটু ভাল করে লক্ষ্য করলে আপনি অবশ্যই আপনার নিজের Fingerprint (ফিঙ্গারপ্রিন্ট) বের করতে পারবেন।

প্রথমে আপনি আপনার OpenKeychain App প্রবেশ
করবেন।
প্রবেশ করার পর এই ছবিগুলো দেখুন আশা করি Fingerprint নিয়ে যদি কোন সমস্যা থেকে থাকে সবকিছু ক্লিয়ার হবে আপনার।

       



উদাহরণস্বরূপ, আমার Fingerprint (ফিঙ্গারপ্রিন্ট): 0095c51d2d76a2ccd0018358c19eb88593b11ac5


hero member
Activity: 770
Merit: 482
December 01, 2023, 10:07:51 AM
কারন Theymos স্পষ্ট বইলা দিছে যে মিক্সার রিলেটেড সকল পুরাতন পোস্ট অটোমেটিক ডিলেট হইয়া যাবে।
কারেকশন!
কোনো পোষ্ট ই ডিলেট করা হবে না। পুরাতন কোনো পোষ্ট এ কোনো মিক্সার এর লিংক বা নাম পোষ্ট এডিট করে বসানো যাবে না। এমনকি নতুন পোষ্ট এ কোনো মিক্সার এর নাম বা লিংক দেয়া যাবে না। মিক্সার রিলেটেড পুরাতন সকল টপিক লক করে আরকাইভ করে দেয়া হবে।

আর Theymos এর ওয়ার্নিং এর পরেও যদি নতুন করে কেউ মিক্সার রিলেটেড ডিস্কাসন এই ফোরামে করেন তাহলে আপনার একাউন্ট ব্যানও হতে পারে।
মিক্সার রিলেটেড ডিস্কাশন এখনো করতে পারছেন, ভবিষ্যতেও করতে পারবেন। তবে কোনো মিক্সার এর নাম মেনশন করা যাবে না এবং লিংক পোষ্ট করা যাবে না। উদাহারন;

I would just like to see this point clarified. What is considered directing someone to a mixer?

If someone says:
"We can use a mixer to break your connection"
"There are services that mix the currencies of several users, and that way you can try to increase your privacy. Search on Google."
"Yesterday I used a very good new mixing service, different from all the others we usually use. Search for 'new btc mix' and find out."


Of the three sentences, which are found in this rule?

Of those three examples, the first and second would be OK because they don't direct people to a specific mixer.

তাই এই বিষয়গুলো থেকে সতর্ক থাকেন সবাই। আর যত দ্রুত সম্ভব মিক্সার প্রজেক্টগুলোর সিগনেচার ছেড়ে দেন। তা না হলে একাউন্টের সমস্যা হতে পারে।

অবশ্যই জানুয়ারীর ১ তারিখের আগে সিগনেচ্যার রিমুভ করতে হবে। এর আগে অব্দি একাউন্ট এর কোনো সমস্যাই হবে না।
sr. member
Activity: 546
Merit: 309
December 01, 2023, 09:58:54 AM
সতর্ক বার্তা

বিটকয়েন মিক্সারের মাধ্যমে মানি-লন্ডারিংয়ের  এর মত কাজগুলো প্রচুর পরিমাণে ঘটেছে। তাই এটা নিয়ে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন চলতেছে। আপনারা সবাই রিসেন্টলি দেখেছেন Sinbad এর বিষয়টা। তাদের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। আর জানুয়ারির ১ তারিখ থেকে এই ফোরামের সকল ধরনের মিক্সারকে ব্যান ঘোষণা করেছে Theymos. তাই এখন থেকে মিক্সার রিলেটেড সকল প্রকার ডিসকাশন থেকে বিরত থাকেন সবাই। কারন Theymos স্পষ্ট বইলা দিছে যে মিক্সার রিলেটেড সকল পুরাতন পোস্ট অটোমেটিক ফিন্টার হইয়া যাবে তাই চিন্তা নাই পুরাতন মিক্সার রিলেটেড পোস্টের জন্য একাউন্ট ব্যান হবার কোনো সম্ভাবনা নাই শুধু পোস্টগুলো ডিলিট হতে পারে। আর Theymos এর ওয়ার্নিং এর পরেও যদি নতুন করে কেউ মিক্সার রিলেটেড ডিস্কাসন এই ফোরামে করেন তাহলে আপনার একাউন্ট ব্যানও হতে পারে অপর দিকে জানুয়ারির ১ তারিখেত পর মিক্সারের কোনো লিংক এখানে পোস্ট হবে না, পোস্ট করতে গেলে অটোমেটিক লিংক নষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়গুলো থেকে সতর্ক থাকেন সবাই। আর যত দ্রুত সম্ভব মিক্সার প্রজেক্টগুলোর সিগনেচার ছেড়ে দেন। তা না হলে একাউন্টের সমস্যা হতে পারে।

Bitcointalk.org aims to allow about as much freedom as is reasonably possible. But this is not a darknet forum, and with mixers looking "grayer and grayer", it's no longer reasonably possible to allow linking to mixers. Even though "a cryptocurrency mixing service is not necessarily illegal," a clear pattern has emerged where mixers pop up, last for a little while, and then get taken down by law enforcement once they get too big. Allowing mixers to be posted on bitcointalk.org before they seemingly-inevitably get declared illegal and seized is not sustainable. Therefore, linking to mixers will no longer be allowed, just the same as linking to darknet sites is already not allowed.

To avoid disruption, there will be a grace period: Nothing will change until Jan 1, 2024.

Starting Jan 1, 2024:
 - Existing mixer announcement topics (and a few topics that have no value without mixer-links) will be locked and archived.
 - Going forward, directing people to mixers in new posts/edits will be totally disallowed, and doing so could lead to a ban. Many mixer URLs will be wordfiltered-out, and if you bypass the wordfilter, then that'll definitely be ban-worthy.
 - Any remaining mixer signatures (etc.) may be deleted. Anyone persisting in advertising mixers will be banned.
 - In most cases, old posts will not be deleted. Nobody should be banned for old posts.

You do not need to go edit/delete your past posts. Links will be automatically wordfiltered-out as of Jan 1, or in a few cases mods will archive or delete posts, but you will not be banned for old mixer-related posts.

It will continue to be OK to discuss mixers in a general sort of way. Just don't direct people to mixers: don't link to a mixer, don't link to a directory with links to mixers, don't tell people to "Google ASDFmixer", don't link to a mixer's telegram, etc.

Full Post - https://bitcointalksearch.org/topic/mixers-to-be-banned-5476162
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 01, 2023, 09:51:43 AM
কোট

Learn Bitcoin ভাইয়ের কি ইমপোর্ট করার পর আপনি সেটা কনফার্ম করেন নাই। তাই কনফার্ম করতে বলতেছে। আপনি যখন একজনের কি ইমপোর্ট করবেন তখন প্রথমেই সেটার সার্টিফিকেটটি কনফার্ম করে নিয়ে হয়। মানে আমি এই কি গুলোকে বিশ্বাস করি। সহজ ভাষায় এই কি টা Learn Bitcoin ভাইয়ের সেটা আমি কনফার্ম করলাম।

আগের কমেন্টে আমি বলেছিলাম ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা কথা, মনে পড়ে? এখানে ঠিক সেটাই বলতেছে। Confirm Fingerprint। যেহেতু আপনি হাজার হাজার কি ইমপোর্ট করেননি, শুধু ভাইয়েরটাই করছেন, সেক্ষেত্রে আপনি কোনো ভয় ছাড়াই কনফার্ম এ ক্লিক করে দিতে পারেন। তারপরেও যদি সিউর না হন, সেক্ষেত্রে ভাইয়ের কাছ থেকে তার ফিঙ্গারপ্রিন্ট টা চান এবং সেটার সাথে আপনার ফোনে যেটা সো করবে সেটা ম্যাচ করুন।

আপনারটার ক্ষেত্রে দেখেন, three dot এ ক্লিক করার পর advance অপশন সো করতেছে। সেখানে চাপুন। তারপর একটা মেনুতে নিয়ে যাবে। সেখানে ৪ টা অপশন থাকবে, ১. START ২.SHARE ৩.IDENTITIES ৪.SUBKEYS। এর মধ্যে SHARE এ চাপুন তাহলে ফিঙ্গারপ্রিন্ট টা পেয়ে যাবেন।

এর থেকে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই ভাই।  Smiley
jr. member
Activity: 448
Merit: 2
December 01, 2023, 08:42:42 AM
Humble Bitcoiners  একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (Christmas giveaway )।  তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-2023-christmas-giveaway-100-slots3-pieces-5476156 এখানে আবেদনের জন্য কোন নিয়ম নাই। একজন একটি আবেদন করতে পারবেন।

shasan ভাই, আপনি তো Vsion Hub Campaign এর Token escrowed করেছেন। কিন্তু আমি যখন এই Campaign এর Instragram এ join হতে যাই তখনি এই লেখাটা আসে।

এটার সমাধান কী?
sr. member
Activity: 406
Merit: 371
December 01, 2023, 08:03:42 AM
একটু ঘাটাঘাটি করলেই সব বুঝতে পারবেন।
আমার একটা সমস্যা এখনো সমাধান করতে পারতেছি না।
আমার নিজস্ব Fingerprint বের করতে পারতাছি না।
@DYUNG_SOULএর দেওয়া ছবি দিকনির্দেশনা অনুযায়ী চেষ্টা করেছি তারপরও হচ্ছে না।
আমি যখন আপনাদের এখানে

ক্লিক করি তখন দেখা যায় থ্রি ডট এ ক্লিক করলে Confirm with fingerprint লেখা বইসা উঠে।
তারপর যখন আমারটায় ক্লিক করি তখন কনফার্ম উইত ফিঙ্গারপ্রিন্ট লেখা ওঠে না।



তাহলে কিভাবে বের করব ফিঙ্গারপ্রিন্ট?
Angry

Quote
আলহামদুলিল্লাহ! আমি ভালো আছি। ফোরামে যে কাউকেই স্যার বলা থেকে বিরত থাকবেন। একটা ফ্রেন্ডলি এডভাইজ দিলাম।

অনেক ধন্যবাদ এডভাইসটি দেওয়ার জন্য। আসলে জানতাম না যে কি বলে বড়দেরকে সম্বোধন করতে হয়। মনে হয় ফোরামে স্যার বললে অনেকেই বিরক্ত হয়।

copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 01, 2023, 06:49:01 AM
Humble Bitcoiners  একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (Christmas giveaway )।  তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-2023-christmas-giveaway-100-slots3-pieces-5476156 এখানে আবেদনের জন্য কোন নিয়ম নাই। একজন একটি আবেদন করতে পারবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 01, 2023, 04:46:33 AM
PGP নিয়া আমার অনেক আগে থেকে জানার আগ্রহ ছিল যখন আপনি প্রথমেই বাংলাতে পোস্ট করছিলেন।
তখন কিছুই বুঝছিলাম না হয়তো ওইটা এন্ড্রয়েড ফোনে ব্যবহারের জন্য ছিল না।
হ্যা, সেটা এন্ড্রয়েড ফোনে ব্যাবহারের জন্য ছিলো না। আমিও অনেকদিন ধরে এই এ্যপ টা ঘাটাঘাটি করার পর ফিচার গুলো বা সিষ্টেমগুলো বুঝতে পেরেছি। একটু ঘাটাঘাটি করলেই সব বুঝতে পারবেন।

আজকে আপনার এই পোস্টটা পইড়া শিখলাম।
আশা করি আপনি সহ আরো অনেকেই নতুন কিছু শিখতে পেরেছেন যেটা প্রাইভেসির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সাধারনত এগুলো শিখি শুধুমাত্র কিছু মেরিট পাওয়ার জন্য। তবুও অন্তত মেরিট পাওয়ার জন্য হলেও যদি কেউ জিনিস টা শিখে রাখে, ভবিষ্যতে সেটা কাজে লাগবে।

আপনাকে দেওয়া আমার মেসেজ
আলহামদুলিল্লাহ! আমি ভালো আছি। ফোরামে যে কাউকেই স্যার বলা থেকে বিরত থাকবেন। একটা ফ্রেন্ডলি এডভাইজ দিলাম।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 30, 2023, 10:23:04 PM
হেলো ভাই বোনেরা!

আমি এখন অব্দি ২ টা পিজিপি টিউটোরিয়াল লিখেছি। এবং সেগুলো ছিলো লিন্যাক্স এবং উইন্ডোজ ব্যাবহারকারীদের জন্য। কিন্তু আমি ভাবছিলাম যে এন্ড্রয়েডের জন্য কোনো এ্যাপ্স আছে কি না। আমাদের বেশিরভাগ লোকাল মেম্বার রা এন্ড্রয়েড ব্যাবহার করে থাকেন। তো আজকে আপনাদের জন্য এন্ড্রয়েড এর জন্য টিউটোরিয়াল নিয়ে আসলাম।
গত কাল আমি আমার ফোনে ২-৩ বার ট্রাই করেছি কিন্তু একটা বিষয়ে বুঝতেছি না। gmail টা দেওয়া ক্ষেত্রে আমি কেমন জানি ব্যাতিক্রম দেখলাম। আপনিও দেখি সঠিক মেইল ব্যবহার করেন নি। আমিও একবার সঠিক মেইল দিয়ে ট্রাই করেছি, আবার ভুল মেইল দিয়ে ট্রাই করেছি, তবে যেকোন বানানো মেইল দিলেই হয়ে যাচ্ছে। PGP আর আমাদের বিটকয়েন টক ফরামে একাউন্ট করা সেম অবস্থা সঠিক মেইল এর প্রয়োজন পরে না। সঠিক মেইল দিলে করলে ভালো হবে, নাকী ভুল মেইল দিয়ে করলে হবে।।

মেইলের আসলে কাজ কি আমরা নিজেও জানিনা। তবে PGP যেহেতু প্রাইভেসি রিলেটেট একটা টেকনোলোজি, তাই নিজের পার্সোনাল মেইল ব্যবহার না করাই শ্রেয়। আপনার যদি মনে হয় ইচ্ছামতো মেইল দিল যদি কারো সাথে মিল যায়? আয় হায় কি হবে এখন? সেক্ষেত্র এমন ফরমাটে মেইল দিবেন যার কোনো অস্তিত্বই নাই। যেমন আমার ক্ষেত্রে আমি dying_s0ul@android :)com দিসিলাম। আমি মনে হয়না android.com এই ডোমেনে কোনো মেইল সার্ভিস চালু আছে। আর PGP তে সবথেকে বেশি ম্যাটার করে Private Key আর Passphase Key (যদি সেট করে থাকেন)। এটা দিয়েই মূলত নতুন কোনো ডিভাইসে আপনার পুরানো PGP টা ইমপোর্ট করতে পারবেন আমার জানা মতে। অনেকটা ক্রিপ্টোর মতোই ধরতে পারেন।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
November 30, 2023, 09:15:57 PM
হেলো ভাই বোনেরা!

আমি এখন অব্দি ২ টা পিজিপি টিউটোরিয়াল লিখেছি। এবং সেগুলো ছিলো লিন্যাক্স এবং উইন্ডোজ ব্যাবহারকারীদের জন্য। কিন্তু আমি ভাবছিলাম যে এন্ড্রয়েডের জন্য কোনো এ্যাপ্স আছে কি না। আমাদের বেশিরভাগ লোকাল মেম্বার রা এন্ড্রয়েড ব্যাবহার করে থাকেন। তো আজকে আপনাদের জন্য এন্ড্রয়েড এর জন্য টিউটোরিয়াল নিয়ে আসলাম।
গত কাল আমি আমার ফোনে ২-৩ বার ট্রাই করেছি কিন্তু একটা বিষয়ে বুঝতেছি না। gmail টা দেওয়া ক্ষেত্রে আমি কেমন জানি ব্যাতিক্রম দেখলাম। আপনিও দেখি সঠিক মেইল ব্যবহার করেন নি। আমিও একবার সঠিক মেইল দিয়ে ট্রাই করেছি, আবার ভুল মেইল দিয়ে ট্রাই করেছি, তবে যেকোন বানানো মেইল দিলেই হয়ে যাচ্ছে। PGP আর আমাদের বিটকয়েন টক ফরামে একাউন্ট করা সেম অবস্থা সঠিক মেইল এর প্রয়োজন পরে না। সঠিক মেইল দিলে করলে ভালো হবে, নাকী ভুল মেইল দিয়ে করলে হবে।।

full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
November 30, 2023, 08:39:09 PM
গা ঢাকা ভয় এগুলোর কথা বলবো না  যেহেতু Roysee ইল্লিগাল কিছু করেনি  তাই আমি বলব এটি সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীর দ্বারস্থ হয়েছে।  যেহেতু পুরো বিষয়টা আইনের খেলা। Roll Eyes

'এ্যামেরিকার হোম ট্রেজারি' একটা ডিপার্ট্মেন্ট যারা বিভিন্ন্য বিষয়ে নীতি প্রণয়ন করে থাকে, এখন এখানে আসল সমস্যা হচ্ছে যে আমেরিকার তারা এটাকে বন্ধ করেছে এটা ঠিক আছে কিন্তু এখানে যদি সমস্যায় পড়ে তাহলে সবাই সমস্যাতে পড়বে কেউ একা পরবেনা।

আর বিনাঞ্চে যে বিষয়টা সেটা হচ্ছে যে ফিন্যান্স চাইলে ফ্রিজ করে রাখতে পারে বা ব্ল্যাক লিস্টে রাখতে পারে, কিন্তু সেই অ্যাড্রেস থাকে না যেহেতু এখানে নাম উল্লেখ নেই সেহেতু এটা একটু আইডেন্টিফাই করা জটিল হবে সবগুলা এ্যাড্রেস কে।
আশা করি কোন ধরনের সমস্যা হবে কথা না তার কারণ এই যাবৎ পর্যন্ত এই ধরনের কিছু কোন সমস্যা হয়নি বিটকয়েন টক থেকে যারা কাজ করেছে, আর যদি কখনো সমস্যা হয় তাহলে ছিনবাদ ক্যাম্পেইনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা কাজ করেছে সবারই কিছু না কিছু সমস্যা হবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 30, 2023, 12:17:55 PM
ম্যানি লন্ডারের দায়ে ইউএস ফেডারেল সাইটটা বাজেয়াপ্ত করেছে।

সিনবাদ মিক্সার বাজেয়াপ্ত করেছে FIOD যেটা নেদারল্যান্ড এর একটা সরকারি সংস্থা!
আমার কাছে কেনো জানি মনে হচ্ছে এটা ভিন্ন রকম কোনো ঘটনা হতে পারে। তবুও আসল সত্যি টা তো কেউ জানি না। সিনবাদ নিজে থেকে এমন করলে মাত্র ২ দিন আগে ০.৫ বিটকয়েন ক্যাম্পেইনের এসক্রো এড্রেস এ দিতো না। না দিয়েই তারা চাইলে ওয়েবসাইট বন্ধ করতে পারতো।
ওততেরি, আমি জানতাম যে FIDO ইউএসএ এর কোনো ফেডারেল সংস্থা। মাই মিসটেক  Smiley। হ্যা ভাই আমার কাছেও বিষয়টা কেমন জানি ঘটকা লাগলো। এমন হওয়ার কথা না। তারা তাদের মিক্সারের ব্যাপক প্রচারণা চালাইছে। ৫০+ সপ্তাহ অনেক বড় একটা সময়। অন্য কোনো কাম্পেইন এত দিন চলছে কিনা সিউর না।  আর স্ক্যামই যদি করতো তাহলে সপ্তাহে সপ্তাহে এত টাকা খরচ করতো না। দুই দিন আগেও তো এসক্রো ফিল করে দিলো। সবকিছু ঠিকঠাক লাগছিল সবার কাছে। আমার মনে হয়, সাইটটি সম্ভবতো কোনো হ্যাকের শিকার হইছিল, এজন্য ডাউন ছিলো কিছুদিন। নয়তো হঠাৎ করে মেইনটেনেন্স নোটিস দিবে কেনো। Royce777 ও এমনটা বললো দেখলাম। দেখা যাক সিনবাদ টিম কি বলে।
নিউজটা ভাই আজকে সকালে যখন প্রথম দেখলাম তখন ভেবেছিলাম ফেক নিউজ কিন্তু সিনবাদ এর অফিসিয়াল ওয়েবসাইট টিতে যখন প্রবেশ করলাম তখন বড় ধরনের একটা সক  খেলাম।  যদিও দুই মাসের বেশি হয়ে গিয়েছে আমি এই ক্যাম্পেইন থেকে লিভ নিয়েছিলাম  তবুও হালকা ধাক্কা খেয়েছি  আমি আমার ফুল মেম্বার থেকে হিরো মেম্বার  হওয়ার জার্নিটা এই ক্যাম্পেইনে কাটিয়েছি  মোট ৪০ সপ্তাহ  তাছাড়াও যে এত বড় বড় প্রজেক্টগুলো  একটার পর একটা  এভাবে মানিলন্ডারিং এর কেস এ ফেসে যাচ্ছে এটা আসলে ভাববার বিষয়।
যাই হোক থিমসও অলরেডি  তার ডিক্লারেশন দিয়ে দিয়েছে-
Bitcointalk.org is not a darknet site. Linking to illegal services is not allowed. As mentioned in the law-enforcement press release, "a cryptocurrency mixing service is not necessarily illegal." But a seized mixer is rather different from just any old mixer. Sinbad, if still operating, is now clearly a darknet site, and therefore not allowed on bitcointalk.org.

The OP is banned. This topic is archived. The onion address is wordfiltered, and bypassing the wordfilter will get you banned.

সিনবাদ মিক্সারে যারা সিগনেচার ক্যাম্পেইন করেছে এবং ওই সিগনেচার ক্যাম্পেইনের ইস্ক্রো এড্রেস থেকে যে সকল পার্টিসিপেন্টরা পেমেন্ট পেয়েছে তাদের ক্ষেত্রেও কি কোন সমস্যা হবে কিনা সেটা কেউ বলতে পারে।
যেহেতু বাইনান্স এটার Escrow করা ওয়ালেটকে তাদের ব্ল্যাকলিস্টে ফালিয়েছে, তাই এটা স্বাভাবিক যে যারা তাদের বাইনান্স এর   ওয়ালেট সরাসরি ব্যবহার করেছে  তাদের একাউন্টে কিছু ঝামেলা শেষ করতে হতেই পারে। যে স্ক্রিনশটটি দেখতেছেন সেটি একটি সিনবাদ ক্যাম্পেইনারের।
বিটকয়েনটক ফোরামের  অবস্থা গুরুতর হবে কেন!?  এই ধরনের  বিটকয়েন মিক্সার এর ঘটনা এবারই শুধু প্রথম নয়  তাছাড়া প্রতিনিয়ত কত প্রজেক্ট আছে যারা স্ক্যাম করে  এতে করে ফোরামের কোন গুরুতর অবস্থা  হবে না কারণ ফোরাম এই সকল প্রজেক্ট এর সাথে যুক্ত নয় এবং এদেরকে সাপোর্টও করে না।  ক্যাম্পেইন ম্যানেজারদের ক্ষেত্রেও একই কথা।
Quote
তাহলে তো এক সময় বিটকয়েন ফোরামের অবস্থাও গুরুতর হয়ে যাবে কেউ আর এই মিক্সার টাইপের সিগনেচার ক্যাম্পেইন ম্যানেজ করতে চাইবে না। এই কেসটা আসলে গুরুতর এবং খুব সম্ভবত Royse ভয়ে রয়েছে এবং সে একজন আইনজীবীর সাথে কথা বলে এই বিষয়ে একটু ক্লিয়ার হতে চান। পরবর্তীতে কি ঘটবে এই বিষয় নিয়ে আপাতত এখন কিছু বলা যাচ্ছে না। তবে কিছুদিন রইসি কে গা ঢাকা দিয়ে থাকাই ভালো বলে মনে করছি।
গা ঢাকা ভয় এগুলোর কথা বলবো না  যেহেতু Roysee ইল্লিগাল কিছু করেনি  তাই আমি বলব এটি সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীর দ্বারস্থ হয়েছে।  যেহেতু পুরো বিষয়টা আইনের খেলা। Roll Eyes
jr. member
Activity: 147
Merit: 3
"Success will come if you have patience"
November 30, 2023, 12:13:20 PM
29/11/23 তারিখে MicroStrategy ~$593.3 মিলিয়নের জন্য অতিরিক্ত 16,130 BTC অর্জন করেছে যার গড় মূল্য $36,785 , @MicroStrategy_এ এখন পযন্ত 174,530 $BTC অর্জিত হয়েছে ~$5.28 বিলিয়নের জন্য গড়ে $30,252 বিটকয়েন মূল্যে ধরা হয়েছে। নিউজটি টুইটার থেকে নেওয়া হয়েছে।



নিউজ লিংক : https://twitter.com/saylor/status/1730226879125160426
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 30, 2023, 11:56:16 AM
আমি কিভাবে আমার নিজের ফিঙ্গারপ্রিন্ট বের করতে পারি ভাই আর একবার যদি ছবি দিয়ে বলতেন।

ছবিটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। ঐখানে দুইজনের কি ইমপোর্ট করা ছিলো। My keys এর ঠিক নিচে। আমি উদাহরণ হিসেবে Learn Bitcoin ভাইয়েরটা দেখিয়েছিলাম। তবে তার ঠিক উপরে আমার কি টাও ছিল। চাইলে ঐটা থেকে আমার কি গুলো বের করা যেতো। সেম প্রসেস। একটু ভালো করে দেখেন ভাই। এই সামান্য বিষয় যদি ধরতে না পারেন তাহলে কই যাবো!!!   Undecided

sr. member
Activity: 406
Merit: 371
November 30, 2023, 11:47:39 AM
প্রথমত ফিঙ্গারপ্রিন্ট সবসময় ইউনিক হয়। আর ২য়, হ্যা আপনারও একটা ফিঙ্গারপ্রিন্ট আছে যা কারোর সাথে মিলবেনা। আমি উপরে একটা ছবি দিসি দেখেন, কিভাবে আপনার ফিঙ্গারপ্রিন্টটি বের করতে পারবেন।
আপনি ছবি দিয়েছেন আমি সেটা দেখছি, কিন্তু ছবিতে দেখে যেটা বুঝতে পারছি যে যার p.key তার ফিঙ্গারপ্রিন্ট।

আমি কিভাবে আমার নিজের ফিঙ্গারপ্রিন্ট বের করতে পারি ভাই আর একবার যদি ছবি দিয়ে বলতেন।

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 30, 2023, 11:37:47 AM
(আমি যতদূর জানি Fingerprints টা এভাবে কাজ করে। তবে যদি ভুল বলে থাকি সংশোধন করে দিয়েন)
যেমন আমি, কথায় কথায় আপনার পাবলিক p.key কপি করলাম এবং সেটা আপনার  p.key কিনা সেটা মিলে দেখার জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট চেক করলাম এবং চেক করার পর দেখলাম সেটা আপনারই পাবলিক কে।

তবে আমি@BitcoinGirl.Club যে পোস্টটি করেছে সেখানে দেখলাম যে সবারই একটা আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট প্রকাশ করেছে।
আমার নিজস্ব কোন কি ফিঙ্গারপ্রিন্ট আছে নাকি অন্যজনের পাবলিক p.key নেওয়ার পর শুধু তার ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবো। এইটা বুঝতে পারছি না যদি এটা একটু কষ্ট কইরা পরিষ্কারভাবে বুঝায়ে দিতেন।

প্রথমত ফিঙ্গারপ্রিন্ট সবসময় ইউনিক হয়। আর ২য়, হ্যা আপনারও একটা ফিঙ্গারপ্রিন্ট আছে যা কারোর সাথে মিলবেনা। আমি উপরে একটা ছবি দিসি দেখেন, কিভাবে আপনার ফিঙ্গারপ্রিন্টটি বের করতে পারবেন।

PGP তে মোট ৪ ধরনের কি আছে।

১. Public Key
২. Private Key
৩. Session Key
৪. Passphase Key

এর মধ্যে ৩,৪ নিয়ে আপাতত কাজ নাই আমাদের। যখন আপনি আপনার PGP ক্রিয়েট করছিলেন তখন এই ৪ ধরনের কি জেনারেট হইছিল। সবার ক্ষেত্রেই সেম, সবার কিগুলোও ইউনিক। আর ফিঙ্গারপ্রিন্ট জিনিসটা কি সেটা তো আগেই বলছি।

(Public key আর Private key সরাসরি এপস থেকে বের করা যাবে, তবে বাকি ২টা কি, কি কাজে লাগে বা কোথা দিয়ে বের করতে হয় তা আমার জানা নাই)
sr. member
Activity: 406
Merit: 371
November 30, 2023, 11:27:43 AM
(আমি যতদূর জানি Fingerprints টা এভাবে কাজ করে। তবে যদি ভুল বলে থাকি সংশোধন করে দিয়েন)
যেমন আমি, কথায় কথায় আপনার পাবলিক p.key কপি করলাম এবং সেটা আপনার  p.key কিনা সেটা মিলে দেখার জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট চেক করলাম এবং চেক করার পর দেখলাম সেটা আপনারই পাবলিক কে।

তবে আমি@BitcoinGirl.Club যে পোস্টটি করেছে সেখানে দেখলাম যে সবারই একটা আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট প্রকাশ করেছে।
আমার নিজস্ব কোন কি ফিঙ্গারপ্রিন্ট আছে নাকি অন্যজনের পাবলিক p.key নেওয়ার পর শুধু তার ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবো। এইটা বুঝতে পারছি না যদি এটা একটু কষ্ট কইরা পরিষ্কারভাবে বুঝায়ে দিতেন।
sr. member
Activity: 518
Merit: 268
November 30, 2023, 09:27:56 AM

সিনবাদের অবস্থা তো দেখি গুরুতর। অলরেডি বাইনান্স সিনবাদ কাম্পেইনের এসক্রো এড্রেস ব্লাকলিস্টে ফালায় দিয়ে। রয়েস কি বলে দেখেন।

The case is serious and I am considering not to touch any funds that is in the escrow address right now unless I speak to a lawyer. This means no one is going to receive anymore payments unless I have a direction from the lawyer. It's for the safety of everyone.


সিনবাদ মিক্সারে যারা সিগনেচার ক্যাম্পেইন করেছে এবং ওই সিগনেচার ক্যাম্পেইনের ইস্ক্রো এড্রেস থেকে যে সকল পার্টিসিপেন্টরা পেমেন্ট পেয়েছে তাদের ক্ষেত্রেও কি কোন সমস্যা হবে কিনা সেটা কেউ বলতে পারে। তাহলে তো এক সময় বিটকয়েন ফোরামের অবস্থাও গুরুতর হয়ে যাবে কেউ আর এই মিক্সার টাইপের সিগনেচার ক্যাম্পেইন ম্যানেজ করতে চাইবে না। এই কেসটা আসলে গুরুতর এবং খুব সম্ভবত Royse ভয়ে রয়েছে এবং সে একজন আইনজীবীর সাথে কথা বলে এই বিষয়ে একটু ক্লিয়ার হতে চান। পরবর্তীতে কি ঘটবে এই বিষয় নিয়ে আপাতত এখন কিছু বলা যাচ্ছে না। তবে কিছুদিন রইসি কে গা ঢাকা দিয়ে থাকাই ভালো বলে মনে করছি।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 30, 2023, 08:00:01 AM
~PGP~
আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে যে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট বার করতে হয়

নিচের স্টেপ ফলো করুন।


আমি@BitcoinGirl.Club পোস্টে দেখেছি যে ফিঙ্গারপ্রিন্ট বের করেছে অনেকে কিন্তু আমি কিভাবে বের করতে পারবো। আবার এটা বুঝতে পারছি না যে তারা পাবলিক key এবং মেসেজ কোড করে উল্লেখ করছে সেগুলো ছোট দেখাচ্ছে কিন্তু আমরা এখানে উল্লেখ করছি সেগুলো এত বড় দেখাচ্ছে কেন।
Fingerprint এবং Public Key দিয়ে ভেরিফাই করা হয় আসলে যাকে মেসেজ দিবেন সে আসলেই আপনার কাঙ্ক্ষিত বান্দা কিনা। একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন।

ধরেন আপনি কোনো অনলাইন প্লাটফর্ম থেকে Learn Bitcoin ভাইয়ের PGP PK নিলেন। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা Learn Bitcoin ভাইয়েরই কিনা? পাবলিক কি এর হাজার হাজার রান্ডম ঐ কোডগুলো মিলিয়ে মিলিয়ে দেখবেন? অবশ্যই না। এখানে আসে Fingerprint। যেহেতু এটা সহজে পড়া যায়, সেক্ষেত্র আপনি Learn Bitcoin ভাইয়ের fingerprint এর সাথে ম্যাচ করে দেখতে পারেন। যদি ম্যাচ হয়, তাহলে PGP PK টা আসলেই তার।

(আমি যতদূর জানি Fingerprints টা এভাবে কাজ করে। তবে যদি ভুল বলে থাকি সংশোধন করে দিয়েন)

Whatsapp, Telegram এ ও এমন একটা ফিচারস্ আছে, খেয়াল করে দেখছেন হয়তো। সহজে ভেরিফাই করতে কাজে লাগে এটা। হাতে গোনা যায় এমন নাম্বার বা অক্ষর।

Finger print: 50D9 7A35 B672 86DF B91D  DF3D 63B1 52DE FEC7 283D




সিনবাদের অবস্থা তো দেখি গুরুতর। অলরেডি বাইনান্স সিনবাদ কাম্পেইনের এসক্রো এড্রেস ব্লাকলিস্টে ফালায় দিয়ে। রয়েস কি বলে দেখেন।

The case is serious and I am considering not to touch any funds that is in the escrow address right now unless I speak to a lawyer. This means no one is going to receive anymore payments unless I have a direction from the lawyer. It's for the safety of everyone.

sr. member
Activity: 406
Merit: 371
November 30, 2023, 04:36:03 AM
~PGP~
PGP নিয়া আমার অনেক আগে থেকে জানার আগ্রহ ছিল যখন আপনি প্রথমেই বাংলাতে পোস্ট করছিলেন।
তখন কিছুই বুঝছিলাম না হয়তো ওইটা এন্ড্রয়েড ফোনে ব্যবহারের জন্য ছিল না।
আজকে আপনার এই পোস্টটা পইড়া শিখলাম।
আমার পাবলিক Key
Code:
-----BEGIN PGP PUBLIC KEY BLOCK-----

mQGNBGVoU+wBDAC5v+SGxZ5wh9Vq0SMnVAJ3tWw3t+/FaUnsNlw/KnZYLPsSI5wH
Bi938jMV2d6tzol+fX/2wXqgsMUwvw1ejisTn4sqL4M89Lsm26k04XtzbHVnqB4T
4CaTuHI0OyyxXXVhpCcMbNI9KSQhLF9xenDmIGLofTN3McD955KVoLf3lqe+j2KZ
APUDyxALFP0scdvB3jnmhUptCPgTJxv0FyWoCIz1y2J9QB/xN8yzeVtjzvKM1wOS
a/Uibs5qAVial4fzrDHyfHZ9zq709XQq71f/Z8Y21I9re/KWPRNbZVn1p8wSwbfG
rasbRA/zUUdB3/aONvJZCqHOJOZb2VwnuHcWKMmrEHnqiDezjO8C2S2j4e5ftVfc
vk5hmBWhRp82Hqdp2T0dqe/hrNHFdJl+2kqnqV2c6yVLZrJlaa4SgrlwpULiPQIN
mzHXeQAX50eFQbUwk1B2k9fgaf6RW6nmFApxTptNLq3YSYzMPiZLc4XBw9YmWAsT
9qDSAH2XDh6AOr8AEQEAAbQhQWlydGVsICA8Z29yb21iYXRhczU5M0BnbWFpbC5j
b20+iQGwBBMBCgAaBAsJCAcCFQoCFgECGQEFgmVoU+wCngECmwMACgkQuJ2DGtBN
p6mbSAv/eE7x7aF0t1KllpwuYZODXLVnAo4hX6aLVRSV66CTwUOog3BGprjzocXS
gW5pytQx60BMtpekzlVwyJbP8B/L0BYe8bXhFtDPmkkHiRd8msg4yW/FTMbGMfw/
tUgdB0DDe51zVEs70+DH4Jkut2ujPXSNbw99ibJW83jMrr8//PpBEJ+D/UOo5IcC
xPsZPE+YLOsIec00+6kRc5Lw55N6xIbYNdXJoaqDafNGHk6Pxr5aWG9W9ccxBCNa
42pVgHvPS4T/TTOaztUIEMqbh+zpeGTwSKB/1AFoG1RxJa3Wypu5J9yShWkFhjvL
r7scirRBT+XALZm3CkY4da21MwLvC587dpv+CgMFAfMLfs5prO/5jfaF5BOf/jvI
L5FD5u/uTPs2TqgNwBXXASePjvJKPRuELauPekLWiYbLoE6832XfMdEBSgERVlBJ
z2I8bc17DbyFWrzx4D/UphQRXCRLfwTxIBhU0TrkFrC0xujlgnIy88pBZZI7Kd+h
pW6QoFxCuQGNBGVoU+wBDAC4X6+cnFIdYe3BjtLkndhlUcyqnxJLoMzg0UWMNPY3
1+jucPmP5N2S9wBm1JIVvSlvDZKPUWh2bt9lnu9I66/u9vdshMMn5HbJhPt6gBJW
R9H3XPCR9qQqILKDkO2sK59fNLDnOU4S22no/7sTlxEdmFWXZRlbZVIY46tW6uQF
4etfLPw6nat5Ib+PKj+MzCh5oEamvBv+hQdAzheE9uekazleyObPdTiWqz+JGjoM
F6Wfpy1DENe5gGApmDiYH1H1i+IcNJvphJi6/NHeAQa9VPbYf/lY9CkMxw0KSmXx
8Ly3KBVESasHk8xVl05oudxZ6/zkoCrPUIa1oIYegy3j3JjdOY5Md2vVDtQ4uKuJ
OLdgUdIL8y6QfOxLjLK4eaWHBi1iPCqMzTsRwuIBVP+8EOV6pYjnWFYOcOC6q2Ka
9WilaOV5IxLem57M2WGxcq73Lada5nZFSKURJtIKzs+OvY4F3AdLZ5AqVgdck1M1
72jum+KRjxix8CpsxfWlAXMAEQEAAYkBnwQYAQoACQWCZWhT7AKbDAAKCRC4nYMa
0E2nqZl/C/0dDipa4ZmXnxlwSA0hovGEfuWOCKb63aJvy8odqE0ISCuDhajOuxXj
2zjH9/3+ojxBVGKBC/8hpKhCDoavK6+gy14NNmGbqthCV5SSut8Ntpwg7Xkzff+0
VXu3D9DCGgtTZyo9mwV+CQLb2b8pNNna7PpTwuE2wjyz/DI43WtoxTIxAI+QDxU8
HaIgLYED2XkWMoBzZdehsdrp4n+TVDWIsbg0la6mZd3+1mg8y2ECLC00M8Y7OVi7
KZIJCPk5eLCZh5o+4txC4yA88zxQJ0F+M/u66uzpeYu1R0sTfyi5uUuxUxLnfErO
aYS7J9SnWecegLcN9Jx2WW188ljEVUCiDRN2kUGpgVyegh6qONICeaBkoz0G2vkk
vS6y4TcdhHz+NbEwYYdph2ZVwyOpvPXkv5xLgSMwwEGuwkOWoEWsfrILa4pi0N/t
AfAFji/se1ZObxek9u45jvFVTmyPR+ldTywmVqQMhlDFtW/+CCBKCK8DidLvA2Pn
p3HKBf582R8=
=zAht
-----END PGP PUBLIC KEY BLOCK-----

আপনাকে দেওয়া আমার মেসেজ
Code:
-----BEGIN PGP MESSAGE-----

hQGMA01VYPjWVnQkAQwAjTMRorcy1cdNrMqJ5vkjJ9Om/RkFnKNrUZMXnCMezoMi
8p/xnCf57zrbjLrqy9m9ItGQ4fjLBoVPQ6X/2zPwAMpf1S3iGttcVVJIQ2uD/UMx
16dcTs45Nirzn3erqKXTQHJkJX6LrT4yJP1Gw4imxsvZkiMMFCO5Ubw0wJaL0z/i
0QFm9jxml/i5QElladjIcJ+Ryigl/wks1S6uLHYdtGTswiq6lFtoGGgrPWGzDCFa
ZBah5aFD+KsDOcA6Hui4ieKH5W3t5xg9SKhR1548D9DvCHUH0j3LUaw1R9beXd63
/b/AyTTwKcUtGEDNYI/64W6Nr/9l49FEjUV5eZjq9Vofx2qUyl0ye4PSTy8jp9d+
wdJ/j8Zdpuw+iw4anv2ToCntyCkOBwIUGr2P4zi1h98/shmvotmPglrzh7XR4LtN
Dy4bs4OvIVIPJc9zXes/S6pOohGSjA5kxRvZzbpp/SiWowG15JsjDdw1X1bDnTiZ
IIBKWD/FrnxmQH9/B9+khQGMA2yFj3FhpuZ3AQwAj/GFdZ2zlL5hcO0PI+rnw119
X+QIE2oZx4U70eTuIo+xA+Rp6HWXZFnbWOM/Q99JkX4B6W/GFW9RUfhloldpQG+O
WC3lV8NxR6SrueeUmbF2vcfzrK5UfXwQDdV6So1q1hVd05uwGAVJDm5/BvGf44Wy
MqcsBm/0pbWUIPHGpzwOUQAzj8glsK5p3PmSRQJlKNNbNPhVxbucMda44g9nfh4i
Pilu77zH0RpcGqT9kgBkSpIpGA4E46fe7BkymCby3X29uwh6Av9x/yJA6B7Rhseu
ckTqmxmHiT/oREyP4hiUt6UAA/3dV+S6GQ0PPvMiWR4iE5797ru50uivMaQz+Bek
K15AexlaxjxsfhyUjsx0Xu3rxFVZ9Dtcjb4o0sTEsvhPDq/6xYD3jXA/ZIEcOUgF
3HgvBCRWhYNsdSTfteHeZPdUU9qfhBjlbZrh04rN938+gqdJemuAFWYtzo6fTgWP
GHy36ZzDny+6C15hbK0rrmMupkrTW5vH5xflPkh20sFgAfhU2wAdby6Ghr23Hss8
JbJKBA1HTRLkSsr/t5CzLa/rzhr3KVhWrkSW6M2qIxjwS/iU0NRtMD5S8fEZR87Q
OKhMrKshfeKKtP84UvrjuTIn3G+t3BudZ2tCu+ErKhurXb1EfNStaUfPljiTeig9
9wtXMD2d+SlUAt8odZwxHL0Cj3p/CTv44aoiudzMS75fPjfH9d+XbfPMQ5FmhUK0
BTo/5+txrrD5NQXROLY6yeZXG7ZROgu0ID+TroUkfLtzXXFU7UAf/kBLezT096oT
KQTnELpLJBagcfV1v9us7Bh+a+8MY1PuzkW1XzozjDHOriHb0ovxr7bJp05aRel/
lP/wX7nVVMCvNpeO5UwDllkY+HM2RTEJK+v4SjABzv04Yr9IDXSWGCd71HLOu5GW
u6Q+shZ6tD+Qjoq9H/6ZhedlSiCFUqJlnI78uNUa42zvSsYLslEAa6+s6UjRsZxe
UGOVsCDCsH8RIvmEOy+/jhz/A+W0+VcQ0oumFiqih/ffGN78qd1pDbBc93zQk8P7
0Qo5Cpd+rquYRDWECyYn4RlKeQFssr3dzjc0u4kC9JPZ5zUpx9BsMyUsGH+U3H3R
lgWkvSvwiZOfY0VEHUsZGD/8DJOlMy+iiUk5gYeRW39MAp44nU4TNwTibPcvHF6I
SjGUKhhAa2dHVL4e9gjBeBf6HNtbsLJvZXEuWeIYxIby6CvDSjWoNZ6fNLiGwRp6
Pw==
=Eosg
-----END PGP MESSAGE-----

আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে যে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট বার করতে হয়
আমি@BitcoinGirl.Club পোস্টে দেখেছি যে ফিঙ্গারপ্রিন্ট বের করেছে অনেকে কিন্তু আমি কিভাবে বের করতে পারবো। আবার এটা বুঝতে পারছি না যে তারা পাবলিক key এবং মেসেজ কোড করে উল্লেখ করছে সেগুলো ছোট দেখাচ্ছে কিন্তু আমরা এখানে উল্লেখ করছি সেগুলো এত বড় দেখাচ্ছে কেন।
তার পোস্টটি কোট কইরে আমি নিচে উল্লেখ করলাম।

Finger print: 50D9 7A35 B672 86DF B91D  DF3D 63B1 52DE FEC7 283D

Code:
-----BEGIN PGP PUBLIC KEY BLOCK-----

mDMEZMghNBYJKwYBBAHaRw8BAQdA+IDRMqmKdzj0eiBee8MjUJ71Sl11HJDEKwuv
eONy9We0ImJpdGNvaW5naXJsIGNsdWIgPGJnY0Bub2VtYWlsLmNvbT6IkwQTFgoA
OwIbAwULCQgHAgIiAgYVCgkICwIEFgIDAQIeBwIXgBYhBFDZejW2cobfuR3fPWOx
Ut7+xyg9BQJkyCG+AAoJEGOxUt7+xyg9E5MA+wS51d5leJ0noKkZlEfAjEqBt/ca
li0mfmKfw9U5LXLrAQC3ncYEyJHrzlNXAav1myyvKZEXQ1WAGafIHeRdcleJALg4
BGTIITQSCisGAQQBl1UBBQEBB0ChNUGhTHWOLKkMNBXFG6/Rl/wWrZ4ad3ppaKtA
Cs3BLwMBCAeIeAQYFgoAIAIbDBYhBFDZejW2cobfuR3fPWOxUt7+xyg9BQJkyCHK
AAoJEGOxUt7+xyg9l9YA/RKyt4OQVeDb1coppNdMVsptCnfB+66fShrn1ij7n9XA
AP4ntoJBo0w4PDIbuCEtOPRjUAk+pC3iaaC2Dq1hU4b+Bw==
=wFDZ
-----END PGP PUBLIC KEY BLOCK-----
Pages:
Jump to: