Author

Topic: বাংলা (Bengali) - page 102. (Read 5294562 times)

sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
November 17, 2023, 09:54:26 AM
Congratulations Bitcoin_people আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক পরিশ্রমের পর আপনি ফুল মেম্বার থেকে পরবর্তী রাঙ্ক সিনিয়র মেম্বারে উত্তীর্ণ হয়েছেন। তবে আপনার কাছে রিকোয়েস্ট আপনি আমাদের লোকাল বোর্ড ছেড়ে দেবেন না। এখানে নিয়মিত একটিভ থেকে আমাদের সাহায্য সহযোগিতা করবেন। আমাদের বাংলা লোকাল বোর্ড থেকে যদি কেউ একজন উচ্চ র্যাঙ্কে উত্তীর্ণ হয় তাহলে তার উচ্চ র‍্যাংক দেখে আমাদের অনেক গর্ব হয়। আপনি আমাদের বাংলা বোর্ডের একজন গর্ব। আমি আশা করি আপনি আরো পরিশ্রম করবেন এবং পরবর্তী উচ্চ র‍্যাঙ্ক সফল করবেন। আমি আবারো আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 17, 2023, 09:30:49 AM
Bitcoin_people, আপনাকে অসংখ্য অভিনন্দন সিনিয়র মেম্বার রেংক এচিভ করার জন্য। আমার কাছে যথেষ্ঠ মেরিট ছিলো আপনাকে দেয়ার মতো, তাই সর্বশেষ ৬ টা মেরিট দিয়ে রেংক আপ এ সহযোগীতা করার চেষ্টা করলাম।

সকলের দৃষ্টি আকর্ষন করছি।


বাংলাদেশ থ্রেড এর কথায় আসি। সব সময় নানান ভাবে আপনাদের ইঙ্গিত দিয়ে নানান কথা বলেছি। আপনাদের কে বার বার রিকোয়েষ্ট করেছি যে দয়া করে আপনারা কোনো প্রকার এবিউজিভ কাজে জড়াবেন না। বাংলাদেশ লোকাল থ্রেড এর মান সম্মান বলতে এমনিতেই কিছু নাই। Little Mouse ক্যাম্পেইন ম্যানেজার। তিনি বাংলাদেশ থ্রেড এ পোষ্ট না করলে ওনার কিছু যায় না, আর আসেও না। Shasan ভাইয়ের নিজের লেন্ডিং সার্ভিস আছে। উনি এই থ্রেড কেনো? ফোরামের কোথাও যদি পোষ্ট না করে, কোনো ক্যাম্পেইনে যদি জয়েন না করে, ওনার কিচ্ছু হবে না। কিন্তু আমরা বাকিরা যারা আছি, আমাদের তো ভালো একটা এমাউন্ট ইনকাম হচ্ছে। হচ্ছে না?

এগুলো কেনো বলছি?

ফোরামে মাল্টিপল একাউন্ট চালানো এলাউ। আপনারা যদি মাল্টিপল কোউন্ট অপারেট করেন, এতে আমার কোনো সমস্যা নাই। সমস্যা অন্য যায়গায়। আপনারা মেরিট এবিউজ করেন কেনো? এতোদিন কারো নাম ধরে বলি নাই। আজকে বাধ্য হচ্ছি কয়েকজন কে মেনশন করতে। cryptoWODL, 2Pizza410000BTC, roksana.hee, HelliumZ , Out of mind, Essential10, Nothingtodo, Bitcoin_people, synchronym, Gulttam2a2, Synonyms, Bd officer, Fuso.hp, Littlemini আপনারা সবাই নিজেদের কি মনে করেন বলেন তো? ফোরামে যারা আছে তারা কি আবাল? আপনাদের মেরিট ট্রেডিং কি কারো চোখে পড়ে না? আপনারা কি মনে করেন? মানুষ চোখে কাঠের চশমা লাগিয়ে বসে আছে? ফোরামে মেসেজ দিয়ে, টেলিগ্রামে মেসেজ দিয়ে মেরিট বেগিং, আবার অন্যদের কে হেল্প! বাহ! মগের মুল্লুগ মনে হচ্ছে? এখন সব গুলোরে ধরে যদি কয়েকজন ডিটি মিলে ট্যাগ মারা শুরু করে, কি করবেন আপনারা? আপনারা কি মনে করেন এগুলো কেউ দেখে না? বেশ কয়েকজন গ্লোবাল মেম্বারের চোখে আছেন, যখন ট্যাগ খাইয়া কান্নাকাটি করবেন, তখন বুঝবেন। কার কয়টা করে একাউন্ট, কোনটা দিয়ে কোনটা রে মেরিট দিচ্ছেন, এগুলো আসলে এনক্রিপ্ট করা তথ্য না। এগুলো সবার চোখের সামনেই।

আর এই গ্রুপের লিডার সাহেব, আপনার নাম মেনশন করলাম না। মনে করবেন না আপনার নাম বাদ পড়েছেন তাই বলে বেচে গেলেন।

সর্বশেষ ৩ মাস যাবৎ আপনাদের কে বার বার করে বলে যাচ্ছি। আপনারা এসব ব্যাপার কানেই নিচ্ছেন না। এতো লোভ কেনো ভাই? পারলে ফেয়ার ভাবে ১০ টা একাউন্ট চালান দেখি।

আজকের পর, আমার চোখে ১ টা মেরিট ট্রেডিং চোখে পড়লে ট্যাগ খাবেন জেনে রাখেন। আমি কোনো ডিটি মেম্বার না। আমি খুব সাধারন একটা মানুষ। সবার সাথে মিলে মিশে চলতে পছন্দ করি। কিন্তু চোখের সামনে আপনাদের মতো কয়েক জনের জন্য একটা কমিউনিটি ধ্বংস হয়ে যাবে, সেটা বসে বসে দেখবো না। আপনাদের অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছি। পর্যন্ত এভাবে বলেছি যে যদি কেউ রেংক আপ করার কাছাকাছি যান, আমাকে মেসেজ করবেন, সবাই মিলে হেল্প করবো। আপনারা আর কি সুবিধা খোজেন?  

Congratulations 🎉
@Bitcoin_people


ইমেজের সাইজ ঠিক করেন। দেখতে খুবই বিশ্রি লাগে।

আমাদের বাংলা ফোরামে আরো একজন সিনিয়র
আপনি আপনার কঠোর পরিশ্রম ও  টেলেন্টের মাধ্যমে আপনার এই র‍্যাঙ্ক অর্জন করতে পেরেছেন। হয়তো আপনি ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবেন সেইসাথে আমাদের বাংলা বোর্ডের সুনাম অর্জন করবেন।

যা করছেন, তাতে করে সুনাম আসবে না কি আসবে, সেটা টের পাবেন। ধৈর্য ধরেন।
sr. member
Activity: 434
Merit: 350
November 17, 2023, 09:18:37 AM
Congratulations 🎉
@Bitcoin_people



আমাদের বাংলা ফোরামে আরো একজন সিনিয়র সদস্য যুক্ত হল।
অনেক অনেক অভিনন্দন ভাই সিনিয়র মেম্বার হওয়ার জন্য।
আপনি আপনার কঠোর পরিশ্রম ও  টেলেন্টের মাধ্যমে আপনার এই র‍্যাঙ্ক অর্জন করতে পেরেছেন। হয়তো আপনি ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবেন সেইসাথে আমাদের বাংলা বোর্ডের সুনাম অর্জন করবেন।
newbie
Activity: 26
Merit: 19
November 17, 2023, 07:59:17 AM
পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে বাবর আজমকে অধিনায়ক থেকে সরিয়ে দিয়েছে এবং নতুন করে পিসিবি সভাপতি পরিবর্তন হয়েছে। তেমনি আরো কতিপয় দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ও অধিনায়ক সহ আরো বেশ পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অধিনায়ক পরিবর্তন হলেও নাজমুল হাসান পাপন ভাই কখনো পরিবর্তন হবে না।

বাংলাদেশ যতদিন পর্যন্ত না বিশ্বকাপ না জিততে পারবে ততদিন পর্যন্ত নাজমুল হাসান পাপন বাংলাদেশের সভাপতি পদ থেকে সরে দাঁড়াবে না।
প্রত্যেকটা দেশে ক্রিকেট বিশ্বকাপের পর কোন দেশ যদি খুবই বাজে ধরনের পারফরমেন্স করে তাইলে বিশ্বকাপের পরে সেই দেশের ক্রিকেট বোর্ডগুলোতে বিভিন্ন পদের পরিবর্তন হয় শুধুমাত্র বাংলাদেশি একমাত্র দেশ যেখানে হয়তো বিসিবির সৃষ্টির লগ্ন থিকা নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি দায়িত্ব রইছে তার হয়তো পরিবর্তন কোনদিন হইবো না।
আসলে তারা দেশকে ভালোবাসে না ভালবাসে শুধু তাদের নিজেদের স্থান বা পদকে। আজ পর্যন্ত কোন সাংবাদিক নাজমুল হাসান পাপনকে বাংলাদেশের দল গঠন নিয়ে প্রশ্ন তুললে তিনি শুধু বলেন যে,আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ এই বিশ্বকাপ নয় Grin
What a joke  Grin
যতদিন না পর্যন্ত নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি পদ থিকা পদত্যাগ করবো ততদিন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের কোন উন্নতি হইবো না। পাকিস্তান ক্রিকেট দলের নতুন করে অধিনায়ক ঘোষণা করা হইছে, টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন আফ্রিদি, সান মাসুদ টেস্ট অধিনায়ক। পাকিস্তানের শুধু অধিনায়ক পরিবর্তিত হয়নাই তাদের নির্বাচক-প্যানেলেও পরিবর্তন হইছে। প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হইছে পাকিস্তান ক্রিকেটের মিস্টার প্রফেসর খেত মোঃ হাফিজ কে।
sr. member
Activity: 504
Merit: 266
November 17, 2023, 07:58:06 AM

বিশ্বকাপ জেতার স্বপ্নটা বোদায় বাংলাদেশের স্বপ্নই থেকে যাবে। বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারবে না কোনদিন নাজমুল হাসান পাপন ক্রিকেটের সভাপতি থেকে পদত্যাগও দিবেন না। নাজমুল হাসান পাপনের মিনিমাম আত্মসম্মানবোধ যদি থাকতো তাহলে২০২৩ বিশ্বকাপ বাংলাদেশ যে বাজে  পারফরম্যান্স করেছে। শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডে  পরিবর্তন হয়নি শ্রীলংকাতে ও পরিবর্তন হয়েছে শুধু পরিবর্তন হবে না আমাদের বাংলাদেশ। নাজমুল হাসান পাপনকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ার  টোল করা হচ্ছে বিভিন্ন জায়গায় মানববন্ধন করা হচ্ছে নাজমুল হাসানকে হটাও বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাও এই স্লোগান দিচ্ছে। তারপরেও নাজমুল হাসান পাপনের এত কিছু যায় আসে না সে তার চেয়ারে বসে আছে। নাজমুল হাসান পাপন যদি চাইত যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নতি হোক তাহলে সে স্ব-ইচ্ছায়  পদত্যাগ করত। আমার মনে হয় না যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে ততদিন নাজমুল হাসান পাপন ক্রিকেটের সভাপতি ছাড়বে।
বাংলাদেশের এত সকল ফেনোমেনা সকলেই জানে এগুলো নিয়ে এখানে কাঁদা ছাড়াছাড়ি না করলেই ভালো হয়। এখানে পলিটিক্স ও খেলাধুলা নিয়ে আলোচনা করা হবে যখন বাংলাদেশের জন্য চাইল্ডবোর্ড যুক্ত লোকাল দেওয়া হবে। তাছাড়া এগুলার বাইরেও অনেক ভালো ভালো নিউজ থাকে সেগুলো এখানে নিজের মনের ভাষায় প্রকাশ করলেই সমস্যা নেই। তাই আপাতত সকলকে রিকোয়েস্ট করছি রাজনীতিতে এখানে না করলেই হয়।

আপনাকে বলছি টাইপিং করার সময় আপাতত কি লিখলেন এগুলো একটু পুনরায় যাচাই করবেন। কিছু কিছু বানান মনের ভুলে ও অন্যরকম হয়ে যায় যা আপনারটা কেবলমাত্র হয়েছে। আশা করি সংশোধন করে নেবেন।
full member
Activity: 532
Merit: 163
November 17, 2023, 06:57:39 AM
নির্বাচনী তফসিল ঘোষণা করার পর থেকেই ধারণা করেছিলাম দেশে খুবই খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে এবং সামনে হয়তো সেগুলোই হচ্ছে, দফায় দফায় বেশ কিছু প্রতিবাদী মিছিল বের হতে দেখেছি এবং রাস্তার প্রত্যেকটা পয়েন্টে কঠোরভাবে পুলিশের অবস্থান লক্ষ্য করেছে। বিএনপি জামায়াত এবং অন্যান্য দলগুলো অনেক চেষ্টার পরও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ব্যর্থ।
নমিনেশন জমা দেওয়া এবং ভোটাভুটির তারিখ ইতোমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং সেই ঘোষণা করার পর থেকেই হরতাল অবরোধ এর ঘোষণা করা হয়েছে বিএনপি'র পক্ষ থেকে। বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরও আমরা ব্যর্থ এখন দেশকে রক্ষা করা সাধারণ জনগণের হাতে, এবং তিনি সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন যেন সাধারণ জনগণ মাঠে নেমে আসে। তার এই ধরনের স্লোগানে কিছুটা উত্তাপ ছড়িয়েছে সমগ্র দেশব্যাপী। সামনের দিনগুলোতে অবশ্যই খারাপ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।
বাংলাদেশ কি একনায়তন্ত্র দেশ হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। বাংলাদেশের এখন যে রকম রাজনৈতিক পরিস্থিতি তাতে সরকার কোন মতে তত্ত্বাবধায়ক সরকার দেবে না। মূলত ঝামেলার সৃষ্টির এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার না দেওয়ায় বিরোধী দলীয় নেতাকর্মীরা দফায় দফায় মিছিল, বৈঠক এমনকি প্রতিবাদী সমাবেশ করছে যার কারণে দেশের পরিস্থিতি এখন উত্তাল।

Quote
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরও আমরা ব্যর্থ এখন দেশকে রক্ষা করা সাধারণ জনগণের হাতে
যেখানে নেতারা ব্যর্থ মনে হয় না সেখানে জনগণ কিছু করতে পারবে। কারণ জনগণ কিছু করতে গেলে পুলিশের হয়রানের শিকার হবে অথবা পুলিশের আঘাতের শিকার হবে। যখনই জনগণ এবং পুলিশের মধ্যে ফাইট লেগে যাবে তখন দেখা যাবে অনেক মানুষ আহত এবং অনেক নিহত হয়েছে এটাই হবে তার নির্ধারিত ফলাফল। এই নির্বাচন কে কেন্দ্র করে নেতাদের তেমন কোন ক্ষতি হবে না সব থেকে ক্ষতি হবে বেশি সাধারন জনগণের কারণ তারাই লড়াই করবে তাদের নেতাদের বিজয়ের জন্য।
বাংলাদেশের রাজনীতি এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মত হয়ে গেছে যেখানে কেউ একবার ক্ষমতা পেলে আর ক্ষমতা থেকে সরে দাঁড়াতে চায় না। প্রায় এক যুগ ধরে যেমন নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং তিনি দলের এতটা ব্যর্থতার পরেও যেমন দলের সভাপতি পদ ছেড়ে দিচ্ছেন না তেমনি আমাদের দেশের বর্তমান সরকার একই কাজ করছে। স্বাভাবিক দেশটাকে অস্বাভাবিক দেশ বানিয়ে তিনি পড়ে আছেন তার ক্ষমতা নিয়ে। এখানে কোন দলের পক্ষে অথবা বিপক্ষে কথা বলছি না দেশের একজন জনগণ হিসাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি অবশ্যই এতোটুকু বলতে পারি। যারা বাপের হোটেলে খায় তাদের হয়তো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোন মাথা ব্যাথা নাই তবে যারা ইনকাম করে ফ্যামিলি পরিচালনা করে তারাই বুঝে বর্তমানে ফ্যামিলি পরিচালনা করা কতটা কঠিন। দেশের সরকার পতনের মধ্য দিয়ে যদি সাধারণ জনগণের উন্নতি হয় তাহলে আমিও চাই নতুন সরকার ক্ষমতায় আসুক।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে বাবর আজমকে অধিনায়ক থেকে সরিয়ে দিয়েছে এবং নতুন করে পিসিবি সভাপতি পরিবর্তন হয়েছে। তেমনি আরো কতিপয় দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ও অধিনায়ক সহ আরো বেশ পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অধিনায়ক পরিবর্তন হলেও নাজমুল হাসান পাপন ভাই কখনো পরিবর্তন হবে না।

বাংলাদেশ যতদিন পর্যন্ত না বিশ্বকাপ না জিততে পারবে ততদিন পর্যন্ত নাজমুল হাসান পাপন বাংলাদেশের সভাপতি পদ থেকে সরে দাঁড়াবে না।
বিশ্বকাপ জেতার স্বপ্নটা  বাংলাদেশের স্বপ্নই থেকে যাবে। বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারবে না কোনদিন নাজমুল হাসান পাপন ক্রিকেটের সভাপতি থেকে পদত্যাগও দিবেন না। নাজমুল হাসান পাপনের মিনিমাম আত্মসম্মানবোধ যদি থাকতো তাহলে২০২৩ বিশ্বকাপ বাংলাদেশ যে বাজে  পারফরম্যান্স করেছে। শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডে  পরিবর্তন হয়নি শ্রীলংকাতে ও পরিবর্তন হয়েছে শুধু পরিবর্তন হবে না আমাদের বাংলাদেশ। নাজমুল হাসান পাপনকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ার  টোল করা হচ্ছে বিভিন্ন জায়গায় মানববন্ধন করা হচ্ছে নাজমুল হাসানকে হটাও বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাও এই স্লোগান দিচ্ছে। তারপরেও নাজমুল হাসান পাপনের এত কিছু যায় আসে না সে তার চেয়ারে বসে আছে। নাজমুল হাসান পাপন যদি চাইত যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নতি হোক তাহলে সে স্ব-ইচ্ছায়  পদত্যাগ করত। আমার মনে হয় না যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে ততদিন নাজমুল হাসান পাপন ক্রিকেটের সভাপতি ছাড়বে।
sr. member
Activity: 504
Merit: 266
November 17, 2023, 06:08:34 AM
নির্বাচনী তফসিল ঘোষণা করার পর থেকেই ধারণা করেছিলাম দেশে খুবই খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে এবং সামনে হয়তো সেগুলোই হচ্ছে, দফায় দফায় বেশ কিছু প্রতিবাদী মিছিল বের হতে দেখেছি এবং রাস্তার প্রত্যেকটা পয়েন্টে কঠোরভাবে পুলিশের অবস্থান লক্ষ্য করেছে। বিএনপি জামায়াত এবং অন্যান্য দলগুলো অনেক চেষ্টার পরও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ব্যর্থ।
নমিনেশন জমা দেওয়া এবং ভোটাভুটির তারিখ ইতোমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং সেই ঘোষণা করার পর থেকেই হরতাল অবরোধ এর ঘোষণা করা হয়েছে বিএনপি'র পক্ষ থেকে। বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরও আমরা ব্যর্থ এখন দেশকে রক্ষা করা সাধারণ জনগণের হাতে, এবং তিনি সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন যেন সাধারণ জনগণ মাঠে নেমে আসে। তার এই ধরনের স্লোগানে কিছুটা উত্তাপ ছড়িয়েছে সমগ্র দেশব্যাপী। সামনের দিনগুলোতে অবশ্যই খারাপ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।
বাংলাদেশ কি একনায়তন্ত্র দেশ হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। বাংলাদেশের এখন যে রকম রাজনৈতিক পরিস্থিতি তাতে সরকার কোন মতে তত্ত্বাবধায়ক সরকার দেবে না। মূলত ঝামেলার সৃষ্টির এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার না দেওয়ায় বিরোধী দলীয় নেতাকর্মীরা দফায় দফায় মিছিল, বৈঠক এমনকি প্রতিবাদী সমাবেশ করছে যার কারণে দেশের পরিস্থিতি এখন উত্তাল।

Quote
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরও আমরা ব্যর্থ এখন দেশকে রক্ষা করা সাধারণ জনগণের হাতে
যেখানে নেতারা ব্যর্থ মনে হয় না সেখানে জনগণ কিছু করতে পারবে। কারণ জনগণ কিছু করতে গেলে পুলিশের হয়রানের শিকার হবে অথবা পুলিশের আঘাতের শিকার হবে। যখনই জনগণ এবং পুলিশের মধ্যে ফাইট লেগে যাবে তখন দেখা যাবে অনেক মানুষ আহত এবং অনেক নিহত হয়েছে এটাই হবে তার নির্ধারিত ফলাফল। এই নির্বাচন কে কেন্দ্র করে নেতাদের তেমন কোন ক্ষতি হবে না সব থেকে ক্ষতি হবে বেশি সাধারন জনগণের কারণ তারাই লড়াই করবে তাদের নেতাদের বিজয়ের জন্য।
বাংলাদেশের রাজনীতি এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মত হয়ে গেছে যেখানে কেউ একবার ক্ষমতা পেলে আর ক্ষমতা থেকে সরে দাঁড়াতে চায় না। প্রায় এক যুগ ধরে যেমন নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং তিনি দলের এতটা ব্যর্থতার পরেও যেমন দলের সভাপতি পদ ছেড়ে দিচ্ছেন না তেমনি আমাদের দেশের বর্তমান সরকার একই কাজ করছে। স্বাভাবিক দেশটাকে অস্বাভাবিক দেশ বানিয়ে তিনি পড়ে আছেন তার ক্ষমতা নিয়ে। এখানে কোন দলের পক্ষে অথবা বিপক্ষে কথা বলছি না দেশের একজন জনগণ হিসাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি অবশ্যই এতোটুকু বলতে পারি। যারা বাপের হোটেলে খায় তাদের হয়তো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোন মাথা ব্যাথা নাই তবে যারা ইনকাম করে ফ্যামিলি পরিচালনা করে তারাই বুঝে বর্তমানে ফ্যামিলি পরিচালনা করা কতটা কঠিন। দেশের সরকার পতনের মধ্য দিয়ে যদি সাধারণ জনগণের উন্নতি হয় তাহলে আমিও চাই নতুন সরকার ক্ষমতায় আসুক।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে বাবর আজমকে অধিনায়ক থেকে সরিয়ে দিয়েছে এবং নতুন করে পিসিবি সভাপতি পরিবর্তন হয়েছে। তেমনি আরো কতিপয় দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ও অধিনায়ক সহ আরো বেশ পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অধিনায়ক পরিবর্তন হলেও নাজমুল হাসান পাপন ভাই কখনো পরিবর্তন হবে না।

বাংলাদেশ যতদিন পর্যন্ত না বিশ্বকাপ না জিততে পারবে ততদিন পর্যন্ত নাজমুল হাসান পাপন বাংলাদেশের সভাপতি পদ থেকে সরে দাঁড়াবে না।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
November 17, 2023, 03:58:11 AM
নির্বাচনী তফসিল ঘোষণা করার পর থেকেই ধারণা করেছিলাম দেশে খুবই খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে এবং সামনে হয়তো সেগুলোই হচ্ছে, দফায় দফায় বেশ কিছু প্রতিবাদী মিছিল বের হতে দেখেছি এবং রাস্তার প্রত্যেকটা পয়েন্টে কঠোরভাবে পুলিশের অবস্থান লক্ষ্য করেছে। বিএনপি জামায়াত এবং অন্যান্য দলগুলো অনেক চেষ্টার পরও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ব্যর্থ।
নমিনেশন জমা দেওয়া এবং ভোটাভুটির তারিখ ইতোমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং সেই ঘোষণা করার পর থেকেই হরতাল অবরোধ এর ঘোষণা করা হয়েছে বিএনপি'র পক্ষ থেকে। বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরও আমরা ব্যর্থ এখন দেশকে রক্ষা করা সাধারণ জনগণের হাতে, এবং তিনি সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন যেন সাধারণ জনগণ মাঠে নেমে আসে। তার এই ধরনের স্লোগানে কিছুটা উত্তাপ ছড়িয়েছে সমগ্র দেশব্যাপী। সামনের দিনগুলোতে অবশ্যই খারাপ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।
বাংলাদেশ কি একনায়তন্ত্র দেশ হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। বাংলাদেশের এখন যে রকম রাজনৈতিক পরিস্থিতি তাতে সরকার কোন মতে তত্ত্বাবধায়ক সরকার দেবে না। মূলত ঝামেলার সৃষ্টির এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার না দেওয়ায় বিরোধী দলীয় নেতাকর্মীরা দফায় দফায় মিছিল, বৈঠক এমনকি প্রতিবাদী সমাবেশ করছে যার কারণে দেশের পরিস্থিতি এখন উত্তাল।

Quote
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরও আমরা ব্যর্থ এখন দেশকে রক্ষা করা সাধারণ জনগণের হাতে
যেখানে নেতারা ব্যর্থ মনে হয় না সেখানে জনগণ কিছু করতে পারবে। কারণ জনগণ কিছু করতে গেলে পুলিশের হয়রানের শিকার হবে অথবা পুলিশের আঘাতের শিকার হবে। যখনই জনগণ এবং পুলিশের মধ্যে ফাইট লেগে যাবে তখন দেখা যাবে অনেক মানুষ আহত এবং অনেক নিহত হয়েছে এটাই হবে তার নির্ধারিত ফলাফল। এই নির্বাচন কে কেন্দ্র করে নেতাদের তেমন কোন ক্ষতি হবে না সব থেকে ক্ষতি হবে বেশি সাধারন জনগণের কারণ তারাই লড়াই করবে তাদের নেতাদের বিজয়ের জন্য।
বাংলাদেশের রাজনীতি এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মত হয়ে গেছে যেখানে কেউ একবার ক্ষমতা পেলে আর ক্ষমতা থেকে সরে দাঁড়াতে চায় না। প্রায় এক যুগ ধরে যেমন নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং তিনি দলের এতটা ব্যর্থতার পরেও যেমন দলের সভাপতি পদ ছেড়ে দিচ্ছেন না তেমনি আমাদের দেশের বর্তমান সরকার একই কাজ করছে। স্বাভাবিক দেশটাকে অস্বাভাবিক দেশ বানিয়ে তিনি পড়ে আছেন তার ক্ষমতা নিয়ে। এখানে কোন দলের পক্ষে অথবা বিপক্ষে কথা বলছি না দেশের একজন জনগণ হিসাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি অবশ্যই এতোটুকু বলতে পারি। যারা বাপের হোটেলে খায় তাদের হয়তো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোন মাথা ব্যাথা নাই তবে যারা ইনকাম করে ফ্যামিলি পরিচালনা করে তারাই বুঝে বর্তমানে ফ্যামিলি পরিচালনা করা কতটা কঠিন। দেশের সরকার পতনের মধ্য দিয়ে যদি সাধারণ জনগণের উন্নতি হয় তাহলে আমিও চাই নতুন সরকার ক্ষমতায় আসুক।
আরে ভাই কথাটা আপনি উল্টো বলেছেন মূলত বাংলাদেশের ক্রিকেট বোর্ড বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের মত হয়ে গেছে, যেখানে ক্ষমতা থেকে কেহই সরতে চায় না। আমরা দেখি ১৫ বছর যাবত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় রয়েছে কিন্তু এখন পর্যন্ত ক্ষমতা ছেড়ে নির্বাচন করতে পারেনি। সরকার যেমন ক্ষমতা ছাড়তে চাই না ঠিক তেমনি বর্তমানে যে নেতা মন্ত্রীরা আছে সবারই চেয়ার রয়েছে তারা সেগুলো ছাড়তে চায় না নাজমুল হাসান পাপনও ঠিক একই ভাবে রয়েছে তার ক্ষমতা হারাতে চায় না। যদি এইসব নেতা মন্ত্রী সভাপতি দায়িত্বে বর্তমানে যে সকল লোক রয়েছে বাংলাদেশে তারা যদি ক্ষমতা হারায় তাহলে ভবিষ্যতে হয়তো ভিক্ষা করে বাদ পাবেনা সেজন্যই তারা ক্ষমতায় থাকার জন্য সবকিছু করতেই রাজি আছে। যাইহোক দেশের বর্তমান অবস্থা দেখে সবারই মাথা হট হয়ে যায় আমার মাথা ব্যাথা আছে অনেক ভাই আমি এগুলো বলতে চাই না যেহেতু এটা একটি ফোরাম। তবে আমরাও একই অবস্থায় রয়েছি চাকরি-বাকরি নাই বাপের হোটেলে খেয়ে ঘুরে বেড়াই এটাই আমাদের বর্তমান পরিস্থিতি আর দেশের যে অবস্থা বর্তমানে ইনকাম সোর্স বলতে গেলে নেই ফ্যামিলি পরিচালনা করা কত কষ্ট সেটা শুধু পরিবারের দায়িত্বে যিনি আছেন সেই বোঝে। তবে আমাদের দেশে সরকার পরিবর্তন হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি চাই শ্রীলংকার নেতাদেরকে যেভাবে উ**ঙ্গ করেছিল জনগণ আমাদের বাংলাদেশেও যেন এমনই হয় এটাই আমি দোয়া করি।
sr. member
Activity: 490
Merit: 294
November 17, 2023, 03:16:23 AM
নির্বাচনী তফসিল ঘোষণা করার পর থেকেই ধারণা করেছিলাম দেশে খুবই খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে এবং সামনে হয়তো সেগুলোই হচ্ছে, দফায় দফায় বেশ কিছু প্রতিবাদী মিছিল বের হতে দেখেছি এবং রাস্তার প্রত্যেকটা পয়েন্টে কঠোরভাবে পুলিশের অবস্থান লক্ষ্য করেছে। বিএনপি জামায়াত এবং অন্যান্য দলগুলো অনেক চেষ্টার পরও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ব্যর্থ।
নমিনেশন জমা দেওয়া এবং ভোটাভুটির তারিখ ইতোমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং সেই ঘোষণা করার পর থেকেই হরতাল অবরোধ এর ঘোষণা করা হয়েছে বিএনপি'র পক্ষ থেকে। বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরও আমরা ব্যর্থ এখন দেশকে রক্ষা করা সাধারণ জনগণের হাতে, এবং তিনি সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন যেন সাধারণ জনগণ মাঠে নেমে আসে। তার এই ধরনের স্লোগানে কিছুটা উত্তাপ ছড়িয়েছে সমগ্র দেশব্যাপী। সামনের দিনগুলোতে অবশ্যই খারাপ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।
বাংলাদেশ কি একনায়তন্ত্র দেশ হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। বাংলাদেশের এখন যে রকম রাজনৈতিক পরিস্থিতি তাতে সরকার কোন মতে তত্ত্বাবধায়ক সরকার দেবে না। মূলত ঝামেলার সৃষ্টির এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার না দেওয়ায় বিরোধী দলীয় নেতাকর্মীরা দফায় দফায় মিছিল, বৈঠক এমনকি প্রতিবাদী সমাবেশ করছে যার কারণে দেশের পরিস্থিতি এখন উত্তাল।

Quote
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরও আমরা ব্যর্থ এখন দেশকে রক্ষা করা সাধারণ জনগণের হাতে
যেখানে নেতারা ব্যর্থ মনে হয় না সেখানে জনগণ কিছু করতে পারবে। কারণ জনগণ কিছু করতে গেলে পুলিশের হয়রানের শিকার হবে অথবা পুলিশের আঘাতের শিকার হবে। যখনই জনগণ এবং পুলিশের মধ্যে ফাইট লেগে যাবে তখন দেখা যাবে অনেক মানুষ আহত এবং অনেক নিহত হয়েছে এটাই হবে তার নির্ধারিত ফলাফল। এই নির্বাচন কে কেন্দ্র করে নেতাদের তেমন কোন ক্ষতি হবে না সব থেকে ক্ষতি হবে বেশি সাধারন জনগণের কারণ তারাই লড়াই করবে তাদের নেতাদের বিজয়ের জন্য।
বাংলাদেশের রাজনীতি এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মত হয়ে গেছে যেখানে কেউ একবার ক্ষমতা পেলে আর ক্ষমতা থেকে সরে দাঁড়াতে চায় না। প্রায় এক যুগ ধরে যেমন নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং তিনি দলের এতটা ব্যর্থতার পরেও যেমন দলের সভাপতি পদ ছেড়ে দিচ্ছেন না তেমনি আমাদের দেশের বর্তমান সরকার একই কাজ করছে। স্বাভাবিক দেশটাকে অস্বাভাবিক দেশ বানিয়ে তিনি পড়ে আছেন তার ক্ষমতা নিয়ে। এখানে কোন দলের পক্ষে অথবা বিপক্ষে কথা বলছি না দেশের একজন জনগণ হিসাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি অবশ্যই এতোটুকু বলতে পারি। যারা বাপের হোটেলে খায় তাদের হয়তো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোন মাথা ব্যাথা নাই তবে যারা ইনকাম করে ফ্যামিলি পরিচালনা করে তারাই বুঝে বর্তমানে ফ্যামিলি পরিচালনা করা কতটা কঠিন। দেশের সরকার পতনের মধ্য দিয়ে যদি সাধারণ জনগণের উন্নতি হয় তাহলে আমিও চাই নতুন সরকার ক্ষমতায় আসুক।
full member
Activity: 490
Merit: 119
November 17, 2023, 01:37:10 AM
~

ধন্যবাদ @tjtonmoy ভাই, আপনার মূল্যবান পরামর্শ সত্যি আমাকে বিমহিত করেছে। আপনার পরামর্শ সত্যিই একটা দামী পরামর্শ ছিল। বিশেষ করে, প্রাইভেট কি বা বুলরান মার্কেট সম্পর্কে যেভাবে বুঝালেন। ঠিক যেন একজন আদর্শ শিক্ষকের মত বোঝালেন। আজকে আপনার লেখাটা পড়ে আমার মনে হয়, আমার সাথে নতুন যারা আছে সবাই বিষয়টা অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন।

বিটকয়েন ইনভেস্টমেন্ট নিয়ে যে তথ্যটা দিলেন, আসলে বুলরানের  সময় অন্যান্য সব আল্ট কয়েনগুলো মার্কেটে চলে আসছে, সেক্ষেত্রে প্রধান যে কয়েনটা "বিটকয়েন" আমার মনে হয় বিটকয়েনে ইনভেস্ট করাই সঠিক সিদ্ধান্ত হবে।
full member
Activity: 532
Merit: 163
November 17, 2023, 01:26:47 AM
ভাই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের দিকে কিছু ঘটতেছে? আমাদের এইদিকে ডেইলিই শুনি আজ এই অবরোধ ঐ অবরোধ, কোনো দিন লোকাল বাস চলে আবার চলে না। মানে ঠিক নাই কিছু, বেতাল একটা অবস্থা। আবার কিছুদিন ধরে দেখতেছি, পুলিশ সবখানে, ওলিতে গলিতে, চিপায় চাপায়, সব পয়েন্টে পয়েন্টে, মোড়ো মোড়ো পুলিশ। তাও আবার নরমাল পুলিশ না, বডি আর্মর পড়া পুলিশ, হাতে পায়ে বুকে প্রটেকশন, সাথে বন্দুক  Lips sealed। আবার সাথে ২-১ জন আনসারের বাহিনী। সবাইরে সার্চ করে, বিশেষ করে পোলাপাইন। আজকে আবার আর্মি দেখলাম আমাদের এদিকে। একবার দুবার না, একাধিক বার, একাধিক ইউনিট। বুঝতেছিনা কিছু, মারামারি হইবে নাকি আবার।

আমাদের দেশের এই অবস্থা হওয়ার কারন কী এমন হবে কেন? আমাদের দেশ তাইলে কিসের গণতন্ত্র দেশ? যদি সাধারণ মানুষ যাকে খুশি তাকে সরকার নির্বাচিত করতে না পারে। জনগনের যাকে ভালো লাগবে তাকেই ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে। আমাদের দেশে বিএনপি সরকার ছিলো কিন্তু জনগনের ভালো লাগে নাই দেখে জনগন আওয়ামী লীগ সরকার নির্বাচিত করলো কিন্তু আবার আওয়ামী লীগ সরকার ভালো লাগতেছে না, অন্য সরকার নির্বাচিত করবে। জনগন যাকে পেলে খুশি হবে তাকেই সরকার নির্বাচিত করবে। যদি সরকার তত্ত্বাবধায়ক সরকার দিতো তাহলে এতো ঝামেলা মনে হয় হতো না।

আমাদের দেশ হল গণতন্ত্র দেশ বর্তমান রাজনীতির প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে মানুষের গণতন্ত্র হারিয়ে ফেলেছে। আমাদের দেশ গণতন্ত্র নাই বললেই চলে একজন ভোটার সুষ্ঠুভাবে তার ভোট দিতে কেন্দ্রে যেতে পারে না সে কেন্দ্রে যেতে না যেতেই তার ভোট হয়ে যায়। ৭ই জানুয়ারি যে ভোটের ডেট ফিক্সট করছে যদি সরকার ক্ষমতা থাকা অবস্থায় নির্বাচন করে এই নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। আমাদের দেশের সরকার যদি পদত্যাগ না করে নির্বাচন ঘোষণা করে অবশ্যই বিরোধী দল বিভিন্ন কর্মসূচি দিবে এতে করে আমাদের দেশের পরিস্থিতি একটু খারাপ হবে। তাই সরকারের উচিত হবে আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া । যাতে করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় সে ব্যবস্থা করা।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
November 17, 2023, 12:55:17 AM
ভাই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের দিকে কিছু ঘটতেছে? আমাদের এইদিকে ডেইলিই শুনি আজ এই অবরোধ ঐ অবরোধ, কোনো দিন লোকাল বাস চলে আবার চলে না। মানে ঠিক নাই কিছু, বেতাল একটা অবস্থা। আবার কিছুদিন ধরে দেখতেছি, পুলিশ সবখানে, ওলিতে গলিতে, চিপায় চাপায়, সব পয়েন্টে পয়েন্টে, মোড়ো মোড়ো পুলিশ। তাও আবার নরমাল পুলিশ না, বডি আর্মর পড়া পুলিশ, হাতে পায়ে বুকে প্রটেকশন, সাথে বন্দুক  Lips sealed। আবার সাথে ২-১ জন আনসারের বাহিনী। সবাইরে সার্চ করে, বিশেষ করে পোলাপাইন। আজকে আবার আর্মি দেখলাম আমাদের এদিকে। একবার দুবার না, একাধিক বার, একাধিক ইউনিট। বুঝতেছিনা কিছু, মারামারি হইবে নাকি আবার।
আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, আমি খবর দেখি না তবে এলাকায় মুরুব্বি দের থেকে শুনলাম আগামি ৭ই জানুয়ারিতে নাকি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের দেশে বর্তমানে অবস্থা ভয়াবহ হতে চলেছে, জানি না ৭ই জানুয়ারিতে দেশে কি হবে।

আমাদের দেশের এই অবস্থা হওয়ার কারন কী এমন হবে কেন? আমাদের দেশ তাইলে কিসের গণতন্ত্র দেশ? যদি সাধারণ মানুষ যাকে খুশি তাকে সরকার নির্বাচিত করতে না পারে। জনগনের যাকে ভালো লাগবে তাকেই ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে। আমাদের দেশে বিএনপি সরকার ছিলো কিন্তু জনগনের ভালো লাগে নাই দেখে জনগন আওয়ামী লীগ সরকার নির্বাচিত করলো কিন্তু আবার আওয়ামী লীগ সরকার ভালো লাগতেছে না, অন্য সরকার নির্বাচিত করবে। জনগন যাকে পেলে খুশি হবে তাকেই সরকার নির্বাচিত করবে। যদি সরকার তত্ত্বাবধায়ক সরকার দিতো তাহলে এতো ঝামেলা মনে হয় হতো না।

যাইহোক এখনো নির্বাচনের ৫০ দিনের মতো আছে জানিনা কি হবে। এমনেই শোনা যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের ধরে নেওয়া হচ্ছে। যাইহোক সকলের সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা শহরে তাদের আরও সতর্ক হতে হবে। যারা গ্রামে থাকেন তাদের খুব একটা ট্রেনশন নাই।

যাইহোক আমাদের এই লোকাল থ্রেডে এই বিষয়ে নিয়ে আলোচনা করা উচিত নয়, তবুও দেশের নির্বাচন নিয়ে কিছু কথা বলে ফেললাম। আমি কোন সরকার বিরোধী কথা বলি নাই, কেউ আমার কথায় রাগ করবেন না।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
November 16, 2023, 11:06:18 PM
~

অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার দেখানো নির্দেশনা অনুযায়ী আমি ইলেক্ট্রাম একাউন্ট ওপেন করে ফেলেছি। আপনার মূল্যবান পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাইহোক ভাই, আশা করব ভবিষ্যতে এ ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।

সিনিয়রদের কাছে পরামর্শ চাই, doggycoin এর ভবিষ্যৎ সম্পর্কে যদি কিছু বলতেন?
আপনাকেও ধন্যবাদ। তবে আপনাকে আমি বলতে চাই আপনার ওয়ালেটের সিড ফেজ বা প্রাইভেট কে খুব গোপন জায়গায় রাখবেন যাতে কেউ কোনোভাবে আপনার প্রাইভেট কে চুরি করতে না পারে। আপনার প্রাইভেট কে যদি চুরি হয়ে যায় তাহলে আপনার ওয়ালেট থেকে সবকিছুই হারিয়ে যাবে। বিশেষ করে মেসেঞ্জার, টেলিগ্রাম, ইমো, এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে রাখবেন না অনেকেই এই সমস্ত সোশ্যাল মিডিয়া একাউন্টে রেখে পরবর্তীতে প্রতারিত হয়।

শুধু ভবিষ্যৎবাণী করলেই হবে না। আমি এখন ভবিষ্যৎবাণী করলাম আমার ভবিষ্যৎবাণী পরবর্তীতে যদি কোন উপকারে না আসে তাহলে আমার ভবিষ্যৎবাণীর কোন দাম থাকবে না। ডগি কয়েন এক সময় শিটকয়েন ছিল কিন্তু ইলন মাক্সের প্রচেষ্টায় একসময় সর্বোচ্চ .78$ উঠে এসেছিল। পরবর্তীতে হয়তো ডগি কয়েন এর সর্বোচ্চ প্রাইস রিকভারি হবে কিনা জানি না। এর জন্য আপনারা যদি বিনিয়োগ করতে চান তাহলে কিছু পরিমাণ ডলার দিয়ে বিনিয়োগ করে রাখতে পারেন। তবে অবশ্যই দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে রাখতে হবে। তবে ২০২৫-২০২৬ সাল পর্যন্ত।
sr. member
Activity: 434
Merit: 350
November 16, 2023, 09:59:57 PM
নির্বাচনী তফসিল ঘোষণা করার পর থেকেই ধারণা করেছিলাম দেশে খুবই খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে এবং সামনে হয়তো সেগুলোই হচ্ছে, দফায় দফায় বেশ কিছু প্রতিবাদী মিছিল বের হতে দেখেছি এবং রাস্তার প্রত্যেকটা পয়েন্টে কঠোরভাবে পুলিশের অবস্থান লক্ষ্য করেছে। বিএনপি জামায়াত এবং অন্যান্য দলগুলো অনেক চেষ্টার পরও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ব্যর্থ।
নমিনেশন জমা দেওয়া এবং ভোটাভুটির তারিখ ইতোমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং সেই ঘোষণা করার পর থেকেই হরতাল অবরোধ এর ঘোষণা করা হয়েছে বিএনপি'র পক্ষ থেকে। বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরও আমরা ব্যর্থ এখন দেশকে রক্ষা করা সাধারণ জনগণের হাতে, এবং তিনি সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন যেন সাধারণ জনগণ মাঠে নেমে আসে। তার এই ধরনের স্লোগানে কিছুটা উত্তাপ ছড়িয়েছে সমগ্র দেশব্যাপী। সামনের দিনগুলোতে অবশ্যই খারাপ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।
বাংলাদেশ কি একনায়তন্ত্র দেশ হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। বাংলাদেশের এখন যে রকম রাজনৈতিক পরিস্থিতি তাতে সরকার কোন মতে তত্ত্বাবধায়ক সরকার দেবে না। মূলত ঝামেলার সৃষ্টির এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার না দেওয়ায় বিরোধী দলীয় নেতাকর্মীরা দফায় দফায় মিছিল, বৈঠক এমনকি প্রতিবাদী সমাবেশ করছে যার কারণে দেশের পরিস্থিতি এখন উত্তাল।

Quote
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরও আমরা ব্যর্থ এখন দেশকে রক্ষা করা সাধারণ জনগণের হাতে
যেখানে নেতারা ব্যর্থ মনে হয় না সেখানে জনগণ কিছু করতে পারবে। কারণ জনগণ কিছু করতে গেলে পুলিশের হয়রানের শিকার হবে অথবা পুলিশের আঘাতের শিকার হবে। যখনই জনগণ এবং পুলিশের মধ্যে ফাইট লেগে যাবে তখন দেখা যাবে অনেক মানুষ আহত এবং অনেক নিহত হয়েছে এটাই হবে তার নির্ধারিত ফলাফল। এই নির্বাচন কে কেন্দ্র করে নেতাদের তেমন কোন ক্ষতি হবে না সব থেকে ক্ষতি হবে বেশি সাধারন জনগণের কারণ তারাই লড়াই করবে তাদের নেতাদের বিজয়ের জন্য।
sr. member
Activity: 490
Merit: 294
November 16, 2023, 09:05:19 PM
ভাই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের দিকে কিছু ঘটতেছে? আমাদের এইদিকে ডেইলিই শুনি আজ এই অবরোধ ঐ অবরোধ, কোনো দিন লোকাল বাস চলে আবার চলে না। মানে ঠিক নাই কিছু, বেতাল একটা অবস্থা। আবার কিছুদিন ধরে দেখতেছি, পুলিশ সবখানে, ওলিতে গলিতে, চিপায় চাপায়, সব পয়েন্টে পয়েন্টে, মোড়ো মোড়ো পুলিশ। তাও আবার নরমাল পুলিশ না, বডি আর্মর পড়া পুলিশ, হাতে পায়ে বুকে প্রটেকশন, সাথে বন্দুক  Lips sealed। আবার সাথে ২-১ জন আনসারের বাহিনী। সবাইরে সার্চ করে, বিশেষ করে পোলাপাইন। আজকে আবার আর্মি দেখলাম আমাদের এদিকে। একবার দুবার না, একাধিক বার, একাধিক ইউনিট। বুঝতেছিনা কিছু, মারামারি হইবে নাকি আবার।
নির্বাচনী তফসিল ঘোষণা করার পর থেকেই ধারণা করেছিলাম দেশে খুবই খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে এবং সামনে হয়তো সেগুলোই হচ্ছে, দফায় দফায় বেশ কিছু প্রতিবাদী মিছিল বের হতে দেখেছি এবং রাস্তার প্রত্যেকটা পয়েন্টে কঠোরভাবে পুলিশের অবস্থান লক্ষ্য করেছে। বিএনপি জামায়াত এবং অন্যান্য দলগুলো অনেক চেষ্টার পরও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ব্যর্থ।
নমিনেশন জমা দেওয়া এবং ভোটাভুটির তারিখ ইতোমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং সেই ঘোষণা করার পর থেকেই হরতাল অবরোধ এর ঘোষণা করা হয়েছে বিএনপি'র পক্ষ থেকে। বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরও আমরা ব্যর্থ এখন দেশকে রক্ষা করা সাধারণ জনগণের হাতে, এবং তিনি সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন যেন সাধারণ জনগণ মাঠে নেমে আসে। তার এই ধরনের স্লোগানে কিছুটা উত্তাপ ছড়িয়েছে সমগ্র দেশব্যাপী। সামনের দিনগুলোতে অবশ্যই খারাপ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।
full member
Activity: 742
Merit: 157
November 16, 2023, 03:05:57 PM
- সোলনা, লাইট কয়েন এর মধ্যে কোনটাতে ইনভেস্ট করা যৌক্তিক বলে মনে করেন?[/b]
যে দুটি কয়েন আপনি উল্লেখ করেছেন এ দুটি কয়েন বিনিয়োগের উপযোগী। আপনি চাইলে দুটি কয়েন কিনে বিনিয়োগ করতে পারেন। এ দুটি কয়েনের মধ্যে আমি কোন কয়েনে পার্থক্য করব না। দুটি কয়েন আমার কাছে সেরা।

কোনটিকেই ছোট করে দেখার সুযোগ নেই। সলনা এবং লাইট কয়েন দুটি ভিন্ন ব্লকচেইনের দুটি কয়েন যার উদেশ্য এবং বৈশিষ্ট সবই আলাদা। সলনা তৃতীয় প্রজন্মের একটি উচ্চগতির হাইব্রিড ব্লকচেইন প্লাটফরম। এটি প্রতি সেকেন্ডে 50,000 ট্রানজেকশন করার অনুমতি দেয়। এটি proof-of-history (PoH) and proof-of-stake (PoS) একত্রিত করার মাধ্যমে ট্রানজেকশন স্পিড বৃদ্ধি এবং ট্রানজেকশন খরচ কমায়। সলনা প্লাটফরম স্মার্টকন্ট্রাক্ট সাপোর্ট করে এবং এই প্লাটফরম ব্যবহার করে ডেভলোপাররা নানা ধরনের ডি এপস তৈরী করতে পারে।   



অন্যদিকে লাইট কয়েন দ্রুত এবং নিরাপদ লেদদেন করতে সক্ষম তবে সলনার চেয়ে অনেক ধীরগতি সম্পন্ন একটি কয়েন। বিটকয়েন আবৃস্কারের পর লাইট কয়েন আবির্ভূত হয়। আমরা জানি যে এটি মূলত কম খরচে পিয়ার ট্র পিয়ার লেনদেনের জন্য তৈরী করা হয়েছ। এটি পুরাতন ক্রিপ্টোকারেন্সি গুলোর মধ্যে একটি হওয়া সত্বেও এর এখনও প্রচুর একটিভ ব্যবহারকারী রয়েছে। আমি ব্যেক্তিগতভাবে নিজেও লাইট কয়েন দিয়ে পেমন্ট মিডিয়াম হিসেবে ব্যবহার করেছি।

দুটির বর্তমান অবস্থা অনুসারে দুটিই মুল্যবান ব্লকচেইন প্লাটফরম যাদের ব্যাবহারকারীও আলাদা। যদি আমি দুইটি কয়েনের মধ্যে তুলনা করি তাহলে আমার কাছে সলনা এগিয়ে থাকবে। কারন এটি ডেফি এবং ডি আ্যপ সাপোর্টেড একটি প্লাটফরম যা সর্বোচ্চ স্পীড এবং স্বল্প খরচের নিশ্চয়তা প্রদান করে। বর্তমানে প্রতিটি সলনার দাম এখন প্রায় 62 ডলার অন্যদিকে লাইটকয়েনের দাম প্রায় 72 ডলার। বিনিয়োগের জন্য দুটি উপযুক্ত তবে সলনার প্রতি আমার মনে হয় নতুন জেনারেশনের আকর্ষন বেশি।
full member
Activity: 490
Merit: 119
November 16, 2023, 01:45:32 PM
~

অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার দেখানো নির্দেশনা অনুযায়ী আমি ইলেক্ট্রাম একাউন্ট ওপেন করে ফেলেছি। আপনার মূল্যবান পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাইহোক ভাই, আশা করব ভবিষ্যতে এ ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।

সিনিয়রদের কাছে পরামর্শ চাই, doggycoin এর ভবিষ্যৎ সম্পর্কে যদি কিছু বলতেন?
full member
Activity: 532
Merit: 163
November 16, 2023, 01:33:35 PM
ভাই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের দিকে কিছু ঘটতেছে? আমাদের এইদিকে ডেইলিই শুনি আজ এই অবরোধ ঐ অবরোধ, কোনো দিন লোকাল বাস চলে আবার চলে না। মানে ঠিক নাই কিছু, বেতাল একটা অবস্থা। আবার কিছুদিন ধরে দেখতেছি, পুলিশ সবখানে, ওলিতে গলিতে, চিপায় চাপায়, সব পয়েন্টে পয়েন্টে, মোড়ো মোড়ো পুলিশ। তাও আবার নরমাল পুলিশ না, বডি আর্মর পড়া পুলিশ, হাতে পায়ে বুকে প্রটেকশন, সাথে বন্দুক  Lips sealed। আবার সাথে ২-১ জন আনসারের বাহিনী। সবাইরে সার্চ করে, বিশেষ করে পোলাপাইন। আজকে আবার আর্মি দেখলাম আমাদের এদিকে। একবার দুবার না, একাধিক বার, একাধিক ইউনিট। বুঝতেছিনা কিছু, মারামারি হইবে নাকি আবার।
নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এদিকের পরিবেশ বেশ উত্তল মাঝে মাঝে বিএনপি বা জামাতের মিছিল বের হয়। সঙ্গে সঙ্গে পুলিশের কয়েকটা গাড়ি এসে হাজির হয় এই মিছিলের কারণে দেখা যায় পুলিশ সবাইকে হয়রানি করে। দিন যত যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে জটিল হচ্ছে। গতরাতে নির্বাচনী তফসিল ঘোষণার পর আমাদের এদিকে দফায় দফায় মিছিল হল। তার কিছুক্ষণ পর পুলিশ প্রশাসন এসে তাদের ছাত্র ভঙ্গ করে দেয়। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বর্তমান পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে তাই আমাদের সবাইকে সতর্কতার সঙ্গে বাহিরে চলাচল করতে হবে।
sr. member
Activity: 1008
Merit: 366
November 16, 2023, 01:30:55 PM
নিজে একটু পড়াশুনা করলাম এবং সিনিয়রদের সাথে আলাপ আলোচনা করে শেষ পর্যন্ত ইলেক্ট্রাম ডাউনলোড করেছি। ইনস্টল ও করেছি। তবে এখনও ওয়ালেট বানাইনি। কিভাবে বানাবো সেটাও বুঝছি না। যদি কেউ আমাকে একটু গাইড করতেন খুব ভালো হতো।

কিছু প্রশ্ন মনের মধ্যে উদয় হল:

- সিনিয়রদের কাছে জানতে চাচ্ছি আমার সিদ্ধান্ত কি ঠিক আছে?

- প্রাইভেট-কি কি বা এই প্রাইভেট-কি কি জন্য এতটা ইম্পরট্যান্ট?

- বিটকয়েন ক্যাশ কি বিটকয়েনের একটি অংশ?

- সোলনা, লাইট কয়েন এর মধ্যে কোনটাতে ইনভেস্ট করা যৌক্তিক বলে মনে করেন?

ইলেক্ট্রাম ওয়ালেট pc ইউজারদের জন্য অনেক ভালো তবে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য কেমন হবে তা সঠিক বলতে পারছি না। পিসিতে ইলেক্ট্রাম ওয়ালেট অফলাইন ওয়ালেট হিসেবেও ব্যবহার করা যায় যদি আপনার পিসিটা Airgapped হয়ে থাকে তাহলে। Airgapped বলতে বোঝায় আপনার ডিভাইসটি ইন্টারনেটের সাথে কোনোভাবে কানেকটেড থাকবে না। পূর্ববর্তী/ বর্তমান এবং ভবিষ্যতে আপনি ইন্টারনেটের সাথে এটি যুক্ত করবেন না তাহলে এটি Airgapped ডিভাইস বলে গণ্য হবে। হ্যাকিং এর শিকার থেকে রক্ষা পাবেন।

এখন আসি প্রাইভেট কি আসলে কি? মনে করেন আপনার ওয়ালেট তালা এবং আপনি বিভিন্ন চাবি দিয়ে এটিতে ঢুকতে পারবেন, কিন্তু বিভিন্ন সময় ওই চাবিগুলো নাও কাজ করতে পারে। কিন্তু এই প্রাইভেট কি হলো ওই তলার জন্য এমন একটি চাবি যা সব সময় সেটিকে খুলতে পারবে প্রকার বাধা ছাড়া। সুতরাং যার কাছে এই প্রাইভেট কি টা থাকবে সে অনায়াসে আপনার ওয়ালেটে এক্সেস নিতে পারবে। আপনি এটি কে পরিবর্তন করতে পারবেন না এইজন্যই এটি সংরক্ষণ করা এত গুরুত্বপূর্ণ। এটি হারালে আপনি আপনার ওয়ালেটে রাখা সবকিছু হারাবেন।

বিটকয়েন ক্যাশ বিটকয়েনের অংশ নয় ষ, তবে যে এটি তৈরি করেছে সে বলে যে এটি আসল বিটকয়েন এবং যেই বিটকয়েন কে আমরা বিটকয়েন হিসেবে চিনি, সেটি আসল বিটকয়েন নয়। মার্কেটের দিকে তাকালে ও হিস্টরি দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটি আসল এবং কোনটি নকল।

SOL বা LTC আমি কারো পক্ষেই মতামত দিতে চাচ্ছি না কারণ আমি নিজেও এর সম্পর্কে তেমন কিছু জানি না। তবে এটুকু জানি বুল মার্কেট শুরু হওয়ার প্রথম পর্যায়ে বিটকয়েন সর্বপ্রথম পাম্প করে। এই পাম্প হওয়ার ফলে মার্কেটে যে সেন্টিমেন্ট তৈরি হয় তারই লেজ ধরে পরবর্তীতে অন্যান্য কয়েন গুলো পাম্প করে। সুতরাং বলবো বুল মার্কেট শুরু হওয়ার পূর্বে আপনার বিটকয়েনের উপরে বেশি ফোকাস করা উচিত। এটি থেকে লাভবান হয়ে পরবর্তীতে আপনি অন্যান্য কয়েনগুলোতে বেশি ফোকাস করতে পারবেন এবং বেশি ইনভেস্ট করতে পারবেন। নিজের মতো করে রিসার্চ করে ডিসিশন নিন। আপনার ইনভেস্টমেন্ট পুরোটা আপনার উপর। যেটা আমার কাছে ভালো মনে হয়েছে শুধু সেটা শেয়ার করলাম। ভালো খারাপ যেটাই আউটকাম হবে তার দায়ভার আপনাকেই নিতে হবে।
newbie
Activity: 26
Merit: 19
November 16, 2023, 12:23:31 PM
ভাই সুবিধা নাকি সিকিউর ? অবশ্যই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এর থেকে ডিসেন্টালাইজড এক্সচেঞ্জার ব্যবহার করা উত্তম। যদি বিটকয়েন লং টার্মের জন্য হোল্ডিং করতে চান তাহলে অবশ্যই ডিসেন্টালাইজ একচেঞ্জার ব্যবহার করা ভালো।
এখন ডিসেন্টালাইজ ওয়ালেট এর মধ্যে দুই ক্যাটাগরি হয়।
১. হট ওয়ালেট ২. কোল্ড ওয়ালেট।
১. হট ওয়ালেট-> সহজ কথায় যে সব ওয়ালেট ইন্টারনেটের সাথে যুক্ত থাকে সে সব ওয়ালেট কে হট ওয়ালেট বলে। যেমন: ট্রাস্ট ওয়ালেট , মেটা মাস্ক ওয়ালেট, ইলেক্ট্রাম ওয়ালেট ইত্যাদি।
২. কোল্ড ওয়ালেট বলতে সেইসব ক্রিপ্টো কারেন্সি ওয়ালেটকে বোঝায় যেসব বলে ইন্টারনেটের সাথে যুক্ত থাকে না। এটি মূলত কারেন্সি হোল্ডিং এর জন্য মোস্ট সিকিওর ওয়ালেট।
কোল্ড ওয়ালট এর মধ্যেও বিভিন্ন প্রকারভেদ রয়েছে পেপার ওয়ালেট, হার্ডওয়ার ওয়ালেট, সাউন্ড ওয়ালেট।
অনেক ধন্যবাদ ভাইয়া বুঝাইয়া দেবার জন্য। আসলে আমি যখন পোস্টটা করছিলাম এটা জানার জন্য তখন কেউ রিপ্লাই দিছিলো না যার জন্য আমি google এ সার্চ করছিলাম এবং সেখান থেকে কিছুটা জানতে পারেছি তবে আপনার এই পোস্টের মাধ্যমে আরো ভালো কইরা ক্লিয়ার হলাম। আসলে আমরা যারা বিটকয়েন সংরক্ষণ করে রাখবার চাই তাদের সবারই ডিসেন্টালাইজড এক্সচেঞ্জ ব্যবহার করা উচিত বিটকয়েন সংরক্ষণ করে রাখবার জন্য। ডিসেন্টালাইজড এক্সচেঞ্জ গুলাতে বিটকয়েন দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রাখা নিরাপদ।

বর্তমানে বাংলাদেশে ক্রিপ্ত কারেন্সি অবৈধ সেহেতু এর রিলেটেড সকল ডিভাইস অবৈধ বলে বিবেচ্য হবে তাই আমার মনে হয় না আপনি বাংলাদেশের কোথাও হার্ডওয়ার ওয়ালেট কিনতে কিনতে পারবেন।
তবে আপনি চাইলে বাহিরে থেকে কিনে দেশে ইমপোর্ট করতে পারেন। কিন্তু এখানে এয়ারপোর্টে এসে কাস্টমে আটকে যেতে পারে সেখানে আপনার রিস্ক রয়েছে।  
তারপরেও এই ওয়েবসাইটেতে রিক্স নিয়ে দেখতে পারেন- https://www.ubuy.com.bd/en/search/?q=cryptocurrency+hardware+wallet
রিক্স নেওয়াটাই জামেলা। আমাগো দেশে যেহেতু বিটকয়েন বৈধ নয় তাই যদি ক্রিপ্ত সম্পর্কিত কোন কিছু বিদেশ থেইকা ইমপোর্ট করতে যদি পুলিশ এর কাছে ধরা খাইয়া যাই তাইলে তো আরেক সমস্যা হইবো। এমনিতেই এখন যেই রকম দেশের অবস্থা।
আচ্ছা ভাই আর একটা প্রশ্ন করি আমি যদি রিক্স নিয়া বিদেশ থেইকা ইমপোর্ট করতে চাই তাইলে কত দিনের মধ্যে সেইটা আমি পাব এটা কি সিওর ভাবে বলা যাইবো।
Jump to: