Author

Topic: বাংলা (Bengali) - page 102. (Read 5693103 times)

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 05, 2023, 09:19:03 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৩৯ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-540th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5476398
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!

   Please read here>>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953



legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 05, 2023, 12:50:31 PM
তবুও ভালো যে উনি অন্য কিছু বলে নাই। কোথায় যেনো দেখলাম একজন বিটকয়েনের ফি কে গ্যাস ফি বলতেছে। লগইন করা ছিলো না বলে রিপ্লাই করিনি। এখন আর মনে নাই।
তাহলে রেস্পন্স করাটা দরকার ছিল ভাই। আমাদের এইখানে বেশিরভাগ ব্যবহারকারী বিটকয়েন ব্যবহার করার আগে ইথেরিয়াম চেইন কিংবা বাইন্যান্স চেইনের ব্যবহারকারী হওয়ার কারনে ট্রাঞ্জেকশন ফিকে গ্যাস ফি নামেই রেফার করে থাকে। তাই আমাদের এইরকম কিছু দেখলে সেটাকে অবশ্যই সংশোধন করা উচিত।
hero member
Activity: 840
Merit: 522
December 05, 2023, 12:16:15 PM
আমি জানি ফোরামে এই বিষয় নিয়ে কথা বলা থেকে বিরত থাকতে বলা হয়েছে/বিরত থাকা উচিত, তাই নির্দিষ্ট কোনো নামে গেলামনা। সবাই অবগত রিসেন্টলি একটা বিটকয়েন রিলেটেড সার্ভিস ওয়েবসাইট সিজ করেছে কতৃপক্ষ, সেটার আপডেট কেউকি জানেন? গুগল করলাম বাট আহামরি কোনো ইউজফুল কিছু পাইলাম না, সবই পুরানো নিউজ। কেস কতদূর?

কেউ রিপ্লাই করলেও বুঝেশুনে কইরেন।

আসলে এতো ভয় পাওয়ার কিছু নাই। আপনি জানুয়ারী মাস আসার আগ অব্দি লিঙক পোষ্ট করতে পারবেন। আর ডিসকাশন সব সময় এলাউ থাকবে। শুধুমাত্র তাদের লিংক পোষ্ট করতে পারবেন না। আর নাম মেনশন করা প্রথমে বারন করা হলেও পড়ের ড্রাফট এ দেখলাম নাম ও মেনশন করা যাবে। তবে কিছুই এখনো শতভাগ ফাইনাল না। হুদাই ভয় পাইয়েন না। এখনো সবার প্রোপাইলেই মিক্সার এর সিগনেচার আছে, তাহলে ভয় পেয়ে কি করবেন? সিনবাদের নতুন কোনো আপডেট নাই।

ভাই এইটা হ্যাশ রেট না। ফি রেট বা ফি পার বাইট বলতে পারেন। হ্যাশ রেট ভিন্ন জিনিস, ফি এর সাথে এর সম্পৃক্ততা নেই।

তবুও ভালো যে উনি অন্য কিছু বলে নাই। কোথায় যেনো দেখলাম একজন বিটকয়েনের ফি কে গ্যাস ফি বলতেছে। লগইন করা ছিলো না বলে রিপ্লাই করিনি। এখন আর মনে নাই।
jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
December 05, 2023, 11:00:55 AM
ফেইক লিংক নতুন ফাদ
ইদানিং দেখতে পাচ্ছি আমার ফোনে বিভিন্ন ধরনের ফেক লিংক এর মেসেজ আসতেছে। বিভিন্নভাবে টাকা ইনকাম করার, অল্প পুঁজিতে বা অল্প সময়ে অনেক টাকা উপার্জন করার ফেক মেসেজ লিঙ্ক।
কিছুদিন আগে আমার এক ছোট ভাইয়ের ট্রাস্ট ওয়ালেট হ্যাক করে নেয়। তার ওয়ালেটে থাকা অনেকগুলো ডলার নিমিশের মধ্যেই উধাও প্রথমত সে বুঝতে পারে নাই আমাকে তার এই সমস্যার বিষয়ে যখন বলে তখন আমি বলি তোমার এই ওয়ালটের "কি" অথবা "ফেস" গুলো কেউ কি জানে। সে বলে, না কেউ জানেনা তবে এর আগে কিছুদিন আমার কাছে কয়েকটি ফেক এসএমএস আসে আমি ওই ফেক এসএমএস গুলোতে প্রবেশ করলে বিভিন্ন ওয়েব সাইটে নিয়ে যায়। আমার ওয়ালেটের বেশ কয়েক ডলারের BNB ছিল। যার কারণে আমার ওয়ালেট থেকে ডলারগুলো withdraw নিয়ে নেয়। পরে আমি তাকে বলি তুমি এই ওয়ালেটটি আর ব্যবহার করো না।
বর্তমান সময়ে এমন সব ঘটনা অনেক ঘটতেছে। তাই সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। মানুষ প্রযুক্তির উপর যত সহজে নির্ভর হয়ে পড়ছে ঠিক তত সহজেই তার তথ্যগুলো ফাঁস হয়ে যাচ্ছে। আমাদের নিজেদের অজান্তেই আমাদের তথ্যগুলো অন্যের কাছে চলে যাচ্ছে আমাদের কিছু সময়ের ভুলের কারণে। বিশেষ করে আমাদের মধ্যে, ১) বিকাশ প্রতারক ২)নগদ প্রতারক ৩) বিভিন্ন ফেক অ্যাড বা এসএমএস এবং ৪)বিভিন্নভাবে দালাল চক্রের হাতে আমাদের কষ্টের উপার্জনের টাকা অন্যের হাতে চলে যাচ্ছে। তাই আপনিও সচেতন হন এবং অন্যকে সচেতন করুন।
এই সচেতনতা সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারসহ বিভিন্নভাবে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষভাবে ভূমিকা পালন করছে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 05, 2023, 09:41:18 AM

ভাই আপনি হয়তো এগুলো পিসিতে ব্যবহার করেন। এক্সটিনশন সাপোর্ট করে এমনে ব্রাউজারে (Kiwi Browser) কি এগুলো ইউজ করা যাবে? আমি কমবেশি  সবসময় ফোনেই থাকি।

১. নম্বরটার কাজ নিয়ে একটু কনফিউশন ছিলো। এটা কি জাস্ট একটা পপআপ রিমাইন্ডার দিবে নাকি ব্রাউজার ব্যবহার করা থেকে বিরত রাখবে? মানে কিছু করতে গেলেই নোটিস দিবে, এমন?
২. এডব্লক ভালো।
৩. কখনো ইউজ করিনি, তবে সরাসরি গুগলে সার্চ করলেই সম্ভবতো কাছাকাছি শব্দ পাওয়া সম্ভব, তাই ব্যবহার করার দরকার দেখিনা।
৪. গ্রামারলিটা সবথেকে বেশি কাজের। তবে ঐ আবারো কনফিউজড ফোন নিয়ে। আমার একটা জিনিস মনে হয় গ্রামারলি শুধুমাত্র বানান ঠিক করার জন্য ব্যবহার করা উচিত। কিন্তু লেখার স্টাইল চেন্জ না করাই বেটার। এমনো অনেক কেস দেখছি যেখানে নিজে লিখে সেটা গ্রামার চেকার দিয়ে ঠিক করার পর যখন AI কিনা চেক দেই, ৩০-৪০% AI সো করে, যদিও সব কিন্তু নিজেরই লেখা। এজন্য ২-১ টা দাড়ি কমা ভুল থাকলেও রেখে দেই, ইডিট করিনা। তবে বড় পোস্ট করলে কথা ভিন্ন।
৫. এটা নিয়ে কিছু বলার নাই।

আরেকটা জিনিস, যেহেতু আমরা ক্রিপ্টোর সাথে জড়িত, তাই যত সম্ভব কম থার্ড পার্টি এসব টুলস্ ব্যবহার করাই শ্রেয়। এতে নিজেরই ভালো। ধন্যবাদ, ট্রাই করবোনি কেমন চলে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 05, 2023, 07:31:12 AM
ট্রানসেকশন ফি সাময়িক সময়ের জন্য একটু বেশি কিন্তু সব সময় তো আর বেশি হয় না। কিছুদিন আগেও কিন্তু হ্যাস রেট 20 sat/byte গিয়েছিল কিন্তু ওই সময় তো সবাই পেমেন্ট পায় না। বিটকয়েন transfer করতে বেশি ফি দেওয়া লাগে জন্য আমি সরাসরি এক্সচেঞ্জ এর ওয়ালেটের এড্রেস দিয়ে দিয়েছি। এক্ষেত্রে সুবিধা হল আপাতত ফি দেওয়া লাগে না এবং যখন তখন পেমেন্ট ওয়ালেটে আসা মাত্রই সেল দেওয়া যায়। তবে বিপদজনক কথা হল এক্সচেঞ্জ এই আছে এই নেই পরিস্থিতির মধ্যে রয়েছে।
ভাই এইটা হ্যাশ রেট না। ফি রেট বা ফি পার বাইট বলতে পারেন। হ্যাশ রেট ভিন্ন জিনিস, ফি এর সাথে এর সম্পৃক্ততা নেই।

আপনারা যারা বলছেন ফি বেশি তাদের জন্য বলা-
ফি যখন তুলনামূলক কম থাকে তখন আপনারা যদি সবগুলো ইনপুট কনসোলিডেট করে নেন তাহলে পরবর্তীতে ফি পার বাইট বৃদ্ধি পেলেও আপনাকে খুব বেশি ফি দেয়া লাগবে না। একটা ট্রাঞ্জেকশনে ইনপুট আউটপুট যত বেশি হয় ফি তত বেশি দেয়া লাগে। ফি যখন কম থাকে সবগুলো ইনপুটকে একটা আউটপুট করে নিলেই পারেন।
sr. member
Activity: 546
Merit: 268
December 05, 2023, 07:23:05 AM
এলাকার দাদিরা বলে "" যায় দিন ভালো আসে দিন মন্দ""
এই একই অবস্থার মধ্যে পরে গেলাম দেখি। কয়েক দিন আগে ট্রানজেকশন ফি $৪-৫ ডলার মনে হয় ছিলো ভাবছিলাম সপ্তাহ খানেক পর মনে হয় স্বাভাবিক হয়ে যাবে, তখন ট্রান্সফার করে সেল করমু। কিন্তু ক্রমাগতভাবেই দেখি শুধু ফি বাড়তে চলেছে। দুঃখের কথা কি বলব অনকের হাসি পেতে পারে শশুর বাড়ি যাইতেও টাকা হাওলাদ করে নিয়ে মিষ্টি কিনে নিয়ে আসলাম। আজকে কিছু ডলার সেল করতে চাইলাম, ফি দেখে পুরাই অভাক হয়ে পরেছি। আজকে কিছু ডলার ট্রান্সফার করতে চাইলাম দেখি ফি $২৪ বেশি দেওয়া লাগবে।  Grin
ট্রানসেকশন ফি সাময়িক সময়ের জন্য একটু বেশি কিন্তু সব সময় তো আর বেশি হয় না। কিছুদিন আগেও কিন্তু হ্যাস রেট 20 sat/byte গিয়েছিল কিন্তু ওই সময় তো সবাই পেমেন্ট পায় না। বিটকয়েন transfer করতে বেশি ফি দেওয়া লাগে জন্য আমি সরাসরি এক্সচেঞ্জ এর ওয়ালেটের এড্রেস দিয়ে দিয়েছি। এক্ষেত্রে সুবিধা হল আপাতত ফি দেওয়া লাগে না এবং যখন তখন পেমেন্ট ওয়ালেটে আসা মাত্রই সেল দেওয়া যায়। তবে বিপদজনক কথা হল এক্সচেঞ্জ এই আছে এই নেই পরিস্থিতির মধ্যে রয়েছে।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
December 05, 2023, 06:33:09 AM
এলাকার দাদিরা বলে "" যায় দিন ভালো আসে দিন মন্দ""
এই একই অবস্থার মধ্যে পরে গেলাম দেখি। কয়েক দিন আগে ট্রানজেকশন ফি $৪-৫ ডলার মনে হয় ছিলো ভাবছিলাম সপ্তাহ খানেক পর মনে হয় স্বাভাবিক হয়ে যাবে, তখন ট্রান্সফার করে সেল করমু। কিন্তু ক্রমাগতভাবেই দেখি শুধু ফি বাড়তে চলেছে। দুঃখের কথা কি বলব অনকের হাসি পেতে পারে শশুর বাড়ি যাইতেও টাকা হাওলাদ করে নিয়ে মিষ্টি কিনে নিয়ে আসলাম। আজকে কিছু ডলার সেল করতে চাইলাম, ফি দেখে পুরাই অভাক হয়ে পরেছি। আজকে কিছু ডলার ট্রান্সফার করতে চাইলাম দেখি ফি $২৪ বেশি দেওয়া লাগবে।  Grin
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 05, 2023, 05:05:55 AM
প্রতিদিনের কাজ গুলো অনেকটাই সহজ করে তোলা যায় কিছু এ্যাড-অন ব্যাবহারের মাধ্যমে।



১. “Break Timer” এটির মাধ্যমে কিছুক্ষনের বিরতি নির্ধারন করে দেওয়া যায়, এটা নিজের ইচ্ছা মতো সময় নির্ধারন করাও যায়, যারা দীর্ঘ সময় একটানা কাজ করেন তাদের জন্যে অনেক কার্যকরি একটা এ্যাড-অন হতে পারে।




২. “uBlock Origin” এটা ছারাও আর অনেক ব্লোকার আছে তবে আমি এটি দির্ঘদিন ব্যাহার করছি, অন্য গুলোর থেকে এটা আমার কাছে ভালো মনে হয়েছে, এটা আপনার কাজকে ও ব্রাউজিং অভিজ্ঞতাকে আরো গতিময় করে তুলে কারন। এটা দ্রুত পেজ লোড হতে সাহায্য করে।



৩. “Keyword Surfer” এটি আপনার কোনো কিছু খুজে পেতে অনেক সহায়তা করে, মনে করেন আপনি একটা কিছু খুজছেন কিন্তু আপনি ভুল কিউয়ার্ড লিখেছেন এটা কাছাছি সব কিউয়ার্ড গুলো সাজেশন করে।




৪. “Grammarly: Grammar Checker and AI Writing App” এই এ্যাড-অন টা অনেক গুরুত্তপুর্ন সবার জন্যে, আপনি যখন কোনো কিছু ভুল করে লিখে ফেললে সেটা ধরে ফেলে, এবং কারেকশন সাজেসন করে থাকে। 




৫. “BPIP Extensio” সর্বোশেষ এটা নিয়ে বলার তেমন কিছু বলার নেই, তবে আমার কাছে ,মনে হয় ফোরাম মেম্বার হিসেবে আমাদের সবার এটা ব্যাবহার  করা উচিৎ। কারন বেশ কিছু এ্যাডভান্স ইনফরমেশন দেখা যায়।



এগুলো আমি অনেকদিন ধরে ব্যাবহার করছি মোটামুটি ভালো কাজে দেয়, আপনারা চাইলেও ব্যাবহার করতে পারেন। chromewebstore এ সবগুলা আছে সকল ক্রোম ব্যাবহার কারিরা অনায়াসে ব্যাবহার করতে পারবেন।

Source:
১. “Break Timer”
২. “uBlock Origin”
৩. “Keyword Surfer”
৪. “Grammarly: Grammar Checker and AI Writing App”
৫. “BPIP Extensio”
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 05, 2023, 01:16:54 AM
আমি জানি ফোরামে এই বিষয় নিয়ে কথা বলা থেকে বিরত থাকতে বলা হয়েছে/বিরত থাকা উচিত, তাই নির্দিষ্ট কোনো নামে গেলামনা। সবাই অবগত রিসেন্টলি একটা বিটকয়েন রিলেটেড সার্ভিস ওয়েবসাইট সিজ করেছে কতৃপক্ষ, সেটার আপডেট কেউকি জানেন? গুগল করলাম বাট আহামরি কোনো ইউজফুল কিছু পাইলাম না, সবই পুরানো নিউজ। কেস কতদূর?

কেউ রিপ্লাই করলেও বুঝেশুনে কইরেন।
sr. member
Activity: 420
Merit: 376
December 04, 2023, 10:53:55 PM
এখনো না বুঝতে আপনাকে আর কেউ বুঝাতে পারবে বলে মনে হয় না।
এখন আমি বুঝতে পারছি এবং আমার ফিঙ্গারপ্রিন্ট বের করতে পারি সেটা নিচে উল্লেখ করলাম। আপনি অনেক সুন্দর একটি টিউটোরিয়াল লিখেছেন যার জন্য হয়তো এটা শিখতে পেরেছি আমি। ধন্যবাদ।

আপনারটার ক্ষেত্রে দেখেন, three dot এ ক্লিক করার পর advance অপশন সো করতেছে। সেখানে চাপুন। তারপর একটা মেনুতে নিয়ে যাবে। সেখানে ৪ টা অপশন থাকবে, ১. START ২.SHARE ৩.IDENTITIES ৪.SUBKEYS। এর মধ্যে SHARE এ চাপুন তাহলে ফিঙ্গারপ্রিন্ট টা পেয়ে যাবেন।

এর থেকে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই ভাই।  Smiley
@DYING_SOUL ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। হয়তো আপনার আছেন বলে আমাদের মত ছোটরা যেটা না বুঝি সেটা বারবার জিজ্ঞেস করলেও আপনারা ভালোভাবে বুঝিয়ে দেন।

আপনি যদি একটু ভালোভাবে ঘাটাঘাটি করতেন তাহলে অবশ্যই আপনার নিজের Fingerprint বের করতে পারতেন।
এটা বের করা একদম সহজ ইতিমধ্যেই @DYING_SOUL
ভাই তার পোষ্টের মাধ্যমে আপনাকে খুবই সহজভাবে বিস্তারিত বলে দিয়েছে। হয়তো আপনি তার পোস্ট পড়লে শিখবেন।
আমি আপনাকে আরো একটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি ছবির মাধ্যমে। এই ছবিগুলো একটু ভাল করে লক্ষ্য করলে আপনি অবশ্যই আপনার নিজের Fingerprint (ফিঙ্গারপ্রিন্ট) বের করতে পারবেন।

প্রথমে আপনি আপনার OpenKeychain App প্রবেশ
করবেন।
প্রবেশ করার পর এই ছবিগুলো দেখুন আশা করি Fingerprint নিয়ে যদি কোন সমস্যা থেকে থাকে সবকিছু ক্লিয়ার হবে আপনার।

       



উদাহরণস্বরূপ, আমার Fingerprint (ফিঙ্গারপ্রিন্ট): 0095c51d2d76a2ccd0018358c19eb88593b11ac5

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের দুজনকে আপনাদের দুজনের সাহায্য সহযোগিতায় আমি আমার ফিঙ্গারপ্রিন্ট এখন বের করতে পারি।
হয়তো ভবিষ্যতেও আপনারা এমন ভাবে যারা যেটা না বুঝে তাদেরকে সেটা ভালো করে বুঝিয়ে দেবেন এই আশা রাখতে পারি আপনাদের উপর।
@DYING_SOUL & @cryptoWODL
ভাই দুঃখিত আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সেন্ডেবল মেরিট না থাকায় আপনাদের দুজনের শিক্ষনীয় পোস্ট এর সঠিক মূল্যায়ন করতে পারলাম না।
তবে আমার কাছে যখন পর্যন্ত হবে তখন আমি অবশ্যই মূল্যায়ন করতে ভুলবো না আপনাদের এই পোস্ট দুটি।
বাই দ্যা ওয়ে,
ফিঙ্গারপ্রিন্ট:
Code:
712ae96305c27a60a262d21ab89d831ad04da7a9

আমি এখন খুশি কারণ আমি নতুন কিছু একটা শিখলাম আপনাদের মাধ্যমে।
sr. member
Activity: 476
Merit: 359
December 04, 2023, 10:29:00 PM
এই ভাই! হচ্ছে টা কি বলেন তো দেখি। ক্যাটাগরি টা হলো বেষ্ট স্ক্যাম বাস্টার। ফোরামে এতো এতো ভালো ভালো স্ক্যাম বাস্টার থাকতে পাবলিক আমাকে কেনো চুজ করবে? আমি তো রেপুটেশনের দিক থেকে তেমন কেউ না। তাছাড়া খুব বেশি স্ক্যাম সাইট লিংক করতে পেরেছি তাও না। আপনাদের ধন্যবাদ যে আমাকে আপনারা ভোট দিয়েছেন। তবে সবচাইতে বেশি সারপ্রাইজড হলাম যখন দেখলাম NotATether আমাকে ভোট দিলো।

সত্যি বলতে, আমি জানি এতো বেশি মেম্বারের মাঝে আমি কখনোই উইন হবো না। তবে এই যে কয়েকটা ভোট এ নাম থেকে যাচ্ছে, ব্যাপারটা আসলেই ভালো লাগছে। আমি কখনোই এরকম কোনো নমিনেশন পাওয়ার চিন্তাও করি নাই। আর বোট পাওয়া তো পরের ব্যাপার।
আপনি ইতিমধ্যেই ভাই, আমি সহ পাঁচজনের ভোট পেয়েছেন। আমি স্কাম বুস্টার এর স্লটটা খালি রেখেছিলাম সেখানে এডিট করে আজকে আমি আপনার নাম দিয়ে দিয়েছি।
আপনি সহ আমাদের বাংলা লোকাল বোর্ডের আরেক সনামধন্য ব্যক্তি @Little Mouse ভাই এর নাম দেখতে পেয়েছি।

আরেকটা মজার বিষয় হলো, আমি bitcoingirl.club কে মিস বিটায়েনটক ক্যাটাগরিতে আড করছিলাম। বাট দা ফ্যানি থিং ইজ, সে নাকি পুরুষ মানুষ  Tongue। লল।
এটা সত্যিই ফানি  Grin আমিও তো ভেবেছিলাম সে মহিলা যার জন্য তাকে আমি মিস বিটকয়েনটক ক্যাটাগরিতে রেখেছি। Cheesy
আপনার কাছ থেকে জানতে পারলাম যে সে পুরুষ, যার জন্যএখন এডিট করে তার নামটা সরিয়ে দিয়েছি। Wink

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 04, 2023, 10:22:09 PM

এই ভাই! হচ্ছে টা কি বলেন তো দেখি। ক্যাটাগরি টা হলো বেষ্ট স্ক্যাম বাস্টার। ফোরামে এতো এতো ভালো ভালো স্ক্যাম বাস্টার থাকতে পাবলিক আমাকে কেনো চুজ করবে? আমি তো রেপুটেশনের দিক থেকে তেমন কেউ না। তাছাড়া খুব বেশি স্ক্যাম সাইট লিংক করতে পেরেছি তাও না। আপনাদের ধন্যবাদ যে আমাকে আপনারা ভোট দিয়েছেন। তবে সবচাইতে বেশি সারপ্রাইজড হলাম যখন দেখলাম NotATether আমাকে ভোট দিলো।

সত্যি বলতে, আমি জানি এতো বেশি মেম্বারের মাঝে আমি কখনোই উইন হবো না। তবে এই যে কয়েকটা ভোট এ নাম থেকে যাচ্ছে, ব্যাপারটা আসলেই ভালো লাগছে। আমি কখনোই এরকম কোনো নমিনেশন পাওয়ার চিন্তাও করি নাই। আর বোট পাওয়া তো পরের ব্যাপার।

আইলা জাদু  Grin। মনে মনে ঠিকই লাড্ডু ফুটতেছে আপনার, বুঝতেছি ভাই বুঝতেছি। হ্যা এই বিষয়টা আমারো অবাক লাগছে যখন দেখলাম NotATether আপনার নাম এড করছে তাও আবার লিংক আকারে। আসলেই অবাক করা বিষয়। পরে ভাবলাম দেই, দেশি মানুষকেই ভোট দেই, হারলেও বা কি জিতলেও বা কি, নমিনেশন পাইছেন এতেই সুনাম। তবে আমার মনে হচ্ছে, Gazeta ই জিতবে। কারণ বেশিরভাগ স্প্যামবাস্টার এ ওর নাম।

আরেকটা মজার বিষয় হলো, আমি bitcoingirl.club কে মিস বিটায়েনটক ক্যাটাগরিতে আড করছিলাম। বাট দা ফ্যানি থিং ইজ, সে নাকি পুরুষ মানুষ  Tongue। লল।

বাইদাওয়ে, ভোটাভোটি কতদিন পপর্যন্ত চলবে কেউ জানেন? সম্ভবতো ৬০ দিন দেখলাম কোথায় জানি, খেয়াল করিনি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 04, 2023, 08:48:09 PM
বদ্দা বেস্ট অফ লাক। অনেকেই দেখলাম আপনার নামও নমিনেশনে দিয়েছে, বিটকয়েনটক কনটেস্টে। এবার যদি বাংলাদেশ থেকে কেউ জিতে বিষয়টা কিন্তু খারাপ হয়না। আলাদা একটা পরিচয় পাওয়া যাবে সবার দ্বারে। বাংলাদেশেও যে স্ক্যামবাস্টার আছে সবাই জানবে।  Wink

জিতুক বা না জিতুক  সেটা বড় বিষয় নয়,  ফোরামের কমিউনিটিতে যে  নামের একটা পরিচয় বা পরিচিতি হচ্ছে  আমার কাছে এটাই মনোমুগ্ধকর লাগতেছে।  অভিনন্দন Learn Bitcoin ভাই।

এই ভাই! হচ্ছে টা কি বলেন তো দেখি। ক্যাটাগরি টা হলো বেষ্ট স্ক্যাম বাস্টার। ফোরামে এতো এতো ভালো ভালো স্ক্যাম বাস্টার থাকতে পাবলিক আমাকে কেনো চুজ করবে? আমি তো রেপুটেশনের দিক থেকে তেমন কেউ না। তাছাড়া খুব বেশি স্ক্যাম সাইট লিংক করতে পেরেছি তাও না। আপনাদের ধন্যবাদ যে আমাকে আপনারা ভোট দিয়েছেন। তবে সবচাইতে বেশি সারপ্রাইজড হলাম যখন দেখলাম NotATether আমাকে ভোট দিলো।

সত্যি বলতে, আমি জানি এতো বেশি মেম্বারের মাঝে আমি কখনোই উইন হবো না। তবে এই যে কয়েকটা ভোট এ নাম থেকে যাচ্ছে, ব্যাপারটা আসলেই ভালো লাগছে। আমি কখনোই এরকম কোনো নমিনেশন পাওয়ার চিন্তাও করি নাই। আর বোট পাওয়া তো পরের ব্যাপার।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 04, 2023, 02:37:11 PM
জিতুক বা না জিতুক  সেটা বড় বিষয় নয়,  ফোরামের কমিউনিটিতে যে  নামের একটা পরিচয় বা পরিচিতি হচ্ছে  আমার কাছে এটাই মনোমুগ্ধকর লাগতেছে।  অভিনন্দন Learn Bitcoin ভাই।

জী ভাই সেটা তো অবশ্যই। দেশি মানুষ যখন বিদেশে গিয়ে সুনামধন্য কাজ করে আসে সেটা আসলেই ভালো লাগে। হয়তো বেশিই বলে ফেল্লাম, তবুও আসলেই এমন অনুভূতি হয় অনেকেই। কাইন্ড অফ বলতে পারেন, বুক ফুলিয়ে কথা বলার মতো। যেহেতু অনেকেই রেকগনাইচেশন পাইতেছে, সেহেতু আশা করা যায় ভালো কিছুই পাবো।

ভুলে ডিশকাশনের লিংক দিয়ে দিসিলাম। অনেকগুলো ভাষায় দেখি অনুবাদ করা হইছে। ঠিক করে দিসে, বাইদাওয়ে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 04, 2023, 01:10:35 PM
কোট
জী ভাই একটু আগে পড়লাম রুলস গুলো। সাবমিটও ডান। দেখা যাক কি হয়। Grin

কনটেস্ট
বদ্দা বেস্ট অফ লাক। অনেকেই দেখলাম আপনার নামও নমিনেশনে দিয়েছে, বিটকয়েনটক কনটেস্টে। এবার যদি বাংলাদেশ থেকে কেউ জিতে বিষয়টা কিন্তু খারাপ হয়না। আলাদা একটা পরিচয় পাওয়া যাবে সবার দ্বারে। বাংলাদেশেও যে স্ক্যামবাস্টার আছে সবাই জানবে।  Wink
জিতুক বা না জিতুক  সেটা বড় বিষয় নয়,  ফোরামের কমিউনিটিতে যে  নামের একটা পরিচয় বা পরিচিতি হচ্ছে  আমার কাছে এটাই মনোমুগ্ধকর লাগতেছে।  অভিনন্দন Learn Bitcoin ভাই।

এখনো যারা ভোট দেননাই জলদি ভোট দিয়ে আসুন।  Wink
Bitcointalk Community Awards 🏆
অখে
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 04, 2023, 12:50:05 PM
কোট
জী ভাই একটু আগে পড়লাম রুলস গুলো। সাবমিটও ডান। দেখা যাক কি হয়। Grin

কনটেস্ট
বদ্দা বেস্ট অফ লাক। অনেকেই দেখলাম আপনার নামও নমিনেশনে দিয়েছে, বিটকয়েনটক কনটেস্টে। এবার যদি বাংলাদেশ থেকে কেউ জিতে বিষয়টা কিন্তু খারাপ হয়না। আলাদা একটা পরিচয় পাওয়া যাবে সবার দ্বারে। বাংলাদেশেও যে স্ক্যামবাস্টার আছে সবাই জানবে।  Wink




এখনো যারা ভোট দেননাই জলদি ভোট দিয়ে আসুন।  Wink
Bitcointalk Community Awards 🏆

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 04, 2023, 12:11:35 PM
বিটকয়েন টক কমিউনিটি অ্যাওয়ার্ড  ২০২৩ এর ভোটিং শুরু হয়ে গিয়েছে।

যাদের ৫০টি বা এর ওপর  মেরিট রয়েছে তারা নিজেদের পছন্দের মেম্বারদের বাছাই করে  ভোট দিয়ে অংশগ্রহণ করতে পারেন। 

ভাই আমার জাস্ট একটা প্রশ্ন ছিল। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। কিছু ক্যাটাগরির জন্য পছন্দের মেম্বার আছে আমার। তবে যদি এমন কোনো ক্যাটাগরি থাকে যেখানে আমার চয়েজের কোনো মেম্বারই নাই (কথার কথা), সেক্ষেত্রে কি ঐ স্লটটা খালি রাখা যাবে? কারণ আমি অনেক মেম্বারকে ঐভাবে চিনিনা, কে কোন দিকে ভালো কন্ট্রিবিউট করেছে।
ভাই কোন সমস্যা, সিঙ্গারা, পেয়ারা কোন কিছুই নেই। যে ক্যাটাগরিতে আপনার চয়েজের কোন মেম্বার নেই সেটা খালি রাখেন পরবর্তীতে এই ভোটিং পিরিয়ড শেষ হওয়ার আগে ওই ক্যাটাগরির জন্য যদি কোন মেম্বারকে আপনার চয়েস হয় তাহলে জাস্ট আপনার পোস্টটি এডিট করে সেখানে ওই মেম্বারের নামটি বসিয়ে দিবেন।  Wink
  • You can edit your application until the thread is locked Note.

তাছাড়া নমিনেশন ডিসক্রিপশন গুলো পড়লে আমি মনে করি আপনি আপনার  ভোটের জন্য পছন্দের মেম্বার সহজে খুঁজে পাবেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 04, 2023, 10:52:54 AM
বিটকয়েন টক কমিউনিটি অ্যাওয়ার্ড  ২০২৩ এর ভোটিং শুরু হয়ে গিয়েছে।

যাদের ৫০টি বা এর ওপর  মেরিট রয়েছে তারা নিজেদের পছন্দের মেম্বারদের বাছাই করে  ভোট দিয়ে অংশগ্রহণ করতে পারেন। 

ভাই আমার জাস্ট একটা প্রশ্ন ছিল। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। কিছু ক্যাটাগরির জন্য পছন্দের মেম্বার আছে আমার। তবে যদি এমন কোনো ক্যাটাগরি থাকে যেখানে আমার চয়েজের কোনো মেম্বারই নাই (কথার কথা), সেক্ষেত্রে কি ঐ স্লটটা খালি রাখা যাবে? কারণ আমি অনেক মেম্বারকে ঐভাবে চিনিনা, কে কোন দিকে ভালো কন্ট্রিবিউট করেছে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 03, 2023, 10:20:28 PM
বিটকয়েন টক কমিউনিটি অ্যাওয়ার্ড  ২০২৩ এর ভোটিং শুরু হয়ে গিয়েছে।

যাদের ৫০টি বা এর ওপর  মেরিট রয়েছে তারা নিজেদের পছন্দের মেম্বারদের বাছাই করে  ভোট দিয়ে অংশগ্রহণ করতে পারেন।  টপিকটি আমি নিচে ছোট করে কোট করে দিলাম-
Jump to: