Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 98. (Read 5803406 times)

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 21, 2023, 08:52:44 AM
2stout  একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (Christmas giveaway ৯ম)।  তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-9th-of-13-days-of-xmas-5478740 এখানে আবেদনের জন্য কোন নিয়ম নাই। একজন একটি আবেদন করতে পারবেন। সলুট সংখ্যা সীমিত তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। মাল্টিপল অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়।
Up for grabs is below, take a slot and when full I'll select a block, and we'll roll until we have a winner.  When all 13 days of auctions have concluded, I will ship all items to MJ as this will help me better manage things.  No alts please.  Also, apologies for the pic quality but item is in mint condition in a baggie for protection.


hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 21, 2023, 06:52:19 AM
হুম আমিও বসতাম কিছু দোকানে অনেক দেখছি এরোকম, মজার ব্যাপার কর্পোরেট অফিসেও এগুলা চলে,  Cheesy কোথাও বাদ নেই। এই সময়ে  এসে শুধুমাত্র মেমোরী লোড করার জন্যে আপনার মনে হয় যে এগুলো ধরেছে? ব্যাপার টা আমার কাছে পুরাই গোলমাল লাগছে।  Cheesy Cheesy Cheesy

শুধুমাত্র মেমোরি লোড করার জন্যেও ধরতে পারে। এর আগেও বিভিন্ন যায়গায় অভিযান হয়েছে। আমি আরো অনেক আগে এই ব্যাপারে শুনেছিলাম। যখন ডিবি বা পুলিশের তেমন কোনো কাজ না থাকে, তখনই মূলত তারা ছোট আকারের ব্যাবসা গুরোতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করার আরো একটা কারন হতে পারে সুনির্দিষ্ট অভিযোগ। ধরেন কোনো একজন সচেতন পাবলিক ফোন করে বললো বা লিখিত অভিযোগ দিলো যে অমুক বাজারে, এই এই দোকান গুলোতে মেমোরি কার্ডে পর্ন লোড করা হয়, সেটার ওপর ভিত্তি করেও অভিযান পরিচালনা করা হতে পারে।

অনেক সময় দেখবেন, ট্রাফিক পুলিশ সব কিছু ঠিক থাকার পরেও মামলা দেয়ার জন্য পাগলের মতো ভূল ত্রুটি খুজতে থাকে। যদিও এনারা কোনো টাকা পাবে না মামলা করলে। কেনো এরকম করে? সোজা হিসাব! যতো বেশি মামলা, ততো ভালো রিপোর্ট এবং প্রমোশন বা পুরস্কার পাওয়ার চান্স। মাঝে মধ্যে এচিভমেন্ট দেখানোর জন্য ও অভিযান পরিচালনা করা হতে পারে।
sr. member
Activity: 420
Merit: 376
December 21, 2023, 02:10:19 AM
অবশ্য আজকের দিনে এসব ব্যাবসা বিলুপ্ত হয়ে গেছে। তবুও গ্রাম অঞ্চলে আছে শুনে অবাক হলাম। প্রায় সব গ্রামেই এখন ইন্টারনেট কানেকশন চলে গেছে। পোলাপাইন এখন অনলাইনেই পর্ণ দেখে। আর অনলাইনে আরো কতো সব এপ্স আছে যেগুলোতে পোলাপাইন আসক্ত হয়ে লেখা পড়া ছেড়ে দিচ্ছে।
হ্যাঁ গ্রাম অঞ্চলে এখনো এই ব্যবসা চালু আছে তবে খুবই অল্প পরিমাণে। আমাদের বাড়ির পাশেই একটা বড় বাজার আছে যেখানে দেখতাম অনেকগুলো কম্পিউটার ঘর আছে যেখানে মেমোরি লোড করা হয়। সে সময় ওইখান থেকে অনেকেই বিভিন্ন কিছু লোড করত এবং মাঝে মাঝে বলতে শুনতাম "ওইগুলা" আছে নাকি। Grin
প্রথমে ভালোভাবে বুঝতাম না ওই কথাটা দ্বারা কি প্রকাশ করেছে যারা মেমরি লোড করছে হয়তো দোকানদার এবং গ্রাহকদের মধ্যে কানেকশন ছিল ওইটা বোঝার জন্য।
সব সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন সবার কাছে এন্ড্রয়েড ফোন চলে আসলো বা ব্যবহার করা শুরু করল তখন থেকে আমাদের এখানকার বাজারে মেমরি লোড করার কম্পিউটার দোকান গুলো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করল। এখন পুরো বাজারে মাত্র একটা কম্পিউটার ঘর রয়েছে তবে এখনো সেখানে অনেক লোকজন বিভিন্ন কিছু লোড করার জন্য আছে হয়তো পর্নোগ্রাফি গুলো লোড করে নিয়ে যায় দেখার জন্য। আমাদের সমাজে অনেক ছোট ছেলেপোলাপাইন পর্নোগ্রাফির জন্য অকালে ঝরে পড়ছে। ভবিষ্যতে যদি এই লোড করা দোকানগুলো বন্ধ হয়ে যায় তাতে মনে হয় কোন সমস্যার সমাধান হবে না কেননা এখন ইন্টারনেট সংযোগ প্রতি ঘরে ঘরে চলে গেছে যার ফলে সবাই অনলাইনে বিভিন্ন apps এর মাধ্যমে এইগুলো ডাউনলোড করে দেখে।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 21, 2023, 02:05:02 AM
আমি মনে করেছিলাম এদেরকে ধরা হয়েছে হয়তো ক্রিপ্টো কারেন্সি লেনদেন এর কারণে,  Roll Eyes Tongue

মনে করেন যে তারা ডলার বাইসেল করতো, ধরছে ডলার সহ আর চালান দিলো পর্নো গ্রাফি মামলাতে আর ভাঙ্গা চুরা কিছু কম্পিউটার দিয়ে, ডলার গুলো পুরাই লাভ।  Cheesy


ভাই, গ্রাম এলাকায় এটা একটা কমন ব্যাবসা। একটা কম্পিউটারের দোকান দিয়ে সেই দোকানে পোলাপাইন পর্ণ লোড করার ব্যাবসা করে। গ্রাম এলাকার প্রায় সব বাজারেই দেখবেন মেমোরি কার্ড এ গান লোড করার দুই একতা দোকান থাকে। সেখানে স্কুলের ছাত্র থেকে শুরু করে বুইড়া চাচা অব্দি গান লোড করতে যায়। আবার দোকানে গিয়া জিজ্ঞেস করে নয় ছয় আছে নাকি? আমার দোকানে বসার অভিজ্ঞতা আছে। এমন বয়সের লোকজন এসে এইসব প্রশ্ন করবে, আপনি কি বলবেন কিছুই বুঝতে পারবেন না।

হুম আমিও বসতাম কিছু দোকানে অনেক দেখছি এরোকম, মজার ব্যাপার কর্পোরেট অফিসেও এগুলা চলে,  Cheesy কোথাও বাদ নেই। এই সময়ে  এসে শুধুমাত্র মেমোরী লোড করার জন্যে আপনার মনে হয় যে এগুলো ধরেছে? ব্যাপার টা আমার কাছে পুরাই গোলমাল লাগছে।  Cheesy Cheesy Cheesy

বুঝলামনা, হঠাত করে এমন আইনি তৎপরতা আসলো কই দিয়ে। আমরা কমবেশি সবাই জানি যে কম্পিউটার, মেমোরি লোড এসব দোকানে উনিশ-বিশ ভরাভরির কাজ চলে। ছোটকাল থেকেই দেখে আসছি। কিন্তু আজ পর্যন্ত একজনকেও আটক করার কথা শুনলামনা। জানি পর্ন ক্রয় বিক্রয় প্রচার আইনত অপরাধ, কিন্তু বাংলাদেশ আইন কতদূর কার্যকর সবাই জানেন।

ভাই আইন আগে থেকেই আছে মিডিয়াতে সামনে আসেনা এই জন্যে জানতে পারেননা, প্রতিটা ইউনিওন/ও্যার্ড কাউন্সিলর এর অধিনে এনটা এনএসআই এর অফিস আছে আপনার এলাকাতেও আছে, কখোনো জানতে পারছেন? পারবেন না কারন এগুলো অনেক গোপনে করা হয়ে থাকে, আর সারা বাংলাদেশে এনএসআই কার্যক্রম পরিচালনা করে কিন্ত কোথাও তাদের অফিসের কোনো ঠিকানা নাই।

আপনার যখনী সাভাবিক এর থেকে আচরন চলাফেরা ভিন্ন্য হবে তখনী মানুষ আপনার পেছনে পরে যাবে।
hero member
Activity: 868
Merit: 530
December 20, 2023, 08:46:58 PM
বুঝলামনা, হঠাত করে এমন আইনি তৎপরতা আসলো কই দিয়ে। আমরা কমবেশি সবাই জানি যে কম্পিউটার, মেমোরি লোড এসব দোকানে উনিশ-বিশ ভরাভরির কাজ চলে। ছোটকাল থেকেই দেখে আসছি। কিন্তু আজ পর্যন্ত একজনকেও আটক করার কথা শুনলামনা। জানি পর্ন ক্রয় বিক্রয় প্রচার আইনত অপরাধ, কিন্তু বাংলাদেশ আইন কতদূর কার্যকর সবাই জানেন।

কখন কোথায় কি হয় কিছুই বুঝতে পারবেন না। বুঝার চেষ্টা করার ও দরকার নাই। এসব অভিযান এমন সব যায়গায় হয়, যেখানে তাদের ধরে নিয়ে গেলে কিছুই করার থাকবে না। এরা মূলত ছোট দোকানি। এদের ধরে নিয়ে গেলেও এদের পরিবারের সামর্থ্য নেই ছাড়িয়ে নিয়ে আসার। তবে এটাও ঠিক যে, এদেরকে আপনি সুযোগ দিলেও এরা আবার একই কাজ করবে। গ্রামের মানুষ যে একেবারে ভালো সেটাও বলা যাবে না। যে দোকানে এসব লোড করে না, তার দোকানে কেউ মেমোরি লোড করে না।

ঢাকার প্রায় প্রত্যেকটা এলাকায় আবাসিক হোটেল গুলোতে দেহ ব্যাবসা চলে। বিশেষ করে যাত্রাবাড়ি, সায়েদাবাদ এলাকায় সবগুলো হোটেলের এই অবস্থা। আপনি যদি এগুলোকে জেনুইন হোটেল মনে করে থাকার জন্য ভেতরে যান, তাহলে টাসকি খেয়ে যাবেন। এগুলোর খবর কি প্রশাসন রাখে না? আপনার কি মনে হয়? অবশ্যই রাখে। আর সেটা তাদের ভালো একটা ইনকাম সোর্স।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 20, 2023, 02:08:50 PM
কিছুদিন আগে আমি সবাইকে সতর্ক করার জন্যে পোস্ট দিয়েছিলাম, অনেকেই বিরোধী কমেন্ট করছিলেন, অনেকেই বলার চেস্টা করেছেন আমি অজথাই ভীতি ছরাচ্ছি। ছোটো বিষয় গুলো অনেক সময় অনেক বড় আকার ধারন করে।

ধন্যবাদ সতর্ক থাকবেন সবাই। নীর্বাচনের আগে আরো অনেক কিছুই হবে, আর সবকিছু মিডিয়াতে আশবেনা।
বুঝলামনা, হঠাত করে এমন আইনি তৎপরতা আসলো কই দিয়ে। আমরা কমবেশি সবাই জানি যে কম্পিউটার, মেমোরি লোড এসব দোকানে উনিশ-বিশ ভরাভরির কাজ চলে। ছোটকাল থেকেই দেখে আসছি। কিন্তু আজ পর্যন্ত একজনকেও আটক করার কথা শুনলামনা। জানি পর্ন ক্রয় বিক্রয় প্রচার আইনত অপরাধ, কিন্তু বাংলাদেশ আইন কতদূর কার্যকর সবাই জানেন।

তবে কাজটা আসলেই প্রশংসনীয়। এমন প্রতিটা দোকানে যদি রেড মারতো, তাহলে সমাজ থেকে এসব পর্নোগ্রাফি দূর হতো। হয়তো খুব বেশিনা, কারন ফোনেই সব এখন। তবে নাই মামার থেকে কানা মামা ভালো। এমন তৎপরতা আরো আগেই দেখানো উচিত ছিলো।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 20, 2023, 12:26:32 PM

ভাই, গ্রাম এলাকায় এটা একটা কমন ব্যাবসা। একটা কম্পিউটারের দোকান দিয়ে সেই দোকানে পোলাপাইন পর্ণ লোড করার ব্যাবসা করে। গ্রাম এলাকার প্রায় সব বাজারেই দেখবেন মেমোরি কার্ড এ গান লোড করার দুই একতা দোকান থাকে। সেখানে স্কুলের ছাত্র থেকে শুরু করে বুইড়া চাচা অব্দি গান লোড করতে যায়। আবার দোকানে গিয়া জিজ্ঞেস করে নয় ছয় আছে নাকি? আমার দোকানে বসার অভিজ্ঞতা আছে। এমন বয়সের লোকজন এসে এইসব প্রশ্ন করবে, আপনি কি বলবেন কিছুই বুঝতে পারবেন না।

অবশ্য আজকের দিনে এসব ব্যাবসা বিলুপ্ত হয়ে গেছে। তবুও গ্রাম অঞ্চলে আছে শুনে অবাক হলাম। প্রায় সব গ্রামেই এখন ইন্টারনেট কানেকশন চলে গেছে। পোলাপাইন এখন অনলাইনেই পর্ণ দেখে। আর অনলাইনে আরো কতো সব এপ্স আছে যেগুলোতে পোলাপাইন আসক্ত হয়ে লেখা পড়া ছেড়ে দিচ্ছে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 20, 2023, 10:41:38 AM
<~~~>

কিছুদিন আগে আমি সবাইকে সতর্ক করার জন্যে পোস্ট দিয়েছিলাম, অনেকেই বিরোধী কমেন্ট করছিলেন, অনেকেই বলার চেস্টা করেছেন আমি অজথাই ভীতি ছরাচ্ছি। ছোটো বিষয় গুলো অনেক সময় অনেক বড় আকার ধারন করে।

ধন্যবাদ সতর্ক থাকবেন সবাই। নীর্বাচনের আগে আরো অনেক কিছুই হবে, আর সবকিছু মিডিয়াতে আশবেনা।

এসব কাহিনী তো ভাই নতুন না, এর আগেও অনেক দেখেছি এরকম তৎপরতা, এর আগে মাঝখানে তো এমন হয়েছিল যে P2P এর ডলার  বিক্রয় এর ক্ষেত্রে ধরপাকড় শুরু হয়েছিল। যদিও এটা এখনো রানিং রয়েছে।
তবে এদেরকে যে কারণে ধরা হয়েছে সেই অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে তো ঠিকই আছে, আর যারা এইসব কাজ করে বেড়ায় তাদেরকে বলব সতর্ক না এইসব কাজ থেকে বেরিয়ে আসুন।
আমি মনে করেছিলাম এদেরকে ধরা হয়েছে হয়তো ক্রিপ্টো কারেন্সি লেনদেন এর কারণে,  Roll Eyes Tongue
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 20, 2023, 09:58:54 AM
নওগাঁ জেলার বদলগাছী থানাধীন ভান্ডারপুর বাজার থেকে পর্ণোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ০৪ সদস্য কে আটক করেছে র‌্যাব-৫


Source.

কিছুদিন আগে আমি সবাইকে সতর্ক করার জন্যে পোস্ট দিয়েছিলাম, অনেকেই বিরোধী কমেন্ট করছিলেন, অনেকেই বলার চেস্টা করেছেন আমি অজথাই ভীতি ছরাচ্ছি। ছোটো বিষয় গুলো অনেক সময় অনেক বড় আকার ধারন করে।

ধন্যবাদ সতর্ক থাকবেন সবাই। নীর্বাচনের আগে আরো অনেক কিছুই হবে, আর সবকিছু মিডিয়াতে আশবেনা।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 19, 2023, 12:58:05 PM
ভাই আপনার প্রশ্ন দেখে আমার মনে পড়ে গেল, লাইটনিং ওয়ালেট এবং নেটওয়ার্ক নিয়ে বহুত আগে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তখন কোন জবাব পাইনি তাই আবার আমার প্রশ্নটি কোট করলাম.
কেউ কি  Lightning network  ব্যবহার করেছেন ? আমার এই লাইটনিং নেটওয়ার্ক নিয়ে খুব কৌতূহল কিন্তু এখনও পর্যন্ত অনেক বড় বড় আর্টিকেল টিউটোরিয়াল দেখার পরে ভালোভাবে না বোঝার কারণে এভয়েড করে গিয়েছি।   
তাছাড়া কেউ Satoshi or MUUN wallet ব্যবহার করে থাকলে দয়া করে একটু বলবেন এটা এক্সপেরিয়েন্স কেমন।
আসলে  লাইটনিং নেটওয়ার্ক এর ব্যবহারকারীর সংখ্যা অনেক কম, আমি নিজেও লাইটনিং নেটওয়ার্ক কখনো ব্যবহার করিনি- এর জন্য এর রিয়েল এক্সপেরিয়েন্স আমার নিকট নেই সেহেতু আপনাকে আপনাকে বিস্তারিত কোন কিছু বলতেও পারতেছি না।
তাছাড়া আপনি যে দুই ওয়ালেটের নাম বললেন এই দুই ওয়ালেটের নাম আমি প্রথম শুনলাম সো এটারও কোন এক্সপেরিয়েন্স আমার নিকট নেই :")
লাইটনিং নেটওয়ার্ক; বিটকয়েন এর লেয়ার টু ব্লকচেইন
উপরের আর্টিকেলটি পড়লে আমি শিউর  লাইটনিং নেটওয়ার্ক সম্পর্কে আপনার মোটামুটি ভালো একটা ধারণা চলে আসবে দারুন একটা আর্টিকেল, এই আর্টিকেলটি আমি আগে পড়িনি আজকে আপনার প্রশ্নের জবাব দিতে গিয়ে পড়া হলো, একদম মাখন লেখাগুলি  Kiss
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 19, 2023, 12:43:16 PM
member
Activity: 108
Merit: 46
December 19, 2023, 09:44:26 AM
আরেকটা উপায় আছে lightning network, একটু ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন। আরেকটা কথা, আপনি একা অপেক্ষা করতেছেন না, আমরাও করতেছি আপনার মতো।
ভাই আপনার প্রশ্ন দেখে আমার মনে পড়ে গেল, লাইটনিং ওয়ালেট এবং নেটওয়ার্ক নিয়ে বহুত আগে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তখন কোন জবাব পাইনি তাই আবার আমার প্রশ্নটি কোট করলাম.

কেউ কি  Lightning network  ব্যবহার করেছেন ? আমার এই লাইটনিং নেটওয়ার্ক নিয়ে খুব কৌতূহল কিন্তু এখনও পর্যন্ত অনেক বড় বড় আর্টিকেল টিউটোরিয়াল দেখার পরে ভালোভাবে না বোঝার কারণে এভয়েড করে গিয়েছি।   
তাছাড়া কেউ Satoshi or MUUN wallet ব্যবহার করে থাকলে দয়া করে একটু বলবেন এটা এক্সপেরিয়েন্স কেমন।
hero member
Activity: 868
Merit: 530
December 19, 2023, 07:11:46 AM
আমার মনে হয় ২০২৩ সালে আর কনফার্ম হবে না, ২০২৪ সালেও অনেক দিন অপেক্ষা করতে হবে মনে হয়।

আবারো ভুল করলেন। একটা বিটকয়েন ট্রানজেকশন অনেকদিন অব্দি আন কনফার্মড অবস্থায় থাকলে একসময় সেটা মিমপুল থেকে ড্রপ হয়ে যায় এবং নোডগুলো থেকে সেই ট্রানজেকশন ডিসএপেয়ার হয়ে যায়। তবে এটার কোনো নির্দিষ্ট টাইম আছে বলে আমার জানা নাই। বেশিরভাগ ক্ষেত্রেই ২ সপ্তাহ বা ২০ দিনের ভেতর ট্রানজেকশন টা মিমপুল থেকে ড্রপ করে ফেলে। তারপর সেটা আগের এড্রেস এ চলে যায়। আপনাকে আপনার ট্রানজেকশনের ওপর নজর রাখতে হবে। যদি ১০-১৫ দিন পর দেখেন যে ট্রানজেকশন এখন আর কোনো ব্লক চেইনে দেখাচ্ছে না এবং আপনার ব্যালেন্স ও ক্রেডিট হয়নি, তখন ট্রাষ্ট ওয়ালেটের সাথে যোগাযোগ করবেন। আমার জানা নাই তাদের কাষ্টমার সাপোর্ট আছে কি না। আর থাকলেও কেমন সময় নেয় জানি না। তবে পরবর্তীতে হয়তো মিমপুল চেক করবেন, নয়তো রিপ্লেস বাই ফি আছে এমন ওয়ালেট ব্যাবহার করবেন।
sr. member
Activity: 630
Merit: 388
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 19, 2023, 06:49:40 AM
ভাই কিছু মনে কইরেননা, বাট এইবার আপনি আসলেই একটা বলদের মতো কাজ করে বসছেন। ট্রানজেকশন করার সময় একবারও কি মেমপুল চেক করছিলেন? কোন আক্কেলে 30 sat/vB দিলেন। ঐটা তো মিনিমামের ও নিচে। এই মাত্র দেখলাম আজকে মিনিমাম চলে 232 সামথিং। কোথায় 30 আর কোথায় 232। যাই হোক মনে হয়না আপনার সমস্যার কোনো সমাধান আছে আপাততো। পরিবেশ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।  Smiley
ভাই এখানে কিছু মনে করার নাই আসলে একটা বলদার মতো কাজ করে ফেলেছি। ভাই কিছু কিছু ভুল থেকেই কিছু শিক্ষা গ্রহন করা হয়। যা আমি আজকে বুঝতে পারলাম। আমার ভুল মেমপুল চেক করে নেওয়া উচিত ছিলো। যাইহোক একটা শিক্ষা পেলাম ভবিষ্যতে যদি ট্রানজেকশন ফি বেশি চলাকালীন সময় বিটকয়েন ট্রান্সফার করতে চাই অবশ্যই মেমপুল চেক করে নিতে হবে তা না হলে এই রকম অবস্থা হবে। আমার মনে হয় ২০২৩ সালে আর কনফার্ম হবে না, ২০২৪ সালেও অনেক দিন অপেক্ষা করতে হবে মনে হয়।

যাই হোক সবার এলাকায় নির্বাচনের কি অবস্থা? আমার এদিকে অলরেডি মিছিল আরম্ভ হয়ে গেছে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 18, 2023, 12:14:24 PM
কয়েক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা তো হয়তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা কেননা সবাই হয়তো তাদের আর্জেন্ট দরকারে বিটকয়েন গুলো ট্রান্সফার করে থাকে বা এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে নিয়ে থাকে। আমি যত বেশি পরিমাণে sat/vB ফি দিয়ে কনফার্ম করবো তত বেশি পরিমাণে আমার ডলার কেটে নিবে ফি হিসাবে তাইতো।
আমি যদি দ্রুত ট্রানজেকশন করতে চাই তাহলে অবশ্যই এই পরিমাণ ফি দিয়ে ট্রানজেকশন কনফার্ম করতে হবে সেটা বুঝতে পারলাম।
এখন আমি কোন ওয়ালেট গুলোতে এভাবে ট্রানজেকশন ফি সেট করে আমার বিটকয়েন ট্রানজেকশন দ্রুত করতে পারবো সেটা কি ট্রাস্ট ওয়ালেট এ করা যাবে নাকি ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করে করতে হবে নাকি মেটামাস্ক ওয়ালেট ব্যবহার করে করা যাবে।
ভাই ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করলে মারা খাইবেন আপাতত। ভুলেও না, ইলেকট্রাম ইউজ করেন। আর মেটামাস্ক আমি তেমন ব্যবহার করিনি তাই জানিনা, যতোদূর জানি কাস্টম ট্রানজেকশন ফি সেট করে নিতে পারবেন। আর বর্তমানে brc20 ordinal এর কারণে যত দুভোগ চলতেছে। নেটওয়ার্ক ফুল জ্যাম হয়ে আছে। আপনার যদি এই মুহূর্তে টাকার ইমারজেন্সি প্রয়োজন না থাকে, সেক্ষত্রে ট্রানজেকশন না করার পরামর্শ রইলো।

আরেকটা উপায় আছে lightning network, একটু ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন। আরেকটা কথা, আপনি একা অপেক্ষা করতেছেন না, আমরাও করতেছি আপনার মতো।

ভাই আমি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করেছি, আমি বর্তমানে কুকয়েন এক্সচেঞ্জার ব্যবহার করি। আমি বিটিসি সেল করার জন্য কু কয়েনে পাঠিয়েছিলাম। আচ্ছা ভাই এর কি কোন সমাধান আছে? নাকি শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে।
ভাই কিছু মনে কইরেননা, বাট এইবার আপনি আসলেই একটা বলদের মতো কাজ করে বসছেন। ট্রানজেকশন করার সময় একবারও কি মেমপুল চেক করছিলেন? কোন আক্কেলে 30 sat/vB দিলেন। ঐটা তো মিনিমামের ও নিচে। এই মাত্র দেখলাম আজকে মিনিমাম চলে 232 সামথিং। কোথায় 30 আর কোথায় 232। যাই হোক মনে হয়না আপনার সমস্যার কোনো সমাধান আছে আপাততো। পরিবেশ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।  Smiley
newbie
Activity: 26
Merit: 19
December 18, 2023, 11:56:11 AM
উদাহরণ হিসেবে নিচের ছবিটা দেখেন। যদি আপনার কাছে অনেক সময় থাকে তাহলে মিনিমাম 232 sat/vB দিয়ে কনফার্ম করায় নিতে পারেন, এক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে, কয়েক দিন, কয়েক সপ্তাহ ও লাগতে পারে। কিন্তু যদি তাড়া থাকে তাহলে, 284 sat/vB অথবা 346 sat/vB ফি দিয়ে কনফার্ম করায় নিতে পারেন। এক্ষেত্রে সময় তুলনামূলক কম লাগবে।
কয়েক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা তো হয়তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা কেননা সবাই হয়তো তাদের আর্জেন্ট দরকারে বিটকয়েন গুলো ট্রান্সফার করে থাকে বা এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে নিয়ে থাকে। আমি যত বেশি পরিমাণে sat/vB ফি দিয়ে কনফার্ম করবো তত বেশি পরিমাণে আমার ডলার কেটে নিবে ফি হিসাবে তাইতো।
আমি যদি দ্রুত ট্রানজেকশন করতে চাই তাহলে অবশ্যই এই পরিমাণ ফি দিয়ে ট্রানজেকশন কনফার্ম করতে হবে সেটা বুঝতে পারলাম।
এখন আমি কোন ওয়ালেট গুলোতে এভাবে ট্রানজেকশন ফি সেট করে আমার বিটকয়েন ট্রানজেকশন দ্রুত করতে পারবো সেটা কি ট্রাস্ট ওয়ালেট এ করা যাবে নাকি ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করে করতে হবে নাকি মেটামাস্ক ওয়ালেট ব্যবহার করে করা যাবে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 18, 2023, 11:41:37 AM
বিটকয়েন মেম্পুল এবং লেনদেন ফি এর মধ্যে সম্পর্ক কি?
মেমপুল একটা থার্ড পার্টি ওয়েবসাইট যেখানে বিটকয়েন ট্রানজেকশনের ফলে নেটওয়ার্কে যে লোড সৃষ্টি হয় তা দেখা যায়। সোজা বাংলায় ট্রানজেকশনের জন্য নেটওয়ার্কে কি পরিমাণ চাপ পড়তেছে সেটা সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। যদি দেখেন নেটওয়ার্কে লোড কম থাকে, তখন কম ফি দিয়ে ট্রানজেকশনটি কনফার্ম করায় নিতে পারবেন। বাট যখন দেখবেন অনেক লোড পড়তেছে তখন ফি বাড়াই নিবেন, এইটাই কাজ। যত বেশি ফি বাড়ায় দিবেন তত তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে।

উদাহরণ হিসেবে নিচের ছবিটা দেখেন। যদি আপনার কাছে অনেক সময় থাকে তাহলে মিনিমাম 232 sat/vB দিয়ে কনফার্ম করায় নিতে পারেন, এক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে, কয়েক দিন, কয়েক সপ্তাহ ও লাগতে পারে। কিন্তু যদি তাড়া থাকে তাহলে, 284 sat/vB অথবা 346 sat/vB ফি দিয়ে কনফার্ম করায় নিতে পারেন। এক্ষেত্রে সময় তুলনামূলক কম লাগবে।

sr. member
Activity: 630
Merit: 388
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 18, 2023, 11:40:55 AM
কম ফি দিতে গিয়ে আজকে এই অবস্থা। জানি না কত দিন যে অপেক্ষা করতে হবে? Angry
আপনি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করছেন নাকি ইলেকট্রাম? যদি ইলেকট্রাম ব্যবহার করেন তাহলে ক্যান্সেল করতে পারবেন বা রিপ্লেস বাই ফি মেথড ব্যবহার করতে পারবেন।

আর আপনি এইটা কোথায় পাঠিয়েছেন? কোন এক্সচেঞ্জে? যদি আপনার নিয়ন্ত্রণের কোন ওয়ালেট হয় তাহলে আপনি CFPF মেথড ব্যবহার করতে পারবেন।
ভাই আমি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করেছি, আমি বর্তমানে কুকয়েন এক্সচেঞ্জার ব্যবহার করি। আমি বিটিসি সেল করার জন্য কু কয়েনে পাঠিয়েছিলাম। আচ্ছা ভাই এর কি কোন সমাধান আছে? নাকি শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে।
newbie
Activity: 26
Merit: 19
December 18, 2023, 07:07:17 AM
এটা নিয়ে আমাদের এই থ্রেড এ অলরেডি অনেক গুলো পোস্ট আছে মনে হয়। এটা নিয়ে প্রায়ই আলাপ হয়ে থাকে। বিটকয়েনের ফি বাড়ার একটা কারন হতে পারে বিটকয়েনের দাম বৃদ্ধি, আর সব চাইতে বড় কারন হলো মিমপুলে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে এবং প্রতিটা ব্লকে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে। মিমপুলে যতো বেশি পেন্ডিং ট্রানজেকশন থাকবে, মাইনার রা সেখান থেকে বেছে বেছে সব চেয়ে বেশি ফি যেগুলো তে দেয়া হয়েছে, সেই ট্রানজেকশন গুলো ব্লকে এড করবে। হয়তো এটার কোনো অটোমেটেড সিস্টেম আছে, তবে আমার সেটা জানা নাই। মুলত ট্রানজেকশন বেশি হলে সেগুলো কনফার্ম করার জন্যই বেশি ফি প্রদান করতে হয়। আপনি যদি কনফারমেশন টাইম নিয়ে চিন্তা না করেন, তাহলে কম ফি স্পেন্ড করতে পারেন।
আচ্ছা ভাই আমি গত বৃহস্পতিবারে রাত্রে বেলায় আমার ব্যক্তিগত প্রয়োজনে টাকার দরকার পরে তাই আমি ট্রাস্ট ওয়ালেট থেকে ৯৫ ডলার বিক্রি করার জন্য এক্সেঞ্জারে ট্রান্সফার করি কিন্তু এখনো কনফার্ম হয় নাই। আমি ৩০ sat দিয়ে কনফার্ম করে দিয়েছিলাম। গতকাল পর্যন্ত পেন্ডিং দেখালো কিন্তু আজকে পেন্ডিং দেখাচ্ছে না। এর কারন কি হতে পারে ক্যানসেল হয়ে গেল নাকি? না কত দিন সময় লাগতে পারে আসতে?

এখন তো মেমপূল একদম ফুল হয়ে আছে। ৩০ সাতোশি করে ট্রানজেকশন ফি দিয়ে আপাতত কনফার্ম হবে না। তবে ফি কখন কমবে সেটাও বলা মুশকিল। আপনার বড় ভুল হলো ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করা। আজকের দিনে ট্রাস্ট ওয়ালেট কে ব্যবহার করে ভাই? ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি চাইলেও এখন ফী বাম্প করতে পারবেন না। এটাতে আর বি এফ ফিচার নাই। আর বি এফ থাকলে আপনি যেকোন সময় আপনার ইচ্ছা মতো ফী বাম্প করে ট্রানজেকশন কনফার্ম করে নিতে পারতেন। এজন্যই সবাই ইলেক্ট্রাম ওয়ালেট ব্যবহার করার পরামর্শ দেয়।

অতিরিক্ত ট্রানজেকশনের কারণে হয়তো মিমপুল পূর্ণ হয়ে বা ফুল হয়ে যায়। যখন মিমপুল ফুল থাকে তখন যদি আমি কোন ওয়ালেট থেকে বিটকয়েন ট্রানজেকশন করতে চাই এবং কম সাতোশি দিয়ে ট্রানজেকশন করতে চাইলে যদি সেটা না হয় আমি ক্যান্সেল করে বেশি সাতোশি দিয়ে কি বিটকয়েন ট্রানজেকশন করতে পারবো।
বেশি পরিমাণ সাতোশি দিলে কি ট্রানজেকশন তাড়াতাড়ি হবে?
যারা বিটকয়েন ফোরামে কাজ করে এবং বিটকয়েন উপার্জন করে তাদের অবশ্যই যে কোন প্রয়োজনে বিটকয়েন ট্রান্সফার করা প্রয়োজন হয়।
বিটকয়েন মেম্পুল এবং লেনদেন ফি এর মধ্যে সম্পর্ক কি?
hero member
Activity: 868
Merit: 530
December 18, 2023, 03:20:50 AM
এটা নিয়ে আমাদের এই থ্রেড এ অলরেডি অনেক গুলো পোস্ট আছে মনে হয়। এটা নিয়ে প্রায়ই আলাপ হয়ে থাকে। বিটকয়েনের ফি বাড়ার একটা কারন হতে পারে বিটকয়েনের দাম বৃদ্ধি, আর সব চাইতে বড় কারন হলো মিমপুলে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে এবং প্রতিটা ব্লকে কি পরিমান ট্রানজেকশন এড হচ্ছে। মিমপুলে যতো বেশি পেন্ডিং ট্রানজেকশন থাকবে, মাইনার রা সেখান থেকে বেছে বেছে সব চেয়ে বেশি ফি যেগুলো তে দেয়া হয়েছে, সেই ট্রানজেকশন গুলো ব্লকে এড করবে। হয়তো এটার কোনো অটোমেটেড সিস্টেম আছে, তবে আমার সেটা জানা নাই। মুলত ট্রানজেকশন বেশি হলে সেগুলো কনফার্ম করার জন্যই বেশি ফি প্রদান করতে হয়। আপনি যদি কনফারমেশন টাইম নিয়ে চিন্তা না করেন, তাহলে কম ফি স্পেন্ড করতে পারেন।
আচ্ছা ভাই আমি গত বৃহস্পতিবারে রাত্রে বেলায় আমার ব্যক্তিগত প্রয়োজনে টাকার দরকার পরে তাই আমি ট্রাস্ট ওয়ালেট থেকে ৯৫ ডলার বিক্রি করার জন্য এক্সেঞ্জারে ট্রান্সফার করি কিন্তু এখনো কনফার্ম হয় নাই। আমি ৩০ sat দিয়ে কনফার্ম করে দিয়েছিলাম। গতকাল পর্যন্ত পেন্ডিং দেখালো কিন্তু আজকে পেন্ডিং দেখাচ্ছে না। এর কারন কি হতে পারে ক্যানসেল হয়ে গেল নাকি? না কত দিন সময় লাগতে পারে আসতে?

এখন তো মেমপূল একদম ফুল হয়ে আছে। ৩০ সাতোশি করে ট্রানজেকশন ফি দিয়ে আপাতত কনফার্ম হবে না। তবে ফি কখন কমবে সেটাও বলা মুশকিল। আপনার বড় ভুল হলো ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করা। আজকের দিনে ট্রাস্ট ওয়ালেট কে ব্যবহার করে ভাই? ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি চাইলেও এখন ফী বাম্প করতে পারবেন না। এটাতে আর বি এফ ফিচার নাই। আর বি এফ থাকলে আপনি যেকোন সময় আপনার ইচ্ছা মতো ফী বাম্প করে ট্রানজেকশন কনফার্ম করে নিতে পারতেন। এজন্যই সবাই ইলেক্ট্রাম ওয়ালেট ব্যবহার করার পরামর্শ দেয়।
Pages:
Jump to: