অল্ট কয়েনে যেরকম ভাবে গেইন হয়, লস হওয়ার সময় সেভাবেই সমান তালে লস হয়। আমিও যে কয়েনগুলো আগে কিনেছিলাম, প্রায় সবগুলোই ১০ গুন ডাউন হয়ে আছে। গতকাল রাতে কয়েনমারকেট ক্যাপ এ লগইন করে পুরাতন পোর্টফোলিও টা দেখলাম, সেখানে এখনকার মার্কেট কন্ডিশন অনুযায়ী আমি অনেক লসে আছি। অবশ্য সেই কয়েনগুলো আমি কম রেটে থাকা অবস্থায় সেল করতে বাধ্য হয়েছিলাম।
ভাই সেম কপাল ইজ হেয়ার। আমার জীবনের প্রথম এবং সেই সাথে তখনকার হিসেবে আমার সবচাইতে বড় ইনভেস্টমেন্ট ছিল রাউন্ড ফিগারে প্রায় ৮০০ ডলার হবে। সেটি এখন কত ডলার হয়ে এসেছে সেটা বলতে পারবো না কারণ খুবই লজ্জার বিষয় ডিসিশনটা সম্পূর্ণই ঝোঁকের বসে নিয়েছিলাম। তারপরেও আমি কয়েন গুলো এখনো সেল দেইনি কারণ যে দাম বর্তমানে পাবো তার থেকে সেই টাকা জলে ফেলে দেওয়া ভালো। তাই দুই তিন বছর হয়ে গেল এখনো সেটা হোল্ডিং এ রেখে দিয়েছি দেখি ফিউচারে যদি কখনো লাক লেগে যায়
।
বাইদাওয়ে, কেউকি Pi মাইনিং এর কথা শুনছেন? Pi টোকেন? কিছুদিন ধরে বেশ মার্কেটিং, প্রমোশন করতেছে প্রজেক্ট এর। তবে আমার মনে হচ্ছে স্ক্যাম করবে। আমি বহুদিন ধরে মাইন করি, ১০০০ এর বেশি টোকেন আছে, তবে KYC করতে দেয়না। অনেকের দেখি ২ দিন হতে না হতেই KYC দিয়ে দিসে, আর অনেকের ২ বছর ধরেও দেয়না।
অভিয়াসলি পাই মাইনিং এর কথা শুনবো না এটা কি করে হয়, সেই স্কুল লাইফে এটার সাথে পরিচিতি, স্কুল লাইফে স্বপ্ন ছিল এই কয়েন বিক্রি করে গ্রাফিক্স কার্ড কিনবো আর গেম খেলব। গ্রাফিক্স কার্ড ঠিকই কিনেছি কিন্তু এখনও পর্যন্ত সেই Pi কয়েন তার জায়গায় রয়েছে। কেওয়াইসি ফেওয়াইসি এগুলো কিছুই না শুধু শুধু কেউ এদের ট্রাপে পা দিবেন না আপনার ডাটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটাকে অন্যের নিকট সহজলভ্য হতে দিবেন না। আর যদি এখনো কারো ফোনে এই ধরনের মাইনিং এপ্স গুলো থেকে থাকে তাহলে তাড়াতাড়ি এগুলো ফোন থেকে রিমুভ করে ফেলুন।
যদিও পোস্টটা অনেকদিন আগেকার তারপরও আমি শিখতে চাই আপনার কাছে।
Crypto Library আপনার কাছে আমার একটা প্রশ্ন আমি কিভাবে এইটা আমার প্রোফাইলে যোগ করতে পারব বা ব্যবহার করতে পারব।
আমি Kiwi browser download করছিলাম এবং সেখানে একটা অন্য জিমেইল দিয়া একাউন্ট করছিলাম তারপর আপনার দেখানো ইন্সট্রাকশন অনুযায়ী চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। আসলে আমি আমার যে একাউন্টে যেই জিমেইল ব্যবহার করছি ওইটা দিয়া কি অ্যাকাউন্ট করতে হইবো। নাকি অন্য কিছু। এখানে একটু গাবলা লাগতাছে ভাই।
না ভাই এখানে জিমেইলের কোন কানেকশনই নেই আমি তো আমার Kiwi browser এ এটি কোন লগইন ছাড়াই ব্যবহার করে আসছি অনেকদিন যাবত।
আমি আসলে ক্লিয়ারলি বুঝিনি যে আপনি কোন জায়গাটায় প্রবলেম ফেস করতেছেন এক্সটেনশন এড করতে নাকি এক্সটেনশন এর সেটিংস করতে গিয়ে?
BPIP এক্সটেনশন এর সেটিংসে গিয়ে যদি প্রবলেম ফেস করেন তাহলে kiwi ব্রাউজারের থ্রী ডট মেনু থেকে ডেক্সটপ সাইট মোড অন করে দিন। আশা করি সেটিংস করতে গিয়ে আর কোন সমস্যার সম্মুখীন হবেন না।
আর যদি সমস্যা এটি না হয়ে থাকে তাহলে দয়া করে একটা স্ক্রিনশট এর মাধ্যমে আপনার সমস্যাটি এখানে তুলে ধরুন।