Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 12. (Read 5938138 times)

newbie
Activity: 12
Merit: 0
December 04, 2024, 01:42:25 PM
sr. member
Activity: 630
Merit: 388
Unlimited 50% Deposit Bonus at JokerBet.biz
December 04, 2024, 09:19:58 AM
@Crypto Library ভাই কি ভুলে গেছেন নাকী? যে নবেম্বর মাস শেষ হয়েছে, আজকে ডিসেম্বর মাসের ৪ তারিখ। যাইহোক, আমি এই মাসের এক্টিবিটি নিয়ে মোটামুটি একটা পোস্ট করার চেষ্টা করি। বিগত কয়েক মাসের মধ্যে এই মাসে সর্বনিম্ন পোস্ট হয়েছে। এই মাসে মাত্র ৯০ টি পোস্ট হয়েছে। এই মাসের সবাই পোস্ট করা কমিয়ে দিয়েছে। CL ভাইয়ের পোস্ট থেকে জানা সেপ্টেম্বর মাসে ২০৯ টি পোস্ট হয়েছিলো, অক্টোবর মাসে ১৬১ টি পোস্ট হয়েছিলো। এখন এই নবেম্বর মাসে বিগত কয়েক মাসের চেয়ে প্রায় অর্ধেক পোস্ট করা কমে গেছে। আমিও এই মাসে খুব একটা এক্টিব থাকতে পারি নাই। সবাই এক্টিব হয়ে বাংলা থ্রেডে পোস্ট করার চেষ্টা করুন। আশা করি CL ভাই সুন্দর করে সাজিয়ে পোস্ট করবে।

নবেম্বর মাসের টপ ১০ জন পোস্ট দাতা:

1. Learn Bitcoin [14]
2. Crypto Library [12]
3. DYING_S0UL [8]
4. Wonder Work [8]
5. Student of Bitcoin [7]
6. shasan [7]
7. Shishir99 [6]
8. BD User [4]
9. Bd officer [4]
10. BlackHatSojib [4]


তথ্যগুলো এখান থেকে নেওয়া।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 03, 2024, 09:31:01 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#24)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ  https://bitcointalksearch.org/topic/free-raffle-custom-exch-cryptosteel-capsule-24-5521480
sr. member
Activity: 630
Merit: 388
Unlimited 50% Deposit Bonus at JokerBet.biz
December 02, 2024, 04:34:40 PM
sr. member
Activity: 616
Merit: 322
December 02, 2024, 10:35:09 AM
কিছু কুত্তা কয়েন ছিল দাম কমা দেখে ৩৭ এ বিক্রি করে দিলাম। ভুল হল নাকি সঠিক হল সবাই জানাবেন। এখন আবার দেখি ৩৮ এর কাছাআছি। আবার বাই ব্যাক করব নাকি বুঝতে পারতেছি নাহ। সবাই পরামর্শ দিবেন দয়া করে। হার্ট বিট বেরে যাচ্ছে এমন ভাবে বারতেছে যেন হার্ট অ্যাটাক না হয়ে জায় সেই চিন্তাতে আছি। তারাতারি পরামর্শ দিবেন।
কুত্তা কয়েন বলতে কি Doge নাকি Dogs বুঝাচ্ছেন। বাজারে নানান রকম কুত্তা আছে এখন তাই মেনসন করবেন কোন কুত্তার কথা বলছেন  Grin

Doge & Dogs এই দুইটাই ভবিষ্যতের জন্য অনেক পোটেনশিয়াল। Elon Musk Doge কে সব সময় পুশ করে যাবে আর Elon এরকম জ্ঞানী ব্যবসায়ী আমার মনে হয় না যে সে খুব দ্রুত পৃথিবীর শীর্ষ ধনী থেকে নেমে আসবে। সে Tesla গাড়ির মাধ্যমে প্রচুর পরিমাণ টাকা কমিয়েছে। আবার রিসেন্টলি সে রকেট ফিরিয়ে আনার মত অবিশ্বাস্য ব্যাপারকে সম্ভব করেছে। আবার এখন সোলার সিস্টেম মোবাইল ফোন লঞ্চ করতেছে যে মোবাইল ফোনে চার্জ করতে হবে না আবার ইন্টারনেটের কোন ঝামেলা নেই। প্রতিনিয়ত নতুন নতুন কিছু নিয়ে সে হাজির হচ্ছে।

Elon Musk যতদিন থাকবে Doge কে সে পুশ করে যাবে তাই আশা করা যায় Doge ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে। এ কারণে অল্প কিছু পরিমাণ হোল্ড করতে পারেন যদি আপনার কাছে অলস টাকা থাকে।

Dogs Ton ইকোসিস্টেমের মধ্যে অনেক ভালো একটি meme কয়েন। এটার পেছনে অনেক বড় বড় হাত আছে তাই এটিও ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। যদি আপনার কাছে যথেষ্ট পরিমাণ অলস টাকা থাকে যেগুলা একটি দীর্ঘ সময়ের জন্য আপনার প্রয়োজন হবে না এবং সেগুলো লস করার মত সামর্থ্য আপনার কাছে থাকে তাহলে কিছু পরিমাণ টাকা এইগুলোতে ফেলে রাখতে পারেন।
sr. member
Activity: 630
Merit: 388
Unlimited 50% Deposit Bonus at JokerBet.biz
December 02, 2024, 06:12:30 AM
আমি এই বিটকয়েনটক ফোরামে প্রায় ১ বছর ৮ মাসের মতো সময় ধরে রয়েছি। আজকে একটা বিষয়ে খেয়াল করলাম, যে আমার একাউন্টের টোটাল লগইন সময় ৫০ দিন/ হাফসেঞ্চুরি হয়েছে। তাই একটা স্কিনশট নিয়ে রাখলাম। যাইহোক, এখন টোটাল লগইন সময় ১০০ দিন /সেঞ্চুরির অপেক্ষায়। টোটাল লগইন সময় সেঞ্চুরি হতে মনে হয় আরও ১-২ বছর সময় লেগে যাবে।  Grin

full member
Activity: 238
Merit: 177
December 01, 2024, 03:16:39 PM
চলে যাওয়া নভেম্বর মাসের জেগে একাউন্ট গুলো ডেমো গ্রাফ চার্ট দেখে নিন। এত পরিমানে একাউন্ট রিজার্ভ করা আছে যেটা কল্পনারও বাহিরে। প্রত্যেকটা মাসেই দেখা যাচ্ছে এরকম ভাবে প্রচুর একাউন্ট জেগে উঠতেছে। ‌ এগুলো দেখে মনে হয় তাদের কাছে কিরকম একাউন্ট রিজার্ভ করা আছে এটা বলা মুশকিল। আমি কত নভেম্বরের ডাটা গুলো সংগ্রহ করে গ্রাফ চার্ট তৈরি করেছে দেখেনি।

এই চার্টে দেখতে পাবেন পাসওয়ার্ড পরিবর্তন করেছে এবং পাসওয়ার্ড এবং ইমেইল দুটোই পরিবর্তন করেছে এরকম ডেমো।

নতুন একাউন্ট গুলো জেগে উঠেছে এবং পাসওয়ার্ড পরিবর্তন, পাসওয়ার্ড এবং ইমেইল পরিবর্তন করেছে এগুলো ডেমো নিচে দেখতে পাবেন।

এইখানের র‍্যাঙ্ক একাউন্ট গুলো পাসওয়ার্ড পরিবর্তন, পাসওয়ার্ড এবং ইমেইল পরিবর্তন করেছে এটা দেখতে পাবেন নিচের গ্রাফে।‍

র‍্যাঙ্কযোগ্য অ্যাকাউন্টগুলো জেগে উঠেছে এবং পাসওয়ার্ড পরিবর্তন করেছে, পাসওয়ার্ড এবং ইমেইল দুটোই পরিবর্তন করেছে এই রকম একাউন্ট গুলো নিচের গ্রাফে দেখতে পাবেন।‍

আপনি যখন এইগুলো দেখবেন দেখার পরে আপনি নিজেই চমকে যাবেন এত পরিমাণে একাউন্ট তাদের কাছে রিজার্ভ করা যেটা কল্পনা করতে গেলেও অবাক লাগে।
[W.W]
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 01, 2024, 02:18:52 PM
এক্সচেন্জ গুলো সাধারনত তাদের হট ওয়ালেটে ১ থেকে ২ মিলিয়ন ডলার সম পরিমান ক্রিপ্টো রাখে রেগুলার উইথড্র গুলো দেয়ার জন্য। আর ওদের রিজার্ভ যেহেতু কোল্ড ওয়ালেটে রাখা থাকে, সেজন্য তাদের রিজার্ভ গুলো বেচে যায়। আমি আসলে সব সময় কিউরিয়াস হয়ে যাই এটা চিন্তা করে যে কিছুদিন পর পর আমরা এরকম হ্যাক হওয়ার ঘটনা শুনি। এসব হ্যাক আসলে হয় কিভাবে? আমার তো মনে হয় এক্সচেন্জ এর লোকজন এসব হ্যাক এ জরিত থাকে।

যারা এসব ওয়ালেট ম্যানেজ করার দায়িত্যে থাকে, তারা তো আর তাদের ওয়ালেটের সিড কোথাও শেয়ার করে না বা তারা সিকিউরিটি ছাড়া ডিভাইস ইউজ করে না, তবুও কেনো কিছুদিন পর পর এসব হ্যাক এর ঘটনা ঘটে? আমার ধারনা এক্সচেন্জ এর মালিক পক্ষ ইনভেষ্টরদের ধোকা দেওয়ার আরেক নাম হলো হ্যাক হয়ে যাওয়া।

আপনি খুব একটা খারাপ বলেননি এখানে ভেতরের লোকজনও জড়িত থাকতে পারে।

গতকালকে একটা আর্টিকেলে দেখলাম এখানে অনেকটাই বুঝা গিয়েছে যে আগে যেমন মানুষজন বলতো যে সাইবার ক্রিমিনালরা শুধু  Defi থেকেই বিশাল বিশাল চুড়িগুলো করতো, কিন্তু এ বছর  একটি হিসেবে দেখা গিয়েছে যে হ্যাকাররা টোটাল 1.49 বিলিয়ন চুরি করেছে এর মধ্যে বেশিরভাগ লসেস হচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার গুলো থেকে।

 আর ওই রিপোর্টে এটাও বলা হয়েছে যে সাইবার ক্রিমিনাল গুলো বর্তমানে সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম গুলোকে টার্গেট করতেছে এবং সেখানে তাদের গুপ্তচরদের ফেক এমপ্লয়ী হিসেবে প্রেরণ করতেছে। আমার মনে হয় এই এক্সচেঞ্জারের ক্ষেত্রেও এরকম কিছু একটা হয়েছে।

বিস্তারিত এই আর্টিকেলটাতে পড়তে পারেন।
full member
Activity: 238
Merit: 177
November 30, 2024, 12:25:31 PM
newbie
Activity: 12
Merit: 0
November 30, 2024, 10:45:01 AM
ভাইসকল কী অবস্থা?
     অনেকদিন পর এলাম Wink
      কেউ কিছু শিখিয়ে দিতে পারেন। আমি সম্পূর্ন নতুন। Kiss
hero member
Activity: 868
Merit: 530
November 29, 2024, 09:19:43 AM
যারা ওই সব ওয়ালেট ম্যানেজ করার দায়িত্যে থাকে তারা এই হ্যাক এর সাথে জড়িত থাকতে পারে তবে মালিক এর জড়িত হওয়ার কোন মানেই হয় নাহ কারন তারা তো ব্যাবহািকারীর অর্থ আত্মসাৎ করে নাহ। তাছাড়া যদি শেয়ার এ হয় তাহলে অংশিদার দের মধ্যে কেউ এ কাজ করতে পারে। এতে মুলত মালিক পক্ষ ই খতিগ্রস্ত হয়।

এখানে কিছু জিনিস বুঝার আছে। ইউজারদের ফান্ড যদি ৫ মিলিয়ন হয়, তাদের রিজার্ভে কিন্তু তার দেড় গুন আছে। অর্থাৎ 7.5 মিলিয়ন। এর মানে দাড়াচ্ছে, এক্সচেন্জ এর যে প্রফিটের টাকা, বা ইনভেষ্টমেন্ট এর টাকা, সেগুলোও কোল্ড ওয়ালেট এ রাখা হয়। হট ওয়ালেটে রাখা হয় অল্প কিছু যে প্রতিদিনের লেনদেন কভার করার জন্য। অর্থাৎ, একটা এক্সচেন্জ এর কাছে ইউজারদের ফান্ড ছাড়াও এর কয়েকগুন পরিমান ফান্ড থাকে। এটা হতে পারে তাদের শেয়ার হোল্ডারদের ইনভেষ্টমেন্ট, হতে পারে তাদের নিজেদের প্রফিট।

মালিক পক্ষ কেনো হ্যাক এর সাথে জড়িত থাকতে পারে তার একটা লজিক আমি দিচ্ছি। একটা এক্সচেন্জ এর যা প্রফিট, তার সব কিন্তু মালিক পক্ষ পায় না। বেশিরভাগ সময় মালিক পক্ষ কোম্পানি থেকে শুধুমাত্র বেতন গ্রহন করে থাকে। কিন্তু যে লাভ থাকে, সেটা সব সময় কোম্পানির ওয়ালেটে থাকে। কোম্পানিতে বিভিন্ন ইনভেষ্টরদের ইনভেষ্ট থাকে। যেটা তারা কিছু সময় পর পর প্রফিট নিয়ে নেয়। বা তাদের শেয়ার সেল করে দেয়। এখন কেম্পানি যদি প্ল্যান করে হ্যাক করায়, তাহলে কোম্পানির একার লভ্যাংশ যাবে না, ইনভেষ্টরদের যে লভ্যাংশ বা ইনভেষ্টমেন্ট আছে, সেখান থেকেও এগুলো এডজাষ্ট করা হবে। যদি কোম্পানি এটা নিজেরা করায়, তাহলে পুরো টাকাটাই মালিক পক্ষের।

নানান ধরনের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে এসব অর্থ ক্যালেংকারি হয়ে থাকে। সেটা হতে পারে বিমা কোম্পানি, হতে পারে এনজিও বা ব্যাংক। আপনি কোনো প্রতিষ্ঠানে টপ লেভেলে চাকুরী করে থাকলে বা ফাইনান্স ডিপার্টমেন্ট এ কাজ করে থাকলে ব্যাপারটা সহজে বুঝতে পারবেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 29, 2024, 08:54:09 AM
এক্সচেন্জ গুলো সাধারনত তাদের হট ওয়ালেটে ১ থেকে ২ মিলিয়ন ডলার সম পরিমান ক্রিপ্টো রাখে রেগুলার উইথড্র গুলো দেয়ার জন্য। আর ওদের রিজার্ভ যেহেতু কোল্ড ওয়ালেটে রাখা থাকে, সেজন্য তাদের রিজার্ভ গুলো বেচে যায়। আমি আসলে সব সময় কিউরিয়াস হয়ে যাই এটা চিন্তা করে যে কিছুদিন পর পর আমরা এরকম হ্যাক হওয়ার ঘটনা শুনি। এসব হ্যাক আসলে হয় কিভাবে? আমার তো মনে হয় এক্সচেন্জ এর লোকজন এসব হ্যাক এ জরিত থাকে।

যারা এসব ওয়ালেট ম্যানেজ করার দায়িত্যে থাকে, তারা তো আর তাদের ওয়ালেটের সিড কোথাও শেয়ার করে না বা তারা সিকিউরিটি ছাড়া ডিভাইস ইউজ করে না, তবুও কেনো কিছুদিন পর পর এসব হ্যাক এর ঘটনা ঘটে? আমার ধারনা এক্সচেন্জ এর মালিক পক্ষ ইনভেষ্টরদের ধোকা দেওয়ার আরেক নাম হলো হ্যাক হয়ে যাওয়া।
যারা ওই সব ওয়ালেট ম্যানেজ করার দায়িত্যে থাকে তারা এই হ্যাক এর সাথে জড়িত থাকতে পারে তবে মালিক এর জড়িত হওয়ার কোন মানেই হয় নাহ কারন তারা তো ব্যাবহািকারীর অর্থ আত্মসাৎ করে নাহ। তাছাড়া যদি শেয়ার এ হয় তাহলে অংশিদার দের মধ্যে কেউ এ কাজ করতে পারে। এতে মুলত মালিক পক্ষ ই খতিগ্রস্ত হয়।
hero member
Activity: 868
Merit: 530
November 29, 2024, 08:19:58 AM
এটা খুব এ ভালো বিষয় যে তাদের বিনিয়োগ ওই সাইটের ব্যাবহারকারীদের দেরগুণ। কিন্তু আমি বুঝি নাহ যে যদি সম্পূর্ণ সাইট হ্যাক হয়ে যায় মানে সব বালাঞ্চ হ্যাক হয়ে যায় তাহলে তাদের বিনিয়োগ ও তো শেষ হয়ে যাবে। কাজেই ব্যাবহারকারীদের চিন্তিত হওয়াটা স্বাভাবিক তবে যদি আর হ্যাক না হয় শুধু উল্লেখিত ডলার হ্যাক হয় তাহলে তা সাইট এর মালিক পক্ষের জন্য কোন সমস্যা হবে নাহ।

এক্সচেন্জ গুলো সাধারনত তাদের হট ওয়ালেটে ১ থেকে ২ মিলিয়ন ডলার সম পরিমান ক্রিপ্টো রাখে রেগুলার উইথড্র গুলো দেয়ার জন্য। আর ওদের রিজার্ভ যেহেতু কোল্ড ওয়ালেটে রাখা থাকে, সেজন্য তাদের রিজার্ভ গুলো বেচে যায়। আমি আসলে সব সময় কিউরিয়াস হয়ে যাই এটা চিন্তা করে যে কিছুদিন পর পর আমরা এরকম হ্যাক হওয়ার ঘটনা শুনি। এসব হ্যাক আসলে হয় কিভাবে? আমার তো মনে হয় এক্সচেন্জ এর লোকজন এসব হ্যাক এ জরিত থাকে।

যারা এসব ওয়ালেট ম্যানেজ করার দায়িত্যে থাকে, তারা তো আর তাদের ওয়ালেটের সিড কোথাও শেয়ার করে না বা তারা সিকিউরিটি ছাড়া ডিভাইস ইউজ করে না, তবুও কেনো কিছুদিন পর পর এসব হ্যাক এর ঘটনা ঘটে? আমার ধারনা এক্সচেন্জ এর মালিক পক্ষ ইনভেষ্টরদের ধোকা দেওয়ার আরেক নাম হলো হ্যাক হয়ে যাওয়া।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 29, 2024, 07:55:07 AM
তারা জানিয়েছে এখনো নিশ্চিত হয় নাই, তারা মনে করতেছে ১.৭ মিলিয়ন মুল্যের ক্রিপ্টোকারেন্সি হ্যাক করা হয়েছে। বলা হয়েছে নিশ্চিত থাকুন এতে ব্যবহার কারীদের কিছু হবে না, সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে তারা বলেছে উইজারদের সম্পদের চেয়ে ১.৫ গুন বেশি রিজার্ভ রাখে। হ্যক করা ক্রিপ্টো ইথেরিয়াম এড্রেসে সোয়াপ করা হয়েছে।
এটা খুব এ ভালো বিষয় যে তাদের বিনিয়োগ ওই সাইটের ব্যাবহারকারীদের দেরগুণ। কিন্তু আমি বুঝি নাহ যে যদি সম্পূর্ণ সাইট হ্যাক হয়ে যায় মানে সব বালাঞ্চ হ্যাক হয়ে যায় তাহলে তাদের বিনিয়োগ ও তো শেষ হয়ে যাবে। কাজেই ব্যাবহারকারীদের চিন্তিত হওয়াটা স্বাভাবিক তবে যদি আর হ্যাক না হয় শুধু উল্লেখিত ডলার হ্যাক হয় তাহলে তা সাইট এর মালিক পক্ষের জন্য কোন সমস্যা হবে নাহ।
sr. member
Activity: 630
Merit: 388
Unlimited 50% Deposit Bonus at JokerBet.biz
November 29, 2024, 12:33:34 AM
ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ XT.com $1.7M হ্যাক অর্থ হ্যাক হয়েছে মনে করে সকল ধরনের উইথড্র স্থগিত করেছে।

আজকে একটি নিউজ দেখতে পেলাম হয়তো এখানে অনেকেই বিষটি জানতে পারে নাই। তাই এখানে নিউজের মুল বক্তব্য তুলে ধরলাম। xt.com এর সম্পদের অস্বাভাবিক স্থানান্তর হওয়ায় তারা হ্যাক হওয়ার কথা জানিয়েছে কিন্তু এখনো নিশ্চিত হয় নাই। xt.com এক্সচেঞ্জের যার দৈনিক ট্রেডিং বলিউম ৩.৪ বিলিয়ন, ১.৭ মিলিয়ন হ্যাক হওয়ার সন্দেহ করে সকল ধরনের উইথড্র বন্ধ করা হয়েছে।

নিচের পিকটিতে xt.com থেকে ২৮শে নবেম্বর ঘোষণা করেছে।


তারা জানিয়েছে এখনো নিশ্চিত হয় নাই, তারা মনে করতেছে ১.৭ মিলিয়ন মুল্যের ক্রিপ্টোকারেন্সি হ্যাক করা হয়েছে। বলা হয়েছে নিশ্চিত থাকুন এতে ব্যবহার কারীদের কিছু হবে না, সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে তারা বলেছে উইজারদের সম্পদের চেয়ে ১.৫ গুন বেশি রিজার্ভ রাখে। হ্যক করা ক্রিপ্টো ইথেরিয়াম এড্রেসে সোয়াপ করা হয়েছে।


এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে তারা হস্তান্তর হওয়া সম্পদ সম্পর্কে কঠোর সচেতন রয়েছে। এবং ব্যবহারকারীদের সম্পদ নিরাপদ তাই নিশ্চিত থাকতে বলা হয়েছে, ব্যবহারকারীরা কোন প্রভাবিত হবে না।

👉নিউজ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
member
Activity: 87
Merit: 27
November 28, 2024, 04:31:48 PM
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 28, 2024, 03:16:13 PM
আপনি হয়তো এমন কিছু বিটকয়েন এড্রেস দেখেছেন যেখানে প্রথম অক্ষরগুলি একটি শব্দ, অনেকটা নিচের মতো:
আপনি কি এড্রেস তৈরী করেছেন? নাকি শুধু অনুবাদ করেছেন?

জী ভাই, আমি প্রাকটিক্যালি টুলটি টেস্ট করে দেখেছি। এখানে টিউটোরিয়ালটি উইন্ডোজে করা হলেও আমি লিনাক্সে করছি, কারন আমি লিনাক্স ইউজার। আর এখানে যে রিপো দেয়া আছে সেটা আমি ইউজ নাই, এরই একটা ফর্ক করা ভার্সন ইউজ করছি। অরিজিনালটা ইউজ না করার কারন হলো এটা অনেকদিন ধরে মেইনটেন করা হয় নাই, আর এই ফর্ক ভার্সনটি রেগুলার আপডেট করা হয়। এটার আরেকটা সুবিধা হলো এটা দিয়ে BTC বাদেও ETH, LTC, TRX আরো অসংখ্য টাইপ ক্রিপ্টো এড্রেস জেনারেট করা যায়। তবে সবগুলো ভার্সনেরই সেটআপ সিস্টেম কমবেশি সেইম। একটা পারলে অন্যগুলোও পারবে।

ফর্কড রিপো: https://github.com/10gic/vanitygen-plusplus

Pattern: 1BTT (Bitcointalk)                                                                
My Vanity Address: 1BTT6np65sADJiFWkpzKUQaJ2eBWQRGSwG
Privkey: 5K7ePA1utX6coN77WPfrCBmqTgHxcx4XHwnVZ2qRMbwKVv6jhqq

প্রাইভেট কী সহ দিলাম, এটা আমি ইউজ করবো না।  Smiley

legendary
Activity: 2324
Merit: 2420
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 28, 2024, 12:12:50 PM
আপনি হয়তো এমন কিছু বিটকয়েন এড্রেস দেখেছেন যেখানে প্রথম অক্ষরগুলি একটি শব্দ, অনেকটা নিচের মতো:
আপনি কি এড্রেস তৈরী করেছেন? নাকি শুধু অনুবাদ করেছেন?
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 26, 2024, 10:23:04 AM
লেখক: 1miau
অরিজিনাল টপিক:[Guide] How to create your customized Bitcoin-Address (vanitygen) – step by step



আপনি হয়তো এমন কিছু বিটকয়েন এড্রেস দেখেছেন যেখানে প্রথম অক্ষরগুলি একটি শব্দ, অনেকটা নিচের মতো:

1fudCz15sHGR8L2YQnaG4JVMjMQpaDo37
1BTCTUnYLskK7N9nXb17wf6oVYMYrX5WHG
1DogemNVw8AZnMf3cB4L1wijGnr9DVKzia
1Fomo7V86nWrjdv6JzU7yavtp5hfzZWsZr
1NewbornSeatQVC9vegVHnxVseNAhhxewb(1)

এই জাতীয় এড্রেসগুলি হলো ভ্যানিটি এড্রেস এবং তাত্ত্বিকভাবে বললে, কিছু সংখ্যক ব্যতিক্রম ছাড়া প্রায় সব অক্ষর দিয়েই এমন এড্রেস  তৈরি করা সম্ভব, তবে এক্ষেত্রে অক্ষরের সংখ্যা সীমিত। এর কারন হলো আপনি টুলস্ ব্যবহার করে যতখুশি এড্রেস তৈরি করতে পারবেন যতক্ষণ না আপনি আপনার কাঙ্ক্ষিত পছন্দের এড্রেসটি খুজে পান। আপনার শব্দটি যত দীর্ঘ হবে, ঠিক তত বেশি সময় লাগবে। এক্ষেত্রে ছোট হাতের অক্ষরের চেয়ে বড় হাতের অক্ষর খুঁজে পাওয়ার সম্ভবনা বেশি। উদাহরণস্বরূপ, 1Bitmover এই শব্দটি পেতে ২ মাস সময় লাগতে পারে, এবং খুঁজে পাওয়ার সম্ভবনা ৫০ শতাংশ। অন্যদিকে ছোট হাতের 1bitmover শব্দটি পাওয়ার সম্ভবনা ৫৮ গুন কম। (2)
তবে কিছু কিছু অক্ষর আগে থেকেই এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ এগুলো বিটকয়েন এড্রেসের অন্তভুক্ত নয় এবং এই অক্ষরগুলি অনেকসময় বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়ে দাড়ায়:

l (ছোট হাতের L)
I (বড় হাতের I)
O (বড় হাতের O)
0 (শূন্য সংখ্যা 0)

এরই সাথে বেশ কিছু ভাষা, শব্দ এবং ক্যারেক্টার যেমন "umlauts"  (n.b. umlauts সম্পর্কে আরও তথ্য পেতে এই লিংকে ভিজিট করুন)

ইউনিক বিটকয়েন এড্রেস জেনারেট করার অনেক উপায় রয়েছে। তবে আমার উপদেশ থাকবে, samr7 এর গিটহ্যাবে থাকা, অফিসিয়াল vanitygen এর ভার্সনটি ব্যবহারের জন্য। আবার কিছু ওয়েবসাইট ব্যবহার করেও আপনি এটি করতে পারবেন, তবে এটি আমি সাজেস্ট করিনা। কারন এসব থার্ড পার্টি (ওয়েবসাইট) ব্যবহার করে এড্রেস জেনারেট করলে অনেক সময় প্রাইভেট কী এক্সপোজের ঝুঁকি থাকে। পূর্বে ওয়েবসাইট জেনারেটেড ভ্যানিটি এড্রেস থেকে বিটকয়েন চুরি হওয়ার অনেক ঘটনা ঘটেছে কারন কেউ যদি আপনার প্রাইভেট কী জেনে থাকে তাহলে সহজেই সে আপনার ওয়ালেট এক্সেস করে বিটকয়েন চুরি করে নিতে পারবে
এজন্য, সর্বদা গিটহাবে থাকা অরিজিনাল ভার্সনটি ব্যবহারের চেষ্টা করবেন এবং বিনা ইন্টারনেট সংযোগে। যেসব ওয়েবসাইট split key ছাড়া ভ্যানিটি এড্রেস জেনারেটের সুযোগ সুবিধা প্রদান করে তার সবগুলিই ঝুঁকিপূর্ণ।




এইভাবে জিনিসটি কাজ করে:

১. ডাউনলোড ভ্যানিটিজেন:

প্রথমে গিটহাবে যান এবং samr7 এর গিটহাব থেকে অরিজিনাল ফাইল ডাউনলোড করে নিন, নিচে দেয়া লিংকে:

https://github.com/samr7/vanitygen


আপনি লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন:

vanitygen-0.22-win.zip

লেটেস্ট ভার্সনটি এখানে পাবেন: https://github.com/downloads/samr7/vanitygen/vanitygen-0.22-win.zip







২. বিটকয়েন এড্রেসটি তৈরি করার সময় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখুন

ইন্টারনেট সংযোগ চালু থাকা অবস্থায়তেই ভ্যানিটি এড্রেস তৈরি করা সম্ভব, তবে নিরাপত্তার খাতিরে ইন্টারনেট সংযোগ ছাড়া এড্রেস তৈরি করার পরামর্শ দেয়া হলো। এর থেকে আরো ভালো হয় যদি এমন একটি ডিভাইস ব্যবহার করা হয় যা আজ পর্যন্ত ইন্টারনেটের সাথে সংযুক্ত করা হয় নাই, তবে এটি নির্ভর করে আপনার ইচ্ছার উপর, আপনি কতটুকু সিকিউরিটি চাচ্ছেন। যেকোনো ধরনের হ্যাক বা সমস্যা এড়াতে সবসময় সর্বোচ্চ সিকিউরিটি ব্যবহারের পরামর্শ রইলো। আপনি যদি সর্বোচ্চ সিকিউরিটি চান তাহলে আপনি split-key এর এর দ্বারাও আপনার এড্রেসটি তৈরি করে নিতে পারেন।



৩. Command Prompt / PowerShell ওপেন করুন

আপনি আপনার স্ক্রিনের নিচের বাম কোণায় থাকা উইন্ডোজ আইকনে ক্লিক করে সেখানে থেকে Command Prompt (Administrator) হিসেবে চালু করতে পারবেন অথবা কী কম্বিনেশন দিয়ে চালু করতে পারবেন Windows + R।

অথবা

যেখানে ভ্যানিটি ফাইল গুলি রাখা আছে সেখান থেকেও সরাসরি Command Prompt চালু করা যায়, এটি করলে চার নাম্বার #৪ স্টেপটি আর করার দরকার পড়বে না:


1. যে ফোল্ডারে vanitygen/oclvanitygen রাখা আছে সেখানে যান।
2. Command Prompt ব্যবহার করে: ফোল্ডারের কোনো খালি যায়গায় CTRL+SHIFT+Right একসাথে চাপুন (যেখানে কোনো এক্সিকিউটেবল/ফাইল নেই) , এরপর "Open command window here" এ ক্লিক দিন। ক্লিক করা মাত্রই এটি চালু হয়ে যাবে। [1]
2. Power Shell ব্যবহার করে: ফোল্ডারের কোনো খালি যায়গায় SHIFT+Right একসাথে চাপুন (যেখানে কোনো এক্সিকিউটেবল/ফাইল নেই), এরপর "Open PowerShell window here" এ ক্লিক দিন। ক্লিক করা মাত্রই PowerShell (Command Prompt) চালু হয়ে যাবে। [2]
3. এখন আপনি চাইলে সরাসরি, স্টেপ ৫ অনুসরণ করতে পারেন। (উদাহরণ: vanitygen.exe -v "1test")

(সোর্স: nc50lc [১], nc50lc [২])



৪. paths এন্টার করুন

এটি Command Prompt উইন্ডোটি খুলবে এবং বিটকয়েন এড্রেস জেনারেশনের প্রক্রিয়ার জন্য সেটিংস করবে।

আপনার paths নির্ভর করবে আপনি কোন যায়গাটিতে আপনার vanitygen ফাইলটি রেখেছেন তার উপর। আমার ক্ষেত্রে আমি এটি C:\ ড্রাইভে BTC নামক ফোল্ডারে থাকা, vgen নামক সাব-ফোল্ডারটিতে রেখেছি। আমি নিচে দেয়া কোড ব্যবহার করে আমার vanitygen.exe ফাইলটি খুঁজে বের করেছি:

C:\WINDOWS\system32>cd/
C:\ >cd/BTC/vgen
C:\BTC\vgen>vanitygen.exe

ফোল্ডার BTC
সাব-ফোল্ডার vgen
ফাইলের নাম vanitygen.exe

আপনি চাইলে vanitygen.exe অথবা oclvanitygen.exe দুইটির একটা ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। দুইটির মাঝে একমাত্র পার্থক্য হলো একটি CPU ভিত্তিক আর একটি GPU ভিত্তিক। ৪ ডিজিটের কম্বিনেশনের জন্য, একটি নরমাল পিসির ক্ষেত্রে vanitygen যথেষ্ট, তবে vanitygen এর তুলনায় oclvanitygen বেশি দ্রুত কাজ করে, যদি এটি চলে। এবিষয়ে আরো জানতে ২০১১ সালের এই আর্টিকেলটি দেখুন: https://bitcointalksearch.org/topic/vanitygen-vanity-bitcoin-address-generatorminer-v022-25804.

এখন এটি নিচের ছবির মতো দেখানো উচিত (যেখানে আপনার ফাইলগুলি সংরক্ষণ করেছেন তার paths সহ):





Commnd Prompt এ .exe ফাইলের নাম লিখে, Enter চাপ দিন।



৫. এড্রেস তৈরি করা

এখন আপনি আপনার এড্রেস কাস্টমাইজ করার জন্য যে যে প্যারামিটার সেট করে দিতে পারবেন তার একটি সংক্ষিপ্ত বিবরণসহ কমান্ডের লিস্ট দেখতে পাবেন:





আপনি এখানে অনেকগুলো কমেন্ট লক্ষ করবেন, আপনার যদি সময় থাকে তাহলে সবগুলো চেক করতে পারেন তবে আমাদের ক্ষেত্রে কয়েকটি কমেন্টই যথেষ্ট। উদাহরণ হিসেবে, আমি আপনাদের এমন একটি বিটকয়েন এড্রেস জেনারেট করে দেখাবো যার প্রথম অক্ষরগুলি "test", সবকিছু ছোট হাতের অক্ষরে লেখা হয়েছে 1test এড্রেসটি জেনারেট করার উদ্দেশ্যে।

কয়েকটি সাধারণ বিষয় মনে রাখবেন: যত বড় শব্দ হবে, তত বেশি সময় লাগবে। চার ডিজিটের শব্দের ক্ষেত্রে সমস্যা হবে না, তবে ডিজিট বাড়ানোর সাথে সাথে সময় কয়েকগুণ বৃদ্ধি পাবে। বিশেষ করে, আপনি যদি নির্দিষ্ট কোনো আপার কেস বা লোয়ার কেস শব্দ চান (কেস সেনসিটিভ), তবে আপার-লোয়ার কেস নিয়ে সমস্যা না থাকলে সেক্ষেত্রে শব্দটি সহজেই খুঁজে পাবে (কেস ইনসেনসিটিভ)।
আপনার যদি ছোট বড় হাতের অক্ষরে সমস্যা না থাকে (যেমন TeSt, teST...), তাহলে আপনি এই কমান্ডটি (কেস ইনসেনসিটিভ) যুক্ত করতে পারেন -i

1test এই এড্রেস জেনারেট করতে, আমাদের নিচে দেয়া কমান্ড ব্যবহার করতে হবে:

-o C:\BTC\vgen\test.txt  (খুঁজে পাওয়া পাবলিক এবং প্রাইভেট কী টেক্সট ফাইল আকারে সেভ করার জন্য)
1test  (আপনি যে শব্দ জেনারেট করতে চান সেটি)

আপনার কমান্ডটি এমন দেখানো উচিত:

C:\BTC\vgen>vanitygen.exe -o C:\BTC\vgen\test.txt 1test





আপনি যদি প্রস্তুত থাকেন এবং উপরের সবগুলো স্টেপ করে থাকেন, তাহলে Enter চাপুন।





এখন, টুলটি আপনার দেয়া প্রিফিক্সসহ পাবলিক কী খোঁজার চেষ্টা করবে (হার: প্রতি সেকেন্ডে ১.১৭ মিলিয়ন কী)। ২.৪ মিনিটের মধ্যে ৫০% মানে পরবর্তী ২.৪ মিনিটের মধ্যে 1test সংশ্লিষ্ট এড্রেসটির পাবলিক কী পাওয়ার সম্ভবনা ৫০ শতাংশ। আর ৫.১% হচ্ছে এখন পর্যন্ত গণনা করা কীগুলিতে একটি হিট খুঁজে পাওয়ার সম্ভবনা।

যদি কোনো হিট পাওয়া যায়, তাহলে টুলটি আপনা-আপনি অনুসন্ধান করা বন্ধ করে দিবে। আপনি যদি একটি হিট পাওয়ার পরেও অনুসন্ধান চালু রাখতে চান, সেক্ষেত্রে -k কমেন্ট সংযোগ করতে হবে।
যদি আপনার পিসি বা ল্যাপটপের পারফরম্যান্স খুব বেশি ভালো না হয় সেক্ষেত্রে এটি বেশিক্ষণ রান না করাই ভালো। কারন অতিরিক্ত সময় রান করলে হার্ডওয়ার গরম হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা থাকে।আমাদের ৪-সংখ্যার উদাহরণটির ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়, তবে সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কাঙ্ক্ষিত এড্রেস খুঁজে পাওয়ার সম্ভবনা কয়েকগুণ কমে যায়।





এবং সারপ্রাইজ, কিছু সময় বাদেই (২ মিনিটের মতো) vanitygen সফলভাবে আপনার এড্রেসটি খুঁজে বের করতে সক্ষম হয়েছে:

1testgTQyiDMvtN67kj1w6R6J9dbo6bwd

এবং সংশিষ্ট প্রাইভেট কী:

5K9qCsz17Bd1UxtS7HQWc2rKz6ssNaBHMzK8pJvYiDGVYvUSEWg

ফলাফলটি BTC ফোল্ডারে .txt ফাইল হিসেবে সংরক্ষণ থাকবে:





অবশ্যই, আমি test1 এড্রেসটি ব্যবহার করবো না কারন সবাই এটির প্রাইভেট কী জানে। এজন্য: কখনো কোথাও আপনার প্রাইভেট কী প্রকাশ করবেন না।



৬. আপনার জেনারেট করা পাবলিক এবং প্রাইভেট কী দুটি সেভ করুন

বিটকয়েনের ক্ষেত্রে নিরাপত্তা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনার জেনারেট করা প্রাইভেট কী খুব নিরাপদ স্থানে রাখুন, কারণ এটি আপনার বিটকয়েনের পাসওয়ার্ডের মতো। আপনি এটি একটি কাগজে লিখে নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে পারেন অথবা এটি একটি USB স্টিকেও সংরক্ষণ করতে পারেন, আপনার ইচ্ছা।



৭. কাজ শেষ!

এখন, আপনি সফলভাবে আপনার নিজস্ব বিটকয়েন এড্রেস জেনারেট করে ফেলেছেন। এটি এক্সেস করার জন্য (ইলেকট্রাম ব্যবহার করে) এই পোস্টটি দেখুন। বড় অংকের বিটকয়েন সেন্ড করার পূর্বে অবশ্যই এড্রেসটি টেস্ট করে নিবেন। একবার কোনো ভুল করে ফেললে কোনোভাবে প্রাইভেট কী খুঁজে বের করার উপায় নেই।

উপরন্তু, আমি আরো একটি ভ্যানিটি এড্রেস জেনারেট করেছি, তবে এটির প্রাইভেট কী আমি আপনাদের বলবো না:

1miau7e4tFSAGR4TkAJ8n32UMm2yLB9EH

Wink

আপনি চাইলে, আপনার কাস্টমাইজড ভ্যানিটি এড্রেস এখানে পোস্ট করতে পারেন (তবে অবশ্যই সেটি প্রাইভেট কী ব্যতীত করবেন)।


© 1miau
১১.০১.২০১৯


আরো কিছু লিংক:

Security advice from LoyceV
Vanitygen: Vanity bitcoin address generator/miner release 2011 [v0.22]
Rare address hall of fame



(1) generated by LoyceV
(2) on hardware of LoyceV




আপডেট ০৪/০৪/২০১৯::

Jean_Luc আরেকটি ভ্যানিটি এড্রেস জেনারেটর তৈরি করেছেন এবং সেটি আপনি তার গিটহাবে পাবেন: https://github.com/JeanLucPons/VanitySearch

এটি vanitygen এর চেয়ে অনেক বেশি দ্রুত এবং এটি P2PKH legacy এড্রেস (1..) সহ Segwit এড্রেস P2SH (3...) এবং bech32 (bc1q...) এড্রেস গুলোও সাপোর্ট করে।


আপনি বিটকয়েনটকে তার থ্রেডটা চেক করতে পারেন: https://bitcointalksearch.org/topic/vanitysearch-yet-another-address-prefix-finder-5112311.



অনুবাদ টি যাদের উদ্যোগে করা হয়েছে:


copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 26, 2024, 06:58:52 AM
কিছু কুত্তা কয়েন ছিল দাম কমা দেখে ৩৭ এ বিক্রি করে দিলাম। ভুল হল নাকি সঠিক হল সবাই জানাবেন। এখন আবার দেখি ৩৮ এর কাছাআছি। আবার বাই ব্যাক করব নাকি বুঝতে পারতেছি নাহ। সবাই পরামর্শ দিবেন দয়া করে। হার্ট বিট বেরে যাচ্ছে এমন ভাবে বারতেছে যেন হার্ট অ্যাটাক না হয়ে জায় সেই চিন্তাতে আছি। তারাতারি পরামর্শ দিবেন।
Pages:
Jump to: