Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 12. (Read 5617816 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 23, 2024, 12:28:05 PM
কি বলেন এমন বোকামি কেনো করছেন। cats এর কি গতি হবে এটা আগেই আন্দাজ করতে পেড়েছিলাম। গ্রুপে গ্রুপে দেখতে পাইছি যে কেউ কেউ প্রতি লাখ টোকেন ৪০$ করে পর্যন্ত কিনতেছে আমি আমার পরিচিত কয়েকজনকে বলছিলাম যে বিক্রি করে দিতে তারাও বেশি লোভ করে বিক্রি করেনাই পরে প্রতি ১ লাখ টোকেনের দাম কেমন হইছে তা তো দেখছেন। Hamster এর ক্ষেত্রেও একই রকম হাইপ ছিলো আমি আমার bybit এ নেওয়া টোকেন গুলা আগেই buy/sell গ্রুপে ২.৫ টাকা প্রতি কয়েন বিক্রি করে দিয়েছিলাম। পড়ে দেখলাম তার অর্ধেক দামেও এক্সচেঞ্জে আসেনাই।
ব্রো আমার নিজের এক বন্ধু কে আমি প্রি মার্কেটে প্রি মার্কেটে বললে ভুল হবে  Hamster যখন Bybit দিতে ডিপোজিট করা যাচ্ছিল এবং internal transfer করা যাচ্ছিল তখন Sell দিয়ে দিয়েছিলাম প্রায় 2 সেন্ট প্রাইজে পরবর্তীতে সকালে আমাকে ফোন করে সে বলতেছে বন্ধু মনে হয় ভুল করে ফেললাম আমরা, মানে সে ইনডিরেক্টলি আমাকে  ব্লেম করতেছিল যে আমি হয়তো তাকে কম রেট এ হ্যামস্টার কয়েন সেল করে দিয়েছি সে আরেক বন্ধুর কাছ থেকে শুনেছিল যে হামস্টার ৮ সেন্ট করে প্রাইস হবে আমি ওর কথার একটা রিপ্লাই না দিলে জাস্ট হাসি দিয়ে বললাম ৮ সেন্ট এ উঠলে আমাকে জানাস। পরবর্তীতে লিস্টেড হওয়ার পর এর দিন আমাকে ধন্যবাদ জানিয়েছে কারণ তার অন্যান্য বন্ধুরা ১ সেন্টেও বিক্রি করতে পারেনি। এখনো সে আমাকে ধন্যবাদ জানায়।

যাই হোক ভাই আপনার এই পোস্টে আমি অলরেডি রেপুটেসেন বোর্ডে দেখে এসেছি পোস্টটা সুন্দর হয়েছে তবে ভাই আপনার চার্ট এর কালার দুইটার মধ্যে অনেকটাই মিল হয়ে গিয়েছে সব সময় কালার গুলোর মধ্যে ভিন্নতা রাখার চেষ্টা করবেন কারণ আমাদের পার্থক্য বুঝতে অসুবিধা হচ্ছে। Woke Up এর জন্য হলুদ দিলেন অথবা Password RESET Via Email এর জন্য আকাশী নীল বা অন্য কিছু দিলেন।


Quote
জেগে উঠা একাউন্টগুলো নিয়ে আমার মন্তব্য:
১: জেগে উঠা একাউন্টগুলো খামার থেকে এসেছে।
সত্যি কথা বলতে ভাই এই খামার শব্দটা দেখে আমি অনেকক্ষণ হাঁসলাম। এইখানে র বাংলা ব্যবহার না করে ফার্মার ব্যবহার করতে পারেন কারণ আমরা অনেক ইংরেজি শব্দ বাংলায় উচ্চারণ করি না কারণ এর বাংলা এর চাইতে ইংরেজি ভালো শোনা যায় বা তার বাংলা শব্দই নেই।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 23, 2024, 12:08:33 PM
আমরা এখন OFNT (Open For New Translators/নতুন ট্রান্সলেটরদের জন্য খোলা)
কিভাবে এপ্লাই করবেন দেখতে এখানে ক্লিক করুন





আপনার প্রজেক্ট এবং ফোরামের জন্য কোয়ালিটি ট্রান্সলেশন্স



গ্যাং এর মেম্বারস:

Quote
পলিশ & জার্মান
member
Activity: 126
Merit: 41
October 23, 2024, 04:06:33 AM
কি বলেন এমন বোকামি কেনো করছেন। cats এর কি গতি হবে এটা আগেই আন্দাজ করতে পেড়েছিলাম। গ্রুপে গ্রুপে দেখতে পাইছি যে কেউ কেউ প্রতি লাখ টোকেন ৪০$ করে পর্যন্ত কিনতেছে আমি আমার পরিচিত কয়েকজনকে বলছিলাম যে বিক্রি করে দিতে তারাও বেশি লোভ করে বিক্রি করেনাই পরে প্রতি ১ লাখ টোকেনের দাম কেমন হইছে তা তো দেখছেন। Hamster এর ক্ষেত্রেও একই রকম হাইপ ছিলো আমি আমার bybit এ নেওয়া টোকেন গুলা আগেই buy/sell গ্রুপে ২.৫ টাকা প্রতি কয়েন বিক্রি করে দিয়েছিলাম। পড়ে দেখলাম তার অর্ধেক দামেও এক্সচেঞ্জে আসেনাই।

এটা হচ্ছে মূলত প্রপার মার্কেট রিসার্চ না করার ফল। প্রি মার্কেটে সাধারনত যে টোকেন গুলো লিষ্ট হয়, ধারনা করা হয় যে সেসব টোকেন গুলো এর চাইতে ভালো দামে স্পটে লিষ্টিং হবে। তাছাড়া যখন ক্যাট্স এর এয়ারড্রপ করছিলাম, খেয়াল করছিলাম যে বেশিরভাগ মানুষ ৪০-৫০ হাজার করে টোকেন করেছে। তো একটা প্রজেক্ট যদি ৩০-৪০ ডলার প্রফিট দেয়, তাহলে ১ লাখ ৮০ হাজার টোকের প্রাইস তো বেশিই হওয়ার কথা। কিন্তু যখন টোকেন ডিষ্ট্রিবিউট করা শুরু হলো, তখন দেখলাম যাদের ৩০ হাজার টোকেন আছে, এক্সচেন্জ এ তারা ১ লাখ ৫০ হাজারের বেশি করে টোকেন পাচ্ছে। তখনই আমার মাথায় আসে যে এখানে একটা লস করতে যাচ্ছি। কিন্তু যেহেতু এমাউন্ট খুব বেশি বড় না, সেজন্য আর ক্যান্সেল করার ট্রাই ও করি নাই। যদিও আমি জানি না তখন ক্যান্সেল করতে পারতাম কি না। হয়তো সম্ভব হতো না।
টোকেনের দাম কখন বাড়বে এবং কখন কমবে তার কোনও ভবিষ্যদ্বাণী নেই, যে কারণে এটি যে সংকেত দেয় তাও অনুমানযোগ্য।  আমার মতে আপনি যা লাভ করছেন তা নেওয়া উচিত ছিল।  কারণ লোভ একটি খারাপ কল, আপনি পরের বার চেষ্টা করতে পারেন।  এই কাজে যদি সামান্য ক্ষতিও হয় তবে ঘাবড়াবেন না কারণ যাই করুন না কেন লাভের পাশাপাশি ক্ষতিও হবে।  টোকেন পাওয়া সবসময়ই ভালো কারণ সময়ের সাথে সাথে এটি নির্ধারণ করে যে এটি আজ এবং আগামী কয়েক বছরে কী মূল্যবান হবে।
hero member
Activity: 840
Merit: 522
October 23, 2024, 01:37:56 AM
এইখানে ডিটি মেম্বারদের কড়াকড়ি নজর রাখতে হবে এবং এদের কার্যক্রম দেখতে হবে আসলে কি করে এরা। আসুন অপেক্ষা করা যাক এবং আগামী কয়েক দিনের মধ্যে কী হয় তা দেখা যাক। তাদের কার্যক্রম দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রেপুটেশন বোর্ড এ এটা নিয়ে অলরেডি দেখেছি। যেখানে জোকার্স অনকেগুলো ফোরাম একাউন্ট এক্সপোজ করেছে। আমি আসলে ভাবতেই পারছি না একটা গ্রুপ কি করে এতো গুলো একাউন্ট অপারেট করতে পারে? আমার তো মনে হচ্ছে এগুলো কোনো ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের কাজ। যেখানে তারা টাকার বিনিময়ে ছাত্রদেরকে বিটকয়েনটক থেকে ইনকাম করা শিখায় এবং তারা যতো গুলো ক্যাম্পেইন আসে, সেখানে দল বেধে জয়েন করে। আমাদের দেশে এমন অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে তারা ইন্টারনেট থেকে ইনকাম করা শেখানোর কথা বলে তাদেরকে নানান ক্যাপচা টাইপিং, পিটিসি টাইপের ওয়েব সাইটে কাজে লাগিয়ে দেয়। আমি অবাক হবো না যদি একাউন্ট গুলো এরকম কোনো সংস্থার হয়ে থাকে। যেখানে তারা বড় একটা গ্রুপ মিলে এসব একাউন্ট অপারেট করে। ব্যাক্তিগত ভাবে আমি মনে করি কোনো একজন মানুষ বা দুইজন মানুষের পক্ষে এতোগুলো একাউন্ট অপারেট করা সম্ভব না।

হিরো রেংক এর অনেক কাছে চলে আসছি বলে মনে হচ্ছে। লিটল মাউস ভাইকে ধন্যবাদ আরেকটু পুশ করে দেয়ার জন্য। আশা করি এই মাসের মধ্যেই রেংক আপ হয়ে যাবে। আমার লেখা তেমন কোনো পোষ্ট নেই যেগুলো আপনারা পড়তে পারেন। মোষ্ট রিসেন্ট আমি শুধু লোকাল থ্রেড সাজানোর জন্যই তালিকা বানানোর কাজ করেছি। তবে সেই পোষ্ট গুলোতে তেমন কোনো রেসপন্স পাইনি। তবে গ্লোবালে লেখা আমার একটা থ্রেড পড়তে পারেন।

Say no to insurance - Beaware of Isurance scam
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 23, 2024, 12:47:30 AM
কি বলেন এমন বোকামি কেনো করছেন। cats এর কি গতি হবে এটা আগেই আন্দাজ করতে পেড়েছিলাম। গ্রুপে গ্রুপে দেখতে পাইছি যে কেউ কেউ প্রতি লাখ টোকেন ৪০$ করে পর্যন্ত কিনতেছে আমি আমার পরিচিত কয়েকজনকে বলছিলাম যে বিক্রি করে দিতে তারাও বেশি লোভ করে বিক্রি করেনাই পরে প্রতি ১ লাখ টোকেনের দাম কেমন হইছে তা তো দেখছেন। Hamster এর ক্ষেত্রেও একই রকম হাইপ ছিলো আমি আমার bybit এ নেওয়া টোকেন গুলা আগেই buy/sell গ্রুপে ২.৫ টাকা প্রতি কয়েন বিক্রি করে দিয়েছিলাম। পড়ে দেখলাম তার অর্ধেক দামেও এক্সচেঞ্জে আসেনাই।

এটা হচ্ছে মূলত প্রপার মার্কেট রিসার্চ না করার ফল। প্রি মার্কেটে সাধারনত যে টোকেন গুলো লিষ্ট হয়, ধারনা করা হয় যে সেসব টোকেন গুলো এর চাইতে ভালো দামে স্পটে লিষ্টিং হবে। তাছাড়া যখন ক্যাট্স এর এয়ারড্রপ করছিলাম, খেয়াল করছিলাম যে বেশিরভাগ মানুষ ৪০-৫০ হাজার করে টোকেন করেছে। তো একটা প্রজেক্ট যদি ৩০-৪০ ডলার প্রফিট দেয়, তাহলে ১ লাখ ৮০ হাজার টোকের প্রাইস তো বেশিই হওয়ার কথা। কিন্তু যখন টোকেন ডিষ্ট্রিবিউট করা শুরু হলো, তখন দেখলাম যাদের ৩০ হাজার টোকেন আছে, এক্সচেন্জ এ তারা ১ লাখ ৫০ হাজারের বেশি করে টোকেন পাচ্ছে। তখনই আমার মাথায় আসে যে এখানে একটা লস করতে যাচ্ছি। কিন্তু যেহেতু এমাউন্ট খুব বেশি বড় না, সেজন্য আর ক্যান্সেল করার ট্রাই ও করি নাই। যদিও আমি জানি না তখন ক্যান্সেল করতে পারতাম কি না। হয়তো সম্ভব হতো না।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
October 22, 2024, 08:15:38 PM
একটা বিষয় নিয়ে কথা না বলে আর পারলাম না ভাইয়েরা। আজকাল দেখা যাচ্ছে যে পুনরুজ্জীবিত একাউন্টের সংখ্যা অনেক বেশি। কিন্তু এই জেগে উঠা এমন বেশিরভাগ অ্যাকাউন্ট খামার থেকে এসেছে বলে মনে হয় আমার। তাই এই জেগে উঠা গোষ্ঠীর একাউন্ট (সম্ভবত অন্যরা চুরি করে নিয়ে গেছে) আরও কিছু অ্যাকাউন্টের দেখলাম এগুলো আসলে কি করতে চাচ্ছে? এদের মুল উদ্দেশ্য কি? এরা এতো দিন কোথায় ছিলো? হঠাৎ করে এতো বছর পর জেগে উঠার কারণ কি? আদৌও কি তারা জেগে উঠেছে নাকি হাত বদল হয়েছে? এরকম অনেক প্রশ্ন জেগে ওঠে। আপনাদের কি কখনো এমন প্রশ্ন জেগেছে মনে?

নবাগত একাউন্ট সহ র‍্যাঙ্ক করা অ্যাকাউন্ট গুলোর জেগে ওঠা নিয়ে যে রেকর্ডগুলো পেয়েছি সেগুলো নিয়ে একটু গ্ৰাফ আকারে চিন্তা-ভাবনা করে একটা গ্ৰাফ তৈরি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু ঘুমিয়ে যাওয়ার কারণে শেয়ার করতে দেরি হলো, সমস্যা নেই আসুন এই বিষয় নিয়ে আলোচনা করি।

জেগে উঠা একাউন্টগুলো নিয়ে আমার মন্তব্য:
১: জেগে উঠা একাউন্টগুলো খামার থেকে এসেছে।
২: একাউন্টগূলোর হাত বদল হয়েছে।
৩: একাউন্টগুলো চুরি হয়ে গেছে।
এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যগুলো শেয়ার করুন।

এখানে দুইটা লিংক আছে এখান থেকে জেগে উঠা এবং পাসওয়ার্ড ইমেইল পরিবর্তনের সময়গুলো দেখতে পাবেন।
সেকলগ (শুধুমাত্র র‍্যাঙ্ক করা অ্যাকাউন্ট) - https://bitcointalk.org/seclog.php (https://archive.ph/CwaV8)
সেকলগ (নবাগত অ্যাকাউন্ট সহ) - https://bitcointalk.org/seclog.php?all (https://archive.ph/3Dnea)
স্প্রেডশিট লিংক: (Woke Up, Pass Change Via Mail)
উপরের লিংক দুইটির রেকর্ড অনুযায়ী গ্ৰাফীতি দেখে অবাক হবেন কি পরিমান জেগে ওঠে এবং পাস ও ইমেইল চেঞ্জ করতেছে।

এইখানে ডিটি মেম্বারদের কড়াকড়ি নজর রাখতে হবে এবং এদের কার্যক্রম দেখতে হবে আসলে কি করে এরা। আসুন অপেক্ষা করা যাক এবং আগামী কয়েক দিনের মধ্যে কী হয় তা দেখা যাক। তাদের কার্যক্রম দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
sr. member
Activity: 616
Merit: 322
October 22, 2024, 02:38:27 PM
আমরা সবাই কমবেশি ট্রেডিং করি। বর্তমান সময়ে প্রি মার্কেট নামে একটি ফিচার চালু হয়েছে এবং বাইনান্সও এটি নিয়ে কাজ করছেন। আমরা হয়তোবা এটি সম্পর্কে অনেকেই জানিনা। তবে প্রি_মার্কেট থেকে অনেক ভালো প্রফিট করা যায় । আমি Cati এবং Hamster টোকেন থেকে প্রি_মার্কেট ট্রেডিং করে অনেক ভালো প্রফিট করেছিলাম।

আমি প্রি মার্কেট নিয়ে বিস্তারিত ভাবে একটি পোস্ট বানাতে চাচ্ছি আপনারা কি বলেন যদি আপনারা চান তাহলে আমি প্রিমার্কেট নিয়ে বিস্তারিত একটি পোস্ট করব। আপনাদের মতামত চাচ্ছি। হয়তোবা অনেকেই এটি সম্পর্কে অনেক ভালো জানেন। তবে যারা জানেন না বা জানতে চান তাদের মতামত চাচ্ছি তাহলে আমি এটি করব

এটা নিয়ে একটা পোষ্ট লিখেন তো ভাই। আমি দেখলাম সবাই নাকি প্রি-মার্কেটে ট্রেডিং করে ভালোই প্রফিট করতেছে। কিন্তু যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়। আমি যখন ব্লাষ্ট এর এয়ারড্রপ করেছিলাম, তখন ব্লাষ্ট এর প্রি মার্কেট প্রাইস ছিলো অনেক। অনেকেই প্রি মার্কেট থেকে ব্লাষ্ট কিনেছে। কিন্তু যখন ডেক্স গুলোতে লিষ্ট হলো, তখন দেখি প্রতি টোকেন ২ সেন্ট করে। সেটা কমে এখন ১ এর কম হয়ে গেছে। যদিও আমি এখনো এগুলো হোল্ড করে বসে আছি।
লিখতে শুরু করছি ভাই তবে ব্যাস্ততার কারনে লেখা শেষ হচ্ছে না। একটা বিষয়ে লিখতে গেলে একটু চিন্তাভাবনা করে লেখার চেষ্টা করি যেনো অতি সহজে ভূল ইনফরমেশন না দিয়ে ফেলি। তাই একটি সময় নিচ্ছি এদিকে অনেক ব্যাস্ত সময় পাড় করছি। আবার Mahiyammahi প্রি-মার্কেট নিয়ে কিছুটা লিখছিলো দেখলাম। যদিও সে Hamster এর প্রেডিকশন নিয়ে আলোচনা করতে গিয়ে প্রি-মার্কেট সম্পর্কে কিছুটা লিখছিলো। তাই আমি যতটা গুরুত্বপূর্ণ কথা দিয়ে শর্টকাট পোস্ট বানানো যায় সেটা চেষ্টা করতেছি কারন বড় পোস্ট আবার কেউ পড়তে চায় না। যদিও যাদের জানার আগ্রহ আছে তারা যত বড় পোস্টই হোক পড়বে।

Quote
তারপর আসি ইদানিং কি করলাম। ক্যাটস নিয়ে কিছু হাইপ উঠলো। ভাবলাম বিটগেট থেকে কিছু ক্যাটস কিনবো প্রি মার্কেট থেকে। ৭৭ ডলারের ক্যাটস অর্ডার করলাম, যা লিষ্টিং এর পর দিন ডেলিভারি দিলো। কিন্তু লিষ্টিং এর পর ৭৭ ডলারের টোকেন এর মার্কেট প্রাইস হলো ২৭ ডলার। প্রি মার্কেট ট্রেডিং করা তো এক প্রকার জুয়ার মতো হয়ে গেলো। এখন আর প্রি মার্কেট ট্রেডিং এর কথা ভাবতেই পারছি না।
কি বলেন এমন বোকামি কেনো করছেন। cats এর কি গতি হবে এটা আগেই আন্দাজ করতে পেড়েছিলাম। গ্রুপে গ্রুপে দেখতে পাইছি যে কেউ কেউ প্রতি লাখ টোকেন ৪০$ করে পর্যন্ত কিনতেছে আমি আমার পরিচিত কয়েকজনকে বলছিলাম যে বিক্রি করে দিতে তারাও বেশি লোভ করে বিক্রি করেনাই পরে প্রতি ১ লাখ টোকেনের দাম কেমন হইছে তা তো দেখছেন। Hamster এর ক্ষেত্রেও একই রকম হাইপ ছিলো আমি আমার bybit এ নেওয়া টোকেন গুলা আগেই buy/sell গ্রুপে ২.৫ টাকা প্রতি কয়েন বিক্রি করে দিয়েছিলাম। পড়ে দেখলাম তার অর্ধেক দামেও এক্সচেঞ্জে আসেনাই।
jr. member
Activity: 45
Merit: 12
October 22, 2024, 10:43:50 AM
একজন লিনাক্স ইউজার হিসাবে আমি আজকে আনন্দিত, কারণ আমাদের এই ফোরামের একজন লিনাক্স ইউজ শুরু করছে। বর্তমানে আমরা সবাই নিজের অজান্তে হলেও লিনাক্স এর সাথে জড়িত, কারণ বিশ্বের প্রায় ৯০ ভাগের বেশী ওয়েব এবং ক্লাউড সার্ভার লিনাক্স এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। যাই হোক আমাদের ফোরামের ভাই আমাকে ইনবক্স এ একটি সমস্যার সমাধান চেয়ে নক দিছে। সমস্যাটি হলো সে উবুন্টু (Ubuntu) ইনস্টল করার পরে কোনোভাবেই সাউন্ড ড্রাইভার ইনস্টল করতে পারতেছেনা। যদিও লিনাক্সে সব ড্রাইভার অটো ইনস্টল হয় তবুও আমি অনেক পুরাতন মেশিনে উবুন্টু বেইজড অপারেটিং সিস্টেমগুলোতে এই সমস্যা ফেইস করছি। আমি উনাকে ইনবক্স এ সমাধান না দিয়ে ভাবলাম পোষ্ট এর মাধ্যমে সবাইকে জানিয়ে দেই।

এই সমস্যাটির সমাধানের জন্য আমাদের টার্মিনালে কিছু কমান্ড রান করতে হবে।

মূল কমান্ড দেওয়ার আগে আমাদের সিস্টেম আপডেট দিয়ে নিতে হবে। সিস্টেম আপডেট দেওয়ার জন্য এই কমান্ড টার্মিনালে রান করতে হবে।

Command:
Code:
 sudo apt update 
অথবা
Code:
 sudo apt-get update 

এই কমান্ড দেওয়ার পরে কোনো প্যাকেজ আপডেট এভেইলেবল থাকলে সেগুলো আপগ্রেড করতে হবে। আপডেট দেওয়ার জন্য টার্মিনালে নিচের কমান্ড রান করতে হবে।
Command:
Code:
 sudo apt upgrade 
অথবা
Code:
 sudo apt-get upgrade 
প্যাকেজ আপগ্রেড শেষ হলে পর্যায়ক্রমে নিচের কমান্ডগুলো টার্মিনালে রান করতে হবে।
Command:
Code:
 sudo apt-get install build-essential git dkms linux-headers-$(uname -r) 
Next:
Code:
 git clone https://github.com/kelebek333/rtl8192fu-dkms 
Next:
Code:
 cd ./rtl8192fu-dkms 
Next:
Code:
 sudo dkms install . 
Next:
Code:
 sudo dkms install . 
কার্নেল ভার্সন ৫.৬ অথবা তার উপরের হলে নিজের কমান্ড রান করতে হবে
Command:
Code:
 sudo cp ./rtl8192fu-alias-blacklist.conf /etc/modprobe.d/ 
সবশেষে নিচের কমান্ড রান করতে হবে
initramfs এর জন্য:
Code:
 sudo update-initramfs - 
dracut এর জন্য:
Code:
 sudo dracut -q --force 
টার্মিনাল এর প্রসেস শেষ হলে মেশিন রিষ্টার্ট দিলেই সাউন্ড সমস্যার সমাধান হয়ে যাবে। রিষ্টার্ট দেওয়ার জন্য নিচের কমান্ড টার্মিনালে রান করতে হবে অথবা মেনু থেকে রিষ্টার্ট দিতে হবে।
Command:
Code:
 sudo reboot now 
member
Activity: 126
Merit: 41
October 22, 2024, 08:45:47 AM
আমাকে আপনারা সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে কিছু আইডিয়া দিবেন কিভাবে কি করলে ভালো হয় এটা সম্পর্কে। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে ক্যাম্পেইনে থাকতে পারি এবং কাজ করতে পারি।
আপনাকে অভিনন্দন!! সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে তাদের নিয়ম অনুযায়ী পোস্ট করতে হবে। যতগুলো পোস্ট করতে বলা হয়েছে তার চেয়ে ২-৪ টা বেশি পোস্ট করার চেষ্টা করবেন। সকল ক্যাম্পেইনের নিয়ম কানুন এক নয়, একেক ক্যাম্পেইনের নিয়ম কানুন ভিন্ন হয়ে থাকে। এখন আপনি নিয়ম কানুন মনোযোগ দিয়ে পড়ুন দেখুন সেখানে কি বলা আছে আপনি সেভাবে কাজ করুন।
এতে আমাদের আরও ভেবেচিন্তে কাজ করতে হবে, কিন্তু কিছু মানুষ চিন্তা না করেই পোস্ট করেন।   যথেষ্ট তথ্য পাওয়ার পর তাদের উচিত কাউকে জবাব দেওয়া।   তাদের এ কাজে দ্রুত এগিয়ে যেতে হবে।   আমি বুঝতে পারি যে এই কাজটিতে সময় লাগতে পারে, তবে আমরা এটি বুঝতে এবং অনুভব করব।   অনেক কিছু শেখার আছে হিসাবে আরো এবং আরো পোস্ট করা উচিত.   আমি আপনার কাছ থেকে দুটি জিনিস শিখেছি যা আমি বাস্তবায়ন করব এবং সফল হব।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 22, 2024, 12:44:58 AM
যেহেতু আপনি ডোনাল্ড ট্রাম কে নিয়ে কথা বললেন সে বিষয়ে আমি কিছু বলি নির্বাচনে আসার সময় ডোনাল্ড ট্রাম্প বিটকয়েন এবং কারেন্সি নিয়ে অনেক ধরনের কথা বলে থাকে সেটা করবে সে ওটা করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পরে এটা নিয়ে আর সেরকম কোন কথা বলে না। কিছুদিন আগেও দেখলাম ডোনাল্ড ট্রাম্প প্লিজ ব্রিফিং করল সেখানে বিটকয়েনের নাম কতবার দেশে উচ্চারণ করেছেন তা বলার বাইরে। তার বক্তব্যের সব অংশ জুড়েই ছিল বিটকয়েন কথার উচ্চারণ। দেখা যাক সামনে কি করে। বিটকয়েন বিনিয়োগটা এখন সীমিত পরিসরে বাড়তেছে আমার মনে হয়। কারণ বিটকয়েন কে এখন সম্পত্তি হিসেবে নয় সম্পদ হিসেবে দেখে সে অনুযায়ী বর্তমানে বিটকয়েনের বিনিয়োগকারী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এরা হচ্ছে রাজনীতিবিদ! তারা পলিটিক্স করার জন্য কখন কি বলে তারা নিজেরাও জানে না। যেমন বাংলাদেশে নির্বাচনের আগে বড় বড় নেতারা বড় বড় আশা দেয়, বলে তারা মাদক মুক্ত এলাকা গড়বে, অথচ তাদের নিজেদের ছেলেপেলে রাই মূলত মাদকের ব্যাবসা করে। তারা এলাকায় সন্ত্রাস দূর করবে, আসলেই করে তো, কারন তারা নিজেরাই সন্ত্রাস, অন্য কেউ সন্ত্রাসী করার সাহস পাবে কি করে? তারা এলাকায় ইভটিজিং হতে দিবে না, এমন আরো শত শত প্রমিস করে। কিন্তু নির্বাচনের পর কয়জন সেগুলো করে?
ট্রাম্প এর আগে বিটকয়েন নিয়ে বাজে মন্তব্য করেছিলো। এখন নির্বাচনের আগে আগে সে বিটকয়েন কে সাপোর্ট করে নানান বক্তব্য দেয়া শুরু করেছে। এখস সরকার গঠন করার পর দেখা যাবে কি হয় আসলে।

Quote
আপনি যে লজিকটা দিয়ে বুঝাইলেন সিম এরকম ভাবেই আমিও বুঝাইতাম বিটকয়েনের মাইনিং এমনেই হয়। তবে ভাই বিটকয়েনের দাম বাড়ার জন্য মাইনররা সব টোকেন হোল্ড করবে বিষয়টা এমন না। আর মাইনাররা কখনোই সব হোল্ড করবে না। দেখবেন বিষয়টা এরকম হবে মাইনাররা সব টোকেন হোলডো করবে না এবং ইনভেস্ট এর সংখ্যা কম বেশি হবে কিছুদিন পরে দেখবেন সেটা আবার সময় ফিরে গেছে। এরকমটাই এখন বেশি হয় আমি দেখছি আর কি।
সোলো মাইনার রা বিটকয়েন তেমন হোল্ড করে না। কারন তাদের মাইনিং খরচ চালাতে হবে তো। বর্তমান সময়ে মাইনিং কস্ট অনেক বেশি। অনেক অনেক মাইনার মেশিন এখন আর প্রফিট জেনারেট করে না। কিন্তু বড় বড় কোম্পানি গুলো মূলত বিটকয়েন হোল্ড করে থাকে। যেগুলো মূলত তারা বুলরান অব্দি হোল্ড করে।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
October 21, 2024, 08:05:30 PM
আমাকে আপনারা সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে কিছু আইডিয়া দিবেন কিভাবে কি করলে ভালো হয় এটা সম্পর্কে। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে ক্যাম্পেইনে থাকতে পারি এবং কাজ করতে পারি।
আপনাকে অভিনন্দন!! সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে তাদের নিয়ম অনুযায়ী পোস্ট করতে হবে। যতগুলো পোস্ট করতে বলা হয়েছে তার চেয়ে ২-৪ টা বেশি পোস্ট করার চেষ্টা করবেন। সকল ক্যাম্পেইনের নিয়ম কানুন এক নয়, একেক ক্যাম্পেইনের নিয়ম কানুন ভিন্ন হয়ে থাকে। এখন আপনি নিয়ম কানুন মনোযোগ দিয়ে পড়ুন দেখুন সেখানে কি বলা আছে আপনি সেভাবে কাজ করুন।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
October 21, 2024, 04:47:05 PM
আসেন বিটকয়েনের ব্যাপারে একটু আলোচনা করি। আমরা এখন কিছুটা আপ ট্রেন্ড এর দিকে আছি। আশা করছি এটা কিছুদিন কন্টিনিউ করবে। কোনো একটা কারনে ট্রাম্প জিততে পারে এমন খবর পেলে মার্কেটে একটু আপ ট্রেন্ড ভাব চলে আসে। যাই হোক, অন্য একটা ব্যাপারে আলাপ করি। কিছুদিন ধরেই একটা কথা মাথায় ঘুরছিলো যে, বিটকয়েনে কি আসলে প্রতিদিন বিনিয়োগ বাড়ছে? এই প্রশ্ন থেকে একটা জিনিস মাথায় আসলো।
ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। আপনি যে কথাগুলো বলেছেন তার সাথে আমার কিছু কথা আছে ভাই। যদিও উত্তর করাটা দেরি হয়ে গেল কয়েকদিন যাবত একটু ব্যস্ততার কারণে লোকালে আসতে পারিনি। আজকে আপনার এই পোস্টটা চোখে পরলো।

যেহেতু আপনি ডোনাল্ড ট্রাম কে নিয়ে কথা বললেন সে বিষয়ে আমি কিছু বলি নির্বাচনে আসার সময় ডোনাল্ড ট্রাম্প বিটকয়েন এবং কারেন্সি নিয়ে অনেক ধরনের কথা বলে থাকে সেটা করবে সে ওটা করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পরে এটা নিয়ে আর সেরকম কোন কথা বলে না। কিছুদিন আগেও দেখলাম ডোনাল্ড ট্রাম্প প্লিজ ব্রিফিং করল সেখানে বিটকয়েনের নাম কতবার দেশে উচ্চারণ করেছেন তা বলার বাইরে। তার বক্তব্যের সব অংশ জুড়েই ছিল বিটকয়েন কথার উচ্চারণ। দেখা যাক সামনে কি করে। বিটকয়েন বিনিয়োগটা এখন সীমিত পরিসরে বাড়তেছে আমার মনে হয়। কারণ বিটকয়েন কে এখন সম্পত্তি হিসেবে নয় সম্পদ হিসেবে দেখে সে অনুযায়ী বর্তমানে বিটকয়েনের বিনিয়োগকারী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বিটকয়েনের প্রতিটা ব্লক মাইন হয় এভারেজ ১০ মিনিটের মধ্যে, আর ব্লক রিওয়ারড ৩.১২৫ বিটকয়েন। যেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ২ লাখ ১৪ হাজারের ডলারের বেশি। এভারেজ প্রতি ১০ মিনিটে একটা ব্লক মাইন হলে প্রতিদিন এভারেজ এ ১৪৪ টি ব্লক মাইন হচ্ছে এবং এর ব্লক রিওয়ার্ড হচ্ছে ৪৫০ বিটকয়েন, যার বাজার মূল্য প্রায় ৩০.৮ মিলিয়ন ডলার। তার মানে হলো, বিটকয়েনের কারেন্ট সার্কুলেশনে প্রতিদিন ৩০ মিলিয়ন ডলার করে এড হচ্ছে। তার মানে এই অবস্থায় বিটকয়েনের প্রাইস বাড়তে হলে হয়তো মাইনার রা টোটালি সব কয়েন হোল্ড করতে হবে, নয়তো তারা যে পরিমান সেল করছে, তার থেকে বেশি ইনভেস্টমেন্ট মার্কেটে আসতে হবে। জোস না ব্যাপার টা?
আপনি যে লজিকটা দিয়ে বুঝাইলেন সিম এরকম ভাবেই আমিও বুঝাইতাম বিটকয়েনের মাইনিং এমনেই হয়। তবে ভাই বিটকয়েনের দাম বাড়ার জন্য মাইনররা সব টোকেন হোল্ড করবে বিষয়টা এমন না। আর মাইনাররা কখনোই সব হোল্ড করবে না। দেখবেন বিষয়টা এরকম হবে মাইনাররা সব টোকেন হোলডো করবে না এবং ইনভেস্ট এর সংখ্যা কম বেশি হবে কিছুদিন পরে দেখবেন সেটা আবার সময় ফিরে গেছে। এরকমটাই এখন বেশি হয় আমি দেখছি আর কি।

LB ভাই আপনাকে অভিনন্দন আপনি ১০০০ প্লাস ম্যারিড অর্জন করে ফেলেছেন যেটা আমাদের বাংলা কমিনেটের জন্য অনেক বড় অবদান। যাক দিন দিন আমাদের লোকালের মধ্যে রিপোর্টেবল মেম্বার বেড়ে যাচ্ছে। আপনার পরে আরও একজন মেম্বার Crypto Library বাই এক হাজার মেরিটের খুব কাছাকাছি পৌঁছে গেছে। অল্পদিনের মধ্যে ১০০০ মেরিট অর্জন করে ফেলবে। এটাও আমাদের জন্য একটা খুশির খবর হবে যখন ভাই ১০০০ মেরিট পেয়ে যাবে। সত্যি আমার অনেক ভালো লাগছে আমাদের লোকাল মেম্বারদের দিনদিন অনেক উন্নতি হচ্ছে। এইভাবে এগিয়ে গেলে গ্লোবালে একসময় দেখা যাবে আমাদের এই রিপোর্টেবল মেম্বার গুলা ভালো কিছু করছে।

Little Mouse ভাই আপনাকে অভিনন্দন আপনি সুন্দর একটা রেকর্ড করেছেন চারটা দুই দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে.


পরিশেষে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেটা আজকে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুশির খবর। আশা করি আপনাদের জন্য খুশির খবর হবে। যদিও আমি ফোরামে নতুন এবং আপনাদের মাঝেও নতুন আপনাদের থেকেই আস্তে আস্তে শিখতেছি এবং জানতেছি। আজকে আমি একটা ক্যাম্পেইনের জন্য সিলেক্টেড হয়েছি। ক্যাম্পেইনেটি যদিও অনেক কঠিন রুলস দেওয়া আছে কিন্তু আমি চেষ্টা করব সেই রুলস গুলো সুন্দরভাবে মেনে চলার। যদি আমি এর আগেও এক সপ্তাহের একটা সিগনেচার ক্যাম্পেইন করেছিলাম সেখান থেকে ২০ ডলারের মত বিটিসি পেমেন্ট পেয়েছিলাম। এটা আমার দ্বিতীয় ক্যাম্পেইনে জয়েন করা‌। বলতে গেলে এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সুযোগ এখান থেকে ভালো কিছু করার জন্য। আমাকে আপনারা সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে কিছু আইডিয়া দিবেন কিভাবে কি করলে ভালো হয় এটা সম্পর্কে। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে ক্যাম্পেইনে থাকতে পারি এবং কাজ করতে পারি।

sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
October 21, 2024, 03:25:28 AM

ওয়াও LM ভাইয়ের (২২২২) মেরিট অর্জন করা হয়েছে, যা দেখতে ভালো দেখাচ্ছে, আরও সুন্দর হতো যদি LM ভাইয়ের এক্টিভিটি ২২২২ হতো। মেরিট এক্টিভিটি (২২২২) হতো, কিন্তু LM ভাইয়ের এক্টিভিটি ২২১২ রয়েছে। LM ভাইয়ের জন্য শুভকামনা।

আচ্ছা, Little Mouse ভাই আপনার ইনভেস্ট এর খবর কী? এখনো কী হোল্ড করে আছেন? নাকী সেল করেছেন?

LB ভাইয়ের জন্য শুভকামনা রইলো, ১০০০ মেরিট অর্জন করেছেন যদিও এক্টিভিটির কারণে র‍্যাংক আপ হয় নাই। অগ্রিম অভিনন্দন রইলো।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 20, 2024, 08:17:01 PM
আমি এখন পর্যন্ত জানতে ছিলাম যে বিটকয়েন হালবিং এরপরে ব্লক রেওয়ার্ড অর্ধেক নেমে যায় আর এটাতে করে মাইনিং কস্ট বেড়ে যাওয়ার জন্য মাইনাররা তাদের বিটকয়েন সেল করে আর এই প্রসেসটা বিটকয়েন হালবিং হওয়ার সাথে সাথেই সংঘটিত হয় না মাইনাররা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে  তাদের উপর ব্লক দেওয়ার অর্ধেক হয়ে যাওয়ার  ইফেক্টটা পড়তে পড়তে এক বছর বা তারও বেশি সময় বা তারও কম সময় লাগে এবং তখন তারা মাইনিং কস্ট চালানোর জন্য তাদের বিটকয়েন গুলো সেল করা শুরু করে এবং ফলাফল শুরু মার্কেটে আরো চাহিদা বাড়ে এবং যার মেইন আউট কাম আমরা বুল রান এর মাধ্যমে দেখতে পাই।

এখন প্রশ্ন হল এটা কি আসলেও সত্য? নাকি কোথাও কোন কারেকশন এর প্রয়োজন রয়েছে?

আমি এই ব্যাপারে এক্সপার্ট না। তবে আমার তো এরকম মনে হচ্ছে না। কারণ মাইনার রা যখন সেল শুরু করে, ম্যাসিভ সেল প্রেশারের কারনে তখন বিটকয়েনের দাম আরো কমতে থাকে। বুল রান মূলত একদিনে বা একমাসেই হয় না। মূলত হাল্ভিং হওয়ার পর বেশিরভাগ মাইনার রা বিটকয়েন সেল করা টোটালি অফ করে দেয়। তারা যদিও কিছু সেল করে, সেটা খুবই অল্প পরিমানে। যেহেতু মাইনারদের সেল প্রেশার নাই, এবং মার্কেটে ইনভেস্টমেন্ট ঠিকই আসতে থাকে, সেজন্য বিটকয়েনের প্রাইজ আস্তে আস্তে বাড়তে থাকে। একসময় একটা ফোমো ক্রিয়েট হয় এবং দাম বাড়ার সময় কিছু নতুন ইনভেস্টর রা আবারো ইনভেস্ট করে (যেটা আসলে নতুন রা করে, বাড়ার সময় কিনে, কমার সময় প্যানিক সেল করে)। মাইনার রা মূলত এই সময়ের জন্যই অপেক্ষা করে। যখন তারা হিসাব করে দেখে যে এখন সেল দিলে লাভ হবে, তখন তারা সেল শুরু করে এবং মার্কেটে তখন একটা ডাউন মুভমেন্ট আসে। মাইনাররা বলতে আমি সলো মাইনারদের কথা বলছি না, আমি মাইনিং ফার্ম গুলোর কথা বলছি। যারা এক সাথে ২-৩ লাখ করে বিটকয়েন সেল দিতে পারে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 20, 2024, 02:32:23 PM
আসেন বিটকয়েনের ব্যাপারে একটু আলোচনা করি। আমরা এখন কিছুটা আপ ট্রেন্ড এর দিকে আছি। আশা করছি এটা কিছুদিন কন্টিনিউ করবে। কোনো একটা কারনে ট্রাম্প জিততে পারে এমন খবর পেলে মার্কেটে একটু আপ ট্রেন্ড ভাব চলে আসে। যাই হোক, অন্য একটা ব্যাপারে আলাপ করি। কিছুদিন ধরেই একটা কথা মাথায় ঘুরছিলো যে, বিটকয়েনে কি আসলে প্রতিদিন বিনিয়োগ বাড়ছে? এই প্রশ্ন থেকে একটা জিনিস মাথায় আসলো।

বিটকয়েনের প্রতিটা ব্লক মাইন হয় এভারেজ ১০ মিনিটের মধ্যে, আর ব্লক রিওয়ারড ৩.১২৫ বিটকয়েন। যেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ২ লাখ ১৪ হাজারের ডলারের বেশি। এভারেজ প্রতি ১০ মিনিটে একটা ব্লক মাইন হলে প্রতিদিন এভারেজ এ ১৪৪ টি ব্লক মাইন হচ্ছে এবং এর ব্লক রিওয়ার্ড হচ্ছে ৪৫০ বিটকয়েন, যার বাজার মূল্য প্রায় ৩০.৮ মিলিয়ন ডলার। তার মানে হলো, বিটকয়েনের কারেন্ট সার্কুলেশনে প্রতিদিন ৩০ মিলিয়ন ডলার করে এড হচ্ছে। তার মানে এই অবস্থায় বিটকয়েনের প্রাইস বাড়তে হলে হয়তো মাইনার রা টোটালি সব কয়েন হোল্ড করতে হবে, নয়তো তারা যে পরিমান সেল করছে, তার থেকে বেশি ইনভেস্টমেন্ট মার্কেটে আসতে হবে। জোস না ব্যাপার টা?
সুন্দর একটা জিনিস উপস্থাপন করেছেন যেটাকে আমি বলব আমার জন্য ভয়ংকর সুন্দর নলেজ।
কারণ যেভাবে তেলের দাম বাড়ছে এবং সেই সাথে গ্যাসের দাম বাড়ছে আর তার ওই ফলাফল স্বরূপ বিদ্যুৎ এর খরচ বাড়ছে আমি শুধু বাংলাদেশের কথা বলছি না ইন্টারন্যাশনালি বলছি। তাতে করে বর্তমানে মাইনাররা যে রেওয়ার্ড পাবে তাদেরকে মাইনিং কস্ট চালানোর জন্য সেল দেওয়া ছাড়া আর কোন উপায় থাকবেনা। আর এটাই আমার জন্য ভয়ংকর খবর কারণ একটা বড় ধরনের অ্যামাউন্ট হোল্ডিং করতেছি এবং পাশাপাশি অ্যাডপশন চালিয়ে যাচ্ছি।

যাইহোক আপনার এই পোস্টটিতে রিপ্লাই করার মেইন কারণ হচ্ছে আমার একটা জিনিস সম্পর্কে ক্লিয়ার হওয়া। আমি এখন পর্যন্ত জানতে ছিলাম যে বিটকয়েন হালবিং এরপরে ব্লক রেওয়ার্ড অর্ধেক নেমে যায় আর এটাতে করে মাইনিং কস্ট বেড়ে যাওয়ার জন্য মাইনাররা তাদের বিটকয়েন সেল করে আর এই প্রসেসটা বিটকয়েন হালবিং হওয়ার সাথে সাথেই সংঘটিত হয় না মাইনাররা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে  তাদের উপর ব্লক দেওয়ার অর্ধেক হয়ে যাওয়ার  ইফেক্টটা পড়তে পড়তে এক বছর বা তারও বেশি সময় বা তারও কম সময় লাগে এবং তখন তারা মাইনিং কস্ট চালানোর জন্য তাদের বিটকয়েন গুলো সেল করা শুরু করে এবং ফলাফল শুরু মার্কেটে আরো চাহিদা বাড়ে এবং যার মেইন আউট কাম আমরা বুল রান এর মাধ্যমে দেখতে পাই।

এখন প্রশ্ন হল এটা কি আসলেও সত্য? নাকি কোথাও কোন কারেকশন এর প্রয়োজন রয়েছে?
jr. member
Activity: 45
Merit: 12
October 20, 2024, 02:04:23 AM
ভাইপার (Vyper) হচ্ছে Ethereum স্মার্ট কন্ট্র্যাক্টে ব্যাবহৃত হওয়া একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়্যাজ। ভাইপার (Vipyer) মূলত Solidity এর বিকল্প হিসাবে ব্যাবহার করা হয়।

ভাইপার (Vyper) এর প্রধান কিছু বৈশিষ্ট্য হলোঃ
  • Python-এর মতো সিনট্যাক্স রয়েছে
  • সিম্পল এবং সিকিউর কোডিং স্টাইল
  • নিরাপত্তা
  • সাধারণ ও সংক্ষিপ্ত কোডিং স্টাইল

ভাইপার (Vyper) এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। ইচ্ছাকৃতভাবে এতে কিছু ফিচার সরিয়ে ফেলা হয়েছে, যেমনঃ
  • Inline Assembly (লো লেভেল কোডিং নিষিদ্ধ)
  • Inheritance (ক্লাস ইনহেরিটেন্স সমর্থন করে না)
  • Function Overloading (একই নামে একাধিক ফাংশন তৈরি করা যায় না)

Solidity-এর তুলনায় Vyper বেশি নিরাপদ। এতে অনেক জটিল ফিচার বাদ দেওয়া হয়েছে যার ফলে ডিবাগিং সহজ হয় এবং স্মার্ট কন্ট্র্যাক্টের বাগ কমে। কম ফিচার মানে কম ঝুঁকি, তাই Vyper নিরাপদ স্মার্ট কন্ট্র্যাক্ট তৈরিতে বেশী সুবিধাজনক । ভাইপার ব্যাবহার করে একটি সংখ্যা সংরক্ষণ করা এবং সেই সংখ্যা আপডেট বা পুনরুদ্ধার করার একটি স্মার্ট কন্ট্র্যাক্ট নিচে দেখানো হলোঃ
Code:
# SPDX-License-Identifier: MIT
# Simple storage contract in Vyper

stored_value: public(int128)

@external
def set_value(value: int128):
    """
    Set the stored value to the provided value.
    """
    self.stored_value = value

@view
@external
def get_value() -> int128:
    """
    Retrieve the stored value.
    """
    return self.stored_value

পারিবারিক ব্যাস্ততার কারণে ফোরামে ইদানীং সময় দিতে পারিনা। চেষ্টা করছি দ্রুতই ফোরামে ব্যাক করার।

প্রিয় বন্ধু Learn Bitcoin ১ হাজার মেরিট পূর্ণ হওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 19, 2024, 11:03:05 PM
অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন বড় ভাই Learn Bitcoin! 🎉 আপনাকে ফোরামের সর্বোচ্চ রেংক অর্জনের জন্য অগ্রিম অভিনন্দন.

আপনি খুব শীঘ্রই লিজেন্ডারি র্যাংক অর্জন করতে যাচ্ছেন, যা এক বিশাল অর্জন। ১০০০ মেরিট পূর্ণ করে এখন মাত্র কিছু অ্যাক্টিভিটির অপেক্ষায় আছেন, যা আশা করি খুব শীঘ্রই এক্টিভিটি গুলো বৃদ্ধি পাবে এবং আপনি আপনার র‍্যাঙ্কটি এচিভ করতে পারবেন।
আপনাকে অনেক বেশি ধন্যবাদ শেষ ৪ টি মেরিট দিয়ে ১০০০ মেরিট পূর্ণ করে দেওয়ার জন্য। লিজেন্ডারি রেংক পাওয়া সকল ফোরাম মেম্বারের একটা স্বপ্ন। আমি আসলে মেরিটের জন্য কখনোই পেছনে পড়ে থাকিনি। ফোরামের গ্লোবাল বোর্ডগুলো থেকে মেরিট পেয়েছি নিয়মিত। এই কয়েক বছরে বুঝেছি যে মেরিট আর্ণ করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে আর সময় দিতে হবে। সিগন্যাচার ক্যাম্পেইনে জয়েন করে মেরিট আর্ণ করা একটু কষ্ট। কারন তখন কিছু কিছু বোর্ড এ না চাইলেও পোষ্ট করতে হয়। যেখানে আসলে মেরিট পাওয়া যায় না।

Quote
Learn Bitcoin ভাই এবং আমাদের ফোরামের আরো অনেক বড় ভাইয়েরা আছেন (যেমন Little Mouse, Crypto Library, Shishir99, Z_MBFM এছাড়াও আরো অনেকেই আছেন।) যাদের নেতৃত্বে ও দিকনির্দেশনায় আমরাও আপনাদের মত অনেক দূর এগিয়ে যেতে পারবো। আবারও অগ্রিম আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ আপনাকে আমাদের সবসময় সঠিকপথ দেখানোর জন্য! সামনে আরও বড় সফলতার জন্য শুভকামনা রইল!
আপনাকে ধন্যবাদ। কিন্তু আমাদের কেউ হয়তো এরকম রাজনৈতিক বড় ভাইয়ের মতো হতে চাই না। বিশেষ করে আমি চাই না। এখানে আসলে নেতৃত্ব দেওয়ার কিছু নাই। আমরা এখানে পলিটিক্স করতে আসি নাই। কারো দিকনির্দেশনা মানার প্রয়োজন নাই ভাই। আপনি যদি ফোরাম রুলস মেনে চলেন, তাহলে আপনাকে আটকানোর কেউ থাকবে না। আর কমিউনিটি অনেক বেশি হেল্পফুল, প্রয়োজনে সবাই এগিয়ে আসে।

আপনার অভিনন্দন জানানোর ধরন আমার ভালো লেগেছে। আমাদের কমিউনিটিতে কেউ রেংক আপ করলে এখানে তার নামে ব্যানার বানিয়ে অভিনন্দন জানানো হয় আর মেরিটের ছড়াছড়ি হয়ে যায়, যেটা আমার মোটেই পছন্দ না। আপনি আমার পোষ্টগুলো উল্লেখ করেছেন এজন্য ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ ইউনিক কিছু করার জন্য।
full member
Activity: 532
Merit: 229
October 19, 2024, 01:56:47 PM


অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন বড় ভাই Learn Bitcoin! 🎉 আপনাকে ফোরামের সর্বোচ্চ রেংক অর্জনের জন্য অগ্রিম অভিনন্দন.

আপনি খুব শীঘ্রই লিজেন্ডারি র্যাংক অর্জন করতে যাচ্ছেন, যা এক বিশাল অর্জন। ১০০০ মেরিট পূর্ণ করে এখন মাত্র কিছু অ্যাক্টিভিটির অপেক্ষায় আছেন, যা আশা করি খুব শীঘ্রই এক্টিভিটি গুলো বৃদ্ধি পাবে এবং আপনি আপনার র‍্যাঙ্কটি এচিভ করতে পারবেন।

ফোরামের প্রতি আপনার অসীম অবদান, দক্ষতা, এবং অভিজ্ঞতার ফলে অনেক নতুনরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছে এবং জ্ঞান অর্জন করতে পেরেছে। আপনি আমাদের ফোরামের জন্য একটি অনুপ্রেরণা এবং আপনার থেকে অনেক কিছু শেখার আছে।

আপনার অভিজ্ঞতা এবং গভীর জ্ঞানের জন্য আপনাকে ফোরামের সকল সদস্যই সম্মানের সাথে দেখে। আপনার পোস্ট ও পরামর্শ সবসময় আমাদের আরও অনেক কিছু শিখতে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে সাহায্য করেছে। আপনার এই অর্জন শুধু আপনার নয়, বরং পুরো কমিউনিটির জন্য একটি গর্বের বিষয়।

Learn Bitcoin ভাই এবং আমাদের ফোরামের আরো অনেক বড় ভাইয়েরা আছেন (যেমন Little Mouse, Crypto Library, Shishir99, Z_MBFM এছাড়াও আরো অনেকেই আছেন।) যাদের নেতৃত্বে ও দিকনির্দেশনায় আমরাও আপনাদের মত অনেক দূর এগিয়ে যেতে পারবো। আবারও অগ্রিম আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ আপনাকে আমাদের সবসময় সঠিকপথ দেখানোর জন্য! সামনে আরও বড় সফলতার জন্য শুভকামনা রইল!

Learn Bitcoin ভাইয়ের গুরুত্বপূর্ণ কিছু পোষ্ট:

টাইম লক দিয়ে বিটকয়েন লক.

পিজিপি বাংলা টিউটোরিয়াল.

TryNinja র সুপার নটিফায়ার বট এর দরকারি ফিচার.

PGP বাংলা - এনড্রয়েড ইউজারদের জন্য!

[বাংলা:টিউটোরিয়াল] পিজিপি স্বাক্ষর - লিনাক্&#

SegWit কি? SegWit কিভাবে কাজ করে?

এয়ারড্রপের আদ্যপান্ত!

পোস্ট কোয়ালিটি ভালো করার ক্যাম্পেইন.

ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার.

(বিঃ দ্রঃ Learn Bitcoin ভাইয়ের এই পোস্টগুলো আমাদের Shishir99 ভাইয়ের পোস্টগুলো থেকে নেওয়া হয়েছে) (Shishir99 ভাইয়ের পোস্টগুলো 1. 2. 3.)
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 19, 2024, 01:52:57 AM
আসেন বিটকয়েনের ব্যাপারে একটু আলোচনা করি। আমরা এখন কিছুটা আপ ট্রেন্ড এর দিকে আছি। আশা করছি এটা কিছুদিন কন্টিনিউ করবে। কোনো একটা কারনে ট্রাম্প জিততে পারে এমন খবর পেলে মার্কেটে একটু আপ ট্রেন্ড ভাব চলে আসে। যাই হোক, অন্য একটা ব্যাপারে আলাপ করি। কিছুদিন ধরেই একটা কথা মাথায় ঘুরছিলো যে, বিটকয়েনে কি আসলে প্রতিদিন বিনিয়োগ বাড়ছে? এই প্রশ্ন থেকে একটা জিনিস মাথায় আসলো।

বিটকয়েনের প্রতিটা ব্লক মাইন হয় এভারেজ ১০ মিনিটের মধ্যে, আর ব্লক রিওয়ারড ৩.১২৫ বিটকয়েন। যেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ২ লাখ ১৪ হাজারের ডলারের বেশি। এভারেজ প্রতি ১০ মিনিটে একটা ব্লক মাইন হলে প্রতিদিন এভারেজ এ ১৪৪ টি ব্লক মাইন হচ্ছে এবং এর ব্লক রিওয়ার্ড হচ্ছে ৪৫০ বিটকয়েন, যার বাজার মূল্য প্রায় ৩০.৮ মিলিয়ন ডলার। তার মানে হলো, বিটকয়েনের কারেন্ট সার্কুলেশনে প্রতিদিন ৩০ মিলিয়ন ডলার করে এড হচ্ছে। তার মানে এই অবস্থায় বিটকয়েনের প্রাইস বাড়তে হলে হয়তো মাইনার রা টোটালি সব কয়েন হোল্ড করতে হবে, নয়তো তারা যে পরিমান সেল করছে, তার থেকে বেশি ইনভেস্টমেন্ট মার্কেটে আসতে হবে। জোস না ব্যাপার টা?
jr. member
Activity: 35
Merit: 3
October 18, 2024, 04:28:21 PM
পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe

ভাই, পেপে এখন অতীত। সেদিন যারা আমার কথায় লাগাইছিলেন, এখন মালামাল।

এখন এই টোকেনটা খেয়াল করেন। পারলে $১০০ লাগায়ে ভুইলা যান। আবার ২০২৫ এ দেখবেন।

https://www.geckoterminal.com/pulsechain/pools/0x6da4f7c69fb5c30188a5215a8db1e1f0fbdf84c7

বর্তমান দাম = $০.০০০০১৩৬৮

আগামী চার মাসে দশমিকের পরের চারখান শুন্য উড়ায়ে দেওয়ার টার্গেট নিছে।

বর্তমান দাম = $০.০০০৪১৭৬

অভিনন্দন সমস্ত বিনিয়োগকারীকে ...উর্ধগতি অব্যাহত... দাম প্রায় ত্রিশগুন হয়েছে। Smiley

যদি আপনি এখনো বিনিয়োগ না করে থাকেন এবং আপনার হাতে বিনিয়োগযোগ্য মূলধন না থাকে, তাহলেও আপনি বিনামূল্যে পেতে পারেন কিছু $SEC. এর জন্যে আপনার প্রয়োজন কেবলমাত্র একটি X.com account (Twitter).

কিভাবে? নিচের bounty thread টিতে অংশগ্রহণ করুন...

https://bitcointalksearch.org/topic/sec-token-on-pulsechain-aiming-10000x-in-4-months-twitter-campaign-5462115
Pages:
Jump to:
© 2020, Bitcointalksearch.org