Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 13. (Read 5964385 times)

legendary
Activity: 2324
Merit: 2420
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 28, 2024, 12:12:50 PM
আপনি হয়তো এমন কিছু বিটকয়েন এড্রেস দেখেছেন যেখানে প্রথম অক্ষরগুলি একটি শব্দ, অনেকটা নিচের মতো:
আপনি কি এড্রেস তৈরী করেছেন? নাকি শুধু অনুবাদ করেছেন?
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 26, 2024, 10:23:04 AM
লেখক: 1miau
অরিজিনাল টপিক:[Guide] How to create your customized Bitcoin-Address (vanitygen) – step by step



আপনি হয়তো এমন কিছু বিটকয়েন এড্রেস দেখেছেন যেখানে প্রথম অক্ষরগুলি একটি শব্দ, অনেকটা নিচের মতো:

1fudCz15sHGR8L2YQnaG4JVMjMQpaDo37
1BTCTUnYLskK7N9nXb17wf6oVYMYrX5WHG
1DogemNVw8AZnMf3cB4L1wijGnr9DVKzia
1Fomo7V86nWrjdv6JzU7yavtp5hfzZWsZr
1NewbornSeatQVC9vegVHnxVseNAhhxewb(1)

এই জাতীয় এড্রেসগুলি হলো ভ্যানিটি এড্রেস এবং তাত্ত্বিকভাবে বললে, কিছু সংখ্যক ব্যতিক্রম ছাড়া প্রায় সব অক্ষর দিয়েই এমন এড্রেস  তৈরি করা সম্ভব, তবে এক্ষেত্রে অক্ষরের সংখ্যা সীমিত। এর কারন হলো আপনি টুলস্ ব্যবহার করে যতখুশি এড্রেস তৈরি করতে পারবেন যতক্ষণ না আপনি আপনার কাঙ্ক্ষিত পছন্দের এড্রেসটি খুজে পান। আপনার শব্দটি যত দীর্ঘ হবে, ঠিক তত বেশি সময় লাগবে। এক্ষেত্রে ছোট হাতের অক্ষরের চেয়ে বড় হাতের অক্ষর খুঁজে পাওয়ার সম্ভবনা বেশি। উদাহরণস্বরূপ, 1Bitmover এই শব্দটি পেতে ২ মাস সময় লাগতে পারে, এবং খুঁজে পাওয়ার সম্ভবনা ৫০ শতাংশ। অন্যদিকে ছোট হাতের 1bitmover শব্দটি পাওয়ার সম্ভবনা ৫৮ গুন কম। (2)
তবে কিছু কিছু অক্ষর আগে থেকেই এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ এগুলো বিটকয়েন এড্রেসের অন্তভুক্ত নয় এবং এই অক্ষরগুলি অনেকসময় বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়ে দাড়ায়:

l (ছোট হাতের L)
I (বড় হাতের I)
O (বড় হাতের O)
0 (শূন্য সংখ্যা 0)

এরই সাথে বেশ কিছু ভাষা, শব্দ এবং ক্যারেক্টার যেমন "umlauts"  (n.b. umlauts সম্পর্কে আরও তথ্য পেতে এই লিংকে ভিজিট করুন)

ইউনিক বিটকয়েন এড্রেস জেনারেট করার অনেক উপায় রয়েছে। তবে আমার উপদেশ থাকবে, samr7 এর গিটহ্যাবে থাকা, অফিসিয়াল vanitygen এর ভার্সনটি ব্যবহারের জন্য। আবার কিছু ওয়েবসাইট ব্যবহার করেও আপনি এটি করতে পারবেন, তবে এটি আমি সাজেস্ট করিনা। কারন এসব থার্ড পার্টি (ওয়েবসাইট) ব্যবহার করে এড্রেস জেনারেট করলে অনেক সময় প্রাইভেট কী এক্সপোজের ঝুঁকি থাকে। পূর্বে ওয়েবসাইট জেনারেটেড ভ্যানিটি এড্রেস থেকে বিটকয়েন চুরি হওয়ার অনেক ঘটনা ঘটেছে কারন কেউ যদি আপনার প্রাইভেট কী জেনে থাকে তাহলে সহজেই সে আপনার ওয়ালেট এক্সেস করে বিটকয়েন চুরি করে নিতে পারবে
এজন্য, সর্বদা গিটহাবে থাকা অরিজিনাল ভার্সনটি ব্যবহারের চেষ্টা করবেন এবং বিনা ইন্টারনেট সংযোগে। যেসব ওয়েবসাইট split key ছাড়া ভ্যানিটি এড্রেস জেনারেটের সুযোগ সুবিধা প্রদান করে তার সবগুলিই ঝুঁকিপূর্ণ।




এইভাবে জিনিসটি কাজ করে:

১. ডাউনলোড ভ্যানিটিজেন:

প্রথমে গিটহাবে যান এবং samr7 এর গিটহাব থেকে অরিজিনাল ফাইল ডাউনলোড করে নিন, নিচে দেয়া লিংকে:

https://github.com/samr7/vanitygen


আপনি লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন:

vanitygen-0.22-win.zip

লেটেস্ট ভার্সনটি এখানে পাবেন: https://github.com/downloads/samr7/vanitygen/vanitygen-0.22-win.zip







২. বিটকয়েন এড্রেসটি তৈরি করার সময় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখুন

ইন্টারনেট সংযোগ চালু থাকা অবস্থায়তেই ভ্যানিটি এড্রেস তৈরি করা সম্ভব, তবে নিরাপত্তার খাতিরে ইন্টারনেট সংযোগ ছাড়া এড্রেস তৈরি করার পরামর্শ দেয়া হলো। এর থেকে আরো ভালো হয় যদি এমন একটি ডিভাইস ব্যবহার করা হয় যা আজ পর্যন্ত ইন্টারনেটের সাথে সংযুক্ত করা হয় নাই, তবে এটি নির্ভর করে আপনার ইচ্ছার উপর, আপনি কতটুকু সিকিউরিটি চাচ্ছেন। যেকোনো ধরনের হ্যাক বা সমস্যা এড়াতে সবসময় সর্বোচ্চ সিকিউরিটি ব্যবহারের পরামর্শ রইলো। আপনি যদি সর্বোচ্চ সিকিউরিটি চান তাহলে আপনি split-key এর এর দ্বারাও আপনার এড্রেসটি তৈরি করে নিতে পারেন।



৩. Command Prompt / PowerShell ওপেন করুন

আপনি আপনার স্ক্রিনের নিচের বাম কোণায় থাকা উইন্ডোজ আইকনে ক্লিক করে সেখানে থেকে Command Prompt (Administrator) হিসেবে চালু করতে পারবেন অথবা কী কম্বিনেশন দিয়ে চালু করতে পারবেন Windows + R।

অথবা

যেখানে ভ্যানিটি ফাইল গুলি রাখা আছে সেখান থেকেও সরাসরি Command Prompt চালু করা যায়, এটি করলে চার নাম্বার #৪ স্টেপটি আর করার দরকার পড়বে না:


1. যে ফোল্ডারে vanitygen/oclvanitygen রাখা আছে সেখানে যান।
2. Command Prompt ব্যবহার করে: ফোল্ডারের কোনো খালি যায়গায় CTRL+SHIFT+Right একসাথে চাপুন (যেখানে কোনো এক্সিকিউটেবল/ফাইল নেই) , এরপর "Open command window here" এ ক্লিক দিন। ক্লিক করা মাত্রই এটি চালু হয়ে যাবে। [1]
2. Power Shell ব্যবহার করে: ফোল্ডারের কোনো খালি যায়গায় SHIFT+Right একসাথে চাপুন (যেখানে কোনো এক্সিকিউটেবল/ফাইল নেই), এরপর "Open PowerShell window here" এ ক্লিক দিন। ক্লিক করা মাত্রই PowerShell (Command Prompt) চালু হয়ে যাবে। [2]
3. এখন আপনি চাইলে সরাসরি, স্টেপ ৫ অনুসরণ করতে পারেন। (উদাহরণ: vanitygen.exe -v "1test")

(সোর্স: nc50lc [১], nc50lc [২])



৪. paths এন্টার করুন

এটি Command Prompt উইন্ডোটি খুলবে এবং বিটকয়েন এড্রেস জেনারেশনের প্রক্রিয়ার জন্য সেটিংস করবে।

আপনার paths নির্ভর করবে আপনি কোন যায়গাটিতে আপনার vanitygen ফাইলটি রেখেছেন তার উপর। আমার ক্ষেত্রে আমি এটি C:\ ড্রাইভে BTC নামক ফোল্ডারে থাকা, vgen নামক সাব-ফোল্ডারটিতে রেখেছি। আমি নিচে দেয়া কোড ব্যবহার করে আমার vanitygen.exe ফাইলটি খুঁজে বের করেছি:

C:\WINDOWS\system32>cd/
C:\ >cd/BTC/vgen
C:\BTC\vgen>vanitygen.exe

ফোল্ডার BTC
সাব-ফোল্ডার vgen
ফাইলের নাম vanitygen.exe

আপনি চাইলে vanitygen.exe অথবা oclvanitygen.exe দুইটির একটা ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। দুইটির মাঝে একমাত্র পার্থক্য হলো একটি CPU ভিত্তিক আর একটি GPU ভিত্তিক। ৪ ডিজিটের কম্বিনেশনের জন্য, একটি নরমাল পিসির ক্ষেত্রে vanitygen যথেষ্ট, তবে vanitygen এর তুলনায় oclvanitygen বেশি দ্রুত কাজ করে, যদি এটি চলে। এবিষয়ে আরো জানতে ২০১১ সালের এই আর্টিকেলটি দেখুন: https://bitcointalksearch.org/topic/vanitygen-vanity-bitcoin-address-generatorminer-v022-25804.

এখন এটি নিচের ছবির মতো দেখানো উচিত (যেখানে আপনার ফাইলগুলি সংরক্ষণ করেছেন তার paths সহ):





Commnd Prompt এ .exe ফাইলের নাম লিখে, Enter চাপ দিন।



৫. এড্রেস তৈরি করা

এখন আপনি আপনার এড্রেস কাস্টমাইজ করার জন্য যে যে প্যারামিটার সেট করে দিতে পারবেন তার একটি সংক্ষিপ্ত বিবরণসহ কমান্ডের লিস্ট দেখতে পাবেন:





আপনি এখানে অনেকগুলো কমেন্ট লক্ষ করবেন, আপনার যদি সময় থাকে তাহলে সবগুলো চেক করতে পারেন তবে আমাদের ক্ষেত্রে কয়েকটি কমেন্টই যথেষ্ট। উদাহরণ হিসেবে, আমি আপনাদের এমন একটি বিটকয়েন এড্রেস জেনারেট করে দেখাবো যার প্রথম অক্ষরগুলি "test", সবকিছু ছোট হাতের অক্ষরে লেখা হয়েছে 1test এড্রেসটি জেনারেট করার উদ্দেশ্যে।

কয়েকটি সাধারণ বিষয় মনে রাখবেন: যত বড় শব্দ হবে, তত বেশি সময় লাগবে। চার ডিজিটের শব্দের ক্ষেত্রে সমস্যা হবে না, তবে ডিজিট বাড়ানোর সাথে সাথে সময় কয়েকগুণ বৃদ্ধি পাবে। বিশেষ করে, আপনি যদি নির্দিষ্ট কোনো আপার কেস বা লোয়ার কেস শব্দ চান (কেস সেনসিটিভ), তবে আপার-লোয়ার কেস নিয়ে সমস্যা না থাকলে সেক্ষেত্রে শব্দটি সহজেই খুঁজে পাবে (কেস ইনসেনসিটিভ)।
আপনার যদি ছোট বড় হাতের অক্ষরে সমস্যা না থাকে (যেমন TeSt, teST...), তাহলে আপনি এই কমান্ডটি (কেস ইনসেনসিটিভ) যুক্ত করতে পারেন -i

1test এই এড্রেস জেনারেট করতে, আমাদের নিচে দেয়া কমান্ড ব্যবহার করতে হবে:

-o C:\BTC\vgen\test.txt  (খুঁজে পাওয়া পাবলিক এবং প্রাইভেট কী টেক্সট ফাইল আকারে সেভ করার জন্য)
1test  (আপনি যে শব্দ জেনারেট করতে চান সেটি)

আপনার কমান্ডটি এমন দেখানো উচিত:

C:\BTC\vgen>vanitygen.exe -o C:\BTC\vgen\test.txt 1test





আপনি যদি প্রস্তুত থাকেন এবং উপরের সবগুলো স্টেপ করে থাকেন, তাহলে Enter চাপুন।





এখন, টুলটি আপনার দেয়া প্রিফিক্সসহ পাবলিক কী খোঁজার চেষ্টা করবে (হার: প্রতি সেকেন্ডে ১.১৭ মিলিয়ন কী)। ২.৪ মিনিটের মধ্যে ৫০% মানে পরবর্তী ২.৪ মিনিটের মধ্যে 1test সংশ্লিষ্ট এড্রেসটির পাবলিক কী পাওয়ার সম্ভবনা ৫০ শতাংশ। আর ৫.১% হচ্ছে এখন পর্যন্ত গণনা করা কীগুলিতে একটি হিট খুঁজে পাওয়ার সম্ভবনা।

যদি কোনো হিট পাওয়া যায়, তাহলে টুলটি আপনা-আপনি অনুসন্ধান করা বন্ধ করে দিবে। আপনি যদি একটি হিট পাওয়ার পরেও অনুসন্ধান চালু রাখতে চান, সেক্ষেত্রে -k কমেন্ট সংযোগ করতে হবে।
যদি আপনার পিসি বা ল্যাপটপের পারফরম্যান্স খুব বেশি ভালো না হয় সেক্ষেত্রে এটি বেশিক্ষণ রান না করাই ভালো। কারন অতিরিক্ত সময় রান করলে হার্ডওয়ার গরম হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা থাকে।আমাদের ৪-সংখ্যার উদাহরণটির ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়, তবে সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কাঙ্ক্ষিত এড্রেস খুঁজে পাওয়ার সম্ভবনা কয়েকগুণ কমে যায়।





এবং সারপ্রাইজ, কিছু সময় বাদেই (২ মিনিটের মতো) vanitygen সফলভাবে আপনার এড্রেসটি খুঁজে বের করতে সক্ষম হয়েছে:

1testgTQyiDMvtN67kj1w6R6J9dbo6bwd

এবং সংশিষ্ট প্রাইভেট কী:

5K9qCsz17Bd1UxtS7HQWc2rKz6ssNaBHMzK8pJvYiDGVYvUSEWg

ফলাফলটি BTC ফোল্ডারে .txt ফাইল হিসেবে সংরক্ষণ থাকবে:





অবশ্যই, আমি test1 এড্রেসটি ব্যবহার করবো না কারন সবাই এটির প্রাইভেট কী জানে। এজন্য: কখনো কোথাও আপনার প্রাইভেট কী প্রকাশ করবেন না।



৬. আপনার জেনারেট করা পাবলিক এবং প্রাইভেট কী দুটি সেভ করুন

বিটকয়েনের ক্ষেত্রে নিরাপত্তা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনার জেনারেট করা প্রাইভেট কী খুব নিরাপদ স্থানে রাখুন, কারণ এটি আপনার বিটকয়েনের পাসওয়ার্ডের মতো। আপনি এটি একটি কাগজে লিখে নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে পারেন অথবা এটি একটি USB স্টিকেও সংরক্ষণ করতে পারেন, আপনার ইচ্ছা।



৭. কাজ শেষ!

এখন, আপনি সফলভাবে আপনার নিজস্ব বিটকয়েন এড্রেস জেনারেট করে ফেলেছেন। এটি এক্সেস করার জন্য (ইলেকট্রাম ব্যবহার করে) এই পোস্টটি দেখুন। বড় অংকের বিটকয়েন সেন্ড করার পূর্বে অবশ্যই এড্রেসটি টেস্ট করে নিবেন। একবার কোনো ভুল করে ফেললে কোনোভাবে প্রাইভেট কী খুঁজে বের করার উপায় নেই।

উপরন্তু, আমি আরো একটি ভ্যানিটি এড্রেস জেনারেট করেছি, তবে এটির প্রাইভেট কী আমি আপনাদের বলবো না:

1miau7e4tFSAGR4TkAJ8n32UMm2yLB9EH

Wink

আপনি চাইলে, আপনার কাস্টমাইজড ভ্যানিটি এড্রেস এখানে পোস্ট করতে পারেন (তবে অবশ্যই সেটি প্রাইভেট কী ব্যতীত করবেন)।


© 1miau
১১.০১.২০১৯


আরো কিছু লিংক:

Security advice from LoyceV
Vanitygen: Vanity bitcoin address generator/miner release 2011 [v0.22]
Rare address hall of fame



(1) generated by LoyceV
(2) on hardware of LoyceV




আপডেট ০৪/০৪/২০১৯::

Jean_Luc আরেকটি ভ্যানিটি এড্রেস জেনারেটর তৈরি করেছেন এবং সেটি আপনি তার গিটহাবে পাবেন: https://github.com/JeanLucPons/VanitySearch

এটি vanitygen এর চেয়ে অনেক বেশি দ্রুত এবং এটি P2PKH legacy এড্রেস (1..) সহ Segwit এড্রেস P2SH (3...) এবং bech32 (bc1q...) এড্রেস গুলোও সাপোর্ট করে।


আপনি বিটকয়েনটকে তার থ্রেডটা চেক করতে পারেন: https://bitcointalksearch.org/topic/vanitysearch-yet-another-address-prefix-finder-5112311.



অনুবাদ টি যাদের উদ্যোগে করা হয়েছে:


copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 26, 2024, 06:58:52 AM
কিছু কুত্তা কয়েন ছিল দাম কমা দেখে ৩৭ এ বিক্রি করে দিলাম। ভুল হল নাকি সঠিক হল সবাই জানাবেন। এখন আবার দেখি ৩৮ এর কাছাআছি। আবার বাই ব্যাক করব নাকি বুঝতে পারতেছি নাহ। সবাই পরামর্শ দিবেন দয়া করে। হার্ট বিট বেরে যাচ্ছে এমন ভাবে বারতেছে যেন হার্ট অ্যাটাক না হয়ে জায় সেই চিন্তাতে আছি। তারাতারি পরামর্শ দিবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 25, 2024, 11:54:17 PM
আমি তো ভাবতেছি লং টাইম এর জন্য Ripple(XRP), Cardano(ADA) এবং Stellar(XLM) হোল্ড করবো ঢাকা বলে পঞ্চাশ পঞ্চাশ করে ১৫০ ডলার দুইটার মধ্যে ১০ বছরের জন্য ফেলে দিব।
কারণ এর সবগুলোর ম্যাক্স  সাপ্লাই হচ্ছে রিভিল করা মানে লিমিটেড এবং তাছাড়া মার্কেটে এগুলো বহুত দিন যাবত সাস্টেইন করতেছে। তাছাড়া মার্কেটে এমন অনেক কয়েন দেখেছি যেগুলো টপ টেনে থেকেও এখন পঞ্চাশের বাহিরে রয়েছে। বেশি না আমরা যদি পলিগন কয়েনের কথা বলি এইটি বর্তমানে 74 নম্বরে অবস্থান করতেছে যদিও বর্তমানে এটি রিকভার করতেছে তারপরেও এটির অবস্থান 74 এ।
আমিও উপরে তিনটা কয়েন সম্পর্কে বেশি এনালাইসিস করিনি তবে  ব্যাসিক কিছু এনালাইসিস থেকে আমি যতটুকু বুঝতেছি এটাতে আমার জন্য ইনভেস্টমেন্ট করা উচিত।
টপ ৫০ এর পরে যে ভালো কয়েন থাকবে না, এমন না কিন্তু। আমিও ম্যাটিকে কিছু ইনভেষ্ট করেছিলাম। আমার ম্যাটিক কেনা ছিলো 78 সেন্ট এ। তারপর অনেক ডাউন হয়েছে, তবে আমি আর কিনতে পারিনি ফান্ড না থাকার কারনে। টপ ৫০ হলো একটা ব্যাসিক মার্ক। যারা একদম নতুন কিন্তু অল্টকয়েনে ইনভেষ্ট করতে চায়, তাদের উচিৎ টপ ৫০ এর ভেতরে থাকা। তবে আপনি চাইলে সেটাকে টপ ২০০ ও করে নিতে পারেন।

ব্যাক্তিগত ভাবে আমি বলবো আপনার চুজ করা কয়েনের মধ্যে সবচাইতে পটেনশিয়াল কয়েন হচ্ছে কারডানো। আপনি এটা লম্বা সময় ধরে হোল্ড করতে পারেন। রিপল অনেক পুরাতন একটা কয়েন। রিস্ক ফ্রি অনেকটা। কিন্তু রির্টানে কেমন দেবে সেটা বলতে পারছি না। তবে নিজে থেকে একটু ঘাটাঘাটি করে, রিসার্চ করে তবেই ইনভেষ্ট করতে পারেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 25, 2024, 03:19:28 PM
বিটকয়েন এর দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে আরো বৃদ্ধি পাবে মনে হচ্ছে কিন্তু আজকে আমি একটা জিনিস দেখে সত্যি খুবই অবাক হয়ে গিয়েছি। বিটকয়েনে বিনিয়োগ করা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতাম লং টার্ম বিনিয়োগ এবং শর্ট টার্ম বিনিয়োগ গুলো নিয়ে অনেক কথা বলেছি কিন্তু আজকে আমি একটা পোস্ট দেখলাম সেই পোস্টটা দেখে আমি খুবই অবাক হয়ে গেছি। যদিও সেটা টুইটারে কারো একটা পোস্ট দেখেছিলাম বিটকয়েনে বিনিয়োগ নিয়ে। সে বিগত ৬-৮ আট বছর যাবত বিটকয়েনে বিনিয়োগ করে যাচ্ছে তার বিনিয়োগের ধারা অব্যাহত রেখে এত কঠোর কাজ কিভাবে সেই চালিয়ে গিয়েছে এই বিষয়গুলো যখন দেখি অবাক হয়ে যাই। আপনারা এটা খেয়াল করেছেন কিনা জানিনা কিন্তু বিটকয়েনে বিনিয়োগ করলে তার মত করে বিনিয়োগ করা উচিত বলে আমার মনে হয়। সে হয়তো অনেক বেশি করেছে কিন্তু আমাদের উচিত সামর্থ্যের মধ্যে যেটা করা যায় সেটা সব সময় ধরে রাখা। আমার খুবই ভালো লেগেছে এবং পরবর্তী সময়ে আমিও চেষ্টা করব এরকম লম্বা সময়ের জন্য বিনিয়োগ করা।
অস্বাভাবিক কিছু না ডিসিএ করে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করলে এ ধরনের প্রফিট গেইন করা স্বাভাবিক। আমি নিজে চুনোপুটি মানুষ মাত্র ৬ মাসের মতন তাও  ইররেগুলার এডপশন করে দ্বিগুণ প্রফিট করেছিলাম বিটকয়েন থেকে সেই ফান্ড এখন আমার রয়েছে সেখানে এখন দ্বিগুণ না প্রায় চার গুণের মতন প্রফিট হয়েছে।

আমি এই জন্য সব সময় সাজেশন করে বিটকয়েনে একেবারে বড় ইনভেস্টমেন্ট না করে ডিসিএ ইনভেস্টমেন্ট চালিয়ে যাওয়া অনেক ভালো।

ভালোভাবে লং টার্ম কয়েকবছর DCA করার মতো ধৈর্য বা ফান্ড কোনোটাই নাই আমাদের। ১ বছর কেন ৬ মাসও ধরে রাখতে পারিনা, আঙ্গুল চুলকাং। আর এখানে দেখি ৭-৮ বছর। আমার দিকেই তাকান আমি অনেকদিন ধরে টাকা জমাচ্ছিলাম একটা ভালো গেমিং ল্যাপটপ বা পিসি বিল্ড করবো, বাট কোনো না কোনো ভাবে পারিবারিক ইমারজেন্সির কারণে সব ফান্ড বের করতে হইছে। বেতন পাই কথার কথা ৩০ হাজার, খরচই হয় ৩৫ হাজার। DCA তেও এমন, কনসিসটেস্নি ধরে রাখতে পারেনা সবাই, সিচুয়েশনে ধরা খাই বারবার। আমরা ঠিকই এদিকে সেদিক এই কয়েন ঐ কয়েন কিনতেছি, প্রফিট করতেছি, বাট বইয়ের ভাষায় যেটাকে DCA বলে, যেভাবে করতে হয়, তা কজন করতে পারি এ বিষয়ে আমার সন্দেহ আছে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 25, 2024, 12:40:02 PM
ভাই, লং টার্মে ইনভেষ্ট করার কথা যদি চিন্তা করেন, আপনার হাতে খুব বেশি অপশন কিন্তু নাই। মার্কেটে হাজার হাজার টোকেন থাকা সত্তেও আপনি চাইলেই সব কয়েন লম্বা সময় হোল্ড করতে পারবেন না। ব্যাক্তিগত ভাবে আমি মনে করি যেসব টোকেন/কয়েন মার্কেটক্যাপ লিষ্টের টপ ৫০ এর ভেতরে আছে, আপনি শুধু সেগুলোই লং রানে ভালো প্রফিট পেতে পারেন। টপ ৫০ এর মধ্যে কিন্তু কিছু মিম টোকেন ও আছে, সেগুলো আলাদা ভাবে হিসাব করতে হবে।
আমি তো ভাবতেছি লং টাইম এর জন্য Ripple(XRP), Cardano(ADA) এবং Stellar(XLM) হোল্ড করবো ঢাকা বলে পঞ্চাশ পঞ্চাশ করে ১৫০ ডলার দুইটার মধ্যে ১০ বছরের জন্য ফেলে দিব।
কারণ এর সবগুলোর ম্যাক্স  সাপ্লাই হচ্ছে রিভিল করা মানে লিমিটেড এবং তাছাড়া মার্কেটে এগুলো বহুত দিন যাবত সাস্টেইন করতেছে। তাছাড়া মার্কেটে এমন অনেক কয়েন দেখেছি যেগুলো টপ টেনে থেকেও এখন পঞ্চাশের বাহিরে রয়েছে। বেশি না আমরা যদি পলিগন কয়েনের কথা বলি এইটি বর্তমানে 74 নম্বরে অবস্থান করতেছে যদিও বর্তমানে এটি রিকভার করতেছে তারপরেও এটির অবস্থান 74 এ।
আমিও উপরে তিনটা কয়েন সম্পর্কে বেশি এনালাইসিস করিনি তবে  ব্যাসিক কিছু এনালাইসিস থেকে আমি যতটুকু বুঝতেছি এটাতে আমার জন্য ইনভেস্টমেন্ট করা উচিত।
Quote
আমার পোর্টফোলিওর প্রায় ৩০ ভাগ এখন অল্টকয়েন এ। আর এর প্রায় ৮০% টোকেন হচ্ছে টপ ৫০ এর ভেতরে থাকা টোকেন গুলো। যদিও আমি কিছু কিছু টোকেন কেনা মিস করে ফেলেছি। আমি এই বুল রানে ৫০ গুন বা ৩০ গুন প্রফিট এর আশা করি না। তাহলে আমাকে অনেক রিস্ক নিয়ে ইনভেষ্ট করতে হতো। কিন্তু আমার টার্গেট ৫ গুন। যার কারনে আমি বেছে বেছে টপ ৫০ এর ভেতরে থাকা টোকেন গুলো তে ইনভেষ্ট করেছি। আবার আমার ইনভেষ্ট এর পরিমান খুব অল্প। ২০ থেকে ৫০ ডলার করে ১৫ টা টোকেনে ইনভেষ্ট করেছি।
এত কথা বাদ আগে বলেন আপনার ইনভেস্টমেন্টের কি অবস্থা আগে তো খালি বলতেন অল্ট কয়েনে লসে আছেন অল্ট কয়েন সিজন আসার সিগন্যাল দেখাচ্ছে এখন কি অবস্থা আপনার?

আর মিসের কথা যদি বলি তাহলে আমি যে কি মিস করেছি এটার কি বলব ডোজ কয়েন মিম কয়েন বলে এটাকে অবহেলা করে এখানে কোন ইনভেস্টমেন্ট করিনি পরবর্তীতে নিজে আবার নতুন ডগস করে ঠিক হই ইনভেস্টমেন্ট করেছি সেখানে যদি আমি ডগস এর পরিবর্তে ডজ কয়েনে ইনভেস্টমেন্ট করে রাখতাম তাহলে হয়তো বর্তমানে আমার চার গুণের মতন প্রফিট থাকতো।
তাছাড়া দেখেও ভুল করেছি কারণ আমরা অলরেডি দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প কে কি পরিমান সাপোর্ট দিয়েছে ইলন মাস্ক পরিপ্রেক্ষিতে  ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প থেকে সাপোর্ট পাবে এটাও স্বাভাবিক।  যাই হোক আফসোস করে লাভ নাই সামনের প্ল্যান গুছাই।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 25, 2024, 12:29:24 AM
যাই হোক আমাদের বাংলা কমিউনিটি এর প্রত্যেক মেম্বারের প্রতি আমার আবারও একটা প্রশ্ন যে আপনাকে যদি ১00 ডলার দেওয়া হয় অল্ট কয়েনে ইনভেসমেন্ট করার জন্য এবং মনে রাখতে হবে এমন সব কয়েন ইউজ করতে হবে যেগুলোতে লং টার্মের জন্য হোল্ডিং করে সেগুলোর আর্লি ইনভেস্টার এর  খেতাব পাওয়া যায়।
আমি নিজে আসলে এমন একটি কয়েন ে আমার ১০০ ডলার ফালাই দিতে চাচ্ছি যেটার ম্যাক্সিমাম সাপ্লাই লিমিটেড। যদিও আমার ১০০ ডলার ফালায় দেওয়ার ইচ্ছা এবারের বুল সিজনে নেই আমি মূলত সামনের বিয়ার সিজনকে টার্গেট করতেছি।

ভাই, লং টার্মে ইনভেষ্ট করার কথা যদি চিন্তা করেন, আপনার হাতে খুব বেশি অপশন কিন্তু নাই। মার্কেটে হাজার হাজার টোকেন থাকা সত্তেও আপনি চাইলেই সব কয়েন লম্বা সময় হোল্ড করতে পারবেন না। ব্যাক্তিগত ভাবে আমি মনে করি যেসব টোকেন/কয়েন মার্কেটক্যাপ লিষ্টের টপ ৫০ এর ভেতরে আছে, আপনি শুধু সেগুলোই লং রানে ভালো প্রফিট পেতে পারেন। টপ ৫০ এর মধ্যে কিন্তু কিছু মিম টোকেন ও আছে, সেগুলো আলাদা ভাবে হিসাব করতে হবে।

আমার পোর্টফোলিওর প্রায় ৩০ ভাগ এখন অল্টকয়েন এ। আর এর প্রায় ৮০% টোকেন হচ্ছে টপ ৫০ এর ভেতরে থাকা টোকেন গুলো। যদিও আমি কিছু কিছু টোকেন কেনা মিস করে ফেলেছি। আমি এই বুল রানে ৫০ গুন বা ৩০ গুন প্রফিট এর আশা করি না। তাহলে আমাকে অনেক রিস্ক নিয়ে ইনভেষ্ট করতে হতো। কিন্তু আমার টার্গেট ৫ গুন। যার কারনে আমি বেছে বেছে টপ ৫০ এর ভেতরে থাকা টোকেন গুলো তে ইনভেষ্ট করেছি। আবার আমার ইনভেষ্ট এর পরিমান খুব অল্প। ২০ থেকে ৫০ ডলার করে ১৫ টা টোকেনে ইনভেষ্ট করেছি।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 24, 2024, 04:29:39 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (591 তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-591st-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-allet-5520480
WHAT CRASH?  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?

Please read here first >>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953

Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with my custom art on Bitbills!


newbie
Activity: 9
Merit: 0
November 24, 2024, 01:37:58 PM
এখন ভাবতেছি আপাতত স্টেবল কয়েন করে রাখবো ১০০কে তে সেল অর্ডার দিয়ে রেখেছিলাম এখন আবার ক্যান্সেল করে দিলাম কারণ বিটকয়েনের মার্কেট দুই ট্রিলিয়ন এখনই প্রায়  টাচ করে ফেলেছে।  দেখি আরো কিছু পার্সেন্টেজ প্রফিট বুক করা যায় কিনা।

100কে যাদের টার্গেট ছিলো, তারা কিন্তু মোটামোটি ক্যাশ করে ফেলতেছে। বিটকয়েন আরো গ্রো করবে এটা আমিও আশা করি। তবে ১০০কে তে একটা সেল প্রেশার যে আসবে, সেটা মোটামোটি শিওর। আমরা কিন্তু অলরেডি ৯৯কে টাচ করেছি। আমি ৯৩ হাজারে কিছু প্রফিট বুক করে অল্টকয়েনে ইনভেষ্ট করেছি। আমার মনে হচ্ছে এরপর অল্ট সিজন শুরু হতে যাচ্ছে। যদিও আমি এসব ব্যাপারে একদম এক্সপার্ট না। কাউকেই আমি কোনো প্রকার এডভাইজ দিচ্ছি না।

যারা ১০০ কে তে সেল করতে চাচ্ছিলেন, তারাই কেবল ৯৯-৯৮ তে কিছু সেল করে প্রফিট বুক করতে পারেন। তবে কখনোই পুরো ইনভেষ্টমেন্ট সেল করে দিবেন না। কিছু হাতে রেখে দিবেন বুম করার জন্য। যেটা যেকোনো সময় আপনার কাজে লাগতে পারে। হতে পারে বিটকয়েন ১৫০ কে তে যাবে, এটা তখন সেল দিতে পারবেন।
আসসালামু আলাইকুম। আমি ফোরামে বেশ নতুন। তবে কিপ্টো কারেন্সিতে আমার অভিজ্ঞতা মোটামুটি চলার মত। আমার মনে হয় বিটকয়েন 100000$ রেঞ্জ পার করলেই শুধুমাত্র হাইপের কারণে এটা 120000$ পর্যন্ত খুব অনায়াসে চলে যাবে। তবে ওই মুহূর্তটা খুবই উত্থান পতনের মধ্য দিয়ে যাবে এবং অনেকেই লিকুইডেশনে পড়ে যাবেন যারা ফিউচার ট্রেডিং করেন। তাই আমার মনে হয় আর কিছুদিন ওয়েট করে আরো কিছুটা প্রফিট বুক করে নেয়ার জন্য শ্রেষ্ঠ সময় সামনের দিনগুলোতে আসছে।
তবে আমি বলতে চাচ্ছি যারা ফিউচার ট্রেড করেন তারা দয়া করে ওই সময়টাতে একটু সাবধানতা অবলম্বন করলে ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন কারণ মার্কেট উপরে নিচে খুব বেশি চলাফেরা করবে।
সবাই বুল মার্কেট এনজয় করুন সবার জন্য শুভকামনা।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 24, 2024, 12:31:51 PM
সব কথা সব দিকে, অল্ট সিজন যে ষ্টার্ট হয়ে যাচ্ছে, সেদিকে কি কেউ নজর দিয়েছেন? বিটকয়েন ডমিনেন্স গতকাল কিছুটা কমেছে এবং বেশিরভাগ অল্টকয়েন গুলো পাম্প করতে ‍শুরু করেছে। এটা মূলত শুরু হয় যখন ইনভেষ্টর রা তাদের বিটকয়েন থেকে পাওয়া প্রফিট সেল করে অল্টকয়েনে মুভ করছে। আমি দুই দিন আগে 5.8 কের ১০০ ডলারের ডট কিনলাম, যেটা আজকে ৯ ডলারের ওপরে। আমার আগে থেকেই ৪০ টার মতো ডট ছিলো, কিন্তু কখন যে আমি সেটা সেল করে দিয়েছি, আমি মনেই করতে পারছি না। তবে শেষে ১০০ ডলারের ডট কিনতে পেরেছি যেটা কাজে দিচ্ছে। যারা অল্টকয়েনে ইনভেষ্ট করেছিলেন, তাদের বেশিরভাগ লসে ছিলেন। আশা করি দুই একদিনের মধ্যে সব রিকভার হয়ে যাবে (যদি মোমেন্টাম থাকে)। আর অল্টকয়েন যদি ধোকা না দেয়, তাহলে এবারের বুল রানে ৫ গুন প্রফিট অন্তত পাওয়ার কথা।
আসলে ভাই বুঝতেছিনা সত্যিই কি অল্ট সিজন ষ্টার্ট হয়ে যাচ্ছে নাকি।
কারণ মার্কেটের বর্তমান পরিস্থিতি দেখলে লাল বাত্তি ছাড়া আমি আর কিছু দেখতে পারছি না। পলিগণ কিনে রেখেছিলাম সেটি প্রায় রিকভার করতে গিয়ে আবার ডাম্প ১০% এর উপরে করেছে । যাই হোক আপনাকে অভিনন্দন ডট থেকে ভালো রকম কোপ দিতেছেন।

যাই হোক আমাদের বাংলা কমিউনিটি এর প্রত্যেক মেম্বারের প্রতি আমার আবারও একটা প্রশ্ন যে আপনাকে যদি ১00 ডলার দেওয়া হয় অল্ট কয়েনে ইনভেসমেন্ট করার জন্য এবং মনে রাখতে হবে এমন সব কয়েন ইউজ করতে হবে যেগুলোতে লং টার্মের জন্য হোল্ডিং করে সেগুলোর আর্লি ইনভেস্টার এর  খেতাব পাওয়া যায়।
আমি নিজে আসলে এমন একটি কয়েন ে আমার ১০০ ডলার ফালাই দিতে চাচ্ছি যেটার ম্যাক্সিমাম সাপ্লাই লিমিটেড। যদিও আমার ১০০ ডলার ফালায় দেওয়ার ইচ্ছা এবারের বুল সিজনে নেই আমি মূলত সামনের বিয়ার সিজনকে টার্গেট করতেছি।

বিটকয়েন এর দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে আরো বৃদ্ধি পাবে মনে হচ্ছে কিন্তু আজকে আমি একটা জিনিস দেখে সত্যি খুবই অবাক হয়ে গিয়েছি। বিটকয়েনে বিনিয়োগ করা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতাম লং টার্ম বিনিয়োগ এবং শর্ট টার্ম বিনিয়োগ গুলো নিয়ে অনেক কথা বলেছি কিন্তু আজকে আমি একটা পোস্ট দেখলাম সেই পোস্টটা দেখে আমি খুবই অবাক হয়ে গেছি। যদিও সেটা টুইটারে কারো একটা পোস্ট দেখেছিলাম বিটকয়েনে বিনিয়োগ নিয়ে। সে বিগত ৬-৮ আট বছর যাবত বিটকয়েনে বিনিয়োগ করে যাচ্ছে তার বিনিয়োগের ধারা অব্যাহত রেখে এত কঠোর কাজ কিভাবে সেই চালিয়ে গিয়েছে এই বিষয়গুলো যখন দেখি অবাক হয়ে যাই। আপনারা এটা খেয়াল করেছেন কিনা জানিনা কিন্তু বিটকয়েনে বিনিয়োগ করলে তার মত করে বিনিয়োগ করা উচিত বলে আমার মনে হয়। সে হয়তো অনেক বেশি করেছে কিন্তু আমাদের উচিত সামর্থ্যের মধ্যে যেটা করা যায় সেটা সব সময় ধরে রাখা। আমার খুবই ভালো লেগেছে এবং পরবর্তী সময়ে আমিও চেষ্টা করব এরকম লম্বা সময়ের জন্য বিনিয়োগ করা।
অস্বাভাবিক কিছু না ডিসিএ করে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করলে এ ধরনের প্রফিট গেইন করা স্বাভাবিক। আমি নিজে চুনোপুটি মানুষ মাত্র ৬ মাসের মতন তাও  ইররেগুলার এডপশন করে দ্বিগুণ প্রফিট করেছিলাম বিটকয়েন থেকে সেই ফান্ড এখন আমার রয়েছে সেখানে এখন দ্বিগুণ না প্রায় চার গুণের মতন প্রফিট হয়েছে।

আমি এই জন্য সব সময় সাজেশন করে বিটকয়েনে একেবারে বড় ইনভেস্টমেন্ট না করে ডিসিএ ইনভেস্টমেন্ট চালিয়ে যাওয়া অনেক ভালো।
full member
Activity: 238
Merit: 177
November 24, 2024, 12:04:16 PM
সবার কি অবস্থা ভাই? সবাই দেখি বাংলা কমিউনিটিতে খুব একটা বেশি সময় দিচ্ছেন না। কেমন যেন বাংলা কমিউনিটিতে সবার এক্টিভিটি কমে যাচ্ছে। আপনারা কি সবাই বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়াতে থমকে গেলেন নাকি?



বিটকয়েন এর দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে আরো বৃদ্ধি পাবে মনে হচ্ছে কিন্তু আজকে আমি একটা জিনিস দেখে সত্যি খুবই অবাক হয়ে গিয়েছি। বিটকয়েনে বিনিয়োগ করা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতাম লং টার্ম বিনিয়োগ এবং শর্ট টার্ম বিনিয়োগ গুলো নিয়ে অনেক কথা বলেছি কিন্তু আজকে আমি একটা পোস্ট দেখলাম সেই পোস্টটা দেখে আমি খুবই অবাক হয়ে গেছি। যদিও সেটা টুইটারে কারো একটা পোস্ট দেখেছিলাম বিটকয়েনে বিনিয়োগ নিয়ে। সে বিগত ৬-৮ আট বছর যাবত বিটকয়েনে বিনিয়োগ করে যাচ্ছে তার বিনিয়োগের ধারা অব্যাহত রেখে এত কঠোর কাজ কিভাবে সেই চালিয়ে গিয়েছে এই বিষয়গুলো যখন দেখি অবাক হয়ে যাই। আপনারা এটা খেয়াল করেছেন কিনা জানিনা কিন্তু বিটকয়েনে বিনিয়োগ করলে তার মত করে বিনিয়োগ করা উচিত বলে আমার মনে হয়। সে হয়তো অনেক বেশি করেছে কিন্তু আমাদের উচিত সামর্থ্যের মধ্যে যেটা করা যায় সেটা সব সময় ধরে রাখা। আমার খুবই ভালো লেগেছে এবং পরবর্তী সময়ে আমিও চেষ্টা করব এরকম লম্বা সময়ের জন্য বিনিয়োগ করা।

আর কিছু গুরুত্বপূর্ণ পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতেছি:

jr. member
Activity: 33
Merit: 8
November 24, 2024, 12:02:00 PM
সব কথা সব দিকে, অল্ট সিজন যে ষ্টার্ট হয়ে যাচ্ছে, সেদিকে কি কেউ নজর দিয়েছেন? বিটকয়েন ডমিনেন্স গতকাল কিছুটা কমেছে এবং বেশিরভাগ অল্টকয়েন গুলো পাম্প করতে ‍শুরু করেছে। এটা মূলত শুরু হয় যখন ইনভেষ্টর রা তাদের বিটকয়েন থেকে পাওয়া প্রফিট সেল করে অল্টকয়েনে মুভ করছে। আমি দুই দিন আগে 5.8 কের ১০০ ডলারের ডট কিনলাম, যেটা আজকে ৯ ডলারের ওপরে। আমার আগে থেকেই ৪০ টার মতো ডট ছিলো, কিন্তু কখন যে আমি সেটা সেল করে দিয়েছি, আমি মনেই করতে পারছি না। তবে শেষে ১০০ ডলারের ডট কিনতে পেরেছি যেটা কাজে দিচ্ছে। যারা অল্টকয়েনে ইনভেষ্ট করেছিলেন, তাদের বেশিরভাগ লসে ছিলেন। আশা করি দুই একদিনের মধ্যে সব রিকভার হয়ে যাবে (যদি মোমেন্টাম থাকে)। আর অল্টকয়েন যদি ধোকা না দেয়, তাহলে এবারের বুল রানে ৫ গুন প্রফিট অন্তত পাওয়ার কথা।
হ্যাঁ বর্তমানে অল্ট কয়েন গুলো প্রচুর পরিমাণে পাম্পিং করছে, যেগুলো পাম্প করছে অনেক বেশি পরিমানে পাম্প করছে, আমি এই মাত্র NOT কয়েনটি দেখে অবাক হয়ে গেছি। NOT কয়েন বেশ কিছুদিন যাবৎ একটি স্থিতিশীল অবস্থায় ছিল, কিন্তু এটি মাত্র ১ ঘন্টায় 21.7% পাম্প করেছে। আসলেই ভাই, এবারের বুল রানে সবাই ভালো পরিমানে প্রফিট পাবে। কারণ এগুলো আরো অনেক পাম্প করবে, তাছাড়া আরো অন্যান্য কয়েন গুলোও পাম্প করতে চলেছে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 24, 2024, 12:49:00 AM
সব কথা সব দিকে, অল্ট সিজন যে ষ্টার্ট হয়ে যাচ্ছে, সেদিকে কি কেউ নজর দিয়েছেন? বিটকয়েন ডমিনেন্স গতকাল কিছুটা কমেছে এবং বেশিরভাগ অল্টকয়েন গুলো পাম্প করতে ‍শুরু করেছে। এটা মূলত শুরু হয় যখন ইনভেষ্টর রা তাদের বিটকয়েন থেকে পাওয়া প্রফিট সেল করে অল্টকয়েনে মুভ করছে। আমি দুই দিন আগে 5.8 কের ১০০ ডলারের ডট কিনলাম, যেটা আজকে ৯ ডলারের ওপরে। আমার আগে থেকেই ৪০ টার মতো ডট ছিলো, কিন্তু কখন যে আমি সেটা সেল করে দিয়েছি, আমি মনেই করতে পারছি না। তবে শেষে ১০০ ডলারের ডট কিনতে পেরেছি যেটা কাজে দিচ্ছে। যারা অল্টকয়েনে ইনভেষ্ট করেছিলেন, তাদের বেশিরভাগ লসে ছিলেন। আশা করি দুই একদিনের মধ্যে সব রিকভার হয়ে যাবে (যদি মোমেন্টাম থাকে)। আর অল্টকয়েন যদি ধোকা না দেয়, তাহলে এবারের বুল রানে ৫ গুন প্রফিট অন্তত পাওয়ার কথা।
full member
Activity: 238
Merit: 177
November 23, 2024, 03:32:23 AM


১৫ তম বার্ষিকীতে ফোরামের সকল মেম্বার এবং সকল মডারেটর এবং এডমিন প্যানেলের যারা আছে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের জন্যই ফোরাম এত সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে। আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই ফোরাম এখন এতটা জনপ্রিয় হয়ে উঠেছে আপনাদের কৃতিত্ব ভোলার মত নয়। বিশেষ করে ধন্যবাদ জানাই যে এই ফোরামে তৈরি করেছিল ১৫ বছর আগে সেই এই ফোরাম টি ১৫ বছর আগে তৈরি না করলে হয়তো আমরা এই একটি গুচ্ছে এসে পরিচিত হতে পারতাম না।‍

প্রতিনিয়ত চেষ্টা করব ফোরামের জন্য কোন কিছু করার ফোরামের বিজ্ঞ লোকদের অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি বিজ্ঞ লোকদের সাহায্য সহযোগিতা এবং বুদ্ধিমত্তার সাথে শেয়ার করে এগিয়ে যেতে পারবো। ফোরামের বিজ্ঞ লোকদের মতো কোনো কিছু করার ইচ্ছে আমাদেরও আছে ইনশাআল্লাহ একদিন আমরাও করতে পারব ফোরামের জন্য কিছু।

Our Bitcoin forum is 15 years old today
ভাই আপনি ভালো একটা জিনিস তুলে ধরেছেন সত্যি আমরা গর্বিত এই ফোরামের জন্য যদি ১৫ বছর আগে এটা তৈরি না হতো তাহলে হয়তো আমরা এখানে একত্রিত হতে পারতাম না. ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় টা দেখে তুলে ধরার জন্য আমাদের মাঝে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 22, 2024, 01:48:04 PM
Our Bitcoin forum is 15 years old today



আজকে এই ফোরামে লগইন করার সময় এই বিষয়টা চোখে পড়ল সেখানে নিউসে লেখা রয়েছে যে আমাদের বিটকয়েন ফোরাম আজ ১৫ বছর বয়সী। আজকে ২২ শে নভেম্বর ২০২৪। সাতোশি নাকামতো বিটকয়েন ফোরাম তৈরি করেছিলেন শুধু বিটকয়েন ফোরাম নয়, তিনি বিটকয়েনও তৈরি করেছেন এটা সবারই জানা রয়েছে বিটকয়েন এবং বিটকয়েন ফোরাম সম্পর্কে গুগলে সার্চ করলে সর্ব প্রথমেই এই নিউজগুলো চলে আসে। আজকে ২২ নভেম্বর ২০০৯ সালের এই দিনে সাতোশি নতুনভাবে সবাইকে  বিটকয়েন ফোরামে ওয়েলকাম জানিয়ে ছিলেন।


ওরে ভাই এই জিনিসটা তো চোখে পড়ে নাই। সবার উপরে ছিল কিন্তু জিনিসটা আজকে আবার একদমই চোখে পড়েনি।
যাইহোক আপনাকে ধন্যবাদ এখানে শেয়ার করার জন্য আপনি না শেয়ার করলে হয়তোবা আজকে জানতামই না যে বিটকয়েনটক ফোরাম ২০০৯ সালের ২২ শে নভেম্বর প্রতিষ্ঠিত করা হয়েছে।
যাই হোক বিটকয়েনেরও তো ১৫ বছরের উপরে হয়ে গিয়েছে এদিক দিয়ে আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম ১৫তম অ্যানিভার্সারিতে বিটকয়েন গিফট শুরুপ বিটকয়েনার দের ১০০কে উপহার দিতে যাচ্ছে।
member
Activity: 76
Merit: 44
November 22, 2024, 01:22:22 PM
Our Bitcoin forum is 15 years old today



আজকে এই ফোরামে লগইন করার সময় এই বিষয়টা চোখে পড়ল সেখানে নিউসে লেখা রয়েছে যে আমাদের বিটকয়েন ফোরাম আজ ১৫ বছর বয়সী। আজকে ২২ শে নভেম্বর ২০২৪। সাতোশি নাকামতো বিটকয়েন ফোরাম তৈরি করেছিলেন শুধু বিটকয়েন ফোরাম নয়, তিনি বিটকয়েনও তৈরি করেছেন এটা সবারই জানা রয়েছে বিটকয়েন এবং বিটকয়েন ফোরাম সম্পর্কে গুগলে সার্চ করলে সর্ব প্রথমেই এই নিউজগুলো চলে আসে। আজকে ২২ নভেম্বর ২০০৯ সালের এই দিনে সাতোশি নতুনভাবে সবাইকে  বিটকয়েন ফোরামে ওয়েলকাম জানিয়ে ছিলেন।

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 22, 2024, 12:57:10 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#23)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ  https://bitcointalksearch.org/topic/free-raffle-custom-exch-cryptosteel-capsule-23-5520314
full member
Activity: 238
Merit: 177
November 22, 2024, 12:22:27 PM

আসুন ভুল মার্কেট নিয়ে আলোচনা করা যাক এবং এই সময়ে কি কি হয় সেগুলো দেখা যাক। বিটকয়েনের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেহেতু বুল রান শুরু হতে বেশি সময় নাই বললেই চলে।

বুল মার্কেট কি?
বুল মার্কেট হলো এমন একটি আর্থিক বাজার যেখানে শেয়ারের দাম ক্রমাগত বাড়তে থাকে। এই ধরনের বাজারে বিনিয়োগকারীরা সাধারণত আশাবাদী থাকেন এবং তারা মনে করেন যে শেয়ারের দাম আরো বাড়বে। এই ধরনের বাজারকে ষাঁড়ের বাজারও বলা হয় কারণ ষাঁড় সবসময় উপরের দিকে আক্রমণ করে।

সহজ কথায়, যখন শেয়ার বাজারে সবকিছু ভালো চলছে, কোম্পানিগুলি লাভ করছে এবং বিনিয়োগকারীরা মনে করছে যে ভবিষ্যতে আরো লাভ হবে, তখন বুল মার্কেট হয়।

বুল মার্কেটের কাজ কি?
বুল মার্কেটের কাজ হলো অর্থনীতিকে উদ্দীপিত করা, যখন বুল মার্কেট হয়।

১:বিনিয়োগ বাড়ে
২:কোম্পানিগুলির বৃদ্ধি
৩:অর্থনীতির বৃদ্ধি

বুল মার্কেট সবসময় চলতে থাকে না। কখনো কখনো বিয়ার মার্কেটও আসে যেখানে শেয়ারের দাম কমতে থাকে।বিটকয়েনের বুল মার্কেট সম্পর্কে আপনাদের পরিকল্পনা কি? বিটকয়েনের দাম যেভাবে বেড়ে যাচ্ছে তার জন্য মনে হচ্ছে বিটকয়েন ১০০কে স্পর্শ করে ফেলবে। এইটাকে অতিক্রম করে আরও বেশি হয়ে যেতে পারে যেটা দেখা যাচ্ছে সেটা নিয়ে এটাই প্রেডিকশন করা যায় বিটকয়েনের প্রাইস। বুল রানের পরবর্তী সময়ে আপনি কি করবেন এবং আপনার পরিকল্পনা গুলো কি আমাদের সাথে শেয়ার করবেন।

আমরা প্রত্যেক চার বছর পর পর যে ভুল মার্কেট দেখতে পাই এটা খুব শীঘ্রই আমরা সামনে দেখতে যাচ্ছি। যারা এখান থেকে কোন কিছু করার আশা তারা সবসময় এলার্ট থাকবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 22, 2024, 09:18:47 AM
আমার তো ভাই ১০০ কে টার্গেট ছিল তবে বর্তমানে মার্কেটের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে মার্কেট ১০০ কে এর উপরে যাবে তাই আমি এখনো বুঝতেছে না কি করব তার মধ্যে ১০০ ক্ষেত্রে সেল অর্ডার ক্রিয়েট করে রেখেছিলাম সেটা ক্যান্সেল করে দিয়েছি গতকালকেই।
আর এটা ভাই আমিও বুঝতেছি যে হান্ড্রেড কেটে আসলে অবশ্যই অনেকে বিটকয়েন সেল করবে এবং তার প্রভাব মার্কেটে অবশ্যই পড়বে হতে পারে আমরা এজন্য মার্কেটে কিছু ডাম্প দেখতে পারি। আর এ বিষয়টা আমি আজকেও চিন্তা করেছি আমি কি ১০০কে তে  ৫০% সেল করে দিব কিনা।
তবে দেখি বিটকয়েন ১০০ কে এর উপরে কত যায় এখন টার্গেট সেট করা নিয়ে মুশকিলে পড়ে গিয়েছি অলরেডি প্রায় ৬০% প্রোফিটে রয়েছি।  Smiley

৫০% সেল করার দরকার নাই। আপনি ৯৫ এর ভেতরে অন্তন ২০-২৫% সেল দিয়ে অন্তত কিছু প্রফিট করতেই পারেন। আবার বিটকয়েন পাম্প করলে আমারে গালি দিয়েন না। এটা আমারে আরেক বড় ভাই বলছে যদিও। ২০২৫ এর জানুয়ারী তে একটা পাম্প আশা করা যাচ্ছে। এই মুহুর্তে ৫০% সেল না দেয়াই ব্যাটার হবে। তবে যদি এখান থেকে মার্কেট নিচে চলে যায়, তাহলে আবার রিগ্রেট করবেন। তবে মার্কেট নিচে যাওয়ার মতো তেমন কোনো কারন দেখছি না আপাতত।

সামনের দিন গুলোতে আমার মনে হয় বিটকয়েন সেল করে অনেকেই অল্ট কয়েন মার্কেটে ঢুকবে। কারন অল্ট সিজন এখনো শুরুই হয়নি। যেখানে বিটকয়েন অলরেডি ১০০ কে ছুই ছুই করছে। তবে যেটা বললাম, অল্প কিছু সেল করে আপাতত ষ্ট্যাবল কয়েন রেখে দিতে পারেন। তবে বেশি সেল করা ঠিক হবে না মনে হয়। মার্কেট মুভমেন্ট বুঝে সেল দিতে পারেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 22, 2024, 06:23:39 AM
100কে যাদের টার্গেট ছিলো, তারা কিন্তু মোটামোটি ক্যাশ করে ফেলতেছে। বিটকয়েন আরো গ্রো করবে এটা আমিও আশা করি। তবে ১০০কে তে একটা সেল প্রেশার যে আসবে, সেটা মোটামোটি শিওর। আমরা কিন্তু অলরেডি ৯৯কে টাচ করেছি। আমি ৯৩ হাজারে কিছু প্রফিট বুক করে অল্টকয়েনে ইনভেষ্ট করেছি। আমার মনে হচ্ছে এরপর অল্ট সিজন শুরু হতে যাচ্ছে। যদিও আমি এসব ব্যাপারে একদম এক্সপার্ট না। কাউকেই আমি কোনো প্রকার এডভাইজ দিচ্ছি না।

যারা ১০০ কে তে সেল করতে চাচ্ছিলেন, তারাই কেবল ৯৯-৯৮ তে কিছু সেল করে প্রফিট বুক করতে পারেন। তবে কখনোই পুরো ইনভেষ্টমেন্ট সেল করে দিবেন না। কিছু হাতে রেখে দিবেন বুম করার জন্য। যেটা যেকোনো সময় আপনার কাজে লাগতে পারে। হতে পারে বিটকয়েন ১৫০ কে তে যাবে, এটা তখন সেল দিতে পারবেন।
আমার তো ভাই ১০০ কে টার্গেট ছিল তবে বর্তমানে মার্কেটের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে মার্কেট ১০০ কে এর উপরে যাবে তাই আমি এখনো বুঝতেছে না কি করব তার মধ্যে ১০০ ক্ষেত্রে সেল অর্ডার ক্রিয়েট করে রেখেছিলাম সেটা ক্যান্সেল করে দিয়েছি গতকালকেই।
আর এটা ভাই আমিও বুঝতেছি যে হান্ড্রেড কেটে আসলে অবশ্যই অনেকে বিটকয়েন সেল করবে এবং তার প্রভাব মার্কেটে অবশ্যই পড়বে হতে পারে আমরা এজন্য মার্কেটে কিছু ডাম্প দেখতে পারি। আর এ বিষয়টা আমি আজকেও চিন্তা করেছি আমি কি ১০০কে তে  ৫০% সেল করে দিব কিনা।
তবে দেখি বিটকয়েন ১০০ কে এর উপরে কত যায় এখন টার্গেট সেট করা নিয়ে মুশকিলে পড়ে গিয়েছি অলরেডি প্রায় ৬০% প্রোফিটে রয়েছি।  Smiley
Pages:
Jump to: