বাংলাদেশ কমিউনিটি মেম্বারদের জন্য একটা কথা।
কিছুদিন আগে একটা ফেইসবুক গ্রুপে পোষ্ট করেছিলাম যে বিটকয়েনটক ফোরাম নিয়ে তাদের ধারণা কেমন। এই ব্যাপারে তারা কিছু জানে কি না। এখান থেকেও যে টুকিটাকি ইনকাম করা যায়, এই ব্যাপারে কেউ জানে কি না। সেই পোষ্ট এ অনেকেই আগ্রহ দেখিয়েছে ফোরামে জয়েন করার জন্য। সবাইকে আলাদা আলাদা মেসেজ করা সমস্যা এজন্য সবাইকে একটা ফেইসবুক মেসেঞ্জার গ্রুপে এড করে মেসেজে ফোরামের ব্যাপারে কিছু আইডিয়া দিয়েছি। অনেকেই ফোরামে জয়েন করতে আগ্রহী হয়েছে। আমার প্রথমে যদিও কোনো উদ্দেশ্য ছিলো না। কিন্তু এখন মনে হচ্ছে বাংলাদেশী মেম্বার বাড়লে আমাদের কমিউনিটির জন্য ভালো হবে। আমরা সামনে আবারো লোকাল বোর্ড এর জন্য আবেদন করবো বলে ভাবছি। তো, সামনে আমাদের থ্রেড এ কিছু নতুন মেম্বার আসতে পারে। যে যখন একটিভ থাকবেন, তাদের কে হেল্প করার জন্য অনুরোধ করবো। এতে করে আমাদের কমিউনিটি আস্তে আস্তে বড় হবে। আর এই কাজে আমার সাথে আছেন আমাদের বড় ভাই ছোট ইদুর।
আমি যতদূর জানি ভাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মেম্বাররা যারা ফোরামে আছে তারা বেশিরভাগ বাউন্টি নিয়ে ব্যস্ত। তারা এই ফোরাম সম্পর্কে বাউন্টি ছাড়া আর কোন কিছু বোঝেনা বা তারা বোঝার চেষ্টাও করে না। আমি এটা দেখেছি তারা বাউন্ডারি নিয়েই খুশি। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন যে বর্তমান সময়ে বাউন্টির অবস্থায় এতটা ভালো না কিন্তু তবুও যদি নতুন কোন বাউন্টি আসে তাহলে দেখা যাইবে তারা যাপাইয়া পড়ে জয়েন হয় বাউন্টিতে।
আপনি যে উদ্যোগটা নিয়েছেন এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং আপনি যে কাজটা করেছেন এটা খুবই ভালো কাজ করেছেন। আসলে আমাদের বাংলা কমিউনিটিতে এই কয়েকজন ছাড়া আমি আর কোন মেম্বার দেখতে পাই না যারা ফোরামে সময় দেয়। এই আমরা গুটিক কয়েকজন যারা ফোরামের সময় দিচ্ছি এবং সম্মানিত বড় ভাইয়েরা সময় দিচ্ছে তারা খুবই হেল্পফুল। এরা খুবই ফ্রেন্ডলি নতুন কেউ আসলে যদি কোন কিছু জানতে চাই এটা সুন্দর করে বুঝিয়ে দেয় এই বিষয়গুলো থাকা সত্ত্বেও আমাদের কমিউনিটি কেন বৃদ্ধি পাচ্ছে না এইটা আমাদের ভাবা উচিত। ফোরামে যখন নতুন কেউ আসবে তাদেরকে সাদরে গ্রহণ করে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে। যারা ফোরাম সম্পর্কে জানে না তাদেরকেই ফোরাম সম্পর্কে জানাতে হবে তাদেরকে এখানে আসতে মোটিভেট করতে হবে। আমার কিছু বন্ধুদের সাথে এটা সম্পর্কে আলোচনা করেছি এবং তারা এখানে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমি যদিও নতুন যদি আমার থেকেও প্রেসার কেউ এই ফোরামে আসে তাহলে আমি যতটুকু জানি সেটা তাদের মাঝে ওপেনলি দেওয়ার চেষ্টা করব। আর ফোরামের বড় মেম্বার ভাইয়েরা তো আসেনি তারা তো দেখবে সমস্যা নেই আমার মনে হয় নতুন কেউ যদি শেখার জন্য আসে তাহলে শিখতে বেশি দেরি হবে না যদি রেগুলার লেগে থাকে।
ami bangladeshi . new kivabe ay forum a valo kora jabe parle akta guideline dian boss
ভাই আপনি ২০ সেপ্টেম্বর পরা মেয়ে একটা পোস্ট করেছিলেন সেই পোস্ট দেখে আপনাকে সবাই সাদরে গ্রহন করে মেম্বাররা আপনাকে স্বাগতম জানিয়েছে এবং আপনাকে ফোরাম সম্পর্কে বোঝার জন্য এবং শেখার জন্য অনেক লিংক শেয়ার করেছি। এবং আপনাকে এটাও বলেছে যে ফোরামের বাংলা কমিউনিটিতে এসে বাংলিশ ভাষায় কথা বলা যাবে না আপনি কোন কিছু জানতে চাইলে সেটা বাংলাতেই লিখবেন আপনাকে এই সম্পর্কে অবগত করেছেন তারা। আশা করি আপনি সেই পোস্টগুলো পড়বেন এবং ফোরাম সম্পর্কে শিখবেন। আর কোন কিছু না বুঝলে সেটা জানার জন্য বাস শিখার জন্য এখানে জিজ্ঞাসা করে প্রশ্ন করে পোস্ট করতে পারেন অন্য সকল বড় ভাইয়েরা যারা এটা সম্পর্কে জানে তারা সেটা সম্পর্কে আপনাকে ক্লিয়ার করে দিবে।
ভাইয়া আমি বাউন্টি সম্পরকে একটা ধারনা চাই।
পরবর্তীতে আপনি 22 সেপ্টেম্বর একটি পোস্ট করেছেন আপনি বাউন্টি সম্পর্কে জানতে চান। আচ্ছা আপনি জানতে চান এটা ভালো কথা আপনি জানতে চাইতেই পারেন কিন্তু ভাই আমি আপনাকে বলব ফোরাম সম্পর্কে একটু ভালোভাবে শেখেন ফোরাম সম্পর্কে ভালো একটা আইডিয়া নেন তারপর আস্তে আস্তে জেনে যাবেন। যদি ফোরামে এসেই তাড়াহুড়া করেন সবকিছুর জন্য তাহলে ভাই অনেক কিছু শিখতে পারবেন না মিস হয়ে যাবে। সেজন্য একটু স্থির হয়ে ভালোভাবে শেখার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনি অনেক কিছু শিখে গেছেন।
আচ্ছা তাহলে এখন আসি আপনার বাউন্টি সম্পর্কে একটু ধারণা দিতে। আসলে বাউন্টি হচ্ছে একটা প্রচারণার মাধ্যম। যার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রমোট করা হয়। যেমন আপনি হয়তো ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং সিস্টেম সম্পর্কে জানেন। এই বানানটিটা হচ্ছে একটা মার্কেটিং সিস্টেম তৃপ্ত প্রজেক্ট গুলো মার্কেটিং করার জন্য বাউন্টির মাধ্যমে মার্কেটিং করা হয়। যেমন: টুইটার, ফেসবুক, টেলিগ্রাম ইত্যাদি।
pepe miss korsi
তারপর ভাই আপনি ২৩ তারিখে একটা পোস্ট করেছেন আমি বুঝলাম না আপনি কি রকম ভাবে এই পোস্টটা করলেন আপনাকে যদিও পূর্বে বলা হয়েছে যে এরকম বাংলিস পোস্ট করা যাবে না কিন্তু আপনি হয়তো ভুলে গেছিলেন ভাই। ভাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এগুলো নেক্সটাইম করবেন না আপনি আপনার পোস্টগুলো বাংলায় সুন্দর ভাবে তুলে ধরবেন।