বিটকয়েনের এডোপটেশন অনেক দেশেই অনেক দ্রুত হয়ে যাচ্ছে ভাই। El Salvador এর কথা চিন্তা করেন! ওরা প্রথমত বিটকয়েনকে তাদের দেশে বৈধ করে দিয়েছে। ২য় রিসেন্টলি শুনলাম, তারা নাকি পড়ালেখায় ক্রিপ্টো এডুকেশনের জন্য সাবজেক্ট যুক্ত করাচ্ছে। মানে হচ্ছে তাদের দেশে বাচ্চাকাল থেকেই শিশুরা ক্রিপ্টো নলেজের সাথে বড় হবে। কত বড় এক সুবিধা। আর এদিকে আমাদের দেশে পড়ালেখা কেন ক্রিপ্টোর অবৈধতা পর্যন্ত পেলাম না। ভবিষ্যতে কি হবে কে জানে। আমার এখানো মনে আছে, আমার পরিচিত যেসব ভাই ব্রাদার আছে যারা ক্রিপ্টো ব্যবহার করে এ সম্পর্কে জানে তারা সবাই আমাকে এ বিষয়ে কাউকে বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলছে। সোজা বাংলায় না, কাউকে বলা যাবে না, সমস্যা আছে, জানাজানি হলে ঝামেলা হয়ে যাবে। ঠিক এভাবেই। রিসেন্টলি দেখলাম পুলিশ নাকি এক বাসের নাগরিকের মোবাইল চেক করতেছে! তাকে এই ক্ষমতা কে দিসে? এটা দেখার পর এক বড় ভাই বল্লো ফোনে ক্রিপ্টো রিলেটেড যা যা আছে যেসব আ্যাপ আছে, সব ডিলিট দিতে বা ২য় ডিভাইস ব্যবহার করতে যেটা বাসার বাহিরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।
ভাই এল সালভাদর দেশের কথা বাদ দেন। এল সালভাদর দেশটির জাতীয় কোষাগার
২৩৮০ টি বিটকয়েনের মালিক যার বর্তমান মূল্য ৬০ মিলিয়নের বেশি। এল সালভাদর দেশের মতো আমাদের দেশকে তুলনা করা যাবে না। এল সালভাদর দেশটি বিটকয়েন বৈধ করে পুরো বিশ্বের মাঝে পরিচিত লাভ করেছে। আমি নিজেই এল সালভাদর দেশটি চিনতাম না নিউজে ঘাটাঘাটি করতে এল সালভাদর দেশ সম্পর্কে জানতে পারি। আমাদের বাংলাদেশে আমরা বিটকয়েন বৈধ দেখতে পাবো কিনা জানি না। তবে এক সময় হতে পারে আমাদের দেশে বিটকয়েন বৈধ করা হবে। তবে বৈধ করা হলেও বেশি পরিমানে ট্যাক্স নিবে।
আর আমাদের দেশের একজনের ভালো আরেক জন দেখতে পারে না। যাদের বন্ধু ক্রিপ্টকারেন্সির সাথে জড়িত না সে সকল বন্ধুকে ক্রিপ্টো সম্পর্কে বলা যাবে না। এটা সত্যি বলেছেন বাহিরে গেলে ২য় ডিভাইস ব্যবহার করা উত্তম হবে। তবে ২ -৩ দিনের সফরে গেলে অবশ্যই যে ফোনের মাধ্যমে কাজ করে সেই ফোন নিয়ে যেতে হবে। @Nothingtodo ভাই এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি উপদেশ দিয়েছে, তার উপদেশ অনুযায়ী চললে ঝামেলা মুক্ত থাকা যাবে।
সালভাদর সরকারের অধীনে ২৩৮০/২৩৮১ বিটকয়েন রয়েছে এই তথ্যটি যদিও বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা ছেপেছে কিন্তু এই তথ্যটি এখন পর্যন্ত সত্য নয় কেননা সালবদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ঘোষণা করেছেন যে তাঁর দেশ সালভাদর প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করবে কিন্তু সেই হিসেবটা আজও প্রকাশ পায়নি। সালভাদর কি প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করছে?
যদি একটি করে বিটকয়েন প্রতিদিন ক্রয় করে থাকে তাহলে সাল বদরের বিটকয়েনের সংখ্যা ২৩৮০ টি নাও হতে পারে অবশ্যই বেশি হবে। সরকারি দপ্তর থেকে এখন পর্যন্ত কোন সঠিক তথ্য জানানো হয়নি। তবে বিভিন্ন নিউজে সাল বদরের বিটকয়েন সংখ্যা 2380/২৩৮১ এই সংখ্যায় তুলে ধরা হয়।
সালভাদর ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত শেষ বিটকয়েন ক্রয়ের রেকর্ড রয়েছে যেখানে সালভাদরের সরকার ১৯০০০ দাম প্রতি বিটকয়েন হিসেবে ৮০ কি বিটকয়েন ক্রয় করেছিল। তারপর সালবাদের সরকারের বিটকয়েন ক্রয়ের কোন রেকর্ড আমরা অনলাইনে পাইনি। তাই যদি সালভাদরের সরকার যদি পরবর্তীতে বিটকয়েন ক্রয় করে না থাকে তাহলে বিটকয়েনের সংখ্যা ২৩৮০ টি হবে।
এল সালভাদর ২০২১ সালে বিটকয়েন আইনি দরপত্র দ্বারা বৈধ ঘোষিত হয়। এবং তারা প্রায় অনেক বিটকয়েন দীর্ঘদিনের জন্য হোল্ড করে। লাস্ট বিটকয়েন ক্রয় করেছেন এল সালভাদের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ২০২২ সালে এবং বাকি সব বিনিয়োগে লোকসানের সম্মুখীন হয়েছে কিন্তু লাস্টের বিনিয়োগ দ্বারা এখনো লভ্যাংশ বিদ্যমান রয়েছে। তবে এই বিয়ার মার্কেট সময়ে পরিবর্তন হলে অবশ্যই লাভের অংশ দেখতে পাবে।
এল সালভাদর প্রেসিডেন্ট নায়েব বুকেলে বিটকয়েন সম্পর্কে যতগুলো পদক্ষেপ গ্রহণ করা উচিত প্রায় সকল পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং এল সালভাদের জনগণকে সকল প্রকার বিটকয়েন লেনদেন সম্পর্কে সুযোগ সুবিধা দিয়েছেন, যা অন্যান্য দেশে এখনো এই সুবিধা বিদ্যমান নেই।
আমি সোশ্যাল মিডিয়া গুলোতে দেখেছি বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সকল ব্যক্তিকে (ছেলে বা মেয়ে উভয়) বিটকয়েন সম্পর্কে শিক্ষাদান করে থাকে। এই বিটকয়েন শিক্ষা পদক্ষেপ দ্বারা অবশ্যই এল সালভাদর জনগণ সহ সকল ব্যক্তি সফলতা অর্জন করবে।
আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলতে চাই নায়েব বুকেলে বর্তমান সময়ে আরো বিটকয়েন ক্রয় করা দরকার কারণ এই নিম্ন পরিস্থিতির বাজার আর পাওয়া যাবে না যেহেতু আমাদের সামনে বিটকয়েন হালবিং অপেক্ষা করছে। ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এই চার বছরের চক্রে হালভিং যা গঠতে অল্প কিছুদিনের অপেক্ষা মাত্র ।
ছবি সোর্স লিংকআমি মনে করি এল সালভাদর এর সরকার বিটকয়েন বিনিয়োগ করে অবশ্যই সার্থক এবং সফলতা অর্জন করবে।