Author

Topic: বাংলা (Bengali) - page 150. (Read 5718031 times)

sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 28, 2023, 01:01:27 AM
এই বিষয়টা সত্যিই খারাপ লাগে যে আমাদের বাংলা লোকাল বোর্ডের নতুন ইউজাররা এই ধরনের কাজ করে থাকে।
@Mst.Wangdan$ @Freelancershojib
দুজনে যে একই ইউজার এতে কোন সন্দেহ নেই, একজন ব্যবহারকারী মাল্টি অ্যাকাউন্ট চালিয়ে কখনোই টিকে থাকতে পারবেনা।
এই দুজন ব্যক্তির জন্য বাংলা লোকাল বোর্ডের অনেকটা দুর্নাম হবে সব জায়গায় একই ধরনের পোস্ট কোয়ালিটি এবং কি Mst.Wangdan$ যেখানে পোস্ট করিতে মেরিট এর আশায় Freelancershojib ঠিক একই জায়গায় পোস্ট করে শুধুমাত্র মেরিট পাওয়ার জন্য।

https://bitcointalksearch.org/topic/naija-novice-hangout-newbies-introduction-orientation-thread-5121680
ইতিমধ্যে দুজন ব্যবহারকারী নিউট্রাল ট্যাগ খেয়েছে, আমার প্রশ্ন হল দুজন ব্যবহারকারী বাংলা লোকাল বোর্ডের সদস্য কিন্তু তাঁরা নাইজেরিয়ান স্থানীয় বোর্ডে পোস্ট করেছেন মেরিট এর জন্য।
আবার সেই জায়গায় মেরিট এর জন্য দুজনের লোকেশন দিয়েছে তিনটি দেশে Grin যা সত্যি হাস্যকর।
নাইজেরিয়ান লোকাল বোর্ডে সেখানে শুধু নাইজেরিয়ার সদস্যদের মেরিট প্রদান করে থাকে কিন্তু তিনি সেখানে দুটি অ্যাকাউন্ট দিয়েই পোস্ট করেছি, (আহহ কি লিজেন্ড ব্যক্তি তিনি  Grin Grin)
ইতিমধ্যেই দুটি একাউন্টেই নিউট্রাল ট্যাগ খেয়েছে, তার এই অপকর্ম টি সত্যি আমাদের বাংলার লোকাল বোর্ডের জন্য দুঃখের বিষয় এই সমস্ত ব্যাপারকারীর জন্য বাংলা লোকাল বোর্ডের দুর্নাম।
কিন্তু অবশ্যই দুজনই অতিশীঘ্রই রেড ট্যাগ খাওয়ার জন্য অনেক লাফালাফি করছে। Grin
full member
Activity: 490
Merit: 119
September 28, 2023, 12:34:40 AM
এখনি সতর্ক হোন

যারা এখনো পর্যন্ত কোনো সতর্কতা অবলম্বন করেননি তারা দ্রুত সতর্কতা অবলম্বন করুন। আমরা একই নাম্বার দিয়ে বছরের পর বছর টাকা লেনদেন করবো না বরং বেশ কিছুদিন পর পর টাকা লেনদেনের মাধ্যম গুলো চেঞ্জ করতে হবে তা না হলে গোয়েন্দা বিভাগের নজরদারি পড়তে হবে।


বেশ কয়েক মাস অপেক্ষা করার পরে, স্পেনের সেন্ট্রাল ব্যাংক ক্রিপ্টো সম্পর্কিত লেনদেন গুলি চালু করেছে। সত্যিই এই খবরটা স্পেনে ক্রিপ্টো ট্রেডারদের জন্য একটা বড় ধরনের সুখবর। গত সোমবার এই নিউজটি অফিসিয়ালি ডিক্লারেশন করা হয়। তবে ব্যাংকটিতে ক্রিপ্টো রিলেটেড সেবা পরিচালনা করার জন্য কিছু শর্ত মেনে চলতে হবে।

অন্যদিকে, বাংলাদেশ সরকার ক্রিপ্টো-কারেন্সি বিষয়গুলো নিয়ে জানাশোনা ব্যক্তিবর্গকে কিভাবে নিঃস্ব করে দেয়া যায় বা সর্বস্বান্ত করে দেয়া যায় সেই নীল নকশা আঁকছে। এটা কেমন ধরনের কথা রে, ভাই। বাংলাদেশে যারা ক্রিপ্টো ট্রেডার আছে, তারা কি আসলেই দুই নাম্বারি কোন পন্থা অবলম্বন করে কাজ করেন? অবশ্য আমরা বাঙালিরা এই কথাটা জোর দিয়ে বলতে পারব না যে, বাংলাদেশের সব ক্রিপ্টো ব্যবহারকারীরা সঠিক ভাবে ক্রিপ্টো-কারেন্সি লেনদেন করেন বা ব্যবহার করেন বা মাইনিং করেন। দেখা যায়, দুই একজন লোক আছে যারা অবৈধ পন্থা অবলম্বন করেন কিন্তু বেশিরভাগ ব্যবহারকারীরাই সৎ ভাবেই এই ক্রিপ্টো-কারেন্সি আর্নিং করেন। @LDL ভাইয়ের দেয়া এই নিউজটি সত্যি বাঙ্গালীদের জন্য একটা বড় ধরনের হুমকি আসতে যাচ্ছে। তাই আশা করি, যারা ক্রিপ্টো ব্যবহারকারী তারা নিজেদেরকে হেফাজত করার পাশাপাশি নিজেদের ক্রিপ্টো-কারেন্সি হেফাজত করবেন।

এটাই হচ্ছে বাইরের দেশের সাথে বাংলাদেশের তুলনা। বাইরের দেশ তার দেশের মধ্যে ক্রিপ্টো-কারেন্সিকে কিভাবে বৈধতা দেয়া যায় সেই পরিকল্পনার সাদা নকশা আঁকতেছে সেখানে বাংলাদেশ ক্রিপ্টো-কারেন্সি ব্যবসায়ীদের কিভাবে নিঃস্ব করে দেয়া যায় সেই নীল নকশা বাস্তবায়ন করার প্র্যাকটিক্যাল পরিকল্পনা করতেছেন।

হায়রে আমার সোনার বাংলা। দেশের ভিতরে নোংরা রাজনীতিকে বন্ধ না করে যত অত্যাচার শুধু ফ্রিল্যান্সারদের উপর আর ক্রিপ্টো ব্যবসায়ীদের উপর।
full member
Activity: 770
Merit: 184
September 28, 2023, 12:33:28 AM
তাই যারা বর্তমানে হুন্ডি, অনলাইন জুয়া, বেটিং ও ক্যাসিনো, বিভিন্ন এক্সচেঞ্জে ব্যক্তিগত তথ্য দিয়ে কেওয়াইসি ভেরিফাই করা, P2P trading এ ব্যক্তিগত তথ্য শেয়ার করা ইত্যাদি যুক্তিপূর্ণ কাজ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে ভবিষ্যতে আমাদের ব্যক্তিগত তথ্যের জন্য বড় ধরনের খেসারত দিতে হবে। হয়তো আমরা এই বিষয়গুলোতে খুব একটা বেশি গুরুত্ব দেই না কিন্তু যখন আমরা বিপদে পড়ে যাব তখন আমাদের এই বিষয়গুলো নিয়ে আফসোস করতে হবে।

যাহোক যারা এখনো পর্যন্ত কোনো সতর্কতা অবলম্বন করেননি তারা দ্রুত সতর্কতা অবলম্বন করুন। আমরা একই নাম্বার দিয়ে বছরের পর বছর টাকা লেনদেন করবো না বরং বেশ কিছুদিন পর পর টাকা লেনদেনের মাধ্যম গুলো চেঞ্জ করতে হবে তা না হলে গোয়েন্দা বিভাগের নজরদারি পড়তে হবে।
এই ক্ষেত্রে আমার একটি বিষয় জানা খুব দরকার যে যদি আমি অনলাইনে জুয়ার কোন সাইটে লগিন করি তাহলে সরকার কোনভাবে কি আমার আই পি এড্রেস চেক করতে পারবে? আমি যখন মোবাইল ডাটা ব্যবহার করব তখন তারা কি আমার লগিন সম্পর্কে কিছু জানতে পারবে? আমার ধারনা এটি সম্ভব নয়। তবে যারা আমরা ওয়াই ফাই ব্যবহার করি তাদের ক্ষেত্রে আই পি এড্রেস চেক করা কিছুটা সহজ। কারন প্রত্যেকটি আই পি এড্রেস নেট সার্ভিস প্রোভাইডারের কাছে থাকে। আমার জানামতে ব্রডব্যান্ডে সাধারনত একজন ব্যবহারকারীর আই পি এড্রেস একই থাকে যার কোন পরিবর্তন হয় না। কিন্তু মোবাইল ডিভাইসে সেটি পরিবর্তিত হয়। আমি দেখেছি যখন মোবাইল ডিভাইসটিতে ফ্লাইট মোড অনকরা হয় এবং তার পর পুনরায় অফ করলে আই পি এড্রেসও পরিবর্তন হয়। সরকার যদি এই আই পি এড্রেস চেক করতে না পারে তাহলে কিভাবে তারা গেম্বলারদের কে আইডেনটিফাই করবে? এথানে কোন কোন বিষয়েই সর্তকতা প্রয়োজন বলে আপনি মনে করেন?
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 27, 2023, 09:21:53 PM
_প্রথম ওয়ার্নিং_

আজ গ্লোবাল এ ঘুরতে ঘুরতে ২ টা পোস্ট পেলাম। লেখার ধরন এবং টপিক ও সেম। পোস্টদাতার নাম দেখে মনে হইল বাংলাদেশী। এরা যে ভাবে গ্লোবাল এ স্প্যাম করতেছে তাতে লোকাল কমিউনিটি এর মান ইজ্জত তো যাবেই সাথে নিজেরাও ব্যান খেয়ে বসে থাকবে। আমি এখনও সিওর না যে এই আইডি দুইটা একজনের ই নাকি, একজন মেরিট পেয়েছে বলে সেম টপিক সেম ভাবে লিখছে।

পোস্ট লিঙ্ক ১ঃ Click here Posted by : Mst.Wangdan$
পোস্ট লিঙ্ক ২ঃ Click here Posted by : Freelancershojib

আপনারা নিজে যাচাই করে দেখেন। হয় এইটা সেম পারসন এর একাউন্ট নইলে মেরিট ফার্মিং এর শিকার। আমার মতে বাইরে থেকে লোকজন কিছু বলার আগেই আমাদের লোকাল কমিউনটি থেকে কোনো পদক্ষেপ নেওয়া উচিত।

ভাই এনার প্রায় প্রতিটা থ্রেড এ আমি পোষ্ট করতেছি কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছি না। দুইটা আইডি যে একই ব্যাক্তির, এতে কোনো সন্দেহ নাই। সবচাইতে মজার ব্যাপার হলো, উনি বার বার একই টপিক ক্রিয়েট করতেছে এবং নিজের টপিকে গিয়ে নিজেই নিজেকে কোট করে রিপ্লাই দিচ্ছে। দারুন না ব্যাপারটা? এগুলো করার পেছনে আসলে কারন আছে। ফোরামে কখনো শিট পোষ্টারদেরকে মেরিট দিতে নাই। আপনি যখন শিট পোষ্ট এ মেরিট দিবেন, সে মনে করবে এরকম শিট পোষ্ট করতে থাকলে সে মেরিট পাবেই। এনার ক্ষেত্রে এটাই হয়েছে। দুইটা এম পোষ্ট পোষ্ট থেকে মেরিট পেয়েছে, যেগুলো মেরিট পাওয়ার যোগ্যই না। মেরিট গুলো দিয়ে তাকে আরো একাউন্ট করার জন্য উৎসাহ দিচ্ছে আর এতে করে সে আরো একাউন্ট খুলে আবারো পোষ্ট করা শুরু করছে।

ভাই তার আরো একটি মজার ব্যাপার হলো তিনি মেরিট এর জন্য ফোরামের দায়িত্ববান ব্যক্তিদের কাছে বার্তা পাঠিয়েছে। আমি দেখে অবাক হয়েছি যে তার মত একজন ছোট ইউজার মাত্র কয়েক ঘন্টা হয়েছে একাউন্ট তৈরি করেছে এর মধ্যেই মেরিট এর জন্য বার্তা পাঠাচ্ছে বড় বড় ইউজারদের কাছে। ভাবা যায় তাহলে সে কতটা চালাক এবং নিজেকে বুদ্ধিমান মনে করে, যাইহোক ইতিমধ্যেই তাকে একটি নিউট্রাল ট্যাগ দেওয়া হয়েছে মেরিটের জন্য পার্সোনাল মেসেজ দিয়েছিল অবাক করা একটি বিষয়।
১৭টি শিট পোস্ট করেছে এবং সেই পোস্টগুলোতে মেরিটের জন্য হয়তো আরো অনেকগুলো লোককে তিনি পার্সোনাল মেসেজ দিয়েছে সম্ভবত। তার এইসব কর্মকান্ড মোটেও করা ঠিক হয়নি আসলে আমাদের বাঙালি বোর্ডের বেশিরভাগ ছোট ইউজাররা বিভিন্নভাবে ভুল করে থাকে।
তাছাড়া সে যেহেতু এই পর্যায়ে পৌঁছেছে হয়তো তার কোন মাল্টি অ্যাকাউন্ট আছে আরো বড় পর্যায়ের তাছাড়া তিনি কিভাবে বুঝলেন যে @LoyceV কে পার্সোনাল মেসেজ দিলে মেরিট পাওয়া যেতে পারে এটা সত্যিই অবাক করা বিষয়।
যদিও এই বিষয়টি অনেক কিছু বোঝা যায়, আমরা বুঝতে পারছি যে এই ব্যবহারকারী আসলে একজন শিট পোস্টার এবং স্পামিং করতেছে। তিনি যদি মাল্টি অ্যাকাউন্ট চালাই তবে অবশ্যই সে ধরা পড়বে কেননা এখন পর্যন্ত কেহই মাল্টি অ্যাকাউন্ট ব্যবহার করে বেশিদিন টিকে থাকতে পারিনা।
যাইহোক তিনি ইতিমধ্যে একটি নিউট্রাল ট্যাগ খেয়েছে আরো যদি বেশি বা*** পাকনামি করতে যায় তাহলে অবশ্যই অ্যাকাউন্ট ব্যান বা রেড ট্যাগ খাওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই এই সমস্ত ছোট ইউজাররা যারা নিজেকে চালাক মনে করে তাদেরকে বুঝতে হবে যে অতি চালাকের গলায় দড়ি  Grin
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 27, 2023, 08:55:42 PM
এখনি সতর্ক হোন

আমরা বাংলাদেশিরা সবাই কমবেশি অনলাইন জুয়া, ক্যাসিনো, বেটিং, মানি লন্ডারিং, ফরেক্স ট্রেডিং, হুন্ডি এসব বিষয়গুলো সম্পর্কে মোটামুটি জানি। এসব বিষয়গুলো যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভালোভাবে নেয় না এটা সম্পর্কেও কিন্তু আমাদের অনেকের ধারণা আছে।তো আমরা যারা এখানে/বিটকয়েনের ব্যবহারকারীদের কথা বলছি কাজ করছি তারা মোটামুটি টাকা উত্তোলনের ক্ষেত্রে সবাই নগদ, বিকাশ,রকেট,ব্যাংক একাউন্ট ব্যবহার করে থাকি।এসব একাউন্টের তথ্য গুলো কিন্তু আমাদের নিজেদের জেনুইন ইনফরমেশন দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন করা। আজকের এই নিউজটি বিস্তারিত পড়ে একটু ভয় ভয় লাগছে কেননা বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ, সমালোচনা আলোচনা তুঙ্গে, এই মুহূর্তে যদি আমাদের ব্যাক্তিগত তথ্য ধরে আইনের ঝামেলায় জড়ানোর সম্ভাবনা থাকে তাহলে আর রক্ষা নাই। গরম ডিম একটাও মাটিতে পড়বে না, সরাসরি আমাদের পি****ন দিয়ে ঢুকিয়ে আসল তথ্য বের করবে।
এখন আসি মূল আলোচনায় যেখানে এই পোস্টে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে আমাদের বাংলাদেশের আনাচে-কানাচে শিক্ষিত, অশিক্ষিত, শ্রমজীবী,বেকার, ছাত্র-ছাত্রীরা অনলাইন জুয়ার সাথে যুক্ত হচ্ছে। ফলে এতে করে সরকারের মাথা ব্যথার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পোস্টে বলা হয়েছে যারা অনলাইন জুয়ার সাথে জড়িত তাদের ২২ হাজার মোবাইল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং শত শত ব্যক্তিগত তথ্য গোয়েন্দা বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে তদন্ত করে তাদের পর্যন্ত পৌঁছানো যায়।
Bangladesh Financial Intelligence Unit(BFIU) এর তদন্ত ও পরিসংখ্যান অনুযায়ী মোট

21725 ব্যক্তিগত হিসাব
814 টি ওয়েবসাইট
159 টি অ্যাপ্লিকেশন
442 টি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ও পেজ
21 টি মানি চেন্জার
39 টি ব্যাংক হিসাব

তাই যারা বর্তমানে হুন্ডি, অনলাইন জুয়া, বেটিং ও ক্যাসিনো, বিভিন্ন এক্সচেঞ্জে ব্যক্তিগত তথ্য দিয়ে কেওয়াইসি ভেরিফাই করা, P2P trading এ ব্যক্তিগত তথ্য শেয়ার করা ইত্যাদি যুক্তিপূর্ণ কাজ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে ভবিষ্যতে আমাদের ব্যক্তিগত তথ্যের জন্য বড় ধরনের খেসারত দিতে হবে। হয়তো আমরা এই বিষয়গুলোতে খুব একটা বেশি গুরুত্ব দেই না কিন্তু যখন আমরা বিপদে পড়ে যাব তখন আমাদের এই বিষয়গুলো নিয়ে আফসোস করতে হবে।

যাহোক যারা এখনো পর্যন্ত কোনো সতর্কতা অবলম্বন করেননি তারা দ্রুত সতর্কতা অবলম্বন করুন। আমরা একই নাম্বার দিয়ে বছরের পর বছর টাকা লেনদেন করবো না বরং বেশ কিছুদিন পর পর টাকা লেনদেনের মাধ্যম গুলো চেঞ্জ করতে হবে তা না হলে গোয়েন্দা বিভাগের নজরদারি পড়তে হবে।


hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 27, 2023, 01:01:41 PM
আচ্ছা আমাদের লোকাল থ্রেডের কেউ কি Agora Desk  প্ল্যাটফর্মটি ব্যবহার করেছেন?
আর  ব্যবহার করে থাকলে আমাকে একটু জানাবেন আমিও আপনাদের মুখ থেকে একটু রিভিউ শুনতে চাই।  চাইলে পিএমেও  বলতে পারেন।
প্ল্যাটফর্ম টা  আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে।

ভাই এনার প্রায় প্রতিটা থ্রেড এ আমি পোষ্ট করতেছি কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছি না। দুইটা আইডি যে একই ব্যাক্তির, এতে কোনো সন্দেহ নাই। সবচাইতে মজার ব্যাপার হলো, উনি বার বার একই টপিক ক্রিয়েট করতেছে এবং নিজের টপিকে গিয়ে নিজেই নিজেকে কোট করে রিপ্লাই দিচ্ছে। দারুন না ব্যাপারটা? এগুলো করার পেছনে আসলে কারন আছে। ফোরামে কখনো শিট পোষ্টারদেরকে মেরিট দিতে নাই। আপনি যখন শিট পোষ্ট এ মেরিট দিবেন, সে মনে করবে এরকম শিট পোষ্ট করতে থাকলে সে মেরিট পাবেই। এনার ক্ষেত্রে এটাই হয়েছে। দুইটা এম পোষ্ট পোষ্ট থেকে মেরিট পেয়েছে, যেগুলো মেরিট পাওয়ার যোগ্যই না। মেরিট গুলো দিয়ে তাকে আরো একাউন্ট করার জন্য উৎসাহ দিচ্ছে আর এতে করে সে আরো একাউন্ট খুলে আবারো পোষ্ট করা শুরু করছে।
এদের টপিকে আমি নিজেও  পোস্ট করেছিলাম  পোস্ট করার পরে দেখি দুটো একই রকম  আবার একজন কে দেখি  আমাদের লোকাল  থ্রেডে  করতে দেখলাম আর একজন নাম দেখে বাংলাদেশী।  আমার এখনো কোনো সন্দেহ নেই যে এই দুইটা অ্যাকাউন্ট   এর পিছনে একজন রয়েছে।

এখন যারা  এদেরকে মেরিট দিয়েছেন তারা হয়তো এত ডিটেলস হয়তোবা না জেনেই দিয়েছে তাদের নিকট পোস্ট ভালো লেগেছে এবং দিয়েছে।  এদের পোস্টে মেরিট দিয়েছে এটা নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই।  কিন্তু সমস্যা হইলো ভাই এইসব কার্যকলাপের জন্য যে আমাদের  কমিউনিটির নাম  কালা হইতাছে  এই জিনিসটা বেশি ফ্যাক্ট।  যাইহোক আমাদের নিজেদেরও এদেরকে ফিল্টারআপ করতে হবে। তাহলে যদি একটু মান সম্মান বাঁচে।

sr. member
Activity: 1008
Merit: 366
September 27, 2023, 10:22:44 AM
~কাট

মেরিট দেওয়া না দেওয়া সেটা একজন এর ব্যাক্তিগত ব্যাপার। তবে মেরিট পেয়ে সেইটার অপব্যাবহার করাটা দোষের। একজন আপনাকে মেরিট দিয়েছে বলে আপনি অন্য আইডি বানিয়ে সেই একই ধরনের পোস্ট করে মেরিট পাবার আশা করবেন, তা তো হয় না। সিম্প্যাথি তে দুনিয়া চলে না ভাই। এই বিষয়টা ইনি হাড়ে হড়ে টের পাবে। যখন আম ও যাবে ছালা ও যাবে তখন বুঝবে কেমন লাগে। নতুন আইডি বলে কিছু মনে হচ্ছে না। আর নতুন আইডি বলে অনেকে কিছু বলবে ও না, কিন্তু আইডি যখন বড় হবে তখন কেউ ছেড়ে কথা বলবে না।

আর আমার যেটুকু কাজ ছিলো আমি করে দিছি। ওয়ার্নিং দিয়ে দিছি। দেখলে ভালো না দেখলে আমার কিছু করার নাই। উল্টা পাল্টা কাজ দেখলে আমি রেড ট্রাস্ট মেরে দিবো। আগে থেকে সাবধান করে দিছি, মানতে পারলে ভালো না পারলে আইডি চান্দের দেশে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 27, 2023, 07:50:59 AM
_প্রথম ওয়ার্নিং_

আজ গ্লোবাল এ ঘুরতে ঘুরতে ২ টা পোস্ট পেলাম। লেখার ধরন এবং টপিক ও সেম। পোস্টদাতার নাম দেখে মনে হইল বাংলাদেশী। এরা যে ভাবে গ্লোবাল এ স্প্যাম করতেছে তাতে লোকাল কমিউনিটি এর মান ইজ্জত তো যাবেই সাথে নিজেরাও ব্যান খেয়ে বসে থাকবে। আমি এখনও সিওর না যে এই আইডি দুইটা একজনের ই নাকি, একজন মেরিট পেয়েছে বলে সেম টপিক সেম ভাবে লিখছে।

পোস্ট লিঙ্ক ১ঃ Click here Posted by : Mst.Wangdan$
পোস্ট লিঙ্ক ২ঃ Click here Posted by : Freelancershojib

আপনারা নিজে যাচাই করে দেখেন। হয় এইটা সেম পারসন এর একাউন্ট নইলে মেরিট ফার্মিং এর শিকার। আমার মতে বাইরে থেকে লোকজন কিছু বলার আগেই আমাদের লোকাল কমিউনটি থেকে কোনো পদক্ষেপ নেওয়া উচিত।

ভাই এনার প্রায় প্রতিটা থ্রেড এ আমি পোষ্ট করতেছি কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছি না। দুইটা আইডি যে একই ব্যাক্তির, এতে কোনো সন্দেহ নাই। সবচাইতে মজার ব্যাপার হলো, উনি বার বার একই টপিক ক্রিয়েট করতেছে এবং নিজের টপিকে গিয়ে নিজেই নিজেকে কোট করে রিপ্লাই দিচ্ছে। দারুন না ব্যাপারটা? এগুলো করার পেছনে আসলে কারন আছে। ফোরামে কখনো শিট পোষ্টারদেরকে মেরিট দিতে নাই। আপনি যখন শিট পোষ্ট এ মেরিট দিবেন, সে মনে করবে এরকম শিট পোষ্ট করতে থাকলে সে মেরিট পাবেই। এনার ক্ষেত্রে এটাই হয়েছে। দুইটা এম পোষ্ট পোষ্ট থেকে মেরিট পেয়েছে, যেগুলো মেরিট পাওয়ার যোগ্যই না। মেরিট গুলো দিয়ে তাকে আরো একাউন্ট করার জন্য উৎসাহ দিচ্ছে আর এতে করে সে আরো একাউন্ট খুলে আবারো পোষ্ট করা শুরু করছে।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 27, 2023, 07:29:59 AM
পোস্ট লিঙ্ক ১ঃ Click here Posted by : Mst.Wangdan$
LoyceV    2023-09-23        Merit beggar. He made 17 generic shitposts and sent a PM asking for Merit within 12 hours after registration.


সে @LoyceV কে মেসেজ দিয়েছে মেরিট এর জন্যে, @LoyceV স্যার ও অনাকে সুন্দর করে ন্যাচারাল ফিডব্যাক দিয়েছেন।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 26, 2023, 08:02:26 PM
_প্রথম ওয়ার্নিং_

আজ গ্লোবাল এ ঘুরতে ঘুরতে ২ টা পোস্ট পেলাম। লেখার ধরন এবং টপিক ও সেম। পোস্টদাতার নাম দেখে মনে হইল বাংলাদেশী। এরা যে ভাবে গ্লোবাল এ স্প্যাম করতেছে তাতে লোকাল কমিউনিটি এর মান ইজ্জত তো যাবেই সাথে নিজেরাও ব্যান খেয়ে বসে থাকবে। আমি এখনও সিওর না যে এই আইডি দুইটা একজনের ই নাকি, একজন মেরিট পেয়েছে বলে সেম টপিক সেম ভাবে লিখছে।

পোস্ট লিঙ্ক ১ঃ Click here Posted by : Mst.Wangdan$
পোস্ট লিঙ্ক ২ঃ Click here Posted by : Freelancershojib

আপনারা নিজে যাচাই করে দেখেন। হয় এইটা সেম পারসন এর একাউন্ট নইলে মেরিট ফার্মিং এর শিকার। আমার মতে বাইরে থেকে লোকজন কিছু বলার আগেই আমাদের লোকাল কমিউনটি থেকে কোনো পদক্ষেপ নেওয়া উচিত।

এইরকম আরও আইডি দেখেছি যাদের পোস্ট এর সিস্টেম সেম এবং নাম এর দ্বারা বাঙালি মনে হইছে। পাইলে এই পোস্ট এ এড করে দিব।

আর Mst.Wangdan$ এবং Freelancershojib ভাই, আইডি এর মালিক একজন এ যদি হন তাহলে এক আইডি চালানোর ট্রাই করেন। অল্ট একাউন্ট থাকা দোষ এর কিছু না তবে উল্টা পাল্টা কিছু করলে আমরা সবাই বদনাম হব। আর দুইটা যদি আলাদা আলাদা মালিকানায় থাকে তাহলে নিজেদের পোস্ট এর ধরন পালটান। তাছাড়া আইডি কানেক্টেড দেখিয়ে ব্যান করায় দিবে।

আর আমি কোনো উল্টা পাল্টা কিছু দেখলে ডিরেক্ট রেড ট্রাস্ট মেরে দিবো। এইটা আপনাদের/ আপনার প্রথম ওয়ার্নিং।
যদি এই দুইজন একই ইউজার হয় তাহলে অবশ্যই একসময় না এক সময় তাদের এই নাট্য কাহিনী গুলো ধরা পড়বে এবং দুজনেই বিপদে পড়বে আইডি ব্যান করতে পারে এতে কোন সন্দেহ নেই। যদি একই মালিকায় দুটি আইডি ব্যবহার করা হয় তবে এটা দোষের নয় অনেক লোকই আছে ফোরামে যারা মাল্টি অ্যাকাউন্ট চালায়। সে অনুসারে যদি এই দুজন ব্যক্তি তাদের পোষ্টের ধরন চেঞ্জ করে চালাতে পারে তবে সমস্যা নাই আর যদি তাদের পোস্টের ধরন মিলে যায় তাহলে অবশ্যই তারা ব্যান্ড খাবে।
তাছাড়া এরকম বেশিরভাগ লোকো যারা মাল্টি অ্যাকাউন্ট চালিয়েছে আগে তারা এখন টিকে নেই আমি আশা করি যদি এই দুজন একই ব্যবহারকারী হয় তাহলে অবশ্যই তারাও টিকবে না। সেজন্য এটা তাদের জন্য ভালো একটি কাজ হবে যে এই ওয়ার্নিং টি যদি তারা দেখে থাকে তাহলে অবশ্যই শুধরে নিতে পারে। আগে থেকে শুধরে নিলে সেটা ভালো হবে পরবর্তীতে যদি সমস্যায় পড়তে হয় তবে অবশ্যই সেটা কখনো শুধড়ানো সম্ভব নয়।
আর যখনই এরকম স্পামিং করে ধরা খাবে ঠিক তখনই আমাদের বাংলা লোকাল বোর্ডের অনেকটা মানহানি হয় যেটা সত্যি খুবই দুঃখজনক। শুধুমাত্র কয়েকজন ইউজারের জন্য বাংলা লোকাল বোর্ডের সকলের মানহানিতে পড়তে হয় সেজন্যই যে সকল নতুন ব্যবহারকারী ফোরামে আসবে অবশ্যই তাদেরকে মাল্টি অ্যাকাউন্ট এবং কপি পেস্ট থেকে বিরত থাকা প্রয়োজন।
আজ পর্যন্ত অনেক account দেখেছি যারা কয়েকদিন কপি পেস্ট করে এবং পরবর্তীতে তারা মাল্টি অ্যাকাউন্ট তৈরি করেছে এবং একসময় ধরা খেয়ে দুটো একাউন্টই ব্যান হয়েছে। সেই অনুসারে যদি এই দুজন ব্যক্তি মাল্টি অ্যাকাউন্ট চালায় যদিও তারা পোস্টের কোয়ালিটি দুজনের একই রকম মনে হচ্ছে সেজন্য আগে থেকে তাদের শুধরে নেওয়া উচিত পরবর্তীতে গিয়ে চেষ্টা করলেও আর অসম্ভব হবে না।

অবশ্যই ভাই আপনি প্রথম ওয়ারনিং টি দিয়েছেন এটা সত্যিই ভালো একটি পদক্ষেপ হবে আমাদের বাংলা লোকাল বোর্ডের জন্য।
sr. member
Activity: 1008
Merit: 366
September 26, 2023, 02:01:41 PM
_প্রথম ওয়ার্নিং_

আজ গ্লোবাল এ ঘুরতে ঘুরতে ২ টা পোস্ট পেলাম। লেখার ধরন এবং টপিক ও সেম। পোস্টদাতার নাম দেখে মনে হইল বাংলাদেশী। এরা যে ভাবে গ্লোবাল এ স্প্যাম করতেছে তাতে লোকাল কমিউনিটি এর মান ইজ্জত তো যাবেই সাথে নিজেরাও ব্যান খেয়ে বসে থাকবে। আমি এখনও সিওর না যে এই আইডি দুইটা একজনের ই নাকি, একজন মেরিট পেয়েছে বলে সেম টপিক সেম ভাবে লিখছে।

পোস্ট লিঙ্ক ১ঃ Click here Posted by : Mst.Wangdan$
পোস্ট লিঙ্ক ২ঃ Click here Posted by : Freelancershojib

আপনারা নিজে যাচাই করে দেখেন। হয় এইটা সেম পারসন এর একাউন্ট নইলে মেরিট ফার্মিং এর শিকার। আমার মতে বাইরে থেকে লোকজন কিছু বলার আগেই আমাদের লোকাল কমিউনটি থেকে কোনো পদক্ষেপ নেওয়া উচিত।

এইরকম আরও আইডি দেখেছি যাদের পোস্ট এর সিস্টেম সেম এবং নাম এর দ্বারা বাঙালি মনে হইছে। পাইলে এই পোস্ট এ এড করে দিব।

আর Mst.Wangdan$ এবং Freelancershojib ভাই, আইডি এর মালিক একজন এ যদি হন তাহলে এক আইডি চালানোর ট্রাই করেন। অল্ট একাউন্ট থাকা দোষ এর কিছু না তবে উল্টা পাল্টা কিছু করলে আমরা সবাই বদনাম হব। আর দুইটা যদি আলাদা আলাদা মালিকানায় থাকে তাহলে নিজেদের পোস্ট এর ধরন পালটান। তাছাড়া আইডি কানেক্টেড দেখিয়ে ব্যান করায় দিবে।

আর আমি কোনো উল্টা পাল্টা কিছু দেখলে ডিরেক্ট রেড ট্রাস্ট মেরে দিবো। এইটা আপনাদের/ আপনার প্রথম ওয়ার্নিং।
sr. member
Activity: 616
Merit: 322
September 26, 2023, 12:55:50 PM
আসসালামু ওয়ালাইকুম। কেউ কি এই "bump" বাটনটির কাজ জানেন?
আমি যতোদূর জানি "bump" করা মানে আগের কোনো টপিক/কমেন্ট নতুন করে কোট করে পোস্ট করা যাতে অন্যরা সেটা দেখতে পারে। কারণ অনেক সময় কি হয় পোস্ট হতে হতে কমেন্ট হতে হতে একজনের কমেন্ট নিচে পড়ে যায়। এখন ঐভাবে "bump" করি। আমি অনেকদিক ধরেই ফোরামে আছি তা সত্ত্বেও এই বাটনটি আমার চোঁখে পড়েনি/খেয়ার করিনি। আজ হঠাৎ এক থ্রেডে গিয়ে দেখি এই বাটন।
bump ঐ সব টপিকে শো করে যে টপিকগুলাতে রেসপন্স কম হচ্ছে। একটা বোর্ডে অনেক টপিক থাকে আর প্রতিনিয়ত নতুন নতুন টপিক খোলা হইতেছে আর টপিকগুলো রিসেন্ট পোস্টের কারনে ১ম পেজে থাকে। যে টপিকে সর্বশেষ পোস্ট হয় সেই টপিক ১ম পেজে প্রথম টপিক লিস্টে থাকে। যখন কোনো টপিকে রেসপন্স কম হয় টপিক অনেক নিচে পইরা যায় বা কয়েক পেজ ভিতরে চইলা যায় সেই টপিকে Bump অপশন আসে আর bump করলে টপিকটা প্রথম পেজের ১ নাম্বারে চইলা যায়। তবে ১ একাউন্ট থিকা একবার bump করা হইলে bump অপশন চইলা যায় ২৪ ঘন্টার জন্য। আর তিনবার করার পর সেই একাউন্টের জন্য সেই টপিকে আর bump অপশন থাকে না।

সাধারণ অর্থে bump মানে বুঝায় ধাক্কা দিয়া উপরে তুলে দেওয়া। দেখেন অনেক টপিকে রেসপন্স কম হয় কিন্তু bump অপশন আসে না যার কারনে op bump লেইখা পোস্ট করে যাতে টপিকটা bump হয়।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 26, 2023, 12:37:52 PM
আমি ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শিখতেছি
কিন্তু কে কে কাজ করে জমা দিল না দিলো এক সিরিয়ালে কেমনে দেখব বুঝতেছিনা বড় ভাইয়েরা প্লিজ বলে যাবেন
ক্যাম্পেইন ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছেন,  আসলে কোন ধরনের ক্যাম্পেইন ম্যানেজমেন্ট?

সোশ্যাল বাউন্টি ক্যাম্পেইন?
তাহলে এটার জবাব অনেকটা সুন্দর করে আমাদের Z_MBFM  ভাই  বলে দিয়েছেন.

তাছাড়া যদি সিগনেচার ক্যাম্পেইন হয়,  তাহলে আরেকটা হ্যাক আপনাকে  বলে দেই সেটা হল নাকি TryNinja  এর তৈরি   নিনজাস্টিক  স্পেস এর https://ninjastic.space/search  এই অপশনটা ব্যবহার করতে পারেন।  নতুন হলে  এইটার এই ইন্টারফেস দেখে আপনার  তেমন কিছু ফিল নাও হতে পারে,  যদি  জাস্ট একটু রিসার্চ করেন  তাহলে আমি মনে করি এটা আপনার কাজের জন্য খুবই ইউজফুল হবে।  পথ বলে দিলাম একটু জিনিস টা একটু এক্সপ্লোর করুন
jr. member
Activity: 462
Merit: 2
September 26, 2023, 10:54:15 AM

আসসালামু ওয়ালাইকুম। কেউ কি এই "bump" বাটনটির কাজ জানেন?



আমি যতোদূর জানি "bump" করা মানে আগের কোনো টপিক/কমেন্ট নতুন করে কোট করে পোস্ট করা যাতে অন্যরা সেটা দেখতে পারে। কারণ অনেক সময় কি হয় পোস্ট হতে হতে কমেন্ট হতে হতে একজনের কমেন্ট নিচে পড়ে যায়। এখন ঐভাবে "bump" করি। আমি অনেকদিক ধরেই ফোরামে আছি তা সত্ত্বেও এই বাটনটি আমার চোঁখে পড়েনি/খেয়ার করিনি। আজ হঠাৎ এক থ্রেডে গিয়ে দেখি এই বাটন।


"bump"  বাটনের ব্যবহার

"bump" বাটনটি বিটকয়েনটক ফোরামের পোস্টগুলো আবার সবার চোখে আনার জন্য একটি অপশন হিসেবে ব্যবহৃত হয়। "bump" বাটনের উদ্দেশ্য হলো যেকোনো থ্রেডের যেকোনো পোস্টের দৃশ্যমানতা বৃদ্ধি করা, নতুন পোস্টগুলো প্ররোচিত করা , পুরাতন টপিকগুলো আবার সবার কাছে তুলে ধরা ইত্যাদি।

"bump" বাটন ব্যবহারের কিছু নিয়মও আছে। যেমন:
১. "bump" বাটনের অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়, কারণ এটি স্পামিং এর মতো মনে হয়।
২. "bump" বাটনের মাধ্যমে, পোস্টের লেখাগুলো পরিবর্তন করা যায় না। শুধুমাত্র পোস্টের অবস্থানটা পরিবর্তন করা যায়।
৩. "bump" বাটনের সাথে, "রিপ্লাই" বাটনের ভিন্নতা হলো , "রিপ্লাই" বাটনে ক্লিক করলে, ইউজাররা কোনো পোস্টের রিপ্লাই দিতে পারে কিন্তু "bump" বাটনে ক্লিক করলে ইউজাররা রিপ্লাই দিতে পারে না, শুধুমাত্র পোস্টটি উপরে নিয়ে যেতে পারবে।

"bump" বাটনে ক্লিক করার পরে, পোস্টটি ফোরামে নতুন পোস্ট এর মতো দেখা যায় কিন্তু পোস্টটির তারিখ এবং সময়ের পরিবর্তন হয় না। পোস্টটিতে একটা নতুন কমেন্ট যুক্ত হয়ে যায়, যেটাতে লেখা থাকে Bumped by


আজকাল দেখতেছি বাংলা লোকাল থ্রেডে লোকজন খুব কম থাকতেছে। আবার অনেক রেগুলার মেম্বাররাও সাধারণত একটিভ থাকছে না। সবাই একটু বেশি করে একটিভ হন। যাতে আমরা খুব শীঘ্রই বাংলা লোকাল বোর্ড পেতে পারি।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 26, 2023, 04:55:34 AM
~
এখানকার লেখার আর আপনার লেখার মধ্যে কী পার্থক্য আছে আপনে বলেন। আপনাগো বার বার সতর্ক করার পরেও সতর্ক হন না।

হ্যাঁ, আমি এই পোস্টটা কনভার্ট করছি। আমার প্রোফাইল থেকে আপনি লিংকটা নিলেন। আবার আমারেই এই গল্প শোনাচ্ছেন। এটা ঠিক যে, আমি সোর্স লিংক দিতে ভুলে গেছিলাম। আপনি যেভাবে বলতেছেন, মনে হয় একটু বেশি বলে ফেললেন না। যাইহোক ভাই, ভুল হইছে।
ওনি একটা কথাও বেশি বলেনি। পিলগারিসম মানে পিলগারিসম। এখানে এক্সকিউজ দেয়ার কোনো সুযোগ নাই। সোর্স দিতে ভুলে গেছেন এটা কেমন কথা ভাই? সোর্স থেকে অনুবাদ করার সময় এ কথা মাথায় ছিলনা? লোকাল বোর্ড বলে কেউ কিছু হয়তো বলতেছেনা, বাট গ্লোবালে সিউর রেড ট্যাগ খাবেন। আর আমাদের বোর্ড অনেক বিদেশীরা কিন্তু চেক করে স্প্যাম, পিলগারিসমের জন্য। সে কথা মনে রাইখেন। তাদের চোঁখে পোস্টটি পড়লে সিউর ব্যান। এই কিছু দিন আগেও gulttam না কি নাম ঠিক মনে নেই, সামান্য কয়েক লাইন সোর্স ছাড়া পোস্ট করায় ব্যান খাইছে। যে লাইন থেকে কনটেন্ট কপি করছেন সেটার লিংক বাধ্যতামূলক কোট করতে হবে বা সোর্স করে দিতে হবে। আর মনে না থাকলে, হারায় ফেললে "Source Unknown" দিতে হবে।

33. Posting plagiarized content is not allowed.[e]



আসসালামু ওয়ালাইকুম। কেউ কি এই "bump" বাটনটির কাজ জানেন?



আমি যতোদূর জানি "bump" করা মানে আগের কোনো টপিক/কমেন্ট নতুন করে কোট করে পোস্ট করা যাতে অন্যরা সেটা দেখতে পারে। কারণ অনেক সময় কি হয় পোস্ট হতে হতে কমেন্ট হতে হতে একজনের কমেন্ট নিচে পড়ে যায়। এখন ঐভাবে "bump" করি। আমি অনেকদিক ধরেই ফোরামে আছি তা সত্ত্বেও এই বাটনটি আমার চোঁখে পড়েনি/খেয়ার করিনি। আজ হঠাৎ এক থ্রেডে গিয়ে দেখি এই বাটন।
full member
Activity: 490
Merit: 119
September 26, 2023, 03:21:29 AM
~
এখানকার লেখার আর আপনার লেখার মধ্যে কী পার্থক্য আছে আপনে বলেন। আপনাগো বার বার সতর্ক করার পরেও সতর্ক হন না।

হ্যাঁ, আমি এই পোস্টটা কনভার্ট করছি। এটা ঠিক যে, আমি সোর্স লিংক দিতে ভুলে গেছিলাম। মনে হয় একটু বেশি বলে ফেললেন না? যাইহোক ভাই, ভুল হইছে।
sr. member
Activity: 616
Merit: 322
September 26, 2023, 12:42:46 AM

ফিনটেক ফেস্টিভ্যাল এশিয়া ২০২৩ | ২৭ - ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ব্যাংকক, থাইল্যান্ড


ব্যাংকিং, পেমেন্ট, পার্সোনাল ফাইন্যান্স, ইনসুরটেক, এআই, ডিজিটাল সম্পদ এবং ওয়েব৩, ব্লকচেইন, এক্সচেঞ্জ, রেগটেক, রবোএডভাইজারস্, পি২পি, বিনিয়োগ, ট্রেডিং এবং সাইবারসিকিউরিটি ইত্যাদি - এর মতো প্রযুক্তির জন্য দেশের সক্ষমতা উন্নত ও প্রসারিত করার জন্য থাইল্যান্ডের ফিনটেক দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তার করেছে।

তাই, ফিনটেক উৎসব হল থাইল্যান্ডের পাশাপাশি এশিয়ার বাকি অংশ এবং সমগ্র বিশ্বের আধুনিক ফিনটেক কোম্পানিগুলির জন্য একটি মিলন মেলা। বিশ্বের ফিনটেক সম্প্রদায়কে এক ছাদের নীচে জড়ো করা হবে এবং শিল্পের সর্বশেষ উন্নয়ন এবং ধারণাগুলি প্রদর্শন ও আলোচনা করা হবে। ইভেন্টটি কিউরেটেড, ইন্টারেক্টিভ সেশন এবং নেটওয়ার্কিং সুযোগে পরিপূর্ণ। ফিনটেক উৎসব, এফটিএফ তৈরি এবং উৎপাদিত হয় ফিনেক্সপো দিয়ে, যা নেতৃস্থানীয় ইভেন্ট কোম্পানি।


এশিয়ার মধ্যে যারা আছেন, তারা চাইলে উৎসবটিতে অংশগ্রহণ করতে পারেন। টিকিট পেতে

আপনে এখানে একটা ভালো ইনফরমেশন পোস্ট করছেন কিন্তু আপনার পোস্ট হলো প্লাগারিসম টাইপ। একটা জিনিস এক যায়গা থিকা আইনা হুবহু লেখছেন তো লেখছেন সাথে সোর্স লিংকও দেন নাই। আপনি তো মিয়া প্লাগারিসম হিসেবে ব্যান খাবেন। আপনে যদি লোকালেই এমন পোস্ট করেন তাইলে গ্লোবালে কেমন পোস্ট করতে পারেন!  এমনিতেই স্পামার হিসেবে ন্যাচারাল ট্রাস্ট খাইছেন এখন কি ব্যান খাওয়া ইচ্ছা হইছে ভাই আপনার?

FinTech in Thailand is a pioneer in Southeast Asia in the adoption of all newest technologies to improve and expand the country's capacity for technology such as Banking, Payments, Personal finance, Insurtech, AI, Digital assets and WEB3, Blockchain, Exchanges, Regtech, Roboadvisors, P2P, Investments, Trading and Cybersecurity etc. Therefore, FinTech Fest is a real hub for the modern FinTech companies from Thailand, as well the rest of Asia and the whole world. The world FinTech community will be gathered under one roof to showcase and discuss the latest developments and ideas of the industry. The event is packed with curated, interactive sessions and networking opportunities. FinTech Festival, FTF is created and produced by FINEXPO, the leading event company.


এখানকার লেখার আর আপনার লেখার মধ্যে কী পার্থক্য আছে আপনে বলেন। আপনাগো বার বার সতর্ক করার পরেও সতর্ক হন না।
full member
Activity: 490
Merit: 119
September 26, 2023, 12:29:53 AM
ফিনটেক ফেস্টিভ্যাল এশিয়া ২০২৩ | ২৭ - ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ব্যাংকক, থাইল্যান্ড


ব্যাংকিং, পেমেন্ট, পার্সোনাল ফাইন্যান্স, ইনসুরটেক, এআই, ডিজিটাল সম্পদ এবং ওয়েব৩, ব্লকচেইন, এক্সচেঞ্জ, রেগটেক, রবোএডভাইজারস্, পি২পি, বিনিয়োগ, ট্রেডিং এবং সাইবারসিকিউরিটি ইত্যাদি - এর মতো প্রযুক্তির জন্য দেশের সক্ষমতা উন্নত ও প্রসারিত করার জন্য থাইল্যান্ডের ফিনটেক দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তার করেছে।

তাই, ফিনটেক উৎসব হল থাইল্যান্ডের পাশাপাশি এশিয়ার বাকি অংশ এবং সমগ্র বিশ্বের আধুনিক ফিনটেক কোম্পানিগুলির জন্য একটি মিলন মেলা। বিশ্বের ফিনটেক সম্প্রদায়কে এক ছাদের নীচে জড়ো করা হবে এবং শিল্পের সর্বশেষ উন্নয়ন এবং ধারণাগুলি প্রদর্শন ও আলোচনা করা হবে। ইভেন্টটি কিউরেটেড, ইন্টারেক্টিভ সেশন এবং নেটওয়ার্কিং সুযোগে পরিপূর্ণ। ফিনটেক উৎসব, এফটিএফ তৈরি এবং উৎপাদিত হয় ফিনেক্সপো দিয়ে, যা নেতৃস্থানীয় ইভেন্ট কোম্পানি। উৎস

এশিয়ার মধ্যে যারা আছেন, তারা চাইলে উৎসবটিতে অংশগ্রহণ করতে পারেন। টিকিট পেতে
jr. member
Activity: 462
Merit: 2
September 25, 2023, 03:15:18 AM
ডিজেন এক্সচেঞ্জ শাট ডাউন নোটিশ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rollbit তার টুইটারে Degen Exchange বন্ধ করার কথা শেয়ার করেছে। সেখানে বলা হয়েছে, Degen Exchange এর গ্রাহকের সংখ্যা কম তাই ডিজেন এক্সচেঞ্জ' বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিজেন এক্সচেঞ্জ' বন্ধ হলেও $RLB টোকেনের উপর কোনো প্রভাব পড়বে না এবং $RLB আগের মতো কেনা-বেচা করা যাবে। Degen Exchange এর সাথে Rollbot.com ও বাতিল করা হয়েছে। ডিজেন এক্সচেঞ্জের যেকোনো হোল্ডিং বেচাকেনা করতে পারবে।



Source : Click Here
sr. member
Activity: 616
Merit: 322
September 25, 2023, 12:18:56 AM
আমি ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শিখতেছি
কিন্তু কে কে কাজ করে জমা দিল না দিলো এক সিরিয়ালে কেমনে দেখব বুঝতেছিনা বড় ভাইয়েরা প্লিজ বলে যাবেন
শিট আপডেট করার কয়েকটা কৌশল আপনে অবলম্বন করতে পারেন তার মধ্যে এই বিষয়টা সহজ হতে পারে।

- ধরুন আপনি সপ্তাহের জন্য শিট আপডেট করতেছেন। প্রথমে এটি দেখুন যে সেই প্রথম সপ্তাহ কত তারিখ থেকে শুরু এবং কত তারিখে শেষ। এরপর দেখুন যে প্রথম সপ্তাহর তারিখ শুরু থেকে শেষ পর্যন্ত যে রিপোর্ট জমা দিয়েছে সেগুলো বাউন্টি থ্রেডের কত পেজ পর্যন্ত অতিক্রম করেছে। তারপর আপনি প্রথম পেজ থেকে একের পর এক দেখা শুরু করেন। যারা রিপোর্ট জমা দিছে তাদের লিংক গুলা ভালোভাবে চেক করে যদি ঠিক থাকে তাইলে আপনি তার নামটি কপি কইরা শিটে সার্চ করেন তারপর তার নামের পাশে তার ফ্রেন্ডস ফলোয়ার অনুযায়ী যতগুলা স্টেক পায় সেই কয়টি স্টেট বসান। এভাবে শেষ পেজ পর্যন্ত দেখার পর যারা বাকি থাকে বুঝবেন যে তারা কাজ জমা দেয় নাই অথবা জমা দিতে লেট করছে। আপনি তাদের ০ স্টেক দিয়ে দিবেন। এইভাবে আপডেট চালাইয়া যাবেন পরবর্তী সপ্তাহগুলোও
Jump to: