Author

Topic: বাংলা (Bengali) - page 149. (Read 5717938 times)

newbie
Activity: 20
Merit: 0
September 29, 2023, 10:12:06 AM
আলহামদুলিল্লাহ,
 আজ কঠোর নিরাপত্তার সাথে সড়কপথে পাবনায় পৌঁছালো রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরোনিয়াম। এই ইউরেনিয়াম জ্বালানি গুলো স্বদেশ গ্রুপ এর লড়ি যুক্ত ড্রাম ট্রাকে  করে আনা হয়। এসময় সড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
যা জানিয়ে দিচ্ছে বাংলাদেশের উন্নতির শিকল সীমারেখা। ঠিক একদিন বাংলাদেশের কাছেও থাকবে উন্নত মানের পারমাণবিক বোমা সহ বিভিন্ন সরঞ্জাম।এর মাধ্যমে প্রকাশ পাবে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ যা বিশ্বের উন্নত রাষ্ট্রের দৃষ্টান্ত প্রকাশ করবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 29, 2023, 07:59:15 AM
যদিও আপনার আইডিয়াটা আমারটার থেকে কিছুটা ভিন্ন, তবুও আপনারটা আরো লিজেন্ডারি মানের একটা আইডিয়া। আপনি যে উদাহারন দিলেন, এভাবে আমরা চাইলেই লোকাল থ্রেড কে একটা বোর্ড বানিয়ে ফেলতে পারি। কেউ পোষ্ট করলে তার পোষ্ট এর নিচে ক্যাটাগরির নাম উল্লেখ করে দিতে পারে। তবে সব পোষ্ট ওখানে যায়গা পাওয়ার মতো নয়। শুধুমাত্র সিলেক্টেড কিছু পোষ্ট সেখানে যায়গা পেতে পারে।

আর আমি যেটা বলেছিলাম সেটা একটু অন্য রকম। ধরেন সেপ্টেম্বর মাসের সব গুলো পোষ্ট চেক করে সেরা ইনফরমেটিভ কয়েকটা পোষ্ট এর লিংক একটা পোষ্ট এ কম্বাইন্ড করে মাস শেষে পোষ্ট করে রাখা। এতে করে অনেক গুরুত্বপূর্ণ পোষ্টগুলো খুজে পেতে সুবিধা হবে।
আপনি যে আইডিয়ার কথা বলেছেন সেটাও আমি বুঝেছি,  সেটা তো আমরা করতেই পারব সমস্যা নেই সেখানে।  আর হ্যাঁ আসলেই এ  আপনার আইডিয়া এবং আমার আইডিয়া  এই দুইটাতেই  আমি মনে করি আমাদের সিনিয়র পারসন যারা রয়েছে  তাদেরকে  রাখা উচিত।

কারণ কোন পোস্টকে রাখতে হবে  কোন পোস্টকে রাখা যাবে না  সেটা  এক্সপেরিয়েন্স ওয়ালা  লোকজনেই ভালো বুঝতে পারবেন।  এক্ষেত্রে আমরা Little Mouse  ভাই  এর  দৃষ্টি আকর্ষণ করতে পারি।
তবে  হ্যাঁ  যে কেউ একজন পোস্টগুলো  একত্রিত করে  অনেকটা রিপোর্ট আকারে পোস্ট করতে পারে। তবে সিলেক্টর হিসেবে  সিনিয়র পারসন হিসেবে একজনকে রাখাটা ভালো হবে।  আমি শুধু এটা আপনার আইডিয়ার পাশাপাশি আমি যে আইডিয়া  দিয়েছি  সে ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য।

আর হ্যাঁ Learn Bitcoin  ভাই মাসের  ওই ভালো ইম্পরট্যান্ট পোস্টগুলো আপনি  করলে আমার তাতে দ্বিমত নাই।  কারণ আমি মনে করি,  কোয়ালিটি ফুল  পোস্ট জাজ করার  সক্ষমতা আপনার ভালোভাবেই রয়েছে।  Wink
আমরা লোকাল বোর্ড এখন  না পাই ,  কিন্তু  লোকাল বোর্ডের  ভাইব তো  ক্রিয়েট করার চেষ্টা করতেই পারি তাই না?
hero member
Activity: 840
Merit: 522
September 29, 2023, 07:50:56 AM

ভাই আমি আপনার গেমবিলিং সেকশনে
https://bitcointalksearch.org/topic/m.62909857
এই পোষ্টের উত্তর দিয়েছিলাম যেখানে আপনি বলেছিলেন বাংলাদেশের ক্রিকেটের স্কোয়াড একটি শিক্ষামূলক সফর ছাড়া অন্য কিছু নয়। বিষয়টি ১০০% সত্য কেননা বাংলাদেশ অতীতে যতগুলো ম্যাচ হেরেছে এবং পরাজয় শেষে সংবাদ সম্মেলনে এসে মুখস্থ করা সেই কতগুলো বাক্য পটপট করে বলে দেয়। আমি আজকে অনেক খোঁজাখুঁজি করে আপনার কথার সত্যতা প্রমাণের জন্য একটি ভিডিও এখানে শেয়ার করলাম। যদিও ভিডিওতে বাংলাদেশের ক্রিকেটে একদম সত্য কাহিনি উঠে এসেছে তবুও শুধুমাত্র বিনোদনের জন্য এখানে তুলে ধরা হলো। কেউ বিষয়টি সিরিয়াসলি নেবেন না।

https://fb.watch/nl6mdgBk6h/?mibextid=NnVzG8

বাংলাদেশের ১৫ জন স্কোয়াডে তিন জন অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছে এবং বাকি আট জন যাদের কারো কারো ওডিআই ম্যাচ খেলার কোন অভিজ্ঞতাই নেই অথচ বাংলাদেশ স্কোয়াডে তাদের নাম লিস্ট করা হয়েছে। আজব দেশ আজব স্কোয়াড। এটা এক ধরনের পিকনিকও বলা চলে।

সরি ভাই আমি আপনার পোষ্ট খেয়াল করিনি। আসলে আমি কোনো নটিফিকেশন বট ব্যাবহার করি না তো, তাই কেউ কোট করলে বা মেনশন করলেও বুঝতে পারি না। যাই হোক, ক্রিকেট নিয়ে যদি বলেন, এটা আসলেই বাংলাদেশের জন্য একটা শিক্ষাসফর হতে যাচ্ছে। কারন বাংলাদেশের টিম টা মূলত তারুন্য নির্ভর যাদেরিএক্সপেরিয়েন্স অনেক কম। যদিও তানজিম সাকিব, তানজিদ তামিমদের যুব বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে। আশা করি তাদের সেই এক্সপেরিয়েন্স এখানে কাজে দিবে। তবে ক্রিকেট পাড়ায় যা ঘঠেছে, তা জঘন্য পর্যায়ে চলে গেছে। সাকিবের ইন্টারভিউ দেখেই বুঝা যাচ্ছে সাকিব কতোটা তামিম বিদ্বেশী হয়ে লেগে আছে। শুধুমাত্র ব্যাক্তিগত কোন্দলে তামিমকে ভরকিয়ে দিয়ে দল থেকে বাদ দিয়ে দিলো।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 29, 2023, 07:48:30 AM
বাংলাদেশে ক্রিপটো কারেন্সির প্রতারণা বেড়েই চলেছে
ওমরসানী মৌসুমী দম্পতির ছেলে ফারদিনের  2 কোটি টাকা আত্মসাৎ



নিউজ

কয়েকদিন আগে বাংলাদেশের সংবাদ মাধ্যম গুলোতে ও মিডিয়াগুলোতে MTFE নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। কিন্তু বর্তমানে এ বিষয়ে আর আলোচনা হয় না বললেই চলে। কিন্তু আজকে একটি অনলাইন পত্রিকায় ক্রিপ্টোকারেন্সির প্রতারণা বিষয়ে একটি নিউজ দেখতে পেলাম যেখানে বাংলাদেশের একসময়ের জনপ্রিয় তারকা জুটি ওমর সানির ছেলে Cryptocurrency/ Bitcoin এর মাধ্যমে জালিয়াতির শিকার হয়েছে। দু চার লক্ষ টাকা নয় বরং দুই কোটি টাকার উপরে প্রতারণার শিকার হয়েছে। বিষয়ে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুরো ঘটনার বিস্তারিত জবানবন্দি দিয়েছেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।



তবে একজন শিক্ষিত তারকা জুটির ছেলে হয়ে তিনি কিভাবে একটি প্রতারণা চক্রের জালে পা দিলেন এই বিষয় নিয়ে একটু চিন্তাভাবনার বিষয় আছে। ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদিন এর আগে ওই চক্রের সকল ব্যাংক একাউন্ট চেক করে পুরো ঘটনা একটি রহস্যময় জেনেও কেন পরবর্তীতে তিনি অতিরিক্ত মুনাফার লোভে টাকা ইনভেস্ট করলেন এটা আরেকটি গবেষণার বিষয়।
আমরা যদি প্রতারক চক্রকে আরো বেশি টাকা আত্মসাৎ করার সুযোগ করে দেয় তাহলে তো তারা আত্মসাৎ করবেই।
প্রতারক চক্র জানে বাংলাদেশের যেকোনো ধরনের দুর্নীতির সুষ্ঠ কোন তদন্ত হয় না এবং তদন্ত হলেও পরবর্তীতে কোন বিচার ব্যবস্থা গ্রহণ করা হয় না বা জবাবদিহিতার প্রয়োজনীয়তা না থাকায় স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে ক্রিপটো কারেন্সির মাধ্যমে প্রতারণা বেড়েই চলেছে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 29, 2023, 06:54:33 AM
আমি একটা আলাদা ভাবে কথা বলতে চাই জানি না আমার যুক্তিটা কেমন হবে। এমনও হতে পারে অনকেই পোস্ট দিতে চাইবেন, নির্দিষ্ট করে দেওয়াটা এই বিষয় টা কেমন হবে? মানে এমন ব্যক্তি নির্দিষ্ট করে দেন যে ভালো মানের পোস্ট গুলো চিহ্নিত করতে পারবে, নিয়মিত এক্টিভ থাকে। আপনারা যারা সিনিয়র তারা বিবেচনা করতে পারেন।

ভালো কথা বলেছেন। সবার সব আইডিয়া থাকে না। পোষ্ট জাজ করার জন্য অবশ্যই ভালো আইডিয়া থাকা জরুরী। আমি একটা পোষ্ট এর সাথে একমত মানেই যে পোষ্ট টা ভালো, আমি একমত না বলে পোষ্ট টা খারাপ, ব্যাপারটা এমন নয়। মাসে শেষে কে পোষ্ট গুলো একসাথে করবে সেটা আপনারাই ডিসাইড করে দিলে ভালো হবে। আপনাদের কারো সমস্যা না থাকলে সামনের মাসে আমি করতে পারি, অথবা আপনারা কাউকে মনোনীত করতে পারেন।


PGP নিয়ে এই পোষ্ট টা আপনারা অনেকেই হয়তো পড়েছেন। আমিও পড়েছি। তবে আমি কখনো পিজিপি ব্যাবহার করিনি। কাল রাতে টুল্স ইনস্টল করেছি এবং ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেষ্টিং মনে হয়েছে। মজার ব্যাপার হলো আপনি পাবলিকলি আপনার পিজিপি মেসেজ টি পোষ্ট করছেন, কিন্তু যাকে উদ্দেশ্য করে পোষ্ট করেছেন, মানে যাকে রিসিপিয়েন্ট হিসেবে দিয়েছেন, সেই ব্যাক্তি ছাড়া এই মেসেজ আর কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। দারুন না ব্যাপারটা? এই ব্যাপারে একটা বিস্তারিত পোষ্ট করবো কি?
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 29, 2023, 06:45:29 AM
আর আমি যেটা বলেছিলাম সেটা একটু অন্য রকম। ধরেন সেপ্টেম্বর মাসের সব গুলো পোষ্ট চেক করে সেরা ইনফরমেটিভ কয়েকটা পোষ্ট এর লিংক একটা পোষ্ট এ কম্বাইন্ড করে মাস শেষে পোষ্ট করে রাখা। এতে করে অনেক গুরুত্বপূর্ণ পোষ্টগুলো খুজে পেতে সুবিধা হবে।
এটা অনেক ভালো একটা আইডিয়া। অনেকে আছেন যারা নিয়মিত লোকাল থ্রেডে এক্টিভ থাকে না আবার দেখা যায় অনেক নতুন মেম্বার থ্রেডে আসে, তাদের জন্য আপনার আইডিয়া টা অনেক গুরুত্বপূর্ণ।

আমি একটা আলাদা ভাবে কথা বলতে চাই জানি না আমার যুক্তিটা কেমন হবে। এমনও হতে পারে অনকেই পোস্ট দিতে চাইবেন, নির্দিষ্ট করে দেওয়াটা এই বিষয় টা কেমন হবে? মানে এমন ব্যক্তি নির্দিষ্ট করে দেন যে ভালো মানের পোস্ট গুলো চিহ্নিত করতে পারবে, নিয়মিত এক্টিভ থাকে। আপনারা যারা সিনিয়র তারা বিবেচনা করতে পারেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 29, 2023, 05:18:58 AM
আপনি যেভাবে লিষ্ট করেছেন, এভাবে না করে, প্রত্যেকটা পোষ্ট এর একটা করে টাইটেল দিয়ে মাস শেষে এক পোষ্ট এ এগুলো সংগ্রহ করা যেতে পারে। এতে করে পোষ্ট গুলো নেভিগেট করা অনেক সহজ হবে। আপনার উদ্দেশ্য অন্যরকম হতে পারে। তবে আপনার এই পোষ্ট থেকেই আমার আইডিয়াটা তৈরী হলো। তবে এর নাম মেরিট হান্টিং পোষ্ট হবে না। এর নাম হবে ইনফরমেটিভ পোষ্ট আরকাইভ! সকলেই এই ব্যাপারে মতামত জানাতে পারেন।
ব্যাপারটা আসলেই সুন্দর হবে আমার মাথায় এর আগে থেকে একটা আইডিয়া ছিল। যদিও ফোরামে সরাসরি শেয়ার করা হয়নি।  কথাগুলো বলার আগে প্রথমেই বলে নেই আমাদের লোকাল থ্রেডটা কিন্তু অন্যান্য লোকাল বোর্ড থেকে অনেকটা গুছানো। যেমন নতুন একজন ব্যক্তি যে ইংরেজি কম বুঝে কিন্তু এই ফোরাম সম্পর্কে বা এই ফোরামে কাজ করতে চায় তার জন্য প্রাথমিক যা যা দরকার তা কিন্তু সুন্দরভাবে এডিট এর মাধ্যমে আমাদের লোকাল থ্রেড এ উপস্থাপিত রয়েছে।
এখন আমার আইডিয়াটা হলো গিয়ে আপনি যেমন ইনফরমেটিভ পোস্ট আর্কাইভ নাম বললেন এই ধরনের আরো কয়েকটা লিংক যদি আমাদের থ্রেডের টপিক  এর প্রথম পেজে  BitCoinDream ভাই এডিট করে বসিয়ে দেয় তাহলে আমাদের লোকাল থ্রেডটা অনেকটা লোকাল বোর্ডের মতন করা যাবে, মানে বিষয়টি আর একটু বুঝিয়ে বলি আমাদের ফোরাম এর মেটাবোর্ডে সাধারণত কি রিলেটেড আলোচনা হয়? - এখানে ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট এবং বিভিন্ন ট্রিক্স নিয়ে আলোচনা করা হয়।
তো আমাদের প্রথম পেজে যদি এরকম কয়েকটা পোস্টের লিংক বসানো যেত -

যদিও আপনার আইডিয়াটা আমারটার থেকে কিছুটা ভিন্ন, তবুও আপনারটা আরো লিজেন্ডারি মানের একটা আইডিয়া। আপনি যে উদাহারন দিলেন, এভাবে আমরা চাইলেই লোকাল থ্রেড কে একটা বোর্ড বানিয়ে ফেলতে পারি। কেউ পোষ্ট করলে তার পোষ্ট এর নিচে ক্যাটাগরির নাম উল্লেখ করে দিতে পারে। তবে সব পোষ্ট ওখানে যায়গা পাওয়ার মতো নয়। শুধুমাত্র সিলেক্টেড কিছু পোষ্ট সেখানে যায়গা পেতে পারে।

আর আমি যেটা বলেছিলাম সেটা একটু অন্য রকম। ধরেন সেপ্টেম্বর মাসের সব গুলো পোষ্ট চেক করে সেরা ইনফরমেটিভ কয়েকটা পোষ্ট এর লিংক একটা পোষ্ট এ কম্বাইন্ড করে মাস শেষে পোষ্ট করে রাখা। এতে করে অনেক গুরুত্বপূর্ণ পোষ্টগুলো খুজে পেতে সুবিধা হবে।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
September 29, 2023, 12:30:58 AM
আগস্ট মাসের পোস্টগুলা পড়তে যেয়ে, আমি বেশ কিছু ভালো ভালো পোস্ট লিঙ্ক স্টোর করে রেখেছি। নিচে সেই পোষ্ট গুলার একটা তালিকা তৈরি করা হলো আমার মনে হয়, এই পোস্টগুলা আরো বেশি মেরিট ডিজার্ভ করে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মেরিট না থাকায় আমি কাউকে মেরিট দিতে পারছি না। এটা মানতে বাধ্য হলাম যে, ভালো ভালো পোস্ট অবশ্যই ভালো কিছু ডিজার্ভ করে। আগস্ট মাসের সবচেয়ে বেশি মেরিট হান্টিং এবং মেরিটেরিয়াস পোস্ট এর একটি লিস্ট করা হলো। @2Pizza410000BTC ভাইয়ের পোস্টটি সবচেয়ে বেশি মেরিট হান্ট করতে পেরেছে। আমার পক্ষ থেকে @2Pizza410000BTC ভাইকে শুভেচ্ছা ও সাধুবাদ জানাই এবং ফোরামে নতুন হিসেবে @Talevin1234 ভাইকেও আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার পোস্টে আমার দৃষ্টি আকর্ষণ করেছে।

সবচেয়ে বেশি মেরিট হান্টিং পোস্ট থেকে তুলনামূলক কম মেরিট হান্টিং পোস্টের তালিকা তৈরি করা হলো।

1. @2Pizza410000BTC -  লোকাল বোর্ডের পোস্ট - 10 merit: https://bitcointalksearch.org/topic/m.62729101

~snip

বিটকয়েনটক বাংলাদেশ লোকাল থ্রেডের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং ভালো ভালো পোস্ট করার জন্য উৎসাহিত করছি। এই পোস্টে যদি কোন ভুল ত্রুটি থেকে থাকে, আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং প্রচুর পরিশ্রম করে আগস্ট মাসের সর্বোচ্চ মেরিট হান্টিং তালিকা তৈরি করেছেন। আপনার এই তালিকা তৈরীর মাধ্যমে আমি অনেক উৎসাহ পেলাম। শুধু আমি নই আমার মত এখানে যারা লিপিবদ্ধ হয়েছে তারাও অনেক উৎসাহ পেয়েছে বলে মনে করি। আশা করি ভবিষ্যতে আরো ভালো পোস্ট করব এবং পরবর্তীতে যেন এই তালিকায় উঠে আসতে পারি। আর শুধু আমি নই সকলেই চেষ্টা করবে এখানে ভালো এবং উন্নত মানের পোস্ট দিয়ে পরবর্তী মাসের প্রথম তালিকায় উঠে আসতে। ভালো পোস্ট হলে অবশ্যই আমাদের বাংলা লোকাল বোর্ড এগিয়ে যাবে। আসুন আমরা সকলেই এখানে নিয়মিত একটিভ থাকি কনস্ট্রাক্টিভ পোস্ট করি এবং আমাদের বোর্ডকে এগিয়ে নিয়ে যাই।

💝ধন্যবাদ সকলকে💝
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
September 29, 2023, 12:21:36 AM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৩০ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-530th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5467935
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!

   Please read here>>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953





full member
Activity: 490
Merit: 119
September 28, 2023, 06:44:24 PM

ব্যাপারটা আসলেই সুন্দর হবে আমার মাথায় এর আগে থেকে একটা আইডিয়া ছিল। যদিও ফোরামে সরাসরি শেয়ার করা হয়নি।  
আরো এরকম কয়েকটা করা যেতে পারে এখানে পোষ্টের  ভিতরে পোষ্টের লিংক থাকবে। মূল কথা এক একটা পোস্টকে ওইসব ভালো পোস্টগুলোর লিংক বসিয়ে রেগুলার আপডেট করবে


এটা সত্যি একটা ভালো ধারণা। সবাই যদি সবার পোষ্টের রেগুলার একটা আপডেট রাখে। অবশ্যই ভালো ভালো পোস্টের। তাহলে যখন যার যে বিষয়টা দরকার হবে একটা পোষ্টের মধ্যে যেয়ে সব সমস্যার সমাধান পাওয়া যাবে।

যেমন:

@লিটিল মাউস ভাইয়ের অনেক হেল্পফুল পোস্ট আছে যা ফোরামের নতুনদের জন্য সহায়ক হবে!
@এস হাসান ভাইয়ের অনেক জ্ঞানগর্ভ পোস্ট আছে!
@এলডিএল ভাই বাংলা লোকাল থ্রেডের মধ্যমণি তারও অনেক হেল্পিং হ্যান্ড পোস্ট আছে!
@ক্রিপ্টো লাইব্রেরী ভাই তার ভালো ভালো পোষ্টের লিংক অলরেডি শেয়ার করে দিছেন। ফোরামের নতুন ইউজাররা অবশ্যই সেগুলো সময় করে পড়ে নিবেন।
@লার্ন বিটকয়েন ভাই ফোরামের বর্তমান অনেক বেশি একটিভ মানুষ এবং অনেক জ্ঞানী একজন মানুষ। তার অনেক অনেক হেল্পফুল কনভার্টিং পোস্ট আছে‌। যা পড়ে অনেকেই ইতিমধ্যে জ্ঞান লাভ করেছেন এবং যারা পড়েন নাই তারা সবাই সময় করে পড়ে নিবেন।


নাম না জানা আরো হয়তো অনেকেই আছেন যাদের অনেক গুরুত্বপূর্ণ সহায়ক পোস্ট আছে যা ফোরামের নতুন ব্যবহারকারীদের জন্য হেল্পফুল হবে। যাদের নাম বলতে পারলাম না তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পরবর্তীতে আরো অনেক ভালো ভালো পোস্ট শেয়ার করার চেষ্টা করব।

সবার প্রতি অনুরোধ রইল। সবাই যদি সবার পোষ্টের অবশ্যই ভালো ভালো পোষ্টের একটা মাস্টার পোস্ট করে রাখে তাহলে এটা অনেক হেল্প হবে সবার জন্য।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 28, 2023, 03:15:14 PM
আপনি যেভাবে লিষ্ট করেছেন, এভাবে না করে, প্রত্যেকটা পোষ্ট এর একটা করে টাইটেল দিয়ে মাস শেষে এক পোষ্ট এ এগুলো সংগ্রহ করা যেতে পারে। এতে করে পোষ্ট গুলো নেভিগেট করা অনেক সহজ হবে। আপনার উদ্দেশ্য অন্যরকম হতে পারে। তবে আপনার এই পোষ্ট থেকেই আমার আইডিয়াটা তৈরী হলো। তবে এর নাম মেরিট হান্টিং পোষ্ট হবে না। এর নাম হবে ইনফরমেটিভ পোষ্ট আরকাইভ! সকলেই এই ব্যাপারে মতামত জানাতে পারেন।
ব্যাপারটা আসলেই সুন্দর হবে আমার মাথায় এর আগে থেকে একটা আইডিয়া ছিল। যদিও ফোরামে সরাসরি শেয়ার করা হয়নি।  কথাগুলো বলার আগে প্রথমেই বলে নেই আমাদের লোকাল থ্রেডটা কিন্তু অন্যান্য লোকাল বোর্ড থেকে অনেকটা গুছানো। যেমন নতুন একজন ব্যক্তি যে ইংরেজি কম বুঝে কিন্তু এই ফোরাম সম্পর্কে বা এই ফোরামে কাজ করতে চায় তার জন্য প্রাথমিক যা যা দরকার তা কিন্তু সুন্দরভাবে এডিট এর মাধ্যমে আমাদের লোকাল থ্রেড এ উপস্থাপিত রয়েছে।
এখন আমার আইডিয়াটা হলো গিয়ে আপনি যেমন ইনফরমেটিভ পোস্ট আর্কাইভ নাম বললেন এই ধরনের আরো কয়েকটা লিংক যদি আমাদের থ্রেডের টপিক  এর প্রথম পেজে  BitCoinDream ভাই এডিট করে বসিয়ে দেয় তাহলে আমাদের লোকাল থ্রেডটা অনেকটা লোকাল বোর্ডের মতন করা যাবে, মানে বিষয়টি আর একটু বুঝিয়ে বলি আমাদের ফোরাম এর মেটাবোর্ডে সাধারণত কি রিলেটেড আলোচনা হয়? - এখানে ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট এবং বিভিন্ন ট্রিক্স নিয়ে আলোচনা করা হয়।
তো আমাদের প্রথম পেজে যদি এরকম কয়েকটা পোস্টের লিংক বসানো যেত -

আরো এরকম কয়েকটা করা যেতে পারে এখানে পোষ্টের  ভিতরে পোষ্টের লিংক থাকবে। মূল কথা এক একটা পোস্টকে ওইসব ভালো পোস্টগুলোর লিংক বসিয়ে রেগুলার আপডেট করবে,  আর যে যে বিষয়ে পারদর্শী তাকে  সেইসব ইনফরমেটিভ পোষ্ট  করার জন্য সিলেক্ট করতে পারেন(),  এজন্য মূলত আমাদেরকে প্রথম  ভাবে BitCoinDream ভাই এর  সহযোগিতা লাগবে। আশা করি আমি যে বিষয়টা বুঝাতে চেয়েছি বিষয়টা বুঝতে পেরেছেন,  এতে করে নতুন যারা থাকবে তাদের জন্য  ফোরামে   উন্নতি করতে সুবিধা হবে।  শুরুতেই যদি সব কিছু লিস্ট আকারে গোছানো থাকে।


আমার কিছু বাংলায় করা পোস্ট যেগুলোকে নোট করে রেখেছিলাম
১. এক ক্লিকে নিনজা স্পেস
২. BPIP এক্সটেনশন মোবাইলে ব্যবহার করার পদ্ধতি
৩. কোনো পোস্ট বা টপিকে টোটাল মেরিট দেখার উপায়
৪. পাবলিক প্লেসে  নাম হাইড করার পদ্ধতি
৫. কিছু হিডেন  বিবি কোড
৬. প্রাইভেট কি নিরাপদ রাখার উপায়! উদাহারন
৭. "₿" লোগো প্রকাশের দিন
৮. কাস্টম ইউজার নোট এবং কোড গুলোকে ক্লিক বোর্ডে কপি করার ইউজার স্ক্রিপ্ট
৯. কিভাবে ছবিপোস্ট করব ?
১০. বিনান্স পিটুপি লেনদেন করার কিছু সতর্কতা
১১. আসিতেছে............

ইংরেজিতে যেসব ট্রান্সলেট করা হয়নি অথবা হয়েছে  নোট করতে ভুলে গিয়েছিলাম  তাই ইংরেজের লিংকটা দিয়ে দিলাম
1. Some Shortform and their Fullform
2. What is BTC Segwit address?
3.  📸Get quick Image address for posting in forum from Screenshots & +++...


উপরে পোস্টগুলোর লিংক দেওয়ার কারণ হচ্ছে  ফোরামে অনেক নতুন মুখ দেখতেছি,  তারা হয়তো এই পোস্টগুলো মিস করেছে  আশা করি অনেকের উপকার আসতে পারে। আর আমি আমার এই পোস্টটা  রেগুলার আপডেট করে যাব।

full member
Activity: 490
Merit: 119
September 28, 2023, 10:17:53 AM
সবচেয়ে বেশি মেরিট হান্টিং পোস্ট থেকে তুলনামূলক কম মেরিট হান্টিং পোস্টের তালিকা তৈরি করা হলো।

1. @2Pizza410000BTC - 10 merit: বাংলা থ্রেড এর জুলাই ২০২৩ মাসের মান্থলি রিপোর্ট


আপনি যেভাবে লিষ্ট করেছেন, এভাবে না করে, প্রত্যেকটা পোষ্ট এর একটা করে টাইটেল দিয়ে মাস শেষে এক পোষ্ট এ এগুলো সংগ্রহ করা যেতে পারে। এতে করে পোষ্ট গুলো নেভিগেট করা অনেক সহজ হবে। আপনার উদ্দেশ্য অন্যরকম হতে পারে। তবে আপনার এই পোষ্ট থেকেই আমার আইডিয়াটা তৈরী হলো। তবে এর নাম মেরিট হান্টিং পোষ্ট হবে না। এর নাম হবে ইনফরমেটিভ পোষ্ট আরকাইভ! সকলেই এই ব্যাপারে মতামত জানাতে পারেন।

এই বিষয়টা আমারও মাথায় ছিল। আমি এটাকে পুনরায় সংশোধন করে সাবমিট করতেছি। ধন্যবাদ ভাই, আপনাদের সহযোগিতা পেলেই আমি প্রতি মাসেই আমাদের এই বাংলা থ্রেডেই ভালো ভালো পোষ্টের লিঙ্ক শেয়ার করব।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 28, 2023, 10:13:50 AM
সবচেয়ে বেশি মেরিট হান্টিং পোস্ট থেকে তুলনামূলক কম মেরিট হান্টিং পোস্টের তালিকা তৈরি করা হলো।

1. @2Pizza410000BTC - 10 merit: বাংলা থ্রেড এর জুলাই ২০২৩ মাসের মান্থলি রিপোর্ট


আপনাকে ধন্যবাদ ভালো পোষ্টগুলোর একটা তালিকা করার জন্য। ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। আমরা যেহেতু একটা থ্রেড এর ভেতরে সীমাবদ্ধ। অনেক অনেক পোষ্ট এর ভিরে প্রয়োজনীয় দরকারি অনেক পোষ্ট হারিয়ে যায়, যেগুলো আসলে সকলেরই পড়া উচিৎ। ধরেন আমি এক সপ্তাহ একটিভ ছিলাম না, এক সপ্তাহ পর এসে কিন্তু আমি সব পোষ্ট গুলো চেক করবো না। যদি না আমার খুব দরকার না হয়। তো আপনার এই আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে। প্রতি মাস শেষে যদি মাসের সেরা পোষ্টগুলোর একটা তালিকা করে রাখা যায়, সে ক্ষেত্রে অনেক জরুরী এবং দরকারি পোষ্টগুলো খুজে পেতে অনেক সুবিধা হবে। আমাদের বাংলাদেশ থ্রেড এ অনেক ভালো পোষ্ট আছে, যেগুলো শত শত পোষ্ট এর ভেতরে হারিয়ে গেছে। যার কারনে আমার মনে হলেই আমি আর পোষ্ট টা খুজে পাই না।

আপনি যেভাবে লিষ্ট করেছেন, এভাবে না করে, প্রত্যেকটা পোষ্ট এর একটা করে টাইটেল দিয়ে মাস শেষে এক পোষ্ট এ এগুলো সংগ্রহ করা যেতে পারে। এতে করে পোষ্ট গুলো নেভিগেট করা অনেক সহজ হবে। আপনার উদ্দেশ্য অন্যরকম হতে পারে। তবে আপনার এই পোষ্ট থেকেই আমার আইডিয়াটা তৈরী হলো। তবে এর নাম মেরিট হান্টিং পোষ্ট হবে না। এর নাম হবে ইনফরমেটিভ পোষ্ট আরকাইভ! সকলেই এই ব্যাপারে মতামত জানাতে পারেন।
full member
Activity: 490
Merit: 119
September 28, 2023, 08:39:30 AM
আগস্ট মাসের পোস্টগুলা পড়তে যেয়ে, আমি বেশ কিছু ভালো ভালো পোস্ট লিঙ্ক স্টোর করে রেখেছি। নিচে সেই পোষ্ট গুলার একটা তালিকা তৈরি করা হলো আমার মনে হয়, এই পোস্টগুলা আরো বেশি মেরিট ডিজার্ভ করে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মেরিট না থাকায় আমি কাউকে মেরিট দিতে পারছি না। এটা মানতে বাধ্য হলাম যে, ভালো ভালো পোস্ট অবশ্যই ভালো কিছু ডিজার্ভ করে। আগস্ট মাসের সবচেয়ে বেশি মেরিট হান্টিং এবং মেরিটেরিয়াস পোস্ট এর একটি লিস্ট করা হলো। @2Pizza410000BTC ভাইয়ের পোস্টটি সবচেয়ে বেশি মেরিট হান্ট করতে পেরেছে। আমার পক্ষ থেকে @2Pizza410000BTC ভাইকে শুভেচ্ছা ও সাধুবাদ জানাই এবং ফোরামে নতুন হিসেবে @Talevin1234 ভাইকেও আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার পোস্টে আমার দৃষ্টি আকর্ষণ করেছে।

সবচেয়ে বেশি মেরিট হান্টিং পোস্ট থেকে তুলনামূলক কম মেরিট হান্টিং পোস্টের তালিকা তৈরি করা হলো।

1. @2Pizza410000BTCলোকাল বোর্ডের পোস্ট - 10 merit: https://bitcointalksearch.org/topic/m.62729101

2. @Fuso.hpবড় দুইটা বিনিয়োগ সাইট সরাসরি স্কাম - 9 merit: https://bitcointalksearch.org/topic/m.62731232

3. @DYING_S0UL - কি ঘটে যখন আপনার ব্যক্তিগত পরিচয় চুরি হয়? - 8 merit: https://bitcointalksearch.org/topic/m.62679075

4. @Bd officer - বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি - 7 merit: https://bitcointalksearch.org/topic/m.62755795

5. @Learn Bitcoin - ক্রিপ্টো নৈরাজ্যবাদী ফতোয়া - পড়া উচিৎ - 7 merit: https://bitcointalksearch.org/topic/m.62750858

6. @Learn Bitcoin - সরকার ট্রেডারদের পেছনে লেগেছে - 6 merit: https://bitcointalksearch.org/topic/m.62698898

7. @DYING_S0UL - PGP নিয়ে ফিল জিমারম্যানের চিন্তা - পড়া উচিত - 6 merit: https://bitcointalksearch.org/topic/m.62755106

8. @Learn Bitcoin - ক্রিপ্টো vs সরকারের বানানো ডিজটাল মুদ্রা - 5 merit: https://bitcointalksearch.org/topic/m.62712987

9. @DYING_S0UL - বিটকয়েন বাঁচাও ইউক্রেন বাঁচাও - 5 merit: https://bitcointalksearch.org/topic/m.62707133

10. @Bd officer - ঘটতে পারে ডলারের পতন: স্বর্ণ, রুপা ও বিটকয়েন কিনে রাখার পরামর্শ - 4 merit: https://bitcointalksearch.org/topic/m.62705169


পরের তিনটা পোস্ট মেরিটেরিয়াস কিন্তু তুলনামূলক কম মেরিট অর্জন করেছে। এই পোস্ট তিনটায় আরও মেরিট হওয়া উচিত ছিল।

11. @LDL - ফুল মেম্বাররা সকল সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার সুযোগ পায় - 3 merit: https://bitcointalksearch.org/topic/m.62669191

12. @2Pizza410000BTC - বাংলাদেশের নাগরিক হিসাবে কোন কিছু না পেলেও একটা শিক্ষা অর্জন করেছি - 3 merit: https://bitcointalksearch.org/topic/m.62660688

13. @Talevin1234 - অনেক মানুষই আছে জেনেশুনে থার্ড পার্টি অ্যাপসে ইনভেস্ট করে - 2 merit: https://bitcointalksearch.org/topic/m.62694699


আমি বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই @Learn Bitcoin ভাই এবং @DYING_S0UL ভাইকে। কারণ তারা আমাদের মাঝে নতুন কিছু পোস্ট নিয়ে এসেছে। যা একজন লিজেন্ডারি রোমানিয়ান মেম্বার @GazetaBitcoin ভাইয়ের পোস্ট কনভার্ট করার মাধ্যমে।

বিটকয়েনটক বাংলাদেশ লোকাল থ্রেডের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং ভালো ভালো পোস্ট করার জন্য উৎসাহিত করছি। এই পোস্টে যদি কোন ভুল ত্রুটি থেকে থাকে, আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 28, 2023, 08:26:23 AM
আচ্ছা আমাদের লোকাল থ্রেডের কেউ কি Agora Desk  প্ল্যাটফর্মটি ব্যবহার করেছেন?
আর  ব্যবহার করে থাকলে আমাকে একটু জানাবেন আমিও আপনাদের মুখ থেকে একটু রিভিউ শুনতে চাই।  চাইলে পিএমেও  বলতে পারেন।
প্ল্যাটফর্ম টা  আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে।

আমি এই মাত্র এখানে একাউন্ট করলাম। আমার কাছে কেমন যেনো পরিচিত মনে হচ্ছিলো যদিও আমি এটা কখনোই ইউজ করি নাই। তো খেয়াল করে দেখলাম এটা মূলত localbitcoins.com এর মতো একটা প্ল্যাটফর্ম। আমি জানি না লোকাল মনেরো আর লোকাল বিটকয়েন সেইম টিম অপারেট করে কি না। তবে নাম গুলোর মিল যেমন আছে, তেমনি ওয়েবসাইটের টেম্পলেট থেকে শুরু করে সব কিছুতেই মিল আছে। চেন্জ হলো Agora Desk কে ওয়াই সি চাচ্ছে না যেটা লোকাল বিটকয়েন শেষের দিকে চাচ্ছিলো। এ ধরনের প্লাটফর্ম জনপ্রিয় না হওয়ার কারন হলো এখানের বায়ার সেলার রা বিটকয়েনের দাম অনেক বেশি হেরফের করে ফেলে। যেখানে আমি বাইনান্সে ০.০০১ বিটকয়েন ৩০৫০ টাকা সেল করতে পারতেছি, একই পরিমান বিটকয়েন Agora Desk এ সেলিং প্রাইস দেখলাম ২৮০৬ টাকা। এখানে আমার লস ২৫০ টাকা। ০.০১ বিটকয়েন সেল করলে লস ২৫০০ টাকা। তাহলে আমি কোনটা পছন্দ করবো আপনি ডিসাইড করে দেন। একান্তই যদি সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ এ সমস্যা হয়, তখন মানুষ ওটা নিবে ২য় অপশন হিসাবে। তফাত কম হলে হয়তো ভেবে দেখা যেতো। আশা করবো এ ধরনের প্লাটফর্ম জনপ্রিয়তা পাবে এবই ফেয়ার একটা প্রাইস আসবে মারকেট এ।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 28, 2023, 06:12:11 AM

ভাই আমি আপনার গেমবিলিং সেকশনে
https://bitcointalksearch.org/topic/m.62909857
এই পোষ্টের উত্তর দিয়েছিলাম যেখানে আপনি বলেছিলেন বাংলাদেশের ক্রিকেটের স্কোয়াড একটি শিক্ষামূলক সফর ছাড়া অন্য কিছু নয়। বিষয়টি ১০০% সত্য কেননা বাংলাদেশ অতীতে যতগুলো ম্যাচ হেরেছে এবং পরাজয় শেষে সংবাদ সম্মেলনে এসে মুখস্থ করা সেই কতগুলো বাক্য পটপট করে বলে দেয়। আমি আজকে অনেক খোঁজাখুঁজি করে আপনার কথার সত্যতা প্রমাণের জন্য একটি ভিডিও এখানে শেয়ার করলাম। যদিও ভিডিওতে বাংলাদেশের ক্রিকেটে একদম সত্য কাহিনি উঠে এসেছে তবুও শুধুমাত্র বিনোদনের জন্য এখানে তুলে ধরা হলো। কেউ বিষয়টি সিরিয়াসলি নেবেন না।

https://fb.watch/nl6mdgBk6h/?mibextid=NnVzG8

বাংলাদেশের ১৫ জন স্কোয়াডে তিন জন অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছে এবং বাকি আট জন যাদের কারো কারো ওডিআই ম্যাচ খেলার কোন অভিজ্ঞতাই নেই অথচ বাংলাদেশ স্কোয়াডে তাদের নাম লিস্ট করা হয়েছে। আজব দেশ আজব স্কোয়াড। এটা এক ধরনের পিকনিকও বলা চলে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 28, 2023, 04:27:43 AM
তাই যারা বর্তমানে হুন্ডি, অনলাইন জুয়া, বেটিং ও ক্যাসিনো, বিভিন্ন এক্সচেঞ্জে ব্যক্তিগত তথ্য দিয়ে কেওয়াইসি ভেরিফাই করা, P2P trading এ ব্যক্তিগত তথ্য শেয়ার করা ইত্যাদি যুক্তিপূর্ণ কাজ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে ভবিষ্যতে আমাদের ব্যক্তিগত তথ্যের জন্য বড় ধরনের খেসারত দিতে হবে। হয়তো আমরা এই বিষয়গুলোতে খুব একটা বেশি গুরুত্ব দেই না কিন্তু যখন আমরা বিপদে পড়ে যাব তখন আমাদের এই বিষয়গুলো নিয়ে আফসোস করতে হবে।

যাহোক যারা এখনো পর্যন্ত কোনো সতর্কতা অবলম্বন করেননি তারা দ্রুত সতর্কতা অবলম্বন করুন। আমরা একই নাম্বার দিয়ে বছরের পর বছর টাকা লেনদেন করবো না বরং বেশ কিছুদিন পর পর টাকা লেনদেনের মাধ্যম গুলো চেঞ্জ করতে হবে তা না হলে গোয়েন্দা বিভাগের নজরদারি পড়তে হবে।
এই ক্ষেত্রে আমার একটি বিষয় জানা খুব দরকার যে যদি আমি অনলাইনে জুয়ার কোন সাইটে লগিন করি তাহলে সরকার কোনভাবে কি আমার আই পি এড্রেস চেক করতে পারবে? আমি যখন মোবাইল ডাটা ব্যবহার করব তখন তারা কি আমার লগিন সম্পর্কে কিছু জানতে পারবে? আমার ধারনা এটি সম্ভব নয়। তবে যারা আমরা ওয়াই ফাই ব্যবহার করি তাদের ক্ষেত্রে আই পি এড্রেস চেক করা কিছুটা সহজ। কারন প্রত্যেকটি আই পি এড্রেস নেট সার্ভিস প্রোভাইডারের কাছে থাকে। আমার জানামতে ব্রডব্যান্ডে সাধারনত একজন ব্যবহারকারীর আই পি এড্রেস একই থাকে যার কোন পরিবর্তন হয় না। কিন্তু মোবাইল ডিভাইসে সেটি পরিবর্তিত হয়। আমি দেখেছি যখন মোবাইল ডিভাইসটিতে ফ্লাইট মোড অনকরা হয় এবং তার পর পুনরায় অফ করলে আই পি এড্রেসও পরিবর্তন হয়। সরকার যদি এই আই পি এড্রেস চেক করতে না পারে তাহলে কিভাবে তারা গেম্বলারদের কে আইডেনটিফাই করবে? এথানে কোন কোন বিষয়েই সর্তকতা প্রয়োজন বলে আপনি মনে করেন?

আমি যতদূর জানি Wifi বা Data যাই হোক না কেনো সবকিছুর একটা LogFile থাকে। এখানে কোন ইউজার কোন সাইটে কবে কি প্রবেশ করেছে সবকিছুর হিস্টরি সেভ থাকে। তবে এটা যেকোনো কেউই চাইলে দেখতে পারেনা বা দেখার পারমিশন পায় না। ২য় আপনি যদি কোনো উপায়ে এসব LogFile পেয়েও থাকেন তাও তা দেখতে পারবেন না। সব তথ্য ইনক্রিপ্ট করা থাকে। হ্যাঁ আপনি যদি হ্যাকার হয়ে থাকেন বা প্রোগ্রামিং নলেজ থাকে তাহলে বিষয়টা আলাদা হতে পাবে। তবে এটা যে কেউই যে দেখতে পারবেনা তাও না। আইনশৃঙ্খলা বাহিনী বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের এসব দেখার পারমিশন দেয়া আছে সরকার থেকে। তারা এসব তথ্য বিভিন্ন অপরাধী শনাক্তে বা তদন্তে ব্যবহার করে।

সোর্স: আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানিনা। আর এটি কতটা সত্য তাও আমার জানা নেই। তবে আমি এই তথ্যটা আমার এক পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি। তিনি মূলত একজন ISP প্রোভাইডার।
full member
Activity: 490
Merit: 119
September 28, 2023, 03:07:49 AM

কিন্তু আশলেও কি এই ১০% সরকারের নেয়া উচিৎ ?


ফ্রিল্যান্সারদের উপর থেকে ১০% না কেটে যদি তাদেরকে আরো ১০% দেয়া হতো তাহলে প্রতিটা ঘরে ঘরে ফ্রিল্যান্সারদের জন্ম হত। বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার নিজের ক্যারিয়ার গড়ার আগে ভয়ে থাকে, আতঙ্কে থাকে, যদি গভমেন্ট তার উপর নিষেধাজ্ঞা জারি করে। ফ্রিল্যান্সারদেরকে যদি বিটকয়েন মাইনিং এর অপরাধে জেলে যেতে হয়।

ফ্রিল্যান্সারদেরকে উৎসাহিত না করে তাদেরকে বরং নিরুৎসাহিত করে। বিভিন্ন প্রকার আইনি ঝামেলার মধ্যে ফেলে তাদেরকে কোণ ঠাসা করে রাখা হচ্ছে বদ্ধ ঘরের মধ্যে। আসলে বাংলাদেশে মানুষদের বড় সমস্যা হচ্ছে, তারা নিজে পরিশ্রম না করে অন্যের অর্জিত টাকায় নিজের ভাগ বসানো। এটা সত্যিই একটা দেশের জন্য কলঙ্কিত অধ্যায়।

বহি বিশ্বে যেখানে তারা দেশের প্রতিটা নাগরিককে যথোপযুক্ত কর্ম উপযোগী করে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেয়। সেখানে বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপটে, আইনের জটিলতার মধ্যে ফেলে একজন উদ্যোক্তার জীবনকে ধ্বংস করে দেয়। দেশের প্রধানমন্ত্রী যদি একজন ফ্রিল্যান্সার সমমনা ব্যক্তি হত! তাহলে এই দেশের ফ্রিল্যান্সারদের উন্নয়ন করা সম্ভব...!

যাই হোক ভাই, আমার কথায় কেউ কষ্ট পেলে আমাকে মাফ করে দিবেন। আমি আমার অভিমত প্রকাশ করছি শুধু।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 28, 2023, 02:39:08 AM
সবার জন্যেই অনেক ভালো খবর,


সোর্সঃ ফেসবুক এবং এডিটেড।

Quote
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারির আগে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করে চিঠি দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কর অঞ্চল-১১। মূলত বিদেশ থেকে পাঠানো অর্থ থেকে কর কাটার বিধান এবং এনবিআরের উৎসে কর কাটার অধিক্ষেত্র আদেশ অনুযায়ী, সমগ্র বাংলাদেশের কর্তিত কর কর অঞ্চল-১১ এর অধিক্ষেত্রাধীন।

বাংলাদেশ ব্যাংককে পাঠানো চিঠিতে বলা হয়, আয়কর আইনের ১২৪ ধারায় উৎসে কর কেটে নির্ধারিত কোডের অনুকূলে জমা দেওয়ার অনুরোধ করা হলো। নির্ধারিত কোডে জমা করতে ব্যর্থ হলে আয়কর আইনের ১৪৩ ধারা অনুযায়ী আইনানুগ কার্যক্রম গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

আয়কর আইন অনুযায়ী, ফি, সেবা চার্জ বা পারিশ্রমিক বা প্রকৃতির রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে কাজের বিনিময়ে বিদেশ থেতে পাঠানো অর্থ কোনো ব্যক্তির হিসাবে পরিশোধ বা জমা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রাপকের হিসাবে অর্থ পরিশোধ বা জমা প্রদানকালে উক্ত পরিশোধিত বা জমাকৃত অর্থের উপর ১০ শতাংশ হারে কর কর্তন করবেন। এরমধ্যে রয়েছে-বাংলাদেশে প্রদত্ত কোনো সেবা, কোনো বিদেশি ব্যক্তিকে পরিষেবা প্রদান এবং বিজ্ঞাপন বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো অনলাইন প্লাটফর্ম ব্যবহারের অনুমতি প্রদান।

ফ্রিল্যান্সার রেমিট্যান্সে ১০ শতাংশ কর আদায়ে কড়া নির্দেশনা।

সোর্সঃ আজকের পত্রিকা

যারা ট্যাক্স রিটার্নে ফ্রিল্যান্সিং দিয়েছিলেন তাদের বিপদ, অনেকেই মতামত দিচ্ছেন।

Quote
ইয়েস...এইটাই বাংলাদেশের আসল চিত্র। এইখানে কোটি কোটি টাকা চুরি করে পালায় যাওয়া সহজ কিন্তু এই পর্যন্ত যারা দেশে রেমিট্যান্স আনতেছে তাদের সুবিধার জন্য এখন পর্যন্ত কোন পদক্ষেপ দেখি না
Marketplace 20%
Withdrawal fee 2%
BD Remittance: 10%
কাজ করে টোটাল যা ইনকাম করবেন তার 32% প্রায় দিয়ে দিতে হবে!!! অথচ এই 10% না কেটে উল্টো দেয়া উচিৎ ছিলো।
সবজায়গায় উন্নয়ন করা শেষ, এখন শুধু ফ্রিল্যান্সরদের উন্নয়ন করা বাকি।

কিন্তু আশলেও কি এই ১০% সরকারের নেয়া উচিৎ ?
hero member
Activity: 840
Merit: 522
September 28, 2023, 01:31:03 AM
ইতিমধ্যে দুজন ব্যবহারকারী নিউট্রাল ট্যাগ খেয়েছে, আমার প্রশ্ন হল দুজন ব্যবহারকারী বাংলা লোকাল বোর্ডের সদস্য কিন্তু তাঁরা নাইজেরিয়ান স্থানীয় বোর্ডে পোস্ট করেছেন মেরিট এর জন্য। আবার সেই জায়গায় মেরিট এর জন্য দুজনের লোকেশন দিয়েছে তিনটি দেশে Grin যা সত্যি হাস্যকর।
নাইজেরিয়ান লোকাল বোর্ডে সেখানে শুধু নাইজেরিয়ার সদস্যদের মেরিট প্রদান করে থাকে কিন্তু তিনি সেখানে দুটি অ্যাকাউন্ট দিয়েই পোস্ট করেছি, (আহহ কি লিজেন্ড ব্যক্তি তিনি  Grin Grin) ইতিমধ্যেই দুটি একাউন্টেই নিউট্রাল ট্যাগ খেয়েছে, তার এই অপকর্ম টি সত্যি আমাদের বাংলার লোকাল বোর্ডের জন্য দুঃখের বিষয় এই সমস্ত ব্যাপারকারীর জন্য বাংলা লোকাল বোর্ডের দুর্নাম। কিন্তু অবশ্যই দুজনই অতিশীঘ্রই রেড ট্যাগ খাওয়ার জন্য অনেক লাফালাফি করছে। Grin

ব্যাপারটা যেমন হাস্যকর, তেমনি কষ্টদায়ক। এই যে এখানে সেখানে ওনাদের কে নিয়ে পোষ্ট করা হচ্ছে, ওনারা কি এসব পোষ্ট গুলো দেখছেন না? ইনি আবার মনে করতেছে ক্যানাডা মনে হয় যুক্তরাষ্ট্রের কোনো একটা এড়িয়া। হাস্যকর না ব্যাপারটা? যুক্তরাষ্ট্রে থাকা ব্যাক্তি ইংরেজি জানে না। ভুলভাল ইংরেজিতে পোষ্ট করতেছে। আরেকজন নাকি আরব আমিরাতে থাকে। আরব আমিরাতে থাকা ব্যাক্তি আবার বাংলাদেশ লোকাল থ্রেড এ পোষ্ট করে।  Smiley এখন রেংক বড় না এজন্য কেউ ব্যাপার গুলো নিয়ে তেমন মাথা ঘামাচ্ছে না। যখন মেরিট পাবে বা রেংক বাড়বে (যদিও আমার মনে হয় না এদর রেংক বাড়ার যোগ্যতা আছে) তখন কিন্তু মানুষ এগুলো চেক করবে এবং যথাযথ ব্যাবস্থা নেবে।

Bitcoin_people ভাই আপনার সিগনেচার এর ক্লোজিং ট্যাগ টা ঠিক করে নিবেন। সেন্টার এর ক্লোজিং ট্যাগ নাই।
Jump to: