এ সকল ভবিষ্যৎবাণী আপাতত সুদূর ভবিষ্যতে সম্ভব কিন্তু ২০২৪ সালে অবাস্তব অবাস্তব বলে মনে হচ্ছে। যা হোক বিটকয়েন ভবিষ্যতে বৃদ্ধি পাবে কিন্তু এত বেশি বৃদ্ধি পাবে এমনটি ভাবতে গেলে নিজের কাছে কেমন যেন কাল্পনিক জগতে রয়েছে বলে মনে হয়।
যেভাবে সবাই প্রেডিকশন করছে তাতে ২০২৪ সালে বিটকয়েনের দাম কোথায় যে ঠেকবে এটা বলা কঠিন, কিন্তু ২০২৪ সালে যদি বিটকয়েনের দাম নাও বাড়ে তারপরও আশা করা যায় ২০২৫ অথবা ২০২৬ সালের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করবে, এবং পৃথিবীতে ইতিহাসের বড় মার্কেট দখল করতে যাচ্ছে কোন সন্দেহ নেই, আমরা বেশিরভাগ আলোচনা করে থাকি বিটকয়েনের দাম কমবে বা বাড়বে, এগুলা নিয়ে কিন্তু বিটকয়েনের একটা শক্ত অবস্থান তৈরী হয়, ফলে দাম বাড়তে থাকে এবং বিটকয়েনের দাম বেড়েই চলবে তাই আমরা বলতে পারি,
২০২৪ সালের মধ্যে যদি বিটকয়েনের দাম নাও বাড়ে, বা খুব ভালো পর্যায়ে নাও যায, তাহলে হয়তো ২০২৫ এর অথবা ২০২৬ সালের মধ্যে ভালো একটা বাজার দখল করবে এখানে কোন ধরনের সন্দেহ নেই, অতএব শর্ট টাইমে যে সকল প্রেডিকশন এগুলো না দেখাই ভালো এবং যদি সম্ভব হয় তাহলে বিটকয়েন সঞ্চয় করা ভালো।
~কাট
সুতরাং এইসব থেকে দূরে থাকেন এবং নিজের মত করে এনালাইসিস করে ইনভেস্ট করেন। এইটাই প্রথম কারণ FOMO তে জড়িয়ে পরার। সুতরাং সাবধান হয়ে যান আগে থেকেই।
এখানে মূল সমস্যা হচ্ছে যে আমাদের দেশে বা বাংলাতে বিটকয়েন ইনভেস্ট করা এবং হচ্ছে, বিটকয়েন নিয়ে মোটামুটি ভালো অবস্থানে যাওয়ার জন্য পরামর্শ বলেন এবং ভালো একটা গাইডলাইন বলে্ এই ধরনের কোন ব্যবস্থা নেই এই কারণে অনেকেই যদি একটু বেশি প্রেডিকশন দেয় তাহলে সেটা সঠিক কিনা সঠিক কিনা যাচাই করা যায় না।
এখানে বেশিরভাগ পেডিকশনগুলো অনুমানের উপর ভিত্তি করেই হয়, যে কারণে আমরা যদি চাই তারপরও অনেক কিছু থেকে সতর্ক থাকা সম্ভব না, তবে কোন সময় ইনভেস্ট করা গুরুত্বপূর্ণ এটা বোঝা একটা কঠিন ব্যাপার, যারা দীর্ঘদিন ধরে এখানে আছেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে নতুনদের জন্য একটু সুবিধা হবে এবং যারা একটু ভালো বোঝেন তারা যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন তাহলে নতুনরা ইনভেস্ট করতে সাহস পাবে অনেক, অন্যথায় দাম বারতে দেখলে কিনবে আর কমে যাবে তখন তারা বিক্রি করবে।
সোর্সঃ বিভিন্ন সোর্স থেকে নিজের মতো করে লেখা।