https://www.prothomalo.com/bangladesh/crime/ip47c6llgd
আমরা অনেক সময় মনে করে থাকি যে আমাদের আশে পাসে যা কিছুই হোক তা প্রশাশনের মাধ্যমেই হয় বা জানে, এরকম অনেক ক্ষণস্থায়ী ঘটনা থাকে যা খুব সহোজে কারো নজরে আসেনা আবার প্রমান করা কঠিন হয় বাংলাদেশের আইন অনুজায়ী, যে কারনে আমাদের দেশে, এই ধরনের অপরাধ বেড়েই চলেছে, আবার বিপরীত চিত্রও আমরা অনেক সময় দেখে থাকি।
আমাদেরকের আমাদের নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে সাম্থ্য অনুজায়ী, তাহলে অপরাধ একেবারে দূর হয়ত করা যাবেনা, কিন্তু তুলোনা মুলোক ভাবে কমানো যাবে।
আমার ব্যাক্তিগত ভাবে মনে হয় আমরা যদি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিভিন্ন্য নিউজ পোর্টালের মাধ্যমে সঠিক জায়গাতে আমাদের আওয়াজ পৌছাতে পারি তাহলে আমাদের দেশেও বিটকয়েন বৈধ করা সম্ভব।
ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেকেই এখন কথা বলছে, খালিদ ফরহাদ' নামের একজন কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছেলো সেখানে সে বলেছে বিটকয়েন বা ব্লকচেইন আগামীতে প্রিথিবিতে ভালো অবদান রাখবে। আরো একজন একটা ইন্টারভিউ দিয়েছিলো সেখানে সে বিটকয়েনে ইনভেস্টের কথা বলেছিলো, আর আগামীতে বিটকয়েন ই শক্তিশালী মুদ্রা হতে পারে।