Author

Topic: বাংলা (Bengali) - page 153. (Read 5304565 times)

legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 10, 2023, 03:40:31 AM
১০০*২=২০০
২০০*২=৪০০
৪০০*২=৮০০
৮০০*২=১৬০০
১৬০০*২=৩২০০
৩২০০*২=৬৪০০
৬৪০০*২=১২৮০০
১২৮০০*২=২৫৬০০
২৫৬০০*২=৫১২০০
৫১২০০*২=১০২৪০০
১০২৪০০*২=২০৪৮০০
২০৪৮০০*২=৪০৯৬০০
৪০৯৬০০*২=৮১৯২০০
৮১৯২০০*২=১৬৩৮৪০০
আমার এই জার্নির প্রথম বিনিয়োগ করা হয়েছে ✅
কিছুদিন আগে আমি ১০০ ডলার বিনিয়োগ করেছি। ১০০ ডলারের ENJIN ক্রয় করেছি। তারা এই মাসের ১৩ তারিখ তাদের নিজস্ব ব্লকচেইন নিয়ে আসবে। আমি আশা করছি আমার এই জার্নির প্রথম স্টেপ খুব শীঘ্রই ডান হবে।
যারা আমার সাথে এই জার্নিতে অংশগ্রহণ করতে চান, তারা আমার টেলিগ্রামে নক দিন। আপনার ফান্ড আপনার কাছেই থাকবে। আপনার ফান্ড আমাকে দিতে হবে না। শুধু সবাই মিলে আলোচনা করতে পারবো যেটা আমাদেরকে কিছু ভালো প্রজেক্ট খুজে পেতে সহায়তা করবে।

বিনিয়োগ- Enjin
দাম- $০.২৩৩
বিক্রয় লক্ষ্য- $০.৪৬৬
full member
Activity: 742
Merit: 157
September 10, 2023, 03:36:29 AM
It would have been nice to get this attention in any other context.  WikiLeaks has kicked the hornet's nest, and the swarm is headed towards us.

কিন্তু আমার এমন মনে হয় না যে সরকার তখন সাতোশি কে কিছু করেছে। কারন যার জন্য বা যে কারনে করবে, তারা সে জুলিয়ানকেই ধরতে পারেনি তখনো, সাতোশি কে কিভাবে ধরবে? অবশ্য জুলিয়ান এখন কারাগারে আছেন।

ব্যাপার গুলা একটু জটিল এবং অনেক চিন্তা ভাবনা করেও অনেক প্রশ্নের জট খোলা যায়না, কিন্তু আপনার সাথে এই ক্ষেত্রে আমি একমত যে, সাতোশি কে সরকার এখনো কিছু করতে পারেনি আর সে যদি বেচেও থাকে তাহলেও কোনো সরকার তাকে কিছুই করতে পারবেনা।
প্রযুক্তির এই যুগে যেহেতু তিনি নিজেকে সম্পুর্ণভাবে বেনামি রাখতে সমর্থ হয়েছেন তাকে কেউ আর খুজে পাবে বলে মনে হয় না। তবে যদি সাতোশির কোন নিশ্চিত তথ্য পাওয়া যায় তাহলে তিনি যে দেশেরই হোক না কেন তাকে অবশ্যই তলব করবে। তাকে নানাভাবে অভিযুক্ত করা হবে। তিনি যে আধুনিক বিশ্বের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানকারী একজন ব্যক্তি তা বিশ্বনেতাদের অনেকেই অস্বীকার করবেন। এতে বিটকয়েনের প্রতি মানুষর যেই আস্থা আছে তা হারিয়ে যাবে। কারন তখন এটিকে সম্পুর্ণভাবে আমরা ডিসেন্ট্রালাইজড বলতে পারব না।  আরও কিছু নানা বিধ সমস্যা সৃস্টি হতে পারে। আমি মনে করি তিনি হয়তো বেঁচে আছেন তবে তার পরিচয় বেনামি থাকাই বিটকয়েনর জন্য মঙ্গল জনক। আর একটি বিষয় হল যে সময়টিতে জুলিয়ান কে ধরার জন্য সরকার ব্যস্ত হয়ে উঠেছিলেন সেই সময়ে বিটকয়েনের জনপ্রিয়তা ছিল না। ফলে সরকার এটিকে খুব বেশি গুরুত্বের সাথে নেয় নি যতটা তারা এখন অনুধাবন করছে।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 10, 2023, 02:53:11 AM
It would have been nice to get this attention in any other context.  WikiLeaks has kicked the hornet's nest, and the swarm is headed towards us.

কিন্তু আমার এমন মনে হয় না যে সরকার তখন সাতোশি কে কিছু করেছে। কারন যার জন্য বা যে কারনে করবে, তারা সে জুলিয়ানকেই ধরতে পারেনি তখনো, সাতোশি কে কিভাবে ধরবে? অবশ্য জুলিয়ান এখন কারাগারে আছেন।

ব্যাপার গুলা একটু জটিল এবং অনেক চিন্তা ভাবনা করেও অনেক প্রশ্নের জট খোলা যায়না, কিন্তু আপনার সাথে এই ক্ষেত্রে আমি একমত যে, সাতোশি কে সরকার এখনো কিছু করতে পারেনি আর সে যদি বেচেও থাকে তাহলেও কোনো সরকার তাকে কিছুই করতে পারবেনা।

sr. member
Activity: 518
Merit: 268
September 10, 2023, 12:58:47 AM


দারুন একটা ইন্টারেস্টিং বিষয় এখানে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম। যদিও বিষয়টি আমার কাছে খুব কঠিন তবুও আমি যতটুকু পারছি সেটা উপস্থাপন করার চেষ্টা করলাম।
সামেসন দ্বারা কি পরিমান বিটকয়েন পর্যাপ্ত আছে সেটা নির্দেশ করে।
n=৩২, n=0 দ্বারা 2 লক্ষ দশ হাজার ব্লকে ৩৩ টি রিডাকশনকে বোঝায়।
২১০০০০×৫০/২^n দিয়ে প্রতি চার বছরে ব্লক কে বোঝায় অর্থাৎ চার বছরে দুই লক্ষ দশ হাজার ব্লকে বিটকয়েন ৫০/২, ২৫/২, ১২.৫/২, ৬.২৫/২  ইত্যাদি হারে কমে আসবে। n দিয়ে কত তম হালবিং হবে সেই সংখ্যাকে বোঝায়। ধরি সামনের বছরে চতুর্থতম হালবিং বোঝাবে।


hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 09, 2023, 10:28:44 PM
এই ঘটনাটা বা কাহিনীটা বলার কারণ উপরে যে সব পর্যবেক্ষণ বা কথা শুনলাম এগুলো অবাস্তব কিছু না সাতোশি যে জিনিসটা চাচ্ছিলেন মানে চেয়েছেন সেটা অনেক স্বার্থপর বড় তিমিদের নিকট তাদের ভাত হারানোর মতন হতেও পারে এমন কিছু যাই হোক রহস্য হয়তো কোনদিন উদঘাটন হবে না। তবে প্রশ্ন এখানেই যে সে তো বিটকয়েন টকে অ্যাকাউন্ট খুলে এক্টিভ ছিল হঠাৎ করে অফ হয়ে গেল কেন। আপনি সুন্দর একটা জিনিস পেশ করেছেন।

আসলে এগুলোর কোনটা সঠিক আমরা তো জানি না। হতে পারে সাতোশি বেচে আছেন এবং আমাদের মাঝেই আছেন। একদিন যদি হঠাৎ করে জানতে পারেন থেমোস ই সাতোশি, ব্যাপার টা কেমন হবে বলেন তো? তবে আমার কোনো কারনেই মনে হয় না থেমোস সাতোশি হতে পারেন। বিটকয়েন কমিউনিটি নতুন থাকা অবস্থায় যখন উইকিলিকস বিটকয়েন ব্যাবহার করতে চেয়েছিলো এবং সেটা নিয়ে তখন তুমুল আলোচনা সমালোচনার তৈরী হয়। তখনই সাতোশি অনমান করতে পেরেছিলেন যে মানুষ আর্থিক স্বাধীনতার জন্য লড়াই করবে আর এটা সহজ হবে না। সরকার তখন থেকেই বিটকয়েন কে রিস্ট্রিক্ট করতে চেয়েছে। কিন্তু তখনকার সময় সরকারের এমন কোনো প্রযুক্তি বা এমন কেউ ছিলো না যারা তাদের সহায়তা করবে। কারন সবাই চায় তাদের থেকে মুক্তি পেতে। সাতোশি অসন্ন বিপদ আশংকা করেই এই পোষ্ট করেছিলো;

It would have been nice to get this attention in any other context.  WikiLeaks has kicked the hornet's nest, and the swarm is headed towards us.

কিন্তু আমার এমন মনে হয় না যে সরকার তখন সাতোশি কে কিছু করেছে। কারন যার জন্য বা যে কারনে করবে, তারা সে জুলিয়ানকেই ধরতে পারেনি তখনো, সাতোশি কে কিভাবে ধরবে? অবশ্য জুলিয়ান এখন কারাগারে আছেন।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 09, 2023, 10:07:45 PM
ক্রিপ্টো ব্যবসায়ীকে ১১ হাজার বছরের কারাদণ্ড দিল তুরস্ক ।



তুরস্কের এক ক্রিপ্টো ব্যবসায়ীকে ১১ হাজার বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অর্থ পাচার, জালিয়াতি এবং অপরাধী সংগঠন তৈরির অপরাধে তাঁকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

থোডেক্স নামে ক্রিপ্টো কারেন্সি লেনদেন প্রতিষ্ঠান গঠন করেছিলেন ফারুক ফাতিহ ওজার (২৯)। তিনি তাঁর দুই ভাই সেরাপ ও গুভেন আলবেনিয়ায় পালিয়ে গিয়েছিলেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত ফাতিহ ও তাঁর দুই ভাইয়ের প্রত্যেককে ১১ হাজার ১৯৬ বছর করে কারাদণ্ড দিয়েছেন।

আদালতের কাছে মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অর্থ পাচার, জালিয়াতি এবং অপরাধী সংগঠন তৈরির অপরাধে থোডেক্সের প্রতিষ্ঠাতার ৪০ হাজার ৫৬২ বছর কারাদণ্ড আবেদন করেছিলেন। তবে আদালত কৌঁসুলির সেই আবেদন না রেখে তিন ভাইকেই ১১ হাজার ১৯৬ বছর করে কারাদণ্ড দেন।

তবে ফাতিহ ওজার তাঁর বিরুদ্ধে আনা অপরাধী সংগঠন তৈরির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আদালতকে বলেছেন, ‘আমি যদি কোনো অপরাধী সংগঠন প্রতিষ্ঠান করতে পারতাম, তবে নিশ্চয়ই এত কাঁচা কাজ করতাম না।’

সোর্স লিংকঃ ক্রিপ্টো ব্যবসায়ীকে ১১ হাজার বছরের কারাদণ্ড দিল তুরস্ক ।


আমার মতামত হচ্ছে প্রকিত পক্ষে এই মানুষটি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে, সে হয়তো মুক্তি পেতে পারে, যখন কিনা তুরস্কের ক্রিপ্টো বৈধতা পাবে, পুরো প্রিথিবি যখন ক্রিপ্টো কারেন্সিকে বৈধতা দেবার চিন্তা করছে তখন, এতটুকু আশা করা যায় যে আগামীতে সব দেশ ক্রিপ্টোকারেন্সি কে বৈধতা দেবে, এবং সবাই খুব সহজে লেনদেন করতে পারবে। 
sr. member
Activity: 1008
Merit: 366
September 09, 2023, 12:16:40 PM
এখানে আমার একটি ডাউট আছে যেহেতু আমাদের দেশে এখনো বিটকয়েনের কোন বৈধতা দেওয়া হয়নি সেই ক্ষেত্রে যদি আমি কোন এডভোকেটের সাহায্য নেই তাহলে সেটি কি সমর্থনযোগ্য হবে? যদি বভিষ্যতে সেই ওয়ালেট নিয়ে কোন মামলা হয় তাহলে সেটি আদালতে উপস্থাপন করা হলে কেমন হবে? যেহেতু বিটকয়েন সরকারের দ্বারা সমর্থিত নয় তাহলে সেই বিটকয়েন কি সরকার দ্বারা বাজেয়াপ্ত করা হবে কি না? তবে আমি মনে করি যদি আজকে থেকে এই ধরনের ঘটনা 20 বছর পরে হয় তাহলে আমরা সেই সময়ে আমাদের দেশে বিটকয়েনের বৈধতা পেতে পারি। 

বৈধতা না দেওয়া পর্যন্ত এডভোকেটের সাহায্য না নেওয়াটাই ভালো। কারণ আইনি ঝামেলা অবশ্যই হবে। যদি সেফ এ রাখার জন্য আপনি এডভোকেট এর সাহায্য নিতে চান তাহলে নিয়েন না। আপনি কিছু টেকনিক এর মাধ্যমে এই কাজ টা করতে পারেন। আমার জানা মতে আপনার পারসোনাল জিনিষ এর তথ্য দিতে হয় না ব্যাংক এ রাখার সময়। আপনি পেনড্রাইভ বা সলিড স্টেট ড্রাইভ(SSD) ইউজ করতে পারেন। তবে এর মধ্যে কি রাখা আছে তার তথ্য দিতে হবে না এবং এটিকে সেফ রাখার জন্য পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। এবং ফাইল এনক্রিপ্ট করে রাখবেন। তাহলে কেউ ওইটা এক্সেস করতে পারবে না পাসওয়ার্ড ছাড়া। এই পাসওয়ার্ড আপনি শেয়ার করতে পারেন আপানার কাছের মানুষদের কাছে যারা পরবর্তীতে ওই ব্যাংক এ রাখা আমানত এক্সেস করতে পারবে।

আর অন্য কারণ এ হইলে ঝামেলায় জড়াইতে পারেন। সুতরাং না করাটাই ভালো।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 09, 2023, 12:16:26 PM
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 09, 2023, 12:16:05 PM
সাতোশি পৃথিবীতে নেই এভাবে আমি বলতে চাই না। কারন আমরা কেউ জানি না তিনি কোথায় আছেন। আমি শুধুমাত্র পসিবিলিটি শেয়ার করেছি যে এটা হতেও পারে আবার নাও হতে পারে। আর সাতোশি না থাকলে তার বিটকয়েনের একসেস অন্য কেউ পাবে ব্যপার টা সেরকম ও না। সাতোশি প্রাইভেসি নিয়ে মারাক্তক রকমের কনসার্ড! সে কখনোই তার ওয়ালেট এনক্রিপ্টেড করা ছাড়া রাখবে না। সে যদি মারা গিয়েও থাকে, অন্য কারো হাতে তার ওয়ালেট থাকলেও সেই ওয়ালেট ক্র্যাক করা যে কেউ পারবে না। সুতরাং একজন মারা যাওয়া মানেই এই নয় যে যারা তার কম্পিউটার বা অন্য ডিভাইস পাবে তারা তার ওয়ালেট একসেস করতে পারবে। আমার ফ্যামিলির কেউ আমার ওয়ালেট এর পাসওয়ার্ড জানে না। আমার কিছু হয়ে গেলে কেউ এই বিটকয়েন বিক্রি করতে পারবে না।
আপনার উপরের পোস্টটি পড়ে আমার ভেতরে খুব থ্রিলিং একটা ব্যাপার ফিল হয়েছে। এমন অনেক ঘটনা ঘটেছে যে অনেক বড় বড় শক্তিধর দেশ বা গোয়েন্দা সংস্থা তাদের স্বার্থের জন্য এমন অনেক মানুষকে উধাও করে ফেলেছে। কিছুদিন আগে আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম সেখানে একজন টিকটকার সিম্পল ব্লগ করতে করতে হঠাৎ করে ক্যামেরায় একটা কিছু দেখতে পায় তারপর সে এটা নিয়ে বারবার ভিডিও বা অনুসন্ধান করতে যেতে চাইলে এক সময় সে একটা আইনি সংস্থার দ্বারা বাধা প্রাপ্ত হয় তারপরও সে যখন সেই অনুসন্ধান চালিয়ে যেতে থাকে তখন সে কিছুদিনের জন্য উধাও থাকে পরবর্তীতে সে একটি ভিডিও পেশ করে যে সে এর আগে যে সব ভিডিও করেছে সেগুলো সব মিথ্যা।
আবার তার কিছুদিন পরে আবার সে বল যে তাকে আটকে রাখা যাবে না সে অনুসন্ধান চালিয়ে যাবে এভাবে আর একটি ভিডিও করার পর তারপর থেকে তাকে আর ইন্টারনেটের জগত কিংবা কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে তার ফ্যামিলিসহ সবাই মৃত হিসেবে গণ্য করে নিয়েছে।
এই ঘটনাটা বা কাহিনীটা বলার কারণ উপরে যে সব পর্যবেক্ষণ বা কথা শুনলাম এগুলো অবাস্তব কিছু না সাতোশি যে জিনিসটা চাচ্ছিলেন মানে চেয়েছেন সেটা অনেক স্বার্থপর বড় তিমিদের নিকট তাদের ভাত হারানোর মতন হতেও পারে এমন কিছু যাই হোক রহস্য হয়তো কোনদিন উদঘাটন হবে না। তবে প্রশ্ন এখানেই যে সে তো বিটকয়েন টকে অ্যাকাউন্ট খুলে এক্টিভ ছিল হঠাৎ করে অফ হয়ে গেল কেন। আপনি সুন্দর একটা জিনিস পেশ করেছেন।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 09, 2023, 11:01:38 AM
তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।

থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে সবার মতামত চাইতাসি...
প্রস্তাবনা সুন্দর কিন্তু লোকাল বোর্ড পেতে আমার মনে হয় না এইটা কোন ইস্যু হতে পারে। যদি আমাদের লোকালে যথেষ্ট মেম্বার থাকে + এক্টিভিটি থাকে, তাহলে আশা করি আমরা লোকাল বোর্ড পেয়ে যাবো। মোটামুটি আরো ২০-৩৫ জন এক্টিভ মেম্বার লাগে। আপনি তো অনেকদিন এইখানে আছেন। আপনি এক্টিভ হতে পারেন। আমাদের জন্য সেটা ভালো হত। নিশ্চয়ই আপনি এইখানে আমাদের বেশি ক্রিপ্টোকারেন্সি নিয়ে জ্ঞান রাখেন।
তাছাড়া যে যত যাই বলুক, এই থ্রেড ক্রিয়েটর এর উপরে আমরা কেউ না। কারন এইটা সেলফ মডারেটেড থ্রেড। উনার সিদ্ধান্তই বড়।

কেউ যদি Flush.com এর গিভএওয়েতে জয়েন করতে চান- https://bitcointalksearch.org/topic/flushcom-exclusive-contest-win-00005-btc-5466093

শর্ত- ফ্লাশে আপনার একটা একাউন্ট থাকতে হবে এবং যে কোন এমাউন্ট এর একটা ডিপোজিট থাকতে হবে।
যারা নতুন, ফ্লাশে একাউন্ট করে ছোট এমাউন্ট ডিপোজিয় করতে পারেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 09, 2023, 08:09:13 AM
sr. member
Activity: 546
Merit: 309
September 09, 2023, 06:33:00 AM
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 09, 2023, 06:02:51 AM
তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।
থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে সবার মতামত চাইতাসি...
মতামত চাওয়ারই কোন প্রয়োজন নাই।  বাংলাদেশ রয়েছে এটাতে কি সমস্যা হচ্ছে এটাই তো আমি বুঝতেছিনা।  আপনার কথায় যুক্তি রয়েছে  কিন্তু এমন হলে তো লোকাল বোর্ড মানে  প্রয়োজনই নাই  ইন্ডিয়ার পাকিস্তানের ভাষাও তো সেম হিন্দি  আবার ইন্ডিয়ার মধ্যে ডিফারেন্ট ভাষা আছে তারা কি করবে।  মনের একটা প্রশান্তি থাকবে এখানে  বাংলাদেশ নামটাই থাকুক এটা নিয়ে ভোটাভুটি নাই চলুক  আমার মনে হয় এই ফোরামে বেশিরভাগ লোকই বাংলাদেশী আর যদি ইন্ডিয়ান কোন ভাই থেকে থাকেন তারা  ইন্ডিয়ার লোকাল বোর্ডে গিয়ে আবেদন করতে পারেন  চাইল্ড বোর্ড  খোলার জন্য, আর বাংলাদেশ নাম থাকাতে যে  কলকাতার বাঙালিরা এখানে কোন কথা বলতে পারবেনা এমন কোন বাধ্যবাধকতা তো নেই।
আমি নিজেও হিন্দি ,  উর্দু হালকা হালকা পারি  আমি মাঝে মধ্যে পাকিস্তানি বোর্ডে পোস্ট করেছি। তারা একই ভাষায় কথা বলে দেখে যে তাদের ইচ্ছা নেই যে আলাদা বোর্ড থাকুক এমন কিন্তু নয় তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করলে আমার মনে হয় বেশিরভাগ উত্তর এটাই হবে যে আমাদেরও একটা পার্সোনাল বোর্ড থাকুক। বিভক্তির কথা বলতেছি না।
বাংলাদেশী থাকুক, এইসব আলোচনার থেকে টেকনিক্যাল কোন কিছু  শেয়ার হলে আরো বেশি ভালো হবে নতুন কিছু জানতে পারবো। ।  বাই দ্যা ওয়ে নো ওপেনস
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 08, 2023, 10:50:02 PM
আর একখান ভুল ধারণা আছে যে বাংলা থ্রেড হইলে আমাগো ভারতে ঢুকাইয়া দিব। এইটা তিন বছর আগে হইতে পারতো। কিন্তু এখন আর হইবো না। বাংলায় এক্টিভিটি ভারতের দিয়া বেশি।

তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।

থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে সবার মতামত চাইতাসি...

নাম পরিবর্তনের মধ্যে আলাদা কোনো ফাইদা আছে বলে মনে হয়না কারন নাম ঠিক আছে, যেমন আপনি কিছু ভাষা ব্যাবহার করেছেন সেগুলা আঞ্চলিক ভাষা তাই সেগুলোকে পুরোপুরি বাংলা বলা যায়না, কিন্তু যখন আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন তখন, আপনার আঞ্চোলিকতা তেমোন ব্যাপার হবেনা।

সাতোশি পৃথিবীতে নেই এভাবে আমি বলতে চাই না। কারন আমরা কেউ জানি না তিনি কোথায় আছেন। আমি শুধুমাত্র পসিবিলিটি শেয়ার করেছি যে এটা হতেও পারে আবার নাও হতে পারে। আর সাতোশি না থাকলে তার বিটকয়েনের একসেস অন্য কেউ পাবে ব্যপার টা সেরকম ও না। সাতোশি প্রাইভেসি নিয়ে মারাক্তক রকমের কনসার্ড! সে কখনোই তার ওয়ালেট এনক্রিপ্টেড করা ছাড়া রাখবে না। সে যদি মারা গিয়েও থাকে, অন্য কারো হাতে তার ওয়ালেট থাকলেও সেই ওয়ালেট ক্র্যাক করা যে কেউ পারবে না। সুতরাং একজন মারা যাওয়া মানেই এই নয় যে যারা তার কম্পিউটার বা অন্য ডিভাইস পাবে তারা তার ওয়ালেট একসেস করতে পারবে। আমার ফ্যামিলির কেউ আমার ওয়ালেট এর পাসওয়ার্ড জানে না। আমার কিছু হয়ে গেলে কেউ এই বিটকয়েন বিক্রি করতে পারবে না।

ভাই আমিও "সাতোশি" কে নিয়ে কনফিউশন কারন হচ্ছে এটা নিয়ে অনেক বিস্তর ভাবে আলোচনা হয়েছে কিন্তু কেউ আসলে সঠিক কোনো উত্তর দিতে পারেনাই।

অনেক সময় আমার কাছে মনে হয়েছে দুনিয়াতে আপন বলতে কেউ নেই অনেক উথান পতনের মধ্যে দিয়ে সাধারন একটা জীবন জাপন করার চেস্টা করেছি, কিন্তু আমার মতে পরিবারের একজনকে অন্তত জানানো উচিৎ যে আপনার বিটকয়েন কোথাই রয়েছে এবং তা কিভাবে পরের প্রজন্ম ব্যাববার করতে পারবে, তাছাড়া ধারাবাহিকতা হয়তো ধরে রাখা যাবেনা।

Code:
বিদ্রঃ সোর্সঃ যদিও নিজের মতো করে লেখার চেস্টা করি তারপরেও আমার লেখাতে কেউ কোনো সোর্স বা মিল পেলে জানাবেন আমি সেই সোর্স লিংকটি দিয়ে দেবো।
full member
Activity: 420
Merit: 130
September 08, 2023, 10:15:32 PM
 
আমার ফ্যামিলির কেউ আমার ওয়ালেট এর পাসওয়ার্ড জানে না। আমার কিছু হয়ে গেলে কেউ এই বিটকয়েন বিক্রি করতে পারবে না।
জীবন মরনের গ্যারান্টি নেই ভাই। আপনার ওয়ালেটের ব্যাকাপ করে আপনি আপনার বিশ্বস্ত আপনজনের কাছে দিয়ে রাখেন। আমি অতিতে বাউন্টি করে কিছু বিটকয়েন সঞ্চয় করে রেখেছি এবং ঐ ওয়ালেটের সিকিউরিটি আমি আমার আপনজনের কাছে দিয়ে রেখেছি। আমার কিছু হয়ে গেলে সেটা আল্লাহর রহমতে সেই বিটকয়েন যেন আমার আপনজনেরা ভোগ করতে পারে। অবশ্যই সেটা কাগজের মাধ্যমে লিখে সংরক্ষণ করেছি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 08, 2023, 10:06:39 PM
sr. member
Activity: 518
Merit: 268
September 08, 2023, 09:34:39 PM

তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।

থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে সবার মতামত চাইতাসি...
ভাই থ্রেডের নাম পরিবর্তনের কোন দরকার নেই কারণ থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) বলতে বাংলাদেশকে ও বাংলাদেশের ভাষাকে বোঝায়।
যদি নাম পরিবর্তন করে বাংলা(Bengali) করা হয় তাহলে তখন এটিকে আপনি শুধু বাংলাদেশ এবং বাংলাদেশের ভাষাকে বোঝাতে পারবেন না। কারন আমরা বাংলাদেশের নাগরিক সেই শর্তে আমাদের মুখের ভাষা বাংলা কিন্তু যদি আপনি বাঙালি বলেন তাহলে কলকাতার বাঙালিদেরকে বুঝানো। তাই বাংলা শুধু আমাদের বাংলাদেশকে বুঝাবেনা বরং এটি কলকাতা সহ আরো বেশ কয়েকটি ইন্ডিয়ার রাজ্যকে বোঝানো হবে। তাই যতই যুক্তি উপস্থাপন করি না কেন আমাদের থ্রেডের কোন নাম পরিবর্তনের দরকার নেই।
member
Activity: 86
Merit: 27
September 08, 2023, 04:01:51 PM
ভাই, যারা সত্যই বাংলায় নিজস্ব সাব-ফোরাম চাইতাসেন, তারা নিচের চার্টটি ভালো কইরা দ্যাখেন...


লোকালের সাব-বোর্ডগুলাও ভালো কইরা দেখেন। ভারত ছাড়া বাকি প্রায় সমস্ত সাব-বোর্ড ভাষাভিত্তিক, দেশভিত্তিক নয়। বহু ভাষাভাষীর দেশ হওনের দরুন ভারত আলাদা সাব পাইসে। তাই হ্যাগো কথা আলাদা। খেয়াল করেন, অস্ট্রেলিয়া, ব্রিটেন ইত্যাদি ইংরেজি ভাষাভাষীর দেশগুলার কোনো নিজস্ব সাব নাই। আবার কাতার, সৌদি ইত্যাদি আরব ভাষাভাষীর দেশগুলা আরবিক সাবে কথা কয়। পর্তুগিজ সাবে পর্তুগাল ও ব্রাজিল উভয়ের মানুষই কথা কয়।

পাশাপাশি আরেকটা জিনিস ভাবেন। একটু যদি খোঁজ নিয়া দেখেন, তাইলে জানবেন, বিটকয়েনটক ফোরামের বিভিন্ন ঘটনায়, দেমস একাধিক আইনি সমস্যা ভোগ করসে। তাই, একটা দেশ, যেখানে ক্রিপ্টো ঘোষিতভাবে অবৈধ, সেটারে সাব দিয়া দেমস অহেতুক আইনি সমস্যা বাড়াইতে চাইবো না। কিন্তু ভাষার ভিত্তিতে সাব দিলে সেই সমস্যা নাই। কারণ বাংলা ভাষাভাষী মানুষ সারা পৃথিবীতেই আছেন, যেখানে ক্রিপ্টো ব্যবহার আইনসিদ্ধ।

আর একখান ভুল ধারণা আছে যে বাংলা থ্রেড হইলে আমাগো ভারতে ঢুকাইয়া দিব। এইটা তিন বছর আগে হইতে পারতো। কিন্তু এখন আর হইবো না। বাংলায় এক্টিভিটি ভারতের দিয়া বেশি।

তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।

থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে সবার মতামত চাইতাসি...
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 08, 2023, 12:35:59 PM
বিটকয়েনের টাকায় অপারেশন
বিটকয়েনের টাকায় জার্সি

বিষয়টি হয়তোবা অনেক ছোট বা অফ টপিক হয়ে গেলো, কিন্তু LDL ভাইয়ের আগের পোস্টটি দেখে আমি নিজেও কন্ট্রোল রাখতে পারলাম না। তাই আবশেষে পোস্টটি করেই ফেল্লাম। আসলে এই অনুভূতি লেখে বোঝানোর মতো নয়। কেউ যখন তার লাইফে প্রথম ইনকাম করে তখন তার যে অনুভূতিটা হয় তা শুধুমাত্র সে একাই জানে। এই ব্যাপারটা আসলেই অসাধারণ। তাই বেশি কিছুই বল্লামনা আশা করি সবাই বিষয়টি বুঝতে পরেছেন।




Bitcoin is the next key to success.
full member
Activity: 742
Merit: 157
September 08, 2023, 12:31:16 PM
~কাট

সবচেয়ে ভালো উপায় হইলো আপনার দলিল নামা করে রেখে যাওয়া। কোনো ব্যাংক অথবা সেফ হিসেবে যেখানে আমানত রাখা যায়। আপনার ওয়ালেট এর কি ব্যাকআপ করে আপনি মৃত্যু বরণ করলে কে ওই আমানত এর মালিক হবে তার কাছে হস্তান্তর করতে পারবে ওই ব্যাংক অথবা যেই সার্ভিসটি আপনি ব্যবহার করতে চান। এই ক্ষেত্রে আপনাকে কোনো ডিভাইস অথবা এমন কিছু ব্যবহার করতে হবে যেটা সহজে নষ্ট হবে না। হতে পারে কোনো পেনড্রাইভ অথবা কাঠ এ খোদাই করা এমন কিছু। আমার জানা মতে আপনি এই সব লকার এ একটি নির্দিষ্ট কারো জন্য এবং লিগ্যাল ভাবে তাদের বয়ষ কত হইলে তারা তা বের করতে পারবে তা নির্ধারন করা যায়।
এখানে আমার একটি ডাউট আছে যেহেতু আমাদের দেশে এখনো বিটকয়েনের কোন বৈধতা দেওয়া হয়নি সেই ক্ষেত্রে যদি আমি কোন এডভোকেটের সাহায্য নেই তাহলে সেটি কি সমর্থনযোগ্য হবে? যদি বভিষ্যতে সেই ওয়ালেট নিয়ে কোন মামলা হয় তাহলে সেটি আদালতে উপস্থাপন করা হলে কেমন হবে? যেহেতু বিটকয়েন সরকারের দ্বারা সমর্থিত নয় তাহলে সেই বিটকয়েন কি সরকার দ্বারা বাজেয়াপ্ত করা হবে কি না? তবে আমি মনে করি যদি আজকে থেকে এই ধরনের ঘটনা 20 বছর পরে হয় তাহলে আমরা সেই সময়ে আমাদের দেশে বিটকয়েনের বৈধতা পেতে পারি। 
Jump to: