Author

Topic: বাংলা (Bengali) - page 151. (Read 5303981 times)

full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 13, 2023, 06:34:42 AM

সালভাদর সরকারের অধীনে ২৩৮০/২৩৮১ বিটকয়েন রয়েছে এই তথ্যটি যদিও বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা ছেপেছে কিন্তু এই তথ্যটি এখন পর্যন্ত সত্য নয় কেননা সালবদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ঘোষণা করেছেন যে তাঁর দেশ সালভাদর প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করবে কিন্তু সেই হিসেবটা আজও প্রকাশ পায়নি। সালভাদর কি প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করছে?
যদি একটি করে বিটকয়েন প্রতিদিন ক্রয় করে থাকে তাহলে সাল বদরের বিটকয়েনের সংখ্যা ২৩৮০ টি নাও হতে পারে অবশ্যই বেশি হবে। সরকারি দপ্তর থেকে এখন পর্যন্ত কোন সঠিক তথ্য জানানো হয়নি। তবে বিভিন্ন নিউজে সাল বদরের বিটকয়েন সংখ্যা 2380/২৩৮১ এই সংখ্যায় তুলে ধরা হয়।

সালভাদর ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত শেষ বিটকয়েন ক্রয়ের রেকর্ড রয়েছে যেখানে সালভাদরের সরকার ১৯০০০ দাম প্রতি বিটকয়েন হিসেবে ৮০ কি বিটকয়েন ক্রয় করেছিল। তারপর সালবাদের সরকারের বিটকয়েন ক্রয়ের কোন রেকর্ড আমরা অনলাইনে পাইনি। তাই যদি সালভাদরের সরকার যদি পরবর্তীতে বিটকয়েন ক্রয় করে না থাকে তাহলে বিটকয়েনের সংখ্যা ২৩৮০ টি হবে।




বেশিরভাগ মানুষ বিটকয়েনের তথ্য গোপন রাখে এবং এই তথ্য সঠিক কিনা আমি জানিনা, কিন্তু আমার যেটা মনে হয় অধিকাংশ লোক তাদের সঠিক তথ্যটি দেয় না এবং সেটা যদি হয় বিটকয়েন কেন্দ্রিক তথ্য হয় তাহলে সেটা আরো গোপনীয় বজায় রাখে, আর প্রতিটা ব্যাক্তি চায় বিটকয়েনের তথ্য যাতে কেউ না জানে, এখন আপনি যেটা বলছেন সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে হতে পারে, তবে আমার যেটা মনে হয় সাধারণভাবে কেউ খুব একটা বেশি বিটকয়েনের কথা শেয়ার করে না কারণ এটা যদি শেয়ার করে তাহলে কোন দেশের সরকার বা অন্য কোন ব্যক্তি তাকে যেকোনো সময় যেকোনো ধরনের পঝামেলায় ফেলতে  পারে,  এজন্য আমার কাছে মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই সব লেনদেন গুলা অনেকটা ভুয়া হয়ে থাকে, আর এটা সঠিকতা যাচাই করার সঠিক কোন নিয়ম আছে কিনা সেটা আমার জানা নেই যেহেতু বিটকয়েন এড্রেস মালিক বিহীন তৈরি করা যায় এবং সেখানে কোন নাম্বার ঠিকানা প্রয়োজন হয় না সে ক্ষেত্রে এটি গোপন করা অত্যন্ত সহজ।
sr. member
Activity: 518
Merit: 268
September 13, 2023, 03:10:37 AM

বিটকয়েনের এডোপটেশন অনেক দেশেই অনেক দ্রুত হয়ে যাচ্ছে ভাই। El Salvador এর কথা চিন্তা করেন! ওরা প্রথমত বিটকয়েনকে তাদের দেশে বৈধ করে দিয়েছে। ২য় রিসেন্টলি শুনলাম, তারা নাকি পড়ালেখায় ক্রিপ্টো এডুকেশনের জন্য সাবজেক্ট যুক্ত করাচ্ছে। মানে হচ্ছে তাদের দেশে বাচ্চাকাল থেকেই শিশুরা ক্রিপ্টো নলেজের সাথে বড় হবে। কত বড় এক সুবিধা। আর এদিকে আমাদের দেশে পড়ালেখা কেন ক্রিপ্টোর অবৈধতা পর্যন্ত পেলাম না। ভবিষ্যতে কি হবে কে জানে। আমার এখানো মনে আছে, আমার পরিচিত যেসব ভাই ব্রাদার আছে যারা ক্রিপ্টো ব্যবহার করে এ সম্পর্কে জানে তারা সবাই আমাকে এ বিষয়ে কাউকে বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলছে। সোজা বাংলায় না, কাউকে বলা যাবে না, সমস্যা আছে, জানাজানি হলে ঝামেলা হয়ে যাবে। ঠিক এভাবেই। রিসেন্টলি দেখলাম পুলিশ নাকি এক বাসের নাগরিকের মোবাইল চেক করতেছে! তাকে এই ক্ষমতা কে দিসে? এটা দেখার পর এক বড় ভাই বল্লো ফোনে ক্রিপ্টো রিলেটেড যা যা আছে যেসব আ্যাপ আছে, সব ডিলিট দিতে বা ২য় ডিভাইস ব্যবহার করতে যেটা বাসার বাহিরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।
ভাই এল সালভাদর দেশের কথা বাদ দেন। এল সালভাদর দেশটির জাতীয় কোষাগার ২৩৮০ টি বিটকয়েনের মালিক যার বর্তমান মূল্য ৬০ মিলিয়নের বেশি। এল সালভাদর দেশের মতো আমাদের দেশকে তুলনা করা যাবে না। এল সালভাদর দেশটি বিটকয়েন বৈধ করে পুরো বিশ্বের মাঝে পরিচিত লাভ করেছে। আমি নিজেই এল সালভাদর দেশটি চিনতাম না নিউজে ঘাটাঘাটি করতে এল সালভাদর দেশ সম্পর্কে জানতে পারি। আমাদের বাংলাদেশে আমরা বিটকয়েন বৈধ দেখতে পাবো কিনা জানি না। তবে এক সময় হতে পারে আমাদের দেশে বিটকয়েন বৈধ করা হবে। তবে বৈধ করা হলেও বেশি পরিমানে ট্যাক্স নিবে।

আর আমাদের দেশের একজনের ভালো আরেক জন দেখতে পারে না। যাদের বন্ধু ক্রিপ্টকারেন্সির সাথে জড়িত না সে সকল বন্ধুকে ক্রিপ্টো সম্পর্কে বলা যাবে না। এটা সত্যি বলেছেন বাহিরে গেলে ২য় ডিভাইস ব্যবহার করা উত্তম হবে। তবে ২ -৩ দিনের সফরে গেলে অবশ্যই যে ফোনের মাধ্যমে কাজ করে সেই ফোন নিয়ে যেতে হবে। @Nothingtodo ভাই এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি উপদেশ দিয়েছে, তার উপদেশ অনুযায়ী চললে ঝামেলা মুক্ত থাকা যাবে।

সালভাদর সরকারের অধীনে ২৩৮০/২৩৮১ বিটকয়েন রয়েছে এই তথ্যটি যদিও বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা ছেপেছে কিন্তু এই তথ্যটি এখন পর্যন্ত সত্য নয় কেননা সালবদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ঘোষণা করেছেন যে তাঁর দেশ সালভাদর প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করবে কিন্তু সেই হিসেবটা আজও প্রকাশ পায়নি। সালভাদর কি প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করছে?
যদি একটি করে বিটকয়েন প্রতিদিন ক্রয় করে থাকে তাহলে সাল বদরের বিটকয়েনের সংখ্যা ২৩৮০ টি নাও হতে পারে অবশ্যই বেশি হবে। সরকারি দপ্তর থেকে এখন পর্যন্ত কোন সঠিক তথ্য জানানো হয়নি। তবে বিভিন্ন নিউজে সাল বদরের বিটকয়েন সংখ্যা 2380/২৩৮১ এই সংখ্যায় তুলে ধরা হয়।

সালভাদর ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত শেষ বিটকয়েন ক্রয়ের রেকর্ড রয়েছে যেখানে সালভাদরের সরকার ১৯০০০ দাম প্রতি বিটকয়েন হিসেবে ৮০ কি বিটকয়েন ক্রয় করেছিল। তারপর সালবাদের সরকারের বিটকয়েন ক্রয়ের কোন রেকর্ড আমরা অনলাইনে পাইনি। তাই যদি সালভাদরের সরকার যদি পরবর্তীতে বিটকয়েন ক্রয় করে না থাকে তাহলে বিটকয়েনের সংখ্যা ২৩৮০ টি হবে।


sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
September 13, 2023, 02:37:34 AM

বিটকয়েনের এডোপটেশন অনেক দেশেই অনেক দ্রুত হয়ে যাচ্ছে ভাই। El Salvador এর কথা চিন্তা করেন! ওরা প্রথমত বিটকয়েনকে তাদের দেশে বৈধ করে দিয়েছে। ২য় রিসেন্টলি শুনলাম, তারা নাকি পড়ালেখায় ক্রিপ্টো এডুকেশনের জন্য সাবজেক্ট যুক্ত করাচ্ছে। মানে হচ্ছে তাদের দেশে বাচ্চাকাল থেকেই শিশুরা ক্রিপ্টো নলেজের সাথে বড় হবে। কত বড় এক সুবিধা। আর এদিকে আমাদের দেশে পড়ালেখা কেন ক্রিপ্টোর অবৈধতা পর্যন্ত পেলাম না। ভবিষ্যতে কি হবে কে জানে। আমার এখানো মনে আছে, আমার পরিচিত যেসব ভাই ব্রাদার আছে যারা ক্রিপ্টো ব্যবহার করে এ সম্পর্কে জানে তারা সবাই আমাকে এ বিষয়ে কাউকে বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলছে। সোজা বাংলায় না, কাউকে বলা যাবে না, সমস্যা আছে, জানাজানি হলে ঝামেলা হয়ে যাবে। ঠিক এভাবেই। রিসেন্টলি দেখলাম পুলিশ নাকি এক বাসের নাগরিকের মোবাইল চেক করতেছে! তাকে এই ক্ষমতা কে দিসে? এটা দেখার পর এক বড় ভাই বল্লো ফোনে ক্রিপ্টো রিলেটেড যা যা আছে যেসব আ্যাপ আছে, সব ডিলিট দিতে বা ২য় ডিভাইস ব্যবহার করতে যেটা বাসার বাহিরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।
ভাই এল সালভাদর দেশের কথা বাদ দেন। এল সালভাদর দেশটির জাতীয় কোষাগার ২৩৮০ টি বিটকয়েনের মালিক যার বর্তমান মূল্য ৬০ মিলিয়নের বেশি। এল সালভাদর দেশের মতো আমাদের দেশকে তুলনা করা যাবে না। এল সালভাদর দেশটি বিটকয়েন বৈধ করে পুরো বিশ্বের মাঝে পরিচিত লাভ করেছে। আমি নিজেই এল সালভাদর দেশটি চিনতাম না নিউজে ঘাটাঘাটি করতে এল সালভাদর দেশ সম্পর্কে জানতে পারি। আমাদের বাংলাদেশে আমরা বিটকয়েন বৈধ দেখতে পাবো কিনা জানি না। তবে এক সময় হতে পারে আমাদের দেশে বিটকয়েন বৈধ করা হবে। তবে বৈধ করা হলেও বেশি পরিমানে ট্যাক্স নিবে।

আর আমাদের দেশের একজনের ভালো আরেক জন দেখতে পারে না। যাদের বন্ধু ক্রিপ্টকারেন্সির সাথে জড়িত না সে সকল বন্ধুকে ক্রিপ্টো সম্পর্কে বলা যাবে না। এটা সত্যি বলেছেন বাহিরে গেলে ২য় ডিভাইস ব্যবহার করা উত্তম হবে। তবে ২ -৩ দিনের সফরে গেলে অবশ্যই যে ফোনের মাধ্যমে কাজ করে সেই ফোন নিয়ে যেতে হবে। @Nothingtodo ভাই এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি উপদেশ দিয়েছে, তার উপদেশ অনুযায়ী চললে ঝামেলা মুক্ত থাকা যাবে।
jr. member
Activity: 448
Merit: 2
September 13, 2023, 01:47:44 AM
টাকা থাকলে অনেক বন্ধু ঘুরঘুর করে
না থাকলে দূরে সরে
টাকা থাকলে শুভাকাঙ্খীর কোনো অভাব নেই
টাকা থাকলে সব জায়গাতেই জামাইআদর
না থাকলে বলে ভাগ বেটা বাঁদর

টাকা নিয়ে কয়েকজন মহান ব্যক্তিদের কিছু উক্তি:
১. মানুষ দুনিয়াতে আসে খালি হাতে চলেও যায় খালি হাতে। টাকা উপার্জন করতে গিয়ে সাস্থ হারায়, আবার সেই সাস্থ ঠিক করতে গিয়ে টাকা নষ্ট করে মাঝখানের জীবন সে এমন ভাবে অতিবাহিত কে যেন সে কখনো জন্মায়ইনি

_হযরত আলী রাঃ

২. টাকা উপর্জন করতে লাগে বুদ্ধি, আর খরচ করতে লাগে মন । টাকা হল বন্ধুর মত, অর্জন করা সহজ কিন্তু ধরে রাখা কঠিন।

_সংরক্ষিত

৩. দুনিয়ায় যাদের টাকা আছে, তারাই টাকা পয়সা নিয়ে বেশি মাথা ঘামায়।

_সুনীল গঙ্গোপাধ্যায়

৪. মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ, অর্থ অনর্থের মূল বলে থাকেন; কিন্তু জগত এমনই ভয়ানক স্থান যে, টাকা না থাকলে তার স্থান কোথাও নেই, সমাজে নেই, স্বজাতির নিকটে নেই, ভ্রাতা ভগ্নির নিকটেও নেই।

_মীর মোশারফ হোসেন

৫. টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো।

_সক্রেটিস

Source
sr. member
Activity: 518
Merit: 268
September 13, 2023, 01:23:55 AM
full member
Activity: 504
Merit: 212
September 13, 2023, 01:13:48 AM
আরো কিছু বিটকয়েন হোল্ডাররা যাদের এখন পর্যন্ত কোন রেসপন্স নেই ধারণা করা হচ্ছে সে সকল ওয়ালেট গুলোও খুব সম্ভবত চিরতরে হারিয়ে গেছে।
এমন ধারনা করাটা আসলেই বোকামি/ভুল। আমরা ধরে নিচ্ছি সাতোশি নাকামোতোর ১০ লক্ষ বিটকয়েন হারিয়ে গেছে। অথচ আমরা জানিই না সাতোশির কাছে ১০ লক্ষ বিটকয়েন আছে কি না। এড্রেস গুলো অনেক আগের হওয়ায় এমন ধারনা। তাছাড়া, শুরুর দিকে শুধু সাতোশি একা মাইনিং করেছিল বলে ধারনা করা হয় কিন্তু আমি আসলে এই ব্যাপারে মানতে নারাজ। যাই হোক, যদি ধরেও নেই যে সাতোশির কাছে ১০ লক্ষ বিটকয়েন আছে, তবুও আমরা বলতে পারি না সেগুলো চিরতরে হারিয়ে গেছে। কারণ হতে পারে-
১। সাতোশি ইচ্ছে করেই সেগুলো মুভ করছে না।
২। সাতোশি ভবিষ্যতের জন্য এইগুলো রেখে গিয়েছে। গুপ্তধন হিসেবে। হয়তবা কোন একদিন কেউ এর রহস্য খুজে পাবে এবং সে সাথে সাতোশির রেখে যাওয়া বিটকয়েনও।

তবে, এমনও হতে পারে যে সাতোশি ইচ্ছে করেই কয়েনগুলো নষ্ট করেছে। তার দিক থেকে একদম ফেয়ার থাকার জন্য। শুরুর দিকে সে একা মাইনিং করলে সে অনেক বিটকয়েনের মালিক যেটা অনেকের চোখেই আনফেয়ার, যার কারনে সাতোশি সেগুলো নষ্ট করেই ফেলেছেন।

সাতশির বিটকয়েন এর বিষয়ে যত কিছুই বলা হোক না কেন সব কিছুই অনুমান নির্ভর। ১০ লক্ষ্ বিটকয়েন এর এড্রেসটা যে সাতশির সে বিষয়ে কোনো প্রমান নেই। ওই এড্রেস এর বয়স এবং প্রকৃতি দেখে সবাই অনুমান করে যে সেটা সাতোশি এর ছিলো।  নিশ্চিত ভাবে বলা না গেলেও এটা সত্য যে সাতোশি একটা বড়ো সংখ্যার বিটকয়েন প্রথমদিকের ব্লকগুলো থেকে মাইন করেছিলো। একটাও হতে পারে সাতোশি ছাড়াও আরো কিছু মাইনার প্রথমদিকে ছিলো যারা বিটকয়েন মাইনিং করেছিলো। কারণ বিটকয়েন কে সেইসময় ইন্টারনেটে ঘোষণা করে দেওয়া হয়েছিলো তাই হতেই পারে সাতোশি ছাড়াও আরো মাইনার ছিলো সেই সময়ে।

১। সাতোশি ইচ্ছে করেই সেগুলো মুভ করছে না।

আপনার এই কথার সাথে আমি একমত। ক্রিপ্টোতে হারিয়ে যাওয়া মানে বুঝাই যে বিটকয়েন গুলো অনেক দিন ধরে সরানো হয়নাই। এর মানে এটা নয় সেগুলোকে এক্সেস করা সম্ভব নয় বলা যেতে পারে সেগুলোকে ব্যবহার করা হচ্ছেনা। 
full member
Activity: 420
Merit: 130
September 13, 2023, 12:00:17 AM
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 12, 2023, 11:42:09 PM
আজকে সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে একটু চাপাচাপি করছিলাম। এমন সময় হঠাৎ করে চোখের সামনে চলে এলো এমন একটি গুড নিউজ। নিউজটি হল বার্সেলোনা স্পেনে বিটকয়েন এক্সচেঞ্জ এটিএম চালু রয়েছে।

বিটকয়েনের এডোপটেশন অনেক দেশেই অনেক দ্রুত হয়ে যাচ্ছে ভাই। El Salvador এর কথা চিন্তা করেন! ওরা প্রথমত বিটকয়েনকে তাদের দেশে বৈধ করে দিয়েছে। ২য় রিসেন্টলি শুনলাম, তারা নাকি পড়ালেখায় ক্রিপ্টো এডুকেশনের জন্য সাবজেক্ট যুক্ত করাচ্ছে। মানে হচ্ছে তাদের দেশে বাচ্চাকাল থেকেই শিশুরা ক্রিপ্টো নলেজের সাথে বড় হবে। কত বড় এক সুবিধা। আর এদিকে আমাদের দেশে পড়ালেখা কেন ক্রিপ্টোর অবৈধতা পর্যন্ত পেলাম না। ভবিষ্যতে কি হবে কে জানে। আমার এখানো মনে আছে, আমার পরিচিত যেসব ভাই ব্রাদার আছে যারা ক্রিপ্টো ব্যবহার করে এ সম্পর্কে জানে তারা সবাই আমাকে এ বিষয়ে কাউকে বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলছে। সোজা বাংলায় না, কাউকে বলা যাবে না, সমস্যা আছে, জানাজানি হলে ঝামেলা হয়ে যাবে। ঠিক এভাবেই। রিসেন্টলি দেখলাম পুলিশ নাকি এক বাসের নাগরিকের মোবাইল চেক করতেছে! তাকে এই ক্ষমতা কে দিসে? এটা দেখার পর এক বড় ভাই বল্লো ফোনে ক্রিপ্টো রিলেটেড যা যা আছে যেসব আ্যাপ আছে, সব ডিলিট দিতে বা ২য় ডিভাইস ব্যবহার করতে যেটা বাসার বাহিরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।

বাংলাদেশে হাজার হাজার লোক ক্রিপ্টোর সাথে জড়িত, এর মাধ্যমে তাদের পরিবার চলে বাট এটা সম্পর্কে কাউকে কিছু বলতে পারেনা। অনেকটা লুকিয়ে কাজ করার মতো! ফ্রিলানসার হলে তো কথাই নাই, হ্যা পোলার ফাইবারে আক্যাউন্ট আছে, হ্যা পোলা ওয়েব ভেভোলপার, হ্যা পোলা অনলাইনে মার্কেটিং কাজ করে। বাট যখনই ক্রিপ্টোর কথা আসে পোলা চুপ!!! Wink

যেহেতু এখনো বৈধ নয় আমাদের দেশে সেহেতু সাবধানতা অবলম্বন করাই বেটার। সাবধান থাকতে তো আর ক্ষতি নাই। কে কখন কোন দিক দিয়ে ধরে কে জানে। আইন তো আইনই। আমার কাছে এটা মনে হয়। এ বিষয়ে কারোর মত থাকলে জানায়েন!
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
September 12, 2023, 09:50:39 PM
আজকে সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে একটু চাপাচাপি করছিলাম। এমন সময় হঠাৎ করে চোখের সামনে চলে এলো এমন একটি গুড নিউজ। নিউজটি হল বার্সেলোনা স্পেনে বিটকয়েন এক্সচেঞ্জ এটিএম চালু রয়েছে। বিষয়টা হয়তো কিছু মানুষের কাছে অনেক পরিচিত আবার কিছু মানুষের কাছে অপরিচিত। যেহেতু আমি বিষয়টা আজকে দেখতে পেলাম সেহেতু আমার কাছে অনেক প্রশংসনীয় এবং ভালো লেগেছে। এজন্য এই নিউজ এখানে সকলের প্রকাশ করলাম। আশা করি বিষয়টা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।



ভিডিও লিংক: https://x.com/Lello_95m/status/1700537464857809081?t=1T4TO9SnLBz1T6VcGacIwA&s=09

সোর্স লিংক: https://twitter.com/BitcoinMagazine/status/1700518918459113851?t=taVFmCF84ab37vhhcpx16w&s=19
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 12, 2023, 01:19:47 PM
এই ওয়েব সাইটটা সম্ভবতো Little Mouse ভাইয়ের।
না। আমি সম্প্রতি তাদের সাথে জয়েন করেছি। কয়েন আলাপ অনেক আগের প্রজেক্ট।

আর বাকি গুলো অন্যান্য চেইনে যেগুলো আসলে বিটকয়েন নয় বরং টোকেন। আমার মনে হয় বেশিরভাগ মানুষ এটাকে অরিজিনাল বিটকয়েন মনে করে ভুল করে থাকে।
এইটা ঠিক তবে যতগুলো রেপড বিটকয়েন টোকেন আছে সবগুলোই সমপরিমাণ বিটকয়েনে ব্যাকড থাকার কথা। যেমনটা স্ট্যাবলকয়েনের ক্ষেত্রে হয়। প্রতি USDT এর বিপরীতে রিয়েল লাইফের ১ আমেরিকান ডলার ব্যাকড রয়েছে। অবশ্য এলগরিদম বেসড স্ট্যাবলকয়েনের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন।
তবে, এই ডলার কিংবা বিটকয়েনের ব্যাকড থাকাটা ভেরিফাই কিভাবে করে জানি না। বাইন্যান্স ৩ বিলিয়ন ডলার সমপরিমাণ স্ট্যাবলকয়েনের ব্যাক হিসেবে থাকা ডলার তাদের ব্যবসায়িক কাজে ব্যবহার করেছে। সেই মুহুর্তে যদি তাদের উক্ত স্ট্যাবলকয়েন ডী-পেগ হওয়া শুরু হত, টেকনিক্যালি তাদের স্ট্যাবলকয়েন ফেইল করার কথা।
full member
Activity: 420
Merit: 130
September 12, 2023, 11:49:55 AM
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু

মঙ্গলবারে এশিয়ান ট্রেডিং ঘন্টায় বিটকয়েনের মূল্য ২৬,০০০ ডলার হয়ে গেছে। মাত্র ৩০ মিনিটের (৩:০০ am থেকে ৩:৩০ am UTC পর্যন্ত) মধ্যে বিটকয়েনের মূল্য ২৫,২১০ ডলার থেকে ২৫,৯৭৩ ডলার এ উঠে এসেছে।



Source
ভাই মার্কেট নামার সময়ও খুব দ্রুত নিম্নমুখী হয়। হয়তো কিছুদিন এভাবে মার্কেট বাড়াতে পারে আবার যখন কোন খারাপ সংবাদ আসবে তখন মার্কেট আবার নিম্নমুখী হবে। বিটকয়েন মার্কেট কখনো একটি নির্দিষ্ট দাম নিয়ে একই স্থানে অবস্থান করে না।। তবে অল্প কিছুদিনের মধ্যে বিটকয়েন আবার ত্রিশ হাজার ডলারে যেতে পারে।
jr. member
Activity: 448
Merit: 2
September 12, 2023, 10:58:33 AM
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু

মঙ্গলবারে এশিয়ান ট্রেডিং ঘন্টায় বিটকয়েনের মূল্য ২৬,০০০ ডলার হয়ে গেছে। মাত্র ৩০ মিনিটের (৩:০০ am থেকে ৩:৩০ am UTC পর্যন্ত) মধ্যে বিটকয়েনের মূল্য ২৫,২১০ ডলার থেকে ২৫,৯৭৩ ডলার এ উঠে এসেছে।



Source
hero member
Activity: 770
Merit: 482
September 12, 2023, 10:18:03 AM
বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা বিটকয়েন সাপ্লাইয়ের বেশিরভাগ বিটকয়েন তাদের দখলে রেখেছে। যদিও এক্ষেত্রে অনেকগুলো বিটকয়েন অনুমান করা হচ্ছে যে চিরতরে হারিয়ে গেছে। তবে বেশিরভাগ বিটকয়েন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এর অধীনে রয়েছে। বিশ্বের ১০টি বড় বড় একাউন্ট এখানে তুলে ধরলাম যাদের অধীনে লক্ষ লক্ষ বিটকয়েন মজুদ রয়েছে। তবে এসব বিটকয়েন হোল্ডাররা বিক্রি করার পরিবর্তে দীর্ঘদিন হোল্ড করে রেখেছেন।

এই ধরনের তথ্য দেখলেই ভয় লাগে। ব্যাপারটা খুবই চিন্তার। যদি অল্প কয়েকটা কোম্পানির কাছে বেশিরভাগ বিটকয়েন হোল্ড এ থাকে, মারকেট মেনুপুলেশন করা তাদের জন্য কোনো ব্যাপার ই হবে না। কয়েক হাজার বিটকয়েন বিক্রি করলেই মারকেট ডাউন ট্রেন্ড এ চলে যায়, সেখানে যাদের কাছে প্রায় লাখ লাখ বিটকয়েন আছে, তারা চাইলে মারকেট কি করতে পারে একবার ভেবে দেখুন। তবে এখান থেকে বাচার আসলে কোনো উপায় আমি দেখছি না।

৩. বাইনান্স ৪৯৮১৪৭ বিটকয়েন
এই তথ্যটার সোর্স টা একটু দিবেন? আমি কয়েনমারকেটক্যাপ এ দেখলাম বাইনান্স এর অন-চেইন বিটকয়েন আছে  ৪৪৮৪৬৩ টা। আর বাকি গুলো অন্যান্য চেইনে যেগুলো আসলে বিটকয়েন নয় বরং টোকেন। আমার মনে হয় বেশিরভাগ মানুষ এটাকে অরিজিনাল বিটকয়েন মনে করে ভুল করে থাকে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 12, 2023, 09:52:55 AM
বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা বিটকয়েন সাপ্লাইয়ের বেশিরভাগ বিটকয়েন তাদের দখলে রেখেছে। যদিও এক্ষেত্রে অনেকগুলো বিটকয়েন অনুমান করা হচ্ছে যে চিরতরে হারিয়ে গেছে। তবে বেশিরভাগ বিটকয়েন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এর অধীনে রয়েছে। বিশ্বের ১০টি বড় বড় একাউন্ট এখানে তুলে ধরলাম যাদের অধীনে লক্ষ লক্ষ বিটকয়েন মজুদ রয়েছে। তবে এসব বিটকয়েন হোল্ডাররা বিক্রি করার পরিবর্তে দীর্ঘদিন হোল্ড করে রেখেছেন।


এতোদিন ধরে বিটকয়েন নিয়ে মারামারি করি বাট এটা আমি জানতামই না। শুধু বিটকয়েন নয় বাকি যতো অল্ট কয়েন আছে সবারই এমন অনেক ইতিহাস আছে। শুধুমাত্র অনিচ্ছাকৃতভাবে নয় ইচ্ছাকৃত ভাবেও অনেক সময় এমন করা হয়। ক্রিপ্টোর ভাষায় এই পদ্ধতিটিকে Token Burning বলা হয়। তো এখানে কনসেপ্টটা হলো টোকেন/কয়েন এমন একটা আ্যড্রেসে সেন্ট করা হয় যার মালিকানাধীন কারোর কাছে নেই। সহজ ভাষায় ঐ নির্দিষ্ট আ্যাড্রেসের সিড ফেস বা প্রাইভেট কি যাই বলেননা কেন, কারো কাছেই নেই। এভাবে কয়েনগুলো চিরতরে হারিয়ে যায় যেমনটা আপনি আপনার পোস্টে দেখিয়েছেন। এটা করা হয় মূলত ঐ কয়েনের সার্কুলেশন কামানোর জন্য! এতে করে ঐ কয়েনের সাপ্লাই কমে যায় আর দামে প্রভাব পড়ে!

আমার অনেক পুরানো একটি আর্টিকেলের কথা মনে পড়ে কয়েন আলাপের। আপনি চাইলে পড়তে পাড়েন। এই ওয়েব সাইটটা সম্ভবতো Little Mouse ভাইয়ের/জড়িত।

https://www.coinalap.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8/

টোকেন বার্ন করাও One of the reasons হতে পারে আমার মতে। কোথাও কোনো ভুল হলে ধরায় দিয়েন। আর যদি টোকেন বার্ন করা এই বিষয়টি না বোঝেন তাহলে নিচের পোস্টটি পড়ুন। বুঝবেন আশা করি।

https://www.coindesk.com/learn/what-does-it-mean-to-burn-crypto/
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 12, 2023, 08:09:04 AM
আরো কিছু বিটকয়েন হোল্ডাররা যাদের এখন পর্যন্ত কোন রেসপন্স নেই ধারণা করা হচ্ছে সে সকল ওয়ালেট গুলোও খুব সম্ভবত চিরতরে হারিয়ে গেছে।
এমন ধারনা করাটা আসলেই বোকামি/ভুল। আমরা ধরে নিচ্ছি সাতোশি নাকামোতোর ১০ লক্ষ বিটকয়েন হারিয়ে গেছে। অথচ আমরা জানিই না সাতোশির কাছে ১০ লক্ষ বিটকয়েন আছে কি না। এড্রেস গুলো অনেক আগের হওয়ায় এমন ধারনা। তাছাড়া, শুরুর দিকে শুধু সাতোশি একা মাইনিং করেছিল বলে ধারনা করা হয় কিন্তু আমি আসলে এই ব্যাপারে মানতে নারাজ। যাই হোক, যদি ধরেও নেই যে সাতোশির কাছে ১০ লক্ষ বিটকয়েন আছে, তবুও আমরা বলতে পারি না সেগুলো চিরতরে হারিয়ে গেছে। কারণ হতে পারে-
১। সাতোশি ইচ্ছে করেই সেগুলো মুভ করছে না।
২। সাতোশি ভবিষ্যতের জন্য এইগুলো রেখে গিয়েছে। গুপ্তধন হিসেবে। হয়তবা কোন একদিন কেউ এর রহস্য খুজে পাবে এবং সে সাথে সাতোশির রেখে যাওয়া বিটকয়েনও।

তবে, এমনও হতে পারে যে সাতোশি ইচ্ছে করেই কয়েনগুলো নষ্ট করেছে। তার দিক থেকে একদম ফেয়ার থাকার জন্য। শুরুর দিকে সে একা মাইনিং করলে সে অনেক বিটকয়েনের মালিক যেটা অনেকের চোখেই আনফেয়ার, যার কারনে সাতোশি সেগুলো নষ্ট করেই ফেলেছেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 12, 2023, 06:19:54 AM
আসলে এইসব হিসেব গুলা যতোই ভালো ভাবে বিশ্লেষণ করেন না কেনো সঠিক কোনো রেজাল্ট আসেনা, কিছু হলেও ত্রুটি থেকেই যায় কারন হচ্ছে বিটকয়েন এর দাম উঠানামার ফলে হিসেব মিলানো অনেক কঠিন হয়ে পরে, তাই আপনি এখন যেটা দেখবেন একটু পরে তা আর মিলাতে পারবেন না বিটকয়েন এর নিয়ম টাই এটা।
আসলে  বিটকয়েন  না আপনি যদি দেখেন দুনিয়া প্রায় প্রতিটা জিনিসই  এরকম  কখন বাজারের অবস্থা  কি রকম হবে এটা  আগে থেকেই কেউ  ১০০%  গ্যারান্টি দিয়ে বলতে পারেনা.  দেখেন বাংলাদেশের কাঁচাবাজার কখন বাজার সিন্ডিকেট করে বাজারের অবস্থা ঘুরিয়ে ফেলে  তা কেউ বলতে পারে না.  

 তবে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস হিসেবেও কিছু কথা রয়েছে যা গ্রুপের হিস্টোরি যাচাই করে কখন কোন সময় কি রকম যায় এগুলো দেখে অনেকটা বলা যায়  মানে অনুমান করা যায়  ভবিষ্যতের মার্কেট কিরকম হবে  বা মার্কেটের ফ্লো গুলো কি রকম হয়ে থাকে।

একটা সোর্স থেকে জানতে পারলাম  ১৩ তারিখ  এ SEC  এর মামলা করার বিরুদ্ধে FTX  এক্সচেঞ্জার  আপেল  করেছিল  সেটা তারা অনুমোদন পেতে যেতে পারে যে তাদের হোল্ডিং থাকে বিটকয়েন গুলো  বা অন্যান্য ফান্ডগুলো  একটা বড় লিমিট রেখে সেলিং করতে পারবে যেন তারা তাদের সংগঠনটি আবার পুনরায় করতে পারে।

অর্থাৎ তারা যেহেতু ক্রিপ্টো কারেন্সি এর  একটা বিশাল এমাউন্টের ফান্ড  হোল্ড করেছে তাই তাদের সেলিং এ  মার্কেটে প্রভাব দেখা যেতে পারে ,  তবে তাদের হোল্ডিং এ ধারণা করা যাচ্ছে যে Solana  কয়েনের উপর চাপ বেশি পড়তে পারে  যাই হোক 13 তারিখ আগে আসুক আগামীকালই 13 তারিখ  দেখা যাবে কি ঘটনা ঘটতে যাচ্ছে।  এগুলো জাস্ট অনুমান মাত্র  তবে যারা ডে  ট্রেডিং করেন তারা  এই বিষয়ে সংবাদ সমূহে বেশি  চোখ রাখতে পারেন  হতেও পারে  ফিউচার  ট্রেডিং  এ  সর্টে দিয়ে  ভালো একটা প্রফিট নিতে পারেন।
~snip~
আপনাকে ধন্যবাদ এই তথ্যটির জন্য,  এতদিন ধরে কাজ করি এটাই আমার জানা ছিল না।
sr. member
Activity: 518
Merit: 268
September 12, 2023, 04:56:52 AM
বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা বিটকয়েন সাপ্লাইয়ের বেশিরভাগ বিটকয়েন তাদের দখলে রেখেছে। যদিও এক্ষেত্রে অনেকগুলো বিটকয়েন অনুমান করা হচ্ছে যে চিরতরে হারিয়ে গেছে। তবে বেশিরভাগ বিটকয়েন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এর অধীনে রয়েছে। বিশ্বের ১০টি বড় বড় একাউন্ট এখানে তুলে ধরলাম যাদের অধীনে লক্ষ লক্ষ বিটকয়েন মজুদ রয়েছে। তবে এসব বিটকয়েন হোল্ডাররা বিক্রি করার পরিবর্তে দীর্ঘদিন হোল্ড করে রেখেছেন।

১. সাতোশি নাকামোটা ১০০০০০০ বিটকয়েন
২. গ্রেস্কেল বিটকয়েন ৬৪৩৫৭২ বিটকয়েন
৩. বাইনান্স ৪৯৮১৪৭ বিটকয়েন
৪. বিটফিনেক্স ১৯২৫০৮ বিটকয়েন
৫. আমেরিকান সরকার ১৭৫০০০ বিটকয়েন
৬. মাইক্রোস্ট্রাটেজি ১৫২৮০০ বিটকয়েন
৭. ব্লকডট ওয়ান ১৪০০০০ বিটকয়েন
৮. ও কে এক্স ১১৮৩৩৪ বিটকয়েন
৯. রবিন হুড ১১৮৩০০
১০. উইনঙকেলবস ৭০০০০ বিটকয়েন

তবে সাতোশি নাকামোটা সহ আরো বেশ কয়েকটি ওয়ালেটের বিটকয়েন চিরতরে হারিয়ে গেছে বলে ধারণ করা হচ্ছে। এসব বিটকয়েনের পরিমাণ ও নমুনা নিচে তুলে ধরা হলো।



বিটকয়েন মোট সাপ্লাইয়ের ২২.৫২% বিটকয়েন যদি চিরতরে হারিয়ে যায় এবং আরো কিছু বিটকয়েন হোল্ডাররা যাদের এখন পর্যন্ত কোন রেসপন্স নেই ধারণা করা হচ্ছে সে সকল ওয়ালেট গুলোও খুব সম্ভবত চিরতরে হারিয়ে গেছে। তাহলে বিটকয়েন এমন একটি মূল্যবান ভার্চুয়াল কারেন্সিতে পরিণত হবে যার ধারণা এখন পর্যন্ত আমরা করতে পারছি না। তবে অনেকেই বিভিন্ন সময়ে বিটকয়েন বিভিন্ন পর্যায়ে চলে যাবে এ নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করেছেন। যাহোক যারা এখনো বিটকয়েনে বিনিয়োগ করি নাই তাদের জন্য বিনিয়োগ করার যথেষ্ট সময় আছে। বিনিয়োগ করে নিন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 12, 2023, 04:41:38 AM

বিটকয়েনের দামের সাথে মাসের কোন সম্পৃক্ততা নেই। এখানে সেপ্টেম্বর মাসে শুধু বিটকয়েনের দামের একটি দিনের অথবা মাস শেষে যেদিন গণনা করা হয়েছে ঐদিন বিটকয়েনের দাম কিরূপ ছিল সেই হিসেবটা এখানে দেওয়া হয়েছে। মনে করেন ২০০০ সালে সেপ্টেম্বর মাসে ২৯ তারিখে দিন ১২ টার সময় বিটকয়েনের দাম ছিল ৪০ হাজার ডলার দাম আগের দিনের চেয়ে+২.৪০% বেশি ছিল কিন্তু ৩০ সেপ্টেম্বর বিটকয়েনের দাম ৩৯৬৫০ ডলারে এসেছিল এবং আগের ২৯ সেপ্টেম্বরের তুলনায় বিটকয়েনের দাম -১.৪৬% হ্রাস পেয়েছিল ।
এটা দিয়ে সারা জীবন বিটকয়েনের দামের তুলনামূলক বিশ্লেষণ করা ঠিক হবে না। সেপ্টেম্বর মাসের তুলনায় অন্যান্য মাসে বিটকয়েনের দাম আরো কমে যেতে পারে অথবা আরো দাম বৃদ্ধি পেতে পারে। আপনি যেহেতু বিটকয়েনে এসেছেন সেহেতু অপেক্ষা করুন আরো বৈচিত্র কিছু দেখতে পাবেন।

আসলে এইসব হিসেব গুলা যতোই ভালো ভাবে বিশ্লেষণ করেন না কেনো সঠিক কোনো রেজাল্ট আসেনা, কিছু হলেও ত্রুটি থেকেই যায় কারন হচ্ছে বিটকয়েন এর দাম উঠানামার ফলে হিসেব মিলানো অনেক কঠিন হয়ে পরে, তাই আপনি এখন যেটা দেখবেন একটু পরে তা আর মিলাতে পারবেন না বিটকয়েন এর নিয়ম টাই এটা।
jr. member
Activity: 448
Merit: 2
September 12, 2023, 02:43:59 AM

ছবিটা এখান থেকে নেওয়া
উত্তর কোরিয়ার হ্যাকাররা Stake.com (বিশ্বের বৃহত্তম অনলাইন ক্রিপ্টো ক্যাসিনো) থেকে ৪১ মিলিয়ন ডলার চুরি করেছে। এফবিআই বলেছে যে এই হ্যাকার গ্রুপটি শুধুমাত্র এই বছরেই ২০০ মিলিয়নের বেশি ডলার চুরি করেছে।
Source
full member
Activity: 420
Merit: 130
September 12, 2023, 02:24:44 AM

বিটকয়েনের দামের সাথে মাসের কোন সম্পৃক্ততা নেই। এখানে সেপ্টেম্বর মাসে শুধু বিটকয়েনের দামের একটি দিনের অথবা মাস শেষে যেদিন গণনা করা হয়েছে ঐদিন বিটকয়েনের দাম কিরূপ ছিল সেই হিসেবটা এখানে দেওয়া হয়েছে। মনে করেন ২০০০ সালে সেপ্টেম্বর মাসে ২৯ তারিখে দিন ১২ টার সময় বিটকয়েনের দাম ছিল ৪০ হাজার ডলার দাম আগের দিনের চেয়ে+২.৪০% বেশি ছিল কিন্তু ৩০ সেপ্টেম্বর বিটকয়েনের দাম ৩৯৬৫০ ডলারে এসেছিল এবং আগের ২৯ সেপ্টেম্বরের তুলনায় বিটকয়েনের দাম -১.৪৬% হ্রাস পেয়েছিল ।
এটা দিয়ে সারা জীবন বিটকয়েনের দামের তুলনামূলক বিশ্লেষণ করা ঠিক হবে না। সেপ্টেম্বর মাসের তুলনায় অন্যান্য মাসে বিটকয়েনের দাম আরো কমে যেতে পারে অথবা আরো দাম বৃদ্ধি পেতে পারে। আপনি যেহেতু বিটকয়েনে এসেছেন সেহেতু অপেক্ষা করুন আরো বৈচিত্র কিছু দেখতে পাবেন।
Jump to: