Author

Topic: বাংলা (Bengali) - page 151. (Read 5718177 times)

jr. member
Activity: 33
Merit: 4
September 24, 2023, 09:52:57 PM
আমি ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শিখতেছি
কিন্তু কে কে কাজ করে জমা দিল না দিলো এক সিরিয়ালে কেমনে দেখব বুঝতেছিনা বড় ভাইয়েরা প্লিজ বলে যাবেন

আপনি ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শিখতেছেন ভালো কথা। তবে এই ব্যাপারে এখানে আপনাকে হয়তো সাহায্য করতে পারবে না। আপনার যদি সাহায্যর দরকার হয় তাহলে যে সব বাউন্টি ম্যানেজার আছে তাদেরকে ডিরেক্ট মেসেজ করে জানতে পারেন।
newbie
Activity: 286
Merit: 0
September 24, 2023, 08:29:12 PM
আমি ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শিখতেছি
কিন্তু কে কে কাজ করে জমা দিল না দিলো এক সিরিয়ালে কেমনে দেখব বুঝতেছিনা বড় ভাইয়েরা প্লিজ বলে যাবেন
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 24, 2023, 12:58:07 PM
লেখক: LocalMonero
মেইন টপিক: [ANN] AgoraDesk.com | Buy ♻️ Sell Bitcoins Anonymously!





AgoraDesk.com হচ্ছে বিটকয়েন ট্রেড করার জন্য একটি P2P প্ল্যাটফর্ম যা LocalMonero.co এর পেছনে থাকা টিম দ্বারা নির্মিত। এই প্ল্যাটফর্মটি কোনোরকম জাভাস্ক্রিপ্ট ছাড়াই কাজ করতে পারে, AgoraDesk তাদের সিমপ্লিসিটি এবং গোপনীয়তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, এজন্য তারা কখনই তাদের ইউজারদের কাছে KYC/ID চায় না এবং ভবিষ্যতেও কখনো চাইবে না।

সারসংক্ষেপ

  • KYC/ID ভেরিফিকেশনের প্রয়োজন নেই, Onion পোর্টাল, I2P পোর্টাল।
  • Android এবং iOS এর জন্য ওপেন সোর্স মোবাইল অ্যাপ।
  • সাইটের No-JavaScript ভার্সন (Tor বা I2P থেকে অ্যাক্সেস করার সময় ডিফল্টভাবে লোড হয়)
  • যেকোনো মুদ্রা, যেকোনো অর্থপ্রদানের পদ্ধতি, যেকোনো জায়গায়।
  • ক্যাশ এবং অনলাইন ভিত্তিক Monero ট্রেডিং (ঠিক LocalMonero এর মতো)
  • ক্যাশ এবং অনলাইন ভিত্তিক বিটকয়েন ট্রেডিং (ঠিক অন্যান্য স্থানীয়* সাইটগুলোর মতো)
  • সম্পূর্ন কার্যকর ব্রাউজারে গুগল সম্পূর্নভাবে ব্লক থাকা অবস্থায়।
  • টেলিগ্রামের মাধ্যমে মোবাইলে নোটিফিকেশন (আপনার ট্রেডের পুশ নোটিফিকেশন পেতে)
  • 2FA সাথে TOPT অ্যাপস্ যেমন Google Authenticator বা andOTP।
  • অ্যাফিলিয়েট প্রোগ্রাম - ট্রেডিং ইউজারদের ইনভাইট করে কমিশন আয়।
  • LocalMonera এর সাথে সকল অ্যাকাউন্ট, রেপুটেশন এবং XMR অ্যাডস/ট্রেড শেয়ার।
  • একটি সম্পূর্ণ কার্যকরী API, LocalBitcoins API এর অনুরূপ, যা আপনার বিদ্যমান ট্রেডিং বটগুলির সহজ স্থানান্তর নিশ্চিত করে।
  • প্রাইজ/প্রিমিয়াম ফর্মুলা ব্যবহার করে জটিল প্রাইজ মেকানিজম তৈরি, যা শুধুমাত্র স্পট ট্রেডিং এর জন্য নয় বরং অপশন ট্রেডিং এর জন্যও কার্যকর।

পরিচয়বিহীনভাবে বিটকয়েন কিনুন



ধাপ [১]
hero member
Activity: 840
Merit: 522
September 24, 2023, 11:12:39 AM
আমি কিভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আমি লাস্ট দুই তিনটা পেজ দেখলাম সিনিয়র ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে উপহার দিয়েছে। আমি এই পোস্টগুলো পড়ে অনেক উপকারিতা হয়েছি। আপনারা যেইভাবে বাংলা বোর্ডের একটিভ  থেকে প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছেন দেখে অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ এভাবে পোস্ট করতে থাকলে  আমরা খুবই শীঘ্রই ভালো কিছু উপভোগ করতে পারব ।
আপনারা যে টপিক্স নিয়ে আলোচনা করছেন এই  ট্রপিক  খুবই গুরুত্বপূর্ণ।  Learn Bitcoin ভাইয়ের পোস্টি  অনেক ভালো লেগেছে  আমার কাছে।।

আপনিও এরকম পোষ্ট করা শুরু করে দিন। ইনফরমেটিভ পোস্ট থেকে সবাই কিছু না কিছু শিখবে, তাইতো সেটা ইনফরমেটিভ পোষ্ট। এখন আপনি যেই পোষ্ট টা করলেন সেটা হয়ে গেলো সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করার মতো। অফিসের বসকে পাম দিয়ে বেতন বাড়িয়ে নেয়ার মতো। এভাবে ভালো লাগার পাশাপাশি যদি আপনিও আপনার মতামত শেয়ার করতেন, তাহলে এই পোষ্ট টা ট্র্যাশ মনে হতো না। কিন্তু আপনার পোষ্ট টা এখন একটা ট্র্যাশ মনে হচ্ছে। একটু বেশি তেতো হয়ে গেলো? আচ্ছো গেলে গেছে। আমার যা মনে হলো সেটাই বললাম।

রস তাই বলেছেন-
Quote
How was I given 2 life sentences plus 40 years? Am I a cat with 9 lives? I am a human being. I have but one life, and that alone is too much to take.
আমাকে কিভাবে দুইবার যাবজ্জীবন এবং আরো ৪০ বছর কারাদন্ড দেয়া হয়েছে? আমার কি বিড়ালের মত ৯ বার জন্ম হবে? আমি মানুষ, আমার শুধু একটাই জীবন রয়েছে এবং সেটা কেড়ে নেয়াটাই অনেক বড় কিছু।
রসের মুক্তির জন্য পিটিশনে অনেকেই সাপোর্ট করেছে কিন্তু মুক্তি মেলেনি। রস এখনো আশাবাদী সে একদিন মুক্তি পাবে। সে মনে করে মিরাকল ঘটবে এবং তার মুক্তি মিলবে একদিন।

বিচারক নাকি তাড়াই হয় যাদের সু-বিচার করার ক্ষমতা অনেক। কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, সেগুলো যারা যতো ভালো জানেন, তারা ততো ভালো বিচারক। শুধু রসের ক্ষেত্রে নয়, আমি বিভিন্ন সময় শুনেছি মানুষকে ৫০০ বছর ১০০০ বছর জেল দেয়া হয়। যদিও সবাই জানে যে এখনকার মানুষ ১০০ বা ১৫০ বার তার কিছু বেশি সময় বাচতে পারে। তাহলে এতা শত শত বছর কারাদন্ড দেয়ার কি মানে হয়? এর চাইতে এক কথায় আমৃত্যু কারাদন্ড দেয়াই ভালো নয় কি?
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 24, 2023, 10:45:09 AM
সর্বশেষে, আমি উল্লেখ করতে চাই যে সম্পূর্ন ফিল্মটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, এটি Ross এর কেসকে নিয়ে নতুন তথ্য তুলে ধরেছে, যেমন বিচারকের অবিশ্বাস্য ব্যবহার Ross এর প্রতি বা এক গোপন এজেন্সি / এজেন্ট অন্যান্য এজেন্সি / এজেন্টদের প্রতি যে নাশকতা করেছিল সে সম্পর্কে। আমি সবাইকে এটি দেখার জন্য পরামর্শ দিচ্ছি, এটি একটি না দেখলেই নয় ডকুমেন্টারি!
রস আসলে সিস্টেমের শিকার। আইনশৃঙ্খলা বাহিনী একজনকে এমনভাবে শাস্তি দেবে যেন সেইরকম কাজ করতে পরবর্তীতে কেউ খুব আগ্রহী না হয়। সিল্করোডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এইরকম আরো অনেক মানুষকেই কয়েকবছরের সাজা দিয়েছে। পক্ষান্তরে, রসের সাজা হয়েছিল যাবজ্জীবন (দুইবার) এবং ৪০ বছর কারাদন্ড। মানে রসের যদি ২য় জনম হয় তখনও রস জেলে কাটাতে হবে। ৩য় জনমে ৪০ বছর জেলে কাটানোর পর তবেই তার মুক্তি মিলবে  Grin মজা করলাম। মানুষের তো আর ২য় জনম নেই এই পৃথিবীতে।
রস তাই বলেছেন-
Quote
How was I given 2 life sentences plus 40 years? Am I a cat with 9 lives? I am a human being. I have but one life, and that alone is too much to take.
আমাকে কিভাবে দুইবার যাবজ্জীবন এবং আরো ৪০ বছর কারাদন্ড দেয়া হয়েছে? আমার কি বিড়ালের মত ৯ বার জন্ম হবে? আমি মানুষ, আমার শুধু একটাই জীবন রয়েছে এবং সেটা কেড়ে নেয়াটাই অনেক বড় কিছু।
রসের মুক্তির জন্য পিটিশনে অনেকেই সাপোর্ট করেছে কিন্তু মুক্তি মেলেনি। রস এখনো আশাবাদী সে একদিন মুক্তি পাবে। সে মনে করে মিরাকল ঘটবে এবং তার মুক্তি মিলবে একদিন।

আমিও মনে করি রসের মত ট্যালেন্ট মুক্তি পাওয়া উচিত। সে সুবিচার পায় নি। ২৯ বছর থেকে ৩৯ বছর+, মানে গত ১০ বছর সে জেলে রয়েছে। এর বেশি শাস্তি কি আসলেই তার প্রাপ্য? অবশ্যই না।

আমার মনে হচ্ছে এইটা নিয়ে আমি আগেও একদিন লিখেছিলাম। নাকি দেজাভ্যু  Huh
newbie
Activity: 28
Merit: 2
September 24, 2023, 10:19:49 AM
আমি কিভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আমি লাস্ট দুই তিনটা পেজ দেখলাম সিনিয়র ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে উপহার দিয়েছে। আমি এই পোস্টগুলো পড়ে অনেক উপকারিতা হয়েছি। আপনারা যেইভাবে বাংলা বোর্ডের একটিভ  থেকে প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছেন দেখে অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ এভাবে পোস্ট করতে থাকলে  আমরা খুবই শীঘ্রই ভালো কিছু উপভোগ করতে পারব ।
আপনারা যে টপিক্স নিয়ে আলোচনা করছেন এই  ট্রপিক  খুবই গুরুত্বপূর্ণ।  Learn Bitcoin ভাইয়ের পোস্টি  অনেক ভালো লেগেছে  আমার কাছে।।
legendary
Activity: 1680
Merit: 6524
Fully-fledged Merit Cycler|Spambuster'23|Pie Baker
September 24, 2023, 03:06:13 AM
[...]

আবারও, আমি আপনাকে ধন্যবাদ জানাই Learn Bitcoin বাংলা ভাষায় আমার সকল টপিক এবং অবশিষ্ট অনুবাদটা শেষ করার জন্য। আমি সত্যিই আশা করি যে আপনার লোকাল বোর্ডের ইউজাররা এই সমস্ত অনুবাদিত টপিকগুলি পড়ে উপভোগ করবেন।

এই টপিকটা ইতিহাসের আরেকটা অংশ এবং আমি ভেবেছিলাম এটা ফোরামে শেয়ার করা উচিৎ। লেখক, জন পেরি বার্লো, ক্রিপ্টোগ্রাফি এবং স্বাধীনতাবাদের আরেকজন আইকনিক ব্যক্তিত্ব, যিনি জন গিলমোর সহ তার যুগের অনেক বিদ্রোহীদের সাথে যুক্ত ছিলেন। এবং তিনি ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠা ছিলেন যেটা তার সম্পর্কে যা বলা দরকার তা বলে দেয়।

এটা খুবই ইন্টারেষ্টিং ব্যাপার এবং আমি লেখকের অধ্যবসায়ে ইমপ্রেস্ড হয়েছিলাম যে লেখক সরকারকে সাইবারস্পেস থেকে দূরে রাখতে চায়। অবশ্য, এটা কখনও হয়নি, তবে বিনামূল্যে ইন্টারনেটের জন্য তার এমবিশন এবং লড়াই অসাধারণ!
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 24, 2023, 03:01:18 AM
আমরা একটি প্রশ্ন আর ইচ্ছা ছিল। আমরা যখন নিজস্ব বোর্ড পাবো তখন আমাদের এতো পোস্টগুলো কি হবে? বিশেষ করে, যেগুলো ট্রান্সলেশন পোস্ট বা ইমপোটেন্ট পোস্ট সেগুলো। এগুলো কি মুভ করার ওয়ে থাকবে তখন? নাকি নতুন করে থ্রেড খুলে টপিকগুলো রিপোস্ট করতে হবে। যাই হোক না কোনো, সব ইমপোটেন্ট টপিকগুলো আলাদা আলাদা ক্যাটেগরি হিসেবে সাজাতে চাই। এটা আমার প্লান।
আপনার প্রশ্নটি আসলে আমি বুঝতে পেরেছি এগুলো সম্পর্কে আমিও ভেবেছি। 
যেহেতু  আমরা  যেসব আলোচনা করতেছি এখানে সবগুলোই পোস্ট  তাই এখানে  আমি মনে করি না অন্য কোন জায়গায়(বোর্ডগুলোতে) মুভ করা যাবে।   কারণ  মুভ করা যায় শুধুমাত্র  টপিক গুলো কেই।
তবে এখানে  যদি আপনি আপনার সেই পোস্টগুলো টপিক  আকারে আবার খুলতে চান  তাহলে আমি মনে করি টপিক টাইটেল দিয়ে  আপনার বর্তমান পোস্ট কে কোট  করে দিবেন।  অথবা বর্তমান পোস্ট ডিলিট করে  উল্লেখ করে দিলেন পূর্ববর্তী পোস্ট এটা ছিল এখন এটা টপিকে  পরিবর্তন করলাম যেহেতু   পোস্ট মুভ করার অপশন নেই।  কারণটা জাস্ট নিচে উল্লেখ করে দেবেন  এইসব বিষয়ে।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 24, 2023, 02:49:58 AM
আমি ভাইয়া বুঝতে পেরেছি এখন থেকে আমি প্রত্যেকটি কাজ ভেবেচিন্তে এবং সবকিছু চিন্তা করেই করার চেষ্টা করব আর একটি মানুষ ভুল না করলে কিছু শিখতে পারেনা আমি যেমন একটি ভুল করে অনেক কিছুই শিখলাম এবং আপনাদের সাথে পরিচয় হয়ে আমার অনেক ভালো লাগতেছে আমি আর পরবর্তীতে কোন ভুল করবোনা এখন যে বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ আমি এই কথারই উত্তর দেওয়ার চেষ্টা করব আমার যতদূর জানা থাকবে |

আমি কালকে রাত্রে অ্যাকাউন্ট টা খুলেছি আর আমি নতুন আমি কিছুই বুঝি নাই আর আমি কিছু বুঝতে পারি নাই এজন্যই আমি এইভাবে কাজগুলো করেছি এখন থেকে আমি শিক্ষা পেলাম আর নেক্সট টাইম আর কোন ভুল করবোনা |

আপনি পোস্ট করার আগে আপনাকে সকল বিষয়ে জানা উচিত ছিল। কিছু না জেনে কখনোই কেউ পোস্ট করতে পারেনা কিছু ধারণা থাকলে তবেই সে পোস্ট করতে পারে, তবে আমার মনে হয় আপনার অবশ্যই ফোরাম সম্পর্কে কিছুটা হলে ধারণা আছে এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে আপনি ভুল করেছেন এটা স্বীকার করা যতটা সহজ কিন্তু এর খেসারত দেওয়া এতটা সহজ নয়, যদি ভবিষ্যতে আপনি আপনার অ্যাকাউন্ট নিয়ে কোন সমস্যার সম্মুখীন হতে হবে এই ছোটখাটো ভুলগুলো সেখানে তুলে ধরা হয়। তাই আপনার পোস্ট করার আগে অবশ্যই বাংলা লোকাল বোর্ডের কিছু নিয়ম অনুসরণ করে পোস্ট করা উচিত ছিল এবং সেগুলো লক্ষ্য করলে আপনি অবশ্যই কখনোই ভুল করতেন না। https://bitcointalksearch.org/topic/m.7033740 আপনার উচিত ছিল এই রুলস গুলো লক্ষ্য করা এবং এগুলো পড়ে ভালো জ্ঞান অর্জন করা তবে আপনি কখনোই ভুল করতেন না।
যাইহোক ভুল মানুষই করে কিন্তু পরবর্তীতে সেই মানুষই পস্তায়, সেজন্য যে কোন কাজ করার আগে কয়েকবার ভাবা উচিত যে এই কাজটি করলে পরবর্তীতে কি হতে পারে।
তবে আপনি যেহেতু আগামী কালকে অ্যাকাউন্টটি খুলেছেন তাই আপনার অবশ্যই ফোরাম সম্পর্কে জানার পর পরবর্তীতে পোস্ট করা উচিত ছিল।
অনেকেই আপনাকে অনেক পরামর্শ দিয়েছে তাই আমি আর পরামর্শ দিতে চাই না তবে আপনাকে বলব ট্রান্সলেট করে এবং কপি পেস্ট করে কখনোই পোস্ট করবেন না এতে আপনার আইডির ক্ষতি হবে এবং আইডি ব্যান হতে পারে। এর আগে অনেকেই দেখা গেছে এরকম কপি পেস্ট এবং ট্রান্সলেট করে পোস্ট করেছেন এবং তাদেরকে এই ফোরাম থেকে নিষিদ্ধ করা হয়েছে সেজন্যই সতর্কের সাথে পোস্ট করুন তবে সফল হতে পারবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 24, 2023, 01:28:12 AM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: A Declaration of the Independence of Cyberspace - We all should read it




এই টপিকটি আমার আগের টপিকগুলোর একটি সিক্যুয়াল -- ক্রিপ্টো নৈরাজ্যবাদী ফতোয়া - আমাদের সকলের পড়া উচিৎ এবং জুলিয়ানের জন্য ডাক || দ্যা উইকিলকস ম্যানিফেসতো - আমাদের সকলের পড়া উচিৎ



আরো একটা আর্টিকেল যা যেকোন বিটকয়েনার, স্বাধীনতাবাদী বা ক্রিপ্টো-নৈরাজ্যবাদীদের অবশ্যই জানা উচিত: জন পেরি বারলোর সাইবারস্পেসের স্বাধীনতার ঘোষণা। প্রবন্ধটা ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা জন পেরি বারলো লিখেছেন, যা ইন্টারনেটে স্বাধীনতার জন্য একটা ভিত্তি ছিলো। আরেকজন আইকনিক ব্যক্তিত্ব ছিলেন জন গিলমোর যিনি EFF এর সদস্য ছিলেন।

বারলোর ঘোষণাটা মূলত ১৯৯৬ সালের টেলিকমিউনিকেশন আইনের উত্তর হিসাবে দেয়া হয়েছিলো, যে আইন ১৯৯৬ সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাশ হয়েছিল। পুরো ডকুমেন্টটি সাইবারস্পেসের উপর সরকারের সার্বভৌমত্বকে অস্বীকার করে, সাইবারস্পেসে সরকারের উপস্থিতি থাকার অধিকারকে ডিনাই করে এবং সাইবার স্পেসের নাগরিকদেরকে সরকার শাসন করার অধিকারকে ডিনাই করে। ডকুমেন্টটি দ্রুত খুব জনপ্রিয় হয়ে ওঠে, ৪০,০০০ টিরও বেশি ওয়েবসাইট কপি করে এবং পাবলিশ করে।

সম্পূর্ণ ডিক্লেরেশনটি নীচে দেয়া হলো (টেক্সট ফরম্যাটিংটি আমার):

Quote
"ইন্ডাষ্ট্রিয়াল দুনিয়ার সরকার, লোহা আর মাংসে গড়া জায়ান্ট, আমি সাইবারস্পেস থেকে বলছি, যেটা মনের একটা নতুন বাড়ি। ভবিষ্যতের পক্ষ থেকে, আমি আপনাকে বলছি আমাদের অতীতকে একা ছেড়ে দিন। আমাদের মাঝে আপনাকে ডেকে আনা হয়নি। আমরা যেখানে একত্র হই সেখানে আপনাদের কোনো সার্বভৌমত্ব নেই।

আমাদের নির্বাচিত কোন সরকার নেই, বা আমাদের কোনো সরকার হওয়ার সম্ভাবনাও নেই, তাই আমি আপনাকে সম্বোধন করি তার চেয়ে বড় কোন কর্তৃত্ব নেই যার সাথে স্বাধীনতা নিজেই সবসময় কথা বলে। আমি ঘোষণা করছি যে দুনিয়াজুড়ে আমরা যে সামাজিক স্পেস তৈরি করছি তা স্বৈরাচারীতা থেকে স্বাভাবিকভাবেই স্বাধীন যা আপনারা আমাদের উপর চাপিয়ে দিতে চান। আমাদেরকে শাসন করার মতো কোনো নৈতিক অধিকার আপনার নেই বা আপনার কাছে ব্যাবহার করার মতো কোনো পদ্ধতি নেই যেটা আমাদের সত্যিকারের ভয়ের কারণ হতে পারে।

সরকাররা জনগনের কাছ থেকে তাদের ন্যায্য ক্ষমতা অর্জন করে। আপনি আমাদের অনুরোধ করেননি বা আমাদের অনুরোধে আসেননি। আমরা আপনাকে আমন্ত্রণ করিনি। আপনি আমাদের চিনেন না, আপনি আমাদের পৃথিবী সম্পর্কেও জানেন না। সাইবারস্পেস আপনার সীমানার মধ্যে পড়ে না। ভাববেন না যে আপনি এটা তৈরি করতে পারবেন, যেন এটা একটা পাবলিক কনস্ট্রাকশন প্রজেক্ট। আপনি পারেন না। এটি প্রকৃতির একটা নিয়ম এবং এটা আমাদের সম্মিলিত কাজের মাধ্যমে এমনিতেই বৃদ্ধি পাবে।

আপনি আমাদের বিশিষ্ট এবং সমাবেশ এর মতো কনভারসেশনে ছিলেন না, বা আপনি আমাদের মারকেট প্লেসের সম্পত্তি তৈরি করেননি। আপনি আমাদের সংস্কৃতি, আমাদের এথিকস্, বা অলিখিত কোডগুলো জানেন না যা অলরেডি আমাদের সোসাইটিকে আপনার চাপিয়ে দেওয়া যে কোনও আইন কার্যকর হওয়ার চেয়ে আরও বেশি শৃঙ্খলায় রেখেছে

আপনি দাবি করেন যে আমাদের মধ্যে কিছু সমস্যা আছে যা আপনাকে সমাধান করতে হবে। আপনি আমাদের জগতকে আক্রমণ করার একটা অজুহাত হিসাবে এই দাবি করছেন। আসলে এমন কোনো সমস্যা নেই। যেখানে সত্যিকারের দ্বন্দ্ব আছে, যেখানে ভুল আছে, আমরা নিজেরাই সেগুলো বের করবো এবং আমরা সেগুলোর সমাধান করব। আমরা আমাদের নিজস্ব সামাজিক নিয়ম তৈরি করেছি। এখানের শাসন ব্যাবস্থা হবে আমাদের নিয়ম অনুযায়ী, আপনার নিয়ম অনুযায়ী নয়। আমাদের দুনিয়া অন্যরকম।

সাইবারস্পেস কিছু লেনদেন, সম্পর্ক এবং চিন্তাভাবনা নিয়ে তৈরী, আমাদের যোগাযোগের ওয়েব একটা স্ট্যান্ডিং ওয়েভ এর মতো করে ডিজাইন করা। আমাদের জগৎটা এমন যেটা সবখানেই আছে আবার কোনোখানেই নেই, এ জগৎটা এমন না যেখানে মানুষের শরীর বসবাস করে।

আমরা এমন একটি দুনিয়া বানাচ্ছি যেখানে সব জাতি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি বা জন্মসূত্রে পাওয়া বিশেষ সুবিধা বা কুসংস্কার ছাড়াই প্রবেশ করতে পারে।

আমরা এমন একটি দুনিয়া বানাচ্ছি যেখানে জোর করে চুপ করিয়ে দেয়ার ভয় ছাড়াই যে কেউ যে কোনো জায়গায় তার বিশ্বাস প্রকাশ করতে পারে, সেটা যতই একক বিশ্বাস হোক না কেন।

সম্পত্তি, অভিব্যক্তি, পরিচয়, আন্দোলন সম্পর্কে আপনার আইন আমাদের জন্য প্রযোজ্য না। এগুলি সবই কোনো কিছুর উপর ভিত্তি করে হয়, এবং এখানে এগুলোর কোন ভিত্তি নেই।

ইন্টারনেটে আমাদের পরিচয়ের কোন শরীর নেই, তাই আপনার মত, আমরা শারীরিক জবরদস্তির মতো আদেশ পেতে ও দিতে পারি না। আমরা বিশ্বাস করি যে নৈতিকতা, শিক্ষিত আত্মস্বার্থ এবং কমনওয়েলথ থেকে আমাদের প্রশাসনের উতপত্তি হবে। আমাদের আইডেনটিটি আপনার অনেক এড়িয়া জুড়ে ডিষ্ট্রিবিউট হতে পারে। একমাত্র আইন যা আমাদের সব সংস্কৃতি সাধারণভাবে স্বীকৃতি দেবে তা হল সুবর্ণ নিয়ম। আমরা আশা করি যে আমরা এই ভিত্তিতে আমাদের নির্দিষ্ট সমাধানগুলো করতে পারবো। কিন্তু আপনি যে সমাধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা তা গ্রহণ করতে পারি না।

মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনি আজ একটা আইন বানিয়েছেন, টেলিকমিউনিকেশনস রিফর্ম অ্যাক্ট, যে আইন আপনার নিজের সংবিধানকে অস্বীকার করে এবং জেফারসন, ওয়াশিংটন, মিল, ম্যাডিসন, ডিটোকভিল এবং ব্র্যান্ডেসের স্বপ্নকে অপমান করে। এই স্বপ্নগুলো এখন আমাদের মধ্যে নতুন করে জন্ম নিতে হবে।

আপনি আপনার নিজের সন্তানদের নিয়ে আতঙ্কিত, তারা এমন একটা দুনিয়ার স্থায়ী বাসিন্দা যেখানে আপনি সবসময় অভিবাসী থাকবেন। যেহেতু আপনি তাদের ভয় পান, আপনি আপনার আমলাদেরকে পিতা মাতাদের মতো দায়িত্ব দিয়ে দেন যেটা আপনি নিজে করার বেলায় একজন কাপুরুষ। আমাদের পৃথিবীতে, মানবতার সমস্ত অনুভূতি , অবমাননা থেকে ফেরেশতাসুলভ পর্যন্ত, প্রতি বিটই কোনো অংশ বিহীন গ্লোবাল কনভারসেশন এর অংশ। আমরা ডানা ঝাপটানো বাতাস থেকে দম বন্ধ করা বাতাস আলাদা করতে পারবো না

চীন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, সিঙ্গাপুর, ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনি সাইবারস্পেসের সীমানায় গার্ড পোস্ট লাগিয়ে স্বাধীনতার ভাইরাস থেকে রক্ষা করার চেষ্টা করছেন। এগুলো অল্প সময়ের জন্য সংক্রামককে দূরে রাখতে পারবে, তবে এগুলো এমন একটা দুনিয়ায় কাজ করবে না যা খুব তাড়াতাড়ি বিট-বিয়ারিং মিডিয়াতে কম্বলের মতো হয়ে যাবে।

আপনার ক্রমবর্ধমান অবসোলেট ইনফরমেশন ইনডাষ্ট্রি আমেরিকা এবং অন্যান্য যায়গায় আইন পাসের প্রস্তাব দিয়ে নিজেদেরকে স্থায়ী করবে, যেগুলো আসলে সারা দুনিয়ায় নিজের বক্তব্যের মালিক বলে দাবি করে। এই আইনগুলোর ধারণাগুলো অন্য ইন্ডাষ্ট্রিয়াল প্রোডাক্ট হিসাবে ঘোষণা করবে, যা আসলে লোহার শুকরের চেয়ে আর ভালো কিছু না। আমাদের পৃথিবীতে, মানুষের মন যা কিছু সৃষ্টি করতে পারে তা বিনা মূল্যে রিপ্রডিউস এবং আনলিমিটেড ভাবে ছড়িয়ে দেয়া যায়। চিন্তার বৈশ্বিক পরিবহণের জন্য আর আপনার কারখানার প্রয়োজন হচ্ছে না।

প্রতিনিয়ত বাড়তে থাকা এই প্রতিকূল এবং ঔপনিবেশিক সিদ্ধান্তগুলো আমাদের সেই আগের স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের প্রেমিকদের মতো সেই অবস্থানে নিয়ে যাচ্ছে, যাদের দূরবর্তী, অজানা শক্তির অথরিটিকে দমন করতে হয়েছিল। আমরা আমাদের ভার্চুয়াল লাইফকে আপনার সার্বভৌমত্ব থেকে মুক্ত ঘোষনা করতেই হবে, যদিও আমরা আমাদের  উপর আপনার ফিজিক্যালি শাসনে আমরা সম্মত। আমরা প্ল্যানেটজুড়ে নিজেদের ছড়িয়ে দেব যাতে কেউ আমাদের চিন্তাকে আটকাতে না পারে।

আমরা সাইবারস্পেসে আমাদের মনের সভ্যতা তৈরি করব। আপনার সরকারগুলো আগে যে দুনিয়া বানিয়েছে তার চেয়ে এটা আরও মানবিক এবং ন্যায্য হোক।"
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 24, 2023, 12:19:12 AM


আজকে আমাদের লোকাল থ্রেডকে  অনেকটা পরিপূর্ণ লাগতেছে,  অনেক সুন্দর সুন্দর ট্রান্সলেশন করতেছেন আপনারা  এগিয়ে যান  যদিও ট্রান্সলেশন গুলো এত বড় যে  একদম ফ্রি টাইম ছাড়া সম্পূর্ণ করে  বোঝা মুশকিল।
ধন্যবাদ(Learn Bitcoin , DYING_S0UL , Z_MBFM) ভাই আপনাদেরকে উনাদের আর্টিকেলগুলো  আমাদের  লোকাল থ্রেডে   নিয়ে আসার জন্য, অনেক কিছুই আমরা জানিনা  এগুলো বেশি বেশি আসলে  আমাদের অনেক কিছু সম্পর্কে ধারণা হবে।  আপনাদেরকে দেওয়ার মত আমার মেরিট নেই তা না হলে  আপনাদেরকে আপ্রেসিয়েট করতাম।

ধন্যবাদ ভাই। আসলেই আমারো অনেক ভালো লাগতেছে। আর খুশির বিষয় হলো, Gazeta'র প্রায় সব টপিক বাংলা ভাষায় ট্রান্সলেট করা হয়ে গেছে। শুধুমাত্র লাস্ট একটা টপিক আছে যেটা Learn Bitcoin ভাই করতেছে। আশা করা যাচ্ছে ২-১ দিনে সেটাও সম্পূর্ন হয়ে যাবে। মনে হইতেছে যে, একটা ধাঁধার শেষ অংশ খুঁজে পাওয়া গেছে। 

এই মুহূর্তে নিজস্ব বোর্ডের অভাব বোধ করতেছি। যারা রেগুলার এক্টিভ তারা এই টপিকগুলো পড়লেও নতুনরা/আনএক্টিভ মেম্বাররা পড়ার সুযোগ পাবেনা। টপিকগুলো উপরের পেজে ধামাচাপা পড়ে যাবে।

আমরা একটি প্রশ্ন আর ইচ্ছা ছিল। আমরা যখন নিজস্ব বোর্ড পাবো তখন আমাদের এতো পোস্টগুলো কি হবে? বিশেষ করে, যেগুলো ট্রান্সলেশন পোস্ট বা ইমপোটেন্ট পোস্ট সেগুলো। এগুলো কি মুভ করার ওয়ে থাকবে তখন? নাকি নতুন করে থ্রেড খুলে টপিকগুলো রিপোস্ট করতে হবে। যাই হোক না কোনো, সব ইমপোটেন্ট টপিকগুলো আলাদা আলাদা ক্যাটেগরি হিসেবে সাজাতে চাই। এটা আমার প্লান।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 23, 2023, 01:28:09 PM
সুন্দর একটা  আর্টিকেল তুলে ধরলেন ধন্যবাদ ভাই। আপনার আর্টিকেল পড়ার পরের দিনই এই যে দেখুন বিটকয়েন বা  ক্রিপ্টোকারেন্সি এর ওপর  সরকারের অত্যাচার,  অনুমোদন দিচ্ছেই না মোবাইল ব্যাংকিং  অ্যাপস  গুলোর নোটিফিকেশন দিয়ে আইন দেখাচ্ছে ,  ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে বিরত থাকুন।  এইসব নোটিফিকেশন দেখে মাঝেমধ্যে মনের ভেতর আটকে উঠি,  এই বুঝি RAB  দরজার সামনে আসলো । যাইহোক আমরা আমাদের ক্রিপ্ত কারেন্সি ব্যবহারের অনুমোদন চাই তবে  এমন অনুমোদন না যে আবার ভ্যাট এই আমাদের সবকিছু শেষ হবে।
আর কার কার নিকটে নোটিফিকেশন গিয়েছে আমাকে জানাবেন নাকি শুধু আমার একাই আসলো।  Roll Eyes



~~
তাও ভাগ্য ভালো উনি শুধুমাত্র LoyceV  কে pm  করেছে,   ভাই আবার theymos  কে পিএম করে বসেন নাই  মেরিটের জন্য.
উনার বিষয়টা হইছে কি,  "হাম পাগল নেহি হে ভাইয়া হামারা দিমাগ থোরা খারাপ হে" যাইহোক উনার ছাইড়া দেন একটা মেরিট অন্তত পাইছে।
যাই হোক উনার প্রতি সাজেশন রইল, পরবর্তীতে নিয়ম কানুন গুলো যেন মেনে চলুন। এইসব ক্রিটিসাইজে জন্য মন খারাপ করেন না ভালোভাবে কাজ করা শুরু করুন নিয়ম-কানুন গুলো পড়ুনTongue


আজকে আমাদের লোকাল থ্রেডকে  অনেকটা পরিপূর্ণ লাগতেছে,  অনেক সুন্দর সুন্দর ট্রান্সলেশন করতেছেন আপনারা  এগিয়ে যান  যদিও ট্রান্সলেশন গুলো এত বড় যে  একদম ফ্রি টাইম ছাড়া সম্পূর্ণ করে  বোঝা মুশকিল।
ধন্যবাদ(Learn Bitcoin , DYING_S0UL , Z_MBFM) ভাই আপনাদেরকে উনাদের আর্টিকেলগুলো  আমাদের  লোকাল থ্রেডে   নিয়ে আসার জন্য, অনেক কিছুই আমরা জানিনা  এগুলো বেশি বেশি আসলে  আমাদের অনেক কিছু সম্পর্কে ধারণা হবে।  আপনাদেরকে দেওয়ার মত আমার মেরিট নেই তা না হলে  আপনাদেরকে আপ্রেসিয়েট করতাম।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 23, 2023, 12:50:19 PM

আমি কালকে রাত্রে অ্যাকাউন্ট টা খুলেছি আর আমি নতুন আমি কিছুই বুঝি নাই আর আমি কিছু বুঝতে পারি নাই এজন্যই আমি এইভাবে কাজগুলো করেছি এখন থেকে আমি শিক্ষা পেলাম আর নেক্সট টাইম আর কোন ভুল করবোনা |

ভাই আপনার এসব কথা শুনলে আমার হাসি পায়, অবাস্তব মনে হয়। আপনি ভাঁজা মাছ উল্টায়ে খাইতে পারেন না কিন্তু ইনবক্স গিয়ে ঠিকই মেরিট ভিক্ষা করতে পারেন, এটা কোনো ভাবেই বাস্তবসম্মত নয়। মেরিট কি জিনিস, কিভাবে পায়, এটার গুরুত্ব কি, এসব আপনার জানারই কথা না। এর উপর আবার আপনি ভালো মানুষকে ইনবক্স করছেন! বাহ, হাততালি আপনার জন্য! LoyceV কে আপনার বিন্দুমাত্র আইডিয়া আছে?

আমি যখন প্রথম ফোরামে জয়েন করি তখন আমি নিজে মনে মনে বলেছিলাম আমি কি এইসব আজাইরা সাইটে ঢুকলাম। কই দিয়ে পোস্ট করে, কই দিয়ে লাইক মারে, কই দিয়ে রিপ্লাই করে কিছুই বুঝতাম না। সবকিছু অন্ধকার হয়ে গেছিলো আমার কাছে। মেরিটের ম ও জানতাম না। পরে আস্তে আস্তে ইমনিই মেরিট পাওয়া শুরু করি।

প্রথমেই যদি এমন ট্যাগ খেয়ে বসেন তাহলে ভবিষ্যতে এগোতে পারবেন না ভাই।
sr. member
Activity: 1008
Merit: 366
September 23, 2023, 09:20:18 AM
আমি কালকে রাত্রে অ্যাকাউন্ট টা খুলেছি আর আমি নতুন আমি কিছুই বুঝি নাই আর আমি কিছু বুঝতে পারি নাই এজন্যই আমি এইভাবে কাজগুলো করেছি এখন থেকে আমি শিক্ষা পেলাম আর নেক্সট টাইম আর কোন ভুল করবোনা |
কাল রাতে একাউন্ট খুলে আপানার প্রথম কাজ ছিলো মেরিট এর জন্য ভিক্ষা করা? নতুন বলে কিছু বুঝতে পারেন নাই বললেই কি সবাই মেনে নিবে? সবাই কি এতই বোকা? অন্য কিছু বোঝেন না কিন্তু মেরিট কি জিনিশ সেইটা ভালোই বোঝেন? বলার থেকে কাজ এর মাধ্যমে করে দেখান। আপনি যে ট্যাগ খাইছেন আপনার এক্টিভিটি অবশ্যই নজরদারীতে রাখা হবে। পরবর্তীতে কিন্তু হয় ব্যান নইলে রেড ট্যাগ খাবেন। আর লাস্ট একটা উপদেশ দিতে চাই। আপনার ইংরেজি একটু ইম্প্রুভ করুন।

বাংলাদেশের যে বিষয় নিয়েই কথা বলতে যায়, আমি কোথাও না কোথাও থেকে সেটা যেনেই বলি আবার নিজের মতো করেও বলার চেস্টা করি, এখানে নিজের মতো করে লেখার পরেও কিছু অংশ মিলে যেতে পারে বা যায় অনেক সময়, এগুলার সোর্স বা ক্রেডিট কিভাবেব দেয়া যায়?? দয়া করে জানাবেন সবাই।

আমি ভাত খাবো কারন আমার ক্ষুদা লেগেছে।
আমি ভাত খাবো কারন আমার ক্ষুদা লেগেছে। - কপি পেস্ট

আমি ভাত খাবো কারন আমার ক্ষুদা লেগেছে।
আমার ক্ষুদা লেগেছে তাই আমি ভাত খাবো। - নিজের মত করে লেখা

নিজের মত করে লেখা কে কপি পেস্ট বলা হয় না। আপনি হুবহু যদি কপি পেস্ট করেন তাহলে ওইটা কোট করে দিতে হবে এবং নিচে সোর্স দিতে হবে। অথবা শুধু সোর্স দিলেও চলবে।
আর নিজের মত করে লিখলে না দিলেও চলে। এতে বাধা ধরা কোনো নিয়ম নেই।
Information collected from this Source. এইভাবে ও দিতে পারেন। সেক্ষেত্রে সোর্স লিঙ্ক থকাতে হবে। না থাকলে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সে ক্ষেত্রে আপনি উল্লেখ করতে পারেন যে কালেক্টেড [সোর্সঃ অজানা] / collected [Source: N/A]
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 23, 2023, 08:50:36 AM
বাংলাদেশের যে বিষয় নিয়েই কথা বলতে যায়, আমি কোথাও না কোথাও থেকে সেটা যেনেই বলি আবার নিজের মতো করেও বলার চেস্টা করি, এখানে নিজের মতো করে লেখার পরেও কিছু অংশ মিলে যেতে পারে বা যায় অনেক সময়, এগুলার সোর্স বা ক্রেডিট কিভাবেব দেয়া যায়?? দয়া করে জানাবেন সবাই।
ভাই, লেখার মিল পাওয়া আর হুবহু মিল পাওয়া ভিন্ন জিনিস। ফোরামে কপি পেষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন আপনি যদি বলেন আমি কপি করবো না বরং দেখে দেখে লিখে পোষ্ট করবো। ব্যপারটা ঘুরে ফিরে একই এসে দাড়ালো। এখন কথা হচ্ছে নিজের মতো করে লেখা কিন্তু টপিক একই। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি আপনার নিজের মতো করে লিখে পোষ্ট করবেন এতে করে কোনো সোর্স দেয়ার প্রয়োজন নেই। আর এই যে প্রতি পোষ্ট এর নিতে লেখেন নিজের মতো করে লেখা, কোনো মিল পেলে বলবেন সোর্স এড করে দেবো। এটা লেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

ধন্যবাদ ভাই এটা নিয়ে কনফিউশনে ছিলাম, নিজের মত করে লিখলেও অনেক সময় তা কিছুটা হলেও মিলে যেতে পারে এই জন্যে ভয় হতো, কোথাও থেকে জদিউ হুবুহু তথ্য দেয়ার প্রয়োজন পরে তাহলে সোর্স দেবো । আমার মত অনেকেই এটা নিয়ে হয়তো কনফিউশনে ছিলো আপাততো এটা দূর হলো।

কিছুটা মিলে যাওয়া মানে এই নয় যে একটা লাইনের প্রত্যেকটা বাক্য মিলে যাবে। তাহলে সেটা কপি পেষ্ট হিসেবে গন্য হবে। আপনি একই জিনিস সাজিয়ে গুছিয়ে বিভিন্ন ভাবে লিখতে পারেন। যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, একই জিনিস অন্য রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে কষ্ট হওয়ার কথা নয়। আর এসব ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে আপনি যদি এক লাইনের সব গুলো বাক্য একই রকম ভাবে লিখেন, সেটা কপি পেষ্ট এর আওতায় চলে আসবে। তখন দেখা যাবে রিপোর্ট খেয়ে বসে থাকবেন।

আমি কালকে রাত্রে অ্যাকাউন্ট টা খুলেছি আর আমি নতুন আমি কিছুই বুঝি নাই আর আমি কিছু বুঝতে পারি নাই এজন্যই আমি এইভাবে কাজগুলো করেছি এখন থেকে আমি শিক্ষা পেলাম আর নেক্সট টাইম আর কোন ভুল করবোনা |

আপনার জন্য সাজেশন থাকবে প্রথম পেইজ এ উল্লেখ করা সব গুলো পোষ্ট ভালো করে পড়বেন। তারপর যদি কোনো কিছু না বুঝতে পারেন, তখন এই ত্রেড এ বাংলায় পোষ্ট করবেন। এতে করে আপনি সহজে অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 23, 2023, 08:42:24 AM
বাংলাদেশের যে বিষয় নিয়েই কথা বলতে যায়, আমি কোথাও না কোথাও থেকে সেটা যেনেই বলি আবার নিজের মতো করেও বলার চেস্টা করি, এখানে নিজের মতো করে লেখার পরেও কিছু অংশ মিলে যেতে পারে বা যায় অনেক সময়, এগুলার সোর্স বা ক্রেডিট কিভাবেব দেয়া যায়?? দয়া করে জানাবেন সবাই।
ভাই, লেখার মিল পাওয়া আর হুবহু মিল পাওয়া ভিন্ন জিনিস। ফোরামে কপি পেষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন আপনি যদি বলেন আমি কপি করবো না বরং দেখে দেখে লিখে পোষ্ট করবো। ব্যপারটা ঘুরে ফিরে একই এসে দাড়ালো। এখন কথা হচ্ছে নিজের মতো করে লেখা কিন্তু টপিক একই। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি আপনার নিজের মতো করে লিখে পোষ্ট করবেন এতে করে কোনো সোর্স দেয়ার প্রয়োজন নেই। আর এই যে প্রতি পোষ্ট এর নিতে লেখেন নিজের মতো করে লেখা, কোনো মিল পেলে বলবেন সোর্স এড করে দেবো। এটা লেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

ধন্যবাদ ভাই এটা নিয়ে কনফিউশনে ছিলাম, নিজের মত করে লিখলেও অনেক সময় তা কিছুটা হলেও মিলে যেতে পারে এই জন্যে ভয় হতো, কোথাও থেকে জদিউ হুবুহু তথ্য দেয়ার প্রয়োজন পরে তাহলে সোর্স দেবো । আমার মত অনেকেই এটা নিয়ে হয়তো কনফিউশনে ছিলো আপাততো এটা দূর হলো।
hero member
Activity: 840
Merit: 522
September 23, 2023, 05:12:51 AM
আসসালামু আলাইকুম

আমি নতুন বিটকয়েন ইউজার আপনারা সকলেই মিলে আমাকে অনেক কিছু শিখার সুযোগ দিবেন আমি আপনাদের সাথে থেকে অনেক কিছু শিখতে চাই এবং আমার ভবিষ্যৎ বিটকয়েনের মাধ্যমে পরিবর্তন করতে চাই সকলেই আমার জন্য দোয়া করবেন এবং এখানে অনেক বড় ভাই-বাঁধার এবং স্যার আছেন আপনারা সবাই একটি সম্মানের ব্যক্তি আমি ছোট একটি একাউন্টের মালিক আমি যদি ভুল কিছু বলে থাকি সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

আচ্ছা, সবশেষে জানিয়ে দিলেন যে আপনিও বাংলাদেশি? আপনার কপাল ভালো আপনি নেগেটিভ ট্যাগ খান নাই। আর এমন একজনের কাছে গিয়ে মেরিটের জন্য মেসেজ করছেন যিনি অত্যান্ত ভালো মানুষ যেজন্য আপনাকে একটা নিউট্রাল ট্যাগ দিয়ে ছেড়ে দিছে। অন্য যে কোনো মেম্বার হইলেই নেগেটিভ ট্যাগ মেরে দিতো। কিসের এতা তাড়াহুড়া আপনাদের? ফোরামে একাউন্ট খুলে আপনার প্রথম পোষ্ট টা কি ছিলো? প্রথম পোষ্ট এই বলতেছেন আপনার বয়স ১৮ হয় নাই কিন্তু আপনি বিটকয়েন ভালোবাসেন তাই আপনাকে যেনো সবাই সাপোর্ট করে। আপনাকে কি সাপোর্ট করবে ভাই? ঠেকি স্বর্গে গেলেও ধান বানে একটা প্রবাদ আছে। বাংলাদেশিরা যেখানে যায় সেখানেই ভিক্ষা করা শুরু করে। আপনাদের হাতে গোনা কয়েকজনের জন্য গোটা জাতির এই অপবাদ। কয়েকদিন আগে খবর শুনেছিলাম এক বাংলাদেশি হজ্ব করতে গিয়ে ভিক্ষা করে দেশে আসছে। একাউন্ট খোলার ১২ ঘন্টার মাঝেই আপনি পারসোনাল মেসেজে মেরিট বেগিং শুরু করে দিছেন। আগে নিজেকে শোধরান, প্রথমে পেইজের সব গুলো পোষ্ট পড়ুন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 23, 2023, 05:03:44 AM
অবশ্যই ২০২৪ সালের এপ্রিল মাসে বিটকয়েনের এই হালভিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তখন যদি হালভিং সম্পন্ন হয় তবে অবশ্যই আমরা বিটকয়েনের ষাড়ের বাজার দেখতে পাব।
খেয়াল রাখবেন ভাই। আবার ষাড়ের গুতা খেয়ে পড়ে থাকবেন না যেনো।  Cheesy Cheesy
বুল রানে প্রবেশ করার আগের সময়টা বোঝা যেমন জরুরী, কখন মারেকট থেকে প্রফি বের করে নিয়ে আসবেন সেটা বোঝাও অত্যান্ত জরুরী। নইলে দেখবেন হুট করে কারেকশন নেয়া শুরু করেছে, একরাতে ১০ হাজার ডলার কমে যাবে, ১ সপ্তাহে ৩০ হাজার ডলার কমে গেছে। মারকেটের মুভমেট বুঝা খুবই জরুরী। আমার প্রায় কয়েক হাজার ডলার ছিলো গত বুল রানে। বিটকয়েন ৬৯ হাজার থেকে যখন নামা শুরু করলো, আমি বুঝতেই পারিনি মারকেট কারেকশন হবে আর এটাই শেষ দৌড় ছিলো। আমি তখনো হোল্ড করছিলাম। শেষে আমার কয়েক হাজার ডলার ৮০০-৯০০ ডলারের মতো হয়ে গেছিলো।

sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 23, 2023, 03:40:58 AM
sr. member
Activity: 616
Merit: 322
September 23, 2023, 01:34:12 AM
এটি পোস্টের ২য় অংশ, একবারে পুরাটা পোস্ট হলো না। মনে হচ্ছে ক্যারেক্টার লিমিটেশন আছে একটা টপিকের রিপ্লে দেওয়ার জন্য। আমি মোডারেটরকে বলবো সম্ভব হলে আমার এই পোস্ট দুটি মার্জ করে দেওয়ার জন্য
সেপ্টেম্বরের ২৫ তারিখে ৫,৮২৪ চুক্তির লেনদেন হয়েছিল সেপ্টেম্বরের মেয়াদ শেষ হওয়ার দিনে, মোট ১১৭২ টি চুক্তি খোলা আছে, গতকাল বন্ধের চেয়ে ৭৩৭ টি কম (আসলে ওই বাস্তব সময়ে আপডেট করা হয় না, তাই এই উভয় পরিসংখ্যানই একদিন আগে সম্পর্কিত, কিন্তু আপনি ধারণা পান)। এর মানে হল বাজারে আগের ক্লোজ "লাইভ" থেকে ৭৩৭ টি কম চুক্তি আছে, যা ভবিষ্যতের পরিপক্কতায় ডেলিভারিযোগ্য।

ভবিষ্যৎ ব্যবহার

ফিউচারগুলি অন্তর্নিহিত সম্পদের দামের গতিবিধি হেজ বা অনুমান করতে ব্যবহার করা যেতে পারে।

উদাহরণস্বরূপ, একটি বিটকয়েন সংবেদনশীল ব্যবসা (একজন খনির কথা চিন্তা করুন) বিটকয়েনের দামের গতিবিধির উপর তার মুনাফা নির্ভরতা কমাতে, দামের একটি নির্দিষ্ট স্তরে লক করতে, এইভাবে ঝুঁকি কমাতে, উপযুক্ত পরিমাণে বিটকয়েন ফিউচার বিক্রি করতে ব্যবহার করতে পারে।
বিটকয়েনের দাম বাড়ার ক্ষেত্রে, খনির লাভ বাড়বে, কিন্তু এটি বিটকয়েনের ভবিষ্যতে ক্ষতির দ্বারা মোকাবেলা করা হবে, এইভাবে অন্তর্নিহিত সম্পদের মূল্য আন্দোলনের অর্থনৈতিক প্রভাব মুছে ফেলবে।
বিপরীত পরিস্থিতিতে, বিটকয়েনের মূল্য হ্রাস খনির কার্যক্রমে কম লাভে অনুবাদ করবে, কিন্তু ভবিষ্যতের সংক্ষিপ্ত অবস্থান একই আকারের লাভের কারণ হবে।
উভয় পরিস্থিতিতেই খনি শ্রমিকের চূড়ান্ত লাভ, খনির কাজের যোগফল এবং ভবিষ্যতের অবস্থান থেকে লাভ/লোকসান প্রভাবিত হবে না।
এই প্রক্রিয়াটিকে হেজিং বলা হয়: হেজিংয়ের উদ্দেশ্য হল এই উদাহরণে বিটকয়েনের অন্তর্নিহিত সম্পদের অনুকূল মূল্যের নড়াচড়া থেকে লাভ করা নয়, কিন্তু প্রতিকূল মূল্যের গতিবিধি থেকে ক্ষতি প্রতিরোধ করা এবং একটি পূর্বনির্ধারিত আর্থিক ফলাফল বজায় রাখা: খনি প্রকৃতপক্ষে বিটকয়েন থেকে নিজেকে হেজ করেছে যে কোনো বিটকয়েনের মূল্য পরিস্থিতির সাথে একই স্তরের লাভজনকতা অর্জন করে দামের গতিবিধি। অবশ্যই এটি বিটকয়েনের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে লাভ বাজেয়াপ্ত করেছে, কিন্তু কম দামের একটি দৃশ্য থেকে নিজেকে রক্ষা করেছে যা সম্ভাব্যভাবে প্রথম স্থানে খনির কাজ শেষ করতে পারে।


ভবিষ্যত চুক্তির দ্বিতীয় প্রধান ব্যবহার হল অনুমান।
অনুমান করার অর্থ হল অন্তর্নিহিত সম্পদের দামের গতিবিধি থেকে ভবিষ্যত অবস্থানের উপর লাভ করা।
যদি একজন বাজার অংশগ্রহণকারী ভবিষ্যতে অন্তর্নিহিত সম্পদের মূল্য বৃদ্ধির বিষয়ে অনুমান করতে চায়, তাহলে সে একটি ফিউচার চুক্তি ক্রয় করে এবং পরবর্তীতে ভবিষ্যতের বাজারে উচ্চ মূল্যে বিক্রি করে অথবা অনুকূল মূল্যের পার্থক্য থেকে লাভবান হওয়ার মাধ্যমে লাভ করতে পারে। ভবিষ্যৎ স্থির হয়ে গেলে স্পট মার্কেট (ভবিষ্যত স্থির হওয়ার পর অন্তর্নিহিত সম্পদের সরবরাহ গ্রহণ এবং স্পট মার্কেটে বিক্রি করা)।
ঝুঁকি অবশ্যই একটি প্রতিকূল মূল্য আন্দোলনের ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হয়, এই ক্ষেত্রে দাম একটি মন্দা. দাম যদি ভবিষ্যত পজিশন খোলার সময় যা ছিল তার চেয়ে কম হলে লং পজিশনের ধারক ট্রেড ইনসেপশনের মুহুর্তে সেট দামে অন্তর্নিহিত জিনিস কিনবে এবং কম দামে অন্তর্নিহিত সম্পদ বিক্রি করবে। স্পট মার্কেট, এইভাবে ক্ষতির সম্মুখীন।
এর বিপরীতে, যিনি কম দাম থেকে লাভ করতে চান, তার ভবিষ্যত বিক্রি করা উচিত, কার্যকরভাবে কম দামে কেনা থেকে লাভবান হওয়া ভবিষ্যৎ স্থির করার জন্য ভবিষ্যতের দীর্ঘ অবস্থানের ধারককে পূর্বে নির্ধারিত উচ্চ মূল্যে বিক্রি করে।

ভবিষ্যৎ মূল্যের ঢাল: কন্টাঙ্গো এবং পশ্চাৎপদ

আসুন বর্তমানে সিএমই-তে উদ্ধৃত ভবিষ্যত দেখি:
সিএমই অনুসারে নিম্নলিখিত চুক্তিগুলি অবশ্যই উদ্ধৃত করা উচিত:

  তালিকাভুক্ত চুক্তি   ত্রৈমাসিক চুক্তি (মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর) টানা ২ ত্রৈমাসিক এবং নিকটতম ২ সিরিয়াল মাসের জন্য তালিকাভুক্ত.


প্রকৃতপক্ষে উদ্ধৃত চুক্তিগুলি নিম্নরূপ:

   ভবিষ্যৎ          মাস              শেষ ট্রেডের তারিখ      দাম               সুদ    
   বিটিসি ক৯      অক্টবর-১৯      ২৫/১০/২০১৯      ৮২৭৫      ২১৪২   
   বিটিসি খ৯      নভেম্বর-১৯      ১৯/১১/২০১৯      ৮২৯০      ২৪৮   
   বিটিসি গ৯     ডিসেম্বর-১৯      ২৭/১২/২০১৯      ৮৩৬০      ৯৪৩   
   বিটিসি ঘ০      মার্চ-২০      ২৭/০৩/২০২০      ০              ০   
                              


লেখার মুহুর্তে সেপ্টেম্বরের মেয়াদ শেষ হয়ে গেছে তাই দুটি প্রধান চক্রের মেয়াদ শেষ হয়েছে ১৯ ডিসেম্বর এবং ২০ মার্চ (শুধু উদ্ধৃত, এখনও ট্রেড করা হয়নি), যখন সিরিয়ালগুলি হল অক্টোবর ১৯ এবং ১৯ নভেম্বর৷
আমরা লক্ষ্য করি যে বড় ওপেন ইন্টারেস্ট ফ্রন্ট কন্ট্রাক্টে আছে, যখন সিরিয়াল কন্ট্রাক্টে সামান্য ইন্টারেস্ট আছে এবং শেষ সিরিয়াল কন্ট্রাক্টটি খুব নতুন যে কোনো ওপেন ইন্টারেস্ট নেই (এটি কয়েক ঘন্টা থেকে উদ্ধৃত করা হয়েছে)।

আমরা যদি দামের দিকে তাকাই তবে আমরা দেখতে পাব যে সেগুলি বাড়ছে: ক্যালেন্ডার স্প্রেড (বিভিন্ন মেয়াদের দামের মধ্যে পার্থক্য) ইতিবাচক।
একজনকে মনে করা উচিত যে এটি আজ থেকে ডিসেম্বরের মধ্যে "বিটকয়েনের দাম বৃদ্ধির বাজারের প্রত্যাশা"।
আচ্ছা, এটা ভুল!
ভবিষ্যতে দামের জন্য সর্বোত্তম প্রত্যাশা হল স্পট মূল্য, কারণ এটি ভবিষ্যতের দামের জন্য উপলব্ধ সমস্ত জনসাধারণের তথ্যকে অন্তর্ভুক্ত করে। আমি যদি এক বছরে বিটকয়েনের মূল্য বৃদ্ধির নিশ্চিততা থাকতাম, অথবা যদি আমি এই বিষয়ে একটি যুক্তিসঙ্গত প্রত্যাশা রাখতাম, তাহলে আমি কেবল বিটকয়েন কিনতে পারতাম, যার ফলে মূল্য বৃদ্ধি পাবে, এবং তাই স্পট মূল্যকে ভবিষ্যতের মূল্যের কাছাকাছি নিয়ে যেতে পারতাম। এটি, কিছু অত্যধিক সরলীকরণ সহ, একটি নন-আরবিট্রেজ শর্ত যা বিভিন্ন সময়ে একই সম্পদের মূল্য নির্ধারণ করে।
ভবিষ্যৎ মূল্য সবসময় এরকম কিছু হওয়া উচিত:

ভবিষ্যতের দাম = স্পট মূল্য (১ + ঝুঁকিমুক্ত হার) + বহনের খরচ - সুবিধার ফলন।

আসুন দেখি এর অর্থ কী:

স্পট মূল্য: যেমন আমরা দেখেছি ভবিষ্যতের দামের জন্য সর্বোত্তম অনুমান হল স্পট মূল্য, কারণ ভবিষ্যতের সমস্ত জনসাধারণের তথ্য ইতিমধ্যেই বাজার মূল্যে ছাড় দেওয়া হয়েছে (আধা-শক্তিশালী বাজার দক্ষতা থেকে ফামা).
তহবিল খরচ: অংশ দ্বারা প্রতিনিধিত্ব করা হয় (১ + ঝুঁকিমুক্ত হার): একটি বিটকয়েন কেনা এবং ট্রেডিং ভবিষ্যৎ অবস্থানের জন্য অর্থায়ন প্রয়োজন। কম সুদের হার বিশ্বব্যাপী এই ফ্যাক্টরের গুরুত্বকে কমিয়ে দেয়, যা একটি খরচ হওয়া উচিত এবং তাই ভবিষ্যতের দাম বাড়াতে থাকে।
বহনের খরচ: বা ভবিষ্যতের পরিপক্কতা পর্যন্ত বিটকয়েন ধরে রাখার খরচ, এটিই মূলত ভবিষ্যতের দামের ঢালকে প্রভাবিত করে ঊর্ধ্বমুখী বা নিম্নগামী ঢালু। বহনের খরচ হল একটি বিটকয়েন সংরক্ষণের খরচ। অন্যান্য ভবিষ্যতের অন্তর্নিহিত সম্পদের তুলনায় এটি বিটকয়েনের জন্য কম হতে পারে (একটি সোনার বুলিয়ন বা এক ব্যারেল তেল সঞ্চয় করার পরিবর্তে একটি বিটকয়েন সঞ্চয় করার কথা ভাবুন), কিন্তু হায়, শিল্প স্তরে বীমা খরচ এবং সঞ্চয়স্থানকে উপেক্ষা করা যায় না। সংক্ষেপে বলতে গেলে, আমার অন্তর্নিহিত সম্পদ সঞ্চয় করার জন্য যদি আমার খরচ হয়, তাহলে এর অর্থ হল যে ভবিষ্যতে আমি এই সম্পদটি যে মূল্যে বিক্রি করতে চাই তা স্পট থেকে বেশি হবে, এই ধরনের খরচের জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য, তাই ভবিষ্যতের মূল্য বৃদ্ধি পাবে।
সুবিধার ফলন হল ভবিষ্যত পরিপক্কতা পর্যন্ত অন্তর্নিহিত সম্পদের ব্যবহারের প্রাপ্যতা থাকার মূল্য। এটি আর্থিক সম্পদের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক, স্পট তারিখ থেকে ভবিষ্যত পরিপক্কতা পর্যন্ত প্রদত্ত কুপন বা লভ্যাংশের প্রতিনিধিত্ব করে। এটাকে স্টোরেজের নেতিবাচক খরচ, এক ধরনের "সঞ্চয়স্থানের জন্য আয়" বা সম্পদের মালিকানা থেকে আসা লাভের মতো ভাবা যেতে পারে। বিটকয়েনের ক্ষেত্রে সুবিধাজনক ফলন সম্ভবত আমার বিটকয়েনকে একটি এক্সচেঞ্জ বা তৃতীয় পক্ষকে ধার দেওয়া থেকে আগত সুদ থেকে আসতে পারে (BlockFI এর কথা ভাবুন): আমি যদি আমার বিটকয়েন ব্লকফাইতে ধার দিয়ে সুদ অর্জন করি তবে আমি সেগুলি কিনতে রাজি হব স্পট এবং বর্তমান বাজার মূল্যের নিচে ভবিষ্যতে সেগুলি বিক্রি করুন, যদি পার্থক্য অর্জিত সুদের দ্বারা ক্ষতিপূরণের চেয়ে বেশি হয়।

যে কারণে ভবিষ্যৎ মূল্যগুলি একটি ইতিবাচক (বা নেতিবাচক) ঢালু আকৃতি প্রদর্শন করে তা পজিশনের বহনের খরচ বনাম সুবিধার ফলনের সাথে সম্পর্কযুক্ত: যদি সুবিধার ফলন বহনের খরচের চেয়ে কম হয়, তবে কোনো ভৌত পণ্যের কথা চিন্তা করুন, তাহলে ভবিষ্যত বক্ররেখা একটি কনট্যাঙ্গো প্রদর্শন করবে, যখন সুবিধার ফলন স্টোরেজ খরচের চেয়ে বেশি হয় (এটি ভবিষ্যতে অনেক আর্থিক সম্পদের ক্ষেত্রে সত্য) তাহলে ভবিষ্যতের মূল্য ঢাল একটি পশ্চাদপদতা দ্বারা চিহ্নিত করা হবে।
বক্ররেখার আকৃতিও সময়ের সাথে পরিবর্তিত হতে পারে: যখন এটি আজ কন্টাঙ্গোতে আছে, এটি সবসময় এমন ছিল না কারণ এটি  ছিলCME/CBOE ভবিষ্যত লঞ্চের সময় পশ্চাৎপদ. বিটকয়েনের মতো অন্তর্নিহিত এক ধরণের "মিশ্র প্রকৃতির" মধ্যে কোন শক্তিগুলি বক্ররেখার ঢালকে চালিত করছে তা বিবেচনা করা সবসময়ই মূল্যবান।

ব্যবসায়ীদের প্রতিশ্রুতি:

প্রতিটি এক্সচেঞ্জের একটি "ব্যবসায়ীদের প্রতিশ্রুতি" প্রতিবেদন রয়েছে, যেখানে আপনি এক্সচেঞ্জে খেলোয়াড়দের অবস্থান সম্পর্কে অন্তর্দৃষ্টি পেতে পারেন।
CME তে বিটকয়েন ফিউচারের জন্য ট্রেডারদের রিপোর্টের প্রতিশ্রুতি (এই মুহূর্তের জন্য একমাত্র প্রাসঙ্গিক) নিম্নলিখিতটিতে পাওয়া যাবে লিংকএবং ইক্যুইটি সূচক, তারপর ক্রিপ্টোকারেন্সি এবং অবশেষে বিটকয়েন অন্তর্নিহিত হিসাবে নির্বাচন করা:


আমি দৃঢ়ভাবে আপনাকে পড়ার পরামর্শ দিচ্ছি ব্যবহারকারীর নির্দেশিকা এই চার্টটি কীভাবে তৈরি করা হয়েছে তার সমস্ত প্রযুক্তিগত বিশদ বিবরণ, তবে এখানে আমি আপনাকে প্রধান জিনিসটি বলব:

অবশ্যই মোট খোলা বড় পজিশনগুলি ছোট পজিশনের সমান, যদি একটি সামগ্রিক পরিমাণের দিকে তাকান: খোলা আগ্রহ লং (বা শর্টস) + স্প্রেড পজিশনের সমষ্টির সমান।
আমরা যদি টেবিল দ্বারা একটি ভাঙ্গন দেখি তবে এটি পরিষ্কার হয়:



অবশ্যই বিভিন্ন ধরণের প্লেয়ারের ট্রেডিং করার জন্য আলাদা পদ্ধতি রয়েছে, তাই তারা লম্বা বা ছোট কিনা তা জানা কিছুটা কার্যকর হতে পারে।

আরও আকর্ষণীয় হল দীর্ঘ/স্বল্প ভারসাম্য, আয়তন এবং উন্মুক্ত আগ্রহের বিবর্তন অধ্যয়ন করা: এটি আমাদের একটি ইঙ্গিত দিতে পারে যে কীভাবে খেলোয়াড়দের অবস্থান মূল্য ক্রিয়াকে প্রভাবিত করছে।


উপকারী লিংক গুলো

আরেকটি সম্পদ যা আমি দৃঢ়ভাবে সমর্থন করি তা হল CME দ্বারা এই কোর্সটি অনুসরণ করি:

ফিউচারের ভূমিকা: একটি ফিউচার চুক্তির সংজ্ঞা

এটি আসলে ফিউচারের উপর একটি সম্পূর্ণ কোর্স, যা সিএমই-তে ফিউচারের সংজ্ঞা, ব্যবহার এবং সমস্ত বাস্তবায়নের বিবরণ সম্পর্কে খুব দরকারী তথ্য প্রদান করে। অবশ্যই একটি পড়ার মূল্য.

এই পোস্টটি শুধুমাত্র একটি প্রাথমিক সংস্করণ এবং শুধুমাত্র কয়েকটি বিষয় কভার করে।
আমি আরও গভীরে যেতে পারি বা অতিরিক্ত বিষয় কভার করতে পারি।

নিশ্চিতভাবে কয়েকটি বিষয় আমি আরও বিশদে ব্যাখ্যা করতে চাই:

  • মেয়াদী কাঠামো (কন্টাঙ্গো/পশ্চাৎপদ)
  • খোলা অবস্থানে মার্জিন (প্রাথমিক মার্জিন/প্রকরণ মার্জিন/মার্কিং টু মার্কেট)
  • ব্যবসায়ীদের প্রতিশ্রুতি উদাহরণ

থ্রেড উন্নত করার জন্য আমি আপনার পরামর্শের জন্য উন্মুক্ত। এই পোস্টটি কিভাবে উন্নত করা যায় তা আমাকে জানান।



এই পোস্টটি আমার প্রকল্পের জন্য যোগ্য:


Quote
আমি স্থানীয় বোর্ডের উপযোগিতায় দৃঢ় বিশ্বাসী।
আমি যথেষ্ট ভাগ্যবান যে অন্তত কয়েকটি ভাষায় নিজেকে প্রকাশ করতে পেরেছি, কিন্তু আমি জানি এটা সবার ক্ষেত্রে হয় না।
অনেক ব্যবহারকারী ভাষা বা সাংস্কৃতিক বাধা, আগ্রহের অভাব বা অন্য যেকোনো কারণে বিভিন্ন কারণে শুধুমাত্র স্থানীয় বোর্ডে পোস্ট করেন।
আমি ব্যক্তিগতভাবে অনেক ভাল ব্যবহারকারীকে জানি (প্রধানত ইতালীয় বিভাগ থেকে, স্পষ্ট কারণে) যারা আন্তর্জাতিক বিভাগে পোস্ট করেন না।
আমি মনে করি এই সমস্ত ব্যবহারকারীরা আন্তর্জাতিক (ইংরেজি) বিভাগে বা অন্যান্য বোর্ডে পোস্ট করা অনেক ভাল বিষয়বস্তু মিস করছে।

আপনি যদি মনে করেন আপনি এখানে সাহায্য করতে পারেন, শুধু থ্রেড দেখুন!

Russian Translation by FontSeli: Bce, чтo вы xoтeли бы знaть o фьючepcax нa BTC


Jump to:
© 2020, Bitcointalksearch.org