টাইটেল পড়ে অনেকেই অবাক হচ্ছেন?
১০০ ডলারকে কিভাবে ১.৬ মিলিয়ন ডলারে রুপান্তর করা যায়? আসুন আজকে সে ব্যাপারে কথা বলি।
এইখানে যারা সিগ্নেচার ক্যাম্পেইনে কাজ করেন তাদের কাছে ১০০ ডলার খুব বেশি হওয়ার কথা না। যাই হোক, বেশি হলেও সেটা আপনার সম্ভাব্য রিটার্নের কাছে অতি নগণ্য। তাহলে কিভাবে আমরা ১০০ ডলারকে ১.৬ মিলিয়ন ডলার করতে পারি।
যারা ক্রিপ্টোকারেন্সিতে অনেকদিন আছেন তারা নিশ্চয়ই জানেন এইখানে বুলরানের সময় কোন বিনিয়োগে মাত্র দ্বিগুন রিটার্ন পাওয়া কতটা সহজ। অনেক ক্ষেত্রে দেখা যায় ২/৩ দিনের মাথায় আপনার বিনিয়োগ দ্বিগুণ। ওয়েল, এই আইডিয়াটা আমি একটা ফেসবুক পেইজে পেয়েছি।
আমাদেরকে শুধু ১০০ ডলার বিনিয়োগ করে সেটাকে ১৪ বার দ্বিগুণ করতে হবে। শুনতে কঠিন কিংবা সহজ যেটাই লাগুক এইটা রিস্কি। তবে আমরা শুধুই ১০০ ডলারের রিস্ক নিব। হতে পারে সেটা পরবর্তীতে বৃদ্ধি পাবে কিন্তু আমাদের রিস্ক শুধুই ১০০ ডলারের।
১০০*২=২০০
২০০*২=৪০০
৪০০*২=৮০০
৮০০*২=১৬০০
১৬০০*২=৩২০০
৩২০০*২=৬৪০০
৬৪০০*২=১২৮০০
১২৮০০*২=২৫৬০০
২৫৬০০*২=৫১২০০
৫১২০০*২=১০২৪০০
১০২৪০০*২=২০৪৮০০
২০৪৮০০*২=৪০৯৬০০
৪০৯৬০০*২=৮১৯২০০
৮১৯২০০*২=১৬৩৮৪০০
এইভাবে আরো ৬ বার বিনিয়োগ করতে হবে। ১৪ তম বিনিয়োগ দ্বিগুণ হলেই আপনার রিটার্ন আসবে ১৬৩৮৪০০ ডলার। মিলিয়ন ডলারের মালিক? কেউ কি আগ্রহী আছেন? থাকলে জানাবেন। একসাথে বেশ কয়েকজন হলে ভালো ভাবে রিসার্চ করা যায়। বুল মার্কেটে আসলে ধরতে পারলে ১৪ বার বিনিয়োগকে দ্বিগুণ করা কোন ব্যাপার না। কেউ আগ্রহী থাকলে জানাবেন। আমাকে টেলিগ্রামে নক দিবেন। সবাই মিলে একটা গ্রুপ করবো আলোচনার জন্য। আমার টেলিগ্রাম- @LT_Mouse
আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি আমি যদি বিদেশ থেকে কোনো physical crypto Collectib আনি মানে কেউ আমার ঠিকানায় পাঠায় যেমন Collectib হতে পারে একটা Bitcoin, Ethereum এগুলার কয়েন। তাহলে কি কোনো ঝামেলা হবার সম্ভাবনা আছে?
ফিজিক্যাল ক্রিপ্টো কালেক্টীবল তো আর ক্রিপ্টোকারেন্সি না। এইটা হতে পারে একটা কয়েন কিংবা শো পিচ। এইগুলা নিয়ে অবশ্যই কোন ঝামেলায় পরবেন না আশা করি। কি নিতে যাচ্ছেন বাই দ্য ওয়ে?
সার্ভিস সেকশন এ আপনি এই বিষয়ে পোস্ট করতে পারেন।
এইভাবে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম কারণ এইখানে অনেকগুলো বিশ্বস্ততার ব্যাপার রয়েছে। কোন বাউন্টি ম্যানেজার উনাকে কেন বিশ্বাস করবে?
লোকাল কমিউনিটি তে আমার জানা মতে Little Mouse ভাই CM/BM তবে উনি নিজে করেন কি না বা কাউকে দিয়ে করিয়ে নেন তা জানা নেই।
আমি বেশিরভাগ সময়ই নিজে করি যদিও আমার তেমন একটা বাউন্টি ক্যাম্পেইন থাকেই না। যার কারনে আমার তেমন চাপ থাকে না। আমার সাথে কেউ সহকারী হিসেবে কাজ করলে নিশ্চিত সে কয়েকদিন পর ভাগবে। কারণ, ওই যে আমার বাউন্টি ক্যাম্পেইনের কাজ পাওয়া হয় না বললেই চলে।
মাঝে মধ্যে অবশ্য আমি ব্যস্ত হলে আমার ওয়াইফ আমাকে কিছু কাজ করে দেয়। আওয়ারলি পেমেন্ট নেয়। আর আমিও আসলে চাইনা বাইরের কাউকে দিয়ে কাজ করাতে। কারণ তারা চাইলেই তাদের একাউন্ট ঢুকাতে পারবে বাউন্টিতে এবং কোন কাজ না করেই পেমেন্ট নিতে পারবে। এছাড়া তাদের কাছে পুরো স্প্রেডশীটের দায়িত্ব না দিলে কাজের কাজ কিছুই হবে না। আবার দায়িত্ব দিলে একটা ভয় থেকে যায় বেশিরভাগ এড্রেস পরিবর্তন হয়ে যাওয়ার। তখন অবশ্যই আমার রেপুটেশনের বারোটা বাজবে।
অনেক দিন পর লোকাল কমিউনিটিতে আসলাম।
ওয়েলকাম ব্যাক। আরো কয়েনজন পুরাতন মেম্বার এক্টিভ হচ্ছেন না। @DVlog ভাই দেখলাম গ্লোবালে এক্টিভ কিন্তু এইখানে না।