Author

Topic: বাংলা (Bengali) - page 157. (Read 5720046 times)

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 15, 2023, 06:58:47 AM
১০০*২=২০০
২০০*২=৪০০
৪০০*২=৮০০
৮০০*২=১৬০০
১৬০০*২=৩২০০
৩২০০*২=৬৪০০
৬৪০০*২=১২৮০০
১২৮০০*২=২৫৬০০
২৫৬০০*২=৫১২০০
৫১২০০*২=১০২৪০০
১০২৪০০*২=২০৪৮০০
২০৪৮০০*২=৪০৯৬০০
৪০৯৬০০*২=৮১৯২০০
৮১৯২০০*২=১৬৩৮৪০০
আমার এই জার্নির প্রথম বিনিয়োগ করা হয়েছে ✅
কিছুদিন আগে আমি ১০০ ডলার বিনিয়োগ করেছি। ১০০ ডলারের ENJIN ক্রয় করেছি। তারা এই মাসের ১৩ তারিখ তাদের নিজস্ব ব্লকচেইন নিয়ে আসবে। আমি আশা করছি আমার এই জার্নির প্রথম স্টেপ খুব শীঘ্রই ডান হবে।
যারা আমার সাথে এই জার্নিতে অংশগ্রহণ করতে চান, তারা আমার টেলিগ্রামে নক দিন। আপনার ফান্ড আপনার কাছেই থাকবে। আপনার ফান্ড আমাকে দিতে হবে না। শুধু সবাই মিলে আলোচনা করতে পারবো যেটা আমাদেরকে কিছু ভালো প্রজেক্ট খুজে পেতে সহায়তা করবে।

বিনিয়োগ- Enjin
দাম- $০.২৩৩
বিক্রয় লক্ষ্য- $০.৪৬৬

ভাই এই মুহূর্তে টাকা না থাকায় এসবে জড়ালাম না। বাট ভবিষ্যতে আপনার এই কনসেপ্টটা ট্রাই করার ইচ্ছা আছে আমার। আপনি যদি আপনার বর্তমান প্রোগ্রেস কমিউনিটির সাথে শেয়ার করতেন তাহলে আমরা অনেকে হয়তো এটা থেকে উৎসাহ পেতাম।

নোট: বাইদাওয়ে MTFE এর খবর কেউ জানেন? ঝড়ের গতিতে এসে ঝড়ের গতিতেই বিষয়টা ধামাচাপা হয়ে গেলো। কিছুই বুঝলাম না।
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
September 15, 2023, 06:49:31 AM
আচ্ছা ভাই, আমি যখনি এই ফোরামে ঢুকছি তখনি আমার আইডিটা login করতে বলিতেছে। আমার তো একেবারে বিরক্ত ধরে গেছে। এর জন্য কী কোনো উপায় যাতে আমার আইডিটা একবার login করলে আর login করতে হবে না।

আপনি login করার সময় Always stay logged in Option এ ক্লিক করে দিবেন। এরপরে আর আপনাকে বারবার login করতে হবে না। যাতে আপনার সুবিধা হয় সেই জন্য আমি ছবিসহ নিচে দিয়েদিলাম।

jr. member
Activity: 462
Merit: 2
September 15, 2023, 06:45:13 AM
আচ্ছা ভাই, আমি যখনি এই ফোরামে ঢুকছি তখনি আমার আইডিটা login করতে বলিতেছে। আমার তো একেবারে বিরক্ত ধরে গেছে। এর জন্য কী কোনো উপায় যাতে আমার আইডিটা একবার login করলে আর login করতে হবে না।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 15, 2023, 06:34:07 AM



আসলে কি যে একটা অনুভুতি হচ্ছে বলে বোঝাতে পারবোনা, আনান্দে চোখে পানি চলে আসছে ।

ধন্যবাদ সবাইকে আপনারা সহোজোগীতা না করলে হয়ত এতো তারাতারি ফুল মেম্বার হতে পারতাম না ...!
sr. member
Activity: 546
Merit: 268
September 15, 2023, 06:07:33 AM
যেমন আমার নিজের কথাই বলি আমার অনেক পরে এসেও অনেকে অনেক বড় রেঙ্ক অর্জন করেছে এবং এমনকি হিরো বা লেজেন্ডারিও হয়ে গেছেন অনেকে, কিন্তু আমি এখনো ফুল মেম্বার হতে পারেনি এটা একটা উদাহরণ হতে পারে যে আসলে সময়টা কোন বিষয় না।

আসলেই সত্যিকারে ব্যাপার হলো সময় কোন ফ্যাক্টর না। দীর্ঘদিন  অপেক্ষার পর আজ আপনার সেই অপেক্ষার অবসান হল। আজ আপনি full member অর্জন করে ফেলেছেন। আপনাকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আপনার দীর্ঘদিনের সাধনা ও কর্ম প্রচেষ্টার ফলে আজ আপনার এই প্রাপ্তি। আশা করি আপনি আপনার মূল্যবান সময় এই কমিউনিটিতে দেওয়ার চেষ্টা করবেন।
sr. member
Activity: 1008
Merit: 366
September 15, 2023, 06:06:04 AM
এখানে বেশিরভাগ পেডিকশনগুলো অনুমানের উপর ভিত্তি করেই হয়, যে কারণে আমরা যদি চাই তারপরও অনেক কিছু থেকে সতর্ক থাকা সম্ভব না, তবে কোন সময় ইনভেস্ট করা গুরুত্বপূর্ণ এটা বোঝা একটা কঠিন ব্যাপার, যারা দীর্ঘদিন ধরে এখানে আছেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে নতুনদের জন্য একটু সুবিধা হবে এবং যারা একটু ভালো বোঝেন তারা যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন তাহলে নতুনরা ইনভেস্ট করতে সাহস পাবে অনেক, অন্যথায় দাম বারতে দেখলে কিনবে আর কমে যাবে তখন তারা বিক্রি করবে।

নিজেই ভাই বেশি ভালো বুঝি না এইজন্য কাউকে সাহায্য করতে পারি না সেই ভাবে। আর প্রেডিকশন এর বিষয়ে আগের পোস্ট এ যেটা বলেছি আমর মত ওইটাই। প্রেডিকশন না দেখে হিস্টোরি দেখেন। পূর্বে বিটকয়েন কিভাবে বিহেভ করেছে হাভিং এর আগে সেইটা দেখলে আমারা নিজেরাই বুঝতে পারি যে বিটকয়েন কোনদিকে যাবে। প্রত্যেক হাভিং এর সময় বিটকয়েন বা ক্রিপ্ট মার্কেট বুল রানের দিকে আগায়। সে ক্ষেত্রে আবার যাওয়ার সম্ভবনা আছে নিশ্চয়। তবে তা কত উপরে যাবে সেটা প্রেডিক্ট করা কঠিন। অল্প অল্প প্রফিট এর একটা টার্গেট রেখে DCA এর মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন। কারন প্রাইস আপ যাবেই।

এখানে আপনি এখন যদি বাই করেন, তাহলে আপনি ৩০ হাজার/৩৫ হাজার/৪০ হাজার এইভাবে একটা টার্গেট রেখে আপনি  সেল করতে পারবেন। এতে করে যদি প্রাইস আবার নেমে যায়, মনে করেন ৪৫ হাজার পর্যন্ত বুলরান চললো, তাহলে আপনি তার আগেই প্রফিট নিয়ে নিতে পরবেন। এখানে আপানাকে ট্রেডিং এর মত কমপ্লিকেটেড কিছু শিখতে হচ্ছে না। আপনি শুধু বাই সেল করবেন এবং সুযোগ খুজবেন।

টার্গেট রেখে বাইসেল করতে বলেছি কারন আমরা ইমোশোন এ পড়ে লোভ অথবা ভয়ে আগে বা পরে সেল করার ট্রাই করি। এতে আমারে লাভের তুলনায় লস হয় অথবা কম লাভ হয়। এইবারের বুলরান কত প্রাইস পয়েন্টে বিটকয়েন কে পুশ করবে তা বলা কঠিন। কারণ আমরা অলরেডি একটা বুল রান এর মধ্যে আছি। কারন ১৫ হাজার থেকে বিটকয়েন ৩৫ হাজার পর্যন্ত পুশ করেছিলো। এইটাও কিন্তু একটা বুল মার্কেট বলে ধরা যেতে পারে। সুতরাং কিছু বিটকয়েন লং টাইম এর জন্য রেখে বাকি গুলা থেকে অল্প অল্প করে প্রফিট গেইন করেন। আশা করি এইটা ভালো হবে।

আমি যতটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভূল করে থাকলে কোথাও জানিয়ে দিবেন। আশা করি শুধরিয়ে নিতে পারব।
jr. member
Activity: 462
Merit: 2
September 15, 2023, 04:32:39 AM
অভিনন্দন HelliumZ ভাই। আপনি অনেক দ্রুত মেম্বার র‌্যাংকটি অর্জন করেছেন। বাংলাদেশ লোকাল থ্রেডে আরেকজন মেম্বার সদস্য যুক্ত হলো। আমার আশা আপনি আরো অনেক দূরে এগিয়ে যান। বাংলাদেশ লোকাল থ্রেডের সাথে সবসময় থাকবেন এবং আপনাদের হাত ধরেই বাংলাদেশ লোকাল থ্রেড আরও মহৎ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। পরিশ্রম আমাদের গতি এবং উন্নতির গুরুত্বপূর্ণ উপায়। অল্প বা অধিক, আপনারা সবসময় এক অপরের সাথে থাকবেন এবং একে অপরের সাহায্য করবেন। এর ফলে আমাদের  বাংলাদেশ লোকাল থ্রেড একদিন একটা বোর্ডে পরিণত হবে।

 
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 15, 2023, 04:13:20 AM
তাদের উদ্দেশ্যে আমার কথা যে অনেকটা আমাদের শিক্ষা মন্ত্রী বলেছিল নাহিদ কর্মচারীদের ঘুষের ব্যাপারে
শিক্ষা মন্ত্রী নাহিদ সাহেবের মতো বলবেন, ঘুষ খাও কিন্তু কম কম খাও। নাকি? মেরিট এবিউজ করো কিন্তু কম কম করো, ব্যাপারটা কি এরকম?
ঠাট্টা বাদ দিলাম।
আরে মশাই ব্যাপারটা আপনি ঠিকই ধরেছেন। মেরিট কম অপব্যবহার না অপব্যবহার করাই যাবে না । ওই বানরের গল্প তো মনে হচ্ছে নাকি একবার এক চিড়াখানায় এক বানরকে আম দিয়েছিল বানরটি আমের আঁটি সহ খেয়ে ফেলেছিল পরে আর বাথরুম হয় না তারপর পাসা অপারেশন করার পর সেটি বের করা হয়েছে। তারপর থেকে কোন খাবার তাকে দিলে আগে নিতম্বের মধ্যে নিয়ে মাপ দেয় তারপর খায় ।
সেটাই আমি বললাম বদহজম যেন না হয় আর আগে দেখে নেবেন এরকম যেন না হয় পরে আর বের করতে পারতেছেন না। আমি মূলত তাদেরকে সতর্ক হয়ে যেতেই বলেছি ধরা পড়লে শেষ, কমিউনিটির মান-সম্মান এর ধিস্কিয়াও।  তাই বলে মেরিট কম অ্যাবিউজ এর উৎসাহ দেওয়া না না ভাই এটা না । Grin
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 15, 2023, 03:35:20 AM
তাদের উদ্দেশ্যে আমার কথা যে অনেকটা আমাদের শিক্ষা মন্ত্রী বলেছিল নাহিদ কর্মচারীদের ঘুষের ব্যাপারে

শিক্ষা মন্ত্রী নাহিদ সাহেবের মতো বলবেন, ঘুষ খাও কিন্তু কম কম খাও। নাকি? মেরিট এবিউজ করো কিন্তু কম কম করো, ব্যাপারটা কি এরকম?
ঠাট্টা বাদ দিলাম। এগুলো যে কতো টা সিরিয়াস ব্যাপার, এটা কিন্তু বুঝতেছে না। মানুষ যতই একাধিক একাউন্ট করুক না কেনো। একটা সময় এসে ধরা খেয়ে যাবে। তখন যদি প্রোফাইল চেক করে কোনো এবিউজ না পায়, কারো বাপের সাধ্য নেই ট্যাগ করার। করলেও সে ডিটি তে থাকার যোগ্য না। কিন্তু যদি একাউন্ট চেক করার পর দেখে এক একাউন্ট থেকে অন্য একাউন্ট এ মেরিট শেয়ার করছে, নিজেই নিজেকে কোট করে রিপ্লাই দিয়েছে, তখন তো ট্যাগ খেয়ে যাবে। আমাদের থ্রেড এ কয়েকদিন আগেই এরকম একটা কেস ছিলো। এখন দুই একাউন্ট ই ট্যাগ খেয়ে বসে আছে। ব্যাপার টা জোস না?
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 15, 2023, 03:29:02 AM
ভাই সবই ঠিক আছে। বাট আমি কিছু কথা যোগ করতে চাই। চুরি করলেও চুরিটা একটু চুরির মতো করা উচিত, এটা আমার কথা। সোজা বাংলায় এখানে professionalism বলতে কিছু রাখে নি। এমন ভাবে চুরি হচ্ছে যে চোরেরও নাক কাটা যাচ্ছে। চোর যদি এসব দেখতো তাহলে লজ্জায় মাটির নিচে মুখ লুকাতো।

হ্যা সবার সবার সাথে মিউচুয়াল understanding রাখা ভালো। যে আমাকে মেরিট দেয় তাকে gratitude হিসেবে মেরিট ব্যাক করা ভালো। বাট আজেবাজে সিটপোস্টে যে মেরিট দিবে এটা মেনে নেয়া যায়না। চাইলেই কিন্তু একটু ভালো কোয়ালিটির পোস্ট করা যায়। জাস্ট একটু চেষ্টা প্রয়োজন! বাট না!!! যে যাই পোস্ট করুন যে পোস্টই করুক, গনহারে মেরিট দেয়া শুধু করছে! আর এটা হাতের বাহিরে চলে যাচ্ছে। এতে করে আমাদের বোর্ডের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

মজার একটা বিষয় দেখলাম, যে হারে মেরিট পাচ্ছে একজন, তাতে সে ১ মাসে আরামসে ১০০ মেরিটে চলে যাবে, কিন্তু মজার বিষয় এদের কোনো এক্টিভিটিই নাই।  Grin আমি নিজের কথাই বলি আমি এখন ৮৪ এক্টিভিটিতে আছি। তারমানে আমার এখনো ২ মাস লাগবে ১২০ এক্টিভিটিতে যেতে। তো আমি যদি এই ২ মাসে/ ৬০ দিনে, ১ করেও মেরিট পাই তাহলে ১০০ তে পৌছে যাবো (বর্তমান ৬৫ মেরিট)।

এখন কথা হলো এমন কিছু একাউন্ট দেখলাম একেবাকে নিউ, এরা চাইলেও ১ মাসে full মেম্বার হবেনা, কারণ এক্টিভিটি কম। এদের মিনিমাম ২-৩ মাস লাগবে! তো ভাই আপনারা যারা আছেন তারা যদি এই ৯০ দিন কষ্ট করেন তাহলে তো ইমনিই full মেম্বারে চলে যাচ্ছেন! Farming করার দরকার কি? আপনি চাইলেও তো full এ যেতে পারবেন না, ৩ মাস অপেক্ষা না করে। এতটুকুও কি ধৈর্য নাই?

এখনো সময় আছে শুধরানোর। শুধরে গেলে কেউ অতীতের কিছু মনে রাখবে না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 15, 2023, 02:46:09 AM
snip
আসলে আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো আসলে ঠিক আছে মানে এদেরকে সতর্ক করে দেওয়া উচিত না হলে শুধু এরা না আমাদের পুরো কমিউনিটি নিয়ে ডুবাবে মান সম্মান যাবে। Learn Bitcoin ভাইয়ের মনেও চলতেছে এইসব কথা চলতেছে ,ওইসব বলতে চায় এখন আমি বলি আমিও ওইসব অনেক আগে থেকে দেখতেছি মন অনেক কিছু বলতেও চায় অনেকজনকে, কিন্তু চুপ রয়েছি আমার মনে হয় আমার ওপরের সিনিয়রগন যারা আছে তারাও এইসব ব্যাপারে নজরদারি করতেছেন।
তবে আমার চুপ থাকার কারন হচ্ছে কি আমাদের কমিউনিটি এখন ভালই গ্রো করতেছিল এক্টিভিটি থেকে শুরু করে মেরিট এর কথা যদি বলি সবকিছুই অনেক ঊর্ধ্বে যাইতেছে তাই এইসব নিয়ে আমি আর কোন কিছু বলিও না এখন যারা এসব করতেছে তাদের উদ্দেশ্যে আমার কথা যে অনেকটা আমাদের শিক্ষা মন্ত্রী বলেছিল নাহিদ কর্মচারীদের ঘুষের ব্যাপারে হয়তোবা।
মানে আমি কিন্তু পোলাও খাইতে খুব পছন্দ করি কিন্তু প্রতিদিন যদি পোলাও খাই খাই  পরিমাণের বেশি খাই তাহলে আমি হয়তোবা কোন রোগে আক্রান্ত হব হয়তোবা আমার পেট খারাপ হবে, আবার সব সেইগুলা বের হয়ে যাবে বরং খরচ পাতি আরো বেশি হবে। সো তাদেরকে বলছে সতর্ক হয়ে যান কিন্তু আমি এইসব ব্যাপারে বেশি কথাবার্তা বলিনি জাস্ট ফর আমাদের কমিউনিটি কমিউনিটি যেন আবার ধ্বংস না হয়ে যায় বাংলাদেশ লোকাল বোর্ড অনেক এগিয়ে গিয়েছে এখন অল্টারনেটিভ একাউন্ট যারা করেছেন ফোরামে যদি অনুমতি দিয়ে থাকে ঠিক আছে তবে মেরিট দ্বারা  অপব্যবহার করবেন না ।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 15, 2023, 01:01:39 AM
sr. member
Activity: 490
Merit: 294
September 15, 2023, 12:56:45 AM
যৌতুকের ভয়াবহতা,
~কাট~
আজকাল পত্রিকা বা ফেসবুক ঘাঁটলেই যে বিষয়টি ব্যাপকভাবে চোখে পড়ে তা হলো যৌতুক প্রথার বলি নারী। যৌতুকের দাবিতে তাদের ভয়াবহ নির্যাতন করা হয় কিংবা কখনো জীবননাশের মতো নির্মম পাশবিকতার খবরও পাওয়া যায়। কেন নারীর প্রতি এ আক্রোশ, কেন এই ভয়াবহ লোভী মানসিকতা? কেন নিজের ঘর-সংসার ছেড়ে পরম বিশ্বস্ততায় যার হাত ধরে স্বপ্নে বিভোর হয়ে থাকে একজন নারী, ভোর হওয়ার আগেই সে স্বপ্নের করুণ সমাপ্তি ঘটে? কেন নারীকে পরিণত করা হয় ক্রয়-বিক্রয়ের পণ্যরূপে? আমাদের পারিবারিক জীবনে, সমাজ জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনেও ভয়াবহ এক অভিশাপ হিসেবে বিরাজ করছে এ যৌতুক প্রথা। যৌতুক এমন এক বিষ, যার ক্রিয়ায় অনেক নিরপরাধ ও অবুঝ প্রাণ অকালে ঝরে গেছে। এটি আমাদের জন্য সত্যিই খুবই লজ্জাজনক ব্যাপার, মানবসভ্যতার এক অন্ধকার অধ্যায়।
দেশ যেহেতু ডিজিটাল হয়েছে তাই মানুষ এখন ডিজিটাল পদ্ধতিতে যৌতুক গ্রহণ করছে, আগে যৌতুকের বিষয়ে খোলাখুলি ভাবে আলোচনা করা হতো কিন্তু এখন সরাসরি ভাবে যৌতুক চাওয়া হয় না কিন্তু পাত্রপক্ষের গার্জিয়ানরা যৌতুক চাওয়ার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করে। এখন পাত্রপক্ষ থেকে কন্যা পক্ষদের বলা হয় আমরা যৌতুক হিসেবে কিছু চাই না কিন্তু আপনারা ছেলেকে যা দিবেন ওটা আপনার মেয়েরই থাকবে, ছেলে দূরে চাকরি করে এই মুহূর্তে ছেলের যদি একটা বাইক হত তাহলে ছেলের জন্য অনেক ভালো হতো অর্থাৎ আগে যেখানে ডাইরেক্টলি যৌতুক যাওয়া হতো এখন সেখানে ইনডাইরেক্টলি যৌতুক চাওয়া হয় কিন্তু যৌতুক প্রথা কিন্তু শেষ হয়নি। শহর অঞ্চলে যৌতুকের প্রথা কমে আসলেও গ্রাম অঞ্চলে এখনো যৌতুকের প্রথা চালু আছে। আমি একটা জিনিস বুঝি না যৌতুক কি কারো বাপের অধিকার নাকি অথবা পাত্রপক্ষের বাবা কি কন্যা পক্ষের বাবার কাছে অর্থ ইনকাম করে দিয়ে আসছে নাকি যে তারা মেনে নেওয়ার ক্ষেত্রে অর্থ দাবি করে। ঘুষ খাওয়া এবং ঘুষ দেওয়া যেমন সমান অপরাধ তেমনি যৌতুক দেওয়া এবং যৌতুক নেওয়া ও সমান অপরাধ তাই আমাদেরকে এই ধরনের লজ্জাজনক কাজ থেকে বের হয়ে আসতে হবে।
sr. member
Activity: 546
Merit: 268
September 14, 2023, 10:08:02 PM

এই ফোরামটা এমন একটি স্পেস যেখানে কেউ একবার প্রবেশ করলে সেই ফোরামের বলয় পেরিয়ে সে বাহিরে থাকতে পারবে না। বিশেষ করে যারা ফোরামে একবার প্রবেশ করে ফোরামের টাকা উপার্জন করেছে সে কখনো ফোরাম থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবেনা। হ্যাঁ এটা সত্য আমাদের বাংলাদেশ কমিউনিটিতে মাল্টি অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। অলট বর্তমানে তৈরি হচ্ছে এমনটি নয় বরং অতীতেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ওলট একাউন্ট তৈরি করা বন্ধ করা কখনো পসিবুল না।এই কমিউনিটিতে আপনার, আমার ওলট একাউন্ট বন্ধ করা সম্ভব হবে কিভাবে বলেন।ধরেন আমি অতীতে একটি একাউন্ট ছিল এবং সেই একাউন্ট দিয়ে আমি একটি সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতাম এবং প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেতাম। হঠাৎ করে সেই অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেল অথবা অসদুপায় অবলম্বনের জন্য সেই একাউন্ট পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল। তাহলে তাহলে বলেন তো ওই একাউন্টের মালিক নিজেকে আর বসে রাখবে না বরং সে আরেকটি অল্টারনেটিভ একাউন্ট তৈরি করে ফোরামের কাজে লেগে যাবে মেরিট বাড়ানোর জন্য। অবশ্য বাংলাদেশ কমিউনিটিতে বিগত কয়েক মাসে বেশ কয়েকটি অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান্ড হয়েছে সে কারণে হয়তো এখানে কিছুটা অল্টারনেটিভ একাউন্ট তৈরি হচ্ছে।
অল্টারনেটিভ একাউন্ট তৈরি করা ফোরামে বৈধতা আছে কিন্তু ওই অল্টারনেটিভ একাউন্টের দ্বারা বেশকিছু নিষিদ্ধ কাজ আছে যেগুলা করা যাবে না। একই ক্যাম্পেনে আপনার অল্টারনেটিভ অ্যাকাউন্ট গুলো ইনরোল করা যাবে না। একে অন্যের মেরিট ট্রান্সফার করা যাবে না। আরো অনেকগুলো বহুবিধ কারণ আছে যেগুলো অল্টারনেটিভ একাউন্ট তৈরির জন্য নিষিদ্ধ।
sr. member
Activity: 616
Merit: 322
September 14, 2023, 09:40:53 PM
একটা কথা বলতে চাই না তারপরও বলতে হয়। কিছুদিন যাবত দেখা যাইতেছে এখানে কয়েকজন হিউজ পরিমানে আল্ট একাউন্ট বানাইতেছেন। আর নিজেই নিজের একাউন্ট থেকে মেরিট নিয়ে তাড়াতাড়ি র‍্যাংক আপ করার চেষ্টা করতেছেন। ভাই আপনারা যতই নিজেকে চালাক মনে করেন। আপনাদের সব কর্মকান্ডই কিন্তু স্পষ্টভাবে বোঝা যাইতাছে। তাই যাই করেন একটু সতর্কতার সাথে কইরেন। নইলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। কোনো পোস্টে মেরিট দেওয়া অপরাধ না। তয় আপনারা এমন পোস্টে মেরিট দেওয়া শুরু করছেন। যার কারণে আপনারা নিজেরাই বিপদে পড়বেন। মনে রাইখেন দ্রুত কোন কিছুই ভালো না। লাউ গাছ দেখবেন খুব দ্রুত বড় হয় আবার একটু বাতাস আসলেই পড়ে যায়। আর বাশ দেখেন ধীরে ধীরে বড় হয় কিন্তু বাতাশে কিছু হয় না। তাই আপনারা লাউ গাছ হয়েন না বাশ হবার চেষ্টা করেন। লাউ গাছ দিয়ে এই বাংলা থ্রেডের কোন লাভ হবে না উল্টা দুন্নাম হবে।

মাল্টি অ্যাকাউন্টে মেরিট ট্রান্সফার করা, স্বজন প্রীতি এইগুলা কিছুদিন ধরে অনেক বেশি পরিমাণে বাইরা গেছে। আপনাদের কিছুই বলার নাই কারণ আপনারা বাঙালি। তবে একটা কথা বলি যে বাংলা থ্রেড এখন কিছুটা উন্নতির পথে তাই এই সময় আইসা বাংলা বোর্ডকে আর ডাবাইয়েন না।
আমি এর আগেও মনে হয় কোনো একটা পোষ্ট এ বলেছিলাম, আমি যেসব জিনিসগুলো মনে মানে ভাবি, আপনি সেই ব্যাপারগুলো পোষ্ট করে ফেলেন। আপনার ভাবনার সাথে আমার চিন্তার অনেক মিল আছে। যাই হোক, আলোচ্য বিষয়ে আসা যাক। একজন যদি ১০ টা একাউন্ট করে আমার তাতে কোনো সমস্যা নাই। কারন ফেরাম যদি তাকে ১০ টা একাউন্ট করার পারমিশন দেয়, আমার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি সেই ১০ টা একাউন্ট ব্যাবহার করে এক আইডি থেকে অন্য আইডি তে মেরিট দেয়, এক আইডি থেকে পোষ্ট করে আবার নিজেই তার আরেক আইডি তে রিপ্লাই দেয়, এগুলো ট্যাগ খাওয়ার মতো অফেন্স।
আপনি আমার মাথা হ্যাক করছেন নয়লে আমি আপনার মাথা হ্যাক করছি ব্যাপারটা তাইলে এমন দারাইতেছ  Cheesy ফোরাম আল্ট ব্যবহারে বাধা দেয় না আর আল্ট একাউন্ট ব্যবহার করা কোন অপরাধ না। তবে ফোরাম আর্ট একাউন্ট ব্যবহার করার বিষয়টি এজন্যই অনুমতি দিয়েছে  ইউজাররা যেন এক এক পারপাসের জন্য এক এক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে। তবে আমরা বাঙালি আমাদের যতগুলোই উল্ট অ্যাকাউন্ট থাকুক না কেন আমাদের অন্য কোন উদ্দেশ্য নেই উদ্দেশ্য একটাই তা হলো সিগনেচার ক্যাম্পেন করা। কেউ যদি তার মাল্টি অ্যাকাউন্ট দিয়ে শুধুমাত্র সিগনেচারে এপ্লাই করে তাহলে এটা অবশ্যই স্পামিং এর কাতারে পরে। এখানে যতগুলো একাউন্ট Full Member + র‍্যাংক অর্জন করছে তার ৮০% নিজেই তার মাল্টি অ্যাকাউন্টগুলোতে সব আবর্জনা মার্কা পোস্টের মাধ্যমে মেরিট এক্সচেঞ্জ করে শুধু একাউন্ট বানাইয়া জাইতেছে। এর জন্য এখানে পোস্ট করতে আইসা আবার না কইরাই ফিরা যাই এইসব কাহিনি দেইখা।

Quote
এখন কথা হলো মানুষ বুঝবে কেমনে আমার অনেক একাউন্ট আছে? আরে ভাই মানুষ কি ভোদাই? প্রত্যেকটা একাউন্ট এর মেরিট সেকশনে গেলেই দেখা যাচ্ছে কে কোন একাউন্ট এ আর কোন পোষ্ট এ মেরিট দিচ্ছে। কারো যদি কমন সেন্স থাকে, সেই বুঝতে পারবে কোনটা কার অল্টারনেটিভ একাউন্ট। আমার কথা হলো আপনার ১০০ একাউন্ট থাকুক সমস্যা নাই। কিন্তু একাউন্ট দিয়ে এসব ভন্ডামি বন্ধ না করলে বিপদে পড়া লাগবে।
যে অ্যাকাউন্ট গুলা রিসেন্টলি ফুল মেম্বার হয়েছে আর ফুল মেম্বার হওয়ার পথে এই অ্যাকাউন্ট গুলার মেরিট হিস্ট্রিতে গেলেই দেখা যাইতেছে যে কে কার আল্ট। আর এরা হয়তো বা ভাবতেছে যে ১২০ দিন কোনভাবে বাইচা গেলেই মেরিট হিস্ট্রি থেকে এগুলো মুছে যাব। তারপর আর কোনো ঝামেলা থাকবো না। তবে তারা জানে না যে Bpip, ninjastic, Loyce club এই টুলস গুলোর পাওয়ার কত। কেউ পোস্ট এডিট করলেও সেটি এখানে রেকর্ড থাকে আর তো মেরিড হিস্ট্রি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 14, 2023, 09:25:25 PM
একটা কথা বলতে চাই না তারপরও বলতে হয়। কিছুদিন যাবত দেখা যাইতেছে এখানে কয়েকজন হিউজ পরিমানে আল্ট একাউন্ট বানাইতেছেন। আর নিজেই নিজের একাউন্ট থেকে মেরিট নিয়ে তাড়াতাড়ি র‍্যাংক আপ করার চেষ্টা করতেছেন। ভাই আপনারা যতই নিজেকে চালাক মনে করেন। আপনাদের সব কর্মকান্ডই কিন্তু স্পষ্টভাবে বোঝা যাইতাছে। তাই যাই করেন একটু সতর্কতার সাথে কইরেন। নইলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। কোনো পোস্টে মেরিট দেওয়া অপরাধ না। তয় আপনারা এমন পোস্টে মেরিট দেওয়া শুরু করছেন। যার কারণে আপনারা নিজেরাই বিপদে পড়বেন। মনে রাইখেন দ্রুত কোন কিছুই ভালো না। লাউ গাছ দেখবেন খুব দ্রুত বড় হয় আবার একটু বাতাস আসলেই পড়ে যায়। আর বাশ দেখেন ধীরে ধীরে বড় হয় কিন্তু বাতাশে কিছু হয় না। তাই আপনারা লাউ গাছ হয়েন না বাশ হবার চেষ্টা করেন। লাউ গাছ দিয়ে এই বাংলা থ্রেডের কোন লাভ হবে না উল্টা দুন্নাম হবে।

মাল্টি অ্যাকাউন্টে মেরিট ট্রান্সফার করা, স্বজন প্রীতি এইগুলা কিছুদিন ধরে অনেক বেশি পরিমাণে বাইরা গেছে। আপনাদের কিছুই বলার নাই কারণ আপনারা বাঙালি। তবে একটা কথা বলি যে বাংলা থ্রেড এখন কিছুটা উন্নতির পথে তাই এই সময় আইসা বাংলা বোর্ডকে আর ডাবাইয়েন না।

আমি এর আগেও মনে হয় কোনো একটা পোষ্ট এ বলেছিলাম, আমি যেসব জিনিসগুলো মনে মানে ভাবি, আপনি সেই ব্যাপারগুলো পোষ্ট করে ফেলেন। আপনার ভাবনার সাথে আমার চিন্তার অনেক মিল আছে। যাই হোক, আলোচ্য বিষয়ে আসা যাক। একজন যদি ১০ টা একাউন্ট করে আমার তাতে কোনো সমস্যা নাই। কারন ফেরাম যদি তাকে ১০ টা একাউন্ট করার পারমিশন দেয়, আমার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি সেই ১০ টা একাউন্ট ব্যাবহার করে এক আইডি থেকে অন্য আইডি তে মেরিট দেয়, এক আইডি থেকে পোষ্ট করে আবার নিজেই তার আরেক আইডি তে রিপ্লাই দেয়, এগুলো ট্যাগ খাওয়ার মতো অফেন্স।

এখন কথা হলো মানুষ বুঝবে কেমনে আমার অনেক একাউন্ট আছে? আরে ভাই মানুষ কি ভোদাই? প্রত্যেকটা একাউন্ট এর মেরিট সেকশনে গেলেই দেখা যাচ্ছে কে কোন একাউন্ট এ আর কোন পোষ্ট এ মেরিট দিচ্ছে। কারো যদি কমন সেন্স থাকে, সেই বুঝতে পারবে কোনটা কার অল্টারনেটিভ একাউন্ট। আমার কথা হলো আপনার ১০০ একাউন্ট থাকুক সমস্যা নাই। কিন্তু একাউন্ট দিয়ে এসব ভন্ডামি বন্ধ না করলে বিপদে পড়া লাগবে।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 14, 2023, 09:08:40 PM
~snip~

যত প্রেডিকশন এর কথাই বলেন, সবই আসলে অনুমান। এখানে কয়জন এ্যানালাইসিস করে প্রেডিকশন দেয়? হাতে গোনা কয়েকজন আছে যারা মূলত এ্যানালাইসিস করে প্রেডিক্ট করে। তারপরেও তাদের প্রেডিকশন যে সত্যি হবে সেটার ও কোনো নিশ্চয়তা নেই। প্ল্যান বি এর কথা অনেকেই জানেন মনে হয়। তিনি তো বিটকয়েন ১০০ কে হবে সেটা অনেক আগে প্রেডিক্ট করেছেন। বিটকয়েন কি ১০০কে হিট করেছে? করে নাই। প্ল্যান বি কে এই সময়ের সবচাইতে জনপ্রিয় বিটকয়েন এ্যানালিষ্ট হিসেবে ধরা হয়। তবুও তার প্রেডিকশন ১০০ ভাগ সঠিক হয় না। তাহলে আমরা যারা দুই শুক্রবার ধরে মারকেট এ আসছি, আমাদের প্রেডিকশনের ওপর ডিপেন্ড করে কি আপনার সিদ্ধান্ত নেয়া ঠিক হবে? এজন্য দেখবেন সবাই বলে ডু ইউর অউন রিসার্চ! দিস ইজ নট ফাইনান্সিয়াল এডভাইজ!

আমি আসলে এখানে বলতে চাইছিলাম যেটা যে টেকনিক্যাল এনালাইসিস করে থাকে তাদের কয়েকটা রেঞ্জ থাকে, এই কয়েকটা রেঞ্জের মধ্যে যে প্রেডিকশন গুলা হয়ে থাকে তাদের মধ্যে যে কোন একটা হয়তো খুব দ্রুত বা লং টাইম যেটাই প্রেডিকশন করে থাকুক না কেন, একটা না একটা সঠিক হয় তো আপনি যখন টেকনিক্যাল এনালাইসিস করে প্রেডিকশন করবেন তখন সেটা কিছুটা হলেও কাছাকাছি একটা অনুমান ধরা যায়,
যে সেখানে একটা মানদন্ড দাঁড় করানো সম্ভব, কিন্তু যখন আপনি শুধু অনুমানের উপর ভিত্তি করে বলবেন এবং যখন বলবেন যে বিটকয়েন ৳১মিলিয়ন অতিক্রম করবে বা তার বেশি ডলার অতিক্রম করবে তখন এটা আসলে অনেক খারাপ একটা দিক কারণ দাম কমেও যেতে পারে,
আর আপনি যদি টেকনিক্যাল এনালাইসিস পারেন বা বোঝেন বা যারা জানে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনি লস করলে সেটা খুব দ্রুত রিকভার করতে পারছেন এবং আপনার লস করলেও সেটা পরিমাণ খুব কম হবে, কিন্তু যারা শুধু আবেগের বসে ইনভেস্ট করে তাদের ক্ষেত্রে লসের পরিমাণটা অনেক বেশি হয় এবং রিকভারি করার কোন ধরনের সম্ভাবনা থাকে না।

টেকনিক্যাল এনালাইসিস করে থাকে,তাদের মধ্যে একটা প্রবণতা থাকে তারা রিক্স ফ্যাক্টর গুলা একটু দেখেশুনে তারপরে ইনভেস্ট করে এবং লাভ লস কত পার্সেন্ট নিবে এটা নির্ধারণ করে, টেকনিক্যাল এনালাইসিস এর উপর নির্ভর করে এবং এখানে অনেক ধরনের হিসাব করে তারপরে তারা একটা সিদ্ধান্তে আসে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা ট্রেড ওপেন করে বা ইনভেস্ট করে থাকে।

আর মার্কেটে আগে আসছেন বা পরে এটা কোন বিষয় না, আমি মনে করি যে আপনি যদি দক্ষ হতে পারেন তাহলে অল্প সময়েও আপনার ভালো কিছু হতে পারে বা করতে পারেন, যদি আপনার চেষ্টা থাকে এবং আপনি ভালো কারো সহযোগিতা পান তাহলে আপনি দ্রুত ভালো কিছু করতে পারবেন, যেমন আমার নিজের কথাই বলি আমার অনেক পরে এসেও অনেকে অনেক বড় রেঙ্ক অর্জন করেছে এবং এমনকি হিরো বা লেজেন্ডারিও হয়ে গেছেন অনেকে, কিন্তু আমি এখনো ফুল মেম্বার হতে পারেনি এটা একটা উদাহরণ হতে পারে যে আসলে সময়টা কোন বিষয় না।


সোর্সঃ বিভিন্ন সোর্স থেকে নিজের মতো করে লেখা।(টপিক ট্রেডিং এবং টেকনিক্যাল আনালাইসিস)।
sr. member
Activity: 616
Merit: 322
September 14, 2023, 09:06:23 PM
একটা কথা বলতে চাই না তারপরও বলতে হয়। কিছুদিন যাবত দেখা যাইতেছে এখানে কয়েকজন হিউজ পরিমানে আল্ট একাউন্ট বানাইতেছেন। আর নিজেই নিজের একাউন্ট থেকে মেরিট নিয়ে তাড়াতাড়ি র‍্যাংক আপ করার চেষ্টা করতেছেন। ভাই আপনারা যতই নিজেকে চালাক মনে করেন। আপনাদের সব কর্মকান্ডই কিন্তু স্পষ্টভাবে বোঝা যাইতাছে। তাই যাই করেন একটু সতর্কতার সাথে কইরেন। নইলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। কোনো পোস্টে মেরিট দেওয়া অপরাধ না। তয় আপনারা এমন পোস্টে মেরিট দেওয়া শুরু করছেন। যার কারণে আপনারা নিজেরাই বিপদে পড়বেন। মনে রাইখেন দ্রুত কোন কিছুই ভালো না। লাউ গাছ দেখবেন খুব দ্রুত বড় হয় আবার একটু বাতাস আসলেই পড়ে যায়। আর বাশ দেখেন ধীরে ধীরে বড় হয় কিন্তু বাতাশে কিছু হয় না। তাই আপনারা লাউ গাছ হয়েন না বাশ হবার চেষ্টা করেন। লাউ গাছ দিয়ে এই বাংলা থ্রেডের কোন লাভ হবে না উল্টা দুন্নাম হবে।

মাল্টি অ্যাকাউন্টে মেরিট ট্রান্সফার করা, স্বজন প্রীতি এইগুলা কিছুদিন ধরে অনেক বেশি পরিমাণে বাইরা গেছে। আপনাদের কিছুই বলার নাই কারণ আপনারা বাঙালি। তবে একটা কথা বলি যে বাংলা থ্রেড এখন কিছুটা উন্নতির পথে তাই এই সময় আইসা বাংলা বোর্ডকে আর ডাবাইয়েন না।
hero member
Activity: 840
Merit: 522
September 14, 2023, 08:23:09 PM
এখানে বেশিরভাগ পেডিকশনগুলো অনুমানের উপর ভিত্তি করেই হয়, যে কারণে আমরা যদি চাই তারপরও অনেক কিছু থেকে সতর্ক থাকা সম্ভব না, তবে কোন সময় ইনভেস্ট করা গুরুত্বপূর্ণ এটা বোঝা একটা কঠিন ব্যাপার, যারা দীর্ঘদিন ধরে এখানে আছেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে নতুনদের জন্য একটু সুবিধা হবে এবং যারা একটু ভালো বোঝেন তারা যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন তাহলে নতুনরা ইনভেস্ট করতে সাহস পাবে অনেক, অন্যথায় দাম বারতে দেখলে কিনবে আর কমে যাবে তখন তারা বিক্রি করবে।

যত প্রেডিকশন এর কথাই বলেন, সবই আসলে অনুমান। এখানে কয়জন এ্যানালাইসিস করে প্রেডিকশন দেয়? হাতে গোনা কয়েকজন আছে যারা মূলত এ্যানালাইসিস করে প্রেডিক্ট করে। তারপরেও তাদের প্রেডিকশন যে সত্যি হবে সেটার ও কোনো নিশ্চয়তা নেই। প্ল্যান বি এর কথা অনেকেই জানেন মনে হয়। তিনি তো বিটকয়েন ১০০ কে হবে সেটা অনেক আগে প্রেডিক্ট করেছেন। বিটকয়েন কি ১০০কে হিট করেছে? করে নাই। প্ল্যান বি কে এই সময়ের সবচাইতে জনপ্রিয় বিটকয়েন এ্যানালিষ্ট হিসেবে ধরা হয়। তবুও তার প্রেডিকশন ১০০ ভাগ সঠিক হয় না। তাহলে আমরা যারা দুই শুক্রবার ধরে মারকেট এ আসছি, আমাদের প্রেডিকশনের ওপর ডিপেন্ড করে কি আপনার সিদ্ধান্ত নেয়া ঠিক হবে? এজন্য দেখবেন সবাই বলে ডু ইউর অউন রিসার্চ! দিস ইজ নট ফাইনান্সিয়াল এডভাইজ!
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 14, 2023, 08:13:05 PM
এ সকল ভবিষ্যৎবাণী আপাতত সুদূর ভবিষ্যতে সম্ভব কিন্তু ২০২৪ সালে অবাস্তব অবাস্তব বলে মনে হচ্ছে। যা হোক বিটকয়েন ভবিষ্যতে বৃদ্ধি পাবে কিন্তু এত বেশি বৃদ্ধি পাবে এমনটি ভাবতে গেলে নিজের কাছে কেমন যেন কাল্পনিক জগতে রয়েছে বলে মনে হয়।

যেভাবে সবাই প্রেডিকশন করছে তাতে ২০২৪ সালে বিটকয়েনের দাম কোথায় যে ঠেকবে এটা বলা কঠিন, কিন্তু ২০২৪ সালে যদি বিটকয়েনের দাম নাও বাড়ে তারপরও আশা করা যায় ২০২৫ অথবা ২০২৬ সালের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করবে, এবং পৃথিবীতে ইতিহাসের বড় মার্কেট দখল করতে যাচ্ছে কোন সন্দেহ নেই, আমরা বেশিরভাগ আলোচনা করে থাকি বিটকয়েনের দাম কমবে বা বাড়বে, এগুলা নিয়ে কিন্তু বিটকয়েনের একটা শক্ত অবস্থান তৈরী হয়, ফলে দাম বাড়তে থাকে এবং বিটকয়েনের দাম বেড়েই চলবে তাই আমরা বলতে পারি,
২০২৪ সালের মধ্যে যদি বিটকয়েনের দাম নাও বাড়ে, বা খুব ভালো পর্যায়ে নাও যায, তাহলে হয়তো ২০২৫ এর অথবা ২০২৬ সালের মধ্যে ভালো একটা বাজার দখল করবে এখানে কোন ধরনের সন্দেহ নেই, অতএব শর্ট টাইমে যে সকল প্রেডিকশন এগুলো না দেখাই ভালো এবং যদি সম্ভব হয় তাহলে বিটকয়েন সঞ্চয় করা ভালো।

~কাট

সুতরাং এইসব থেকে দূরে থাকেন এবং নিজের মত করে এনালাইসিস করে ইনভেস্ট করেন। এইটাই প্রথম কারণ FOMO তে জড়িয়ে পরার। সুতরাং সাবধান হয়ে যান আগে থেকেই।

এখানে মূল সমস্যা হচ্ছে যে আমাদের দেশে বা বাংলাতে বিটকয়েন ইনভেস্ট করা এবং হচ্ছে, বিটকয়েন নিয়ে মোটামুটি ভালো অবস্থানে যাওয়ার জন্য পরামর্শ বলেন এবং ভালো একটা গাইডলাইন বলে্‌ এই ধরনের কোন ব্যবস্থা নেই এই কারণে অনেকেই যদি একটু বেশি প্রেডিকশন দেয় তাহলে সেটা সঠিক কিনা সঠিক কিনা যাচাই করা যায় না।

এখানে বেশিরভাগ পেডিকশনগুলো অনুমানের উপর ভিত্তি করেই হয়, যে কারণে আমরা যদি চাই তারপরও অনেক কিছু থেকে সতর্ক থাকা সম্ভব না, তবে কোন সময় ইনভেস্ট করা গুরুত্বপূর্ণ এটা বোঝা একটা কঠিন ব্যাপার, যারা দীর্ঘদিন ধরে এখানে আছেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে নতুনদের জন্য একটু সুবিধা হবে এবং যারা একটু ভালো বোঝেন তারা যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন তাহলে নতুনরা ইনভেস্ট করতে সাহস পাবে অনেক, অন্যথায় দাম বারতে দেখলে কিনবে আর কমে যাবে তখন তারা বিক্রি করবে।


সোর্সঃ বিভিন্ন সোর্স থেকে নিজের মতো করে লেখা।
Jump to: