মানে আমি বলতে চাচ্ছি যে ক্রিপ্টো কারেন্সি বিষয়ক অধিকাংশ জিনিস কি google এবং ইউটিউবে দেওয়া আছে সঠিকভাবে। নাকি আমাদের সিনিয়রদের পোস্টগুলো পড়ে তারপর অভিজ্ঞতা অর্জন করতে হবে।
Google, Youtube, ChatGPT সব জায়গা থেকেই আপনে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারবেন তবে সেটি থাকবে একটি নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে কারন গুগলে আপনি হিউজ আর্টিকেল পেতে পারেন ইউটিউবে কিছু ভিডিও পেতে পারেন তবে আপনি আপনার মনে থাকে প্রশ্নের উত্তর সেখানে সহজে খুজে পাবেন না। আর এ কারনেই এই ফোরাম অনেকটা হেল্পফুল এই দিক থেকে আপনে এখানে আপনার মনে থাকে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। এখানে আপনাকে এক এক জন এক এক ভাবে আপনার প্রশ্নের উত্তর দেবে সেখান থেকে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত উত্তর খুইজা পাবেন।
প্রথম কথা হচ্ছে যে সকল বোর্ড আছে সব বোর্ডে পিন পোস্টে যেগুলো দেওয়া আছে বা মার্ক করা আছে সেগুলো আপনি আগে পড়বেন, সেখানে রেফারেন্সে যে ধরনের বোর্ডগুলা পড়তে বলা হয়েছে সেগুলো পড়বেন।
অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অনেক পোস্ট আছে যেগুলো হচ্ছে পুরোপুরি ইংলিশ এবং আমেরিকান ইংলিশ বা ব্রিটিশ ইংলিশে লেখা, আমরা যেহেতু বাঙালি তাই আমেরিকান ইংলিশ খুব একটা ভালো বোঝেনা, সে ক্ষেত্রে আপনি যদি কোন কিছু না বুঝতে পারেন তাহলে সেটা "কোট" করে বাংলা থ্রেডে পোস্ট করতে পারেন, যারা ইংরেজি ভালো বোঝে কেউ না কেউ আপনাকে সহযোগিতা করবে এখানে কোন সমস্যা নেই।
ফরমেটঃ
[quote]আপনি যেটা বুঝতে পারেন নি সেই তথ্য। [/quote]
আপনি যদি এভাবে পোস্টে ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন যে দু-এক মাসের মধ্যে বা দু চার মাসের মধ্যে আপনি ভালো কিছু করে ফেলেছেন, আর বিটকয়েন টাকে তাড়াহুড়া করা ঠিক না, কারণ অনেকদিন আগে এক বড় ভাই বলেছিল যে দুই বছর আগে শুধু পড়াশোনা করেন, তারপরে আপনি দেখবেন এমনিতে একটা ভালো অবস্থান তৈরি করে ফেলেছেন তো সেই কথাটা আজকে দুই বছর পরে আমার ক্ষেত্রে সত্যি হয়েছে।
একটু ধৈর্য ধরে পোস্ট করেন এবং অপেক্ষা করেন পোস্টে কোয়ালিটি বাড়ানো সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে জানেন এবং শেয়ার করেন, কিছু ক্ষেত্রে সোর্স ব্যবহার করেন যে সোর্স থেকে আপনি নিয়েছেন তথ্যটি এবং নিজের মত করে লেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন এমনিতেই আপনি ভালো একটা অবস্থান তৈরি করে ফেলতে পারবেন, আর নতুন অ্যাকাউন্ট হিসেবে এত তাড়াহুড়া করা মোটেও ঠিক না।
আপনার এই ছবিটা দেখে আমার একটা ঘটনা মনে হয়ে গেল যে নেপোলিয়নের সাথে বিটকয়েনের সরাসরি সম্পর্ক নেই কিন্তু তারপরও তার যুদ্ধে যে কলা কৌশল সেখানে ক্রিপ্টো এর সাথে একটা সম্পর্ক আছে।
বাংলাদেশ আর্মি তে "ক্রিপ্টো সংকেত" বলে একটা সংকেত আছে যেটা বিশেষ যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়, এবং বিশেষ যুদ্ধের একটা ভাষা হিসেবে ক্রিপ্ট ও সেখানে ব্যবহার করা হয় যেটা বাংলাদেশ আর্মিতে ইন্টেলিজেন্সি এবং চৌকস যারা বা স্পেশাল ফোর্সে আছে তাদের ক্ষেত্রে শুধু ট্রেনিং টা দেওয়া হয়, এবং সে ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এই ভাষাটা তারাই বোঝে যারা বিশেষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকে।
যারা বিশেষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকে তাদেরকে স্পেশাল ফোর্স হিসেবে আর্মিতে গণ্য করা হয়, এবং তাদের ক্ষেত্রেই ক্রিপ্টো সংকেতটি ব্যবহার করা হয় এবং ক্রিপ্টো সংকেতের মাধ্যমে বিশেষ যুদ্ধের একটা ভাষা দেওয়া থাকে, যেটি শুধুই সংকেত যারা বোঝে বা এই সম্পর্কে যাদের প্রশিক্ষণ আছে শুধুমাত্র তারাই সেটার অর্থ বুঝতে পারবে।
যেমন মনে করেন একটি শব্দ দিয়ে পুরো একটি বাক্যকে বোঝানো হয়, বা কয়েকটা অক্ষর ব্যবহার করে পুরো কয়েক লাইন কথা বোঝানো হয় এমন সংকেতগুলা শুধুমাত্র ক্রিস্টো সংক্ষেপে ব্যবহৃত হয়, এটা অনেক আগে থেকে আছে ব্রিটিশরা তাদের শাসন আমলে এটা তৈরি করে গিয়েছিলো, যা আর্মিতে "স্পেশাল ফোর্স" বা "আর্মি ইন্টেলিজেন্স" বলা হয়। যার বর্তমান রূপ হচ্ছে "ডিজিএফআই" বা (DGFI=Directorate General of Forces Intelligence)।
সোর্সঃ ১ঃ বিটকয়েনটল্ক সম্মিলিত পোস্ট থেকে নেয়া ও নিজের মতো লেখা।
সোর্সঃ ২ঃ বাংলাদেশ শীর্ষ গোওয়েন্দা সংস্থার (NSI=National Security Intelligence) ও (DGFI=Directorate General of Forces Intelligence) এর অভ্যন্তরীণ কার্যক্রম থেকে নেয়া।
ধন্যবাদ।