Author

Topic: বাংলা (Bengali) - page 156. (Read 5720046 times)

full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 17, 2023, 02:47:39 AM
আমরা জানি যে, ক্রিপ্টো কারেন্সি মানে শুধু বিটকয়েন কে বোঝানো হয় না। তবে ক্রিপ্টোকারেন্সিতে অনেক কিছু বোঝার এবং শেখার আছে। আমরা যদি ক্রিপ্টো কারেন্সি তে কোন কিছু না বুঝি তাহলে কি গুগল এবং ইউটিউবের সার্চ করলে সেগুলো পাওয়া যাবে।
মানে আমি বলতে চাচ্ছি যে ক্রিপ্টো কারেন্সি বিষয়ক অধিকাংশ জিনিস কি google এবং ইউটিউবে দেওয়া আছে সঠিকভাবে। নাকি আমাদের সিনিয়রদের পোস্টগুলো পড়ে তারপর অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Google, Youtube, ChatGPT সব জায়গা থেকেই আপনে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারবেন তবে সেটি থাকবে একটি নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে কারন গুগলে আপনি হিউজ আর্টিকেল পেতে পারেন ইউটিউবে কিছু ভিডিও পেতে পারেন তবে আপনি আপনার মনে থাকে প্রশ্নের উত্তর সেখানে সহজে খুজে পাবেন না। আর এ কারনেই এই ফোরাম অনেকটা হেল্পফুল এই দিক থেকে আপনে এখানে আপনার মনে থাকে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। এখানে আপনাকে এক এক জন এক এক ভাবে আপনার প্রশ্নের উত্তর দেবে সেখান থেকে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত উত্তর খুইজা পাবেন।
@Z_MBFM ভাই আপনার সাথে আমি একমত। শুধু কিছু বিষয় যুক্ত করতে চাই।

প্রথম কথা হচ্ছে যে সকল বোর্ড আছে সব বোর্ডে পিন পোস্টে যেগুলো দেওয়া আছে বা মার্ক করা আছে সেগুলো আপনি আগে পড়বেন, সেখানে রেফারেন্সে যে ধরনের বোর্ডগুলা পড়তে বলা হয়েছে সেগুলো পড়বেন।

অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অনেক পোস্ট আছে যেগুলো হচ্ছে পুরোপুরি ইংলিশ এবং আমেরিকান ইংলিশ বা ব্রিটিশ ইংলিশে লেখা, আমরা যেহেতু বাঙালি তাই আমেরিকান ইংলিশ খুব একটা ভালো বোঝেনা, সে ক্ষেত্রে আপনি যদি কোন কিছু না বুঝতে পারেন তাহলে সেটা "কোট" করে বাংলা থ্রেডে পোস্ট করতে পারেন, যারা ইংরেজি ভালো বোঝে কেউ না কেউ আপনাকে সহযোগিতা করবে এখানে কোন সমস্যা নেই।
ফরমেটঃ
Code:
[quote]আপনি যেটা বুঝতে পারেন নি সেই তথ্য। [/quote]

আপনি যদি এভাবে পোস্টে ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন যে দু-এক মাসের মধ্যে বা দু চার মাসের মধ্যে আপনি ভালো কিছু করে ফেলেছেন, আর বিটকয়েন টাকে তাড়াহুড়া করা ঠিক না, কারণ অনেকদিন আগে এক বড় ভাই বলেছিল যে দুই বছর আগে শুধু পড়াশোনা করেন, তারপরে আপনি দেখবেন এমনিতে একটা ভালো অবস্থান তৈরি করে ফেলেছেন তো সেই কথাটা আজকে দুই বছর পরে আমার ক্ষেত্রে সত্যি হয়েছে।

একটু ধৈর্য ধরে পোস্ট করেন এবং অপেক্ষা করেন পোস্টে কোয়ালিটি বাড়ানো সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে জানেন এবং শেয়ার করেন, কিছু ক্ষেত্রে সোর্স ব্যবহার করেন যে সোর্স থেকে আপনি নিয়েছেন তথ্যটি এবং নিজের মত করে লেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন এমনিতেই আপনি ভালো একটা অবস্থান তৈরি করে ফেলতে পারবেন, আর নতুন অ্যাকাউন্ট হিসেবে এত তাড়াহুড়া করা মোটেও ঠিক না।




আপনার এই ছবিটা দেখে আমার একটা ঘটনা মনে হয়ে গেল যে নেপোলিয়নের সাথে বিটকয়েনের সরাসরি সম্পর্ক নেই কিন্তু তারপরও তার যুদ্ধে যে কলা কৌশল সেখানে ক্রিপ্টো এর সাথে একটা সম্পর্ক আছে।

বাংলাদেশ আর্মি তে "ক্রিপ্টো সংকেত" বলে একটা সংকেত আছে যেটা বিশেষ যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়, এবং বিশেষ যুদ্ধের একটা ভাষা হিসেবে ক্রিপ্ট ও সেখানে ব্যবহার করা হয় যেটা বাংলাদেশ আর্মিতে ইন্টেলিজেন্সি এবং চৌকস যারা বা স্পেশাল ফোর্সে আছে তাদের ক্ষেত্রে শুধু ট্রেনিং টা দেওয়া হয়, এবং সে ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এই ভাষাটা তারাই বোঝে যারা বিশেষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকে।

যারা বিশেষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকে তাদেরকে স্পেশাল ফোর্স হিসেবে আর্মিতে গণ্য করা হয়, এবং তাদের ক্ষেত্রেই ক্রিপ্টো সংকেতটি ব্যবহার করা হয় এবং ক্রিপ্টো সংকেতের মাধ্যমে বিশেষ যুদ্ধের একটা ভাষা দেওয়া থাকে, যেটি শুধুই সংকেত যারা বোঝে বা এই সম্পর্কে যাদের প্রশিক্ষণ আছে শুধুমাত্র তারাই সেটার অর্থ বুঝতে পারবে।

যেমন মনে করেন একটি শব্দ দিয়ে পুরো একটি বাক্যকে বোঝানো হয়, বা কয়েকটা অক্ষর ব্যবহার করে পুরো কয়েক লাইন কথা বোঝানো হয় এমন সংকেতগুলা শুধুমাত্র ক্রিস্টো সংক্ষেপে ব্যবহৃত হয়, এটা অনেক আগে থেকে আছে  ব্রিটিশরা তাদের শাসন আমলে এটা তৈরি করে গিয়েছিলো,  যা আর্মিতে "স্পেশাল ফোর্স" বা "আর্মি ইন্টেলিজেন্স" বলা হয়। যার বর্তমান রূপ হচ্ছে "ডিজিএফআই" বা (DGFI=Directorate General of Forces Intelligence)।


সোর্সঃ ১ঃ বিটকয়েনটল্ক সম্মিলিত পোস্ট থেকে নেয়া ও নিজের মতো লেখা।
সোর্সঃ ২ঃ বাংলাদেশ শীর্ষ গোওয়েন্দা সংস্থার (NSI=National Security Intelligence) ও (DGFI=Directorate General of Forces Intelligence) এর অভ্যন্তরীণ কার্যক্রম থেকে নেয়া।
ধন্যবাদ।
full member
Activity: 490
Merit: 119
September 17, 2023, 12:29:08 AM
আলোচনা সমালোচনা এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। মানুষের চোখে কোন কিছু ভালো লাগলেও সমালোচনা করেন, খারাপ লাগলেও সমালোচনা করেন। আমি এখানে আমেরিকার নিউইয়র্ক ইস্ট্রিটে, বিটকয়েন মাইনিং-কে নিষিদ্ধ করার প্রতিবাদে কিছু কথা বলব।

বর্তমান পৃথিবীতে অত্যাধিক শক্তিধর ক্রিপ্টো-কারেন্সি হল "বিটকয়েন"। বিটকয়েন যেহেতু অত্যাধিক শক্তিধর ক্রিপ্টো-কারেন্সি। তাই বলা যায়, "যেখানে শক্তির উৎস বিদ্যমান, সেখানে আলোচনা সমালোচনা তো থাকবেই।"

আমরা সকলেই জানি, যাকে নিয়ে আলোচনা-সমালোচনা করা হয়, তার ভালো দিক বা খারাপ দিক নিয়েও আলোচনা-সমালোচনা করা হয়! এই আলোচনা সমালোচনার মাঝে কিছু উপকারও হয়। যেমন যাকে নিয়ে সমালোচনা করা হয় তার যদি কোন ভুল-ত্রুটি থেকে থাকে তা সে নিজেই আলোচনা-সমালোচনা পর্যবেক্ষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।


এতে তার পরবর্তী কার্যকলাপ আরো বেশি বেগবান হয়। আমেরিকার নিউইয়র্ক এ কিছু সমালোচক বলতেছেন যে, বিটকয়েন মাইনিং অত্যধিক শক্তি ব্যবহার করে এবং পরিবেশের ক্ষতি করে। যদি বিষয়টা এমন হতো যে অন্য সব কয়েন মাইনিং করতে কোন শক্তির অপচয় অপচয় হয় না বা পরিবেশের ক্ষতি হয় না, শুধু বিটকয়েন মাইনিং এ পরিবেশের ক্ষতি ও শক্তির অপচয় হয় তাহলে একটা বিষয় হতো। যেখানে যেকোন কয়েন মাইনিং-ই শক্তির অপচয় হয় তাহলে সব দোষ বা অপরাধ বিটকয়েন-এর একার কেন হবে!



এক্ষেত্রে বলা যেতে পারে, “চোরের মায়ের বড় গলা” বা “সকল দোষ নন্দ ঘোষ” অর্থাৎ আমরা আমাদের নিজেদের দোষ দেখতে পাই না। আমরা অন্যের দোষ খুঁজতে বেশি পছন্দ করি।

অন্যসব ক্রিপ্টো-কারেন্সি হোল্ডাররা বা ক্রিপ্টো-কারেন্সির মালিকেরা নিজেদের কয়েনের ওয়েব ভ্যালু বাড়াতে মরিয়া থাকে তাই তারা কাকে কি বলবে, তা তারা নিজেরাও জানেনা। তারা কিন্তু দিব্যি ভুলে গেছে, ক্রিপ্টো-কারেন্সির ব্রান্ড লিডার হলো “বিটকয়েন”। তাই বিটকয়েনকে ক্রিপ্টো-কারেন্সির "মা" বললেও কম বলা হবে। মাকে বাদ দিয়ে যেমন সন্তান আশা করা যায় না, সেরকম ক্রিপ্টো-কারেন্সি লিডার বিটকয়েনকে বাদ দিয়েও ক্রিপ্টো-কারেন্সি কল্পনা করা যায় না। তাই চোখ বন্ধ করে বলা যায়, "বিটকয়েন ছাড়া ক্রিপ্টো-কারেন্সি ভ্যালুলেস বা ইউজলেস।"

তাই আমি আমেরিকার নিউইয়র্ক ইস্ট্রিটে অবস্থিত রাজনীতিবিদদের গৃহীত সিদ্ধান্ত তীব্র নিন্দা জানাই। তারা বলে যে, তারা শক্তির জন্য নোংরা জ্বালানি ব্যবহার বন্ধ করতে চায় (মানে দূষণ এড়িয়ে চলতে চায়)। বিটকয়েন মাইনার এবং ডেটা সেন্টার আসলে দূষণ তৈরি করে না। তারা সমস্যা সৃষ্টিকারী নয়, প্রকৃত সমস্যা মোকাবেলা করার পরিবর্তে কিছু অসাধু রাজনীতিবিদ বা ব্যবসায়ী বিটকয়েন-কে লক্ষ্য করে কাদা ছিটিয়ে সামাজিক ভ্যালু নেবার চেষ্টা করতেছেন। রাজনীতিবিদরা যখন এমন কথা বলে কিন্তু বাস্তবতা অন্য কথা বলে, তখন বিটকয়েন ব্যবহারকারীরা সম্পূর্ণ ঘটনা পর্যবেক্ষণ করে বুঝতে পারেন যে, “রাজনীতিবিদদের বস্তা কথা শুধু পরিবেশটা নষ্ট করে, তারা কিন্তু বিটকয়েনের কোন ক্ষতি করতে পারেনা।

পরিশেষে বলতে চাই, বিটকয়েন মাইনিং এর জয় হোক! এইভাবে বিটকয়েনের জয়-জয়কার সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক!
অনুপ্রেরণায়, @fillippone ভাইয়ের পোস্ট।


member
Activity: 64
Merit: 26
September 17, 2023, 12:18:28 AM
@Sabbir bai অভিনন্দন আপনাকে Full member হয়েছেন।আমরা আসলে এই ফোরামে  নতুন আপনারা অনেক সিনিয়র আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপনার পোস্ট গুলা আমি পড়েছি  অনেক সুন্দর  এবং শিক্ষনীয় বিষয় আছে।আপনি বাংলায় বেশি এক্টিভ থাকবেন যার মাধ্যমে আমরা যারা ছোট  ইউজার আছি তাদের জন্য অনেক পজিটিভ আপনার পোস্ট থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো।  আবারো অভিনন্দন জানাচ্ছে Full member  হওয়ার জন্য।
full member
Activity: 490
Merit: 119
September 16, 2023, 11:40:06 PM




আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আগামীতেও আপনার সাফল্য দেখে খুশি হব। সফলতা প্রতিটা মানুষের জন্য অনেক আনন্দের। আমরাও গভীর আগ্রহে প্রতীক্ষায় আছি, কবে সেই মাহেন্দ্র ক্ষোন আমাদের জীবনে আসবে।
jr. member
Activity: 33
Merit: 4
September 16, 2023, 01:32:27 PM
sr. member
Activity: 616
Merit: 322
September 16, 2023, 11:53:47 AM
আমরা জানি যে, ক্রিপ্টো কারেন্সি মানে শুধু বিটকয়েন কে বোঝানো হয় না। তবে ক্রিপ্টোকারেন্সিতে অনেক কিছু বোঝার এবং শেখার আছে। আমরা যদি ক্রিপ্টো কারেন্সি তে কোন কিছু না বুঝি তাহলে কি গুগল এবং ইউটিউবের সার্চ করলে সেগুলো পাওয়া যাবে।
মানে আমি বলতে চাচ্ছি যে ক্রিপ্টো কারেন্সি বিষয়ক অধিকাংশ জিনিস কি google এবং ইউটিউবে দেওয়া আছে সঠিকভাবে। নাকি আমাদের সিনিয়রদের পোস্টগুলো পড়ে তারপর অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Google, Youtube, ChatGPT সব জায়গা থেকেই আপনে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারবেন তবে সেটি থাকবে একটি নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে কারন গুগলে আপনি হিউজ আর্টিকেল পেতে পারেন ইউটিউবে কিছু ভিডিও পেতে পারেন তবে আপনি আপনার মনে থাকে প্রশ্নের উত্তর সেখানে সহজে খুজে পাবেন না। আর এ কারনেই এই ফোরাম অনেকটা হেল্পফুল এই দিক থেকে আপনে এখানে আপনার মনে থাকে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। এখানে আপনাকে এক এক জন এক এক ভাবে আপনার প্রশ্নের উত্তর দেবে সেখান থেকে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত উত্তর খুইজা পাবেন।

আমরা জানি যে, ক্রিপ্টো কারেন্সি মানে শুধু বিটকয়েন কে বোঝানো হয় না। তবে ক্রিপ্টোকারেন্সিতে অনেক কিছু বোঝার এবং শেখার আছে। আমরা যদি ক্রিপ্টো কারেন্সি তে কোন কিছু না বুঝি তাহলে কি গুগল এবং ইউটিউবের সার্চ করলে সেগুলো পাওয়া যাবে।
মানে আমি বলতে চাচ্ছি যে ক্রিপ্টো কারেন্সি বিষয়ক অধিকাংশ জিনিস কি google এবং ইউটিউবে দেওয়া আছে সঠিকভাবে। নাকি আমাদের সিনিয়রদের পোস্টগুলো পড়ে তারপর অভিজ্ঞতা অর্জন করতে হবে।


আপনি সিনিয়রদের পোস্টগুলি পড়ে অভিজ্ঞতা অর্জন করার সাথে সাথে Google এবং YouTube এ খোঁজ করে দেখতে পারেন। এটি ক্রিপ্টো কারেন্সি বিষয়ক প্রশ্নের উত্তর খোঁজা সঠিক এবং ব্যাপক জ্ঞান অর্জনে সাহায্য করতে পারে। Google এবং YouTube এ সহজেই ক্রিপ্টো কারেন্সি সম্পর্কিত সার্চ করে উপযুক্ত তথ্য সংগ্রহ করতে সাহায্য করতে পারে, তবে সিনিয়রদের পোস্টগুলি পড়ে যদি আপনির স্বাধীন অধিগ্রহণ বা বোঝার জন্য সাহায্য করে, তা অত্যন্ত উপযুক্ত হতে পারে।

তাছাড়া আপনাকে বিটকয়েনটক ও বাংলা লোকাল থ্রেডে স্বাগতম। আপনি এখানে নতুন তাই সর্বপ্রথম আপনাকে এখানকার নিয়ম জানতে হবে। তাই নিয়ম গুলো নিচে দিয়ে দিলাম।

আমি প্রথমে এই সবগুলো নিয়ম পড়েছি এবং তারপর শিওর হওয়ার জন্য এখানে পোস্ট করেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনার এ বিষয়ে কিছুটা হলেও সাহায্য করেছেন। নিজেকে অভিজ্ঞ সম্পন্ন করে তোলার জন্য অবশ্যই সিনিয়রদের পোস্ট খেয়াল করা উচিত এটা নতুন যারা আছে তাদের সবারই করা উচিত।
আপনে একাউন্ট খুললেন সবে মাত্র আজকে এর মধ্যে আপনে কখন এগুলো পড়লেন আবার কেমনে এগুলোর খবর পেলেন? আপনি যদি একাউন্ট খুলেই এগুলো খুজে বের করে পড়তে পারেন তাহলে গুগলে এবং ইউটিউবে আপনি বিটকয়েন সম্পর্কে জানতে পারবেন কি না এই সম্পর্কে আপনার জানা নাই এটা হাস্যকর। আপনি অনেক চালাক তবে বোঝাতে চাচ্ছেন ভাজা মাছ উল্টাইয়া খাইতে পারেন না। আপনি এখানে এটা জিজ্ঞেস না করে সরাসরি ২ সেকেন্ড সময় নিয়ে গুগলে ইউটিউবে সার্চ করেই তো কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারেন। তা না করে এখানে স্পামিং করতেছেন। দয়া করে এগুলা করবেন না।
jr. member
Activity: 33
Merit: 4
September 16, 2023, 10:53:10 AM
আমরা জানি যে, ক্রিপ্টো কারেন্সি মানে শুধু বিটকয়েন কে বোঝানো হয় না। তবে ক্রিপ্টোকারেন্সিতে অনেক কিছু বোঝার এবং শেখার আছে। আমরা যদি ক্রিপ্টো কারেন্সি তে কোন কিছু না বুঝি তাহলে কি গুগল এবং ইউটিউবের সার্চ করলে সেগুলো পাওয়া যাবে।
মানে আমি বলতে চাচ্ছি যে ক্রিপ্টো কারেন্সি বিষয়ক অধিকাংশ জিনিস কি google এবং ইউটিউবে দেওয়া আছে সঠিকভাবে। নাকি আমাদের সিনিয়রদের পোস্টগুলো পড়ে তারপর অভিজ্ঞতা অর্জন করতে হবে।


আপনি সিনিয়রদের পোস্টগুলি পড়ে অভিজ্ঞতা অর্জন করার সাথে সাথে Google এবং YouTube এ খোঁজ করে দেখতে পারেন। এটি ক্রিপ্টো কারেন্সি বিষয়ক প্রশ্নের উত্তর খোঁজা সঠিক এবং ব্যাপক জ্ঞান অর্জনে সাহায্য করতে পারে। Google এবং YouTube এ সহজেই ক্রিপ্টো কারেন্সি সম্পর্কিত সার্চ করে উপযুক্ত তথ্য সংগ্রহ করতে সাহায্য করতে পারে, তবে সিনিয়রদের পোস্টগুলি পড়ে যদি আপনির স্বাধীন অধিগ্রহণ বা বোঝার জন্য সাহায্য করে, তা অত্যন্ত উপযুক্ত হতে পারে।

তাছাড়া আপনাকে বিটকয়েনটক ও বাংলা লোকাল থ্রেডে স্বাগতম। আপনি এখানে নতুন তাই সর্বপ্রথম আপনাকে এখানকার নিয়ম জানতে হবে। তাই নিয়ম গুলো নিচে দিয়ে দিলাম।

আমি প্রথমে এই সবগুলো নিয়ম পড়েছি এবং তারপর শিওর হওয়ার জন্য এখানে পোস্ট করেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনার এ বিষয়ে কিছুটা হলেও সাহায্য করেছেন। নিজেকে অভিজ্ঞ সম্পন্ন করে তোলার জন্য অবশ্যই সিনিয়রদের পোস্ট খেয়াল করা উচিত এটা নতুন যারা আছে তাদের সবারই করা উচিত।
jr. member
Activity: 462
Merit: 2
September 16, 2023, 10:15:10 AM
আমরা জানি যে, ক্রিপ্টো কারেন্সি মানে শুধু বিটকয়েন কে বোঝানো হয় না। তবে ক্রিপ্টোকারেন্সিতে অনেক কিছু বোঝার এবং শেখার আছে। আমরা যদি ক্রিপ্টো কারেন্সি তে কোন কিছু না বুঝি তাহলে কি গুগল এবং ইউটিউবের সার্চ করলে সেগুলো পাওয়া যাবে।
মানে আমি বলতে চাচ্ছি যে ক্রিপ্টো কারেন্সি বিষয়ক অধিকাংশ জিনিস কি google এবং ইউটিউবে দেওয়া আছে সঠিকভাবে। নাকি আমাদের সিনিয়রদের পোস্টগুলো পড়ে তারপর অভিজ্ঞতা অর্জন করতে হবে।


আপনি সিনিয়রদের পোস্টগুলি পড়ে অভিজ্ঞতা অর্জন করার সাথে সাথে Google এবং YouTube এ খোঁজ করে দেখতে পারেন। এটি ক্রিপ্টো কারেন্সি বিষয়ক প্রশ্নের উত্তর খোঁজা সঠিক এবং ব্যাপক জ্ঞান অর্জনে সাহায্য করতে পারে। Google এবং YouTube এ সহজেই ক্রিপ্টো কারেন্সি সম্পর্কিত সার্চ করে উপযুক্ত তথ্য সংগ্রহ করতে সাহায্য করতে পারে, তবে সিনিয়রদের পোস্টগুলি পড়ে যদি আপনির স্বাধীন অধিগ্রহণ বা বোঝার জন্য সাহায্য করে, তা অত্যন্ত উপযুক্ত হতে পারে।

তাছাড়া আপনাকে বিটকয়েনটক ও বাংলা লোকাল থ্রেডে স্বাগতম। আপনি এখানে নতুন তাই সর্বপ্রথম আপনাকে এখানকার নিয়ম জানতে হবে। তাই নিয়ম গুলো নিচে দিয়ে দিলাম।

jr. member
Activity: 33
Merit: 4
September 16, 2023, 09:16:10 AM
আমরা জানি যে, ক্রিপ্টো কারেন্সি মানে শুধু বিটকয়েন কে বোঝানো হয় না। তবে ক্রিপ্টোকারেন্সিতে অনেক কিছু বোঝার এবং শেখার আছে। আমরা যদি ক্রিপ্টো কারেন্সি তে কোন কিছু না বুঝি তাহলে কি গুগল এবং ইউটিউবের সার্চ করলে সেগুলো পাওয়া যাবে।
মানে আমি বলতে চাচ্ছি যে ক্রিপ্টো কারেন্সি বিষয়ক অধিকাংশ জিনিস কি google এবং ইউটিউবে দেওয়া আছে সঠিকভাবে। নাকি আমাদের সিনিয়রদের পোস্টগুলো পড়ে তারপর অভিজ্ঞতা অর্জন করতে হবে।
sr. member
Activity: 490
Merit: 294
September 16, 2023, 07:29:06 AM
@Subbir
অভিনন্দন ভাই আপনাকে ফুল মেম্বারের পদমর্যাদা লাভ করার জন্য। আপনি এই মাসে ফোরামে অনেক বেশি একটিভ ছিলাম এবং ফোরামে অনেক বেশি সময় দিয়েছেন যার ফলেই আপনি দ্রুতই ফুল মেম্বারের পদমর্যাদা লাভ করেছেন। কিছুদিন আগেও ফুল মেম্বার হতে আপনার ২৫ টি মেরিট কম ছিল কিন্তু আপনি দ্রুত সময়ের মধ্যে সেই মেরিট অর্জন করেছেন এবং আজকে আপনি ফুল মেম্বারের পদমর্যাদা লাভ করেছেন। আশা করছি ফুল মেম্বারের রেংক অর্জন করার পর বাংলায় আপনার অ্যাক্টিভিটি কম হবে না, আপনি আগের মতোই বাংলায় একটিভ থাকবেন। বাংলা থেকে কোন সদস্যের রেঙ্ক বৃদ্ধি হলে সেই আনন্দ শুধুমাত্র ওই সদস্যের নয় বরং সমস্ত কমিউনিটির জন্য এটা একটা আনন্দ সংবাদ। অভিনন্দন আপনাকে এবং ভবিষ্যতে আপনার জন্য আরো শুভকামনা রইল।
copper member
Activity: 588
Merit: 926
September 16, 2023, 04:54:49 AM


Aren't you ashamed to get merit for your work? To create your picture in Photoshop you stole a picture of a burning bitcoin from the Sunday Times magazine, and you got the text for your picture here. You've done a very bad thing. Why didn't you post a link to the source?

full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 15, 2023, 09:14:20 PM
"শুভ সকাল"



আসলে কি যে একটা অনুভুতি হচ্ছে বলে বোঝাতে পারবোনা, আনান্দে চোখে পানি চলে আসছে ।

ধন্যবাদ সবাইকে আপনারা সহোজোগীতা না করলে হয়ত এতো তারাতারি ফুল মেম্বার হতে পারতাম না ...!
ভাই আপনি ফুল মেম্বার হয়েছেন কারণ আপনার Full Member মেম্বার হওয়ার যোগ্যতা রয়েছে. এখানে অনেকেই প্রতিনিয়ত র‍্যাংক আপ করে যাচ্ছে তবে এক এক জনের র‍্যাঙ্ক আপ করার মাধ্যম এক এক ধরনের। তবে আপনার ক্রিয়াকলাপ দেখে মনে হল যে আপনি আপনার নিজ জ্ঞান এবং পরিশ্রমে আপনার ন্যায্য র‍্যাংক অর্জন করতে পেরেছেন। আপনাকে অভিনন্দন নতুন র‍্যাংক পাবার জন্য। এভাবে এগিয়ে যান ভবিষ্যতে আরো ভালো করুন। শুভকামনা রইলো আপনার জন্য।

আলহামদুলিল্লাহ ভাই এইটা একটা সপ্নের মতো ছিলো আমার কাছে আশলেও আমি যে কোনোদিন ফুল মেম্বার হবো এই আশা করিনি, তবে চেস্টা করি নিজেকে বিনয়ী হতে এবং অন্যদেরকে সাহায্য সহযোগীতা করতে, দোয়া করবেন নিজের এবং (বাংলাদেশ (Bengali) কমুনীটির জন্যেও সামর্থ্য মতো যেনো কিছু করতে পারি।

@Congratulations Subbir ফুল মেম্বার র‍্যাঙ্ক অর্জন করার জন্য নিজস্ব যোগ্যতায় র্যাংক পরিবর্তন হলে আসলেই খুবই আনন্দ লাগে। এবং ফুল মেম্বার হওয়ার এই অনুভূতিটা খুবই আনন্দ তবে সবসময় একটিভ থেকে বাংলাদেশ বোর্ডকে সজাগ রাখুন। আপনার দায়িত্ব আরো বেড়ে উঠেছে কারণ সামনের প্রতিযোগিতা গুলো আরো কঠিন। পরবর্তী রাংক পরিবর্তন করতে হলে আপনাকে অবশ্যই আরো বেশি করে পরিশ্রম করতে হবে। ভবিষ্যতের দিনগুলি জন্য অবশ্যই দোয়া করি। সবাই মিলে যেন আরো এগিয়ে যেতে পারি, এবং বাংলা লোকাল বোর্ডকে অ্যাক্টিভ রেখে সজাগ রাখতে পারি ।
ধন্যবাদ সকল সদস্যকে।।।।

ঠিক বলেছেন ভাই এখন কিছুটা হলেও দ্বায়ীত্ত বেড়ে যাবে, আমি ইনশাআল্লাহ আমার সামর্থ্য মতো চেস্টা করবো বাকিটা আল্লাহ ভরষা।

প্রতিটা স্টেপ সম্পুর্ন হলে আমি আগের পোস্টকে রেফারেন্স হিসেবে ধরে কোট করে আপডেট জানাবো। আমি আমার প্রথম বিনিয়োগ ENJIN এ করেছি। আশা করি এইটা খুব দ্রুত আমাকে দ্বিগুণ এনে দিবে। এরপর কিসে বিনিয়োগ করবো সেটাও এইখানে শেয়ার করবো বিস্তারিত। কেউ জয়েন হতে চাইলে হতে পারেন।
যদিও এখন আমাদের বিনিয়োগ দ্বিগুণ হতে অনেক সময় লাগছে বা লাগবে, বুল মার্কেটে সেটা খুব দ্রুত হতে পারে। আশা করছি এই বুল মার্কেটে আমরা এই টার্গেটে পৌছাতে পারবো।

ভাই আপনার সাথে এই প্লানিং এ ইনভেস্ট করার খুব ইচ্ছে ছিলো আমার কিন্তু এই মুহুর্তে আমার সামর্থ্য  নাই ইনভেস্ট করার মতো, আগামীতে ইনশাআল্লাহ ইনভেস্ট করার ইচ্ছা আছে। এগিয়ে যান ভাই।

এক পোস্টে সবাইকে কোট করা সম্ভব না ধন্যবাদ সবাইকে।
sr. member
Activity: 798
Merit: 377
September 15, 2023, 07:39:51 PM



@Congratulations Subbir ফুল মেম্বার র‍্যাঙ্ক অর্জন করার জন্য নিজস্ব যোগ্যতায় র্যাংক পরিবর্তন হলে আসলেই খুবই আনন্দ লাগে। এবং ফুল মেম্বার হওয়ার এই অনুভূতিটা খুবই আনন্দ তবে সবসময় একটিভ থেকে বাংলাদেশ বোর্ডকে সজাগ রাখুন। আপনার দায়িত্ব আরো বেড়ে উঠেছে কারণ সামনের প্রতিযোগিতা গুলো আরো কঠিন। পরবর্তী রাংক পরিবর্তন করতে হলে আপনাকে অবশ্যই আরো বেশি করে পরিশ্রম করতে হবে। ভবিষ্যতের দিনগুলি জন্য অবশ্যই দোয়া করি। সবাই মিলে যেন আরো এগিয়ে যেতে পারি, এবং বাংলা লোকাল বোর্ডকে অ্যাক্টিভ রেখে সজাগ রাখতে পারি ।
ধন্যবাদ সকল সদস্যকে।।।।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 15, 2023, 07:36:47 PM
তাদের উদ্দেশ্যে আমার কথা যে অনেকটা আমাদের শিক্ষা মন্ত্রী বলেছিল নাহিদ কর্মচারীদের ঘুষের ব্যাপারে
শিক্ষা মন্ত্রী নাহিদ সাহেবের মতো বলবেন, ঘুষ খাও কিন্তু কম কম খাও। নাকি? মেরিট এবিউজ করো কিন্তু কম কম করো, ব্যাপারটা কি এরকম?
ঠাট্টা বাদ দিলাম।
আরে মশাই ব্যাপারটা আপনি ঠিকই ধরেছেন। মেরিট কম অপব্যবহার না অপব্যবহার করাই যাবে না । ওই বানরের গল্প তো মনে হচ্ছে নাকি একবার এক চিড়াখানায় এক বানরকে আম দিয়েছিল বানরটি আমের আঁটি সহ খেয়ে ফেলেছিল পরে আর বাথরুম হয় না তারপর পাসা অপারেশন করার পর সেটি বের করা হয়েছে। তারপর থেকে কোন খাবার তাকে দিলে আগে নিতম্বের মধ্যে নিয়ে মাপ দেয় তারপর খায় ।
সেটাই আমি বললাম বদহজম যেন না হয় আর আগে দেখে নেবেন এরকম যেন না হয় পরে আর বের করতে পারতেছেন না। আমি মূলত তাদেরকে সতর্ক হয়ে যেতেই বলেছি ধরা পড়লে শেষ, কমিউনিটির মান-সম্মান এর ধিস্কিয়াও।  তাই বলে মেরিট কম অ্যাবিউজ এর উৎসাহ দেওয়া না না ভাই এটা না । Grin

ভাই আপনি পারেন ও বটে। আপনার লেখার স্টাইল দেখলেই বুঝা যায় রিয়েল লাইফে আপনি ওপেন মাইন্ডের একটা মানুষ। ফোরাম থেকে আজ অব্দি কারো সাথে রিয়েল লাইফে দেখা হয়নি। ভবিষ্যতে কারো সাথে দেখা করলে আপনি সেই তালিকায় থাকবেন যদি সমস্যা না থাকে। যাই হোক, যেমন টা আগেও বলেছি, সবাই উন্নতি করছে সেটা দেখে ভালো লাগছে। এখানে কেউ যেনো কোনো রুলস এবিউজ না করে, সে জন্য আমি পাবলিক ভাবে পোষ্ট করে বলে দিয়েছি কেউ যখন কোনো রেংক এর কাছাকাছি থাকবে, সে যেনো সিনিয়র কাউকে প্রাইভেট মেসেজ করে হেল্প চায়। থ্রেডেএ যেনো পোষ্ট না করে বা কোনো প্রকার এবিউজ যেনো না করে। কয়েকদিন আগে আমাকে একজন পি এম করেছিলো আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি পাশাপাশি যারা সিনিয়র আছে তাদেরকেও রিকোয়েষ্ট করেছি হেল্প করার জন্য। আপনাকেও আমি নক করেছিলাম। এতা সুন্দর অফার থাকার পরেও কেউ যদি আকাম কুকাম করে ধরা খায়, সবার আগে আমাদের কমিউনিটি থেকেই তাদের ট্যাগ করা উচিৎ।
full member
Activity: 546
Merit: 164
September 15, 2023, 02:35:53 PM
@Subbir ভাই আপনাকে অভিনন্দন ফুল মেম্বার এর রেংক অর্জন করার জন্য আপনার এতদিনের কষ্ট পরিশ্রম এর জন্যই আজকের এই সফলতা। আশা করব আপনি বাংলা লোকাল বোর্ডে আরো বেশি বেশি একটিভ থাকবেন যাতে করে আপনার কাছ থেকে আমরা ভালো কিছু প্রত্যাশা করতে পারি। আপনি এভাবে এগিয়ে যান ভবিষ্যতে আপনি আরো উচ্চ মর্যাদা লাভ করুন সে কামনা রইল।
full member
Activity: 504
Merit: 212
September 15, 2023, 12:06:15 PM
১০০*২=২০০

৮১৯২০০*২=১৬৩৮৪০০
আমার এই জার্নির প্রথম বিনিয়োগ করা হয়েছে ✅
বিনিয়োগ- Enjin
দাম- $০.২৩৩
বিক্রয় লক্ষ্য- $০.৪৬৬

ভাই এই মুহূর্তে টাকা না থাকায় এসবে জড়ালাম না। বাট ভবিষ্যতে আপনার এই কনসেপ্টটা ট্রাই করার ইচ্ছা আছে আমার। আপনি যদি আপনার বর্তমান প্রোগ্রেস কমিউনিটির সাথে শেয়ার করতেন তাহলে আমরা অনেকে হয়তো এটা থেকে উৎসাগ পেতাম।
প্রতিটা স্টেপ সম্পুর্ন হলে আমি আগের পোস্টকে রেফারেন্স হিসেবে ধরে কোট করে আপডেট জানাবো। আমি আমার প্রথম বিনিয়োগ ENJIN এ করেছি। আশা করি এইটা খুব দ্রুত আমাকে দ্বিগুণ এনে দিবে। এরপর কিসে বিনিয়োগ করবো সেটাও এইখানে শেয়ার করবো বিস্তারিত। কেউ জয়েন হতে চাইলে হতে পারেন।
যদিও এখন আমাদের বিনিয়োগ দ্বিগুণ হতে অনেক সময় লাগছে বা লাগবে, বুল মার্কেটে সেটা খুব দ্রুত হতে পারে। আশা করছি এই বুল মার্কেটে আমরা এই টার্গেটে পৌছাতে পারবো।
উদ্ধোগটা ভালো কিন্তু $১.৬ মিলিয়ন এর লক্ষ্য অর্জন সহজ হবেনা। অল্টকয়েন মার্কেটে ক্যাশ ইনফ্লো সাধারণত ট্রেন্ড হিসেবে চলে।  যখন কোনো বিষয়ের ট্রেন্ড চলে তখন সেই বিষয়ের প্রায় সব প্রজেক্টই ভালো করে। যখন মিমি ট্রেন্ড ছিলো তখন নতুন নতুন মিমি প্রজেক্ট এসেছে মার্কেটে এবং ভালো প্রোফিট দিয়েছে। ENJIN একটা gameFi প্রজেক্ট। বর্তমানে DeFi এবং GameFi প্রজেক্টে সবচাইতে বেশি ডেভেলপমেন্ট চলতেছে। এই প্রজেক্টে ২X হবার কঠিন কিছু হবেনা। তবে মার্কেটে আরো কিছু ট্রেন্ড আছে যেগুলো hype পেতে পারে। যেমনঃ Web3, AI, RWA, Distributed computing, Storage ইত্যাদি। এই ক্যাটাগরি এর প্রজেক্টগুলোতেও নজর রাইখেন। Hype আসলে এগুলা অনেক গুন্ প্রফিট দিয়ে যাবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 15, 2023, 11:02:49 AM
১০০*২=২০০

৮১৯২০০*২=১৬৩৮৪০০
আমার এই জার্নির প্রথম বিনিয়োগ করা হয়েছে ✅
বিনিয়োগ- Enjin
দাম- $০.২৩৩
বিক্রয় লক্ষ্য- $০.৪৬৬

ভাই এই মুহূর্তে টাকা না থাকায় এসবে জড়ালাম না। বাট ভবিষ্যতে আপনার এই কনসেপ্টটা ট্রাই করার ইচ্ছা আছে আমার। আপনি যদি আপনার বর্তমান প্রোগ্রেস কমিউনিটির সাথে শেয়ার করতেন তাহলে আমরা অনেকে হয়তো এটা থেকে উৎসাগ পেতাম।
প্রতিটা স্টেপ সম্পুর্ন হলে আমি আগের পোস্টকে রেফারেন্স হিসেবে ধরে কোট করে আপডেট জানাবো। আমি আমার প্রথম বিনিয়োগ ENJIN এ করেছি। আশা করি এইটা খুব দ্রুত আমাকে দ্বিগুণ এনে দিবে। এরপর কিসে বিনিয়োগ করবো সেটাও এইখানে শেয়ার করবো বিস্তারিত। কেউ জয়েন হতে চাইলে হতে পারেন।
যদিও এখন আমাদের বিনিয়োগ দ্বিগুণ হতে অনেক সময় লাগছে বা লাগবে, বুল মার্কেটে সেটা খুব দ্রুত হতে পারে। আশা করছি এই বুল মার্কেটে আমরা এই টার্গেটে পৌছাতে পারবো।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 15, 2023, 10:23:56 AM
Congratulations

Congratulations @Subbir
আপনি এই বাংলা লোকাল ফোরামে অনেক সময় দিয়েছেন এবং অবশেষে আপনি আপনার সফলতা বয়ে আনতে পেরেছেন। আপনি আরো সময় দিন এবং পরিশ্রম করুন তবে আরো ভালো একটি পর্যায়ে পৌঁছাতে পারবেন এবং আপনার দেখা থেকে আরো অনেক লোকেরাই বাংলা লোকাল বোর্ডকে এগিয়ে নেওয়ার লোককে কাজ করবে।
আপনাকে অসংখ্য অভিনন্দন এবং বাংলা লোকাল বোর্ডের পক্ষ থেকে ভালোবাসা,
অনেক কষ্টের বিনিময়ে আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে।


আমাদের বাংলা লোকাল বোর্ডে যেভাবে সকলেই একটিভ হচ্ছে এবং তারা প্রতিনিয়ত ভালো ভালো ইনফরমেশন গুলো পোস্ট করে এবং যোগ্যতা অর্জন করে অনেক কষ্টের বিনিময় ‍্যাঙ্ক আপ করতে সক্ষম হচ্ছে। আমাদের দেশীয় লোকালবোর্ড থেকে যে সকল ব্যক্তি রেঙ্ক আপ করেছে তারা অবশ্যই অনেক পরিশ্রমের ফলে সফল হতে পেরেছে এটা সত্যিই প্রশংসনীয়। আমাদের লোকাল বোর্ডরে যদি আরো সকল ইউজার এসে রেঙ্ক আপ করার উদ্দেশ্যে প্রতিনিয়ত একটিভ থাকে এবং ভালো পোস্ট করে তাহলে অবশ্যই তারা তাদের পরিশ্রমের ফল পাবে। তাই আমাদের উচিত সকলে মিলে আমাদের বাংলা লোকাল বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভবিষ্যতে যাতে আমরা স্থানীয় একটি বোড এই বিটকয়েনটল্ক ফোরামের পেতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে যারা এ বাংলা লোকাল বোর্ডের পর্যাপ্ত পরিমাণ সময় ব্যয় করেছে এবং আমাদের লোকাল বোর্ডকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছে।
sr. member
Activity: 616
Merit: 322
September 15, 2023, 09:14:32 AM
আসলে কি যে একটা অনুভুতি হচ্ছে বলে বোঝাতে পারবোনা, আনান্দে চোখে পানি চলে আসছে ।

ধন্যবাদ সবাইকে আপনারা সহোজোগীতা না করলে হয়ত এতো তারাতারি ফুল মেম্বার হতে পারতাম না ...!
ভাই আপনি ফুল মেম্বার হয়েছেন কারণ আপনার Full Member মেম্বার হওয়ার যোগ্যতা রয়েছে. এখানে অনেকেই প্রতিনিয়ত র‍্যাংক আপ করে যাচ্ছে তবে এক এক জনের র‍্যাঙ্ক আপ করার মাধ্যম এক এক ধরনের। তবে আপনার ক্রিয়াকলাপ দেখে মনে হল যে আপনি আপনার নিজ জ্ঞান এবং পরিশ্রমে আপনার ন্যায্য র‍্যাংক অর্জন করতে পেরেছেন। আপনাকে অভিনন্দন নতুন র‍্যাংক পাবার জন্য। এভাবে এগিয়ে যান ভবিষ্যতে আরো ভালো করুন। শুভকামনা রইলো আপনার জন্য।
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
September 15, 2023, 08:11:41 AM


Congratulations Subbir ভাই আপনাকে বাংলাদেশ কমিউনিটি আরেকজন ফুল মেম্বার হিসাবে পদ উন্নতির জন্য আপনাকে অনেক অভিনন্দন।। আশা করি আপনি নিয়মিত পোস্ট প্রদান এর মাধ্যমে আপনি আরো দ্রুততার সাথে পদ উন্নতির মাধ্যমে আপনি লোকাল বোর্ড অনেক গুরুত্বপর্ণ স্থান দখল করবেন ।।

আপনাকে অনেক অনেক অভিনন্দন ভাই  Cheesy
Jump to: