Author

Topic: বাংলা (Bengali) - page 154. (Read 5719155 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 19, 2023, 08:55:20 PM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: Governs' oppression of bitcoiners may turn against them




সরকার এক দশকের বেশি সময় ধরে বিটকয়েনারদেরকে অত্যাচার করছে। পৃথিবী জুড়ে সরকার রা বিটকয়েনারদের কে কোনো প্রকার সহযোগিতা না করেই তাদের কষ্ট উপার্জিত টাকা কেড়ে নিতে তাদের কাছ থেকে এক প্রকার চাদাবাজি শুরু করেছে এটা জেনে যে বিটকয়েনাররা ক্রিপ্টো ট্রানজেকশন থেকে সত্যিকারের ফিয়াট মানি আয় করে। মানুষ কাজ করে, কাজের জন্য বেতন পায়, কিন্তু রাষ্ট্র সেটার অংশ চায়।

সময়ের সাথে সাথে অত্যাচার আরো বাড়ছে। জনগণকে পে করার জন্য বাধ্য করার জন্য, বিশ্বব্যাপী সরকাররা এমন আইন প্রনয়ন করছে যা আগে ছিল না, যা কিছু ডিসেন্ট্রালাইজড থাকার কথা ছিলো সেগুলো সেন্ট্রালাইজড করার চেষ্টা করছে। আর মানুষ, লোভে পড়ে সরকারকে চাদাবাজি করতে আরো সহযোগিতা করছে।

নিজেদের ঘর গরম রাখার জন্য এবং খাবার রান্নার জন্য প্রমিথিউস মানুষকে আগুন আবিস্কার করে দিয়েছিল, কিন্তু মানুষ সেটা ব্যাবহার করেছে প্রতিবেশীদের বাড়িতে আগুন দেওয়ার জন্য। একইভাবে, কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া পিয়ার-টু-পিয়ার লেনদেন করার জন্য, এবং মানুষকে সরকার এবং ব্যাংকের চাপিয়ে দেওয়া দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সাতোশি জনগণকে বিনামূল্যে বিটকয়েন দিয়েছিল। কিন্তু মানুষ তাদের লোভে সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ তৈরি করেছে।

কিছু সুবিধাবাদী লোক মনে করেছিল যে তারা সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ চালিয়ে বড়লোক হবেন। তাদের মধ্যে একজন চার্লি শ্রেম (ইয়াঙ্কি (বিটইন্সট্যান্ট))। তিনি একজন তরুণ উদ্যমী, যিনি কলেজে পড়ার সময়ে বিটকয়েন এডপ্ট করেছেন। পরে তিনি BitInstant চালু করেন, যা প্রথম ক্রিপ্টো এক্সচেঞ্জগুলির মধ্যে একটা এবং এক সময় পুরো  বিটকয়েন লেনদেনের প্রায় ৩০% সেখানেই হতো। পরবর্তীতে লাইসেন্সবিহীন মানি ট্রান্সফার ব্যবসা পরিচালনায় সহায়তা করার জন্য তাকে জেল খাটতে হয়। তাকে "বিটকয়েনের প্রথম অপরাধী"ও বলা হয়।

শ্রেমের কেস এর পর থেকে, বিটকয়েনারদের সাথে প্রশাসন আরও কঠোর হতে শুরু করে। ২০১৮ সালের এর একটা আর্টিকেল এ জানানো হয়েছে যে "তথাকথিত "বিটকয়েন মাভেন", যিনি লাইসেন্সবিহীন বিটকয়েন-ফর-ক্যাশ এক্সচেঞ্জ ব্যবসা এবং বিটকয়েন লন্ডারিং করার কথা স্বীকার করেছেন [...] তাকে আজ ১২ মাস এবং এক দিনের ফেডারেল কারাগারে সাজা দেওয়া হয়েছে, $20,000" জরিমানা এবং ৩ বছরের সুপারভাইজ্ড রিলিজ দেয়া হয়েছে।



ক্রিপ্টো এক্সচেঞ্জ এর পরিমান বেড়েছে এবং তাদের ইউজাররাও বিটকয়েনের মূল নীতি : পিয়ার-টু-পিয়ার/এননিমিটি/ছদ্মনাম/থার্ড পার্টি থেকে মুক্তি না বুঝেই এর বিরুদ্ধে কাজ করছে। ক্রিপ্টো এক্সচেঞ্জের সাথে নতুন আইনও বের হয়েছে, এবং তারা তাদের গ্রাহকদের কাছ থেকে KYC তথ্য কালেক্ট করতে এক্সচেঞ্জকে বাধ্য করছে।

মানুষের লোভ তাদের কে কোথায় নিচ্ছে:

- এক্সচেঞ্জে তাদের টাকা রেখে ঝুকি নিচ্ছে, যেখানে তাদের প্রাইভেট কি নিজেদের কাছে নেই
- তাদের টাকার ঝুকি নিচ্ছে, যেখানে অনেক এক্সচেঞ্জ হ্যাক হয়েছে
- তাদের ব্যক্তিগত তথ্যের ঝুঁকি নিচ্ছে, যেখানে অনেক এক্সচেঞ্জ হ্যাক হয়েছে এবং হ্যাকাররা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করেছে এমনকি ডার্ক ওয়েবে বিক্রি করেছে (যা এই লোকেদের জন্য আরও বেশি ঝুঁকিতে ফেলেছে, কারণ আপনি হয়তো জানেন না কখন একজন ক্রিমিনাল ডার্ক ওয়েব থেকে 1$ দিয়ে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য কেনার পরে আপনার দরজায় উপস্থিত হবে এবং আপনার ঘরে ডাকাতি করবে)
- তাদের টাকার ঝুকি নিচ্ছে, যেখানে অনেক এক্সচেন্জ সহজেই তাদের একাউন্ট ফ্রিজ করে দিচ্ছে
- তাদের টাকার ঝুকি নিচ্ছে, যেখানে অনেক ব্যাংক তাদের টাকা ক্রিপ্টো কারেন্সি লেনদেন থেকে এসেছে এটা জানার পর একাউন্ট ফ্রিজ করে দিচ্ছে।
- তাদের টাকার এবং তাদের স্বাধীনতার ঝুঁকি নিচ্ছে, যদি তারা সরকারের জারি করা নতুন আইন না মানে।

তবুও, মাত্র কয়েকজন তাদের শিক্ষা পেয়েছে। সম্ভবত যারা জ্ঞানী ছিল এবং যাদেরকে উপরে উল্লেখ করা কমপক্ষে একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে।

সময়ের সাথে সাথে, "ক্রিপ্টো আইন" আরও কঠিন এবং আরও জটিল হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে, আরও হাস্যকর বা আরও প্রশ্ন তৈরী করে যার উত্তর কেউ দেয়নি।

উদাহরণস্বরূপ, রোমানিয়াতে, প্রথম ক্রিপ্টো আইন ২০১৯ সালে জারি করা হয়েছিল কিন্তু, ততক্ষণ পর্যন্ত, আপনি ট্যাক্স ফাঁকির অভিযোগে অভিযুক্ত হওয়ার মতো ঝুঁকির মধ্যে ছিলেন, যদিও কোন আইনি কাঠামো ছিল না, এমনকি ক্রিপ্টো লেনদেন থেকে আসা ফিয়াট মানি ঘোষণা না দেয়ার কারনে জেল জরিমানার ব্যাবস্থাও ছিলো। হিসাবরক্ষকরা জানতো না কিভাবে তাদের গ্রাহকদের এই আয় ঘোষণা করতে হবে এবং কর্তৃপক্ষ জানতো না কিভাবে জনগণের প্রশ্নের উত্তর দিতে হবে। আইন জারি হওয়ার পরে, ২০১৯ সালের প্রথম দিকে, বিটকয়েনারদের তাদের আগের বছরে যে লাভ হয়েছিল তার জন্য ১০% ট্যাক্স দিতে হয়েছিল। এবং, যদি তাদের প্রফিট ১২ টা মিনিমাম বেতনের চেয়ে বেশি হয়, তবে তাদের ১২ টি ন্যূনতম বেতনের পরিমাণের ১০% ট্যাক্স প্রদান করার কথা ছিল। এই সেকেন্ডারি ট্যাক্স দেওয়া হয়েছিল স্বাস্থ্য ব্যবস্থার জন্য। আগের বছরে যাদের লস ছিল তাদের কিছুই দিতে হয়নি।

তারপরও আইনটি পরিষ্কার না। একজন মাইনার কি করবে? যদি সে আগের বছরে লাভ করে থাকেন কিন্তু যে হার্ডওয়্যার সরঞ্জামগুলি তিনি কিনেছিলেন যেগুলোর টাকা এখনো পরিশোধ হয়নি, মাইনার কি লাভে নাকি লসে? এবং সেসব মাইনারদের কি হবে যাদের কাছে তাদের হার্ডওয়্যার সরঞ্জামের বিল/চালান নেই? কেউ জানে না।

ভবিষ্যতে নতুন ট্যাক্স আসতে পারে। আরো জটিল, আরো হাস্যকর।

যাই হোক না কেন, বিটকয়েন এমন কিছুর জন্য পরিকল্পনা করা হয়নি। এটা জনগণকে আরও কষ্ট দেয়ার জন্য বানানো হয়নি, বা রাষ্ট্রকে তার ভাগ না দিলে তাদের জেলে নেওয়ার জন্য না, এমন একটা ভাগ যেটার জন্য রাষ্ট্র কোনো অবদান রাখে নি। যা হওয়া উচিত, সবকিছুই তার উল্টো পথে আছে

সরকার এবং ব্যাংকগুলোকে অপ্রাসংগিক বানানোর বদলে, মিডলম্যান কে ইকুয়েশন থেকে বের করে দেওয়ার বদলে, মানুষের ব্যাবহার এসব প্রতিষ্ঠান তৈরী করেছে। এবং এখন, এ এনটিটিগুলোই উল্টো লড়াই করছে, মানুষকে আরও বেশি নিপীড়ন করছে। অথরিটির জবাবদিহি করতে প্রস্তুত থাকার জন্য সব এক্সচেঞ্জ ইউজারদের তথ্য সংগ্রহ করছে। বিটকয়েনাররা ক্রিপ্টো এক্সচেন্জগুলো হাসিমুখে ব্যাবহার করছে -- কেউ জানে না কেনো -- ফ্রিতে এবং নিজের ইচ্ছায় তাদের টাকা ও ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছে। তারা আবারো হুকুমের গোলাম হয়ে ওঠার করার জন্য, ইউজার রা তাদের অ্যাকাউন্টগুলিকে এক্সচেঞ্জ এর সাথে ব্যাংক অ্যাকাউন্ট কানেকটেড করছে, এভাবে ব্যাংকগুলোকে ও তাদের  ইচ্ছামতো ফান্ড ফ্রিজ করতে দিচ্ছে এবং কর্তৃপক্ষকে তাদের তথ্য দিচ্ছে।

তারপর অনেকে তাদের ক্রিপ্টো একটিভিটি থেকে কিছু ফিয়াট মানি পেয়ে এবং খুব জটিল আইন না বুঝেই তারা কর্তৃপক্ষের সামনে বোকা হাঁস হয়ে বসে



যাইহোক, আমি বিশ্বাস করি যে একটা লিমিট এই সব বন্ধ করে দেবে। বিটকয়েনের এই সমস্ত ভুল ব্যবহার, সকল প্রশাসন এবং ব্যাংকের চাঁদাবাজি, ক্রিপ্টো এক্সচেঞ্জের সকল অপব্যবহার।

এবং এমন সীমায় পৌঁছে যাবে যখন অনেক মানুষ তাদের লোভে, তাদের নির্বোধতায়, তাদের মূর্খতায় ভুগবে। যখন তাদের অনেকেরই ক্রিমিনাল রেকর্ড থাকবে এবং যখন তাদের অনেকের বেশ পরিমাণে জেল খাটতে হবে। শুধুমাত্র একটা কঠোর দুর্ভোগ মানুষের চোখ খুলতে পারবে।

এবং, যখন এগুলো হবে, বিটকয়েনাররা তখন এক্সচেঞ্জ ব্যবহার করা বন্ধ করবে। তারা ক্রিপ্টো একটিভিটি থেকে পাওয়া তাদের ফিয়াট ইনকাম ব্যাংক অ্যাকাউন্টে রাখা বন্ধ করবে। এমনকি কেউ কেউ ফিয়াট মানি ব্যাবহার করা বন্ধ করে দিবে। যদি এর সব কিছু হয়, তাহলে শেষ পর্যন্ত মানুষ বিটকয়েন ব্যবহার শুরু করবে যেভাবে সাতোশি তাদের জন্য তৈরি করেছে: তাদের নিজের সুবিধার জন্য, সরকার এবং ব্যাংক কে অপ্রাসঙ্গিক বানানোর জন্য, যে কোনও মিডলম্যান কে বাদ দেয়ার জন্য, তাদের ফিনান্সিয়াল লেনদেন গোপন করার জন্য, তাদের নিজের ব্যাংক হওয়ার জন্য, এক্সচেন্জকে নিজের প্রাইভেট কি হোল্ড করার পরিবর্তে নিজেই হোল্ড করার জন্য।

এবং, যখন এগুলো হবে, সরকারের করা আগের সব অত্যাচার তাদের বিরুদ্ধে কাজ করতে শুরু করবে। তারা অন্য কোনো শিকার ধরতে পারবে না কারণ তাদের আগের শিকাররা এখন জানে কিভাবে নিজেদের রক্ষা করতে হয় এবং কিভাবে বিটকয়েন সঠিকভাবে ব্যবহার করতে হয়। যখন এগুলো হবে, শিকারটি নিজেই শিকারী হয়ে উঠবে।

আমি জানি না এই সব বাস্তব  হওয়ার আগ পর্যন্ত কতো সময় চলে যাবে। কিন্তু আমি মনে করি যে, আজ বা কাল, মানুষ বুঝতে পারবে যে তারা যথেষ্ট কষ্ট পেয়েছে এবং তারা বলবে: "যথেষ্ট!"। এবং তারা তাদের চোখ খুলবে এবং বুঝতে পারবে কিভাবে বিটকয়েন ব্যবহার করতে হয়। রাষ্ট্রের স্বার্থে না, নিজেদের স্বার্থে!
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 19, 2023, 02:11:41 PM
না ভাই। আমার একটা মাত্র আইডি। আমি বান্টি ক্যাম্পেইনে যুক্ত হওয়ার সময় অন্যের Proof Copy করে Edit করে নিজের তথ্য দেই। তাহলে আমার কাজ করায় অনেক সুবিধা হয়। কিন্তু সেদিন হয়তো আমি ভুল করে Kraps ভাইয়ের আইডির Proof Copy করে Edit করার আগেই পোস্ট করে ফেলেছি। পরে তা ঠিকও করেছি। তার পরও কেন Red Trust!
আপনার বিরুদ্ধে শুধু মাল্টিপল Alt  একাউন্টের অভিযোগ আনা হয়নি   chatgpt ব্যবহার করে পোস্ট করার  অভিযোগো রয়েছে, chatgpt ইউজ করার এত ইচ্ছা থাকলে  ভালোভাবেও কিন্তু করা যায়,  আপনি কোট করে উল্লেখ করেও  দিতে পারেন।
এখন কথা হল  আপনার বিরুদ্ধে অভিযোগ গুরুতর,  আমি  আসলে এ বিষয়ে বেশি এক্সপ্লোর করিনি,  তবে আপনি যদি যথেষ্ট  প্রমাণাদি  দিতে পারেন,  তাহলে একটা টপিক ক্রিয়েট করেন  রেপুটেশন বোর্ডে।


ট্রেড করা ভাই বহুৎ কঠিন ,  আগে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস শেখার পর   তারপরেই  ট্রেডিং  এর ইমোশন কন্ট্রোল করা যাবে।
ইমোশন কন্ট্রোল আগে ভাই। কারণ আপনি সকল কিছু (টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, ইত্যাদি) শিখলেন, কিন্তু আপনি যখন এটিকে রিয়েল লাইফে প্রয়োগ করতে যাবেন, তখন যদি আপনি ইমোশন এর শিকার হন তাহলে আপনি কখনও শেখা বিষয় এর পুরোটা প্রয়োগ করতে পারবেন না। কারণ আপনার এনলাইসিস এর সাথে ট্রেডিং এর কোনো মিল থাকবে না। এইটাই আমাদের অনেকের ভূল। আমারা ইমোশন কন্ট্রোল কে গুরুত্ব দেই না। যার ফলে আমরা নিজেদের মন মত সিদ্ধান্ত নেই এবং মনে করি এনালাইসিস ভুল।
এইজন্য আমার মতে আগে ইমোশন কন্ট্রোল এবং পরে বাকি সব। আপনি ও অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ।
একদম ঠিক বলছেন ভাই  ইমোশন কন্ট্রোল আগে,  তবে  ট্রেডিং এর সম্পর্কে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল নলেজ না থাকলে সে যদি ট্রেডিং করে,  তাহলে তো এটা অনেকটা জুয়া মতনই ভাবা যায় এইজন্য আর কি বললাম।
এই যে দেখেন এখানেও ইমোশন  এর ব্যাপার  যেমন ধরুন আমি ট্রেডিং সম্পর্কে খুব বেশি জানি না,  সেরকম নলেজ নাই  তারপরও আমি ট্রেডিং করতে যাচ্ছি ,  এখানেও তো ইমোশন কন্ট্রোল এর ব্যাপার আছে,  আগে আমাকে ট্রেডিং সম্পর্কে জানতে হবে এর মেকানিজম গুলো  এক্সপ্লোর করতে হবে তারপরেই তো আমি ট্রেডিং করতে পারব,  তা না হলে নিচের  টাকলু  বাবার মতন  অবস্থা হওয়া ছাড়া আর উপায় নেই.

full member
Activity: 504
Merit: 212
September 19, 2023, 01:47:10 PM
মাঝে মাঝে দেখি বাংলাদেশ লোকাল বোর্ডের কিছু নতুন সদস্য জেনারা অল্প কিছুদিন ধরে আসছে তারা মাঝে মাঝে ভালোই একটিভ থাকেন আবার দেখি অনেক পোস্ট গুলাও করে থাকে আবার দেখি খুব তাড়াতাড়ি তারা তাদের আইডিটি নষ্ট করে দেয় , আসলে বুঝি না তারা কি কখনো নিয়ম অনুযায়ী চলে না নাকি তারা নিজেদের দুর্বলতাকে প্রকাশ করে বারবার  ঠকে.
আজ দেখলাম অনেকগুলো আইডিকে টাস্ট দেওয়া হয়েছে তার মধ্যে @Tiger420  ভাই রয়েছে. আপনি একজন  বাউন্টি ইউজার, আপনি স্বাভাবিকভাবে বাউনটির কাজ করে থাকেন. আপনার অনেক সতর্কতা থাকা উচিত ছিলআমি দেখলাম আপনি সহ আরো অনেক জনকে একসঙ্গে ট্রাস্ট দেয়া হয়েছে. তারা সবাই আপনার মতই একই ভুল করেছিল.সম্ভবত আপনারা সকলেই একই ওয়ালেটে টোকেন ডিপোজিট করেছিলেন . তাই আপনাদের সকলকেই রেড ট্রাস্ট দেয়া হয়েছে.



উনি একসাথে অনেকগুলো আইডি দিয়ে বাউন্টি ক্যাম্পেইন করেছে আবার chat gpt দিয়েও পোস্ট করেছে যা ফোরাম এর নিয়ম এর সাথে সাংঘর্ষিক। অনেকেই দেখি এসবের কোনো গুরুত্ব দেয় না। আর এখন বেশিরভাগ altcoin বাউন্টি ক্যাম্পেইন গুলোই স্ক্যাম। যারা এসব ক্যাম্পেইন এ কাজ করার জন্যে মাল্টিপল আইডি ব্যবহার করছেন তারা শুধু ফোরাম এর পরিবেশ এ নষ্ট করছেন না তারা আমাদের রেপুটেশন ও নষ্ট করছেন। যারা মনে করছেন এই ফোরামকে ইনকাম এর একমাত্র উৎস বানাবেন তাদের জন্যে সমবেদনা।

না ভাই। আমার একটা মাত্র আইডি। আমি বান্টি ক্যাম্পেইনে যুক্ত হওয়ার সময় অন্যের Proof Copy করে Edit করে নিজের তথ্য দেই। তাহলে আমার কাজ করায় অনেক সুবিধা হয়। কিন্তু সেদিন হয়তো আমি ভুল করে Kraps ভাইয়ের আইডির Proof Copy করে Edit করার আগেই পোস্ট করে ফেলেছি। পরে তা ঠিকও করেছি। তার পরও কেন Red Trust!

আর পোস্ট করার জন্য chat gpt ব্যবহার করার কথা যে বলেছে ট্রাস্ট এ সে ব্যাপারে কি বলবেন ? Signature ক্যাম্পেইন করার জন্যে আপনে chat gpt ব্যবহার করে পোস্ট করেছেন এটা তো কাউকে দেখে ভুল করে করেননাই। আমাদের উচিত ফোরামে কাজ করার আগে এর নিয়ম কানুন গুলো সম্পর্কে জেনে নেওয়া। আপনি যে নেগেটিভ ট্রাস্ট খেয়েছেন তাতে এ আইডি দিয়ে আর কোনো ক্যাম্পেইন করতে পারবেন না।  ফোরাম এর নিয়ম অনুযায়ী আপনে ফোরাম এ নতুন আইডি করার যোগ্য না। যদিও এটা বেশিরভাগ এ মানে না।
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
September 19, 2023, 01:13:23 PM
মাঝে মাঝে দেখি বাংলাদেশ লোকাল বোর্ডের কিছু নতুন সদস্য জেনারা অল্প কিছুদিন ধরে আসছে তারা মাঝে মাঝে ভালোই একটিভ থাকেন আবার দেখি অনেক পোস্ট গুলাও করে থাকে আবার দেখি খুব তাড়াতাড়ি তারা তাদের আইডিটি নষ্ট করে দেয় , আসলে বুঝি না তারা কি কখনো নিয়ম অনুযায়ী চলে না নাকি তারা নিজেদের দুর্বলতাকে প্রকাশ করে বারবার  ঠকে.
আজ দেখলাম অনেকগুলো আইডিকে টাস্ট দেওয়া হয়েছে তার মধ্যে @Tiger420  ভাই রয়েছে. আপনি একজন  বাউন্টি ইউজার, আপনি স্বাভাবিকভাবে বাউনটির কাজ করে থাকেন. আপনার অনেক সতর্কতা থাকা উচিত ছিলআমি দেখলাম আপনি সহ আরো অনেক জনকে একসঙ্গে ট্রাস্ট দেয়া হয়েছে. তারা সবাই আপনার মতই একই ভুল করেছিল.সম্ভবত আপনারা সকলেই একই ওয়ালেটে টোকেন ডিপোজিট করেছিলেন . তাই আপনাদের সকলকেই রেড ট্রাস্ট দেয়া হয়েছে.



উনি একসাথে অনেকগুলো আইডি দিয়ে বাউন্টি ক্যাম্পেইন করেছে আবার chat gpt দিয়েও পোস্ট করেছে যা ফোরাম এর নিয়ম এর সাথে সাংঘর্ষিক। অনেকেই দেখি এসবের কোনো গুরুত্ব দেয় না। আর এখন বেশিরভাগ altcoin বাউন্টি ক্যাম্পেইন গুলোই স্ক্যাম। যারা এসব ক্যাম্পেইন এ কাজ করার জন্যে মাল্টিপল আইডি ব্যবহার করছেন তারা শুধু ফোরাম এর পরিবেশ এ নষ্ট করছেন না তারা আমাদের রেপুটেশন ও নষ্ট করছেন। যারা মনে করছেন এই ফোরামকে ইনকাম এর একমাত্র উৎস বানাবেন তাদের জন্যে সমবেদনা।

না ভাই। আমার একটা মাত্র আইডি। আমি বান্টি ক্যাম্পেইনে যুক্ত হওয়ার সময় অন্যের Proof Copy করে Edit করে নিজের তথ্য দেই। তাহলে আমার কাজ করায় অনেক সুবিধা হয়। কিন্তু সেদিন হয়তো আমি ভুল করে Kraps ভাইয়ের আইডির Proof Copy করে Edit করার আগেই পোস্ট করে ফেলেছি। পরে তা ঠিকও করেছি। তার পরও কেন Red Trust!
full member
Activity: 504
Merit: 212
September 19, 2023, 01:04:39 PM
মাঝে মাঝে দেখি বাংলাদেশ লোকাল বোর্ডের কিছু নতুন সদস্য জেনারা অল্প কিছুদিন ধরে আসছে তারা মাঝে মাঝে ভালোই একটিভ থাকেন আবার দেখি অনেক পোস্ট গুলাও করে থাকে আবার দেখি খুব তাড়াতাড়ি তারা তাদের আইডিটি নষ্ট করে দেয় , আসলে বুঝি না তারা কি কখনো নিয়ম অনুযায়ী চলে না নাকি তারা নিজেদের দুর্বলতাকে প্রকাশ করে বারবার  ঠকে.
আজ দেখলাম অনেকগুলো আইডিকে টাস্ট দেওয়া হয়েছে তার মধ্যে @Tiger420  ভাই রয়েছে. আপনি একজন  বাউন্টি ইউজার, আপনি স্বাভাবিকভাবে বাউনটির কাজ করে থাকেন. আপনার অনেক সতর্কতা থাকা উচিত ছিলআমি দেখলাম আপনি সহ আরো অনেক জনকে একসঙ্গে ট্রাস্ট দেয়া হয়েছে. তারা সবাই আপনার মতই একই ভুল করেছিল.সম্ভবত আপনারা সকলেই একই ওয়ালেটে টোকেন ডিপোজিট করেছিলেন . তাই আপনাদের সকলকেই রেড ট্রাস্ট দেয়া হয়েছে.



উনি একসাথে অনেকগুলো আইডি দিয়ে বাউন্টি ক্যাম্পেইন করেছে আবার chat gpt দিয়েও পোস্ট করেছে যা ফোরাম এর নিয়ম এর সাথে সাংঘর্ষিক। অনেকেই দেখি এসবের কোনো গুরুত্ব দেয় না। আর এখন বেশিরভাগ altcoin বাউন্টি ক্যাম্পেইন গুলোই স্ক্যাম। যারা এসব ক্যাম্পেইন এ কাজ করার জন্যে মাল্টিপল আইডি ব্যবহার করছেন তারা শুধু ফোরাম এর পরিবেশ এ নষ্ট করছেন না তারা আমাদের রেপুটেশন ও নষ্ট করছেন। যারা মনে করছেন এই ফোরামকে ইনকাম এর একমাত্র উৎস বানাবেন তাদের জন্যে সমবেদনা।

মাঝে মাঝে দেখি বাংলাদেশ লোকাল বোর্ডের কিছু নতুন সদস্য জেনারা অল্প কিছুদিন ধরে আসছে তারা মাঝে মাঝে ভালোই একটিভ থাকেন আবার দেখি অনেক পোস্ট গুলাও করে থাকে আবার দেখি খুব তাড়াতাড়ি তারা তাদের আইডিটি নষ্ট করে দেয় , আসলে বুঝি না তারা কি কখনো নিয়ম অনুযায়ী চলে না নাকি তারা নিজেদের দুর্বলতাকে প্রকাশ করে বারবার  ঠকে.
আজ দেখলাম অনেকগুলো আইডিকে টাস্ট দেওয়া হয়েছে তার মধ্যে @Tiger420  ভাই রয়েছে. আপনি একজন  বাউন্টি ইউজার, আপনি স্বাভাবিকভাবে বাউনটির কাজ করে থাকেন. আপনার অনেক সতর্কতা থাকা উচিত ছিলআমি দেখলাম আপনি সহ আরো অনেক জনকে একসঙ্গে ট্রাস্ট দেয়া হয়েছে. তারা সবাই আপনার মতই একই ভুল করেছিল.সম্ভবত আপনারা সকলেই একই ওয়ালেটে টোকেন ডিপোজিট করেছিলেন . তাই আপনাদের সকলকেই রেড ট্রাস্ট দেয়া হয়েছে.


আরে ভাই কী করব, জীবনটাই বেদনার! আমি শুধু একজনের আইডিতে ডলার sent করেছি। কারণ আমি ডলার বিক্রি করতে পারি না তাই আমি আমার এক ভাইয়ের কাছ থেকে আমার ডলারগুলো বিক্রি করে নিতাম। তার বাসা আমার বাসার পাশে। তার নাম Rasel Mahmud। এতে আমার কোনো দোষ নেই। তবুও আমাকে Red Trust দিল।😭😭😭

আপনার এসব কথা বিশ্বাস করার কোনো কারণ নেই DT মেম্বারদের।  তারা আপনার এই রাসেল ভাই কে চিনে না। আর আপ্নে বলসেন আপ্নে একজনের কাছে ডলার সেল করেছেন তাহলে যেসব আইডি কে কানেক্টেড ধরা হয়েছে তারা সবাই একসাথে একজনের কাছে ডলার সেল করলো! ফোরামের সবাই এতো সহজ সরল না ভাই যে তাদের সাধারণ বোধ জ্ঞান নাই।
sr. member
Activity: 1008
Merit: 366
September 19, 2023, 12:58:00 PM
~কাট
অনেক সুন্দর ভাবেই বলেছেন। আমি আর একটু ভালো ভাবে এক্সপ্লেইন করার ট্রাই করি। ইমোশন ট্রেডিং হচ্ছে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া। আমরা ট্রেডিং করার সময় অনেক ডাটা বিভিন্ন উপায়ে এনালাইজ করি এবং তার উপর ভিত্তি করে মার্কেট উপরে যাবে নাকি নিচে তা নির্ধারন করি। এই নির্ধারনকৃত সিদ্ধান্তের বাইরে আবেগের বশবর্তী হয়ে লোভ অথবা ভয়ে পরে বা আগে ট্রেড ক্লোজ করা টা হচ্ছে ইমোশনাল ট্রেডিং। এইখানে দ্বিধা দ্বন্দের কিছু নেই, এইখানে আপনি এই বিষয় টি ভূল বলছেন বা এক্সপ্লেইন করতে পারেন নাই। আমরা এনালাইসিস করেই সিদ্ধান্ত নেই যে মার্কেট কোন দিকে যাবে। এই এনালাইসিস ছাড়া ট্রেড করাকে Gambling Trade বলা হয়। কারন এইটা আর জুয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং এ থেকে ইমোশন আসবে তার কোনো সন্দেহ নেই। এনালাইসিস এর ডাটার সাথে মিল রেখে মার্কেট কন্ডিশন এর চিন্তা না করে ডাটা থেকে পাওয়া রেজাল্ট এর সাথে মিলিয়ে ট্রেড এর ডিসিশন নেওয়া কে ইমোশন কন্ট্রোল বলা হয়। অর্থাৎ ১+১=২ আগে বা পরে করলে এইটার রেজাল্ট ১ বা ৩ আসবে না। সুতরাং যেটা ফল সেটাই মানতে হবে। পরবর্তী তে কিভাবে ইমোশন কন্ট্রোল করতে হয় তা নিয়ে একটা পোস্ট লিখব।

ট্রেড করা ভাই বহুৎ কঠিন ,  আগে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস শেখার পর   তারপরেই  ট্রেডিং  এর ইমোশন কন্ট্রোল করা যাবে।

ইমোশন কন্ট্রোল আগে ভাই। কারণ আপনি সকল কিছু (টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, ইত্যাদি) শিখলেন, কিন্তু আপনি যখন এটিকে রিয়েল লাইফে প্রয়োগ করতে যাবেন, তখন যদি আপনি ইমোশন এর শিকার হন তাহলে আপনি কখনও শেখা বিষয় এর পুরোটা প্রয়োগ করতে পারবেন না। কারণ আপনার এনলাইসিস এর সাথে ট্রেডিং এর কোনো মিল থাকবে না। এইটাই আমাদের অনেকের ভূল। আমারা ইমোশন কন্ট্রোল কে গুরুত্ব দেই না। যার ফলে আমরা নিজেদের মন মত সিদ্ধান্ত নেই এবং মনে করি এনালাইসিস ভুল।

এইজন্য আমার মতে আগে ইমোশন কন্ট্রোল এবং পরে বাকি সব। আপনি ও অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ।
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
September 19, 2023, 12:51:23 PM
মাঝে মাঝে দেখি বাংলাদেশ লোকাল বোর্ডের কিছু নতুন সদস্য জেনারা অল্প কিছুদিন ধরে আসছে তারা মাঝে মাঝে ভালোই একটিভ থাকেন আবার দেখি অনেক পোস্ট গুলাও করে থাকে আবার দেখি খুব তাড়াতাড়ি তারা তাদের আইডিটি নষ্ট করে দেয় , আসলে বুঝি না তারা কি কখনো নিয়ম অনুযায়ী চলে না নাকি তারা নিজেদের দুর্বলতাকে প্রকাশ করে বারবার  ঠকে.
আজ দেখলাম অনেকগুলো আইডিকে টাস্ট দেওয়া হয়েছে তার মধ্যে @Tiger420  ভাই রয়েছে. আপনি একজন  বাউন্টি ইউজার, আপনি স্বাভাবিকভাবে বাউনটির কাজ করে থাকেন. আপনার অনেক সতর্কতা থাকা উচিত ছিলআমি দেখলাম আপনি সহ আরো অনেক জনকে একসঙ্গে ট্রাস্ট দেয়া হয়েছে. তারা সবাই আপনার মতই একই ভুল করেছিল.সম্ভবত আপনারা সকলেই একই ওয়ালেটে টোকেন ডিপোজিট করেছিলেন . তাই আপনাদের সকলকেই রেড ট্রাস্ট দেয়া হয়েছে.



আরে ভাই কী করব, জীবনটাই বেদনার! আমি শুধু একজনের আইডিতে ডলার sent করেছি। কারণ আমি ডলার বিক্রি করতে পারি না তাই আমি আমার এক ভাইয়ের কাছ থেকে আমার ডলারগুলো বিক্রি করে নিতাম। তার বাসা আমার বাসার পাশে। তার নাম Rasel Mahmud। এতে আমার কোনো দোষ নেই। তবুও আমাকে Red Trust দিল।😭😭😭
newbie
Activity: 20
Merit: 0
September 19, 2023, 11:55:02 AM
 মাঝে মাঝে দেখি বাংলাদেশ লোকাল বোর্ডের কিছু নতুন সদস্য জেনারা অল্প কিছুদিন ধরে আসছে তারা মাঝে মাঝে ভালোই একটিভ থাকেন আবার দেখি অনেক পোস্ট গুলাও করে থাকে আবার দেখি খুব তাড়াতাড়ি তারা তাদের আইডিটি নষ্ট করে দেয় , আসলে বুঝি না তারা কি কখনো নিয়ম অনুযায়ী চলে না নাকি তারা নিজেদের দুর্বলতাকে প্রকাশ করে বারবার  ঠকে.
আজ দেখলাম অনেকগুলো আইডিকে টাস্ট দেওয়া হয়েছে তার মধ্যে @Tiger420  ভাই রয়েছে. আপনি একজন  বাউন্টি ইউজার, আপনি স্বাভাবিকভাবে বাউনটির কাজ করে থাকেন. আপনার অনেক সতর্কতা থাকা উচিত ছিলআমি দেখলাম আপনি সহ আরো অনেক জনকে একসঙ্গে ট্রাস্ট দেয়া হয়েছে. তারা সবাই আপনার মতই একই ভুল করেছিল.সম্ভবত আপনারা সকলেই একই ওয়ালেটে টোকেন ডিপোজিট করেছিলেন . তাই আপনাদের সকলকেই রেড ট্রাস্ট দেয়া হয়েছে.

https://www.talkimg.com/images/2023/09/19/6rrYa.png
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 19, 2023, 10:56:17 AM
টপিকঃ ট্রেডিং এ ইমোশন কি? এটি কিভাবে কন্ট্রোল করা যায়? ট্রেডিং এ ইমোশন এর প্রভাব কতটুকু?
আপনার প্রশ্নটি শুনে আসলে আমার খুবই ভালো লাগলো এইসব বিষয়ে আলোচনাই আমি মূলত বেশি পছন্দ করি,  ট্রেডিং ইমোশন বলতে আমাদের আবেগকে বুঝায় যেমন আবেগের বসে আপনি  ট্রেডিং করবেন যেমন  মার্কেটে একটু পাম্প দিতেছে  দেখেই  ইনভেস্ট করতে গেলেন ,  আবার ভয় পেয়ে কোন কিছু থেকে  তাড়াতাড়ি সেল করে দিলেন।  তো বুঝতেই পারছেন কতটুকু প্রভাব পড়তে পারে  আবেগের বসে  ট্রেড করে আমার অনেক বন্ধু রয়েছে  বিশাল এমাউন্টের টাকা হারিয়েছে,  বেশিদিন আগের কথা নয় Luna  এর ইন্সিডেন্ট মনে আছে?
অ্যামাউন্ট শুনলে হয়তো অবাক হবেন একজন পঞ্চাশ হাজার ইউএসডিটি  আর একজন বিশ হাজার  ইউএসডিটি। এক কথায় তাদের সবকিছু শেষ হয়ে গেছে । এবার বুঝলেন ভাই এটা কতটুকু প্রভাব ফেলে। ট্রেডিং মূলত টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল  এনালাইসিস মিলে  করা হয় এখানে ইমোশনের জায়গা আসলেই ভেজাল।
মূলত আবেগের বসে ট্রেডিং করাকেই ট্রেডিং  ইমোশন বলে।
এ ব্যাপারে অনেক জায়গায় সুন্দর সুন্দর আর্টিকেল রয়েছে। academy.binance.com এর থেকে একটা আর্টিকেলের লিংক দিয়ে দিলাম।  ইংরেজিতে আছে আশা করি আপনার সমস্যা হবে না  বুঝতে পারবেন যদি কোন সমস্যা হয় আবার এখানে পোস্ট করবেন আমি আছি আরো অনেকে আছে উত্তর দেওয়ার জন্য। How to Trade Without Emotions

তাছাড়া ফরএক্স ট্রেডিং  এর ক্ষেত্রে বলেছে  তবে আমি মনে করি এটা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর ক্ষেত্রেও  কাজে দিবে।
ট্রেডে ইমোশন কন্ট্রোল করার 10 টি কার্যকর উপায়

ট্রেড করা ভাই বহুৎ কঠিন ,  আগে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস শেখার পর   তারপরেই  ট্রেডিং  এর ইমোশন কন্ট্রোল করা যাবে।



jr. member
Activity: 33
Merit: 4
September 19, 2023, 10:54:58 AM

টপিকঃ ট্রেডিং এ ইমোশন কি? এটি কিভাবে কন্ট্রোল করা যায়? ট্রেডিং এ ইমোশন এর প্রভাব কতটুকু?

আপনাদের সবার উত্তর এর জন্য অপেক্ষায় থাকলাম। আপনাদের প্রশ্ন গুলো এইভাবে লিখে জানান দেখবেন সবাই এক্টিভ হয়েছে এবং আমরা সবাই নতুন কিছু শিখতে পারছি প্রতিনয়ত।

ট্রেডিং এর ক্ষেত্রে মাইন্ড সেট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই ইমোশন ট্রেডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইমোশন কে কন্ট্রোল করে যদি ট্রেডিং করা যায় তাহলে মনে হয় অবশ্যই সাকসেসফুল হওয়া যায়।
ট্রেডিং করার জন্য আমাদের মধ্যে যে ইমোশন তৈরি হয় সেটা হচ্ছে লোভ, লোভে পড়ে কিন্তু আমরা ট্রেডিং করি। আমাদের মাঝে লোভ এই জন্য তৈরি হয় যে আমরা যদি কোন কয়েন কিনি এবং সেই কয়েনের যদি দাম বৃদ্ধি পায় তাহলে তো আমি প্রফিট পাব। ট্রেডিং করার জন্য আমাদের মাঝে আরেকটি ইমোশন তৈরি হয় সেটা হচ্ছে ভয়। আমরা যখন কোন কিছুতে ট্রেড করি তখন সেটা উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে অর্থাৎ সবুজ হবে নাকি লাল হবে সেটা নিয়ে আমাদের মধ্যে একটি দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয়। আসলে মূল কথা হলো ট্রেডিং নেওয়ার পর মার্কেটের কি অবস্থা হবে সেটা জানার জন্য আমাদের মাঝে ভয় ভীতি কাজ করে। তারপর হল আশা এবং অনুশোচনা। যেমন ধরুন আপনি কোন একটি কয়েন ১০ ডলার দিয়ে কিনলেন কেনার পরে দেখা গেল আপনার দুই ডলার লাভ হলো তখন আপনি মনে মনে  অনুশোচনায় পড়ে বলতেছেন হয়তো কয়েনটি ৯ ডলার দিয়ে কিনলে আমার তিন ডলার লাভ হতো। ভাই আমি এ পর্যন্ত জানি সঠিক হয়েছে কিনা বলবেন।
sr. member
Activity: 1008
Merit: 366
September 19, 2023, 10:30:33 AM
আমিও ঠিক এমনটাই বলতে চাচ্ছি যে অনেকেই এখন ভুল করবে এবং সেটা সংশোধন করে দিতে হবে, আর যারা বোঝে এবং সঠিক টা জানে তাদেরকে সেটা বলতে হবে, তাহলে দেখবেন যারা ভুল করছে তারা ভুল কম করবে বা ভুল করবে না, তখন তারা ভালো কিছু করতে পারবে, যারা হচ্ছে উল্টাপাল্টা কাজকর্ম করার জন্য আসছেন, তারা দেখবেন যে খুব দ্রুত এখান থেকে ঝরে গেছে ভালো কিছু তো দূরে থাক।

আমি আগের একটি আলোচনায় বলেছিলাম, আবার বলছি যদি মিস করে জান সেটি। বিষয়টি হচ্ছে যে আমরা যারা জানি তারা বিষয় গুলোকে অনেক সিম্পল এবং সহজ মনে করি। কারণ বিষয়টি সম্পর্কে আমাদের ধারনা আছে। আমিও একটি উধাহরন দেই। আমরা যখন ক্লাস ১ থেকে ২ তে গেছি, আমাদের কাছে ক্লাস ১ এর পড়া কিন্তু সহজ মনে হইত। আবার ২ থেকে ৩ তে গেলে ক্লাস ২ এর পড়া সহজ লাগতো। এর কারণ আমরা বিষয় সম্পর্কে আগে থেকেই অবগত এবং আমাদের এক্সপেরিয়েন্স আছে। কিন্তু আমরা কখনও ক্লাস ২ এর বিষয় নিয়ে আর কথা বলি না ক্লাস ৩ তে গিয়ে। আমরা ক্লাস ৩ এর বিষয় নিয়ে আলোচনা করি এবং শিখি।
আমি বলতে চাচ্ছি যে, ক্লাস ২ এর বিষয় নিয়ে কেউ আমাদের কাছে জানতে না চাইলে আমরা কিন্তু তাতে গুরুত্ব দিব না, কারণ ওই বিষয়ে আমরা জানি। ফোরামের লজিকটা ও কিন্তু একই ভাবে কাজ করে। আমারা জানি না কে কতটুকু জানে। আমরা যা জানি তা আমাদের কাছে সহজ মনে হয় এবং মনে হয় যে অন্যরা ও ওই বিষয়ে জানে। এখন আমাদের কাছে কেউ জানতে না চাইলে আমরা কিন্তু জানা বিষয় নিয়ে ঘাটাঘাটি করব না বা আন্যদের জানাবোনা।

তো আমার কথা হচ্ছে, আপনারা আমাদের বলেন আপনারা কোন বিষয়ে জানতে চান। না বলা পর্যন্ত কিন্তু ভালো একটা টপিক বা উত্তর দেওয়া সম্ভব না। আপানাদের জানার আগ্রহ বড়ান, প্রশ্ন করতে শেখেন। দেখেন আপনাদের প্রশ্নের পরিপেক্ষিতে কিন্তু অন্যরা এক্টিভ হবেন। অন্যরা প্রশ্নটি দেখে হয়ত নিজেদের মত রিসার্স করবেন। তখন কিন্তু সবার শেখা হবে। এই বিষয় টা আমি লোকাল কমিউনিটি তে অনেক কম দেখি। এই জন্য পোস্ট করার টপিক খুজে পাই না। এটাই মূল কারণ আমার সাইলেন্ট থাকার।

আমি নিজে বলে যদি নিজেই সেই কাজ টা না করি তাহলে কেমন লাগে বলেন? তাই শুরু টা আমি করলাম।

টপিকঃ ট্রেডিং এ ইমোশন কি? এটি কিভাবে কন্ট্রোল করা যায়? ট্রেডিং এ ইমোশন এর প্রভাব কতটুকু?

আপনাদের সবার উত্তর এর জন্য অপেক্ষায় থাকলাম। আপনাদের প্রশ্ন গুলো এইভাবে লিখে জানান দেখবেন সবাই এক্টিভ হয়েছে এবং আমরা সবাই নতুন কিছু শিখতে পারছি প্রতিনয়ত।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 19, 2023, 10:18:21 AM
১০০০ ডলারে যদি লিজেন্ট মেম্বার একাউন্ট পাওয়া যায়। ৭০০ ডলারে যদি হিরো মেম্বার একাউন্ট পাওয়া যায়। তাহলে বিটকয়েনটক ফোরামে স্ক্যামারদের অভাব থাকার কথা না। আমার মনে হয়, আমরা যদি সবাই সচেতন হই এবং এই স্ক্যামারদের কাছ থেকে কোন একাউন্ট না কিনি তাহলে বিটকয়েনটক বাংলাদেশ ফোরাম প্রকৃত ব্যবহারকারীদের জন্য উপকারী হবে।

আপনি একাউন্ট সেলারের সাথে যোগাযোগ করলেন কিভাবে? আর আপনার যোগাযোগ করার উদ্দেশ্য কি ছিলো? অন্য মানুষকে কিছু বুঝাতে গিয়ে নিজে ফেসে যাবেন। ফোরামে এর আগে একজন একাউন্ট সেলারের সাথে বায়ার সেজে কথা বলে অনেকগুলো একাউন্ট এক্সপোজ করেছিলো। সে যতোই ভালো করুক, সেটা ছিলো আন এথিক্যাল এবং এটা নিয়ে মতবেদ আছে। আপনি যে একাউন্ট সেলারের কাছ থেকে আইডির দাম জানতে চাইলেন, হতে পারে সে একজন স্ক্যামার। সে যে আপনাকে একাউন্ট দিবে সেটার কোনো গ্যারান্টি নাই। আপনি নিজেই বললেন যদি সচেতন হই আর যদি একাউন্ট না কিনি, আরে ভাই যদি হবে কেনো? যে পথের দিকে পা দিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসেন। যে কেউ দেখলেই প্রশ্ন করবে আপনি সেখানে গেলেন কেনো? অবশ্যই আপনি কিনতে গিয়েছিলেন? আর আপনি যে কারনেই গিয়েছেন না কেনো, আপনি অন্য কাউকে বুঝাতে পারবেন না। সুতরাং অতি উৎসাহী হয়ে নিজের আইডি নষ্ট করবেন না।

আসলে ভাই এটি ১০০% সত্য যে এরকম অ্যাকাউন্ট সেলার এর অভাব নাই আমাকে দুইজন ব্যক্তি টেলিগ্রামে অনেক এসএমএস করে আইডি বিক্রি করার জন্য। কিন্তু আমি তাদের সেই প্রতারণার ফাঁদে কখনোই পা দেবো না, আমি কখনোই ঔ অচেনা ব্যক্তিদের কথা মত আইডি কিনতে যাব না বরং আমি যদি নিজের জ্ঞান দিয়ে আইডি তৈরি করি সেটাই আমার জন্য বেস্ট হবে। এটা সত্য বলেছেন যে যদি কোন ব্যক্তি অ্যাকাউন্ট কিনতে চায় তাহলে অবশ্যই সে ক্ষতি করার জন্য এই উদ্যোগ নিয়ে থাকে সেজন্য সতর্ক থাকা সবচেয়ে বেশি জরুরি।
তাছাড়া যদি কোন অচেনা ব্যক্তির কাছ থেকে কোন ব্যক্তি অ্যাকাউন্ট কেনার জন্য প্রস্তুতি নেয় তাহলে হয়তো সে স্কামারের প্রতারণায় অবশ্যই পরবে। কেহ এই গ্যারান্টি দিতে পারবেনা যে কোন ব্যক্তির কাছ থেকে অ্যাকাউন্ট কিনলে সেই ব্যক্তি অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে দিবে কিনা।
আমি কখনোই এই একাউন্ট বাই করিনি তাই আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই কিন্তু কয়েকজন ব্যক্তি আমাকে অ্যাকাউন্ট কেনার জন্য অনেক অ্যাকাউন্টের লিংক দেয় কিন্তু সেগুলো আমি দেখি না। বরং আমি তাদেরকে মানা করে দেই যে আমি আইডি কিনবো না কেননা আমি কখনোই তাদেরকে বিশ্বাস করতে পারিনা অবশ্যই তারা আমার সাথে প্রতারণার বড় ধরনের ফাঁদ পাতার চেষ্টা করে কিন্তু তাদেরকে আমি কোন রিসপন্স করি না।
সেজন্যই যাদেরকে আইডি কেনার জন্য লোকেরা মেসেজ দেয় তাদেরকে কখনোই রিসপন্স করবে না তবে তারা আপনাকে আর মেসেজ দিবে না এবং আইডি কেনার জন্য বলবে না আর যদি কেউ এরকম আইডি কেনার উদ্দেশ্য গ্রহণ করে তবে অবশ্যই সে প্রতারণা শিকার হবে এটা নিশ্চিত।
sr. member
Activity: 616
Merit: 322
September 19, 2023, 09:43:21 AM
গ্লোবালে বাংলাদেশ নিয়ে সুনাম হোক কিংবা দুর্নাম আলোচনা তো হয় এটাই বড় বিষয় । বাঙালি এটি কেয়ার করে না যে কেউ তাদের নিয়ে খারাপ বলছে কিংবা ভালো কথা হচ্ছে এটাই অনেক বড় কিছু   Cheesy
এখানে চিল্লাইয়া কোন লাভ নাই কারণ বাঙালি কোনভাবেই কথা শোনার পাত্র নয়। বাংলা থ্রেড অনেক একটিভ হয়েছিল এবং যেভাবে বাংলা থ্রেডের উন্নতি হচ্ছিল তাতে মনে হয়েছিল বাঙালি হয়তোবা অবশেষে একটি কাজের কাজ করতে যাচ্ছে। তবে যে একটু ভালো হতে শুরু করেছে অমনি কয়েকজন মিলে একাউন্ট বানানোর কারখানায় হিসেবে বাংলা থ্রেডকে বেছে নিয়েছে আর প্রতিনিয়ত নিজেই নিজের একাউন্টে মেরিট ট্রান্সফার করে অ্যাকাউন্ট বানিয়ে যাচ্ছে এবং স্প্যামিং করে যাচ্ছে। এদের বলে কোন লাভ নেই ভাই।

এখানের আরো কিছু সমস্যা আছে। আমার মনে হয় কে কোথা থেকে মেরিট পেলো, সেটা বাংলাদেশ থ্রেড এর অন্য মেম্বার রা চেক করে। এবং অন্যজন যেখান থেকে মেরিট পেলো, আরেকজন বা তারই অল্ট একাউন্ট দিয়ে সেখানেই গিয়ে আবার পোষ্ট করে। ব্যাপারটা এরকম যে আপনি একটা যায়গায় পোষ্ট করে মেরিট পেলেন, আমি আপনার প্রোফাইল চেক করে দেখলাম যে আপনি মেরিট পেয়েছেন, এবার আমি সেই থ্রেড এ পোষ্ট করলাম এই আশায় যে আমিও আপনার মতো মেরিট পাবো। এরকম টা করার ফলে হয় কি, মানুষ মনে করবে যে একাউন্ট গুলো এই থ্রেড এসে পোষ্ট করেছে, সব গুলো একাউন্ট একই ব্যাক্তির। এখন অনেক সময় এটা সঠিক হতেও পারে, আবার নাও হতে পারে। এরকম একটা কেস আমি রেপুটেশন বোর্ড এ দেখেছি। কোথাও মেরিট দেখলেই বাংলাদেশি সবাই ঝাপিয়ে পড়ে। মনে করে এটা মেরিটের সাগর, এখান থেকে আমিও একটু নেই, সমস্যা কি?
কথাটা খারাপ বলেন নাই আর রিসেন্ট মেরিট দেখার জন্য কারো প্রোফাইল ভিজিট করতে হয় না। আপনি যদি শুধু বাঙালিরদের প্রোফাইলে কে মেরিট দিল সেটা দেখতে চান তাহলে আপনাকে কারো প্রোফাইল ভিজিট করতে হবে কিন্তু আপনি যদি পুরো ফোরাম কে রিসেন্টলি কাকে মেরিট দিল  সেটা দেখতে চান এই ক্ষেত্রে একটি লিংক রয়েছে যেখানে ক্লিক করলে আপনি এটি দেখতে পারবেন। অনেকে আছে যারা কোথায় মেরিট দেওয়া হচ্ছে সেটা খুঁজে বেড়ায় এবং সেখানে পোস্ট করে। একটি মেরিট পাওয়ার আশায় আর এটি করতে গিয়েই স্পামিং করে যার কারণে বাঙালিদের নামে অনেকেই সুনাম করে বেড়ায়  Sad

রিসেন্ট মেরিট ট্রানজেকশন দেখার জন্য যে লিংক রয়েছে আমি সেটা এখানে পোস্ট করতে চাই তবে আবার ভয় লাগে যে আবার যেন কোন ধরনের স্প্যামিং  শুরু হয়। আমি তবুও এটি এখানে দিয়ে দিচ্ছি তবে সবার কাছে অনুরোধ থাকবে। যেন কেউ সেই টপিকগুলোতে গিয়ে স্পেনিং না করে

রিসেন্ট মেরিট দেখতে পাবেন এখনে - https://bitcointalk.org/index.php?action=merit;stats=recent
hero member
Activity: 840
Merit: 522
September 19, 2023, 08:51:43 AM
গ্লোবালে বাংলাদেশ নিয়ে সুনাম হোক কিংবা দুর্নাম আলোচনা তো হয় এটাই বড় বিষয় । বাঙালি এটি কেয়ার করে না যে কেউ তাদের নিয়ে খারাপ বলছে কিংবা ভালো কথা হচ্ছে এটাই অনেক বড় কিছু   Cheesy
এখানে চিল্লাইয়া কোন লাভ নাই কারণ বাঙালি কোনভাবেই কথা শোনার পাত্র নয়। বাংলা থ্রেড অনেক একটিভ হয়েছিল এবং যেভাবে বাংলা থ্রেডের উন্নতি হচ্ছিল তাতে মনে হয়েছিল বাঙালি হয়তোবা অবশেষে একটি কাজের কাজ করতে যাচ্ছে। তবে যে একটু ভালো হতে শুরু করেছে অমনি কয়েকজন মিলে একাউন্ট বানানোর কারখানায় হিসেবে বাংলা থ্রেডকে বেছে নিয়েছে আর প্রতিনিয়ত নিজেই নিজের একাউন্টে মেরিট ট্রান্সফার করে অ্যাকাউন্ট বানিয়ে যাচ্ছে এবং স্প্যামিং করে যাচ্ছে। এদের বলে কোন লাভ নেই ভাই।

এখানের আরো কিছু সমস্যা আছে। আমার মনে হয় কে কোথা থেকে মেরিট পেলো, সেটা বাংলাদেশ থ্রেড এর অন্য মেম্বার রা চেক করে। এবং অন্যজন যেখান থেকে মেরিট পেলো, আরেকজন বা তারই অল্ট একাউন্ট দিয়ে সেখানেই গিয়ে আবার পোষ্ট করে। ব্যাপারটা এরকম যে আপনি একটা যায়গায় পোষ্ট করে মেরিট পেলেন, আমি আপনার প্রোফাইল চেক করে দেখলাম যে আপনি মেরিট পেয়েছেন, এবার আমি সেই থ্রেড এ পোষ্ট করলাম এই আশায় যে আমিও আপনার মতো মেরিট পাবো। এরকম টা করার ফলে হয় কি, মানুষ মনে করবে যে একাউন্ট গুলো এই থ্রেড এসে পোষ্ট করেছে, সব গুলো একাউন্ট একই ব্যাক্তির। এখন অনেক সময় এটা সঠিক হতেও পারে, আবার নাও হতে পারে। এরকম একটা কেস আমি রেপুটেশন বোর্ড এ দেখেছি। কোথাও মেরিট দেখলেই বাংলাদেশি সবাই ঝাপিয়ে পড়ে। মনে করে এটা মেরিটের সাগর, এখান থেকে আমিও একটু নেই, সমস্যা কি?
sr. member
Activity: 616
Merit: 322
September 19, 2023, 05:29:33 AM
তারপর বলেন, আমাদের লোকাল থ্রেড নিয়ে গ্লোবালের আলোচনা গুলো আপনারা কেমন এনজয় করছেন? আমরা তো আসলে চাই না কেউ কারো সাথে খারাপ সম্পর্ক তৈরী করুক যে কারনে অনেকেই কিছু করছেন যেনেও কেউ কাউকে কিছু বলে না। আমি অতীতে একজন কে পি এম করে বলেছিলাম যে আপনার একটিভিটি খুবই সন্দেহজনক মনে হচ্ছে। জানি না তিনি এখনো এগুলো করে বেড়াচ্ছেন নাকি। সবাই লোকাল থ্রেড এ যেমন সময় দেন, যেরকম পোষ্ট করেন, আপনারা গ্লোবাল বোর্ড গুলোতে শুধু পোষ্ট কাউন্ট এর জন্য পোষ্ট না করে ভ্যালুয়েবল কিছু এড করেন। যেগুলো দেখলে কেউ বলবে না যে এটা সিগন্যাচার স্প্যাম। ব্যাস্ততার কারনে আমার নিজের একটিভিটিই তেমন ভালো না। তবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, লোকালে গ্রুপিং করা বন্ধ করেন।
গ্লোবালে বাংলাদেশ নিয়ে সুনাম হোক কিংবা দুর্নাম আলোচনা তো হয় এটাই বড় বিষয় । বাঙালি এটি কেয়ার করে না যে কেউ তাদের নিয়ে খারাপ বলছে কিংবা ভালো কথা হচ্ছে এটাই অনেক বড় কিছু   Cheesy
এখানে চিল্লাইয়া কোন লাভ নাই কারণ বাঙালি কোনভাবেই কথা শোনার পাত্র নয়। বাংলা থ্রেড অনেক একটিভ হয়েছিল এবং যেভাবে বাংলা থ্রেডের উন্নতি হচ্ছিল তাতে মনে হয়েছিল বাঙালি হয়তোবা অবশেষে একটি কাজের কাজ করতে যাচ্ছে। তবে যে একটু ভালো হতে শুরু করেছে অমনি কয়েকজন মিলে একাউন্ট বানানোর কারখানায় হিসেবে বাংলা থ্রেডকে বেছে নিয়েছে আর প্রতিনিয়ত নিজেই নিজের একাউন্টে মেরিট ট্রান্সফার করে অ্যাকাউন্ট বানিয়ে যাচ্ছে এবং স্প্যামিং করে যাচ্ছে। এদের বলে কোন লাভ নেই ভাই।

jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
September 19, 2023, 03:19:52 AM
আমার জানতে চাওয়া বিষয়টি আমরা এই কাস্টম কার্ড দিয়ে কি করব?

ইউনিজয়ন কাস্টম কার্ড হলো একধরনের ক্রিপ্টো কারেন্সি ওয়ালেট, যেখানে বিটকয়েন (BTC) রাখা যায়। এই কার্ডের সামনের দিকে একটি BTC ঠিকানা, QR-কোড, সিরিয়াল নাম্বার, এবং ব্লক সময় থাকে। এই কার্ডের পিছনের দিকে একটি hologram, QR-কোড, এবং private key থাকে। private key দিয়েই আপনি আপনার BTC অ্যাক্সেস করতে পারবেন। আপনি চাইলে আপনার BTC অন্য wallet এ ট্রান্সফার করতে পারবেন। এই কার্ডে 1mBTC লোড করা থাকবে, যার দাম হলো 0.001 BTC। এটা আপনি যেকোনো সময় ব্যবহার করতে পারবেন।

যেহেতু আমাদের বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি নিষিদ্ধ তাই আমরা কি ওই কার্ড খোলামেলাভাবে ব্যবহার করতে পারব?

বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি নিষেধ তাই আপনি এই কার্ড বিশেষ কোনো কাজ করার জন্য ব্যবহার করতে পারবেন না। আপনি শুধু এই কার্ডে BTC রাখতে পারবেন বা অন্য wallet এ ট্রান্সফার করতে পারবেন।

কাস্টম কার্ড ওয়ালেট হিসাবে ব্যবহার করা যায় কি?

এই কার্ড wallet হিসেবে ব্যবহার করা যায় কিন্তু আপনার নিজের রিস্ক নেওয়া লাগবে। আপনি যদি এই কার্ডে BTC রাখেন তাহলে আপনার নিজের responsibility হবে কার্ডটি সুরক্ষিত রাখা। যদি এই কার্ডটি হারিয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তাহলে আপনার BTC ফিরে পাওয়া যাবে না।
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
September 19, 2023, 02:48:46 AM
Unijoin Custom card এর পক্ষ থেকে একটি ফ্রি রেফেল চালানো হচ্ছে যেখানে ১৯ টি কার্ড ফ্রিতে দেওয়া হবে।
খুব সম্ভবত অল্প কিছুদিনের মধ্যেই ফ্রি রেফেল শেষ হয়ে যাবে। তাই যারা এখন পর্যন্ত লটারি ধরেননি তারা অতিসত্বর লটারি ধরে রাখতে পারেন।
তো আমার জানতে চাওয়া বিষয়টি আমরা এই কাস্টম কার্ড দিয়ে কি করব?
যেহেতু আমাদের বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি নিষিদ্ধ তাই আমরা কি ওই কার্ড খোলামেলাভাবে ব্যবহার করতে পারব?
কাস্টম কার্ড ওয়ালেট হিসাবে ব্যবহার করা যায় কি?
full member
Activity: 490
Merit: 119
September 19, 2023, 12:22:09 AM

আপনি সেখানে গেলেন কেনো? অবশ্যই আপনি কিনতে গিয়েছিলেন? আর আপনি যে কারনেই গিয়েছেন না কেনো, আপনি অন্য কাউকে বুঝাতে পারবেন না। সুতরাং অতি উৎসাহী হয়ে নিজের আইডি নষ্ট করবেন না।


জি ভাই, আমি আপনার সাথে সহমত পোষণ করছি। আমার এরকমটা করা উচিত হয় নাই। কিন্তু ভাই আমি তো কাউকে নক করি নাই, আমার কাছে পূর্বের মেসেজও আছে। আর এদের পাতানো ফাঁদে পা দেয়ার মত এতটা বোকা আমি না, ভাই। যাই হোক ভাই, আমি বুঝতে পারছি এ সমাজে কারো ভালো করাটা সত্যি অন্যায়। যে ভালো করতে চায়, তার নিজেরই ক্ষতি হয়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 18, 2023, 08:39:03 PM
১০০০ ডলারে যদি লিজেন্ট মেম্বার একাউন্ট পাওয়া যায়। ৭০০ ডলারে যদি হিরো মেম্বার একাউন্ট পাওয়া যায়। তাহলে বিটকয়েনটক ফোরামে স্ক্যামারদের অভাব থাকার কথা না। আমার মনে হয়, আমরা যদি সবাই সচেতন হই এবং এই স্ক্যামারদের কাছ থেকে কোন একাউন্ট না কিনি তাহলে বিটকয়েনটক বাংলাদেশ ফোরাম প্রকৃত ব্যবহারকারীদের জন্য উপকারী হবে।

আপনি একাউন্ট সেলারের সাথে যোগাযোগ করলেন কিভাবে? আর আপনার যোগাযোগ করার উদ্দেশ্য কি ছিলো? অন্য মানুষকে কিছু বুঝাতে গিয়ে নিজে ফেসে যাবেন। ফোরামে এর আগে একজন একাউন্ট সেলারের সাথে বায়ার সেজে কথা বলে অনেকগুলো একাউন্ট এক্সপোজ করেছিলো। সে যতোই ভালো করুক, সেটা ছিলো আন এথিক্যাল এবং এটা নিয়ে মতবেদ আছে। আপনি যে একাউন্ট সেলারের কাছ থেকে আইডির দাম জানতে চাইলেন, হতে পারে সে একজন স্ক্যামার। সে যে আপনাকে একাউন্ট দিবে সেটার কোনো গ্যারান্টি নাই। আপনি নিজেই বললেন যদি সচেতন হই আর যদি একাউন্ট না কিনি, আরে ভাই যদি হবে কেনো? যে পথের দিকে পা দিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসেন। যে কেউ দেখলেই প্রশ্ন করবে আপনি সেখানে গেলেন কেনো? অবশ্যই আপনি কিনতে গিয়েছিলেন? আর আপনি যে কারনেই গিয়েছেন না কেনো, আপনি অন্য কাউকে বুঝাতে পারবেন না। সুতরাং অতি উৎসাহী হয়ে নিজের আইডি নষ্ট করবেন না।

লিংক সঠিক তাই উল্লেখ করেছি কিনা সেটা একটু কনফার্ম করে দিয়েন Learn Bitcoin ভাই.

জি ভাই, আমি এটার কথাই বলেছিলাম।
full member
Activity: 490
Merit: 119
September 18, 2023, 01:06:15 PM
আজকাল কে ক্রিপ্টো খবর পড়ে না? ক্রিপ্টো কারেন্সি নিয়ে কৌতুহলী মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই, এই বিষয়গুলো নিয়ে মানুষের জানার আগ্রহও অনেক বেড়েছে।

অনেকে আছে ঘুম থেকে উঠে ক্রিপ্টো-কারেন্সি নিউজ নিয়ে বসে পড়েন। এটা একটা ভালো অভ্যাস আমাদের জন্য, যে কিছু কিছু মানুষ ক্রিপ্টো খবর মানুষকে জানাতে খুব পছন্দ করে। তাই @seoincorporation ভাই,  - এর পোস্ট লিঙ্ক থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ক্রিপ্টো-কারেন্সি সকল খুঁটিনাটি আপডেট নিয়ে নতুন একটি সাইট তৈরি করেছেন। সাইটটা যেমন সুন্দর দেখতে, সেরকম তথ্য গুলোও পরিপূর্ণ। সকাল সকাল এক কাপ টাটকা কফির সাথে ক্রিপ্টো-কারেন্সি খবর পড়া সত্যি একটি ভালো অভ্যাস।

এই খবরটি আরো কিছু সাইট থেকে খবর সংগ্রহ করে, @coindesk, @cointelegraph, ও অন্যান্য। তাই এই সাইটটার লিংক আমার বাঙালি কমিউনিটিতে শেয়ার করলাম।


আশা করি, সাইটটা ক্রিপ্টো-কারেন্সি নিউজ পিপাসু মানুষদের মনের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
Jump to: